আরো একটা কথা বলতে চাই। আমি এই thread এ অনেককেই merit দিয়েছি। আপনারা আমার অপেক্ষায় বসে না থেকে নিজেরা merit টা re-circulate করার চেষ্টা করুন।
ভাই, এত বড় একটা মিথ্যা বলে দিলেন। আপনি এই পর্যন্ত মোট মেরিট দিয়েছেন ১৬টা, যার মধ্যে মাত্র ৭টি মেরিট দিয়েছেন এই থ্রেডে। ৭টি মেরিট রি সার্কুলেট করলে কত হয়?
মেরিট বড় কথা না, কথা হল আপনি মাসে একবার আসেন, স্পাম ডিলেট করে অনেক মহান কাজ করার ভাব নেন। এই থ্রেড ক্রিয়েট করা ছাড়া আপনার আর কোন কন্ট্রিবিউশন তো দেখছি না। তার উপর আপনি আবার ইন্ডিয়ার মানুষ হয়ে বাংলাদেশী থ্রেডের মালিক হইছেন।
যাই হোক, এইখানে নিয়মিত আসতে পারেন, সবাইকে সাহায্য করতে পারেন যাতে সবাই শিখতে পারে।
আমি সাধারণতঃ এই ধরনের নিম্ন রুচির post এর উত্তর দেই না। কিন্তু যেহেতু এখানে বেশ কিছু তথ্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃতরূপে পরিবেশন করা হচ্ছে, তাই বাংলাদেশের মানুষের জ্ঞাতার্থে আমি জবাবটা দিচ্ছি। Post টাও reference এর জন্যে quoted রইলো।
প্রথমেই আমাদের দুজনের profile এর একটা সংক্ষিপ্তসার আপনারা দেখে নিন...
BitCoinDream -
https://bpip.org/profile.aspx?p=BitCoinDreamDTalk -
https://bpip.org/profile.aspx?p=DTalkএই thread টি চলছে May 30, 2014 থেকে। আর merit system আছে January 24, 2018 থেকে।
আপনারা সকলেই সম্ভবতঃ জানেন যে merit দিতে গেলে sMerit লাগে, যেটা একজন ব্যক্তির total merit এর সাথে সম্পর্কিত নয়। আর আমি কোনো merit source নয় যে আমার অঢেল sMerit থাকবে।
আমি এখনো পর্যন্ত নয়টি post এ merit দিয়েছি, যার মধ্যে সাতটাই এই thread এ। Merit প্রাপকের মধ্যে DTalk ও আছেন! সাতটা merit কে circulate করলে এগারোজন merit পেতে পারে। কারণ প্রতি দুইটি sMerit পাঠালে একটি sMerit উৎপন্ন হয়। যেই কারণে আমি নিজেদের merit টা re-circulate করার কথা বলেছিলাম। DTalk এর মধ্যে অনেক বড় একটি মিথ্যা খুঁজে পেয়েছেন!
Spam delete করার বিষয়ে জানিয়ে রাখি, এখানে যখনই spam এর মাত্রা বেড়ে যায়, তখনই spam delete এর detailed post টা করা হয়। এছাড়াও spam delete চলতেই থাকে, যার জন্যে কোনো আলাদা post হয় না। যেমন গতকালও কিছু spam delete করা হয়েছে।
এরপর আসি ভারতীয় প্রসঙ্গে। আমি BitcoinTalk join করেছি ২০১৩ সালে। সে সময়ে সমগ্র ভারতীয় উপমহাদেশের (ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান) মানুষই India forum এ post করতেন। স্বাভাবিকভাবেই আমিও করেছিলাম। আর যেহেতু আমার ভারতে যাতায়াত আছে, ওদের system বুঝতেও আমার অসুবিধে হয়নি। সে সময় এইটা আন্দাজ করতে পারিনি যে কেবল এই কারণে কেউ আমায় ভারতীয় বানিয়ে দিতে পারে। যাই হোক, আমার নাগরিকত্বের পরিচয় কাউকে দেওয়ার প্রয়োজন বোধ করছি না। শুধু খেয়াল করবেন, DTalk এখনো India forum এর Regional Languages এ গিয়ে post করেন ( Ref:
https://bitcointalksearch.org/topic/ico-5055377 )। সেইটা অবশ্য merit এর লোভে, যেইটা ওনার কথায় 'বড় কথা না'!
আরো কিছু জিনিস আপনারা জেনে রাখুন। DTalk আদৌ চান না বাংলাদেশ নিজস্ব sub-forum পাক। কারণ তাহলে ওনার নিজের forum এর আর কোনো কার্যকারিতা থাকবে না। এছাড়াও Bitcoin Forum moderator ওনার post delete করায় উনি ইতিপূর্বে আমার নামে meta তে অভিযোগ করে নিজেই অপদস্ত হয়েছেন...
I think your post has been considered as spam that's why it's been deleted. Just look at that thread where you posted, it's already a spam Megathread.
How can a positive post be considered as spam? The thread is self-moderated. Is this the reason for which thread creator can do whatever they want?
The thread going to be a total trash because thread creator is deleting good post instead keeping them alive and deleting the spam.
No rule for this?
আমার নামে অভিযোগ করার কোনো সুযোগই উনি হাতছাড়া করেন না...
I can't find anyone there who can moderate, at least no perfect one is active there. BitcoinDream isn't active. He deletes the spam once in a month or more (in his self moderated thread). Besides, if I am correct, he is not from Bangladesh, and so do you.
@DTalk আপনাকে বিশেষ কিছু বলার নেই। শুধু এই thread এ যেন আপনার forum এর link কোনো post এ আর না দেখি। ঐটা spam এর পর্যায় চলে গেছে। আমি মাসে একবার আসি না কতবার আসি সেটা আপনি এবার spam করলেই বুঝতে পারবেন।