এইসবের ভিড়ে বর্তমানে লোকাল বোর্ড এর জন্য নতুন নতুন পোস্ট নতুন নতুন ট্রিকস করার সংখ্যা ধীরে ধীরে কমতেছে। যদিও আমার কাছে এখনো অনেকগুলা পোস্ট কিউয়ে পড়ে আছে এখানে শেয়ার করার জন্য জাস্ট সময়ের অভাবে বানানো হচ্ছে না।
আর ভাই আমার কোডিং স্কিল এর কথা বললেন, আসলে যে স্কিলটা আছে এটা কোডিং এর ইন্ডাস্ট্রিতে হাতের ময়লাও না 🤧
আমি এখন আর কোনো কিছু পেন্ডিং রাখতে চাই না। যখন যেটা মনে হয়, সেটা করে ফেলি। এর পেছনে কারন হচ্ছে আমার ভুলে যাওয়া। আমি প্রায়ই অনেক কিছু করবো বলে মনে করি, কিন্তু মনে না থাকার কারনে আর করতে পারি না। আমি প্রায়ই খাওয়ার পর ভুলে যাই কি দিয়ে খেয়েছিলাম। এটা ঠিক যে এতোকিছুর মাঝে আসলে সময় বের করা সবচাইতে বেশি সমস্যা।
একচুয়ালি ভুলে যাওয়া রোগটা শুধু খালি আপনার না, আমার নিজেরও এই ভুলে যাওয়ারও রয়েছে এর জন্য আমি প্রতিদিন যখন যে আইডিয়া মাথায় আসে বা যে কাজ করার চিন্তাভাবনা করি সেটা সাথে সাথেই google keep এবং ফিজিক্যালি একটা ডাইরিতে লিখে রাখি।
এটা আমার ক্ষেত্রে ভালো কাজে দিয়েছে। তবে এর মধ্যেও লিস্ট করতে করতে এত বড় হয়ে গিয়েছে যে বর্তমানে এগুলো করতে গেলেও আমার এক মাস লেগে যাবে। তাই আর আলসেমিতে এগুলো করা হয় না।
জেনে ভালো লাগলো যে আপনি নতুন স্কিল ডেভেলপমেন্ট করছেন। আর আজকে ৫ বছর হলো আমি গ্রাফিক্স এ এক্সপার্ট হওয়ার চেষ্টা করছি। কিন্তু আমি এখনো বিগিনার। অিামি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। কিন্তু সময়রে অভাবে ক্লাস অব্দি করতে পারিনি।
এই কথার পরে পেতে ওই যে এক কথা আমরা আসলে বেশি লাভের আশায় চার হাত-পা কে ১০ নৌকায় ছড়িয়ে দেয় তার ফলে কোনটাই ভালো হতো কমপ্লিট করতে পারিনা। এই যে আমাকেই দেখেন প্রোগ্রামিং পড়াশুনা করতেছি আর এই দিকে মার্কেটিং এর স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কোর্স করতেছি। 😂
মার্কেটিং স্কিল গেইন করার কারণ হচ্ছে আমি যদি কোডিংও করি অথবা কোন সফটওয়্যার ডেভলপার বা ওয়েব ডেভেলপার হই, নিজের এজেন্সি বা নিজের সার্ভিস সেল করার জন্য হলেও আমাকে মার্কেটিং করতে হবে সেটা আমি না করলেও আমার বেসিক জানা থাকতে হবে। আরেকটা বিষয় চিন্তা করে দেখলাম দুনিয়ার সবচাইতে বেশি টাকা ইনভেস্টমেন্ট হয় বর্তমানে এই মার্কেটিং এর পিছনে। সাথে একটু ফ্রি টাইম পেয়েছিলাম দেখে নিজেকে ব্যস্ত রাখার জন্য এগুলো বেছে নিয়েছি।
এটা ঠিক যে বুলরান যখন আসার, তখনই আসবে। কিন্তু এই যে এনালিষ্টদের বুঝুং ভাঝং! এগুলো তো সব ভুল প্রমান হয়ে যাচ্ছে এদের প্রেডিকশন শুনে শুনেই তো আশা করি যে এমন কিছু একটা হবে। পরে হয়ে যায় উল্টো।
আমি আপনাকে বলব যে এই শর্ট টার্ম ট্রেডিং বাদ দিন লং টার্ম ট্রেডিং স্টার্টেজি নিন এবং তার চেয়েও বড় বিষয় এই অ্যানালিস্টদের কথার ওপর ভরসা করবেন না। আমার তো মনে হয় মাঝেমধ্যে বড় বড় তিমিরা এই বড় এনালিস্টদের হায়ার করে মার্কেট ম্যানুপুলেশন করে কিছু প্রফিট গেইন করার জন্য।
যাই হোক আমি জাস্ট দেখি পূর্বের হিস্টরি হাল্ভিং হিস্টরি দেখি, কতদিন পরে আগের সিজনগুলোতে মার্কেট বুল রান স্টার্ট করেছে। এখন দেখা যাক কখন স্টার্ট হয় কারণ বিটকয়েন যে শুধু আগের হিস্টোরি অনুযায়ী সামনে আগাবে এমন কোন কথা নেই।
তবে আমি আবার লং-টার্ম এ ২০২৭ বা ২০২৬ সালে ইনভেস্টমেন্ট করার জন্য অল্প অল্প করে টাকা গোছানো শুরু করছি।
কারণ গত বেয়ার সিজনে টাকা না থাকার কারণে বড়সড়ো কোন ইনভেস্টমেন্ট করতে পারেনি। এই কষ্ট আর ভোলার নয় বিটকয়েন যখন ১৬k ডলারে নেমেছিল তখন আমার কাছে টাকা ছিল না ইনভেস্টমেন্ট করার জন্য ।
আশা করি ২০২৬ বা ২৭ সালে ইনভেসমেন্ট এর জন্য এখন থেকে অল্প অল্প টাকা গুছালে মোটামুটি একটা বড় এবং দেখা যাবে। ফান্ড টা আমি স্টেবল কারেন্সিতে জমা করতেছি যদি ২০২৬ বা ২৭ সালে আমার আইডিয়া অনুযায়ী বেয়ার সিজন নাও আসে আমি এই টাকাটা অন্য কাজে তো ব্যবহার করতে পারব।