লাইটকয়েন হাভিং আছে আগস্ট মাসে।লাইটকয়েন এ ইনভেস্ট করাটা এই মুহুর্তের জন্য কেমন হবে?
প্রথমত আপনি যদি লাইটকয়েন এখন কিনে জমা রাখতে চান, তাহলে না করাই ভালো হবে।আর যদি আপনি মার্জিন ট্রেডিং করেন, তাহলে টেকনিকাল এনালাইসিস অনুযায়ী লঙ্গ ট্রেড নিতে পারে।
সম্প্রতি গত কয়েকদিনের মধ্যেই বিটকয়েন এর দাম $১১০০০ ক্রস করেছে।আরো বাড়বে নাকি কারেকশন এর চান্স আছে?
বিটকয়েনের মূল্য যদি শনিবার বা রবিবারে বৃদ্ধি পায় অর্থাৎ যে দিনগুলোতে স্টক মার্কেট বা শেয়ারবাজার বন্ধ থাকে, সেইদিনগুলোতে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেলে অবশ্যই কারেকশন পাবে। এর কারণ হলো বিটকয়েনের ফিউচার কন্ট্রাকগুলোয় এই দিনগুলোতে কোনো ট্রেড হয় না। ফলে বিটকয়েনের মূল্যের গ্রাফে গ্যাপ বা ফাকা ক্যান্ডেলের সৃষ্টি হয়। আর এই গ্যাপ পূরণের জন্য বিটকয়েনের মূল্যের কারেকশন হয়। যেমন: CME এর বিটকয়েন ফিউচার কন্ট্রাক এর CME গ্যাপ।
তবে বিটকয়েনের মূল্য দিনদিন বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। অনেক বিটকয়েন এনালাইসিষ্ট প্রেডিকশন করেছে যে,বিটকয়েনের মূল্য $৪০,০০০ পর্যন্ত যাইতে পারে।