Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 36. (Read 5673553 times)

full member
Activity: 532
Merit: 229
August 05, 2024, 05:25:06 AM
হাসিনার পালিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না, প্রাণ হাতে নিয়ে দেশ থেকে পালিয়েছে. এইবার আমরা আসল স্বাধীনতা অর্জন করেছি. হাসিনা যেহেতু পদত্যাগ করেছে তাই অন্তবর্তী সরকার গঠন হবে সেনাপ্রধান.



জেনারেল ওয়াকার-উজ-জামান. ভাষণে তিনি বলেন:

সেনাপ্রধান বলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।
জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।
কোন কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েদ সাকিও বৈঠকে ছিলেন। তিনি বলেন, ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন। তাঁকে অনুরোধ করেছেন যোগাযোগ করতে। ইতিমধ্যে আসিফ নজরুল একটি ভিডিও বার্তা দিয়েছেন।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন। news link

যাইহোক আমরা সব থেকে বড় শয়তান হাসিনা থেকে মুক্তি পেয়েছি. আলহামদুলিল্লাহ. দোয়া করি হাসিনার ছায়াও যেন বাংলাদেশে আর কোনদিন না পড়ে.
sr. member
Activity: 616
Merit: 322
August 05, 2024, 04:54:10 AM


এখন কেনো কই গেলো এতো দাপট কই গেলো ক্ষমতা। ছাত্ররা কখনো হারেনি আর কখনো হারবেও না। ৫২ তে বাংলা ভাষা স্বাধীন করেছিলো  ছাত্ররাই। অবৈধভাবে বেশিদিন থাকা যায় না। কথায় আছে কারো পতন যখন আসে সে পদে পদে ভূল করে। শেখ হাসিনার ক্ষেত্রেও সেটাই ঘটনো। সাধারণ একটা যৌক্তিক আন্দলোন মেনে নিলো না এখন পুরো ক্ষমতা হারাতে হলো। এই জেনারেশনে সকল ইয়াং যুবোক ছাত্ররা মোবাইলের প্রতি যে পরিমান আসক্ত সেই মোবাইল ফোন ছেড়ে মাঠে নেমেছে দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত এটাই ছাত্র সমাজ এটাই সততা এটাই দেশপ্রেম। আজ এমন খুশি লাগতেছে মনে হচ্ছে এই বছর ৩য় বারের মতো আবারো ঈদ পেলাম। আজ আমরা সবাই স্বাধীন.....আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
member
Activity: 9
Merit: 0
August 05, 2024, 04:39:13 AM
আলহামদুলিল্লাহ, আমরা আজ স্বৈরাচারীর হাত থেকে মুক্ত Cheesy
sr. member
Activity: 546
Merit: 268
August 05, 2024, 04:16:46 AM
আলহামদুলিল্লাহ, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেলাম।

অনেক ত্যাগের মধ্য দিয়ে আজকে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। অতিতে স্বাধীন হয়েছিল শুধুমাত্র পাকিস্তানের কাছ থেকে কিন্তু আমাদের দেশ ভারতের কাছ থেকে স্বাধীন ছিল না। ভারত নানাভাবে আমাদের এই মাতৃভূমিকে শাসন করতো ,শোষণ করত। অতীতে করতো শেখ মুজিবর রহমানের মাধ্যমে এবং শেষে তার কন্যা শেখ হাসিনার মাধ্যমে ভারত আমাদের শোষণ করতো। আমাদের বাংলাদেশ থেকে ভারত চেয়ে পরিমাণ সুবিধা নিয়েছে তার এক পারসেন্ট সুবিধা ও ভারত কখনো আমাদের দেয়নি তাই ভারতের কবল থেকে আমাদেরকে মুক্ত হওয়ার খুব প্রয়োজন ছিল। আজ সেই প্রত্যাশা পূরণ হলো এবং আমাদের যুব সমাজ ও ছাত্রসমাজ একত্রিত হয়ে দ্বিতীয়বারের মতো ভারতের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিলাম।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 05, 2024, 04:02:03 AM
আবারো ৩ ঘন্টা ইন্টারনেট ব্ল্যাক আউটে ছিলো সারা বাংলাদেশ। তবে সোয়া একটার দিকে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড দুটোই চালু করা হয়েছে। কিন্তু ইন্টারনেট স্পিড মারাক্তক ভাবে কম। আন্দোলনকারীরা সকল বাধা উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে এবং বিক্ষোভে অংশ নিয়েছে। সারা দেশে আরো বিপুল পরিমানে প্রাণহানির আশংকা আছে। যে কারনে জাতীসংঘের মানবাধীকার প্রধান এটা নিয়ে বক্তব্য দিয়েছেন।

সর্বশেষ খবর অনুযায়ী সেনাবাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে বৈঠক করছেন এবং কিছুক্ষনের মধ্যে জাতীর উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে। সেনাবাহিনীর উচিৎ হবে টেক ওভার করা। বাংলাদেশের জনগন এখন না হাসিনাকে বিশ্বাস করে, না খালেদা কে বিশ্বাস করে। এই মুহূর্তে ড, ইউনুস কে দরকার!

আপডেটঃ দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং শেখ রেহানা।

গনভবনে ঢুকে পড়েছেন হাজারো মানুষ
newbie
Activity: 26
Merit: 19
August 05, 2024, 03:47:42 AM
ছাত্রদেরই বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। ১৯৫২ সালে যখন ছাত্ররা ভাষার জন্য যুদ্ধ করেছিল তখন সেটা ইতিহাস হয়ে গিয়েছিল। এমনকি সেই ছাত্রদের আন্দোলন সারা বিশ্বকে জানান দিয়েছিল যে বাঙালিরা ভাষার জন্যও প্রাণ দিতে পারে। আমরা যেন ২০২৪ সালে সেই ৫২ এর ভাষা আন্দোলনে ছাত্র-ছাত্রীদের প্রতিফলন দেখতে পাচ্ছি। আসলে একটি দেশে যখন ছাত্ররা ক্ষেপে যায় তখন ওই দেশের সরকার আর কিছুই থাকে না যেমনটি হয়েছিল এরশাদের আমলে। সেও কিন্তু ছাত্রদের দ্বারাই বিতাড়িত হয়েছিল হয়তো হাসিনাও ছাত্রদের মাধ্যমেই বিতাড়িত হবে এই দেশ থেকে।

সারা বাংলাদেশ এমন কি বলতে গেলে সারা বিশ্বের মানুষের চোখ এখন বাংলাদেশের ছাত্রদের দিকে।

ছাত্রছাত্রীরা ঐক্য গড়ো, স্বৈরাচারের পতন কর!
sr. member
Activity: 546
Merit: 268
August 05, 2024, 02:36:57 AM
ছাত্ররা যখন বললো যে তারা আর আলোচনায় বসতে চায় না, তখন আমাদের আপার মাথা খারাপ হয়ে গেছে। সারাদেশের নেতা কর্মীদের বলে দিয়েছে তারা যেনো শক্ত হাতে আন্দোলন দমন করে। বড় বড় নেতাদের সাথে মিটিং করেছে এবং তারা নাকি ৩ দিনের সময় নিয়েছে আন্দোলন বন্ধ করার জন্য। তারপর থেকেই মূলত সারাদেশে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করা শুরু হয় যে সারা বাংলায় খবর দে, ১ দফারে কবর দে। এটা করে হাসিনা আসলে কি প্রমাণ করতে চাইছে? বৈধ অস্ত্র দিয়ে তোর পুলিশ লীগ, সোনাবাহিনী লীগ, বিজিবি লীগ আন্দোলন দমন করতে পারলো না, এখন তোর অবৈধ অস্ত্র ব্যাবহার কারীদের ঢাকতে হলো? বিগত ১৮ দিনের মোট অফিশিয়াল মৃত্যু সংখ্যা ছিলো ২২০ জনের মতো। কিন্তু গতকাল এক দিনে অফিশিয়াল মৃত্যু সংখ্যা দাড়ালো ৯৮ জন। যার মধ্যে ১৪ জন পুলিশ এবং আওয়ামী লীগ নেতা কর্মীরাও আছে। আগের মৃত্যুর দ্বায়ভার সরকার নেয়নি, এখন যারা মারা যাচ্ছে সেগুলোও নিবে না। ৭ মিনিট ব্যাটিং করে মাঠ ফাকা করে দেয়ার বুলি ছোড়া নেতা গুলো ১ মিনিটে মাঠ ছেড়ে চলে গেছে। বাধ্য হয়ে ৩ দিনের সাধারন ছুটি ঘোষনা। এবার সরকারের তো দেয়ালে পিঠ ঠেকে গেলো। এখন কি হবে? 
হে ভাই আমি একটা কথা বুঝতে পারলাম না এইটা আসলে কেমনে সম্ভব। আচ্ছা ভাই আমি যদি সত্যিই ব্রেন ছাড়া মানুষ হতাম এবং আমাকে যদি সরকার প্রধান বানানো হতো না তবেও ভাই আমি এই চরম মূহূর্তে দেশের সকল দায়িত্ব ছেড়ে দিতাম। হাসিনা তুমি মূলত ভেম্পেয়ার হয়ে গেছ। আমার মনে হয় তুমি পানির পরিবর্তে মানুষের সাধারণ মানুষের রক্ত খাও তা না হলে একজন রক্ত মাংসের সাধারণ মানুষ হলে তুমি কখনো এই খারাপ মূহুর্তটা আমাদের উপহার দিতে পারতা না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 05, 2024, 12:25:45 AM
ছাত্ররা যখন বললো যে তারা আর আলোচনায় বসতে চায় না, তখন আমাদের আপার মাথা খারাপ হয়ে গেছে। সারাদেশের নেতা কর্মীদের বলে দিয়েছে তারা যেনো শক্ত হাতে আন্দোলন দমন করে। বড় বড় নেতাদের সাথে মিটিং করেছে এবং তারা নাকি ৩ দিনের সময় নিয়েছে আন্দোলন বন্ধ করার জন্য। তারপর থেকেই মূলত সারাদেশে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করা শুরু হয় যে সারা বাংলায় খবর দে, ১ দফারে কবর দে। এটা করে হাসিনা আসলে কি প্রমাণ করতে চাইছে? বৈধ অস্ত্র দিয়ে তোর পুলিশ লীগ, সোনাবাহিনী লীগ, বিজিবি লীগ আন্দোলন দমন করতে পারলো না, এখন তোর অবৈধ অস্ত্র ব্যাবহার কারীদের ঢাকতে হলো? বিগত ১৮ দিনের মোট অফিশিয়াল মৃত্যু সংখ্যা ছিলো ২২০ জনের মতো। কিন্তু গতকাল এক দিনে অফিশিয়াল মৃত্যু সংখ্যা দাড়ালো ৯৮ জন। যার মধ্যে ১৪ জন পুলিশ এবং আওয়ামী লীগ নেতা কর্মীরাও আছে। আগের মৃত্যুর দ্বায়ভার সরকার নেয়নি, এখন যারা মারা যাচ্ছে সেগুলোও নিবে না। ৭ মিনিট ব্যাটিং করে মাঠ ফাকা করে দেয়ার বুলি ছোড়া নেতা গুলো ১ মিনিটে মাঠ ছেড়ে চলে গেছে। বাধ্য হয়ে ৩ দিনের সাধারন ছুটি ঘোষনা। এবার সরকারের তো দেয়ালে পিঠ ঠেকে গেলো। এখন কি হবে? 
sr. member
Activity: 546
Merit: 268
August 04, 2024, 06:21:45 PM
আজকে প্রতিটি জেলায় জেলায় থেকে যে বিক্ষোভ আমরা শুরু করেছি অবশ্যই এটি সফল হবে, যদিও আজকে অনেক জায়গা সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করেছে ছাত্রদের সাথে যোগ দিয়ে এর ও জবাব অবশ্যই দিতে হবে।
এই মুহূর্তে আমরা জানি সারা বাংলাদেশে সিমের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে, আবারো নেটওয়ার্ক বিচ্ছিন্ন বাংলাদেশ হতে চলেছে, জানিনা সামনের দিনগুলোতে কি হবে আল্লাহ তা'আলা আমাদের সকলকে হেফাজত করুক।
আজকের সারা বাংলাদেশ থেকে প্রচুর ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব এবং এই স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য আমরা সকলেই মাঠে থাকবো।
কুত্তা লীগের কর্মীদের হাতে অবৈধ অস্ত্র দিয়ে প্রতিনিয়ত ছাত্র ভাইদের ওপর আক্রমণ চালায় আজকে বাংলাদেশ অনেক লোক মারা গিয়েছে শুধুমাত্র এই কুলাঙ্গার সন্ত্রাসীদের জন্য। আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবারো রক্তাক্ত হয়েছে, আমরা সরকারের পদত্যাগ চাই এই আন্দোলন নিয়েই মাঠে নামবো প্রত্যেকেরই উচিত এই আন্দোলনে যোগ দেওয়া।
কালকেই হবে লং মার্চ টু ঢাকা। হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট কারন আছে৷ সরকার জানতো এটা হবে মঙ্গলবার। কালকে থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সবকিছু এই সুযোগে কাল সকাল সকাল বা আজ রাতেই ইন্টারনেট বন্ধ করে দিতো আগেরবারের মতো তাইলে লং মার্চ টু ঢাকা এর জন্য প্রস্তুতি নিতে পারতো না। কোথায় কখন কি করবে এইটা প্রচার করা কষ্টকর হতো। ইন্টারনেট থাকতে থাকতে এইটা সুন্দরভাবে প্রচার হয়ে গেলো। কালকে কারফিউ মানা হবে হবে না। রাজপথ দখলে থালবে ছাত্রদের। আজকে অনেকজন মারা গেছে এগুলোকে  দেখে সহ্য হয় কার। এখন সাধারণ মানুষ সব ছাত্রদের পক্ষে মাঠে নেমেছে। আজ দেখলাম সেনাবাহিনী ছাত্রদের পাশে দাড়িয়েছে। সেনাবাহিনীর এই বিষয়টা অনেক ভালো লেগেছে। এখন শেষ পর্যন্ত সেনাবাহিনী ছাত্রদের পাশে থাকলে হত্যাকাণ্ড অনেকটা কম হবে। আল্লাহ  সবাইকে হেফাজত করুক। কোনো মায়ের কোল যেনো খালি না হয় সেটা হোক ছাত্র বা অন্য কেউ।
বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান।।।। পরের টুকু মনে নেই।
নতুন অ্যানাউন্সমেন্ট আসার আগে ইন্টারনেট বন্ধ করে দাও, রাস্তা বালুটাক দিয়ে আটকে দেয়া এটা বুবুজান তোমার নিত্যদিনের রুটিন হয়ে গেছে এটা ছাত্রসমাজ জেনে গেছে। তাই একদিন পরের অ্যানাউন্সমেন্ট একদিন আগেই করে দিল। সাব্বাস বাঘের বাচ্চারা গর্জে উঠো নতুন সূর্য তোমাদের অপেক্ষায় রয়েছে। আজ সিরাজগঞ্জ স্বাধীন হবে তোমরাও ঢাকা স্বাধীন কর। আমাদের এই দেশটাকে তোমরা নতুন রাস্তা দেখাও নতুন রাঙ্গা প্রভাত দেখাও। তোমরা নতুন তোমরা রঙ্গিন, তোমরা আছো তোমরা থাকবে তোমাদেরকে ধ্বংস করার কোন হাতিয়ার আজ পর্যন্ত পৃথিবীর বুকে তৈরি হয়নি। তোমরা নির্ভীক তোমরা সাহসী যোদ্ধা। তোমরা নতুন সূর্য তোমরা নতুন মুখ তোমরা নতুন প্রাণের কলি। তোমাদের মধ্যে শহীদের শতশত স্বপ্ন জেগে উঠবে সেই প্রত্যাশায় নতুন সূর্য তোমাদের জন্য অপেক্ষা করছে।আজ লংমার্চ কর্মসূচি পালিত হওয়ার মাধ্যমে বাংলাদেশের বুক থেকে জালেম সমাজ চিরতরে নিপাত যাবে ইনশাআল্লাহ।
sr. member
Activity: 616
Merit: 322
August 04, 2024, 11:39:47 AM
আজকে প্রতিটি জেলায় জেলায় থেকে যে বিক্ষোভ আমরা শুরু করেছি অবশ্যই এটি সফল হবে, যদিও আজকে অনেক জায়গা সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করেছে ছাত্রদের সাথে যোগ দিয়ে এর ও জবাব অবশ্যই দিতে হবে।
এই মুহূর্তে আমরা জানি সারা বাংলাদেশে সিমের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে, আবারো নেটওয়ার্ক বিচ্ছিন্ন বাংলাদেশ হতে চলেছে, জানিনা সামনের দিনগুলোতে কি হবে আল্লাহ তা'আলা আমাদের সকলকে হেফাজত করুক।
আজকের সারা বাংলাদেশ থেকে প্রচুর ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব এবং এই স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য আমরা সকলেই মাঠে থাকবো।
কুত্তা লীগের কর্মীদের হাতে অবৈধ অস্ত্র দিয়ে প্রতিনিয়ত ছাত্র ভাইদের ওপর আক্রমণ চালায় আজকে বাংলাদেশ অনেক লোক মারা গিয়েছে শুধুমাত্র এই কুলাঙ্গার সন্ত্রাসীদের জন্য। আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবারো রক্তাক্ত হয়েছে, আমরা সরকারের পদত্যাগ চাই এই আন্দোলন নিয়েই মাঠে নামবো প্রত্যেকেরই উচিত এই আন্দোলনে যোগ দেওয়া।
কালকেই হবে লং মার্চ টু ঢাকা। হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট কারন আছে৷ সরকার জানতো এটা হবে মঙ্গলবার। কালকে থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সবকিছু এই সুযোগে কাল সকাল সকাল বা আজ রাতেই ইন্টারনেট বন্ধ করে দিতো আগেরবারের মতো তাইলে লং মার্চ টু ঢাকা এর জন্য প্রস্তুতি নিতে পারতো না। কোথায় কখন কি করবে এইটা প্রচার করা কষ্টকর হতো। ইন্টারনেট থাকতে থাকতে এইটা সুন্দরভাবে প্রচার হয়ে গেলো। কালকে কারফিউ মানা হবে হবে না। রাজপথ দখলে থালবে ছাত্রদের। আজকে অনেকজন মারা গেছে এগুলোকে  দেখে সহ্য হয় কার। এখন সাধারণ মানুষ সব ছাত্রদের পক্ষে মাঠে নেমেছে। আজ দেখলাম সেনাবাহিনী ছাত্রদের পাশে দাড়িয়েছে। সেনাবাহিনীর এই বিষয়টা অনেক ভালো লেগেছে। এখন শেষ পর্যন্ত সেনাবাহিনী ছাত্রদের পাশে থাকলে হত্যাকাণ্ড অনেকটা কম হবে। আল্লাহ  সবাইকে হেফাজত করুক। কোনো মায়ের কোল যেনো খালি না হয় সেটা হোক ছাত্র বা অন্য কেউ।
sr. member
Activity: 546
Merit: 268
August 04, 2024, 07:51:55 AM
আজকে সিরাজগঞ্জে ছাত্র ভাইয়েরা মিলে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে তা সত্যিই প্রশংসনীয়। এনায়েতপুর থানা ভাঙচুর ও অগ্নি সংযোগ, দৌলতপুর থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পরিশেষে বেলকুচি থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তার সাথে বোনাশ হিসাবে একটি এমব্রেলা শোরুমে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কয়েকজন কুত্তার বাচ্চা ফুটপুটে সুন্দরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। এটা ছিল আমার জেলার বেলা তিনটার আগের সংবাদ। অবশ্য আমার জেলাতে মোবাইল নেটওয়ার্ক ও ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করা ছিল ফলে আমরা সঠিক সময়ে বিভিন্ন তথ্য অনলাইনে দিতে পারিনি। তবে আমি আজকে ছাত্র ভাইদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে ফুটফুটে সুন্দরের কাজ থেকে মুক্ত করে দিন আমিন।

এনায়েতপুর থানার ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং সিরাজগঞ্জে ৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। হায়রে বাংলাদেশ এই মুহূর্তটুকু দেখার জন্য আজ স্বাধীনতার ৫৩ বছর পর আরো একটি স্বাধীনতার জন্য বুকের রক্ত দিতে হচ্ছে। পুলিশ হোক অথবা ছাত্র সবাই তো রক্তে মাংসে মানুষ। একটি শ্রেণীকে সুবিধা দেওয়ার জন্য আজকে পুলিশকে মরতে হচ্ছে। আপনারা পুলিশরা নিরপেক্ষ থাকলে তো মরতেন না বরং আপনাদের সন্মান আগের মতই থাকতো।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 04, 2024, 07:46:50 AM
আজকে প্রতিটি জেলায় জেলায় থেকে যে বিক্ষোভ আমরা শুরু করেছি অবশ্যই এটি সফল হবে, যদিও আজকে অনেক জায়গা সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করেছে ছাত্রদের সাথে যোগ দিয়ে এর ও জবাব অবশ্যই দিতে হবে।
এই মুহূর্তে আমরা জানি সারা বাংলাদেশে সিমের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে, আবারো নেটওয়ার্ক বিচ্ছিন্ন বাংলাদেশ হতে চলেছে, জানিনা সামনের দিনগুলোতে কি হবে আল্লাহ তা'আলা আমাদের সকলকে হেফাজত করুক।
আজকের সারা বাংলাদেশ থেকে প্রচুর ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব এবং এই স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য আমরা সকলেই মাঠে থাকবো।
কুত্তা লীগের কর্মীদের হাতে অবৈধ অস্ত্র দিয়ে প্রতিনিয়ত ছাত্র ভাইদের ওপর আক্রমণ চালায় আজকে বাংলাদেশ অনেক লোক মারা গিয়েছে শুধুমাত্র এই কুলাঙ্গার সন্ত্রাসীদের জন্য। আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবারো রক্তাক্ত হয়েছে, আমরা সরকারের পদত্যাগ চাই এই আন্দোলন নিয়েই মাঠে নামবো প্রত্যেকেরই উচিত এই আন্দোলনে যোগ দেওয়া।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
August 03, 2024, 01:01:21 PM
1. Wonder Work [22]

ওয়াও আলহামদুলিল্লাহ্ জুলাই মাসের অ্যাক্টিভিটি দেখে খুবই ভালো লাগলো। জুলাই মাসটা আমাদের জন্য খুবই কঠিন একটা মাস পার করলাম এখনো যদিও আমরা ভালো অবস্থানে আসতে পারি নাই খুবই খারাপ অবস্থায় আছি। জানিনা কবে যে আমাদের এই কষ্টের সময় টা পার করতে পারবো আল্লাহ্ ভালো জানে। আল্লাহ্ আমাদের এই অবস্থা থেকে খুব তাড়াতাড়ি ভালো একটা অবস্থায় নিয়ে আসুক। গত মাসে আমি খুব একটা পোস্ট করতে পারি নাই সমস্যার জন্য। এই অবস্থার ভালো হলে ইনশাআল্লাহ্ বেশি বেশি একটিভ থাকতে পারবো। আমি পোস্ট করে গত মাসের আগের মাসে ১৬টা পোস্ট করে দ্বিতীয় অবস্থানে ছিলাম কিন্তু গত জুলাই মাসে আমার পোস্ট যদিও সেরকম করা হয় নাই তবুও সবার থেকে বেশি করেছিলাম এবং ২২পোস্ট করে প্রথম অবস্থানে আসছি এটা খুবই আনন্দের বিষয়।

HelliumZ ভাই জুন মাসে ১৩ পোস্ট করে তৃতীয় অবস্থানে ছিলো। আমার পরেই সে ছিলো। আমার যেমন প্রোমশন হইছে তেমন সেও দ্বিতীয় অবস্থানে আসছে। ভাই সামনে ভালো করবেন এবং এখানে ভালো সময় দিবেন এবং আমাদের সাহায্য করবেন।

LDL ভাই জুন মাসে ১২পোস্ট করে ৪র্থ অবস্থানে ছিলো ১৬ পোস্ট করে তৃতীয় অবস্থানে আছেন। যদিও HelliumZ ভাইও ১৬ পোস্ট করেছে কিন্তু সে গত মাসে উপরে ছিলো তাই সে LDL ভাই এর উপরে আছে। LDL ভাই আপনিও সময় দিবেন সামনে আরো ভালো করবেন আশা করি।

Wonder Work, HelliumZ, LDL এই তিনজন একসাথে একস্টেপ করে উপরের দিকে আসছে বিষয় খুবই ভালো লাগছে আমার। কি সুন্দর কাকতালীয় ব্যাপার আমার খুবই ভালো লাগছে।

বাংলা থ্রেডের সকল ভাইদের জন্য শুভকামনা রইলো আপনারাও ফোরামে ভালো সময় দিবেন আমাদের নতুনদের সাহায্য করবেন ভাই। আপনাদের সাহায্য সহযোগিতার হাত আমাদের নতুনদের খুবই প্রয়োজন।

Crypto Library ভাই আপনাকে ধন্যবাদ জানাই আপনার গুরুত্বপূর্ণ পোস্টের জন্য জানতে পারি কয়টা পোস্ট করছি। সবাই সবার অ্যাকটিভিটি জানতে পারে। আবারও জন্য জানাই ভাই আপনাকে। আর ভাই সামনের দিকে যেতে আমি এক নতুন মেম্বারকে সাহায্য করবেন এবং সামনের দিকে নিয়ে যাইয়েন ভাই।
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 03, 2024, 10:08:29 AM
এ কেমন জীবন তুমি গঠনও করিলা
মরিলে লোকে বলে আলহামদুলিল্লাহ
ক্ষমতার বাহাদুরি , ক্ষমতার বাহাদুরি
আজ আছে কাল নাই
নমরুদ আর ফেরাউনের পতন হয়েছে ভাই ।।

বিষয়টি আওয়ামী লীগের মানুষ ও পুলিশলীগের মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়া জায়েয হবে কিনা সেটা নিয়ে। দেখছি বেশ কয়েকদিন ধরে ফেসবুকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে আওয়ামী ও পুলিশের মৃত্যুতে । আমি আজকে একটা হুজুরের ওয়াজ শুনে বিষয়টি নিশ্চিত হলাম যে কিছু কিছু মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়া জায়েয হবে। যদি কারো মৃত্যুতে যদি সমাজে প্রশান্তি নেমে আসে অর্থাৎ সমাজে শান্তি, মানুষের জন্য মঙ্গলজনক হবে তবে ওই মৃত ব্যক্তির জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন না পড়ে আলহামদুলিল্লাহ পড়া জায়েয হবে। আমাদের বাংলাদেশে বর্তমানে ছাত্রলীগ ও পুলিশের মৃত্যুতে শোক প্রকাশ করার মত অবস্থা নেই বরং ঐ সকল জানোয়ারের মৃত্যুতে দেশে শান্তি ফিরবে এবং মানুষ প্রশান্তি খুঁজে পায় তাই আপাতত এদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়া জায়েয হবে অন্যথায় গুনাহ হবে না।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কোন এক জালিম লোকের মৃত্যুতে দুই রাকাত শুকরিয়া সালাত আদায় করেছিলেন। হাজ্জাজ আবু ইউসুফের মৃত্যুতে মহানবী সাঃ দু'রাকাত সালাত আদায় করেছিলেন এবং বলেছিলেন উনার মৃত্যুতে প্রশান্তি নেমে এসেছে অর্থাৎ উনার জুলুম থেকে মানবজাতি মুক্ত হলো। আপনারা মিলিয়ে নি ন এইরকম হাজ্জাজ আবু ইউসুফ বাংলাদেশ আছে কিনা। ঐ সকল হাজ্জাজ আবু ইউসুফের মৃত্যুতে আমাদেরও দুই রাকাত শুকরিয়া সালাত আদায় করা উচিত এবং আলহামদুলিল্লাহ পড়া জায়েজ হবে।

বিষয়টি বেঠিক হলে দেখে নিতে পারেন: https://www.facebook.com/share/r/iKUyt2cz6bpSyRen/?mibextid=NpOjYg
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 03, 2024, 04:57:27 AM
সরকারের উপর মহলে যে অথর্ব লোকগুলো বসে আছে, এদেরকে জুতাপেতা করে দল থেকে বহিস্কার করা উচিৎ। ছাত্রদের যে ৯ দফা দাবি, সেটা মানার জন্য সরকার থেকে একবারো কারো সাথে কথা বলার প্রয়োজন মনে করে নাই এই অথর্ব জানোয়ার গুলো উল্টো তারা পুলিশকে আদেশ দিয়েছে সরাসরি গুলি করার জন্য। সরকারের এটা বুঝা উচিৎ যে, সাধারণ মানুষ এবং ছাত্রদের বিরুদ্ধে গিয়ে তারা ক্ষমতায় থাকতে পারবে না। ভিন্ন মত হলেই মানুষ কে রাজাকার ট্যাগ দেয়া, শিবির বলে ট্যাগ দেয়া, এগুলোই প্রমান করে যে এই মানুষ গুলোর মস্তিস্ক বিকৃত!

এখন আসি অন্য প্রশঙ্গে। সবারই আলাদা আলাদা ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক। সরকার দেশে উন্নয়ন করেছে সেটা অস্বীকার করা যাবে না। জিনিস পত্রের দাম যেমন বেড়েছে, তার পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে। সুতরাং এগুলো নিয়ে কোনো অভিযোগ থেকে লাভ নেই।

যারা ৯ দফা দাবি থেকে ১ দফা দাবিতে চলে আসছে, যেটা হলো সরকার পতনের দাবি, আপনার বিএনপির সময়ের কান্ড জেনে থাকবেন। যেই আপাই সরকার গঠন করুক, কোনো আপাই আসলে ধোয়া তুলশি পাতা না। খালেদা আপা আসলে যে উনি দেশ চান্দে নিয়ে যাবে, এমনটাও না। সব গুলো আসলে একই রকম। দেশে দরকার একটা ইসলামি শাসন করার মতো দল। প্রধানমন্ত্রী দরকার আন্দালিব এর মতো লোকজন! সুতরাং, সরকার পতন হলে আপনারা সুখে থাকবেন, এটা ভাবার কোনো কারণ নেই। এক জালেম যাবে, আরেক জালেম আসবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
August 02, 2024, 02:50:52 PM
িিি

জুলাই মাসের  অ্যাক্টিভিটি কথা কি বলব, প্রথমে আমি জুলাই মাসের জন্য শোক পোষণ করতে চাই। এবং আশা করি আমাদের এই ফোরামের সকলেই ভালো আছে এই ডিজাস্টার সিচুয়েশনে।  

এখন এক্টিভিটি এর কথা বললে জুলাই মাসে জুন মাসের চাইতে পোস্ট অ্যাক্টিভিটি বেশি হয়েছে। তবে মেরিট আর্নিং এর থেকে একটু পিছিয়ে গিয়েছে এই জুলাই মাসে।
বিস্তারিত ডিটেলস নিচের চারটে দেওয়া হল। এবং আগের মতন এবারও বলবো সবাইকে আরো কোয়ালিটি ফুল পোস্ট এবং অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য।
ধন্যবাদ

জুলাই মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 160টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 67টি



জুন মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 149টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 77টি





প্রথম দশজন পোস্টদাতা
1. Wonder Work [22]
2. HelliumZ [16]
3. LDL [16]
4. Bd officer [12]
5. Crypto Library [11]
6. DYING_S0UL [9]
7. Ricardo11 [9]
8. Z_MBFM [8]
9. BTC_pokaop [7]
10. Learn Bitcoin [7]

২০২৩ সালের অ্যাক্টিভিটি
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪
আগস্ট মাসের একটিভিটি ২০২৪
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৪



এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  



নতুন করে আরেকটি জিনিস এড করলাম


DT1 LOGS


আগস্ট মাসের ডিটি1 মেম্বার এর জন্য নির্বাচিত হয়েছেন-130 জন


নতুন যারা ডিটি1 হয়েছেন      
member
Activity: 84
Merit: 57
August 02, 2024, 01:52:46 PM
"আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই।" "জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।" রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্, তিনি অনেক আগেই লাশের গন্ধ পেয়েছিলেন, কিন্তু আমরা ঠান্ডায় অসুস্থ বাঙালি তখন বুঝতে পারেনি। এখন বুঝতেছে তবুও কিছু তেলবাজ বুঝেনা যে সেও তার কাছে নিরাপদ নয়, ইতিহাস তাই বলে।
ভাই আমরা কি এত সহজে এগুলা বুঝি? আমরা যখন কারো লেখা পড়ি তখন আমরা এগুলো নিয়ে এতটা চিন্তাভাবনা করি না মনে করি একজন লেখক সে তার মনের ভাব প্রকাশ করতেই পারে। তার লেখার সাথে বর্তমান সময়ের অবস্থাটা মিলে গেছে।

ছাত্র সমাজকে দমিয়ে রাখা সম্ভব না বিজয় আসবেই আসবে সামনে। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করুন আপনাদের সহযোগিতায় এখন খুবই বড় একটা অবদান থাকবে।
ছাত্র সমাজ দম্বার পাত্র না এখনো থেমে থাকবে না এদের থামিয়ে রাখা যায় না এরা হচ্ছে টগবগে নওজোয়ান এদের ভিতরে ভয় খুবই কম। তার একমাত্র আল্লাহকে ভয় করে তাছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না এরা। আপনি হয়তো দেখছেন এরা কিভাবে বুক টান টান করে দিয়ে বলে গুলি কর পারলে। এদের ভিতর কোন ভয় নেই এরা আমাদের যা শিক্ষা দিয়ে গেল ভাই যেটা বলে বোঝানো যাবে না। আমরা এদের থেকে শিক্ষা নিলাম আমরা লজ্জিত আমরা নিজেরা বুঝতে পারিনি আগে।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
August 02, 2024, 01:26:41 PM

ইনশাআল্লাহ আমাদের বিজয়ী সন্নিকটে

৭১ রাজাকারের সংখ্যা কম ছিলো, তারা হেরেছে বাঙালির যোদ্ধাদের বীরত্বের কাছে। কিন্তু ২০২৪ শে এসে ৯৮ % রাজাকারের জন্ম হয়েছে। এবার যদি হেরা যাই তাহলে সত্য মনে রাখবেন আসলেই ৯৮% মানুষ রাজাকার। এতে কোনো সন্দেহ থাকবে না। প্রমাণ করতে হবে প্রকৃত রাজকার করা। আমজনতা নাকি তারা। এই যুদ্ধে পরাজিত হলে চলবে না। আমজনতাই জিতবে ইনশাআল্লাহ। ৭১ আমজনতা যোদ্ধা ছিলো এখনও আছে থাকবে ইনশাআল্লাহ।

হে বাঙালি, আমার এই কথা গুলো লিখে রাখুন। এখনো যদি আপনার বিবেকবোধ জাগ্রত না হয়, এখনো যদি আপনার মুখ মাজলুমদের স্বপক্ষে কথা না বলে, এখনো যদি আপনার হাত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে, তাহলে মনে রাখবেন ঐ দিন আর বেশি দূরে নয়। যেদিন জালিমের জুলুমের স্বীকার আপনিও হবেন। তখন আপনার বিবেকবোধ জাগ্রত হবে, আপনার মুখ কথা বলবে, আপনার হাত প্রতিবাদ করবে কিন্তু জালিমের জুলুম থেকে আপনি রক্ষা পাবেন না। তাই এখনি সময় এক হবার এখনি সময় কথা বলার, এখনি সময় অন্যায়ের প্রতিবাদ করার।

"আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই।" "জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।" রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্, তিনি অনেক আগেই লাশের গন্ধ পেয়েছিলেন, কিন্তু আমরা ঠান্ডায় অসুস্থ বাঙালি তখন বুঝতে পারেনি। এখন বুঝতেছে তবুও কিছু তেলবাজ বুঝেনা যে সেও তার কাছে নিরাপদ নয়, ইতিহাস তাই বলে।

একটি স্বাধীন দেশে ন্যায্য অধিকার আদায়ের জন্য যদি এতো গুলো মানুষের প্রাণ দিতে হয় তাহলে বলার মতো কিছু বাকি থাকে না। স্বাধীনতা মানে শুধু মাত্র ভৌগোলিক সীমানা ছাড়া আর কিছু না।

পৃথিবীর কোনো মানুষ স্বাধীন না বরং পরাধীন একমাত্র নাস্তিক ছাড়া। আর পৃথিবীতে কোনো দ্বিতীয় কোনো বর্ডার নেই একটি রাষ্ট্র ছাড়া। যেদিন থেকে স্বাধীন ও স্বাধীনতা নামের বিশ্বাস মানুষের মনে স্থান পেয়েছে সেদিন থেকেই সমাজে অপরাধ বৃদ্ধি পেয়েছে। একটাবার নিজের বিবেক কে প্রশ্ন করে দেখুন তো, আপনি কি আসলেই স্বাধীন, আপনার ধর্ম কি আপনাকে আপনার মন খুশি মতো চলার অনুমতি দেয়? আমার জানা মতে পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যেখানে তার অনুসারীরা তার মতো করে জীবন পরিচালনা করবে। বরং প্রতিটি মানুষ তার ধর্মীয় বিশ্বাসের উপর জীবন পরিচালনা করবে। তাহলে আপনি কিভাবে স্বাধীন হলেন। তবে হ্যা আপনি যদি আপনার ধর্ম কে না মানেন তাহলে আপনি স্বাধীন। আর স্বাধীন ব্যাক্তি কখনও তার ধর্মের কথা বলার ক্ষমতা রাখে না। চোরের মায়ের বড় গলা।

ছাত্র সমাজকে দমিয়ে রাখা সম্ভব না বিজয় আসবেই আসবে সামনে। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করুন আপনাদের সহযোগিতায় এখন খুবই বড় একটা অবদান থাকবে।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
August 02, 2024, 12:59:36 PM
আমাদের দেশের কোটা আন্দোলন অনেকটাই নাকী ব্লকচেইন প্রযুক্তির মতো এমন একটা নিউজ দেখতে পেলাম যা এখানে শেয়ার করতে ইচ্ছা করলো। তাই এখানেও শেয়ার করলাম আশা করি সবাই পড়বেন।
পোস্ট না দিয়ে পারলাম না।



Facebook collection

বাংলাদেশ পুলিশ বাহিনীকে কেউ পছন্দ করেন না, আমিও তাদেরকে মনে প্রানে ঘৃণা করি। সকল পুলিশ সরকারের পা চাটা চা***চা। তারা অসহায় ছাত্র ভাইদের উপর নানান ভাবে হামলা করতেছে তাদের মনে একটু মায়া লাগা উচিত, কিন্তু কাফেরদের মনে কোন মায়া নাই। ছাত্র ভাইয়েরাও তো একজন মানুষ পুলিশ ও একজন মানুষ, অতন্ত্য মানুষ হিসেবে মায়া লাগা উচিত।

গতকাল হয়তো একটা ভিডিও দেখলাম  ফেসবুকে একজন মহিলাকে একজন পুরুষ পুলিশে লাঠি দিয়ে আঘাত করতেছে, ভিডিও টা দেখে আমার খুবই খারাপ লাগলো। আচ্ছা ওই পুলিশ ও তো কোন মায়ের সন্তান ছিলো, এই কথা ভেবে কি তার অন্তত কেপে উঠলো না। হায়, নিষ্ঠুর পুলিশ ওদেরও একদিন এর বিচার হবে হয় দুনিয়ায় না হয় আখিরাতে।

ছাত্র ভাইয়েদের জয় হবে ইনশাআল্লাহ। জানি না এই সরকারের কবে পতন হবে, যেদিন এই সরকারের পতন হবে সেদিন থেকে মনে শান্তি আসবে।  
sr. member
Activity: 546
Merit: 268
August 02, 2024, 11:35:14 AM
পোস্ট না দিয়ে পারলাম না।



Facebook collection

সরকার পুলিশের চাকরিটা কে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে যেখানে ধিক্কার দিয়ে দিয়ে পুলিশকে গালি দিচ্ছে। হায় আল্লাহ যেখানে বলা আছে সীমান্ত পহরায় যারা থাকে তারা নবীজির শ্রেষ্ঠ উম্মত। অথচ বাংলাদেশের পুলিশ, মিলিটারি, সেনাবাহিনীকে জারজ সন্তানের সাথে তুলনা করা হয়।

আজ ঢাকার আরামবাগে ছাত্রলীগের সহ-সভাপতি মারা গেছে এবং ফেসবুকে দেখলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্টের হিরিক পড়ে গেছে। তাহলে বোঝেন কতটা রসাতলে নিয়ে গেছে দেশটাকে।
আল্লাহ আমাদেরকে এই রাক্ষুসপুরী থেকে হেফাজত কর।
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। একজন কাফেরের পরিসমাপ্তি ঘটেছে।
আচ্ছা আমাদের বাংলাদেশ কমিউনিটিতে অনেক অভিজ্ঞ লোক আছেন যারা স্যাটেলাইট সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। আমি একটি বিষয় বুঝতে পারছি না স্যাটেলাইট কি বৃষ্টির পানিতে ভিজতে পারে। আমি যতটা জানি স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে দেওয়া হয় যেখানে বৃষ্টি মেঘ অথবা ধূলিকণা থাকতে পারে না। তাহলে পলক ওরফে মার্ক পলক ফেসবুকের প্রতিষ্ঠাতা কিভাবে বলল স্যাটেলাইট বৃষ্টির পানিতে ভিজে অটোমেটিকভাবে বন্ধ হয়ে গেছে ফলে মোবাইলে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে।



এই স্যাটেলাইট বিজ্ঞানী যদি বলতে পারেন বৃষ্টির পানিতে স্যাটেলাইট নষ্ট হয়ে গেছে তাহলে পৃথিবীর মানুষ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে উপাধি দিয়ে দেবে। কি পাগল ছাগল দিয়ে দেশটা চলছে রে ভাই। ভাবতাম এই শালার পুত হয়তো একটু জ্ঞানী কিন্তু এতটা জ্ঞানী আজকে আমার সেই ধারণার ভুল ভাঙলো। আমরা একটি পাগলের রাজ্যে বসবাস করছি। যাহোক এই পাগলের কথার পরিপ্রেক্ষিতে কিছু সময় স্যাটেলাইট নিয়ে ঘাটাঘাটি করলাম। এই পাগল যদি বঙ্গবন্ধু স্যাটেলাইটের কথা বলে তাহলে বলব এটি ভূপৃষ্ঠ থেকে ৩৫ হাজার কিলোমিটারের উপরে অবস্থিত সেখানে কিভাবে মেঘ থাকতে পারে।



দেখুন আপনারা: ক্লিক
Pages:
Jump to:
© 2020, Bitcointalksearch.org