Author

Topic: বাংলা (Bengali) - page 451. (Read 5326816 times)

newbie
Activity: 252
Merit: 0
February 23, 2020, 03:09:13 AM
আমি এখানে নতুন আমাকে সাহায্য করুন 🙏🙏
jr. member
Activity: 63
Merit: 3
February 21, 2020, 02:08:47 PM
ভাই আমি যদি ডাইরেক্ট কয়েনবেজ বা কয়েন মামা থেইকা কিনি আমার কিনা রেট ই ৮৫ টাকা করতে পারবো...
কয়েনমামা সম্পর্কে ধারনা নেই, কিন্তু কয়েনবেজ থেকে ডিরেক্ট কিনতে পারবেন না ভাই। কয়েনবেজ বাংলাদেশে শুধু তাদের ওয়ালেট সার্ভিস দিচ্ছে। কয়েনমামাতেও পারবেন না মনে হয় কারন বাংলাদেশে বিটকয়েন ব্যান। সো, আপনাকে কোন ক্রেডিট কার্ড সার্ভিস বা ব্যাংক এই ব্যাপারে সহযোগিতা করবে না।

সেটা ত আমিও জানি ভাই...এই রকম কোনো পদ্ধতি নাই যার মাধ্যমে কিনা যাবে...?
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 21, 2020, 02:35:58 AM
ভাই আমি যদি ডাইরেক্ট কয়েনবেজ বা কয়েন মামা থেইকা কিনি আমার কিনা রেট ই ৮৫ টাকা করতে পারবো...
কয়েনমামা সম্পর্কে ধারনা নেই, কিন্তু কয়েনবেজ থেকে ডিরেক্ট কিনতে পারবেন না ভাই। কয়েনবেজ বাংলাদেশে শুধু তাদের ওয়ালেট সার্ভিস দিচ্ছে। কয়েনমামাতেও পারবেন না মনে হয় কারন বাংলাদেশে বিটকয়েন ব্যান। সো, আপনাকে কোন ক্রেডিট কার্ড সার্ভিস বা ব্যাংক এই ব্যাপারে সহযোগিতা করবে না।
jr. member
Activity: 63
Merit: 3
February 21, 2020, 01:08:58 AM
আমার কিছু ১০০ ডলার বিটিসি কিনা দরকার ছিলো ...দেশি মার্কেটে কিনা থেকে কয়েনবেজ বা কয়েন-মামা থেকে কিনতে গেলে আমার ৫০০/৬০০ টাকা সেভ হয়...কারো কি কোনো উপায় জানা আছে ...যেভাবে আমি দেশে থেকে কয়েনবেজ বা কয়েনমামার মত সাইট থেকে বিটিসি কিনতে পারবো...?
কয়েনবেজ থেকে নিতে পারেন। আমি ম্যানেজ করে দিতে পারবো। আমি বায় সেল করে থাকি তবে খুব বেশি এক্টিভ না। যে কারো দরকার হলে আমার কাছ থেকে বিটিসি কিনতে পারেন কিংবা আমার কাছে বিটিসি সেল দিতে পারেন। আমি সাধারণত নিচের রেটে বায় সেল করে থাকি-
বায় রেট- ৮৫ টাকা পার ডলার
সেল রেট- ৯২ টাকা পার ডলার
পেমেন্ট মেথড- বিকাশ এবং নগদ একাউন্ট
ফেস টু ফেস সম্ভব নয় (নিরাপত্তার জন্য)

ভাই আমি যদি ডাইরেক্ট কয়েনবেজ বা কয়েন মামা থেইকা কিনি আমার কিনা রেট ই ৮৫ টাকা করতে পারবো...
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 20, 2020, 09:38:35 PM
আমার কিছু ১০০ ডলার বিটিসি কিনা দরকার ছিলো ...দেশি মার্কেটে কিনা থেকে কয়েনবেজ বা কয়েন-মামা থেকে কিনতে গেলে আমার ৫০০/৬০০ টাকা সেভ হয়...কারো কি কোনো উপায় জানা আছে ...যেভাবে আমি দেশে থেকে কয়েনবেজ বা কয়েনমামার মত সাইট থেকে বিটিসি কিনতে পারবো...?
কয়েনবেজ থেকে নিতে পারেন। আমি ম্যানেজ করে দিতে পারবো। আমি বায় সেল করে থাকি তবে খুব বেশি এক্টিভ না। যে কারো দরকার হলে আমার কাছ থেকে বিটিসি কিনতে পারেন কিংবা আমার কাছে বিটিসি সেল দিতে পারেন। আমি সাধারণত নিচের রেটে বায় সেল করে থাকি-
বায় রেট- ৮৫ টাকা পার ডলার
সেল রেট- ৯২ টাকা পার ডলার
পেমেন্ট মেথড- বিকাশ এবং নগদ একাউন্ট
ফেস টু ফেস সম্ভব নয় (নিরাপত্তার জন্য)
jr. member
Activity: 63
Merit: 3
February 20, 2020, 01:54:23 PM
আমার কিছু ১০০ ডলার বিটিসি কিনা দরকার ছিলো ...দেশি মার্কেটে কিনা থেকে কয়েনবেজ বা কয়েন-মামা থেকে কিনতে গেলে আমার ৫০০/৬০০ টাকা সেভ হয়...কারো কি কোনো উপায় জানা আছে ...যেভাবে আমি দেশে থেকে কয়েনবেজ বা কয়েনমামার মত সাইট থেকে বিটিসি কিনতে পারবো...?
member
Activity: 1638
Merit: 15
🪙 🪙 🪙 🪙
February 15, 2020, 06:10:26 AM
Translation From : https://bitcointalksearch.org/topic/how-to-add-edit-bitcointalk-signature-4646378

বিটকয়েন টক ফোরামে পারসোনাল সিগনেচার কিভাবে যুক্ত করবেন বা এডিট করবেন তা আমরা অনেকেই জানি না। তাই আমি সিগনেচার নিয়ে পোস্ট তা করলাম কিভাবে সিগনেচার যুক্ত ও এডিট করবেন

সিগনেচার যুক্ত করার জন্য আপনার আইডি অবশ্যই মিনিমাম জুনিয়র মেম্বার হতে হবে।

ধাপ-১ ঃ আপনার প্রোফাইল ট্যাব এ যান
ধাপ-২ ঃ বাম পাশে দেখেন " ফোরাম প্রোফাইল ইনফরমেশন " নামে একটা মেনু আছে,  অই মেনুতে যান।
ধাপ-৩ ঃ ফোরাম প্রোফাইল ইনফরমেশন মেনুতে যাওয়ার পরে নিচের দিকে দেখেন সিগনেচার নামে একটা
বক্স আছে সেখানে সিগনেচার কোড অ্যাড করবেন।
ধাপ-৪ ঃ সব শেষে নিচে দেখেন চেনজ প্রোফাইল নামে অপশন আছে ওই খানে ক্লিক করেন।

আপনার সিগনেচার অ্যাড সম্পুর্ণ হয়েছে।  আশা করি সবাই বুঝতে পেরেছেন।
jr. member
Activity: 33
Merit: 2
February 13, 2020, 06:32:49 AM

এই শব্দটি দিয়ে আপনি কি বুঝিয়েছেন?

সম্ভবত র‍্যাংক লিখতে গিয়ে ভুলক্রমে এই শব্দটি হয়ে গেছে। অভ্র তে অনেক সময় এই রকম ভুল হয়ে থাকে। 
member
Activity: 364
Merit: 12
February 13, 2020, 05:39:29 AM

এই শব্দটি দিয়ে আপনি কি বুঝিয়েছেন?
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 13, 2020, 02:46:06 AM
Translation from- https://bitcointalksearch.org/topic/loycevs-beginners-guide-to-correct-use-of-the-trust-system-5191802

আমাদের বাংলাদেশীদের মধ্যে ট্রাস্ট সিস্টেম ব্যবহার করার প্রবনতা নেই বললেই চলে, যদিও অনেক হাই র‍্যাংক আইডিও এই ট্রাস্ট সিস্টেম এর ভুল ব্যবহার করে থাকে। ট্রাস্ট সিস্টেমের যথার্থ ব্যবহারের জন্য, যত বেশি সম্ভব মানুষকে “ফিডব্যাক” এবং “ট্রাস্ট লিস্ট” এর মধ্যে পার্থক্য বোঝা খুবই গুরুত্বপুর্ণ। ভুলবশত, ফোরামের বেশিরভাগ মানুষই “ট্রাস্ট” শব্দটিকে ফিডব্যাক এবং ট্রাস্ট দুইটার জন্যই ব্যবহার করে থাকে।

যখন আপনি এইটা সম্পুর্নরুপে বুঝতে পারবেন, এইটা ব্যবহার করা অত্যন্ত জরুরী।    
  • আপনি কি এমন একটি লেনদেন করেছেন যেখানে আপনার টাকা কিংবা অন্যকিছু হারানোর সম্ভাবনা ছিল? সেক্ষেত্রে ফিডব্যাক দিন।
  • আপনি কি এমন কাউকে দেখেছেন যারা অন্য মেম্বারদের সঠিক ফিডব্যাক দেয়? তাহলে তাদের আপনার ট্রাস্ট লিস্টে যোগ করুন।
যে কেউ ফিডব্যাক দিতে পারে, এবং যে কেউ তাদের ট্রাস্ট লিস্ট কাস্টোমাইজ করতে পারে।

কিন্তু তার আগে, পড়তে থাকুন এবং পার্থক্য বুঝে নিন।

যেহেতু এইটি নতুনদের জন্য একটি গাইডলাইন, আমি শুধু খুবই গুরুত্বপূর্ন দিকগুলো নিয়ে কথা বলব। আমি এইখানে সম্পূর্ন ডিটেইলস আলোচনা করতে পারবো না, কিন্তু সম্পুর্ন ডিটেইলস না জেনেও, অনেকেই তাদের ট্রাস্ট সিস্টেম ব্যবহারের ভুলগুলো শুধরে নিতে পারবে।

আমি TrustTestUser একাউন্টটি বিভিন্ন স্ক্রিনশট এবং লিংক তৈরী করার জন্য খুলেছি। দয়া করে এইটাকে কেউ নিজের একাউন্টে নিজে ফিডব্যাক দেয়া ভাববেন না, এই একাউন্ট অন্যা কোন কাজে ব্যবহার করার উদ্দেশ্য আমার নাই।



আপনার ট্রাস্ট লিস্টের সাথে ফিডব্যাক গুলিয়ে ফেলবেন না।
ট্রাস্ট ফিডব্যাকঃ ফিডব্যাক শুধুমাত্র তাদেরকেই দিন যাদের আপনি বিশ্বাস করেন কিংবা করেন না, অথবা নিউট্রাল কমেন্ট করুন।
ট্রাস্ট লিস্টঃ যাদের ফিডব্যাক আপনার কাছে সঠিক মনে হয় তাদের লিস্ট, মানে যেই মানুষগুলো অন্যদের ফিডব্যাক দেয় তাদের ফিডব্যাক আপনার কাছে সঠিক মনে হলে আপনার ট্রাস্ট লিস্টে তার ইউজারনেম যোগ করুন, পক্ষান্তরে তাদের (~username) দিয়ে দিন।



ট্রাস্ট ফিডব্যাক
ট্রাস্ট ফিডব্যাক (পজিটিভ/নিউট্রাল/নেগেটিভ) হল অন্যা কোন মেম্বারের বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনার মতামত দেয়া। এক কথায়, আপনি কি কোন ব্যক্তির সাথে লেনদেনের ক্ষেত্রে বিশ্বাস করতেন কিংবা করতেন না তারই প্রতিফলন।

কোথায় পাবেনঃ যে কোন একজন মেম্বারের ইউজারনেমে কিক করুন এবং user's profile এ যান, তারপর Trust এ ক্লিক করে তাদের ফিডব্যাকগুলো দেখতে পাবেন (অনেক ক্ষেত্রে কিছু কিছু বোর্ডে মেম্বারদের ইউজারনেমের নিচে বাই ডিফল্ট এইটা দেখা যায়)
প্রতি ধরনের ফিডব্যাকের বিস্তারিত এইখানে দেয়া আছে, পড়ে নিন।
New feedback loading...
লক্ষ্য করুন, পজিটিভ, নিউট্রাল, নেগেটিভ সব ধরনের বর্তমানে যে ডিটেইলস দেয়া আছে তা কিছুদিন আগে পরিবর্তন করা হয়েছিল। যখন ট্রাস্ট ফ্লাগের ব্যবহার এডমিন নিয়ে আসে তখন এই পরিবর্তনও করা হয়।

পজিটিভ (+ হিসেবে দেখানো হয়)
  • যদি আপনি একটি ছোট লেনদেন করে থাকেন, সেক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক দেয়া উচিত নয়।
  • যদি আপনি এমন একটি লেনদেন করেন যেখানে মোটামুটি ভালো পরিমান অর্থ হারানোর ভয় ছিল, কিন্তু সব ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছিল, সেক্ষেত্রে আপনি পজিটিভ ফিডব্যাক দিতে পারেন।
  • কেউ যদি ভালো আচরণের মানুষ হয়, সেক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক দেয়া উচিত নয়।
  • যদি আপনি কাউকে বিশ্বাস করেন এবং মনে করেন সে স্ক্যাম করবে না, সে ক্ষেত্রে আপনি তার সাথে লেনদেন না করেও পজিটিভ ফিডব্যাক দিতে পারেন।

নিউট্রাল (=১ হিসেবে দেখানো হয়)
  • নিউট্রাল ফিডব্যাক সাধারনত কারো সম্পর্কে কিছু বলার জন্যে ব্যবহার করাই উত্তম, সেটা যেন কাউকে বিশ্বাস কিংবা অবিশ্বাসের জন্য না হয়। এইটা একটি ভালো ফিডব্যাক হতে পারে, যেমন ধরুন কেউ যখন আপনাকে সাহায্য করে।
  • বিটকয়েনটকে নিউট্রাল ফিডব্যাক অনেকটা আন্ডারভ্যালুড। নিউট্রাল ফিডব্যাক অনেকক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে মনে রাখবেন যেন সঠিক ব্যবহার হয়।

নেগেটিভ (- হিসেবে দেখানো হয়)

প্রতিটি ফিডব্যাকের পর রেজাল্টঃ
+1 / =1 / -1 loading...

কমেন্টস
বিস্তারিত সম্পুর্নরুপে লিখবেন। সবকিছু তুলে ধরার চেষ্টা করবেন কিন্তু চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট রাখা যায়। যদি আপনার মনে হয় অনেক কিছু লিখতে হবে, তাহলে Reputation কিংবা  Scam Accusations এ একটি টপিক তৈরী করুন এবং রেফারেন্স লিংক এ উক্ত টপিকের লিংক দিন। যদি আপনি যুক্তির সাথে আপনার মতামত তুলে ধরেন তাহলে অন্যরা আপনার ফিডব্যাক বিশ্বাস করবে।

রেফারেন্স লিংক ব্যবহার করুন
ফিডব্যাকে রেফারেন্স দিয়ে আপনার ফিডব্যাকের সব তথ্যের লিংক করে দিন। এইটা অন্যদের জন্য সুবিধা হয়, তারা রেফারেন্স লিংকে গিয়ে ফিডব্যাক এর সত্যতা সম্পর্কে জানতে পারে।
রেফারেন্স লিংক দেয়ার সময় আপনি প্রমান চিরস্থায়ী রাখার জন্য Webpage archive ব্যবহার করতে পারেন।

দায়িত্বশীল হোন
যখন আপনার ক্ষমতা বাড়বে, আপনার দায়িত্বও বেড়ে যাবে (কে বলেছেন জানা নেই)। বিশেষ করে আপনি যখন ডিফল্টট্রাস্ট মেম্বার হবেন (কিংবা আপনি যদি ডিফল্টট্রাস্ট মেম্বার হতে চান), আপনি অবশ্যই অন্যকে নেগেটিভ ফিডব্যাক দিয়ে কিংবা অন্যভাবে ফিডব্যাক সিস্টেম এর অপব্যবহার করতে পারবেন না। আপনি যে ফিডব্যাকগুলো পাঠাবেন সেগুলোর মাধ্যমেই অন্যরা আপনার বিচক্ষনতা যাচাই করবে।
যদি এইখানে কেউ আপনাকে খারাপ ভাষায় কিছু বলে কিংবা খারাপ আচরণ করবে, তাদের ইগ্নোর করুন।

ফিডব্যাক মুছে ফেলা
Trust sumary তে গিয়ে আপনি যে কোন ফিডব্যাক মুছে ফেলতে পারেন। আপনি যে ফিডব্যাকগুলো পাঠিয়েছেন তার প্রতিটার সাথে ডিলিট অপশন থাকবে।
Trust summary for TrustTestUser loading...
শুধুমাত্র তখনই ফিডব্যাক ডিলিট করবেন যখন আপনি মনে করবেন উক্ত ফিডব্যাকটি সঠিক নয়। আপনি আগের নেগেটিভ ফিডব্যাক এর পরিবর্তে নিউট্রাল ফিডব্যাক ও দিতে পারেন যদি প্রয়োজনীয় মনে করেন। নিউট্রাল থেকে নেগেটিভ করতে হলে আগের নিউট্রাল ফিডব্যাক রেখে দেয়াই ভালো।

কি করবেন আর কি করবেন না
  • আপনার নিজের অন্য একাউন্টের জন্য পজিটিভ ফিডব্যাক দেবেন না (নিউট্রাল ফিডব্যাক দিতে পারেন)।
  • কেউ যদি ফোরামের নিয়ম মেনে না চলে তাহলে নেগেটিভ ফিডব্যাক দেবেন না। তার পোস্ট মডারেটরের কাছে রিপোর্ট করুন।
  • আপনার আল্টা একাউন্ট চিহ্নিত করার জন্য একটি আইডী থেকে অন্য আইডিতে নিউট্রাল ফিডব্যাক দিতে পারেন।  
  • কেউ আপনাকে নেগেটিভ দিয়েছে আর সে কারনে আপনি দিতে যাবেন না।
  • একইভাবে কেউ আপনাকে পজিটিভ ফিডব্যাক দিলে আপনিও পজিটিভ ফিডব্যাক দিতে যাবেন না।

নামমাত্র কিছু গাইডলাইন
এইখানে ট্রাস্ট সিস্টেমে মডারেটররা কোন হস্তক্ষেপ করে না। কিন্তু আপনি এইটাকে কিভাবে ব্যবহার করছে তা আপনার “ব্যবসায়িক সার্টিফিকেট” বলতে পারেন। উপরের গাইডলাইনটি ব্যবহার করুন। এইটা থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি আমি কোনটিকে ভালো আচরণ মনে করি। ফিডব্যাক দেয়ার আগে আপনি আপনার নিজেকে প্রশ্ন করতে পারেনঃ “আমার ফিডব্যাক কি বিটকয়েনটককে একটি ভালো ফোরামে নিয়ে যাবে” এবং যদি নেগেটিভ হয়ঃ “কোন একটি কারনে কারো একাউন্ট কিংবা রেপুটেশন নষ্ট করা কি উচিত হবে?” যদি আপনার মনে হয় পজিটিভ কিংবা নেগেটিভ কোনটাই যাচ্ছে না, তখন চাইলে নিউট্রালও দিতে পারেন।

ট্রাস্ট ফ্লাগস
আমি আপাতত Trust Flags নিয়ে কিছু লিখবো না। যখন ট্রাস্ট ফ্লাগ ক্রিয়েট, সাপোর্ট কিংবা বিরোধীতা করবেন তখন সবকিছু পড়ে নেবেন। যদি কোন কিছু ভুল থাকে, তাহলে এইটা সাপোর্ট করবেন না।



ট্রাস্ট লিস্ট
আপনার ট্রাস্ট লিস্টে শুধু তাদেরকেই এড করুন যারা সঠিক ফিডব্যাক দিয়ে থাকে এবং যাদের ট্রাস্ট লিস্টে সঠিক ফিডব্যাক যারা দেয় তাদের এড করা হয়েছে। যারা ভুল ফিডব্যাক দিয়ে থাকে তাদের আপনার ট্রাস্ট লিস্ট থেকে বাদ দিন।
তার মানে এই যে আপনার ট্রাস্ট লিস্ট হবে অন্যদের জাজমেন্ট বা অন্যরা যে ফিডব্যাক দিচ্ছে তা আপনি কিভাবে দেখছেন। আপনার ট্রাস্ট লিস্টে অবশ্যই এমন মেম্বারদের এড করবেন না যাদের আপনি লেনদেনের ক্ষেত্রে বিশ্বাস করেন। আমি সবাইকে তাদের নিজস্ব custom Trust list তৈরী করার জন্য উৎসাহিত করছি। কিন্তু তা করার আগে, পড়তে থাকুন যাতে আপনি বুঝতে পারেন।

কোথায় খুজে পাবেনঃ যে কোন একজন ইউজার এর প্রোফাইলে ক্লিক করুন, তারপর ট্রাস্ট এ ক্লিক করুন এবং ট্রাস্ট সেটিং এ ক্লিক করুন।
ডিফল্ট ট্রাস্টকে আপনার ট্রাস্ট লিস্টে রাখার জন্যে আমি পরামর্শ দিচ্ছি যাতে আপনি DT1 এবং DT2 এর ফিডব্যাক বাই ডিফল্ট দেখতে পারেন। যে কোন মেম্বারের নাম এড করে আপনি তাদের আপনার ট্রাস্ট লিস্টে এড করতে পারেন। যে কোন মেম্বারের নামের আগে “~” এই চিহ্ন দিয়ে আপনার ট্রাস্ট লিস্ট থেকে বাদ দিতে পারেন। এড করা হয়ে গেলে, আপডেটে ক্লিক করুন। উদাহরণস্বরুপঃ
Trust list loading...
উপরের উদাহরণে, আপনি দেখতে পাচ্ছেন আমি cryptohunter কে আমার ট্রাস্ট লিস্ট থেকে বাদ দিয়েছি এবং guitarplinker ও NLNico কে আমার ট্রাস্ট লিস্টে এড করেছি। আমার ট্রাস্ট লিস্টে ডিফল্ট ট্রাস্টও রয়েছে।
যদি আপনি খুব বেশি বুঝে না থাকেন, তাহলে ট্রাস্ট ডেপথ এ ২ দিন।

ট্রাস্ট লিস্ট তৈরী করার প্রভাব
আপনার ট্রাস্ট লিস্টে অন্য মেম্বারদের এড করার মধ্যে অনেক বড় প্রভাব রয়েছে কারন আপনি যাদের আপনার ট্রাস্ট লিস্টে (ডেপথ ০) এড করতেছেন তাদের ট্রাস্ট লিস্ট (ডেপথ ১) এবং উক্ত ব্যক্তিদের ট্রাস্ট লিস্টকে (ডেপথ ২) আপনি বিশ্বাস করতেছেন। (এইটা দেখতে পারেন বোঝার জন্য details beyond beginner level).
যখন আপনি আপনার নিজস্ব ট্রাস্ট লিস্ট তৈরী করবেন, অনেক ফোরাম মেম্বারের ফিডব্যাক স্কোর পরিবর্তন হয়ে যাবে যা আগে ভিন্ন ছিল। আপনার নিজস্ব ট্রাস্ট লিস্ট এড না করলে একজন মেম্বারের ফিডব্যাক স্কোর কেমন হত তা দেখতে আপনি সবসময় ;dt এইটা যে কোন ইউ.আর.এল এর শেষে বসিয়ে দেখতে পারেন। (এইটা দেখতে পারেন example).

পাবলিক রেকর্ড
লক্ষ করুন সব ট্রাস্ট লিস্ট পাবলিকঃ theymos প্রতি সপ্তাহে একটি লিস্ট প্রকাশ করে থাকে, যেটা আমি আমার ট্রাস্ট লিস্ট ভিউয়ার এর জন্য ব্যবহার করে থাকি। আমি অতীতের রেকর্ড রেখে থাকি (বর্তমানে ৩৮ সপ্তাহের রেকর্ড রয়েছে)। আপনিও এই টুল ব্যবহার করতে পারেন, এটা দিয়ে আপনি দেখে নিতে পারবেন কাকে আপনার ট্রাস্ট লিস্টে এড করা উচিত।
আমি কোন তথ্য চেন্সর করিনাঃ আপনার ট্রাস্ট লিস্ট সবার নিকট উন্মুক্ত, সুতরাং, বিজ্ঞতার সাথে এইটি তৈরী করুন।

কি করবেন এবং কি করবেন না
  • কেউ যদি আপনাকে তাদের ট্রাস্ট লিস্টে এড করে, তাকে আপনার ট্রাস্ট লিস্টে এড করতে হবে এমন কোন কথা নেই। এইটি করতে যাবেন না।
  • কেউ যদি আপনাকে তাদের লিস্ট থেকে বাদ দেয়, আপনি তাদের বাদ দিতে যাবেন না। কেউ যদি আপনার ফিডব্যাক ট্রাস্ট না করে তাহলে আপনিও তাদের ফিডব্যাক ট্রাস্ট করবেন না এইরকম কোন কথা নেই।
  • কারো সাথে ট্রেড করলে তাদের আপনার ট্রাস্ট লিস্টে এড করবেন না। এমনকি যদি আপনি তাদেরকে লেন্দেন বিশ্বাস করেন, তার মানে এই না যে আপনি তাদের জাজমেন্ট বিশ্বাস করতে পারবেন। আমি মনে করি বেশিরভাগ মানুষ এই সাধারন ভুলটি করে থাকে।
  • আপনি আপনার নিজের আল্টা একাউন্ট আপনার ট্রাস্ট লিস্টে এড করতে পারেন, এইটার মানে এই যে আপনি আপনার আল্টা একাউন্ট থেকে যে ফিডব্যাক দিয়েছেন তা আপনি বাই ডীফল্ট দেখতে চান। উদাহরণস্বরুপঃ
    Quote
    hilariousandco Trusts these users' judgement:
    7. hilariousetc (Trust: +3 / =1 / -0) (1725 Merit earned) (Trust list) (BPIP)
  • আপনার আল্টা একাউন্ট থেকে আপনার মুল একাউন্টকে এড করতে যাবেন না কারন এটি DT1 ভোটে প্রভাব করে থাকে। এবং যদিও ওইটা এই গাইডের অংশ নয়, এইটা করা উচিত নয়।

DefaultTrust
DefaultTrust (কিংবা DT) রয়েছে অনেকগুলো ট্রাস্ট ডেপথ লেভেল, এবং যারা কোন পরিবর্তন করেনি তাদেরটা বাই ডিফল্ট ২ এ রয়েছে। তার মানে এই যে, DT1 এবং DT2 মেম্বার যেসব ফিডব্যাক দিয়েছে তা আপনি বাই ডীফল্ট দেখতে পাবেন বা সব মেম্বার দেখতে পাবে। এইটা নিয়ে ভাবার মত কিছু নেই, এইটা আমার টপিকের মুল বিষয়বস্তু নয়।
আপনি যেসন ফিডব্যাক দিচ্ছেন তা বাই ডিফল্ট আপনার নিকট ট্রাস্টেড হিসেবে দেখাবে। কিন্তু অন্য ব্যবকারীরা তা বাই ডীফল্ট দেখতে পাবে কিনা তা নির্ভর করে আপনি তাদের ট্রাস্ট লিস্টে আছেন কি না তার উপর।

DT1 ভোট
কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে, আপনার নিজস্ব ট্রাস্ট লিস্ট তৈরী করার মাধ্যমে আপনি DT1-members সিলেক্ট করার জয় ভোট দিয়ে থাকেন এবং/কিংবা আপনার নিজেকে DT1 এ সিলেক্টেড হওয়ার জন্য উপযুক্ত করে থাকেন। আপনি যদি DT1 এ সিলেক্টেড হয়ে যান, আপনার ট্রাস্ট লিস্টে যারা আছে তারা DT2 হয়ে যাবে, তার মানে তাদের ফিডব্যাকও বাই ডিফল্ট দেখাবে। এইটা অনেক বড় একটা দায়িত্ব, কিন্তু যতক্ষন পর্যন্ত আপনি ট্রাস্ট লিস্ট সঠিক ভাবে ব্যবহার করেন (এবং অন্যরাও করে), ভোটিং সিস্টেমটা কাজ করবে যদিও আপনি এইটা সম্পুর্নরুপে না বুঝে থাকেন।
full member
Activity: 1099
Merit: 116
February 12, 2020, 08:02:47 AM
দয়া করে সাহায্য করবেন আমার ফুল মেম্বার একাউন্ট ব্যান্ড করে দিছে আমি কি ভাবে উদ্ধার করতে পারি বাউন্টি ছাড়া আমি অন্য কোন জাগায় পোস্ট করতাম না এই জন্য কি ব্যান্ড করে দিছে।

আপনার একাউন্ট ব্যান্ড করার কয়েকটি কারণ হতে পারে।
১। আপনি হয়তো কোন গিভওয়ে থ্রেডে জয়েন করেছিলেন এবং কমেন্ট করেছিলেন। যেমনটি আমার গতমাসে ৭ দিন ব্যান্ড করেছিলো।
২। আপনি যদি শুধুমাত্র বাউন্টি পোস্ট করেন তাহলে সেটা লোকোয়ালিটি পোস্ট হিসেবে ধরা হয়। লো কোয়ালিটি পোস্ট করলে (আমার পরিচিত কয়েকজনকে পারমানেন্ট সাসপেন্ড হতে দেখেছি) সাসপেন্ড হতে পারে।
৩। কপি পেস্ট করলে পারমানেন্ট ব্যান্ড করতে পারে। ফোরাম কপি পেস্ট করলে সেটার বিরুদ্ধে মারাত্নক কঠিন সিদ্ধান্ত নেয়।
এখন আপনাকে কয়দিন সাসপেন্ড করেছে সেটা লালকালিতে লেখা আছে দেখেন আপনার প্রফাইলে ঢুকতে গেলে। যদি ৩ দিন, ৭দিন বা ১ মাস এরকম সাসপেন্ড লেখা থাকে তাহলে সেই সময় পরে অটোমেটিক আইডি ফিরে পাবেন আর যদি পারমানেন্টলি সাসপেন্ড বা ব্যান্ড করে থাকে তাহলে আর আইডি ফিরে পাবেন না।

তবে ফোরামে আপনার আরেকটি আইডি আছে একথা বললে ডিটি মেম্বার জানলে আপনার এই আইডিতেও রেড ট্রাস্ট দিতে পারে।
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 11, 2020, 10:24:25 PM
দয়া করে সাহায্য করবেন আমার ফুল মেম্বার একাউন্ট ব্যান্ড করে দিছে আমি কি ভাবে উদ্ধার করতে পারি বাউন্টি ছাড়া আমি অন্য কোন জাগায় পোস্ট করতাম না এই জন্য কি ব্যান্ড করে দিছে।

সম্ভবতঃ তাই। আপনি দেখুন account নির্দিষ্ট সময়ের জন্যে suspend হয়েছে নাকি permanently banned. যদি permanently banned হয়, তাহলে ওই account আর উদ্ধার করা সম্ভব নয়। অন্যথায় নির্দিষ্ট সময়ের পর suspension উঠে গেলে ওই account আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন।
এইরকম কোন নিয়ম নাই যে শুধু বাউন্টি করলে আপনার একাউন্ট ব্যান করবে। আপনি নিশ্চয় কোন গিভএওয়ে টপিকে রিপ্লাই করছেন। সে জন্য ব্যান হতে পারেন।
বাই দ্য ওয়ে, আপনার একাউন্ট যেহেতু ব্যান হয়েছে, আপনি আর এই ফোরাম ব্যবহার করতে পারবেন না। আপনার নতুন একাউন্ট ও শীঘ্রই ব্যান হয়ে যাবে। কারন এইখানে আপনি ব্যক্তি হিসেবে ব্যান হয়েছেন।আশা করছি ফোরামের নিয়ম আবার ভাঙবেন না।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
February 11, 2020, 06:06:37 PM
দয়া করে সাহায্য করবেন আমার ফুল মেম্বার একাউন্ট ব্যান্ড করে দিছে আমি কি ভাবে উদ্ধার করতে পারি বাউন্টি ছাড়া আমি অন্য কোন জাগায় পোস্ট করতাম না এই জন্য কি ব্যান্ড করে দিছে।

সম্ভবতঃ তাই। আপনি দেখুন account নির্দিষ্ট সময়ের জন্যে suspend হয়েছে নাকি permanently banned. যদি permanently banned হয়, তাহলে ওই account আর উদ্ধার করা সম্ভব নয়। অন্যথায় নির্দিষ্ট সময়ের পর suspension উঠে গেলে ওই account আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন।
jr. member
Activity: 1442
Merit: 2
February 11, 2020, 02:20:04 PM
হায় আমি নতুন আমাকে সাহায্য করুন
প্রথমেই আপনাকে বিটকয়েনটক ফোরাম এ স্বাগত জানাচ্ছি। কি ধরনের সাহায্য আপনি চাচ্ছেন নিঃসংকোচে এখাণে বলতে পারেন। অনেক বাঙালী ভাইয়েরা এখানে সক্রিয় রয়েছেন যারা অবশ্যই আপনাকে সব রকমের সহযোগিতা করবেন ।
jr. member
Activity: 1148
Merit: 1
February 11, 2020, 09:16:37 AM
হায় আমি নতুন আমাকে সাহায্য করুন
jr. member
Activity: 1442
Merit: 2
February 10, 2020, 01:19:26 PM
ভাই বাউন্টি আর এয়ার্ড্রপ এর মধ্যে পার্থক্য কি?
আমি স্বাভাবিকভাবে জানি এয়ারড্রপ স্বল্পমেয়াদী বাউন্টি দীর্ঘমেয়াদি। এয়ার্ড্রপ এ স্বল্প ইনকাম বাউন্টিতে বেশি ইনকাম। আসলে কি বাউন্টি আরিয়া ড্রপ একি নাকি ভিন্ন?
প্রথমত আপনি যেটা জানেন সেটা ঠিকই আছে। এয়ারড্রপ স্বল্পমেয়াদী এবং বলা চলে ফ্রী ইনকাম কিন্তু বাউন্টি দীর্ঘমেয়াদিতো বটেই পাশাপাশি এর জন্য আপনাকে কিছু নিয়ম কানুন সতর্কভাবে মেনে চলতে হয়, যাকে আমরা বলতে পারি সার্ভিস বিক্রি করে দেয়া। তাই নিঃসন্দেহে বলা যায় বাউন্টি আর এয়ারড্রপ সম্পূর্ণ ভিন্ন।  
newbie
Activity: 419
Merit: 0
February 10, 2020, 07:41:14 AM
ভাই বাউন্টি আর এয়ার্ড্রপ এর মধ্যে পার্থক্য কি?
আমি স্বাভাবিকভাবে জানি এয়ারড্রপ স্বল্পমেয়াদী বাউন্টি দীর্ঘমেয়াদি। এয়ার্ড্রপ এ স্বল্প ইনকাম বাউন্টিতে বেশি ইনকাম। আসলে কি বাউন্টি আরিয়া ড্রপ একি নাকি ভিন্ন?
jr. member
Activity: 458
Merit: 1
February 09, 2020, 02:18:43 PM
আমাদের বাংলাদেশে অনেকেই অনেক আর্টিকেল লিখেছেন কিংবা ভিডিও বানিয়েছেন কিভাবে বিটকয়েন ওয়ালেট খুলতে হয়। কিন্তু সবাই ভুল ধারনা দিয়েছেন। বিটকয়েন ওয়ালেট কিভাবে খুলতে হয় সেটা দেখিয়েছেন ঠিকই কিন্তু সবাই ব্যবহার করেছেন কয়েনবেজ ওয়ালেটকে। কয়েনবেজ প্রথমত একটা এক্সচেঞ্জ সাইট যা এর পাশাপাশি ওয়ালেট সুবিধাও দিয়ে থাকে। তবে এই ধরনের ওয়ালেট রিস্কি কারন এই ওয়ালেটের উপর আপনার নিয়ন্ত্রন নেই বললেই চলে। এইটা বিটকয়েন ওয়ালেট ব্যবহারের প্রকৃত মেথড না। ইমেইল এড্রেস দিয়ে যে ওয়ালেট ব্যবহার করতে হয় সেগুলো অনেক রিস্কি, যেমন- কয়েনবেজ, ব্লকচেইন ওয়ালেট। এইগুলো হট ওয়ালেট যা অনেক রিস্কি। এই ওয়ালেটগুলোর উপর আপনার কোন নিয়ন্ত্রণ নেই বললেই চলে। কারন এইগুলো একটা ইমেইল একাউন্ট দিয়ে নিয়ন্ত্রিত হয়। বিটকয়েন ওয়ালেট সম্পর্কে ভুল ধারনাগুলো ক্লিয়ার করে নিতে দেখুন- কিভাবে বিটকয়েন ওয়ালেট খুলবেন bangla tutorial
আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কিছু শিখতে সহায়তা করবে।আমি নিজেও কিছু ভুল ধারনায় ছিলাম। আমার দেখা এই পর্যন্ত এইটাই সবচেয়ে সুন্দর টিউটোরিয়াল যেখানে বাংলায় বিটকয়েন ওয়ালেট কিভাবে খুলবেন তার খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
thanks for good imformation

RIFAT001 ভাই এখানে বাংলা ভাষায় কথা বললে ভালো হয়। এই রকম পোস্ট করে এখানে সপাম কইরেন না।  ভালো কোয়ালিটির পোস্ট করার চেষ্টা করেন।       

ঠিক আছে
member
Activity: 1638
Merit: 15
🪙 🪙 🪙 🪙
February 09, 2020, 09:57:34 AM
আমাদের বাংলাদেশে অনেকেই অনেক আর্টিকেল লিখেছেন কিংবা ভিডিও বানিয়েছেন কিভাবে বিটকয়েন ওয়ালেট খুলতে হয়। কিন্তু সবাই ভুল ধারনা দিয়েছেন। বিটকয়েন ওয়ালেট কিভাবে খুলতে হয় সেটা দেখিয়েছেন ঠিকই কিন্তু সবাই ব্যবহার করেছেন কয়েনবেজ ওয়ালেটকে। কয়েনবেজ প্রথমত একটা এক্সচেঞ্জ সাইট যা এর পাশাপাশি ওয়ালেট সুবিধাও দিয়ে থাকে। তবে এই ধরনের ওয়ালেট রিস্কি কারন এই ওয়ালেটের উপর আপনার নিয়ন্ত্রন নেই বললেই চলে। এইটা বিটকয়েন ওয়ালেট ব্যবহারের প্রকৃত মেথড না। ইমেইল এড্রেস দিয়ে যে ওয়ালেট ব্যবহার করতে হয় সেগুলো অনেক রিস্কি, যেমন- কয়েনবেজ, ব্লকচেইন ওয়ালেট। এইগুলো হট ওয়ালেট যা অনেক রিস্কি। এই ওয়ালেটগুলোর উপর আপনার কোন নিয়ন্ত্রণ নেই বললেই চলে। কারন এইগুলো একটা ইমেইল একাউন্ট দিয়ে নিয়ন্ত্রিত হয়। বিটকয়েন ওয়ালেট সম্পর্কে ভুল ধারনাগুলো ক্লিয়ার করে নিতে দেখুন- কিভাবে বিটকয়েন ওয়ালেট খুলবেন bangla tutorial
আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কিছু শিখতে সহায়তা করবে।আমি নিজেও কিছু ভুল ধারনায় ছিলাম। আমার দেখা এই পর্যন্ত এইটাই সবচেয়ে সুন্দর টিউটোরিয়াল যেখানে বাংলায় বিটকয়েন ওয়ালেট কিভাবে খুলবেন তার খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
thanks for good imformation

RIFAT001 ভাই এখানে বাংলা ভাষায় কথা বললে ভালো হয়। এই রকম পোস্ট করে এখানে সপাম কইরেন না।  ভালো কোয়ালিটির পোস্ট করার চেষ্টা করেন।       
newbie
Activity: 419
Merit: 0
February 07, 2020, 09:55:49 PM
আমরা প্রতিনিয়ত বিটকয়েনটক ফোরাম এ নিষেধাজ্ঞা পরসি। যার  কারণ হচ্ছে আমরা এখানে এক বিষয়ের উপর রিপ্লাই করি। আর এই এক বিষয়ের উপর রিপ্লাই করার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো খুব সহজেই নিষেধাজ্ঞায় পরে।  আমাদের এই নিষেধাজ্ঞা হওয়া থেকে দূরে থাকার জন্য প্রতিনিয়ত বিভিন্ন  ক্যাটাগরির নিচে আমাদের কমেন্ট করা বা রিপ্লাই করা উচিত।তহলেই আমাদের বিটকয়েনটক আইডি গুলো টিক থাকবে।
ভাই আপনি ভালো একটা কথা বলেছেন স্বাভাবিকভাবেই বর্তমানে বিটকয়েন্টক একাউন্ট অনেকেরই নষ্ট হয়ে যাচ্ছে। আর আপনি যে কথাটা বলেছেন অনেক বিষয়ের ওপর রিপ্লাই করা তো এটা আমার আসলে জানা ছিলনা তো এটা আপনি বলে অনেক উপকার করেছেন আমার এবং এই পোস্টটি যারা দেখবে তাদের উপকার করেছেন অনেক ভাল লেগেছে আপনার পোস্টটি। আমি এখনও অনেকের পোস্টে ভালো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ।
Jump to: