Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 46. (Read 5677193 times)

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 25, 2024, 04:40:52 AM
যেই মুহুর্তে বাংলাদেশের ৩.১ ওভারে ৩৯ রান নিলে সেমি ফাইনালে কোয়ালিফাই করতে পারে, সেই টাইমে আমাদের সাইলেণ্ট কিলার মাহমুদুল্লাহ একই ওভারে ৫ টি ডট বল খেললেন। এই ইন্টেন্ট দেখে কোনো ভাবে মনে হয় যে এরা সেমি ফাইনালের জন্য খেলেছে? যেখানে আপনার টপ অর্ডার রা ধুমিয়ে ব্যাট করে রান সে যায়গায় নিয়ে গেছে, এখন ৩ ওভারে ৩৯ নিলে হচ্ছে, হারলে তো বাদ পড়বেন জানেন, তাহলে এই সময়ে ডিফেন্ড করে খেলার কি প্রয়োজন ছিলো?
সাইলেন্ট কিলার এইরকম কত ম্যাচ থেকে যে আমাদেরকে বের করে দিয়েছে সেটার হিসেব খুজে পাবেন না। কারণ তিনি এইভাবেই সাইলেন্টলি আমাদের মেরে দিয়েছেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 25, 2024, 01:38:04 AM
ভাই আপনার তো দেখি আসলেই নাক নাই। তা না হলে বাংলাদেশকে নিয়ে মানে বাংলাদেশের বর্তমান টিমকে নিয়ে আপনি এত বড় স্বপ্ন দেখতে পারেন। তবে  বাংলাদেশী বোলাররা প্রতিনিয়ত ভালই করে যাচ্ছে এবং তাদেরকে যেন ক্রেডিট না দেওয়া যায় এজন্য আমাদের সোনার টুকরা ব্যাটসম্যানরা প্রতিবারই ডাব্বা মারছে। তবে আমি অবাক হয়েছি আজকের লিটন দাস প্রথম থেকে প্রায় লাস্ট পর্যন্ত টিকে ছিল, তবে লিটন দাস যদি লাস্টে আউট না হতো যে তার একটা চান্সেস বাংলাদেশ ছিল।

সেটা তো আমি আপনাকে আগেই বলেছি ভাই, আমার আবার লজ্জা শরম বলতে কিছু নাই। যখনি শুনি বাংলাদেশ খেলবে, চুপিসারে হলেও একটু আধটু খোজখবর রাখি। সেমি ফাইনালে কোয়ালিফাই করার সুযোগ তো শেষ হয়ে গেছে ১২ ওভার শেষ হওয়ার পড়েই। আমার আজকে কোনো ভাবেই মনে হয়নি বাংলাদেশের ব্যাটার রা সেমি ফাইনালে কোয়ালিফাই করার জন্য খেলছে। তারপর ম্যাচটা যদি অন্তত জিততো, সেটাও তো পারে নাই।

যেই মুহুর্তে বাংলাদেশের ৩.১ ওভারে ৩৯ রান নিলে সেমি ফাইনালে কোয়ালিফাই করতে পারে, সেই টাইমে আমাদের সাইলেণ্ট কিলার মাহমুদুল্লাহ একই ওভারে ৫ টি ডট বল খেললেন। এই ইন্টেন্ট দেখে কোনো ভাবে মনে হয় যে এরা সেমি ফাইনালের জন্য খেলেছে? যেখানে আপনার টপ অর্ডার রা ধুমিয়ে ব্যাট করে রান সে যায়গায় নিয়ে গেছে, এখন ৩ ওভারে ৩৯ নিলে হচ্ছে, হারলে তো বাদ পড়বেন জানেন, তাহলে এই সময়ে ডিফেন্ড করে খেলার কি প্রয়োজন ছিলো?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 25, 2024, 01:29:07 AM
Learn Bitcoin ভাই অনেক আগে বলেছিল এই প্রজেক্টের টিম নাকি বাইনান্সের সাবেক টিম ছিল।
আমি আবার কবে এই কথা বললাম? একটু কোট করে দিয়েন তো? আমি তো এই প্রজেক্ট এর ব্যাপারে খুব বেশি একটা কথা বলিনাই। আমি কি করে জানবো যে এই প্রজেক্ট এর পেছনে বাইনান্সের সাবে টিম কি না? ভাই অন্য কেউ বলে থাকতে পারে। কিন্তু অন্যের বলা কথা আমার ঘাড়ে চাপায়া দিয়েন না। আমি এমনিতেই বাংলাদেশের খেলা দেখে দেখে অসুস্থ হয়ে থাকি সব সময়। কখন আবার কি এলেগেশন লাগায়া দিবেন, আর এদিকে আমি থ হয়ে বসে থাকবো।
তাহলে মনে হয় উনি আপনার না আমার পোস্ট দেখেছিল, আমিও আসলে ভুলে গিয়েছি আমি কবে এই কথা বলেছিলাম কিন্তু বলেছিলাম হয় বিটকয়েন টক ফোরামে আর নয়তো আল্টকয়েনটক ফোরামে।
আমি বলেছিলাম ব্লাম এই প্রজেক্টটির অওনার বাইনানসের এক্স সিইও চাংপেং ঝাও এর আগের জনের কথা বলেছিলাম যদিও এই তথ্যটি আমার এক বিশ্বস্ত সোর্স থেকে হয়েছিল তবে বিষয়টা এখনো আমার নিকট রিউমোরই মনে হচ্ছে কারণ আমি কোথাও এমন নিউজ খুঁজে পেলাম না যে বাইনানসের এক্স সিইও চাংপেং ঝাও ব্লাম এর অউনার।
তবে বর্তমানে আমি একটা জিনিস সিওর হলাম যে ব্লাম এর সিইও এবং কো ফাউন্ডার @gleb_crypto বাইনান্স এর সাথে কানেক্ট, কারণ তার twitter ফলোয়ার্স হিসেবে দেখতে পেলাম cz_binance কে.
Quote
আজকে ভাবলাম বাংলাদেশ একটু আগ্রেসিভ ব্যাটিং করে সেমি ফাইনালে কোয়ালিফাই করতে। কই? শালারপুতেরা এমন ভাবে ঠেকানো শুরু করছে, এই রকম সময়ে ওরা ওভারে রান নেয় ৩-৪ রান করে। আমার হালার ঘরের হালারা! খাশ বাংলায় গালি না দিয়ে পারলাম না।
ভাই আপনার তো দেখি আসলেই নাক নাই। তা না হলে বাংলাদেশকে নিয়ে মানে বাংলাদেশের বর্তমান টিমকে নিয়ে আপনি এত বড় স্বপ্ন দেখতে পারেন। তবে  বাংলাদেশী বোলাররা প্রতিনিয়ত ভালই করে যাচ্ছে এবং তাদেরকে যেন ক্রেডিট না দেওয়া যায় এজন্য আমাদের সোনার টুকরা ব্যাটসম্যানরা প্রতিবারই ডাব্বা মারছে। তবে আমি অবাক হয়েছি আজকের লিটন দাস প্রথম থেকে প্রায় লাস্ট পর্যন্ত টিকে ছিল, তবে লিটন দাস যদি লাস্টে আউট না হতো যে তার একটা চান্সেস বাংলাদেশ ছিল।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
June 25, 2024, 12:56:17 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 24, 2024, 11:41:35 PM
Learn Bitcoin ভাই অনেক আগে বলেছিল এই প্রজেক্টের টিম নাকি বাইনান্সের সাবেক টিম ছিল।

আমি আবার কবে এই কথা বললাম? একটু কোট করে দিয়েন তো? আমি তো এই প্রজেক্ট এর ব্যাপারে খুব বেশি একটা কথা বলিনাই। আমি কি করে জানবো যে এই প্রজেক্ট এর পেছনে বাইনান্সের সাবে টিম কি না? ভাই অন্য কেউ বলে থাকতে পারে। কিন্তু অন্যের বলা কথা আমার ঘাড়ে চাপায়া দিয়েন না। আমি এমনিতেই বাংলাদেশের খেলা দেখে দেখে অসুস্থ হয়ে থাকি সব সময়। কখন আবার কি এলেগেশন লাগায়া দিবেন, আর এদিকে আমি থ হয়ে বসে থাকবো।

আজকে ভাবলাম বাংলাদেশ একটু আগ্রেসিভ ব্যাটিং করে সেমি ফাইনালে কোয়ালিফাই করতে। কই? শালারপুতেরা এমন ভাবে ঠেকানো শুরু করছে, এই রকম সময়ে ওরা ওভারে রান নেয় ৩-৪ রান করে। আমার হালার ঘরের হালারা! খাশ বাংলায় গালি না দিয়ে পারলাম না।
sr. member
Activity: 546
Merit: 268
June 24, 2024, 06:50:47 PM


তিনটি মানুষ একটি মনের দাবিদার....
গানটা দিয়ে শুরু করলাম, আজ বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সামনে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি অবস্থান নেবে। যদি আফগানিস্তান জয়লাভ করে তাহলে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মন ভেঙ্গে যাবে। আর যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে রান রেটের ভিত্তিতে  তিন দলের যে কোন একটি দল সেমিফাইনাল নিশ্চিত করবে। তবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের সম্ভাবনাটা একটু কম তবুও যদি আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে বাংলাদেশের সম্ভাবনা থেকে যাবে। তবে কালকের ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার খেলা অস্ট্রেলিয়া যে এভাবে বাজে দলের মত পারফরম্যান্স করবে সেটা আমরা অনুমান করতে পারিনি। যার খেসারত অস্ট্রেলিয়া কে দিতে হবে। আজকের ম্যাচে অবশ্যই অস্ট্রেলিয়া বাংলাদেশের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোন উপায় নেই বরং অস্ট্রেলিয়ার সকল সাপোর্টাররা আজ বাংলাদেশ সাপোর্ট করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে সাপোর্ট করলেও বাংলাদেশ সাপোর্টারদের মনের খোরাক দিতে পারে না যার কারণে বারবার বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশের খেলা দেখে মনটা খারাপ করে বসে। তবে বাংলাদেশ আজকে নতুন মেজাজে সেমিফাইনাল কোয়ালিফাই করার জন্য খেলবে সেই প্রত্যাশা কামনা করছি।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
June 24, 2024, 02:27:29 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৬৯ তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-569th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-allet-5500867
WHAT CRASH?  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?

Please read here first >>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953

Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!



hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 24, 2024, 02:00:17 PM
তারপর কেমন আছেন সবাই? দুইটা ঈদ চলে গেলো।
আরে ভাই আপনি বাইচা আছেন? আগে বলেন আপনার ঈদ কেমন কাটলো দুইটা ঈদ তো ছুটিতে কাটালেন?

Quote
এদিকে আমার প্রোফাইলে অলরেডি ইনএকটিভ ট্যাগ লেগে গেলো। খেয়াল করে দেখলাম একজন মেম্বার আমাকে ডিষ্ট্রাষ্ট করে কোনো কারনে। আমি ইনএকটিভ হয়েছি বলে আমাকে ডিষ্ট্রাষ্ট করতে হবে? লল!
আপনাকে দেখি আরো সাত সপ্তাহ আগে একজন ইউজার ডিসট্রাষ্ট করেছে। এখন কোন কারণে করেছে যে এটা আসলে বলা ভারী মুশকিল।
আমাকেও আজ থেকে প্রায় এক বছর মানে ৫২ সপ্তাহ আগে একজন ইউজার আমাকে ডিসট্রাষ্ট  করেছিল আমি তো টানা দুই বছরের বেশি সময় যাবত ফোরামে একটিভ রয়েছি পাশাপাশি নিয়ম গুলো মেনে চলতে ছিলাম জানিনা আমাকে কোন কারণে ডিসট্রাষ্ট করেছে 😂, যাইহোক এটা তাদের স্বাধীনতা তাই হয়তো ডিসট্রাষ্ট এখানে আর কিছু বলার নাই।

Quote
এয়ারড্রপ তো ভালো করেই মারকেট দখল করে ফেলছে। তবে যাই করেন, স্ক্যাম এর স্বীকার হইয়েন না। যখন কোনো এয়ারড্রপের হাইপ ক্রিয়েট হয়, স্ক্যামার রা একই নামে টোকেন ক্রিয়েট করে ডেস্ক গুলোতে অল্প লিকুইডিটি এড করে ছেড়ে দেয়। আর অনেকে না বুঝে কম দামে সেসব স্ক্যাম টোকেন গুলো কিনে নেয় পরবর্তীতে যেগুলো আসলো জিরো হয়ে যায়।
আমি খালি ভাই স্ক্যামের কথা বলবো না সেই সাথে বলবো যারা যারা এয়ার ড্রপ করতেছেন তাদেরকে ফিশিং থেকেও বাঁচতে নানান বট এবং ওয়েবসাইট হালকা খরচে বানিয়ে এরা ফিসিং করেও মানুষের কাছ থেকে বা মানুষের ওয়ালের থেকে সবকিছু সরিয়ে নিচ্ছে। তাছাড়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো হ্যাক করে নিয়ে যাচ্ছে।

Quote
জার্মান গর্ভমেন্ট কয়েক শত মিলিয়ন ডলারের বিটকয়েন সেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই নিউজ বের হওয়ার পর মার্কেটের অবস্থা বেগতিক। যারা ফিউচার ট্রেড করেন, একদম সাবধান। একটু ভুল করেলই লিকুইড খেয়ে যাবেন।
ভাইরে ভাই মার্কেট আজকে কি পরিমাণ ডাম্প করল আমি মার্কেট এত ডাউন হয়েছে দেখে প্রায় ৪০০ ডলার এর বিটিসি কিনে রাখলাম কিন্তু এখন দেখি মার্কেট আরো নিচে  নামলো। জার্মান সরকার কি তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে নাকি।
sr. member
Activity: 616
Merit: 322
June 24, 2024, 01:34:56 PM
ব্লুম প্রজেক্ট কি আসলেই ভালো?

Learn Bitcoin ভাই অনেক আগে বলেছিল এই প্রজেক্টের টিম নাকি বাইনান্সের সাবেক টিম ছিল। যদি তাই হয় তাহলে আমরা আগামী প্রজন্মের অল্টারনেটিভ বাইনান্সের মুখোমুখি রয়েছি। কেউ মিস করবেন না। যদিও এখানে রেফারেন্স লিংক দেওয়া ঠিক নয় তাই আপাতত শেয়ার করলাম না। লাগলে পার্সোনাল মেসেজ দিলেও হবে।
যেহেতু এটি একটি টেলিগ্রাম এক্সচেঞ্জ হবে এবং ত্রিশটিরও বেশি Blockchain এ ট্রেডিং করা যাবে তাই টিম অবশ্যই পেমেন্ট করবে। তাছাড়া টিম ইতোমধ্যেই আমাদের বলেই দিয়েছেন যে টিমের কাছে এখন পর্যন্ত কোন টোকেন জেনারেশন করেনি এবং কি ডিসেন্টালাইজ এক্সচেঞ্জ যদি টোকেন জেনারেশন করে থাকে তাহলে সেটা পুরোটাই Scam. তাই আমি আপাতত এই প্রোজেক্টে ১০০% জেনুইন প্রজেক্ট হিসেবে ধরে নিচ্ছি। যদিও আমি ৩২০০০ BP কালেক্ট করতে পেরেছি। যদি এটি টোকেন নয় পয়েন্ট তাই কি পরিমান প্রফিট পাব সেটার গ্যারান্টি নেই। তবুও শেষ পর্যন্ত করে যাচ্ছি।
এটা করতে থাকেম মিস কইরেন না। যেহেতু বর্তমান সময়টা এয়ারড্রপের জন্য ভালো হাইপ চলতেছে এবং অনেক এয়ারড্রপ থেকে ভালো পেমেন্টও করতেছে সেহেতু এখনকার এয়ারড্রপগুলো মিস করা বোকামি হবে আমি কয়েকটা করতেছি যদিও আমি আগে এয়ারড্রপ থেকে পেমেন্ট পাওয়াটা বিশ্বাস করতাম না। তবে এখন আমি এখানে অনেকটাই সময় দিচ্ছি। এবং আশাও করতেছে অনেক ভালো কিছু।
BLUM, HAMSTER, HOT, PIXEL, OCEAN, CATIZEN, TAPSWAP. CERTIK এই ৮ টি থেকে অনেক ভালো কিছু আশাবাদী আমি। যদিও Tapswap অনেক ধাক্কা খেয়েছি তবুও এটা ভালো করবে আমি মনে করি। কেউ যদি এই ৮ টা থেকে কোনোটা না করে থাকেন তাইলে করতে পারেন।
member
Activity: 94
Merit: 28
June 24, 2024, 11:49:38 AM
ব্লুম প্রজেক্ট কি আসলেই ভালো?

Learn Bitcoin ভাই অনেক আগে বলেছিল এই প্রজেক্টের টিম নাকি বাইনান্সের সাবেক টিম ছিল। যদি তাই হয় তাহলে আমরা আগামী প্রজন্মের অল্টারনেটিভ বাইনান্সের মুখোমুখি রয়েছি। কেউ মিস করবেন না। যদিও এখানে রেফারেন্স লিংক দেওয়া ঠিক নয় তাই আপাতত শেয়ার করলাম না। লাগলে পার্সোনাল মেসেজ দিলেও হবে।
যেহেতু এটি একটি টেলিগ্রাম এক্সচেঞ্জ হবে এবং ত্রিশটিরও বেশি Blockchain এ ট্রেডিং করা যাবে তাই টিম অবশ্যই পেমেন্ট করবে। তাছাড়া টিম ইতোমধ্যেই আমাদের বলেই দিয়েছেন যে টিমের কাছে এখন পর্যন্ত কোন টোকেন জেনারেশন করেনি এবং কি ডিসেন্টালাইজ এক্সচেঞ্জ যদি টোকেন জেনারেশন করে থাকে তাহলে সেটা পুরোটাই Scam. তাই আমি আপাতত এই প্রোজেক্টে ১০০% জেনুইন প্রজেক্ট হিসেবে ধরে নিচ্ছি। যদিও আমি ৩২০০০ BP কালেক্ট করতে পেরেছি। যদি এটি টোকেন নয় পয়েন্ট তাই কি পরিমান প্রফিট পাব সেটার গ্যারান্টি নেই। তবুও শেষ পর্যন্ত করে যাচ্ছি।
এই প্রজেক্টটিতে অনেকদিন ধরে ফার্মিং করে আসছি, আমার মোট পয়েন্ট প্রায় ৫০ হাজারের কাছাকাছি এসেছে। আপনাদের মন্তব্য অনুযায়ী মনে হচ্ছে এই প্রজেক্টটা অনেক ভালো হতে পারে। মাঝেমধ্যে বিরক্তিকর মনে হয়, কিন্তু আপনাদের এই আলোচনার উপর ভিত্তি করে আমি এখন থেকে‌ নিয়মিত পয়েন্ট আর্ন করব। এখন থেকে যদি নিয়মিত কাজ না করি তাহলে দেখা যাবে প্রজেক্টটি ভালো হলে অন্য সবাই ভালো একটা প্রফিট করবে কিন্তু আমার পকেটে কিছু আসবে না, তখন একটা আফসোস লাগবে। তাই বর্তমানে যেকোনো ধরনের মাইনিং প্রজেক্টগুলো কাজ করতেছি। শেষটা দেখি কতদূর এগোতে পারে।
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
June 24, 2024, 05:19:14 AM
ব্লুম প্রজেক্ট কি আসলেই ভালো?

Learn Bitcoin ভাই অনেক আগে বলেছিল এই প্রজেক্টের টিম নাকি বাইনান্সের সাবেক টিম ছিল। যদি তাই হয় তাহলে আমরা আগামী প্রজন্মের অল্টারনেটিভ বাইনান্সের মুখোমুখি রয়েছি। কেউ মিস করবেন না। যদিও এখানে রেফারেন্স লিংক দেওয়া ঠিক নয় তাই আপাতত শেয়ার করলাম না। লাগলে পার্সোনাল মেসেজ দিলেও হবে।
যেহেতু এটি একটি টেলিগ্রাম এক্সচেঞ্জ হবে এবং ত্রিশটিরও বেশি Blockchain এ ট্রেডিং করা যাবে তাই টিম অবশ্যই পেমেন্ট করবে। তাছাড়া টিম ইতোমধ্যেই আমাদের বলেই দিয়েছেন যে টিমের কাছে এখন পর্যন্ত কোন টোকেন জেনারেশন করেনি এবং কি ডিসেন্টালাইজ এক্সচেঞ্জ যদি টোকেন জেনারেশন করে থাকে তাহলে সেটা পুরোটাই Scam. তাই আমি আপাতত এই প্রোজেক্টে ১০০% জেনুইন প্রজেক্ট হিসেবে ধরে নিচ্ছি। যদিও আমি ৩২০০০ BP কালেক্ট করতে পেরেছি। যদি এটি টোকেন নয় পয়েন্ট তাই কি পরিমান প্রফিট পাব সেটার গ্যারান্টি নেই। তবুও শেষ পর্যন্ত করে যাচ্ছি।
sr. member
Activity: 546
Merit: 268
June 24, 2024, 04:54:48 AM
ব্লুম প্রজেক্ট কি আসলেই ভালো?

আসসালামু আলায়কুম,
আজকে টপিক হচ্ছে BLUM🔥Coin এর Fundamental Analysis....
আসলে সত্যি বলতে Blum নিয়ে রিসার্চ করার তেমন কিছু নাই, এবং অনেকেই হয়ত নতুন তাদের জন্য
সর্ব প্রথমেই একটা কথা বলবো সেটা হচ্ছে,- Crypto Currency এর দুনিয়ার সব থেকে বড় VC (Venture Capital) Binance lab এর Investment আছে Blum project এ....
Blum project টা আসলে কি এবং তাদের Use case নিয়ে কিছু কথা বলি......
--Blum মূলত হচ্ছে একটা ক্রিপ্টো কারেন্সি Trading এর Telegram Exchange...
-- বর্তমানে ২০ মিলিয়ন ইউজার, অনেক বড় একটা Community,
-- আপনারা Telegram এর মধ্যেই Crypto Trading করতে পারবেন। কোন রকম এক্সচেঞ্জ ছাড়াই।
যেমন এখন Bybit, Binance, OKX, Kucoin, Mexc ব্যবহার করা হয় Trade করতে, অথবা আমরা অনেকেই Dex ব্যবহার করে Trade করি, Uniswap, বা বিভিন্ন Decentralized Dex এ।
--Blum মুলত দুইটা ভাবেই Trade করা যাবে Centralized & Decentralized।
--Blum এ প্রথমত ৩০টা Blokchain Support করবে, এটা অনেক বড় একটা পজেটিভ দিক।
-- সব থেকে অবাক করার বিষয় হচ্ছে Blum এ আপনারা p2p trade ও করতে পারবেন।
তো একটা কথাই বলবো আগামী 5-7বছর বা লং টার্ম এর জন্য Blum Best একটা Exchange হয়ে উঠতে পারে বলে আমার ধারণা।
দ্বিতীয়ত।
Blum Project এর Background Team কারা? অথবা প্রশ্ন থাকতে পারে ভাই এটা কি Experience Team এর Projects ...? নাকি কোনো Scammer, Noob Team Members দের Project....?
তো শুনেন,
--Blum Projects এর Background অনেক বড়,শক্তিশালী, Whale's 🐳 দের সম্বন্ধে তৈরি করা হচ্ছে।
--Blum এর পেছনে Binance Lab VC হিসাবে থাকলেও এদের Team Members সবাই Binance এর EX-employees...
--তারা অনেকেই Binance এর Products Team এর কর্মচারী ছিলো,
--এছাড়া তাদের মধ্যে অনেকেই Binance এর VP এক কথায় বড় মাপের খেলোয়াড়।
--মার্কেটিং এর কথা বললে তারা ASIA,CIS,EUROPE এর এরিয়া তে কাজ করছে।
-- এছাড়া তারা Binance এর EX Manager ও ছিল।
Conclusion:
Blum নিঃসন্দেহে Long Term এর জন্য Life Changing Opportunity হতে পারে যারা Highly Active ভাবে কাজ করতেছেন।
আর একটা কথা, Blum এ এখন যেটা Earn করতেছেন সেটা Blum Points... এটা Convert হয়ে Blum টোকেন/কয়েন পাবেন যখন Launching হবে।
বর্তমানে যা কিছুই দেখতে পারছেন এবং করতেছেন ৫বছর পরে দেখতে পাবেন অনেক কিছুই ভিন্ন ভাবে চলবে।

Learn Bitcoin ভাই অনেক আগে বলেছিল এই প্রজেক্টের টিম নাকি বাইনান্সের সাবেক টিম ছিল। যদি তাই হয় তাহলে আমরা আগামী প্রজন্মের অল্টারনেটিভ বাইনান্সের মুখোমুখি রয়েছি। কেউ মিস করবেন না। যদিও এখানে রেফারেন্স লিংক দেওয়া ঠিক নয় তাই আপাতত শেয়ার করলাম না। লাগলে পার্সোনাল মেসেজ দিলেও হবে।
আমি বেশ কয়েকদিন আগে একটি পোস্ট করেছিলাম এবং এই পোষ্টের রিপ্লে না দিয়ে এই পোস্টটা করেছিলাম এবং আমি উল্লেখ করেছিলাম খুব সম্ভবত লার্ন বিটকয়েন ভাই পোস্ট করেছিল কিন্তু পরবর্তীতে ভালোভাবে খেয়াল করে এবং পোস্টটা খুজে বের করে দেখলাম যে ওই পোস্ট করেছিল মূলত CL ভাই কিন্তু পোস্টে লান বিটকয়েন ভাইকে উল্লেখ করেছিলাম যা আমার একটি মিসটেক ছিল। ব্লুমের টিম ম্যানেজমেন্ট সম্পূর্ণ বাইনান্সের সাবেক টিম মেম্বার একথা বলেছিল সিএল ভাই।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
June 23, 2024, 10:52:03 PM
বাউন্টি শেষে টোকেন ক্লাইম করার জন্য ওয়ালেট কানেক্ট করতে বলবে। ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে আমার ও আপনার ওয়ালেটে যা আছে সবকিছু তাদের হয়ে যাবে।
কিছু কিছু ক্ষেত্রে তারা সাহায্য সহযোগিতার নামে ওয়ালেটের phases চেয়ে নেবে। ওয়ালেট কানেক্ট করার পর বিভিন্নভাবে ফি এর মাধ্যমে ডলার হাতিয়ে নেবে। সর্বশেষ এরকম একটি প্রজেক্ট রান করতে পারলে হ্যাকসহ আরো একাধিক ফায়দা লুটিয়ে নেওয়া সম্ভাবনা রয়েছে। তাই যারা এখানে একটিভ রয়েছেন তারা আপাতত এই বিষয়ে সচেতন দেখবেন এসব প্রতারকরা মানুষকে প্রতারিত করতে পারবে না।
ভাই আপনি একবারে আমার মনের কথাটা কইছেন ভাই। আমার সাথে এমনটাই হইছিলো। যদিও আমারটা এয়ারড্রপ কেন্দ্রীক ছিলো। ২০২২ সালে আমি যখনই এয়ারড্রপ তখন আমি একটা এয়ারড্রপে জয়েন করেছিলাম যেখানে যেসব দিক নির্দেশনা দেওয়া ছিল সবগুলো পূরণ করেছিলাম। পরবর্তী সময়ে তাদের ওখানে ওয়ালেট কানেক্ট করতে হয়েছিল। আমি এতটাই বোকা ছিলাম যে ওখানে আমার ফেস দিয়ে ওয়ালেট কানেক্ট করেছিলাম। আমার ওয়ালেটে ৭০ ডলারের মত ছিল। পরবর্তী সময়ের রাতের দিকে দেখি একজন ৭০ তলায় কেটে নিয়েছে এটার ট্রানজেকশন আমার ফোনে উঠলো। তখন তো আমার মাথায় কাজ করল না কিভাবে কি হলো। পরবর্তী সময় অনেক ঘাটাঘাটির পর মনে হল যে ওইখানে আমি এটা করেছিলাম। তাদের টেলিগ্রাম সেটিং এ গিয়ে দেখি আরো কয়েকজন রিপোর্ট করেছে এটার জন্য। এভাবে তারা ভালই অর্থ হাতিয়ে নিয়েছিল। তখন অনেক বোকা ছিলাম বুঝতে পারিনি। যাইহোক কেউ এরকম ফাঁদে পা দিবেন না।

তারপর কেমন আছেন সবাই? দুইটা ঈদ চলে গেলো। এদিকে আমার প্রোফাইলে অলরেডি ইনএকটিভ ট্যাগ লেগে গেলো। খেয়াল করে দেখলাম একজন মেম্বার আমাকে ডিষ্ট্রাষ্ট করে কোনো কারনে। আমি ইনএকটিভ হয়েছি বলে আমাকে ডিষ্ট্রাষ্ট করতে হবে? লল!
জি ভাই আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কেটেছে আপনার কেমন কেটেছে? ভাই আপনি এত দিন ইনএকটিভ ছিলেন কেন আপনার কি কোন কিছু হয়েছিল। আপনারা ফোরাম সম্পর্কে অনেক ভালো জানেন এবং অনেক ভালো বুঝেন। আপনারা যদি এই ভাবে দূরে সরে যান ভাই আমরা কিভাবে কি করব। আপনি মার্চ মাসের ৮ তারিখে লাস্ট পোস্ট করেছেন তারপর থেকে আর আপনাকে ফোরামে দেখা যায়নি। আশা করি ভাই ফোরামে একটিভ হবেন। আর আপনাদের সাথে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ভাই।

প্রতারক কাকে বলে? ব্লুম প্রজেক্ট এর মালিক অলরেডি টুইট করেছে তাদের অফিসিয়ালি কোন টোকেন নেই অথচ মার্কেটে ব্লুম টোকেন পাওয়া যাচ্ছে। আমাকে আজকে একজন টোকেন ক্লাইম করার জন্য টেলিগ্রামে মেসেজ দিয়েছে। এটা কোন কথা হলো যেভাবে ইয়ার্ডোব প্রজেক্টগুলো পপুলারিটি পাচ্ছে ঠিক একইভাবে প্রতারণাও বেড়ে যাবে। তাই আপাতত আমি সাজেস্ট করব সবাই এই সকল প্রতারকদের থেকে দূরে দূরে থাকুন। আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন।
ভাই এরকম প্রতিনিয়তই চলছে এরকম ফেক মেসেজ আমিও বাই বাই অনেক কিন্তু এগুলা এড়িয়ে চলতে হবে। এই ক্রিপ্টোকারেন্সির জগতে ভাই যেই পরিমাণ প্রতারক ঘুরে বেড়ায় বলার বাইরে। যাইহোক ভাই ধন্যবাদ আমাদের সাবধান করার জন্য আপনিও সাবধানে থাকবেন এরকম প্রতারকদের দ্বারা প্রতারিত হবেন না।

আর ভাই আপনি কি HoT Wallet এর HoT ক্লেইম করতেছেন? এটা ভলো প্রফিট দেবে মোটামুটি এটা আশা করা যায়।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 23, 2024, 11:12:22 AM
তারপর কেমন আছেন সবাই? দুইটা ঈদ চলে গেলো। এদিকে আমার প্রোফাইলে অলরেডি ইনএকটিভ ট্যাগ লেগে গেলো। খেয়াল করে দেখলাম একজন মেম্বার আমাকে ডিষ্ট্রাষ্ট করে কোনো কারনে। আমি ইনএকটিভ হয়েছি বলে আমাকে ডিষ্ট্রাষ্ট করতে হবে? লল!

এয়ারড্রপ তো ভালো করেই মারকেট দখল করে ফেলছে। তবে যাই করেন, স্ক্যাম এর স্বীকার হইয়েন না। যখন কোনো এয়ারড্রপের হাইপ ক্রিয়েট হয়, স্ক্যামার রা একই নামে টোকেন ক্রিয়েট করে ডেস্ক গুলোতে অল্প লিকুইডিটি এড করে ছেড়ে দেয়। আর অনেকে না বুঝে কম দামে সেসব স্ক্যাম টোকেন গুলো কিনে নেয় পরবর্তীতে যেগুলো আসলো জিরো হয়ে যায়।

জার্মান গর্ভমেন্ট কয়েক শত মিলিয়ন ডলারের বিটকয়েন সেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই নিউজ বের হওয়ার পর মার্কেটের অবস্থা বেগতিক। যারা ফিউচার ট্রেড করেন, একদম সাবধান। একটু ভুল করেলই লিকুইড খেয়ে যাবেন।
আলহামদুলিল্লাহ ঈদ আল্লাহর রহমতে ভালই কেটেছে এবং আশা করি সকলের ঈদ ভালো কেটেছে। যাহোক ভাই আপনি অনেকদিন ধরে in active রয়েছেন। মাঝে মাঝে এখানে এসে উঁকিঝুকি মালে ভালো লাগে। আশা করছি নিয়মিত হবেন এবং এখানে আপনার মূল্যবান জ্ঞান শেয়ার করবেন।



প্রতারক কাকে বলে? ব্লুম প্রজেক্ট এর মালিক অলরেডি টুইট করেছে তাদের অফিসিয়ালি কোন টোকেন নেই অথচ মার্কেটে ব্লুম টোকেন পাওয়া যাচ্ছে। আমাকে আজকে একজন টোকেন ক্লাইম করার জন্য টেলিগ্রামে মেসেজ দিয়েছে। এটা কোন কথা হলো যেভাবে ইয়ার্ডোব প্রজেক্টগুলো পপুলারিটি পাচ্ছে ঠিক একইভাবে প্রতারণাও বেড়ে যাবে। তাই আপাতত আমি সাজেস্ট করব সবাই এই সকল প্রতারকদের থেকে দূরে দূরে থাকুন। আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন।
hero member
Activity: 840
Merit: 522
June 23, 2024, 10:30:51 AM
তারপর কেমন আছেন সবাই? দুইটা ঈদ চলে গেলো। এদিকে আমার প্রোফাইলে অলরেডি ইনএকটিভ ট্যাগ লেগে গেলো। খেয়াল করে দেখলাম একজন মেম্বার আমাকে ডিষ্ট্রাষ্ট করে কোনো কারনে। আমি ইনএকটিভ হয়েছি বলে আমাকে ডিষ্ট্রাষ্ট করতে হবে? লল!

এয়ারড্রপ তো ভালো করেই মারকেট দখল করে ফেলছে। তবে যাই করেন, স্ক্যাম এর স্বীকার হইয়েন না। যখন কোনো এয়ারড্রপের হাইপ ক্রিয়েট হয়, স্ক্যামার রা একই নামে টোকেন ক্রিয়েট করে ডেস্ক গুলোতে অল্প লিকুইডিটি এড করে ছেড়ে দেয়। আর অনেকে না বুঝে কম দামে সেসব স্ক্যাম টোকেন গুলো কিনে নেয় পরবর্তীতে যেগুলো আসলো জিরো হয়ে যায়।

জার্মান গর্ভমেন্ট কয়েক শত মিলিয়ন ডলারের বিটকয়েন সেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই নিউজ বের হওয়ার পর মার্কেটের অবস্থা বেগতিক। যারা ফিউচার ট্রেড করেন, একদম সাবধান। একটু ভুল করেলই লিকুইড খেয়ে যাবেন।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
June 23, 2024, 08:36:11 AM

বিশেষ দ্রষ্টব্য, উপরের তথ্যগুলো একটি টেলিগ্রাম গ্রুপের লেখা থেকে নেওয়া যার সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তাই আপনাদের গবেষণা অনুযায়ী আপনারা যা জানেন সেটাই ভালো।
আপনি এই নিউজটা এখানে শেয়ার করার পর আমি তাদের টেলিগ্রাম চ্যালেন ঘাটাঘাটি করে দেখালাম তাদের চ্যালেনে এই রকম কোন নিউজ দেওয়া হয় নাই। এই নিউজটা সাধারণ একটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে, এই নিউজটা সত্য নাও হতে পারে। তবে এটা আমাদের মেনে নেওয়া উচিত, যে শুধু প্রফিট পার আওয়ার দিকে মনোযোগ দিলে হবে না, আমাদের পয়েন্টের দিকেও মনোযোগ দিতে হবে। পয়েন্ট ও যথেষ্ট পরিমান রাখা উচিত।


আমাদের লোকাল কমিনিউটির সকল ভাইয়েরা কি বর্তমানে ভাইরাল সাপ টির কথা শুনেছেন? বর্তমানে ইউটিউব টিকটক যেখানে যাই সেখানেই রাসেলস ভাইপার, রাসেলস ভাইপার বর্তমানে আতঙ্ক হয়ে উঠেছে। সাপটি নাকী অনেক বিষাক্ত, মানুষ দেখলেই আক্রমণ শুরু করে দেয়। আর এই সাপের এন্টিবেনম নাকী সহজে পাওয়া যায় না। বাংলাদেশের অনেক জেলার নাকী সাপটি ছড়িয়ে পরেছে, তবে আমাদের এলাকায় এই সাপের ঘটনা এখনো শোনা যায় নাই। যাইহোক, যাদের এলাকায় এই সাপ ছড়িয়ে পরেছে তারা সকলেই সতর্ক থাকবেন।
পদ্মা নদী থেকে রাসেলস ভাইপার উদ্ধার
sr. member
Activity: 546
Merit: 268
June 23, 2024, 08:05:03 AM
Hamster Kombat Update

নিচের লেখাটি হুবহু একটি টেলিগ্রাম চ্যানেলের লেখা থেকে কপি করে পোস্ট করা হলো।

*HAMSTER 🐹 KOMBAT UPDATE*

INFORMATION REACHING US IS THAT ALTHOUGH PPH IS USED AS THE BASIS FOR TGE HOWEVER, THE AMOUNT OF COIN ON YOUR DASHBOARD MUST MATCH YOUR CURRENT LEVEL AT THE TIME OF LAUNCHING

*EXAMPLE:*

TO BE IN THE MASTER LEVEL YOU NEED TO HAVE MINED 50 MILLION COINS.

SO, AS YOU ARE BUYING CARDS FOR PROFIT PER HOUR, ALSO MAKE SURE YOU HAVE A BALANCE OF 50 MILLION COINS IN YOUR DASHBOARD DURING LAUNCH*

SPEND WISELY!

সোজা বাংলায় তুমি লেভেল 9 এ থাকলে তোমার ব্যালেন্স থাকতে হবে 100m একাউন্ট এ । এরপরে কত খরচ করবা তোমার ব্যাপার । যারা ব্যালেন্স ফাঁকা করে ফেলসো তারা জমাও এখন

হ্যাঁ তবে এই কথা সত্য যে হয়তো যে কোন একটি শর্তের মাধ্যমে হামস্টার কমবাট পেমেন্ট করতে পারে। আমি আমার যতগুলো টোকেন কমবো ও চিপার করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি প্রফিট পার আওয়ার করেছি। এখন পর্যন্ত যতগুলো শর্ত আপডেট পেয়েছি সবগুলোই পূরণ করার চেষ্টা করছি। তবে এটি পেমেন্ট করবে কিনা এই আশায় এত পর্যন্ত অপেক্ষা করছি।

বিশেষ দ্রষ্টব্য, উপরের তথ্যগুলো একটি টেলিগ্রাম গ্রুপের লেখা থেকে নেওয়া যার সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তাই আপনাদের গবেষণা অনুযায়ী আপনারা যা জানেন সেটাই ভালো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 23, 2024, 07:24:11 AM
মার্কেট যদি ম্যানুপুলেশন না করে তাহলে হয়তো প্রোফিট এ থাকবেন, তবে এখন অনেক প্রোজেক্ট যেমন প্রোফিট দিবে , আবার স্ক্যাম বাটপারদের পরিমান ও বেড়ে যাবে। বিটকয়েন এর প্রাইস আর একটু আপ হলেই অনেক টোকেন অনেক ভালো প্রফিট দিবে। আবার অনেকেই এই সুজগে ভালো প্রোজেক্ট মনে হলেও স্ক্যাম করবে।

জানিনা প্রফিটে থাকবো নাকি লসে থাকবো। তবে বেশিরভাগ মানুষই অল্টকয়েন নিয়ে অলরেডি লস এ আছে। এখন যে নতুন নতুন প্রজেক্টগুলো আসবে, তারা কিরকম ইনভেষ্টমেন্ট পেয়েছে, সেটার ওপর ডিপেন্ড করে তারা প্রফিট শেয়ার করবে। এখন বুল রানের নামে মুলা ধরিয়ে দিয়ে বেশিরভাগ মানুষ লসে ঢুকে গেছে। তারা এখন নতুন প্রজেক্ট এ ইনভেষ্ট করতে সাহস করবে না। আর নতুন প্রজেক্ট যদি ইনভেষ্টমেন্ট না পায়, তাহলে তারা প্রফিট দিবে কিভাবে?

যারা গ্রাস প্রটোকলে জয়েন করেছিলেন, আপনারা একাউন্ট এ লগইন করে সোলানা ওয়ালেট কানেক্ট করে নিন। এটা সম্ভবত লাষ্ট ইপো। তারপর কি এরা টোকেন লঞ্চ করবে নাকি অন্য কিছু করবে, এই ব্যাপারে আপাতত কিছু জানি না। আরেকটা আপডেট হলো, আজকে দেখলাম টুন ইয়েসকয়েনকে নিয়ে পোষ্ট করেছে। ভালো একটা কোলাব হয়েছে বলা যায়।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 22, 2024, 10:00:58 PM
Onchain/Chaingame চিটিং
এভাবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সাথে প্রতারণা করবে। প্রতারণা করার পদ্ধতি দেখছেন,, এতো দিন কোন কিছুই বলা হয়নি আজকে বলছে মিনিমাম ১০০k পয়েন্ট হতে হবে, লেভেল ৬ , gem 1, Antibot check ইত্যাদি আরো কিছু নিয়ম। এসব নিয়ম নীতিমালা কিছুই আগে বলেনি কিন্তু আজকে এই সব নিয়মকানুন দিয়ে প্রতারণা করছে।

এটা নিয়ে আমিও পোষ্ট করতাম। প্রথমত তাদের কোনো অটো ক্লিকার বট ছিলো না। মানুষ হাতে ট্যাপ করে করে কিভাবে এতো আপগ্রেড করবে এই ব্যাপারে তারা কিছুই ভাবেনি। এই প্রজেক্ট থেকে তারাই প্রফিট বুক করতে পারবে যারা ইনভেষ্ট করেছে এবং আজাইরা টাইম পুরোটাই এই প্রজেক্ট এ ব্যায় করেছে।

আরেকটা আপডেট হলো, ব্লাষ্ট ইকোসিষ্টেমে আমার টোটাল ইনভেষ্টমেন্ট ১২০০ ডলারের বেশি। আর এদের ভুংভাং দেখে মনে হচ্ছে এরা এয়ারড্রপ হান্টারদের হাতে মূলা ধরিয়ে দিবে। আজ ভোরে ডিষ্ট্রিক্ট ওয়ানের ইপো ৩ শেষ হলো। ৪৪০০০০ হাজার জেমস কালেক্ট করেও আমি ব্লাষ্ট গোল্ড পেলাম ৫১ টা। যেখানে গোল্ড পাওয়ার কথা ছিলো ১৫০ এর বেশি। তাছাড়া ওপেন লেভারেজ টোকেন হিউজ ডাম্প করেছে গত দুইদিনে। আমার ১২০০ ডলার ৫০০ ডলার হয়ে নাকি সেটাই ভাবছি বসে।

মার্কেট যদি ম্যানুপুলেশন না করে তাহলে হয়তো প্রোফিট এ থাকবেন, তবে এখন অনেক প্রোজেক্ট যেমন প্রোফিট দিবে , আবার স্ক্যাম বাটপারদের পরিমান ও বেড়ে যাবে। বিটকয়েন এর প্রাইস আর একটু আপ হলেই অনেক টোকেন অনেক ভালো প্রফিট দিবে। আবার অনেকেই এই সুজগে ভালো প্রোজেক্ট মনে হলেও স্ক্যাম করবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 22, 2024, 07:07:30 AM
Onchain/Chaingame চিটিং
এভাবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সাথে প্রতারণা করবে। প্রতারণা করার পদ্ধতি দেখছেন,, এতো দিন কোন কিছুই বলা হয়নি আজকে বলছে মিনিমাম ১০০k পয়েন্ট হতে হবে, লেভেল ৬ , gem 1, Antibot check ইত্যাদি আরো কিছু নিয়ম। এসব নিয়ম নীতিমালা কিছুই আগে বলেনি কিন্তু আজকে এই সব নিয়মকানুন দিয়ে প্রতারণা করছে।

এটা নিয়ে আমিও পোষ্ট করতাম। প্রথমত তাদের কোনো অটো ক্লিকার বট ছিলো না। মানুষ হাতে ট্যাপ করে করে কিভাবে এতো আপগ্রেড করবে এই ব্যাপারে তারা কিছুই ভাবেনি। এই প্রজেক্ট থেকে তারাই প্রফিট বুক করতে পারবে যারা ইনভেষ্ট করেছে এবং আজাইরা টাইম পুরোটাই এই প্রজেক্ট এ ব্যায় করেছে।

আরেকটা আপডেট হলো, ব্লাষ্ট ইকোসিষ্টেমে আমার টোটাল ইনভেষ্টমেন্ট ১২০০ ডলারের বেশি। আর এদের ভুংভাং দেখে মনে হচ্ছে এরা এয়ারড্রপ হান্টারদের হাতে মূলা ধরিয়ে দিবে। আজ ভোরে ডিষ্ট্রিক্ট ওয়ানের ইপো ৩ শেষ হলো। ৪৪০০০০ হাজার জেমস কালেক্ট করেও আমি ব্লাষ্ট গোল্ড পেলাম ৫১ টা। যেখানে গোল্ড পাওয়ার কথা ছিলো ১৫০ এর বেশি। তাছাড়া ওপেন লেভারেজ টোকেন হিউজ ডাম্প করেছে গত দুইদিনে। আমার ১২০০ ডলার ৫০০ ডলার হয়ে নাকি সেটাই ভাবছি বসে।
Pages:
Jump to: