Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 42. (Read 5676489 times)

staff
Activity: 2436
Merit: 2347
July 10, 2024, 01:32:52 PM
Nikola Tesla,
July 10, 1856 (১৮৫৬-১৯৪৩)

Where are the links to the source?

উৎসের লিঙ্কগুলি কোথায়?
full member
Activity: 532
Merit: 229
July 10, 2024, 12:46:02 PM


Nikola Tesla,
July 10, 1856 (১৮৫৬-১৯৪৩)

Nikola Tesla, বিশ্বসেরা মহান উদ্ভাবক, তিনি ছিলেন একজন যুগান্তকারী অর্থাৎ যুগের থেকে এক ধাপ এগিয়ে, আজ এই মহামানবের জন্মদিন. তাকে আমরা মন থেকে শ্রদ্ধা জানাই. আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি.

বলা হয় তিনি নাকি ভুল সময়ের বিজ্ঞানী, তিনি শুধু জিনিয়াস নন তিনি তার যুগের থেকে এক ধাপ এগোনো যুগান্তকারী বলা হয়, তার সময় যদি তাকে যথাযথ মর্যাদা দেওয়া হত তাহলে পৃথিবী আজ অনেক খানি এগিয়ে যেত.

আমি নিকোলা টেসলার শীর্ষ ৩ আবিষ্কার তুলে ধরছি:

1. বিকল্প প্রবাহ (AC) বিদ্যুৎ ব্যবস্থা: টেসলা AC বিদ্যুৎ ব্যবস্থার প্রবর্তক ছিলেন, যা সরাসরি প্রবাহ (DC) বিদ্যুৎ ব্যবস্থার তুলনায় অনেক বেশি কার্যকর এবং দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ পরিবহনে বেশি সক্ষম।

2. টেসলা কয়েল: এটি একটি বৈদ্যুতিক রেজোনান্স ট্রান্সফর্মার সার্কিট, যা উচ্চ ভোল্টেজ, কম্পাঙ্ক, এবং কম্পাঙ্কের বিকল্প প্রবাহ উৎপন্ন করে।

3. রেডিও প্রযুক্তি: টেসলা রেডিও যোগাযোগের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

(This image taking form a youtube video)

১৮৯৩ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি খোলা প্রান্তর অনুষ্ঠিত হয় world Columbian exposition, সর্বপ্রথম বার সেই মেলাটি আলোকিত করার জন্য ব্যবহৃত হয়েছিল AC কারেন্ট (যা বর্তমানে আমরা দৈনন্দন বিদ্যুৎ প্রবাহ হিসেবে ব্যবহার করে থাকি), কিন্তু এর আগের বছরগুলোতে সেই মেলাটি আলোকিত হতো Tomarch alva edison এর DC বিদ্যুৎ প্রবাহ দিয়ে, সে সময় সেই মেলায় নানান ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রদর্শিত করার একটি স্টলে, Nikola Tesla কোন তারের সংযোগ ছাড়াই একটি বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে দর্শকদের অবাক করে দেয়, তবে সে সময় কেউই জানতো না যে, দুই বছর আগেই লন্ডনে নিকোলা টেসলা এটি প্রদর্শিত করে এসেছে. Nikola Tesla সেই মেলাতেই সর্বসাধারণকে বুঝিয়ে দিল, বিনা তারে বৈদ্যুতিক শক্তি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে. Nikola Tesla পড়াশোনা শেষ করেছিলেন কিন্তু তিনি ডিগ্রি থেকে বঞ্চিত ছিলেন.

Tomarch alva edison এর DC কারেন্টের সমস্যা ছিল এটির জন্য কয়েক মাইল পরপর বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন হত, এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ সরবরাহের জন্য মোটা তারের প্রয়োজন হতো.এই সমস্যাটি দূর করার জন্য Nikola Tesla বলেছিলেন এই পৃথিবী থেকে বৈদ্যুতিক তার মুক্ত করা সম্ভব, তিনি বলেন পরিবর্তী বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ অনেক বাড়িয়ে চিকন তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহকে এক জায়গা থেকে অনেক দূরে পাঠানো সম্ভব.

এ কারণে পরবর্তীতে ইউরোপে অনেকেই Tomarch alva edison এর DC বিদ্যুতের পরিবর্তে Nikola Tesla এর AC  কারেন্ট ব্যবহারের চেষ্টা করছিলেন, ফলে বিদ্যুতের ইতিহাস লেখা হয় নতুন করে. বর্তমানে নিকোলাসলার উদ্ভাবন আমাদের নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত.

১৮৮২ সালে Nikola Tesla সেই সময়ের আরেক প্রখ্যাত বিজ্ঞানী Tomarch alva edisonএর কোম্পানির ফ্রান্স অফিসে কাজ করার সুযোগ পান, তার কাজ হল বৈদ্যুতিক যন্ত্রপাতির উন্নয়ন ঘটানো. এডিসনের তত্ত্বাবধানে দুই বছর পরে নিউইয়র্কের সদর দপ্তরে কাজ করার সুযোগ পান Nikola Tesla. এবং তখন সচিত হয় এডিসন টেসলার ঝগড়া,টেসলা দাবি করেন তিনি এডিসনের জেনারেটরের এবং মটরের উন্নতি করতে পারবেন, যেটি তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি কোম্পানিতেও লাভবান করবে. Nikola Tesla এর এই প্রস্তাবে এডিশন রাজি হন এবং যদি এটি সফল হয় তবে তিনি Nikola Tesla কে পঞ্চাশ হাজার ডলার দেওয়ার অঙ্গীকার করেন. কিন্তু পরবর্তীতে সফল হওয়ার পর এডিসন টাকা দিতে অস্বীকার করেন.

পরবর্তীতে Nikola Tesla তাৎক্ষণিক পদত্যাগ করে এডিসনের কোম্পানি থেকে বেরিয়ে আসেন. পরবর্তীতে কিছু উদ্যোগী ব্যক্তির আর্থিক সহায়তা পেয়ে Nikola Tesla ম্যানহাটনে নিজের ল্যাবরেটরি তৈরি করেন. সেখানে তিনি তার উদ্ভাবিত ইন্ডাকশন মোটর এর উন্নতি করার পাশাপাশি তৈরি করেন AC বিদ্যুৎ তৈরি করার যন্ত্র ALTERNATOR.

পরবর্তীতে ১৯১৭ সালে Nikola Tesla প্রস্তাব করেন বিদ্যুৎ তরঙ্গের মাধ্যমে সমুদ্রের মধ্যে সাবমেরিন এর অবস্থান নির্ণয় করা সম্ভব, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেসময়ের মার্কিন নৌ বাহিনীর গবেষণা প্রধান ছিলেন সেই Tomarch alva edison, তিনি এটি কোন কাজেই লাগবে না বলে রীতিমতো এটিকে নাকচ করে দেন.

আমি নিকোলা টেসলার প্রধান কিছু আবিষ্কার এর তালিকা প্রদান করছি:

1. বিকল্প প্রবাহ বিদ্যুৎ ব্যবস্থা (AC).
2. টেসলা কয়েল.
3. রেডিও.
4. টেসলা টারবাইন.
5. টেসলা ট্রান্সফর্মার.
6. দূরবর্তী নিয়ন্ত্রণ (Remote Control).
7. ফ্লুরোসেন্ট লাইটিং.
8. নীল রশ্মি (X-rays).
9. বেতার বিদ্যুৎ সংযোগ (Wireless Energy Transfer).
10. বৈদ্যুতিক ইন্ডাকশন মোটর (Induction Motor).


এই তালিকাটি টেসলার কাজের সম্পূর্ণতা নেই , কারণ তিনি বিভিন্ন ক্ষেত্রে প্রচুর পরীক্ষা ও গবেষণা করেছেন কিন্তু অনেক আবিষ্কার এবং গবেষণা এখনো সম্পূর্ণভাবে স্বীকৃতি পায়নি। তবে টেসলার অবদানগুলি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রকে গভীরভাবে প্রভাবিত করেছে।

নিকোলা টেসলা তাঁর জীবনের শেষ সময়ে আর্থিক সমস্যার সম্মুখীন হন এবং বেশিরভাগ ক্ষেত্রে তাঁর উদ্ভাবনের জন্য প্রাপ্য স্বীকৃতি পাননি। তবুও, তাঁর কাজ এবং উদ্ভাবনগুলি আধুনিক প্রযুক্তির বিকাশে এক বিশাল প্রভাব ফেলেছে এবং আজও বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

১৯৩৪ সালের ৭ জানুয়ারি মৃত্যুবরণ করেন ইতিহাসের সবচাইতে অগ্রগামী এবং ইতিহাসের সবচাইতে দুঃখী বিজ্ঞানী  নিকোলা টেসলা. Nikola Tesla মোট ৩০০ টি পেটেন্টের অধিকারী ছিলেন কিন্তু তার সম্পর্কে লোক খুবই কম জানে. বিজ্ঞানী মহল 1960 সালে চৌম্বক ক্ষেত্রের এককের নাম Nikola Tesla এর নামের হিসেবে “টেসলা” হিসেবে নামকরণ করেন. বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেট জুড়ে Nikola Tesla এখন একজন সত্যিকারের গুনিন হিসেবে স্বীকৃতি পান.

তাই আসুন আজকে তার জন্মদিনে, আমরা তাকে আমাদের হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করি.

আমি এই পোস্টটির জন্য বেশির ভাগ তথ্য এইখান থেকে নিয়েছি।:

https://www.jagranjosh.com/general-knowledge/nikola-tesla-biography-1688977682-1
https://teslasciencecenter.org/nikola-tesla-inventions/
https://www.britannica.com/biography/Nikola-Tesla
https://interestingengineering.com/lists/10-of-the-most-important-inventions-of-nikola-tesla
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
July 10, 2024, 12:37:51 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] Blackjack.fun 🖤 Prize $50 in Bitcoins | Round #6!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা https://blackjack.fun/ এর username দিবেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন মাত্র ২ টি স্লট বাকি আছে। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-blackjackfun-prize-50-in-bitcoins-round-6-5501755
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
July 10, 2024, 08:08:16 AM
টুইটার এক্সের সাড়ে ২৩ কোটি ব্যবহারকারীর তথ্য হ্যাকারদের জন্য উন্মুক্ত

আমরা অনেকেই টুইটার ব্যবহার করে থাকি, তবে আমাদের লোকাল কমিনিউটির এমন কোন সদস্য নেই যে টুইটার বা এক্স ব্যবহার করেন না, সকলেই টুইটার ব্যবহার করে থাকেন। যাইহোক, আজকে একটা নিউজ দেখলাম নিউজটা আগামীকাল প্রকাশিত হয়েছিলো। খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সের (সাবেক টুইটার) সাড়ে ২৩ কোটি ব্যবহারকারীর তথ্য বা ডেটা ইন্টারনেটে ফাঁস হওয়ার ঘটনা সম্প্রতি প্রকাশিত হয়েছে।

সাইবারপ্রেসের তথ্য অনুযায়ী, ফাঁস হওয়া এক্স ব্যবহারকারীদের তথ্যে তাঁদের নাম, ই–মেইল ঠিকানা ও ফোন নম্বর রয়েছে। ফাঁসা হওয়া তথ্য প্রথমে হ্যাকারদের একটি ফোরামে প্রকাশিত হয়। সেখানে সহজে তথ্য সংগ্রহ ও তথ্যে প্রবেশ করা যায়। ফলে এক্সে লাখ লাখ ব্যবহারকারী একধরনের ফিশিং আক্রমণ, পরিচয় চুরি এবং অন্যান্য সাইবার অপরাধের ঝুঁকিতে পড়েন।

ব্যবহারকারীদের জন্য এখন যা করণীয়
যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পার্পলসেক এক্স ব্যবহারকারীদের সুরক্ষার জন্য কিছু পরামর্শ দিয়েছে।

পাসওয়ার্ড পরিবর্তন: এক্স ব্যবহারকারীদের অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। প্রতিটি অ্যাকাউন্টের জন্য জটিল, অনন্য পাসওয়ার্ড তৈরি ও সংরক্ষণের জন্য কোনো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

দুই স্তরের শনাক্তকরণ: দুই স্তরের শনাক্তকরণ বা টু-ফ্যাক্টর অথেনটিকেশনের (টুএফএ) উপযুক্ত পাসওয়ার্ড ব্যবহার করা। বাড়তি একটি নিরাপত্তা স্তর যোগ করা, যাতে অনুপ্রবেশ কমতে পারে।

এক্স অ্যাকাউন্ট পর্যবেক্ষণ: সন্দেহজনক কার্যকলাপের জন্য এক্স অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করা উচিত; যেমন অস্বীকৃত লগইন বা অ্যাকাউন্ট সেটিংসে পরিবর্তন দেখলে সেসব রিপোর্ট করা উচিত।

ই–মেইল বা ফিশিং সচেতনতা: এ ক্ষেত্রে এক্স ব্যবহারকারীদের ই–মেইল বা ফোনের খুদে বার্তার ব্যাপারে সতর্ক থাকতে হবে।

নিউজ লিংক: https://www.prothomalo.com/technology/cyberworld/gbzl4skr0v

বিশেষ দ্রষ্টব্য: বিষয়টি আমাদের জন্য খুবই জরুরী তাই আমি এই পোস্টটি সম্পূর্ণ কপি করে পোস্ট করেছি, আশা করি সকলেই এই বিষয়ে সর্তকতা অবলম্বন করবেন।

member
Activity: 9
Merit: 0
July 09, 2024, 11:30:31 PM
member
Activity: 94
Merit: 28
July 09, 2024, 12:47:21 PM
বর্তমানে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আন্দোলন করা হচ্ছে শুনেছিলাম আগামীকাল নাকি সারাদেশে অবরোধ ডাকা হয়েছে। বাংলাদেশে সরকারি চাকরি ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নাতি পুতির বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে, যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তারা সহজেই চাকরি নিতে পারছে। এখন যারা মুক্তিযোদ্ধা করেছিল তারা অনেক সম্মান পেয়েছে, প্রতি মাসে ভাতা পাচ্ছে এরপরেও কোন কারণে সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা চালু রাখা হয়েছে। যারা মুক্তিযোদ্ধা করে শহীদ হয়েছেন তারা বেতন বাধা কিছু পাচ্ছে না, তাদের কোন অস্তিত্বই নেই যে কার সন্তান কার বাবা মুক্তিযোদ্ধা করে মারা গিয়েছে। অথচ বেশিরভাগ জাল বুয়া মুক্তিযোদ্ধা রয়েছে যারা কোনদিন পিস্তল দেখেনি তারাই মুক্তিযোদ্ধা নামে পরিচিত রয়েছে। সরকারি চাকরি ক্ষেত্রে এই ধরনের মুক্তিযোদ্ধা কোটা ও যে সকল কোটা গুলো রয়েছে সবগুলোই বন্ধ করে দেওয়া উচিত। মুক্তিযোদ্ধা কোটা, বন্ধ করে দিয়ে বা লাভ কি, ঘুষ কেউ তো বন্ধ করতে পারবে না।

বাংলাদেশের সকল কার্যক্রম দুই নাম্বার হয়ে গিয়েছে। বর্তমানে বাংলাদেশে যে সৎ পথে চলবে দেখা যাবে কয়েকদিন পরে তাকে অনেকেই মারার জন্য ঘুরবে, সৎ পথে চলে বর্তমানে বাংলাদেশে টিকে থাকা খুবই কঠিন।
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
July 09, 2024, 10:16:45 AM
টাকার ইতিহাস নিয়ে বাংলায় একটি আলোচনা যেখানে বিনিময়প্রথা থেকে বিটকয়েন এই দীর্ঘ পথটা আলোচিত হয়েছে। সময় পেলে সবাই দেখবেন আর যাঁরা আপনার পরিচিত গন্ডিতে 'বিটকয়েন কি ও কেন?' এই প্রশ্নটা করেন, তাঁদের দেখাবেন...

https://www.youtube.com/watch?v=uojIj8mxEas
আমার এক নিকট প্রতিবেশী রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা আছে যিনি সম্পর্কে দাদা লাগে মাঝে মাঝে বিটকয়েন নিয়ে সামান্য কিছু আলোচনা করা হয় । আমি তাকে এই ভিডিওটি দেখাবো এবং এই ভিডিও দেখে অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
Barter সিস্টেম নিয়ে শুরুতেই ভাল একটি আলোচনা খুবই ভালো লাগলো যেখানে একটা কঠিন বিষয় শিখে রাখলাম এবং জানার ইচ্ছা জাগলো যে মানুষ আগে কি পরিমাপের উপর ভিত্তি করে বিনিময় কথা চালু করল। আমার দুটো পাতিল লাগবে এবং আমি কি পরিমান ধান দিয়ে সে পাতিল বিনিময় করব এটাই তো আমার কাছে এখন পর্যন্ত কঠিন বিষয় হয়ে রইল। ওই সময় পরিমাপটা কিভাবে জানল। ওই সময় কি বাটখারা আবিষ্কার ছিল।
sr. member
Activity: 546
Merit: 268
July 09, 2024, 07:43:35 AM
''''''' cut.....
এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমার কাছে এই প্রজেক্ট একটু ভিন্ন টাইপের মনে হচ্ছে। সবচেয়ে নিম্নমানের একটি সিগনেচার কোড ধারণ করা একটি প্রজেক্ট। তাছাড়া ম্যানেজার কিভাবে পার্টিসিপেন্ট নির্বাচন করলেন এটাও আমার কাছে বোধগম্য মনে হচ্ছে না। আমি এই সিগনেচার ক্যাম্পেইনের স্পিডসিট খুঁজেছি অনেক কিন্তু এখন পর্যন্ত ফোরামে স্পিড সিট প্রকাশ করা হয়নি। এই ম্যানেজারকে অনেকবার রিকুয়েস্ট করা হয়েছে ভালো একজন ক্যাম্পেইন ম্যানেজার নিয়োগ করার জন্য তিনি এ কথাও অগ্রাহ্য করেছেন। আমার কাছে প্রজেক্টে বিশেষ করে সিগনেচার ক্যাম্পেইনটি ফেইক মনে হচ্ছে। অলরেডি দুদিন হয়ে গেছে প্রথম সপ্তাহ শেষ হয়েছে অথচ সিগনেচার আপডেট ও স্টেক আপডেট করা হয়নি। মানে বুঝতে পারলাম ম্যানেজার নতুন কিন্তু কোন আপডেট পর্যন্ত দেওয়া হয়নি তাহলে কি বলা যায় প্রোজেক্টের সম্পূর্ণ ফেইক। আপনি খেয়াল করেন ভালো ভালো পার্টিসিপেন্ট থেকে সে কিভাবে কি দেখে পার্টিসিপেন্ট নির্বাচন করলো বুঝতে পারলাম না। কিছু বাউন্টি হান্টার নিয়েছে, কিছু রেড্ড্রাস্ট নিয়েছে, কিছু এমন পার্টি সিপেন্ট নিয়েছে যারা ইথার এড্রেস ও বিটিসি এড্রেস কোনটা তাই চিনে না। তাহলে বোঝেন ম্যানেজার কতটুকু এক্সপার্ট। আমি এই অনভিজ্ঞ ম্যানেজারের কার্যকলাপ নিয়ে বিতর্কিত কিছু বলতে চাই না। আপনি ভালো যা বোঝেন তাই করেন, আপনার ভালো লাগলে সিগনেচার করতে পারেন অথবা খারাপ লাগলে আপনি পরিত্যাগ করতে পারেন।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
July 08, 2024, 11:33:29 PM
[CFNP] Cryptomus | Signature Campaign | cryptomus_com এা রানিং সিগনেচার ক্যাম্পেইন এর কিছু এলোমেলো দিক লক্ষ্য করা যাচ্ছে। সিগনেচার ক্যাম্পেইন প্রথম সপ্তাহ শেষ হয়ে গেছে ৭ তারিখে কিন্তু এটার এখনো সঠিক কোন কাজ করে নি তারা। তারা কেনো সবকিছু সঠিকভাবে করছে না আমি বুঝলাম না তাদের কি ধরনের আইডিয়া জানিনা কিন্তু তারা যেটা করছে এটা সিগনেচারের জন্য খারাপ কিছু করছে। ফোরামের জন্য এটা একদম খারাপ দিক উন্মোচন করতেছে।

Participant Requirements:
- You must be aware of and comply with the rules for participating in subscription campaigns
- Make a minimum of 20 constructive posts per week
- Removing the signature leads to disqualification
- The link in the signature must remain correct and unchanged
- Excluded boards (WO & Serious, Sig Threads, Press, Politics, Games, Off-topic, Bounty)
অন্যদিকে তাদের ক্যাম্পেইনের যেসব রুলস আছে আমি সবগুলো রুলস ভালোভাবে পড়েছিলাম এবং সেই অনুযায়ী আমি পোস্ট করেছিলাম। আমাকে তাও কেন তারা এরকম মেসেজ দিল আমি জানিনা এবং বুঝতে পারতেছি না।

Please I want you to change my BTC address for payment to bc1q8at53xmtp27cs28m5erlnffzwz5zd9mje75xly
Thank you very much
Dear cryptomus_com Sir, I have given BSC Wallet Address by mistake while applying. This is my BTC Address. Please accept my BTC Address.

BTC Address: bc1qzjmk9hgfkdcnckzdf7walw7lawr5008h5s67td
তারা ৩০ জনকে একসেপ্ট করেছিলো এই ক্যাম্পেইন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছি দুইজন ভুল করে তার বিটিসি এড্রেস না দিয়ে অন্য address দিয়েছিল। বিটিসি address না দেওয়ার তারা তাদের BTC address পোস্ট করে জানিয়ে দিয়েছে এটাও তারা আপডেট করেনি।

৩০ জনের মধ্যে সকলে পেমেন্ট পাইনি মাত্র একজনকে পেমেন্ট করেছি এটা নিয়ে পোস্ট করেছে। প্রথম সপ্তাহ শেষ হয়ে দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিন চলছে কিন্তু তারাই এখনো পূর্বের সপ্তাহের কোন কিছু ভালোভাবে কমপ্লিট করেনি। তারা আসলে কি করতে চাচ্ছে এরকম রুলস এবং রেগুলেশন ছাড়া সিগনেচার ক্যাম্পেইন চলতে পারেনা বলে আমি মনে করি।

যদিও তারা নতুন ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু এটা সম্পর্কের তাদের ভালোভাবে জানা দরকার সিগনেচার ক্যাম্পেইন কিভাবে কি করতেছে। তাদের খুব সতর্কতার সাথে এগুলা করা উচিত। আমি জানিনা তারা কি করতেছে বা কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। তবে তাদের সতর্ক হয়ে এগুলা সব কিছু ঠিক করে নেওয়া উচিত যদি তারা এই ক্যাম্পেইনটি রান করে সামনের দিকে। আমি তাদেরকে কোন ব্যাড রিপোর্ট করতেছি না কিন্তু তারা যেটা করতেছে এটা এই ফোরামের সিগনেচার ক্যাম্পেইনে করাটা একটা খারাপ দিক লক্ষণীয় এর জন্য এটাকে সঠিকভাবে দেখে ঠিক করা উচিত।

আমার বাংলাদেশী ভাইদের কাছে প্রশ্ন কেন তারা এরকম করতেছে এইরকম করার মানে কি এবং আসলে কিসের জন্য এরকম দিয়েসে মেসেজ আমি বুঝতেছিনা আপনারা একটু বিস্তারিত বলবেন এবং দেখবেন ভাইয়েরা

Wonder Work
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
July 08, 2024, 02:39:55 PM
টাকার ইতিহাস নিয়ে বাংলায় একটি আলোচনা যেখানে বিনিময়প্রথা থেকে বিটকয়েন এই দীর্ঘ পথটা আলোচিত হয়েছে। সময় পেলে সবাই দেখবেন আর যাঁরা আপনার পরিচিত গন্ডিতে 'বিটকয়েন কি ও কেন?' এই প্রশ্নটা করেন, তাঁদের দেখাবেন...

https://www.youtube.com/watch?v=uojIj8mxEas
member
Activity: 108
Merit: 46
July 08, 2024, 01:28:29 PM
আমি আমার এক বন্ধুর থেকে এই একাউন্টটি করলাম। সে আমাকে ওয়েবসাইট সম্পর্কে কিছু বলে নাই তার ব্যাস্ততার জন্য। কিন্তু সে আমাকে বলেছে তিনি অবসর সময়ে এই ওয়েবসাইট সম্পর্কে বলবে এবং আমি চাইলে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে পারি।  এই ওয়েবসাইট এর নাম দেখে আমি বুঝতে পারছি এটি বিটকয়েন সম্পর্কে তৈরি করা হয়েছে। এখানে কি ধরনের কাজ করা হয়? আমার এইখানে কাজ কি?

এটা পড়েন আর সিগনেচার ক্যাম্পেইন ইন বিটকয়েন্টক লিখে সার্চ দিন বুঝে যাবেন । আর না বুজলে প্রশ্ন করবেন।


মার্কেটে আবারও ডাম্প দেখা যাচ্ছে সম্ভবত এটা আজকে জার্মানি সরকার এর বিটকয়েন বিক্রি করার জন্যে হয়েছে।
সম্প্রতি তারা 17হাজার বিটকয়েন সেল দিয়েছে। এটার মূল্য প্রায় 951 মিলিয়ন মার্কিন ডলার। এটা লার্জেস্ট লিকুইডেশন ছিল এক দিনের মধ্যে।
Quote
German Government sells 17,000 $BTC worth $951 million, its largest single-day Bitcoin liquidation.
member
Activity: 9
Merit: 0
July 08, 2024, 10:55:53 AM
আমি আমার এক বন্ধুর থেকে এই একাউন্টটি করলাম। সে আমাকে ওয়েবসাইট সম্পর্কে কিছু বলে নাই তার ব্যাস্ততার জন্য। কিন্তু সে আমাকে বলেছে তিনি অবসর সময়ে এই ওয়েবসাইট সম্পর্কে বলবে এবং আমি চাইলে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে পারি।  এই ওয়েবসাইট এর নাম দেখে আমি বুঝতে পারছি এটি বিটকয়েন সম্পর্কে তৈরি করা হয়েছে। এখানে কি ধরনের কাজ করা হয়? আমার এইখানে কাজ কি?
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
July 07, 2024, 11:28:57 PM
কেন অস্থির বিটকয়েনের বাজার

এক দশক আগে হ্যাকিংয়ের কারনে জাপানের বিটকয়েন এক্সচেঞ্জ মাউন্ট গক্স বন্ধ করে দেওয়া হয়েছিলো। ওই এক্সচেঞ্জের গ্রাহকদের আটকে পড়া বিটকয়েন ফেরত দেওয়ার ঘোষণা হওয়ার পর থেকেই বিটকয়েনের দাম কমতে শুরু করেছে।  

হ্যাকিংয়ের কারণে বিটকয়েন এক্সচেঞ্জ মাউন্ট গক্স থেকে হাতছাড়া হয়েছিল, যা প্রায় ৯ লাখ ৫০ হাজারের মতো বিটকয়েন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫৮ বিলিয়ন ডলার। আবারো, ২০১৪ সালে দেউলিয়া হয়ে মাউন্ট গক্স বন্ধ হয়ে গেলেও, পরবর্তীতে হাতছাড়া হওয়া এই বিটকয়েনের মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার বিটকয়েন পুনরূদ্ধার হয়। যার বর্তমান বাজার মূল্য ৯ বিলিয়ন ডলারেরও বেশি। মাউন্ট গক্সের বর্তমান ট্রাস্টি এই বিটকয়েনগুলো যথাযথ প্রাপকের কাছে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলো গত সোমবারে তার পর থেকেই কমতে শুরু করে বিটকয়েনের দাম। গত শুক্রবার থেকে জানা যায় গ্রাহকদের পাওনা বিটকয়েন বিভিন্ন এক্সচেঞ্জে সরবরাহ করেছিলো, তার পরে আরো কিছুটা বিটকয়েনের দাম কমে যায়। শুধু বিটকয়েন নয় পাশাপাশি অন্যান্য কয়েনের দাম কমেছে।

যাইহোক, এখনো আশাবাদী আমরা বুলরান শিগ্রই দেখতে পাবো। বাজার অস্থির হয়ে পড়া দেখে আমাদের হতাশ হওয়া চলবে না, ধৈর্য ধরতে হবে আবার বিটকয়েনে তার আগের অবস্থানে ফিরে আসবে।
👉নিউজ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন:-👈




যদি পুর্বের বুলরানের মতো এই বছরের বুলরান শুরু হয় তাহলে আমরা শিগ্রই বড় বুলরান দেখতে পাবো যা উপরের পিকচার থেকে বুঝা যায়।
পিক সোর্স:

member
Activity: 94
Merit: 28
July 07, 2024, 07:12:31 PM
Question for Bangladeshis, is the sale of medical cannabis legal in your country?

বাংলাদেশীদের জন্য প্রশ্ন, আপনার দেশে চিকিৎসা গাঁজা বিক্রি বৈধ?
এই বিষয়ে বেশ কিছু উত্তর উপস্থাপন করা হয়েছে। আমাদের বাংলাদেশে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষেরা জানে গাঁজা সেবন করা বা যে খাতেই ব্যবহার করুক না কেন সম্পূর্ণই অবৈধ। আমাদের বাংলাদেশে গাঁজা অবৈধ তবুও আমাদের এলাকার প্রতি 100 জন ছেলের মধ্যে প্রায় ৪০-৫০ জন ছেলে গাজা আসক্ত হয়ে পড়েছে। যদি কোন কারণবশত বাংলাদেশ এটি বৈধ করা হয়, তাহলে সবাই ওপেনে গাঁজা সেবন করবে।  

গত ৪ জুলাই এইচএসসি পরীক্ষার হলে একজন শিক্ষার্থী গাঁজা নিয়ে হলে প্রবেশ করেছিলেন। সেই পরীক্ষার্থীর নাম ছিল শ্রাবণ, গাঁজা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করার কারণে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দেওয়া হয়েছে। এখন এই বিষয়ে চিন্তা করে দেখুন আমাদের বাংলাদেশ গাঁজা সম্পূর্ণ অবৈধ তবুও পরীক্ষার হলে পর্যন্ত গাঁজা নিয়ে প্রবেশ করেন।
নিউজ লিংক:
Video link. https://youtu.be/24B4BbNjhOI?si=-4UCqB5sLY67brGO
LDL
hero member
Activity: 742
Merit: 671
July 07, 2024, 04:56:53 PM
Question for Bangladeshis, is the sale of medical cannabis legal in your country?

বাংলাদেশীদের জন্য প্রশ্ন, আপনার দেশে চিকিৎসা গাঁজা বিক্রি বৈধ?
বিজ্ঞ মডারেটর সাহেব আমাদের দেশে প্রকাশ্যে গাঁজা চাষ বা বিক্রি করা আইনত দণ্ডনীয় এবং নিষিদ্ধ। 1989 সালে বাংলাদেশে আইন কার্যকর করা হয় এবং সেখানে প্রকাশ্যে গাঁজা বিক্রি ও চাষ করা আইনত দণ্ডনীয় ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশে এই আইন প্রয়োগ খুব কম করা হয়। আমাদের বাংলাদেশ গাঁজা বিক্রি নিষিদ্ধ কিন্তু অপ্রকাশ্যভাবে গোপনে বাংলাদেশের আনাচে-কানাচে প্রচুর পরিমাণে গাজা বিক্রি করা হয় এবং সেই গাঁজা মূলত যুব সমাজকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হচ্ছে। আমার জানা মতে আমার এলাকাতে পুলিশের এক সোর্স থানা থেকে জব্দ করা কেজি কেজি গাজা বিক্রি করা হয়। একাধিকবার তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ তাকে গ্রেফতার করে খুব বড়জোর দু'ঘণ্টা পর্যন্ত আটক করে রাখতে পারে তারপর সযত্নে ছেড়ে দেয় এটাই বাংলাদেশ গাঁজা বিক্রির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা।
তবে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে গাঁজা বিক্রি, চিকিৎসার উদ্দেশ্যে ব্যক্তি, অনুমোদন ও নিষিদ্ধকরণ আছে কি আছে না এটা নিয়েছি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনাদের সময় হলে একবার ঘুরে আসতে পারেন।



বিস্তারিত জানতে: ক্লিক করুন
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
July 07, 2024, 02:13:51 PM
আপনি কোথা থেকে তথ্য পেয়েছেন, উইকিপিডিয়া বা অন্য কোন উৎস থেকে? যদি হ্যাঁ, তাহলে উৎসের একটি লিঙ্ক প্রদান করতে এটি আঘাত করবে না। নাকি আপনি নিজে এই পাঠ্যটি লিখেছেন?

Where did you get your information from, Wikipedia or some other source? If yes, it would not hurt to provide a link to the source. Or did you write this text in your own words?

এটা আমি ২০২২ সালে আমার ভার্সিটির প্রথম বর্ষের নন মেজর সাবজেক্ট (বাংলাদেশের রাজনৈতিক তত্ত্ব) এই সাবজেক্টে আমি আমাদের দেশের গাঁজা সম্পর্কে বিস্তারিত পড়েছিলাম। আমার মনে আছে এটা সম্পর্কে বিস্তারিত কি কি পড়েছিলাম সেখান থেকে আমি আপনাকে উত্তর করেছি। আমি আপনাকে ২০২২ সালের কোশ্চেন এর প্যাটার্ন টা দেখাচ্ছি আমি। যদিও আমার বইটি অনেক অবহেলিত হয়ে এখন অনেক পুরাতন হয়ে গেছে লেখাটা ভালোভাবে বোঝা যায় না তবু আপনাকে দেখার চেষ্টা করলাম।



বাংলাদেশের গাঁজা বৈধ নয় কেন এটা নিয়ে আমি আমার Quora তে একটি পোস্ট করেছিলাম। আমার স্পষ্ট মনে। এখানে আমি যে উত্তরগুলা করেছি পুরোটাই আমি নিজে করেছি। কিছুটা লাইন হয়তো গুগল থেকে মিলে যেতে পারে। কারণ আমি যেটা জানি সেটা সঠিক জানি হয়তো গুগলের উইকিপিডিয়াতেও এটা থেকে যেতে পারে। আমি গুগলের উইকিপিডিয়া চেক করেছি কিন্তু বাংলা উইকিপিডিয়াতে বিস্তারিত নেই যতটুকু আমি বিস্তারিত বলেছি আপনাকে এতটুক বিস্তারিত আপনি উইকিপিডিয়াতে পাবেন না। আমি অত্যন্ত খুশি হয়েছি যেন এই জিনিসটা আমি তখন পড়েছিলাম এবং এটা খুব মনোযোগ দিয়ে পড়েছিলাম কারণ এটা জানা খুবই দরকার। আমার দেশে নেশা জাতীয় দ্রব্য কোনটা গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য নয় সেটা জানাটা জরুরী বিষয় বলে আমি মনে করি.

This is me in 2022, in my varsity first-year non-major subject (political theory of Bangladesh). On this subject, I read in detail about cannabis in our country. I replied to you based on what I remembered reading in detail about it. I am showing you the pattern of 2022 question. Although my book has been neglected and is so old that the writing needs to be better understood, I tried to see you.

All the answers I have provided here are from myself. Google may match some lines. Because I know what I know is correct, it may stay on Google's Wikipedia. I checked Google Wikipedia, but Bangla Wikipedia has the details I told you about; you will only find a little information on Wikipedia. I am happy that I read this thing then and very carefully because it is necessary to know. In my country, it is essential to know which drugs are acceptable and which are not.
staff
Activity: 2436
Merit: 2347
July 07, 2024, 01:32:42 PM
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
July 07, 2024, 12:54:16 PM
Question for Bangladeshis, is the sale of medical cannabis legal in your country?

বাংলাদেশীদের জন্য প্রশ্ন, আপনার দেশে চিকিৎসা গাঁজা বিক্রি বৈধ?

আমাদের দেশে খাঁজা বিক্রি অবৈধ। গাঁজা একটি নেশা জাতীয় দ্রব্য। এটা সেবন করে মানুষ স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় চলে যায়। অসামাজিক কার্যকলাপ করে। বাংলাদেশে গাজা বিক্রি ১৯৮০ সাল থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে অবৈধ করা হয়েছে। বাংলাদেশের গাঁজা চাষ পরিবহন বিক্রয় ক্রয় এবং দখল দেখলে অপরাধ হিসেবে সংগ্রহীত করা হয়। যারা এই গাঁজা বিক্রেতা এবং চাষ করে তাদের সন্ধান পেলে পুলিশ তাদের আটক করে এবং তাদের কারাদণ্ড এবং জরিমানা করে।

আমাদের দেশে গাঁজা ব্যবহারের চিকিৎসা গত উপকারী সম্পর্কেও বিতর্কিত রয়েছে। এটা চিকিৎসা খাতের জন্য ব্যবহার করা হলেও এটা থেকে খারাপ কিছু লক্ষণীয় হয়েছে এর জন্য গাঁজা সম্পূর্ণভাবে আমাদের দেশে অবৈধ।

তবে চিকিৎসা খাতের জন্য গাঁজা বিক্রেতা ব্যবহারকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে এবং তাদের যদি ধরা যায় তাহলে তাদের শাস্তি দেওয়া হচ্ছে। বাংলাদেশে সম্পূর্ণরূপে গাঁজা বিক্রি অবৈধ সেটা হোক চিকিৎসা খাতে বা অন্যান্য খাতে।

Selling cannabis is illegal in our country. Cannabis is an addictive substance. By consuming it, people go from a normal state to an abnormal state. We are doing anti-social activities. The sale of cannabis in Bangladesh has been illegal since 1980 under the Narcotics Control Act. Cannabis cultivation, transport, sale, purchase, and possession of cannabis in Bangladesh are collected as criminal offenses. If found selling and cultivating this cannabis, the police arrest them and punish them with imprisonment and fines.

The medical benefits of cannabis use in our country are also controversial. Even though it is used for medical purposes, some bad things have been noticed from it, so cannabis is completely illegal in our country.

But users selling cannabis for the medical sector are also being cracked down on and punished if caught. The sale of cannabis is entirely illegal in Bangladesh, be it in the medical or other sectors.
staff
Activity: 2436
Merit: 2347
July 07, 2024, 12:26:50 PM
Question for Bangladeshis, is the sale of medical cannabis legal in your country?

বাংলাদেশীদের জন্য প্রশ্ন, আপনার দেশে চিকিৎসা গাঁজা বিক্রি বৈধ?
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
July 06, 2024, 10:54:59 PM
Pages:
Jump to: