Author

Topic: বাংলা (Bengali) - page 453. (Read 5726133 times)

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 28, 2020, 04:41:42 PM
আমি এখানে নতুন।এটা কিভাবে ইউজ করতে হয় আমি জানি না।
নিচের পোস্টগুলো ভালোভাবে বুঝে নিন।
ফোরামের নিয়ম কানুন- https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657
ফোরামে র‍্যাংক আপ করতে হলে এক্টিভিটি এবং মেরিট থাকা লাগবে। আপনি পোস্ট করলে এক্টিভিটি বাড়বে। প্রতিদিন অনেকগুলো পোস্ট করতে পারবেন তবে প্রতি ১৪ দিনে ১৪ টির বেশি এক্টিভিটি হবে না।
মেরিট সম্পর্কে পড়ুন- https://bitcointalksearch.org/topic/m.53602200

বিটকয়েন সম্পর্কে বাংলায় ফোরাম আছে, চাইলে সেখানেও আপনি জয়েন করে বিটকয়েন সম্পর্কে ধারনা নিতে পারেন- www.bitcoinbangladesh.org


আমার কিছু প্রশ্ন ছিল

  1. কিভাবে Merit point বাড়ানো যায়

   2. জুনিয়র মেম্বার হতে হলে আমাকে কি করতে হবে

   3. BitcoinTalk এর activity বাড়ানোর মাধ্যমে কি কি উপকার হতে পারে
১। ভালো মানের পোস্ট করলে মেরিট পাওয়া যাবে।
২। জুনিয়র মেম্বার হতে হলে আপনার ৩০টা এক্টিভিটি এবং ১টি মেরিট থাকা লাগবে।
৩। এক্টিভিটি হল র‍্যাংক আপের জন্য অন্যতম শর্ত, তবে সাথে মেরিট থাকাও আবশ্যক।
copper member
Activity: 550
Merit: 10
April 28, 2020, 03:39:02 PM
আমার কিছু প্রশ্ন ছিল

  1. কিভাবে Merit point বাড়ানো যায়

   2. জুনিয়র মেম্বার হতে হলে আমাকে কি করতে হবে

   3. BitcoinTalk এর activity বাড়ানোর মাধ্যমে কি কি উপকার হতে পারে
newbie
Activity: 2
Merit: 0
April 28, 2020, 08:13:00 AM
আমি এখানে নতুন।এটা কিভাবে ইউজ করতে হয় আমি জানি না।
newbie
Activity: 18
Merit: 0
April 28, 2020, 07:57:37 AM
 বিটকয়েন হালভিং এর টাইম খুব একটা দেরি নেই বাংলায় যদি বিটকয়েন হালভিং সম্পর্কে কোন পোস্ট পাওয়া  যেত তাহলে আমাদের সবার জন্য খুব ভালো হতো
jr. member
Activity: 828
Merit: 1
April 27, 2020, 11:33:50 PM
স্যার ফুল মেম্বার কিভাবে তৈরী করবো??
member
Activity: 460
Merit: 10
🔥 Ultimate Launchpad on TON 🔥
April 27, 2020, 12:57:44 PM
আমার একটা বিষয় জানার ছিল কেউ যদি জানেন আমাকে জানালে খুব উপকার হতো. Jr.Member রা কি ভাবে Avatar ব্যবহার করে।

Avatar ব্যবহার করার জন্য আপনাকে নূন্যতম Full member হতে হবে। এর নিচের rank এর আইডিতে avatar support করে না।

ভাই আমি অনেকের দেখছি তারা কিভাবে এড করলো।  হা আমি জানি ফুল মেম্বার নিচে এড করা যাই না। হা আমি আপনাকে প্রমান দিচ্ছি। উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
newbie
Activity: 70
Merit: 0
April 27, 2020, 12:44:24 PM
Bitcoin Halving এর প্রায় দুই সপ্তাহ বাকি এখনো। এর ভিতর bitcoin uptrend এ থাকার সম্ভাবনা রয়েছে। যদি downtrend দেখা যায় আশা করা যায় বেশি নিচে যাবে না কারণ $7450 এ একটা সাপোর্ট আছে। আর যদি এই সাপোর্ট লেভেলের উপর থাকে তাহলে কিছু কিছু altcoin এ mini bullrun দেখা যেতে পারে।

https://imgur.com/RgjWF3p

আমি মনে করি এটা Daytrading এর উপযুক্ত সময়।
jr. member
Activity: 616
Merit: 1
April 27, 2020, 11:41:28 AM
শুধু বাউনটি রিপোর্ট জমা দিলে একাউন্ট সমস্যা হয় অনেক সময় ।
তাই রিপোর্টে এর সাথে বিটকইনটক কিছু পোস্ট করুন ।আর মাঝে মাঝে পোস্টের রিপিলাই দেন।অবশ্য যে বিষয়ে আপনি জানেন সেই বিষয়ে রিপিলাই দিবেন । আর নেগেটিভ পোস্ট করা থেকে বিরত থাকুন ।
jr. member
Activity: 828
Merit: 1
April 26, 2020, 11:08:30 AM
আমরা জানি, বিটকয়েনটক একটি বড় ফ্ল্যাটফর্ম, আমি বাউন্টিতে কাজ করি, এতে করে আমি যেই সাপ্তাহিক রিপ্লেই দেই তার কারনে আমার একাউন্ট ব্যান হওয়ার কোন সম্ভাবনা আছে কি? বা ব্যান না হওয়ার জন্য কি কি কাজ করতে হবে,
newbie
Activity: 513
Merit: 0
April 25, 2020, 11:27:20 PM
আমি আই.কিউ বাউন্টিতে কাজ করি, তাই প্রতিদিন আমাকে বাউন্টি রিপোর্ট জমা দিতে হয়। মোট ৩০ দিন প্রতিদিন রিপ্লেই দিতে হবে, তাতে কি আমার বিটকয়েনটক একাউন্টের কোন সমস্যা হবে।
member
Activity: 364
Merit: 12
April 25, 2020, 10:23:31 PM
আমার একটা বিষয় জানার ছিল কেউ যদি জানেন আমাকে জানালে খুব উপকার হতো. Jr.Member রা কি ভাবে Avatar ব্যবহার করে।

Avatar ব্যবহার করার জন্য আপনাকে নূন্যতম Full member হতে হবে। এর নিচের rank এর আইডিতে avatar support করে না।
member
Activity: 460
Merit: 10
🔥 Ultimate Launchpad on TON 🔥
April 25, 2020, 02:51:39 PM
আমার একটা বিষয় জানার ছিল কেউ যদি জানেন আমাকে জানালে খুব উপকার হতো. Jr.Member রা কি ভাবে Avatar ব্যবহার করে. আমি অনেক চেষ্টা করলাম কিন্তু হয় নি. যদি কেউ জানেন দয়া করে  জানাবেন.

 সবাইকে ধন্যবাদ
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 25, 2020, 12:20:08 AM
বাউনটি  সিগেনসার কামপিং কি কি করতে হয় ।
বিটিসিতে পেমেন্ট দেয় এমন সিগেনচার ক্যামপেইনের জন্য এই বোর্ডটি ঘুরে আসুন: https://bitcointalk.org/index.php?board=198.0
সিগেনচার ক্যামপেইনের জন্য অবশ্যই আপনাকে Member/Full Member হতে হবে। প্রত্যেকটি সিগনেচার ক্যাম্পেইনের কিছু নিয়ম থাকে, যেমন: আপনাকে প্রতি সপ্তাহে সর্বনিম্ন ১০-১৫ টি গঠনমূলক পোষ্ট করতে হবে এবং সেটি বাউন্টি সেকশনে পোষ্ট করলে গ্রহণযোগ্য হবে না। এইজন্য অবশ্যই আপনাকে উল্রিখিত বোর্ডগুলোতে ভালো ও গুনগতমানের পোষ্ট লিখতে হবে বা অন্যদের সাথে গুরুত্বপূর্ণ তথ্য ভাগাভাগি করতে হবে। এতে যদি কেউ আপনার পোষ্টটি পছন্দ করে বা একমত পোষণ করে তাহলে আপনাকে মেরিটও দিতে পারে।

এখন রেঙ্ক বৃদ্ধির বিষয়টির জন্য শুধু মেরিট হলেই আপনার রেঙ্ক বাড়বে না, মেরিটের পাশাপাশি আপনাকে অবশ্যই কিছু এ্যাকটিভিটি পয়েন্ট থাকতে হবে। এটি বুঝতে নিচের অংশটি দেখুন।
র‍্যাংকমেরিটএক্টিভিটি
জুনিয়র মেম্বার০১৩০
মেম্বার১০৬০
ফুল মেম্বার১০০১২০
সিনিয়র মেম্বার২৫০২৪০
হিরো মেম্বার৫০০৪৮০
লিজেন্ডারি মেম্বার১০০০৭৭৫-১০৩০

সকলে বাড়িতে থাকুন , সুস্থ থাকুন।
jr. member
Activity: 616
Merit: 1
April 23, 2020, 11:42:28 PM
বাউনটি  সিগেনসার কামপিং কি কি করতে হয় ।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 23, 2020, 11:29:56 AM
আমি সপ্তাহে যদি দুইটি বা তিনটি রিপিলাই পোস্ট করি  ।
তাহে আমার একাউন্ট কি বান্ড হওয়া থেকে বাঁচবে কি।
আর বাউনটি কাজ ও এর মাঝে  করে যাব । তাহলে কি বান্ড হবে না।
আপনার একাউন্ট ব্যান হবে যদি বাউন্টি বোর্ডের নিয়মকানুন অমান্য করেন এবং অপ্রসাঙ্গিক পোষ্ট করেন। নিয়মকানুন এইজন্য শুরুতেই পড়ুন এবং অপ্রসাঙ্গিক পোষ্ট করা থেকে দুরে থাকুন। এই পোষ্টটি পড়ে দেখতে পারেন , তাহলে ভালো ধারণা পাবেন: https://bitcointalksearch.org/topic/users-posting-joined-type-posts-when-not-required-or-allowed-will-be-banned-2284371

মেরিট কি ভাবে পাব। আর মেরিট পাইলে লাভ কি।
প্রথমত মেরিট ভালো ও মানসম্মত পোষ্ট করার মাধ্যমে পেতে পারেন । এছাড়াও কোনো পোষ্টে আপনার মতামত যদি অন্য কারো কাছে ভালো লাগে , তাহলে মেরিট পেতে পারেন। দ্বিতীয়ত, মেরিট যদি পান ,তাহলে আপনার রেঙ্ক বাড়বে, আর বেশি রেঙ্কের ব্যবহারকারী হলে আপনি সিগনেচার ক্যাম্পেইনে যোগদানের মাধ্যমে ভালো ইনকাম করতে পারবেন । এছাড়াও যারা নুতুন যোগদান করবে , তাদের সহযোগিতা করতে পারবেন।

বিটকইনটলক আমরা বাংলা পোস্ট করতেছি এতে কি একাউন্ট বান্ড
হবে কি।
মানসম্মত পোষ্ট করলে একাউন্ট ব্যান হবে না। Smiley

আর  বিটকইনটলক বড় পোস্টে কি শুবিধা।
আর ছোট পোস্টে কি কি সমস্যা হয় ।
কোনো ধরনের পার্থক্য আমার দৃষ্টিতে নেই। কারণ বড় পোষ্টগুলো সাধারণত কোনো একটি বিষয় নিয়ে বিশদ আলোচনা বা বিবরণ দেয়া থাকে। আর ছোট পোষ্টগুলোতে বর্তমান সময়ের যেকোনো একটি বিষয় নিয়ে একজন পোষ্ট করে অন্যদের কাছে মতামত জানতে চায় এবং অন্য ব্যবহারকারীরা সেই পোষ্টিতে তাদের মতামত জানায়।

সকলে বাড়িতে থাকুন , সুস্থ থাকুন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 23, 2020, 11:16:01 AM
বিটকয়েন্টক নতুন একাউন্ট খুলেছি নতুনভাবে কাজ করার জন্য যাতে আমার একাউন্টে রেঙ্ক বৃদ্ধি করতে পারি| আপনারা যারা পুরাতন রয়েছেন তারা যদি একটু হেল্প করতেন তাহলে আমি সঠিকভাবে কাজগুলো করতে পারতাম?
নুতুন একাউন্ট খুলেছেন , এতে কোনো সমস্যা নেই যদি আপনি বিটকয়েনটক ফোরামের সকল নিয়মকানুন মেনে চলছেন। কখনোই নিয়মের অমান্য করবেন না এবং নিজে যদি ভালো কোনো তথ্য জানেন যেটি ফোরামে পোষ্ট হয়নি, সেটি পোষ্ট করার মাধ্যমে অন্যদের সাথে তথ্য বিনিময় করুন। এছাড়াও যদি কোনো বিষয় ( "ফোরামে নুতুন , কী করব এখন" এমন প্রশ্নের উত্তর অনেক বার বলা হয়েছে । তাই একটু পূর্ববর্তী পোষ্টগুলো পড়ার চেষ্টা করুন।) জানতে ইচ্ছা করে, তাহলে প্রশ্ন করুন। যেসব ফোরাম ব্যবহারকারী এই বিষয়টি জানে তারা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিবে। আপনি ভালো ও মানসম্মত পোষ্ট করার মাধ্যমে রেঙ্ক বৃদ্ধি করতে পারবেন। আর যেকোনো পোষ্ট করার পূর্বে অবশ্যই যাচাই করুন যে, পোষ্টটি এর পূর্বে ফোরামে প্রকাশ করা হয়েছে কী না।

সকলে বাড়িতে থাকুন , সুস্থ থাকুন।
newbie
Activity: 18
Merit: 0
April 23, 2020, 10:24:22 AM
বিটকয়েন্টক নতুন একাউন্ট খুলেছি নতুনভাবে কাজ করার জন্য যাতে আমার একাউন্টে রেঙ্ক বৃদ্ধি করতে পারি| আপনারা যারা পুরাতন রয়েছেন তারা যদি একটু হেল্প করতেন তাহলে আমি সঠিকভাবে কাজগুলো করতে পারতাম?
jr. member
Activity: 616
Merit: 1
April 23, 2020, 07:34:41 AM
মেরিট কি ভাবে পাব। আর মেরিট পাইলে লাভ কি।
বিটকইনটলক আমরা বাংলা পোস্ট করতেছি এতে কি একাউন্ট বান্ড
হবে কি। আর  বিটকইনটলক বড় পোস্টে কি শুবিধা।
আর ছোট পোস্টে কি কি সমস্যা হয় ।
jr. member
Activity: 616
Merit: 1
April 23, 2020, 07:23:14 AM
আমি সপ্তাহে যদি দুইটি বা তিনটি রিপিলাই পোস্ট করি  ।
তাহে আমার একাউন্ট কি বান্ড হওয়া থেকে বাঁচবে কি।
আর বাউনটি কাজ ও এর মাঝে  করে যাব । তাহলে কি বান্ড হবে না।
jr. member
Activity: 616
Merit: 1
April 22, 2020, 02:32:37 PM
বিটকইনটক  এ কি ভাবে নিজের একাউন্ট বান্ড হওয়া বাঁচাব।
আর কি কি ভাবে বিটকইনটক এ রাংক বারাব ।
বাউনটি রিপোর্ট জমা দিলে এত একাউন্ট বান্ড কানো করে।
Jump to: