ফোরামের নিয়ম কানুন- https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657
ফোরামে র্যাংক আপ করতে হলে এক্টিভিটি এবং মেরিট থাকা লাগবে। আপনি পোস্ট করলে এক্টিভিটি বাড়বে। প্রতিদিন অনেকগুলো পোস্ট করতে পারবেন তবে প্রতি ১৪ দিনে ১৪ টির বেশি এক্টিভিটি হবে না।
মেরিট সম্পর্কে পড়ুন- https://bitcointalksearch.org/topic/m.53602200
বিটকয়েন সম্পর্কে বাংলায় ফোরাম আছে, চাইলে সেখানেও আপনি জয়েন করে বিটকয়েন সম্পর্কে ধারনা নিতে পারেন- www.bitcoinbangladesh.org
1. কিভাবে Merit point বাড়ানো যায়
2. জুনিয়র মেম্বার হতে হলে আমাকে কি করতে হবে
3. BitcoinTalk এর activity বাড়ানোর মাধ্যমে কি কি উপকার হতে পারে
২। জুনিয়র মেম্বার হতে হলে আপনার ৩০টা এক্টিভিটি এবং ১টি মেরিট থাকা লাগবে।
৩। এক্টিভিটি হল র্যাংক আপের জন্য অন্যতম শর্ত, তবে সাথে মেরিট থাকাও আবশ্যক।