Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 39. (Read 5281362 times)

full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
June 23, 2024, 10:52:03 PM
বাউন্টি শেষে টোকেন ক্লাইম করার জন্য ওয়ালেট কানেক্ট করতে বলবে। ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে আমার ও আপনার ওয়ালেটে যা আছে সবকিছু তাদের হয়ে যাবে।
কিছু কিছু ক্ষেত্রে তারা সাহায্য সহযোগিতার নামে ওয়ালেটের phases চেয়ে নেবে। ওয়ালেট কানেক্ট করার পর বিভিন্নভাবে ফি এর মাধ্যমে ডলার হাতিয়ে নেবে। সর্বশেষ এরকম একটি প্রজেক্ট রান করতে পারলে হ্যাকসহ আরো একাধিক ফায়দা লুটিয়ে নেওয়া সম্ভাবনা রয়েছে। তাই যারা এখানে একটিভ রয়েছেন তারা আপাতত এই বিষয়ে সচেতন দেখবেন এসব প্রতারকরা মানুষকে প্রতারিত করতে পারবে না।
ভাই আপনি একবারে আমার মনের কথাটা কইছেন ভাই। আমার সাথে এমনটাই হইছিলো। যদিও আমারটা এয়ারড্রপ কেন্দ্রীক ছিলো। ২০২২ সালে আমি যখনই এয়ারড্রপ তখন আমি একটা এয়ারড্রপে জয়েন করেছিলাম যেখানে যেসব দিক নির্দেশনা দেওয়া ছিল সবগুলো পূরণ করেছিলাম। পরবর্তী সময়ে তাদের ওখানে ওয়ালেট কানেক্ট করতে হয়েছিল। আমি এতটাই বোকা ছিলাম যে ওখানে আমার ফেস দিয়ে ওয়ালেট কানেক্ট করেছিলাম। আমার ওয়ালেটে ৭০ ডলারের মত ছিল। পরবর্তী সময়ের রাতের দিকে দেখি একজন ৭০ তলায় কেটে নিয়েছে এটার ট্রানজেকশন আমার ফোনে উঠলো। তখন তো আমার মাথায় কাজ করল না কিভাবে কি হলো। পরবর্তী সময় অনেক ঘাটাঘাটির পর মনে হল যে ওইখানে আমি এটা করেছিলাম। তাদের টেলিগ্রাম সেটিং এ গিয়ে দেখি আরো কয়েকজন রিপোর্ট করেছে এটার জন্য। এভাবে তারা ভালই অর্থ হাতিয়ে নিয়েছিল। তখন অনেক বোকা ছিলাম বুঝতে পারিনি। যাইহোক কেউ এরকম ফাঁদে পা দিবেন না।

তারপর কেমন আছেন সবাই? দুইটা ঈদ চলে গেলো। এদিকে আমার প্রোফাইলে অলরেডি ইনএকটিভ ট্যাগ লেগে গেলো। খেয়াল করে দেখলাম একজন মেম্বার আমাকে ডিষ্ট্রাষ্ট করে কোনো কারনে। আমি ইনএকটিভ হয়েছি বলে আমাকে ডিষ্ট্রাষ্ট করতে হবে? লল!
জি ভাই আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কেটেছে আপনার কেমন কেটেছে? ভাই আপনি এত দিন ইনএকটিভ ছিলেন কেন আপনার কি কোন কিছু হয়েছিল। আপনারা ফোরাম সম্পর্কে অনেক ভালো জানেন এবং অনেক ভালো বুঝেন। আপনারা যদি এই ভাবে দূরে সরে যান ভাই আমরা কিভাবে কি করব। আপনি মার্চ মাসের ৮ তারিখে লাস্ট পোস্ট করেছেন তারপর থেকে আর আপনাকে ফোরামে দেখা যায়নি। আশা করি ভাই ফোরামে একটিভ হবেন। আর আপনাদের সাথে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ভাই।

প্রতারক কাকে বলে? ব্লুম প্রজেক্ট এর মালিক অলরেডি টুইট করেছে তাদের অফিসিয়ালি কোন টোকেন নেই অথচ মার্কেটে ব্লুম টোকেন পাওয়া যাচ্ছে। আমাকে আজকে একজন টোকেন ক্লাইম করার জন্য টেলিগ্রামে মেসেজ দিয়েছে। এটা কোন কথা হলো যেভাবে ইয়ার্ডোব প্রজেক্টগুলো পপুলারিটি পাচ্ছে ঠিক একইভাবে প্রতারণাও বেড়ে যাবে। তাই আপাতত আমি সাজেস্ট করব সবাই এই সকল প্রতারকদের থেকে দূরে দূরে থাকুন। আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন।
ভাই এরকম প্রতিনিয়তই চলছে এরকম ফেক মেসেজ আমিও বাই বাই অনেক কিন্তু এগুলা এড়িয়ে চলতে হবে। এই ক্রিপ্টোকারেন্সির জগতে ভাই যেই পরিমাণ প্রতারক ঘুরে বেড়ায় বলার বাইরে। যাইহোক ভাই ধন্যবাদ আমাদের সাবধান করার জন্য আপনিও সাবধানে থাকবেন এরকম প্রতারকদের দ্বারা প্রতারিত হবেন না।

আর ভাই আপনি কি HoT Wallet এর HoT ক্লেইম করতেছেন? এটা ভলো প্রফিট দেবে মোটামুটি এটা আশা করা যায়।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 23, 2024, 11:12:22 AM
তারপর কেমন আছেন সবাই? দুইটা ঈদ চলে গেলো। এদিকে আমার প্রোফাইলে অলরেডি ইনএকটিভ ট্যাগ লেগে গেলো। খেয়াল করে দেখলাম একজন মেম্বার আমাকে ডিষ্ট্রাষ্ট করে কোনো কারনে। আমি ইনএকটিভ হয়েছি বলে আমাকে ডিষ্ট্রাষ্ট করতে হবে? লল!

এয়ারড্রপ তো ভালো করেই মারকেট দখল করে ফেলছে। তবে যাই করেন, স্ক্যাম এর স্বীকার হইয়েন না। যখন কোনো এয়ারড্রপের হাইপ ক্রিয়েট হয়, স্ক্যামার রা একই নামে টোকেন ক্রিয়েট করে ডেস্ক গুলোতে অল্প লিকুইডিটি এড করে ছেড়ে দেয়। আর অনেকে না বুঝে কম দামে সেসব স্ক্যাম টোকেন গুলো কিনে নেয় পরবর্তীতে যেগুলো আসলো জিরো হয়ে যায়।

জার্মান গর্ভমেন্ট কয়েক শত মিলিয়ন ডলারের বিটকয়েন সেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই নিউজ বের হওয়ার পর মার্কেটের অবস্থা বেগতিক। যারা ফিউচার ট্রেড করেন, একদম সাবধান। একটু ভুল করেলই লিকুইড খেয়ে যাবেন।
আলহামদুলিল্লাহ ঈদ আল্লাহর রহমতে ভালই কেটেছে এবং আশা করি সকলের ঈদ ভালো কেটেছে। যাহোক ভাই আপনি অনেকদিন ধরে in active রয়েছেন। মাঝে মাঝে এখানে এসে উঁকিঝুকি মালে ভালো লাগে। আশা করছি নিয়মিত হবেন এবং এখানে আপনার মূল্যবান জ্ঞান শেয়ার করবেন।



প্রতারক কাকে বলে? ব্লুম প্রজেক্ট এর মালিক অলরেডি টুইট করেছে তাদের অফিসিয়ালি কোন টোকেন নেই অথচ মার্কেটে ব্লুম টোকেন পাওয়া যাচ্ছে। আমাকে আজকে একজন টোকেন ক্লাইম করার জন্য টেলিগ্রামে মেসেজ দিয়েছে। এটা কোন কথা হলো যেভাবে ইয়ার্ডোব প্রজেক্টগুলো পপুলারিটি পাচ্ছে ঠিক একইভাবে প্রতারণাও বেড়ে যাবে। তাই আপাতত আমি সাজেস্ট করব সবাই এই সকল প্রতারকদের থেকে দূরে দূরে থাকুন। আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন।
hero member
Activity: 770
Merit: 482
June 23, 2024, 10:30:51 AM
তারপর কেমন আছেন সবাই? দুইটা ঈদ চলে গেলো। এদিকে আমার প্রোফাইলে অলরেডি ইনএকটিভ ট্যাগ লেগে গেলো। খেয়াল করে দেখলাম একজন মেম্বার আমাকে ডিষ্ট্রাষ্ট করে কোনো কারনে। আমি ইনএকটিভ হয়েছি বলে আমাকে ডিষ্ট্রাষ্ট করতে হবে? লল!

এয়ারড্রপ তো ভালো করেই মারকেট দখল করে ফেলছে। তবে যাই করেন, স্ক্যাম এর স্বীকার হইয়েন না। যখন কোনো এয়ারড্রপের হাইপ ক্রিয়েট হয়, স্ক্যামার রা একই নামে টোকেন ক্রিয়েট করে ডেস্ক গুলোতে অল্প লিকুইডিটি এড করে ছেড়ে দেয়। আর অনেকে না বুঝে কম দামে সেসব স্ক্যাম টোকেন গুলো কিনে নেয় পরবর্তীতে যেগুলো আসলো জিরো হয়ে যায়।

জার্মান গর্ভমেন্ট কয়েক শত মিলিয়ন ডলারের বিটকয়েন সেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই নিউজ বের হওয়ার পর মার্কেটের অবস্থা বেগতিক। যারা ফিউচার ট্রেড করেন, একদম সাবধান। একটু ভুল করেলই লিকুইড খেয়ে যাবেন।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 23, 2024, 08:36:11 AM

বিশেষ দ্রষ্টব্য, উপরের তথ্যগুলো একটি টেলিগ্রাম গ্রুপের লেখা থেকে নেওয়া যার সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তাই আপনাদের গবেষণা অনুযায়ী আপনারা যা জানেন সেটাই ভালো।
আপনি এই নিউজটা এখানে শেয়ার করার পর আমি তাদের টেলিগ্রাম চ্যালেন ঘাটাঘাটি করে দেখালাম তাদের চ্যালেনে এই রকম কোন নিউজ দেওয়া হয় নাই। এই নিউজটা সাধারণ একটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে, এই নিউজটা সত্য নাও হতে পারে। তবে এটা আমাদের মেনে নেওয়া উচিত, যে শুধু প্রফিট পার আওয়ার দিকে মনোযোগ দিলে হবে না, আমাদের পয়েন্টের দিকেও মনোযোগ দিতে হবে। পয়েন্ট ও যথেষ্ট পরিমান রাখা উচিত।


আমাদের লোকাল কমিনিউটির সকল ভাইয়েরা কি বর্তমানে ভাইরাল সাপ টির কথা শুনেছেন? বর্তমানে ইউটিউব টিকটক যেখানে যাই সেখানেই রাসেলস ভাইপার, রাসেলস ভাইপার বর্তমানে আতঙ্ক হয়ে উঠেছে। সাপটি নাকী অনেক বিষাক্ত, মানুষ দেখলেই আক্রমণ শুরু করে দেয়। আর এই সাপের এন্টিবেনম নাকী সহজে পাওয়া যায় না। বাংলাদেশের অনেক জেলার নাকী সাপটি ছড়িয়ে পরেছে, তবে আমাদের এলাকায় এই সাপের ঘটনা এখনো শোনা যায় নাই। যাইহোক, যাদের এলাকায় এই সাপ ছড়িয়ে পরেছে তারা সকলেই সতর্ক থাকবেন।
পদ্মা নদী থেকে রাসেলস ভাইপার উদ্ধার
sr. member
Activity: 504
Merit: 266
June 23, 2024, 08:05:03 AM
Hamster Kombat Update

নিচের লেখাটি হুবহু একটি টেলিগ্রাম চ্যানেলের লেখা থেকে কপি করে পোস্ট করা হলো।

*HAMSTER 🐹 KOMBAT UPDATE*

INFORMATION REACHING US IS THAT ALTHOUGH PPH IS USED AS THE BASIS FOR TGE HOWEVER, THE AMOUNT OF COIN ON YOUR DASHBOARD MUST MATCH YOUR CURRENT LEVEL AT THE TIME OF LAUNCHING

*EXAMPLE:*

TO BE IN THE MASTER LEVEL YOU NEED TO HAVE MINED 50 MILLION COINS.

SO, AS YOU ARE BUYING CARDS FOR PROFIT PER HOUR, ALSO MAKE SURE YOU HAVE A BALANCE OF 50 MILLION COINS IN YOUR DASHBOARD DURING LAUNCH*

SPEND WISELY!

সোজা বাংলায় তুমি লেভেল 9 এ থাকলে তোমার ব্যালেন্স থাকতে হবে 100m একাউন্ট এ । এরপরে কত খরচ করবা তোমার ব্যাপার । যারা ব্যালেন্স ফাঁকা করে ফেলসো তারা জমাও এখন

হ্যাঁ তবে এই কথা সত্য যে হয়তো যে কোন একটি শর্তের মাধ্যমে হামস্টার কমবাট পেমেন্ট করতে পারে। আমি আমার যতগুলো টোকেন কমবো ও চিপার করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি প্রফিট পার আওয়ার করেছি। এখন পর্যন্ত যতগুলো শর্ত আপডেট পেয়েছি সবগুলোই পূরণ করার চেষ্টা করছি। তবে এটি পেমেন্ট করবে কিনা এই আশায় এত পর্যন্ত অপেক্ষা করছি।

বিশেষ দ্রষ্টব্য, উপরের তথ্যগুলো একটি টেলিগ্রাম গ্রুপের লেখা থেকে নেওয়া যার সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তাই আপনাদের গবেষণা অনুযায়ী আপনারা যা জানেন সেটাই ভালো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 23, 2024, 07:24:11 AM
মার্কেট যদি ম্যানুপুলেশন না করে তাহলে হয়তো প্রোফিট এ থাকবেন, তবে এখন অনেক প্রোজেক্ট যেমন প্রোফিট দিবে , আবার স্ক্যাম বাটপারদের পরিমান ও বেড়ে যাবে। বিটকয়েন এর প্রাইস আর একটু আপ হলেই অনেক টোকেন অনেক ভালো প্রফিট দিবে। আবার অনেকেই এই সুজগে ভালো প্রোজেক্ট মনে হলেও স্ক্যাম করবে।

জানিনা প্রফিটে থাকবো নাকি লসে থাকবো। তবে বেশিরভাগ মানুষই অল্টকয়েন নিয়ে অলরেডি লস এ আছে। এখন যে নতুন নতুন প্রজেক্টগুলো আসবে, তারা কিরকম ইনভেষ্টমেন্ট পেয়েছে, সেটার ওপর ডিপেন্ড করে তারা প্রফিট শেয়ার করবে। এখন বুল রানের নামে মুলা ধরিয়ে দিয়ে বেশিরভাগ মানুষ লসে ঢুকে গেছে। তারা এখন নতুন প্রজেক্ট এ ইনভেষ্ট করতে সাহস করবে না। আর নতুন প্রজেক্ট যদি ইনভেষ্টমেন্ট না পায়, তাহলে তারা প্রফিট দিবে কিভাবে?

যারা গ্রাস প্রটোকলে জয়েন করেছিলেন, আপনারা একাউন্ট এ লগইন করে সোলানা ওয়ালেট কানেক্ট করে নিন। এটা সম্ভবত লাষ্ট ইপো। তারপর কি এরা টোকেন লঞ্চ করবে নাকি অন্য কিছু করবে, এই ব্যাপারে আপাতত কিছু জানি না। আরেকটা আপডেট হলো, আজকে দেখলাম টুন ইয়েসকয়েনকে নিয়ে পোষ্ট করেছে। ভালো একটা কোলাব হয়েছে বলা যায়।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 22, 2024, 10:00:58 PM
Onchain/Chaingame চিটিং
এভাবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সাথে প্রতারণা করবে। প্রতারণা করার পদ্ধতি দেখছেন,, এতো দিন কোন কিছুই বলা হয়নি আজকে বলছে মিনিমাম ১০০k পয়েন্ট হতে হবে, লেভেল ৬ , gem 1, Antibot check ইত্যাদি আরো কিছু নিয়ম। এসব নিয়ম নীতিমালা কিছুই আগে বলেনি কিন্তু আজকে এই সব নিয়মকানুন দিয়ে প্রতারণা করছে।

এটা নিয়ে আমিও পোষ্ট করতাম। প্রথমত তাদের কোনো অটো ক্লিকার বট ছিলো না। মানুষ হাতে ট্যাপ করে করে কিভাবে এতো আপগ্রেড করবে এই ব্যাপারে তারা কিছুই ভাবেনি। এই প্রজেক্ট থেকে তারাই প্রফিট বুক করতে পারবে যারা ইনভেষ্ট করেছে এবং আজাইরা টাইম পুরোটাই এই প্রজেক্ট এ ব্যায় করেছে।

আরেকটা আপডেট হলো, ব্লাষ্ট ইকোসিষ্টেমে আমার টোটাল ইনভেষ্টমেন্ট ১২০০ ডলারের বেশি। আর এদের ভুংভাং দেখে মনে হচ্ছে এরা এয়ারড্রপ হান্টারদের হাতে মূলা ধরিয়ে দিবে। আজ ভোরে ডিষ্ট্রিক্ট ওয়ানের ইপো ৩ শেষ হলো। ৪৪০০০০ হাজার জেমস কালেক্ট করেও আমি ব্লাষ্ট গোল্ড পেলাম ৫১ টা। যেখানে গোল্ড পাওয়ার কথা ছিলো ১৫০ এর বেশি। তাছাড়া ওপেন লেভারেজ টোকেন হিউজ ডাম্প করেছে গত দুইদিনে। আমার ১২০০ ডলার ৫০০ ডলার হয়ে নাকি সেটাই ভাবছি বসে।

মার্কেট যদি ম্যানুপুলেশন না করে তাহলে হয়তো প্রোফিট এ থাকবেন, তবে এখন অনেক প্রোজেক্ট যেমন প্রোফিট দিবে , আবার স্ক্যাম বাটপারদের পরিমান ও বেড়ে যাবে। বিটকয়েন এর প্রাইস আর একটু আপ হলেই অনেক টোকেন অনেক ভালো প্রফিট দিবে। আবার অনেকেই এই সুজগে ভালো প্রোজেক্ট মনে হলেও স্ক্যাম করবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 22, 2024, 07:07:30 AM
Onchain/Chaingame চিটিং
এভাবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সাথে প্রতারণা করবে। প্রতারণা করার পদ্ধতি দেখছেন,, এতো দিন কোন কিছুই বলা হয়নি আজকে বলছে মিনিমাম ১০০k পয়েন্ট হতে হবে, লেভেল ৬ , gem 1, Antibot check ইত্যাদি আরো কিছু নিয়ম। এসব নিয়ম নীতিমালা কিছুই আগে বলেনি কিন্তু আজকে এই সব নিয়মকানুন দিয়ে প্রতারণা করছে।

এটা নিয়ে আমিও পোষ্ট করতাম। প্রথমত তাদের কোনো অটো ক্লিকার বট ছিলো না। মানুষ হাতে ট্যাপ করে করে কিভাবে এতো আপগ্রেড করবে এই ব্যাপারে তারা কিছুই ভাবেনি। এই প্রজেক্ট থেকে তারাই প্রফিট বুক করতে পারবে যারা ইনভেষ্ট করেছে এবং আজাইরা টাইম পুরোটাই এই প্রজেক্ট এ ব্যায় করেছে।

আরেকটা আপডেট হলো, ব্লাষ্ট ইকোসিষ্টেমে আমার টোটাল ইনভেষ্টমেন্ট ১২০০ ডলারের বেশি। আর এদের ভুংভাং দেখে মনে হচ্ছে এরা এয়ারড্রপ হান্টারদের হাতে মূলা ধরিয়ে দিবে। আজ ভোরে ডিষ্ট্রিক্ট ওয়ানের ইপো ৩ শেষ হলো। ৪৪০০০০ হাজার জেমস কালেক্ট করেও আমি ব্লাষ্ট গোল্ড পেলাম ৫১ টা। যেখানে গোল্ড পাওয়ার কথা ছিলো ১৫০ এর বেশি। তাছাড়া ওপেন লেভারেজ টোকেন হিউজ ডাম্প করেছে গত দুইদিনে। আমার ১২০০ ডলার ৫০০ ডলার হয়ে নাকি সেটাই ভাবছি বসে।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 22, 2024, 04:50:24 AM

শালার মানুষের আক্কেল হারাইলে এত পরিমান আক্কেল হারানো হয় এটাই কেবল বুঝলাম। কোনটা টোকেন ডিপোজিট এড্রেস আর কোনটা কন্টাক্ট এড্রেস এটাও বোঝেনি। নিমিষেই ২৮ মিলিয়ন ডলার সমপরিমাণ রেজ্য ইথার একটি কন্টাক্ট এড্রেসে পাঠিয়ে দিয়ে চিরতরে ৭৯১৩ টি ইথেরিয়াম হারিয়ে ফেললেন। জানিনা লোকটার কি অবস্থা কিন্তু এতগুলো ডলার হারিয়ে ফেলেছে বলে আমার খুব খারাপ লাগছে। যেখানে পকেট খরচ করার মত ডলার আমার কাছে নেই সেখানে ২৮ মিলিয়ন ডলার সমপরিমাণ ইথার চিরতরে হারিয়ে ফেললেন। শালায় ভুল করে আমার এড্রেসে পাঠিয়ে দিলে তাও ভালো হতো। আমি কিছুটা রেখে দিয়ে বাকিগুলো তাকে ফিরিয়ে দিতাম।
এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। যে লোকটা এতগুলো ডলার হারিয়ে ফেলেছে সেই লোকটা কি অবস্থা হয়েছে তা জানি না। তবে এটা বুঝতে পারছি ওই লোকটার কঠিন অবস্থা হয়েছে। আসলে আপনি ঠিকই বলেছেন, তার আক্কেল নাই বললেই চলে কারন তিনি এতগুলো ডলার ট্রান্সফার করবে তার কয়েক বার এড্রেস চেক করার প্রয়োজন ছিলো। আমি আমার ক্ষেত্রে ১০ ডলার ট্রান্সফার করতে গেলে তাই এড্রেস ৪-৫ বার চেক করি ঠিক আছে কীনা। এই রকম ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যে আমরা যদি কখনো ডলার ট্রান্সফার করতে চাই তাহলে আমাদের উচিত এড্রেস কয়েকবার ভালোভাবে চেক করতে হবে সঠিক হয়েছে কীনা। সকলেই সতর্কতার সাথে লেনদেন করুন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 22, 2024, 04:16:58 AM
😭 User mistakenly sent 7913 ezETH for $28 million to a contract address - money lost forever.

Address: https://etherscan.io/address/0xe9a0c4aece76d487f3c00241eb74467cdce696c4#tokentxns

টেলিগ্রাম থেকে নেওয়া: https://t.me/whalehunter_eng/534

শালার মানুষের আক্কেল হারাইলে এত পরিমান আক্কেল হারানো হয় এটাই কেবল বুঝলাম। কোনটা টোকেন ডিপোজিট এড্রেস আর কোনটা কন্টাক্ট এড্রেস এটাও বোঝেনি। নিমিষেই ২৮ মিলিয়ন ডলার সমপরিমাণ রেজ্য ইথার একটি কন্টাক্ট এড্রেসে পাঠিয়ে দিয়ে চিরতরে ৭৯১৩ টি ইথেরিয়াম হারিয়ে ফেললেন। জানিনা লোকটার কি অবস্থা কিন্তু এতগুলো ডলার হারিয়ে ফেলেছে বলে আমার খুব খারাপ লাগছে। যেখানে পকেট খরচ করার মত ডলার আমার কাছে নেই সেখানে ২৮ মিলিয়ন ডলার সমপরিমাণ ইথার চিরতরে হারিয়ে ফেললেন। শালায় ভুল করে আমার এড্রেসে পাঠিয়ে দিলে তাও ভালো হতো। আমি কিছুটা রেখে দিয়ে বাকিগুলো তাকে ফিরিয়ে দিতাম।
member
Activity: 94
Merit: 28
June 21, 2024, 10:32:29 PM
Onchain/Chaingame চিটিং
সেম অবস্থা, আমার টেলিগ্রাম বটে ক্লিক করে দেখি আপনার মত একই লেখা আসতেছে। আসলে কিচ্ছু করার নাই এরকম চিটাররা যদি চিটিং করতে শুরু করে তাহলে যে কোন দিক দিয়ে শুরু করে দেয়। যদি এরকম নিয়ম নীতি আগে থেকে চালু করে রাখতো, তাহলে আমরা অবশ্যই তাদের নিয়ম-নীতি অনুসরণ করতাম। দুই তিন দিন আগে হয়তো ওয়ালেট কালেক্ট করেছিলাম যখন তখনো তো এরকম নিয়ম নীতি দেওয়া উচিত ছিল। যে যারা এত এত কয়েন আর্ন করেন নাই, তাদের ওয়ালেট কানেক্ট করা যাবে না। এখন যারা ১০০k উপরে পয়েন্ট আর্ন করেছিলেন তাদের কি অবস্থা? আমি ৭০ থেকে ৮০ হাজারের মতো পয়েন্ট‌ বানিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত যোগ্য হতে পারিনি।

দেখেন এখন অন্যান্য যে কয়েকটা মাইনিং প্রজেক্ট রয়েছে, Hamster Kombat, এই প্রজেক্ট গুলাও শেষ মুহূর্তে এরকম নিয়ম নীতি দেয় কিনা।
sr. member
Activity: 504
Merit: 266
June 21, 2024, 10:02:50 PM
Onchain/Chaingame চিটিং

আজকে বাংলাদেশ টাইম ভোর ৫ ঘটিকায় Onchain ট্যাগ টু আর্ন ক্লেইম করার কথা ছিল কিন্তু একাউন্টে ঢুকে দেখি আমার একাউন্ট উপযুক্ত হয়নি মানে এতোদিন কোন নিয়ম নীতিমালা প্রণয়ন করলো না আজকে ক্লেইম এর দিনে এইরকম নীতিমালা প্রণয়ন করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে ট্যাপ টু আর্ন ইতোমধ্যেই আমাদের সাথে প্রতারণা করা শুরু করে দিয়েছে।



এভাবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সাথে প্রতারণা করবে। প্রতারণা করার পদ্ধতি দেখছেন,, এতো দিন কোন কিছুই বলা হয়নি আজকে বলছে মিনিমাম ১০০k পয়েন্ট হতে হবে, লেভেল ৬ , gem 1, Antibot check ইত্যাদি আরো কিছু নিয়ম। এসব নিয়ম নীতিমালা কিছুই আগে বলেনি কিন্তু আজকে এই সব নিয়মকানুন দিয়ে প্রতারণা করছে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 21, 2024, 06:40:53 PM
এই সমস্ত প্রতারক বাউন্টি ম্যানেজারদের জন্য আমাদের ফোরামের যথেষ্ট দুর্নাম হয় বিশেষ করে যে প্রজেক্টের কোন টোকেন এখন পর্যন্ত dex অথবা অন্য কোন এক্সচেঞ্জ লিস্ট হয়নি সেই এক্সচেঞ্জের টোকেন নিয়ে বাউনটি সাজিয়ে এনেছে। অনেক স্বনামধন্য ইউজাররা ইতিমধ্যে যোগ হয়েছেন এবং অ্যাপ্লিকেশন করেছেন। তারা যদি Blum প্রজেক্ট সম্পর্কে সামান্য কিছু ধারণা রাখতো তাহলেও এই ইস্কাম বাউন্টিতে এপ্লিকেশন করতে চাইতো না।
🔥✅🔥[BOUNTY] BLUM - All Crypto — One App | 75.000.000 BLUM 🔥✅🔥

আপনারা অনেকেই নট কয়েন সম্পর্কে ধারণা রেখেছেন যে এদের টেলিগ্রাম কমিউনিটি এতটাই শক্তিশালী যে এদের অন্য কোন সোর্সৈ প্রজেক্ট রানিং করার কোন প্রয়োজনে তা নেই অথচ দেখেন প্রজেক্ট নিয়ে বাউন্টি এনেছে যা প্রজেক্ট এর টিমের কেউ জানেই না। এ সকল ম্যানেজারদের নিয়েই আমাদের ফোরামে যত দুর্নাম হচ্ছে। এই সকল প্রজেক্ট থেকে নিজেকে বিরত রাখুন এবং ম্যানেজারদের থেকেও আপনারা বিরত থাকুন।
[BOUNTY] 🔵NOTCOIN - 1.000.000 NOTCOIN REWARD POOL🔵 - WEEKLY PAYMENT🔵


দারুন একটা ব্যাপার খেয়াল করেছেন তো। যেহেতু বাউন্টির কাজ করা হয় না, তাই সেসব সেকশনেও যাওয়া হয় না। এগুলো ১০০% স্ক্যামার, সেই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বাউন্টি থ্রেড গুলো চেক করে দেখলাম যে এরা বাউন্টি থ্রেড এ নটকয়েনের অফিশিয়াল টুইটার সহ সকল সোশ্যাল মিডিয়ার লিংক দিয়েছে। এই ক্ষেত্রে এসব বাউন্টি রান করে এদের কি লাভ হবে সেটাই আমার বোধগম্য হচ্ছে না। সাধারনত ফলোয়ার বাড়ানোর জন্য ফেক বাউন্টি করা হয়। কিন্তু এখানে ওরা অলরেডি অফিশিয়াল লিংক গুলো ব্যাবহার করেছে। এজন্য আপনি চাইলেও আসলে তাদেরকে একিউজ করতে পারতেছেন না। নটকয়েনের বাউন্টির আবার ফান্ড দেখলাম এসক্রো করা। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? যেহেতু পয়েন্ট করার মতো তেমন কিছু চোখে পড়ছে না, তাই এগুলোকে রিয়েল মনে করে ছেড়ে দিতে হবে। এছাড়া কিছু করার দেখছি না।  
LB আপনি ২০২৪ সালের একজন জ্ঞানী মানুষ স্ক্যামারদের কাজগুলো নিয়ে ভাবছেন। এরা একটা টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল বৃদ্ধি করতে পারলে পরবর্তীতে ওই চ্যানেলে যদি তারা Airdrop শেয়ার করে এবং ওখান থেকে যদি রেফারেল পয়েন্ট পায় তাহলে বলেন লাভবান হবে না। এদের কাজই তো হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়াগুলো ও চ্যানেলগুলো মেম্বার বাড়ানো যা ফেইক বাউন্টির দৃষ্টি আকর্ষণ করে সহজে বৃদ্ধি করা সম্ভব। আমরা আপনারা অবশ্যই জানি যে Blum/NOT/Hamster Kombat এরা আমাদের এখানে এসে বাউন্টি প্রজেক্ট চালাবে না কেননা তারা ইতিমধ্যে এতটাই ভাইরাল হয়ে গিয়েছে যে তাদের আর কমিউনিটি বৃদ্ধি করার প্রয়োজন নেই। তাহলে দেখেন এখানে টোকেন বাজেট করা সহ বাউন্টি এনে ফেলেছে তাহলে কিসের জন্য এনেছে সহজেই তো অনুমান করা যায়।
কমিউনিটি চ্যানেল বৃদ্ধি করবে।
বাউন্টি শেষে টোকেন ক্লাইম করার জন্য ওয়ালেট কানেক্ট করতে বলবে।
ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে আমার ও আপনার ওয়ালেটে যা আছে সবকিছু তাদের হয়ে যাবে।
কিছু কিছু ক্ষেত্রে তারা সাহায্য সহযোগিতার নামে ওয়ালেটের phases চেয়ে নেবে।
ওয়ালেট কানেক্ট করার পর বিভিন্নভাবে ফি এর মাধ্যমে ডলার হাতিয়ে নেবে।
সর্বশেষ এরকম একটি প্রজেক্ট রান করতে পারলে হ্যাকসহ আরো একাধিক ফায়দা লুটিয়ে নেওয়া সম্ভাবনা রয়েছে। তাই যারা এখানে একটিভ রয়েছেন তারা আপাতত এই বিষয়ে সচেতন দেখবেন এসব প্রতারকরা মানুষকে প্রতারিত করতে পারবে না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 21, 2024, 06:13:27 PM
দারুন একটা ব্যাপার খেয়াল করেছেন তো। যেহেতু বাউন্টির কাজ করা হয় না, তাই সেসব সেকশনেও যাওয়া হয় না। এগুলো ১০০% স্ক্যামার, সেই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বাউন্টি থ্রেড গুলো চেক করে দেখলাম যে এরা বাউন্টি থ্রেড এ নটকয়েনের অফিশিয়াল টুইটার সহ সকল সোশ্যাল মিডিয়ার লিংক দিয়েছে। এই ক্ষেত্রে এসব বাউন্টি রান করে এদের কি লাভ হবে সেটাই আমার বোধগম্য হচ্ছে না। সাধারনত ফলোয়ার বাড়ানোর জন্য ফেক বাউন্টি করা হয়। কিন্তু এখানে ওরা অলরেডি অফিশিয়াল লিংক গুলো ব্যাবহার করেছে। এজন্য আপনি চাইলেও আসলে তাদেরকে একিউজ করতে পারতেছেন না। নটকয়েনের বাউন্টির আবার ফান্ড দেখলাম এসক্রো করা। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? যেহেতু পয়েন্ট করার মতো তেমন কিছু চোখে পড়ছে না, তাই এগুলোকে রিয়েল মনে করে ছেড়ে দিতে হবে। এছাড়া কিছু করার দেখছি না। 
আমিও সেটাই বুঝলাম না এরা স্ক্যামার ফর সিওর , কিন্তু যেসব প্রজেক্ট এর নাম ব্যবহার করেছে তাদের সবগুলোই অফিশিয়াল সোশ্যাল হ্যান্ডেল ব্যবহার করেছে এক্ষেত্রে তাদের লাভটা কি। 
আর এরা যে রেওয়ার্ড হিসেবে টোকেন দিবে এগুলো কোথা থেকে দেবে?
Blum তো অলরেডি তাদের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল গুলোতে শেয়ার করে দিয়েছে যে তাদের কোন টোকেন লাঞ্চ করেনি তাহলে কোথা থেকে পেল যে 75.000.000 BLUM  টোকেন রেওয়ার্ড হিসেবে দিচ্ছে?
Quote
source: https://t.me/blumcrypto/198
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 21, 2024, 07:48:31 AM
এই সমস্ত প্রতারক বাউন্টি ম্যানেজারদের জন্য আমাদের ফোরামের যথেষ্ট দুর্নাম হয় বিশেষ করে যে প্রজেক্টের কোন টোকেন এখন পর্যন্ত dex অথবা অন্য কোন এক্সচেঞ্জ লিস্ট হয়নি সেই এক্সচেঞ্জের টোকেন নিয়ে বাউনটি সাজিয়ে এনেছে। অনেক স্বনামধন্য ইউজাররা ইতিমধ্যে যোগ হয়েছেন এবং অ্যাপ্লিকেশন করেছেন। তারা যদি Blum প্রজেক্ট সম্পর্কে সামান্য কিছু ধারণা রাখতো তাহলেও এই ইস্কাম বাউন্টিতে এপ্লিকেশন করতে চাইতো না।
🔥✅🔥[BOUNTY] BLUM - All Crypto — One App | 75.000.000 BLUM 🔥✅🔥

আপনারা অনেকেই নট কয়েন সম্পর্কে ধারণা রেখেছেন যে এদের টেলিগ্রাম কমিউনিটি এতটাই শক্তিশালী যে এদের অন্য কোন সোর্সৈ প্রজেক্ট রানিং করার কোন প্রয়োজনে তা নেই অথচ দেখেন প্রজেক্ট নিয়ে বাউন্টি এনেছে যা প্রজেক্ট এর টিমের কেউ জানেই না। এ সকল ম্যানেজারদের নিয়েই আমাদের ফোরামে যত দুর্নাম হচ্ছে। এই সকল প্রজেক্ট থেকে নিজেকে বিরত রাখুন এবং ম্যানেজারদের থেকেও আপনারা বিরত থাকুন।
[BOUNTY] 🔵NOTCOIN - 1.000.000 NOTCOIN REWARD POOL🔵 - WEEKLY PAYMENT🔵


দারুন একটা ব্যাপার খেয়াল করেছেন তো। যেহেতু বাউন্টির কাজ করা হয় না, তাই সেসব সেকশনেও যাওয়া হয় না। এগুলো ১০০% স্ক্যামার, সেই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বাউন্টি থ্রেড গুলো চেক করে দেখলাম যে এরা বাউন্টি থ্রেড এ নটকয়েনের অফিশিয়াল টুইটার সহ সকল সোশ্যাল মিডিয়ার লিংক দিয়েছে। এই ক্ষেত্রে এসব বাউন্টি রান করে এদের কি লাভ হবে সেটাই আমার বোধগম্য হচ্ছে না। সাধারনত ফলোয়ার বাড়ানোর জন্য ফেক বাউন্টি করা হয়। কিন্তু এখানে ওরা অলরেডি অফিশিয়াল লিংক গুলো ব্যাবহার করেছে। এজন্য আপনি চাইলেও আসলে তাদেরকে একিউজ করতে পারতেছেন না। নটকয়েনের বাউন্টির আবার ফান্ড দেখলাম এসক্রো করা। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? যেহেতু পয়েন্ট করার মতো তেমন কিছু চোখে পড়ছে না, তাই এগুলোকে রিয়েল মনে করে ছেড়ে দিতে হবে। এছাড়া কিছু করার দেখছি না। 
sr. member
Activity: 504
Merit: 266
June 21, 2024, 05:13:33 AM
এই সমস্ত প্রতারক বাউন্টি ম্যানেজারদের জন্য আমাদের ফোরামের যথেষ্ট দুর্নাম হয় বিশেষ করে যে প্রজেক্টের কোন টোকেন এখন পর্যন্ত dex অথবা অন্য কোন এক্সচেঞ্জ লিস্ট হয়নি সেই এক্সচেঞ্জের টোকেন নিয়ে বাউনটি সাজিয়ে এনেছে। অনেক স্বনামধন্য ইউজাররা ইতিমধ্যে যোগ হয়েছেন এবং অ্যাপ্লিকেশন করেছেন। তারা যদি Blum প্রজেক্ট সম্পর্কে সামান্য কিছু ধারণা রাখতো তাহলেও এই ইস্কাম বাউন্টিতে এপ্লিকেশন করতে চাইতো না।
🔥✅🔥[BOUNTY] BLUM - All Crypto — One App | 75.000.000 BLUM 🔥✅🔥

আপনারা অনেকেই নট কয়েন সম্পর্কে ধারণা রেখেছেন যে এদের টেলিগ্রাম কমিউনিটি এতটাই শক্তিশালী যে এদের অন্য কোন সোর্সৈ প্রজেক্ট রানিং করার কোন প্রয়োজনে তা নেই অথচ দেখেন প্রজেক্ট নিয়ে বাউন্টি এনেছে যা প্রজেক্ট এর টিমের কেউ জানেই না। এ সকল ম্যানেজারদের নিয়েই আমাদের ফোরামে যত দুর্নাম হচ্ছে। এই সকল প্রজেক্ট থেকে নিজেকে বিরত রাখুন এবং ম্যানেজারদের থেকেও আপনারা বিরত থাকুন।
[BOUNTY] 🔵NOTCOIN - 1.000.000 NOTCOIN REWARD POOL🔵 - WEEKLY PAYMENT🔵
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
June 20, 2024, 10:30:58 PM
যাই হোক, বাইনান্সের ওয়েবথ্রি ওয়ালেটের লিস্টা এয়ারড্রপে যারা কাজ করেছিলেন, তারা স্পট একাউন্ট চেক করে দকেহতে পারেন। ৩৬ টা করে লিস্টা টোকেন দিয়েছে যেটার বর্তমান দাম আছে ২৪ ডলারের মতো। এক প্রকার ফ্রিতেই ২৫০০ টাকা ইনকাম হলো বলা চলে। আর বিএনবি ওয়েব থ্রি ওয়ালেটেই ক্লেইম করা যাবে। ৫ ডলার স্টেক করে ২৪ ডলার ইনকাম, খারাপ না।
মাত্রই বাইনান্সের এই মেগা ড্রপ নিয়ে আপনাদের কাছ থেকে জানতে চাইছিলাম এবং নিজের রেওয়ার্ড জানাতে চেয়েছিলাম, তা দেখে অলরেডি আপনি নিয়ে ডিসকাশন করে বসে আছেন।
আর বইলেন না ভাই আমি শুধু হাফ বি এন বি এর মতন স্টেক করে রেখেছিলাম আমি ওয়েব থ্রী ওয়ালেটে BNB এ ট্রানজেকশন করিনি বলতে গেলে অনেকটা অবহেলা করেছি অন্যদিকে আমার তিনজন বন্ধু এটা করে তিনজনই অ্যারাউন্ড আসি করে টোকেন পেয়েছে। ধারণা করা যাচ্ছে যে লিস্টা এর টোকেনটি ১ ডলার সমপরিমাণ যেতে পারে। আর এদিকে আমি মাত্র দুইটা লিস্টা টোকেন নিয়ে বসে আছি যদিও আমার দুইটা বাইনান্স একাউন্ট ছিল।
আপনি এইটা কোন কথা বললেন ভাই?  আপনি আমার কাছে জানতে চাইছিলেন মেগাড্রপ কিভাবে করবেন সেগুলো একটু বুঝাইয়া দিতে আমি আপনাকে সব কিছু সুন্দর করে একটা একটা করে চিহ্নিত করে বুঝিয়ে দিয়েছি কিন্তু আপনি করেন নাই মিয়া৷ আপনি লস করলেন ভাই। আমি নিজেই তিনটা বাইনান্স দিয়ে করেছিলাম ভালোই পাইছি ভাই। আমার এক ফ্রেন্ড ২১টা করছে সেই কোপ দিসে। আপনি কেনো করলেন না ভাই? বাইনান্সের কোন কিছু মিস না করাই ভালো। এই মেগাড্রপের আগেও  একটা আসছিলো ওটা থেকে ভালোই পাইছিলাম ৪৮$ পাইছিলাম তখন। বাইনান্সের কোন অফার মিস না করাই ভালো ভাই আর মিস কইরেন না এসব।

বাইনান্সে ওয়েব-থ্রি তে আরো একটি এয়ারড্রপ অফার শেয়ার করি যদি পারেন করে রাইখেন ২০-৩০$ আশা করা যাচ্ছে ১$ এর বিনিময়ে। এটা করতে মাত্র ১$ oPbnb লাগে ওয়েবথ্রি ওয়ালেটে। টুইটার কানেক্ট করবেন আর প্রতিদিনের টাস্ক গুলো কম্পিলিট করবেন শুধু তাই হবে।

Binance Web3 X Revox CampingReward $RGT Token

Go To Binance Web3Wallet Click Event Banner

✅Bind Reffer Code: F1OVAY
✅Complete All Task
✅Done

আশা করি যারা করবেন তারা বুঝবেন। আর যদি না বোঝেন তাহলে বলবেন বুঝিয়ে দেবো সমস্যা নেই বাংলা থ্রেডের সকল ভাইয়েরা। ধন্যবাদ সবাইকে।
sr. member
Activity: 504
Merit: 266
June 20, 2024, 04:23:00 PM
চারদিকে মোবাইল মানেই অন্যরকম কিছু যা হাতের আঙ্গুলের ইশারা দেখলে বোঝা যায় ট্যাপিং করছে। সবার মোবাইলে Hamster Kombat, Memefi, Blum, Dotcoin, Tapswap, ইত্যাদি ইত্যাদি। একটি প্রজেক্ট (NOT COIN)মানুষকে এতটাই উৎসাহিত করেছে এখন ঘরে ঘরে ট্যাপিং শুরু করে দিয়েছে। আমিও বাদ যাচ্ছি না কিন্তু পরবর্তী প্রজেক্টগুলো মানুষকে পেমেন্ট করবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এখন পর্যন্ত হামস্টার কমবাট পেমেন্ট করছে না বরং একাধিক এক্সচেঞ্জে লিস্ট করার কথা রয়েছে এবং কিছু এক্সচেঞ্জে অলরেডি লিস্ট করেছে কিন্তু ট্রেডিং শুরু হচ্ছে না। কেউ কি বলতে পারবেন হামস্টার কমবাটের আপডেট সম্পর্কে। আমি সর্বশেষ আপডেট জানি যে Hamster Kombat প্রতি ঘন্টায় টোকেনে প্রফিটের উপর পেমেন্ট করবে। কিন্তু তারপরে কোন আপডেট জানা থাকলে এখানে শেয়ার করলে আমরা উপকৃত হতাম।
sr. member
Activity: 546
Merit: 309
June 20, 2024, 12:09:06 PM
আমি 4 টা ডিভাইস দিয়ে 4 ওয়ালেট এ চেষ্টা করে ওনলি একটা ওয়ালেট এ এলোকেশন পেয়েছিলাম। আর সোয়াপ করে ৯০০+ টোকেন পেয়েছি। আর প্রায় ১১০০$ বিনিয়োগ করেছি। তবে বিনিয়োগ টা একটু ওপরে করে ফেলছি। এই জন্য একটু বেশি চিন্তা। তবে আমি পূর্ণ ভরসা করি এই টোকেন এ। আমি 1 ডলার ছাড়া এই টোকেন বিক্রি করবো না যতদিন লাগে ।

আমি কোনোদিন কোনো টোকেন লং টাইম হোল্ড করিনি। তাই এটাকে নিয়ে একটু বেশি আশাবাদী।
ধন্যবাদ Learn Bitcoin ভাই একটু সাহস, ভরসা দেওয়ার জন্য।🥰

মিয়া আপনে নিজেই তো দেখি গভীর জলের মাছ। নিজেই তো দুনিয়াদারি ইনভেস্ট করে রাখছেন আর সাহস নিচ্ছেন যেই বেটায় মাত্র ৩২ ডলার ইনভেস্ট করছে তার কাছ থেকে। মজা পাইলাম ভাই। আমার একজন ফ্রেন্ড তার কয়েকটা ওয়ালেটে সোয়াপ করে পয়েন্ট জমিয়েছিলো। কিন্তু তার মনে এভাবে করে সে নাকি লস করেছে। প্রতি ১ হাজার ডলার সোয়াপ করতে গিয়ে সে নাকি ১০ ডলারের বেশি খরচ করেছে। সেই হিসাবে হয়তো লস হতে পারে। কিন্তু বড় এমাউন্ট দিয়ে সোয়াপ করে পয়েন্ট ফারম করলে লস হওয়ার কথা না।

যাই হোক, বাইনান্সের ওয়েবথ্রি ওয়ালেটের লিস্টা এয়ারড্রপে যারা কাজ করেছিলেন, তারা স্পট একাউন্ট চেক করে দকেহতে পারেন। ৩৬ টা করে লিস্টা টোকেন দিয়েছে যেটার বর্তমান দাম আছে ২৪ ডলারের মতো। এক প্রকার ফ্রিতেই ২৫০০ টাকা ইনকাম হলো বলা চলে। আর বিএনবি ওয়েব থ্রি ওয়ালেটেই ক্লেইম করা যাবে। ৫ ডলার স্টেক করে ২৪ ডলার ইনকাম, খারাপ না।
ভাই আমাদের এখানে একটি বাড়ি একটি খামার নামে একটি সরকারি প্রকল্প রয়েছে। যেটা থেকে আমি এক লক্ষ টাকা লোন করেছি। এই লোনের টাকা দিয়ে ডলার কিনে এখানে বিনিয়োগ করেছি।🤣
বিনিয়োগ করার সাথে সাথে আমার বিনিয়োগ লচে চলে গেছে। তাই আল্লাহ আল্লাহ করতেছি। যাতে অন্তত প্রতি মাসে লোনের কিস্তি চালিয়ে যেতে পারি। যদিও এটি আমার একটি বোকামি ছাড়া আর কিছুই না। তবু ভাই কেন জানি সাহস করে করে ফেলছি এখন বাকিটা আল্লাহ জানে কি হবে।
আমি জানি আপনারা এটাকে ভালো চোখে দেখবেন না। কেননা লোন করে ক্রিপটো কারেন্সিতে বিনিয়োগ করা আসলেই একটা মূর্খতা।
Lista আমিও পেয়েছি ৩৭ টা। ২৩ ডলার এ সেল করে ফেলেছি। কিন্তু ভালো করে না জানাতে ৫২ ডলারের বিএনবি ২০ দিন অযথাই ফেলে রেখেছি। ভাগ্য ভালো বিএনবি দাম কমে যায় নাই। এটা নাকি শুধু কুইস্ট কমপ্লিট করলেই পাওয়া যেত। Cheesy
কি বলবো ভাই দুঃখের কথা। আমি ২ টা একাউন্ট দিয়ে মেগাড্রপটা করছিলাম। দুই একাউন্টেই Lista প্লাটফর্মে স্টেক করার পাশাপাশি ১২-১৩$ করে বিনান্সে লক স্টেকিং করে রাখি। এখন দেখি সেই $৬.৬ স্টেকিং এর জন্য পাইছি ১০০০ পয়েন্ট আর বিনান্সে, ১২-১৩ ডলার লক  স্টেকিং করে রাখার জন্য পাইছি মাত্র ৩ পয়েন্ট। এইটা কোনো কথা। আগে জানলে এই BNB দিয়ে আরো ৪ টা একাউন্টে করতে পারতাম ৩৬ টা করে কয়েন পাইলে $২৩-২৪ তাইলে ভালো কোপ হতো। আমার এক বন্ধু নিজের টাকা দিয়ে অন্যদের বিনান্স একাউন্টে করে রাখছে যার একাউন্ট তাকে ৫০% দিছে আর সে ৫০% নিছে। সে অনেকগুলো করেছিলো আজকে বড় কোপ দিছে। যাইহোক ভূল করেই এই বিষয়টা শিখলাম। আমি ২ একাউন্ট দিয়ে ৭৪ টা পাই সেগুলো ৬৭ সেন্ট করে বিক্রি করে দিয়েছি।
full member
Activity: 367
Merit: 136
June 20, 2024, 11:15:38 AM
আমি 4 টা ডিভাইস দিয়ে 4 ওয়ালেট এ চেষ্টা করে ওনলি একটা ওয়ালেট এ এলোকেশন পেয়েছিলাম। আর সোয়াপ করে ৯০০+ টোকেন পেয়েছি। আর প্রায় ১১০০$ বিনিয়োগ করেছি। তবে বিনিয়োগ টা একটু ওপরে করে ফেলছি। এই জন্য একটু বেশি চিন্তা। তবে আমি পূর্ণ ভরসা করি এই টোকেন এ। আমি 1 ডলার ছাড়া এই টোকেন বিক্রি করবো না যতদিন লাগে ।

আমি কোনোদিন কোনো টোকেন লং টাইম হোল্ড করিনি। তাই এটাকে নিয়ে একটু বেশি আশাবাদী।
ধন্যবাদ Learn Bitcoin ভাই একটু সাহস, ভরসা দেওয়ার জন্য।🥰

মিয়া আপনে নিজেই তো দেখি গভীর জলের মাছ। নিজেই তো দুনিয়াদারি ইনভেস্ট করে রাখছেন আর সাহস নিচ্ছেন যেই বেটায় মাত্র ৩২ ডলার ইনভেস্ট করছে তার কাছ থেকে। মজা পাইলাম ভাই। আমার একজন ফ্রেন্ড তার কয়েকটা ওয়ালেটে সোয়াপ করে পয়েন্ট জমিয়েছিলো। কিন্তু তার মনে এভাবে করে সে নাকি লস করেছে। প্রতি ১ হাজার ডলার সোয়াপ করতে গিয়ে সে নাকি ১০ ডলারের বেশি খরচ করেছে। সেই হিসাবে হয়তো লস হতে পারে। কিন্তু বড় এমাউন্ট দিয়ে সোয়াপ করে পয়েন্ট ফারম করলে লস হওয়ার কথা না।

যাই হোক, বাইনান্সের ওয়েবথ্রি ওয়ালেটের লিস্টা এয়ারড্রপে যারা কাজ করেছিলেন, তারা স্পট একাউন্ট চেক করে দকেহতে পারেন। ৩৬ টা করে লিস্টা টোকেন দিয়েছে যেটার বর্তমান দাম আছে ২৪ ডলারের মতো। এক প্রকার ফ্রিতেই ২৫০০ টাকা ইনকাম হলো বলা চলে। আর বিএনবি ওয়েব থ্রি ওয়ালেটেই ক্লেইম করা যাবে। ৫ ডলার স্টেক করে ২৪ ডলার ইনকাম, খারাপ না।
ভাই আমাদের এখানে একটি বাড়ি একটি খামার নামে একটি সরকারি প্রকল্প রয়েছে। যেটা থেকে আমি এক লক্ষ টাকা লোন করেছি। এই লোনের টাকা দিয়ে ডলার কিনে এখানে বিনিয়োগ করেছি।🤣
বিনিয়োগ করার সাথে সাথে আমার বিনিয়োগ লচে চলে গেছে। তাই আল্লাহ আল্লাহ করতেছি। যাতে অন্তত প্রতি মাসে লোনের কিস্তি চালিয়ে যেতে পারি। যদিও এটি আমার একটি বোকামি ছাড়া আর কিছুই না। তবু ভাই কেন জানি সাহস করে করে ফেলছি এখন বাকিটা আল্লাহ জানে কি হবে।
আমি জানি আপনারা এটাকে ভালো চোখে দেখবেন না। কেননা লোন করে ক্রিপটো কারেন্সিতে বিনিয়োগ করা আসলেই একটা মূর্খতা।
Lista আমিও পেয়েছি ৩৭ টা। ২৩ ডলার এ সেল করে ফেলেছি। কিন্তু ভালো করে না জানাতে ৫২ ডলারের বিএনবি ২০ দিন অযথাই ফেলে রেখেছি। ভাগ্য ভালো বিএনবি দাম কমে যায় নাই। এটা নাকি শুধু কুইস্ট কমপ্লিট করলেই পাওয়া যেত। Cheesy
Pages:
Jump to: