আমার একটা জিনিস মাথায় ডুকছে না নতুন একাউন্টের পোস্ট এবং পুরাতন একাউন্ট এর পোষ্টের একটিভিটি সেম ভাবে বাড়ে না কেন? পুরাতন একাউন্ট দিয়ে পোস্ট করলে দেখা যায় সাথে সাথেই এক্টিভিটি বেড়ে যায় কিছুক্ষণের মধ্যে। কিন্তু আমারটা বাড়ে না এজন্য একটা পোস্ট দেখেছিলাম যে 14 দিন পরে পরে এটা আপডেট হয় কিন্তু এমনটা হওয়ার কারণ কি নতুন অ্যাকাউন্টের এক্টিভিটি কম বারে কিন্তু পুরাতন একাউন্ট গুলো দেখা যায় পোস্ট করার কিছুক্ষণের মধ্যে এক্টিভিটি বেড়ে যায়। কেন এরকমটা হয় একটু কেউ বলবেন।
আপনি যে বিষয়টি এখানে জানতে চেয়েছেন, ~speedx~ ভাই ধারনা দিয়েছেন। আমিও আপনাকে বিষয়টি ক্লিয়ার করে দিই, যাইহোক আপনি বলেছেন পুরাতন একাউন্ট দিয়ে পোস্ট করলে সাথে সাথে এক্টিভিটি বাড়ে কিন্তু নতুন একাউন্ট দিয়ে পোস্ট করলে সাথে সাথে বাড়ে না। পোস্ট করলেই এক্টিভিটি বাড়ে না, একাউন্ট পুরাতন বা নতুন হোক। আমি LB ভাইয়ের একটা পোস্ট থেকে ধারনা পেয়েছিলাম। এক্টিভিটি সাধারণত ১৪ দিনের পিড়িয়ড অনুযায়ী বেড়ে থাকে। আপনার একাউন্টে যদি ১৫০-২০০ পোস্ট করা থাকে, এখন যদি আপনার একাউন্টে রেজিষ্ট্রেশন করলেন ৩ মাস হয় নাই, এখন আপনার একাউন্টে পোস্ট করলেই এক্টিভিটি বাড়বে না, ১৪ দিন পর পর ১৪ টা করে এক্টিভিটি বাড়বে। তবে আপনাকে রেগুলার এক্টিভ থাকতে হবে।
এখন কিভাবে অন্যকারো একাউন্টে পোস্ট করলেই এক্টিভিটি বেড়ে যায় সে বিষয়ে ক্লিয়ার করি। এখন আপনি আজকে একাউন্ট রেজিষ্ট্রেশন করলেন। প্রথম ১৪ দিনে ১৪ পোস্ট করলে এক্টিভিটি বাড়বে, আপনি যদি ১ দিনেই ১৪ পোস্ট করেন তাহলে ১ দিনের ১৪ এক্টিভিটি বেড়ে যাবে। যদি আপনি এই ১৪ দিনে ৭ পোস্ট করেন তাহলে আপনার ৭ টা এক্টিভিটি রিজার্ভ রইলো। আবার ১৪-২৮ এই পিড়িয়ডে যদি ৮ পোস্ট করেন তাহলে আপনার আবারো ৬ টা এক্টিভিটি রিজার্ভ রইলো। আবারো ২৮-৪২ এই ১৪ দিনের পিড়িয়ডে যদি ৫টা পোস্ট করেন তাহলে আপনার ৯ টা এক্টিভিটি রিজার্ভ রইলো। এখন আপনি হিসেব করেন আপনি এই ৩ পিড়িয়ডে হিসেব করেন কয়টা পোস্ট করলেন? উপরে হিসেব করলে দেখা যায়(৭+৮+৫=২০ টা পোস্ট হয়েছে) আপনার একাউন্টে ৩ পিড়িয়ডে ২০ এক্টিভিটি হইবে। এখন আপনার একাউন্টে ২২ টা এক্টিভিটি রিজার্ভ রইছে, এখন আপনি ২২ টা পোস্ট করলে ২২ এক্টিভিটি সাথে সাথে বেড়ে যাবে। এই হলো কাহিনি, পুরাতন বা নতুন কোন কিছু নয়, তাদের এক্টিভিটি রিজার্ভ রইছে দেখে পোস্ট করলেই এক্টিভিটি বেড়ে যায়।
ওয়াও আমি রীতিমতো এই মাসে অবাক হয়ে গেলাম গত জুন মাসে আমি সাত নম্বরে ছিলাম এবং এই মাসে দুই নাম্বার এসে গেছি। গত মে মাসে মাত্র ৯ট পোস্ট করে সাত নম্বরে ছিলাম। ১৬টি পোস্ট করে Bd officer দ্বিতীয় অবস্থানে ছিল।
বিষয়টা খুব সুন্দর ম্যাজিকের মত হয়ে গেছে গতমাসে Bd officer ভাই ২ নাম্বার পজিশনে ছিলো আমি ছিলাম ৭ নাম্বার পজিশন ছিলাম এই মাসে শুধু উলটপালট হয়েছে আমি দুই নাম্বারে Bd office ভাই ৭ নাম্বারে। সেও ১৬টা পোস্ট করে দ্বিতীয় নাম্বারে ছিলো এবং আমি ৯টা পোস্ট করে ৭ নাম্বারে ছিলাম এইবার শুধু উল্টো হয়ে গেছে।
আসলে বিষয়টি জোস হইছে, এই মাসে আমি এক্টিভ থাকতে পারি নাই, তবুও মাত্র ৯টি পোস্ট করে শীর্ষ ১০ জন পোস্ট দাতার মধ্যে রয়েছি। সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে, একার পক্ষে লোকাল বোর্ডে পরিনত করা সম্ভব হবে না। সকলেত জন্য শুভকামনা রইলো, সকলেই বেশি বেশি এক্টিভ থাকার চেষ্টা করুন।