Author

Topic: বাংলা (Bengali) - page 452. (Read 5298921 times)

newbie
Activity: 560
Merit: 0
February 01, 2020, 11:30:37 AM
বিটকয়েনটক ফোরাম এ আমরা পোস্ট করার সময় অনেক কিছুই বুঝি না। বিশেষ করে বি বি কোড গুলোর ব্যাবহার কোনটা কি কাজ করে, তাই আমি একটা গুরুত্বপূর্ণ লিংক শেয়ার করলাম। এই লিংক টা দেখলে আশা করি আপনারা সবাই বিটকয়েনটক পোস্ট বিষয়ে সব কিছু বুঝতে পারবেন।

https://bitcointalk.org/index.php?action=help;page=post
অসংখ্য ধন্যবাদ NNRR আপনাকে। আপনি সত্যিই একটা গুরুত্বপূর্ণ লিংক শেয়ার করেছেন। আমি আগে অল্পকিছুুর কাজ জানতাম কিন্তু এখন আপনার লিংক শেয়ার করার পর থেকে আমি এখন সুন্দর করে পোস্ট করতে পারি। নতুন যারা আছে তারা এই লিংকটা দেখলে আশাকরি সুন্দরভাবে পোস্ট করতে পারবে।
jr. member
Activity: 1442
Merit: 2
February 01, 2020, 05:57:13 AM
আপনাদের মত মানুষের সাপোর্ট আছে বলেই আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে আমরা বাংলাদেশি। এটা ভেবে ও আমি অনেক আনন্দিত যে আপনার মত লিজেন্ডারি মেম্বেররা এই ফোরামে রয়েছে।  আশা করি খুবশিগ্রই অন্যান্য দেশের মত বাংলাদেশের ও আলাদা লোকাল সাব-ফোরাম দেখতে পারব। সঠিক গাইড লাইনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 
jr. member
Activity: 79
Merit: 1
February 01, 2020, 02:47:54 AM
Airdrops মূলত Cryptocurrency ব্যবহারকারীদের মধ্যে বিনামূল্যে Coin বা Token অফার এর আরেকটি নাম।

বিনামূল্যে কয়েন বা টোকেন বিতরন করার উদ্দশ্যে কি? এতে কোম্পানির কি লাভ বা ক্ষতি?

বিনামূল্যে কয়েন বিতরণ কোম্পানির কোন ক্ষতি নেই বরং লাভ হয়।

বিনামূল্যে কয়েন বিতরণ হচ্ছে একটি কোম্পানির এয়ার্ড্রপ অথবা বাউন্টি কাজ সমূহ।

এখন দেখে নেয়া যাক এয়ার্ড্রপ করতে আমাদের কি কি কাজ করতে হয়?

এয়ার্ড্রপ করার জন্য প্রথমে আমাদের যে কোম্পানির এয়ার্ড্রপ করবো ওই কোম্পানির টেলিগ্রাম গ্রুপ এ জয়েন করতে হয়।
তারপর ওই কোম্পানিতে টুইটার এবং ফেসবুক সেসাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদেরকে ফলো করতে হয়। এতে ফলো করলে যে কোম্পানিটির এয়ার্ড্রপ করছি ওই কোম্পানিতে ফলোয়ার বাড়ে এবং সেই সাথে আমরা ওই কোম্পানি যেসব পোস্ট শেয়ার করি তা আমাদের সোশ্যাল মিডিয়া বন্ধু লিস্টে যারা আছে তারা সবাই দেখতে পাই এতে করে ওই কোম্পানিটির প্রচার এবং প্রচারণা খুব সহজে হয়ে যায়।

তাই মূলত ওই কোম্পানিতে আমাদের বিনামূল্যে কিছু কয়েন বা টোকেন প্রদান করে থাকে।

এবার চলে আসা যাক বাউন্টি ক্ষেত্রে।

আমরা সবাই কমবেশি বাউন্টি করি।
আর বাউন্টি হলো একটি নির্দিষ্ট সময় থেকে অন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি কোম্পানির প্রচার-প্রচারণা করা।এক্ষেত্রে আমরা ওই কোম্পানিটির ফেসবুক টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া কিংবা আমরা আর্টিকেল লিখে ওই কোম্পানিতে প্রচার প্রচারণা চালায়। তাতে ওই কোম্পানিটির বিভিন্ন নিউজ এবং ওই কোম্পানির সুবিধা ও অসুবিধাগুলো আমরা আমাদের ফ্রেন্ড লিস্টে যেসব বন্ধুগণ আছে ওদের মাঝে শেয়ার করতে পারি , যার ফলে ওই কোম্পানিটির প্রচার খুব ভালো হয় এবং একটা নির্দিষ্ট সময় আমরা কাজ করার পর ওই কোম্পানিতে আমাদের কাজের জন্য কিছু টোকেন বা কয়েন দিয়ে থাকে।
jr. member
Activity: 33
Merit: 2
January 30, 2020, 07:58:49 AM
বর্তমান সময়ে একটা সমস্যা বেশি দেখা দিচ্ছে bitcointalk নতুন ইউজারদের অ্যাকাউন্ট সমস্যা সেটা হল একাউন্ট সাসপেন্স ?


আমরা যারা নতুন bitcointalk ব্যবহারকারী রয়েছি বর্তমান সময়ে আমরা bitcointalk এ শুধুমাত্র ক্যাম্পাসগুলোতে অংশগ্রহণ করি এবং সেখানেই রিপ্লাই করি এছাড়া অন্য কোন সেকশনে গিয়ে নিজের মতামত অন্যের মতামত নিয়ে কোন করিনা উত্তর দেইনা মূলত এই জন্যই আমাদের অ্যাকাউন্টগুলো ban হয়ে যাচ্ছে

নতুন ইউজারদের কাছে পরামর্শ এটাই যে আপনারা ডিসকাশন গ্রুপের সব সেকশনে গিয়ে আপনার নিজের মতামত এবং অন্যের মতামত এর পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে আলোচনা করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ban হওয়ার সম্ভাবনা কমে যাবে

ধন্যবাদ। তবে সেক্ষেত্রে কি একটি নির্দিষ্ট টপিক (যেমন এখানে বাংলা) নিয়ে কথা বলতে থাকলে কি একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে/
না। বাংলায় কথা বললে account suspend হওয়ার কোনো কারণ নেই। বহু Russian user নিজের board এর বাইরে কথাই বলেন না। কেউ ওনাদের suspend করেনি। নির্ভয়ে বাংলায় কথা বলুন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করছি ভবিষ্যৎকালেও আপনার থেকে সহায়তা পাবো।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
January 30, 2020, 07:45:18 AM
বর্তমান সময়ে একটা সমস্যা বেশি দেখা দিচ্ছে bitcointalk নতুন ইউজারদের অ্যাকাউন্ট সমস্যা সেটা হল একাউন্ট সাসপেন্স ?


আমরা যারা নতুন bitcointalk ব্যবহারকারী রয়েছি বর্তমান সময়ে আমরা bitcointalk এ শুধুমাত্র ক্যাম্পাসগুলোতে অংশগ্রহণ করি এবং সেখানেই রিপ্লাই করি এছাড়া অন্য কোন সেকশনে গিয়ে নিজের মতামত অন্যের মতামত নিয়ে কোন করিনা উত্তর দেইনা মূলত এই জন্যই আমাদের অ্যাকাউন্টগুলো ban হয়ে যাচ্ছে

নতুন ইউজারদের কাছে পরামর্শ এটাই যে আপনারা ডিসকাশন গ্রুপের সব সেকশনে গিয়ে আপনার নিজের মতামত এবং অন্যের মতামত এর পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে আলোচনা করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ban হওয়ার সম্ভাবনা কমে যাবে

ধন্যবাদ। তবে সেক্ষেত্রে কি একটি নির্দিষ্ট টপিক (যেমন এখানে বাংলা) নিয়ে কথা বলতে থাকলে কি একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে/
না। বাংলায় কথা বললে account suspend হওয়ার কোনো কারণ নেই। বহু Russian user নিজের board এর বাইরে কথাই বলেন না। কেউ ওনাদের suspend করেনি। নির্ভয়ে বাংলায় কথা বলুন।
jr. member
Activity: 33
Merit: 2
January 30, 2020, 05:17:23 AM
বর্তমান সময়ে একটা সমস্যা বেশি দেখা দিচ্ছে bitcointalk নতুন ইউজারদের অ্যাকাউন্ট সমস্যা সেটা হল একাউন্ট সাসপেন্স ?


আমরা যারা নতুন bitcointalk ব্যবহারকারী রয়েছি বর্তমান সময়ে আমরা bitcointalk এ শুধুমাত্র ক্যাম্পাসগুলোতে অংশগ্রহণ করি এবং সেখানেই রিপ্লাই করি এছাড়া অন্য কোন সেকশনে গিয়ে নিজের মতামত অন্যের মতামত নিয়ে কোন করিনা উত্তর দেইনা মূলত এই জন্যই আমাদের অ্যাকাউন্টগুলো ban হয়ে যাচ্ছে

নতুন ইউজারদের কাছে পরামর্শ এটাই যে আপনারা ডিসকাশন গ্রুপের সব সেকশনে গিয়ে আপনার নিজের মতামত এবং অন্যের মতামত এর পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে আলোচনা করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ban হওয়ার সম্ভাবনা কমে যাবে

ধন্যবাদ। তবে সেক্ষেত্রে কি একটি নির্দিষ্ট টপিক (যেমন এখানে বাংলা) নিয়ে কথা বলতে থাকলে কি একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে/
newbie
Activity: 560
Merit: 0
January 28, 2020, 11:59:59 AM
বিটকয়েনের দাম গতকাল থেকে আজ অবধি প্রায় ৫% বেড়েছে, অনেকেই আশা করতেছে বিটকয়েন অফিসিয়ালি বুল রানের দিকে যাচ্ছে, যদি সত্যি হয় তাহলে আমরা নতুন একটা অল টাইম হাই দাম দেখতে পারবো। এই নিয়ে আমাদের ছোট একটি আর্টিকেল- বিটকয়েন কি ২০১৭ এর সর্বোচ্চ দামের রেকর্ড অতিক্রম করবে? আপনাদের মতামত জানাবেন অবশ্যই, এইখানে কিংবা আর্টিকেলে কমেন্ট করে।
হা বিটকয়েন বুলরানের দিকে যাচ্ছে, তবে আমার মনে হয়না আমরা অল টাইম হাই দাম দেখতে পারবো। 2020 সালে অনেক প্রত্যাশা রয়েছে এবং অনেকেই অপেক্ষা করছেন যে বিটকয়েনর দাম উঠে যাবে এবং আমিও সেই জন্য অপেক্ষা করছি। আমার মনে হয় 2020 সালে বিটকয়েন $15 K আতিক্রম করবে.
newbie
Activity: 9
Merit: 1
January 28, 2020, 02:15:25 AM
বিটকয়েনের দাম গতকাল থেকে আজ অবধি প্রায় ৫% বেড়েছে, অনেকেই আশা করতেছে বিটকয়েন অফিসিয়ালি বুল রানের দিকে যাচ্ছে, যদি সত্যি হয় তাহলে আমরা নতুন একটা অল টাইম হাই দাম দেখতে পারবো। এই নিয়ে আমাদের ছোট একটি আর্টিকেল- বিটকয়েন কি ২০১৭ এর সর্বোচ্চ দামের রেকর্ড অতিক্রম করবে? আপনাদের মতামত জানাবেন অবশ্যই, এইখানে কিংবা আর্টিকেলে কমেন্ট করে।
member
Activity: 1638
Merit: 15
🪙 🪙 🪙 🪙
January 27, 2020, 06:16:50 AM
বিটকয়েনটক ফোরাম এ আমরা পোস্ট করার সময় অনেক কিছুই বুঝি না। বিশেষ করে বি বি কোড গুলোর ব্যাবহার কোনটা কি কাজ করে, তাই আমি একটা গুরুত্বপূর্ণ লিংক শেয়ার করলাম। এই লিংক টা দেখলে আশা করি আপনারা সবাই বিটকয়েনটক পোস্ট বিষয়ে সব কিছু বুঝতে পারবেন।

https://bitcointalk.org/index.php?action=help;page=post
newbie
Activity: 9
Merit: 1
January 27, 2020, 04:36:58 AM
স্টেকিং করে আয় করুন।
আপনি কি জানেন স্টেকিং করে আয় করা যায়? বায়নান্সে আপনি স্টেকিং করে প্রতিমাসে আয় করতে পারবেন। স্টেকিং কয়েনগুলো হোল্ড করলে অটোমেটিকভাবে আপনার বায়নান্সের ওয়ালেটে আয় চলে আসবে। যেমন ধরুন NEO, XLM, Harmoney One, TRX টোকেন হোল্ড করলেন বা প্রতিনিয়ত স্টেকিং টোকেন/কয়েনগুলো ট্রেড করলেন, যতদিন আপনার ওয়ালেটে ওই কয়েন/টোকেনগুলো থাকবে প্রতিদিন বায়নান্স আপনার সেই টোকেনগুলো কিউমুলেটিভ ওয়েতে যোগ করে প্রতিমাসের শুরুতে নির্দিষ্ট পরিমানে সেই টোকেন বোনাস দেয়। বোনাসের পরিমান নির্ভর করে সেই নির্দিষ্ট টোকেন এর বাৎসরিক % হারের উপর। এরকম আরো কিছু একচেঞ্জারে স্টেকিং করে আয় করা যায়। CoinHe একচেঞ্জে তাদের নিজস্ব টোকেন CHT হোল্ড এবং লক ফর মাইনিং করে প্রতিদিন আয় করতে পারবেন। তাই ট্রেডের এই ‍দুর্দিনে স্টেকিং হতে পারে আপনার আয়ের উৎস।
আপনি যে স্টেকিং এর কথা বলতেছেন এইটা মুল স্টেকিং না। মুলত স্টেকিং করতে হয় নিজের পিসিতে ওয়ালেট ডাউনলোড করে কিছু কয়েন হোল্ড করে ওয়ালেট অনলাইনে রাখা। আমরা স্টেকিং কি এবং কিভাবে স্টেকিং থেকে টাকা আয় করা যায় তা নিয়ে একটি আর্টিকেল সম্প্রতি প্রকাশ করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে পড়ে।

https://cryptobangla.xyz/কিভাবে-টাকা-আয়-করা-যায়/
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
January 26, 2020, 08:27:17 AM
বিটকয়েন মাইনিং কি?
বিটকয়েন মাইনিং সম্পর্কে যা লিখেছেন তা ঠিক হয়নি। এইখানে পড়তে পারেন। আশা করি কিছু বুঝতে পারবেন- https://cryptobangla.xyz/বিটকয়েন-মাইনিং-কি/
ধন্যবাদ ক্রিপ্টোবাংলা সাইট এডমিনকে যে এইরকম সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন।

@Bazlur
ফোরামে একের অধিক একাউন্ট ব্যবহার করার অনুমতি রয়েছে এবং আপনি চাইলে এক আইপি থেকেই ব্যবহার করতে পারেন। কোন প্রব্লেম নেই। তবে আপনার একটি একাউন্ট ব্যান হলে আপনি পুনরায় এই ফোরাম ব্যবহার করার অধিকার হারাবেন।
member
Activity: 1638
Merit: 15
🪙 🪙 🪙 🪙
January 23, 2020, 08:44:32 PM
ধন্যবাদ জাবিরা ট্রাস্ট সিস্টেম সম্পর্কে লয়চের টপিকটি অনুবাদ করে শেয়ার করার জন্য। তবে কিছুটা সংক্ষেপ করলে ভালো হত কারন আমার মনে হয়না আমাদের এইখানে কেউ এত বড় আর্টিকেল পড়বে।
যারা ট্রাস্ট সিস্টেম সম্পর্কে বুঝতে পেরেছেন তারা এর সঠিক ব্যবহার করুন। ডি.টি মেম্বার সিলেকশনের অবদান রাখুন। আমাদের লোকাল থেকে শাশান নামক একজন ডি.টি তে আছেন কিন্তু তিনি এইখানে একদ্ম এক্টিভ না।

আপনাকেও ধন্যবাদ DTalk। আসলে আর্টিকেলটা অনুবাদ করা। তাই যেমন আছে তেমন রাখার চেষ্টা করেছি। আমাদের দেশীয় অনেক মেম্বার আছে এই ফোরামে। কিন্তু বেশিরভাগ মানুষই বাউন্টিতে কাজ করে। তারা অন্য কোন সেকশনে তেমন ভিজিট করে না বললেই চলে। এমনকি আমাদের দেশের সিনিয়র ভাইরাও তেমন এক্টিভ না দুএকজন ছাড়া। আপনাকে আবারও ধন্যবাদ কারন আপনি সবসময় আমাদের লোকাল বোর্ডে এক্টিভ থেকে সবাইকে উৎসাহ দিচ্ছেন। আপনার মাধ্যমে আমরা অনেককিছু শিখতে পারছি।
আপনি কি আমাকে আরও একটি জিনিস শেখাতে পারেন যে কিভাবে থ্রেডে ইমেজ বা পিকচার ব্যবহার করা যায়??


আপনার আইডি যদি জুনিয়র মেম্বার  হয় তাহলে আপনি থ্রেডে ইমেজ বা পিকচার ব্যবহার করতে পারবেন

প্রথমে আপনি  https://m.imgur.com
এই ওয়েবসাইট থেকে আপনার ইমেজ আপলোড করে  এর লিংক বানিয়ে নিবেন তার পরে
Code:
[img] image link[/img]
লিংক ইউজ করে পোস্ট দিবেন

আশা করি আপনি  থ্রেডে ইমেজ বা পিকচার আপলোড এর বিষয়ে বুঝতে পেরেছেন।
newbie
Activity: 18
Merit: 0
January 23, 2020, 11:29:15 AM
ভাই আপনি কি ক্যাম্পেইন বলতে bounty বা airdrops কে বুঝিয়েছেন যেগুলোকে আমরা সাধারণত রিপ্লাই দিয়ে থাকি
jr. member
Activity: 60
Merit: 5
January 23, 2020, 04:55:17 AM

bitcointalk এ শুধুমাত্র ক্যাম্পাসগুলোতে অংশগ্রহণ করি

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। ভাই আপনি এখানে ক্যাম্পাস বলতে কি বাউন্টি ক্যাম্পেইন বুঝিয়েছেন?
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
January 23, 2020, 02:14:03 AM
ধন্যবাদ জাবিরা ট্রাস্ট সিস্টেম সম্পর্কে লয়চের টপিকটি অনুবাদ করে শেয়ার করার জন্য। তবে কিছুটা সংক্ষেপ করলে ভালো হত কারন আমার মনে হয়না আমাদের এইখানে কেউ এত বড় আর্টিকেল পড়বে।
যারা ট্রাস্ট সিস্টেম সম্পর্কে বুঝতে পেরেছেন তারা এর সঠিক ব্যবহার করুন। ডি.টি মেম্বার সিলেকশনের অবদান রাখুন। আমাদের লোকাল থেকে শাশান নামক একজন ডি.টি তে আছেন কিন্তু তিনি এইখানে একদ্ম এক্টিভ না।
newbie
Activity: 81
Merit: 0
January 22, 2020, 07:50:39 PM
বর্তমান সময়ে একটা সমস্যা বেশি দেখা দিচ্ছে bitcointalk নতুন ইউজারদের অ্যাকাউন্ট সমস্যা সেটা হল একাউন্ট সাসপেন্স ?


আমরা যারা নতুন bitcointalk ব্যবহারকারী রয়েছি বর্তমান সময়ে আমরা bitcointalk এ শুধুমাত্র ক্যাম্পাসগুলোতে অংশগ্রহণ করি এবং সেখানেই রিপ্লাই করি এছাড়া অন্য কোন সেকশনে গিয়ে নিজের মতামত অন্যের মতামত নিয়ে কোন করিনা উত্তর দেইনা মূলত এই জন্যই আমাদের অ্যাকাউন্টগুলো ban হয়ে যাচ্ছে

নতুন ইউজারদের কাছে পরামর্শ এটাই যে আপনারা ডিসকাশন গ্রুপের সব সেকশনে গিয়ে আপনার নিজের মতামত এবং অন্যের মতামত এর পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে আলোচনা করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ban হওয়ার সম্ভাবনা কমে যাবে
newbie
Activity: 9
Merit: 1
January 22, 2020, 07:17:15 AM
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এ আমাদের দেশ বলতে গেলে অনেক পিছিয়ে। সেটা হতে পারে দেশে ক্রিপ্টোকারেন্সি আইনের জন্যে কিংবা পর্যাপ্ত রিসোর্সের কারনে। আমরা অনেকেই ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর সাথে পরিচিত নই। তাই আমি চেষ্টা করছি বাংলায় ট্রেডিং সম্পর্কে পর্যাপ্ত আর্টিকেল লিখতে যাতে আমরা সবাই ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর সাথে পরিচিত গতে পারি এবং নিজেকে ভালো একজন ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারি।
আমার ট্রেডিং সিরিজের প্রথম আর্টিকেল- ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি - পর্ব-১
এই আর্টিকেলে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং একেবারে সাধারন কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।
newbie
Activity: 1050
Merit: 0
January 21, 2020, 11:17:47 AM
হালো বন্ধুরা আমাকে সবাই হেল্প করবেন!
member
Activity: 86
Merit: 27
January 21, 2020, 08:07:14 AM
বাংলাদেশ Bitcoin কেনা বা বেচার সহজ মাধ্যম কি আছে?

আমার জানামতে বাংলাদেশে বিটকয়েন কেনাবেচার কিছু সাইট হল
১. https://ipdbse.com/access/subscriber/login
২. https://www.bdwalletex.com/

প্রতিটা সাইটেই আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করা হয়ে গেলে তারপর আপনি বিটকয়েন কেনাবেচা করতে পারবেন।

আর একটা সাইট সম্পর্কে সবাইকে সতর্ক করতে চাই সেটা হল https://tdbsewallet.com/
এই সাইটে পেমেন্ট ঠিকমত দেয় না। আমি একবার সেল অর্ডার দিয়েছিলাম কিন্তু পেমেন্ট পাইনি।

বিশ্বের যেইখানেই সরকার CryptoCurrency বেচাকেনা সীমাবদ্ধ করার প্ৰচেষ্টা চালাইতাসে, সেইখানেই Peer to Peer exchanges এর ব্যবহার বাড়তাসে। আমার মনে হয়, আমাগোও সেই পথে চলন উচিৎ হইব। নিচে কয়খান উদাহরণ রইলো...

১. https://bisq.network - Peer to Peer + Decentralized + On Chain + No Centralized KYC

২. https://hodlhodl.com - Peer to Peer + Centralized + On Chain + No Centralized KYC

৩. https://localcryptos.com - Peer to Peer + Centralized + On Chain + No Centralized KYC

৪. https://localbitcoins.com - Peer to Peer + Centralized + Off Chain + Centralized KYC
newbie
Activity: 169
Merit: 0
January 20, 2020, 12:15:19 PM
ব্লকচেইন কি
ব্লকচেইন হল মূলত এক ধরণের শক্তি যা বিটকয়েন গুলোকে গতিশীল করে, বিটকয়েনের মধ্যে স্থানান্তরকে সহজ করে এবং এর সবরকম লেনদেন রেকর্ড করে রাখে। আসুন বিষয়টিকে আরো সহজ করে বোঝার চেষ্টা করি।
​​
​​ধরুন এক ভদ্রলোক প্রচলিত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রামে থাকা বাবাকে ৫ হাজার টাকা পাঠালেন। তো এই লেনদেন ব্যবস্থাটিকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে ভদ্রলোক হচ্ছেন প্রথম পক্ষ ও তার বাবা হচ্ছেন দ্বিতীয় পক্ষ অপরদিকে ব্যাংকিং সিস্টেম হলো তৃতীয় পক্ষ। তাহলে কি দাড়ালো এই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে লেনদেন করা সহ প্রায় সব ধরণের কার্যকলাপ সম্পূর্ণ হয়ে গেলো। তারমানে দুইজনের কাছে অর্থ আদান প্রদান করতে যেসব সুযোগ সুবিধার প্রয়োজন পড়ে তার সবটাই ব্যাংক তার সেবার মাধ্যমে দিয়ে থাকে। যেটাকে আমরা ব্যাংকিং সিস্টেম বলে থাকি।
​​
​​উপরের ব্যাংকিং সিস্টেম কে যদি আপনি বুঝতে পারেন তাহলে ব্লকচেইন বুঝতে পারাটা আপনার জন্য সহজ। ব্যাংকিং সিস্টেমকে ব্লকচেইনের সাথে তুলনা করতে পারেন তবে ব্লকচেইনের সিস্টেম মোটেও ব্যাংকিং সিস্টেমের মতো না। বিষয়টা একটু ক্লিয়ার করি চলুন।
​​
​​উপরের ভদ্রলোক ১০ জন বন্ধুকে টাকা পাঠাবেন এবং এই কয়েকজন একে অপরের সাথে সংযুক্ত হয়ে কোন এক মাধ্যমে টাকা লেনদেন করতে পারে। একসাথে আন্তঃসংযোগ হয়ে টাকা হস্তান্তরের এই বিষয়টিকে ব্লকচেইনের ভাষায় আমরা বলি  উন্মুক্ত লেনদেনের হিসাব। উন্মুক্ত হওয়ায় পুরো ব্লকচেইন সিস্টেমটি হচ্ছে Decentralized রাখা হয়েছে।

​​১০ জনের আন্তঃসংযোগের বিষয়টি খেয়াল করুন দেখুন যেহেতু তারা একে অপরের সাথে সংযুক্ত সেহেতু প্রত্যকেই প্রত্যেকের একাউন্ট সম্পর্কে ধারণা রাখে – ব্লকচেইনের আসল মজাটা আসলে এইখানেই কারণ প্রত্যেক লেনদেনের সময় সংযুক্ত প্রতিটি একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। স্বয়ংক্রিয় এই বিষয়টিই হলো Distributed Open Ledger যা Decentralized নামেও পরিচিত।
​​তবে এখানে আপনার একটি সংশয় থাকতে পারে – যেমন কেউ তো তাহলে ১০০ টাকা পাঠিয়ে ১০০০ টাকা পাঠিয়েছে বলতে পারে। এই জন্যই লেনদেনের পুরো সিস্টেমটিকে যাচাই বা ভেরিফাই করতে হয় আর এই ভেরিফিকশনের কাজটি যারা করে থাকেন তাদেরকে আমরা মাইনার (Miner) বলে থাকি।
​​
​​সংক্ষেপে ব্লকচেইন —
​​ব্লকচেইন = ব্লক + চেইন
​​এই সিস্টেমে প্রতিটি ব্লক এক একটি একাউন্ট যার প্রতিটি লেনদেন ব্যবস্থাপনা চেইন আকারে পরিচালিত হয়। প্রত্যেকটি ব্লক হ্যাশিং (Hashing) এর মাধ্যমে উচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করে যার ফলে কেউই এখানে হস্তক্ষেপ করতে পারে না।

ব্লকচেইন সিস্টেমের সুবিধা


​​থার্ড পার্টির ঝামেলা থেকে মুক্তি — উপরের উদাহরণ গুলোর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন ব্লকচেইন লেনদেন ব্যবস্থাপনায় কোন রকম তৃতীয় পক্ষের প্রয়োজন পরে না ফলে আপনি পৃথিবীর যে কোন প্রান্তে লেনদেন করতে পারছেন কোন ঝামেলা ছাড়াই। যা নরমাল ব্যাংকিং সিস্টেমে খুবই ঝামেলাপূর্ণ।
​​
​​নিরাপত্তা — PayPal লেনদেন সিস্টেমের কথা চিন্তা করুন এখান থেকে যেকোন সময় পাঠানো টাকা বা ব্যবহারকারীর ডেটা গুলো চুরি হতে পারে কিন্তু ব্লকচেইন সিস্টেমে আইডেন্টিটি হিডেন থাকা ও প্রতিনিয়ত ডেটা গুলো আপডেট হওয়ার ফলে এখানে চুরি কিংবা দূর্নীতির আওতায় আশা একেবারেই অসম্ভব।

ব্লকচেইনের ভবিষ্যৎ!
ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা যেভাবে বেড়ে চলছে, তাই আর বেশীদিন নেই যেদিন থেকে ব্যাংক ব্লকচেইন সিস্টেম ব্যবহার করা শুরু করবে। ব্লকচেইনের সক্ষমতা ইতিমধ্যে প্রমাণিত তাই অদূর ভবিষ্যতে সরকারও এটি ব্যবহার করা শুরু করবে। বৃহত্তর আমেরিকান স্টক এক্সচেঞ্জ ভিত্তিক প্রতিষ্ঠান NASDAQ ব্লকচেইন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে দিয়েছে।

অসংখ্য স্টার্টআপ প্রতিষ্ঠান নিত্য নতুন আইডিয়া নিয়ে ব্লকচেইন প্রযুক্তিতে প্রবেশ করছে যেমন, একটি প্রতিষ্ঠান ব্লকচেইন থেকে ডেটা ব্যবহার করে অপরাধ ট্র্যাক করতে পারে এমন সেবা দিতে যাচ্ছে। ব্লকচেইন প্রযুক্তি এখনো প্রাথমিক ধাপে রয়েছে তাই এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে প্রচুর কাজ চলছে যার ফলে মার্কেটে এর পরিচিতি দিন দিন ব্যাপক হারে বাড়ছে।  বিটকয়েন যেভাবে বর্তমান অর্থনীতিতে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। আশাকরি, খুব শীগ্রই ব্লকচেইন প্রযুক্তিও এমন কিছু উপহার দিতে যাচ্ছে।

Jump to: