- ফোরাম দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। নতুন কোন ক্যাম্পেইন নেই। অনেক নামিদামি সদস্যগণ সিগনেচার বিহীন জীবন যাপন করছে। আগের মত ঘন ঘন সিগনেচার ক্যাম্পেইন আসছে না। দু'চারটা যা আসছে তা এক সপ্তাহ দু সপ্তাহ চলার পরপরই বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের এই বিটকয়েন ফোরাম ভবিষ্যতে কোন এক সময় বন্ধ হয়ে যাওয়া পথে রয়েছে?
ক্যাম্পেইন না থাকলে ফোরাম বন্ধ হবে না। আগে একসময় ক্যাম্পেইন ছিল না। তখন ফোরাম ছিল। ক্যাম্পেইন না থাকলে হয়ত কিছু মেম্বার ইনেক্টিভ হয়ে যাবে তবে ফোরাম ঠিকই চলবে।
তা ছাড়া আগে Hhampuz বাউন্টটি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করত সিগনেচার ক্যাম্পেইন মূলত যখন আসা শুরু করল সে তখনই বাউনটি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করা পুরোপুরি ভাবেই ধীরে ধীরে ছেড়ে দিল।
আসলে আমরা মাঝেমধ্যে ভুলেই যাই ফোরাম এর আসল উদ্দেশ্যটা কি ছিল। উদ্দেশ্য ছিল বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি সমূহ আলোচনা যেমন বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্ত কারেন্সি ব্যবহার বা মাইনিং করার সময় মানুষ যেসব জটিলতার শিকার হবে সেটা নিয়ে এখানে জিজ্ঞাসা করবে এবং একে অপরকে হেল্প করে সাহায্য করবে।
আমি আরো বলতে চাই যে যখন মিক্সার গুলোকে ব্যান করা হলো তখন অনেকেই বলতে ছিল ফোরামের একটিভিটি অনেক কমে যাবে আমার আপাত দৃষ্টিতে তেমন কম মনে হচ্ছে না।
আর LDL ভাই যেসব বড় বড় রেপুটেবল মেম্বারদের কথা বলতেছেন এনাদের আসলে সিগনেচার ক্যাম্পেইন লাগেনা এমনি এমনি দেখবেন ফোরামে অনেকগুলো পোস্ট করে থাকে।
youtue
ট্রাম্পের ওপর হামলা হয়েছে যে এ খবর কেউ কি জানেন? বিষয়টা অনেকটা এমন হয়েছে যে এমনিতেই "নাচুনি বুড়ি তার উপর ঢোলের বাড়ি"।
অনেকেই বলতেছে যে এবার জাস্ট ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বিশ্বের সবচাইতে শক্তিধর দেশ এর প্রেসিডেন্ট বদলাতে পারে।(ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট এবং সাপোর্ট না করার জন্য)
তার ওপর এই হামলা ট্রাম্পের দিকে পুরো এটেনশন নিয়ে যাচ্ছে। তাছাড়াও আমি জো বাইডেন এমনিতেই চাপের উপর রয়েছে একে ফিলিস্তিনি ইস্যু তাছাড়া ইউক্রেন-রাশিয়া ইস্যু। অনেকেই ধারণা করতেছে এই হামলার পর যুক্ত রাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্পের পথ আরো সুগম হল।