আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন।
আমি এই ফোরামে অনেকদিন যাবৎ কাজ করছি।বাউন্টির কাজ করেছি অনেক কিন্তুু সফলতার হার খুবই কম।আমি অভিঙ্গদের পরামর্শ চাচ্ছি যে কিভাবে এই প্লাটফর্ম থেকে সফলতা লাভ করতে পারি? এছাড়াও আমি এই ফোরাম একাউন্টটি নতুন খুলেছি।এটাতে মেরিট পয়েন্ট পাবো কিভাবে এটা যদি কেউ একটু বলতেন ভালো হতো।
ধন্যবাদ|
আপনি যদি ভালো বাউন্টির কাজ করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন। যেমন গত বছর, mb8coin প্রজেক্ট এর বাউন্টি হয়েছিল।যারা ওইটাতে কাজ করেছে মোটামুটি ৩০-৩৫ হাজার কয়েন পেয়েছে যার বর্তমান মূল্য ২ লক্ষ+ টাকা।বর্তমানেও অনেক ভালো প্রজেক্ট রয়েছে। temtum, curioinvest, GOLD stablecoin এইগুলো মোটামুটি ভালো মানের।Gold Stablecoin প্রজেক্ট থেকে ভালো ইনকাম করতে পারেন।প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে পেয়ে যাবেন।
ভালো বাউন্টি পেতে হলে অবশ্যই আগে এনালাইসিস করতে হবে।প্রজেক্ট এর বাউন্টি ম্যানেজার কে সেটা দেখবেন, প্রজেক্ট এর টিম, তাদের থিম মানে প্রজেক্ট এর মুলভাব সম্পর্কে জেনে নিবেন।সবকিছু ঠিক হলে তখন কাজ শুরু করবেন।যে কোন প্রজেক্ট এর কাজ করবেন না।বেশিরভাগ প্রজেক্ট স্ক্যাম হয়।
আপনি নতুন একাউন্ট কেন খুলেছেন? আগের একাউন্ট থেকেও কাজ করতে পারেন, আগের একাউন্টে মেরিটও পেতে পারেন।তাহলে নতুন একাউন্ট খোলার দরকারটা কি?
প্রথমে খুব ভালো লাগছে যে, এখানে বাংলায় কথা বলছি। CARLAHOUSTON12 ভাই, এবার আপনার প্রশ্নে আসি।
বউন্টির ব্যাপারে মোটামোটি DTalk ভাই সব বলেছেন। আমি শুধু একটু যোগ করবো সেটা হল, আমি গত বছর মোট ২০০+ বউন্টি কাজ করেছি তার মধ্যে এম্বি৮ ছিল।
এই ২০০+ বউন্টির মধ্যে প্রায় ৪০+ বউন্টি পেম্নেট করেছে কিন্তু আমার ৪০+ লাগেনি শুধু এক এম্বি৮ দিয়ে আমি সফল। সুতরাং সফল হওয়ার জন্য লেগে থাকুন এবং ভালো বউন্টি নির্বাচন করুন DTalk ভাই এর সাজেশনমত। আর আমি কিছু বউন্টি মেনাজারের লিঙ্ক দিলাম, সচারাছর তাদের বউন্টি ভালো হয়। যেমন,
https://bitcointalksearch.org/user/yahoo62278-355846https://bitcointalksearch.org/user/wapinter-527272https://bitcointalksearch.org/user/btcltcdigger-228301https://bitcointalksearch.org/user/needmoney-86907এছাড়া এখানে বউন্টি ছাড়াও, আপনি সার্ভিস সেল করে ইনকাম করে সফল হতে পারবেন।
https://bitcointalk.org/index.php?board=52.0 এখানে যে কাজ পারেন সে ব্যাপারে একটা পোস্ট করবেন অ্যান্ড এখান থেকে অনেকে দেখবেন কাজ দিবে। যেমন ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ব্যানার ডিজাইন, সিগ্নগেচার ডিজাইন ইত্াদি।
এবার আসি মেরিটের ব্যাপারে, দেখুন মেরিট টা আসে কমনিটি মেম্বার থেকে। যখন তারা কারও পোস্ট এ কনো ইনফরমেশন বা হেল্প পায়, তখন তারা এ মেরিট টা দিয়ে থাকে।
যেমন আমার এ পোস্ট পড়ে আপনি খুশি হলেন আর আমাকে মেরিট দিলেন।
জাস্ট মজা করলাম।
যাইহোক আপনি ইনফরমেটুভ অ্যান্ড হেল্প ফুল পোস্ট করুন আপনার মেরিট এমনি বেড়ে যাবে আশা করি।
ভাল থাকুন, ভালো থাকুক সকল ক্রিপ্টো প্রেমী
BTC