"সাহায্য চাই"
আমি সেসব মানুষদেরকে পছন্দ করি না, যারা শুধু মাত্র নিজেদের বেনিফিট পাওয়ার জন্য অন্যদেরকে ইউজ করে। আপনি ফোরামে আছেন লম্বা সময় ধরে। আমার মনে পড়ে না যে লোকাল থ্রেড এ আপনার পোষ্ট কখনো দেখেছি কি না। প্রথমত, আপনি যদি এখানে একটিভ থাকতেন তাহলে এটা জানা থাকতো যে এভাবে পোষ্ট করে মেরিট চাওয়া ফোরামের নিয়মের বাইরে। আর আমাদের থ্রেড এর কিছু মেম্বার আছে যারা প্রাইভেটলি হেল্প করে থাকে। আপনি যদি থ্রেড এ কিছুদিন একটিভ থেকে কাউকে মেসেজ করতেন, তাহলে আপনি হয়তো হেল্প পাইতেন।
আমিও বুঝলাম না সে কখনো এই বাংলার থ্রেডে পোস্ট করেনি কিন্তু হঠাৎ তার দরকারে এসে পোস্ট করেছে কিন্তু দরকারটা এরকম যে তার বেনিফিটেবল। এগুলো কেমন বুঝলাম না আমি। অনেকে আছে যারা তাদের সাবটা দিয়ে অনেক কষ্ট করতেছে বা অন্যকে সাহায্য করতে চেষ্টা করতেছে এবং বাংলা থ্রেডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে তারাও কখনো এমন পোস্ট করেনি এভাবে সাহায্য চেয়ে আমার মনে হয়। যাইহোক সে যেহেতু সাহায্য চেয়েছে সাহায্য করা হবে এর জন্য তাকে বাংলা থ্রেডে সময় দিতে হবে এবং ভালো পোস্ট করতে হবে যাতে সে মেরিট অর্জন করতে পারে। Ricardo11 আপনার জন্য শুভকামনা রইল আপনি যেন খুব তাড়াতাড়ি ফুল মেম্বার হতে পারেন এবং আমাদের এই বাংলা ছেড়ে সময় দিয়েন ভাই।
আপনাকে অভিনন্দন আপনার স্টার্টিং ভালো যাচ্ছে, হ্যাঁ অবশ্যই আপনাকে স্বাগতম আরো বেশি পোস্ট এক্টিভিটি বাড়ানোর জন্য তবে অবশ্যই মনে রাখবেন কোয়ান্টিটি এর সাথে কোয়ালিটি মেইন্টেন থাকতে হবে।
CL ভাই আপনাকে ধন্যবাদ আমাকে মোটিভেট করার জন্য। আর আশা করি আপনাদের সাহায্য সহযোগিতায় ভালোভাবে এগিয়ে দিতে পারো। আর আপনি বললেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেইনটেইন করতে, কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেইনটেন থাকবে ভাই।
আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?
বিনিয়োগ করার জন্য নিজের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দিন অন্যের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দেওয়ার কোন দরকার নেই। কে কি করল সেটা না দেখে নিজের ইচ্ছা অনুযায়ী নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করা উচিত। আপনি যদি বলেন যে আমি এই কয়েনটিতে বিনিয়োগা করেছে কিনা আসলে আল্ট কয়েনগুলোতে বিনিয়োগ করার কোন ইচ্ছাই নাই আমার।
তবে এয়ার্ডপ করে যে টোকেন গুলা পাই সেইগুলা কিছুদিন থাইকা তারপর সেল কইরা দেই অথচ সেগুলো রাখার কারণে ক্ষতির সম্মুখীন হই।
ওকে ভালো কথা বলেছেন আপনি,আপনি নিজের মতামত কি প্রাধান্য দিতে বলেছেন ঠিক আছে এটা ভালো দিক। তবে কিছু কিছু সময় আমাদের নিজেদের মতামত গুলো বা সিদ্ধান্ত নেয়া গুলো ভুল হয় এর জন্য আমরা অভিজ্ঞদের কাছে গিয়ে তাদের পরামর্শ নিয়ে পরবর্তী ডিসিশন নেই। অন্যের কথা শোনা ঠিক নয় তবে অভিজ্ঞদের কাছ থেকে অভিজ্ঞতা নিবেন এবং নিজে এনালাইসিস করবেন তারপর যেটা ভালো মনে হয় সেটা করবেন।
আর আপনি বললেন যে এয়ার্ডপগুলো করে যে টোকেন গুলো পান সেগুলো কিছুদিন রেখে দিয়ে আবার সেল করে দেন এর জন্য আপনি ক্ষতির সম্মুখীন হয়েছেন। যদি টোকেনগুলো আপনি রেখে দেন কিছুদিন পরে সেল দেন তাহলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা বেঁচে থাকে কারণ এয়ার্ডপের টোকেনটা পাওয়ার পরে পকেটের উপর এনালাইসিস করতে হবে আসলে তাদের টোকেন এবং প্রজেক্ট এর ফিউচার কি এবং কোন দিকে যাচ্ছে তারা কিভাবে কাজ করছে সব কিছুই না লাইসেন্স করার পরে যদি মনে হয় তাদের অবস্থান ভালো হবে পরবর্তীতে তাহলে আপনি সেই টোকেন হোল্ড করতে পারেন কিছুদিন ভালো কিছু পাবার জন্য।
যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না।
ভাই ইউটিউবারদের কাজ হচ্ছে ভিউ থেকে আর্ন করা তাছাড়া কিছুই না ভাই। এইসব এয়ারড্রপ নিয়ে যারা ভিডিও বানায় বা কনটেন্ট বানায় ম্যাক্সিমামই দেখেছি যে হুদাই ভুলতা বল নিউজ দিয়ে ভিউ ভিউ বাড়িয়ে নিয়ে সেখান থেকে আর্ন করে। এসবের ভিডিও যারা বানায় তাই এমন ভাবে কথা বলে যেন তারা এখান থেকে আর্ন করে কোটিপতি হয়ে গেছে কিন্তু আসলে কিছুই না হুদাই।
যাই হোক, নটকয়েন বুল রানে সর্বচ্চ ০.১০ ডলার হতে পারে। এবং এটাও একটা স্পেকুলেশন শুধুমাত্র। আমি এর কোনো গ্যারান্টি দিতে পারবো না এবং এটা কোনো ফাইনান্সিয়াল এডভাইস না। যদিও নটকয়েনের ব্যাক এন্ডে টেলিগ্রাম নিজেই আছে, তবুও কোনো কিছু থেকে অতিরঞ্জিত কিছু আশা করা মানেই বোকামি। কারো কথার ওপর ভরসা না করে, নিজের যেটা ভালো মনে হয় সেটাই করেন। আপনার লাভ হলেও কেউ নিবে না, আপনার লস হলেও কেউ দিয়ে যাবে না।
আমিও মার্কেট এনালাইসিস করার পর ভাবছি নটকয়েনের দাম খুব বেশি হলে ০.১/০.২ ডলার হতে পারে কিন্তু আমি সিওর নই এটায়। কয়েন মার্কেট এর অবস্থা দেখে এটা আশা করা যায় যদি হাইপ তুলতে পারে। দেখা যাক সামনে কি হয়।
ভাই সকালে আমার মাইয়া আমার মোবাইলের ডিসপ্লে ট্যাপ সোয়াপ করে দিছে। মেয়ের মায়ে মোবাইল ফোনে Autocliker রান করে দিয়ে রান্না করতে গেছে আর এইদিকে আমার মেয়েটা মাড়াই মেশিনের রেঞ্জ দিয়ে ট্যাপ করে মোবাইলের ডিসপ্লে ভাইঙ্গা দিছে।এখন কারে কি কমু ,না বলতে পারছি মেয়েকে,না বলতে পারছি মেয়ের মাকে। নট কয়েনের লাফালাফি দেখে শখ করে টেলিগ্রাম মাইনিং করতে আসলাম আর আমার ফোনটার বারোটা বেজে গেল। তবে একটা কথা বলে রাখি যারা নট কয়েন থেকে মাল মারছে তারা এটা ভাববেন না যে ট্যাপ সোয়াপ আপনাগোরো ওইরকম মাল দিয়ে যাবে। মোবাইলের ডিসপ্লের দাম 8-10 হাজার টাকার মতো খরচ হবে তাইলে এটা আমার ট্যাপ সোয়াপ করার পেমেন্ট।
নট কয়েনের কথা বলে ভাই আর কষ্ট দিয়েন না । যা পাই নাই তা দিয়ে আর মিছে মিছে কষ্ট পেয়ে লাভ নেই । ভাই Certik skynet quest করতাছি, দেখি আল্লাহ পাক কি কপালে রাখছে।
আপনার কথা শুনে হাসিও পাইলো আবার ফোনের জন্য খারাপও লাগলো। আবার একটা কথা ভেবে ভালো লাগলো হয়তো আপনার এই অনলাইন কাজে ভাবিও সাহায্য করে আপনাকে। এটা ভালো লাগছে আমার। তবে ভাই Certix skynet থেকে ভালো কিছু পাবেন ভাই আশা করা যায়। এটা অনেক ভালো একটা প্রোজেক্ট। এটার টোকেন লন্স করলে ভালো লাভ পাওয়া যাবে এটা নিঃসন্দেহে আশা করা যায় ভাই।