Author

Topic: বাংলা (Bengali) - page 451. (Read 5726008 times)

jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
May 25, 2020, 03:05:38 AM
আসুন সবাই অ্যাড হই । বিটকইয়েন নিয়ে আলেচনা হবে ।
  add hoy kemne
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
May 24, 2020, 08:53:14 AM
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ । আপনার লেখা পরে কিপ্ট্রকারন্সি সমন্ধে অনেক ধারণা পেলাম। আশা করি এভাবে লিখে আমাদের পাশে খাকবেন।
এড হবো কেমনে ভাই।
hero member
Activity: 2464
Merit: 877
May 24, 2020, 03:54:50 AM
A very Happy Eid Mubarak to all the people of Bangladesh.

Love From Pakistan  Smiley
newbie
Activity: 98
Merit: 0
May 24, 2020, 03:18:54 AM
সব বাংলাদেশী ভাই বোন দের ঈদ এর শুভেচ্ছা । এই দুর্যোগ মুহূর্তে সবাই সবার জন্য দোয়া করবেন।
মহান আল্লাহ আমাদের সবাই কে ক্ষমা করুন। আমিন।
hero member
Activity: 1064
Merit: 639
May 23, 2020, 11:18:25 PM
I wish you and your family a very joyful Eid.
May allah accept all your prayers and forgives all our sins 🤲🏻.
Happy Eid-ul-Fitr Mubarik.
newbie
Activity: 98
Merit: 0
May 23, 2020, 12:14:35 PM
আমি এই ফোরামের নতুন সদস্য।আপনাদের সহযোগিতা আশা করছি।
এই ফোরামে কিভাবে কাজ করতে হয়?
আর এইখান থেকে কি ইনকাম করা যায়?
যদি যায় তাহলে কিভাবে ইনকাম করব?

আপনাকে স্বাগতম । এই ফোরাম এ অনেক গুলো সাব ফোরাম আসে, এক এক টার বিষই এক এক ধরনের । আপনি https://bitcointalk.org/index.php?board=39.0 এই লিঙ্ক এ গেলে অনেক বিষয়ে ধারনা পাবেন। আগে সব কিছু বুঝে নিন। ইনকাম এর অনেক রাস্তা পেয়ে যাবেন ধীরে ধীরে । এখানে অধিকাংশ মানুষ এয়ারদ্রপ ও বাউনটি থেকে ইনকাম করে। কিন্তু সবার আগে আপনাকে ভাল ধারনা নিতে হবে ক্রিপ্টো কারেন্সি নিয়ে। ধন্যবাদ।
newbie
Activity: 98
Merit: 0
May 23, 2020, 11:53:21 AM
newbie
Activity: 98
Merit: 0
May 23, 2020, 11:43:11 AM
আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ । বাংলাদেশি ভাই বোন দের জন্য বিটকয়েনটক একটি অনেক বড় ইনকাম সোর্স এর জাইগা । এখানে এসে আমি অনেক কিছুই শিখতে পেরেসি এবং সামান্য কিছু উপার্জন ও করতে পেরেসি। আর আরও বেশি খুশী হয়েসি এতা দেখে এখানে বাংলাদেশি ভাই দের সাথে সব দেশের মানুষ অনেক সাহায্য করে। বাংলাদেশী ভাই বোনরা আশা করি এখান থেকে অল্প কিছু হলেও বেকারত্ত থেকে মুক্তির উপাই বের করতে হবে। সবার জন্য শুভ কামনা রইল।
newbie
Activity: 19
Merit: 0
May 23, 2020, 04:21:12 AM
 এখনকার সময়ে  বিটকয়েন জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
newbie
Activity: 45
Merit: 0
May 21, 2020, 07:13:18 PM
member
Activity: 280
Merit: 43
May 20, 2020, 10:21:23 AM
ট্রেড করে প্রফিট করার চাইতে
কিভাবে মার্কেট  এ সব সময় ঠিকে থাকা যায় সেই নিয়ম কানুন গুলা শিখুন।
যদি হোল্ড এ পড়ে যান যদি লস এ চলে যায় আপনার ডলার তাহলে আর সেখান থেকে উদ্ধার হউয়া কঠিন হয়ে যাবে।
একটা কথা মাথায় রাখবেন
ট্রেডিং হল বিজনেস
এটা কোন চাকরি না যে প্রতিদিন আপনাকে হাজিরা খাতায় আপনার উপস্থিতি প্রমান করা লাগবে
এটা এমন একটা বিজনেস যে ইচ্ছা করলে আপনি দুকান খুলবেন না হলে দরজা বন্ধ করে ঘুমাবেন।
যখন দেখবেন মার্কেট ভাল আপট্রেন্ড এ সব কিছু পজেটিব তখন ওপেন করবেন আপনার সেই আলাদিনের চেরাগ মানে আপনার একাউন্ট

দুই একটা ট্রেড নিবেন ব্যস।
অতিরিক্ত ট্রেড করা থেকে বিরত থাকুন
অনেকে মনে করেন অতিরিক্ত ট্রেড এ অতিরিক্ত প্রফিট। এটা ভুল।

নিজেকে কন্ট্রোল এ রাখবেন।
কথায় আছে এক মাঘে শিত যায় না
মাঘ মাস আবার ফিরে আসবে
বছর ঘুরিয়ে
মার্কেট এর সব থেকে বড় যে স্ট্রাজেটি সেটা হল রিভারসেল স্ট্রাটেজি।
কোন কিছু আপ হচ্ছে আপনি ধরতে পারেন নাই তাই বলে মন খারাপ করবেন না
আপ হচ্ছে হতে দিন
নিচে যখন নামবে তখন তাকে গলা টিপে ধরবেন 😂

হতাশ হবেন না
আর বিশেস করে আগুনে হাত দিবেন না
মানে মার্কেট যখন অতিরিক্ত গরম থাকবে তখন হয়ত প্রথম দুই একটা ট্রেড এ অল্প একটু প্রফিট হবে
কিন্তু অল্প প্রফিট দিয়ে মার্কেট আপনার সব ব্যালেন্স হোল্ড এ ফেলে দিবে
আর আপনি হোল্ডের চিপায় পেনিক হয়ে লস দিয়ে বেরিয়ে পড়বেন
পরের দিন দেখবেন মার্কেট তো আকাশে উড়তেছে
আপনি শুধু চেয়ে চেয়ে দেখছেন 🙈

ভালভাবে মার্কেট বুজে সব দিক খেয়াল করে তারপর ট্রেড নিন
লস হবে না।
ধন্যবাদ
newbie
Activity: 86
Merit: 0
May 20, 2020, 05:52:55 AM
বিটকয়েনের সাফল্যের পরে, ক্রিপ্টোকারেন্সির ব্যবসায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। লোকেরা যখন তার প্রথম পর্যায়ে এই প্রভাবশালী ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে শুরু করে তখন বিটকয়েন মিলিয়নেয়ার তালিকার সাথে জমা হয়। তালিকায় শীর্ষস্থানীয় কিছু বিটকয়েন মালিকও রয়েছে। এই সমসাময়িক যুগে, সোশ্যাল মিডিয়া একটির পণ্য এবং পরিষেবাদি বিপণনের সেরা ভেন্যুতে পরিণত হয়েছে। এটি বাজারে সর্বশেষ প্রবণতা সম্পর্কে জানতে ক্রিপ্টোকারেন্সিগুলির পক্ষে একটি দরকারী পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে। আসুন 2020 এর শীর্ষ ক্রিপ্টো ব্যবসায়ীদের সম্পর্কে জানতে দিন।
আপনি যদি টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় ব্যবহারকারী হয়ে থাকেন তবে কেবল একটি ক্লিক টিপে কোনও ক্রাইপ্টো মুদ্রার সর্বশেষ আপডেট সম্পর্কে আপনার পক্ষে জানা অসম্ভব হবে না। এটির জন্য প্রয়োজনীয় সমস্ত নির্দিষ্ট মুদ্রার টিকারটি ব্রাউজ করা। উদাহরণস্বরূপ, আপনি যদি বিটকয়েন কেনার বিষয়ে আগ্রহী হন, তবে অনুসন্ধান বারে, আপনি $ বিআইটি টাইপ করতে পারেন। এর পরে, আপনি আপনার টাইমলাইনে উপস্থিত বিটকয়েন সম্পর্কিত সমস্ত টুইটগুলি পাবেন। সুতরাং এখন আপনি এটি দেখতে সহজ।
তবে এর নেতিবাচক দিকও রয়েছে। কখনও কখনও, করুণাময় একটি থেকে সূক্ষ্ম সামগ্রী উত্তোলন করা কঠিন হয়ে পড়ে। ক্রিপ্টো টুইটারে আপনি যে সামগ্রীটি দেখেন তা সর্বদা খাঁটি নয় এবং বেশিরভাগ বিশেষ মুদ্রার প্রচারের জন্য তৈরি করা হয়। তবে আপনি যদি ইতিবাচক দিকটি অনুসরণ করেন তবে আপনি জানতে পারবেন যে টুইটগুলি আপনার ব্যবসায়ের দক্ষতা উন্নত করতে প্রশস্ত হবে। আপনি যদি নির্ভরযোগ্য টুইটগুলি ব্রাউজ করতে আগ্রহী হন, তবে নীচে অনুসরণ করতে শীর্ষস্থানীয় ক্রিপ্টো ব্যবসায়ীদের তালিকা রয়েছে।
সবাই আপনার মতামত পেশ করুন?   
member
Activity: 280
Merit: 43
May 14, 2020, 02:02:25 PM
২৫ বছর পড়ালেখা করে
২৫ হাজার টাকা বেতন এর চাকরি পেলে নিজেকে সফল মনে করি।
আর ট্রেডিং এ ৬ মাস এ ১০০০ ডলার ইনভেস্ট করে মাসে ৫০০ ডলার ইনকাম করার চিন্তা আসলেই কি সেটা বোকামি না।
আমি বলবো ১০০% বোকামি।

২৫ বছরে পড়ালেখার পিছনে যে সময় টুকু দিয়েছেন যে অর্থ খরচ করেছেন সেরকম মাত্র ৫ টা বছর এই মার্কেট এ সেই পরিমান শ্রম দেন
আমি এইটুকু বলতে পারি ৫ বছর পর আপনি দক্ষ একজন পারফেক্ট ট্রেডার হয়ে যাবেন।
ক্লাসে যেমন বছরে তিন টা পরিক্ষা থাকে তেমনি নিজেকে প্রতিনিয়ত ট্রেডিং মার্কেট এর লেশন গুলা বার বার পড়ুন খুজ্র বার করুন কোথায় আপনার ভুল গুলা আছে কি কারনে আপনার লস হয়।
কোন জিনিস টা ফলো করার কারনে আপনি প্রফিট করে সেগুলা নোট করে রাখুন।
আর ভাল ভাল অভিজ্ঞ ট্রেডার এর থেকে পরামর্শ নিন
কোথাও আটকে গেলে।
buy sell করার নাম ট্রেডিং না।
মার্কেট এর সব কিছুর দিকে নজর দিন।
নিজের মনকে কখনো ট্রেডিং এ প্রাধান্য দিবেন না চার্ট এনালাইসিস যা বলবে সেটাই করবেন।
তাহলে আশা করি আর পিছনে ফিরে থাকাতে হবে না।

স্বাধীন জীবিকা
সবারই কাম্য
প্রত্যেকেই চাই এমন একটা চাকরি বা বিজনেস
যেখানে কাউকে জবাব দিহি দিতে হবে না।
ট্রেডিং প্লাটফর্ম টা হলো সেই যায়গা।
নিজেকে গড়ুন
শ্রম দিন। নিজের লক্ষ্য কে সামনে রেখে এগিয়ে যান।
ধন্যবাদ সবাইকে
jr. member
Activity: 183
Merit: 2
May 11, 2020, 06:26:00 AM
Why not a board for Bangla Language!

https://en.wikipedia.org/wiki/Bengali_language

Bangla has almost 250M native speakers.
newbie
Activity: 86
Merit: 0
May 10, 2020, 02:22:38 AM
আগে কি সুন্দর দিন কাটাইটাম   

আগে মূলত ২০১৭ এর মাঝামাঝি সময়ে বিটকয়েন ফোরামের প্রতিটি প্রজেক্ট ১০০% সাকসেসফুল হইত। এখন ১০% ও সাকসেস হয়না।  যদিও দুই একটা সাকসেস হয় কিন্তু বাউন্টি হান্টারদের পেমেন্ট করা হয়না। আবার পেমেন্ট করলেও স্পেসশিট অনুসারে করা হয় না। তাই মনের দুঃখে একটু সুরের ভঙ্গিতে বললাম###

###আগে কি সুন্দর দিন কাটাইটাম###                                   
jr. member
Activity: 868
Merit: 2
May 09, 2020, 08:32:36 AM
আমি জানতে চাই যে বিটকয়েনটক এর বাউন্টি গুলো , কোথায় পাবো প্রতিনিয়ত ? মানে এইগুলো কোথায় এনাউন্সমেন্ট হয় ? সেই পেজের লিংক চাই আমি ।

Plz cek this link: https://bitcointalk.org/index.php?board=238.0
newbie
Activity: 476
Merit: 0
May 09, 2020, 08:18:55 AM
আমি জানতে চাই যে বিটকয়েনটক এর বাউন্টি গুলো , কোথায় পাবো প্রতিনিয়ত ? মানে এইগুলো কোথায় এনাউন্সমেন্ট হয় ? সেই পেজের লিংক চাই আমি ।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 08, 2020, 01:37:13 PM
সিনিয়র মেম্বার হতে হলে কি কি করে হবে ।
এই সম্পর্কে অনেকবার পোষ্ট করা হয়েছে । আপনি একটু পূর্ববর্তী পোষ্টগুলো দেখূন ,অনেক বিষয় জানতে পারবেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 08, 2020, 01:32:34 PM


বি:দ্র: এটি কোনো ব্যক্তিগত বিঙ্গাপন না এবং সকল নিয়ম অনুসরণ করে ও সকলের উপকারের জন্য শুধুমাত্র এখানে পোষ্টটি করলাম। কারো কোনো সমস্যা থাকলে রিপ্লাই করুন বা মেসেজ করুন।


BTCবিটকয়েনের হালভিং এর প্রায় ৩ দিন বাকি। আর মাত্র ৪৫০+ ব্লকের  সম্পন্ন হওয়ার পর বিটকয়েন হালভিং হবে এবং মাইনিং রিওয়ার্ড ১২.৫ থেকে ৬.২৫ বিটকয়েন প্রতি ব্লক ভেরিফাইয়ের জন্য পাবে বিটকয়েন মাইনাররা। আর AAX এক্সচেঞ্জ বিটকয়েন হালভিং উপলক্ষে একটি প্রতিযোগিতা শুরু করেছে, যেখানে আপনাদেরকে শুধুমাত্র অনুমান করতে হবে যে বিটকয়েন হালভিং এর পরে কত মূল্য হবে। এইজন্য এক্সচেঞ্জটিতে একাউন্ট তৈরি করার পর আপনাদেরকে এই লিংকে ( https://campaign.aax.com/btc-halving/en/ )যেতে হবে এবং নিচের ছবির মতো ফরমে যতবার খুশি ততবার আপনার অনুমান প্রদান করুন। যার অনুমান সবচেয়ে কাছাকাছি মূল্যের হবে, তাদের মাঝে ১৫০০ AAB টোকেন পুরস্কার হিসেবে দেয়া হবে। তাই সকলে এই সুযোগটি কাজে লাগাতে পারেন।


এক্সচেঞ্জটিতে একাউন্ট তৈরির জন্য এই লিংকে ক্লিক করুন ( https://www.aax.com/m/sign-up )। বিভিন্ন হালনাগাদের জন্য এই গ্রুপে যোগদান করুন।

jr. member
Activity: 616
Merit: 1
May 08, 2020, 09:46:30 AM
সিনিয়র মেম্বার হতে হলে কি কি করে হবে ।
Jump to: