Author

Topic: বাংলা (Bengali) - page 450. (Read 5725501 times)

jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 02, 2020, 07:40:01 AM
শুভ বিকাল


ভাই এসব স্পামিং পোস্ট এখানে করা যাবে না।
এসব পোস্ট করলে আপনার আইডি ব্যান হওয়ার স্মভাবনা রয়েছে। আইডি বাচাতে চাইলে এসব পোস্ট হতে বিরত থাকুন
newbie
Activity: 19
Merit: 0
June 01, 2020, 01:35:24 AM
বতমান সময়ে টাকা ইনকামের ভাল মাধ্যম হলো ট্রেডিং। কেও বলতে পারেন কি কিভাবে ট্রেডিং করলে ভাল ইনকাম হবে।আর কেও বলবেন কি কোন  সাইটে ট্রেডিং করলে ভাল হবে এবং কত ডলার দিয়া ট্রেডিং করলে ভাল হবে।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
May 31, 2020, 05:15:36 AM
এই ধারণাটি কীভাবে জন্ম নিয়েছে তা জানতে দয়া করে এই টপিকটিতে যান। নির্দ্বিধায় আপনার ধারনা শেয়ার করার জন্য, কোনো ভুল কিছু জানানোর জন্য অথবা আমাদের কে যে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য ও একই টপিকে যান।


প্রজেক্ট কভিড-১৯
বিটকয়েনটক সদ্যসদের জন্য আর্থিক সহায়তা

যখন থেকে কভিড-১৯ ভাইরাস এই পৃথিবী তে ছড়িয়ে পরেছে (লাইভ আপডেট, বর্তমান অবস্থার স্ক্রিনশট), তখন থেকে আমরা অনেক বাজে সামাজিক এবং আর্থিক জীবন যাপন করছি। পৃথিবীর বেশিরভাগ অংশ এখন লকডাউনে, লোকজন তাদের চাকরি হারাচ্ছে, নিজেদের সঞ্চয় শেষের দিকে, নিজেদের খাদ্য এবং আরো অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস ও শেষের দিকে। স্বাস্থ্যসেবা, মৃত্যুর ঘটনা সহ প্রতিটি ক্ষেত্রে সংকট কল্পনার বাহিরে, প্রতিদিন হচ্ছে নতুন নতুন রেকর্ড। সরকার নাগরিকদের সহায়তা করছে তবে এটি পর্যাপ্ত নয়। সমাজের ধনীরাও তাদের সাহায্যের হাত দিচ্ছে। আমরা সবাই মিলে মানব জাতিকে বেঁচে থাকতে এবং এই মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য চেষ্টা করছি।

এতে অবাক হওয়ার কিছু নেই যে এই মহামারিআমাদের কমিউনিটি (bitcointalk.org) এর উপর ও প্রভাব ফেলছে। এমন সদস্যের দীর্ঘ তালিকা থাকতে পারে যারা অর্থের প্রয়োজন হয় তবে তাদের মর্যাদার কারণে - তারা জনসাধারণের কাছে (মধ্যবিত্ত সংকট) জিজ্ঞাসা করতে খুব লজ্জা পায়। তবে কিছুটা সাহায্য তাদের পরিবারকে বাঁচাতে পারে। আমরা চাই না যে আমাদের ফোরামের কোনও সদস্যই একা অনুভব করবে। যদি আপনার আর্থিক সহায়তার প্রয়োজন হয় তবে এটি আপনার জায়গা। আমরা এখানে আপনার ডাকের জন্য অপেক্ষা করছি।

আমরা এমন একটি দল যা পুরো ফোরামে বিভিন্ন ইভেন্ট করে আপনার জন্য তহবিল সংগ্রহ করছি। তহবিলগুলি এসক্রো ঠিকানায় যাচ্ছে। আমরা আপনার জন্য সবকিছু স্থাপন করছি। কেবল আমাদের কল করুন, আমাদের নিশ্চিত করুন যে আপনি বৈধভাবে প্রয়োজনে আছেন - আমরা আপনাকে এবং আপনার পরিবারকে সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।

অনুদানের ঠিকানা
3Covid19s5zLNzQHGGLBeqkizwApUb19bj





কিভাবে আবেদন করতে হবে?
আপনি আপনার আবেদন গোপনীয়তার সাথে অথবার সবার সামনে দুই ভাবেই করতে পারেন। আমরা আপনার গোপনীয়তা কে সম্মান করি এবং পরিচালনা কমিটি তা নিশ্চিত করছে যে আপনার আবাদেন গোপন থাকবে। আমরা এমন কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করব না যাদেরকে আমরা সর্বোচ্চ বিশ্বাস করিনা।

আমাদের এখানে একটি পোস্ট করুন অথবা মেসেজ করুন Royse777, Lauda ।  আপনি যে অবস্থাতে রয়েছেন সে সম্পর্কে একটি খুব ভাল ধারণা দিন যতটা সম্ভব তথ্য সরবরাহ করুন যাতে কমিটি তথ্যগুলো ব্যবহার করতে পারে এবং আপনার আবেদনের সন্ধানের জন্য যথাসাধ্য চেষ্টা করতে পারে এবং খুব বেশি সময় না নিয়ে এটিকে অনুমোদিত করতে পারে। এটা বিবেচনা করবেন যে আমরা মানুষ, এবং আমরা মানুষের উর্ধ্বে নই।

অ্যাপ্লিকেশন শেষ ফলাফল
পরিচালনা কমিটি যাতে কেউ সুযোগটি কাজে লাগাতে না পারে সেদিকে দায়বদ্ধ, পুরো প্রকল্পটি এগিয়ে চলছে কিনা তাও নিশ্চিত করে। আবেদনটি পর্যালোচনা করার পরে, পরিচালনা কমিটি আবেদনকারীকে সিদ্ধান্ত জানাবে। অনুমোদিত হলে কমিটি অনুদানের ঠিকানা জিজ্ঞাসা করবে। অনুদানের ঠিকানা সহ একটি অনুরোধ এসক্রোতে(DarkStar_) প্রেরণ করা হবে অনুমোদিত সদস্যের কাছে অনুরোধ করা সহায়তা প্রেরণ করতে।

সামাজিক দূরত্ব রাখুন, বাড়িতে থাকুন। আমরা সবসময় জিতেছি।

কন্টেন্ট কৃতিত্ব - Lauda, Royse777 | ডিজাইন - Untold
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 31, 2020, 03:37:53 AM
ভাই, বিটকয়েনটল্কে পোস্ট একটিভিটি কিভাবে বাড়াবো।দয়াকরে জানালে উপকার হতো।

আপনি শুধুমাত্র ভালো ও মানসম্মত পোষ্ট করুন। এতে করে আপনার শুধু এক্টিভিটিই বাড়বে না, বরং আপনার মেরিট পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। এতে আপনি ফোরামের উন্নয়নে যেমন গুরুত্বপূর্ণ একজন মেম্বারে পরিণত হবেন তেমনি আপনার মেম্বারশিপওবৃদ্ধি পাবে।

আর theymos এর এক্টিভিটি ও মেম্বারশিপ সংক্রান্ত পোষ্ট অনুযায়ী:  সকল মেম্বারদের এক্টিভিটি প্রতি দুই সপ্তাহে একাউন্টে সংযুক্ত হয় এবং প্রতিদিনের সর্বোচ্চ ১টি করে এক্টিভিটি পয়েন্ট পাবেন। এক্টিভিটি পয়েন্ট গণনার জন্য অবশ্য একটি সূত্র আছে:-
The activity number is determined in this way:
time = number of two-week periods in which you've posted since your registration
activity = min(time * 14, posts)

ভাই,
৩ মাসের মাঝে ভাল মুনাফা পাওয়া যাবে এমন কিছু কয়েন এর নাম বলেন।

যদি কেউ একজন সফল ট্রেডার হতে চায়, তাহলে আমি তাকে একটি কথা মাথায় রাখতে বলব । আর সেটি হলো, কখনোই বেশি সময়ের জন্য কোনো অল্টকয়েন হোল্ড করবেন না। যদি অনেক সময়ের জন্য কোনো ক্রিপ্টোকারেন্সি হোল্ড করতে চান, তাহলে বিটকয়েন হলো সবচেয়ে ভালো ও নির্ভরযোগ্য। তাই সবসময় নিজেদের লাভ-ক্ষতির বিষয়টি মাথায় রেখে একবারেই পকেটের সকল টাকাকে বিটকয়েনে পরিণত করিয়েন না । কারণ বিটকয়েনের মূল্য অনেক সময় কমে থাকে । তাই সবসময় অল্প অল্প করে কিনুন এবং কম মূল্যে কেনার চেষ্টা করুন। আর বিভিন্ন অল্টকয়েনের মধ্যে যাদের ভালো ভালো ইভেন্ট আসবে, সেগুলো কম সময়ের জন্য কিনুন এবং কিছুটা লাভ হলেই সেটি থেকে সরে পড়ুন। এভাবে ক্রিপ্টোতে ভালো লাভ করতে পারবেন।

অতিরিক্ত: সকল বাংলাদেশি মেম্বাররা এই টেলিগ্রাম গুরুপে ( যুক্তবর্ণ সংযুক্ত হচ্ছে না ) যোগদান করতে পারেন। এখানে ফোরামের সকল মেম্বারকে যেকোনো বিষয়ে সহযোগিতা করা হয়। এছাড়াও বাউন্টি , সিগনেচার ক্যাম্পেইন  সম্পর্কে সকল মেম্বাররা আলোচনা করে থাকেন। লিংক: https://t.me/BountyHunk

এটাই আমার প্রথম পোস্ট। এই ব্যাপারে তেমন ধারোনা নাহ থাকলেও আশা করি আপনারা সবসময় পাশে থাকবেন।

বাংলাদেশি সকল মেম্বাররা আপনাকে সহযোগিতা করতে সবসময় আপনার পাশে আছে। যেকোনো বিষয়ে জানার জন্য প্রশ্ন করুন ( অবশ্যই সেটি বাংলাতে লেখতে হবে) , সকল উচ্চপদের মেম্বাররা আপনার প্রশ্নের উত্তর দিবে। তবে পূর্ববর্তী পোষ্টগুলো অবশ্যই প্রথমে পড়ে নিবেন, কারণ কিছু কিছু প্রশ্নের উত্তর অনেকবার পূর্ববর্তী পোষ্টে বলা হয়েছে।

BTC দাম ২০২৫ সালের  কতও হতে পারে বলে মনে হয়?
আপনার প্রশ্নটির উত্তর যদি সহজ বলা হয়। তাহলে এটি বলব যে, বিটকয়েনকে বিভিন্ন দেশ ও বিশ্বের সকল প্রতিষ্ঠানগুলো যদি ব্যবহার করতে শুরু করে, সেইক্ষেত্রে বিটকয়েনের মূল্য ১০ লক্ষ ডলারও পার হতে পারে। এছাড়া বিটকয়েনের হালভিং এর বিষয়টিও গুরুত্বপূর্ণ মূল্য বৃদ্ধির জন্য।

আর একটা কথা একাউন্ট পারমানেন্ট ব্যাণ্ড হলে বা সাসপেন্ড হলে, আপিল করলে কি একাউণ্ট ফিরে পাওয়া যায়?

যদি আপনি নিয়মের অমান্য করেন বা্ স্পার্ম কোনো পোষ্ট কিংবা কোনো স্ক্যাম সাইটের রেফারেল লিংক প্রোমোট করেন । তাহলে ব্যান হওয়া একাউন্ট ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তবে অন্য কোনো কারণে ব্যান হলে আপিল করেন , তবে সম্ভাবনা খুবই কম হয়।

আমি নতুন আমাকে কেউ বলবেন কি ?কেন bictcointalk forum banned kora?
প্রথমত আপনার কাছে একটি অনুরোধ হলো , সম্পূর্ণ লেখাটি বাংলায় লেখলে “বাংলাদেশ লোকাল বোর্ডটি” খুবই উপকৃত হবে । বিটকয়েন বাংলাদেশে ব্যান কিন্ত‌ু বিটকয়েনটক ফোরামটি ব্যান না । এটি ভিপিএন ছাড়াও ব্যবহার করা যায়।

newbie
Activity: 124
Merit: 0
May 30, 2020, 04:20:03 PM
এটাই আমার প্রথম পোস্ট। এই ব্যাপারে তেমন ধারোনা নাহ থাকলেও আশা করি আপনারা সবসময় পাশে থাকবেন।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
May 30, 2020, 08:47:04 AM
বিটকয়েনটকে নিউবি একাউন্ট ধারী যারা আছেন তাদের জন্য পরামর্শ-

ভুল ভাবনা: প্রথমত আপনাদের সবার ধারনা এই ফোরামে মেরিট ই আমাদের জন্য সবকিছু যা আংশিক সত্য। আপনাকে মেরিট আর্ন করার চিন্তা মাথায় রাখতে হবে ঠিকই তবে সেটা ভাল ও উপকারি পোস্ট করার জন্য।বরং আমরা মেরিট আর্নের লক্ষে এমন সব পোস্ট করি যা স্পাম ও প্লাগারাইজড পোস্ট এর মধ্যে পরে।
তাই আমাদের কে শর্টকাট উপায়ে মেরিট আয়ের লক্ষে স্পাম পোস্ট না করে ভাল র‍্যাংক এর মেম্বার দের অনুসরন  করতে হবে ।

দিকনির্দেশনা: সবাই মেরিট আয়ের জন্য প্রথমত ভাল ভাল টপিক নির্বাচন করে আলোচনা করুন। আর অবশ্যই আপনার ইংরেজি বাক্য শুদ্ধ কিনা যাচাই করুন।
এখানে যাচাই করতে পারবেন - Grammar check.net
তারপর আপনি চেস্টা করুন প্রতিদিন পোস্ট করতে যেটা আপনার এক্টিভিটি বাড়াবে। আর সর্বোপরি আপনাকে সবার সহজোগিতা করতে হবে এবং রুলস গুলো অনুসরন করে নিজেকে সবার কাছে গ্রহনযোগ্যতা বাড়াতে হবে।

আশা করি সবাই নিয়ম মেনে পোস্ট করলে খুব কম সময়েই আপনার কাংখিত লক্ষে পৌছে যাবেন ইনশাল্লাহ।
newbie
Activity: 166
Merit: 0
May 30, 2020, 02:08:15 AM
BTC দাম ২০২৫ সালের  কতও হতে পারে বলে মনে হয়?
newbie
Activity: 233
Merit: 0
May 29, 2020, 11:07:48 PM
আমি নতুন আমাকে কেউ বলবেন কি ?কেন bictcointalk forum banned kora?

কালকে ভিডিও দেখে মনে হয় আজকে এখানে পোস্ট দিছেন? ফোরাম মডেরেটর মনে করে যে কেউ স্পম করছে।ঐ সন্দেহেই একাউন্ট সাস্পেন্ড করে দেয়।
newbie
Activity: 148
Merit: 0
May 29, 2020, 09:04:30 PM
নোয়াখালী  থেকে কেউ আছেন? থাকলে নক দিবেন

Ki mia ki hoise....ai forum ta kar?
newbie
Activity: 233
Merit: 0
May 29, 2020, 01:32:05 PM
আমি ঢাকা নবাবগঞ্জ থেকে...দোহার নবাবগঞ্জ।
বান্দুরা এলাকার কেউ থাকলে বলবেন ভাই।
আর একটা কথা একাউন্ট পারমানেন্ট ব্যাণ্ড হলে বা সাসপেন্ড হলে, আপিল করলে কি একাউণ্ট ফিরে পাওয়া যায়?
newbie
Activity: 12
Merit: 0
May 29, 2020, 09:53:03 AM
Sumon bhai Onekei aache Ekhane 😊
newbie
Activity: 81
Merit: 0
May 29, 2020, 09:38:31 AM
নোয়াখালী  থেকে কেউ আছেন? থাকলে নক দিবেন
newbie
Activity: 166
Merit: 0
May 29, 2020, 08:09:54 AM
আমি নতুন আমাকে কেউ বলবেন কি ?কেন bictcointalk forum banned kora?
jr. member
Activity: 252
Merit: 4
May 29, 2020, 08:09:17 AM
ভাই,
৩ মাসের মাঝে ভাল মুনাফা পাওয়া যাবে এমন কিছু কয়েন এর নাম বলেন।
jr. member
Activity: 252
Merit: 4
May 28, 2020, 10:20:33 AM
ভাই,
বিটকয়েনটল্কে পোস্ট একটিভিটি কিভাবে বাড়াবো।দয়াকরে জানালে উপকার হতো।
sr. member
Activity: 1372
Merit: 322
May 28, 2020, 08:46:18 AM
সত্যি বলতে বিটকয়েন ইনকামের নির্দিষ্ট কোনো পন্থা আপাতত নেই | তবে আপনি ফ্রীতে ইনকাম করতে চাইলে বিভিন্ন এয়ারড্রপ বাউন্টি তে কাজ করতে পারেন | আর এখান থেকে সংগ্রীহীত আপনার টোকেন বা কয়েন কোনো মার্কেটে লিস্টেড হলে সেখান থেকে এক্সেন্জ করে বিটকয়েনে রুপান্তর করতে পারবেন |
ধন্যবাদ
আসলে এটা সত্যি নয়। ফ্রি ইনকাম করার অনেক পন্থা রয়েছে। তবে কেউ যদি দ্রুত সময়ে ইনকাম করতে চায় তাহলে সম্ভব না। এই ফোরামে সিগ্নেচার ক্যাম্পেইন করে অনেকেই অনেক টাকা ইনকাম করছে। আমি বেস্টচেঞ্জ ক্যাম্পেইন এ অনেকদিন আছি। এখন প্রতি সপ্তাহ $৪৫ করে পাই। এইটা সবার দ্বারাই সম্ভব যদি পর্যাপ্ত সময় দেয় ফোরামে। আইডি র‍্যাংক আপ করতে পারলে সিগ্নেচার ক্যাম্পেইন থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব।
তাছাড়া এই ফোরামে অনেক ধরনের সার্ভিস দেয়া সম্ভব। যেমন- আর্টিকেল রাইটিং, কম্যুনিটি ম্যানেজার, বাউন্টি ম্যানেজার, ট্রান্সলেশন, ওয়েব ডেভেলপিং, এককথায় সব কিছুই। যারা এইসব কাজ করে তারা এই ফোরামের মাধ্যমেই অনেক কাজ পাওয়া সম্ভব।
member
Activity: 280
Merit: 43
May 28, 2020, 05:36:19 AM
বতমান সময়ে লেনদেন অন্যতম মাধ্যম হলো বিটকটন।এর মাধ্যম খুব কম সময়ে অনেক জিনিস কেনা যায় অনলাইন এর মাধ্যম। কেও বলতে পারেন কি কিভাবে বিটকইন ভাল ইনকাম করা যায়।

সত্যি বলতে বিটকয়েন ইনকামের নির্দিষ্ট কোনো পন্থা আপাতত নেই | তবে আপনি ফ্রীতে ইনকাম করতে চাইলে বিভিন্ন এয়ারড্রপ বাউন্টি তে কাজ করতে পারেন | আর এখান থেকে সংগ্রীহীত আপনার টোকেন বা কয়েন কোনো মার্কেটে লিস্টেড হলে সেখান থেকে এক্সেন্জ করে বিটকয়েনে রুপান্তর করতে পারবেন |
ধন্যবাদ
newbie
Activity: 19
Merit: 0
May 27, 2020, 09:29:08 PM
বতমান সময়ে লেনদেন অন্যতম মাধ্যম হলো বিটকটন।এর মাধ্যম খুব কম সময়ে অনেক জিনিস কেনা যায় অনলাইন এর মাধ্যম। কেও বলতে পারেন কি কিভাবে বিটকইন ভাল ইনকাম করা যায়।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 25, 2020, 11:34:51 AM
সকল নুতুন ব্যবহারকারীদের উদ্দেশ্যে একটি বিষয় মেনে চলার জন্য অনুরোধ করা হলো। এখানে যেকোনো পোষ্ট বা মতামত অবশ্যই বাংলাতে লেখবেন। সবাই যদি ইংলিশ শব্দ ব্যবহার করে বাংলায় লেখেন, তাহলে আজীবনেও বাংলাদেশের জন্য একটি একক সেকশন পাওয়া যাবে না। তাহলে সবাই সকল নিয়ম-কানুন মেনে চলুন । যদি বিটকয়েন বা ব্লকচেইন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তাহলে এখানে বাংলা অক্ষরে লেখে জিঞ্জেস করুন । যারা উচ্চ পদের মেম্বার বা যারা বিষয়টি সম্পর্কে জানে ,তারা আপনাদের প্রশ্নের উত্তর দিবে। Cheesy

ভাই আমি নতুন আমাকে কেও সাহায্য করবেন। কি ভাবে ভালো ইনকাম করা যায় বিটকইন।
আপনি বাউন্টিতে কাজ করে ইনকাম করতে পারেন এবং এটি ছাড়াও সিগনেচার ক্যাম্পেইনে কাজ করে প্রতি সপ্তাহে ভালো ইনকাম করতে পারবেন। এই সম্পর্কে অনেকবার পোষ্ট করা হয়েছে, তাই পূর্ববর্তী পোষ্টগুলো ভালো করে পড়ুন। তাহলে অনেক কিছু জানতে পারবেন।
newbie
Activity: 19
Merit: 0
May 25, 2020, 03:24:50 AM
 ভাই আমি নতুন আমাকে কেও সাহায্য করবেন। কি ভাবে ভালো ইনকাম করা যায় বিটকইন।
Jump to: