Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 41. (Read 5281858 times)

member
Activity: 108
Merit: 46
June 16, 2024, 11:01:07 AM
শুধু এটা না। অনচেইন নামে একটা বট ছিলো, সেটার মাইনিং পিরিয়ড অলরেডি শেষ হয়ে গেছে এবং এখন ওয়ালেট কানেক্ট করার সময় চলছে। ওয়ালেট কানেক্ট করার শেষদিন সম্ভবত আজকেই। যতটুকু ধারনা, অনচেইন ওকেএক্স এ লিষ্টিং হবে এবং বাইনান্সেও হতে পারে। তারা ট্রাষ্ট ওয়ালেটের সাথেও কোলাবোরেশন করেছে যেটা বাইনান্সের আরেকটা প্রোডাক্ট। আর ব্লাষ্ট নেটওয়ার্ক এর ফার্মিং কি আমাদের লোকাল থেকে কেউ করছেন না নাকি?

OLE টোকেন নিয়ে আমার একটা ব্যাক্তিগত মতামত শেয়ার করি। এই টোকেন টা মূলত Districtone এর ন্যাটিভ টোকেন। Districtone এর সকল প্রকার লেনদেন করার জন্য এই টোকেন এর দরকার হয়। যেহেতু ব্লাষ্ট আগামী ২৬ তারিখে তাদের এয়ারড্রপ ঘোষনা করেছে, আমি মনে করি এই সময়ে অনেকেই তাদের Districtone স্পেস এর শেয়ার সেল করে দিবে। যে কারনে, এই টোকেনের প্রাইস হিউজ ডাম্প করতে পারে। এটা হতে পারে বায় করে রাখার একটা মোক্ষম সুযোগ। কারন Districtone বাইনান্স ল্যাব এর ইনভেস্ট করা প্রজেক্ট। সাথে কুকয়েন আছে। সুতরাং এই টোকেন বাইনান্স এবং কুকয়েন দুই যায়গাতেই লিষ্টিং হওয়ার সম্ভাবনা আছে। অন্তত ৫০ ডলারের করে কিনে রাখলে লস হবে না। এটা একান্তই ব্যাক্তিগত মতামত। কোনো ফাইনান্সিয়াল এডভাইজ না।
ভাই CertiK এর এয়ার ড্রপ কি এখনো চালু রয়েছে ?
আমি যদি করতে চাই তাহলে কি এখন করতে পারব বা করলে কোন ভাল প্রফিট আর্ন করা যাবে? আপনি না কে যেন এই ড্রপটি শেয়ার করেছিলেন এর জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 16, 2024, 09:28:08 AM

পিকচার গুগল থেকে সংগৃহীত

বাংলা লোকাল কমিউনিটির সকল সদস্যদের জানাই সালাম ""আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ""। সবাই কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা যারা মুসলমান আমাদের দুটি উৎসব হল ঈদুল ফিতর ও ঈদুল আযহা। আজকে বিশ্বের অনেক দেশে ঈদ উদযাপিত হয়েছে, আমাদের বাংলাদেশেও শুনেছিলাম কোন জেলায় যেনো আরব দেশের সাথে ঈদ পালন করেন।আগামীকাল পবিত্র ঈদুল আযহা, সকল মুসলিম ভাইয়েদের জানাই পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা "" অগ্রিম ঈদ মোবারক ""।

যাদের সামর্থ্য আছে তারা হয়তো অনেকেই কুরবানি করার নিয়ত করে পশু ক্রয় করেছে। মহান আল্লাহ সকলের মনের আশা যেন পুরন করেন। সকলেই পরিবার পরিজন মিলে ঈদ উদযাপন করুন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 16, 2024, 06:35:05 AM
ভালো একটা খবর দিলেন আমি তো এই এনাউন্সমেন্ট লক্ষই করিনি। যাই হোক এখন দেখে আবার মোবাইল নিয়ে বসতে হচ্ছে আমি আমার কিছু পরিচিত লোকদের দেখলাম তারা এই হামস্টার মাল্টি করে রেখেছে মানে তাদের ফ্যামিলি পারসন দেরও দিয়ে এগুলো করাচ্ছে। যাই হোক আজকে এক বন্ধুর সাথে আলাপ হলো হট এবং ব্লাম নিয়ে আমি দুটোই করেছিলাম দেখা যাক কি পরিমান আছে এগুলো থেকে, শুনলাম ব্লাম এর ফাউন্ডার  বাইনান্স এর প্রাক্তন সিইও, আমি কিন্তু CZ এর কথা বলিনি তার আগের প্রাক্তন সিইও এর কথা বললাম।

শুধু এটা না। অনচেইন নামে একটা বট ছিলো, সেটার মাইনিং পিরিয়ড অলরেডি শেষ হয়ে গেছে এবং এখন ওয়ালেট কানেক্ট করার সময় চলছে। ওয়ালেট কানেক্ট করার শেষদিন সম্ভবত আজকেই। যতটুকু ধারনা, অনচেইন ওকেএক্স এ লিষ্টিং হবে এবং বাইনান্সেও হতে পারে। তারা ট্রাষ্ট ওয়ালেটের সাথেও কোলাবোরেশন করেছে যেটা বাইনান্সের আরেকটা প্রোডাক্ট। আর ব্লাষ্ট নেটওয়ার্ক এর ফার্মিং কি আমাদের লোকাল থেকে কেউ করছেন না নাকি?
এবারও তাহলে আরেকটা সুযোগ মিস করলাম। যদিও এয়ার ড্রপ করার মতন সময় খুবই কম হয় অন্যান্য কাজের চাপ এবং পড়াশোনা   প্লাস ফ্যামিলি সব কিছু মেনটেন করতে গিয়ে দেখা যায় যে এয়ার ড্রপ করার মতন সময় হয় না।
আর এয়ার ড্রপ করার পূর্বে আমি প্রতিটার ক্ষেত্রেই হালকা পাতলা একটু এক্সপ্লোর করে নেই সে সময়টা এখন খুবই মুশকিল যদিও নিজের ওয়াইফকে দিয়ে দুই একটা করানোর চেষ্টায় আছি।
Quote
OLE টোকেন নিয়ে আমার একটা ব্যাক্তিগত মতামত শেয়ার করি। এই টোকেন টা মূলত Districtone এর ন্যাটিভ টোকেন। Districtone এর সকল প্রকার লেনদেন করার জন্য এই টোকেন এর দরকার হয়। যেহেতু ব্লাষ্ট আগামী ২৬ তারিখে তাদের এয়ারড্রপ ঘোষনা করেছে, আমি মনে করি এই সময়ে অনেকেই তাদের Districtone স্পেস এর শেয়ার সেল করে দিবে। যে কারনে, এই টোকেনের প্রাইস হিউজ ডাম্প করতে পারে। এটা হতে পারে বায় করে রাখার একটা মোক্ষম সুযোগ। কারন Districtone বাইনান্স ল্যাব এর ইনভেস্ট করা প্রজেক্ট। সাথে কুকয়েন আছে। সুতরাং এই টোকেন বাইনান্স এবং কুকয়েন দুই যায়গাতেই লিষ্টিং হওয়ার সম্ভাবনা আছে। অন্তত ৫০ ডলারের করে কিনে রাখলে লস হবে না। এটা একান্তই ব্যাক্তিগত মতামত। কোনো ফাইনান্সিয়াল এডভাইজ না।
ও ভাই আপনি ব্লাস্টের এর কথা বলেছেন আমি ভেবেছি আপনি ব্লাম  এর কথা বললেন এনিওয়ে আমার শুধু ব্লাম করা হয়েছিল। আপনি অবশ্য খারাপ বলেননি। এই ডাম্প গুলোয় সাহস নিয়ে একটু ইনভেস্ট করে রাখতে পারলে প্রফিট অর্জন করা সম্ভব। তাহলে বলেন নট কয়েনের কি অবস্থা ডাম্পিং এর পরে কিন্তু আবার পাম্প দিয়েছে ? হোল্ডিং কি চালিয়ে যাচ্ছেন নাকি সেল করে দিয়েছেন অলরেডি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 16, 2024, 05:37:16 AM
ভালো একটা খবর দিলেন আমি তো এই এনাউন্সমেন্ট লক্ষই করিনি। যাই হোক এখন দেখে আবার মোবাইল নিয়ে বসতে হচ্ছে আমি আমার কিছু পরিচিত লোকদের দেখলাম তারা এই হামস্টার মাল্টি করে রেখেছে মানে তাদের ফ্যামিলি পারসন দেরও দিয়ে এগুলো করাচ্ছে। যাই হোক আজকে এক বন্ধুর সাথে আলাপ হলো হট এবং ব্লাম নিয়ে আমি দুটোই করেছিলাম দেখা যাক কি পরিমান আছে এগুলো থেকে, শুনলাম ব্লাম এর ফাউন্ডার  বাইনান্স এর প্রাক্তন সিইও, আমি কিন্তু CZ এর কথা বলিনি তার আগের প্রাক্তন সিইও এর কথা বললাম।

শুধু এটা না। অনচেইন নামে একটা বট ছিলো, সেটার মাইনিং পিরিয়ড অলরেডি শেষ হয়ে গেছে এবং এখন ওয়ালেট কানেক্ট করার সময় চলছে। ওয়ালেট কানেক্ট করার শেষদিন সম্ভবত আজকেই। যতটুকু ধারনা, অনচেইন ওকেএক্স এ লিষ্টিং হবে এবং বাইনান্সেও হতে পারে। তারা ট্রাষ্ট ওয়ালেটের সাথেও কোলাবোরেশন করেছে যেটা বাইনান্সের আরেকটা প্রোডাক্ট। আর ব্লাষ্ট নেটওয়ার্ক এর ফার্মিং কি আমাদের লোকাল থেকে কেউ করছেন না নাকি?

OLE টোকেন নিয়ে আমার একটা ব্যাক্তিগত মতামত শেয়ার করি। এই টোকেন টা মূলত Districtone এর ন্যাটিভ টোকেন। Districtone এর সকল প্রকার লেনদেন করার জন্য এই টোকেন এর দরকার হয়। যেহেতু ব্লাষ্ট আগামী ২৬ তারিখে তাদের এয়ারড্রপ ঘোষনা করেছে, আমি মনে করি এই সময়ে অনেকেই তাদের Districtone স্পেস এর শেয়ার সেল করে দিবে। যে কারনে, এই টোকেনের প্রাইস হিউজ ডাম্প করতে পারে। এটা হতে পারে বায় করে রাখার একটা মোক্ষম সুযোগ। কারন Districtone বাইনান্স ল্যাব এর ইনভেস্ট করা প্রজেক্ট। সাথে কুকয়েন আছে। সুতরাং এই টোকেন বাইনান্স এবং কুকয়েন দুই যায়গাতেই লিষ্টিং হওয়ার সম্ভাবনা আছে। অন্তত ৫০ ডলারের করে কিনে রাখলে লস হবে না। এটা একান্তই ব্যাক্তিগত মতামত। কোনো ফাইনান্সিয়াল এডভাইজ না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 15, 2024, 05:00:30 PM
Hamster Combat অলিরেডি কুকয়েনের সাথে কোলাবোরেট করে ফেলেছে এবং আগামী ১৭ তারিখে তাদের টোকেন কুকয়েন প্রি-মার্কেটে লিষ্টিং হবে যেটা আপনি চাইলে এখনি দেখতে পারেন https://www.kucoin.com/pre-market/HMSTR

তারা নিজেরা এনাউন্স করেছে যে এয়ারড্রপ এলোকেশন আসবে প্রফিট পার আওয়ার হিসাবে এবং অন্যান্য কিছু একটিভিটির ওপর। যারা এখনো কিছুই মাইনিং করতে পারেননি, একদিন বা দুইদিনেই প্রফিট পার আওয়ার ২০০কে ক্রস করে ফেলা সম্ভব। আমার প্রফিট পার আওয়ার 550 কে হয়েছে মাত্র। যদি শুরু করতে চান, তাহলে শুরু করতে পারেন। ফ্রি তে যা পাবেন, তাই লাভ।
ভালো একটা খবর দিলেন আমি তো এই এনাউন্সমেন্ট লক্ষই করিনি। যাই হোক এখন দেখে আবার মোবাইল নিয়ে বসতে হচ্ছে আমি আমার কিছু পরিচিত লোকদের দেখলাম তারা এই হামস্টার মাল্টি করে রেখেছে মানে তাদের ফ্যামিলি পারসন দেরও দিয়ে এগুলো করাচ্ছে। যাই হোক আজকে এক বন্ধুর সাথে আলাপ হলো হট এবং ব্লাম নিয়ে আমি দুটোই করেছিলাম দেখা যাক কি পরিমান আছে এগুলো থেকে, শুনলাম ব্লাম এর ফাউন্ডার  বাইনান্স এর প্রাক্তন সিইও, আমি কিন্তু CZ এর কথা বলিনি তার আগের প্রাক্তন সিইও এর কথা বললাম।

তারা প্রথমে ১২ তারিখ এর কথা বলে kucoin এ এটা শো করে, পরবর্তীতে ১৪ তারিখ আর এখন দেখাচ্ছে ১৭ তারিখ। কিন্তু ১৪ তারিখ থেকে ইতিমধ্যেই Gate.io এর pre-market এ এটার ট্রেড শুরু হয়েছে। দেখা যাক ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। kucoin এর অবস্থাটা আগে দেখি। আর টোকেন কবে দিবে এই বিষয়ে কিছু এখনো জানা যায়নি।
যাক যেহেতু কুকয়েনের সাথে অফিসিয়ালি কোলাবোরেট করে ফেলেছে তাহলে আশা করা যায় ১৭ তারিখে ফ্রি মার্কেটে লিস্টিং হওয়ার খবরটা  ফাইনাল। এবং আমি আশা করছি যে অতি শীঘ্রই টোকেন দেওয়ার বিষয়টাও তারা সামনে নিয়ে আসবে।
সাইবার ৭১ সরাসরি হুমকি দিয়েছে Kajal Arifin omi কে যে সে যদি Female 4 থেকে ওই ২ জনকে সরিয়ে না ফেলে তাহলে তারা সাইবার এটাক করবে. Female 4 চলতে দিবে না। আমি মনে করি এইটা উচিত কাজ হইছে। ইজরায়েলের পক্ষে যে কাজ করবে তাকে সকল যায়গা থেকে বয়কট করা উচিৎ। মিডিয়া যগতে এখন মানুষ শিমুল আর ব্যাচেলর পয়েন্ট বোরহান নামের চরিত্রের ব্যাক্তিকে এই কার্যকলাপের পর থেকে।
সাইবার ৭১ কি এ আসলেও হুমকি দিয়েছে?
আর এই ধরনের কোন কিছু করে থাকলেও আমার মনে হয় না বেশি খুশি হওয়ার কিছু রয়েছে কারণ সাইবার ৭১ আরেক সুযোগ সন্ধানী একটি গ্রুপ দেখবেন তারা এসব ইমোশনাল বিষয়গুলোকে নিয়ে বেশি তৎপরতা দেখায় কারণ মানুষের এটেনশন  আশা করে ।
আমি ব্যক্তিগতভাবে সাইবার ৭১ পছন্দ করি না এরা হলো চোর, কাজ করে যায় OLD MaxTan আর ক্রেডিট নেয় সাইবার ৭১। তাই ওদের কোন কার্যক্রমে বিশ্বাস করবেন না।
sr. member
Activity: 546
Merit: 309
June 15, 2024, 11:45:53 AM
বেশ কয়েক দিন যাবত Hamster Combat নামক এই মাইনিং টি নজরে পড়ছে কেও যদি জেনে থাকেন তাইলে একটু বিস্তারিত ভাবে বললে উপকৃত হতাম।।
Hamster Combat কনসেপ্ট এবং রোডম্যাপ দেখে তো আমার নিকট মোটামুটি ভালই লাগতেছে। তারপরও কোন কিছুই আগে থেকে বলা যায় না। তার উপরে অলরেডি Z_MBFM  ভাই মেনশন করেছেন যে এটি ১৭ তারিখের গো করেনে প্রি মার্কেটে ক্রয় বিক্রয় হওয়ার কথা আর এটি যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলব যারা এই Hamster Combat নিয়ে কাজ করেছিলেন তারা হালকা পাতলা কিছু কামই নিতে পারতেছেন।
তারা প্রথমে ১২ তারিখ এর কথা বলে kucoin এ এটা শো করে, পরবর্তীতে ১৪ তারিখ আর এখন দেখাচ্ছে ১৭ তারিখ। কিন্তু ১৪ তারিখ থেকে ইতিমধ্যেই Gate.io এর pre-market এ এটার ট্রেড শুরু হয়েছে। দেখা যাক ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। kucoin এর অবস্থাটা আগে দেখি। আর টোকেন কবে দিবে এই বিষয়ে কিছু এখনো জানা যায়নি।

বিব্রতকর তথ্য ও আনুষঙ্গিক কিছু ভুল বিশ্লেষণ এই অ্যাডভার্টিজমেন্ট মধ্যে উঠে এসেছে যার চির সেরা বিশ্লেষণ করলেন ডাক্তার পিনাকী। আমি নিচে ভিডিও লিংক দিয়ে দেব তবুও কিছু কথা না বলে নয়। বিশ্বের আরব লীগ মুসলমান দেশগুলো নিয়ে একটি জোট যেখানে গত ৩০ বছর অধিক সময় ধরে এই কোকাকোলা কে বয়কট করে আসছে অথচ এই অভিনেতারা ভুল তথ্যে বলা হয়েছে ১৩৮ বছর ধরে ১৯০ টিরও বেশি দেশে কোকাকোলা খায় এবং নাকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে।
অনেক মানুষের ভিডিওর লিংক আপনি মেনশন করেছেন, তিনি একজন ভালোবাসার মানুষ। আমি আসলে খুশি হচ্ছি যে বাংলাদেশী বাঙালিরা কোকাকোলার এই লাস্ট এডভারটাইসমেন্ট দেখে কোকাকোলা কে উল্টো বয়কট করতেছে তবে ভুলে গেলে চলবে না যে  কোক স্টুডিও গান নিয়ে আসলে আমরা বাঙালিরা ফাল পারতে পারতে  গিয়া শুনি এটিও বন্ধ করা উচিত। প্রীতম হাসান কিছুদিন আগেও একটা গান নিয়ে আসলো ওটাও অ্যাভয়েড করা উচিত। এদেরকে আনসাবস্ক্রাইব করা উচিত। শুধু এক দুইটা বিষয় মাথায়  রাখলে হবে না।
সেই সাথে মেনশন করতে চাই যে কোকাকোলার তো সাব-ব্র্যান্ড রয়েছে কিন্তু-
kinley water, Fanta আরো কয়েকটা আছে সেগুলোর নাম মনে নাই এগুলোও মাথায় রাখতে হবে আমাদের।
সাইবার ৭১ সরাসরি হুমকি দিয়েছে Kajal Arifin omi কে যে সে যদি Female 4 থেকে ওই ২ জনকে সরিয়ে না ফেলে তাহলে তারা সাইবার এটাক করবে. Female 4 চলতে দিবে না। আমি মনে করি এইটা উচিত কাজ হইছে। ইজরায়েলের পক্ষে যে কাজ করবে তাকে সকল যায়গা থেকে বয়কট করা উচিৎ। মিডিয়া যগতে এখন মানুষ শিমুল আর ব্যাচেলর পয়েন্ট বোরহান নামের চরিত্রের ব্যাক্তিকে এই কার্যকলাপের পর থেকে।
sr. member
Activity: 504
Merit: 266
June 15, 2024, 08:33:01 AM
বেশ কয়েক দিন যাবত Hamster Combat নামক এই মাইনিং টি নজরে পড়ছে কেও যদি জেনে থাকেন তাইলে একটু বিস্তারিত ভাবে বললে উপকৃত হতাম।।

Hamster Combat অলিরেডি কুকয়েনের সাথে কোলাবোরেট করে ফেলেছে এবং আগামী ১৭ তারিখে তাদের টোকেন কুকয়েন প্রি-মার্কেটে লিষ্টিং হবে যেটা আপনি চাইলে এখনি দেখতে পারেন https://www.kucoin.com/pre-market/HMSTR

তারা নিজেরা এনাউন্স করেছে যে এয়ারড্রপ এলোকেশন আসবে প্রফিট পার আওয়ার হিসাবে এবং অন্যান্য কিছু একটিভিটির ওপর। যারা এখনো কিছুই মাইনিং করতে পারেননি, একদিন বা দুইদিনেই প্রফিট পার আওয়ার ২০০কে ক্রস করে ফেলা সম্ভব। আমার প্রফিট পার আওয়ার 550 কে হয়েছে মাত্র। যদি শুরু করতে চান, তাহলে শুরু করতে পারেন। ফ্রি তে যা পাবেন, তাই লাভ।
আমার মন্দ ভাগ্য কেননা আমি রেফার করতে পেরেছিলাম না এজন্য আমার অনেকগুলো কমবো ওপেন হয়নি যার কারণে আমার মোট ব্যালেন্সে কম সংখ্যক টোকেন ছিল। অনেকদিন পর প্রফিট পার আওয়ার এই অনুযায়ী টোকেন বরাদ্দ দেবে এই অ্যানাউন্সমেন্টে পড়ে সামান্য কিছু টোকেন প্রোফিট পার আওয়ারে নিতে পেরেছি। আমার মাত্র এক লক্ষ আশি হাজার টোকেন প্রফিট পার আওয়ারে রয়েছে এবং তিন দিন যাবত আমি কোন প্রকার কম্ব নিচ্ছি না। শুধুমাত্র প্রফিট পার আওয়ারে যা পায় তা দিয়েই কোনরকমে দিন পার করছি। দেখা যাক আল্লাহপাক শেষে আমার কপালে কি রেখেছে। আমি আসলেই কি এয়ার্ডপের যোগ্য হব কিনা এটা নিয়ে সন্দেহ আছে কেননা আমি এখন পর্যন্ত কোন রেফার করতে পারিনি এবং আমি খুব বেশি কমবো ওপেন করতে পারিনি। যদি একাধিক শর্ত দেয় তাহলে আমি খুব সম্ভবত ডিসকোয়ালিফাই হয়ে যাব।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 15, 2024, 01:51:43 AM
বেশ কয়েক দিন যাবত Hamster Combat নামক এই মাইনিং টি নজরে পড়ছে কেও যদি জেনে থাকেন তাইলে একটু বিস্তারিত ভাবে বললে উপকৃত হতাম।।

Hamster Combat অলিরেডি কুকয়েনের সাথে কোলাবোরেট করে ফেলেছে এবং আগামী ১৭ তারিখে তাদের টোকেন কুকয়েন প্রি-মার্কেটে লিষ্টিং হবে যেটা আপনি চাইলে এখনি দেখতে পারেন https://www.kucoin.com/pre-market/HMSTR

তারা নিজেরা এনাউন্স করেছে যে এয়ারড্রপ এলোকেশন আসবে প্রফিট পার আওয়ার হিসাবে এবং অন্যান্য কিছু একটিভিটির ওপর। যারা এখনো কিছুই মাইনিং করতে পারেননি, একদিন বা দুইদিনেই প্রফিট পার আওয়ার ২০০কে ক্রস করে ফেলা সম্ভব। আমার প্রফিট পার আওয়ার 550 কে হয়েছে মাত্র। যদি শুরু করতে চান, তাহলে শুরু করতে পারেন। ফ্রি তে যা পাবেন, তাই লাভ।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 14, 2024, 03:54:29 PM
বেশ কয়েক দিন যাবত Hamster Combat নামক এই মাইনিং টি নজরে পড়ছে কেও যদি জেনে থাকেন তাইলে একটু বিস্তারিত ভাবে বললে উপকৃত হতাম।।
Hamster Combat কনসেপ্ট এবং রোডম্যাপ দেখে তো আমার নিকট মোটামুটি ভালই লাগতেছে। তারপরও কোন কিছুই আগে থেকে বলা যায় না। তার উপরে অলরেডি Z_MBFM  ভাই মেনশন করেছেন যে এটি ১৭ তারিখের গো করেনে প্রি মার্কেটে ক্রয় বিক্রয় হওয়ার কথা আর এটি যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলব যারা এই Hamster Combat নিয়ে কাজ করেছিলেন তারা হালকা পাতলা কিছু কামই নিতে পারতেছেন।
বিব্রতকর তথ্য ও আনুষঙ্গিক কিছু ভুল বিশ্লেষণ এই অ্যাডভার্টিজমেন্ট মধ্যে উঠে এসেছে যার চির সেরা বিশ্লেষণ করলেন ডাক্তার পিনাকী। আমি নিচে ভিডিও লিংক দিয়ে দেব তবুও কিছু কথা না বলে নয়। বিশ্বের আরব লীগ মুসলমান দেশগুলো নিয়ে একটি জোট যেখানে গত ৩০ বছর অধিক সময় ধরে এই কোকাকোলা কে বয়কট করে আসছে অথচ এই অভিনেতারা ভুল তথ্যে বলা হয়েছে ১৩৮ বছর ধরে ১৯০ টিরও বেশি দেশে কোকাকোলা খায় এবং নাকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে।
অনেক মানুষের ভিডিওর লিংক আপনি মেনশন করেছেন, তিনি একজন ভালোবাসার মানুষ। আমি আসলে খুশি হচ্ছি যে বাংলাদেশী বাঙালিরা কোকাকোলার এই লাস্ট এডভারটাইসমেন্ট দেখে কোকাকোলা কে উল্টো বয়কট করতেছে তবে ভুলে গেলে চলবে না যে  কোক স্টুডিও গান নিয়ে আসলে আমরা বাঙালিরা ফাল পারতে পারতে  গিয়া শুনি এটিও বন্ধ করা উচিত। প্রীতম হাসান কিছুদিন আগেও একটা গান নিয়ে আসলো ওটাও অ্যাভয়েড করা উচিত। এদেরকে আনসাবস্ক্রাইব করা উচিত। শুধু এক দুইটা বিষয় মাথায়  রাখলে হবে না।
সেই সাথে মেনশন করতে চাই যে কোকাকোলার তো সাব-ব্র্যান্ড রয়েছে কিন্তু-
kinley water, Fanta আরো কয়েকটা আছে সেগুলোর নাম মনে নাই এগুলোও মাথায় রাখতে হবে আমাদের।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 14, 2024, 09:32:36 AM
member
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
June 14, 2024, 07:23:07 AM
বেশ কয়েক দিন যাবত Hamster Combat নামক এই মাইনিং টি নজরে পড়ছে কেও যদি জেনে থাকেন তাইলে একটু বিস্তারিত ভাবে বললে উপকৃত হতাম।।
staff
Activity: 2436
Merit: 2347
June 13, 2024, 02:22:59 PM
কোনো পোস্ট এর রিপ্লে করলে, সে রিপ্লাইটা বিটকয়েন ফোরাম কেটে দেয় কেন। কি কি কারনে পোস্ট ডিলিট করে বিটকয়েন ফোরাম।

What post of yours has been deleted? I don't see any of your post deleted. Did you receive a notification that your post was deleted?

আপনার কোন পোস্ট মুছে ফেলা হয়েছে? আমি আপনার কোন পোস্ট মুছে ফেলা দেখতে পাচ্ছি না। আপনি কি এমন কোন বিজ্ঞপ্তি পেয়েছেন যে আপনার পোস্ট মুছে ফেলা হয়েছে?

ভাই, এই সপ্তাহের মধ্যে আমার এই পোস্টটি ডিলিট  করা হয়েছে।

হয়তো রিপ্লাইটা অনেক লো কোয়ালিটি দিয়েছে। আমার মনে হয়।
ভাই একটু বলবেন কি জন্য এই পোস্টটা ডিলিট হল। ভবিষ্যতে যাতে আমার আর কোন পোস্ট ডিলিট না হয়। কোন ধরনের প্রবলেম গুলা ইগনোর করতে হবে একটু বলে দেন প্লিজ।
পোস্ট করার আগে অবশ্যই দেখে নেবেন  টপিকটি অ্যাক্টিভ কিনা। আপনি যে টপিকে পোস্ট করেছেন সেটি ২০১১ সালের তৈরি হওয়া একটি টপিক আর যার লাস্ট রিপ্লাই ছিল ২০১১ সালের জুন মাসের আট তারিখে।-
আর সম্ভবত যখন আপনি দেখবেন একটি টপিকে ১২০ দিনের মধ্যে কোন ডিসকাশন হয়নি অটোমেটিক্যালি পোস্ট করার পূর্বেই ওয়ার্নিং দিবে যে টপিকটিতে ১২০ দিনের মধ্যে কোন ডিসকাশন হয়নি তাই ভালো হবে নতুন আরেকটা টপিক খোলা ওই টপিকে পোস্ট করার চাইতে। আর আপনার পোস্টটি ডিলিট হওয়ার মূল কারণ এটি।  

Yes, you're right. I'm pretty sure that's the reason for deleting the post. I didn't pay attention to the date of the last post in the topic. The reason for deleting the post is so-called necroposting, i.e. posting a post in a long-forgotten old topic.

হ্যাঁ, আপনি সঠিক। আমি আত্মবিশ্বাসী যে সেটা পোস্ট ডিলিট করার কারণ। আমি থ্রেডের শেষ পোস্টের তারিখে মন দেইনি। পোস্ট ডিলিট করার কারণ হলো সো-কল্ড নেক্রোপোস্টিং, অর্থাৎ একটি পুরনো ভুলে যাওয়া টপিকে পোস্ট করা।
sr. member
Activity: 546
Merit: 309
June 13, 2024, 01:55:10 PM

আচ্ছা hamster Kombat Airdrop payment কিসের উপর দেবে কেউ বলতে পারবেন। কেউ বলছে প্রতি ঘন্টায় প্রফিটের উপর ভিত্তি করে দেবে আবার কেউ বলছে টোটাল ব্যালেন্সের উপর ভিত্তি করে দেবে। আমি মূলত দ্বিধা দ্বন্দ্বের উপর রয়েছি কি হবে যদি প্রফিটের উপর ভিত্তি করে দেয় তাহলে আমার প্রফিটের উপর খুব একটা বেশি এমাউন্ট নেই আবার টোটাল এমাউন্টের উপর দেবে কিনা এটা নিয়েও বিস্তারিত কোন এনাউন্সমেন্ট পেলাম না। কেউ যদি কোন কিছু জেনে থাকেন তাহলে এখানে রিপ্লাই দিয়ে আমার সমস্যাটা সমাধান করলে খুব উপকার পেতাম।
বিভিন্ন ইউটিউব তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও লিংক এর কমেন্টে শত শত রিপ্লে এসেছে যেখানে বলা হয়েছে প্রফিট পার আওয়ার এ পেমেন্ট করবে। এবং অনেক আরো খুঁটিনাটি আনুষঙ্গিক বিষয়ে তারা পেমেন্ট করে থাকবে। সে ক্ষেত্রে যারা ঠিকভাবে ফলো করে নাই তাদের ক্ষেত্রে খুব সম্ভবত টোকেন না পাওয়া সম্ভাবনা রয়েছে। কাজেই ওয়ালেট কানেক্ট করার ইন্সট্রাকশন এসেছে যারা ওয়ালেট কানেক্ট করেননি তারা ওয়ালেট কানেক্ট করে নিন। তবে খুব সম্ভবত এই মাসের মধ্যেই ট্রেডিং শুরু করে দেবে এবং যারা এখন পর্যন্ত প্রফিট পার আওয়ার বৃদ্ধি করেনি তারা খুব দ্রুত আপনার প্রফিট পার আওয়ার বৃদ্ধি করে নিন তা না হলে পরবর্তীতে আফসোস করতে হবে।
ইউটিউব ভিডিও বিষয় না। আপনি Hamster এর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের এনাউন্সমেন্ট দেখেন অফিসিয়ালভাবেই বলা হইছে যে profit per hour এর উপর ও আরো কিছু বিষয়ে উপর নির্ভর করে রিওয়ার্ড পাবেন মাইনার রা। আরো কিছু বিষয় হতে পারে কে কতগুলো কম্বো কমপ্লিট করেছে বা কে কতগুলো কার্ড কিনেছেন। আমি এই বিষয়ে শিওর নই তবে আমি কিছুটা এমনই মনে হচ্ছে।

Hamster আগামিকাল ১৪ তারিখ kucoin এর প্রি মার্কেটে ক্রয় বিক্রয় শুরু হওয়ার কথা থাকলেও তারা তারিখ পরিবর্তন করে ১৭ তারিখ করেছেন।দেখা যাক এটা থেকে কেমন কি পাওয়া যায়।
staff
Activity: 2436
Merit: 2347
June 13, 2024, 01:22:07 PM
কোনো পোস্ট এর রিপ্লে করলে, সে রিপ্লাইটা বিটকয়েন ফোরাম কেটে দেয় কেন। কি কি কারনে পোস্ট ডিলিট করে বিটকয়েন ফোরাম।

What post of yours has been deleted? I don't see any of your post deleted. Did you receive a notification that your post was deleted?

আপনার কোন পোস্ট মুছে ফেলা হয়েছে? আমি আপনার কোন পোস্ট মুছে ফেলা দেখতে পাচ্ছি না। আপনি কি এমন কোন বিজ্ঞপ্তি পেয়েছেন যে আপনার পোস্ট মুছে ফেলা হয়েছে?

ভাই, এই সপ্তাহের মধ্যে আমার এই পোস্টটি ডিলিট  করা হয়েছে।

I thought you were talking about the deleted post from this thread.

আমি ভাবছিলাম আপনি এই থ্রেডের মুছে ফেলা পোস্ট সম্পর্কে কথা বলছিলেন।

হয়তো রিপ্লাইটা অনেক লো কোয়ালিটি দিয়েছে। আমার মনে হয়।
ভাই একটু বলবেন কি জন্য এই পোস্টটা ডিলিট হল। ভবিষ্যতে যাতে আমার আর কোন পোস্ট ডিলিট না হয়। কোন ধরনের প্রবলেম গুলা ইগনোর করতে হবে একটু বলে দেন প্লিজ।

Each moderator has their own motives for deleting posts. I can't say why the moderator deleted your post. Most likely he received a report on your post as a low quality post. But this is my version of deleting your post. You can ask the moderator who deleted your post for a more precise reason.

প্রত্যেক মধ্যস্থকর্তার নিজস্ব উদ্দেশ্য রয়েছে পোস্ট মোছার জন্য। আমি বলতে পারি না আপনার পোস্ট কেন মুছে ফেলা হয়েছে। সম্ভবত তিনি আপনার পোস্টটিকে নিম্ন মানের পোস্ট হিসাবে একটি রিপোর্ট পেয়েছেন। কিন্তু এটা আমার আপনার পোস্ট ডিলিট করার সংস্করণ। আপনি আপনার পোস্ট ডিলিট করা মডারেটরকে আরও সঠিক কারণ জিজ্ঞাসা করতে পারেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 13, 2024, 01:00:21 PM
কোনো পোস্ট এর রিপ্লে করলে, সে রিপ্লাইটা বিটকয়েন ফোরাম কেটে দেয় কেন। কি কি কারনে পোস্ট ডিলিট করে বিটকয়েন ফোরাম।

What post of yours has been deleted? I don't see any of your post deleted. Did you receive a notification that your post was deleted?

আপনার কোন পোস্ট মুছে ফেলা হয়েছে? আমি আপনার কোন পোস্ট মুছে ফেলা দেখতে পাচ্ছি না। আপনি কি এমন কোন বিজ্ঞপ্তি পেয়েছেন যে আপনার পোস্ট মুছে ফেলা হয়েছে?

ভাই, এই সপ্তাহের মধ্যে আমার এই পোস্টটি ডিলিট  করা হয়েছে।

হয়তো রিপ্লাইটা অনেক লো কোয়ালিটি দিয়েছে। আমার মনে হয়।
ভাই একটু বলবেন কি জন্য এই পোস্টটা ডিলিট হল। ভবিষ্যতে যাতে আমার আর কোন পোস্ট ডিলিট না হয়। কোন ধরনের প্রবলেম গুলা ইগনোর করতে হবে একটু বলে দেন প্লিজ।
পোস্ট করার আগে অবশ্যই দেখে নেবেন  টপিকটি অ্যাক্টিভ কিনা। আপনি যে টপিকে পোস্ট করেছেন সেটি ২০১১ সালের তৈরি হওয়া একটি টপিক আর যার লাস্ট রিপ্লাই ছিল ২০১১ সালের জুন মাসের আট তারিখে।-
আর সম্ভবত যখন আপনি দেখবেন একটি টপিকে ১২০ দিনের মধ্যে কোন ডিসকাশন হয়নি অটোমেটিক্যালি পোস্ট করার পূর্বেই ওয়ার্নিং দিবে যে টপিকটিতে ১২০ দিনের মধ্যে কোন ডিসকাশন হয়নি তাই ভালো হবে নতুন আরেকটা টপিক খোলা ওই টপিকে পোস্ট করার চাইতে। আর আপনার পোস্টটি ডিলিট হওয়ার মূল কারণ এটি।  

আলহামদুলিল্লাহ্ আমি আজকে Jr-Member হয়েছি। যদিও এটা খুবই ছোটখাটো একটা অর্জন মনে হতে পারে অন্যদের কাছে কিন্তু আমার কাছে এটা খুবই বড় একটি অর্জন। আমি ফোরামে আসার পর অনেক পরেছি ফোরাম সম্পর্কে এবং মোটামোটি অনেক কিছু শিখতেছি। আমি অনেক আগেই মেরিট পেয়েছিলাম কিছু কিন্তু Jr-Member রেংক স্পর্শ করতে পারিনি কারন আমার একটিভিটি ছিলো কম এর জন্য আমি Jr-Member এর মাইল ফলক স্পর্শ করতে পারিনি। ১৪দিন পরে পরে পোস্টের একটিভিটি ইনক্রেজ হয় এর জন্য৷ আজকে আমার একটিভিটি বেড়েছে এবং Jr-Member হয়েছি। আমার খুবই ভালো লাগছে যে এখন থেকে আমি ফটো লিংক ব্যবহার করলে আমার ফটো দেখা যাবে ফোরামে। আমার অনুভূতি খুবই ভালো আজকে। আপনারা যারা বড় রেংক এর একাউন্টের মালিক তারা সাহায্য করবেন আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমি সামনে আরো ভালো করতে পারবো।
আপনার অনুভূতিটা আমি বুঝতে পারতেছি। একজন বিগিনার হিসেবে আপনার পোস্টিং কোয়ালিটি এবং পোস্টের ধরন অনেকটা ভালো, আশা করি রুলস গুলো ফলো করে সামনে  এগিয়ে যেতে পারবেন, আর যদি  রুলসগুলো না ফলো করতে পারেন তাহলে দেখবেন এই ফোরামে অনেক ভালো ভালো অ্যাকাউন্ট যেভাবে হারিয়ে গিয়েছে সেভাবে আপনারটাও হারিয়ে যাবে। তাই পূর্ব থেকেই আপনাকে সাজেশন দেবো প্রাথমিকভাবে কোয়ালিটি ফুল পোস্ট করবেন যেটা ফোরামের নিয়মের বাহিরে যায় না আর এভাবে যদি চালিয়ে যেতে পারেন অবশ্যই সাপোর্ট পাবেন।
আমি আমার জুনিয়র মেম্বার হওয়ার স্মৃতিগুলো নোট করে রেখেছি যেন  নতুন মেম্বাররা  ফোরামে আসলে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য শো করতে পারি-
এই যে দেখেন Crypto Library এর ফোরামের যাত্রা যখন আমি জানতাম না সিগনেচার ক্যাম্পেইনটা কি এখানে কি করতে হয়। 😂🤣-
সিগনেচার ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয়?
আর পোস্টগুলো কি যেকোনো থ্রেডে দিলেই হবে?
পোস্ট গুলোর ধরন কি ওই প্রজেক্ট সম্পর্কে হওয়া লাগবে ?

আসলে সিগনেচার ক্যাম্পেইন দেখে এখানে আমার কাজ করার ইচ্ছা জেগেছে , হয়তো 30 অ্যাক্টিভিটি হওয়ার পরে আমার  র‍্যাংক  জুনিয়র মেম্বারের চলে যাবে এরপর থেকে আমি সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব এর জন্য আমার প্রশ্ন গুলো করা Smiley

shasan ভাই এর অভিনন্দন এবং অনুপ্রাণিত করা-
আসলে সিগনেচার ক্যাম্পেইন দেখে এখানে আমার কাজ করার ইচ্ছা জেগেছে , হয়তো 30 অ্যাক্টিভিটি হওয়ার পরে আমার  র‍্যাংক  জুনিয়র মেম্বারের চলে যাবে এরপর থেকে আমি সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব এর জন্য আমার প্রশ্ন গুলো করা Smiley
আপনাকে অভিনন্দন আপনি জুনিয়র মেম্বার হয়েচেন। আশা করি খুব শীঘ্রই মেম্বার হবেন সে জন্য অগ্রিম শুভকামনা রইল। নিচে আপনের প্রস্নগুলর উত্তর দেওয়া হল।

আমি তেমন কোন রেপুটেবল ইউজার না কে আইডল হিসেবে মানবেন, তবে এটলিস্ট যতটুকু পজিশন অর্জন করতে পেরেছি এটাও একদম জিরো থেকেই হয়েছে, সো আগামী দিনের জন্য আমাদের লোকাল বোর্ডের যত নিঊবি এবং জুনিয়র মেম্বার রয়েছে সবাইকে শুভকামনা।
full member
Activity: 367
Merit: 136
June 13, 2024, 12:41:38 PM
কোনো পোস্ট এর রিপ্লে করলে, সে রিপ্লাইটা বিটকয়েন ফোরাম কেটে দেয় কেন। কি কি কারনে পোস্ট ডিলিট করে বিটকয়েন ফোরাম।

What post of yours has been deleted? I don't see any of your post deleted. Did you receive a notification that your post was deleted?

আপনার কোন পোস্ট মুছে ফেলা হয়েছে? আমি আপনার কোন পোস্ট মুছে ফেলা দেখতে পাচ্ছি না। আপনি কি এমন কোন বিজ্ঞপ্তি পেয়েছেন যে আপনার পোস্ট মুছে ফেলা হয়েছে?

ভাই, এই সপ্তাহের মধ্যে আমার এই পোস্টটি ডিলিট  করা হয়েছে।
হয়তো রিপ্লাইটা অনেক লো কোয়ালিটি দিয়েছে। আমার মনে হয়।
ভাই একটু বলবেন কি জন্য এই পোস্টটা ডিলিট হল। ভবিষ্যতে যাতে আমার আর কোন পোস্ট ডিলিট না হয়। কোন ধরনের প্রবলেম গুলা ইগনোর করতে হবে একটু বলে দেন প্লিজ।
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
June 13, 2024, 07:44:01 AM
আলহামদুলিল্লাহ্ আমি আজকে Jr-Member হয়েছি। যদিও এটা খুবই ছোটখাটো একটা অর্জন মনে হতে পারে অন্যদের কাছে কিন্তু আমার কাছে এটা খুবই বড় একটি অর্জন। আমি ফোরামে আসার পর অনেক পরেছি ফোরাম সম্পর্কে এবং মোটামোটি অনেক কিছু শিখতেছি। আমি অনেক আগেই মেরিট পেয়েছিলাম কিছু কিন্তু Jr-Member রেংক স্পর্শ করতে পারিনি কারন আমার একটিভিটি ছিলো কম এর জন্য আমি Jr-Member এর মাইল ফলক স্পর্শ করতে পারিনি। ১৪দিন পরে পরে পোস্টের একটিভিটি ইনক্রেজ হয় এর জন্য৷ আজকে আমার একটিভিটি বেড়েছে এবং Jr-Member হয়েছি। আমার খুবই ভালো লাগছে যে এখন থেকে আমি ফটো লিংক ব্যবহার করলে আমার ফটো দেখা যাবে ফোরামে। আমার অনুভূতি খুবই ভালো আজকে। আপনারা যারা বড় রেংক এর একাউন্টের মালিক তারা সাহায্য করবেন আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমি সামনে আরো ভালো করতে পারবো।

এবং আমি এটা ভেবেও খুশি হয়েছি যে আর মাত্র একটা মেরিট পেলেই আমি Member রেংক অর্জন করতে পারবো। আশা করি আমি আমার নিজের মেধা দিয়েই সামনে আরো এগিয়ে যাবো। আমার জন্য দোয়া রাখবেন সবাই। বাংলা থ্রেডের সবার জন্য দোয়া রাখি সকলে ভালো থাকবেন এবং সামনে ভালো কিছু করবেন৷ আপনাদের পিছন পিছন চুপি চুপি আমিও আসতেছি ভাইয়েরা।

আমার অনেক খারাপ লেগেছিল যখন Crypto Library ভাইকে Binance এর Megadrop কিভাবে করতে হবে এটা বুঝিয়ে দেবার সময় ফটো লিংক ব্যবহার করেছিলাম কিন্তু সেটা ফটো আকারে শো করে নি আমি নতুন মেম্বার হওয়ার কারনে এবং icopree এর  🍕 Bitcoin Pizza Day on Bitcointalk এই কন্টেস্টে অংশ গ্রহন করেও আমি আমার বিটকয়েন পিজ্জার লিংক দিতে পেরেছি কিন্তু ছবি শো করে নি তখন খারাপ লাগছিলো অনেক BC.GAME এর িএকটা পোস্টে একটা সংশোধন মুলক পোস্ট রিপ্লাই দিয়েছিলাম কিন্তু ফটো শো করেনি। যাই হোক এখন অপেক্ষার পালা শেষ আমি এখন ফটো লিংক দিলে সেটা দেখা যাবে।



Wonder Work
sr. member
Activity: 504
Merit: 266
June 12, 2024, 07:13:29 PM

Quote
11 - mocacinno
33 - EFS
37 - B1g4udge
44 - Bd officer
90 - mv1986
80 - Becassine

কয়েকদিন আগে বিটকয়েন পিজ্জা ডে উপলক্ষে ফ্রি র‍্যাফেল এসেছিলো আমাদের লোকাল থেকে হয়তো কেউ আবেদন করে নাই। এই র‍্যাফেলে ৬ জন বিজয়ী হয়েছে। আমার লাক ভালো ছিলো, তাই আমিও বিজয়ী হতে পেরেছি। এখানে পুরুস্কার হিসেবে $৫০ ডলারের বোনাস কোড দেওয়া হয়েছে। পুরুস্কার যতই ছোট হোক, আমি বিজয়ী হতে পেরেছি এটাই আমার কাছে অনকে বড় ব্যপার। আমি এখন পর্যন্ত এই ধরনের ফ্রি র‍্যাফেলে বেশ কয়েকবার বিজয়ী হতে পেরেছি। যাইহোক, LM এই ধরনের ফ্রি র‍্যাফেল গুলো এখানে শেয়ার করতে না করলেন তাই এই র‍্যাফেল গুলো শেয়ার করি না। আজকে দেখি বিজয়ী হয়েছি তাই খুশিতে এখানে শেয়ার করলাম।
আপনাকে কনগ্রাচুলেশন কেননা আপনি এখানে আপনার বিজয়ী হওয়ার ঘটনা শেয়ার করেছেন যদিও এখানে আমাদের বাঙালি কমিউনিটিতে এরকম ফ্রি র‍্যাফেল শেয়ার করা নিয়ে কোন কথাবার্তা হয়েছে কিনা সেটা আমার জানা নাই। তবে আপনার আনন্দের সাথে আমরাও একমত হয়েছি। চালিয়ে যান ভবিষ্যতে আরো ভালো কম্পিটিশনে বিজয়ী হন।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 12, 2024, 06:58:12 PM

Quote
11 - mocacinno
33 - EFS
37 - B1g4udge
44 - Bd officer
90 - mv1986
80 - Becassine

কয়েকদিন আগে বিটকয়েন পিজ্জা ডে উপলক্ষে ফ্রি র‍্যাফেল এসেছিলো আমাদের লোকাল থেকে হয়তো কেউ আবেদন করে নাই। এই র‍্যাফেলে ৬ জন বিজয়ী হয়েছে। আমার লাক ভালো ছিলো, তাই আমিও বিজয়ী হতে পেরেছি। এখানে পুরুস্কার হিসেবে $৫০ ডলারের বোনাস কোড দেওয়া হয়েছে। পুরুস্কার যতই ছোট হোক, আমি বিজয়ী হতে পেরেছি এটাই আমার কাছে অনকে বড় ব্যপার। আমি এখন পর্যন্ত এই ধরনের ফ্রি র‍্যাফেলে বেশ কয়েকবার বিজয়ী হতে পেরেছি। যাইহোক, LM এই ধরনের ফ্রি র‍্যাফেল গুলো এখানে শেয়ার করতে না করলেন তাই এই র‍্যাফেল গুলো শেয়ার করি না। আজকে দেখি বিজয়ী হয়েছি তাই খুশিতে এখানে শেয়ার করলাম।
sr. member
Activity: 504
Merit: 266
June 12, 2024, 05:59:58 PM

আচ্ছা hamster Kombat Airdrop payment কিসের উপর দেবে কেউ বলতে পারবেন। কেউ বলছে প্রতি ঘন্টায় প্রফিটের উপর ভিত্তি করে দেবে আবার কেউ বলছে টোটাল ব্যালেন্সের উপর ভিত্তি করে দেবে। আমি মূলত দ্বিধা দ্বন্দ্বের উপর রয়েছি কি হবে যদি প্রফিটের উপর ভিত্তি করে দেয় তাহলে আমার প্রফিটের উপর খুব একটা বেশি এমাউন্ট নেই আবার টোটাল এমাউন্টের উপর দেবে কিনা এটা নিয়েও বিস্তারিত কোন এনাউন্সমেন্ট পেলাম না। কেউ যদি কোন কিছু জেনে থাকেন তাহলে এখানে রিপ্লাই দিয়ে আমার সমস্যাটা সমাধান করলে খুব উপকার পেতাম।
বিভিন্ন ইউটিউব তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও লিংক এর কমেন্টে শত শত রিপ্লে এসেছে যেখানে বলা হয়েছে প্রফিট পার আওয়ার এ পেমেন্ট করবে। এবং অনেক আরো খুঁটিনাটি আনুষঙ্গিক বিষয়ে তারা পেমেন্ট করে থাকবে। সে ক্ষেত্রে যারা ঠিকভাবে ফলো করে নাই তাদের ক্ষেত্রে খুব সম্ভবত টোকেন না পাওয়া সম্ভাবনা রয়েছে। কাজেই ওয়ালেট কানেক্ট করার ইন্সট্রাকশন এসেছে যারা ওয়ালেট কানেক্ট করেননি তারা ওয়ালেট কানেক্ট করে নিন। তবে খুব সম্ভবত এই মাসের মধ্যেই ট্রেডিং শুরু করে দেবে এবং যারা এখন পর্যন্ত প্রফিট পার আওয়ার বৃদ্ধি করেনি তারা খুব দ্রুত আপনার প্রফিট পার আওয়ার বৃদ্ধি করে নিন তা না হলে পরবর্তীতে আফসোস করতে হবে।
Pages:
Jump to: