Author

Topic: বাংলা (Bengali) - page 466. (Read 5728960 times)

member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
December 17, 2019, 06:16:32 AM
ইদানিং যেসব বাউন্টিগুলো হচ্ছে তা মনের মতো হচ্ছে না। কারন যেসব ভাল প্রযেক্ট তা সব ভাল ভাল এক্সচেন্জে IEO হচ্ছে, এবং সেইগুলো বাউন্টি করাচ্ছেনা। তাই দিন কাল খুব একটা ভাল যাচ্ছে না বাউন্টি করার ক্ষেত্রে। আপনারা যারা বাউন্টি করতেন বা করছেন তাদের থেকে কিছু জানতে চাচ্ছি। যদি আপনারা আপনাদের মন্তব্য এবং কাজ এর ধরন গুলো শেয়ার করতেন তবে বেশ ভাল হতো।
newbie
Activity: 434
Merit: 0
December 17, 2019, 03:36:28 AM
আমার মনে হয় মেরিট নিয়ে বেশি  বেশি আলোচনা করা দরকার কারণ মেরিট এই ফোরামের একটা অংশ।মেরিট নিয়ে আলোচনা না করলে সবাই বুঝবে কিভাবে।এইতো অনেকেই নিন্মমানের পোস্টে মেরিট দিচ্ছে।সবাই যদি জানতো মেরিটের আসল উদ্দেশ্য কি তাহলে কি দিত? অবশ্যই না।আর সেটা কেন হয়েছে? পর্যাপ্ত আলোচনার অভাবে।তাই যারা মেরিট সম্পকে ভালো জানেন তাদের দৃষ্টি আকষ'ন করছি আপনারা মেরিট নিয়ে ভালো ভালো আলোচনা তুলে ধরুন সবাই উপকৃত হবে।
newbie
Activity: 434
Merit: 0
December 17, 2019, 03:22:55 AM
আজ আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করবো।তাহলো বিটকয়েন টক।বিটকয়েন ফোরামে নতুনদের উদ্দেশ্যো করে বলছি এই সাইডে কাজ করতে হলে আগে এর নিয়মগুলো ভালো করে ফলো করতে হবে।কারণ এই ফোরামে কোনো প্রকার বাজে পোষ্ট করা যাবে না।তাহলে একাউন্ট ব্যান্ড করে দেয়া হবে।এখানে বিটকয়েন নিয়ে ভালো ভালো আলোচনা করে সবাইকে সচেতন করতে হবে এবং এর বিষয় বস্তু বুঝাতে হবে।সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।
newbie
Activity: 434
Merit: 0
December 16, 2019, 09:19:54 PM
আসলে আমরা বিটকয়েন্টক নিয়ে যা ভাবি তা নয়। আমরা সকলে এই আশা নিয়েই এই সাইট এ কষ্ট করে একাউন্ট খুলি, কেউবা অন্য কারো কাছে থেকে এই আশা নিয়েও একাউন্ট খুলি যে বিটকয়েনটক এ একাউন্ট খুললেই মনে হয় টাকা আয় করা যায়।কিন্তু এ ধারণা সম্পুর্ন ভুল। কেননা বিটকয়েনটক হলো একটি ডিসকাশন ফোরাম যেখানে প্রফেশনাল ক্রিপ্টো-এক্সপারটদের আনাগোনা। আর এই ফোরামের মেইন টপিক্স হলো ক্রিপ্টো ওয়ার্ল্ড। এই ফোরামে এক্সপার্টরা তাদের নলেজ শেয়ার করে এবং নতুনরা তা থেকে শেখে। আর হ্যা বিটকয়েনটক থেকে ইনকাম ও করা যায় তাও আবার ভালো অংকের রিওয়ার্ড পাওয়া যায়। কিন্তু আপনি যেটা ভেবে একাউন্ট খুলেছেন সেভাবে কোনোদিনও আপনি ইনকাম করতে পারবেন না। আরও এই সাইটটাকে অনর্থথক বলে মনে হবে। আসলে ইনকাম করতে চাইলে যেকোনো থ্রেডে বসে বসে অনর্থক পোষ্ট দিয়ে এক্টিভিটি বারিয়ে কোনো লাভ নেই। ইনকাম করতে চাইলে আপনাকে কাজ করতে হবে। আর কাজ টা হলো ভালো কোনো ICO প্রজেক্টের একজন এনাউন্সারের কাজ করা, আর তাদের হয় সঠিক কাজ করতে পারলে তাদের বাজেট এর মোট অংশের একটি নির্ধারিত অংশ এনাউন্সারদের রিওয়ার্ড হিসেবে দেওয়া হয়। আর সেই রিওয়ার্ড হলো সেই সব প্রজেক্ট এর টোকেনসমুহ। আর ওই টোকেন গুলোই হলো আপনার আয়।আগে নিজেকে  সবার সাহায্যে বিলিয়ে দিন,বিটকয়েন ফোরাম নিয়ে ভালো ভাবে ডিসকাশন করুন এবং নিজের মেরিট বাড়িয়ে নিন আয় তখন আপনা আপনি আসবে।
সবাইকে ধন্যবাদ।
newbie
Activity: 434
Merit: 0
December 16, 2019, 08:22:18 PM
বাউন্টি টা কি?এটা কি ভাবে কাজ করে? কেউ জানলে বুঝিয়ে বলুন আমার মত নতুনদের অনেক কাজে আসবে,ভালো বুঝতে পারলে কাজ করতেও সুবিদা হবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 16, 2019, 12:12:05 PM
যারা বাউন্টি করার কথা ভাবছেন-
আমি একটি টেলিগ্রাম গ্রুপ খুলেছি।ভালো বাউন্টি পেলে শেয়ার করব। আপনারা চাইলে জয়েন করতে পারেন। বাউন্টি সংক্রান্ত যেকোনো প্রশ্ন জিজ্ঞাসাও করতে পারেন।
গ্রুপ লিংক- t.me/BountyHunk
newbie
Activity: 434
Merit: 0
December 16, 2019, 10:11:54 AM
বিটকয়েনের সাইডে পোষ্ট করা ছারা অন্য কোনো কাজ করা যায় কি? জানালে উপকৃত হব।সিনিয়ারদের দৃষ্টি আক'ষন করছি।
newbie
Activity: 434
Merit: 0
December 16, 2019, 10:02:22 AM
বিটকয়েন ফরমে আপনাকে স্বাগতম। আপনি স্পাম পোস্ট থেকে বিরত থাকুন।স্পাম পোস্ট বলতে বুজানো হচ্ছে Hi,hello,kmn aso, ki korso এই সব ব্যক্তিগত কোনো প্রস্ন করা জাবে না।আর এই গুলা স্পামিং পোস্ট। আর আপনি নতুন তাই সব একসাথে শিখতে পারবেন না। তাই সিনয়রদের পোস্ট ফলো করুন তাদের শিক্ষা অনুযায়ী চলুন।তাহলেই হবে । আশা করিদ বুজতে পারছেন।

আপনাকে অনেক ধন্যবাদ।এত সুন্দর কথাগুলো বলে বুঝানোর জন্য।আমাকে আর একটু বলবেন যে প্রতেক দিন কয়টা করে পোষ্ট করা যাবে।আর বেশি করলে কোনো সমস্যা হবে কিনা।আপনাদের সহায়তা পেলে এই সাইডে হয়তো ভালো করতে পারবো।
jr. member
Activity: 112
Merit: 1
December 16, 2019, 04:13:33 AM
Ki bisoyer proti besi lokkho rakha proyojon? Janale ami khub upokkito hobo.kon kon doroner post kora jabe na,segulo bolle besi upokkito hote parbo.jeno aje baje post kore account bad na hoy.
বিটকয়েন ফরমে আপনাকে স্বাগতম। আপনি স্পাম পোস্ট থেকে বিরত থাকুন।স্পাম পোস্ট বলতে বুজানো হচ্ছে Hi,hello,kmn aso, ki korso এই সব ব্যক্তিগত কোনো প্রস্ন করা জাবে না।আর এই গুলা স্পামিং পোস্ট। আর আপনি নতুন তাই সব একসাথে শিখতে পারবেন না। তাই সিনয়রদের পোস্ট ফলো করুন তাদের শিক্ষা অনুযায়ী চলুন।তাহলেই হবে । আশা করিদ বুজতে পারছেন।

ধন্যবাদ।
newbie
Activity: 434
Merit: 0
December 16, 2019, 01:50:41 AM
Ki bisoyer proti besi lokkho rakha proyojon? Janale ami khub upokkito hobo.kon kon doroner post kora jabe na,segulo bolle besi upokkito hote parbo.jeno aje baje post kore account bad na hoy.
newbie
Activity: 434
Merit: 0
December 16, 2019, 01:44:40 AM
 Bitcointalk ar niyom kanon janaben ki keo amake?ami notun ai side a.
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
December 15, 2019, 02:59:00 PM
@দ্যা হেল মডারেটর- BitcoinDream
Roll Eyes

আপনি কি দয়া করে আপনার টপিকে মেরিট সংক্রান্ত বিস্তারিত দেয়া আছে এমন পোস্ট কিংবা ফোরাম রুলস নিয়ে বিস্তারিত দেয়া আছে এমন রুলস কিংবা বিটকয়েন নিয়ে ভালোমানের আর্টিকেল এর লিংক দিতে পারেন? তাহলে সবাই উপকৃত হত। মেরিট নিয়ে যদি ভালো পোস্ট না থাকে তাহলে আমি এইখানে লিখতে পারি।
এই সংক্রান্ত অনেক post এই thread এই আছে। আপনি point out করুন, আমি OP থেকে link করে দেব। যে কোনো বিষয়ে ভাল post সব সময়েই স্বাগত।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
December 15, 2019, 10:44:56 AM
@দ্যা হেল মডারেটর- BitcoinDream
আপনি কি দয়া করে আপনার টপিকে মেরিট সংক্রান্ত বিস্তারিত দেয়া আছে এমন পোস্ট কিংবা ফোরাম রুলস নিয়ে বিস্তারিত দেয়া আছে এমন রুলস কিংবা বিটকয়েন নিয়ে ভালোমানের আর্টিকেল এর লিংক দিতে পারেন? তাহলে সবাই উপকৃত হত। মেরিট নিয়ে যদি ভালো পোস্ট না থাকে তাহলে আমি এইখানে লিখতে পারি।
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
December 15, 2019, 08:14:41 AM
আমি বিটকয়েন মেরিড সম্পর্কে জানতে চাই , কেউ কি বলবেন  প্লিজজ।
★মেরিট হল আসলে পজিশন। আপনি যদি যেকোন বাউন্ডিতে  signature  camping করতে চান তাহলে আপনার মেরিট লাগবে । signature  camping বাদে  মেরিট ছাড়া সব কাজ করতে পারবেন।  কারণ signature  camping করতে গেলে তখন তারা দেখে সে কোন পজিশনে আছে।signature  camping করতে চাইলে আপনার Jr Member পজিশন  লাগবেই। আর মেরিট থাকলে আপনার  rank বাড়বে। 30 টা পোস্ট অ্যক্টিভিটি  1 টা মেরিট হলে Jr Member। 60 টা পোস্ট অ্যক্টিভিটি 10 টা মেরিট হলে Member। 120 টা পোস্ট অ্যক্টিভিটি 100 টা মেরিট হলে Full Member। 240 টা পোস্ট অ্যক্টিভিটি 250 টা মেরিট হলে Sr. Member। 480 টা পোস্ট  অ্যক্টিভিটি 500 মেরিট হলে Hero Member।  775 - 1030 টা পোস্ট অ্যক্টিভিটি হলে 1000 টা মেরিট হলে  Legendary। আপনার পোস্ট অ্যক্টিভিটি যত  বেশি হবে আর মেরিট যত বাড়বে আপনার rank তত বাড়বে।
  খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদিও মেরিট এর ব্যাপারে এর আগে অনেক বার আলোচনা করা হয়েছে। এর সাথে আমি বলতে চাই, এখন মেরিট পেতে হলে আপনাকে ভাল মানের পোস্ট করেত হবে। আপনার পোস্ট এ সন্তুষ্ট হয়ে যে কেউ আপনাকে মেরিট দিতে পারে যা দিয়ে আপনার র‌্যাংক বাড়তে পারে, ফোরামে কাজ করে ইনকাম  করতে পারেন।
full member
Activity: 1099
Merit: 116
December 15, 2019, 07:45:49 AM
সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, মেরিট সম্পর্কে  মতামত কি?  কিভাবে মেরিট পাব। নতুনদের করণীয় কি?
এককথায় বললে ভালো মানের পোস্ট করতে হবে।যদিও এই কথা স্বীকার করতে হবে যে আমাদের এইখানে কোন সিনিয়র মেম্বার না থাকার কারনে এইখানে পোস্ট করে তেমন মেরিট পাওয়া যাবে না।তবে ইংলিশ বোর্ডে করলে অতি সহজে পাওয়া যাবে, অবশ্যই খেয়াল রাখতে হবে পোস্টের মান যেন ভালো হয়। আমি মেরিট সিস্টেম আসার পর রেজিস্ট্রেশন করেছি এবং এখন ফুল মেম্বার হয়েছি। যারা বেশি মেরিট পায় তাদের অনুসরন করতে পারেন।
বাংলায় যদি ভালো কিছু শেয়ার করতে চান, করতে পারেন।আমি যতটুকু পারি মেরিট দেব + আমাদের থ্রেড ক্রিয়েটরও দেবেন আশা করি।

বিটকয়েন বাংলা ইনফো নামে একটা বাংলা ফোরাম সাইট ছিলো ওই সাইট টা এখন ডাউন হয়ে গেছে নাকি...?
ওই সাইটে ভালো বড় ভাইদের সাথে ট্রেড করা যাইতো...
ডিটক অনেকদিন অনলাইনে আসেন না।সাইট ও ডাউন।যাই হোক, ট্রেড করতে চাইলে নিজে নিজেই শিখতে পারেন। ওইখানে বিটকয়েন নিয়ে পোস্ট করা হয়েছিল। ট্রেডিং নিয়ে তেমন ছিল না ।

ভাই আমি ট্রেড বলতে বিটিসী বেচা কিনার কথা বুঝাইছিলাম...আমার প্রায়অই বিটিসি কিনা লাগে...বিডিই তে বিটিসির যে দাম কিনে পুষায় না...ওই ফোরামে কিছু বাই সেল করসিলাম

আপনি দেশের মধ্যে কেনাবেচা করতে চাইলে এই thread এই করতে পারেন। বিদেশে করতে চাইলে Currency exchange section টি ব্যবহার করুন। Escrow ব্যবহার আবশ্যক।

ধন্যবাদ...escrow হিসেবে কাজ এই ফোরামের বিভিন্ন ইউজার করে থাকে...কিন্ত এই escrow এর কাছ টা কিভাবে সম্পন্ন করা যায়...মানে এক জন বড় লেজেন্ডারিকে মেসেজ করা,তাকে escrow এর জন্য রাজি করানো,ফি দেওয়া...মনে হয় অনেক সময় লাগার কথা...
খুব সহজে কারা কারা escrow সেবাটা দিয়ে থাকে...জানেন...?

Escrow হলো এমন কেউ যাঁকে কোনো trade এ ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষই বিশ্বাস করবে। BitcoinTalk এর মতো anonymous forum এ এই বিশ্বস্ততার ভিত্তি হলো escrow account এর valuation. মানে ধরুন আপনি BTC ০.০১ trade করবেন। এই amount যদি আপনি কোনো Legendary কে escrow করতে দেন, তাঁর scam করার সম্ভাবনা নগন্য। কারণ একটি Legendary account তৈরি করতে কয়েক বছর সময় লাগে এবং তার মাঝে কোনো scam এর প্রচেষ্টা হলেই Red tag পরে যায়। কিন্তু একজন newbie এই amount এর জন্যেও scam করতে পারে, কারণ আরেকটা newbie বানাতে কয়েক মিনিট সময় লাগে। এই বিশ্বাসের উপর ভিত্তি করে শুরু করে অনেকে দীর্ঘ সময় escrow ব্যবসা চালাচ্ছেন এবং আরো বেশি amount এর বিশ্বস্ততা অর্জন করেছেন। যাই হোক না কেন, escrow নির্বাচনের সময় Forum position এর পাশাপাশি এটাও দেখে নেবেন যাতে আপনার নির্বাচিত escrow এর Trust page এ কোনো Red tag না থাকে, অর্থাৎ ইতিপূর্বে কোনো scam attempt.

Escrow list - https://bitcointalksearch.org/topic/few-trusted-escrow-providers-5047302

বর্তমানে অনলাইনে লেনদেন অনেক ঝুঁকিপূর্ন। সেক্ষেত্রে  বিটকয়েনটকের Escrow সার্ভিসটা অনেক ভালো। আমরা অনেকেই বিশ্বাস করে লেনদেন করে অনেক পেমেন্ট মার খেয়েছি সেক্ষেত্রে যদি Escrow এর সাহায্য নিতাম তাহলে ঠকতে হতোনা। আর্ Escrow নিয়ে বিস্তারিত লিংকসহ তথ্য দেওয়ায় অনেকে উপকৃত হবে নতুন পুরাতন সকলে। এমনকি আমিও উপকৃত হলাম, আশাকরি পোস্টটি পরে আমারও কাজে আসবে। ধন্যবাদ আপনাকে।
full member
Activity: 1582
Merit: 101
December 15, 2019, 12:22:26 AM
ভাই আমি নতুন। এখানে কিভাবে সাফল্য অর্জন করা যাবে। আমাকে একটু হেল্প করেন।plz


আমরাও একসময় নতুন ছিলাম আর আমরা যদি সাফল্য পেয়ে থাকি আপনি সফলতা পাবেননা কেন? তবে এ কথা অনিস্বীকার্য যে এখন ফোরামে রাংক বাড়ানো দূরহ ব্যাপার তবে আপনি আগে ফোরামের নিয়মকানুনগুলো ভালোভাবে জানুন তারপর এখান থেকে ইনকামের চিন্তা করবেন। যদি তা না করেন তবে রেড মার্ক আপনার জন্য অনস্বীকার্য। সবথেকে ভালো হবে যদি ২-৩ বছর ফোরামে কাজ করতেছে এমন কারো থেকে আপনি সরাসরি সাহায্য নেন তাহলে আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে কারন ওরা ফোরামের অনেক উত্থান পতন দেখেছে।

ধন্যবাদ.
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 14, 2019, 08:48:44 AM
কীভাবে বিটকয়েনের সঙ্গে পরিচয় হয়েছিল?
আমি অনলাইনে আর্ন করার পথ খুজছিলাম ২০১৭ সালের মাঝামাঝি। একটা ওয়েবসাইটে বিটকয়েন এর নাম প্রথম দেখি।
Quote
আপনারা কি সম্প্রতি বিটকয়েন বিনিয়োগ করেছেন?
না। আমি অনেক আগে বিনিয়োগ করেছিলাম।
Quote
বিটকয়েনে উপার্জন করার জন্য আপনার কি উপায় এবং কি পদ্ধতি ব্যবহার করছেন
সাধারনত এইখানে আমি সিগ্নেচার ক্যাম্পেইন করি এবং সেটা থেকে অল্প কিছু পাই আর টুকটাক ট্রেডিং করে থাকি, এছাড়াও আমি কিছু সার্ভিস অফার করে থাকি যেখান থেকে কিছু ইনকাম হয় ।
newbie
Activity: 854
Merit: 0
December 14, 2019, 04:55:34 AM
বাংলাদেশ বিটকয়েন এবং অন্যান্য এিপ্টো মুদ্রার উৎসাহী সঙ্গে নেটওয়ার্ক ইচ্ছুক.
কীভাবে বিটকয়েনের সঙ্গে পরিচয় হয়েছিল?  আপনারা কি সম্প্রতি বিটকয়েন বিনিয়োগ করেছেন? বিটকয়েনে উপার্জন করার জন্য আপনার কি উপায় এবং কি পদ্ধতি ব্যবহার করছেন
ধন্যবাদ।
copper member
Activity: 1120
Merit: 2
December 14, 2019, 04:33:46 AM
কেউ আশা হারাবেন না।কোনো কিছু না করার চেয়ে করে নিজেকে প্রমান করাটাই উত্তম।এখনো যারা এই ফরম এ কিছু করতে পারেননি বা কোনো সফলতা পাননি তারা দৈর্য দরুন। সামনে অনেক কিছুই পাবেন।আর আস্তে আস্তে আপনিও সফল হবেন। তাই কেউ আশা হারাবেন না।

ধন্যবাদ।
ফোরামের নিয়মনীতিগুলো ভালোভাবে পড়া এবং সাথে সাথে যে পোস্ট পড়ে আপনি মনে করবেন সেখানে একটা কমেন্ট করে কারো প্রশ্নের উত্তর দেওয়া। তবে ফোরামে স্পাম করবেন না, যে পোস্ট করবেন সেটা নিজের থেকে করবেন, কারো পোস্ট কপি করবেন না এবং যথাসম্ভব কমেন্টকে একটু বড় করবেন।তাহলে সফলতা মানে আইডি টি টিকে থাকবে এবং পোস্ট ডিলিট হবে কম।
full member
Activity: 1099
Merit: 116
December 14, 2019, 01:09:38 AM
ভাই আমি নতুন। এখানে কিভাবে সাফল্য অর্জন করা যাবে। আমাকে একটু হেল্প করেন।plz


নতুন অবস্থায় আপনার প্রথম কাজ হবে বাংলা থ্রেডগুলো ভালো করে পড়া। এখানে আপনার মনের মধ্যে উঁকিমারা অনেক প্রশ্নের উ্ত্তর পাবেন। এছাড়া ইংরেজি বিভিন্ন বোর্ড আছে সেখানে যত পোস্ট আছে সেগুলো পড়া, ফোরামের নিয়মনীতিগুলো ভালোভাবে পড়া এবং সাথে সাথে যে পোস্ট পড়ে আপনি মনে করবেন সেখানে একটা কমেন্ট করে কারো প্রশ্নের উত্তর দেওয়া। তবে ফোরামে স্পাম করবেন না, যে পোস্ট করবেন সেটা নিজের থেকে করবেন, কারো পোস্ট কপি করবেন না এবং যথাসম্ভব কমেন্টকে একটু বড় করবেন। এভাবে কিছুদিন করবেন সাথে সাথে আপনার ফেসবুক, টুইটার, লিংকডইন সহ সোস্যাল একাউন্টের ফ্রেন্ডস, ফলোয়ার বাড়াতে থাকবেন এবং পরে বাউন্টি, সিগনেচার করে ফোরাম থেকে আয় করতে পারবেন।
Jump to: