Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 41. (Read 5676489 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 14, 2024, 12:25:10 AM
  • ফোরাম দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। নতুন কোন ক্যাম্পেইন নেই। অনেক নামিদামি সদস্যগণ সিগনেচার বিহীন জীবন যাপন করছে। আগের মত ঘন ঘন সিগনেচার ক্যাম্পেইন আসছে না। দু'চারটা যা আসছে তা এক সপ্তাহ দু সপ্তাহ চলার পরপরই বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের এই বিটকয়েন ফোরাম ভবিষ্যতে কোন এক সময় বন্ধ হয়ে যাওয়া পথে রয়েছে?

২০১৮ পরবর্তী সময়ে যারা ফোরামে এক্টিভ ছিল তারা জানে সিগ্নেচার ক্যাম্পেইন কতটা কঠোর ছিল তখন। খুব বেশি ক্যাম্পেইন ছিল না। হাতে গোনা কয়েকটা ক্যাম্পেইন। একটা স্পট খালি হলেই অনেক আবেদন হত। মোটামুটি গত ২ বছর ক্যাম্পেইন অনেক বৃদ্ধি পেয়েছে। এর আগে বর্তমানে যতজন মেম্বার ক্যাম্পেইন করতেছে তার অর্ধেকও জয়েন করতে পারত না। এখন আমাদের জন্য ক্যাম্পেইন জয়েন করা অনেক সহজ।

ক্যাম্পেইন না থাকলে ফোরাম বন্ধ হবে না। আগে একসময় ক্যাম্পেইন ছিল না। তখন ফোরাম ছিল। ক্যাম্পেইন না থাকলে হয়ত কিছু মেম্বার ইনেক্টিভ হয়ে যাবে তবে ফোরাম ঠিকই চলবে।
দুই বছর না ভাই আমার মনে হয় আরো তিন থেকে চার বছর আগে এই সিগনেচার ক্যাম্পেইন এর হার বৃদ্ধি পেয়েছে সম্ভবত ২১ সালের আশেপাশে হবে তখন আমি ফোরামে রেজিস্টারও করেছিলাম না আমার কিছু বন্ধুর নিকট শুনতাম সিগনেচার ক্যাম্পেইন এর কথা যদিও প্রথমে শুনেছিলাম বাউনটি ক্যাম্পেইন এর কথা।
তা ছাড়া আগে Hhampuz বাউন্টটি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করত সিগনেচার ক্যাম্পেইন মূলত যখন আসা শুরু করল সে তখনই বাউনটি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করা পুরোপুরি ভাবেই ধীরে ধীরে ছেড়ে দিল।
আসলে আমরা মাঝেমধ্যে ভুলেই যাই ফোরাম এর আসল উদ্দেশ্যটা কি ছিল। উদ্দেশ্য ছিল বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি সমূহ আলোচনা যেমন বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্ত কারেন্সি ব্যবহার বা মাইনিং করার সময় মানুষ যেসব জটিলতার শিকার হবে সেটা নিয়ে এখানে জিজ্ঞাসা করবে এবং একে অপরকে হেল্প করে সাহায্য করবে।
আমি আরো বলতে চাই যে যখন মিক্সার গুলোকে ব্যান করা হলো তখন অনেকেই বলতে ছিল ফোরামের একটিভিটি অনেক কমে যাবে আমার আপাত দৃষ্টিতে তেমন কম মনে হচ্ছে না।
 আর LDL ভাই যেসব বড় বড় রেপুটেবল মেম্বারদের কথা বলতেছেন এনাদের আসলে সিগনেচার ক্যাম্পেইন লাগেনা এমনি এমনি দেখবেন ফোরামে অনেকগুলো পোস্ট করে থাকে।



youtue
ট্রাম্পের ওপর হামলা হয়েছে যে এ খবর কেউ কি জানেন? বিষয়টা অনেকটা এমন হয়েছে যে এমনিতেই "নাচুনি বুড়ি তার উপর ঢোলের বাড়ি"।
অনেকেই বলতেছে যে এবার জাস্ট ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বিশ্বের সবচাইতে শক্তিধর দেশ এর প্রেসিডেন্ট বদলাতে পারে।(ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট এবং সাপোর্ট না করার জন্য)
তার ওপর এই হামলা ট্রাম্পের দিকে পুরো এটেনশন নিয়ে যাচ্ছে। তাছাড়াও আমি জো বাইডেন এমনিতেই চাপের উপর রয়েছে একে ফিলিস্তিনি ইস্যু তাছাড়া  ইউক্রেন-রাশিয়া ইস্যু। অনেকেই ধারণা করতেছে এই হামলার পর যুক্ত রাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্পের পথ আরো সুগম হল।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 13, 2024, 10:24:04 PM
  • ফোরাম দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। নতুন কোন ক্যাম্পেইন নেই। অনেক নামিদামি সদস্যগণ সিগনেচার বিহীন জীবন যাপন করছে। আগের মত ঘন ঘন সিগনেচার ক্যাম্পেইন আসছে না। দু'চারটা যা আসছে তা এক সপ্তাহ দু সপ্তাহ চলার পরপরই বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের এই বিটকয়েন ফোরাম ভবিষ্যতে কোন এক সময় বন্ধ হয়ে যাওয়া পথে রয়েছে?

২০১৮ পরবর্তী সময়ে যারা ফোরামে এক্টিভ ছিল তারা জানে সিগ্নেচার ক্যাম্পেইন কতটা কঠোর ছিল তখন। খুব বেশি ক্যাম্পেইন ছিল না। হাতে গোনা কয়েকটা ক্যাম্পেইন। একটা স্পট খালি হলেই অনেক আবেদন হত। মোটামুটি গত ২ বছর ক্যাম্পেইন অনেক বৃদ্ধি পেয়েছে। এর আগে বর্তমানে যতজন মেম্বার ক্যাম্পেইন করতেছে তার অর্ধেকও জয়েন করতে পারত না। এখন আমাদের জন্য ক্যাম্পেইন জয়েন করা অনেক সহজ।

ক্যাম্পেইন না থাকলে ফোরাম বন্ধ হবে না। আগে একসময় ক্যাম্পেইন ছিল না। তখন ফোরাম ছিল। ক্যাম্পেইন না থাকলে হয়ত কিছু মেম্বার ইনেক্টিভ হয়ে যাবে তবে ফোরাম ঠিকই চলবে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
July 13, 2024, 06:44:59 PM
আচ্ছা ভাই আপনাদের  মধ্যে কি কেউ quora তে আর্টিকেল পাবলিশ করেন বা Quora ব্যবহার করেন?
একচুয়ালি আমি কিছুদিন আগে Quoraতে একটি অ্যাকাউন্ট খুলেছিলাম যদিও সময় বাঁচানোর জন্য একটা AI কন্টেন্ট সেখানে পোস্ট করেছিলাম। কিছুদিন অ্যাকাউন্ট চললেও এখন দেখি আমার একাউন্ট ব্যান হয়ে গিয়েছে।
আমি আসলে google এ সার্চ করেছি যে Quora এ আই ব্যবহার করা যাবে কিনা কিন্তু সেটা আসলে ভালো কোন ক্লিয়ার উত্তর খুঁজে পাইনি। আপনারা কি কেউ এ বিষয়ে জানেন? যদিও আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম সে বলল এমনি এমনি দেখা যায় অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। বিষয়টা মনে কর দুঃখজনক লেগেছে। যদিও  আমি লোকাল আইএসপি ব্যবহার করি না আমার ডেডিকেট আইপি হয়েছে তাহলে  কি AI content ব্যবহার করার জন্য আমাকে ব্যান করা হয়েছে?
কারো নিকট প্রোপারলি Ban এর বিরুদ্ধে আপিল করার কোন টিউটোরিয়াল থাকলে দিতে পারেন।  Smiley
Quora ব্যবহার করার অভিজ্ঞতা সামান্য কিছু থাকলেও এখন আর quora ব্যবহার করি না। অতীতে ব্যবহার করতাম এবং আমার প্রায় ২০২০ সালের অ্যাকাউন্ট আছে কিন্তু আমার অ্যাকাউন্ট এখনো ভালো রয়েছে। তবে যতটুকু জানলাম আপনি প্রথমেই যদি এই AI কন্টেন্ট ব্যবহার করে থাকেন তাহলে প্রথম পোস্ট এআই ব্যবহার করলে আপনার একাউন্ট ব্যান করে দেওয়ার সম্ভাবনা 99%। আপনি প্রথমে যদি নিজস্বভাবে একটি পোস্ট করতেন তাহলে পরবর্তীতে এআই কনটেন্ট ব্যবহার করলেও সমস্যা হওয়ার কথা ছিল না। যা হোক ব্যান একাউন্ট রিকভারি করার কোন অভিজ্ঞতা নেই তবু আপনি নতুনভাবে চেষ্টা করতে পারেন। আমার মনে হয় আপনার অ্যাকাউন্ট শুধুমাত্র এই আই ব্যবহারের জন্য ব্যান করে দেওয়া হয়েছে তাই বৃথা চেষ্টা না করে নতুন করে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করুন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 13, 2024, 03:38:41 PM
আচ্ছা ভাই আপনাদের  মধ্যে কি কেউ quora তে আর্টিকেল পাবলিশ করেন বা Quora ব্যবহার করেন?
একচুয়ালি আমি কিছুদিন আগে Quoraতে একটি অ্যাকাউন্ট খুলেছিলাম যদিও সময় বাঁচানোর জন্য একটা AI কন্টেন্ট সেখানে পোস্ট করেছিলাম। কিছুদিন অ্যাকাউন্ট চললেও এখন দেখি আমার একাউন্ট ব্যান হয়ে গিয়েছে।
আমি আসলে google এ সার্চ করেছি যে Quora এ আই ব্যবহার করা যাবে কিনা কিন্তু সেটা আসলে ভালো কোন ক্লিয়ার উত্তর খুঁজে পাইনি। আপনারা কি কেউ এ বিষয়ে জানেন? যদিও আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম সে বলল এমনি এমনি দেখা যায় অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। বিষয়টা মনে কর দুঃখজনক লেগেছে। যদিও  আমি লোকাল আইএসপি ব্যবহার করি না আমার ডেডিকেট আইপি হয়েছে তাহলে  কি AI content ব্যবহার করার জন্য আমাকে ব্যান করা হয়েছে?
কারো নিকট প্রোপারলি Ban এর বিরুদ্ধে আপিল করার কোন টিউটোরিয়াল থাকলে দিতে পারেন।  Smiley
member
Activity: 108
Merit: 46
July 13, 2024, 12:57:39 PM
একটা চিন্তা ভাবনা আমার মাথায় অনেক দিন যাবত ঘুরপাক খাচ্ছে তাই সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করতে আসলাম,  বিষয়টি হলো বিটকয়েন টর্ক ফোরামে অনেক ক্যাম্পিং আসে ধরেন সিগনেচার ক্যাম্পেইন বান্টি ক্যাম্পেইন এই ক্যাম্পেইন গুলো আমরা অনেকেই করে থাকি, গত কয়েক বছর যাবত আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা যারা বান্টি ক্যাম্পেইন করি তারা ঠিকমতো পেমেন্ট পাচ্ছি না, হয় প্রজেক্ট টিম পেমেন্ট দিচ্ছে না, না হয় অনেক ভুয়া বান্টি ম্যানেজার এসে প্রজেক্ট এর কাছ থেকে পেমেন্ট নিচ্ছে কিন্তু হান্টার দের দিচ্ছে না, তাতে দিনশেষে আমরা যারা ক্যাম্পিনের কাজ করি তারা কিন্তু অনেক প্রতারিত হচ্ছি


এই সমস্যার সমাধান কিন্তু মনে হয় বিটকয়েন ফোরামের মোডোরেটর যারা আছে তারা ইচ্ছা করলেই করতে পারে, এটা বলার কারণ হলো যদি মডোরেটররা চায় যে কোন পেমেন্ট Escrow ছাড়া তারা কোন ক্যাম্পিং লঞ্চ করতে দিবে না ফোরামে, এমনকি Escrow করা ফান্ডগুলো বিটকয়েন টর্ক মোডোরেটরের কাছে থাকবে তাহলে আমার মনে হয় যে আমরা যারা বান্টিতে কাজ  সঠিকভাবে  করবে তারা সঠিক পেমেন্টটা পাবে  .


এখানে শুধু আমি আমার মতটা প্রকাশ করলাম এটা কি আসলেই করা সম্ভব ?

আমি আপনাকে ভালো বুদ্ধি দেই আপনি যেহেতু এসক্রো এর কথা মেনশন করেছেন তাই বলবো আগে দেখবেন যেসব বাউন্টি ক্যাম্পেইন এর ফান্ড এস্ক্রো করার রয়েছে সেসব বাউন্টি করবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যে বাউন্টি ক্যাম্পেইন গুলো ভালো কোন রেপুটেবল ক্যাম্পেইন ম্যানেজার দ্বারা পরিচালিত থাকে তাছাড়া যেসব বাউন্টি এর রেওয়ার্ড টোকেন ওর কয়েন অলরেডি লিস্টেড রয়েছে অথবা স্টেবল ফান্ড রেওয়ার্ড হিসেবে থাকে এগুলো করবেন।
অযথা সবগুলো বাওনটি করে নিজের সময় নষ্ট করবেন না তাহলে প্রতিনিয়ত এইরকম প্রতারিত হতেই থাকবেন নিজেদেরও একটু চালাক হওয়া প্রয়োজন রয়েছে।
staff
Activity: 2436
Merit: 2347
July 13, 2024, 12:41:03 PM
এখানে শুধু আমি আমার মতটা প্রকাশ করলাম এটা কি আসলেই করা সম্ভব ?

No, it's not real.

First of all, the forum is not a place for "work", as you put it, but a place for communication. And the possibility of earning a small income is a pleasant addition to communication.

Secondly, none of the moderators will do what you suggest. It is not part of their duties. And if you came to the forum just to "work" and not to socialize and bring any benefit for the development of the forum community, then I feel sorry for you.

না, এটা বাস্তবায়নযোগ্য নয়।

প্রথমত, ফোরাম "কাজ" করার জন্য জায়গা নয়, যেমনটি আপনি বলেছিলেন, এটি আলোচনার জায়গা। এবং ছোট আয় অর্জনের সম্ভাবনাটি যোগাযোগের একটি আনন্দদায়ক সংযোজন।

দ্বিতীয়ত, মডারেটররা আপনি যা প্রস্তাব করেছেন তা করবেন না। এই তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এবং আপনি যদি ফোরাম নির্দিষ্টভাবে "কাজ" করার জন্য এসে থাকেন, না কি আলোচনা করার বা ফোরামের সম্প্রদায় গড়ে তোলার কোনও উপকারিতা আনার জন্য, তবে আমি আপনার জন্য দুঃখিত।
member
Activity: 1806
Merit: 15
🪙 🪙 🪙 🪙
July 13, 2024, 03:38:47 AM
একটা চিন্তা ভাবনা আমার মাথায় অনেক দিন যাবত ঘুরপাক খাচ্ছে তাই সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করতে আসলাম,  বিষয়টি হলো বিটকয়েন টর্ক ফোরামে অনেক ক্যাম্পিং আসে ধরেন সিগনেচার ক্যাম্পেইন বান্টি ক্যাম্পেইন এই ক্যাম্পেইন গুলো আমরা অনেকেই করে থাকি, গত কয়েক বছর যাবত আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা যারা বান্টি ক্যাম্পেইন করি তারা ঠিকমতো পেমেন্ট পাচ্ছি না, হয় প্রজেক্ট টিম পেমেন্ট দিচ্ছে না, না হয় অনেক ভুয়া বান্টি ম্যানেজার এসে প্রজেক্ট এর কাছ থেকে পেমেন্ট নিচ্ছে কিন্তু হান্টার দের দিচ্ছে না, তাতে দিনশেষে আমরা যারা ক্যাম্পিনের কাজ করি তারা কিন্তু অনেক প্রতারিত হচ্ছি


এই সমস্যার সমাধান কিন্তু মনে হয় বিটকয়েন ফোরামের মোডোরেটর যারা আছে তারা ইচ্ছা করলেই করতে পারে, এটা বলার কারণ হলো যদি মডোরেটররা চায় যে কোন পেমেন্ট Escrow ছাড়া তারা কোন ক্যাম্পিং লঞ্চ করতে দিবে না ফোরামে, এমনকি Escrow করা ফান্ডগুলো বিটকয়েন টর্ক মোডোরেটরের কাছে থাকবে তাহলে আমার মনে হয় যে আমরা যারা বান্টিতে কাজ  সঠিকভাবে  করবে তারা সঠিক পেমেন্টটা পাবে  .


এখানে শুধু আমি আমার মতটা প্রকাশ করলাম এটা কি আসলেই করা সম্ভব ?




LDL
hero member
Activity: 742
Merit: 671
July 12, 2024, 06:31:13 PM
কোনটা আসল YesCoin ?
Yescoin কোনটা করব কিছুই বুঝতেছিনা। এই প্রজেক্ট নিয়ে টেলিগ্রামে মোট তিনটা Tap project চলছে কিন্তু আমি হলুদ লোগো বিশিষ্ট Yescoin করছি। এই মুহূর্তে কোনটি সঠিক এটাই বুঝতে পারছি না।




আমি নিচের হলুদ লোগো ডিজাইন বিশিষ্ট yescoin করতেছি কিন্তু আমার আশেপাশে যারা রয়েছে তারা মূলত উপরের লগো ওয়ালা টাপিং প্রজেক্ট করছে কিন্তু আপনাদের সাজেশনের অপেক্ষায় আছি মূলত কোনটি রিয়েল। দুটো প্রোজেক্টের কাজের ধরন আলাদা আলাদা তাই আমার কাছে একটু খটকা লাগছে কোনটা আসল এবং কোনটা নকল। আমি কি নকল এইস কয়েনের মধ্যে রয়েছি নাকি সঠিক ইসকয়েনের মধ্যে রয়েছি এটাই তো স্বাভাবিকভাবে নিতে পারছি না।
ভাইজান একটু ফলো করুন এবং সব ক্লিয়ার হয়ে যাবে, আপনি উপরের logo এভাটারটি খেয়াল করে দেখতে পারবেন সরাসরি নট কয়েনের লোগো এভাটার ব্যবহার করা হয়েছে। এর মানে এরা যখন দেখলো নটকয়েন পুরোপুরি সাকসেস তখন তারা নট কয়েনের অ্যাভাটার ব্যবহার করে প্রজেক্ট রান করেছিল। তারপর আপনার পোস্টের পর আমি একটা বিষয় খেয়াল করলাম যে উপরের লোগোটির প্রজেক্টটি সময় কাউন্টডাউন দিয়েছে এর মানে হচ্ছে আর ২৭-২৮ দিন পর তারা প্রথমে ওয়ালেট কানেক্ট করতে বলবে তারপর টোকেন ক্লাইম করার জন্য কিছু ফি লাগতে পারে এভাবে শর্ত দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার আপনার ও আমার কাছ থেকে নিয়ে নেবে। আপনি নিচের টি করছেন এটাই ভালো এবং এটাই রিয়াল। উপরেরটি প্রতারকদের দ্বারা পরিচালিত এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না।

full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
July 12, 2024, 01:22:37 PM
কোনটা আসল YesCoin ?
Yescoin কোনটা করব কিছুই বুঝতেছিনা। এই প্রজেক্ট নিয়ে টেলিগ্রামে মোট তিনটা Tap project চলছে কিন্তু আমি হলুদ লোগো বিশিষ্ট Yescoin করছি। এই মুহূর্তে কোনটি সঠিক এটাই বুঝতে পারছি না।

আমি নিচের হলুদ লোগো ডিজাইন বিশিষ্ট yescoin করতেছি কিন্তু আমার আশেপাশে যারা রয়েছে তারা মূলত উপরের লগো ওয়ালা টাপিং প্রজেক্ট করছে কিন্তু আপনাদের সাজেশনের অপেক্ষায় আছি মূলত কোনটি রিয়েল। দুটো প্রোজেক্টের কাজের ধরন আলাদা আলাদা তাই আমার কাছে একটু খটকা লাগছে কোনটা আসল এবং কোনটা নকল। আমি কি নকল এইস কয়েনের মধ্যে রয়েছি নাকি সঠিক ইসকয়েনের মধ্যে রয়েছি এটাই তো স্বাভাবিকভাবে নিতে পারছি না।

কোনটা রিয়েল কোনটা রেয়েল না সেটা বলা খুবই কঠিন। কিন্তু এই দুইটার মধ্যে হলুদটা হচ্ছে রিয়েল কারণ হলুদ টায় আপনি খেয়াল করছেন কিনা জানিনা হলুদ টায় এলোমেলোভাবে করা যায় না এলোমেলোভাবে করলে সাসপেন্ড করে দেয়। হলুদটা প্রজেক্ট ভালো এ রোডম্যাপ ভালো আছে। হলুদটা আমি প্রথম দিকে মাল্টি করেছিলাম প্রায় আটটার মত আর সব মাটি একাউন্ট খোলা সাসপেন্ড করে দিয়েছে। পরবর্তী সময়ে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম আপনার মত আমিও দিধাদন্দ তে পড়ে গেছিলাম ওরে ঘাটাঘাটি করে দেখলাম হলুদ টাই রিয়েল। হলুদটার কমিউনিটি অনেক ভালো সেটা হয়তো আপনি দেখতে পারছেন। সাদাটার রোডম্যাপগুলো মোটেও ভালো লাগেনি কিন্তু হলুদটার রোড ম্যাপ অনেক সুন্দর এটা সঠিক দিকে যাচ্ছে।

sr. member
Activity: 546
Merit: 268
July 12, 2024, 12:59:56 PM
কোনটা আসল YesCoin ?
Yescoin কোনটা করব কিছুই বুঝতেছিনা। এই প্রজেক্ট নিয়ে টেলিগ্রামে মোট তিনটা Tap project চলছে কিন্তু আমি হলুদ লোগো বিশিষ্ট Yescoin করছি। এই মুহূর্তে কোনটি সঠিক এটাই বুঝতে পারছি না।




আমি নিচের হলুদ লোগো ডিজাইন বিশিষ্ট yescoin করতেছি কিন্তু আমার আশেপাশে যারা রয়েছে তারা মূলত উপরের লগো ওয়ালা টাপিং প্রজেক্ট করছে কিন্তু আপনাদের সাজেশনের অপেক্ষায় আছি মূলত কোনটি রিয়েল। দুটো প্রোজেক্টের কাজের ধরন আলাদা আলাদা তাই আমার কাছে একটু খটকা লাগছে কোনটা আসল এবং কোনটা নকল। আমি কি নকল এইস কয়েনের মধ্যে রয়েছি নাকি সঠিক ইসকয়েনের মধ্যে রয়েছি এটাই তো স্বাভাবিকভাবে নিতে পারছি না।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
July 11, 2024, 11:27:11 PM
আপনারা কেউ যদি সাসপেন্ডেন্ট অ্যাকাউন্ট কিভাবে রিকভারি করা যায় এই বিষয়ে জেনে থাকেন তাহলে আমাকে একটু বলবেন। অনেক পুরনো একাউন্ট তো তাই একটু মায়া জন্মাইছে।
আপনার পুরাতন টুইটার যদি ইম্পর্টেন্ট হয় তাহলে আপনি এটা রিকভারি করার একটা সুযোগ রয়ে গেছে। আপনি এটা রিকভারি করার জন্য তাদের লাইভ সাপোর্টে কথা বলতে পারেন কি কারনে আপনার টুইটার সাসপেন্ড করা হয়েছে। পার্মানেন্টলি সাসপেন্ড করেছে নাকি টেম্পোরারি সাসপেন্ড করেছে এটা দেখতে হবে। যদি পার্মানেন্টলি সাসপেন্ড করে থাকে তাহলে রিকভারি করা খুবই কষ্ট। তবে আমি আমার ২০১৩ সালের একটা টুইটার একাউন্ট সেটা উদ্ধার করেছে। আমি পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিলাম অনেকদিন পরে আমার একটা ডাইরিতে আমি পাসওয়ার্ডটা খুঁজে পাই লগইন করে দেখি সাসপেন্ড করা। তারপর আমি কয়েকটা পদক্ষেপ এর মাধ্যমে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড থেকে ছাড়িয়ে নিয়ে আসে এবং আমি ওটা কন্টিনিউয়াসলি ব্যবহার করতেছি।

টুইটার একাউন্ট ব্যবহার করার নিয়ম: https://business.x.com/en/help.html
টুইটার একাউন্ট সাসপেন্স আপিল করতে: https://help.x.com/en/forms

আপনি আপিল করার সময় সম্পূর্ণই সবকিছু সঠিকভাবে দিবে যেটা সঠিক সেটাই দিবেন ভুল কোন কিছু দিবেন না। আপিল করার পরে তারা এটা দেখে যদি আপনার সবকিছু ঠিক থাকে কোন রুলস-লঙ্গন না করেন তাহলে আপনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড থেকে ছাড়িয়ে দিবে। আমি এরকম ভাবে আমার একটা পুরনো একাউন্ট ফিরে পেয়েছি। যেখানে ১০k এর উপরে ফলোয়ার ছিল। যদি পারেন তাদের লাইফ সাপোর্টে কথা বলে আপনার সমস্যাটা সংক্ষিপ্ত আকারে শোনার চেষ্টা করবেন যদি এটা করতে পারেন আপনার একটা আরো তাড়াতাড়ি বুঝতে পারবেন তারা কি এটা ছাড়িয়ে দেবে নাকি দেবে না।

কংগ্রাচুলেশন Wonder Work ব্রাদার। আপনি জুনিয়র মেম্বার থেকে মেম্বার সদস্যে পদোন্নতি হয়েছেন। এটা গুড নিউজ যে বাংলা কমিউনিটিতে একজন মেম্বার সদস্য বেড়ে গেল। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো, আপনি যেন মেম্বার থেকে ফুল মেম্বার এবং আরো উপরের সদস্যের পদমর্যাদা অর্জন করতে পারবেন।
জি ভাই আমি ফুল মেম্বার রেঙ্ক এসে গেছি এবং সামনের দিকে আরো ভালো কিছু হবে বলে আশা রাখি আমার জন্য সবাই দোয়া রাখবেন আপনারা।

আপনি মেম্বার পদমর্যাদা পেয়েছেন এজন্য আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি ভবিষ্যতে অল্প কিছুদিনের মধ্যেই ফুল মেম্বার হয়ে যাবে। আপনাকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম।
ভাই জীবনের প্রথম পেমেন্ট বলেন আর স্যালারি বলেন তা সত্যিই একটি আনন্দময় মুহূর্ত হয়ে থাকে। আজকে আপনি আপনার জীবনের প্রথম পেমেন্ট পেয়েছেন এটা সত্যিই আপনার জন্য অনেক অনেক আনন্দের ব্যাপার। তবে আপনিও আমাদেরকে আনন্দ থেকে বঞ্চিত করবেন না। মিষ্টি, মিষ্টি খাওয়াবেন আমাদের সবাইকে। যা হোক ফোরামে আপনার মেম্বার হওয়া ও প্রথম পেমেন্ট পাওয়া আমাদেরকে সত্যিই অনেক অনেক আনন্দিত করছে। ধৈর্য ধারণ করে চালিয়ে যান ভবিষ্যতে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতেই পারবেন।
ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমার জন্য দোয়া রাখবেন এবং আপনাদের সাহায্য সহযোগিতার পেলে হয়তো আমি ফুল মেম্বার ব্যাংকে দিতে পারব খুব তাড়াতাড়ি। আমার এই যাত্রায় আপনাদের সাহায্য খুব প্রয়োজন আপনাদের ডিরেকশন আপনাদের পথ নির্দেশনা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। সেজন্য ভাই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আপনারা সব সময় সাহায্য করবেন আশা রাখব।

জি ভাই জীবনের প্রথম প্রেমেন্ট এটা খুবই একটা আনন্দের বিষয় এটা আপনিও জানেন। তারপরও ওই ফোরামে আমি মাত্র অল্প কিছুদিন ধরে এসে যে এই পেমেন্টটা আমি পাবো এটা আমি কখনো কল্পনা করিনি। যাইহোক আমার মনের আশাটা খুব অল্প সময়ের মধ্যে পূরণ হয়ে গেছে আমি অনেক খুশি হয়েছি। এটা আমার জন্য ওই রকম কোন কিছু না তবে আমি এত্তটা বেশি খুশি হয়েছি যেটা বলে বোঝাতে পারবো না ভাই। আর ভাই সমস্যা নাই আপনাদেরও মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ। আপনারাও পাবেন সমস্যা নেই ভাই। দোয়া রাখবেন সামনের দিকে যেন ভালোভাবেই কি আসতে পারি আপনাদের মতো।
sr. member
Activity: 546
Merit: 268
July 11, 2024, 05:13:10 PM

আমি আরো একটি খুশির খবর আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এই ফোরামে একজন নতুন মেম্বার হিসাবে ও একটা সিগনেচার ক্যাম্পেইনে কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেখান থেকে আমাকে আজকে ২০ ডলার বিটিসি পেমেন্ট করেছে। বিটকয়েন টক ফোরামে এসেও আমি বিটকয়েন অর্জন করতে পারব এটা কখনো ভাবছিলাম না যাই হোক সেটাও পূরণ হল। সিগনেচার ক্যাম্পেইনের ম্যানেজার যেটা শুরু করছিল ভাবছিলাম পেমেন্ট দেবে না কিন্তু দেখলাম তাদের ভুল বুঝতে পেরে আমাকে পেমেন্ট করেছে। অনেক ভালো লেগেছে বিষয়টা আজকে আমি অনেক খুশি।
আপনি মেম্বার পদমর্যাদা পেয়েছেন এজন্য আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি ভবিষ্যতে অল্প কিছুদিনের মধ্যেই ফুল মেম্বার হয়ে যাবে। আপনাকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম।
ভাই জীবনের প্রথম পেমেন্ট বলেন আর স্যালারি বলেন তা সত্যিই একটি আনন্দময় মুহূর্ত হয়ে থাকে। আজকে আপনি আপনার জীবনের প্রথম পেমেন্ট পেয়েছেন এটা সত্যিই আপনার জন্য অনেক অনেক আনন্দের ব্যাপার। তবে আপনিও আমাদেরকে আনন্দ থেকে বঞ্চিত করবেন না। মিষ্টি, মিষ্টি খাওয়াবেন আমাদের সবাইকে। যা হোক ফোরামে আপনার মেম্বার হওয়া ও প্রথম পেমেন্ট পাওয়া আমাদেরকে সত্যিই অনেক অনেক আনন্দিত করছে। ধৈর্য ধারণ করে চালিয়ে যান ভবিষ্যতে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতেই পারবেন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
July 11, 2024, 10:30:02 AM
  • ফোরাম দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। নতুন কোন ক্যাম্পেইন নেই। অনেক নামিদামি সদস্যগণ সিগনেচার বিহীন জীবন যাপন করছে। আগের মত ঘন ঘন সিগনেচার ক্যাম্পেইন আসছে না। দু'চারটা যা আসছে তা এক সপ্তাহ দু সপ্তাহ চলার পরপরই বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের এই বিটকয়েন ফোরাম ভবিষ্যতে কোন এক সময় বন্ধ হয়ে যাওয়া পথে রয়েছে?
  • আমি মূলত বর্তমান অবস্থার জন্য মিক্সার ক্যাম্পেইন গুলো না চলার কারণ কেই দায়ী করব। যেদিন থেকে মিক্সার ক্যাম্পেইনগুলো ফোরামের এডমিন দ্বারা নিষিদ্ধ ঘোষণা করা হলো তখন থেকেই আমাদের এই বিটকয়েন ফোরাম দিন দিন অ জনপ্রিয় হয়ে উঠছে।
  • বর্তমানে বাউন্টি সেকশন আরো কঠিন অবস্থায় রয়েছে। ভালো কোন বাউন্টি ক্যাম্পেইন আসে না বললেই চলে। দু'চারটা যা আছে তাতে করে অল্প কিছু ডলার বাজেট নিয়ে আসে ফলে বাউন্টি হান্টাররা কাজ করার পরও কিছুই পায় না ফলে বাউন্টি হান্টাররা দিন দিন এই ফোরাম থেকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছে।
  • এই বিটকয়েন ফোরাম বিশেষ করে সিগনেচার সেকশনটা আগের মতই জনপ্রিয় ও জমজমাট হয়ে উঠবে যদি মিক্সার ক্যাম্পেইন গুলো চলার অনুমতি আবার দেওয়া হয়। যে যা বলুক না কেন সাধারণত দু চার টাকা কামাই করার জন্য মূলত ফোরামে মানুষ সময় দিয়ে থাকে। যখন ক্যাম্পেইন থাকবেনা তখন মানুষ বাধ্য হয়ে ফোরাম থেকে টাটা বাই বাই বলে চলে যাবে। অনেক ইউজাররা ইতিমধ্যেই ফোরাম থেকে সময় দেওয়া বন্ধ করে দিয়েছে। জানিনা ফোরাম আগের অবস্থায় যাবে কিনা। তবে মিক্সার ক্যাম্পেইনগুলো অনুমতি দিলে অবশ্যই আগের অবস্থায় চলে যাবে। সেই সুদিনের অপেক্ষায় রইলাম।
member
Activity: 94
Merit: 28
July 10, 2024, 06:39:18 PM

কংগ্রাচুলেশন Wonder Work ব্রাদার। আপনি জুনিয়র মেম্বার থেকে মেম্বার সদস্যে পদোন্নতি হয়েছেন। এটা গুড নিউজ যে বাংলা কমিউনিটিতে একজন মেম্বার সদস্য বেড়ে গেল। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো, আপনি যেন মেম্বার থেকে ফুল মেম্বার এবং আরো উপরের সদস্যের পদমর্যাদা অর্জন করতে পারবেন।


আমি আরো একটি খুশির খবর আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এই ফোরামে একজন নতুন মেম্বার হিসাবে ও একটা সিগনেচার ক্যাম্পেইনে কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেখান থেকে আমাকে আজকে ২০ ডলার বিটিসি পেমেন্ট করেছে। বিটকয়েন টক ফোরামে এসেও আমি বিটকয়েন অর্জন করতে পারব এটা কখনো ভাবছিলাম না যাই হোক সেটাও পূরণ হল। সিগনেচার ক্যাম্পেইনের ম্যানেজার যেটা শুরু করছিল ভাবছিলাম পেমেন্ট দেবে না কিন্তু দেখলাম তাদের ভুল বুঝতে পেরে আমাকে পেমেন্ট করেছে। অনেক ভালো লেগেছে বিষয়টা আজকে আমি অনেক খুশি।
এটা খুবই খুশির খবর যে আপনি জুনিয়ার মেম্বার হয়েও এই ফোরাম থেকে উপার্জন করতে সক্ষম হয়েছেন। আপনি প্রথম পেমেন্ট পেয়েছেন এজন্য আপনাকে আবার অভিনন্দন জানাই। বেস্ট অফ লাক ব্রাদার।
LDL
hero member
Activity: 742
Merit: 671
July 10, 2024, 06:28:44 PM
টুইটার এক্সের সাড়ে ২৩ কোটি ব্যবহারকারীর তথ্য হ্যাকারদের জন্য উন্মুক্ত

বিশেষ দ্রষ্টব্য: বিষয়টি আমাদের জন্য খুবই জরুরী তাই আমি এই পোস্টটি সম্পূর্ণ কপি করে পোস্ট করেছি, আশা করি সকলেই এই বিষয়ে সর্তকতা অবলম্বন করবেন।

হ্যাকাররা টুইটার থেকে আমার তথ্য হ্যাক করে করুক সমস্যা নেই। এক সপ্তাহ আগে একটা এয়ার্ড্রপে তাদের অফিসিয়াল টুইটার একাউন্ট ফলো করার সময় দেখলাম লেখা উঠলো আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড। টুইটার একাউন্ট অনেক পুরনো তাই সেই টুইটার একাউন্টের জন্য খুব মায়া লাগছে। নতুন করে আর একাউন্ট খুলতে চাচ্ছি না। আপনারা কেউ যদি সাসপেন্ডেন্ট অ্যাকাউন্ট কিভাবে রিকভারি করা যায় এই বিষয়ে জেনে থাকেন তাহলে আমাকে একটু বলবেন। অনেক পুরনো একাউন্ট তো তাই একটু মায়া জন্মাইছে। টুইটার একাউন্ট থেকে কি আর তথ্য নেবে আমার টুইটার একাউন্ট ফেক ইনফরমেশন দিয়ে ওপেন করা। তবে মোবাইল নাম্বার ও ইমেইল কানেকশন করা আছে সেখান থেকে তথ্য নিতে পারে। ভয় করিনা এর আগেও বাংলাদেশ থেকে সাড়ে পাঁচ কোটি নাগরিকের তথ্য হ্যাকারদের দ্বারা হ্যাক হয়েছিল তাতে কি হয়েছে। আপাতত বাংলাদেশীদের জন্য এই সমস্ত ঘটনা গুলো গুরুত্বপূর্ণ ইস্যু নয়।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
July 10, 2024, 03:41:13 PM
আমি বেশির ভাগ তথ্য এইখান থেকে নিয়েছি।:

আমি কিছু কথা বলছি আপনাকে কিছু মনে করবেন না ভাই আপনার ভালোর জন্যই বলছি দয়া করে কিছু মনে করবেন না আমি ছোট হয়ে আপনাকে কিছু বলার চেষ্টা করতেছি।

আমি কিছু বুঝলাম না আপনি একজন পুরাতন মেম্বার হয়ে এরকম পোস্ট করলেন যেটা আর আপনি কোন সঠিক ব্যাখ্যা দিতে পারেন নাই। এই ব্যাখ্যা পাওয়ার জন্য
Xal0lex মডারেটর ভাইয়ের আপনাকে কয়েকবার রিপ্লাই করে এটা ঠিক করতে হলো। আপনি কি ফোরামের রুলস নীতি জানেন না নাকি?  এরকম আর নেক্সট টাইম করবেন না ভাই যেখান থেকে আপনি তথ্যগুলা পান না কেন সেই লিংকগুলো শেয়ার করবেন পোস্টের মাধ্যমে। আপনারা যদি এরকম করেন আপনাদের মাধ্যমে মডারেটরের যদি বলে বলে এগুলো বের করে আনতে হয় তাহলে বিষয়টা কেমন হলো। আশা করি পরবর্তী সময় থেকে এরকম আর করবেন না।
staff
Activity: 2436
Merit: 2347
July 10, 2024, 03:32:48 PM
আমি বেশির ভাগ তথ্য এইখান থেকে নিয়েছি।:

Well then edit your post and add those links there.

Once again, it's not for me, it's for you. To avoid plagiarism problems. Because if any forum user sends a report on your post, I will have to react to that report.

ভাল, আপনার পোস্ট সম্পাদনা করুন এবং সেখানে এই লিঙ্ক যোগ করুন.

আমাকে আবার ব্যাখ্যা করতে দিন, এটি আমার নয়, আপনার প্রয়োজন। চুরির সমস্যা এড়াতে। কারণ ফোরাম ব্যবহারকারীদের একজন যদি আপনার পোস্টে একটি প্রতিবেদন পাঠায়, আমি এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
July 10, 2024, 03:03:14 PM


আলহামদুলিল্লাহ, আমার জন্য আরেকটি গুড নিউজ আমি আজকে JR MEMBER থেকে MEMBER এসে গেছি। আমার এই ছোট ছোট অর্জন গুলো আমার কাছে আকাশ পরিমাণ সুখ বয়ে আনে। এতদিন একটিভিটি না বাড়ার কারণে আমি ফুল মেম্বার হতে পারিনি কিন্তু আজকে আমার একটিভিটি বেড়ে সত্তরে পৌঁছে গেছে আমি মেম্বারের rank স্পর্শ করেছি।

আমার পর্যাপ্ত পরিমাণ পোস্ট ছিল কিন্তু আমি নতুন হওয়ার কারণে আমার একাউন্টের রিজার্ভে কোন একটিভিটি ছিল না সেজন্য আমি এতদিন মেম্বাররা স্পর্শ করতে পারিনি কিন্তু আজকে সেটা স্পর্শ করে ফেললাম।

আমার জন্য সকলেই দোয়া রাখবেন এবং সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার এই যাত্রায় আপনাদের মত ভাল ভাল মেম্বারদের পেয়ে আমি খুবই খুশি। আশা করি সামনের যাত্রাটাও আমার সাথেই থাকবেন এবং সামনের যাত্রাটা অনেক ভালো হবে।



আমি আরো একটি খুশির খবর আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এই ফোরামে একজন নতুন মেম্বার হিসাবে ও একটা সিগনেচার ক্যাম্পেইনে কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেখান থেকে আমাকে আজকে ২০ ডলার বিটিসি পেমেন্ট করেছে। বিটকয়েন টক ফোরামে এসেও আমি বিটকয়েন অর্জন করতে পারব এটা কখনো ভাবছিলাম না যাই হোক সেটাও পূরণ হল। সিগনেচার ক্যাম্পেইনের ম্যানেজার যেটা শুরু করছিল ভাবছিলাম পেমেন্ট দেবে না কিন্তু দেখলাম তাদের ভুল বুঝতে পেরে আমাকে পেমেন্ট করেছে। অনেক ভালো লেগেছে বিষয়টা আজকে আমি অনেক খুশি।

WONDER WORK
staff
Activity: 2436
Merit: 2347
July 10, 2024, 02:34:19 PM
Nikola Tesla,
July 10, 1856 (১৮৫৬-১৯৪৩)

Where are the links to the source?

উৎসের লিঙ্কগুলি কোথায়?
Sir, আমি এই বিষয়টি অনলাইনের বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে সংগ্রহ করে পোস্টটি করেছি. তাছাড়া ইউটিউবেও Nikola Tesla এর জীবনী সম্পর্কে অনেক ভিডিও রয়েছে, আমি সেগুলো থেকেও কিছু কিছু কথা নিয়েছি. আমি এটি কোন একক জায়গা থেকে এটি সংগ্রহ করিনি.

So what? It's not your text. Where you took them from, give those links and it doesn't matter how many sources you took the text for your post from. Just provide all of them. For example, from here https://bn.wikipedia.org/wiki/নিকোলা_টেসলা

এবং কি? এটি আপনার পাঠ্য নয়। যেখান থেকে আপনি এটি পেয়েছেন, সেই লিঙ্কগুলি নির্দেশ করুন এবং আপনি আপনার পোস্টের জন্য কতগুলি উত্স থেকে পাঠ্য নিয়েছেন তা বিবেচ্য নয়৷ সবকিছু নির্দেশ করুন। উদাহরণস্বরূপ, এখান থেকে https://bn.wikipedia.org/wiki/নিকোলা_টেসলা
full member
Activity: 532
Merit: 229
July 10, 2024, 02:11:57 PM
Nikola Tesla,
July 10, 1856 (১৮৫৬-১৯৪৩)

Where are the links to the source?

উৎসের লিঙ্কগুলি কোথায়?
Sir, আমি এই বিষয়টি অনলাইনের বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে সংগ্রহ করে পোস্টটি করেছি. তাছাড়া ইউটিউবেও Nikola Tesla এর জীবনী সম্পর্কে অনেক ভিডিও রয়েছে, আমি সেগুলো থেকেও কিছু কিছু কথা নিয়েছি. আমি এটি কোন একক জায়গা থেকে এটি সংগ্রহ করিনি.
আমি youtube থেকে যে ভিডিও গুলো দেখছি সেগুলো হলো :

https://youtu.be/f1ihgIjP7ew?si=PfOWqtER4TZOW-hf
https://youtu.be/z08GrAcy664?si=V1Z9G-CC5QXMaIpm
https://youtu.be/kSo3okKinow?si=iFN4ZU9Bf9ziUibL

আসলে আজকে তার জন্মদিন, তাই তার জীবনের ঘটনা গুলো তুলে ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য এই পোস্ট টি তৈরী করেছি।
Pages:
Jump to: