Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 37. (Read 5280228 times)

member
Activity: 108
Merit: 46
July 02, 2024, 03:36:02 PM
ভাই আমি সম্পর্কে অবগত আছি। এবং আমি এটা নিয়েও পরেছি এবং বুঝতে পেরেছি কিন্তু এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো পোস্ট করার সাথে সাথে একটিভিটিত বাড়ে না কেনো? আপনারা যেমন একটু আাগে পোস্ট করলেন আর আপনদের একটিভিটি বাড়ছে কিন্তু আমার টায় বাড়ে নাা কেনো?
ভাই ডাবল পোস্ট করার দরকার নেই একটি পোস্ট ডিলিট করে দেন। আর কোট টা আবার একটু ঠিক করেন।

এখন আসি আপনার অবগত হওয়ার কথায়, আপনি যদি আসলে অবগত হয়ে থাকেন তাহলে আমার মনে হয় না আপনি আবার এই কোশ্চেনটা করতেন যে  আমার অ্যাক্টিভিটি বাড়ছে কেন আর আপনারটি বাড়ছে না কেন।
আমি বহুত আগে রেজিস্টার করেছিলাম ফোরামে আর আপনাকে দেখছি মে মাসের ২০ তারিখে রেজিস্টার হয়েছেন।
আপনার টোটাল ৪৪ দিন হয়েছে এখন টেবিলটি খেয়াল করে দেখুন ৪৪ দিনে আপনার কয়টা অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল দেখতেই পাচ্ছেন টেবিলটির তিন নম্বর সাড়িতে ৩*১৪=৪২ টি
আপনি যেহেতু ৪৪ নম্বর দিনে রয়েছেন তাই আপনার অ্যাক্টিভিটি আরো ১৪ টি যোগ হয়েছে আর দেখতেই পাচ্ছেন আপনার টোটাল এক্টিভিটি ৫৬ টি
আপনি যখন ৫৬ নম্বর দিনটি ক্রস করবেন এবং আপনার অ্যাক্টিভিটি অটোমেটিক্যালি আরো ১৪ টি বেড়ে ৭০ টি হয়ে যাবে। মানে এই জুলাই মাসের ১৫ তারিখে আপনার একটিভিটি আরো চৌদ্দটি বাড়বে।
আশা করি এখন বিষয়টি আপনার নিকট ক্লিয়ার হয়েছে। না হলে আবার জিজ্ঞাসা করবেন হয়তো এখানে আমার থেকে আরো সিনিয়র ভাইয়েরা রয়েছে তারা ভালোভাবে জবাব দিতে পারবেআর আমিও চেষ্টা করব।
 
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
July 02, 2024, 03:23:30 PM
যদিও আমি আপনার পুরাতন একাউন্ট এবং নতুন একাউন্টের কথাটি বুঝলাম না। তার পরেও এখানে একটা গণিতের খেল রয়েছে। পোস্ট এর লিমিট এর উপরে। আমি একটু ঘাটাঘাটি করে যেটি পেলাম থেমাস এর এই সূত্রটি একটু ভাল করে দেখে নিন হয়তো বুঝে যাবেন-

~~~~~
[\quote]
ভাই আমি সম্পর্কে অবগত আছি। এবং আমি এটা নিয়েও পরেছি এবং বুঝতে পেরেছি কিন্তু এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো পোস্ট করার সাথে সাথে একটিভিটিত বাড়ে না কেনো? আপনারা যেমন একটু আাগে পোস্ট করলেন আর আপনদের একটিভিটি বাড়ছে কিন্তু আমার টায় বাড়ে নাা কেনো?
member
Activity: 108
Merit: 46
July 02, 2024, 03:06:06 PM
আমার একটা জিনিস মাথায় ডুকছে না নতুন একাউন্টের পোস্ট এবং পুরাতন একাউন্ট এর পোষ্টের একটিভিটি সেম ভাবে বাড়ে না কেন?  পুরাতন একাউন্ট দিয়ে পোস্ট করলে দেখা যায় সাথে সাথেই এক্টিভিটি বেড়ে যায় কিছুক্ষণের মধ্যে। কিন্তু আমারটা বাড়ে না এজন্য একটা পোস্ট দেখেছিলাম যে 14 দিন পরে পরে এটা আপডেট হয় কিন্তু এমনটা হওয়ার কারণ কি নতুন অ্যাকাউন্টের এক্টিভিটি কম বারে কিন্তু পুরাতন একাউন্ট গুলো দেখা যায় পোস্ট করার কিছুক্ষণের মধ্যে এক্টিভিটি বেড়ে যায়। কেন এরকমটা হয় একটু কেউ বলবেন।
যদিও আমি আপনার পুরাতন একাউন্ট এবং নতুন একাউন্টের কথাটি বুঝলাম না। তার পরেও এখানে একটা গণিতের খেল রয়েছে। পোস্ট এর লিমিট এর উপরে। আমি একটু ঘাটাঘাটি করে যেটি পেলাম থেমাস এর এই সূত্রটি একটু ভাল করে দেখে নিন হয়তো বুঝে যাবেন-
The activity number is determined in this way:
time = number of two-week periods in which you've posted since your registration
activity = min(time * 14, posts)

কোন এক বড় রিপোর্টেবল ইউজার এর আরেকটি টেবিল দেখেছিলাম অনেক আগে কিন্তু সেটা এখন খুঁজে পাচ্ছি না অবশ্য আমি ইতিমধ্যেই খুজতেছি যদি পাই এখানে এডিট করে বসিয়ে দেবো। হয়তো সেটা দেখলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। কেন অ্যাক্টিভিটি বাড়ছে না।

ইডিটেট:

ভাই পেয়েছি,
আপনি চাইলে এই পোস্টটি মেটা বোর্ডের প্রথম পেজেই খুঁজে পাবেন পিন করে রয়েছে অথবা নিচের কোট করা পোস্টে গিয়ে চেক দিয়ে নিন। তাছাড়া এই টপিকটি যদি ভালোভাবে পড়েন অ্যাক্টিভিটি সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে পারবেন।
তাছাড়া আপনার জন্য টেবিলটির উপস্থাপন করলাম-
Here is a table of the activity periods and time it will take you to achieve each rank:
Code:
1 X 14 = 14
2 X 14 = 28
3 X 14 = 42  ---  Junior. Member (1.5 month)
4 X 14 = 56
5 X 14 = 70  ---  Member (2.5 month)
6 X 14 = 84
7 X 14 = 98
8 X 14 = 112
9 X 14 = 126  --- Full Member (4.5 month)
10 X 14 = 140
11 X 14 = 154
12 X 14 = 168
13 X 14 = 182
14 X 14 = 196
15 X 14 = 210
16 X 14 = 224
17 X 14 = 238
18 X 14 = 252 --- Senior Member (8.5 month)
19 X 14 = 266
20 X 14 = 280
21 X 14 = 294
22 X 14 = 308
23 X 14 = 322
24 X 14 = 336
25 X 14 = 350
26 X 14 = 364
27 X 14 = 378
28 X 14 = 392
29 X 14 = 406
30 X 14 = 420
31 X 14 = 434
32 X 14 = 448
33 X 14 = 462
34 X 14 = 476
35 X 14 = 490  ----  Hero Member (1.3 years)
36 X 14 = 504
37 X 14 = 518
38 X 14 = 532
39 X 14 = 546
40 X 14 = 560
41 X 14 = 574
42 X 14 = 588
43 X 14 = 602
44 X 14 = 616
45 X 14 = 630
46 X 14 = 644
47 X 14 = 658
48 X 14 = 672
49 X 14 = 686
50 X 14 = 700
51 X 14 = 714
52 X 14 = 728
53 X 14 = 742
54 X 14 = 756
55 X 14 = 770
56 X 14 = 784  --- Legendary rank (2 years)
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
July 02, 2024, 02:57:54 PM
আমার একটা জিনিস মাথায় ডুকছে না নতুন একাউন্টের পোস্ট এবং পুরাতন একাউন্ট এর পোষ্টের একটিভিটি সেম ভাবে বাড়ে না কেন?  পুরাতন একাউন্ট দিয়ে পোস্ট করলে দেখা যায় সাথে সাথেই এক্টিভিটি বেড়ে যায় কিছুক্ষণের মধ্যে। কিন্তু আমারটা বাড়ে না এজন্য একটা পোস্ট দেখেছিলাম যে 14 দিন পরে পরে এটা আপডেট হয় কিন্তু এমনটা হওয়ার কারণ কি নতুন অ্যাকাউন্টের এক্টিভিটি কম বারে কিন্তু পুরাতন একাউন্ট গুলো দেখা যায় পোস্ট করার কিছুক্ষণের মধ্যে এক্টিভিটি বেড়ে যায়। কেন এরকমটা হয় একটু কেউ বলবেন।
sr. member
Activity: 546
Merit: 309
July 02, 2024, 02:03:35 PM
ভাই আপনারা কেউ NID কার্ডের ছবি পরিবর্তন করছেন বা প্রসেস জানেন? আমার ছোট ভাইয়ের এইবার কার্ড ইস্যু হইছে। ছবি মাশাআল্লাহ্। পাক্কা ডেনডি খোর দেখায়। সত্যি বলতে ডেনডি খোরও বোধয় ভালো দেখায়। এ অবস্থায় ছবি পরিবর্তন করতে চাচ্ছে ও।

গুগলে দেখলাম অনেক লম্বা প্রসেস, উমুকের সই লাগবে তুমুকের ডকুমেন্ট লাগবে। নতুন ডেট দিবে সেই ডেট  এ আবার ছবি তুলবে। মূর্খের দল আবারো আগের মতো ডেনডিখোরের মতো ছবি তুলবে, আর এটা কন্টিনিউ থাকবে....

এ অবস্থায় কি করা যায়? সিম্পল একটা জিনিসে এতো পেরা!
https://youtu.be/lLU6mvXuIAQ?si=-fidHJlRo3Pex_ab
এই ভিডিও দেখতে পারেন ইনি ভালো ভিডিও বানায়। তবে ঘটনা হচ্ছে ছবি পরিবর্তন করা ঝামে আছে। আর নতুন  ভোটাররা সম্ভবত ছবি পরিবর্তন করতে পারে না। আমি কয়েকবছর আগে যখন প্রথন NID এর অনলাইন কপি পেলাম তারপর এক সময় আমার এক ফ্রেন্ড এর NID বানাতে নির্বাচন অফিসে গিয়েছিলাম। আমি সেখানে আমার NID এর ছবি পরিবর্তন এর কথা আস্ক করছিলাম তারা বললো যে কেবল মাত্র নতুন ভোটার হইছেন এখন পরিবর্তন করা যাবে না। পড়ে আপনি online এ আবেদন কইরেন দেখেন সুযোগ দেয় কি না পরিবর্তন করার। তবে আমি আর চেষ্টা করিনাই। আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন সেগুলো দেখে ওয়ে বোঝার চেষ্টা করেন। তারপরও যদি না বুঝে থাকেন তাহলে নির্বাচন অফিসে যোগাযোগ করেন
sr. member
Activity: 504
Merit: 266
July 02, 2024, 12:37:00 PM
ভাই আপনারা কেউ NID কার্ডের ছবি পরিবর্তন করছেন বা প্রসেস জানেন? আমার ছোট ভাইয়ের এইবার কার্ড ইস্যু হইছে। ছবি মাশাআল্লাহ্। পাক্কা ডেনডি খোর দেখায়। সত্যি বলতে ডেনডি খোরও বোধয় ভালো দেখায়। এ অবস্থায় ছবি পরিবর্তন করতে চাচ্ছে ও।

গুগলে দেখলাম অনেক লম্বা প্রসেস, উমুকের সই লাগবে তুমুকের ডকুমেন্ট লাগবে। নতুন ডেট দিবে সেই ডেট  এ আবার ছবি তুলবে। মূর্খের দল আবারো আগের মতো ডেনডিখোরের মতো ছবি তুলবে, আর এটা কন্টিনিউ থাকবে....

এ অবস্থায় কি করা যায়? সিম্পল একটা জিনিসে এতো পেরা!
ভাই মনে করেন ক্লাস ওয়ান থেকে এমএ পাস পর্যন্ত যে পরিমাণ প্যারা নিয়েছে পড়ালেখা করতে হয় ঠিক সেই পরিমাণ প্যারা নিয়ে এনআইডি কার্ডের ইনফরমেশন পরিবর্তন করতে হয়। এনআইডি কার্ডের ছবি যে শালারা তোলে তাদের গণপিটুনি দিতে হবে। তাছাড়া অল্প শিক্ষিত মানুষ দিয়ে ইনফরমেশন কালেক্ট করে ফলে আইডি কার্ডে ৭৫ পার্সেন্ট ইনফরমেশন ভুল দেয়। এই সকল ইনফরমেশন পরিবর্তন করতে করতে জীবন শেষ। আমাদের ফ্যামিলিতে ৭ জন সদস্য প্রত্যেকে ইনফরমেশন ভুল আছে। আমার মায়ের নাম মোছাঃ রমিশা আক্তার কিন্তু আমার আইডি কার্ডে আমার মায়ের নাম এসেছে মোসাম্মৎ রমিসা বেগম, বলেন দেখি কিরকম লাগে। অনেকেই বলেছে এ সকল ইনফরমেশন চেঞ্জ করে নিতে কিন্তু আমি এখন পর্যন্ত পরিবর্তন করি নাই। আইডি কার্ডের ইনফরমেশন পরিবর্তন করা রীতিমতো ঝামেলা সাপেক্ষ এজন্য আমি এখন পর্যন্ত পরিবর্তন করি নাই এবং পরিবর্তনের প্রসেসটাও আমার জানা নেই।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
July 02, 2024, 11:13:14 AM
ভাই আপনারা কেউ NID কার্ডের ছবি পরিবর্তন করছেন বা প্রসেস জানেন? আমার ছোট ভাইয়ের এইবার কার্ড ইস্যু হইছে। ছবি মাশাআল্লাহ্। পাক্কা ডেনডি খোর দেখায়। সত্যি বলতে ডেনডি খোরও বোধয় ভালো দেখায়। এ অবস্থায় ছবি পরিবর্তন করতে চাচ্ছে ও।

গুগলে দেখলাম অনেক লম্বা প্রসেস, উমুকের সই লাগবে তুমুকের ডকুমেন্ট লাগবে। নতুন ডেট দিবে সেই ডেট  এ আবার ছবি তুলবে। মূর্খের দল আবারো আগের মতো ডেনডিখোরের মতো ছবি তুলবে, আর এটা কন্টিনিউ থাকবে....

এ অবস্থায় কি করা যায়? সিম্পল একটা জিনিসে এতো পেরা!
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 02, 2024, 01:06:58 AM
এয়ারড্রপ থেকে $৩৫০ প্যামেন্ট পাওয়ার অনেক বড় কিছু। এয়ারড্রপ থেকে তারাই কোপাইতে পারে যাদের অনেক রেফার আছে যারা একটা টেলিগ্রাম চ্যানেল /গ্রুপ বা ইউটিউব চ্যানেল গড়তে পেড়েছে ৩০০-৫০০ রেফার যাদের হয় তারা ইচ্ছে মতো কোপায়। আর আমাদের মতো যারা রেফার করতে না পাড়ে তাদের কাছে এয়ারড্রপ থেকে ১০০-২০০$ অনেক বড় কিছু।

যদিও আমি চাচ্ছি একটা এয়ারড্রপ কমিউনিটি বানাতে, তবে আমার চেষ্টা তেমন একটা লাভ হচ্ছে না। আমি কোনো প্রকার রেফার ছড়াই ব্লাস্ট থেকে ৩৫০ ডলারের মতো প্রফিট পেয়েছি। এটা আমার কাছে কম মনে হয়েছে কারণ এর পেছনে আমি অনেক বেশি সময় দিয়েছি, আর আমার ইনভেস্ট ১ লাখ টাকার বেশি ছিলো। যদিও এটা ইনভেস্টমেন্ট ছিলো, যদি এক্সপেন্স বা খরচ কতো হয়েছে জানতে চান, তাহলে বলবো আমার হয়তো ১০০ ডলারের মতো খরচ হয়েছে। তবে আমি যে ফিশিং এ পা দিয়েছিলাম, সেটার লস রিকোভার করা জরুরী ছিলো। আমি আগে সমানে এয়ারড্রপে জয়েন করতাম। কিন্তু এখন মনে হচ্ছে নিজের যেটা ভালো মনে হবে, শুধুমাত্র সেই প্রজেক্টেই জয়েন করা উচিৎ। হাতে বেশ কয়েকটা প্রজেক্ট আছে, যেগুলোতে সময় দিচ্ছি আপাতত। তার মধ্যে একটা হলো লেয়ার থ্রি! আশা করি ভালো প্রফিট দিবে।
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
July 01, 2024, 01:49:21 PM
এয়ারড্রপ থেকে $৩৫০ প্যামেন্ট পাওয়ার অনেক বড় কিছু। এয়ারড্রপ থেকে তারাই কোপাইতে পারে যাদের অনেক রেফার আছে যারা একটা টেলিগ্রাম চ্যানেল /গ্রুপ বা ইউটিউব চ্যানেল গড়তে পেড়েছে ৩০০-৫০০ রেফার যাদের হয় তারা ইচ্ছে মতো কোপায়। আর আমাদের মতো যারা রেফার করতে না পাড়ে তাদের কাছে এয়ারড্রপ থেকে ১০০-২০০$ অনেক বড় কিছু।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন যে যাদের ভালো একটা কমিউনিটি আছে তারা সেখান এয়ারড্রপ শেয়ার করে প্রচুর পরিমানে রেফার জিতে নিচ্ছে এবং ভালো পরিমানে $ আর্ন করতে সক্ষম হচ্ছে। তবে ভাই NOT কয়েন থেকে যে কোপাইছে বলার বাইরে। এরকম খুব কমই দেখেছি ভই এয়ারড্রপ থেকে এক যোগে এত পরিমাণ ইনকাম করছে। আমার এলাকার কথা বলি ভাই নটকয়েন করে এরা এত পরিমাণ কোপাইছিলো যে দোকানে টাকা তোলার ভীড় লেগে গিয়েছিলো। সামনে যে এয়াড্রপ গুলো আসতেছে এগুলো মোটামুটি ভালো ভালো এয়ারড্রপ আসতেছে। আর কিছু দিন এরকম চলবে পরে আবার ড্রাম্প করবে এয়াড্রপ গুলা।

এটা একটা ভালো উদ্যোগ, নিয়মিত আপডেট পেলে সময় মতো কিছু টাস্ক পুরন করে এবং সঠিক সময়ে বিভিন্ন একশন নিয়ে এয়ারড্রপ থেকে শর্টকাটে কিছু ভালো প্রফিট করা যায় যেমন HOT থেকে ৭ দিনের রেফার ইভেন্ট থেকে অনেকে অনেক HOT কালেক্ট করতে পেড়েছে, অনেক এই ইভেন্টের মাধ্যমে নতুন নতুন HOT এ জয়েন করে যতটা HOT কালেক্ট করেছে সে পরিমান hot তারাও মাইন করতে পারেনাই যারা ৩-৪ মাস যাবত এটা মাইন করতেছে।
জ্বি ভাই এটা ঠিক বলছেন আমার এক বন্ধু ৫মাস ধরে হট ক্লেইম করে যে কয়টা  HOT  জমাইছে গত কয়েকদিনে রেফার করেই তার থেকে বেশি জমাইয়া ফালাইছে অনেকে। আমি কি HOT করতেছেন ভাই? নিয়মিত HOT ক্লেইম কইরেন HOT থেকে ভালো একটা কোপ হতে যাচ্ছে ভাই। আমিও নিয়মিত ৩-৪টা একাউন্ট দিয়ে ক্লেইম করেছি ভাই। HOT এ Solona Case ওপেন করছে এখান থেকে বক্স ওপেন করতে দিবে দেখি কি হয়। আমি তিন তায় ওপেন করার জন্য প্রস্তুত করছি ভাই। HOT, Catizen, Hamster, Blum এগুলো মিস করা যাবে না ভাই এগুলো ভালো হবে মনে হচ্ছে।
sr. member
Activity: 546
Merit: 309
July 01, 2024, 01:14:22 PM
ট্যাপসোয়াপ এতো বড় কমিউনিটি বানানোর পড়েও তারা কি করছে, কি না করছে, সেই ব্যাপারে তেমন কোনো আপডেট বা প্রোগ্রেস দেখা যাচ্ছে না। আমি কিছুদিন আগে ক্রিপ্টো লাইব্রেরীকে বলছিলাম যে ভাই, এটা যে পরিমানে মাইনিং হয়েছে, তারা কি এলোকেশন দিবে, কেউ জানে না। কয়েন দিগুন করার জন্য যে টুন দিয়ে পেমেন্ট নিচ্ছিলো ট্যাপ সোয়াপ, এটা আমার কাছে রেড ফ্লাগ মনে হয়েছে। তাই আমি এটাতে তেমন বেশি সময় দিচ্ছি না। আপাতত অন্যান্য প্রজেক্টগুলোতে সময় দিচ্ছি।
Tapswap যখন TON নিয়ে নিয়ে কয়েন ডাবল করার একটা সুযোগ দিলো ইউজারদের তখন আমার কাছে এটা স্কাম মনে হইছে। এরা অনেক পরিকল্পনা করতেছে ভালো কিছু করার জন্য তবে SOL ওদের বিপক্ষে কথা বলায় প্রথমেই এরা একটা হোচট খেয়ে গেছে। TON এদের সাপোর্ট করছে তবে আমি মনে করছি না যে TON এর সাপোর্টে তারা বেশি দূর পর্যন্ত যেতে পাড়বে। TON প্রায় সকল প্রজেক্টকে সাপোর্ট করতেছে বিশেষ করে যাদের কমিউনিটি বড় যেমন Hamster, catizen, tapswap. TON তাদের চেইনের ইউজার বাড়ানোর জন্য বড় বড় কমিউনিটি ওয়ালা প্রজেক্টের সাপোর্ট করতে শুরু করেছে। এটা TON এর ব্যাক্তিগত লাভের জন্য। আর Tapswap কয়েন ডাবল করার অফার দিয়ে যে TON গুলা হাতিয়ে নিছে সেগুলা ব্যবহার করে টোকেন এক্সচেঞ্জে লিস্ট করতে পারবো। তাই হান্টাররা কিছু প্যামেন্ট পাইতে পারে। তবে এখান থেকে বড় কিছু আশা করা বোকামি হবে।

Quote
শেষ কয়েকদিনে আমি পেমেন্ট পেয়েছি ATH, এবং Blast থেকে। আশা করেছিলাম ব্লাষ্ট থেকে ৫০০ ডলারের বেশি পাবো। কিন্তু পেলাম মাত্র ৩৫০ ডলারের মতো। যেটার দাম কমে এখন ২৫০ ডলারের মতো আছে। যদিও আমি এয়ারড্রপের প্রফিট হোল্ড করা পছন্দ করি। কারন এয়ারড্রপ হান্টারদের ডাম্পিং শেষ হলে কয়েন আবার পাম্প করবে বলে আমি মনে করি।
এয়ারড্রপ থেকে $৩৫০ প্যামেন্ট পাওয়ার অনেক বড় কিছু। এয়ারড্রপ থেকে তারাই কোপাইতে পারে যাদের অনেক রেফার আছে যারা একটা টেলিগ্রাম চ্যানেল /গ্রুপ বা ইউটিউব চ্যানেল গড়তে পেড়েছে ৩০০-৫০০ রেফার যাদের হয় তারা ইচ্ছে মতো কোপায়। আর আমাদের মতো যারা রেফার করতে না পাড়ে তাদের কাছে এয়ারড্রপ থেকে ১০০-২০০$ অনেক বড় কিছু।

Quote
নোটঃ এই ফোরামেও আমি নতুন একটা থ্রেড খুলেছি, যেখানে এয়ারড্রপ আপডেট গুলো পোষ্ট করার চেষ্টা করবো। Airdrop updates by Learn Bitcoin
এটা একটা ভালো উদ্যোগ, নিয়মিত আপডেট পেলে সময় মতো কিছু টাস্ক পুরন করে এবং সঠিক সময়ে বিভিন্ন একশন নিয়ে এয়ারড্রপ থেকে শর্টকাটে কিছু ভালো প্রফিট করা যায় যেমন HOT থেকে ৭ দিনের রেফার ইভেন্ট থেকে অনেকে অনেক HOT কালেক্ট করতে পেড়েছে, অনেক এই ইভেন্টের মাধ্যমে নতুন নতুন HOT এ জয়েন করে যতটা HOT কালেক্ট করেছে সে পরিমান hot তারাও মাইন করতে পারেনাই যারা ৩-৪ মাস যাবত এটা মাইন করতেছে।
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
July 01, 2024, 01:21:40 AM
সত্যি বলতেছি আমরা কোনভাবেই নিজেকে ক্ষমা করতে পারবোনা যেখানে আমরা তিন বেলা পেট ভরে খাচ্ছি অথচ বর্তমান সময়ে এসেও ফিলিস্তিনবাসীরা না খেয়ে দিন পার করছে। আল্লাহ জানি ফিলিস্তিনবাসীকে কোন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে অতিক্রম করাচ্ছে। আল্লাহ সুবহানাহু তায়ালা কবে ফিলিস্তিনবাসীকে এই সমস্ত কঠিন দিন থেকে মুক্তি দেবে। কবে ফিলিস্তিন বাশির উপরে রহমতের সূর্য উঠবে ।আল্লাহতালা ফিলিস্তিনবাসীকে রক্ষা করুক তাদের তুমি সকল অভাবনটন দুঃখ দুর্দশা ক্লান্তি মৃত্যু থেকে রক্ষা করো হেফাজত কর। নিচের ভিডিও দেখে সত্যিই নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যেখানে আমরা সুখে শান্তিতে জীবন যাপন করছি ঠিক সেখানে কত ছোট ছোট শিশুরা, যুবক ভাইয়েরা, মা-বোনেরা, মৃত্যুর সাথে প্রতিদিন লড়াই করছে। আল্লাহতালা ফিলিস্তিনবাসীকে রক্ষা করো সকল প্রকার আজাব থেকে মুক্তি দাও।
https://www.facebook.com/share/v/qqMY6bwVBJWE1JC5/?mibextid=oFDknk
এটা অনেক মর্মান্তিক একটা ঘটনা ভাই যেটা আমরা মুসলমানদের জন্য অপমান জনক একটা ঘটনা। ফিলিস্তিন এমন অবস্থায় বিরাজ করছে যে যেটা বলে বোঝানো যাবে না। আল্লাহ্ তাদের আর কত পরিক্ষা করবে জানিনা। আমরা মুসলিম বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছি কিন্তু করতে পারতেছি না। আমরা সত্যি অনেক খারাপ অবস্থায় বিরাজ করতেছি যেটা বলে বোঝানো যাবে না। দেশটি স্বাধীন পেয়েছে কিন্তু এই স্বাধীন কতটা কার্যকর জানিনা। আর দীর্ঘদিন যুদ্ধের পরে দেশটি অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে গেছে। তারা এমনেতেই গরিব দেশ তারা যুদ্ধ করে শেষ হয়ে গেছে। তাদের পাশে দাড়ানো দরকার। জানিনা তাদের এই কষ্টের দিন কতদিনে শেষ হবে। দোয়া করি আল্লাহ্ যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাদের কষ্টের দিন। তাদের অন্যায়ভাবে যারা অত্যাচার করেছে তাদের আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ্ এগুলোর বিচার অবশ্যই করবে একদিন আগে আর পরে। আল্লাহ্ ফিলিস্তিন বাসীদিের রক্ষা করো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 30, 2024, 07:45:26 AM
বর্তমান সিজনটা Airdrop করেই পার করে দিচ্ছি এখন পর্যন্ত নট কয়েন পেমেন্ট করেছে বাকি কোনোটাই পেমেন্ট করে নাই। Hamster Kombat বর্তমানে রেকর্ড সংখ্যক ভাইরাল হয়েছে ফলে এর পেমেন্ট নিয়ে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। Tapswap আসলেও পেমেন্ট করবে কিনা এটাও আমরা সন্দেহ প্রকাশ করছি। কিন্তু Memefi এই প্রজেক্ট আমাদের খুব আশ্বাস দিচ্ছে এবং তারা বলছে ৯০% কমিউনিটির জন্য বরাদ্দ করা হয়েছে। যদিও এর সাপ্লাই অনেক কম বলতে গেলে ১০০০ কোটি টোটাল সাপ্লাই যার মধ্যে ৯০% যদি কমিউনিটির জন্য বরাদ্দ করা হয় তাহলে 900 কোটি কমুনিটির জন্য দিয়ে দিবে। এজন্য প্রজেক্টটা আমি রিজেক্ট করেছিলাম যে হয়তো কমিউনিটিতে আশা দিয়ে পরবর্তীতে হয়তো আমাদের টোকেন দেবে না। কিন্তু কালকে Kucoin  এর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এই প্রজেক্ট নিয়ে পোস্ট করেছে যাতে মনে হল হয়তো ভবিষ্যতেই প্রজেক্টর কম করে হলেও Kucoin এ লিস্ট হবে তাই কালকে থেকে পুনরায় করা আরম্ভ করে দিয়েছি। যা হোক দেখি যে কয়দিন বাকি আছে এই কয়দিনে কিছু করতে পারি কিনা। আপনারা যদি এই এয়ারড্রোপটি না করে থাকেন তাহলে আজই আপনারা জয়েন হতে পারেন।

ট্যাপসোয়াপ এতো বড় কমিউনিটি বানানোর পড়েও তারা কি করছে, কি না করছে, সেই ব্যাপারে তেমন কোনো আপডেট বা প্রোগ্রেস দেখা যাচ্ছে না। আমি কিছুদিন আগে ক্রিপ্টো লাইব্রেরীকে বলছিলাম যে ভাই, এটা যে পরিমানে মাইনিং হয়েছে, তারা কি এলোকেশন দিবে, কেউ জানে না। কয়েন দিগুন করার জন্য যে টুন দিয়ে পেমেন্ট নিচ্ছিলো ট্যাপ সোয়াপ, এটা আমার কাছে রেড ফ্লাগ মনে হয়েছে। তাই আমি এটাতে তেমন বেশি সময় দিচ্ছি না। আপাতত অন্যান্য প্রজেক্টগুলোতে সময় দিচ্ছি।

শেষ কয়েকদিনে আমি পেমেন্ট পেয়েছি ATH, এবং Blast থেকে। আশা করেছিলাম ব্লাষ্ট থেকে ৫০০ ডলারের বেশি পাবো। কিন্তু পেলাম মাত্র ৩৫০ ডলারের মতো। যেটার দাম কমে এখন ২৫০ ডলারের মতো আছে। যদিও আমি এয়ারড্রপের প্রফিট হোল্ড করা পছন্দ করি। কারন এয়ারড্রপ হান্টারদের ডাম্পিং শেষ হলে কয়েন আবার পাম্প করবে বলে আমি মনে করি।

নোটঃ এই ফোরামেও আমি নতুন একটা থ্রেড খুলেছি, যেখানে এয়ারড্রপ আপডেট গুলো পোষ্ট করার চেষ্টা করবো। Airdrop updates by Learn Bitcoin
sr. member
Activity: 504
Merit: 266
June 30, 2024, 05:17:11 AM


বর্তমান সিজনটা Airdrop করেই পার করে দিচ্ছি এখন পর্যন্ত নট কয়েন পেমেন্ট করেছে বাকি কোনোটাই পেমেন্ট করে নাই। Hamster Kombat বর্তমানে রেকর্ড সংখ্যক ভাইরাল হয়েছে ফলে এর পেমেন্ট নিয়ে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। Tapswap আসলেও পেমেন্ট করবে কিনা এটাও আমরা সন্দেহ প্রকাশ করছি। কিন্তু Memefi এই প্রজেক্ট আমাদের খুব আশ্বাস দিচ্ছে এবং তারা বলছে ৯০% কমিউনিটির জন্য বরাদ্দ করা হয়েছে। যদিও এর সাপ্লাই অনেক কম বলতে গেলে ১০০০ কোটি টোটাল সাপ্লাই যার মধ্যে ৯০% যদি কমিউনিটির জন্য বরাদ্দ করা হয় তাহলে 900 কোটি কমুনিটির জন্য দিয়ে দিবে। এজন্য প্রজেক্টটা আমি রিজেক্ট করেছিলাম যে হয়তো কমিউনিটিতে আশা দিয়ে পরবর্তীতে হয়তো আমাদের টোকেন দেবে না। কিন্তু কালকে Kucoin  এর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এই প্রজেক্ট নিয়ে পোস্ট করেছে যাতে মনে হল হয়তো ভবিষ্যতেই প্রজেক্টর কম করে হলেও Kucoin এ লিস্ট হবে তাই কালকে থেকে পুনরায় করা আরম্ভ করে দিয়েছি। যা হোক দেখি যে কয়দিন বাকি আছে এই কয়দিনে কিছু করতে পারি কিনা। আপনারা যদি এই এয়ারড্রোপটি না করে থাকেন তাহলে আজই আপনারা জয়েন হতে পারেন।
sr. member
Activity: 784
Merit: 372
June 30, 2024, 12:40:58 AM


২৭শে জুন ২০২৪ তারিখে সংবাদপত্রে প্রচার হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ২৪০ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিটকয়েন কয়েনবেসে স্থানান্তর করেছে।
এই আশঙ্কায় ইউএস সরকারের বিশাল বিটকয়েন রিজার্ভ থেকে সামান্য কিছু পরিমাণ বিক্রি করতে পারে, এবং বর্তমান সময়ের সেই আশঙ্কায় বিটকয়েন বাজার নিম্নমুখী চাপ সৃষ্টি করতে পারে। এখানে মোট বিটকয়েন এর পরিমাণ ছিল 3940 টি যা কয়েনবেসে পাঠানো হয়েছে। here

সাধারণত বর্তমান বিটকয়েন বাজার নিম্নগতি হওয়ার একমাত্র কারণ আমার মনে হয় এটি চিহ্নিত হবে, বিটকয়েন বাজার 70k ডলার থেকে বর্তমান সময়ে 60k ডলার পর্যন্ত স্পর্শিত হয়েছে। তবে অনেকেই এখন ধারণা করছেন এই বিটকয়েন বাজার ৫০ হাজার ডলারে পর্যন্ত ফিরে আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 30, 2024, 12:10:28 AM
সত্যি বলতেছি আমরা কোনভাবেই নিজেকে ক্ষমা করতে পারবোনা যেখানে আমরা তিন বেলা পেট ভরে খাচ্ছি অথচ বর্তমান সময়ে এসেও ফিলিস্তিনবাসীরা না খেয়ে দিন পার করছে। আল্লাহ জানি ফিলিস্তিনবাসীকে কোন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে অতিক্রম করাচ্ছে। আল্লাহ সুবহানাহু তায়ালা কবে ফিলিস্তিনবাসীকে এই সমস্ত কঠিন দিন থেকে মুক্তি দেবে। কবে ফিলিস্তিন বাশির উপরে রহমতের সূর্য উঠবে ।আল্লাহতালা ফিলিস্তিনবাসীকে রক্ষা করুক তাদের তুমি সকল অভাবনটন দুঃখ দুর্দশা ক্লান্তি মৃত্যু থেকে রক্ষা করো হেফাজত কর। নিচের ভিডিও দেখে সত্যিই নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যেখানে আমরা সুখে শান্তিতে জীবন যাপন করছি ঠিক সেখানে কত ছোট ছোট শিশুরা, যুবক ভাইয়েরা, মা-বোনেরা, মৃত্যুর সাথে প্রতিদিন লড়াই করছে। আল্লাহতালা ফিলিস্তিনবাসীকে রক্ষা করো সকল প্রকার আজাব থেকে মুক্তি দাও।
https://www.facebook.com/share/v/qqMY6bwVBJWE1JC5/?mibextid=oFDknk
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 29, 2024, 12:59:48 AM
full member
Activity: 532
Merit: 229
June 28, 2024, 11:44:32 AM
আজকে pizza ভোটিং কনটেস্ট এ বিজয়ী ঘোষনা করা হয়েছে. যারা বিজয়ী হয়েছেন তাদের পিজ্জা গুলো আসলেই অনেক সুন্দর. আমি বিজয়ী ভাইদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি. যদিও দুর্ভাগ্যবশত আমাদের লোকাল বোর্ড থেকে কেউই বিজয়ী হতে পারেনি. তবে যাই হোক আমি এটি নিয়ে কোন রকম মন খারাপ করছি না, কারণ যারা প্রকৃতপক্ষে বিজয়ী হওয়ার যোগ্য তারাই বিজয়ী হতে পেরেছেন. কারণ এটি ফোরামের প্রতিটি সদস্যের মতামতের উপর ভিত্তি করে বিজয়ী ঘোষণা করা হয়েছে. যেটি ব্যক্তিগতভাবে আমার খুব বেশি ভালো লেগেছে.

২০২৪ সালের pizza কনটেস্ট টি এত সুন্দর ভাবে পরিচালনা করার জন্য পরিচালকদের আমি মন থেকে সম্মান এবং শুভেচ্ছা জানাই. কারণ এত বড় একটা কনটেস্ট পরিচালনা করা মুখের কথা নয়, এর পেছনে কঠোর পরিশ্রম করেছেন তারা.

যাইহোক যারা বিজয়ী তাদেরকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন.
member
Activity: 108
Merit: 46
June 28, 2024, 06:53:37 AM
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
June 27, 2024, 10:57:57 PM

বর্তমানে যারা ইউরো কাপ দেখছেন কোপা আমেরিকা অথবা আইসিসি টি২০ ওয়াল্ড কাপ। তাদের জন্য সতর্কবার্তা অনেক সময় দেখতে পাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফ্রিতে লাইভ খেলা দেখানোর কথা বলতেছে পাশাপাশি এর জন্য অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড করতে বলছে। এসব থেকে সাবধান থাকবেন।
বর্তমানে মেডুসা নামের একটি  মেলওয়ার পুনরায় সরিয়ে দিচ্ছে হ্যাকাররা এটি আপনার কম্পিউটারে বা ডিভাইসে একবার ইন্সটল হয়ে গেলে আপনার সকল তথ্য এবং গোপন তথ্য হ্যাকারের হাতে চলে যাবে।
যদিও হ্যাকাররা এই ফিশিং এটাক ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে তারপরেওমাগনা ফ্রী স্ট্রিম দেখতে অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড যাইয়েন না। নইলে হ্যাকাররা পুত করে দেবে।
ধন্যবাদ ভাই ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা দেখার খুবই বক্ত খেলা শুরু হলেই আমি যেকোনো অবস্থাতে খেলা দেখি যেকোনো অবস্থাতেই যদি দেখার মতো সুযোগ থাকে। যদি লাইভ দেখা অসম্ভব হয় তখন Cricbuz ব্যবহার করে স্কোর দেখি। ফেসবুকে লাইভ ভিডিও দেখতে গেলে সারাক্ষণ এড দিতে থাকে এমন বলে এই লিংকে ক্লিক করে করুন লাইভ লেখা দেখুন আসলে এগুলো কিছুই না এগুলো তাদের একটা ফাঁদ এই ফাঁদে পা দেওয়া যাবেনা। আমি কখনোই এগুলোো এপস নামাই না ফোনে। সতর্ক করার জন্য ধন্যবাদ আপনাকে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 27, 2024, 06:17:19 PM

আমার ক্রিকেট খেলা দেখার প্রতি খুব মনোযোগ তাই মাঝে মধ্যে বিভিন্ন apps বিশেষ করে বেশ প্রায় বছরখানেক ধরে HDStreamz অ্যাপসটি ব্যবহার করে বিভিন্ন খেলা উপভোগ করতাম। কিন্তু মাঝেমধ্যে এ সমস্ত অ্যাপস আপডেট নিত এজন্য ভালো লাগতো না তাই ফেসবুকে ঢুকে মাঝেমধ্যে ক্রিকেট খেলা দেখতাম। সেখানেও বিরক্তি বিশেষ করে বিভিন্ন ব্যাটিং সাইটের বিজ্ঞাপন গুলো খুবই বিরক্তিকর । তবে আপনার এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা অনলাইনে কোন সতর্কতা অবলম্বন না করেই বিভিন্ন লিংকে প্রবেশ করে অ্যাপস ডাউনলোড সহ একাধিক কাজ করে থাকেন তাদের জন্য অবশ্যই অগ্রিম সতর্কতা হিসেবে ধরে নেওয়া যাবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক
Pages:
Jump to: