Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 38. (Read 5310709 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 02, 2024, 01:06:58 AM
এয়ারড্রপ থেকে $৩৫০ প্যামেন্ট পাওয়ার অনেক বড় কিছু। এয়ারড্রপ থেকে তারাই কোপাইতে পারে যাদের অনেক রেফার আছে যারা একটা টেলিগ্রাম চ্যানেল /গ্রুপ বা ইউটিউব চ্যানেল গড়তে পেড়েছে ৩০০-৫০০ রেফার যাদের হয় তারা ইচ্ছে মতো কোপায়। আর আমাদের মতো যারা রেফার করতে না পাড়ে তাদের কাছে এয়ারড্রপ থেকে ১০০-২০০$ অনেক বড় কিছু।

যদিও আমি চাচ্ছি একটা এয়ারড্রপ কমিউনিটি বানাতে, তবে আমার চেষ্টা তেমন একটা লাভ হচ্ছে না। আমি কোনো প্রকার রেফার ছড়াই ব্লাস্ট থেকে ৩৫০ ডলারের মতো প্রফিট পেয়েছি। এটা আমার কাছে কম মনে হয়েছে কারণ এর পেছনে আমি অনেক বেশি সময় দিয়েছি, আর আমার ইনভেস্ট ১ লাখ টাকার বেশি ছিলো। যদিও এটা ইনভেস্টমেন্ট ছিলো, যদি এক্সপেন্স বা খরচ কতো হয়েছে জানতে চান, তাহলে বলবো আমার হয়তো ১০০ ডলারের মতো খরচ হয়েছে। তবে আমি যে ফিশিং এ পা দিয়েছিলাম, সেটার লস রিকোভার করা জরুরী ছিলো। আমি আগে সমানে এয়ারড্রপে জয়েন করতাম। কিন্তু এখন মনে হচ্ছে নিজের যেটা ভালো মনে হবে, শুধুমাত্র সেই প্রজেক্টেই জয়েন করা উচিৎ। হাতে বেশ কয়েকটা প্রজেক্ট আছে, যেগুলোতে সময় দিচ্ছি আপাতত। তার মধ্যে একটা হলো লেয়ার থ্রি! আশা করি ভালো প্রফিট দিবে।
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
July 01, 2024, 01:49:21 PM
এয়ারড্রপ থেকে $৩৫০ প্যামেন্ট পাওয়ার অনেক বড় কিছু। এয়ারড্রপ থেকে তারাই কোপাইতে পারে যাদের অনেক রেফার আছে যারা একটা টেলিগ্রাম চ্যানেল /গ্রুপ বা ইউটিউব চ্যানেল গড়তে পেড়েছে ৩০০-৫০০ রেফার যাদের হয় তারা ইচ্ছে মতো কোপায়। আর আমাদের মতো যারা রেফার করতে না পাড়ে তাদের কাছে এয়ারড্রপ থেকে ১০০-২০০$ অনেক বড় কিছু।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন যে যাদের ভালো একটা কমিউনিটি আছে তারা সেখান এয়ারড্রপ শেয়ার করে প্রচুর পরিমানে রেফার জিতে নিচ্ছে এবং ভালো পরিমানে $ আর্ন করতে সক্ষম হচ্ছে। তবে ভাই NOT কয়েন থেকে যে কোপাইছে বলার বাইরে। এরকম খুব কমই দেখেছি ভই এয়ারড্রপ থেকে এক যোগে এত পরিমাণ ইনকাম করছে। আমার এলাকার কথা বলি ভাই নটকয়েন করে এরা এত পরিমাণ কোপাইছিলো যে দোকানে টাকা তোলার ভীড় লেগে গিয়েছিলো। সামনে যে এয়াড্রপ গুলো আসতেছে এগুলো মোটামুটি ভালো ভালো এয়ারড্রপ আসতেছে। আর কিছু দিন এরকম চলবে পরে আবার ড্রাম্প করবে এয়াড্রপ গুলা।

এটা একটা ভালো উদ্যোগ, নিয়মিত আপডেট পেলে সময় মতো কিছু টাস্ক পুরন করে এবং সঠিক সময়ে বিভিন্ন একশন নিয়ে এয়ারড্রপ থেকে শর্টকাটে কিছু ভালো প্রফিট করা যায় যেমন HOT থেকে ৭ দিনের রেফার ইভেন্ট থেকে অনেকে অনেক HOT কালেক্ট করতে পেড়েছে, অনেক এই ইভেন্টের মাধ্যমে নতুন নতুন HOT এ জয়েন করে যতটা HOT কালেক্ট করেছে সে পরিমান hot তারাও মাইন করতে পারেনাই যারা ৩-৪ মাস যাবত এটা মাইন করতেছে।
জ্বি ভাই এটা ঠিক বলছেন আমার এক বন্ধু ৫মাস ধরে হট ক্লেইম করে যে কয়টা  HOT  জমাইছে গত কয়েকদিনে রেফার করেই তার থেকে বেশি জমাইয়া ফালাইছে অনেকে। আমি কি HOT করতেছেন ভাই? নিয়মিত HOT ক্লেইম কইরেন HOT থেকে ভালো একটা কোপ হতে যাচ্ছে ভাই। আমিও নিয়মিত ৩-৪টা একাউন্ট দিয়ে ক্লেইম করেছি ভাই। HOT এ Solona Case ওপেন করছে এখান থেকে বক্স ওপেন করতে দিবে দেখি কি হয়। আমি তিন তায় ওপেন করার জন্য প্রস্তুত করছি ভাই। HOT, Catizen, Hamster, Blum এগুলো মিস করা যাবে না ভাই এগুলো ভালো হবে মনে হচ্ছে।
sr. member
Activity: 546
Merit: 309
July 01, 2024, 01:14:22 PM
ট্যাপসোয়াপ এতো বড় কমিউনিটি বানানোর পড়েও তারা কি করছে, কি না করছে, সেই ব্যাপারে তেমন কোনো আপডেট বা প্রোগ্রেস দেখা যাচ্ছে না। আমি কিছুদিন আগে ক্রিপ্টো লাইব্রেরীকে বলছিলাম যে ভাই, এটা যে পরিমানে মাইনিং হয়েছে, তারা কি এলোকেশন দিবে, কেউ জানে না। কয়েন দিগুন করার জন্য যে টুন দিয়ে পেমেন্ট নিচ্ছিলো ট্যাপ সোয়াপ, এটা আমার কাছে রেড ফ্লাগ মনে হয়েছে। তাই আমি এটাতে তেমন বেশি সময় দিচ্ছি না। আপাতত অন্যান্য প্রজেক্টগুলোতে সময় দিচ্ছি।
Tapswap যখন TON নিয়ে নিয়ে কয়েন ডাবল করার একটা সুযোগ দিলো ইউজারদের তখন আমার কাছে এটা স্কাম মনে হইছে। এরা অনেক পরিকল্পনা করতেছে ভালো কিছু করার জন্য তবে SOL ওদের বিপক্ষে কথা বলায় প্রথমেই এরা একটা হোচট খেয়ে গেছে। TON এদের সাপোর্ট করছে তবে আমি মনে করছি না যে TON এর সাপোর্টে তারা বেশি দূর পর্যন্ত যেতে পাড়বে। TON প্রায় সকল প্রজেক্টকে সাপোর্ট করতেছে বিশেষ করে যাদের কমিউনিটি বড় যেমন Hamster, catizen, tapswap. TON তাদের চেইনের ইউজার বাড়ানোর জন্য বড় বড় কমিউনিটি ওয়ালা প্রজেক্টের সাপোর্ট করতে শুরু করেছে। এটা TON এর ব্যাক্তিগত লাভের জন্য। আর Tapswap কয়েন ডাবল করার অফার দিয়ে যে TON গুলা হাতিয়ে নিছে সেগুলা ব্যবহার করে টোকেন এক্সচেঞ্জে লিস্ট করতে পারবো। তাই হান্টাররা কিছু প্যামেন্ট পাইতে পারে। তবে এখান থেকে বড় কিছু আশা করা বোকামি হবে।

Quote
শেষ কয়েকদিনে আমি পেমেন্ট পেয়েছি ATH, এবং Blast থেকে। আশা করেছিলাম ব্লাষ্ট থেকে ৫০০ ডলারের বেশি পাবো। কিন্তু পেলাম মাত্র ৩৫০ ডলারের মতো। যেটার দাম কমে এখন ২৫০ ডলারের মতো আছে। যদিও আমি এয়ারড্রপের প্রফিট হোল্ড করা পছন্দ করি। কারন এয়ারড্রপ হান্টারদের ডাম্পিং শেষ হলে কয়েন আবার পাম্প করবে বলে আমি মনে করি।
এয়ারড্রপ থেকে $৩৫০ প্যামেন্ট পাওয়ার অনেক বড় কিছু। এয়ারড্রপ থেকে তারাই কোপাইতে পারে যাদের অনেক রেফার আছে যারা একটা টেলিগ্রাম চ্যানেল /গ্রুপ বা ইউটিউব চ্যানেল গড়তে পেড়েছে ৩০০-৫০০ রেফার যাদের হয় তারা ইচ্ছে মতো কোপায়। আর আমাদের মতো যারা রেফার করতে না পাড়ে তাদের কাছে এয়ারড্রপ থেকে ১০০-২০০$ অনেক বড় কিছু।

Quote
নোটঃ এই ফোরামেও আমি নতুন একটা থ্রেড খুলেছি, যেখানে এয়ারড্রপ আপডেট গুলো পোষ্ট করার চেষ্টা করবো। Airdrop updates by Learn Bitcoin
এটা একটা ভালো উদ্যোগ, নিয়মিত আপডেট পেলে সময় মতো কিছু টাস্ক পুরন করে এবং সঠিক সময়ে বিভিন্ন একশন নিয়ে এয়ারড্রপ থেকে শর্টকাটে কিছু ভালো প্রফিট করা যায় যেমন HOT থেকে ৭ দিনের রেফার ইভেন্ট থেকে অনেকে অনেক HOT কালেক্ট করতে পেড়েছে, অনেক এই ইভেন্টের মাধ্যমে নতুন নতুন HOT এ জয়েন করে যতটা HOT কালেক্ট করেছে সে পরিমান hot তারাও মাইন করতে পারেনাই যারা ৩-৪ মাস যাবত এটা মাইন করতেছে।
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
July 01, 2024, 01:21:40 AM
সত্যি বলতেছি আমরা কোনভাবেই নিজেকে ক্ষমা করতে পারবোনা যেখানে আমরা তিন বেলা পেট ভরে খাচ্ছি অথচ বর্তমান সময়ে এসেও ফিলিস্তিনবাসীরা না খেয়ে দিন পার করছে। আল্লাহ জানি ফিলিস্তিনবাসীকে কোন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে অতিক্রম করাচ্ছে। আল্লাহ সুবহানাহু তায়ালা কবে ফিলিস্তিনবাসীকে এই সমস্ত কঠিন দিন থেকে মুক্তি দেবে। কবে ফিলিস্তিন বাশির উপরে রহমতের সূর্য উঠবে ।আল্লাহতালা ফিলিস্তিনবাসীকে রক্ষা করুক তাদের তুমি সকল অভাবনটন দুঃখ দুর্দশা ক্লান্তি মৃত্যু থেকে রক্ষা করো হেফাজত কর। নিচের ভিডিও দেখে সত্যিই নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যেখানে আমরা সুখে শান্তিতে জীবন যাপন করছি ঠিক সেখানে কত ছোট ছোট শিশুরা, যুবক ভাইয়েরা, মা-বোনেরা, মৃত্যুর সাথে প্রতিদিন লড়াই করছে। আল্লাহতালা ফিলিস্তিনবাসীকে রক্ষা করো সকল প্রকার আজাব থেকে মুক্তি দাও।
https://www.facebook.com/share/v/qqMY6bwVBJWE1JC5/?mibextid=oFDknk
এটা অনেক মর্মান্তিক একটা ঘটনা ভাই যেটা আমরা মুসলমানদের জন্য অপমান জনক একটা ঘটনা। ফিলিস্তিন এমন অবস্থায় বিরাজ করছে যে যেটা বলে বোঝানো যাবে না। আল্লাহ্ তাদের আর কত পরিক্ষা করবে জানিনা। আমরা মুসলিম বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছি কিন্তু করতে পারতেছি না। আমরা সত্যি অনেক খারাপ অবস্থায় বিরাজ করতেছি যেটা বলে বোঝানো যাবে না। দেশটি স্বাধীন পেয়েছে কিন্তু এই স্বাধীন কতটা কার্যকর জানিনা। আর দীর্ঘদিন যুদ্ধের পরে দেশটি অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে গেছে। তারা এমনেতেই গরিব দেশ তারা যুদ্ধ করে শেষ হয়ে গেছে। তাদের পাশে দাড়ানো দরকার। জানিনা তাদের এই কষ্টের দিন কতদিনে শেষ হবে। দোয়া করি আল্লাহ্ যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাদের কষ্টের দিন। তাদের অন্যায়ভাবে যারা অত্যাচার করেছে তাদের আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ্ এগুলোর বিচার অবশ্যই করবে একদিন আগে আর পরে। আল্লাহ্ ফিলিস্তিন বাসীদিের রক্ষা করো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 30, 2024, 07:45:26 AM
বর্তমান সিজনটা Airdrop করেই পার করে দিচ্ছি এখন পর্যন্ত নট কয়েন পেমেন্ট করেছে বাকি কোনোটাই পেমেন্ট করে নাই। Hamster Kombat বর্তমানে রেকর্ড সংখ্যক ভাইরাল হয়েছে ফলে এর পেমেন্ট নিয়ে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। Tapswap আসলেও পেমেন্ট করবে কিনা এটাও আমরা সন্দেহ প্রকাশ করছি। কিন্তু Memefi এই প্রজেক্ট আমাদের খুব আশ্বাস দিচ্ছে এবং তারা বলছে ৯০% কমিউনিটির জন্য বরাদ্দ করা হয়েছে। যদিও এর সাপ্লাই অনেক কম বলতে গেলে ১০০০ কোটি টোটাল সাপ্লাই যার মধ্যে ৯০% যদি কমিউনিটির জন্য বরাদ্দ করা হয় তাহলে 900 কোটি কমুনিটির জন্য দিয়ে দিবে। এজন্য প্রজেক্টটা আমি রিজেক্ট করেছিলাম যে হয়তো কমিউনিটিতে আশা দিয়ে পরবর্তীতে হয়তো আমাদের টোকেন দেবে না। কিন্তু কালকে Kucoin  এর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এই প্রজেক্ট নিয়ে পোস্ট করেছে যাতে মনে হল হয়তো ভবিষ্যতেই প্রজেক্টর কম করে হলেও Kucoin এ লিস্ট হবে তাই কালকে থেকে পুনরায় করা আরম্ভ করে দিয়েছি। যা হোক দেখি যে কয়দিন বাকি আছে এই কয়দিনে কিছু করতে পারি কিনা। আপনারা যদি এই এয়ারড্রোপটি না করে থাকেন তাহলে আজই আপনারা জয়েন হতে পারেন।

ট্যাপসোয়াপ এতো বড় কমিউনিটি বানানোর পড়েও তারা কি করছে, কি না করছে, সেই ব্যাপারে তেমন কোনো আপডেট বা প্রোগ্রেস দেখা যাচ্ছে না। আমি কিছুদিন আগে ক্রিপ্টো লাইব্রেরীকে বলছিলাম যে ভাই, এটা যে পরিমানে মাইনিং হয়েছে, তারা কি এলোকেশন দিবে, কেউ জানে না। কয়েন দিগুন করার জন্য যে টুন দিয়ে পেমেন্ট নিচ্ছিলো ট্যাপ সোয়াপ, এটা আমার কাছে রেড ফ্লাগ মনে হয়েছে। তাই আমি এটাতে তেমন বেশি সময় দিচ্ছি না। আপাতত অন্যান্য প্রজেক্টগুলোতে সময় দিচ্ছি।

শেষ কয়েকদিনে আমি পেমেন্ট পেয়েছি ATH, এবং Blast থেকে। আশা করেছিলাম ব্লাষ্ট থেকে ৫০০ ডলারের বেশি পাবো। কিন্তু পেলাম মাত্র ৩৫০ ডলারের মতো। যেটার দাম কমে এখন ২৫০ ডলারের মতো আছে। যদিও আমি এয়ারড্রপের প্রফিট হোল্ড করা পছন্দ করি। কারন এয়ারড্রপ হান্টারদের ডাম্পিং শেষ হলে কয়েন আবার পাম্প করবে বলে আমি মনে করি।

নোটঃ এই ফোরামেও আমি নতুন একটা থ্রেড খুলেছি, যেখানে এয়ারড্রপ আপডেট গুলো পোষ্ট করার চেষ্টা করবো। Airdrop updates by Learn Bitcoin
sr. member
Activity: 518
Merit: 268
June 30, 2024, 05:17:11 AM


বর্তমান সিজনটা Airdrop করেই পার করে দিচ্ছি এখন পর্যন্ত নট কয়েন পেমেন্ট করেছে বাকি কোনোটাই পেমেন্ট করে নাই। Hamster Kombat বর্তমানে রেকর্ড সংখ্যক ভাইরাল হয়েছে ফলে এর পেমেন্ট নিয়ে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। Tapswap আসলেও পেমেন্ট করবে কিনা এটাও আমরা সন্দেহ প্রকাশ করছি। কিন্তু Memefi এই প্রজেক্ট আমাদের খুব আশ্বাস দিচ্ছে এবং তারা বলছে ৯০% কমিউনিটির জন্য বরাদ্দ করা হয়েছে। যদিও এর সাপ্লাই অনেক কম বলতে গেলে ১০০০ কোটি টোটাল সাপ্লাই যার মধ্যে ৯০% যদি কমিউনিটির জন্য বরাদ্দ করা হয় তাহলে 900 কোটি কমুনিটির জন্য দিয়ে দিবে। এজন্য প্রজেক্টটা আমি রিজেক্ট করেছিলাম যে হয়তো কমিউনিটিতে আশা দিয়ে পরবর্তীতে হয়তো আমাদের টোকেন দেবে না। কিন্তু কালকে Kucoin  এর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এই প্রজেক্ট নিয়ে পোস্ট করেছে যাতে মনে হল হয়তো ভবিষ্যতেই প্রজেক্টর কম করে হলেও Kucoin এ লিস্ট হবে তাই কালকে থেকে পুনরায় করা আরম্ভ করে দিয়েছি। যা হোক দেখি যে কয়দিন বাকি আছে এই কয়দিনে কিছু করতে পারি কিনা। আপনারা যদি এই এয়ারড্রোপটি না করে থাকেন তাহলে আজই আপনারা জয়েন হতে পারেন।
sr. member
Activity: 784
Merit: 372
June 30, 2024, 12:40:58 AM


২৭শে জুন ২০২৪ তারিখে সংবাদপত্রে প্রচার হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ২৪০ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিটকয়েন কয়েনবেসে স্থানান্তর করেছে।
এই আশঙ্কায় ইউএস সরকারের বিশাল বিটকয়েন রিজার্ভ থেকে সামান্য কিছু পরিমাণ বিক্রি করতে পারে, এবং বর্তমান সময়ের সেই আশঙ্কায় বিটকয়েন বাজার নিম্নমুখী চাপ সৃষ্টি করতে পারে। এখানে মোট বিটকয়েন এর পরিমাণ ছিল 3940 টি যা কয়েনবেসে পাঠানো হয়েছে। here

সাধারণত বর্তমান বিটকয়েন বাজার নিম্নগতি হওয়ার একমাত্র কারণ আমার মনে হয় এটি চিহ্নিত হবে, বিটকয়েন বাজার 70k ডলার থেকে বর্তমান সময়ে 60k ডলার পর্যন্ত স্পর্শিত হয়েছে। তবে অনেকেই এখন ধারণা করছেন এই বিটকয়েন বাজার ৫০ হাজার ডলারে পর্যন্ত ফিরে আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 30, 2024, 12:10:28 AM
সত্যি বলতেছি আমরা কোনভাবেই নিজেকে ক্ষমা করতে পারবোনা যেখানে আমরা তিন বেলা পেট ভরে খাচ্ছি অথচ বর্তমান সময়ে এসেও ফিলিস্তিনবাসীরা না খেয়ে দিন পার করছে। আল্লাহ জানি ফিলিস্তিনবাসীকে কোন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে অতিক্রম করাচ্ছে। আল্লাহ সুবহানাহু তায়ালা কবে ফিলিস্তিনবাসীকে এই সমস্ত কঠিন দিন থেকে মুক্তি দেবে। কবে ফিলিস্তিন বাশির উপরে রহমতের সূর্য উঠবে ।আল্লাহতালা ফিলিস্তিনবাসীকে রক্ষা করুক তাদের তুমি সকল অভাবনটন দুঃখ দুর্দশা ক্লান্তি মৃত্যু থেকে রক্ষা করো হেফাজত কর। নিচের ভিডিও দেখে সত্যিই নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যেখানে আমরা সুখে শান্তিতে জীবন যাপন করছি ঠিক সেখানে কত ছোট ছোট শিশুরা, যুবক ভাইয়েরা, মা-বোনেরা, মৃত্যুর সাথে প্রতিদিন লড়াই করছে। আল্লাহতালা ফিলিস্তিনবাসীকে রক্ষা করো সকল প্রকার আজাব থেকে মুক্তি দাও।
https://www.facebook.com/share/v/qqMY6bwVBJWE1JC5/?mibextid=oFDknk
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 29, 2024, 12:59:48 AM
full member
Activity: 532
Merit: 229
June 28, 2024, 11:44:32 AM
আজকে pizza ভোটিং কনটেস্ট এ বিজয়ী ঘোষনা করা হয়েছে. যারা বিজয়ী হয়েছেন তাদের পিজ্জা গুলো আসলেই অনেক সুন্দর. আমি বিজয়ী ভাইদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি. যদিও দুর্ভাগ্যবশত আমাদের লোকাল বোর্ড থেকে কেউই বিজয়ী হতে পারেনি. তবে যাই হোক আমি এটি নিয়ে কোন রকম মন খারাপ করছি না, কারণ যারা প্রকৃতপক্ষে বিজয়ী হওয়ার যোগ্য তারাই বিজয়ী হতে পেরেছেন. কারণ এটি ফোরামের প্রতিটি সদস্যের মতামতের উপর ভিত্তি করে বিজয়ী ঘোষণা করা হয়েছে. যেটি ব্যক্তিগতভাবে আমার খুব বেশি ভালো লেগেছে.

২০২৪ সালের pizza কনটেস্ট টি এত সুন্দর ভাবে পরিচালনা করার জন্য পরিচালকদের আমি মন থেকে সম্মান এবং শুভেচ্ছা জানাই. কারণ এত বড় একটা কনটেস্ট পরিচালনা করা মুখের কথা নয়, এর পেছনে কঠোর পরিশ্রম করেছেন তারা.

যাইহোক যারা বিজয়ী তাদেরকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন.
member
Activity: 108
Merit: 46
June 28, 2024, 06:53:37 AM
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
June 27, 2024, 10:57:57 PM

বর্তমানে যারা ইউরো কাপ দেখছেন কোপা আমেরিকা অথবা আইসিসি টি২০ ওয়াল্ড কাপ। তাদের জন্য সতর্কবার্তা অনেক সময় দেখতে পাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফ্রিতে লাইভ খেলা দেখানোর কথা বলতেছে পাশাপাশি এর জন্য অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড করতে বলছে। এসব থেকে সাবধান থাকবেন।
বর্তমানে মেডুসা নামের একটি  মেলওয়ার পুনরায় সরিয়ে দিচ্ছে হ্যাকাররা এটি আপনার কম্পিউটারে বা ডিভাইসে একবার ইন্সটল হয়ে গেলে আপনার সকল তথ্য এবং গোপন তথ্য হ্যাকারের হাতে চলে যাবে।
যদিও হ্যাকাররা এই ফিশিং এটাক ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে তারপরেওমাগনা ফ্রী স্ট্রিম দেখতে অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড যাইয়েন না। নইলে হ্যাকাররা পুত করে দেবে।
ধন্যবাদ ভাই ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা দেখার খুবই বক্ত খেলা শুরু হলেই আমি যেকোনো অবস্থাতে খেলা দেখি যেকোনো অবস্থাতেই যদি দেখার মতো সুযোগ থাকে। যদি লাইভ দেখা অসম্ভব হয় তখন Cricbuz ব্যবহার করে স্কোর দেখি। ফেসবুকে লাইভ ভিডিও দেখতে গেলে সারাক্ষণ এড দিতে থাকে এমন বলে এই লিংকে ক্লিক করে করুন লাইভ লেখা দেখুন আসলে এগুলো কিছুই না এগুলো তাদের একটা ফাঁদ এই ফাঁদে পা দেওয়া যাবেনা। আমি কখনোই এগুলোো এপস নামাই না ফোনে। সতর্ক করার জন্য ধন্যবাদ আপনাকে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 27, 2024, 06:17:19 PM

আমার ক্রিকেট খেলা দেখার প্রতি খুব মনোযোগ তাই মাঝে মধ্যে বিভিন্ন apps বিশেষ করে বেশ প্রায় বছরখানেক ধরে HDStreamz অ্যাপসটি ব্যবহার করে বিভিন্ন খেলা উপভোগ করতাম। কিন্তু মাঝেমধ্যে এ সমস্ত অ্যাপস আপডেট নিত এজন্য ভালো লাগতো না তাই ফেসবুকে ঢুকে মাঝেমধ্যে ক্রিকেট খেলা দেখতাম। সেখানেও বিরক্তি বিশেষ করে বিভিন্ন ব্যাটিং সাইটের বিজ্ঞাপন গুলো খুবই বিরক্তিকর । তবে আপনার এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা অনলাইনে কোন সতর্কতা অবলম্বন না করেই বিভিন্ন লিংকে প্রবেশ করে অ্যাপস ডাউনলোড সহ একাধিক কাজ করে থাকেন তাদের জন্য অবশ্যই অগ্রিম সতর্কতা হিসেবে ধরে নেওয়া যাবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক
member
Activity: 108
Merit: 46
June 27, 2024, 01:32:10 PM
সতর্কবার্তা অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড করে খেলা দেখায়

বর্তমানে যারা ইউরো কাপ দেখছেন কোপা আমেরিকা অথবা আইসিসি টি২০ ওয়াল্ড কাপ। তাদের জন্য সতর্কবার্তা অনেক সময় দেখতে পাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফ্রিতে লাইভ খেলা দেখানোর কথা বলতেছে পাশাপাশি এর জন্য অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড করতে বলছে। এসব থেকে সাবধান থাকবেন।
বর্তমানে মেডুসা নামের একটি  মেলওয়ার পুনরায় সরিয়ে দিচ্ছে হ্যাকাররা এটি আপনার কম্পিউটারে বা ডিভাইসে একবার ইন্সটল হয়ে গেলে আপনার সকল তথ্য এবং গোপন তথ্য হ্যাকারের হাতে চলে যাবে।
যদিও হ্যাকাররা এই ফিশিং এটাক ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে তারপরেওমাগনা ফ্রী স্ট্রিম দেখতে অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড যাইয়েন না। নইলে হ্যাকাররা পুত করে দেবে।

এই বিষয়ে আপডেটটি আমি এই পোস্ট থেকে জেনেছি- https://bitcointalksearch.org/topic/be-careful-about-free-streaming-of-uefa-euro-2024-medusa-malware-5501220

এই বিষয়ে বিস্তারিত দেখতে এখানে ভিজিট করতে পারেন- https://www.cleafy.com/cleafy-labs/medusa-reborn-a-new-compact-variant-discovered
full member
Activity: 420
Merit: 130
June 27, 2024, 12:55:56 PM
আমাদের টপ ব্যাটসম্যানদের যে ব্যর্থতা, বরাবরের মত সেটি গত ম্যাচেও অব্যাহত ছিল, বাংলাদেশ দল বোলিংয়ে বরাবরই তার বিপক্ষের দলকে একটি ভালো স্কোরের মধ্যে আটকে রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু ব্যাটিংয়ে তারা বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে দিয়েছে. বিশেষ করে সাকিব আল হাসান. তাকে কোন কারনে যে অলরাউন্ডার স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি আমি কোনভাবে মিলাতে পারি না. তাকে শুধু অলরাউন্ডার এর স্বীকৃতি থেকেই নয় বরং বাংলাদেশ টিম থেকে বের করে দেওয়া উচিত. মানে কি আর বলবো. গত ম্যাচে তারা এমন ভাবে পারফর্ম করেছে যেন তাদের কোন এনার্জিই নেই.

এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে এই অল্প রান যদি তারা চেজ না করতে পারে, তাহলে এদের দিয়ে হবে টা কবে ? তারা যে আজকে সেমিতে খেলবে এই ধরনের মন মানসিকতা নিয়ে তারা মাঠে নামেনি. তাদের ব্যাটিং করার কোন অ্যাঙ্গেল বা ফিটনেস কোন কিছুই নেই, মনে হয় তাদের গায়ে কোন শক্তিই নেই. তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ম্যাচ খেলানোর কোন লাভ নেই, এদেরকে যাই দেওয়া হোক, দিনশেষে তারা আমাদের ফলাফল এনে দিবে শূন্য.

সাকিব আল হাসান এক সময় বাংলাদেশের জন্য খুব ভালোভাবে নিজেকে উজাড় করে দিয়ে সার্ভিস দিত কিন্তু বর্তমানে তার মধ্যে কোন প্রকারের অলরাউন্ডার এর নৈপণ্য দেখতে পাওয়া যাচ্ছে না। তাছাড়া আমি বাংলাদেশের কয়েকজন ব্যাটসম্যান কে ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি দিতে পারি না বিশেষ করে তানজিদ হাসান ইনি কি কারনে ব্যাটসম্যান হলেন বলতে পারব না। শুরুতে বাংলাদেশকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে আউট হয়ে যায় বিশেষ করে জিরো রানে আউট হয়ে যাওয়াটা তার জন্য একটি কমন বিষয় হয়ে গেছে। একে অতি তাড়াতাড়ি সারা জীবনের জন্য বাদ দিয়ে দেওয়া উচিত।
হ্যাঁ বাংলাদেশের ভোলার রা যথেষ্ট রকমের ভালো সার্ভিস দিয়ে কর্তৃপক্ষ দলকে খুব অল্প রানের মধ্যে আটকে রাখতে পারে কিন্তু পরবর্তীতে যারা কাজ করবে বিশেষ করে ব্যাটসম্যানরা তারা সঠিক রেজাল্ট এনে দিতে পারেনা। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানরা যতটা ভালো খেলে উপরের টপ অর্ডারের ব্যাটসম্যানরা তানজিদ হাসান রা অতটা ভালো সার্ভিস দিতে পারেনা এজন্য প্রত্যেক ম্যাচে বাংলাদেশকে পরাজিত হতে হয়। ব্যাটসম্যানদের কৌশলগত পরিবর্তন আসলে কখনো বাংলাদেশ ভালো একটি টিমে পরিণত হতে পারবে না।
full member
Activity: 532
Merit: 229
June 27, 2024, 11:50:33 AM
যেই মুহুর্তে বাংলাদেশের ৩.১ ওভারে ৩৯ রান নিলে সেমি ফাইনালে কোয়ালিফাই করতে পারে, সেই টাইমে আমাদের সাইলেণ্ট কিলার মাহমুদুল্লাহ একই ওভারে ৫ টি ডট বল খেললেন। এই ইন্টেন্ট দেখে কোনো ভাবে মনে হয় যে এরা সেমি ফাইনালের জন্য খেলেছে? যেখানে আপনার টপ অর্ডার রা ধুমিয়ে ব্যাট করে রান সে যায়গায় নিয়ে গেছে, এখন ৩ ওভারে ৩৯ নিলে হচ্ছে, হারলে তো বাদ পড়বেন জানেন, তাহলে এই সময়ে ডিফেন্ড করে খেলার কি প্রয়োজন ছিলো?
সাইলেন্ট কিলার এইরকম কত ম্যাচ থেকে যে আমাদেরকে বের করে দিয়েছে সেটার হিসেব খুজে পাবেন না। কারণ তিনি এইভাবেই সাইলেন্টলি আমাদের মেরে দিয়েছেন।
এইসব কারণেই আমি বাংলাদেশ দলকে এখন আর আগের মতো সামর্থন করি না। বাংলাদেশ টিম প্রতিটি ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। বাংলাদেশ দল মাঝেমধ্যে এমন সব ম্যাচ হেরে যায়, যেগুলো দেখে মনে হয় এখন বাংলাদেশ দলের সমস্ত প্লেয়ারদের কে চাষবাসের কাজে লাগিয়ে দেওয়া উচিত, তাদের দিয়ে আর ম্যাচ জেতার আশা করা যায় না। সেমিফাইনালে ওঠার মত একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে কিনা তারাও জানে যে এই ম্যাচটি জিততে পারলেই তবেই তারা সেমিফাইনালে উঠে যাবে এবং হেরে গেলে আউট হবে। তারপরও তারা এমনভাবে খেললো যেন তাদের খেলার প্রতি কোন গুরুত্বই নেই। 

আমাদের টপ ব্যাটসম্যানদের যে ব্যর্থতা, বরাবরের মত সেটি গত ম্যাচেও অব্যাহত ছিল, বাংলাদেশ দল বোলিংয়ে বরাবরই তার বিপক্ষের দলকে একটি ভালো স্কোরের মধ্যে আটকে রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু ব্যাটিংয়ে তারা বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে দিয়েছে. বিশেষ করে সাকিব আল হাসান. তাকে কোন কারনে যে অলরাউন্ডার স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি আমি কোনভাবে মিলাতে পারি না. তাকে শুধু অলরাউন্ডার এর স্বীকৃতি থেকেই নয় বরং বাংলাদেশ টিম থেকে বের করে দেওয়া উচিত. মানে কি আর বলবো. গত ম্যাচে তারা এমন ভাবে পারফর্ম করেছে যেন তাদের কোন এনার্জিই নেই.

এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে এই অল্প রান যদি তারা চেজ না করতে পারে, তাহলে এদের দিয়ে হবে টা কবে ? তারা যে আজকে সেমিতে খেলবে এই ধরনের মন মানসিকতা নিয়ে তারা মাঠে নামেনি. তাদের ব্যাটিং করার কোন অ্যাঙ্গেল বা ফিটনেস কোন কিছুই নেই, মনে হয় তাদের গায়ে কোন শক্তিই নেই. তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ম্যাচ খেলানোর কোন লাভ নেই, এদেরকে যাই দেওয়া হোক, দিনশেষে তারা আমাদের ফলাফল এনে দিবে শূন্য.
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 27, 2024, 09:59:55 AM
রিয়াদ ভাই গা বাচানো ম্যাচ খেলে। সে আমাদের মারা যেটা দিয়েছে সেটা কি কম? ২০১২ এর এশিয়া কাপ ফাইনাল দেখেন, ২০১৬ ভারতের বিপক্ষে ফাইনাল দেখেন।
এই বিশ্বকাপে আফ্রিকার বিপক্ষে রিয়াদের ইনিংসটা দেখেন- ১৩ বলে ১৩ থেকে ২৭ বলে ২০ রান কোনভাবেই যায় না।
কিংবা গত কালকের ম্যাচটাই দেখেন। এমন না যে উনার গ্যামিং সেন্স নাই। উনি নিজের ব্যাটে স্কোরকে প্রাধান্য দিয়েছেন যেন দিনশেষে স্ট্যাটস তার পক্ষে কথা বলে।
বাই দ্য ওয়ে, আপনি বলেছেন অনেক ম্যাচ উনি দাঁড়িয়ে থেকে বাঁচিয়েছেন। আপনি জানেন কি আপনি আসলে হাতে গোনা ২/১ টা ম্যাচ দেখাতে পারবেন শুধু?

ম্যাচ বাচিয়েছে এমন বলতে পারবো না হয়তো, তবে সম্মান বাচিয়েছে এমন অনেক ম্যাচ আছে। বাংলাদেশের জন্মগত অভ্যাস হলো অল্প রানে কোলাপ্স করা। আর সেইসব ম্যাাচগুলোতে রিয়াদ দাড়িয়ে থেকে চেষ্টা করে গেছে। কখনো কখনো সম্মানজনক হার উপহার দিয়েছে। ম্যাচ জেতানোর কথা যদি বলেন, তাহলে আমাদের সবচাইতে ফেমাস উইন নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে ৬ মেরে ম্যাচ জেতানোর কথা বলতে পারি। তবে উনি একজন ম্যাচিউরড ব্যাটার। উনি সাধারনত ধীর গতির ব্যাটিং করে। এটা সিলেক্টাররা কি জানে না? মাহমুদুল্লাহ ৫০ ওভারের ম্যাচের জন্য হয়তো ঠিক আছে যেখানে ১০ ওভার উনি ঠেকিয়ে দেয়ার সামর্ধ্য আছে। কিন্তু ২০ ওভারের ম্যাচে ওনাকে নিয়ে রাখার কোনো মানে হয় না। আসলে ওনার সামর্থ্য কিন্তু আছে বিগ হিট করার, কিন্তু উনি যে ধরনের ইনিংস খেলেছেন, এরপর আর কিছু বলা যায় না।
মাহমুদুল্লাহ রিয়াদ তিনি একজন বিজ্ঞ ও ধীরগতির খেলোয়াড় এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না এজন্য তাকে নিয়ে ছোট্ট একটা গল্প শেয়ার করব। আমার গ্রামে খুব রিষ্টপৃষ্ঠ টাইপের একজন যুবক বর্তমানে ৪২ উর্দ্ধে বয়স নাম জলিল কাকা। গ্রামে হাডুডু খেলা অনুষ্ঠিত হলে ওই লোকটা মাঠে নামতো পুরো খেলাতে দুই থেকে তিনবার পেলেয়াড় ধরে রাখত কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুই থেকে তিন বারের উপরে একটি খেলা সে ধরতো না। কিন্তু যাকে ধরত সে ছুটে যেতে পারত না।
মাহমুদুল্লাহ রিয়াদ ঠিক ওই টাইপের একজন খেলোয়াড় যতই আমরা তাকে নিয়ে আলোচনা সমালোচনা করি না কেন একটা খেলায় পুরো ইনিংসে সে এত ধীরগতিতে ইনিংস খেলে যে 60 বলে 50 রান সংগ্রহ করবে কিন্তু সেখানে বিগ হিট থাকবে 1 টি বা দুটি। তবু মাহমুদুল্লাহ রিয়াদকে আমার একজন ক্লাসিক খেলোয়াড় হিসেবে ভালই লাগে যার কারণে আমি মাহমুদুল্লাহ রিয়াদ সম্পর্কে কোন মন্তব্য করতে চাই না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 27, 2024, 05:55:48 AM
রিয়াদ ভাই গা বাচানো ম্যাচ খেলে। সে আমাদের মারা যেটা দিয়েছে সেটা কি কম? ২০১২ এর এশিয়া কাপ ফাইনাল দেখেন, ২০১৬ ভারতের বিপক্ষে ফাইনাল দেখেন।
এই বিশ্বকাপে আফ্রিকার বিপক্ষে রিয়াদের ইনিংসটা দেখেন- ১৩ বলে ১৩ থেকে ২৭ বলে ২০ রান কোনভাবেই যায় না।
কিংবা গত কালকের ম্যাচটাই দেখেন। এমন না যে উনার গ্যামিং সেন্স নাই। উনি নিজের ব্যাটে স্কোরকে প্রাধান্য দিয়েছেন যেন দিনশেষে স্ট্যাটস তার পক্ষে কথা বলে।
বাই দ্য ওয়ে, আপনি বলেছেন অনেক ম্যাচ উনি দাঁড়িয়ে থেকে বাঁচিয়েছেন। আপনি জানেন কি আপনি আসলে হাতে গোনা ২/১ টা ম্যাচ দেখাতে পারবেন শুধু?

ম্যাচ বাচিয়েছে এমন বলতে পারবো না হয়তো, তবে সম্মান বাচিয়েছে এমন অনেক ম্যাচ আছে। বাংলাদেশের জন্মগত অভ্যাস হলো অল্প রানে কোলাপ্স করা। আর সেইসব ম্যাাচগুলোতে রিয়াদ দাড়িয়ে থেকে চেষ্টা করে গেছে। কখনো কখনো সম্মানজনক হার উপহার দিয়েছে। ম্যাচ জেতানোর কথা যদি বলেন, তাহলে আমাদের সবচাইতে ফেমাস উইন নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে ৬ মেরে ম্যাচ জেতানোর কথা বলতে পারি। তবে উনি একজন ম্যাচিউরড ব্যাটার। উনি সাধারনত ধীর গতির ব্যাটিং করে। এটা সিলেক্টাররা কি জানে না? মাহমুদুল্লাহ ৫০ ওভারের ম্যাচের জন্য হয়তো ঠিক আছে যেখানে ১০ ওভার উনি ঠেকিয়ে দেয়ার সামর্ধ্য আছে। কিন্তু ২০ ওভারের ম্যাচে ওনাকে নিয়ে রাখার কোনো মানে হয় না। আসলে ওনার সামর্থ্য কিন্তু আছে বিগ হিট করার, কিন্তু উনি যে ধরনের ইনিংস খেলেছেন, এরপর আর কিছু বলা যায় না।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 26, 2024, 06:12:24 AM
আমাদের মাঝেই একটা দল আছে যে আমরা রিয়াদ ভাইকে প্রচুর ভালোবাসি। অনেক ম্যাচে উনি দাঁড়িয়ে থেকে ম্যাচ বাচিয়েছেন।
রিয়াদ ভাই গা বাচানো ম্যাচ খেলে। সে আমাদের মারা যেটা দিয়েছে সেটা কি কম? ২০১২ এর এশিয়া কাপ ফাইনাল দেখেন, ২০১৬ ভারতের বিপক্ষে ফাইনাল দেখেন।
এই বিশ্বকাপে আফ্রিকার বিপক্ষে রিয়াদের ইনিংসটা দেখেন- ১৩ বলে ১৩ থেকে ২৭ বলে ২০ রান কোনভাবেই যায় না।
কিংবা গত কালকের ম্যাচটাই দেখেন। এমন না যে উনার গ্যামিং সেন্স নাই। উনি নিজের ব্যাটে স্কোরকে প্রাধান্য দিয়েছেন যেন দিনশেষে স্ট্যাটস তার পক্ষে কথা বলে।
বাই দ্য ওয়ে, আপনি বলেছেন অনেক ম্যাচ উনি দাঁড়িয়ে থেকে বাঁচিয়েছেন। আপনি জানেন কি আপনি আসলে হাতে গোনা ২/১ টা ম্যাচ দেখাতে পারবেন শুধু?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 26, 2024, 05:28:59 AM
সাইলেন্ট কিলার এইরকম কত ম্যাচ থেকে যে আমাদেরকে বের করে দিয়েছে সেটার হিসেব খুজে পাবেন না। কারণ তিনি এইভাবেই সাইলেন্টলি আমাদের মেরে দিয়েছেন।

আমাদের মাঝেই একটা দল আছে যে আমরা রিয়াদ ভাইকে প্রচুর ভালোবাসি। অনেক ম্যাচে উনি দাঁড়িয়ে থেকে ম্যাচ বাচিয়েছেন। কিন্তু এই ফরম্যাটে রিয়াদ ভাই কি আসলেই খেলতে পারে? বা খেলার মতো ফিটনেস ওনার এখনো আছে? বোলিং তিনি মাঝে মাঝে ভালো করেন, কখনো কখনো খারাপ করেন। অনেক সময় দলের প্রয়োজনে ঝড়ো ব্যাটিং করেন। কিন্তু লাস্ট ম্যাচ টা দেখার পর কোনোভাবেই আমার মনে হচ্ছে না যে উনি এই ফরম্যাট এর গেম খেলার জন্য পারফেক্ট। অনেক মানুষ ওনার পক্ষে কথা বলতে পারে এই কারনে যে ওনাদের বিকল্প বাংলাদেশ টিম বানাতে পারেনি। মাথা মোটা সিলেকটর গুলো আসলে কোন বাল ফালায় আল্লাহ জানে। মেহেদি মিরাজ থাকলে একটা ভরসা পেতাম যে সে একটু ঝড়ো ব্যাট চালাবে।

শুন্য সরকার বলেন আর লিটন ঘাস বলেন, এদের কিন্তু এবিলিটি আছে। কিন্তু এদের জাতীয় দলের বাইরে কোনো ক্যাম্পে রেখে কাজ করানো হয় বলে আমার মনে হয় না। সাব্বির, নাঈম ইসলামের মতো ব্যাটার কে বিসিবির আন্ডারে রেখে শুধুমাত্র টি ২০ এর জন্য বানানো যেতো। কিন্তু মাথামোটা গুলো কখনোই এটা করবে না, তারা যে টিম দিয়ে টেস্ট খেলাবে, সেই টিম দিয়েই টি ২০ খেলাবে। 
Pages:
Jump to: