Author

Topic: বাংলা (Bengali) - page 454. (Read 5726152 times)

newbie
Activity: 513
Merit: 0
April 22, 2020, 08:22:51 AM
বিটকয়েনটক এ ফুল মেম্বার কিভাবে তৈরী করবো
newbie
Activity: 513
Merit: 0
April 22, 2020, 01:13:31 AM
বিটকয়েনটক একাউন্ড কেন সাসপেন্ট হয়, সাসপেন্ট থেকে বাচার উপায় কি?
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 20, 2020, 10:07:48 AM
ফোরামে মাল্টিপল আইডি চালানোর অনুমতি আছে। তবে আপনার কোন আইডি যদি ব্যান হয়ে যায় তবে বাকি আইডি অটোব্যান হয়ে যাবে।
একে Ban evasion বলে।

অনেক ধন্যবাদ এত সুন্দর করে বিষয়টা জানানোর জন্য। কিন্তু আপনি নিজে যে ব্যান অমান্য করে বিভিন্ন চাতুরীর মাধ্যমে এখাধিক একাউন্ট ব্যবহার করছেন তার জন্য কি বলবেন?
রেফারেন্সঃ
অন্যদেরকে অনুপ্রেরণা দেয়া সত্যি মহৎ কাজ কিন্তু দয়া করে সবাই যদি একটু সততা নিয়ে এই কমিউনিটিতে অন্যকে সাহায্য করি তাইলে আমাদের দেশের অন্যরা কাকাতুয়ার মত বিশাল চোর-বাটপার হবার অনুপ্রেরণা পাবে না।
@rumu এবং @ZaraCB যে একজন হোল্ড করে, সেটি তার ইথিরিয়াম এড্রেস পাবলিক করার পর বুঝতে পেরেছিলাম । কিন্তু কোনো উদ্যোগ নেই নি, কারণ অযথা বিবাদ সৃষ্টি করা আমার জন্য কিছুটা বিপদের/রিস্কের (কারণ কমিউনিটির অনেকে আমার সত্যিকারের পরিচয় জানেন) হবে। কিন্তু আপনি এই বিষয়টি তুলে ধরেছেন , এতে খুশি হয়েছি। এখন থেকে কাউকে মেরিট দেয়ার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে। যাই হোক, আপনার স্ক্যাম বাস্টিং কাজের জন্য শুভকামনা রইল। কাকাতুয়া বাংলাদেশিদের জন্য সত্যিই লজ্জার কারণ। এর থেকে বেশি আমার বলার কিছু নেই। যদিও আমি তার কিছু বাউন্টিতে কাজ করেছি। শেষ Clickgem বাউন্টিতে কাজ করি, যেটাতে ভন্ডামির কাহিনী অবশ্য তুলে ধরেছেন।
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
April 20, 2020, 09:12:01 AM

আমার বাংলাদেশী ভাই এবং বন্ধুরা যারা বিটকয়েন্টক কে একাউন্ট করেছেন তাদের সবার কাছে আমার একটা অনুরোধ এটা আমার প্রথম পোস্ট বিটকয়েন্টক বাংলাতে যদি আমার কোন ভুল হয়ে থাকে সে ক্ষেত্রে আমাকে দেখে দেবেন যে আমার এখানে ভুল হচ্ছে
 আমি 2017 সাল থেকে এয়ারড্রপ ক্যাম্পেইন গুলোতে কাজ করে আসছি কিন্তু বন্টি প্লাটফর্ম গুলোতে ওই হয়ে কাজ করা হয়নি তো আমি এখন চাচ্ছি যে এয়ারর্ড্রপ গুলোতে ইনকাম খুবই কম হয় সেই তুলনায় আমি যদি বন্টি প্লাটফর্ম গুলোতে কাজ করা শুরু করি আমার ইনকামটা বৃদ্ধি পাবে আশা করি
ভাই আমি ২০১৭ সালের অক্টোবর থেকে বিটকয়েন্টক এ কাজ করি। বাউন্টি করে ২০১৭, ২০১৮ সালে প্রচুর ইনকাম হতো। বর্তমানে বাউন্টি থেকে এয়ারর্ড্রপ গুলোর মতোই ইনকাম খুবই কম হয়। বেশীর ভাগ বাউন্টিই সাকসেস হচ্ছে না। বিনিয়োগকরীরা হাত গুটিয়ে বসে আছে। এর মধ্যে সারা বিশ্ব করোনা ভাইরাস মহামরীতে আক্লান্ত।
sr. member
Activity: 565
Merit: 270
Remember who u are, what u are & who you represent
April 20, 2020, 08:41:52 AM
ফোরামে মাল্টিপল আইডি চালানোর অনুমতি আছে। তবে আপনার কোন আইডি যদি ব্যান হয়ে যায় তবে বাকি আইডি অটোব্যান হয়ে যাবে।
একে Ban evasion বলে।

অনেক ধন্যবাদ এত সুন্দর করে বিষয়টা জানানোর জন্য। কিন্তু আপনি নিজে যে ব্যান অমান্য করে বিভিন্ন চাতুরীর মাধ্যমে এখাধিক একাউন্ট ব্যবহার করছেন তার জন্য কি বলবেন?
রেফারেন্সঃ
অন্যদেরকে অনুপ্রেরণা দেয়া সত্যি মহৎ কাজ কিন্তু দয়া করে সবাই যদি একটু সততা নিয়ে এই কমিউনিটিতে অন্যকে সাহায্য করি তাইলে আমাদের দেশের অন্যরা কাকাতুয়ার মত বিশাল চোর-বাটপার হবার অনুপ্রেরণা পাবে না।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 20, 2020, 03:52:10 AM
১। আপনার Alt একাউন্টের মধ্যে মেরিট শেয়ার করলে।
২। একই বাউন্টিতে মাল্টিপল আইডি দিয়ে জয়েন হলে।
প্রথমেই আপনাকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়টি সকলের কাছে তুলে ধরার জন্য। আমার সকল বাংলাদেশিদের কাছে একটিমাত্র প্রশ্ন, “ কী লাভ একের অধিক একাউন্ট দিয়ে কাজ করে ? শুধুমাত্র কিছুসময়ের জন্য লাভবান হচ্ছেন । কিন্ত‌ু কেনই বা ২-৩ টা একাউন্ট দিয়ে কাজ করতে লাগে । শেষ পর্যন্ত তো আপনাদের একাউন্টগুলো ব্যান হওয়া থেকে তো রেহাই পাবে না।” অনেক সময় নুতুন ইউজার বা বাউন্টি হান্টাররা আমাকে প্রশ্ন করে যে, আমি কয়টি একাউন্ট দিয়ে বাউন্টিতে কাজ করি?” প্রশ্ন শুনেই আমি অবাক হয়ে যাই , মাঝে মাঝে তো থ হয়ে যাই । কেনই বা আমি একের অধিক একাউন্ট ব্যবহার করব আর কিছু লাভের আশায় আমার পরকালের জীবনকে কেন প্রশ্নের সম্মুখিন করব। সকলের উদ্দেশ্য শুধু একটুকুই বলব যে, একটিমাত্র একাউন্ট ব্যবহার করুন, এতে সকলেই নিজ নিজ হকের রিওয়ার্ড বা লাভ পাবেন । অযথা একের অধিক একাউন্ট ব্যবহার করে তো শেষ পর্যন্ত একাউন্ট সব ব্যান হবে। কারণ “
Quote
চোরের দশদিন ,গেরস্তের একদিনই যথেষ্ট।

বি:দ্র: এই পোষ্টটি পড়ার পর হয়তো অনেকে হয়তো ভাববে যে, আমি কাউকে নির্দিষ্ট করে ব্যক্তিগত আক্রমণ করতেছি। কিন্ত‌ু তাদের জন্য এটাই বলব যে, এটি কোনোভাবেই কাউকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য নয়। এরপর হয়তো অনেকে আমাকে অপবাদ দেয়ার চেষ্টা করবে । তাই একটি বিষয় সকলের অবগতির জন্য বলব যে, আমার একটি মাত্র একাউন্ট সেটি হলো @Review Master এবং আমার প্রোফাইলে দেয়া Ethereum  এড্রেস ছাড়া অন্য কোনো এড্রেস ব্যবহার করি না। যদি কেউ এমন পেয়ে থাকেন , তাহলে ধরে নিবেন আমাকে অপবাদ দেয়ার চেষ্টা করতেছে। আর যদি বাউন্ট ম্যানেজার দ্বারা কোনো বাউন্টিতে নিজস্ব Ethereum এড্রেস চায় ,সেইক্ষেত্রে অন্য এড্রেস হবে। যেমন: Hacken ai  বাউন্টিতে vetchain এড্রেস চেয়েছে , যা Ethereum এড্রেসের মতো এবং Ethereum এর Fork হতে পারে। এছাড়াও Tokoin বাউন্টিতে তারা পরবর্তী সময়ে তাদের নিজস্ব ওয়ালেট অ্যাপ থেকে এড্রেস নিয়েছে।
member
Activity: 364
Merit: 12
April 20, 2020, 02:07:09 AM
আমরা কিভাবে সাসপেন্ট থেকে বাছতে পারবো, তাছারা আমরা সবাই জানি বিটকয়েনটক একটি বড় ফোরাম এবং কমিউনিটি ও খুব মজবুদ,
তা্ই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোন প্রকার সাসপেন্ট না হয়।

ভাই খুব ভাল প্রশ্ন করেছেন। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যেন আমাদের আইডি সাসপেন্ড না হয় এবং রেড ট্রাস্ট যেন না পায়।

১. আপনি যদি অন ফোরাম গিভওয়ে থ্রেডে জয়েন হন তবে আপনার আইডি সাসপেন্ড হতে পারে। তবে যেসব গিভওয়ে থ্রেডে ফর্ম বা টোলিগ্রামের মাধ্যমে জয়েন হওয়া যায় সেগুলোতে জয়েন হলে কিছু হবে না।
Giveaway threads are not allowed

 ২। কোন পোস্ট বা রির্পোট অন্য কারো থেকে কপি করলে।

আমি এখানে নেগেটিভ ট্রাস্ট পাওয়ারও কিছু কারন তুলে ধরছি....

১। আপনার Alt একাউন্টের মধ্যে মেরিট শেয়ার করলে।
২। একই বাউন্টিতে মাল্টিপল আইডি দিয়ে জয়েন হলে।
৩। আপনারা দেখবেন অনেক বাউন্টি ম্যানেজার নিজেই নেগেটিভ ট্রাস্ট পাওয়া। যে বাউন্টির জন্য ওই ম্যানেজার নেগেটিভ ট্রাস্ট পেয়েছে ওই বাউন্টিতে জয়েন হবেন না। যারা জয়েন হবে তাদের সবার নেগেটিভ ট্রাস্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
৪। অনেক সময় বাউন্টি ক্যাম্পেইন শেষ হয়ে যাবার পর ওই বাউন্টিতে অনেকে প্রুফ পোস্ট বা রির্পোট পোস্ট করছেন। ফলে বুট অথবা একাউন্ট ফার্মিং অভিযোগ এনে নেগেটিভ ট্রাস্ট দিচ্ছে।
৫। ফোরামে মাল্টিপল আইডি চালানোর অনুমতি আছে। তবে আপনার কোন আইডি যদি ব্যান হয়ে যায় তবে বাকি আইডি অটোব্যান হয়ে যাবে।
একে Ban evasion বলে।
৬। একাউন্ট কেনা বেচা করলে। একাউন্ট কেনা বেচা করে একই সাথে ইমেল এবং পাসওয়ার্ড পরিবর্তন করলে।

এছাড়াও ফোরামের নিয়ম কানুন ভঙ্গ করলে নেগেটিভ ট্রাস্ট এমনকি একাউন্ট ব্যানও হতে পারে।
ফোরামের নিয়ম কানুনগুলো ভালো করে জানার জন্য নিচের দুইটা টপিক খুব ভালো করে পড়ুন। এতে আপনি ফোরাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।
1. Newbies - Read before posting
2. Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ
copper member
Activity: 1120
Merit: 2
April 20, 2020, 02:03:38 AM
আয়াতে শিফা
ওয়া ইয়াশফী ছুদুরা কউমিম মুমিনীন । ওয়া ‍শিফাউল লিমা ফিছছুদুর । ইয়াথরূজু মিম বুতুনিহা শারাবুম মুখতালিফুন আল ওয়ানুহূ ফীহি শিফাউল লিন্নাছ ।ওয়ানুনাযাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনীন । ওয়া ইযা মরিদতু ফাহুয়া ইয়াশফীন । কুল হুয়া লিল্লাযীনা আমানূ হুদাও

কোরআন শরিফের মাঝে এমন কিছু আয়াত আছে যেগুলো বিভিন্ন রোগ-বিমারের জন্য শিফা স্বরূপ। তাই কোরআনের সেসব আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে শিফা [রোগ মুক্তি] চাওয়া উচিৎ। এগুলো দিয়ে রোগের চিকিৎসা করার সময় পূর্ণ একিন পূর্বশর্ত এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তাহলেই কেবল এসব আয়াতের দ্বারা রোগমুক্তি লাভকরা সম্ভব হবে!!

উল্লেখ্য যে, অসুস্থ হওয়ার পূর্বেই নিজের স্বাস্থের প্রতি যত্নবান হওয়া উচিত এবং সুস্থতার নিয়ামতের মূল্যায়ন করা উচিত। আর অসুস্থ হয়ে গেলে এ অসুস্থতা নিজের কারণে এসেছে বলে বিশ্বাস করা এবং সুস্থ হয়ে উঠলে এ সুস্থতা আল্লাহ তায়ালার দান বলে বিশ্বাস করা উচিত। কারণ কোরআনের মাঝে প্রকাশ্য- অপ্রকাশ্য সব রোগেরই শিফা রয়েছে!!

এই আমলটি করলে অনেকে আমরা উপকার পেতে পারি।
newbie
Activity: 11
Merit: 0
April 19, 2020, 01:07:52 PM
আচ্ছা ভাই কেউ কি ভালো কোনো কনটেষ্ট বা গিভএওয়ের কথা জানেন? যেনো এই খারাপ সময়ে রিয়েল কিছু টাকা কামানো যায় । এতে ‍উপকার হতো অনেক
jr. member
Activity: 828
Merit: 1
April 19, 2020, 11:51:20 AM
আমরা কিভাবে সাসপেন্ট থেকে বাছতে পারবো, তাছারা আমরা সবাই জানি বিটকয়েনটক একটি বড় ফোরাম এবং কমিউনিটি ও খুব মজবুদ,
তা্ই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোন প্রকার সাসপেন্ট না হয়। ধন্যবাদ সকলকে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 19, 2020, 10:14:25 AM
অবশ্যই সম্ভ, তারা যদি পারে আমরা কেন পারবো না। তবে ভাই  একটা বিষয় জানার ছিলো, Coinmarket cap কখন বিক্রি হলো, আর এটা এখন কে কিনেছে।  
এটি বাইন্যান্স কিনে নিয়েছে এবং এটি পুরাতন খবর বলা যায়। আর @BitCoinDream এটি উপরের লেখাটির সাথে লিংক করে দিয়েছে। আমি লেখাটি লাল রঙয়ের করে দিয়েছি। ওখানে ক্লিক করুন, তাহলে পোস্টটি পেয়ে যাবেন। এছাড়াও coinmarketcap এর অফিসিয়াল পোষ্টটিও আপনি পড়তে পারেন, পড়ার জন্য এখানে ক্লিক করুন ।
member
Activity: 364
Merit: 12
April 19, 2020, 09:49:00 AM
একটা জিনিস প্রায়ই দেখা যাচ্ছে যে আমরা যখন কোন পোস্ট quote করছি তখন সম্পূর্ন পোস্টকেই quote করছি। আবার অনেকেই দুই তিন জনের কোট করা পোস্টের সম্পূর্নটাকেই কোট করছেন। আমার মনে হয় পোস্ট কোট করার সময় সম্পূর্ন পোস্টকে কোট না করে আপনি যতটুকুর জন্য উত্তর দিচ্ছেন ততটুকু কোট করলে ভাল হয়। তাহলে আপনার পোস্টের সৌন্দর্যও বাড়বে, সবার বুঝতেও সুবিধা হবে। তবে বিছু কিছু সময় সম্পূর্ন পোস্ট কোট করার প্রয়োজন হতে পারে। ধন্যবাদ সবাইকে।
jr. member
Activity: 54
Merit: 1
April 19, 2020, 09:04:36 AM
সোশ্যাল বাউন্টি ক্যাম্পেন গুলোর মধ্যে কোন ক্যাম্পেইনগুলো লাভজনক এবং টুইটারে ফলোয়ার বাড়ানোর কোন উপায় আছে কি?

আপনি জানতে চেয়েছেন সোশ্যাল বাউন্টি  ক্যাম্পেইন গুলোর মধ্যে কোন ক্যাম্পেইন গুলো খুব বেশি প্রফিট বা লাভ দায়ক হয়ে থাকে।

আসলেই এই প্রফিট গুলো  নির্ভর করে,  আপনার কতজন ফলোয়ার বা বন্ধুগণ আছে তার উপর। উদাহরণস্বরূপ বলা যায় আপনি যখন কোন বাউন্টিতে জয়েন করেন তখন অবশ্যই আপনি রুলস গুলো পড়ে থাকেন । আর এসব নির্দেশাবলীর মধ্যে বলা থাকে যে,  আপনার 200 - 500 জন ফলোয়ার হলে 1 stakes, 500 -1000 ফলোয়ার হলে 2 stakes. তাহলে বোঝা যায়, আপনার ফলোয়ার বা বন্ধুদের উপর এটা বেশিরভাগ নির্ভর করে। তবে হ্যাঁ, সোশ্যাল ক্যাম্পেন গুলোর মধ্যে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ও রেডিট ক্যাম্পেন গুলো  বেশি প্রফিট দিয়ে থাকে।  যেহেতু এসব ক্যাম্পেইনে খুব কম সংখ্যক লোক জয়েন করে সেহেতু এসব ক্যাম্পেইন থেকে বেশি প্রফিট আয় করা যায়।

এখন আপনার দ্বিতীয় প্রশ্নে আসা যাক, খুব সুন্দর একটা প্রশ্ন কিভাবে টুইটারের ফলোয়ার বাড়ানো যায়। খুব সহজে চাইলে আমরা টুইটারে ফলোয়ার বাড়াতে পারি। এজন্য অবশ্যই আমাদেরকে টুইটারের গিয়ে আমাদের সার্চ বক্সে লিখতে হবে Follow Help এবং আমরা যখন Follow help লিখে সার্চ দিব তখন আমরা এরকম কিছু আইডি পেয়ে থাকবো।  এইসব আইডি গুলো আমরা ফলো করবো ফলো করার পর, এইসব আইডি থেকে " Follow all who like and Retweet This " কিছুক্ষণ পর পর এরকম পোস্ট করা হয়।  এরকম পোস্ট গুলোতে আমরা লাইক এবং রিটুইট করলে দেখবেন ফলোয়ার বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া যারা এসব পোস্টে লাইক এবং রিটুইট করে তাদেরকেও ফলো করতে পারেন, তাদেরকে ফলো করলে তারাও আপনাকে ফলো ব্যাক দিবে। এভাবে চাইলে খুব সহজে আমরা টুইটারে ফলোয়ার বাড়িয়ে নিতে পারি।
newbie
Activity: 125
Merit: 0
April 19, 2020, 08:20:38 AM
সোশ্যাল বাউন্টি ক্যাম্পেন গুলোর মধ্যে কোন ক্যাম্পেইনগুলো লাভজনক এবং টুইটারে ফলোয়ার বাড়ানোর কোন উপায় আছে কি?
newbie
Activity: 8
Merit: 0
April 18, 2020, 07:18:42 PM
@bitcoinbangladesh.org আপনি এযাবৎ এই thread এ যা post করেছেন, তার প্রায় সবটাই আপনার forum এর promotion. ওই forum এর আর কোনো link এই thread এ post না করার অনুরোধ রইল।  
জী ভাই বুজতে পেরেছি।  এইরকম ভুল আমার চৌদ্ধ গুষ্টিও কবরে না আর।  ভুল হইয়া গেসে। বুজতে পারি নাই যে আপনার টপিক এর চৌদ্ধটা বেজে গেসে এইটা পোস্ট করায়।

@Little Mouse, এইরকম উদ্যোগ যদি আরো নেন তাহলে http://bitcoinbangladesh.org/ এ গিয়ে ইউসার bitrator কে আপনার স্টেক করা বিটকয়েন এড্রেস সাইন করে PM করে দিয়েন।  এই ভদ্রলোকের টপিক থেকেই আমি লিভ নিলাম।

ধন্যবাদ
সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, "A reply of yours, quoted below, was deleted by a Bitcoin Forum moderator." যখন বলা হয়, তখন সেটা আমি নই। সেটা কোনো BitcoinTalk Moderator. আমি delete করলে "A reply of yours, quoted below, was deleted by the starter of a self-moderated topic." দেখাবে। এই ব্যক্তির কোনো post আমি এখনো report বা delete করিনি। কিন্তু Spam করার পরেও দেখছি উনি উল্টে আমাকেই attitude দেখাচ্ছেন। তবে যেহেতু উনি বলেছেন 'টপিক থেকেই আমি লিভ নিলাম', তাই আপাতত আর ঝামেলা বাড়াচ্ছি না।

বাকি মেম্বারদের অনুরোধ, সৌহার্দ্য বজায় রাখুন। গঠনমূলক কাজের চেষ্টা করুন। পারলে https://github.com/bitcoin-dot-org/bitcoin.org/ তে contribute করুন। নতুন নতুন project idea try করুন। এই BitcoinTalk এ তৈরী হওয়া CoinMarketCap কিছুদিন আগে 400 million USD তে বিক্রি হয়ে গেলো। আজকে শুরু করে ভবিষ্যতে আমাদের কেউও তো এরকম কিছু করে উঠতে পারে। তাই না?
অবশ্যই সম্ভ, তারা যদি পারে আমরা কেন পারবো না। তবে ভাই  একটা বিষয় জানার ছিলো, Coinmarket cap কখন বিক্রি হলো, আর এটা এখন কে কিনেছে।   
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
April 18, 2020, 01:40:53 PM
@bitcoinbangladesh.org আপনি এযাবৎ এই thread এ যা post করেছেন, তার প্রায় সবটাই আপনার forum এর promotion. ওই forum এর আর কোনো link এই thread এ post না করার অনুরোধ রইল।  
জী ভাই বুজতে পেরেছি।  এইরকম ভুল আমার চৌদ্ধ গুষ্টিও কবরে না আর।  ভুল হইয়া গেসে। বুজতে পারি নাই যে আপনার টপিক এর চৌদ্ধটা বেজে গেসে এইটা পোস্ট করায়।

@Little Mouse, এইরকম উদ্যোগ যদি আরো নেন তাহলে http://bitcoinbangladesh.org/ এ গিয়ে ইউসার bitrator কে আপনার স্টেক করা বিটকয়েন এড্রেস সাইন করে PM করে দিয়েন।  এই ভদ্রলোকের টপিক থেকেই আমি লিভ নিলাম।

ধন্যবাদ
সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, "A reply of yours, quoted below, was deleted by a Bitcoin Forum moderator." যখন বলা হয়, তখন সেটা আমি নই। সেটা কোনো BitcoinTalk Moderator. আমি delete করলে "A reply of yours, quoted below, was deleted by the starter of a self-moderated topic." দেখাবে। এই ব্যক্তির কোনো post আমি এখনো report বা delete করিনি। কিন্তু Spam করার পরেও দেখছি উনি উল্টে আমাকেই attitude দেখাচ্ছেন। তবে যেহেতু উনি বলেছেন 'টপিক থেকেই আমি লিভ নিলাম', তাই আপাতত আর ঝামেলা বাড়াচ্ছি না।

বাকি মেম্বারদের অনুরোধ, সৌহার্দ্য বজায় রাখুন। গঠনমূলক কাজের চেষ্টা করুন। পারলে https://github.com/bitcoin-dot-org/bitcoin.org/ তে contribute করুন। নতুন নতুন project idea try করুন। এই BitcoinTalk এ তৈরী হওয়া CoinMarketCap কিছুদিন আগে 400 million USD তে বিক্রি হয়ে গেলো। আজকে শুরু করে ভবিষ্যতে আমাদের কেউও তো এরকম কিছু করে উঠতে পারে। তাই না?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 18, 2020, 02:21:50 AM
আমি এবং আমাদের এইখানে ছোট একটি সংস্থার সাহায্যে সবকিছু কেনা এবং প্যাকেজিং শেষ করলাম। উক্ত সংস্থার সাহায্যে আমরা বিকেলে ২৪ টি পরিবারের নিকট আমাদের এই সহায়তা পৌঁছে দেব।
আমাদের কথা ছিল ২০ পরিবারকে সহায়তা করা। ফান্ড কিছু বেশি হওয়ায় আমি সেটা পরিবর্তন করে ২৪ করেছি। উল্লেখ্য, ২৪ পরিবার করার জন্যে আমরা চাল ৬ কেজি থেকে ৫ কেজিতে নিয়ে এসেছি। কারন আমরা চাল হিসেব করেছিলাম ৪০ টাকা করে কিন্তু সেটা দুই দফায় ৪৩.৫ টাকা এবং ৪৫ টাকা করে নেয়া হয়েছে। দুই দফায় কারন বড় দোকান থেকে ৪৩.৫০ টাকা করে ৫০ কেজির দুই বস্তা চাল নিয়েছিলাম। বাকি ২০ কেজি খুচরো কিনার কারনে দাম ৪৫ টাকা করে দিতে হয়েছে।

আমাদের সর্বমোট ফান্ড হয়েছিল ১১২৮৫ টাকা। নিচে আমি কি কি পন্য ক্রয় করেছি তার বিস্তারিত দিচ্ছি।

১. চাল- ৪৩৫০+৯০০= ৫২৫০ টাকা (১২০ কেজি)
২. পেয়াজ- ১৪৪০ টাকা (২৪ কেজি)
৩. মসুর ডাল- ৯৬০ টাকা (১২ কেজি)
৪. আলু- ১০৮০ টাকা (৪৮ কেজি)
৫. চিনি- ৭৬৮ টাকা (১২ কেজি)
৬. তেল- ১০২০ টাকা (১২ লিটার, প্যাকেট)
৭. সাবান- ৭২০ টাকা (২৪ পিস, লাইফবয়)
৮. প্যাকেজিং১- ২০০ টাকা (ব্যাগ)
৯. প্যাকেজিং২- ১০০ টাকা (পলিথিন বড় + ছোট)

মোট- ১১৫৩৮ টাকা, এর মধ্যে মুদি দোকানদার ৮ টাকা কম নিয়েছে। সর্বমোট খরচ ১১৫৩০ টাকা। ২৪৫ টাকা + অল্প কিছু ভাড়া এক্সট্রা গিয়েছে।









সবাইকে অনেক ধন্যবাদ। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

এইখানে এই সহায়তা কে দিয়েছে তার কোন উল্লেখ নেই। আমি কিংবা আমাদের বিটকয়েনটক কমিউনিটির কিছুই উল্লেখ নেই। আমি বিটকয়েনটক কমিউনিটি উল্লেখ করার দরকারবোধ করেছিলাম কিন্তু নিরাপত্তার কথা এবং কতটুকু লাভ হবে সে চিন্তা করে কিছুই বলিনি। এমনকি যে সংস্থার সহায়তা নিয়েছি তারাও জানে যে আমি নিজেও এই ফান্ডে সম্পৃক্ত নই, আবার একথাও বলা হয়েছে কোন রাজনৈতিক দল সম্পৃক্ত নেই।

সবাইকে অনেক ধন্যবাদ।
newbie
Activity: 7
Merit: 0
April 17, 2020, 06:11:06 PM
ভাইদের প্রতি সাহায্য আশা করছি, বাংলাদেশে কি ক্রিপটোকারেনছি বৈধ নাকি অবৈধ। ভারতের মোত যদি কোটের ন্যায় যদি প্রকাশ করতো তাহলে বাংলাদেশে ক্রিপটোকারেনচি অনেক উন্নতি করত। এবং বাংকের মাধ্যমে লেনদেন হলে অনেক অসাধু ব্যবসায়ি প্রতিরোধ হতো।
@kakamrul, বাংলাদেশ Bitcoin /  crypto currency একে বারে নিষিদ্ধ,  যদি সরকার বা কোন আইনের লোক জানতে পারে তাহে অনেক বিপদ হবে৷  কারন এটা কে বাংলাদেশ ব্যাংক এর আইন অনুযায়ী মানিলন্ডারি বলে যার বিশেষ একটি আইন রয়েছে, তাই কেউ যাতে বুঝতে না পারে, এমন কি আপনার,  বউ ও না কারন মেয়েদের মুখ অনেকটা পাতলা থাকে, মুখ মুসকে সব কথা বেড় হয়ে যায়, যদিও মজার ভাবে বলেছি কিন্তু এটাই কিন্তু সত্য কারোর কাছে বলার দরকার নাই।
member
Activity: 86
Merit: 27
April 17, 2020, 01:56:30 PM
আপনি কি জানেন দীর্ঘদিন যাঁরা BTC ধইরা আছেন, কয়খান Alt Coin তাঁরা বিনে পয়সায় পাইসেন? নিচে একখান তালিকা রইল...

৮. Mimble Wimble Coin (MWC) - https://www.mwc.mw
৯. HEX Token (HEX) - https://hex.win
১০. CPD Token (CPD) - https://cpdproject.com

আপনি যদি এখনো BTC কিনা লন, Bitcoin Block Halving এর সময় আপনি বিনে পয়সায় পাইতে পারেন CPD Token. এছাড়াও যত মানুষ আপনার referral link দিয়া join করবো, staking period এ তাগো CPD Token এর ১০% আর auction period এ তাগো ETH এর ১০% পাইবেন আপনি।
আমি MWC, HEX এর বিষয়টি পরিস্কার নই। এই দুইটা কয়েন কখন দেয়া হয়েছে? এই গুলা কি ব্লকচেইনে যাদের বিটিসি রাখা আছে শুধু তাদের দিয়েছে?
আর CPD টোকেনের নিউজ আপনি কৈ পাইলেন? এই নিউজের ডিটেইলস কি দিতে পারবেন? বিষয়টি একটু ভালভাবে পরিস্কার হতে চাই ছিলাম। লিংক থাকলে একটু দিয়েন।

MWC, HEX এর site গুলা দ্যাখেন। ঐখানে details পাইয়া যাইবেন। আপনারে message sign কইরা ownership prove করতে হইবো। private key রাখন লাগবো।

আর CPD টোকেনের নিউজ আমি এইখানে পাইসি - https://www.reddit.com/r/BitcoinAirdrops/comments/fmq9eg/airdrop_crypto_powered_development_project_cpd/
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
April 17, 2020, 12:44:23 PM
Smiley সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা Smiley

@Najir2017 আপনি ভালো post করছেন। একটাই অনুরোধ। Font Size normal রাখুন। Focus এর জন্য color বা bold করুন। নইলে thread খুব cluttered হয়ে যাচ্ছে, কারণ অনেকেই আপনাকে quote করছেন। বাকি যেমন লিখছেন, তেমনই লিখতে থাকুন।

@bitcoinbangladesh.org আপনি এযাবৎ এই thread এ যা post করেছেন, তার প্রায় সবটাই আপনার forum এর promotion. ওই forum এর আর কোনো link এই thread এ post না করার অনুরোধ রইল।  
Jump to: