Author

Topic: বাংলা (Bengali) - page 465. (Read 5728960 times)

full member
Activity: 1099
Merit: 116
December 21, 2019, 11:02:49 PM
একটি fork claim করতে গিয়ে এই site টি সম্পর্কে জানতে পারলাম। Facebook, Twitter, Telegram ইত্যাদি ID ব্যবহার করে নিত্যনতুন altcoin airdrop claim করা যায়। পরে ঐসব altcoin কে bitcoin এ convert করে নিতে পারেন। মোটামুটি তথ্যবহুল site মনে হলো। তাই আপনাদের সাথে share করছি। ব্যবহার করে কেমন লাগলো জানাবেন।

https://airdrops.io

হা, আমিও সাইটাতে ভিজিট করেছি। ভালো তথ্যবহুল। অনেক এয়ারড্রপ আছে। কয়েকটি এয়ারড্রপে জয়েন করেছি। আমিও আমার ব্যক্তিগত ব্লগে আগে ক্রিপ্টো নিয়ে কাজ করতাম। ব্লগ বাউন্টি করতাম, এয়ারড্রপ নিয়ে তথ্য দিয়ে পোস্ট লিখতাম। পরে ক্রিপ্টো সম্পর্কে পোস্ট ডিলিট করে দিয়েছি কারণ বাংলাদেশে বৈধ নয়। এছাড়া ব্লগের তথ্য ট্রেস করে আমাকে যে কোন সময়ে আইনের আওতায় আনতে পারে। তাই আপাতত ক্রিপ্টোনিয়ে ব্লগিং বাদ রাখছি।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
December 21, 2019, 12:36:48 PM
একটি fork claim করতে গিয়ে এই site টি সম্পর্কে জানতে পারলাম। Facebook, Twitter, Telegram ইত্যাদি ID ব্যবহার করে নিত্যনতুন altcoin airdrop claim করা যায়। পরে ঐসব altcoin কে bitcoin এ convert করে নিতে পারেন। মোটামুটি তথ্যবহুল site মনে হলো। তাই আপনাদের সাথে share করছি। ব্যবহার করে কেমন লাগলো জানাবেন।

https://airdrops.io
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
December 21, 2019, 11:49:10 AM
আমাকে কেউ সাহায্য করতে পার। কিভাবে মেরিট পাওয়া যাবে।
   মেরিট এর ব্যাপারে এর আগে অনেক বার আলোচনা করা হয়েছে। এর পরও আমি বলতে চাই, এখন মেরিট পেতে হলে আপনাকে ভাল মানের পোস্ট করেত হবে। আপনার পোস্ট এ সন্তুষ্ট হয়ে বা উপকৃত হয়ে যে কেউ আপনাকে মেরিট দিতে পারে যা দিয়ে আপনার র‌্যাংক বাড়তে পারে।
copper member
Activity: 1120
Merit: 2
December 21, 2019, 12:56:59 AM


ভাই প্রথমে আপনাকে একটা কথ বলি- ফোরামটাকে সহজভাবে নিন। মাথায় বেশি প্রেশার নিবেন না । এরপর যা করবেন- প্রচুর পরিমানে ফোরাম ঘাটাঘাটি করবেন, যেখানে যে রুলস আছে তা পড়বেন, জানবেন এবং পারলে সেসব বোর্ডের অনেক পোস্ট আছে সেখানে ভালো ভালো কমেন্টস করবেন। আর কমেন্টস অন্তত ১০০ শব্দের বেশি লিখবেন। তবে কারো কোন পোস্ট কপি করবেন না, কিংবা গুগল থেকেও কোন কিছু কপি পেস্ট করবেন না, তাহলে আইডি বিল্ডআপ না হলে উল্টো্ আইডি নষ্ট হবে। এছাড়া কোন কিছু জানার জন্য বেশি বেশি সার্চ করুন, পড়ুন এর পরেও না পেলে তখন প্রশ্নকরুন। এমন প্রশ্ন করবেন না যেটা সর্বত্র পাওয়া যায়। ধন্যবাদ
[/quote]
আপনার পোষ্ট গুলো অনেক তথ্য বহুল হয় । আপনি অনেক দিন যাবৎ এই জগতে আছেন বলে আমার মনে হয়।আমি আপনার সমস্ত পোষ্ট গুলো খুবই সর্তকতার সহিত দেখি এবং পড়ি।আমি আপনার পোষ্ট গুলো পড়ে ধারাবাহিক ভাবে নতুন নতুন বিষয় জানতে পারি।
full member
Activity: 1099
Merit: 116
December 21, 2019, 12:27:12 AM
আগে ভালো ভাবে জানবো এই ইচছা নিয়েই ফোরামে এসেছি।অকাউন্ট বিল্ডাব করার জন্য সবচেষ্টাই করে যাবো।আল্লাহ তালা যদি চান তাহলে হয়তো ভালো করতে পারবো।সকল সিনিয়ারদে সহযোগিতা পেলে এটা আমার জন্য সহজ হতে পা। আর তা না হলে অনেক বেশি কস্ট করতে হতে পারে।তাই আমি সবার সাহায্য কামনা করছি যেনো  ক্রিপ্টোকারেন্সিতে ভালো করতে পারি।

ভাই প্রথমে আপনাকে একটা কথ বলি- ফোরামটাকে সহজভাবে নিন। মাথায় বেশি প্রেশার নিবেন না । এরপর যা করবেন- প্রচুর পরিমানে ফোরাম ঘাটাঘাটি করবেন, যেখানে যে রুলস আছে তা পড়বেন, জানবেন এবং পারলে সেসব বোর্ডের অনেক পোস্ট আছে সেখানে ভালো ভালো কমেন্টস করবেন। আর কমেন্টস অন্তত ১০০ শব্দের বেশি লিখবেন। তবে কারো কোন পোস্ট কপি করবেন না, কিংবা গুগল থেকেও কোন কিছু কপি পেস্ট করবেন না, তাহলে আইডি বিল্ডআপ না হয়ে উল্টো্ আইডি নষ্ট হবে। এছাড়া কোন কিছু জানার জন্য বেশি বেশি সার্চ করুন, পড়ুন এর পরেও না পেলে তখন প্রশ্নকরুন। এমন প্রশ্ন করবেন না যেটা সর্বত্র পাওয়া যায়। ধন্যবাদ
full member
Activity: 1582
Merit: 101
December 20, 2019, 11:54:43 PM
ইদানিং যেসব বাউন্টিগুলো হচ্ছে তা মনের মতো হচ্ছে না। কারন যেসব ভাল প্রযেক্ট তা সব ভাল ভাল এক্সচেন্জে IEO হচ্ছে, এবং সেইগুলো বাউন্টি করাচ্ছেনা। তাই দিন কাল খুব একটা ভাল যাচ্ছে না বাউন্টি করার ক্ষেত্রে। আপনারা যারা বাউন্টি করতেন বা করছেন তাদের থেকে কিছু জানতে চাচ্ছি। যদি আপনারা আপনাদের মন্তব্য এবং কাজ এর ধরন গুলো শেয়ার করতেন তবে বেশ ভাল হতো।

ভাই এখানে আসলে বলার মত কিছুই নাই। আপনি ঠিকই বলেছেন এখন IEO থেকৈ সবাই টাকা সংগ্রহ করার পথ বেছে নিয়েছে কোম্পানিগুলো। আবার অনেকক্ষেত্রে IEO ও সঠিক হচ্ছেনা কারন আজেবাজে কিছু এক্সচেঞ্জার বাজারে আছে যারা কোম্পানির টাকা মেরে দিচ্ছে। আসলে সবকিছু মিলায়ে একটা বাজে সময় পার করতেছে বাউন্টি। চারিদিকে শুধু বাটপারের সংখ্যা বাড়ছে। তাই হতাশ হবার কিছুই নাই, সবার  যে অবস্থা আপনার ও একই অবস্থা।
ধন্যবাদ
full member
Activity: 1099
Merit: 116
December 20, 2019, 09:59:59 AM
একটি ১০ মেরিটের বিটকয়েন টকের আইডি বিক্রয় করবো। Id fresh.. kono negative trust nai.. Face to face Sell করবো। Location: Gulshan-2.

কারও যদি মেরিট লাগে তাহলে বলবেন। ৪টি sMerit আছে।

ফোরামের নিয়ম অনুযায়ী কেউ কোন আইডি ক্রয় বিক্রয় করতে পারেনা। এটা অনেক বড় অপরাধ। এটা করলে আপনার আইডিতে রেড ট্রাস্ট খাবেন। শুধু ক্রয় বিক্রয় না, ক্রয় বিক্রয়ের কোন পোস্ট করলেই রেড ট্রাস্ট খাবেন যদি ডিটি কোন মেম্বার এটা দেখে থাকেন। এ ধরনের কোন পোস্ট দেওয়া, আইডি ক্রয় বিক্রয় থেকে দূরে থাকুন। কোন স্পাম করবেন না।নিজে নিরাপদ থাকুন, অন্যদেরও নিরাপদে রাখুন।
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
December 20, 2019, 09:32:38 AM
@malekbaba @Rafiqul
এইটা সত্য যে কেউ যদি এইখানে এসেই টাকা ইনকামের চিন্তা করে তাহলে তার জন্যে সেটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। এইখানে সবচেয়ে বড় ব্যাপার হল আইডি বিল্ড করা, আর সেটা করতে হলে ক্রিপ্টোকারেন্সিতে ভালো হাত থাকতে হবে।
অনেকেই কিন্তু এই ফোরামে খুব ভালো টাকা ইনকাম করতেছে।এইখানে আর্নিং এর অনেক পথ আছে।শুধু যে বাউন্টি তা কিন্তু না।

ভাই আপনি ঠিকই বলেছেন, সবার আগে আইডি বিল্ড আপ করা উচিত।  ক্রিপ্টোকারেন্সি সম্পূর্কে প্রচুর ধরণা থাকতে হবে, ফোরামের নিয়ম-কানুন জানতে হবে। বাউন্টি ছাড়াও এয়ারড্রপ করা যায়। এছাড়াও ক্রিপ্টো এক্সচেঞ্জার গুলোতে সেল-বাই করেও অনেক টাকা ইনকাম করা যায়। আমার জানামতে অনেকে ভালো টাকা ইনকাম করতেছে।
newbie
Activity: 434
Merit: 0
December 20, 2019, 07:31:03 AM
আগে ভালো ভাবে জানবো এই ইচছা নিয়েই ফোরামে এসেছি।অকাউন্ট বিল্ডাব করার জন্য সবচেষ্টাই করে যাবো।আল্লাহ তালা যদি চান তাহলে হয়তো ভালো করতে পারবো।সকল সিনিয়ারদে সহযোগিতা পেলে এটা আমার জন্য সহজ হতে পা। আর তা না হলে অনেক বেশি কস্ট করতে হতে পারে।তাই আমি সবার সাহায্য কামনা করছি যেনো  ক্রিপ্টোকারেন্সিতে ভালো করতে পারি।
jr. member
Activity: 112
Merit: 1
December 20, 2019, 02:58:13 AM
@malekbaba @Rafiqul
এইটা সত্য যে কেউ যদি এইখানে এসেই টাকা ইনকামের চিন্তা করে তাহলে তার জন্যে সেটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। এইখানে সবচেয়ে বড় ব্যাপার হল আইডি বিল্ড করা, আর সেটা করতে হলে ক্রিপ্টোকারেন্সিতে ভালো হাত থাকতে হবে।
অনেকেই কিন্তু এই ফোরামে খুব ভালো টাকা ইনকাম করতেছে।এইখানে আর্নিং এর অনেক পথ আছে।শুধু যে বাউন্টি তা কিন্তু না।

আমি আপনার সাথে একমত কেননা টাকা ইনকাম এর দান্দা আগেই করলে তা খুবি কস্টকর। এই ফোরামে অনেক ভাবেই টাকা ইনকাম করা সম্বব। আর তা করতে হলে আগে আইডি বিল্ড আপ করতে হবে। আর তা আমরা না করে বাউন্টির পিছনে দোড়ালে তা খুবই কস্টজনক হবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 19, 2019, 10:40:15 PM
@malekbaba @Rafiqul
এইটা সত্য যে কেউ যদি এইখানে এসেই টাকা ইনকামের চিন্তা করে তাহলে তার জন্যে সেটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। এইখানে সবচেয়ে বড় ব্যাপার হল আইডি বিল্ড করা, আর সেটা করতে হলে ক্রিপ্টোকারেন্সিতে ভালো হাত থাকতে হবে।
অনেকেই কিন্তু এই ফোরামে খুব ভালো টাকা ইনকাম করতেছে।এইখানে আর্নিং এর অনেক পথ আছে।শুধু যে বাউন্টি তা কিন্তু না।
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
December 19, 2019, 07:33:56 AM
Thread opener onek kosto korechen Bangladeshider jonno isolate 1ta section open korben, tai. Spam post er karone oi uddessho nosto hoa gese. Amra valo kaj korte na patleo, barota bajaite ustad. Ki lav, bosta pocha kaj kore? Crypto dia taka kamano jodi etoi soja hoito amra to 24hours ai forum e poira thaktam. Amra na jene na bujhe onner koto khoti kore feli, nijerai janina. 1line likhe taka kamaben ai niot thakle, this is not the right place for you, brothers
ভাই শুরুতেই আপনাকে সালাম জানাই। একজন বাঙ্গালী এত বড় একটা র‌্যাংক (লিজেন্ডারী) এ আছেন দেখে আমি পুলকিত ও গর্বিত। আশাকরি আপনার মতো যারা আছেন তারা আমাদের সঠিক পথ দেখাবেন, উপদেশ ও পরামর্শ দিয়ে সাহায্য করবেন। এই বাংলা থ্রেডে অনেকেই আজেবাজে কথা লিখেন, বাজে মন্তব্য করেন, স্পাম পোস্ট করেন; এটা তাদের নিজের জন্যেও ভাল না, ফোরামের জন্যও ভাল না। আপনি সঠিক কথাই বলেছেন, এখানে টাকা রোজগার করা এত সহজ না। আমি বিশ্বাস করি আপনার কথা গুলো সবাই উপলব্ধি করবে এবং সে অনুযায়ী ভবিষ্যতে চলবে। ধন্যবাদ সবাইকে।
legendary
Activity: 1526
Merit: 1026
December 19, 2019, 01:14:41 AM
Thread opener onek kosto korechen Bangladeshider jonno isolate 1ta section open korben, tai. Spam post er karone oi uddessho nosto hoa gese. Amra valo kaj korte na patleo, barota bajaite ustad. Ki lav, bosta pocha kaj kore? Crypto dia taka kamano jodi etoi soja hoito amra to 24hours ai forum e poira thaktam. Amra na jene na bujhe onner koto khoti kore feli, nijerai janina. 1line likhe taka kamaben ai niot thakle, this is not the right place for you, brothers
full member
Activity: 1099
Merit: 116
December 18, 2019, 11:14:20 PM
বিটকয়েন ফরমে আপনাকে স্বাগতম। আপনি স্পাম পোস্ট থেকে বিরত থাকুন।স্পাম পোস্ট বলতে বুজানো হচ্ছে Hi,hello,kmn aso, ki korso এই সব ব্যক্তিগত কোনো প্রস্ন করা জাবে না।আর এই গুলা স্পামিং পোস্ট। আর আপনি নতুন তাই সব একসাথে শিখতে পারবেন না। তাই সিনয়রদের পোস্ট ফলো করুন তাদের শিক্ষা অনুযায়ী চলুন।তাহলেই হবে । আশা করিদ বুজতে পারছেন।

আপনাকে অনেক ধন্যবাদ।এত সুন্দর কথাগুলো বলে বুঝানোর জন্য।আমাকে আর একটু বলবেন যে প্রতেক দিন কয়টা করে পোষ্ট করা যাবে।আর বেশি করলে কোনো সমস্যা হবে কিনা।আপনাদের সহায়তা পেলে এই সাইডে হয়তো ভালো করতে পারবো।

ওই solaiman2454 এর বাচ্চা তুই পক পক কম কর। Newbie আসছে জ্ঞান দিতে। যা ভাগ। 

সভ্য সমাজে এভাবে মানুষকে অপমান করতে হয়না। সে নতুন তাই হয়তো না জেনেই পোস্ট করে ফেলেছে বেশি। তাকে সুন্দরভাবে উপদেশমূলক কথা বলতে পারতেন। তাতে তিনিও উপকৃত হতেন এবং আপনাকেও তিনি সম্মানের চোখে দেখতেন। আর সব নতুন ভাইদেরও বলছি- কোন কমেন্ট করার আগে অন্তত ফোরামটা ঘুরে ঘুরে বিভিন্ন বোর্ডের পোস্টগুলো পড়ুন। তাহলে আপনার প্রশ্নের অধিকাংশ উত্তর পাবেন। এরপরও যদি এমন প্রশ্ন হয় যেটার উত্তর পেলেন না তখন সেটার  জন্য কমেন্ট করতে পারেন। আমরা যারা কযেকবছর ধরে কাজ করছি তারা চেষ্টা করবো সমাধান দিতে।
newbie
Activity: 434
Merit: 0
December 18, 2019, 08:18:04 PM
স্পাম পোস্ট করেন না সোহাগ তাহলে কিন্তু একাউন্ট বন্ধ করে দিতে পারে।এখানে বাজে কথা বলার স্থান না।এখানে শুধু বিটকয়েন নিয়ে আলোচনা করার জন্য তাই এখনি সতক' হন।ধন্যবাদ     
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
December 18, 2019, 08:51:05 AM
আমি চাই বাংলাদেশে বিটকয়েন বৈধতা করা হোক।   
ভাই আমরা যারা বাংলাদেশী আছি, সবাই চাই বিটকয়েন বাংলাদেশে  বৈধতা দেয়া হোক। তাহলে আমরা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি, বাউন্টি করি তারা তাদের উপার্জিত অর্থ বৈধ ভাবে দেশে আনতে পারবে, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। এর জন্য শুধু চাইলেই হবে না, যার যার অবস্থান থেকে কাজ করতে হবে, সরকারের নীতি নির্ধারকদের বুঝাতে হবে বিটকয়েনের উপকারিত সম্পূর্কে। ধন্যবাদ
newbie
Activity: 434
Merit: 0
December 17, 2019, 12:32:39 PM
  বিটকয়েন টকে সিনিয়ারদের অবদান রাখতে হবে বেশি বেশি।তাহলে নতুনরা সাহস পাবে এবং বিটকয়েন টক সম্পকে জানতে পারবে।যদিও নতুনদের মনযোগের ব্যপারটা বেশি। কারণ মনযোগ সহকারে সিনিয়ারদের আলোচনা পড়তে হবে বিটকয়েন সম্পকে ধারনা আজ'ন করে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে মেরিট অজ'ন করতে হবে।
ধন্যবাদ
newbie
Activity: 434
Merit: 0
December 17, 2019, 11:16:50 AM
আপনাকে ধন্যবাদ সুন্দর পরাম'শের জন্য।সিনিয়ারদের কাছে এমন ভালো পোষ্ট কাম্য।
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
December 17, 2019, 08:46:44 AM
সব বাংলাদেশীদের উদ্দেশ্যে বলছি, যারা অনলাইন এক্সচেঞ্জ ব্যবহার করছেন তারা সাবধান।বেশিরভাগ সাইট স্ক্যাম।সম্প্রতি Paidexbd.com সাইট স্ক্যাম করছে একজনের টাকা।
Paidexbd.com exchange review পড়েন এইখানে-Paidexbd.com Scam | Paidexbd.com Review | রিভিউ http://www.bitcoinbangladesh.info/showthread.php?tid=23&pid=67&i=1
Who are you?
আপনি আমার পোস্ট কেন কপি করতেছেন?
@coinluck43 ভাই আপনি ফোরামে নতুন, এখানে কারো পোস্ট কপি করবেন না, কপি করে বেশীদিন টিকতে পারবেন না, যে কোন সময় রেড মার্ক খাবেন। রেড মার্ক পেলে ফোরামে কাজ করতে পারবেন না। আপনার আইডি বাতিল হয়ে যাবে। তাই এখন থেকেই ভাল ভাল পোস্ট করুন, ফোরামের নিয়ম কানুন সম্পর্কে জানুন, বিভিন্ন এক্সচেঞ্জ সম্পূর্কে জানুন এবং ভন্ড এক্সচেঞ্জ থেকে সাবধান থাকুন। ধন্যবাদ
full member
Activity: 1099
Merit: 116
December 17, 2019, 07:32:56 AM
আমার মনে হয় মেরিট নিয়ে বেশি  বেশি আলোচনা করা দরকার কারণ মেরিট এই ফোরামের একটা অংশ।মেরিট নিয়ে আলোচনা না করলে সবাই বুঝবে কিভাবে।এইতো অনেকেই নিন্মমানের পোস্টে মেরিট দিচ্ছে।সবাই যদি জানতো মেরিটের আসল উদ্দেশ্য কি তাহলে কি দিত? অবশ্যই না।আর সেটা কেন হয়েছে? পর্যাপ্ত আলোচনার অভাবে।তাই যারা মেরিট সম্পকে ভালো জানেন তাদের দৃষ্টি আকষ'ন করছি আপনারা মেরিট নিয়ে ভালো ভালো আলোচনা তুলে ধরুন সবাই উপকৃত হবে।

মেরিট নিয়ে ইতিপূর্বে অনেক আলোচনা হয়েছে। আমাদের বাংলা পোস্টগুলো সব পড়ুন এখানেও অনেকবার এ বিষয়টা নিয়ে আলোচিত হয়েছে। এছাড়া দাইমসের পোস্টটি পড়ুন তাহলে বিস্তারিত মেরিট সম্পর্কে ধারণা পাবেন পাশাপাশি কোন র‌্যাংকের জন্য কত একটিভি+ মেরিট লাগবে সেটাও জানতে পারবেন। https://bitcointalksearch.org/topic/merit-new-rank-requirements-2818350
Jump to: