প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [20]
আপনাকে আবারো ধন্রবাদ মাসের শুরুতেই পরিশ্রম করে এই পোষ্টটি করার জন্য। যেহেতু গ্রাফ বানাতে হয়, তথ্য কালেক্ট করতে হয়, তাই প্রচুর সময় নেয় একটা পোষ্ট লিখতে গিয়েই। যাই হোক, আবারো মাত্র ২০ পোষ্ট করেই আমাদের লোকাল কমিউনিটির প্রথম স্থানে আমি!
আমি মনে হয় এই কাজটি ২০২২ সাল থেকে শুরু করেছি সঠিক মনে নেই কোন মাস থেকে শুরু করেছিলাম তবে ডিসেম্বর থেকে আমার নোটে রয়েছে। বিষয়টি আগে আমাদের নাঈম ভাই করত। হয়তো তিনি থাকলে আজকে এটি তিনি করতেন কিন্তু বর্তমানে তিনি ফোরামে ইনএকটিভ রয়েছেন।
যাই হোক বর্তমানে আমার এটি করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে মাস শেষে এটা না দিলে ভালোই লাগে না আর আমি বরং অপেক্ষা করি কবে মাসে হবে।
তাছাড়া আমার ডাটা এনালাইসিস করা সবচাইতে পছন্দের কাজ শুধু এটা নয় আমি এমন অনেক ডাটা এনালাইসিস করি যা ফোরামের প্রকাশিত থাকে।
নতুনরা ভালো করছে, তবে আপনি নিজেই তেমন একটা একটিভ হচ্ছে না। আপনার যেরকম কোডিং স্কিল আছে, আমার সেরকম থাকলে নতুন নতুন জিনিস বানাইতাম আর পোষ্ট করতাম।
এইতো ভাই আসল জায়গায় হাত মাইরা দিলেন।
একচুয়ালি বর্তমানে আমার একটিভিটি কম হওয়ার কয়েকটি কারণ রয়েছে-
১. দিন যাচ্ছে আর কাজের বাড়ছে।
২. কিছু নতুন স্কিল গ্রো করতেছি সেখানে কয়েক ঘন্টা খরচ করতে হইতেছে।
৩. আপনাকে হয়তো জানিয়েছি অতিথির কথা।
এইসবের ভিড়ে বর্তমানে লোকাল বোর্ড এর জন্য নতুন নতুন পোস্ট নতুন নতুন ট্রিকস করার সংখ্যা ধীরে ধীরে কমতেছে। যদিও আমার কাছে এখনো অনেকগুলা পোস্ট কিউয়ে পড়ে আছে এখানে শেয়ার করার জন্য জাস্ট সময়ের অভাবে বানানো হচ্ছে না।
আর ভাই আমার কোডিং স্কিল এর কথা বললেন, আসলে যে স্কিলটা আছে এটা কোডিং এর ইন্ডাস্ট্রিতে হাতের ময়লাও না 🤧
আচ্ছা বুল রানের নামে কি ক্রিপ্টো মার্কেট আমাদের মূলা ধরিয়ে দিচ্ছে নাকি? বিটকয়েনের দাম ঘুরে ফিরে ৬০-৬৫ এর ভেতরেই আছে, আর ইথেরিয়াম ৩০০০ থেকে ৩৫০০ এর ভেতরেই আছে মাঝখানে যারা অল্টকয়েনে ফান্ড মুভ করেছিলো, তাদের বেশিরভাগের পোর্টফোলিও তে লালবাতি জ্বলে আছে। অল্টকয়েনে আমি ১০০% এর চেয়েও বেশি পরিমানে ডাউন। কোন ধান্দায় যে বিটকয়েন সেল করছিলাম জানি না।
আপনিও মিয়াও অধৈর্য হইয়া যাইতাছেন নাকি। অপেক্ষা করেন বুল রান তো এখনো শুরুই হয়নি ২০২৪ সালের লাস্ট Q এর জন্য অন্তত ওয়েট করেন, অনেকেই তো বলতেছে লাস্ট Q থেকে স্টার্ট হবে আমার তো মনে হইতেছে ২০২৫ সাল থেকে স্টার্ট হবে। আমিও মোটামুটি ভালই লসে আছি তবে যে সব কয়েন ইনভেস্টমেন্ট করেছি আশা করি বুল রানে তারা আমাকে হতাশা করবে না।