Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 48. (Read 5677688 times)

sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
June 18, 2024, 12:35:06 PM
সবার ঈদ কেমন কাটলো? সবাই দেখি ঈদের আনন্দে পোস্ট করা বাদ দিছেন। আমার ঈদের ২ দিন আগে থেকে প্রচন্ড জ্বর শুরু হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ঈদের দিন সকাল বেলা জ্বর অনেকটাই কমে গিয়েছিল, পরিবার -পরিজন মিলে ঘোরাঘুরি করে বেশ আনন্দ করেছি। যাইহোক আজকে আল্লাহর অশেষ রহমতে পুরোপুরি সুস্থ হয়েছি।

কিন্তু সকাল সকাল বাংলাদেশ ক্রিকেট টিম কি শুরু করলো?

জীবনে সুখি থাকতে চাইলে, সুস্থ থাকতে চাইলে, মায়ের দোয়া ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করুন।

লাইফ প্যারাহীন, ফুরফুরা।


ঈদের দিন সকাল বেলা শরীর খুব একটা ভাল ছিল না, তবুও বাংলাদেশের যেহেতু খেলা ছিল তখন ঘুম থেকে উঠেই খেলা দেখতে শুরু করেছিলাম। প্রথম কয়েক ওভারের মধ্যে বাংলাদেশের টপ অর্ডারের সকল ব্যাটসম্যান আউট হয়েছে। তখন খেলা দেখার মন মানসিকতা নষ্ট হয়েছিল। এমনিতেই শরীর ভালো ছিল না বাংলাদেশের খেলা দেখে শরীরটা আরো খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক তানজিম হাসান সাকিব তিনি অসাধারণ বোলিং করে নেপাল কে চাপে ফেলে দিয়েছিল। তানজিম সাকিবের দুর্দান্ত বোলিং পারফরমেন্সের কারণে বাংলাদেশ জিততে পেরেছে।

আসলে নেপালের মত দলে বিপক্ষে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের দোষ দিব। নেপালের বোলাররা সাউথ আফ্রিকার মত শক্তিশালী বিধ্বংসী ব্যাটসম্যানদের ক্রিজে থাকতে দেয় নাই। ঠিক বাংলাদেশের একই অবস্থা হয়েছিল। যাইহোক তবুও বর্তমানে বাংলাদেশের স্কোয়াডে কিছু কিছু খেলোয়ার রয়েছে, যাদের দেখলে আমার খুবই বিরক্তিকর মনে হয়।  হ্যাঁ এটা মেনে নেওয়া যায় একজন ব্যাটসম্যান প্রত্যেকদিন রান করতে পারেনা। কিন্তু আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চার ম্যাচের মধ্যে কোন ম্যাচে দেখলাম না তিনি ১০-১২ রানের বেশি করেছে। অন্য একজন খেলোয়াড় লিটন কুমার দাস তিনিও বর্ধমানে ফর্মে নেই। নাজমুল হোসেন শান্তর মত ব্যাটসম্যানরা শুধু দলকে চাপে ফেলে দিতে জানে কিন্তু কখনো দলকে চাপ থেকে বেরিয়ে আসতে ভালো ব্যাটিং করতে পারে না। নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট আমার মনে হয় না ৭০-৮০ বেশি রয়েছে। এ ধরনের খেলোয়ারদের দলে সুযোগ দেওয়া উচিত নয়। অধিনায়কই যদি ভালো করতে না পারে, তাহলে তিনি দলের কী নেতৃত্ব  দিবেন?

যাইহোক বাংলাদেশ দলের ব্যাটিং লাইন খুবই দুর্বল, টি-টোয়েন্টি খেলার মত হার্ট হিটার ব্যাটসম্যান নেই বললেই চলে। বাংলাদেশ জিতেছে বোলিং পারফরমেন্সের কারণে বর্তমানে বাংলাদেশের বোলিং লাইন খুবই শক্তিশালী। ভেবেছিলাম না বাংলাদেশ সুপার ৮ যেতে পারবে কিন্তু বাংলাদেশ সুপার ৮ উঠতে পেরেছে। দোয়া করি আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম যেন সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে।

full member
Activity: 367
Merit: 136
June 17, 2024, 12:33:28 PM
সবাইকে ঈদ মোবারক

অনেক আগে থেকে লস এ আছি এর ভিতর মার্কেটের আজকে এই অবস্থা। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। জানিনা কবে মার্কেট বের হওয়ার সুযোগ দেয়। তবে মনে হয় না সহজে বের হতে পারব।

Bitgate wallet token (BWB) সম্পর্কে কেউ কিছু জানেন। মোটামুটি একটা ভালো আমাউন্ট বিনিয়োগ করা ভাই।

মায়ের দোয়া ক্রিকেট টিমের খেলা দেখে অভ্যাস হয়ে গেছে। এখন আর খারাপ লাগে না। লাস্ট খেলা দেখি না তাই কোনো পেরাও বুজি না।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 17, 2024, 11:03:29 AM
Eid Ul Adha 🐐 Mubarak to all Bangladesh Community from Pakistan
Eid Mubarak.. Many greetings and congratulations from the Bengali community to you and your community. Eid mubarak...

2002 সাল থেকে সাদাকালো টিভিতে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখেছি তাই ক্রিকেট খেলা মূলত জুয়া খেলার মত মারাত্মক বদ অভ্যাসে পরিণত হয়েছে। আজকের ঈদের দিনেও বাংলাদেশের খেলা দেখতে ভুলি নাই। বাংলাদেশের খেলা দেখে হার্ট অ্যাটাক মুহূর্ত হবে এটা অনেক আগেই থেকেই দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। পিচের খারাপ অবস্থার জন্য লো স্কোরিং ম্যাচগুলো হচ্ছে। সাধারণত অফ স্ট্যাম্পে বল ছুড়লে সেটা লেগ ট্রাম্পে গিয়ে ওয়াইড হয়ে যাচ্ছে। আসলে ভাই এই আমেরিকা যুক্তরাষ্ট্রের পিচগুলো এতটাই খারাপ যে এখানে একটি ভালো দল ও একটি খারাপ দলের পার্থক্য বুঝা মুশকিল।
যাহোক খেলা দেখে যতটা না মন খারাপ ছিল ঠিক 85 রানের পর থেকে নেপালের পাঁচটি উইকেটের পতন হওয়ায় সাথে সাথে মন ভালো হয়ে গিয়েছিল। বাংলাদেশ শেষ মুহূর্তে এসে এভাবে জয়লাভ করবে সেটা কখনো ভেবেছিলাম না। অভারল খুশির দিনে বাংলাদেশ ক্রিকেট দল খুশির দিনের মর্যাদা রাখতে পেরেছে এজন্য বাংলাদেশ ক্রিকেট দলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 17, 2024, 10:35:35 AM
Eid Mubarak!

Eid Mubarak Bhai.
Thanks for the wishes. I hope you and your family had a great day.

খালি লাল বাত্তি আর লাল বাত্তি!!! এইটা আবার কেমন কারেকশন নিলো মার্কেট!!! ১০,২০,৩০,৪০,৫০ এমনকি ৭০% ডাউন অনেক আ্যাসেট!!!

ঈদ মোবারক 🙂
আপনি যদি ক্রিপ্টো মার্কেটে নতুন না হয়ে থাকেন, তাহলে এরকম কারেকশন আগেও হয়তো দেখেছেন। বিটকয়েন একদিনে ৪-৫ হাজার ডলার অব্দি আপডাউন করা একটা নরমাল ব্যাপার হয়ে গেছে। আজকের দিনে বিটকয়েন মাত্র ২% ডাউন হয়েছে। আর অন্যান্য ক্রিপ্টো গুলোর অবস্থা দেখেন। যাদের এসেট বিটকয়েন আর স্ট্যাবল কয়েন, তারা হয়তো একটু শান্তিতে তবুও।

Quote
জীবনে সুখি থাকতে চাইলে, সুস্থ থাকতে চাইলে, মায়ের দোয়া ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করুন।

লাইফ প্যারাহীন, ফুরফুরা।
যদিও শেষমেশ ম্যাচ জিতেছে। আসলে এরকম পিচের মধ্যে খেলা হচ্ছে, আগে থেকে কিছুই বলা যাচ্ছে না। বাংলাদেশের টপ অর্ডার বরাবরের মতোই আবারো মুখ থুবড়ে পড়েছে। এই অচল মাল গুলো দিয়ে এরকম আসরে খেলা চালানো কি ঠিক হচ্ছে? বাংলাদেশের কি আর কোনো অপশন নাই নাকি?
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
June 17, 2024, 10:14:03 AM
খালি লাল বাত্তি আর লাল বাত্তি!!! এইটা আবার কেমন কারেকশন নিলো মার্কেট!!! ১০,২০,৩০,৪০,৫০ এমনকি ৭০% ডাউন অনেক আ্যাসেট!!!

ঈদ মোবারক 🙂

কিন্তু সকাল সকাল বাংলাদেশ ক্রিকেট টিম কি শুরু করলো?

জীবনে সুখি থাকতে চাইলে, সুস্থ থাকতে চাইলে, মায়ের দোয়া ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করুন।

লাইফ প্যারাহীন, ফুরফুরা।

full member
Activity: 532
Merit: 229
June 17, 2024, 03:54:53 AM
ঈদ মোবারক ভাইয়েরা, সবার কি অবস্থা? কাজ এখনো শেষ হয়নি? আমরা 10টায় গরু জবাই দিয়েছি, এবং সব কাজ শেষ হতে হতে 2টা বেজে গিয়েছে। আমাদের এলাকায় সবারই 1টার আগে সব কাজ শেষ, আমাদেরই সবথেকে দেরি হয়েছে। আপনাদের সবার কি অবস্থা? নাকি সবাই কাজ শেষে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন।

 যাই হোক ভাই, আপনাদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি এই ফোরামের সমস্ত ভাইদের কে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক
sr. member
Activity: 560
Merit: 365
Pakistan Local Board Request
June 16, 2024, 09:56:22 PM
Eid Ul Adha 🐐 Mubarak to all Bangladesh Community from Pakistan



Once again Eid AL Adha Mubarak to our beloved Bangladesh Community Brothers from Pakistan! 🇧🇩❤️🇵🇰

We send our sincere greetings and best wishes to our brothers in Bangladeshi community on this beautiful and happiest occasion of Eid ul Adha (Bakra Eid 🐐). May you experience happiness, serenity and wealth throughout this festive occasion.

Once Again Eid Mubarak to all Bangali Community brothers. May you experience great joy, comradery and spiritual enlightenment over this holiday season. May each new day bring us closer as a brotherhood and as a relationship. Ameen 🤲

Eid Mubarak!

@LDL
@Bitcoin_people
@Learn Bitcoin
@Bd officer
@Crypto Library
@Popkon6
@Little Mouse
@NicNacCoin
@shasan
@tjtonmoy
@Other Members
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 16, 2024, 07:08:21 PM
ভাই CertiK এর এয়ার ড্রপ কি এখনো চালু রয়েছে ?
আমি যদি করতে চাই তাহলে কি এখন করতে পারব বা করলে কোন ভাল প্রফিট আর্ন করা যাবে? আপনি না কে যেন এই ড্রপটি শেয়ার করেছিলেন এর জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম

হ্যা ভাই, আমিই শেয়ার করেছিলাম। আপনি চাইলে এখনো জয়েন করতে পারেন। তবে প্রফিট এর কথা যদি বলেন, সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। অনেক ভালো ভালো প্রজেক্ট অনেক বেশি হাইপ ক্রিয়েট করে মূলা ধরিয়ে দিয়েছে। সুতরাং, প্রফিটের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। কয়েকদিন আগে জিকে সিংক এর এয়ারড্রপ করা হয়েছে। এমন অনেকের হয়েছে যে তারা ৫-৬০০ ডলার খরচ করেও এলিজিবল হয় নাই। আবার পারাম গ্যামিং এর মতো প্রজেক্ট মাসের পর মাস কাজ করিয়ে ৬-৭ ডলার পরিমানে টোকেন দিয়েছে। সুতরাং, প্রফিট নিয়ে কিছু বলে হাইপ বাড়াতে চাই না।

সবাইকে ঈদের শুভেচ্ছা!
ঈদ মুবারাক!

কিন্তু সকাল সকাল বাংলাদেশ ক্রিকেট টিম কি শুরু করলো?
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 16, 2024, 06:23:39 PM
শুধু এটা না। অনচেইন নামে একটা বট ছিলো, সেটার মাইনিং পিরিয়ড অলরেডি শেষ হয়ে গেছে এবং এখন ওয়ালেট কানেক্ট করার সময় চলছে। ওয়ালেট কানেক্ট করার শেষদিন সম্ভবত আজকেই। যতটুকু ধারনা, অনচেইন ওকেএক্স এ লিষ্টিং হবে এবং বাইনান্সেও হতে পারে। তারা ট্রাষ্ট ওয়ালেটের সাথেও কোলাবোরেশন করেছে যেটা বাইনান্সের আরেকটা প্রোডাক্ট। আর ব্লাষ্ট নেটওয়ার্ক এর ফার্মিং কি আমাদের লোকাল থেকে কেউ করছেন না নাকি?

OLE টোকেন নিয়ে আমার একটা ব্যাক্তিগত মতামত শেয়ার করি। এই টোকেন টা মূলত Districtone এর ন্যাটিভ টোকেন। Districtone এর সকল প্রকার লেনদেন করার জন্য এই টোকেন এর দরকার হয়। যেহেতু ব্লাষ্ট আগামী ২৬ তারিখে তাদের এয়ারড্রপ ঘোষনা করেছে, আমি মনে করি এই সময়ে অনেকেই তাদের Districtone স্পেস এর শেয়ার সেল করে দিবে। যে কারনে, এই টোকেনের প্রাইস হিউজ ডাম্প করতে পারে। এটা হতে পারে বায় করে রাখার একটা মোক্ষম সুযোগ। কারন Districtone বাইনান্স ল্যাব এর ইনভেস্ট করা প্রজেক্ট। সাথে কুকয়েন আছে। সুতরাং এই টোকেন বাইনান্স এবং কুকয়েন দুই যায়গাতেই লিষ্টিং হওয়ার সম্ভাবনা আছে। অন্তত ৫০ ডলারের করে কিনে রাখলে লস হবে না। এটা একান্তই ব্যাক্তিগত মতামত। কোনো ফাইনান্সিয়াল এডভাইজ না।
ভাই CertiK এর এয়ার ড্রপ কি এখনো চালু রয়েছে ?
আমি যদি করতে চাই তাহলে কি এখন করতে পারব বা করলে কোন ভাল প্রফিট আর্ন করা যাবে? আপনি না কে যেন এই ড্রপটি শেয়ার করেছিলেন এর জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম
হ্যাঁ ভাই এখনো এই ইয়ার্ডপ  চালু রয়েছে এবং আপনি যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই জয়েন হতে পারবেন। এই ইয়ার্ডপটি অনেক ভালো হবে এবং এখান থেকে ভালো অ্যামাউন্ট এর প্রফিট অর্জন করতে পারবেন।

ঈদ মোবারক সবাইকে

আজকে মুসলিম কমিউনিটির জন্য দ্বিতীয় আনন্দের দিন। এই দিনের আনন্দ সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক এবং সকলেই আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতে থাকুন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন আপনি যেমন আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করবেন আপনার পরিবেশে যারা অনাহারে অর্ধাহারে রয়েছে তাদের মধ্যেও বিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন ভোগে নয় ত্যাগেই সুখ।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
June 16, 2024, 01:48:35 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৬৮ তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-568th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-allet-5500100
WHAT CRASH?  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?

Please read here first >>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953

Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!



newbie
Activity: 18
Merit: 2
June 16, 2024, 01:01:56 PM
আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদ মোবারক! ঈদ মোবারক! বাংলা লোকালবোর্ডের সকল সদস্যদের ঈদুল আযহার শুভেচ্ছা। সকল মুসলিম জামানার সবচেয়ে আনন্দ দিনের মধ্যে একটি হচ্ছে পবিত্র ঈদুল আযহার দিন। আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা হয়তো পশু কুরবানী করবে,তবে  আমাদের দেশের বেশিরভাগ মানুষের সামর্থ্য নেই  কুরবানী করবে। আমরা যারা কুরবানী করব তারা যদি যার যার অবস্থান থেকে গরিব অসহায় এবং আশেপাশের যারা কুরবানী করতে পারেনি তাদের মাঝে কুরবানীর গোশত বিলিয়ে ঈদের আনন্দটা যেন ভাগাভাগি করে নিতে পারি। আল্লাহতালা যেন সবাইকে সঠিকভাবে কুরবানী করার তৌফিক দান করুক এবং সবাইকে সুস্থতা প্রদান করুক। সবাইকে আবারও ঈদ মোবারক।
full member
Activity: 532
Merit: 229
June 16, 2024, 12:19:12 PM
                                                                        “ঈদ মোবারক”

সবাইকে ঈদের অগ্রিম প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি,,  “ঈদ মোবারক”. আশা করি এবারের কুরবানী ঈদ সবারই অনেক ভালো কাটবে. আজ রাত পোহালেই সকালে ঈদ, আমাদের মুসলমানদের জন্য প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা এই মোট দুইটি ঈদ আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং মহান আল্লাহর কাছে আমাদের পাপ গুলোর জন্য ক্ষমা চাওয়ার বিশেষ দিন. আল্লাহ তাআলা যেন আমাদের নেক হায়াত এবং সুস্থতা দান করেন, এবং আমাদের পাপগুলোকে যেন ক্ষমা করে দেন.. আমীন

আশা করি প্রত্যেকেই নিজ নিজ সামর্থের সেরাটি দিয়ে কোরবানির পশু কেনার চেষ্টা করেছেন, এবং আশা করি প্রত্যেকেই সপরিবারে আনন্দের সাথে ঈদ উদযাপন করবেন. আমি প্রতিটি মুসলমান ভাইদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি,,  ঈদ মোবারক. আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কোরবানিকে কবুল করে নেন, আমীন.
member
Activity: 108
Merit: 46
June 16, 2024, 11:01:07 AM
শুধু এটা না। অনচেইন নামে একটা বট ছিলো, সেটার মাইনিং পিরিয়ড অলরেডি শেষ হয়ে গেছে এবং এখন ওয়ালেট কানেক্ট করার সময় চলছে। ওয়ালেট কানেক্ট করার শেষদিন সম্ভবত আজকেই। যতটুকু ধারনা, অনচেইন ওকেএক্স এ লিষ্টিং হবে এবং বাইনান্সেও হতে পারে। তারা ট্রাষ্ট ওয়ালেটের সাথেও কোলাবোরেশন করেছে যেটা বাইনান্সের আরেকটা প্রোডাক্ট। আর ব্লাষ্ট নেটওয়ার্ক এর ফার্মিং কি আমাদের লোকাল থেকে কেউ করছেন না নাকি?

OLE টোকেন নিয়ে আমার একটা ব্যাক্তিগত মতামত শেয়ার করি। এই টোকেন টা মূলত Districtone এর ন্যাটিভ টোকেন। Districtone এর সকল প্রকার লেনদেন করার জন্য এই টোকেন এর দরকার হয়। যেহেতু ব্লাষ্ট আগামী ২৬ তারিখে তাদের এয়ারড্রপ ঘোষনা করেছে, আমি মনে করি এই সময়ে অনেকেই তাদের Districtone স্পেস এর শেয়ার সেল করে দিবে। যে কারনে, এই টোকেনের প্রাইস হিউজ ডাম্প করতে পারে। এটা হতে পারে বায় করে রাখার একটা মোক্ষম সুযোগ। কারন Districtone বাইনান্স ল্যাব এর ইনভেস্ট করা প্রজেক্ট। সাথে কুকয়েন আছে। সুতরাং এই টোকেন বাইনান্স এবং কুকয়েন দুই যায়গাতেই লিষ্টিং হওয়ার সম্ভাবনা আছে। অন্তত ৫০ ডলারের করে কিনে রাখলে লস হবে না। এটা একান্তই ব্যাক্তিগত মতামত। কোনো ফাইনান্সিয়াল এডভাইজ না।
ভাই CertiK এর এয়ার ড্রপ কি এখনো চালু রয়েছে ?
আমি যদি করতে চাই তাহলে কি এখন করতে পারব বা করলে কোন ভাল প্রফিট আর্ন করা যাবে? আপনি না কে যেন এই ড্রপটি শেয়ার করেছিলেন এর জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
June 16, 2024, 09:28:08 AM

পিকচার গুগল থেকে সংগৃহীত

বাংলা লোকাল কমিউনিটির সকল সদস্যদের জানাই সালাম ""আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ""। সবাই কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা যারা মুসলমান আমাদের দুটি উৎসব হল ঈদুল ফিতর ও ঈদুল আযহা। আজকে বিশ্বের অনেক দেশে ঈদ উদযাপিত হয়েছে, আমাদের বাংলাদেশেও শুনেছিলাম কোন জেলায় যেনো আরব দেশের সাথে ঈদ পালন করেন।আগামীকাল পবিত্র ঈদুল আযহা, সকল মুসলিম ভাইয়েদের জানাই পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা "" অগ্রিম ঈদ মোবারক ""।

যাদের সামর্থ্য আছে তারা হয়তো অনেকেই কুরবানি করার নিয়ত করে পশু ক্রয় করেছে। মহান আল্লাহ সকলের মনের আশা যেন পুরন করেন। সকলেই পরিবার পরিজন মিলে ঈদ উদযাপন করুন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 16, 2024, 06:35:05 AM
ভালো একটা খবর দিলেন আমি তো এই এনাউন্সমেন্ট লক্ষই করিনি। যাই হোক এখন দেখে আবার মোবাইল নিয়ে বসতে হচ্ছে আমি আমার কিছু পরিচিত লোকদের দেখলাম তারা এই হামস্টার মাল্টি করে রেখেছে মানে তাদের ফ্যামিলি পারসন দেরও দিয়ে এগুলো করাচ্ছে। যাই হোক আজকে এক বন্ধুর সাথে আলাপ হলো হট এবং ব্লাম নিয়ে আমি দুটোই করেছিলাম দেখা যাক কি পরিমান আছে এগুলো থেকে, শুনলাম ব্লাম এর ফাউন্ডার  বাইনান্স এর প্রাক্তন সিইও, আমি কিন্তু CZ এর কথা বলিনি তার আগের প্রাক্তন সিইও এর কথা বললাম।

শুধু এটা না। অনচেইন নামে একটা বট ছিলো, সেটার মাইনিং পিরিয়ড অলরেডি শেষ হয়ে গেছে এবং এখন ওয়ালেট কানেক্ট করার সময় চলছে। ওয়ালেট কানেক্ট করার শেষদিন সম্ভবত আজকেই। যতটুকু ধারনা, অনচেইন ওকেএক্স এ লিষ্টিং হবে এবং বাইনান্সেও হতে পারে। তারা ট্রাষ্ট ওয়ালেটের সাথেও কোলাবোরেশন করেছে যেটা বাইনান্সের আরেকটা প্রোডাক্ট। আর ব্লাষ্ট নেটওয়ার্ক এর ফার্মিং কি আমাদের লোকাল থেকে কেউ করছেন না নাকি?
এবারও তাহলে আরেকটা সুযোগ মিস করলাম। যদিও এয়ার ড্রপ করার মতন সময় খুবই কম হয় অন্যান্য কাজের চাপ এবং পড়াশোনা   প্লাস ফ্যামিলি সব কিছু মেনটেন করতে গিয়ে দেখা যায় যে এয়ার ড্রপ করার মতন সময় হয় না।
আর এয়ার ড্রপ করার পূর্বে আমি প্রতিটার ক্ষেত্রেই হালকা পাতলা একটু এক্সপ্লোর করে নেই সে সময়টা এখন খুবই মুশকিল যদিও নিজের ওয়াইফকে দিয়ে দুই একটা করানোর চেষ্টায় আছি।
Quote
OLE টোকেন নিয়ে আমার একটা ব্যাক্তিগত মতামত শেয়ার করি। এই টোকেন টা মূলত Districtone এর ন্যাটিভ টোকেন। Districtone এর সকল প্রকার লেনদেন করার জন্য এই টোকেন এর দরকার হয়। যেহেতু ব্লাষ্ট আগামী ২৬ তারিখে তাদের এয়ারড্রপ ঘোষনা করেছে, আমি মনে করি এই সময়ে অনেকেই তাদের Districtone স্পেস এর শেয়ার সেল করে দিবে। যে কারনে, এই টোকেনের প্রাইস হিউজ ডাম্প করতে পারে। এটা হতে পারে বায় করে রাখার একটা মোক্ষম সুযোগ। কারন Districtone বাইনান্স ল্যাব এর ইনভেস্ট করা প্রজেক্ট। সাথে কুকয়েন আছে। সুতরাং এই টোকেন বাইনান্স এবং কুকয়েন দুই যায়গাতেই লিষ্টিং হওয়ার সম্ভাবনা আছে। অন্তত ৫০ ডলারের করে কিনে রাখলে লস হবে না। এটা একান্তই ব্যাক্তিগত মতামত। কোনো ফাইনান্সিয়াল এডভাইজ না।
ও ভাই আপনি ব্লাস্টের এর কথা বলেছেন আমি ভেবেছি আপনি ব্লাম  এর কথা বললেন এনিওয়ে আমার শুধু ব্লাম করা হয়েছিল। আপনি অবশ্য খারাপ বলেননি। এই ডাম্প গুলোয় সাহস নিয়ে একটু ইনভেস্ট করে রাখতে পারলে প্রফিট অর্জন করা সম্ভব। তাহলে বলেন নট কয়েনের কি অবস্থা ডাম্পিং এর পরে কিন্তু আবার পাম্প দিয়েছে ? হোল্ডিং কি চালিয়ে যাচ্ছেন নাকি সেল করে দিয়েছেন অলরেডি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 16, 2024, 05:37:16 AM
ভালো একটা খবর দিলেন আমি তো এই এনাউন্সমেন্ট লক্ষই করিনি। যাই হোক এখন দেখে আবার মোবাইল নিয়ে বসতে হচ্ছে আমি আমার কিছু পরিচিত লোকদের দেখলাম তারা এই হামস্টার মাল্টি করে রেখেছে মানে তাদের ফ্যামিলি পারসন দেরও দিয়ে এগুলো করাচ্ছে। যাই হোক আজকে এক বন্ধুর সাথে আলাপ হলো হট এবং ব্লাম নিয়ে আমি দুটোই করেছিলাম দেখা যাক কি পরিমান আছে এগুলো থেকে, শুনলাম ব্লাম এর ফাউন্ডার  বাইনান্স এর প্রাক্তন সিইও, আমি কিন্তু CZ এর কথা বলিনি তার আগের প্রাক্তন সিইও এর কথা বললাম।

শুধু এটা না। অনচেইন নামে একটা বট ছিলো, সেটার মাইনিং পিরিয়ড অলরেডি শেষ হয়ে গেছে এবং এখন ওয়ালেট কানেক্ট করার সময় চলছে। ওয়ালেট কানেক্ট করার শেষদিন সম্ভবত আজকেই। যতটুকু ধারনা, অনচেইন ওকেএক্স এ লিষ্টিং হবে এবং বাইনান্সেও হতে পারে। তারা ট্রাষ্ট ওয়ালেটের সাথেও কোলাবোরেশন করেছে যেটা বাইনান্সের আরেকটা প্রোডাক্ট। আর ব্লাষ্ট নেটওয়ার্ক এর ফার্মিং কি আমাদের লোকাল থেকে কেউ করছেন না নাকি?

OLE টোকেন নিয়ে আমার একটা ব্যাক্তিগত মতামত শেয়ার করি। এই টোকেন টা মূলত Districtone এর ন্যাটিভ টোকেন। Districtone এর সকল প্রকার লেনদেন করার জন্য এই টোকেন এর দরকার হয়। যেহেতু ব্লাষ্ট আগামী ২৬ তারিখে তাদের এয়ারড্রপ ঘোষনা করেছে, আমি মনে করি এই সময়ে অনেকেই তাদের Districtone স্পেস এর শেয়ার সেল করে দিবে। যে কারনে, এই টোকেনের প্রাইস হিউজ ডাম্প করতে পারে। এটা হতে পারে বায় করে রাখার একটা মোক্ষম সুযোগ। কারন Districtone বাইনান্স ল্যাব এর ইনভেস্ট করা প্রজেক্ট। সাথে কুকয়েন আছে। সুতরাং এই টোকেন বাইনান্স এবং কুকয়েন দুই যায়গাতেই লিষ্টিং হওয়ার সম্ভাবনা আছে। অন্তত ৫০ ডলারের করে কিনে রাখলে লস হবে না। এটা একান্তই ব্যাক্তিগত মতামত। কোনো ফাইনান্সিয়াল এডভাইজ না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 15, 2024, 05:00:30 PM
Hamster Combat অলিরেডি কুকয়েনের সাথে কোলাবোরেট করে ফেলেছে এবং আগামী ১৭ তারিখে তাদের টোকেন কুকয়েন প্রি-মার্কেটে লিষ্টিং হবে যেটা আপনি চাইলে এখনি দেখতে পারেন https://www.kucoin.com/pre-market/HMSTR

তারা নিজেরা এনাউন্স করেছে যে এয়ারড্রপ এলোকেশন আসবে প্রফিট পার আওয়ার হিসাবে এবং অন্যান্য কিছু একটিভিটির ওপর। যারা এখনো কিছুই মাইনিং করতে পারেননি, একদিন বা দুইদিনেই প্রফিট পার আওয়ার ২০০কে ক্রস করে ফেলা সম্ভব। আমার প্রফিট পার আওয়ার 550 কে হয়েছে মাত্র। যদি শুরু করতে চান, তাহলে শুরু করতে পারেন। ফ্রি তে যা পাবেন, তাই লাভ।
ভালো একটা খবর দিলেন আমি তো এই এনাউন্সমেন্ট লক্ষই করিনি। যাই হোক এখন দেখে আবার মোবাইল নিয়ে বসতে হচ্ছে আমি আমার কিছু পরিচিত লোকদের দেখলাম তারা এই হামস্টার মাল্টি করে রেখেছে মানে তাদের ফ্যামিলি পারসন দেরও দিয়ে এগুলো করাচ্ছে। যাই হোক আজকে এক বন্ধুর সাথে আলাপ হলো হট এবং ব্লাম নিয়ে আমি দুটোই করেছিলাম দেখা যাক কি পরিমান আছে এগুলো থেকে, শুনলাম ব্লাম এর ফাউন্ডার  বাইনান্স এর প্রাক্তন সিইও, আমি কিন্তু CZ এর কথা বলিনি তার আগের প্রাক্তন সিইও এর কথা বললাম।

তারা প্রথমে ১২ তারিখ এর কথা বলে kucoin এ এটা শো করে, পরবর্তীতে ১৪ তারিখ আর এখন দেখাচ্ছে ১৭ তারিখ। কিন্তু ১৪ তারিখ থেকে ইতিমধ্যেই Gate.io এর pre-market এ এটার ট্রেড শুরু হয়েছে। দেখা যাক ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। kucoin এর অবস্থাটা আগে দেখি। আর টোকেন কবে দিবে এই বিষয়ে কিছু এখনো জানা যায়নি।
যাক যেহেতু কুকয়েনের সাথে অফিসিয়ালি কোলাবোরেট করে ফেলেছে তাহলে আশা করা যায় ১৭ তারিখে ফ্রি মার্কেটে লিস্টিং হওয়ার খবরটা  ফাইনাল। এবং আমি আশা করছি যে অতি শীঘ্রই টোকেন দেওয়ার বিষয়টাও তারা সামনে নিয়ে আসবে।
সাইবার ৭১ সরাসরি হুমকি দিয়েছে Kajal Arifin omi কে যে সে যদি Female 4 থেকে ওই ২ জনকে সরিয়ে না ফেলে তাহলে তারা সাইবার এটাক করবে. Female 4 চলতে দিবে না। আমি মনে করি এইটা উচিত কাজ হইছে। ইজরায়েলের পক্ষে যে কাজ করবে তাকে সকল যায়গা থেকে বয়কট করা উচিৎ। মিডিয়া যগতে এখন মানুষ শিমুল আর ব্যাচেলর পয়েন্ট বোরহান নামের চরিত্রের ব্যাক্তিকে এই কার্যকলাপের পর থেকে।
সাইবার ৭১ কি এ আসলেও হুমকি দিয়েছে?
আর এই ধরনের কোন কিছু করে থাকলেও আমার মনে হয় না বেশি খুশি হওয়ার কিছু রয়েছে কারণ সাইবার ৭১ আরেক সুযোগ সন্ধানী একটি গ্রুপ দেখবেন তারা এসব ইমোশনাল বিষয়গুলোকে নিয়ে বেশি তৎপরতা দেখায় কারণ মানুষের এটেনশন  আশা করে ।
আমি ব্যক্তিগতভাবে সাইবার ৭১ পছন্দ করি না এরা হলো চোর, কাজ করে যায় OLD MaxTan আর ক্রেডিট নেয় সাইবার ৭১। তাই ওদের কোন কার্যক্রমে বিশ্বাস করবেন না।
sr. member
Activity: 616
Merit: 322
June 15, 2024, 11:45:53 AM
বেশ কয়েক দিন যাবত Hamster Combat নামক এই মাইনিং টি নজরে পড়ছে কেও যদি জেনে থাকেন তাইলে একটু বিস্তারিত ভাবে বললে উপকৃত হতাম।।
Hamster Combat কনসেপ্ট এবং রোডম্যাপ দেখে তো আমার নিকট মোটামুটি ভালই লাগতেছে। তারপরও কোন কিছুই আগে থেকে বলা যায় না। তার উপরে অলরেডি Z_MBFM  ভাই মেনশন করেছেন যে এটি ১৭ তারিখের গো করেনে প্রি মার্কেটে ক্রয় বিক্রয় হওয়ার কথা আর এটি যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলব যারা এই Hamster Combat নিয়ে কাজ করেছিলেন তারা হালকা পাতলা কিছু কামই নিতে পারতেছেন।
তারা প্রথমে ১২ তারিখ এর কথা বলে kucoin এ এটা শো করে, পরবর্তীতে ১৪ তারিখ আর এখন দেখাচ্ছে ১৭ তারিখ। কিন্তু ১৪ তারিখ থেকে ইতিমধ্যেই Gate.io এর pre-market এ এটার ট্রেড শুরু হয়েছে। দেখা যাক ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। kucoin এর অবস্থাটা আগে দেখি। আর টোকেন কবে দিবে এই বিষয়ে কিছু এখনো জানা যায়নি।

বিব্রতকর তথ্য ও আনুষঙ্গিক কিছু ভুল বিশ্লেষণ এই অ্যাডভার্টিজমেন্ট মধ্যে উঠে এসেছে যার চির সেরা বিশ্লেষণ করলেন ডাক্তার পিনাকী। আমি নিচে ভিডিও লিংক দিয়ে দেব তবুও কিছু কথা না বলে নয়। বিশ্বের আরব লীগ মুসলমান দেশগুলো নিয়ে একটি জোট যেখানে গত ৩০ বছর অধিক সময় ধরে এই কোকাকোলা কে বয়কট করে আসছে অথচ এই অভিনেতারা ভুল তথ্যে বলা হয়েছে ১৩৮ বছর ধরে ১৯০ টিরও বেশি দেশে কোকাকোলা খায় এবং নাকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে।
অনেক মানুষের ভিডিওর লিংক আপনি মেনশন করেছেন, তিনি একজন ভালোবাসার মানুষ। আমি আসলে খুশি হচ্ছি যে বাংলাদেশী বাঙালিরা কোকাকোলার এই লাস্ট এডভারটাইসমেন্ট দেখে কোকাকোলা কে উল্টো বয়কট করতেছে তবে ভুলে গেলে চলবে না যে  কোক স্টুডিও গান নিয়ে আসলে আমরা বাঙালিরা ফাল পারতে পারতে  গিয়া শুনি এটিও বন্ধ করা উচিত। প্রীতম হাসান কিছুদিন আগেও একটা গান নিয়ে আসলো ওটাও অ্যাভয়েড করা উচিত। এদেরকে আনসাবস্ক্রাইব করা উচিত। শুধু এক দুইটা বিষয় মাথায়  রাখলে হবে না।
সেই সাথে মেনশন করতে চাই যে কোকাকোলার তো সাব-ব্র্যান্ড রয়েছে কিন্তু-
kinley water, Fanta আরো কয়েকটা আছে সেগুলোর নাম মনে নাই এগুলোও মাথায় রাখতে হবে আমাদের।
সাইবার ৭১ সরাসরি হুমকি দিয়েছে Kajal Arifin omi কে যে সে যদি Female 4 থেকে ওই ২ জনকে সরিয়ে না ফেলে তাহলে তারা সাইবার এটাক করবে. Female 4 চলতে দিবে না। আমি মনে করি এইটা উচিত কাজ হইছে। ইজরায়েলের পক্ষে যে কাজ করবে তাকে সকল যায়গা থেকে বয়কট করা উচিৎ। মিডিয়া যগতে এখন মানুষ শিমুল আর ব্যাচেলর পয়েন্ট বোরহান নামের চরিত্রের ব্যাক্তিকে এই কার্যকলাপের পর থেকে।
sr. member
Activity: 546
Merit: 268
June 15, 2024, 08:33:01 AM
বেশ কয়েক দিন যাবত Hamster Combat নামক এই মাইনিং টি নজরে পড়ছে কেও যদি জেনে থাকেন তাইলে একটু বিস্তারিত ভাবে বললে উপকৃত হতাম।।

Hamster Combat অলিরেডি কুকয়েনের সাথে কোলাবোরেট করে ফেলেছে এবং আগামী ১৭ তারিখে তাদের টোকেন কুকয়েন প্রি-মার্কেটে লিষ্টিং হবে যেটা আপনি চাইলে এখনি দেখতে পারেন https://www.kucoin.com/pre-market/HMSTR

তারা নিজেরা এনাউন্স করেছে যে এয়ারড্রপ এলোকেশন আসবে প্রফিট পার আওয়ার হিসাবে এবং অন্যান্য কিছু একটিভিটির ওপর। যারা এখনো কিছুই মাইনিং করতে পারেননি, একদিন বা দুইদিনেই প্রফিট পার আওয়ার ২০০কে ক্রস করে ফেলা সম্ভব। আমার প্রফিট পার আওয়ার 550 কে হয়েছে মাত্র। যদি শুরু করতে চান, তাহলে শুরু করতে পারেন। ফ্রি তে যা পাবেন, তাই লাভ।
আমার মন্দ ভাগ্য কেননা আমি রেফার করতে পেরেছিলাম না এজন্য আমার অনেকগুলো কমবো ওপেন হয়নি যার কারণে আমার মোট ব্যালেন্সে কম সংখ্যক টোকেন ছিল। অনেকদিন পর প্রফিট পার আওয়ার এই অনুযায়ী টোকেন বরাদ্দ দেবে এই অ্যানাউন্সমেন্টে পড়ে সামান্য কিছু টোকেন প্রোফিট পার আওয়ারে নিতে পেরেছি। আমার মাত্র এক লক্ষ আশি হাজার টোকেন প্রফিট পার আওয়ারে রয়েছে এবং তিন দিন যাবত আমি কোন প্রকার কম্ব নিচ্ছি না। শুধুমাত্র প্রফিট পার আওয়ারে যা পায় তা দিয়েই কোনরকমে দিন পার করছি। দেখা যাক আল্লাহপাক শেষে আমার কপালে কি রেখেছে। আমি আসলেই কি এয়ার্ডপের যোগ্য হব কিনা এটা নিয়ে সন্দেহ আছে কেননা আমি এখন পর্যন্ত কোন রেফার করতে পারিনি এবং আমি খুব বেশি কমবো ওপেন করতে পারিনি। যদি একাধিক শর্ত দেয় তাহলে আমি খুব সম্ভবত ডিসকোয়ালিফাই হয়ে যাব।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 15, 2024, 01:51:43 AM
বেশ কয়েক দিন যাবত Hamster Combat নামক এই মাইনিং টি নজরে পড়ছে কেও যদি জেনে থাকেন তাইলে একটু বিস্তারিত ভাবে বললে উপকৃত হতাম।।

Hamster Combat অলিরেডি কুকয়েনের সাথে কোলাবোরেট করে ফেলেছে এবং আগামী ১৭ তারিখে তাদের টোকেন কুকয়েন প্রি-মার্কেটে লিষ্টিং হবে যেটা আপনি চাইলে এখনি দেখতে পারেন https://www.kucoin.com/pre-market/HMSTR

তারা নিজেরা এনাউন্স করেছে যে এয়ারড্রপ এলোকেশন আসবে প্রফিট পার আওয়ার হিসাবে এবং অন্যান্য কিছু একটিভিটির ওপর। যারা এখনো কিছুই মাইনিং করতে পারেননি, একদিন বা দুইদিনেই প্রফিট পার আওয়ার ২০০কে ক্রস করে ফেলা সম্ভব। আমার প্রফিট পার আওয়ার 550 কে হয়েছে মাত্র। যদি শুরু করতে চান, তাহলে শুরু করতে পারেন। ফ্রি তে যা পাবেন, তাই লাভ।
Pages:
Jump to: