আচ্ছা আমাদের বাংলাদেশ থ্রেড এর কোনো মেম্বার কি সাইক্লোন এর কারনে প্রভাবিত হয়েছেন কোনোভাবে? আমার অবস্থা তো একেবারেই নাজুক! যদিও আমি উপকূল এলাকায় বাস করি না, কিন্তু গতকাল সকাল থেকেই বৃষ্টি এবং ঝড়ের সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। ঘরের আই পি এস দিয়ে কিছুটা ব্যাকাপ নিয়েছি। পাওয়ার ব্যাংক চারজ করা ছিলো না। মোবাইল চারজ করা ছিলো না। কিন্তু গত ২৬ ঘন্টায় আর বিদ্যুৎ আসেনি। কালকে বিকালে বাধ্য হয়ে বাজারে গেলাম এই ঝড়ের মধ্যেই শুধু একটু কাজের জন্য। মোবাইলে এখনো ৫০% চারজ আছে। কিন্তু আজকের দিনেও বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আজকে অফলাইনে গেলে কবে অনলাইনে আসবো বলতে পারছি না! 🥲
জ্বি ভাই বাংলাদেশের সব জায়গায়-ই কম বেশি প্রভাবিত হয়েছে। বিশেষ করে ভোলা এবং সাতক্ষীরায় অনেক বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের এখানেও প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। গতকাল থেকে কারেন্ট ছিলো না গতকাল সন্ধ্যায় আসছিলো একটু আবার চলে গেছে আার আসেনি। আমার ল্যাপটপ মোবাইল সব বন্ধ হয়ে গিয়েছিলো পরে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিয়েছি ফোন। ঐদিকে ২মাসের বেশি হইছে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া হয় নি আমার। ২০% ছিলো ওটা দিয়ে চলছি কিছুক্ষণ কিন্তু সব বন্ধ হয়ে গিয়েছিলো। নেটওয়ার্ক টাওয়ার পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিলো। আমি পড়াশোনার জন্য বাড়ির বাহিরে থাকি মানে হলে থাকি। হলেও কারেন্ট থাকেনা একদম বাজে অবস্থা। দুইদিন যাবৎ বাসায় যোগাযোগ করতে পারছি না। আম্মু আব্বু সবার ফোন বন্ধ। এইরকম অবস্থায় মনে হচ্ছে কি জানেন ভাই ইলেকট্রনিক ডিভাইস ছাড়া নেটওয়ার্কের একদম বাহিরে ১৯০০ সালের আগে বসবাস করতেছি। মুহূর্তটা যদিও একটু বাজে যাচ্ছে কিন্তু এটা ভেবে অনেক ভালো লাগছে যেন একদম ইলেকট্রনিক ডিভাইসের বাহিরে আছি ভালো আছি।
আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টির কারনে গতকাল সারাদিন ঘরে থেকে বের হতে পারি নাই। অনেক গুলো গাছ ঝড়ের কবলে পড়ে ভেংগে গেছে, আমাদের বাড়িতেই গাছ ভেংগে পড়েছিলো, তবে আমাদের পরিবারের কেউ বাহিরে ছিলাম না। আজকে সারারাত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হইতাছে কিন্তু বাতাস এতটা নেই থেমে গেছে। গতকালই রবিবার রাতেই আমার ফোন অফ হয়েছিলো, গতকাল বাজারে গিয়েছিলাম দেখি এক দোকানে ৩০ টাকার বিনিময়ে ফোন চার্জ করে দিচ্ছে আমিও সেখানে থেকে ফোনটা চার্জ করে এনেছিলাম। আমাদের এখানেও আজকে তো বিদ্যুৎ আসার কোন সম্ভাবনা নেই, আগামীকাল আসবে কিনা সেটাও নিশ্চিত নয়। আজকে ফোন বন্ধ হতে যাচ্ছে প্রায় ১৯% চার্জ এসেছে, জানি না আবার কিভাবে ফোন চার্জ দিবো।
আমাদের থ্রেডের কোন সদস্য ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানি না। আশা করি সকলেই সুস্থ আছেন, সকলের মঙ্গল কামনা করি।
ভাই আমাদের এইদিকেও প্রচুর গাছপালা ভেঙে পরেছে। গাছপালাগুলো এমন ভাবে ভেঙেছে যেন এগুলো দেখলে ভয় করে। অনেক মানুষের অনেক ক্ষতি করেছে। কিছুদিন আগে আমরা এত পরিমান গরমে থেকে রক্ষার জন্য বৃষ্টি চেয়েছি এখন এত পরিমাণ বাতাস ঝড়-বৃষ্টি এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য এখন আল্লাহ্ কাছে দোয়া করছি। দেখছেন ভাই আল্লাহ মুহুর্তের মধ্যে কি করে ফেললো।
ভাই আপনার বাজারে গিয়ে ফোন চার্জ দেওয়ার বিষয়টি সত্যিই খুব ইন্টারেস্টিং লেগেছে। আমাদের এখানেও হলের সামনে চা ওয়ালা মামার ফোন চার্জ করার জন্য তার বাসা থেকে লাইন আইনা দিসিলো আমরা সবাই খান থেকে চার্জ দিসিলাম ফোন।
তবে ভাই ঘূর্ণিঝড় মোড়লের কবলে পড়ে অনেকেই প্রাণ হারিয়েছে অনেকের ঘরবাড়ি উড়ে চলে গড়ে গিয়েছে এরকম অবস্থায় তাদের সবার জন্য আমরা দোয়া করব তারা যেন এটা রক্ষা পায় আর যেন কোন ক্ষয় ক্ষতি না হয়।