Author

Topic: বাংলা (Bengali) - page 454. (Read 5327140 times)

member
Activity: 1638
Merit: 15
🪙 🪙 🪙 🪙
January 17, 2020, 12:49:00 AM
ক্রিপ্টোকারেন্সি তে ২০২০ সালে ভাল কিছু নিউজ আসতেছে যা ক্রিপ্টোকারেন্সি এর জন্য অনেক ভাল কিছু হওয়ার সম্ভবনা আছে -

১. ফেসবুক তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি ঘোষণা দিবে ২০২০ সালে।
২. ইথেরিয়াম এর নতুন আপডেট আাসতেছে আসা করা যাচ্ছে এই আাপডেট টা আাসলে বিনিয়োগ কারীদের আকৃষ্ট করবে এবং ইথেরিয়াম এর দাম বাড়ার সম্ভবনা আছে।
৩. বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপ গুলো তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনার ইচ্ছে পোষন করছে

আসা করা যাচ্ছে এই সব আপডেট গুলো আসলে ভবিষ্যতে   ক্রিপ্টোকারেন্সির বিকাসে অনেক ইতিবাচক হবে
jr. member
Activity: 60
Merit: 5
January 16, 2020, 02:53:52 PM
ধন্যবাদ NNRR
কিন্তু আমার মনে হচ্ছে আপনি মনে হয় আর্টিকেলটি কোথাও থেকে গুগল ট্রান্সলেশন করেছেন যেটা করা মোটেও উচিত নয়। লেখার ধরন দেখে মনে হচ্ছে এইটা গুগল ট্রান্সলেশন। যাই হোক, আমি একটি মেরিট দিলাম। আশা করছি গুগল ট্রান্সলেশন এড়িয়ে চলবেন পাশাপাশি আরো কন্ট্রিবিউশন রাখবেন লোকাল থ্রেডে।

সবার উদ্দেশ্যে বলছি-
যারা বিটকয়েন এর ইনপুট এবং আউটপুট নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তার জন্য মেরিট থাকবে। যে কেউ অংশগ্রহণ করতে পারেন।

এটা আমার কাছেও গুগল ট্রান্সলেশন মনে হয়েছে। আমি উপরে একটি লিঙ্কও শেয়ার করেছি যার সাথে এই লেখার অনেকটা মিল আছে।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
January 16, 2020, 02:00:28 PM
ধন্যবাদ NNRR
কিন্তু আমার মনে হচ্ছে আপনি মনে হয় আর্টিকেলটি কোথাও থেকে গুগল ট্রান্সলেশন করেছেন যেটা করা মোটেও উচিত নয়। লেখার ধরন দেখে মনে হচ্ছে এইটা গুগল ট্রান্সলেশন। যাই হোক, আমি একটি মেরিট দিলাম। আশা করছি গুগল ট্রান্সলেশন এড়িয়ে চলবেন পাশাপাশি আরো কন্ট্রিবিউশন রাখবেন লোকাল থ্রেডে।

সবার উদ্দেশ্যে বলছি-
যারা বিটকয়েন এর ইনপুট এবং আউটপুট নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তার জন্য মেরিট থাকবে। যে কেউ অংশগ্রহণ করতে পারেন।
member
Activity: 1638
Merit: 15
🪙 🪙 🪙 🪙
January 16, 2020, 12:05:14 PM
বিটকয়েন এর দাম গত দুই সপ্তাহে বিস্ময়কর ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক মুদ্রা প্রতিবেদনের সময় $ ৬৮০০ থেকে শুরু করে $ ৮৮০০ ডলার হয়েছে 30% বৃদ্ধি হয়েছে দাম। এ বছর শুরুতে খুব অল্প সময়ের মধ্যে দুর্দান্ত  ভাবে বিটকয়েন দাম বেড়েছে  বিশ্লেষকরা আশা করেন যে এই বছর বিটকয়েন এর দাম অনেক বৃদ্ধি পেতে পারে। অনেক  বিশ্লেষকরা বলতেছে বিটকয়েন এর দাম ২০২০ সালে $৪০০০০ ডলার হওয়ার সম্ভবনা আছে। এখন দেখার বিষয় বিটকয়েন এর দাম ২০২০ সালে কতটুকু বৃদ্ধি পেতে পারে
jr. member
Activity: 60
Merit: 5
January 16, 2020, 02:02:26 AM
member
Activity: 1638
Merit: 15
🪙 🪙 🪙 🪙
January 15, 2020, 01:15:19 PM
ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট কী ?

ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং তাদের ফাংশন এর  ধরণগুলিতে যাওয়ার আগে, ক্রিপ্টো ওয়ালেট কী তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ।
একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট হল একটি সফ্টওয়্যার প্রোগ্রাম, একটি ডিভাইস বা একটি দৈহিক মাধ্যম যা পাবলিক এবং প্রাইভেট কী সংরক্ষণের জন্য ডিজাইন করা হয়েছে। এটি মালিকানা ট্র্যাক করতে, ব্যয় করতে এবং ডিজিটাল মুদ্রাগুলি গ্রহণ করতে ব্যবহৃত হয়। এছাড়াও ব্যবহারকারীরা তাদের ক্রিপ্টোকারেন্সি ভারসাম্য পর্যবেক্ষণ করতে পারেন। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের রেফারেন্স লাইনটি বাস্তব জীবনের ওয়ালেটে আঁকতে পারে যেখানে আমরা আমাদের ক্রেডিট কার্ড, কয়েন এবং নগদ সঞ্চয় করি। তবুও ফাংশনটি প্রায় একই রকম হলেও এটি যখন ডিজিটাল ওয়ালেট কীভাবে কাজ করে তখন অনেকগুলি পার্থক্য রয়েছে।

একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট কিভাবে কাজ করে

কোনও ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ক্ষেত্রে, ক্রিপ্টোকারেন্সি সম্পদগুলি প্রকৃতপক্ষে ওয়ালেট সংরক্ষণ করা হয় না, কারণ এগুলির কোনও দৈহিক আকারে অস্তিত্ব নেই। একটি ডিজিটাল ওয়ালেট জন-কী টাইপোগ্রাফির সাহায্যে তহবিলগুলি নিয়ন্ত্রণ করতে ব্লকচেইনের শক্তি ব্যবহার করে, গ্লোবাল সাইন অনুসারে
সার্বজনীন-কী ক্রিপ্টোগ্রাফি বা অসম্যাট্রিক ক্রিপ্টোগ্রাফি, একটি এনক্রিপশন স্কিম যা দুটি গাণিতিকভাবে সম্পর্কিত, তবে অভিন্ন নয়, কীগুলি - একটি পাবলিক কী এবং একটি ব্যক্তিগত কী ব্যবহার করে। ব্যক্তিগত এবং পাবলিক কীগুলি দুটি অনন্য সম্পর্কিত ক্রিপ্টোগ্রাফিক কী, যা সাধারণত দীর্ঘ এলোমেলো সংখ্যা একটি সর্বজনীন কী জনসাধারণের জন্য উপলভ্য এবং যে কোনও পাবলিক ডিরেক্টরি বা সংগ্রহস্থলের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। অন্যদিকে, একটি ব্যক্তিগত কী কেবল মাএ ওয়ালেট এর মালিকের কাছে থাকে।
কীভাবে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটগুলি কাজ করে তা আরও ভালভাবে বুঝতে, আসুন একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ঠিকানার সংজ্ঞাটি দেখুন। একটি ঠিকানা হল শনাক্তকারী যা 26-25 বর্ণমালা অক্ষর নিয়ে গঠিত। ওয়ালেটের ঠিকানা প্রতিটি ব্যক্তির জন্যও স্বতন্ত্র। ঠিকানাটি কোনও ক্রিপ্টো ওয়ালেটের যেকোন ব্যবহারকারীর দ্বারা তৈরি করা যেতে পারে এবং ক্রিপ্টোকারেন্সিগুলি গ্রহণ করতে ব্যবহার করা যেতে পারে। সুতরাং, এখানে ওয়ালেট ঠিকানা ফিয়াট মানি লেনদেনের জন্য ব্যবহার করা হয়।

ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ধরণ

কিছু ধরণের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট রয়েছে এবং এগুলির সকলের লক্ষ্য রয়েছে ক্রিপ্টোকারেন্সি সম্পদ সংরক্ষণ এবং পরিচালনার বিভিন্ন উপায়। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটগুলি সাধারণত তিন প্রকারে বিভক্ত করা যায়: সফ্টওয়্যার, হার্ডওয়্যার এবং কাগজ ডিজিটাল মুদ্রার ওয়ালেট । তবে আমরা ডেস্কটপ, অনলাইন এবং মোবাইল সফ্টওয়্যার ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মধ্যে আরও পার্থক্য করতে পারি।

সফটওয়্যার ওয়ালেট

সফ্টওয়্যার ক্রিপ্টো ওয়ালেটগুলি হল ওয়েব-ভিত্তিক ডিজিটাল ওয়ালেট যা "হট ওয়ালেট" হিসাবেও উল্লেখ করা যেতে পারে, কারণ তারা ইন্টারনেটে লিঙ্কযুক্ত, সুতরাং হ্যাক করার সম্ভাব্য ঝুঁকিপূর্ণ। তবুও, এই ওয়ালেটগুলি এমন ব্যবহারকারীদের জন্য বেশ সুরক্ষিত হিসাবে পরিচিত।

ডেস্কটপ ওয়ালেট

এই ধরণের ক্রিপ্টো ওয়ালেট গুলো ব্যবহারকারীর কম্পিউটারে ডাউনলোড এবং ইনস্টল করা প্রয়োজন। ডেস্কটপ ওয়ালেটগুলি কেবলমাত্র একটি পিসি বা ল্যাপটপ থেকে অ্যাক্সেস করা যায়, যার মধ্যে সে ডাউনলোড হয়েছিল। এই ওয়ালেটগুলি মাঝারি স্তরের সুরক্ষার জন্য পরিচিত এবং বিপুল পরিমাণে ক্রিপ্টোকারেন্সি সঞ্চয় করার জন্য সুপারিশ করা হয় না।

অনলাইন ওয়ালেট

অনলাইন ওয়ালেটগুলি যে কোনও অবস্থান থেকে যে কোনও ল্যাপটপ বা ডিভাইস থেকে অ্যাক্সেস করা যায়। এই ওয়ালেটগুলি বর্ধিত সুবিধার্থে আসে, তবুও, তহবিলগুলির সুরক্ষার স্তর নেতিবাচকভাবে প্রভাবিত হয়। এছাড়াও, অনলাইন ওয়ালেটগুলি সাধারণত ব্যক্তিগত কীগুলি অনলাইনেও সংরক্ষণ করে এবং তৃতীয় পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জাতীয় ওয়ালেট থাকা সম্পদের দুর্বলতাকে বাড়িয়ে তোলে।

মোবাইল ওয়ালেট

এই ওয়ালেটগুলি আপনার ফোনের একটি অ্যাপ্লিকেশনে চলে। এগুলি ব্যবহারে বেশ সুবিধাজনক এবং যে কোনও অবস্থান থেকে আপনার ফোনে অ্যাক্সেস করা যায়। এই ওয়ালেটগুলি ডেস্কটপ ডিজিটাল ওয়ালেটের একটি ছোট সংস্করণ হিসাবে ধরা যেতে পারে। এগুলি ব্যবহারকারীর পক্ষে আরও সহজতর।

হার্ডওয়্যার ওয়ালেট

হার্ডওয়্যার ওয়ালেটগুলি সফ্টওয়্যার ক্রিপ্টো ওয়ালেট থেকে আলাদা  তারা কোনও ইউএসবি ড্রাইভের মতো কোনও হার্ডওয়্যার ডিভাইসে ব্যবহারকারীর ব্যক্তিগত কী সঞ্চয় করে। হার্ডওয়্যার ওয়ালেটগুলি ক্রিপ্টোকারেন্সি অফলাইনে সঞ্চয় করার জন্য ডিজাইন করা হয়েছে যদিও ব্যবহারকারীরা এখনও অনলাইনে লেনদেন করতে পারেন। এগুলিকে কোল্ড ওয়ালেট হিসাবেও উল্লেখ করা হয়, কারণ তারা ব্যক্তিগত কীগুলি অফলাইনে সংরক্ষণ করে, যা তাদের আক্রমণ হ্যাক করার জন্য প্
রতিরোধী করে তোলে। এই ওয়ালেটগুলি তাদের উচ্চ-সুরক্ষা বৈশিষ্ট্যের কারণে সাধারণত বড় পরিমাণে ক্রিপ্টো সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

কাগজ ওয়ালেট

কাগজের ওয়ালেটগুলি ব্যবহার সহজ এবং উচ্চ স্তরের সুরক্ষার জন্য এটি পরিচিত। এগুলি অফলাইন ওয়ালেটগুলি যা মূলত একটি ছাপানো কাগজের টুকরো যাতে ব্যক্তিগত এবং পাবলিক কী এবং ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জন্য কিউআর কোড থাকে।

আপনার ক্রিপ্টোকারেন্সি কীভাবে রক্ষা করবেন ?

আপনি যে কোন ধরণের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটকেই পছন্দ করেন না কেন, ক্রিপ্টো স্পেসে বেশ কিছু নিয়ম রয়েছে যা প্রত্যেককে তাদের সম্পত্তি রক্ষা করতে কিছু নিয়ম মানতে হবে।

আপনার ব্যক্তিগত কীগুলি কোথাও শেয়ার করবেন না

আপনার ব্যক্তিগত কী কারও সাথে ভাগ করে নেওয়া গুরুত্বপূর্ণ নয়। ব্যক্তিগত কীগুলি অক্ষর এবং সংখ্যাগুলির সংমিশ্রণ যা কেবল আপনার জানা উচিত।

সুরক্ষা স্তর

আপনার ক্রিপ্টো ওয়ালেটের জন্য গুগল প্রমাণীকরণকারী এবং একাধিক-স্বাক্ষর সুরক্ষাটিকে অবমূল্যায়ন করবেন না। এগুলি অপ্রয়োজনীয় ব্যবস্থার মতো মনে হতে পারে তবে অভিজ্ঞতা থেকে জানা যায় যে এগুলি সমস্তই হাজার হাজার ডলারের মূল্যবান ক্রিপ্টোকারেন্সিগুলিকে বাঁচাতে পারে।

ব্যাকআপ করুন

সর্বদা আপনার ওয়ালেট এবং ব্যক্তিগত কীগুলি ব্যাকআপ করুন। খালি ন্যূনতম হিসাবে, কোনও সময় আপনার ওয়ালেট এবং কীগুলির একটি হার্ড কপি রয়েছে তা নিশ্চিত করার জন্য সিডি বা ইউএসবি ড্রাইভে কমপক্ষে একটি ব্যাকআপ রাখার পরামর্শ দেওয়া হয়। মনে রাখবেন, আপনি যদি নিজের ওয়ালেট এবং কীগুলি হারিয়ে ফেলেন তবে আপনি সেই ওয়ালেটে থাকা সমস্ত ক্রিপ্টোকারেন্সি সম্পদের অ্যাক্সেসও হারাবেন।

পাসওয়ার্ড সুরক্ষা

আপনার ক্রিপ্টো ওয়ালেটের পাসওয়ার্ড সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ । অত্যন্ত কঠোর এবং অনন্য পাসওয়ার্ড নিয়ে আসুন যার মধ্যে সংখ্যা এবং অক্ষর (উভয় বড় এবং ছোট হাতের) অন্তর্ভুক্ত থাকে। কারও সাথে আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন না।
copper member
Activity: 232
Merit: 10
January 14, 2020, 09:48:56 AM
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
January 14, 2020, 07:03:13 AM
খুবই ভালো লাগলো যে আমাদের লোকাল এই থ্রেডের অনেক পরিবর্তন হয়েছে। আগের চেয়ে স্পাম কিছুটা কমেছে এবং পাশাপাশি সিনিয়র কিছু মেম্বারও এক্টিভ হয়েছে। আশা করছি সবাই ভালো মানের পোস্ট করবেন যাতে কেউ আমাদের স্পামার বলতে না পারে। পাশাপাশি যাদের মেরিট আছে তারা ভালো কোয়ালিটির পোস্টে অবশ্যই মেরিট দেবেন। এতে সবাই ভালো পোস্ট করার জন্য অনুপ্রানিত হবে।

মেরিট নিয়ে উপরে অনেকগুলো পোস্ট আছে, অনেকেই চেক না করেই জিজ্ঞেস করছে মেরিট কি এবং কিভাবে পেতে হয়। যাই হক, আমি আবার গুছিয়ে একটা পোস্ট করার চেষ্টা করছি যেটা আমাদের থ্রেড মডারেটর আশা করছি উনার থ্রেডে লিংক করে দেবেন যাতে নতুনরা থ্রেড থেকেই জানতে পারে।

মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।

এস-মেরিট কি?
এস-মেরিট হল যে মেরিটগুলো আপনি অন্যকে দিতে পারবেন। আপনি যদি ১টি মেরিট পান, তাহলে আপনার এস-মেরিট হবে ০.৫ মানে আপনি যা মেরিট পাবেন তার অর্ধেক আপনার এস-মেরিটে যোগ হবে।
আপনি কাউকে মেরিট দিলে আপনার মুল মেরিট কম্বে না। উদাহরণস্বরুপ, আপনি ১০ মেরিট পেলে আপনার এস-মেরিট হবে ৫। আপনি যদি কাউকে ৫ মেরিট দেন, আপনার মুল মেরিট কিন্তু কমবে না, সেটা ১০ থেকে যাবে।

মেরিট সোর্স
ফোরামে যাতে পর্যাপ্ত মেরিটের সরবরাহ থাকে বা মেরিট দেয়ার লোক থাকে, সেজন্য এডমিন থিমস সাহেব ৯৮ জন মেরিট সোর্স হিসেবে নিয়েছেন। এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে।

মেরিট এর প্রয়োজনীয়তা
ফোরামে র‍্যাংক আপ করতে হলে আপনাকে অবশ্যই মেরিট থাকতে হবে। তাছাড়া মেরিট থাকার মানে হল আপনি একজন ভালো মানের পোস্টার যা আপনাকে একতা ভালো সিগ্নেচার ক্যাম্পেইনে একচেপ্ট হতে সহায়তা করবে। নিচে বিভিন্ন র‍্যাংকের জন্য প্রয়োজনীয় মেরিট সংখ্যা দেয়া হল।
১। নিউবি- ০ মেরিট
২। জুনিয়র মেম্বার- ১ মেরিট + ৩০ এক্টিভিটি
৩। মেম্বার- ১০ মেরিট + ৬০ এক্টিভিটি
৪। ফুল মেম্বার- ১০০ মেরিট + ১২০ এক্টিভিটি
৫। সিনিয়র মেম্বার- ২৫০ মেরিট + ২৪০ এক্টিভিটি
৬। হিরো মেম্বার- ৫০০ মেরিট + ৪৮০ এক্টভিটি
৭। লিজেন্ডারি মেম্বার- ১০০০ মেরিট + ৭৭৫ থেকে ১০৩০ এক্টিভিটি

আমাদের এই থ্রেডে যারা বিটকয়েন এবং এর টেকনিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা করবে তাদের আমি মেরিট দেব। শুরু করুন। যেসব ব্যাপার বুঝতে পারবেন না সেক্ষেত্রে আমি আছি, আমাদের মডারেটর আছেন + আরো সিনিয়র মেম্বার আছেন যারা আপনাকে সহায়তা করবেন অবশ্যই।
নোটঃ স্পাম পোস্ট দেখলে রিপোর্ট করতে ভুলবেন না।
newbie
Activity: 9
Merit: 1
January 13, 2020, 08:22:32 AM
এছাড়াও আমি একটি থ্রেড সবার সাথে শেয়ার করছি যেখান থেকে বিটকয়েন ওয়ালেট সম্পর্কে একটু বিস্তারিত ধারনা পাওয়া যাবে
https://bitcointalksearch.org/topic/m.16405643
আপনাকেও ধন্যবাদ এইটা শেয়ার করার জন্য। এই থ্রেডটি অনেক সুন্দর করে গুছিয়ে লেখা হয়েছে যা প্রকৃত অর্থেই অর্থবহ। ওইখানে সব ওয়ালেটের বর্ণনা খুব সুন্দরভাবে দেয়া হয়েছে।
যাই হোক, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন বিটকয়েন ওয়ালেট সম্পর্কে জানতে তাহলে আমার লেখা কিভাবে বিটকয়েন একাউন্ট খুলবেন আর্টিকেলটি দেখে নিতে পারেন। এইখানে মোটামুটি ওই থ্রেডের বেশিরভাগ ওয়ালেট সম্পর্কেই বিশদ আলোচনা করা হয়েছে এবং পাশাপাশি ইলেকট্রাম এর টিউটোরিয়ালও শেয়ার করা হয়েছে। আশা করছি নতুনরা উপকৃত হবেন এইটা থেকে।
jr. member
Activity: 60
Merit: 5
January 13, 2020, 12:01:38 AM
আমাদের বাংলাদেশে অনেকেই অনেক আর্টিকেল লিখেছেন কিংবা ভিডিও বানিয়েছেন কিভাবে বিটকয়েন ওয়ালেট খুলতে হয়। কিন্তু সবাই ভুল ধারনা দিয়েছেন। বিটকয়েন ওয়ালেট কিভাবে খুলতে হয় সেটা দেখিয়েছেন ঠিকই কিন্তু সবাই ব্যবহার করেছেন কয়েনবেজ ওয়ালেটকে। কয়েনবেজ প্রথমত একটা এক্সচেঞ্জ সাইট যা এর পাশাপাশি ওয়ালেট সুবিধাও দিয়ে থাকে। তবে এই ধরনের ওয়ালেট রিস্কি কারন এই ওয়ালেটের উপর আপনার নিয়ন্ত্রন নেই বললেই চলে। এইটা বিটকয়েন ওয়ালেট ব্যবহারের প্রকৃত মেথড না। ইমেইল এড্রেস দিয়ে যে ওয়ালেট ব্যবহার করতে হয় সেগুলো অনেক রিস্কি, যেমন- কয়েনবেজ, ব্লকচেইন ওয়ালেট। এইগুলো হট ওয়ালেট যা অনেক রিস্কি। এই ওয়ালেটগুলোর উপর আপনার কোন নিয়ন্ত্রণ নেই বললেই চলে। কারন এইগুলো একটা ইমেইল একাউন্ট দিয়ে নিয়ন্ত্রিত হয়। বিটকয়েন ওয়ালেট সম্পর্কে ভুল ধারনাগুলো ক্লিয়ার করে নিতে দেখুন- কিভাবে বিটকয়েন ওয়ালেট খুলবেন bangla tutorial
আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কিছু শিখতে সহায়তা করবে।আমি নিজেও কিছু ভুল ধারনায় ছিলাম। আমার দেখা এই পর্যন্ত এইটাই সবচেয়ে সুন্দর টিউটোরিয়াল যেখানে বাংলায় বিটকয়েন ওয়ালেট কিভাবে খুলবেন তার খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। ভিডিওটি দেখে এখন হয়তো অনেকেই বিটকয়েন ওয়ালেট খুলতে পারবে।
এছাড়াও আমি একটি থ্রেড সবার সাথে শেয়ার করছি যেখান থেকে বিটকয়েন ওয়ালেট সম্পর্কে একটু বিস্তারিত ধারনা পাওয়া যাবে
https://bitcointalksearch.org/topic/m.16405643
jr. member
Activity: 60
Merit: 5
January 11, 2020, 01:26:28 AM
এখানে নতুন অনেকে আছেন যারা বাউন্টি করতে চান। তাদের জন্য লিঙ্ক গুলা দিলাম, কারন আমার কাছে বাউন্টি গুলো ভালো মনে হয়েছে।

https://bitcointalksearch.org/topic/bounty-swapzilla-daily-stakes-distribution-750-000-no-kyc-5190107
https://bitcointalksearch.org/topic/bounty-thaler-investing-was-never-been-easier-ieo-listing-on-vindax-5190169
https://bitcointalksearch.org/topic/bounty-acash-coin-one-bounty-two-rewordlisted-on-coinmarketcap-5189582

সকল কে ধন্যবাদ

একটি নতুন বাউন্টি লিঙ্ক দিলাম। মাত্র ৫ সপ্তাহ।
https://bitcointalksearch.org/topic/bounty-ridenode-bounty-campaign-reward-350000-for-5-weeks-5216291
ভালো লাগলে জয়েন হতে পারেন।
newbie
Activity: 266
Merit: 0
January 10, 2020, 09:46:41 PM
are u from bangladesh?
Yes iam from Bangladesh
newbie
Activity: 9
Merit: 1
January 10, 2020, 12:17:09 PM
আমাদের বাংলাদেশে অনেকেই অনেক আর্টিকেল লিখেছেন কিংবা ভিডিও বানিয়েছেন কিভাবে বিটকয়েন ওয়ালেট খুলতে হয়। কিন্তু সবাই ভুল ধারনা দিয়েছেন। বিটকয়েন ওয়ালেট কিভাবে খুলতে হয় সেটা দেখিয়েছেন ঠিকই কিন্তু সবাই ব্যবহার করেছেন কয়েনবেজ ওয়ালেটকে। কয়েনবেজ প্রথমত একটা এক্সচেঞ্জ সাইট যা এর পাশাপাশি ওয়ালেট সুবিধাও দিয়ে থাকে। তবে এই ধরনের ওয়ালেট রিস্কি কারন এই ওয়ালেটের উপর আপনার নিয়ন্ত্রন নেই বললেই চলে। এইটা বিটকয়েন ওয়ালেট ব্যবহারের প্রকৃত মেথড না। ইমেইল এড্রেস দিয়ে যে ওয়ালেট ব্যবহার করতে হয় সেগুলো অনেক রিস্কি, যেমন- কয়েনবেজ, ব্লকচেইন ওয়ালেট। এইগুলো হট ওয়ালেট যা অনেক রিস্কি। এই ওয়ালেটগুলোর উপর আপনার কোন নিয়ন্ত্রণ নেই বললেই চলে। কারন এইগুলো একটা ইমেইল একাউন্ট দিয়ে নিয়ন্ত্রিত হয়। বিটকয়েন ওয়ালেট সম্পর্কে ভুল ধারনাগুলো ক্লিয়ার করে নিতে দেখুন- কিভাবে বিটকয়েন ওয়ালেট খুলবেন bangla tutorial
আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কিছু শিখতে সহায়তা করবে।আমি নিজেও কিছু ভুল ধারনায় ছিলাম। আমার দেখা এই পর্যন্ত এইটাই সবচেয়ে সুন্দর টিউটোরিয়াল যেখানে বাংলায় বিটকয়েন ওয়ালেট কিভাবে খুলবেন তার খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
copper member
Activity: 1120
Merit: 2
January 09, 2020, 07:45:27 AM
jr. member
Activity: 60
Merit: 5
January 09, 2020, 06:19:59 AM
কীভাবে আপনার টুইটার আইডি স্থগিতাদেশ থেকে রক্ষা করবেন।

আজকাল এটি একটি সাধারণ বিষয় যে "আপনার টুইটার আইডি স্থগিত করা হয়েছে"।

আমি আমার একটি টুইটার আইডি হারিয়েছি 10000+ জন অনুসরণকারীসহ। তারপরে আমি আর একটি টুইটার আইডি খুলি। আমার নতুন টুইটার আইডিটি কিছুদিন পূর্বে স্থগিত করা হয়েছিল। তবে আমি যথেষ্ট ভাগ্যবান যে টুইটার কর্তৃপক্ষ পর্যালোচনা করার পরে আমার টুইটার আইডি Unlock করেছে।

এখন আমি কীভাবে আপনার টুইটার আইডিটিকে সাসপেনশন থেকে রক্ষা করা যায় সে সম্পর্কে আমার সামান্য জ্ঞান শেয়ার করতে চাই।

আপনার টুইটার আইডি স্থগিত করার কারণ কী?

1. টুইটারের নিয়ম এবং নীতিমালা ভঙ্গ করা। আপনি এখানে টুইটার বিধি সম্পর্কে জানতে পারেন https://help.twitter.com/en/rules-and-polferences/twitter-rules?lang=browser

2. স্প্যাম পোস্ট করা।

৩. টুইটার কর্তৃপক্ষের সন্দেহ হলে কোন অ্যাকাউন্ট হ্যাক বা আপোস করা হয়েছে।

৪. আপত্তিজনক টুইট বা আচরণ।

৫. অতিরিক্ত হ্যাশট্যাগ (#) ব্যবহার করা।

৬. Fake অনুসারী অর্জনের জন্য তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন ব্যবহার করুন।

৭. একটি টুইটার অ্যাপ বা একটি ব্রাউজারে একাধিক টুইটার আইডি ব্যবহার করা।

৮. আগ্রাসীভাবে অল্প সময়ে লোককে follow করা এবং unfollow করা।

9. আপনার অ্যাকাউন্ট তৈরি করার পরে অনেক লোককে একসাথে অনুসরণ করা।

আরও তথ্যের জন্য আপনি এখানে দেখতে পারেন
1. https://help.twitter.com/en/managing-your-account/suspend-twitter-accounts

2. https://marcguberti.com/2014/05/10-reason-why-twitter-would-suspend-your-account-and-solitions/amp/

আপনি যদি সাসপেনশন এড়াতে চান তবে আপনাকে অবশ্যই উপরে বর্ণিত জিনিসগুলো এড়ানো উচিত।

যদি আপনার টুইটার অ্যাকাউন্টটি স্থগিত করা হয় তবে আপনি নিজের অ্যাকাউন্টটিকে Unsuspend করার জন্য আবেদন করতে পারেন। আপনার টুইটার আইডির সাথে সম্পর্কিত ইমেল এবং অন্যান্য তথ্যের সাথে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। তারপরে টুইটার কর্তৃপক্ষ ইমেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। যদি তারা মনে করে যে আপনার টুইটার আইডিটি আনলক করা যায় তবে তারা আপনাকে সতর্ক করে আপনার টুইটার আইডিটি আনলক করে দিবেন। নিচের লিঙ্কে গিয়ে আপনি আবেদন করার ফর্মটি দেখতে পারেন।
1. https://help.twitter.com/forms/general

2. https://help.twitter.com/forms/restore

আপনি এই নিবন্ধটি পড়তে পারেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। https://www.netleadz.co.uk/blog/your-twitter-account-suspend

ধন্যবাদ।
sr. member
Activity: 993
Merit: 250
Moonbet.io
January 09, 2020, 05:56:00 AM
newbie
Activity: 1
Merit: 0
January 08, 2020, 10:47:03 AM
Crypto আর্নিং নিয়ে কিছু কথা বলি ।
Crypto আর্নিং এর ২টি  জনপ্রিয় উৎস হচ্ছে - Airdrop এবং  Bounty ।

Airdrop : Cryptocurrency এর প্রচার এর জন্য crypto কোম্পানি গুলো কিছু token বা coin অফার করে থাকে ।
এর জন্য তারা কিছু রুলস উল্লেখ করে থাকে । তাদের রুলস গুলো সঠিকভাবে পূরণ করতে পারলে তারা নির্দিষ্ট সংখক coin বা token পে করে থাকে ।
এয়ারড্রপ এ যে রুলস থাকে তার কিছুটা  উল্লেখ করি - ফেইসবুক পেজ এ লাইক দেয়া, পোস্ট শেয়ার করা, টুইটার এ ফলো করা, রিটুইট করা  মিডিয়াম এ ফলো করা reddit এ ফলো করা ডিসকোর্ড চ্যানেল এ join করা , টেলিগ্রাম  চ্যানেল আর  গ্রুপ  এ join  করা আর  proof হিসেবে লিংকগুলো তাদের সিলেক্টেড  ফর্ম এ সাবমিট করতে হয় । এই কাজগুলো আপনি খুব সহজেই  করতে পারবেন । বিভিন্ন youtube চ্যানেল এ আপনি বিস্তারিত জানতে পারবেন ।

বেশির ভাগ crypto (my ether wallet address) এ পে করে থাকে । লিংক  : myetherwallet.com এই লিংক এ গিয়ে আপনি ether address খুলে নিতে পারবেন । এছাড়াও কিছু  নির্দিষ্ট coin এর নির্ধারিত wallet থাকতে পারে airdrop এর কাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে তাদের রুলস গুলো ভালোভাবে পরে নিতে হবে ।


Bounty : crypto এর জনপ্রিয়তা অর্জনের লক্ষে কোম্পানিগুলো promotion এর জন্য কিছু coin বা token অফার করে থাকে ।
বাউন্টি এর কিছুটা রুলস বলি- bounty তে আলাদা আলাদা সেকশন থাকে ।
যেমন- twitter campaign; facebook campaign; youtube campaign; content creation campaign;  linked in campaign;  reddit campaign; translation campaign; signature campaign ইত্যাদি । আপনি যেকোনো ১ টি ক্যাম্পেইন এর কাজ ও করতে পারেন ।

টুইটার এ রেগুলার টুইট করা, রিটুইট করা, ফেইসবুক পেজ এর পোস্ট শেয়ার করা, পোস্ট করা, কিছু ক্রিয়েটিভ সাবমিশন থাকতে পারে, এছাড়াও  ব্লগ পোস্ট তৈরী করা youtube  ভিডিও তৈরী করা reddit এ পোস্ট করা কমেন্ট করা ইত্যাদি কাজ থাকে । এর জন্য আপনাকে  weekly report করতে বলা হতে পারে । আর আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হবে । আর নির্ধারিত সময়ের পর আপনাকে পে করা হবে ।  কাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে তাদের রুলস গুলো ভালোভাবে পরে নিতে হবে ।


bitcointalk এর bounty সেকশন এ এই কাজগুলো খুঁজে পাবেন । লিংক: https://bitcointalk.org/index.php?board=238.0
এছাড়াও কিছু youtube channel এ আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন ।

আপনার my ether wallet address এ প্রাপ্ত টোকেন এই লিংক এ গিয়ে চেক করে নিতে পারবেন : https://ethplorer.io/
এবং নির্ধারিত exchange এ exchange করে আপনি বিটকয়েন এ রূপান্তরিত করতে পারবেন পরবর্তীতে আপনি বিটকয়েন কে টাকা তে  রূপান্তরিত করতে পারবেন । বাংলাদেশ এ আপনি  localbitcoin.com এ bitcoin exchange করে বিকাশ রকেট নগদ বা আপনার একাউন্ট এ টাকা নিতে পারবেন । কিভাবে ether wallet খুলবেন, কিভাবে exchange করবেন,  কিভাবে কাজ করবেন এইসব নিয়ে youtube এ অনেক ভিডিও আছে ।

আমি একটা পাকিস্তানী youtube channel ফলো করি : https://www.youtube.com/channel/UCCzQNZgF08fIzkp_hwQCT5g
এছাড়াও আপনি চাইলে আমাকে নক করতে পারবেন আমি অবশ্যই আপনাকে হেল্প করবো ।

ধন্যবাদ সবাইকে, আর Bitcointalk এ বাংলাদেশী মেম্বারদের সাথে থেকে আমি আনন্দিত ।
jr. member
Activity: 42
Merit: 4
January 08, 2020, 05:02:32 AM
আমার মনে হয় Forkdelta হোল বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ exchange। কারণ এই বিনিময়টিতে আপনার লগ ইন করার জন্য ব্যক্তিগত কী (private key) প্রয়োজন।

এই বিনিময়টিতে আমার দুটি খারাপ অভিজ্ঞতা আছে। এই এক্সচেঞ্জে ট্রেড করার সময় আমার Wallet দুইবার হ্যাক হয়েছিল।

এখন আমি নতুনদের যারা ফর্কডেল্টায় trade করতে চান তাদের সতর্ক করতে চাই।

1. প্রথমে আমি আপনাকে মেটামাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছি।
২. যাদের কম্পিউটার নেই, যারা মোবাইল ফোন ব্যবহার করেন, তারা trading এর জন্য একটি নতুন ERC 20 ওয়ালেট ব্যবহার করতে পারেন।
৩. আপনি ফোর্কডেল্টায় একটি নতুন ঠিকানা তৈরি করতে বা বিদ্যমান অ্যাকাউন্ট আমদানি করতে পারেন। https://i.imgur.com/cTJbtTt.png
4. তারপরে আপনি ফর্কডেল্টায় trade করতে পারবেন।
5. এখন আপনি একটি ক্রয় অর্ডার বা বিক্রয় অর্ডার করতে পারেন। আমি অর্ডার দেওয়ার পরে সবাইকে ফরেক্সডেলটা থেকে আপনার অ্যাকাউন্টটি forget করার পরামর্শ দিই। https://i.imgur.com/B2DBJXD.png
6. আপনি ভাবতে পারেন যে আপনি যখন নিজের অ্যাকাউন্টটি forget করবেন তখন আপনার সম্পত্তির কী হবে? কিছুই ঘটে না. আপনি লগইন না করে আপনার অর্ডারটি দেখতে পারেন। আপনি যখন দেখেন যে আপনার অর্ডার সম্পন্ন হয়েছে তখন আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করুন এবং আপনার সম্পদ withdraw করুন।
7. আপনাকে মনে রাখতে হবে যে প্রতি 10000 টি ব্লক পার হবার পর আপনার অর্ডারটি complete না হলে এটি শেষ হয়ে যায়। সুতরাং আপনাকে আপনার অর্ডারটি পরীক্ষা করতে হবে এবং মেয়াদ শেষ হলে আপনাকে আবার একটি order করতে হবে।
৮. কারণ আপনি যত বেশি সময় ফর্কডেল্টায় লগইন করেন আপনার ওয়ালেট হ্যাক করার সুযোগ তত বেশি। হ্যাকারদের আপনার ওয়ালেট হ্যাক করার জন্য কিছু সময়তো প্রয়োজন।

আমি এখানে একটি গুরুত্বগূর্ণ লিঙ্ক ও শেয়ার করছি
1. https://www.coingecko.com/buzz/complete-guide-to-using-forkdelta।
2. https://bitcointalksearch.org/topic/forkdelta-exchange-tutorial-for-beginer-3272692
3. https://steemit.com/forkdelta/@bitcoindollar/how-to-use-forkdelta-with-myetherwallet
4. https://coinpaprika.com/exchanges/forkdelta/

 এছাড়াও যদি অন্য কারো এ বিষয়ে কিছু  জানা থাকে তবে এখানে আলোচনা করলে আমাদের সবার উপকার হবে।  ধন্যবাদ বন্ধুগন.
full member
Activity: 1582
Merit: 101
January 07, 2020, 02:33:02 AM
স্টেকিং করে আয় করুন।
আপনি কি জানেন স্টেকিং করে আয় করা যায়? বায়নান্সে আপনি স্টেকিং করে প্রতিমাসে আয় করতে পারবেন। স্টেকিং কয়েনগুলো হোল্ড করলে অটোমেটিকভাবে আপনার বায়নান্সের ওয়ালেটে আয় চলে আসবে। যেমন ধরুন NEO, XLM, Harmoney One, TRX টোকেন হোল্ড করলেন বা প্রতিনিয়ত স্টেকিং টোকেন/কয়েনগুলো ট্রেড করলেন, যতদিন আপনার ওয়ালেটে ওই কয়েন/টোকেনগুলো থাকবে প্রতিদিন বায়নান্স আপনার সেই টোকেনগুলো কিউমুলেটিভ ওয়েতে যোগ করে প্রতিমাসের শুরুতে নির্দিষ্ট পরিমানে সেই টোকেন বোনাস দেয়। বোনাসের পরিমান নির্ভর করে সেই নির্দিষ্ট টোকেন এর বাৎসরিক % হারের উপর। এরকম আরো কিছু একচেঞ্জারে স্টেকিং করে আয় করা যায়। CoinHe একচেঞ্জে তাদের নিজস্ব টোকেন CHT হোল্ড এবং লক ফর মাইনিং করে প্রতিদিন আয় করতে পারবেন। তাই ট্রেডের এই ‍দুর্দিনে স্টেকিং হতে পারে আপনার আয়ের উৎস।

অনেক ভালো একটা পোষ্ট করলেন ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ট্রেডিং করলে লাভ লোকসানের একটা ব্যাপার থাকে তাই এখন থেকে যাদের মোটামুটি ভালো টাকা আছে তারা এটা করতে পারে যেটা একদম রিস্ক বিহীন। আমিও এখন থেকে তাই করব।
full member
Activity: 1099
Merit: 116
January 06, 2020, 11:05:55 PM
বিট কয়েন 2018 সালে একটা সময়ে দাম অনেক কমে গেল এমন কি 3500 ডলার পর্যন্ত গিয়েছিল।সিনিয়র ভাইরা কি মনে করে 2019 তো আমরা শেষ করলাম বিটকয়েনের দাম কি আর কমতে পারে বলে মনে হয়।নাকি এখান থেকে পুনরায় উঠতে শুরু করবে।আমি জানতে চাইছিলাম মার্কেটের এই দাম উঠা নামার স্ট্রাটেজী কিভাবে বুঝা সম্ভব । কোন সিনিয়র ভাইয়ের জানা থাকলে বলবেন দয়া করে ।

ভাই, ক্রিপ্টো মার্কেটের ট্রেন্ড বুঝা বড়ই কঠিন। এখানে প্রেডিকশান তেমন কার্যকরী হয়না। কথনোসখনো কাকতালীয়ভাবে কোন প্রেডিকশান ফলে যেতে পারে আবার সেটা নাও ফলতে পারে। যেমন ম্যাকাফি বলেছিলো ২০20 সালের শেষে বিটকয়েনের দাম ১ মিলিয়ন ডলার হবে।  এটা তার প্রেডিকশান যদিও আমি এটা বিশ্বাস করিনা যে ২০২০ সালের শেষে ১ মিলিয়ন ডলার হবে। তবে আমি আশা করি অন্তত ১৫০০০ ডলার প্রাইস থাকতে পারে।
Jump to: