Author

Topic: বাংলা (Bengali) - page 482. (Read 5735095 times)

full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
April 28, 2019, 11:20:49 PM
আমি একজন নতুন সদস্য,এখনো ফোরামের অনেক কিছুই জানি না,বুঝি না।বাংলাদেশী ভাইরা যদি সহযোগীতা করেন তাহলে উপকৃত হতাম,নতুন যারা আসবে তাদের ও উপকার হবে।
এখানে স্পাম করা যাবেনা।  কপি পোস্ট করা যাবেনা। বিটকয়েন সম্পর্কে আপডেট কোন নিউজ জানা থাকলে পোস্ট করতে পারেন। কপি পোস্ট  Or,  স্পাম করে যদি আপনি মডারেটরের কাছে দরাপড়েন অথবা কেউ যদি আপনার নামে রিপোর্ট করে  তাহলে আপনার আইডি ব্যান করে দিবে। আপনার পোষ্ট এর কোয়ালিটি যদি ভাল না হয় তাহলে  মডারেটর  আপনার পোস্ট ডিলিট করে দিবে। এখানে আপনাকে ভাল ভাল পোস্ট  করতে হবে যাতে আপনার পোস্ট  পড়ে অন্যজন উপকৃত হয়, "এবং থ্রেড সিনিয়ররা যেসব পোস্ট  করে ওই পোস্ট  গুলো  ভাল করে পড়েন। এতে আপনার উপকার হবে। কারণ সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে তাই সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করবে  সেগুলো পড়ে  বিটকয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন  এবং অন্যজনকে সাহায্য করতে পারবেন।
ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য।আমার কাছে মেরিট দেয়ার মত নেই।অলরেডি সব স্পেন্ড করে ফেলেছি।থাকলে আমি নিশ্চয় আপনাকে একটা মেরিট দিতাম।
যখন আমার কাছে মেরিট হবে আমি অবশ্যই এই পোস্টে মেরিট দেব।
সবাই সুন্দরভাবে ফোরামটাকে ব্যবহার করবেন আশা করছি।
+১ মেরিট দিলাম।

বগুড়াতে বিটকয়েন লেনদেন করার অভিযোগে তিনজন গ্রেপ্তার- https://www.youtube.com/watch?v=KncarNpmGzY
খবরটা ইউটিউবে দেখলাম। মনটা খুব খারাপ হয়ে গেল। শিক্ষিত বেকার ছেলেরা নিজ উদে্্যাগে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, কাজ করে থাচ্ছে। সরকার তাদের সহযোগিতা না করে তাদের গ্রেপ্তার করছে। আশা করি সরকারের শুভ বুদ্ধি উদয় হবে।
এখন পর্যন্ত যতটুকু জানলাম বিটকয়েন লেনদেন এর জন্য মুলত তাদের এরেস্ট করা হয়নি।তারা অনেকের টাকা মেরে দিয়েছে।মানুষের সাথে প্রতারনা করেছে।ফেসবুকে কয়েকজন দেখলাম পোস্ট করছে তারা ফোন অফ করে রেখেছে টাকা দেয়ার পর, কিংবা ফেসবুকে মেসেজ সিন করে রিপ্লাই দিচ্ছে না।
সর্বশেষ যেটা জানতে পারছি সেটা হল তারা একজনের ১০০k টাকা মেরে দিয়েছে।ওই ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গ তাদের নামে মামলা করার পর পুলিশ এই ব্যাপারে হস্তক্ষেপ করে এবং তাদের এরেস্ট করে।
jr. member
Activity: 938
Merit: 1
April 28, 2019, 03:19:59 PM
বগুড়াতে বিটকয়েন লেনদেন করার অভিযোগে তিনজন গ্রেপ্তার- https://www.youtube.com/watch?v=KncarNpmGzY
খুব দূঃখ জনক ঘটনা। তবে আমি মনেকরি এটার মাধ্যমে আমাদের একটা সমাধান ও হতে পারে। সরকার এটার পরিধি বিবেচনা করে এর সিকৃতি ও দিতে পারে।                 
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
April 28, 2019, 07:44:37 AM
এখানে বাংলা ভাষা ব্যবহারের জন্যে সকলকে অনুরোধ জানানো হচ্ছে। পরবর্তী post গুলি নিম্নমানের কারণে delete করা হলো...

ami new plz help

Hello bangladesh 2018

Hlw

I am new this side everyone help me

Hello friends.I am new in bitcoin side.So,i feel very happy to join this side


I am also bangladeshi and i live in tangail sadr

I am new member.so i have some knowledge in bitcoin side.I will very happy.if the senior members are help me. 

I am afraid of posting.Because,No ideas about what I posted.  Is there a problem if many are posted together?  What can happen if personal, small, false, pessimistic, posting against someone,

What is spamming . I want to know about spamming
Someone tell me,please.... 

শুভ সকাল,কেমন আছেন সবাই 

Bitcoin is currently the most beloved and established side to work in outsourcing.  The work here has created opportunities for many unemployed boys and girls in many countries in the world. 

Hi
just want to see if there's anyone on the forums located in or having bonds to Bangladesh
I'm considering setting up an exchange, but want to start small trading directly with ppl.
Any Malaysians wanting to send money home from abroad using bitcoins f.ex. , are welcome to contact me.

Interesting. Was wondering if it could be profitable to mine here - how are your power costs?
Since there is not much BTC available here, you might be able to get slightly more for your bitcoin here.
I'm certainly interested.
member
Activity: 397
Merit: 10
April 27, 2019, 12:08:39 PM
বগুড়াতে বিটকয়েন লেনদেন করার অভিযোগে তিনজন গ্রেপ্তার- https://www.youtube.com/watch?v=KncarNpmGzY

আজকে বাংলাদেশ পিছেয়ে আছে এই সব কারণে। পেপাল যখন যাত্রা শুরু করেছিল তারা তখন বাংলাদেশে আসতে চেয়েছিল কিন্তু আমাদের সরকার সেটা করে নাই, কিন্তু এখন পেপার আনার অনেক চেষ্টা করতেছে। আমার বুঝি কিন্তু অনেক পরে, যখন সবাই এগিয়ে যাই তখন আমদের দেশের সরকারের টনক নড়ে। ক্রিপ্টকারেন্সিতে ও তাই হবে। শুধু সময়ের অপেক্ষা। তাই সবাই একটু সেভ থাকেন আর কাজ করে জান। ইনশাআল্লাহ আমরা ভাল কিছু পাব৷ 
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
April 27, 2019, 07:06:58 AM
বগুড়াতে বিটকয়েন লেনদেন করার অভিযোগে তিনজন গ্রেপ্তার- https://www.youtube.com/watch?v=KncarNpmGzY
jr. member
Activity: 532
Merit: 2
April 26, 2019, 04:21:38 AM
Thank you😍😍 ভাই ক্রিপ্টোকারেন্সি কি
member
Activity: 397
Merit: 10
April 25, 2019, 10:23:12 PM
I am afraid of posting.Because,No ideas about what I posted.  Is there a problem if many are posted together?  What can happen if personal, small, false, pessimistic, posting against someone,
Before making post in here please go through this thread how people posted in here and what was their questions. Then you will get the clear information about your question. Have a good day with digital currency.
member
Activity: 397
Merit: 10
April 25, 2019, 09:47:43 PM

বিটকয়েন হলো একধরনের ক্রিপ্টোকারেন্সি। একধরনের ডিজিটাল মুদ্রা ব্যবস্থা যার কোনো ফিজিক্যাল বা বাস্তব রূপ নেই।বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি।

 ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করলেও বর্তমানে এটি অনেক জনপ্রিয় মুদ্রা। তিনি এই মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন নামে অভিহিত করেন। সাধারণ মুদ্রার মতো বিটকয়েন আপনি হাতে নিয়ে লেনদেন করতে পারবেন না। কোনো ব্যাংক কিংবা প্রতিষ্ঠান এটি নিয়ন্ত্রণ করে না। পিয়ার টু পিয়ার ব্যবস্থার কারণে বিটকয়েন প্রেরক থেকে সরাসরি প্রাপকের ‘ওয়ালেটে’ চলে যায়।
 বিটকয়েন কোন স্থিতিশীল মূল্যের মুদ্রা নয়—কেনোনা এটি নিয়ন্ত্রন করার জন্য কোন অথোরিটি থাকেনা। তাই এর মূল্য অনেক বেশি উঠানামা করতে পারে। একটি ১০০ টাকার নোট যেমন সময় ১০০ টাকাই থাকে কিন্তু ১ বিটকয়েনের মান সর্বদা এক থাকে না। তাই হতে পারে অনেক সময় আপনাকে অনেক লস স্বীকার করতে হতে পারে।২০১৮ সালে বিটকয়েন ২০০০০ ডলার গিয়েছিল।


Well said Salam Vai. Yes BTC is first digital currency and we strongly believe that here we have a potential chance to be gainer. So hopefully you will continue your working regarding digital currency.
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
April 25, 2019, 02:32:25 PM
আমি বিটকয়েনে কাজ করা নিয়ে আনেক  উৎসাহী,  তাই একের পর এক পোস্ট করতাছি। আর বিটকয়েন সম্পর্কে  পুরো পুরি  জানা না থাকায় কি ধরনের পোস্ট করব বুঝতে পারছি না। বিটকয়েনে কি ধরনের পোস্ট  করলে ভালো হয়,যদি এ সম্পর্কে আমাকে কেউ সাহায্য করতেন তাহলে ভালো হতো।   
এই ফোরাম মুলত ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানার ফোরাম।আয় করার ফোরাম না।
এইখানে আপনার বিটকয়েন সম্পর্কে কিংবা অন্য কোন কারেন্সি সম্পর্কে যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আস্ক করতে পারেন।
jr. member
Activity: 532
Merit: 2
April 25, 2019, 06:59:36 AM
আমি বিটকয়েনে কাজ করা নিয়ে আনেক  উৎসাহী,  তাই একের পর এক পোস্ট করতাছি। আর বিটকয়েন সম্পর্কে  পুরো পুরি  জানা না থাকায় কি ধরনের পোস্ট করব বুঝতে পারছি না। বিটকয়েনে কি ধরনের পোস্ট  করলে ভালো হয়,যদি এ সম্পর্কে আমাকে কেউ সাহায্য করতেন তাহলে ভালো হতো।   
copper member
Activity: 1120
Merit: 2
April 25, 2019, 02:13:52 AM
BitcoinTalk এ আপনাকে স্বাগত। এখানে আপনাকে ঘিরে রয়েছে অজস্র কিংবদন্তি। একদিকে যেমন রয়েছে অনবদ্য সাফল্য, অন্যদিকে তেমনি রয়েছে অভাবনীয় ব্যর্থতা। BitcoinTalk তৈরি করেছিলেন সাতোশি নাকামোতো। এখানে আমরা দেখেছি বিশ্বের প্রথম exchange, প্রথম altcoin এবং প্রথম ICO। আবার দেখেছি অভাবনীয় Software ত্রুটি, ব্যাপক চুরি এবং অবিশ্বাস্য জালিয়াতি। আপনার কাছেও সুযোগ রয়েছে BitcoinTalk এর ইতিহাসের অংশ হয়ে ওঠার: শুধু কখন আর কিভাবে, সেটা নির্ভর করছে আপনার উপর।


এখানে বাংলা ভাষা ব্যবহারের জন্যে সকলকে অনুরোধ জানানো হচ্ছে। BitcoinTalk বা অন্য কোনো portal থেকে সরাসরি কিছু copy-paste করে দেবেন না। নিজের ভাষায় লিখুন। 'সুপ্রভাত', 'শুভ রাত্রি', 'কেমন আছেন', 'কি করছেন' জাতীয় নিম্নমানের post করা থেকে বিরত থাকুন। এই ধরণের post delete করা হবে এবং account ban করাও হতে পারে।

আমার মত নতুন দের জন্য আপনার পোষ্ট টি কাজে লাগবে। আসলে আমরা যারা নতুন তাদের জন্য
আপনাদের মত সিনিয়ারদের উপদেশ মুলক পোষ্ট অনেক অনেক আশা করছি।আপনার পোষ্ট টি পড়ে উপকৃত হলাম।
jr. member
Activity: 938
Merit: 1
April 24, 2019, 11:53:30 PM
এই thread সমস্ত বাঙালি ভাষাভাষী মানুষের জন্যে...
আমি বাংলাদেশ খুলনা থেকে বলতেছি।
এখন বাংলাদেশের সব এলাকার লোকজন বিটকয়েনটক ফোরামে যোগ দিচ্ছে। এটা খুবভাল সংবাদ। ভাই আমার বাড়ি ও খুলনাতে। যেকোনো দরকারে যোগাযোগ করেন। সাধ্যমত সমাধানের চেষ্টা করব।                   
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
April 24, 2019, 03:37:42 AM
What is spamming . I want to know about spamming
Someone tell me,please....  
স্পাম বলতে যেসব পোস্ট দরকারি না সাধারণত সেগুলোকে বোঝায়।যেমন আপনি অনেক অপ্রয়োজনীয় পোস্ট করেছেন।স্পাম করলে ব্যান খাবেন।
এই ফোরামটা অনেক ইনফরমেশন এ ভরপুর।ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যাবতীয় সব তথ্য এইখান থেকে জানতে পারেন।যদি ইংরেজী বুঝতে অসুবিধা হয় তাহলে এইখানে কিংবা বিটকয়েন বাংলাদেশ ফোরামে পোস্ট করতে পারেন।

বিন্যন্স DEX এক্সচেন্জ এর মেন নেট লন্চ করছে তা হয়তো আপনারা সকলেই জানেন। আমি শুধু এইটা জানতে চাইছি যে, আমাদের বাংলাদেশের যে সকল ক্রিপ্টো ট্রেডাররা আছেন তাদের বিন্যন্স এর DEX এক্সচেন্জের বিষয়ে মন্তব্য কি? এর ফলে বিন্যন্স এর গুরুত্বটা কেমন বেড়েছে আপনাদের কাছে? আর বিএনবি কয়েন সম্পর্কেই বা আপনাদের মতামত কি?
আমি বিন্যন্সের সাথে সম্পৃক্ত নই, এইটাকে কোন জরিপ মনে করবেন না। শুধু মাত্র মন্তব্য জানার ইচ্ছাই প্রশ্নগুলো করেছি। কেউ কোন মন্তব্য না করতে চাইলে কোন বাধা নেই।
ধন্যবাদ।
DEX কিংবা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ সম্পর্কে আমরা সবাই মোটামুটি কম বেশি জানি।ক্রিপ্টোকারেন্সি যেহেতু ডিসেন্ট্রালাইজড সেহেতু একটি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বাইন্যান্সের জন্য কিংবা আমাদের জন্য ভালোই বলা চলে।বাইন্যান্স তাদের ভিত্তি মজবুত করলো।যদিও আমি এর সাথে বাইন্যান্স কয়েনের দামের কোন সম্পর্ক স্থাপন করতে চাচ্ছি না।
আমাদের বিটকয়েন বাংলাদেশ ফোরামে একজন মেম্বার বাইন্যান্স কয়েন নিয়ে কিছু প্রেডিক্ট করেছে।চাইলে পড়ে নিতে পারেন।
লিংক- http://www.bitcoinbangladesh.info/showthread.php?tid=13
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
April 23, 2019, 08:31:22 AM
বিন্যন্স DEX এক্সচেন্জ এর মেন নেট লন্চ করছে তা হয়তো আপনারা সকলেই জানেন। আমি শুধু এইটা জানতে চাইছি যে, আমাদের বাংলাদেশের যে সকল ক্রিপ্টো ট্রেডাররা আছেন তাদের বিন্যন্স এর DEX এক্সচেন্জের বিষয়ে মন্তব্য কি? এর ফলে বিন্যন্স এর গুরুত্বটা কেমন বেড়েছে আপনাদের কাছে? আর বিএনবি কয়েন সম্পর্কেই বা আপনাদের মতামত কি?
আমি বিন্যন্সের সাথে সম্পৃক্ত নই, এইটাকে কোন জরিপ মনে করবেন না। শুধু মাত্র মন্তব্য জানার ইচ্ছাই প্রশ্নগুলো করেছি। কেউ কোন মন্তব্য না করতে চাইলে কোন বাধা নেই।
ধন্যবাদ।
member
Activity: 252
Merit: 59
April 13, 2019, 09:36:50 PM
সকল কে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
Quote
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
April 10, 2019, 08:59:30 PM
নতুন টপিক-
বিটকয়েন কি ট্রাসেবল? কিভাবে আনট্রাসেবল লেনদেন করবেন?
আশা করছি আপনাদের ভালো লাগবে।আমাদের ফোরামের একজন মডারেটর লিখেছেন এই টপিক নিয়ে।
বিটকয়েন আনট্রাসেবল নয় কিন্তু আপনি চাইলে আনট্রাসেবল করে নিতে পারেন।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
April 09, 2019, 07:44:22 AM
সব বাংলাদেশীদের উদ্দেশ্যে বলছি, যারা অনলাইন এক্সচেঞ্জ ব্যবহার করছেন তারা সাবধান।বেশিরভাগ সাইট স্ক্যাম।সম্প্রতি Paidexbd.com সাইট স্ক্যাম করছে একজনের টাকা।
Paidexbd.com exchange review পড়েন এইখানে-Paidexbd.com Scam | Paidexbd.com Review | রিভিউ http://www.bitcoinbangladesh.info/showthread.php?tid=23&pid=67&i=1
Who are you?
আপনি আমার পোস্ট কেন কপি করতেছেন?
newbie
Activity: 25
Merit: 0
April 09, 2019, 06:43:44 AM
সব বাংলাদেশীদের উদ্দেশ্যে বলছি, যারা অনলাইন এক্সচেঞ্জ ব্যবহার করছেন তারা সাবধান।বেশিরভাগ সাইট স্ক্যাম।সম্প্রতি Paidexbd.com সাইট স্ক্যাম করছে একজনের টাকা।
Paidexbd.com exchange review পড়েন এইখানে-Paidexbd.com Scam | Paidexbd.com Review | রিভিউ http://www.bitcoinbangladesh.info/showthread.php?tid=23&pid=67&i=1
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
April 09, 2019, 03:01:55 AM
আমি একজন নতুন সদস্য,এখনো ফোরামের অনেক কিছুই জানি না,বুঝি না।বাংলাদেশী ভাইরা যদি সহযোগীতা করেন তাহলে উপকৃত হতাম,নতুন যারা আসবে তাদের ও উপকার হবে।
এখানে স্পাম করা যাবেনা।  কপি পোস্ট করা যাবেনা। বিটকয়েন সম্পর্কে আপডেট কোন নিউজ জানা থাকলে পোস্ট করতে পারেন। কপি পোস্ট  Or,  স্পাম করে যদি আপনি মডারেটরের কাছে দরাপড়েন অথবা কেউ যদি আপনার নামে রিপোর্ট করে  তাহলে আপনার আইডি ব্যান করে দিবে। আপনার পোষ্ট এর কোয়ালিটি যদি ভাল না হয় তাহলে  মডারেটর  আপনার পোস্ট ডিলিট করে দিবে। এখানে আপনাকে ভাল ভাল পোস্ট  করতে হবে যাতে আপনার পোস্ট  পড়ে অন্যজন উপকৃত হয়, "এবং থ্রেড সিনিয়ররা যেসব পোস্ট  করে ওই পোস্ট  গুলো  ভাল করে পড়েন। এতে আপনার উপকার হবে। কারণ সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে তাই সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করবে  সেগুলো পড়ে  বিটকয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন  এবং অন্যজনকে সাহায্য করতে পারবেন।
ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য।আমার কাছে মেরিট দেয়ার মত নেই।অলরেডি সব স্পেন্ড করে ফেলেছি।থাকলে আমি নিশ্চয় আপনাকে একটা মেরিট দিতাম।
যখন আমার কাছে মেরিট হবে আমি অবশ্যই এই পোস্টে মেরিট দেব।
সবাই সুন্দরভাবে ফোরামটাকে ব্যবহার করবেন আশা করছি।
newbie
Activity: 3
Merit: 1
April 09, 2019, 01:22:17 AM
আমি একজন নতুন সদস্য,এখনো ফোরামের অনেক কিছুই জানি না,বুঝি না।বাংলাদেশী ভাইরা যদি সহযোগীতা করেন তাহলে উপকৃত হতাম,নতুন যারা আসবে তাদের ও উপকার হবে।
এখানে স্পাম করা যাবেনা।  কপি পোস্ট করা যাবেনা। বিটকয়েন সম্পর্কে আপডেট কোন নিউজ জানা থাকলে পোস্ট করতে পারেন। কপি পোস্ট  Or,  স্পাম করে যদি আপনি মডারেটরের কাছে দরাপড়েন অথবা কেউ যদি আপনার নামে রিপোর্ট করে  তাহলে আপনার আইডি ব্যান করে দিবে। আপনার পোষ্ট এর কোয়ালিটি যদি ভাল না হয় তাহলে  মডারেটর  আপনার পোস্ট ডিলিট করে দিবে। এখানে আপনাকে ভাল ভাল পোস্ট  করতে হবে যাতে আপনার পোস্ট  পড়ে অন্যজন উপকৃত হয়, "এবং থ্রেড সিনিয়ররা যেসব পোস্ট  করে ওই পোস্ট  গুলো  ভাল করে পড়েন। এতে আপনার উপকার হবে। কারণ সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে তাই সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করবে  সেগুলো পড়ে  বিটকয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন  এবং অন্যজনকে সাহায্য করতে পারবেন।
Jump to: