Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 39. (Read 5675246 times)

full member
Activity: 532
Merit: 229
July 24, 2024, 07:32:52 AM
ভাই গত কাল আবারও ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলো। আমাদের এখানে রাত ৮টার সময় খোলার পর ২ঘন্টা ছিল, পরে আবার রাত ১০টার সময় আবারও চলে গেল. এখন পুনরায় আবার আজকে সন্ধ্যা ৬টার সময় ইন্টারনেট পেয়েছি, অর্থাৎ মাত্র কিছুক্ষন আগে। TV তে খবর দেখলাম, খবর অনুযায়ী তো মনে হয় যে এখনো ইন্টারনেট স্থায়ী হওয়ার কথা. এখন দেখা যাক এটি স্বাভাবিক হয়েছে কিনা।
LDL
hero member
Activity: 742
Merit: 671
July 24, 2024, 07:23:05 AM
পাঁচ দিন পাঁচ বছরের মতো মনে হলো। নির্লজ্জ হাসিনা শেষমেশ না পেরে নেটই বন্ধ করে দিলো। ডেটা সেন্টারে উমুক হইছে তুমুক হইছে সব বাহানা মাত্র। এক বড়ভাই তার স্প্রিড টেস্টের সস দেখালো; +- 90 Mbps, তার কোন এক পরিচিত isp আছে, ছোট খাটো গুলো না বড় গুলো, সেখান থেকে আইপি নিয়ে চালাচ্ছে। তার ভাষ্যমতে, গভঃ থেকে নাকি পারমিশন দেয়নি, শুধু লিস্ট করা গুলোদের নেট দিচ্ছে, তার মধ্যেও যারা এদিক সেদিক নেট দিচ্ছে, তাদের লাইন নাকি অফ করে দিবে। আপাতত বাইপাস করা ছাড়া ভালো গতীতে নেট চালাবার উপায় নাই। 1111 দিয়ে অনেক কষ্টে ফেসবুকে ঢোকে তাও, ভক্কর চক্কর অবস্থা।

অনেক আর্থিক ক্ষতি হলো, বিশেষ করে যারা ক্রিপ্টো হোল্ড করতেছিলাম। মার্কেট কোথায় কোনদিক গেলো এখনো নো আইডিয়া। এই ২জি স্পিডে এতো ভারি ভারি সাইট এক্সেস করা যায়না। বিটকয়েনটক একেবারে বেসিক ইন্টারফেস হওয়ায় সহজে ঢুকতে পারতেছি।
ভাইরে ভাই পুরো বাংলাদেশ শেখ হাসিনার মাথার কাছে পরাজিত হলো।আমরা শুধু শুধু আমাদের দেশের সোনার ছেলে মেয়েদেরকে হারালাম। অনেক নাম না জানা সোনার ছেলেরা শহীদ হয়ে গেল। শহীদ আবু সাঈদ ভাইকে আমরা চিরতরে হারিয়ে ফেললাম অথচ আমরা আমাদের দাবি আদায় করে নিতে পারলাম না।
তবে তবে কয়েকদিন আগেও পরিবেশ পরিষ্কার ছিল কেউ ধারণা করতে পারেনি হঠাৎ করে এই সরকারের বিপক্ষে বাংলার জনগণ এভাবে বিস্ফোরিত হবে। আপনারা সাবধান হয়ে যান আপনাদের এরকম অত্যাচার যদি অবিরত থাকে তাহলে কোন এক সময় আপনাদের উপর আল্লাহর গজব নাযিল হবে তখন আপনি কোন বাহিনী দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
July 24, 2024, 06:00:52 AM
পাঁচ দিন পাঁচ বছরের মতো মনে হলো। নির্লজ্জ হাসিনা শেষমেশ না পেরে নেটই বন্ধ করে দিলো। ডেটা সেন্টারে উমুক হইছে তুমুক হইছে সব বাহানা মাত্র। এক বড়ভাই তার স্প্রিড টেস্টের সস দেখালো; +- 90 Mbps, তার কোন এক পরিচিত isp আছে, ছোট খাটো গুলো না বড় গুলো, সেখান থেকে আইপি নিয়ে চালাচ্ছে। তার ভাষ্যমতে, গভঃ থেকে নাকি পারমিশন দেয়নি, শুধু লিস্ট করা গুলোদের নেট দিচ্ছে, তার মধ্যেও যারা এদিক সেদিক নেট দিচ্ছে, তাদের লাইন নাকি অফ করে দিবে। আপাতত বাইপাস করা ছাড়া ভালো গতীতে নেট চালাবার উপায় নাই। 1111 দিয়ে অনেক কষ্টে ফেসবুকে ঢোকে তাও, ভক্কর চক্কর অবস্থা।

অনেক আর্থিক ক্ষতি হলো, বিশেষ করে যারা ক্রিপ্টো হোল্ড করতেছিলাম। মার্কেট কোথায় কোনদিক গেলো এখনো নো আইডিয়া। এই ২জি স্পিডে এতো ভারি ভারি সাইট এক্সেস করা যায়না। বিটকয়েনটক একেবারে বেসিক ইন্টারফেস হওয়ায় সহজে ঢুকতে পারতেছি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 24, 2024, 04:24:52 AM
LDL
hero member
Activity: 742
Merit: 671
July 23, 2024, 04:13:30 PM
কোন উপায় না পেয়ে কি করব কিছু বুঝতে পারছিলাম না। সময় কাটানোর জন্য যে পিসিতে কিছু মুভি দেখব তাও কোন মুভি ছিল না পিসিতে। পরে নেট বন্ধ হবার পরের দিন বিকেলে এক পরিচিত কম্পিউটারের দোকানে গিয়ে কিছু মুভি নিয়ে আসলাম। এতদিন সেই মুভি গুলো দেখে দেখেই সময় পার করছিলাম।।। এভাবে চলতে চলতে আজকে অবশেষে ইন্টারনেট খুললো। সেই যে ১৮ তারিখ বন্ধ হল আর আজকে ২৩ তারিখে আবার খুলল, মোট পাঁচ দিন পর অবশেষে আবার আমাদের ফোরামে পুনরায় একটিভ হতে পারলাম। আপনাদের কি অবস্থা সবার ? অফলাইনে দিনকাল কেমন কাটলো ?
অফলাইন মানে সেই ছোট্টবেলা যেখানে কোন মোবাইল ছিল না ছিলনা কোন যান্ত্রিক সভ্যতা। ছোটবেলায় কলা গাছের খোসা ছাড়িয়ে গাড়ি বানিয়ে ধুলুচরে গিয়ে প্রচুর বাতাসের মধ্যে ছেড়ে দিয়ে দৌড় মারতাম। ঠিক ওরকম কিছু করিনি কিন্তু ছোট্ট একটি ফুটবল লীগের আয়োজন করেছি। পা গোল ফুটবল লিগে এলাকার ফ্রী ফায়ার খেলা পোলাপানদের নিয়ে পাঁচটি গ্রুপে ভাগ হয়ে পাঁচ টিম অংশগ্রহণ করেছে। দারুন কাটছে সময় কিন্তু যতই কাটুক ইন্টারনেট ছাড়া প্রতি মুহূর্তই যেন জেলখানার মত। যদিও এখন পর্যন্ত জেলখানার অভিজ্ঞতা অর্জন হয়নি তবুও রূপক অর্থে ব্যবহার করলাম। আপনার মত আমিও ফুটবল টুর্নামেন্ট পরিচালনার পাশাপাশি মোবাইলে এসিপি প্রদ্যুমানের সিআইডি দেখে দিন পার করেছি। আমার বউ সিআইডির ব্যাপক ভক্ত তাই অনেক আগেই সিআইডি ফোনে নামিয়ে রেখেছিল যা আমার এই মুহূর্তে ব্যাপক কাজে লেগেছে। পরিশেষে নদী অববাহিকায় বাড়ি হওয়ায় বন্যা মৌসুমে নদীতে মাছ ধরে পার করেছি। সর্বপুরী বলতে গেলে অফলাইনে জীবনটা সত্যি মজাদার ছিল কিন্তু প্রতিমুহূর্তে বিটকয়েন ফোরামের কথা মনে ছিল। অফলাইনে থাকা আমাদের বাংলাদেশী ভাইয়েরা সবাই গত সপ্তাহের পেমেন্ট মিস করেছে। দেখলাম Shasan ভাই, Bitcoin_people ভাই, HelliumZ ভাই, Z_MBFM ভাই , Crypto Library ভাই আরো কিছু ভাইয়েরা দেখলাম প্রেমের মিস করেছে এবং অলরেডি একটি তারকা চিহ্ন পেয়েছে। এগুলা সবই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশের নেট ব্যবস্থার ফল।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
July 23, 2024, 03:26:48 PM
কি বলবো বলার কোন ভাষা নেই, এমন এক স্বাধীন দেশে বসবাস করি যেখানে সবকিছু একজন সরকার নিয়ন্ত্রণ করে সাধারণ জনগণ শুধু প্রতিবন্ধীর মত এগুলো তাকিয়ে দেখে এবং সরকারে যা করে জনগণকে তাই মেনে নিতে হয়।
বিগত প্রায় এক সপ্তাহ যাবৎ আমরা বাংলাদেশীরা যে পরিস্থিতি মধ্য দিয়ে পার করেছি এবং যেভাবে আমাদের দিন কাটিয়েছি এটা কোনভাবেই ডিজিটাল যুগের মাধ্যম হতে পারে না নেটওয়ার্ক বিহীন জীবন আমাদের কিভাবে চলে এটা কল্পনা করতে পারি না। এতদিন নেটওয়ার্ক ছিল না পাগলের মত হয়ে গিয়েছিলাম, তবে আজকে প্রচুর চেষ্টার পর নেটওয়ার্ক পেয়েছি যার কারণে আবারো ফোরামে আসতে পেরেছি।
যাই হোক সারা বাংলাদেশের মানুষ যে পরিস্থিতি সম্মুখীন হয়েছিল এখানে বলার কিছু নেই শুধুমাত্র আমি এতটুকুই বলবো যে একটি রাষ্ট্র কিভাবে নেট বিহীন চলতে পারে সেটা আমাদের বাংলাদেশ সরকার দেখিয়ে দিয়েছে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তবুও তার কোন মাথা ব্যাথা নেই।
যদিও এখনো আমরা অনেক চ্যালেঞ্জিং এর মুখোমুখি রয়েছি সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেম চালু করা হয়নি সামান্য অল্প কিছু পারসেন্ট দিয়েছে তবুও আমরা চলতে পারতেছি কিন্তু সোশ্যাল মিডিয়া গুলো যেভাবে বন্ধ করে রেখেছে যাতে করে সরকারের কোন কিছু মিডিয়াতে ছড়িয়ে না পড়ে সেজন্য হয়তো।
সারা বাংলাদেশের মানুষ এতটাই অভাগার মতো ছিল এতদিন নেটওয়ার্ক বিহীন দেশে থাকা কতটা যে অসহায় নিজেকে মনে হয়েছে কাউকে বলে বোঝাতে পারবো না যাই হোক অবশেষে যেহেতু আমরা নেটওয়ার্কের আওতায় আসতে পেরেছি এটাই অনেক,
তবে আমার মনে হয় হয়তো নেটওয়ার্ক আবারও বন্ধ হওয়ার সম্ভাবনা আছে যে দেশে ছাত্র আন্দোলন করলে নেটওয়ার্ক সিস্টেমগুলো বন্ধ করে দেওয়া হয় সেখানে হয়তো ভবিষ্যতে আরো খারাপ কিছু সম্মুখীন হতে পারি আমরা বাঙালিরা।
LDL
hero member
Activity: 742
Merit: 671
July 23, 2024, 02:39:11 PM
শত শত মানুষকে নির্যাতন ও অত্যাচার হত্যা করে পরিশেষে সরকার আমাদের বুঝিয়ে দিল যত বড়ই আন্দোলন হোক না কেন আমি আমার চেয়ার থেকে কখনো সরে দাঁড়াবো না। নেট বন্ধ করে দিয়ে বাংলাদেশে যে তান্ডব চালিয়েছেন সেটা আমরা হয়তো জানি না কিন্তু একদিন একদিন আমরা এই সত্যটা জানতেই পারব। যদিও জেনে আমাদের কোন কিছুই করার থাকবে না কেননা আমাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া অন্য কোন উপায় নেই। আজ সাত দিন পর নেট পেয়ে কিছুই লিখতে পারলাম না শুধু লিখলাম একদিন বলেছিল পাকিস্তান আমাদের ভাতে মারবে, কাপড়ে মারবে, কিন্তু আজ বুঝতে পারলাম বাংলাদেশের মানুষরাই আমাদের ভাতে মারছে, কাপড়ে মারছে, সার্বিক দিক দিয়ে মারছে কিন্তু ইদানিং কালে ইন্টারনেট না দিয়ে মারছে। ৭ দিনে বুঝে গেছি ইন্টারনেট জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ। ইন্টারনেট হয়তো আগে ছিল না মানুষ ইন্টারনেটের গুরুত্ব বুঝতো না কিন্তু বর্তমানে ইন্টারনেট ছাড়া একটা দিন অতিবাহিত করা মানে অক্সিজেন ছাড়া দিন অতিবাহিত করা। সাত দিন পর ফোরামে এসে মনের ভাবটা প্রকাশ করতে পেরে নিজেকে একটু হালকা মনে হচ্ছে।
sr. member
Activity: 546
Merit: 268
July 23, 2024, 12:13:42 PM
আমার দেশে আমি পরাধীনতার শিকল পড়ে আছি একথা ভাবতেই নিজের প্রতি নিজেই ঘৃণায় লজ্জায় দুঃখে অশ্রুসিক্ত হয়ে যায়। আমরা এমন দেশ কি আদৌ চেয়েছিলাম? আজ আমরা সবাই একটি অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সন্ত্রাসী হয়ে গেলাম অথচ আমাদের কতশত নিরীহ ছাত্র, জনসাধারণকে নিমিষেই শেষ করে দিল। রাষ্ট্র আমাদের মারলে দেশপ্রেম অথচ আমরা সোচ্চার হলে এক উক্তিতেই রাজাকার বানিয়ে ফেলা। আল্লাহতালা আমাদের কবে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার এমন একটি দেশে পরিণত করবে। আমি কখনো এই দেশের জন্য কাঁদব না, এই দেশের মানুষের জন্য কাঁদব না, এই দেশের মাটির জন্য কাঁদব না কারণ আমি আমার কান্নার কারনটাই হারিয়ে ফেলেছি। যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমি আমার চোখকে মিথ্যা হাসির অভিনয়ে বাঁচতে শেখাবো। আমি আমার মনকে মিথ্যা সান্ত্বনার বানী শুনিয়ে সান্ত্বনা দিবো, আমি আমার হৃদয়কে মিথ্যা স্বাধীনতার গান শুনিয়ে শান্ত করবো।
sr. member
Activity: 616
Merit: 322
July 23, 2024, 11:13:42 AM
তো ভাই কি অবস্থা সবার, অনেকদিন পর আবার অবশেষে অনলাইনে আসতে পারলাম। কি একটা দেশের অবস্থা, সেই যে ১৮ তারিখ সকালে সিম কার্ডের নেটওয়ার্ক বন্ধ হল। আমি তো আবার ওয়াইফাই চালাই, ১৮ তারিখ সারাদিন ওয়াইফাই ঠিকই ছিল কিন্তু সন্ধ্যায় ৭:৩০ এর দিকে আবার ওয়াইফাই বন্ধ হয়ে গেল। আমি তো মনে করছি যে ওয়াইফাই অফিসে কাজ করতাছে তাই ১৫-২০ মিনিটের জন্য ওয়াইফাই বন্ধ করছে। কিন্তু 1ঘন্টা যায় 2ঘন্টা যায় তাও ঠিক হয় না। পরে আমার এক বন্ধু আমাকে কল দিল, তাদের কাছ থেকে খোঁজখবর নেয়ার পর জানতে পারলাম যে কোটা আন্দোলনের জন্য সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কি আর করার, ইন্টারনেট ছাড়া মোবাইল বা কম্পিউটার সবই অচল। সেই দিন আবার শুনি যে ইন্টারনেট নাকি 7 দিন পর খুলবো, এ কথা শুনে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল।
ভাই কি করবো খুবই বাজে অবস্থা দেশের আমার জীবনে এরকম অবস্থা দেখিনাই কখনো। 18 তারিখ রাত ৯ টার সময় আমার wifi বন্ধ হয়ে যায় আমি সাথে সাথে অফিসে কল করি কারন আমার সেই দেন কোনো পোস্ট করা হইছিলো না ফোরামে। তারা বললো যে সারা বাংলাদেশেই বন্ধ হয়ে গেছে তবে কবে কখন চালু করা হবে তা কেউ জানে না। আমিতো তখনি চিন্তায় পড়ে গেলাম দেশের যে পরিস্থিতি তাতে নেট চালু হবার কোনো উপায় নেই বললেই চলে। কারন BTCL এ আগুন দেওয়ায় প্রচুর পরিমান ক্ষয়ক্ষতি হয়েছিলো। সেই ভাবে আশায় থাকতে থাকতে আজকে ২০-২৫ মিনিট আগে wifi এর নেট পেলাম। এই ৬ দিন নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে upwork এ ক্লাইন্ট হারিয়েছি, কাজ ঠিক মতো ডেলিভারি না দেওয়ায় খারাপ ফিডব্যাক পেয়েছি। যদিও আজকে তাদের বিষয়টা বিস্তারিত ক্লিয়ার করে বলবো। দেখি তারা মেনে নেয় কি না। এদিকে সিগনেচার প্যামেন্ট পাইনি গত সপ্তাহের। সব মিলিয়ে অনেক বাজে অবস্থা হয়ে গেছে আমি সহ অনেকেরই।

Quote
কোন উপায় না পেয়ে কি করব কিছু বুঝতে পারছিলাম না। সময় কাটানোর জন্য যে পিসিতে কিছু মুভি দেখব তাও কোন মুভি ছিল না পিসিতে। পরে নেট বন্ধ হবার পরের দিন বিকেলে এক পরিচিত কম্পিউটারের দোকানে গিয়ে কিছু মুভি নিয়ে আসলাম। এতদিন সেই মুভি গুলো দেখে দেখেই সময় পার করছিলাম।।। এভাবে চলতে চলতে আজকে অবশেষে ইন্টারনেট খুললো। সেই যে ১৮ তারিখ বন্ধ হল আর আজকে ২৩ তারিখে আবার খুলল, মোট পাঁচ দিন পর অবশেষে আবার আমাদের ফোরামে পুনরায় একটিভ হতে পারলাম। আপনাদের কি অবস্থা সবার ? অফলাইনে দিনকাল কেমন কাটলো ?
ভাই কি আর বলবো যেখানে ১ মিনিট অফলাইনে থাকি না ভাত খেতে বসলেও এক হাত দিয়ে খাই আরেক হাত দিয়ে ফোন চাপি সেখানে পুরো ৫-৬ টা দিন সম্পূর্ণ ইন্টারনেট বিচ্ছিন্ন থাকাটা যে কতটা কষ্টকর তা বোঝাতে পাড়বো না। আমি এই কয়েকদিন শুধু লুডু, মিলিমিলিশিয়া গেম খেলেছি এবং যে বন্ধু বান্ধবের কাছেই মুভি, নাটক পেয়েছি তা শেয়ার করে নিয়েছি এবং সেগুলো দেখে সময় কাটিয়েছি। বিকেলে মাঠে গিয়েছি দেখেছি যে প্রচুর পরিমান পোলাপান খেলতে এসেছে এ যেনো সেই পুরোনো দিন দেখলাম অনেক বছর পর। যেখানে সবাই এখন ফোন আর কম্পিউটার নিয়ে ব্যাস্ত সময় কাটায় সেখানে ফুটবল নিয়ে মাঠে নেমে গেছে অনেকেই। যদিও এই দিনগুলো অনেক কষ্টে কেটেছে তবুও অনেক বছর পর সকল পোলাপানদের একসাথে মাঠে খেলতে দেখার বিষয়টা অনেক ভালো লেগেছে আমি নিজেও খেলেছি তাদের সাথে। সব মিলিয়ে এই কয়েকদিন ইন্টারনেট ছাড়া ভালো এবং খারাপ সব ধরনের মুহুর্তই কেটেছে।
full member
Activity: 532
Merit: 229
July 23, 2024, 10:02:39 AM
তো ভাই কি অবস্থা সবার, অনেকদিন পর আবার অবশেষে অনলাইনে আসতে পারলাম। কি একটা দেশের অবস্থা, সেই যে ১৮ তারিখ সকালে সিম কার্ডের নেটওয়ার্ক বন্ধ হল। আমি তো আবার ওয়াইফাই চালাই, ১৮ তারিখ সারাদিন ওয়াইফাই ঠিকই ছিল কিন্তু সন্ধ্যায় ৭:৩০ এর দিকে আবার ওয়াইফাই বন্ধ হয়ে গেল। আমি তো মনে করছি যে ওয়াইফাই অফিসে কাজ করতাছে তাই ১৫-২০ মিনিটের জন্য ওয়াইফাই বন্ধ করছে। কিন্তু 1ঘন্টা যায় 2ঘন্টা যায় তাও ঠিক হয় না। পরে আমার এক বন্ধু আমাকে কল দিল, তাদের কাছ থেকে খোঁজখবর নেয়ার পর জানতে পারলাম যে কোটা আন্দোলনের জন্য সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কি আর করার, ইন্টারনেট ছাড়া মোবাইল বা কম্পিউটার সবই অচল। সেই দিন আবার শুনি যে ইন্টারনেট নাকি 7 দিন পর খুলবো, এ কথা শুনে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল।

কোন উপায় না পেয়ে কি করব কিছু বুঝতে পারছিলাম না। সময় কাটানোর জন্য যে পিসিতে কিছু মুভি দেখব তাও কোন মুভি ছিল না পিসিতে। পরে নেট বন্ধ হবার পরের দিন বিকেলে এক পরিচিত কম্পিউটারের দোকানে গিয়ে কিছু মুভি নিয়ে আসলাম। এতদিন সেই মুভি গুলো দেখে দেখেই সময় পার করছিলাম।।। এভাবে চলতে চলতে আজকে অবশেষে ইন্টারনেট খুললো। সেই যে ১৮ তারিখ বন্ধ হল আর আজকে ২৩ তারিখে আবার খুলল, মোট পাঁচ দিন পর অবশেষে আবার আমাদের ফোরামে পুনরায় একটিভ হতে পারলাম। আপনাদের কি অবস্থা সবার ? অফলাইনে দিনকাল কেমন কাটলো ?
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
July 18, 2024, 05:43:11 AM
আজকের দিনে এ পর্যন্ত ৪১ জন ছাত্র শহীদ হইছে।

AIUB এর ৩জন শহীদ
IUB এর ৫ জন শহীদ
BRAC এর ১জন শহীদ
BUFT এর ১জন শহীদ
শান্ত মরিয়ম ইউনিভার্সিটির ১জন শহীদ
IUT এর ১ জন শহীদ
MIST এর ১জন শহীদ
Northern এর ৩ জন শহীদ
East West এর ১ জন শহীদ
DRMC এর ১ জন শহীদ
Madaripur Govt College এর ১ জন শহীদ
মাদারীপুর এরিয়ার স্কুল ছাত্র ৩ জন
সরকারি দেবেন্দ্র কলেজ=১জন
সরকারি মহিলা কলেজ=১জন
টঙ্গী কলেজের ১জন শহীদ
কুমিল্লা বিশ্বরোডে ৭জন শহীদ
টাঙ্গাইলে ২ জন শহীদ
নরসিংদীতে ১ জন শহীদ
উত্তরা হাইস্কুলের ২জন শহীদ
নারায়ণগঞ্জ মহিলা কলেজের ১জন শহীদ
বগুড়া আজিজুল হক কলেজের ২ জন শহীদ

মোট: ৪১জন।

এই মুহুর্তের পরিসংখ্যান!
(Collected)

বাংলাদেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে।

#SaveBangladeshiStudents

মৃত্যু  (জুলাই ১৮) :

নাম পাওয়া যায়নি
https://www.facebook.com/share/v/sRxB91GfHCUiYjr6/?mibextid=oFDknk


Abu sayed
https://www.facebook.com/share/p/wbBT5aRt5Y4AzP1Z/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/v/EN8Mk1Y4RqjuiviW/?mibextid=oFDknk


Wasim akram
https://www.facebook.com/share/p/LrF5RCnL62eUxqTp/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/v/WpEGKpgKUuwqPzEn/?mibextid=oFDknk


Northern University
https://www.facebook.com/share/p/syw97YJXuGYoFWve/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/p/AB2BmmdLYqwaoYde/?mibextid=oFDknk


Foysal Ahmed Shanto
https://www.facebook.com/share/r/ZG8exdrBTGfQH9VT/?mibextid=0VwfS7


নাম পাওয়া যায়নি
https://www.facebook.com/100083944239210/videos/1188698135806791/?idorvanity=1987884444600646&mibextid=rS40aB7S9Ucbxw6v


IUT
https://www.facebook.com/share/p/onGn1QewNapnyBbr/?mibextid=oFDknk


Dipto Dw / Dioto dey
https://www.facebook.com/share/v/bopwPJUGm2t2yWo2/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/p/gdKkmNukAHaTSvQT/?mibextid=oFDknk


EWU, bodda
https://www.facebook.com/kazizaarataira007/videos/864762512171689/?mibextid=rS40aB7S9Ucbxw6v


BRAC
https://www.facebook.com/share/v/zz7bSBzViRMGKyKF/?mibextid=0VwfS7


DRSC  / Farhan Fayaaz
https://www.facebook.com/share/p/u4Lz7ZsKSqAJJk4K/?mibextid=oFDknk


Uttara BNS, (মারা গেছে)
https://www.facebook.com/share/v/tPyhJQugdR6rnXx5/?mibextid=xfxF2i


নাম পাওয়া যায়নি
https://www.facebook.com/share/r/tvsEyXvPnavo4KER/?mibextid=oFDknk


sr. member
Activity: 798
Merit: 377
July 18, 2024, 12:28:20 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 17, 2024, 11:19:23 PM
বর্তমানে আরেকটি আপডেট দেখলাম "বাংলাদেশে মোবাইল ডাটা থেকে ফেসবুকে প্রবেশ 'ব্লক' করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।" এখন হয়তো সরকারের নিকট আন্দোলনকে একটু দমানোর জন্য এইটা করা ছাড়া উপায় নেই।

১৬ তারিখ রাত থেকেই অলরেডি মোবাইল ডাটা দিয়ে ফেইসবুক চালানো যাচ্ছে না। এটা বিশেষ করে ঢাকা এবং আশে পাশের জেলাগুলোতে করা হয়েছে। তাই অনেকেই ব্যাপারটা বুঝতে পারেনি। আমার দোকানে অলরেডি কয়েকজন এসেছে এই অভিযোগ নিয়ে যে তাদের ফেইসবুক কাজ করছে না। গতকাল রাতেও ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর নগর সহ প্রায় সব কয়টা বিশ্ববিদ্যালয় এবং এর হল গুলো পুলিশ, বিজিবি, এবং ছাত্রলীগ ঘেরাও করে গনহত্যা চালিয়েছে। নেটওয়ার্ক জ্যামার ব্যাবহার ব্যাবহার করে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। হলগুলোর বিদ্যুৎ, পানির সংযোগ, ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। হয়তো ভেতরে পচে মরবে, নইলে বাইরে যেতে গিয়ে মরবে, এরকম একটা পরিস্থিতি তৈরী করে রেখেছে। সময় টেলিভিশন একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছে শুনতে চায় সময় নাম দিয়ে, সেখানে প্রবেশ করলে গনহত্যার কিছু নমুনা দেখতে পারবেন। গ্রুপ লিংক https://t.me/shuntechaysomoy
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
July 17, 2024, 10:17:59 PM
আপনাকে ধন্যবাদ এই বিষয়ে বিটকয়েন টক ফোরামে অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়ার জন্য।
 আপনি যদি এই ৫৬ শতাংশ এর কথা মেনশন না করতেন হয়তো অনেকে এ বিষয়টা জানতোই না। আমার নিজেরই এ বিষয়ে ধারণা ছিল না জানতাম যে কোঠার পার্সেন্টেজ ভালো রয়েছে কিন্তু একজেক্টলি কত এটা জানতাম না।

অনেকে আসলে বুঝতেছে না,,
ছাত্ররা কেন পাগল হয়ে গিয়েছে। বুঝে নেন।

⭕বিসিএসে কোটার বিন্যাসঃ

মুক্তিযোদ্ধার কোটাঃ ৩০%
নারী কোটাঃ ১০%
জেলা কোটাঃ ১০%
উপজাতি কোটা ৫%
প্রতিবন্ধি কোটা ১%

মোটঃ ৫৬% কোটা মাত্র

-----------------------------

⭕১ম ও ২য় শ্রেণী নন ক্যাডার জবে কোটার বিন্যাসঃ

মুক্তিযোদ্ধার কোটাঃ ৩০%
নারী কোটাঃ ১৫%
জেলা কোটাঃ ১০%
উপজাতি কোটা ৫%
প্রতিবন্ধি কোটা ১%

মোটঃ ৬১% কোটা মাত্র

-----------------------------

⭕** ৩য় ও ৪র্থ শ্রেণীর জবেঃ

মোটঃ ৭০% কোটা মাত্র

-----------------------------

⭕** রেলওয়েতেঃ

মোটঃ ৮২% কোটা মাত্র

-----------------------------

⭕প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটার বিন্যাসঃ

নারী কোটা ৬০%
মুক্তিযোদ্ধা কোটা ৩০%
পোষ্য কোটা ৫%
প্রতিবন্ধি কোটা ১%

মোটঃ ৯৬% কোটা মাত্র

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 17, 2024, 04:17:41 PM
sr. member
Activity: 616
Merit: 322
July 17, 2024, 12:11:35 PM
full member
Activity: 532
Merit: 229
July 17, 2024, 03:31:31 AM
ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ.



সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্তে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর ক্ষমতাবলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আজ সন্ধ্যা ছয়টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলো। পরবর্তী সময়ে হল খোলার পর মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য নির্দেশ দেওয়া হলো।
Full news link

কি একটা সমস্যা সৃস্টি হয়েছে ভাই, এই ঝামেলা গুলো যে কবে শেষ হবে তা আল্লাহই জানে। শিক্ষার্থী দেড় ওপর এই নির্যাতনটি আসলে সহ্য করার মতো না. প্রতিটি শিক্ষার্থী এখন পুলিশ, এবং ছাত্রলীগের হামলার শিকার হচ্ছে। অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই আহত এবং নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আবার পুলিশ দেড় গুলিতেও আহত এবং নিহত হয়েছে অনেক শিক্ষার্থী। ভাই আমরা কি এগুলোর নায্য বিচার পাবো না ? কিভাবে পাবো ? যখন আমাদের দেশে সরকার নিজেই এই হামলার জন্য হুকুম দিয়েছে। তার বিচার এখন একমাত্র আল্লাহই করতে পারবেন।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
July 16, 2024, 10:05:02 PM
কিসের যে অবস্থা দেখতে পাচ্ছি ১৯৭১ সালের যুদ্ধের সাথে যদি তুলনা করা হয় তাহলে ভুল হবে। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে নির্মমভাবে অত্যাচার করে গুলি করে মার ছিল বাঙ্গালীদের তার থেকেও বেশি ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে ছাত্রলীগ নামের দল। এরা পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও বেশি বলে মনে হচ্ছে। ছাত্রলীগ এবং প্রশাসন পুলিশ বাহনীর মধ্যে কোন তফাৎ দেখতে পাচ্ছি না।
আপনারা খেয়াল করছেন কিনা জানিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক শিক্ষার্থীর কাছে বন্দুক দেখেছি কিন্তু পুলিশ বাহিনী তাদের পাশে থেকে এগুলা দেখেছি কিন্তু তাদের কিছু বলতে পারেনি। আসলে এরা কি এটা যদি সাধারণ একজন শিক্ষার্থীর কাছে দেখতো তাহলে দেখা তো যে এতক্ষণে ঐদিন গ্রেপ্তার না করলেও ওই রাতের মধ্যেও গ্রেফতার করে ফেলতো।

ছাত্রলীগের জন্য তাকে পুলিশ বাহিনীর সামনে দেখামাত্র কোন কিছু বলেনি তাহলে পাবুন একবার এটা কি হচ্ছে। এই কি তাহলে আমাদের সোনার বাংলাদেশ এটার জন্যই আমাদের অসংখ্য বাবা মা রা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। এই দিনটা দেখার জন্যই কি তারা এমন করে যুদ্ধ করে স্বাধীন করেছিল।

যখন এদের নিউজগুলো দেখি তখন কষ্টে বুকটা ফেটে যায়। আগে দেখতাম এবং জানতাম ছাত্রলীগ হচ্ছে ছাত্রদের জন্য কাজ কর কিন্তু এখন দেখছি পুরোটাই ভিন্ন কিছু ছাত্রলীগ নাকি কুত্তালীগ এগুলো। এরাও কিন্তু ছাত্র এদের কি বিশ্ববিদ্যালয় ক্লাস করতে আসতে হবে না এদের কি পরবর্তী সময়ে ক্যাম্পাসে আসতে হবে না। ইরাকি এই সময়ে কথাই মনে রাখছে পরবর্তী সময়ের কথা কি তারা একটুও ভাবতেছেনা। এই দিনে দিন নয় তাদের জন্য খারাপ দিন আসবে সামনে। এই সময়টা খুব দূরে নয় খুব নিকটে।

পুলিশ বাহিনী কিভাবে শিক্ষার্থীদের উপর আক্রমণ করে কিভাবে গুলি করে মেরে ফেলতেছে সবাইকে। এটার কি সঠিক বিচার হবে না বাংলাদেশ?
এমন ভাবে গুলি করে মারতেছে যেন তারা পাখি স্বীকার করতেছে। পাখি শিকারি কারীরাও তো এত নির্মমভাবে পাখিদের হইত গুলি করে না। কিন্তু এখানে বাংলাদেশের পুলিশ বাহিনী কিভাবে গুলি করে মেরে ফেলতেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় হল গুলো তলাদিয়ে আগুন লাগিয়ে দিয়েছে এগুলো কি নির্মম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাদ থেকে শিক্ষার্থীদের ফেলে দেওয়া হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিভাবে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে তারা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিভাবে গুলি চালাচ্ছে।

এই অস্থিরতা কবে শেষ হবে এই কষ্টের দিনগুলো কবে শেষ হবে। এই নির্মম নির্যাতিত নিপীড়িত মানুষদের হাত থেকে কবে আমরা মুক্তি পাব।
ওই আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ তুমি এগুলা দেখছো এগুলা সঠিক বিচার করো। এভাবে আর আমার বাংলার মানুষদের কষ্ট দিও না।


আহা জাতীয় হিসেবে আমরা কতটা নির্লজ্জ। এগুলো বাসায় প্রকাশ করা যায় না। যে ভাই সাইদ মারা গেছে তার বাবার আর্তনাদ। সাঈদের টিউশনে টাকা দিয়ে নাকি তারা ভাত কিনে খেতো আহা কি নির্মম পরিহাস আল্লাহ আপনি এগুলোর সঠিক বিচার করুন।
member
Activity: 94
Merit: 28
July 16, 2024, 06:45:17 PM
Quota Movement/কোটা আন্দোলন


যেটা দেখার বাকি ছিল গতকালকে সেটাই হয়ে গেল। আবু সাঈদ নামের একজন যুবক তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি যে ডিপার্টমেন্টে পড়ালেখা করেছেন সেই ডিপার্টমেন্টের সেরা ছাত্র ছিলেন। ওই ভাইটি গতকালকে পুলিশের গুলিতে শহীদ হয়েছে। তিনি পুলিশ ও ছাত্রলীগের উদ্দেশ্য বলেছিলেন আপনার আর ছাত্রদের উপর গুলি করবেন না। এরপর তিনি দুহাত তুলে বলেছিলেন আপনারা আমাকে গুলি করুন। সাথে সাথে ১ নম্বর গেট থেকে পুলিশ গুলি করেন সাথে সাথে আবু সাঈদ মাটিতে লুটিয়ে পড়ে যায়। শিক্ষার্থীরা আবু সাঈদ কে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করেছিল তিনি চিকিৎসা অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করাটা অপরাধ ছিল? কেন এই দেশের ছাত্রদের উপর হামলা করা হচ্ছে। আরেকটি ঘটনা শুনতে পেলাম ছাত্র ভাইদেরকে আহত করা হয়েছিল এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই হাসপাতাল থেকে নাকি আহত ছাত্র ভাইদেরকে ছাত্রলীগের ছেলেরা হামলা করে হাসপাতাল থেকেই বের করে দিতেছে। আমরা এ কেমন বাংলাদেশে আছি রে ভাই? যেখানে ছাত্রদের কোন দাম নাই, তাহলে এই দেশে পড়ালেখা করে কি হবে? শুধু সেই পু****যোদ্ধাদের পোলাপান নাতিপুতি গুষ্টি শুদ্ধা চাকরি পাচ্ছে। সাধারণ জনতা পড়ালেখা করে কি করবে।

এদিকে নাকি স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত নিউজ লিংক
sr. member
Activity: 616
Merit: 322
July 16, 2024, 02:17:00 PM
আপনারা কেউ কি ভাবেতে পারেন একটা দেশের সরকারী চাকরির মোট ৫৬% ই কোটাধারিদের জন্য বরাদ্দ করা আর বাকি ৪৪% শুধু আমজনতার জন্য। এটা নিঃসন্দেহে বৈষম্য ছাড়া কিছু না।

আমি আমার স্থানীয় এবং আন্তর্জাতিক সম্প্রাদায়ের সকলকে আমাদের কোমলমতি শিক্ষার্থেদের পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানাচ্ছি।

-DYING_S0UL
বিষয়টি খুবই দুঃখজনক, আমাদের শিক্ষার্থী ভাই ও বোনেরা তাদের অধিকার আদায় করার জন্য আন্দলোন করেছিলো কিন্তু আমাদের দেশের অবৈধ সরকারের ছাত্রলীগের লোকজন ও অন্যান্য লোকেরা পিটিয়ে কাউকে মেরে ফেলেছে, কেউ আহত হয়েছে। এই ঘটনার জন্য আমি আমাদের দেশের সরকারকে নিন্দা জানাই, এমন সরকার  দিয়ে আমাদের কী হবে?  
আমি ঢাকাতে আছি আজকে সারাদিন বাহিরে ছিলাম। অনেক ভয়াবহ অবস্থা বিরাজ করছে চারদিকে। বিভিন্ন সময় বিভিন্ন যায়গা থেকে বিভিন্ন রকম খবর পাচ্ছি। এগুলো দেখে এখন এই দেশের প্রতি ঘৃনা জন্মে গেছে। আমরা ১৯৫২ সালের ভাষা আন্দোলন দেখিনাই আমরা মুক্তিযুদ্ধ দেখিনাই তবে ২০২৪ সালের কোটা আন্দোলন দেখতেছি। আমার জীবনে দেখা এটাই সবচেয়ে বড় আন্দোলন এবং যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হচ্ছে তা মুক্তিযুদ্ধকেও হার মানাবে। এমন পরিস্থিতিতেও সরকার চুপ করে আছে এবং ছাত্রলীগ দিয়ে এমন কান্ড ঘটাচ্ছে। ধিক্কার জানাই সরকারের এমন কর্মকাণ্ডের। যারা আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহু বেহেশত দান করুক। আমিন
Pages:
Jump to: