Translation from-
https://bitcointalksearch.org/topic/loycevs-beginners-guide-to-correct-use-of-the-trust-system-5191802আমাদের বাংলাদেশীদের মধ্যে ট্রাস্ট সিস্টেম ব্যবহার করার প্রবনতা নেই বললেই চলে, যদিও অনেক হাই র্যাংক আইডিও এই ট্রাস্ট সিস্টেম এর ভুল ব্যবহার করে থাকে। ট্রাস্ট সিস্টেমের যথার্থ ব্যবহারের জন্য, যত বেশি সম্ভব মানুষকে “ফিডব্যাক” এবং “ট্রাস্ট লিস্ট” এর মধ্যে পার্থক্য বোঝা খুবই গুরুত্বপুর্ণ। ভুলবশত, ফোরামের বেশিরভাগ মানুষই “ট্রাস্ট” শব্দটিকে ফিডব্যাক এবং ট্রাস্ট দুইটার জন্যই ব্যবহার করে থাকে।
যখন আপনি এইটা সম্পুর্নরুপে বুঝতে পারবেন, এইটা ব্যবহার করা অত্যন্ত জরুরী। - আপনি কি এমন একটি লেনদেন করেছেন যেখানে আপনার টাকা কিংবা অন্যকিছু হারানোর সম্ভাবনা ছিল? সেক্ষেত্রে ফিডব্যাক দিন।
- আপনি কি এমন কাউকে দেখেছেন যারা অন্য মেম্বারদের সঠিক ফিডব্যাক দেয়? তাহলে তাদের আপনার ট্রাস্ট লিস্টে যোগ করুন।
যে কেউ ফিডব্যাক দিতে পারে, এবং যে কেউ তাদের ট্রাস্ট লিস্ট কাস্টোমাইজ করতে পারে।
কিন্তু তার আগে, পড়তে থাকুন এবং পার্থক্য বুঝে নিন।
যেহেতু এইটি নতুনদের জন্য একটি গাইডলাইন, আমি শুধু খুবই গুরুত্বপূর্ন দিকগুলো নিয়ে কথা বলব। আমি এইখানে সম্পূর্ন ডিটেইলস আলোচনা করতে পারবো না, কিন্তু সম্পুর্ন ডিটেইলস না জেনেও, অনেকেই তাদের ট্রাস্ট সিস্টেম ব্যবহারের ভুলগুলো শুধরে নিতে পারবে।
আমি
TrustTestUser একাউন্টটি বিভিন্ন স্ক্রিনশট এবং লিংক তৈরী করার জন্য খুলেছি।
দয়া করে এইটাকে কেউ নিজের একাউন্টে নিজে ফিডব্যাক দেয়া ভাববেন না, এই একাউন্ট অন্যা কোন কাজে ব্যবহার করার উদ্দেশ্য আমার নাই।
আপনার ট্রাস্ট লিস্টের সাথে ফিডব্যাক গুলিয়ে ফেলবেন না।ট্রাস্ট ফিডব্যাকঃ ফিডব্যাক শুধুমাত্র তাদেরকেই দিন যাদের আপনি
বিশ্বাস করেন কিংবা
করেন না, অথবা নিউট্রাল কমেন্ট করুন।
ট্রাস্ট লিস্টঃ যাদের ফিডব্যাক আপনার কাছে সঠিক মনে হয় তাদের লিস্ট, মানে যেই মানুষগুলো অন্যদের ফিডব্যাক দেয় তাদের ফিডব্যাক আপনার কাছে সঠিক মনে হলে আপনার ট্রাস্ট লিস্টে তার ইউজারনেম যোগ করুন, পক্ষান্তরে তাদের (~username) দিয়ে দিন।
ট্রাস্ট ফিডব্যাকট্রাস্ট ফিডব্যাক (পজিটিভ/নিউট্রাল/নেগেটিভ) হল অন্যা কোন মেম্বারের বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনার মতামত দেয়া। এক কথায়, আপনি কি কোন ব্যক্তির সাথে লেনদেনের ক্ষেত্রে বিশ্বাস করতেন কিংবা করতেন না তারই প্রতিফলন।
কোথায় পাবেনঃ যে কোন একজন মেম্বারের ইউজারনেমে কিক করুন এবং
user's profile এ যান, তারপর
Trust এ ক্লিক করে তাদের ফিডব্যাকগুলো দেখতে পাবেন (অনেক ক্ষেত্রে কিছু কিছু বোর্ডে মেম্বারদের ইউজারনেমের নিচে বাই ডিফল্ট এইটা দেখা যায়)
প্রতি ধরনের ফিডব্যাকের বিস্তারিত এইখানে দেয়া আছে, পড়ে নিন।
লক্ষ্য করুন, পজিটিভ, নিউট্রাল, নেগেটিভ সব ধরনের বর্তমানে যে ডিটেইলস দেয়া আছে তা কিছুদিন আগে পরিবর্তন করা হয়েছিল। যখন ট্রাস্ট ফ্লাগের ব্যবহার এডমিন নিয়ে আসে তখন এই পরিবর্তনও করা হয়।
পজিটিভ (+
১ হিসেবে দেখানো হয়)
- যদি আপনি একটি ছোট লেনদেন করে থাকেন, সেক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক দেয়া উচিত নয়।
- যদি আপনি এমন একটি লেনদেন করেন যেখানে মোটামুটি ভালো পরিমান অর্থ হারানোর ভয় ছিল, কিন্তু সব ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছিল, সেক্ষেত্রে আপনি পজিটিভ ফিডব্যাক দিতে পারেন।
- কেউ যদি ভালো আচরণের মানুষ হয়, সেক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক দেয়া উচিত নয়।
- যদি আপনি কাউকে বিশ্বাস করেন এবং মনে করেন সে স্ক্যাম করবে না, সে ক্ষেত্রে আপনি তার সাথে লেনদেন না করেও পজিটিভ ফিডব্যাক দিতে পারেন।
নিউট্রাল (=১ হিসেবে দেখানো হয়)
- নিউট্রাল ফিডব্যাক সাধারনত কারো সম্পর্কে কিছু বলার জন্যে ব্যবহার করাই উত্তম, সেটা যেন কাউকে বিশ্বাস কিংবা অবিশ্বাসের জন্য না হয়। এইটা একটি ভালো ফিডব্যাক হতে পারে, যেমন ধরুন কেউ যখন আপনাকে সাহায্য করে।
- বিটকয়েনটকে নিউট্রাল ফিডব্যাক অনেকটা আন্ডারভ্যালুড। নিউট্রাল ফিডব্যাক অনেকক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে মনে রাখবেন যেন সঠিক ব্যবহার হয়।
নেগেটিভ (-
১ হিসেবে দেখানো হয়)
প্রতিটি ফিডব্যাকের পর রেজাল্টঃ
কমেন্টসবিস্তারিত সম্পুর্নরুপে লিখবেন। সবকিছু তুলে ধরার চেষ্টা করবেন কিন্তু চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট রাখা যায়। যদি আপনার মনে হয় অনেক কিছু লিখতে হবে, তাহলে
Reputation কিংবা
Scam Accusations এ একটি টপিক তৈরী করুন এবং রেফারেন্স লিংক এ উক্ত টপিকের লিংক দিন। যদি আপনি যুক্তির সাথে আপনার মতামত তুলে ধরেন তাহলে অন্যরা আপনার ফিডব্যাক বিশ্বাস করবে।
রেফারেন্স লিংক ব্যবহার করুনফিডব্যাকে রেফারেন্স দিয়ে আপনার ফিডব্যাকের সব তথ্যের লিংক করে দিন। এইটা অন্যদের জন্য সুবিধা হয়, তারা রেফারেন্স লিংকে গিয়ে ফিডব্যাক এর সত্যতা সম্পর্কে জানতে পারে।
রেফারেন্স লিংক দেয়ার সময় আপনি প্রমান চিরস্থায়ী রাখার জন্য
Webpage archive ব্যবহার করতে পারেন।
দায়িত্বশীল হোনযখন আপনার ক্ষমতা বাড়বে, আপনার দায়িত্বও বেড়ে যাবে (
কে বলেছেন জানা নেই)। বিশেষ করে আপনি যখন ডিফল্টট্রাস্ট মেম্বার হবেন (কিংবা আপনি যদি ডিফল্টট্রাস্ট মেম্বার হতে চান), আপনি অবশ্যই অন্যকে নেগেটিভ ফিডব্যাক দিয়ে কিংবা অন্যভাবে ফিডব্যাক সিস্টেম এর অপব্যবহার করতে পারবেন না। আপনি যে ফিডব্যাকগুলো পাঠাবেন সেগুলোর মাধ্যমেই অন্যরা আপনার বিচক্ষনতা যাচাই করবে।
যদি এইখানে কেউ আপনাকে খারাপ ভাষায় কিছু বলে কিংবা খারাপ আচরণ করবে, তাদের ইগ্নোর করুন।
ফিডব্যাক মুছে ফেলাTrust sumary তে গিয়ে আপনি যে কোন ফিডব্যাক মুছে ফেলতে পারেন। আপনি যে ফিডব্যাকগুলো পাঠিয়েছেন তার প্রতিটার সাথে ডিলিট অপশন থাকবে।
শুধুমাত্র তখনই ফিডব্যাক ডিলিট করবেন যখন আপনি মনে করবেন উক্ত ফিডব্যাকটি সঠিক নয়। আপনি আগের নেগেটিভ ফিডব্যাক এর পরিবর্তে নিউট্রাল ফিডব্যাক ও দিতে পারেন যদি প্রয়োজনীয় মনে করেন। নিউট্রাল থেকে নেগেটিভ করতে হলে আগের নিউট্রাল ফিডব্যাক রেখে দেয়াই ভালো।
কি করবেন আর কি করবেন না - আপনার নিজের অন্য একাউন্টের জন্য পজিটিভ ফিডব্যাক দেবেন না (নিউট্রাল ফিডব্যাক দিতে পারেন)।
- কেউ যদি ফোরামের নিয়ম মেনে না চলে তাহলে নেগেটিভ ফিডব্যাক দেবেন না। তার পোস্ট মডারেটরের কাছে রিপোর্ট করুন।
- আপনার আল্টা একাউন্ট চিহ্নিত করার জন্য একটি আইডী থেকে অন্য আইডিতে নিউট্রাল ফিডব্যাক দিতে পারেন।
- কেউ আপনাকে নেগেটিভ দিয়েছে আর সে কারনে আপনি দিতে যাবেন না।
- একইভাবে কেউ আপনাকে পজিটিভ ফিডব্যাক দিলে আপনিও পজিটিভ ফিডব্যাক দিতে যাবেন না।
নামমাত্র কিছু গাইডলাইনএইখানে ট্রাস্ট সিস্টেমে মডারেটররা কোন হস্তক্ষেপ করে না। কিন্তু আপনি এইটাকে কিভাবে ব্যবহার করছে তা আপনার “ব্যবসায়িক সার্টিফিকেট” বলতে পারেন। উপরের গাইডলাইনটি ব্যবহার করুন। এইটা থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি আমি কোনটিকে ভালো আচরণ মনে করি। ফিডব্যাক দেয়ার আগে আপনি আপনার নিজেকে প্রশ্ন করতে পারেনঃ “আমার ফিডব্যাক কি বিটকয়েনটককে একটি ভালো ফোরামে নিয়ে যাবে” এবং যদি নেগেটিভ হয়ঃ “কোন একটি কারনে কারো একাউন্ট কিংবা রেপুটেশন নষ্ট করা কি উচিত হবে?” যদি আপনার মনে হয় পজিটিভ কিংবা নেগেটিভ কোনটাই যাচ্ছে না, তখন চাইলে নিউট্রালও দিতে পারেন।
ট্রাস্ট ফ্লাগসআমি আপাতত
Trust Flags নিয়ে কিছু লিখবো না। যখন ট্রাস্ট ফ্লাগ ক্রিয়েট, সাপোর্ট কিংবা বিরোধীতা করবেন তখন সবকিছু পড়ে নেবেন। যদি কোন কিছু ভুল থাকে, তাহলে এইটা সাপোর্ট করবেন না।
ট্রাস্ট লিস্টআপনার ট্রাস্ট লিস্টে শুধু তাদেরকেই এড করুন যারা সঠিক ফিডব্যাক দিয়ে থাকে এবং যাদের ট্রাস্ট লিস্টে সঠিক ফিডব্যাক যারা দেয় তাদের এড করা হয়েছে। যারা ভুল ফিডব্যাক দিয়ে থাকে তাদের আপনার ট্রাস্ট লিস্ট থেকে বাদ দিন।
তার মানে এই যে আপনার ট্রাস্ট লিস্ট হবে অন্যদের জাজমেন্ট বা অন্যরা যে ফিডব্যাক দিচ্ছে তা আপনি কিভাবে দেখছেন। আপনার ট্রাস্ট লিস্টে অবশ্যই এমন মেম্বারদের এড করবেন না যাদের আপনি লেনদেনের ক্ষেত্রে বিশ্বাস করেন। আমি সবাইকে তাদের নিজস্ব
custom Trust list তৈরী করার জন্য উৎসাহিত করছি। কিন্তু তা করার আগে, পড়তে থাকুন যাতে আপনি বুঝতে পারেন।
কোথায় খুজে পাবেনঃ
যে কোন একজন ইউজার এর প্রোফাইলে ক্লিক করুন, তারপর
ট্রাস্ট এ ক্লিক করুন এবং
ট্রাস্ট সেটিং এ ক্লিক করুন।
ডিফল্ট ট্রাস্টকে আপনার ট্রাস্ট লিস্টে রাখার জন্যে আমি পরামর্শ দিচ্ছি যাতে আপনি DT1 এবং DT2 এর ফিডব্যাক বাই ডিফল্ট দেখতে পারেন। যে কোন মেম্বারের নাম এড করে আপনি তাদের আপনার ট্রাস্ট লিস্টে এড করতে পারেন। যে কোন মেম্বারের নামের আগে “~” এই চিহ্ন দিয়ে আপনার ট্রাস্ট লিস্ট থেকে বাদ দিতে পারেন। এড করা হয়ে গেলে, আপডেটে ক্লিক করুন। উদাহরণস্বরুপঃ
উপরের উদাহরণে, আপনি দেখতে পাচ্ছেন আমি cryptohunter কে আমার ট্রাস্ট লিস্ট থেকে বাদ দিয়েছি এবং guitarplinker ও NLNico কে আমার ট্রাস্ট লিস্টে এড করেছি। আমার ট্রাস্ট লিস্টে ডিফল্ট ট্রাস্টও রয়েছে।
যদি আপনি খুব বেশি বুঝে না থাকেন, তাহলে ট্রাস্ট ডেপথ এ ২ দিন।
ট্রাস্ট লিস্ট তৈরী করার প্রভাবআপনার ট্রাস্ট লিস্টে অন্য মেম্বারদের এড করার মধ্যে অনেক বড় প্রভাব রয়েছে কারন আপনি যাদের আপনার ট্রাস্ট লিস্টে (ডেপথ ০) এড করতেছেন তাদের ট্রাস্ট লিস্ট (ডেপথ ১) এবং উক্ত ব্যক্তিদের ট্রাস্ট লিস্টকে (ডেপথ ২) আপনি বিশ্বাস করতেছেন। (এইটা দেখতে পারেন বোঝার জন্য
details beyond beginner level).
যখন আপনি আপনার নিজস্ব ট্রাস্ট লিস্ট তৈরী করবেন, অনেক ফোরাম মেম্বারের ফিডব্যাক স্কোর পরিবর্তন হয়ে যাবে যা আগে ভিন্ন ছিল। আপনার নিজস্ব ট্রাস্ট লিস্ট এড না করলে একজন মেম্বারের ফিডব্যাক স্কোর কেমন হত তা দেখতে আপনি সবসময় ;dt এইটা যে কোন ইউ.আর.এল এর শেষে বসিয়ে দেখতে পারেন। (এইটা দেখতে পারেন
example).
পাবলিক রেকর্ডলক্ষ করুন সব ট্রাস্ট লিস্ট পাবলিকঃ theymos প্রতি সপ্তাহে একটি লিস্ট
প্রকাশ করে থাকে, যেটা আমি আমার
ট্রাস্ট লিস্ট ভিউয়ার এর জন্য ব্যবহার করে থাকি। আমি অতীতের রেকর্ড রেখে থাকি (বর্তমানে ৩৮ সপ্তাহের রেকর্ড রয়েছে)। আপনিও এই টুল ব্যবহার করতে পারেন, এটা দিয়ে আপনি দেখে নিতে পারবেন কাকে আপনার ট্রাস্ট লিস্টে এড করা উচিত।
আমি কোন তথ্য চেন্সর করিনাঃ আপনার ট্রাস্ট লিস্ট সবার নিকট উন্মুক্ত, সুতরাং, বিজ্ঞতার সাথে এইটি তৈরী করুন।
কি করবেন এবং কি করবেন না
- কেউ যদি আপনাকে তাদের ট্রাস্ট লিস্টে এড করে, তাকে আপনার ট্রাস্ট লিস্টে এড করতে হবে এমন কোন কথা নেই। এইটি করতে যাবেন না।
- কেউ যদি আপনাকে তাদের লিস্ট থেকে বাদ দেয়, আপনি তাদের বাদ দিতে যাবেন না। কেউ যদি আপনার ফিডব্যাক ট্রাস্ট না করে তাহলে আপনিও তাদের ফিডব্যাক ট্রাস্ট করবেন না এইরকম কোন কথা নেই।
- কারো সাথে ট্রেড করলে তাদের আপনার ট্রাস্ট লিস্টে এড করবেন না। এমনকি যদি আপনি তাদেরকে লেন্দেন বিশ্বাস করেন, তার মানে এই না যে আপনি তাদের জাজমেন্ট বিশ্বাস করতে পারবেন। আমি মনে করি বেশিরভাগ মানুষ এই সাধারন ভুলটি করে থাকে।
- আপনি আপনার নিজের আল্টা একাউন্ট আপনার ট্রাস্ট লিস্টে এড করতে পারেন, এইটার মানে এই যে আপনি আপনার আল্টা একাউন্ট থেকে যে ফিডব্যাক দিয়েছেন তা আপনি বাই ডীফল্ট দেখতে চান। উদাহরণস্বরুপঃ
- আপনার আল্টা একাউন্ট থেকে আপনার মুল একাউন্টকে এড করতে যাবেন না কারন এটি DT1 ভোটে প্রভাব করে থাকে। এবং যদিও ওইটা এই গাইডের অংশ নয়, এইটা করা উচিত নয়।
DefaultTrustDefaultTrust (কিংবা DT) রয়েছে অনেকগুলো ট্রাস্ট ডেপথ লেভেল, এবং যারা কোন পরিবর্তন করেনি তাদেরটা বাই ডিফল্ট ২ এ রয়েছে। তার মানে এই যে, DT1 এবং DT2 মেম্বার যেসব ফিডব্যাক দিয়েছে তা আপনি বাই ডীফল্ট দেখতে পাবেন বা সব মেম্বার দেখতে পাবে। এইটা নিয়ে ভাবার মত কিছু নেই, এইটা আমার টপিকের মুল বিষয়বস্তু নয়।
আপনি যেসন ফিডব্যাক দিচ্ছেন তা বাই ডিফল্ট আপনার নিকট ট্রাস্টেড হিসেবে দেখাবে। কিন্তু অন্য ব্যবকারীরা তা বাই ডীফল্ট দেখতে পাবে কিনা তা নির্ভর করে আপনি তাদের ট্রাস্ট লিস্টে আছেন কি না তার উপর।
DT1 ভোটকিছু
নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে, আপনার নিজস্ব ট্রাস্ট লিস্ট তৈরী করার মাধ্যমে আপনি
DT1-members সিলেক্ট করার জয় ভোট দিয়ে থাকেন এবং/কিংবা
আপনার নিজেকে DT1 এ সিলেক্টেড হওয়ার জন্য উপযুক্ত করে থাকেন। আপনি যদি DT1 এ সিলেক্টেড হয়ে যান, আপনার ট্রাস্ট লিস্টে যারা আছে তারা DT2 হয়ে যাবে, তার মানে তাদের ফিডব্যাকও বাই ডিফল্ট দেখাবে। এইটা অনেক বড় একটা দায়িত্ব, কিন্তু যতক্ষন পর্যন্ত আপনি ট্রাস্ট লিস্ট সঠিক ভাবে ব্যবহার করেন (এবং অন্যরাও করে), ভোটিং সিস্টেমটা কাজ করবে যদিও আপনি এইটা সম্পুর্নরুপে না বুঝে থাকেন।