Laszlo Hanyecz মূলত কয়টা পিজ্জা কিনেছিলেন এবং ১০ হাজার বিটকয়েন দিয়ে পিজ্জা কিনেছিলেন কিনা এটা নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমরা সবাই জানি তিনি দুইটা পিজজা মূলত 10000 বিটকয়েন দিয়ে ক্রয় করেছিলেন। কিন্তু @icopress পরিচালিত একটি কুইজে বিষয়টি ফুটে উঠেছে যে তিনি মূলত 50000 বিটকয়েন দিয়ে পিজ্জা কিনেছিলেন। আজ থেকে আমাদের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব টা মূলত কেটে যাবে এবং আমরা যারা ১০০০০ বিটকয়েন জেনে এসেছি তারা ৫০ হাজার বিটকয়েনের বিষয়টা এখন থেকে তুলে ধরব।
এই কুইজটিতে আমি অনেক দিন আগে অংশগ্রহণ করেছিলাম। এই প্রশ্নটিতে আমিও ১০০০০ সিলেক্ট করেছিলাম কিন্তু আমার উত্তর ভুল দেখানো হয়েছিলো। হতে পারে এই কুইজে আসল সত্যটা তুলে ধরা হয়েছে, তবে আমি যতগুলো নিউজ দেখেছি সব নিউজে ১০০০০ বিটকয়েন উল্লেখ করা হয়েছে। গতকালকে একটা টুইটারে টুইট দেখেছিলাম Laszlo Hanyecz ১৪ বছর আগে ১৮ মে ফোরামে পোস্ট দিয়েছিলেন পিজ্জার বিনিময়ে তিনি ১০০০০ বিটকয়েন প্রদান করবেন।
টুইট লিংক আমি আরো একটা নিউজে দেখেছিলাম, কয়েনআলাপ নিউজে পুরো বিস্তারিত লেখা রয়েছে। কয়েনআলাপ নিউজে ১০০০০ বিটকয়েনের কথা উল্লেখ করা রয়েছে। Laszlo Hanyecz কাছে যিনি পিজ্জা বিক্রি করেছিলেন সে আসলে কোন পিজ্জা বিক্রেতা ছিলেন না। তিনি মুলত পিজ্জা কিনে এনে Laszlo Hanyecz কাছে ডেলিভারি করেছিলেন।
কয়েনআলাপ নিউজ আরে ভাই হোয়াই উই নিড টুইটার ফর দিস নিউজ?
Laszlo Hanyecz কোথায় বিটকয়েন এর মাধ্যমে এই ট্রেডটি সম্পন্ন করেছে? উত্তর হইল বিটকয়েনটক তাহলে আমাদের বাহিরে যাইতে হবে কেন? এই যে দেখেন টপিক laszlo এর ক্রিয়েট করা টপিক। এখন টপিকটি এক্সপ্লোর করে দেখে নিন কবে, কিভাবে, কোথা থেকে, কত বিটকয়েন এর মাধ্যমে সে পিজ্জা এক্সচেঞ্জ করেছিল তার বিস্তারিত দেওয়া রয়েছে।
I'll pay 10,000 bitcoins for a couple of pizzas.. like maybe 2 large ones so I have some left over for the next day. I like having left over pizza to nibble on later. You can make the pizza yourself and bring it to my house or order it for me from a delivery place, but what I'm aiming for is getting food delivered in exchange for bitcoins where I don't have to order or prepare it myself, kind of like ordering a 'breakfast platter' at a hotel or something, they just bring you something to eat and you're happy!
I like things like onions, peppers, sausage, mushrooms, tomatoes, pepperoni, etc.. just standard stuff no weird fish topping or anything like that. I also like regular cheese pizzas which may be cheaper to prepare or otherwise acquire.
If you're interested please let me know and we can work out a deal.
Thanks,
Laszlo
আসলে কোনোটাই ভুল নয়। এখানে প্রশ্নটা বিস্তারিত করা হয়নি বলেই সবাই সঠিক উত্তর দিতে পারছে না। লাজলো আসলে ১০ বিটকয়েন দিয়েই পিজ্জা নিয়েছিলো। কিন্তু কথিত আছে যে লাজলো এরকম করে আরো ৪ বার একই ব্যাক্তি থেকে আরো পিজ্জা কিনেছিলো এবং তিনি ৫ বারে মোট ৫০ হাজার বিটকয়েন খরচ করেছেন। কিন্তু আমি ওনাকে এই কথা নিজের মুখে বলতে শুনিনি। আমি ইন্টারভিউ দেখেছি এবং তিনিও সেখানে ১০ হাজার বিটকয়েনের কথাই উল্লেখ করেছেন। তবে যেহেতু ব্লকচেইন ডাটা এভেইলেবল, মানুষ ট্রাঞ্জেকশন দেখেও বুঝে নিতে পারে বা হয়তো বিটকয়েন্টকেই উনি কোথাও এসব তথ্য পোস্ট করেছেন। তবে যেহেতু ৫০ হাজার বিটকয়েনের কথা চলে আসছে, আমার মনে হয় না এটা ফেইক। অন্তত কুইজে ফেইক তথ্য দিয়ে কুইজ বানানো হবে না।
বিষয়টা হচ্ছে কি ভাই প্রথম ট্রেডটা কত বিটকয়েনে হয়েছিল, আর সেটা হল ১০০০০ বিটকয়েন।
jercos(
Jeremy Sturdivant) এই ব্যক্তি laszlo এর হয়ে ১০০০০ এর পরিবর্তে পাপা জন থেকে পিজ্জা দুটি অর্ডার করে দিয়েছিল। (jercos এর কিন্তু কোন বিটকয়েনটক ফোরামে প্রোফাইল নেই)
আমি আসলে বুঝতেছি না যে ICOpress কেন 50 হাজার বিটকয়েন এর কথা উল্লেখ করেছে হয়তো কোন সার্কাজম।
পিকচার এর আরকাইভড লিংক-
https://archive.is/tS9g3