BOUNTY করতে কি কি লাগে
আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানতে চেয়েছেন বাউন্টি করতে কি কি লাগে?
মূলত বাউন্টি করতে আপনাকে ফোরামে একটি একাউন্ট থাকা লাগবে। এখন আসা যাক, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান তাহলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একাউন্ট থাকতে হবে।
উদাহরণস্বরূপ, ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, রেডিট, লিঙ্কডইন, মিডিয়াম ইত্যাদিতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর আসা যাক আপনি কোন কোন সোশ্যাল মিডিয়ায় বাউন্টি করতে চান। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি, আপনি যদি ফেসবুক কিবা টুইটার বাউন্টি করতে চান, তাহলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ কিছুসংখ্যক ফ্রেন্ডস এবং ফলোয়ার লাগবে। কারন আপনার ফ্রেন্ড বা ফলোয়ারের উপর আপনি স্টেকস্ পাবেন। যার যতবেশী ফলোয়ার তার স্টেকস্ তত বেশী দিবে। আর এই স্টেকস্ এর উপর ভিত্তি করে আপনাকে বাউন্টি শেষে টোকেন দেওয়া হবে। বেশীরভাগ বাউন্টিতে মাইইথারওয়ালেট ব্যবহার করা হয়। তাই আপনাকে বাউন্টিতে জয়েন করার আগে মাইইথারওয়ালেট একাউন্ট খুলে নিতে হবে।
মূলত এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম, এইসব আপনি যে বাউন্টি করবেন ওই বাউন্টি থ্রেড এ পেয়ে যাবেন। বাউন্টি করার আগে অবশ্যই থ্রেডের নিয়মাবলী গুলো পড়ে নিবেন। তারপর বাউন্টিতে জয়েন দিবেন।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য।