Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 44. (Read 5282722 times)

sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 05, 2024, 10:27:47 AM
পিজ্জা কনটেস্টের ভোট শুরু হয়েছে।

এই বছরে পিজ্জা প্রতিযোগিতায় ২৫০০ ডলার বরাদ্দ করা হয়েছে, আমরা ইতিমধ্যে হয়তো সকল কিছুই জেনেছি কতজনকে পুরুস্কার দেওয়া হবে। যাইহোক, পিজ্জা কনটেস্টে মোট ১২৫ জন অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে ১৩ জন বাদ পড়েছেন। ২০ দিনের জন্য ভোট সিস্টেম উন্মুক্ত থাকবে, এই ভোটিং টপিক লক করা না পর্যন্ত আপনি আপনার ভোট পরিবর্তন করতে পারবেন। ভোট দেওয়ার জন্য অবশ্যই আপনার ৫০ টি মেরিট থাকতে হবে। আপনি সর্বোচ্চ ৫ টি ভোট দিতে পারবেন।

এই বছর একটা বিষয়ে ভালো হয়েছে। এখানে পিজ্জার উপর নাম গুলো মুছে ফেলা হয়েছে, এখানে বোঝা যাচ্ছে না কোনটা কার পিজ্জা। এখানে ভোট দেওয়ার জন্য পিজ্জার নিচে নাম্বার গুলো দিয়ে ভোট দিবেন। নিয়ম কানুন গুলো নিচের থ্রেডে দেওয়া আছে ভালো করে পড়ে ভোট দিতে পারেন। আমাদের সকল লোকাল মেম্বারদের জন্য শুভকামনা রইলো, খুবই খুশি হবো আমাদের লোকাল থেকে কোন সদস্য বিজয়ী হতে পারলে।

ভোট দেওয়ার টপিক লিংক: https://bitcointalksearch.org/topic/m.64171197
newbie
Activity: 18
Merit: 2
June 05, 2024, 05:01:19 AM
যখন আমরা নতুন কোন কয়েনে বিনিয়োগ করতে চাই তখন ফোরামের অনেক সদস্যই কয়েন সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে ভবিষ্যতে কি হবে না হবে যাতে আমরা স্ক্যামের শিকার না হই। এই স্ক্যামের কথা শুনে সম্পত্তি সময়ে বাংলাদেশের একটি বিষয় নিউজ পেপার সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে তোলপাড় হচ্ছে। কথাটি বলছি আমি বেনজির আহমেদ যিনি বাংলাদেশের সাবেক জেনারেল পুলিশ ইন্সপেক্টর ছিলেন। তিনি তার ক্ষমতার দ্বারা দেশ থেকে এতটাই পরিমাণ লুটেছেন এবং দুদকের অনুসন্ধানের এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছে তার মধ্যে তার ১০ টি জেলায় নিজের এবং পরিবারের নামে ২৩৮৫বিঘা জমি, ঢাকা সাত তলা দুইটা বাড়ি, বসুন্ধরায় ৫ টা ফ্লাট, পাঁচ তারকা হোটেল সহ ১৯ টি প্রতিষ্ঠানের পারিবারের শেয়ারও রয়েছে। আরো সম্পদের খোঁজ করছেন দুদক। এরকম উচ্চ পদস্থ থেকে দেশের ভিতরে এত বড় একটি স্ক্যাম করেছে, তাকে কেন আগে থেকেই কেউ ধরতে পারিনি। মূলকথা হলো দেশের সরকারি কাজে নিয়োজিত বড় বড় পোস্টে যারা রয়েছেন তারাও কি তার মত ইনভল্ভ? বেনজিরের থেকেও অনেক বড় বড় বোয়াল মাছ রয়েছে যারা কি ধরা ছোঁয়ার বাইরে। বেনজির আহমেদর মত বড় বড় বোয়াল মাছেরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকার সম্পদ প্রতারণা করে অন্যত্র নিয়ে যাচ্ছে এবং বিন্দাস জীবন যাপন করছে।
আমার কথা হল আমাদের দেশে যখন ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলা হয়, তখন সেটি বলার আগে বন্ধ করে দেওয়ার আওয়াজ উঠে আসে। এখন বেনজির আহমেদ দেশের সকল জনগণের সাথে প্রতারণা করে দেশ থেকে এত এত সম্পদ নিয়ে বাহিরের দেশে সপরিবার সহ পাড়ি জমালো তাদের সম্পদের হিসাব এবং দায়ভার কে নিবে। সকল বোয়াল মাছ যদি গভীর পানির নিচে চলে যায় তাহলে তাদের সাবমেরিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

সম্পদের বিবরণীর যেখান থেকে আমি পেয়েছি তার লিংক : https://epaper.ajkerpatrika.com/indexs.php?pagedate=2024-06-04&edcode=1&pgnum=1


full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
June 05, 2024, 12:10:21 AM
                                                                                         "সাহায্য চাই"
আমি সেসব মানুষদেরকে পছন্দ করি না, যারা শুধু মাত্র নিজেদের বেনিফিট পাওয়ার জন্য অন্যদেরকে ইউজ করে। আপনি ফোরামে আছেন লম্বা সময় ধরে। আমার মনে পড়ে না যে লোকাল থ্রেড এ আপনার পোষ্ট কখনো দেখেছি কি না। প্রথমত, আপনি যদি এখানে একটিভ থাকতেন তাহলে এটা জানা থাকতো যে এভাবে পোষ্ট করে মেরিট চাওয়া ফোরামের নিয়মের বাইরে। আর আমাদের থ্রেড এর কিছু মেম্বার আছে যারা প্রাইভেটলি হেল্প করে থাকে। আপনি যদি থ্রেড এ কিছুদিন একটিভ থেকে কাউকে মেসেজ করতেন, তাহলে আপনি হয়তো হেল্প পাইতেন।
আমিও বুঝলাম না সে কখনো এই বাংলার থ্রেডে পোস্ট করেনি কিন্তু হঠাৎ তার দরকারে এসে পোস্ট করেছে কিন্তু দরকারটা এরকম যে তার বেনিফিটেবল। এগুলো কেমন বুঝলাম না আমি। অনেকে আছে যারা তাদের সাবটা দিয়ে অনেক কষ্ট করতেছে বা অন্যকে সাহায্য করতে চেষ্টা করতেছে এবং বাংলা থ্রেডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে তারাও কখনো এমন পোস্ট করেনি এভাবে সাহায্য চেয়ে আমার মনে হয়। যাইহোক সে যেহেতু সাহায্য চেয়েছে সাহায্য করা হবে এর জন্য তাকে বাংলা থ্রেডে সময় দিতে হবে এবং ভালো পোস্ট করতে হবে যাতে সে মেরিট অর্জন করতে পারে। Ricardo11 আপনার জন্য শুভকামনা রইল আপনি যেন খুব তাড়াতাড়ি ফুল মেম্বার হতে পারেন এবং আমাদের এই বাংলা ছেড়ে সময় দিয়েন ভাই।

আপনাকে অভিনন্দন আপনার স্টার্টিং ভালো যাচ্ছে, হ্যাঁ অবশ্যই আপনাকে স্বাগতম আরো বেশি পোস্ট এক্টিভিটি বাড়ানোর জন্য তবে অবশ্যই মনে রাখবেন কোয়ান্টিটি এর সাথে কোয়ালিটি মেইন্টেন থাকতে হবে।
CL ভাই আপনাকে ধন্যবাদ আমাকে মোটিভেট করার জন্য। আর আশা করি আপনাদের সাহায্য সহযোগিতায় ভালোভাবে এগিয়ে দিতে পারো। আর আপনি বললেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেইনটেইন করতে, কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেইনটেন থাকবে ভাই।

আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?
বিনিয়োগ করার জন্য নিজের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দিন অন্যের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দেওয়ার কোন দরকার নেই। কে কি করল সেটা না দেখে নিজের ইচ্ছা অনুযায়ী নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করা উচিত। আপনি যদি বলেন যে আমি এই কয়েনটিতে বিনিয়োগা করেছে কিনা আসলে আল্ট কয়েনগুলোতে বিনিয়োগ করার কোন ইচ্ছাই নাই আমার।

তবে এয়ার্ডপ করে যে টোকেন গুলা পাই সেইগুলা কিছুদিন থাইকা তারপর সেল কইরা দেই অথচ সেগুলো রাখার কারণে ক্ষতির সম্মুখীন হই।
ওকে ভালো কথা বলেছেন আপনি,আপনি নিজের মতামত কি প্রাধান্য দিতে বলেছেন ঠিক আছে এটা ভালো দিক। তবে কিছু কিছু সময় আমাদের নিজেদের মতামত গুলো বা সিদ্ধান্ত নেয়া গুলো ভুল হয় এর জন্য আমরা অভিজ্ঞদের কাছে গিয়ে তাদের পরামর্শ নিয়ে পরবর্তী ডিসিশন নেই। অন্যের কথা শোনা ঠিক নয় তবে অভিজ্ঞদের কাছ থেকে অভিজ্ঞতা নিবেন এবং নিজে এনালাইসিস করবেন তারপর যেটা ভালো মনে হয় সেটা করবেন।
আর আপনি বললেন যে এয়ার্ডপগুলো করে যে টোকেন গুলো পান সেগুলো কিছুদিন রেখে দিয়ে আবার সেল করে দেন এর জন্য আপনি ক্ষতির সম্মুখীন হয়েছেন। যদি টোকেনগুলো আপনি রেখে দেন কিছুদিন পরে সেল দেন তাহলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা বেঁচে থাকে কারণ এয়ার্ডপের টোকেনটা পাওয়ার পরে পকেটের উপর এনালাইসিস করতে হবে আসলে তাদের টোকেন এবং প্রজেক্ট এর ফিউচার কি এবং কোন দিকে যাচ্ছে তারা কিভাবে কাজ করছে সব কিছুই না লাইসেন্স করার পরে যদি মনে হয় তাদের অবস্থান ভালো হবে পরবর্তীতে তাহলে আপনি সেই টোকেন হোল্ড করতে পারেন কিছুদিন ভালো কিছু পাবার জন্য।

যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না।
ভাই ইউটিউবারদের কাজ হচ্ছে ভিউ থেকে আর্ন করা তাছাড়া কিছুই না ভাই। এইসব এয়ারড্রপ নিয়ে যারা ভিডিও বানায় বা কনটেন্ট বানায় ম্যাক্সিমামই দেখেছি যে হুদাই ভুলতা বল নিউজ দিয়ে ভিউ ভিউ বাড়িয়ে নিয়ে সেখান থেকে আর্ন করে। এসবের ভিডিও যারা বানায় তাই এমন ভাবে কথা বলে যেন তারা এখান থেকে আর্ন করে কোটিপতি হয়ে গেছে কিন্তু আসলে কিছুই না হুদাই।

যাই হোক, নটকয়েন বুল রানে সর্বচ্চ ০.১০ ডলার হতে পারে। এবং এটাও একটা স্পেকুলেশন শুধুমাত্র। আমি এর কোনো গ্যারান্টি দিতে পারবো না এবং এটা কোনো ফাইনান্সিয়াল এডভাইস না। যদিও নটকয়েনের ব্যাক এন্ডে টেলিগ্রাম নিজেই আছে, তবুও কোনো কিছু থেকে অতিরঞ্জিত কিছু আশা করা মানেই বোকামি। কারো কথার ওপর ভরসা না করে, নিজের যেটা ভালো মনে হয় সেটাই করেন। আপনার লাভ হলেও কেউ নিবে না, আপনার লস হলেও কেউ দিয়ে যাবে না।
আমিও মার্কেট এনালাইসিস করার পর ভাবছি নটকয়েনের দাম খুব বেশি হলে ০.১/০.২  ডলার হতে পারে কিন্তু আমি সিওর নই এটায়। কয়েন মার্কেট এর অবস্থা দেখে এটা আশা করা যায় যদি হাইপ তুলতে পারে। দেখা যাক সামনে কি হয়।

ভাই  সকালে আমার মাইয়া আমার মোবাইলের ডিসপ্লে ট্যাপ সোয়াপ করে দিছে। মেয়ের মায়ে মোবাইল ফোনে Autocliker রান করে দিয়ে রান্না করতে গেছে আর এইদিকে আমার মেয়েটা মাড়াই মেশিনের রেঞ্জ দিয়ে ট্যাপ করে মোবাইলের ডিসপ্লে ভাইঙ্গা দিছে।এখন কারে কি কমু ,না বলতে পারছি মেয়েকে,না বলতে পারছি মেয়ের মাকে। নট কয়েনের লাফালাফি দেখে শখ করে টেলিগ্রাম মাইনিং করতে আসলাম আর আমার ফোনটার বারোটা বেজে গেল। তবে একটা কথা বলে রাখি যারা নট কয়েন থেকে মাল মারছে তারা এটা ভাববেন না যে ট্যাপ সোয়াপ আপনাগোরো ওইরকম মাল দিয়ে যাবে। মোবাইলের ডিসপ্লের দাম 8-10 হাজার টাকার মতো খরচ হবে তাইলে এটা আমার ট্যাপ সোয়াপ করার পেমেন্ট।
নট কয়েনের কথা বলে ভাই আর কষ্ট দিয়েন না । যা পাই নাই তা দিয়ে আর মিছে মিছে কষ্ট পেয়ে লাভ নেই । ভাই Certik skynet quest করতাছি, দেখি আল্লাহ পাক কি কপালে রাখছে।
আপনার কথা শুনে হাসিও পাইলো আবার ফোনের জন্য খারাপও লাগলো। আবার একটা কথা ভেবে ভালো লাগলো হয়তো আপনার এই অনলাইন কাজে ভাবিও সাহায্য করে আপনাকে। এটা ভালো লাগছে আমার। তবে ভাই Certix skynet থেকে ভালো কিছু পাবেন ভাই আশা করা যায়। এটা অনেক ভালো একটা প্রোজেক্ট। এটার টোকেন লন্স করলে ভালো লাভ পাওয়া যাবে এটা নিঃসন্দেহে আশা করা যায় ভাই।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 04, 2024, 06:13:01 PM
@paid2 আবারো Custom eXch Cryptosteel Capsule রাউন্ড-১২ ফ্রি রাফেল নিয়ে এসেছেন। এই র‍্যাফেলে যে কেউ আবেদন করতে পারবেন, কিন্তু যাদের ৫০০ বেশি মেরিট অর্জন করা আছে তারা ২ টি স্লট নিতে পারবেন। এখনো অনেক স্লট ফাকা রয়েছে যারা আবেদন করে ইচ্ছুক চাইলে আবেদন করতে পারেন। আমি কয়েক দিন আগে কয়েকটি র‍্যফেলে বিজয়ী হইলাম কিন্তু এখন বিজয়ী হতে পারছি না। সকলেই আবেদন করুন, সকলের জন্য শুভকামনা রইলো।

র‍্যাফেল লিংক : https://bitcointalksearch.org/topic/m.64168811



LDL
hero member
Activity: 742
Merit: 671
June 04, 2024, 04:00:24 PM

যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না।

যাই হোক, নটকয়েন বুল রানে সর্বচ্চ ০.১০ ডলার হতে পারে। এবং এটাও একটা স্পেকুলেশন শুধুমাত্র। আমি এর কোনো গ্যারান্টি দিতে পারবো না
ভাই  সকালে আমার মাইয়া আমার মোবাইলের ডিসপ্লে ট্যাপ সোয়াপ করে দিছে। মেয়ের মায়ে মোবাইল ফোনে Autocliker রান করে দিয়ে রান্না করতে গেছে আর এইদিকে আমার মেয়েটা মাড়াই মেশিনের রেঞ্জ দিয়ে ট্যাপ করে মোবাইলের ডিসপ্লে ভাইঙ্গা দিছে।এখন কারে কি কমু ,না বলতে পারছি মেয়েকে,না বলতে পারছি মেয়ের মাকে। নট কয়েনের লাফালাফি দেখে শখ করে টেলিগ্রাম মাইনিং করতে আসলাম আর আমার ফোনটার বারোটা বেজে গেল। তবে একটা কথা বলে রাখি যারা নট কয়েন থেকে মাল মারছে তারা এটা ভাববেন না যে ট্যাপ সোয়াপ আপনাগোরো ওইরকম মাল দিয়ে যাবে। মোবাইলের ডিসপ্লের দাম 8-10 হাজার টাকার মতো খরচ হবে তাইলে এটা আমার ট্যাপ সোয়াপ করার পেমেন্ট।
নট কয়েনের কথা বলে ভাই আর কষ্ট দিয়েন না । যা পাই নাই তা দিয়ে আর মিছে মিছে কষ্ট পেয়ে লাভ নেই । ভাই Certik skynet quest করতাছি, দেখি আল্লাহ পাক কি কপালে রাখছে।
newbie
Activity: 18
Merit: 2
June 04, 2024, 01:36:27 PM
কিছুদিন আগেই বাজারে নতুন একটি কয়েন এসেছে যার নাম NOTcoin. কয়টি বর্তমানে অনেক ভালো পাম্পিং এ রয়েছে. এটি গত সাত দিনে 275.3% বৃদ্ধি পেয়েছে. আমি কয়েনটি নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে যে এটি $1 পর্যন্ত যেতে পারে. যদি এই কয়েনটি সত্যি $1 পর্যন্ত ওঠে, তাহলে আমরা এখন বিনিয়োগ করে ভবিষ্যতে অনেক ভালো লাভবান হতে পারব. আপনাদের কি মনে হয় এটি কি সত্যিই $1 পর্যন্ত উঠতে পারে?

আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?

যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না।
ভাই আপনার যদি লাথি মারার জন্য শক্তপোক্ত জুতা লাগে তাহলে আমাকে বলিয়েন, ঈদ মৌসুমকে সামনে রেখে আমি এক মাসের জন্য আমি আমার খালাতো ভাইয়ের জুতার দোকানে তাকে সাহায্য করছি। ভাই আপনি ঠিক বলেছেন শুধু টিকটকই নয় বিভিন্ন রিল ভিডিওতে নট কয়েন এবং ট্যাপ সোয়াপ নিয়ে ব্যাপক ভাইরাল হয়েছে। আমার এলাকার আশেপাশের আমার সমবয়সের বেশ কয়েকজন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ট্যাপ সোয়াপ সম্পর্কে ভিডিও দেখে আকৃষ্ট হয়েছিল এবং দুদিন কাজ করার পরে তাদের সাথে দেখা হলে আমাকে বিষয়টি শেয়ার করে, আমাকেও ট্যাপ সোয়াপে কাজ করার জন্য বলেছিল। আমি তাদের শুধু একটা কথাই বলেছিলাম যে এটি হয়তো স্ক্যাম করবে। তাদের মধ্যে থেকে একজন আমাকে বলেছিল, তুমি এত মহাজ্ঞানী না যে তোমার কথায় কান দিতে হবে। আমি কোন কথা বলিনি এবং তর্কেও জড়ায়নি, আমি মনে মনে তখন ভাবলাম সব ঝোঁকের বাঙালি।
full member
Activity: 532
Merit: 229
June 04, 2024, 11:27:12 AM
কিছুদিন আগেই বাজারে নতুন একটি কয়েন এসেছে যার নাম NOTcoin. কয়টি বর্তমানে অনেক ভালো পাম্পিং এ রয়েছে. এটি গত সাত দিনে 275.3% বৃদ্ধি পেয়েছে. আমি কয়েনটি নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে যে এটি $1 পর্যন্ত যেতে পারে. যদি এই কয়েনটি সত্যি $1 পর্যন্ত ওঠে, তাহলে আমরা এখন বিনিয়োগ করে ভবিষ্যতে অনেক ভালো লাভবান হতে পারব. আপনাদের কি মনে হয় এটি কি সত্যিই $1 পর্যন্ত উঠতে পারে?

আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?

যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না।

ভাই আপনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে.. যদিও আপনার কথাগুলো শুনে আমার হাসি থামিয়ে রাখতে পারিনি,, তবে কথাগুলো হাস্যকর হলেও কথাগুলো ১০০% সত্য… আজকাল ইউটিউব, ফেসবুক, টিক টক, সমস্ত সোসিয়াল মিডিয়ায় এই ট্যাপ ট্যাপ নামের জিনিসগুলো ভাইরাল হয়ে পড়েছে,, এমনকি আমার এক প্রতিবেশীও সারাদিন এই ট্যাপ ট্যাপ করতে থাকে, মনে হয় হাতের পাঁচটি আঙ্গুল দিয়েই সারাদিন ট্যাপ ট্যাপ করতে থাকে… আমি প্রথম প্রথম যখন এটি দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এটি একটি গেম,, কিন্তু পরে জানতে পারি যে এই ট্যাব টেপ করলে নাকি টাকা দেয়.. আমি তো এই কথাগুলো একদমই বিশ্বাস করিনি.. এখন আমি যদি তাদের বলতে চাই যে এগুলো ভুয়া, তাহলে উল্টা আমি তাদের হাতে আরও মাইর খাবো. তাই থাকুক তারা তাদের মত.

এখন একটু Not কয়েনের কথা বলি, এই কয়েনটি মার্কেটে আসার পরেই খুব ভালো পাম্পিং দেখাচ্ছে. এটি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে. এটি গত সাত দিনে 166% বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই ধরনের কয়েনগুলো প্রথমে আসার পরে ভালো পাম্পিং দেখিয়ে, পরে একদম নিচে নেমে যায়. এই কয়েন গুলো আসলেই অনেক ঝুঁকিপূর্ণ. আমিও প্রথমে এই কয়নে কিছু অর্থ বিনিয়োগ করতে চেয়েছিলাম, কিন্তু এখন আর করব না, আমি সেই অর্থকে বিটকয়েনে বিনিয়োগ করে ফেলেছি. আমি ভাবলাম যে, অযথা এই সমস্ত কয়েনে ঝুঁকি না নিয়ে বরং বিটকয়েনে বিনিয়োগ করে ধরে রাখি, এটাই আমাকে ভবিষ্যতে ভালো লাভ দেবে.
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 04, 2024, 05:03:15 AM
কিছুদিন আগেই বাজারে নতুন একটি কয়েন এসেছে যার নাম NOTcoin. কয়টি বর্তমানে অনেক ভালো পাম্পিং এ রয়েছে. এটি গত সাত দিনে 275.3% বৃদ্ধি পেয়েছে. আমি কয়েনটি নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে যে এটি $1 পর্যন্ত যেতে পারে. যদি এই কয়েনটি সত্যি $1 পর্যন্ত ওঠে, তাহলে আমরা এখন বিনিয়োগ করে ভবিষ্যতে অনেক ভালো লাভবান হতে পারব. আপনাদের কি মনে হয় এটি কি সত্যিই $1 পর্যন্ত উঠতে পারে?

আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?

যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না।

যাই হোক, নটকয়েন বুল রানে সর্বচ্চ ০.১০ ডলার হতে পারে। এবং এটাও একটা স্পেকুলেশন শুধুমাত্র। আমি এর কোনো গ্যারান্টি দিতে পারবো না এবং এটা কোনো ফাইনান্সিয়াল এডভাইস না। যদিও নটকয়েনের ব্যাক এন্ডে টেলিগ্রাম নিজেই আছে, তবুও কোনো কিছু থেকে অতিরঞ্জিত কিছু আশা করা মানেই বোকামি। কারো কথার ওপর ভরসা না করে, নিজের যেটা ভালো মনে হয় সেটাই করেন। আপনার লাভ হলেও কেউ নিবে না, আপনার লস হলেও কেউ দিয়ে যাবে না।
newbie
Activity: 15
Merit: 1
June 03, 2024, 12:29:47 PM
আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?
বিনিয়োগ করার জন্য নিজের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দিন অন্যের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দেওয়ার কোন দরকার নেই। কে কি করল সেটা না দেখে নিজের ইচ্ছা অনুযায়ী নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করা উচিত। আপনি যদি বলেন যে আমি এই কয়েনটিতে বিনিয়োগা করেছে কিনা আসলে আল্ট কয়েনগুলোতে বিনিয়োগ করার কোন ইচ্ছাই নাই আমার।

তবে এয়ার্ডপ করে যে টোকেন গুলা পাই সেইগুলা কিছুদিন থাইকা তারপর সেল কইরা দেই অথচ সেগুলো রাখার কারণে ক্ষতির সম্মুখীন হই।
member
Activity: 108
Merit: 46
June 02, 2024, 03:23:10 PM
সহজ প্রশ্ন

লিকুইডিটি হলো একজন ট্রেডার যদি ১০০$ এর সমপরিমাণ একটি কয়েন কিনলো এবং পরবর্তীতে মার্কেটের খারাপ অবস্থার কারণে সে ৯০$ এ তার  কয়েন সেল করে দিল। এখানে লিকুইডিটি হচ্ছে 10 ডলার।
-এখন আমার প্রশ্ন হচ্ছে লিকুইডিটি এর কারণে কি ওই প্রজেক্ট বা কয়েনের লাভ হয়?
-নাকি পরবর্তীতে যারা  ট্রেডিং এ প্রফিট অর্জন করে তাদের নিকট সেই লাভ যোগ হয়?
Learn Bitcoin, Little Mouse ,Crypto Library.
আমি এমন প্রশ্ন গ্লোবাল বোর্ডেও করেছি লোকাল বোর্ডেও আবার করছি কারণ লোকাল মেম্বারদের থেকে এক্সপ্ল্যানেশন ভালোভাবে বুঝতে পারব।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
June 02, 2024, 01:18:27 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] Blackjack.fun 🖤 Prize $50 in Bitcoins | Round #4" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা Blackjack.fun ইউজার নেম শেয়ার করবে তারা ২টি স্লট এর জন্য আবেদন করতে পারবে। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন মাত্র ২ টি স্লট বাকি আছে। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-blackjackfun-prize-50-in-bitcoins-round-4-5498617
Quote from:  Crypto Casino & Sports Betting [Blackjack.Fun Home] & [Discussion Thread] & [JACK] Soon on all Exchanges new

full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
June 02, 2024, 04:02:49 AM
@AB de Royse777 একটি রাউন্ড ওয়ান FREE RAFFLE নিয়ে এসেছে। এই রাসেলে প্রত্যেককে আবেদন করতে পারবেন সবাই আবেদন করুন


সবাই খুব তাড়াতাড়ি জয়েন করে

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 02, 2024, 03:21:57 AM
@Crypto Library স্যার আপনাকে অনেক ধন্যবাদ, একজন নতুন হিসেবে শেখার জন্য ফোরামে কি কি করতে হবে সেজন্য আপনি আমাকে বিভিন্ন পোস্ট টপিক শেয়ার করেছেন। আপনার উল্লেখিত পোস্টের টপিকগুলি আমি ইতিমধ্যে পড়েছি এবং পোস্টগুলো আমাকে আরোও বেশ কয়েকবার পড়তে হবে। আপনার দেওয়া লিংকের পোস্টগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে এবং আমি এখান থেকে বেশ কিছু অতিরিক্ত তথ্য পেয়েছি যা আমি এর আগে পাইনি। আপনার উল্লেখ করা টপিকের পোস্টগুলো পড়ার কারণে আমার অনেক বিষয়ে ধোঁয়াশা কেটে যাচ্ছে।
ভাই আমাকে স্যার বলার কোন প্রয়োজন নাই। আপনিও বাঙালি আমিও বাঙালি আমরা ভাই ভাই। আমার সার্থকতা তখনই হবে যখন আপনি ঐসব লিংক গুলো প্রপারলি পড়ে ফলো করে ফিউচারে একটা ভালো অবস্থানে যাবেন।
আর অবশ্যই একদিনে সবগুলো পড়তে যাবেন না অন্যথায় দেখা যাবে যে অতিরিক্ত খাবার ফলে বদহজম হয়ে উল্টো খারাপ প্রভাব পড়বে।

7. Wonder Work [9]
মে মাসের একটিভিটি দেখে আমি অবাক হয়ে গেলাম আমি একটা নতুন মেম্বার হয়েও প্রথম ১০ জনের মধ্যে রয়ে গেছি। আমি মে মাসের টোটালে ৯ টা পোস্ট করেছি আশা করি আমি আরো বেশি পোস্ট করব সামনের মাসগুলোতে।

আপনাকে অভিনন্দন আপনার স্টার্টিং ভালো যাচ্ছে, হ্যাঁ অবশ্যই আপনাকে স্বাগতম আরো বেশি পোস্ট এক্টিভিটি বাড়ানোর জন্য তবে অবশ্যই মনে রাখবেন কোয়ান্টিটি এর সাথে কোয়ালিটি মেইন্টেন থাকতে হবে।

1. Learn Bitcoin [28]
কোনো রকম স্পেশাল ইন্টেনশন ছাড়া যদি এরকম টপ পোষ্টার হওয়া যায়, তাহলে তো মন্দ না। আপনাকে ধন্যবাদ এরকম ভাবে কষ্ট করে মাসের প্রথম দিনে লোকাল থ্রেড ওভারভিউ পোষ্ট করার জন্য। এপ্রিল মাস থেকে মে মাসের ষ্টাটস ভালোই দেখা যাচ্ছে। বিশেষ করে মেরিট ট্রানজেকশন গত মাসের তুলনায় অনেক বেশি হয়েছে। একটিভ থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ।
অনেকদিন পর আবার এই এনালাইসিস টা করতে গিয়ে একটু ভালো লেগেছে। আশা করি এই ধরনের একটিভিটি অব্যাহত থাকবে বরং আরো বাড়বে।
আর ভাই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আমি আমার এই এনালাইসিস মূলত নাঈম ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম পূর্বে তিনি এই কাজটি করতেন বর্তমানে তার অবর্তমানে আমি এটা চালিয়ে যাচ্ছি, অনুপ্রেরণা তার কাছ থেকেই।

Ricardo11 ভাই আপনি কি আসলেও পুরাতন ইউজার নাকি অ্যাকাউন্ট কিনেছেন?
পুরাতন ইউজার হলে এবং মেরিট পেয়ে থাকলে নিয়ম-কানুন তো জানার কথা- এর আগে অলরেডি মেরিট চেয়েছেন আর এখন দেখতেছি পরপর দুটি পোস্ট করেছেন ফোরামের রুলস এর বাহিরে ।
আপনি আপনার একটি পোস্ট ডিলিট করে দিয়ে পূর্বের পোস্টে এডিট করে সেভ করে দিন। না হলে মডারেটর এর নিজের করতে হবে।

full member
Activity: 532
Merit: 229
June 02, 2024, 01:54:24 AM
কিছুদিন আগেই বাজারে নতুন একটি কয়েন এসেছে যার নাম NOTcoin. কয়টি বর্তমানে অনেক ভালো পাম্পিং এ রয়েছে. এটি গত সাত দিনে 275.3% বৃদ্ধি পেয়েছে. আমি কয়েনটি নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে যে এটি $1 পর্যন্ত যেতে পারে. যদি এই কয়েনটি সত্যি $1 পর্যন্ত ওঠে, তাহলে আমরা এখন বিনিয়োগ করে ভবিষ্যতে অনেক ভালো লাভবান হতে পারব. আপনাদের কি মনে হয় এটি কি সত্যিই $1 পর্যন্ত উঠতে পারে?

আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 02, 2024, 01:13:01 AM
1. Learn Bitcoin [28]

কোনো রকম স্পেশাল ইন্টেনশন ছাড়া যদি এরকম টপ পোষ্টার হওয়া যায়, তাহলে তো মন্দ না। আপনাকে ধন্যবাদ এরকম ভাবে কষ্ট করে মাসের প্রথম দিনে লোকাল থ্রেড ওভারভিউ পোষ্ট করার জন্য। এপ্রিল মাস থেকে মে মাসের ষ্টাটস ভালোই দেখা যাচ্ছে। বিশেষ করে মেরিট ট্রানজেকশন গত মাসের তুলনায় অনেক বেশি হয়েছে। একটিভ থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ।

                                                                                         "সাহায্য চাই"

আমি সেসব মানুষদেরকে পছন্দ করি না, যারা শুধু মাত্র নিজেদের বেনিফিট পাওয়ার জন্য অন্যদেরকে ইউজ করে। আপনি ফোরামে আছেন লম্বা সময় ধরে। আমার মনে পড়ে না যে লোকাল থ্রেড এ আপনার পোষ্ট কখনো দেখেছি কি না। প্রথমত, আপনি যদি এখানে একটিভ থাকতেন তাহলে এটা জানা থাকতো যে এভাবে পোষ্ট করে মেরিট চাওয়া ফোরামের নিয়মের বাইরে। আর আমাদের থ্রেড এর কিছু মেম্বার আছে যারা প্রাইভেটলি হেল্প করে থাকে। আপনি যদি থ্রেড এ কিছুদিন একটিভ থেকে কাউকে মেসেজ করতেন, তাহলে আপনি হয়তো হেল্প পাইতেন।
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
June 02, 2024, 12:00:39 AM
আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।
ফোরামে আপনাকে স্বাগতম। আপনি বাংলা লোকাল বোর্ড যে পোস্ট করেছেন এটা খুবই ভালো লাগলো। যেহেতু বাংলা লোকাল বোর্ডে আসতে পেরেছেন সেহেতু আর কোন সমস্যা নেই। ফোরামের সবাই অনেক ফ্রেন্ডলি যেকোন সমস্যা তুলে ধরলে সবাই তাদের সর্বচ্চটা দিয়ে সাহায্য করে।

বিশেষ কথা হচ্ছে আমিও আপনার মতো একজন নতুন সদস্য এই ফোরামের। আমিও ইংরেজি পোস্ট পরে পরে বুঝেছি। আপনিও পারবেন সমস্যা নেই কোন। কোন নিয়ম-পনা করে সঠিকভাবে এগিয়ে যান তাহলে কোন সমস্যা হবে না। যদি কোন সমস্যা ফেস করেন সেটাই এখানে বলবেন। আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে। CL ভাই যে পোস্টগুলোর লিংক দিয়েছে ওগুলো সুন্দর পড়বেন তারপরও যদি সমস্যা হয় বুঝতে তাহলে প্রশ্ন করবেন।

7. Wonder Work [9]
মে মাসের একটিভিটি দেখে আমি অবাক হয়ে গেলাম আমি একটা নতুন মেম্বার হয়েও প্রথম ১০ জনের মধ্যে রয়ে গেছি। আমি মে মাসের টোটালে ৯ টা পোস্ট করেছি আশা করি আমি আরো বেশি পোস্ট করব সামনের মাসগুলোতে।
কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হল বাংলা লোকাল বোর্ডের অনেক ভালো ভালো রেংকের ভাইয়েরা অন্যান্য থ্রিডি ঠিকই পোস্ট করে কিন্তু এই বাংলাতে এতটাই একটিভ নেই। তারা কি বাংলা থ্রেড একবারে ছেড়ে চলে গেলো নাকি?

আর আমি একটা দেখেছি বাংলা লোকাল বোর্ডে পোস্ট করলে কোন কিছু জানতে চাইলেও অনেক দেরিতে কেউ একজন এসে উত্তর করে কিন্তু এরকম কেন একটু যদি বিস্তারিত কেউ করতেন তাহলে ভালো হতো।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 01, 2024, 11:02:40 PM
আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।
ক্রিপ্টোকারেন্সি নিয়ে যে কোন প্রশ্ন এইখানে জিজ্ঞাসা করবেন। আমি কিংবা এইখানে অন্যান্য মেম্বার যারা আছেন সবাই চেষ্টা করবে আপনাকে সর্বোচ্চ সহায়তা করার।

বাংলায় যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেখালেখি করেছে কিংবা ভিডিও বানিয়েছে তাদের বেশিরভাগ মানুষের আসলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ধারণা একদম নেই বললেই চলে। তারা শুধু ট্রেন্ডের জন্যই ভিডিও বানিয়েছে। বাংলাতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিছু ভালো আআর্টিকেল পাবেন coinalap.com এ।
newbie
Activity: 18
Merit: 2
June 01, 2024, 09:48:43 PM
আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। আমাদের এই লোকাল থ্রেডে। আশা করি আপনি  ফোরামের নিয়ম কানুন গুলো অলরেডি ভালোভাবে পড়েছেন আর যদি না পড়ে থাকেন তাহলে বলবো আমি এই সাতটি টপিক ভালো করে পড়ুন। আর অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি যখন এই  পোস্টগুলো  পড়বেন তখন আপনার মনের ভেতর যে বিষয়গুলো বুঝবেন না সেগুলো নিয়ে প্রশ্ন আসবে, আর সেটা অবশ্যই নির্দ্বিধায় আপনি এখানে জিজ্ঞাসা করতে পারবেন।
তারপর আপনি যদি ফোরামের মধ্যে এক্সপ্লোরেশন ক্ষমতা স্পিড আপ এবং বাড়াতে চান তাহলে আপনি আমার এই পোস্ট গুলো খেয়াল করতে পারেন,
- https://bitcointalksearch.org/topic/m.62916610
@Crypto Library স্যার আপনাকে অনেক ধন্যবাদ, একজন নতুন হিসেবে শেখার জন্য ফোরামে কি কি করতে হবে সেজন্য আপনি আমাকে বিভিন্ন পোস্ট টপিক শেয়ার করেছেন। আপনার উল্লেখিত পোস্টের টপিকগুলি আমি ইতিমধ্যে পড়েছি এবং পোস্টগুলো আমাকে আরোও বেশ কয়েকবার পড়তে হবে। আপনার দেওয়া লিংকের পোস্টগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে এবং আমি এখান থেকে বেশ কিছু অতিরিক্ত তথ্য পেয়েছি যা আমি এর আগে পাইনি। আপনার উল্লেখ করা টপিকের পোস্টগুলো পড়ার কারণে আমার অনেক বিষয়ে ধোঁয়াশা কেটে যাচ্ছে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 01, 2024, 03:12:07 PM
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪

অবশেষে কয়েক মাস পরে এবার আমরা একটু উন্নতি দেখতে পারলাম আমাদের মেরিট এক্টিভিটি এর তবে আমরা পোস্ট একটিভিটি এর ক্ষেত্রেও কিছুটা এগিয়েছে তবে আমি মনে করি এটা এনাফ না। গত বছর এ সময় বাংলাদেশের দারুন অগ্রগতি ছিল।
আমরা যদি সেটাও ধরে রাখতে পারতাম তাহলে অনেকটাই এগিয়ে যাওয়া যেত। তবে অভিনন্দন গত মাসে আমাদের মেরিট আর্নিং এর সংখ্যা ছিল মাত্র 32 টি আর বর্তমানে এই মাসে বেড়ে দাঁড়িয়েছে ১১৭ টি। বিস্তারিত কিছু তথ্য নিয়ে নিচে চার তৈরি করে দেওয়া হয়েছে-
আশা করি ভবিষ্যতে আমাদের অগ্রগতি আরো বেশি হবে যেন আমরা অতিশীঘ্রই লোকাল বোর্ড পাওয়ার জন্য যোগ্য হই।

মে মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 147টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 117টি



এপ্রিল মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 138টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 32টি







প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [28]
2. Bd officer [16]
3. LDL [16]
4. Nothingtodo [13]
5. Crypto Library [11]
6. HelliumZ [10]
7. Wonder Work [9]
8. synchronym [6]
9. BTC_pokaop [4]
10. Student of Bitcoin [4]

২০২৩ সালের অ্যাক্টিভিটি
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪
আগস্ট মাসের একটিভিটি ২০২৪

এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  
full member
Activity: 420
Merit: 130
May 31, 2024, 05:05:22 PM
আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।
আপনাকে এই বাংলাদেশ কমিউনিটিতে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনি এখানে নিয়মিত একটিভ থাকবেন এবং আপনি আপনার মূল্যবান  জ্ঞান এখানে শেয়ার করে আমাদের বাংলা কমিউনিটিকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখবেন। তাছাড়া আপনি যদি নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে উপরের দেওয়া ক্রিপটো লাইব্রেরি CL ভাই আপনাকে যে পোস্টের কথা ও ইন্সট্রাকশনের কথা উল্লেখ করেছেন সেগুলো আপনি ভালোভাবে খেয়াল করবেন এবং আশা করছি আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন।
Pages:
Jump to: