Author

Topic: বাংলা (Bengali) - page 482. (Read 5964712 times)

copper member
Activity: 369
Merit: 0
simply getting the job done
June 18, 2019, 01:03:07 PM
ঠিক বলছেন।কিন্তু এইটা ভেবে যদি আমরা সবাই বসে থাকি তাহলে তো হবেনা। কিছু একটা তো করতে হবে। ১৫-২০ জন এক্টিভ মেম্বার কে নেই আমাদের? অবশ্যই আছে কিন্তু এইখানে কেউ কেন যে একদম আসেনা বুঝিনা।
 

 আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো, আসলেই আমরা সবাই কেমন যেন এই বাংলা ফোরাম এ আসতেই খুব একটা কষ্ট লাগে. হয়তো কখনো শুনতে পাবো এই সাইট টি একদিন ছিল, ভাই আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এইখানে দিন দিন users কমছেই . অথচ বেশকিছু দিন আগেও সিনিয়ররা অনেক মূল্যবান পোষ্ট করতেন আর তাতে করে নতুনরা অনেক উপকৃত হতেন.
 
এর কারন হল এখন বাউন্টি ভালো না।তাছাড়া আমাদের এইখান থেকে সবাই ইনকাম এর চিন্তায় থাকে।কারোই সাব সেকশন এর প্রতি কোন ইন্টারেস্ট নেই।কিন্তু সাব সেকশন পেলে যে আমাদের কত উপকার হবে সেটা কেউ বুঝার চেষ্টা করে না।আমাদের শুধু একটু এক্টিভ হতে হবে এইখানে।তাহলেই একটা আলাদা বোর্ড পাওয়া সম্ভব।
 প্রতিদিন সবাই একবার করে এই থ্রেড ভিজিট করুন এবং নিয়মিত পোস্ট করুন, এতে নতুনরাও উপকৃত হবে।আমাদের চাওয়াও পূর্ন হবে।
সবাইকে এক্টিভ হইতে হবে, তবেই সেকশন পাওয়া সম্ভব।ওভারঅল চিন্তা করতে হবে।অন্যথায় বোর্ড পাওয়া সম্ভব না।

  একদমই সত্যি কথা বলছেন ভাই ছো সবাই কে এক্টিভ থাকতে হবে . ধন্যবাদ !
sr. member
Activity: 1498
Merit: 290
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 18, 2019, 08:15:10 AM
BTC বাংলাদেশে বিটকয়েন বৈধতা পাওয়ার কিছু যুক্তি BTC

প্রশ্ন:-  বাংলাদেশ কেন ব্লকচেইন টেকনোলজির বা বিটকয়েনের বৈধতা দিতে পারে?
উত্তর:- প্রথমেই বলে রাখা ভালো যে, পৃথিবীতে মোট ১০টি দেশে বিটকয়েন পুরোপুরি অবৈধ এবং এর মধ্যে বাংলাদেশ একটি। আর অন্য সকল দেশ বিটকয়েনকে একেবারেই অবৈধ না করে নিয়মকানুনের মাধ্যমে বৈধতা দিয়েছে যেন অবৈধভাবে মুদ্রা পাচার না হয়। এখন আসা যাক মূল উত্তরে,
(০১)  ব্লকচেইন বা বিটকয়েন হলো ভবিষ্যৎ। কারণ সহজ ভাষায় বলা যায় যে, কোনো দেশ বা কোম্পানি থেকে বিটকয়েনের সাহায্যের দরকার নেই, বরং প্রত্যেক দেশ বা কোম্পানির দরকার বিটকয়েনের। বিগত ১০ বছরে বিটকয়েনের ইতিহাস দেখলে তা বুঝা যায়। শুরুর দিকে সকলেই বিটকয়েনকে স্ক্যাম বা ভন্ড বলেছিল, কিন্তু তারাই এখন বিটকয়েন কিনতেছে বা এই নিয়ে অধিক আগ্রহ দেখাচ্ছে।অনেকে বিটকয়েন জমিয়ে কোটিপতি হয়েছে।
(০২) বর্তমান ও ভবিষ্যতের সবচেয়ে বড় সমস্যা হলো মুদ্রাস্ফীতি ( সহজ ভাষায় মুদ্রার পরিমাণ বাড়লেও মূল্য কমে যায়। যেমন: ২০০৫ সালে ১০ টাকায় যতটুকু খাদ্য কেনা যেত, এখন তা ৪০ বা ৫০ টাকায় কিনতে হয়)| কিন্তু বিটকয়েনের মজুদ/সংখ্যা নির্দিষ্ট পরিমাণ। অর্থাৎ মুদ্রাস্ফীতি সমস্যার সমাধান ডিজিটাল মুদ্রা বা বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি। আর ব্লকচেইন টেকনোলজির সর্বোৎকৃষ্ট উদাহরণ বিটকয়েন।
(০৩) আমরা সবাই ফেসবুক চালাই এবং ফেসবুক সবদেশে বৈধ। যদি ফেসবুক নিজেদের ক্রিপ্টোকারেন্সি তৈরি করে, তাহলে তো ফেসবুকও বাংলাদেশে অবৈধ হবে। কারণ ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অবৈধ। নিচে দুইটা ছবি দিয়েছি  #Project_Libra এর, যা ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে সকলে ব্যবহার করতে পারবে। আমার ছোট মস্তিক বা বুদ্ধি দ্বারা এটা বলতে পারি যে, যেহেতু ফেসবুকের মতো এত বড় টেকজায়েন্ট ব্লকচেইন বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার শুরু করছে।তহলে বাংলাদেশে তো ব্লকচেইনের বা বিটকয়েনের বৈধতা দিতে হয়। আর এটা না হইলে ফেসবুককে অবৈধ ঘোষণা করতে হবে। যা হয়তে সম্ভব
 হবে না।
Project Libra's Whitepaper: https://libra.org/en-US/white-paper/#introduction




এছাড়াও আরো অনেক কারণ আছে। তবে বর্তমান অবস্থার প্রেক্ষিতে, এই কারণগুলোই যথেষ্ট।

প্রশ্ন:- বিটকয়েন ব্যবহার করলে কি জেল হবে?
উত্তর: বাংলাদেশ ব্যাংকের নোটিশ ও আাইন অনুযায়ী, যদি কোনো ব্যাক্তি বিটকয়েন বা ডিজিটাল মু্দ্রা ব্যবহার করে অবৈধভাবে মুদ্রা পাচার করে।সেক্ষেত্রে সর্বোচ্চ ৫ বা ১০ বছরের জেল হতে পারে। ভালো করে মনে রাখুন, অবৈধ কাজে বিটকয়েন ব্যবহার করা যাবে। অনেকে হয়তো ভাবতেছে যে, আমি ভুলভাল বকতেছি। আরে ভাই বাংলাদেশে ফরেক্স ট্রেডিংও বৈধ নয়, কিন্তু অনেক ফরেক্স ব্রোকার হাউজের অফিস বাংলাদেশে আছে। তাহলে বলুন এইটা কীভাবে সম্ভব? কারণ নিয়ম অনুযায়ী অবৈধভাবে টাকা পাচার করা যাবে না। অনেকে খবরে শুনেছেন যে, বিটকয়েন ব্যবহারের জন্য পুলিশ অনেকজনকে আটক করেছে। মূলত এসব ব্যাক্তিরা মানুষকে অনলাইনে ইনকামের বা অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে মানুষের টাকা মেরে দিত বা স্ক্যাম করত।

কারে যদি ব্লকচেইন বা বিটকয়েন নিয়ে কোনো মতামত দেয়ার থাকে অথবা এই বিষয়ে আলোচনা করতে চান। তাহলে এই পোষ্টে উক্তি করুন।
jr. member
Activity: 504
Merit: 1
June 18, 2019, 07:15:09 AM
I ame very satisfied that here also Bangladeshi people are exist.

Good luck for us.





Thank you! Smiley Smiley
এখানে বাংলায় লিখলে ভালো হয়
member
Activity: 868
Merit: 15
June 17, 2019, 07:33:41 PM
বাংলাদেশ সরকার এই অর্থ বছরের বাজেটে ব্লকচেইন টেকনোলজি অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। আপনার কি মনে হয় বিটকয়েন বাংলাদেশে এপরুভ হতে যাচ্ছে। আপনাদের কাছে ইনফরমেশন থাকলে শেয়ার করুন।
সোর্স লিংন্কঃ https://youtu.be/GtHLk5dt1IM
আমার মনে হয়না বিটকয়েন এত সহযে বাংলাদেশে এ্যাপ্রুভ করবে। কারন এক্টাই সেখান থেকে বাংলাদেশ সরকার কোনো ধরনের মুনাফা পাবেনা।
legendary
Activity: 2408
Merit: 1216
The revolution will be digital
June 17, 2019, 05:44:26 PM
বাংলাদেশ সরকার এই অর্থ বছরের বাজেটে ব্লকচেইন টেকনোলজি অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। আপনার কি মনে হয় বিটকয়েন বাংলাদেশে এপরুভ হতে যাচ্ছে। আপনাদের কাছে ইনফরমেশন থাকলে শেয়ার করুন।
সোর্স লিংন্কঃ https://youtu.be/GtHLk5dt1IM
এটা অবশ্যই সুখবর। তবে Blockchain Technology কে মান্যতা দেওয়া আর Bitcoin কে মান্যতা দেওয়া এক ব্যাপার নয়। Bitcoin ছাড়া Blockchain যে আসলে শুন্য কলস এইটা এখনো বিভিন্ন দেশের সরকার মানতে রাজি নয়। এই বিষয়ে জানতে যাঁরা ইচ্ছুক তাঁরা এই video টা দেখতে পারেন - https://www.youtube.com/watch?v=kHbtp7pOftU.
member
Activity: 416
Merit: 42
June 17, 2019, 07:11:07 AM
বাংলাদেশ সরকার এই অর্থ বছরের বাজেটে ব্লকচেইন টেকনোলজি অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। আপনার কি মনে হয় বিটকয়েন বাংলাদেশে এপরুভ হতে যাচ্ছে। আপনাদের কাছে ইনফরমেশন থাকলে শেয়ার করুন।
সোর্স লিংন্কঃ https://youtu.be/GtHLk5dt1IM
sr. member
Activity: 308
Merit: 280
June 16, 2019, 06:44:44 AM
ঠিক বলছেন।কিন্তু এইটা ভেবে যদি আমরা সবাই বসে থাকি তাহলে তো হবেনা। কিছু একটা তো করতে হবে। ১৫-২০ জন এক্টিভ মেম্বার কে নেই আমাদের? অবশ্যই আছে কিন্তু এইখানে কেউ কেন যে একদম আসেনা বুঝিনা।
 

 আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো, আসলেই আমরা সবাই কেমন যেন এই বাংলা ফোরাম এ আসতেই খুব একটা কষ্ট লাগে. হয়তো কখনো শুনতে পাবো এই সাইট টি একদিন ছিল, ভাই আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এইখানে দিন দিন users কমছেই . অথচ বেশকিছু দিন আগেও সিনিয়ররা অনেক মূল্যবান পোষ্ট করতেন আর তাতে করে নতুনরা অনেক উপকৃত হতেন.
 
এর কারন হল এখন বাউন্টি ভালো না।তাছাড়া আমাদের এইখান থেকে সবাই ইনকাম এর চিন্তায় থাকে।কারোই সাব সেকশন এর প্রতি কোন ইন্টারেস্ট নেই।কিন্তু সাব সেকশন পেলে যে আমাদের কত উপকার হবে সেটা কেউ বুঝার চেষ্টা করে না।আমাদের শুধু একটু এক্টিভ হতে হবে এইখানে।তাহলেই একটা আলাদা বোর্ড পাওয়া সম্ভব।
 প্রতিদিন সবাই একবার করে এই থ্রেড ভিজিট করুন এবং নিয়মিত পোস্ট করুন, এতে নতুনরাও উপকৃত হবে।আমাদের চাওয়াও পূর্ন হবে।
সবাইকে এক্টিভ হইতে হবে, তবেই সেকশন পাওয়া সম্ভব।ওভারঅল চিন্তা করতে হবে।অন্যথায় বোর্ড পাওয়া সম্ভব না।
newbie
Activity: 20
Merit: 1
June 16, 2019, 05:36:54 AM
ঠিক বলছেন।কিন্তু এইটা ভেবে যদি আমরা সবাই বসে থাকি তাহলে তো হবেনা। কিছু একটা তো করতে হবে। ১৫-২০ জন এক্টিভ মেম্বার কে নেই আমাদের? অবশ্যই আছে কিন্তু এইখানে কেউ কেন যে একদম আসেনা বুঝিনা।
 

 আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো, আসলেই আমরা সবাই কেমন যেন এই বাংলা ফোরাম এ আসতেই খুব একটা কষ্ট লাগে. হয়তো কখনো শুনতে পাবো এই সাইট টি একদিন ছিল, ভাই আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এইখানে দিন দিন users কমছেই . অথচ বেশকিছু দিন আগেও সিনিয়ররা অনেক মূল্যবান পোষ্ট করতেন আর তাতে করে নতুনরা অনেক উপকৃত হতেন.
 
এর কারন হল এখন বাউন্টি ভালো না।তাছাড়া আমাদের এইখান থেকে সবাই ইনকাম এর চিন্তায় থাকে।কারোই সাব সেকশন এর প্রতি কোন ইন্টারেস্ট নেই।কিন্তু সাব সেকশন পেলে যে আমাদের কত উপকার হবে সেটা কেউ বুঝার চেষ্টা করে না।আমাদের শুধু একটু এক্টিভ হতে হবে এইখানে।তাহলেই একটা আলাদা বোর্ড পাওয়া সম্ভব।
 প্রতিদিন সবাই একবার করে এই থ্রেড ভিজিট করুন এবং নিয়মিত পোস্ট করুন, এতে নতুনরাও উপকৃত হবে।আমাদের চাওয়াও পূর্ন হবে।
copper member
Activity: 369
Merit: 0
simply getting the job done
June 14, 2019, 04:14:34 AM
ঠিক বলছেন।কিন্তু এইটা ভেবে যদি আমরা সবাই বসে থাকি তাহলে তো হবেনা। কিছু একটা তো করতে হবে। ১৫-২০ জন এক্টিভ মেম্বার কে নেই আমাদের? অবশ্যই আছে কিন্তু এইখানে কেউ কেন যে একদম আসেনা বুঝিনা।

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো, আসলেই আমরা সবাই কেমন যেন এই বাংলা ফোরাম এ আসতেই খুব একটা কষ্ট লাগে. হয়তো কখনো শুনতে পাবো এই সাইট টি একদিন ছিল, ভাই আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এইখানে দিন দিন users কমছেই . অথচ বেশকিছু দিন আগেও সিনিয়ররা অনেক মূল্যবান পোষ্ট করতেন আর তাতে করে নতুনরা অনেক উপকৃত হতেন.
jr. member
Activity: 115
Merit: 1
June 11, 2019, 01:41:49 AM
Twitter  flowers বারাতে হবে কোন ভাবে বারাতে পারছি না
আমি আপনাকে help করতে পারি।
আপনি যদি টুইটার Follower বারাতে চান,  সেক্ষেত্রে আপনাকে ভালো, গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল কিছু টুইট করতে হবে।
যাতে সবাই আপনার টুইট দেখে সবাই আকৃষ্ট হয় এবং আপনাকে Follow করে।


এছাড়া আপনি যদি ভাবেন কোনো অসৎ উপায়ে Follower বাড়াতে চান। তাহলে আপনি একদমি ভুল। কারন, এর ফল মোটেই ভালো হবে না। এর জন্য হয়তো আপনার Twitter Accaunt টাই হারিয়ে ফেলবেন। এছাড়া আসৎ  উপায়ে Follower বাড়ালে Twitter Audit কুমে যাবে,  যার কারণে আপনি কিছু কিছু বাউন্টি ক্যাম্পেইনে জয়েন্ট করতে পারবেন না।

তাই সব সময় সৎ থাকুন
sr. member
Activity: 1498
Merit: 290
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 03, 2019, 09:45:15 AM
##এয়ারড্রব
কয়েন মার্কেট কেপে আছে 12$
কেউ চাইলে জয়েন করতে পারেন,টেলিগ্রাম বুত এর মাধ্যমে।
লিন্কে যান:https://t.me/holo_chainbot?start=00e4d439
এসব টেলিগ্রাম বট এয়ারড্রপ ভুয়া। অর্থ্যাৎ যত প্রকার টোকেন CMC তে টপ ভলিউমের রয়েছে, সেগুলোর ভুয়া এয়ারড্রপ বট বানানো হয় এবং জনগণের গুরুত্বপূর্ণ তর্থ্য সংগ্রহ করে।আপনি যদি এসব টোকেনের মূল টেলিগ্রাম গ্রুপে এয়ারড্রপ সম্পর্কে বলেন, তারা বলবে যে তাদের কোনো এয়ারড্রপ হচ্ছে না। আমি প্রথম দিকে জয়েন করেছিলাম, কিন্তু এখনও টোকেন পাইনি। তাই এমন এয়ারড্রপ থেকে সাবধান।

বি:দ্র: বিটকয়েন স্ক্যামিং সম্পর্কে পোষ্ট শীঘ্রই আসছে।
newbie
Activity: 1
Merit: 0
June 02, 2019, 11:00:35 PM
বিটকয়েন এর দাম দিন দিন অনেকটাই বেড়ে যাচ্ছে। বর্তমানে ১বিটকয়েনের দাম ৮০০০+ $
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
June 02, 2019, 10:26:42 AM
@alexasif420
আপনার সব পোস্ট স্পাম।কি জানতে চান সেটা পোস্ট করেন।কিভাবে পস্ট করতে হয় সেটা আপনি পোস্ট করেই জেনে গেছেন নিশ্চয় ।আশা করছি বুঝতে পেরেছেন।
ফোরামের নিয়মগুলো পড়ে নেন- https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657
sr. member
Activity: 1498
Merit: 290
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 31, 2019, 03:06:37 AM

আপনাদের দুইজনেই টাকা আর্ন করছেন দেখে ভালো লাগলো।অনেকেই বলে চারদিকে স্ক্যাম, কিন্তু বুঝে শুনে করলে ভালো প্রজেক্ট পাওয়া যায়।


প্রথমেই DTalk কে মন থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য।
বিটকয়েন মাইনিং নিয়ে এখনও অনেক স্ক্যামিং আছে। আমি এরপরের পোষ্টে এই বিষয়ে তথ্য দিব। আশা করা যায়, অনেকেই স্ক্যামিং এর হাত থেকে রক্ষা পাবেন। আর নিজের অর্থ সুরক্ষিত রাখতে পারবেন।

Valo e hbe brother, R Agami te bitcoin talk market ta ki up hbe naki down e thakbe ? Ai bisoy e ektu janaiyen
আপনার আগ্রহের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি এই বিষয়ে অবশ্যই পোস্ট/তথ্য দিব। আর দয়া করে, আমাদের মতো বাংলায় লেখুন। এভাবে যদি ইংরেজি ব্যবহার করে লেখেন, তাহলে আমরা কখনোই নিজস্ব লোকাল সেকশন পাব না এবং মোডারেটর দ্বারা আপনার পোষ্ট ডিলিট/মুছে ফেলতে পারে।

আমাদের এসব ছোটোখাটো ভুলের জন্য এবং নিয়মকানুন না মানায়  বাংলায় কোনো একক সেকশন নাই। তাই সকলকে এই বিষয়ে সতর্ক হতে হবে।
sr. member
Activity: 1498
Merit: 290
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 31, 2019, 01:11:24 AM

আপনাদের দুইজনেই টাকা আর্ন করছেন দেখে ভালো লাগলো।অনেকেই বলে চারদিকে স্ক্যাম, কিন্তু বুঝে শুনে করলে ভালো প্রজেক্ট পাওয়া যায়।


প্রথমেই DTalk কে মন থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য।
বিটকয়েন মাইনিং নিয়ে এখনও অনেক স্ক্যামিং আছে। আমি এরপরের পোষ্টে এই বিষয়ে তথ্য দিব। আশা করা যায়, অনেকেই স্ক্যামিং এর হাত থেকে রক্ষা পাবেন। আর নিজের অর্থ সুরক্ষিত রাখতে পারবেন।
sr. member
Activity: 1498
Merit: 290
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 31, 2019, 12:50:13 AM
No this coin global proparty registration ,Xrx market price 0.015
& Artcoin price 0.14 ,ami coin pabo 200000+ ,jodo now pai valo kiso ,r pore dam komle pile to r ato pabo na
আপনি যদি বাংলায় লেখাটা লেখতেন তাহলে ভালো হয়।
আর আমি এই পর্যন্ত রিসার্চ করে যে তথ্য পাইলাম। সেই অনুযায়ী Artcoin এর মূল্য $০.০১ এবং কোনো Exchange এ লিস্ট হয়নি। আর Globaly Property Registery ( XRX) এর IEO হয়েছে Exmarket এক্সচেঞ্জে এবং এই এক্সচেঞ্জারে ট্রেডার সংখ্যাও বেশি নাই। আপনি হয়ত Hubrisone বাউন্টিতে কাজ করেছেন এবং আমিও এতে কাজ করে টোকেন পাই। এই টোকেনটি Exmarket এক্সচেঞ্জার এ লিস্টেড, কিন্তু কোনো ধরনের ভালো ভলিউম নাই বা বেশি ট্রেডার নাই। তাহলে ভাবুন কতটা মূল্য কমে গেছে অর্থাৎ বেশিরভাগ প্রজেক্টের মূল্য ICO এর মূল্যের তুলনায় কমে যায়। তাই যেকোনো প্রজেক্ট থেকে এত বেশি ইনকামের চিন্তা করা বৃথা। আপনি ইনকাম করতেছেন এতে আমি খুশি। কিন্তু এত কিছু লেখে আমি আপনাকে এইটাই বুঝাইতে চাইতেছি যে, কিছু ব্যতিক্রম ছাড়া বাউন্টির প্রজেক্টগুলোর মূল্য সবসময় ICO এর মূল্যের সমান হয় না।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
May 30, 2019, 11:44:28 PM
Review Master-
ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য।আমার মতে আমরা নতুন এ.টি.এইচ (অল টাইম হাই) পাবো ২০২০ এ এবং কারেকশন এ $৮০০০ খুব ভালো সাপোর্ট লাইন হিসেবে কাজ করবে আশা করি।

আপনাদের দুইজনেই টাকা আর্ন করছেন দেখে ভালো লাগলো।অনেকেই বলে চারদিকে স্ক্যাম, কিন্তু বুঝে শুনে করলে ভালো প্রজেক্ট পাওয়া যায়।


আজকে আমি বিটকয়েন ট্রানজেকশন এর দুইটি নরমাল বিষয় নিয়ে আলোচনা করব।
সাধারনত আমরা এইটা বুঝি যে আপনি যখন আপনার ব্যাংক একাউন্ট এ টাকা ডিপোজিট করবেন কিংবা উত্তোলন করবেন, তার একটা রেকর্ড ব্যাংক এ থাকবে।
যেমন-
১৮/৩/১৮- ডিপোজিট- ৫০০০০ টাকা
১৭/৫/১৮- উত্তোলন- ১০০০০ টাকা
ব্যালেন্স- ৪০০০০ টাকা

এইটা সাধারন ভাবে বোঝার জন্যে ব্যবহার করা।একই ব্যাপার কিন্তু আমাদের বিটকয়েন লেনদেন এর ক্ষেত্রেও ঘটে।এইরকম প্রতিটা ট্রানজেকশন এর তথ্য আপনার ওয়ালেটে রেকর্ড করা থাকে।পাশাপাশি ব্লকচেইনেও সে রেকর্ড টা থাকে।
যেমন মনে করুন, আপনার ওয়ালেটের একটি এড্রেস এ ০.০১ বিটিসি(বিটকয়েন) আছে।আপনি ০.০০৫ বিটিসি কাউকে পাঠালেন।তাহলে আপনার ওয়ালেটে -০.০০৫ দেখাবে আজকের ডেট এ।ব্যালেন্স ও কমে ০.০০৫ বিটিসি হয়ে যাবে।

কিন্তু ব্লকচেইনে ট্রানজেকশন টা কিভাবে রেকর্ড করা হচ্ছে।
আমার এই লেখার উদ্দেশ্য এই পার্ট নিয়ে কথা বলার জন্য।ব্লকচেইনে আপনি যখন ট্রানজেকশন আইডি দিয়ে আপনার একটি ট্রানজেকশন চেক করবেন, আপনি সাধারনত দুইটা পার্ট দেখবেন।

ইনপুট
ইনপুট হল আপনি যে এড্রেস থেকে বিটকয়েন পাঠাচ্ছেন।হতে পারে একটা এড্রেস থেকে কিংবা কয়েকটা এড্রেস থেকে।যেমন আপনার ওয়ালেটে ০.০১ বিটিসি আছে।কিন্তু সেগুলো তিনটি এড্রেস এ আছে, প্রসংগত, আপনি একটা ওয়ালেটে শত শত এড্রেস ক্রিয়েট এবং ব্যবহার করতে পারবেন।মুল কথায় আসা যাক, আপনার ব্যালেন্স ০.০১ বিটিসি কিন্তু তিনটি এড্রেস এ আছে।
১ম এড্রেস- ০.০০৩ বিটিসি
২য় এড্রেস- ০.০০৫ বিটিসি
৩য় এড্রেস- ০.০০২ বিটিসি

এখন আপনি যদি কাউকে ০.০১ বিটিসি পাঠাতে চান তাহলে কিন্তু আপনার এই তিনটি এড্রেস থেকেই বিটিসি যাবে।
সেক্ষেত্রে আপনার ট্রানজেকশন এর ইনপুট হল- ৩

আউটপুট
আউটপুট টা সহজ, আপনি কয়টা এড্রেস এ পাঠাচ্ছেন সেটাই আউটপুট। আপনি ০.০১ বিটিসি যদি একটা এড্রেস এ পাঠান তাহলে আউটপুট ১, কিংবা আপনার তিন জনে ০.০১ বিটিসি পাঠাবেন এবং সেটা একসাথে।কারন বার বার পাঠানোর চাইতে একসাথে তিনজনকে পাঠানো অনেক সুবিধাজনক নয় কি? সেক্ষেত্রে আপনার আউটপুট হল ৩।


এই ইনপুট আর আউটপুট থেকে কি বোঝা যায়?
আপনি যখন কাউকে বিটিসি পাঠালেন তখন সেখানে কিন্তু ব্লকচেইন রেকর্ড করে রাখতেছে-
১. কোন এড্রেস থেকে বিটিসি যাচ্ছে।
২. কোন এড্রেস এ যাচ্ছে।

তাহলে সহজেই বোঝা যায় বিটকয়েন এর ট্রানজেকশন একটার সাথে আর একটা কানেক্টেড বা লিংক করা আছে।আশা করি কিছু বুঝতে পেরেছেন।এই বিষয়ে কারো কোন কনফিউশন থাকলে শেয়ার করতে পারেন।প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন।
ধন্যবাদান্তে
Dtalk
sr. member
Activity: 1498
Merit: 290
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 30, 2019, 03:39:14 PM
##Kyc krte onk jamela ,oi dike na jaoya e better

#2ta bounty krsi bounty ses ,coin o market e ase ,Akhon jodi coin ta Delto tahole 10000$ + ,paitam
ওয়াও, কি কি ক্যাম্পেইন করছেন?

Artcoin.ai & Global risk exchange (Xrx)
এত ইনকাম সম্ভব না।আমি অনেক বাউন্টিতে কাজ করছি। যেগলোর ICO তে মূল্যে ছিল অনেক
 কিন্তু যখনই এক্সচেঞ্জে/ Exchange এ লিস্ট হয়, তখন মূল্য ১০ ভাগের এক ভাগও হয় না। এমন না হইলে আমি এতদিনে $১০০০০০ মিলিয়ন ইনকাম করতাম।
আর XRX হলো Global Property Registery টোকেনের টিকার, Global Risk Exchange (GRE) এর নয় এবং GRE টোকেনের মূল্য $০.০০০০৩৪ এর মতো।
মূল্য দেখার লিংক: https://coincodex.com/crypto/global-risk-exchange-token/

কিন্তু কিছু বাউন্টিতে সেইরকমের ইনকাম করা যায়। যেমন : গত বেয়ার মার্কেটে আমার একটা মাত্র বাউন্টিতে ইনকাম $৩৮০+ হয়েছে। এক্ষেত্রে ভালো বাউন্টিতে কাজ করা উচিত।
sr. member
Activity: 1498
Merit: 290
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 30, 2019, 03:18:29 PM
বিটকয়েনের মূল্যে ৩০% কারেকশন আসতে পারে অর্থ্যাৎ মূল্য কমতে পারে

প্রথমেই S_Therapist কে ধন্যবাদ। আর যারা বিটকয়েন বা অলটকয়েন ট্রেডিং করেন, তাদের জন্য এই পোষ্টটি খুবই গুরুত্বপূর্ণ।

২০১৭ থেকে বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে অনেকটা হাইপ বা জনগণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।যদিও ২০১৩ ও ২০১৫ সালে বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, কিন্তু ২০১৭ সালে জনগণের মধ্যে উত্তেজনা ছিল অন্যরকম এবং বিটকয়েনের মূল্য কল্পনাতীত বৃদ্ধি পায়। যারা বিটকয়েন ট্রেডিং করেন, তারা হয়ত অনেকে জানেন আবার অনেকেই জানেন না যে, যখনই বিগত সময়ে বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে হাইপের/উত্তেজনার সৃষ্টি হয়।তখনই বিটকয়েনের মূল্যে কারেকশন আসে বা বিটকয়েনের মূল্য কমা কিছুটা শুরু করে। এরপর আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাওয়া শুরু করে। নিচের ছবিটি ভালো করে দেখুন।

ছবিটি হলো বিটকয়েনের মূল্যের চার্ট/গ্রাফ, যেখানে ২০১৭ সালে শুরু হওয়া বুল মার্কেট এবং ২০১৮ সালের বেয়ার মার্কেটে বিটকয়েনের মূল্যের কারেকশন চিহ্নিত করা হয়েছে।
 বুল মার্কেটে ( বিটকয়েনের মূল্য যখন বৃদ্ধি পায়,তখনকার মার্কেট ) ১নং এর ক্ষেত্রে, ২০১৭ সালে যখনই বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে তখনই মূল্য কমেছে ২৭%-৩০%। এরপর আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাওয়া শুরু করে। ২নং এ গিয়ে আবার বিটকয়েনের মূল্য কমেছে এবং ২৫% এর মতো কমার ওর আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাওয়া শুরু করেছিল।এরপর বিটকয়েনের মূল্য $২০,০০০ পর্যন্ত বৃদ্ধি পায়।বিটকয়েনের এই কারেকশন বা মূল্য কমা শুধু যে বুল মার্কেটে চলেছে এমন না। এই কারেকশন বা মূল্য কমা বেয়ার মার্কেটে ( বিটকয়েনের মূল্য যখন হ্রাস পায়,তখনকার মার্কেট) বেশি দেখা গিয়েছিল।
 বেয়ার মার্কেটে অর্থ্যাৎ ২০১৮ সালে বিটকয়েনের মূল্য যখন অস্বাভাবিকভাবে হ্রাস পেতে থাকে। তখনও বিটকয়েনের মূল্যে কারেকশন হয়। যেমন: ১নং এ বিটকয়েনের মূল্য অস্বাভাবিকভাবে কমার পর আবার কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু এরপরই আবার বিটকয়েনের মূল্য অধিকহারে হ্রাস পায় অর্থ্যাৎ বিটকয়েনের মূল্যে আবার কারেকশন হয়। ঠিক এমনভাবেই ২নং, ৩নং, ৪নং ও ৫নং এ বিটকয়েনের মূল্য কারেকশন হয়েছে এবং বিটকয়েনের মূল্য ক্রমাগত হ্রাস পেয়েছে। ঠিক একইভাবে এবারও বিটকয়েনের মূল্যে কারেকশন হতে পারে। নিচের ছবিটির মতো বিটকয়েনের মূল্য কমার পর আবার বৃদ্ধি পেতে পারে।
 
তাই যারা বিটকয়েনের মার্জিন ট্রেডিং করেন, তারা সতর্কতার সাথে ট্রেড করবেন। কিন্তু একটা বিষয় সকলকে মাথায় রাখতে হবে যে, সকল প্রকার ইনডিকেটর বিটকয়েনের মূল্যকে বুলিশ দেখাচ্ছে।কারণ গত ৩ মাসে বিটকয়েনের মূল্য কল্পনাতীত হারে বৃদ্ধি পেয়েছে। আর বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে খারাপ খবর কোনো ধরনের প্রভাব ফেলতে পারেনি।যেমন: বাইন্যান্স/বিন্যান্স এর ৭০০০ বিটকয়েন হ্যাক/চুরির বিষয়টি।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
May 30, 2019, 01:03:28 PM
##Kyc krte onk jamela ,oi dike na jaoya e better

#2ta bounty krsi bounty ses ,coin o market e ase ,Akhon jodi coin ta Delto tahole 10000$ + ,paitam
ওয়াও, কি কি ক্যাম্পেইন করছেন?
Jump to: