Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 37. (Read 5675360 times)

LDL
hero member
Activity: 742
Merit: 671
August 02, 2024, 11:08:52 AM
পোস্ট না দিয়ে পারলাম না।



Facebook collection

সরকার পুলিশের চাকরিটা কে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে যেখানে ধিক্কার দিয়ে দিয়ে পুলিশকে গালি দিচ্ছে। হায় আল্লাহ যেখানে বলা আছে সীমান্ত পহরায় যারা থাকে তারা নবীজির শ্রেষ্ঠ উম্মত। অথচ বাংলাদেশের পুলিশ, মিলিটারি, সেনাবাহিনীকে জারজ সন্তানের সাথে তুলনা করা হয়।

আজ ঢাকার আরামবাগে ছাত্রলীগের সহ-সভাপতি মারা গেছে এবং ফেসবুকে দেখলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্টের হিরিক পড়ে গেছে। তাহলে বোঝেন কতটা রসাতলে নিয়ে গেছে দেশটাকে।
আল্লাহ আমাদেরকে এই রাক্ষুসপুরী থেকে হেফাজত কর।
full member
Activity: 532
Merit: 229
August 02, 2024, 12:44:00 AM
We now have the quote button active when a topic is locked.



ফোরামের একটা নতুন আপডেট এসেছে। আমাদের অনেক সময় কোনো সোর্স বা প্রমান দেখানোর জন্য কারো পোস্ট quote করতে হয় তখন দেখা যায় যে কিছু কিছু টপিক লক করা থাকে সেখান থেকে কোনো পোস্ট quote করা অনেক ঝামেলার বেপার হয়ে দাঁড়ায়। আমি ম্যানুয়ালি করতে গেছি এমন quote যা করতে অনেক সময় ব্যয় হইছে আবার অনেক সময় ভূল হইছে। বিশেষ করে সেই পোস্ট এর একুরেট টাইম বসাতে পাড়িনি কারন একটা পোস্ট quote করলে যে টাইম ওঠে তা একটা ইউনিক্স টাইমস্ট্যাম্প ফরম্যাট যা আমরা সহজে মেলাতে পারি না।

তাই এই নতুন আপডেটটা ফোরামের সবার জন্য অনেক হেল্পফুল হবে। এখন থেকে Lock Topic এর মধ্যেও quote বাটন পাওয়া যাবে যেখান থেকে খুব সহজে ও দ্রুত একটা লক করা টপিক থেকেও পোস্ট quote করতে পারবেন সবাই।
জিনিসটা সত্যি অনেক বেশি হেল্পফুল, এটি এখন লক টপিক থেকে quote করার কাজ গুলো অনেক টাই সহজ করে দিয়েছে, একদম ১০০/১০০ একটি আপডেট। সত্যি বলতে আমিও এই মাত্র এটি খেয়াল করলাম। এখন থেকে আমরা লক টপিক থেকেও সবকিছু ঠিকঠাক ভাবে উল্লেখ করে প্রমান বা সোর্স তুলে ধরতে পারবো তাও আবার একুরেট টাইম এর সাথে। যদিও আমি এই লক টপিক থেকে quote করার কাজ গুলো আগে কখনো করিনি, কারণ তখন আমি এই ধরণের কোনো অপসন খুঁজে পাইনি। কিন্তু এখন তো এটি একদম সহজ হয়ে গেছে। এটি আসলেই অনেক ভালো একটি আপডেট।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 01, 2024, 11:45:20 PM
আপনি যথার্থই কোট করেছেন, তারপরেও জানিয়ে রাখি আমি যে আমি অলরেডি  BPIP এক্সটেনশন মোবাইলে ব্যবহার করার পদ্ধতি নিয়ে একটি টপিক খুলেছিলাম এবং বাংলায় ট্রান্সলেশন করেছিলাম, এবং সেখানে আমি শুধু মোবাইলে ব্যবহার করার পদ্ধতি জানায়নি BPIP এক্সটেনশন এর ব্যবহার বিধি বলে দিয়েছি।
আপনি যদি লক্ষ্য করেন তাহলে BPIP এর অপশন গুলোর মধ্যে দেখতে পাবেন "Quote from locked threads:" এটাকে জাস্ট  রাখলেই লক টপিকগুলো থেকেও কোট করা যেত।


আমিও এই এক্সটেনশন টা অনেক আগে থেকেই ব্যাবহার করতেছিলাম, যে কারনে আমি আগে থেকেই লক টপিকের পোষ্টগুলো কোট করতে পারতেছিলাম, তাই আসলে এটার অভাব বোধ করিনি কখনো। তবে নতুন নতুন আপডেট যেটা সবার কাজে লাগে, সেগুলো পেলে তো ভালোই লাগে। ফোরামে এমন অনেক কিছুই আছে যেগুলো জানতে হলে আপনাকে বিভিন্ন টুলস গুলো ব্যাবহার করতে হচ্ছে। থার্ড পার্টি টুলস না ব্যাবহার করে যদি সব জানা যাইতো, তাহলে তো ভালো ছিলো। কিন্তু থেমোস বা অন্যান্য কোডারদের এতো সময় নাই যে তারা এগুলো নিয়ে কাজ করবে।

যেমন ধরেন, এক্সটেনশন ব্যাবহার করে আমরা ডিটি পজিশন দেখতে পারি, যেটা ফোরামে ইনবিল্ড থাকা অনেক জরুরী বলে আমি মনে করি। এক্সটেনশন ছাড়া আমরা আসলে জানতেই পারি না যে কে ডিটি মেম্বার, আর কে ডিটি মেম্বার না। এরকম আরো অনেক কিছু আগে যেগুলো নিয়ে কাজ করা সম্ভব।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
August 01, 2024, 03:53:11 PM
We now have the quote button active when a topic is locked.



ফোরামের একটা নতুন আপডেট এসেছে। আমাদের অনেক সময় কোনো সোর্স বা প্রমান দেখানোর জন্য কারো পোস্ট quote করতে হয় তখন দেখা যায় যে কিছু কিছু টপিক লক করা থাকে সেখান থেকে কোনো পোস্ট quote করা অনেক ঝামেলার বেপার হয়ে দাঁড়ায়। আমি ম্যানুয়ালি করতে গেছি এমন quote যা করতে অনেক সময় ব্যয় হইছে আবার অনেক সময় ভূল হইছে। বিশেষ করে সেই পোস্ট এর একুরেট টাইম বসাতে পাড়িনি কারন একটা পোস্ট quote করলে যে টাইম ওঠে তা একটা ইউনিক্স টাইমস্ট্যাম্প ফরম্যাট যা আমরা সহজে মেলাতে পারি না।

তাই এই নতুন আপডেটটা ফোরামের সবার জন্য অনেক হেল্পফুল হবে। এখন থেকে Lock Topic এর মধ্যেও quote বাটন পাওয়া যাবে যেখান থেকে খুব সহজে ও দ্রুত একটা লক করা টপিক থেকেও পোস্ট quote করতে পারবেন সবাই।
আপনি যথার্থই কোট করেছেন, তারপরেও জানিয়ে রাখি আমি যে আমি অলরেডি  BPIP এক্সটেনশন মোবাইলে ব্যবহার করার পদ্ধতি নিয়ে একটি টপিক খুলেছিলাম এবং বাংলায় ট্রান্সলেশন করেছিলাম, এবং সেখানে আমি শুধু মোবাইলে ব্যবহার করার পদ্ধতি জানায়নি BPIP এক্সটেনশন এর ব্যবহার বিধি বলে দিয়েছি।
আপনি যদি লক্ষ্য করেন তাহলে BPIP এর অপশন গুলোর মধ্যে দেখতে পাবেন "Quote from locked threads:" এটাকে জাস্ট  রাখলেই লক টপিকগুলো থেকেও কোট করা যেত।



তাছাড়া আমি আপনাকে আরো ভালোভাবে জানাই এই অপশনটি আজকে না যদিও অনেকে মনে করতেছে BitcoinGirl.Club আপডেট এর সাথে সাথেই  এই ফিচারস টি এড করা হয়েছে কিন্তু বলে দেই theymos এটি ১০ জুন এ এড করেছিল-

Nice! It's a pretty self-contained patch, so I was able to add it fairly easily. I left a warning on the post page, though, since I don't think it was otherwise obvious enough what was going on.
sr. member
Activity: 616
Merit: 322
August 01, 2024, 12:08:01 PM
We now have the quote button active when a topic is locked.



ফোরামের একটা নতুন আপডেট এসেছে। আমাদের অনেক সময় কোনো সোর্স বা প্রমান দেখানোর জন্য কারো পোস্ট quote করতে হয় তখন দেখা যায় যে কিছু কিছু টপিক লক করা থাকে সেখান থেকে কোনো পোস্ট quote করা অনেক ঝামেলার বেপার হয়ে দাঁড়ায়। আমি ম্যানুয়ালি করতে গেছি এমন quote যা করতে অনেক সময় ব্যয় হইছে আবার অনেক সময় ভূল হইছে। বিশেষ করে সেই পোস্ট এর একুরেট টাইম বসাতে পাড়িনি কারন একটা পোস্ট quote করলে যে টাইম ওঠে তা একটা ইউনিক্স টাইমস্ট্যাম্প ফরম্যাট যা আমরা সহজে মেলাতে পারি না।

তাই এই নতুন আপডেটটা ফোরামের সবার জন্য অনেক হেল্পফুল হবে। এখন থেকে Lock Topic এর মধ্যেও quote বাটন পাওয়া যাবে যেখান থেকে খুব সহজে ও দ্রুত একটা লক করা টপিক থেকেও পোস্ট quote করতে পারবেন সবাই।
full member
Activity: 490
Merit: 119
August 01, 2024, 01:13:19 AM

যে জাতি মেধার মূল্য দিতে জানে না সে জাতি কখনোই উন্নতির শিখরে করে পৌঁছাতে পারেনা!  Cry

গর্জে ওঠো আরেকবার বাংলার সকল ছাত্র সমাজ, আমাদের এই ৯ দফা দাবি সফল করতেই হবে, কোটা সংস্কার আন্দোলন করলে চলবে না এখন সারা দেশটাই সংস্কার করতে হবে।

আজকে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, গুম, গণগ্রেফতার, মিথ্যা ও হয়রানি মামলা দায়ের এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের “March For Justice” সফল করতে হবে এবং এই দেশ থেকে হাসিনা হঠাতে হবে।

ছাত্ররা মাঠ ছাড়েনি বরং তারা আরো বহুগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে অবশ্যই আমাদের বাংলার সকল পেশার মানুষকে এখন আমাদের ছাত্র সমাজের পাশে দাঁড়ানো উচিত তবেই আমরা এই দেশটি পূর্ণরায় স্বাধীন করতে পারব।





ওরা কি গোটা বাংলাদেশের শিক্ষিত মানুষদের মুখ বন্ধ করে দিতে চায় মুখ সেলাই করে দিয়ে। যতই মুখ সেলাই করুক আর গণহত্যা করুক তারুণ্যের জয় হবেই।

এটা সত্য যে, যে জাতি মেধার মূল্য দিতে জানে না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না। আসলেই সারা বাংলাদেশটারই সংস্কার প্রয়োজন। আর সংস্কার যারা করবে সে মেধাবী স্টুডেন্টদের তো সরকার ধ্বংস করে দিচ্ছে। ইনশাআল্লাহ, ছাত্রছাত্রীদের এই রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেবে না, গোটা বাংলাদেশ!

দিন বদলাবে, অবশ্যই বদলাবে! বাঙ্গালীদের জীবনে এক নতুন সূর্য উঠেবেই।

ক্ষমতা ক্ষণস্থায়ী জিনিস, ক্ষমতার শেষ হবেই। আর ক্ষমতা হাতে পেয়ে যারা স্বৈরাচারী হয়ে যায়, তাদের ধ্বংস অনিবার্য। “March For Justice বা জুলাই গণহত্যা” যে নামেই ডাকি না কেন? ১৯৫২ সালের ভাষা আন্দোলনের থেকেও এটা কঠিন যুদ্ধ। সেটাই আজ প্রমাণিত হলো, "স্বাধীনতা অর্জনের চেয়ে, স্বাধীনতা রক্ষা করাই কঠিন!" ছোটবেলায় আমরা ভাব সম্প্রসারণ পড়েছিলাম আর আজ ফলাফল দেখলাম।

তারুণ্যের জয় হোক! তরুণদের রক্ত বৃথা যাবে না। গোটা আমজনতা তোমাদের সাথে আছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 01, 2024, 12:58:20 AM
বিটকয়েন আবারো নড়াচড়া করা শুরু করে দিছে  Roll Eyes
ব্যাস্ততার কারনে মার্কেটে তেমন ঘাটাঘাটি করা হয় না। আর কোনো নিউজ মার্কেটে হিট করলো কিনা, সেসব ও দেখা হয় না। যেহেতু নতুন কোনো স্পট পজিশন ওপেন করার প্ল্যান নাই, তাই তেমন একটা গুরুত্ব দিচ্ছি না। তবে এই যে এক দুই সপ্তাহ পর পর একটা দুইটা করে নিউজ আসে মার্কেটে আর বিটকয়েন নিচের দিকে আসতে থাকে, এটা দেখে আমার মনে হচ্ছে আমরাই শুধু বোকা হচ্ছি, যাদের মার্কেট থেকে বের হয়ে যাওয়ার, তারা আস্তে আস্তে বের হয়ে গিয়ে ফিয়্যাট নিয়ে বসে আছে কবে আবার নতুন পজিশন নিবে সেই আশায়। যখনই মার্কেট একটু ভালো হচ্ছে, ধুম করে এখান থেকে ওখান থেকে একটা নিউজ এসে মার্কেট টালমাতাল করে দেয়। রিসেন্ট নিউজ হলো, ইউএস গর্ভমেন্ট বর্তমানে ৬৯০০০ বিটকয়েন হোল্ড করতেছে যেটা সিল্ক রোড ফাউন্ডার Ross Ulbrich এবং সিল্ক রোড এর কাছ থেকে 50,676 বিটকয়েন যেটা Zhong এর কাছে ছিলো। সম্প্রতি তারা 29799.98911436 BTC এর একটা ট্রানজেকশন করেছে যেটা তারা বাজেয়াপ্ত বলে ঘোষনা করেছে। এটা কি এমন নিউজ যে এটার কারনে মার্কেট ডাম্প হতে হবে?  Huh
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
July 31, 2024, 07:42:19 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#15)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-custom-exch-cryptosteel-capsule-15-5504644
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
July 31, 2024, 04:26:11 AM


যে জাতি মেধার মূল্য দিতে জানে না সে জাতি কখনোই উন্নতির শিখরে করে পৌঁছাতে পারেনা!  Cry

গর্জে ওঠো আরেকবার বাংলার সকল ছাত্র সমাজ, আমাদের এই ৯ দফা দাবি সফল করতেই হবে, কোটা সংস্কার আন্দোলন করলে চলবে না এখন সারা দেশটাই সংস্কার করতে হবে। কেননা দেশে চোর ছেচরা স্বৈরাচার, গণতন্ত্র হত্যাকারী, নির্লজ্জ বেহায়া দিয়ে ভরে গেছে সবকিছুর সংস্কার করতে হবে আমাদের এই ছাত্র আন্দোলনের দিয়েই। আমরা দেখেছি আমাদের দেশে রক্তাক্ত জুলাই যেখানে আমার ভাইদের গণহত্যা চালিয়ে মারা হয়েছে এখনো রক্তের দাগ শুকায়নি প্রতিটি রাস্তায় রক্তে লাল রঞ্জিত হয়ে আছে। আমার এই স্বাধীন দেশের গণতন্ত্রকে হত্যা করে যেই সরকার বর্তমানে আমাদের ওপর বিভিন্নভাবে জুলুম করতেছে অত্যাচার করতেছে আমরা এর অবশ্যই পতন চাই ইনশাআল্লাহ পতন হবে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আমাদের প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে যার কারণে বিভিন্ন ব্যাংকে বর্তমানে হাহাকার লেগে গিয়েছে, তাছাড়া আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কায় ও এমন অবস্থা করেছিল ওই দেশের সরকার কিন্তু তারা টিকতে পারেনি। যদি তিন মাস রেমিট্যান্স যোদ্ধারা আমাদের দেশে রেমিটেন্স বন্ধ করে রাখে তাহলে আমাদের দেশের এই স্বৈরাচারী সরকার এর পতন অবশ্যই হবে এবং আমরা আমাদের এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশকে আবারো নতুন করে স্বাধীন করতে পারব ইনশাল্লাহ।
যেখানে আমরা দেখেছি কয়েকদিন আগে সারা বাংলাদেশের অবস্থান এতটাই ভয়াবহ হয়েছিল যেখানে পুলিশ বিজিবি Rap, সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করেছিল শুধুমাত্র এই ছাত্র আন্দোলনকে ঠেকানোর জন্য এবং গণহত্যা চালিয়েছে তারা এটা আমরা সকলেই জানি শুধুমাত্র এই দেশের এই মিথ্যাবাদী সরকারের কথামতো চলে সবাই।
তাছাড়া আমরা প্রতিনিয়ত যে সংবাদ গুলো দেখতে পাচ্ছি লোকেরা বাজার করতে পারছে না তাদেরকে পুলিশ ধরে নিয়ে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতে একটি দেশের জনগণ সবসময় ভয়ের মুখে রয়েছে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না যেভাবে আমাদের বাংলার মেধাবী, শিক্ষার্থী ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে এর প্রতিবাদ অবশ্যই আমরা এই বাংলার মাটিতে করব এবং এর বিচার এই বাংলার মাটিতেই হবে।
আজকে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, গুম, গণগ্রেফতার, মিথ্যা ও হয়রানি মামলা দায়ের এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের “March For Justice” সফল করতে হবে এবং এই দেশ থেকে হাসিনা হঠাতে হবে।
ছাত্ররা মাঠ ছাড়েনি বরং তারা আরো বহুগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে অবশ্যই আমাদের বাংলার সকল পেশার মানুষকে এখন আমাদের ছাত্র সমাজের পাশে দাঁড়ানো উচিত তবেই আমরা এই দেশটি পূর্ণরায় স্বাধীন করতে পারব।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 30, 2024, 11:44:50 PM
আপনার প্রতি একটাই সাজেশন থাকবে মঙ্গল গ্রহ থেকে শিফট হয়ে চাঁদে বসবাস করেন। আই মিন যায়গা  চেঞ্জ ছাড়া আপনার কোন সাজেশন নাই।  Tongue আরো একটা ভালো বুদ্ধি দেই চাইলে আপনি আপনার ইন্টারনেট প্রোভাইডার কে একটা আইপিএস গিফট করতে পারেন। আমার মনে হয় এটাই বেস্ট হবে নিজের জায়গা চেঞ্জ করা লাগবে না। Cool
আমি নিজেও এই সমস্যার ভুক্ত ভুগি সিলাম ২/৩ বসর আগে তখন আমার এলাকার  চোর বাটপার দের নেট চালাইতাম, এই ধরনের সমস্যা ছিল আর তাদের একটা কথা ছিল ভাই দিব লাইন করতেছি, এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে।
তাই তাদের ইন্টারনেট লাইন কেটে দিয়ে বর্তমানে আমি দেশের টপ লেভেলের একটা বিডি কম এর সাব কোম্পানি মেবি smile এর নেট চালাচ্ছে বলতে গেলে এরা খুব ভালো সার্ভিস  দিয়ে আসছে আমাকে। ডাউন টাইম খুবই কম।

আমাদের এলাকায় যারা ম্যাক রিসেলার, তাদের আসলে নিজেদের ইনভেষ্টমেন্ট বলতে তেমন কিছুই নাই। ওনারা স্প্লাইসার মেশিন ও ভাড়া নিয়ে ফাইবার জোড়া দেয়। আমার মনে হয় ওনাদের ইনিশিয়াল ইনভেষ্টমেন্ট যেটা ছিলো শুধু OLT কিনে, আর ফাইবার এনে লাইন চালু করা অব্দি শেষ। সার্ভিস লাইনের জন্য এক পয়সাও খরচ করে নাই। প্রতিটা গ্রাহকের কাছ থেকে দূরত্ব ভেদাভেদে ৬ হাজার থেকে ১৫ হাজার টাকা নিয়ে সংযোগ দেয়। অথচ ওনারা যেই রেটে ফাইবার কিনে, ১০ হাজার টাকা দিয়ে ১ কিলোমিটার ফাইবার ক্যাবল কিনতে পারে। ওনারা প্রতিটা কানেকশন থেকে ৪-৫ হাজার টাকা প্রফিট করে। কারন হলো নেট নিতে হলে ওনার কাছ থেকেই নিতে হবে। এলাকায় আর কেউ কানেকশন দেয় না। আমার এলাকায় আমি শুরু করবো বলে ভাবছিলাম। দেখা যাক কি করা যায়।
LDL
hero member
Activity: 742
Merit: 671
July 30, 2024, 06:43:54 PM
ভাই, বর্তমানে বাংলাদেশের প্রতিটি মানুষই চায় যে এই সরকার পতন হোক, (শুধু মুক্তিযোদ্ধার নাতিরা বাদে). এই সরকারের বিরুদ্ধে এখন প্রতিটি মানুষ ক্ষিপ্ত হয়ে আছে, দেখেন এখন এই সরকার পালিয়ে না গেলে হয়. হাসিনারে যদি কোনো ভাবে রাস্তায় পাইতো, ওরে সবাই মিলা পাড়াইয়া মারতো। এখন সবাই দোয়া করছে যে হাসিনা যাতে ধ্বংস হয়, আমাদের এক ভাই তো মক্কা থেকে দোয়া করছে, কইছে যে, ( হে আল্লাহ হাসিনারে ধ্বংস করো ) ভিডিওটা দেইখা আসেন: https://youtube.com/shorts/mNHyc92P4IE?si=6uawVG-ABpTbyXj5

আলহামদুলিল্লাহ, ভাইটির দোয়া যাতে কবুল হয়. যত তাড়াতাড়ি সম্ভব ও যেন ধ্বংস হয়. আমিন। এই বর্তমান সরকার কে যত তাড়াতাড়ি ক্ষমতা থেকে নামানো যায় ততই এই দেশের সাধারণ মানুষের জন্য মঙ্গোল।
আমরা যত বেশি হাসিনার জন্য বদদোয়া করবো ততবেশি হাসিনার হায়াত বৃদ্ধি পাবে। দেখেন বাংলাদেশের ২০ কোটি জনগণ হাসিনার জন্য সর্বদা বদদোয়া করছি কিন্তু হাসিনার উপর কোন বদদোয়া কাজে আসছে না। তবে একটা বিষয় আমি হাদিস থেকে পেয়েছি জালিম বাদশার প্রজাদের বদদোয়া কাজে আসে না। জালিম বাদশার প্রজাদের মধ্যে সর্বদা হতাশা বিরাজ করবে এবং এভাবে চলতে চলতে কোন এক সময় জালিম বাদশার পতন করবেন আমার মহান আল্লাহ। আমরা সবাই সেই দিনটির জন্য অপেক্ষা করছি এবং একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা রাখছি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 30, 2024, 03:09:00 PM
ভাই, ওনাকে নাহয় এই সাজেশন দিলেন, আমাকে কি সাজেশন দিবেন?
আমার যে আই এস পি, এনারা আসলে আই এস পি না, এনারা মূলত ম্যাক রিসেলার। শুধু একটা মাইক্রোটিক দিয়ে লিংক আপ করে রাখছে। ইন্টারনেট সংযোগ নেয়ার জন্য ৮০০০ টাকা নিছে, এবং লাইন দিছে ফাইবার দিয়েই। কিন্তু সমস্যা হলো আমার আই এস পির আইপিএস নাই। ওনারে বললে উনি বলে কয়জনে আইপিএস চালায়, কারেন্ট গেলে সবার রাউটার বন্ধ থাকে, দুই একজনের রাউটার চালু থাকে, দুই চারজন ইউজারের জন্য আইপিএস কিনে লাভ কি? এই হলো ওনার ভাষ্য! এখন সমস্যা হলো আমার এলাকায় আর কোনো ইন্টারনেট কানেকশন নাই। যার কারনে, খারাপ হলেও এটা, ভালো হলেও এই একই লাইন ব্যাবহার করতে হবে। যদিও মাঝে মাঝে আমারো ম্যাক রিসেলার নিতে মন চায়। কিন্তু যখন দেখি ১০ লাখের নিচে ইনভেস্টমেন্ট হলে হচ্ছে না, তখনই মাথা খারাপ হয়ে যায়।
আপনার প্রতি একটাই সাজেশন থাকবে মঙ্গল গ্রহ থেকে শিফট হয়ে চাঁদে বসবাস করেন। আই মিন যায়গা  চেঞ্জ ছাড়া আপনার কোন সাজেশন নাই।  Tongue আরো একটা ভালো বুদ্ধি দেই চাইলে আপনি আপনার ইন্টারনেট প্রোভাইডার কে একটা আইপিএস গিফট করতে পারেন। আমার মনে হয় এটাই বেস্ট হবে নিজের জায়গা চেঞ্জ করা লাগবে না। Cool
আমি নিজেও এই সমস্যার ভুক্ত ভুগি সিলাম ২/৩ বসর আগে তখন আমার এলাকার  চোর বাটপার দের নেট চালাইতাম, এই ধরনের সমস্যা ছিল আর তাদের একটা কথা ছিল ভাই দিব লাইন করতেছি, এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে।
তাই তাদের ইন্টারনেট লাইন কেটে দিয়ে বর্তমানে আমি দেশের টপ লেভেলের একটা বিডি কম এর সাব কোম্পানি মেবি smile এর নেট চালাচ্ছে বলতে গেলে এরা খুব ভালো সার্ভিস  দিয়ে আসছে আমাকে। ডাউন টাইম খুবই কম।
full member
Activity: 532
Merit: 229
July 30, 2024, 11:51:26 AM
ভাই, বর্তমানে বাংলাদেশের প্রতিটি মানুষই চায় যে এই সরকার পতন হোক, (শুধু মুক্তিযোদ্ধার নাতিরা বাদে). এই সরকারের বিরুদ্ধে এখন প্রতিটি মানুষ ক্ষিপ্ত হয়ে আছে, দেখেন এখন এই সরকার পালিয়ে না গেলে হয়. হাসিনারে যদি কোনো ভাবে রাস্তায় পাইতো, ওরে সবাই মিলা পাড়াইয়া মারতো। এখন সবাই দোয়া করছে যে হাসিনা যাতে ধ্বংস হয়, আমাদের এক ভাই তো মক্কা থেকে দোয়া করছে, কইছে যে, ( হে আল্লাহ হাসিনারে ধ্বংস করো ) ভিডিওটা দেইখা আসেন: https://youtube.com/shorts/mNHyc92P4IE?si=6uawVG-ABpTbyXj5

আলহামদুলিল্লাহ, ভাইটির দোয়া যাতে কবুল হয়. যত তাড়াতাড়ি সম্ভব ও যেন ধ্বংস হয়. আমিন। এই বর্তমান সরকার কে যত তাড়াতাড়ি ক্ষমতা থেকে নামানো যায় ততই এই দেশের সাধারণ মানুষের জন্য মঙ্গোল।
sr. member
Activity: 546
Merit: 268
July 30, 2024, 08:06:53 AM
রক্তের রং লাল। শহীদদের প্রতি ফোঁটা রক্তের বিচার না নিয়ে রাজপথ ছারবো না।✊
সরকার ঘোষিত নাটকীয় শোক সারাদেশ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।✊
তোমরা বীর রাজপথের লড়াকু সৈনিক (এই সরকারের রুক্ষী বাহিনীর কথা বলছি না) , তোমাদের প্রতি ফোঁটা রক্তের হিসেব ইনশাআল্লাহ এই বাংলার মাটিতেই হবে। আগে দেশের সৈনিকদের প্রতি সন্মান ছিল বর্তমানে এই সরকারের রুক্ষী বাহিনীর প্রতি এতোটাই ঘৃণা যে কোথাও যদি আওয়ামী অমানুষের কোতলের সংবাদ শোনা যায় মুখ থেকেই অটোমেটিক আলহামদুলিল্লাহ বের হচ্ছে। ইয়াহুদি মারা গেলেও দুঃখ প্রকাশ করতে হবে অথচ আওয়ামী অমানুষ জানোয়ারদের মরনেও মুখ থেকে আলহামদুলিল্লাহ ছাড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বের হয় না। তাহলে বোঝেন কতটা জানোয়ার হলে মানুষ এই রকম পরিস্থিতির মুখোমুখি হতে পারে। শেখ মজিবের জানায়ায় ১৮ জন অংশগ্রহণ করেছিল এবং সবাই মিষ্টি বিতরণ করেছিল সেটা ইতিহাস বলে। আমার মনে হয় এই ফ্যাসিস্ট সরকারের পতন হলে সারাবাংলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধ্বনিতে প্রকম্পিত হবে এবং প্রতি ঘরে ঘরে গরু ছাগল/পাঁঠা জবাই হবে।
newbie
Activity: 12
Merit: 0
July 30, 2024, 05:28:00 AM
রক্তের রং লাল। শহীদদের প্রতি ফোঁটা রক্তের বিচার না নিয়ে রাজপথ ছারবো না।✊
সরকার ঘোষিত নাটকীয় শোক সারাদেশ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।✊
sr. member
Activity: 798
Merit: 377
July 30, 2024, 02:01:24 AM
রাজধানীতে সাবেক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কামাল আহমেদ (৩৮) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
Source link: https://www.somoynews.tv/news/2024-07-29/J0sPuUV3



আলহামদুলিল্লাহ, এই সাবেক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করার জন্য আমি অনেক খুশি হয়েছি, কারণ তারা যে বর্তমানে দেশে এতটাই খারাপ হয়ে গেছে যা বাসায় প্রকাশ করা যায় না। আইন এবং প্রশাসনের আড়ালে থেকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকেরা আমাদের সাধারণ ছাত্র ভাই ও বোনদের বুকের উপর গুলি চালায়। তাই তাকে কুপিয়ে হত্যা করার জন্য আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, এভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং নেতাদের ধ্বংস হোক এটাই চাই দেশটা মগের মুল্লুক হয়ে গেছে। তারা ক্ষমতা পেয়ে ভুলে গেছে এবং দেশের জনগণের রক্ত নিয়ে তারা খেলা করতে ভালোবাসে ধ্বংস হোক এই আওয়ামী লীগ জাতির। শুধুমাত্র ঢাকা শহরে যে সমস্ত লোকালয়ে খুন হচ্ছে এটি একমাত্র মিডিয়ার চোখের সামনে চলে আসে।

কিন্তু রাতের অন্ধকারে ঘরের দরজায় এসে পুলিশ এবং ছাত্রলীগ বাহিনী টোকা দেয়, ঘরের ভিতরে ছাত্র আছে কিনা এটা জিজ্ঞাসা করে। যেমনটি হয়েছিল ১৯৭১ সালে পাকহানাদার বাহিনীরা বাঙ্গালীদের ঘরের দরজায় এসে টোকা দিতে এই ঘরে মুক্তি বাহিনী আছে কিনা। সেম ঘটনা ২০২৪ সালে ঘটে যাচ্ছে, ঘরের দরজায় এসে টোকা দেয় এবং বলে এ ঘরে ছাত্র ছাত্রী আশ্রয় নিয়েছে কিনা। তাহলে আপনি বলেন দেশটা কতটা মগের মুল্লুক হয়ে গেছে জনগণ দেশে বসবাস করতে পারবে না শুধুই থাকতে পারবে আওয়ামী লীগ কুত্তালীগ বাহিনী।
sr. member
Activity: 616
Merit: 322
July 29, 2024, 10:00:27 AM
sr. member
Activity: 546
Merit: 268
July 29, 2024, 09:11:56 AM
মনে হচ্ছে আন্দোলন সামনে আরও তীব্রতর হবে। ৬ জন সমন্বয় কারকে ধরে নিয়ে মিথ্যা বিবৃতি আদায় করে সরকার কি প্রমাণ করতে চায়। ক্যামেরার আড়ালে বন্দুক ঠেকিয়ে আন্দোলন তুলে নেওয়ার মিথ্যা বিবৃতি সরকার ডালাওভাবে প্রচার করছে। ভিপি নুরকে ধরে নিয়ে অমানবিক নির্যাতন করে প্রমাণ করেছে সরকার একটি আবু জেহেলের বংশধর। ভিপি নূর কে রিমান্ডে নিয়ে নির্বাচনে না আসার কারণ জানতে চাওয়া এইটা কোন কথা হলো। আগে ভাবতাম আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে খুব গর্ববোধ করতাম কিন্তু বর্তমানে আমি বাংলাদেশী এই পরিচয়টা আমার কাছেই নিতান্ত লজ্জা জনক। যদিও বাংলাদেশের কোন দোষ নেই কেননা বাংলাদেশ তো একটা জড় বস্তুর মত কিন্তু এই জড় বস্তুর পরিচালনাকারী যারা রয়েছে তাদের জন্যই আমাদের বাংলাদেশের আজ এই করুণ পরিণতি। আজকে আমার এলাকায় কয়েকজন নিরপরাধ শুধুমাত্র জামাত ও বিএনপির সমর্থক হওয়া আজকে পুলিশে তাদের বাড়ি পর্যন্ত এসেছে। বুঝলাম না বিষয়টা তাদের বয়স সর্বসাকুল্যে ২৭-২৮ হবে কিন্তু আমাদের এলাকায় তারা মোটামুটি ভদ্রলোক এবং শুধুমাত্র শান্তিপূর্ণ আন্দোলন অংশগ্রহণ করেছিল। তারা নাকি বাসে আগুন দিয়েছে, মানুষের উপর হামলা করেছে, এমনকি দোকানে নাকি হামলা করে স্বর্ণ পর্যন্ত চুরি করেছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমাদের এলাকায় কয়েকজন আওয়ামী অমানুষের মিথ্যা মামলার কারণে আজ এই যুবক ভাইদের ভয়ে ভয়ে কাটাতে হচ্ছে। জানিনা আমাদের এই এলাকার বড় ভাইরা কবে একটু শান্তি পাবে। পোস্টটা লিখলাম শুধুমাত্র আমাদের এলাকার বড় ভাইদের পালিয়ে থাকা বিষয়টি মনে আসার কারণে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 28, 2024, 09:59:32 PM
আপনার বাসায় যদি আইপিএস থাকে অথবা ব্যাটারি থাকে যেটা আপনার রাউটারকে ব্যাকআপ দিতে পারে তাহলে বলব আপনার ইন্টারনেট প্রোভাইডার এর কাছে গিয়ে বলবেন onu ডিভাইস সেট করে দিতে চাইলে আপনিও কিনে দিতে পারেন এটি তবে এটি নিতে আপনাকে অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে হবে ক্যাট সিক্স তারের পরিবর্তে।
তাহলে আপনি ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে কারেন্ট চলে গেলে আইপিএস বা ব্যাটারি এর মাধ্যমে অন্য এবং রাউটারে পাওয়ার মাধ্যমে প্রোভাইড করে ২৪/৭ আওয়ার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

ভাই, ওনাকে নাহয় এই সাজেশন দিলেন, আমাকে কি সাজেশন দিবেন?
আমার যে আই এস পি, এনারা আসলে আই এস পি না, এনারা মূলত ম্যাক রিসেলার। শুধু একটা মাইক্রোটিক দিয়ে লিংক আপ করে রাখছে। ইন্টারনেট সংযোগ নেয়ার জন্য ৮০০০ টাকা নিছে, এবং লাইন দিছে ফাইবার দিয়েই। কিন্তু সমস্যা হলো আমার আই এস পির আইপিএস নাই। ওনারে বললে উনি বলে কয়জনে আইপিএস চালায়, কারেন্ট গেলে সবার রাউটার বন্ধ থাকে, দুই একজনের রাউটার চালু থাকে, দুই চারজন ইউজারের জন্য আইপিএস কিনে লাভ কি? এই হলো ওনার ভাষ্য! এখন সমস্যা হলো আমার এলাকায় আর কোনো ইন্টারনেট কানেকশন নাই। যার কারনে, খারাপ হলেও এটা, ভালো হলেও এই একই লাইন ব্যাবহার করতে হবে। যদিও মাঝে মাঝে আমারো ম্যাক রিসেলার নিতে মন চায়। কিন্তু যখন দেখি ১০ লাখের নিচে ইনভেস্টমেন্ট হলে হচ্ছে না, তখনই মাথা খারাপ হয়ে যায়।
sr. member
Activity: 546
Merit: 268
July 28, 2024, 04:57:52 PM
আর আপনাদের সবার কি অবস্থা টেলিগ্রামও কি বন্ধ করে দিল নাকি?
এতদিন তো টেলিগ্রাম চলতেছিল আজকে টেলিগ্রামে ব্যবহার করতে পারছি না ব্যবহার করার জন্য ভিপিএন ইউজ করতে হচ্ছে।
আরে ভাইয়া ভিপিএন!
টেলিগ্রাম শুধু কানেক্টিং লেখা থাকে। আমার মনে হয় সরকার আমাদের সাথে প্রতিশোধের নেশায় তামাশা করছে। প্রথমে নেট বন্ধ করে দিল তারপর নেট দিল কিন্তু এই রকম গতি দেওয়ার কি প্রয়োজন ছিল। শুধুমাত্র বিটকয়েন ফোরামে কাজ করা যায় তাছাড়া টেলিগ্রামে মেসেজ আসে ঠিকই কিন্তু কাজ করা যায় না। Pixelverse একটা Airdrop করেছিলাম কিন্তু নেট অফ থাকায় আপডেট সম্পর্কে জানতে পারিনি ফলে আমার একাউন্ট চেক করে দেখে শূন্য দিয়ে রেখেছে। তাহলে বুঝলাম মাঝে মাঝে ইন্টারনেট থাকবে না তখন Airdrop গুলোর ব্যালেন্স চেক করে মাঝে মধ্যে শূন্য দেখতে পারবো। এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আর ওই সমস্ত ট্যাপ ট্যাপ করবো না। করে কি লাভ শেখ হাসিনা নেট দেবে না ফলে আপডেট সম্পর্কে জানতে পারবো না আপডেট না জানলে শূন্য তো পাবই। এই শেখের বেটি ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এটা শেখ ও শেখের বেটির স্বপ্ন। আমরা শেখের বেটির স্বপ্ন দেখা বন্ধ করতে চাচ্ছি কেন? এইজন্যই তো ইন্টারনেট অফ করে রেখেছিল, হাইলাইটস আপডেট ওবায়দুল কাদের ওরফে ব্যাটারি কাদের কালকে দেখলাম বকবক করতেছে যে আর্মিরা আমাদের ছাত্রদের উপর একটি গুলিও ছোড়েনি। আল্লাহতালা মিথ্যাবাদীর শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকে শালার বিধবা কাদের।
Pages:
Jump to: