Author

Topic: বাংলা (Bengali) - page 389. (Read 5720299 times)

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 29, 2020, 08:09:47 AM
AME টোকেন নিয়ে মোটামুটি এক ধরনের ঝর শুরু হইছে। অনেকে দেখি এইটা কিনতেছে আমি বাউন্টি থেকে কিছু পাইছিলাম তাই বিক্রি কইরা দিছি। এটা কিরকম হবে কেও কি এটা দেখছেন ভালোভাবে। যে এটার ভবিষ্যৎ কেমন হতে পারে। এক্সচেঞ্জ এ লিস্ট হওয়ার পর কি IEO প্রাইস অতিক্রম করতে পারবো?
নিশ্চিতভাবে তো বলতে পারবে না। তবে এই টোকেনটি অনেক হাইপ হচ্ছে যদিও এই টোকেনের একজন টিম মেম্বার স্ক্যামার এর তালিকায় আছে যেটা অনেকেই হয়ত জানেন না এবং উক্ত স্ক্যামার বাংলাদেশেরই একজন। আমি মনে করি এই প্রজেক্ট থেকে দূরে থাকাই উত্তম।
jr. member
Activity: 43
Merit: 2
December 29, 2020, 06:26:12 AM
এই গ্রুপটা কি এখন এক্টিভ আছে?
রেগুলো ডিসকাশন হয় কি এটাই।

আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি এই গ্রুপটা বেশি একটিভ না। আসলে হঠাৎ এরকম হওয়ার কারণটা কি। সিনিয়র ভাইয়েরা কারণ টা তুলে ধরবেন আশা করি  ।
newbie
Activity: 2
Merit: 0
December 29, 2020, 05:09:52 AM
আর আমি এখন থেকে রেগুলার বাউনটিতে কাজ করতে চাই। কিভাবে খুব সহজে এটা করতে পারি কিউ একটি পরিপূরণ ধারণা দিতে পারবেন?
newbie
Activity: 2
Merit: 0
December 29, 2020, 05:03:31 AM
এই গ্রুপটা কি এখন এক্টিভ আছে?
রেগুলো ডিসকাশন হয় কি এটাই।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
December 29, 2020, 04:19:59 AM
আমি কিছুদিন আগে বলেছিলাম আমার এক ফ্রেন্ড মারা গিয়েছে। তার কিছু ক্রিপ্টোতে ইনভেস্ট ছিলো।
অবশেষে তার ক্রিপ্টোতে করা ইনভেস্ট গুলো নিরাপদে তাদের পরিবারকে বুুঝিয়ে দিতে পেরেছি। যার ফলে নিজে থেকে অনকটা স্বস্তি বোধ করছি। যদিও তার পরিবার তার ইনভেস্ট গুলো ক্যশ করে নাই। তারা চাইছে তার ইনভেস্ট গুরো রেখে সেখান থেকে ভাল প্রফিট হয়ে তা দিয়ে তার কিছু ইচ্ছা পুরোন করবে। যার কারণে তার কয়েন গুলো তার ভাইয়ের নামে একটি একাউন্ট করে সেখানে ট্রান্সফার করে দিয়েছি।
hero member
Activity: 823
Merit: 500
SquidCoin.cash
December 28, 2020, 03:18:17 PM
AME টোকেন নিয়ে মোটামুটি এক ধরনের ঝর শুরু হইছে। অনেকে দেখি এইটা কিনতেছে আমি বাউন্টি থেকে কিছু পাইছিলাম তাই বিক্রি কইরা দিছি। এটা কিরকম হবে কেও কি এটা দেখছেন ভালোভাবে। যে এটার ভবিষ্যৎ কেমন হতে পারে। এক্সচেঞ্জ এ লিস্ট হওয়ার পর কি IEO প্রাইস অতিক্রম করতে পারবো?

AME ভালো একটি প্রোজেক্ট আর তাদের টিম ও খুব অ্যাক্টিভ । তাদের বেশ কিছু বড় ইনভেস্তর আছে  যারা  লং টাইম এর জন্য এইটাই ইনভেস্ত করেছে । আর আমি মনে করি এক্সচেঞ্জ এ লিস্ট হওয়ার পর খুব তাড়াতাড়ি এটি IEO প্রাইস অতিক্রম করবে কারন তারা ঘোষণা দিয়েছে যে তারা বাউন্টি হানটার দের টোকেন বায় ব্যাক করবে ।
jr. member
Activity: 43
Merit: 2
December 28, 2020, 01:24:42 PM
copper member
Activity: 233
Merit: 3
December 28, 2020, 08:07:02 AM
AME টোকেন নিয়ে মোটামুটি এক ধরনের ঝর শুরু হইছে। অনেকে দেখি এইটা কিনতেছে আমি বাউন্টি থেকে কিছু পাইছিলাম তাই বিক্রি কইরা দিছি। এটা কিরকম হবে কেও কি এটা দেখছেন ভালোভাবে। যে এটার ভবিষ্যৎ কেমন হতে পারে। এক্সচেঞ্জ এ লিস্ট হওয়ার পর কি IEO প্রাইস অতিক্রম করতে পারবো?
newbie
Activity: 1232
Merit: 0
December 28, 2020, 07:26:40 AM
আমি শুধুমাত্র বাউন্টি কেম্পেন করি, তাহলে কি আমি কোন মেরিট পেতে পারি?
নাকি আমাকে মেরিট পেতে হলে দিনের পর দিন পোষ্ট করতে হবে? আমি চাচ্ছি আমার এই বিটকয়েনট্যাল্কের আইডিতে একটি হলেও মেরিট পাই। প্লিজ, সিনিয়র ভাইয়েরা আমাকে একটু হেল্প করবেন। যাতে করে আমি আমার এই বিটকয়েনট্যাল্কের আইডি টাকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারি।

আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি মেরিট  পাবেন। মেরিট অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।


কোয়ালিটি সম্পুর্ন পোস্ট করুন এবং ফোরামে নিয়মকানুন মেনটেন করে চলুন দেখবেন মেরিট আপনাকে খুঁজতে আপনাকে মেরিট খুঁজতে হবে না।
[/size]
নিয়ম মেনে চললে হয়ত আনট্রাস্টেড ট্যাগ পাবেনা কিন্তু মেরিট পাওয়া ভীষণ সমস্যার অনেকেই ভালপোস্টেও কোনোরকম মেরিট দিতে রাজিনয়, আর অনেকসময়ই ভুলতথ্য ও অভিযোগের উপর নির্ভর করে মডারেটররা অপ্রত্যাশিতভাবে আনট্রাস্টেড ট্যাগ দিয়ে আপনাকে সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করে।

সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বড় ভাই।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 28, 2020, 01:39:31 AM
সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন ব্যবহারকারীদেরকে একটি উপায় বলে দিচ্ছি , যেন তাদের মেরটি পাওয়া নিয়ে কোনো অভিযোগ না থাকে। আমি উদাহরণ হিসেবে @Cadaver20 আপনাকে নিচ্ছি, দয়া করে মন খারাপ করিয়েন নাহ।

সবাই @Cadaver20 এর পূর্ববর্তী পোষ্টগুলো দেখেছেন আশা করি এবং আমিও পড়েছি। আমি বলবো যে, @Cadaver20 ভাইয়ের মতো বিভিন্ন বিষয় যেগুলো হয়তো আমরা নজরে রাখি না, সেই বিষয়গুলো নিয়ে পোষ্ট করেন। কারণ আমি Rebase Token/ Elastic Supply Mechanism এবং Bitcoin Mixer এই বিষয়গুলোতে জানতাম। তবে বাংলা লেখতে অনেক সময় লাগে , তাই সময়মতো পোষ্ট করি নাই। কিন্তু @Cadaver20 ভাই বিষয়টি জানার সাথে সাথে আমাদের সাথে তথ্যটি বিনিময় করেছেন। তাই নতুনরা যদি ওনার মতো এমন বিষয়গুলোর তথ্য বাংলা সেকশনে বিনিময় করেন। আশা করি, বাংলা সেকশনটি তথ্যবহুল হবে এবং অন্যদিকে মেরিট পাওয়া সহজ হবে। তবে কেউ অন্যকোনো সোর্স থেকে কপি-পেষ্ট কইরেন নাহ।

নোট: আমার টাইম ম্যানেজমেন্ট এখনো ঠিক হয়নি, তাই আমি যে পোষ্টটি করতে চেয়েছিলাম। সেটি লেখতে একটু সময় লাগতেছে। আশা করি, বছর শেষের আগেই সেটি এখানে পোষ্ট করতে পারবো।
hero member
Activity: 823
Merit: 500
SquidCoin.cash
December 27, 2020, 03:36:37 PM
শুভ সকাল
আশা রাখি সবাই ভালো আছেন।
আমি বিটকয়েনে খুব ক্ষুদ্র একটা মানুষ।
একদম নতুন বল্লেই চলে আমি এই বিটকয়েন নিয়ে খুব কম বুজি।
আমি এই বিটকয়েনে সাফল্য গড়ে তুলতে চাই।
আমি আশা করি সবার মতামত আমার জন্য কাম্য।
আমার কিছু প্রেশ্ন,,,

১/বিটকয়েনে ইনকাম কিভাবে বেশি বেশি করা জাবে।
২/এ্যকটিবিটি কিভাবে বারাবো।
৩/আমার মেরিট খুব ভালো লাগে
আর আমি এই মেরিট কিভাবে সংগ্রহ  করতে পারি আমাকে একটু বলেন সবাই।
 আমার ছিনিয়র জারা আছেন।
জুনিয়র মেমবার থেকে লিজেন্ডারি মেম্বার ভাইএরা আমার প্রতি একটি দৃষ্টি দিবেন প্লিজ।


আপনি যদি এই ফোরাম টাকে ভালভাবে ঘাটাঘাটি করেন তবে আমি আশা করি বিটকয়েন সম্পর্কে খুব বেশি জ্ঞান অর্জন করতে পারবেন , কারন এই ফোরাম এ বিটকয়েন সম্পর্কে সবকিছুই ভালভাবে বুঝানো আছে আপনাকে শুধু খুজে বের করতে হবে ।
আর আপনি যদি ভালভাবে বিটকয়েন সম্পর্কে ধারণা নিতে পারেন ফোরাম থেকে তাইলে আশা করি ভাল পোস্ট এর মাধ্যমে এ্যকটিবিটি বারাতে পারবেন আর আপনাকে মেরিট খুজতে হবেনা মেরিট ই আপনাকে খুজে নিবে ।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
December 27, 2020, 02:23:45 PM
are u from bangladesh?

If not, this can be moved to the India forum.

এখানে বাংলায় কথা বললেই ভালো হয়  Smiley

বাংলায় ফোরাম পেয়ে ভাল লাগল, আমি মনেকরি সম্মানিত মডারেটরদের অজ্ঞতাবশত আমি অনেকগুলো আনট্রাস্টেড ট্যাগ পেয়েছি যা একেবারেই অনভিপ্রেত এবং অভিযোগেরও কোনো ভিত্তি ছিলনা,এইব্যাপারে আমি ভীষণ আপসেট হয়েছি,আমিকি কিছুতেই আনট্রাস্টেড ট্যাগগুলো মুছাতে পারবনা?

Moderator দের সঙ্গে আপনার trust feedback এর কোনো সম্পর্ক নেই। আপনাকে যারা negative trust দিয়েছে, তারা DT1 ও DT2 এর member. এই বিষয়ে moderator দের কিছু করণীয় নেই। যারা negative trust দিয়েছে, তারাই একমাত্র remove করতে পারে। Trust System সম্পর্কে বিস্তারিত জানতে আপনি এই post টি দেখতে পারেন - https://bitcointalksearch.org/topic/m.53828556.
sr. member
Activity: 1428
Merit: 250
December 27, 2020, 09:02:48 AM
আমি শুধুমাত্র বাউন্টি কেম্পেন করি, তাহলে কি আমি কোন মেরিট পেতে পারি?
নাকি আমাকে মেরিট পেতে হলে দিনের পর দিন পোষ্ট করতে হবে? আমি চাচ্ছি আমার এই বিটকয়েনট্যাল্কের আইডিতে একটি হলেও মেরিট পাই। প্লিজ, সিনিয়র ভাইয়েরা আমাকে একটু হেল্প করবেন। যাতে করে আমি আমার এই বিটকয়েনট্যাল্কের আইডি টাকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারি।

আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি মেরিট  পাবেন। মেরিট অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।


কোয়ালিটি সম্পুর্ন পোস্ট করুন এবং ফোরামে নিয়মকানুন মেনটেন করে চলুন দেখবেন মেরিট আপনাকে খুঁজতে আপনাকে মেরিট খুঁজতে হবে না।
[/size]
নিয়ম মেনে চললে হয়ত আনট্রাস্টেড ট্যাগ পাবেনা কিন্তু মেরিট পাওয়া ভীষণ সমস্যার অনেকেই ভালপোস্টেও কোনোরকম মেরিট দিতে রাজিনয়, আর অনেকসময়ই ভুলতথ্য ও অভিযোগের উপর নির্ভর করে মডারেটররা অপ্রত্যাশিতভাবে আনট্রাস্টেড ট্যাগ দিয়ে আপনাকে সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করে।
sr. member
Activity: 1428
Merit: 250
December 27, 2020, 08:57:00 AM
are u from bangladesh?

If not, this can be moved to the India forum.

এখানে বাংলায় কথা বললেই ভালো হয়  Smiley

বাংলায় ফোরাম পেয়ে ভাল লাগল, আমি মনেকরি সম্মানিত মডারেটরদের অজ্ঞতাবশত আমি অনেকগুলো আনট্রাস্টেড ট্যাগ পেয়েছি যা একেবারেই অনভিপ্রেত এবং অভিযোগেরও কোনো ভিত্তি ছিলনা,এইব্যাপারে আমি ভীষণ আপসেট হয়েছি,আমিকি কিছুতেই আনট্রাস্টেড ট্যাগগুলো মুছাতে পারবনা?
full member
Activity: 1582
Merit: 101
December 27, 2020, 04:19:39 AM
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
December 27, 2020, 03:01:26 AM
বিটকয়েন মিক্সিং :
আমরা যারা ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত তারা বিভিন্ন সময় ক্রিপ্টো বা বিটকয়েন ট্রান্সেকশন করে থাকি। এই ট্রান্সেকশন আমরা একটি এড্রেস থেকে অন্য একটি এড্রেসে করে থাকি। এভাবে এড্রেস টু এড্রেস বিটকয়েন ট্রান্সেকশন করার ফলে খুব সহজেই ট্রেস করা যায় আপনি কোথায় কোথায় কতটুকু পরিমানে বিটকয়েন ট্রান্সেকশন করলেন। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে সবাই অজ্ঞাতনামা, সবাই নিজের পরিচয় গোপন রাখতে চায়। আমাদের প্রাইভেসি রক্ষার জন্যই বর্তমানে বিটকয়েন মিক্সিং ব্যবহৃত হয়। বিটকয়েন মিক্সিং হল একটি থার্ড পার্টি সফটওয়্যার যেখানে আপনাকে একটি ওয়ালেট খুলতে হবে। এখন মনে করুন আপনি আপনার বন্ধুর ওয়ালেটে বিটকয়েন ট্রান্সেকশন করতে চান। প্রথমে আপনাকে বিটকয়েন মিক্সারে বিটকয়েন সেন্ট করতে হবে এবং বিটকয়েন মিক্সারে আপনার বন্ধুর ওয়ালেট সেট করে দিতে হবে। এখন বিটকয়েন মিক্সার আপনার বিটকয়েন অন্যান্য বিটকয়েনের সাথে মিক্সিং করে তারপর আপনার বন্ধুর ওয়ালেটে সেন্ট করে দিবে। এভাবে বিটকয়েন ট্রান্সেকশন করলে কেউ আপনার ওয়ালেট ট্রেস করতে পারবে না।

বিটকয়েন মিক্সিং এর প্রয়োজনীয়তা:
১. যেসব দেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ সেখানে নিজের পরিচয় গোপন রাখার জন্য এটি ব্যবহৃত হতে পারে।
২. মনে করুন আপনার ওয়ালেটে অনেক পরিমান বিটকয়েন জমা আছে। এখন ক্রিমিনালরা যদি এটা জানতে পারে তবে আপনার জীবনের জন্য এটা ঝুঁকিপূর্ন হতে পারে।
৩. আপনার ওয়ালেটে অনেক পরিমান বিটকয়েন জমা আছে এটা ক্রিমিনালরা জানতে পারলে তারা বিভিন্ন ধরনের ফিশিং ইমেল বা মেলওয়ার (malware) সেন্ট করতে পারে।
৪. আপনি যদি কোন এক্সচেঞ্জে KYC সাবমিট করে থাকেন এবং সেখান থেকে যদি আপনি আপনার ওয়ালেটে বিটকয়েন withdraw করেন তবে খুব সহজেই আপনাকে ট্রেস করা যাবে।

কিছু বিটকয়েন মিক্সারের উদাহরণ:
১. MyCryptoMixer.com
২. BitMixer.io
৩. Blender.io
৪. BitMix.Biz
৫. BESTMIXER.MX

এছাড়াও আরো অনেক বিটকয়েন মিক্সার বা বিটকয়েন টাম্বলার আছে।

বি:দ্র: এই বিষয়ে যদি কারো আরো বেশি জানা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করবেন।
full member
Activity: 1582
Merit: 101
December 26, 2020, 11:24:10 PM
শুভ সকাল
আশা রাখি সবাই ভালো আছেন।
আমি বিটকয়েনে খুব ক্ষুদ্র একটা মানুষ।
একদম নতুন বল্লেই চলে আমি এই বিটকয়েন নিয়ে খুব কম বুজি।
আমি এই বিটকয়েনে সাফল্য গড়ে তুলতে চাই।
আমি আশা করি সবার মতামত আমার জন্য কাম্য।
আমার কিছু প্রেশ্ন,,,

১/বিটকয়েনে ইনকাম কিভাবে বেশি বেশি করা জাবে।
২/এ্যকটিবিটি কিভাবে বারাবো।
৩/আমার মেরিট খুব ভালো লাগে
আর আমি এই মেরিট কিভাবে সংগ্রহ  করতে পারি আমাকে একটু বলেন সবাই।
 আমার ছিনিয়র জারা আছেন।
জুনিয়র মেমবার থেকে লিজেন্ডারি মেম্বার ভাইএরা আমার প্রতি একটি দৃষ্টি দিবেন প্লিজ।


আপনি বিটকয়েনে সাফল্য গড়ে তুলতে চান এটা অবশ্যই ভালো তবে পরিশ্রমের কোন বিকল্প নাই। আপনাকে বেশী বেশী করে ফোরাম সম্পর্কে জানতে হবে সর্বপ্রথম আর এজন্য বিভিন্ন পোষ্টের কমেন্টসগুলো পড়তে হবে সময় নিয়ে আর নিত্য নতুন আপডেট সম্পর্কে আপনাকে খবর রাখতে হবে।

মেরিটের বিষয়টা হলো আপনাকে ভালো ভালো কমেন্টস করতে হবে। আপনার পোষ্ট পড়ে যদি কারো ভালো লাগে তাহলে আপনাকে কেউ মেরিট দিতে পারে।

ধন্যবাদ।
member
Activity: 1806
Merit: 15
🪙 🪙 🪙 🪙
December 26, 2020, 11:41:53 AM

১/বিটকয়েনে ইনকাম কিভাবে বেশি বেশি করা জাবে।

আপনার মাথা থেকে আগে ইনকাম করার চিন্তা দূর করে ফেলেন। আগে জানার বা শেখার চেষ্টা করুণ।  আাপনার ইনকাম অটোমেটিক হবে।

৩/আমার মেরিট খুব ভালো লাগে
আর আমি এই মেরিট কিভাবে সংগ্রহ  করতে পারি আমাকে একটু বলেন সবাই।


আর  ভালো কোয়ালিটির পোস্ট করুন যাতে কারো উপকারে আসে।
jr. member
Activity: 43
Merit: 2
December 26, 2020, 06:56:40 AM
শুভ সকাল
আশা রাখি সবাই ভালো আছেন।
আমি বিটকয়েনে খুব ক্ষুদ্র একটা মানুষ।
একদম নতুন বল্লেই চলে আমি এই বিটকয়েন নিয়ে খুব কম বুজি।
আমি এই বিটকয়েনে সাফল্য গড়ে তুলতে চাই।
আমি আশা করি সবার মতামত আমার জন্য কাম্য।
আমার কিছু প্রেশ্ন,,,

১/বিটকয়েনে ইনকাম কিভাবে বেশি বেশি করা জাবে।
২/এ্যকটিবিটি কিভাবে বারাবো।
৩/আমার মেরিট খুব ভালো লাগে
আর আমি এই মেরিট কিভাবে সংগ্রহ  করতে পারি আমাকে একটু বলেন সবাই।
 আমার ছিনিয়র জারা আছেন।
জুনিয়র মেমবার থেকে লিজেন্ডারি মেম্বার ভাইএরা আমার প্রতি একটি দৃষ্টি দিবেন প্লিজ।




আপনি বিটকয়েন ইনকাম করতে চাইলে  আপনি বিভিন্ন এয়ারড্রপ এবং বিভিন্ন বান্টির কাজগুলো করতে পারেন। আর এই ফোরামে আপনি বেশি বেশি একটিভ থাকেন এবং বিভিন্ন পোস্ট গুলো পড়েন।
jr. member
Activity: 43
Merit: 2
December 26, 2020, 06:50:24 AM
কিছুদিন আগে আমার যে ফ্রেন্ড মারা গিয়েছে তার কিছু ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট রয়েছে যা, কুকয়েন এবং বাইন্যান্সে ফান্ড রয়েছে। আমি তার ফান্ড গুলো তার পরিবারকে বুঝিয়ে দিতে চেষ্টা করছি। আশা করি তার ফান্ড গুলো তার পরিবারকে যথাযথভাবে বুঝিয়ে দিতে সক্ষম হবো। কিছুটা সমস্যা হয়েছিলো তার 2fa এর এ্যপ লোক পিনটি খুজে বের করতে। শেষ পর্যন্ত সেটাও উদ্ধার করতে সক্ষম হয়েছি। আশা করি খুব দ্রুত সেই ফান্ড গুলো তার পরিবারকে বুঝিয়ে দিতে পারবো।
সকলের কাছে আমার ফ্রেন্ডের জন্য দোয়া প্রার্থী।

আপনার এইরকম ভালো একটি পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি আপনি যেন এই কাজটি খুব ভালোভাবে সমাপ্তি করতে পারেন।
Jump to: