Author

Topic: বাংলা (Bengali) - page 481. (Read 5735095 times)

full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
May 05, 2019, 02:10:17 AM
Sorry,I don't know coding.What is coding.
এইখানে বাংলায় লিখাটাই শ্রেয়।
কোডিং বলতে কিছু প্রোগ্রাম ল্যাংগুয়েজ দিয়ে সফটওয়্যার বানানো কিংবা কোন কিছু এক্সিকিউট করাকে বোঝায়।
এই ফোরামটিকে বিটকয়েন কিংবা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শেখার জায়গা হিসেবে নিন।আয় করার চিন্তা মাথা থেকে ফেলে দিন।যখন শিখতে পারবেন তখন আয় অটোমেটিক হবে।
jr. member
Activity: 532
Merit: 2
May 05, 2019, 01:44:46 AM
Sorry
বিটকয়েন সাইডে করে কয় ধরনের কাজ করা যায়। কি কি কাজ করা যায় সেগুলো বলেলে ভাল হয়।   
Coding জানেন?
Sorry,I don't know coding.What is coding.
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
May 04, 2019, 07:48:25 AM
আমাদের সমস্যা হল আমরা অন্যের ভাল দেখতে পারি না। মেরিট সিস্টেম আসলে আমদের অনেক সমস্যাতে ফেলে দিছে কিন্তু একদিক থেকে ভাল হইছে স্পামিং পোস্ট কমে গেছে। আসলে আমরা না জেনে নিজেকে পন্ডিত মনে করি। আমদের এক্টিভ বড় মেম্বার কম তাই আমরা সবাই মেরিট সমস্যায় আছি। কিন্তু আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।
আমাদের এইখানে সিনিয়র মেম্বাররা যতদিন না আসছে, আমরা কিছুই পাবো না। ফোরামে বাংলাদেশের অনেক বড় বড় মেম্বার আছে। হয়ত বা ব্যক্তিগত প্রাইভেসি রক্ষার স্বার্থে তারা বাংলাদেশী বলে পরিচয় দিচ্ছে না। যায় হোক, এইরকম একটা থ্রেডের জন্য আসলে মেরিট সোর্সের এপ্লাই করাটাও কতটুকু যুক্তিগত তা বুঝতেছি না। যদি আর একটু এক্টিভ হত তাহলে আমি এপ্লাই করে দেখতাম। কি আর করা। এখন অপেক্ষা ছাড়া আমাদের কিছুই করার নাই।
member
Activity: 397
Merit: 10
May 04, 2019, 01:47:04 AM
বিটকয়েন সাইডে করে কয় ধরনের কাজ করা যায়। কি কি কাজ করা যায় সেগুলো বলেলে ভাল হয়।   

অনেক কাজ আছে কিন্তু আপনাকে আগে সব কিছু নিয়ে ভালভাবে জানতে হবে, তাই আপনি আগে ফোরামের সবগুলো সেকশান ঘুরে কাজ করার সাধারণ ধারণা নেন, তারপর আপনি নিজে বুঝবেন কি করলে আপনি ভাল ইনকাম পাবেন।   
member
Activity: 86
Merit: 27
May 03, 2019, 12:16:44 PM
বিটকয়েন সাইডে করে কয় ধরনের কাজ করা যায়। কি কি কাজ করা যায় সেগুলো বলেলে ভাল হয়।   
Coding জানেন?
jr. member
Activity: 532
Merit: 2
May 03, 2019, 08:57:05 AM
বিটকয়েন সাইডে করে কয় ধরনের কাজ করা যায়। কি কি কাজ করা যায় সেগুলো বলেলে ভাল হয়।   
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
May 03, 2019, 04:45:57 AM
আমি এখানে নতুন আমাকে সাহায্য করুন। 
আপনার কি সাহায্য লাগবে সেটা স্পেসিফিক ভাবে বলুন।এমনে সাহায্য করতে বললে আমরা কি সাহায্য করব বলেন।এই ফোরামটা জ্ঞানের ভান্ডার, এইখানে বিটকয়েন কিংবা যে কোন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারবেন।
copper member
Activity: 420
Merit: 27
May 02, 2019, 11:18:06 AM
ক্র্যাপ্তকাররেন্সি কি। বাংলাদেশের ভাইয়েরা আমাকে ক্র্যাপ্তকাররেন্সি সম্পর্কে জ্ঞান অর্জন করতে সাহায্যে করুন।  ক্র্যাপ্তকাররেন্সি সম্পর্কে বিস্তারিত বললে খুব উপকৃত হতাম।          
ক্রিপ্টোকারেন্সি হল একটি বিনিময় মাধ্যম হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা একটি ভার্চুয়াল মূদ্রা।  এটি একটি নিরাপদ ও লেনদেন এর মাধ্যম।  মূলত  ক্রিপ্টোকারেন্সি গুলো একটি ডাটাবেসের মধ্যে সীমিত এনটি যা নির্দিষট শর্ত গুলো পূরণ না হওয়া পর্যনত কেউ পরিবর্তন করতে পারবেনা
২০০৯ এর শুরুর দিকে একটি বেনামী প্রোগ্রামার বা প্রোগ্রামেরদের দল ওরফে সাতোশি নাকামোটোর এর অধীনে বিট কয়েন চালু করে
এটি একটি পিয়ার টু পিয়ার মাধ্যম।এটি লেনদেন এর সময় তৃতীয় কোন মাধ্যম এর দরকার পরে না।
jr. member
Activity: 532
Merit: 2
May 02, 2019, 03:27:49 AM
ক্র্যাপ্তকাররেন্সি কি। বাংলাদেশের ভাইয়েরা আমাকে ক্র্যাপ্তকাররেন্সি সম্পর্কে জ্ঞান অর্জন করতে সাহায্যে করুন।  ক্র্যাপ্তকাররেন্সি সম্পর্কে বিস্তারিত বললে খুব উপকৃত হতাম।         
jr. member
Activity: 532
Merit: 2
May 01, 2019, 09:32:13 AM
তা ঠিক আছে। কিন্তু, বর্তমানেে বিটকয়েন ব্যাবহার করে অনেক লোক দুনীতি  করছে নানা ভাবে।  কারণ বর্তমানে বিটকয়েন অনেক ব্যবহার করছে কালো টাকা লুকিয়ে রাখার জন্য ও বিদেশে প্রাচার করার জন্য। কারণ বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশ।  ফলে বাংলাদেশ থেকে যদি এর মাধ্যমে টাকা বিদেশে  প্রাচার করে বা লুকিয়ে রাখে। এতে   বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরো নিচে নেমে যাবে। তাই সরকার যদি এ দিক থেকে ভাবে তবে তো সমস্যার সৃষ্টি হতে পারে।                  
copper member
Activity: 420
Merit: 27
May 01, 2019, 06:05:33 AM
বর্তমানে বগুড়া জেলায় বিটকয়েনে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তাতে কি বাংলাদেশের বিটকয়েন সাইডে কোন সমস্যার সৃষ্টি হবে।       
বগুড়ায় বিটকয়েন নিয়ে যে ঘটনা টা ঘটলো তা আমাদের সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে। যেহেতু আমাদের বাংলাদেশের প্রসাশন বিটকয়েন লেনদেন কে অপরাধ বলতেছে,তাই যারা আমাদের বাংলাদেশের বিটকয়েন এর সাথে কাজ করেন সবাই একটু সাবধানে কাজ করবেন কিছু দিন।
আশাকরতেছি আমাদের বাংলাদেশের সরকার ও প্রসাশন অবশ্যই খুব শীগ্রই  বুঝবে বিটকয়েন লেনদেন কোন অপরাধ না। সারা পৃথিবী জুড়ে বিটকয়েন অনেক জনপ্রিয়। তাই আমি বিশ্বাস করি বাংলাদেশ এ বিটকয়েন এর বৈধতা অবশ্যই দিবে।
সবাই কাজ চালিয়ে যান। 
           
jr. member
Activity: 532
Merit: 2
May 01, 2019, 02:51:20 AM
বর্তমানে বগুড়া জেলায় বিটকয়েনে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তাতে কি বাংলাদেশের বিটকয়েন সাইডে কোন সমস্যার সৃষ্টি হবে।       
jr. member
Activity: 532
Merit: 2
May 01, 2019, 01:53:14 AM
আপনাকে অনেক  ধন্যবাদ  সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য ।  
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
April 30, 2019, 04:27:40 AM
আমি কিছু বুঝতে পারছি না, আমার প্রায় সব পোস্ট গুলো মুছেফেলা হচ্ছে। কেউ আমাকে দয়া করে বলুন কি কারণে এটা করা হয়।           
আপনার সব পোস্ট মুছে ফেলা হচ্ছে কারণ আপনি যদি কপি পোস্ট করেন অথবা আপনার পোস্টের  কোয়ালিটি যদি ভাল না হয় তাহলে মডারেটর আপনার পোস্ট ডিলিট করে দিবে। এখানে বিটকয়েন সম্পর্কে   মানসম্মত পোস্ট করতে হবে। যাতে আপনার পোস্ট  পড়ে অন্যজনের উপকার হয়। আপনি  যদি কপি পোস্ট অর স্পামিং না করেন এবং আপনার পোস্টের কোয়ালিটি যদি ভাল হয়   আর যদি বিটকয়েন সম্পর্কে আপডেট কিছু পোস্ট করেন তাহলে মডারেটর আপনার পোস্ট ডিলিট করবে না। আর এখানে আপনাকে বিটকয়েন  সম্পর্কে পোস্ট করতে হবে।  আর থ্রডে বিটকয়েন সম্পর্কে  সিনিয়ররা অনেক কিছু লিখেছে। আপনি সেগুলো ভাল করে পড়ুন এতে আপনার  উপকার হবে বিটকয়েন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন।
কপি পোস্ট অর সম্পামিং করবেন না    
কিছু মনে করবেন না।রিপিটেড হওয়াটাও এক ধরনের স্পাম।আমি যা বলেছি আপনিও তাই বলেছেন।এইটা না বললেও হত।আগে বলেছি কিছু মনে করবেন না ভাই।
jr. member
Activity: 533
Merit: 1
April 30, 2019, 12:24:05 AM
আমি কিছু বুঝতে পারছি না, আমার প্রায় সব পোস্ট গুলো মুছেফেলা হচ্ছে। কেউ আমাকে দয়া করে বলুন কি কারণে এটা করা হয়।           
আপনার সব পোস্ট মুছে ফেলা হচ্ছে কারণ আপনি যদি কপি পোস্ট করেন অথবা আপনার পোস্টের  কোয়ালিটি যদি ভাল না হয় তাহলে মডারেটর আপনার পোস্ট ডিলিট করে দিবে। এখানে বিটকয়েন সম্পর্কে   মানসম্মত পোস্ট করতে হবে। যাতে আপনার পোস্ট  পড়ে অন্যজনের উপকার হয়। আপনি  যদি কপি পোস্ট অর স্পামিং না করেন এবং আপনার পোস্টের কোয়ালিটি যদি ভাল হয়   আর যদি বিটকয়েন সম্পর্কে আপডেট কিছু পোস্ট করেন তাহলে মডারেটর আপনার পোস্ট ডিলিট করবে না। আর এখানে আপনাকে বিটকয়েন  সম্পর্কে পোস্ট করতে হবে।  আর থ্রডে বিটকয়েন সম্পর্কে  সিনিয়ররা অনেক কিছু লিখেছে। আপনি সেগুলো ভাল করে পড়ুন এতে আপনার  উপকার হবে বিটকয়েন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন।
কপি পোস্ট অর সম্পামিং করবেন না    
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
April 30, 2019, 12:06:34 AM
আমি কিছু বুঝতে পারছি না, আমার প্রায় সব পোস্ট গুলো মুছেফেলা হচ্ছে। কেউ আমাকে দয়া করে বলুন কি কারণে এটা করা হয়।           
কারন আপনি স্পাম পোস্ট করতেছেন।এইখানে স্পাম করলে আপনার পোস্ট ডিলেট করা হবে কারন সবাই রিপোর্ট করবে।কোন কিছু জানার থাকলে পোস্ট করতে পারেন।কিংবা বিটকয়েন বা ক্রিপ্টো রিলেটেড কিছু শেয়ার করতে পারেন।অফ টপিক পোস্ট করলে সেগুলো ডিলেট হয়ে যাবে।আশা করছি বুঝতে পেরেছেন।
দয়া করে স্পাম করবেন না।
Let's make bitcointalk great again.
jr. member
Activity: 532
Merit: 2
April 29, 2019, 08:12:25 PM
আমি কিছু বুঝতে পারছি না, আমার প্রায় সব পোস্ট গুলো মুছেফেলা হচ্ছে। কেউ আমাকে দয়া করে বলুন কি কারণে এটা করা হয়।           
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
April 29, 2019, 08:13:16 AM
আপনি যথাথই বলেছেন।আমিও গত কয়েকদিন ধরে বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম আসলে তাদের গ্রেফতার করা হয়েছে একটি ওয়েবসাইটের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে টাকা মেরে দেওয়ার কারণে। সাইবার পুলিশ বগুড়া থেকে তাদের ওয়েবসাইটে নোটিশ টানিয়ে দিয়েছেন সেখানে বলা আছে গ্রাহকগণ যাতে প্রতারিত না হন তার জন্য ওয়েবসােইটি তারা বন্ধ করে দিয়েছেন।
হুম। ভালোই হয়েছে। এইগুলোর জন্যে বিটকয়েনের নাম খারাপ হচ্ছে দেশে। মানুষ বিটকয়েনের নাম শুনলেই খারাপ চোখে দেখতেছে। তাদের ধারণা বিটকয়েন মানেই ইলিগ্যাল, দুই নাম্বার কিছু। এইটার জন্যে এই ধরণের চিটার বাটপারগুলাই দায়ী।

এখন দেখা যাক এই পদ্ধতি কেমন কাজে লাগে, বিশেষ করে কুকয়েনের প্রাইস মুভমেন্টের উপর।
যতদূর মনে আছে কুকয়েন শেয়ারের দাম ২ ডলার মতো ছিল কিন্তু এখন ১ ডলার থেকে কিছু বেশি। সেক্ষেত্রেই বলাই যায় কুকয়েন শেয়ার সম্ভবত ভালো দাম বাড়বে।

বি:দ্র: এইটা কোনো ফাইন্যান্সিয়াল উপদেশ নয়। একান্তই আমার অনুমান।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
April 29, 2019, 07:31:02 AM
কুয়েন এক্সচেন্জের নতুন IEO যে Trias হবে তা হয়তো অনেকেই জানেন। তবে আজ তার ডিটেইলস্‌ এনাউন্স করা হয়েছে অফিসিয়াল্লি ভাবে। আপনি যদি কুয়েনে এক্সচেন্জের IEO করার জন্য ইচ্ছুক থাকেন তবে এর ডিটেইলস্‌ দেখতে পারেন এখানে গিয়ে https://www.kucoin.com/news/en-announcement-of-trias-try-token-sale-on-kucoin-spotlight
আগেই বঝতে পারছিলাম যে কুকয়েন হোল্ডিং এর নির্ভর করে এই লটারি হবে কিন্তু এর সাথেও ভিন্ন কিছু পদ্ধতি যোগ হবে তাও আবার এই রকম ভাবতেই পারিনি।
এখন দেখা যাক এই পদ্ধতি কেমন কাজে লাগে, বিশেষ করে কুকয়েনের প্রাইস মুভমেন্টের উপর।
copper member
Activity: 232
Merit: 10
April 29, 2019, 07:11:05 AM
আমি একজন নতুন সদস্য,এখনো ফোরামের অনেক কিছুই জানি না,বুঝি না।বাংলাদেশী ভাইরা যদি সহযোগীতা করেন তাহলে উপকৃত হতাম,নতুন যারা আসবে তাদের ও উপকার হবে।
এখানে স্পাম করা যাবেনা।  কপি পোস্ট করা যাবেনা। বিটকয়েন সম্পর্কে আপডেট কোন নিউজ জানা থাকলে পোস্ট করতে পারেন। কপি পোস্ট  Or,  স্পাম করে যদি আপনি মডারেটরের কাছে দরাপড়েন অথবা কেউ যদি আপনার নামে রিপোর্ট করে  তাহলে আপনার আইডি ব্যান করে দিবে। আপনার পোষ্ট এর কোয়ালিটি যদি ভাল না হয় তাহলে  মডারেটর  আপনার পোস্ট ডিলিট করে দিবে। এখানে আপনাকে ভাল ভাল পোস্ট  করতে হবে যাতে আপনার পোস্ট  পড়ে অন্যজন উপকৃত হয়, "এবং থ্রেড সিনিয়ররা যেসব পোস্ট  করে ওই পোস্ট  গুলো  ভাল করে পড়েন। এতে আপনার উপকার হবে। কারণ সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে তাই সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করবে  সেগুলো পড়ে  বিটকয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন  এবং অন্যজনকে সাহায্য করতে পারবেন।
ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য।আমার কাছে মেরিট দেয়ার মত নেই।অলরেডি সব স্পেন্ড করে ফেলেছি।থাকলে আমি নিশ্চয় আপনাকে একটা মেরিট দিতাম।
যখন আমার কাছে মেরিট হবে আমি অবশ্যই এই পোস্টে মেরিট দেব।
সবাই সুন্দরভাবে ফোরামটাকে ব্যবহার করবেন আশা করছি।
+১ মেরিট দিলাম।

বগুড়াতে বিটকয়েন লেনদেন করার অভিযোগে তিনজন গ্রেপ্তার- https://www.youtube.com/watch?v=KncarNpmGzY
খবরটা ইউটিউবে দেখলাম। মনটা খুব খারাপ হয়ে গেল। শিক্ষিত বেকার ছেলেরা নিজ উদে্্যাগে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, কাজ করে থাচ্ছে। সরকার তাদের সহযোগিতা না করে তাদের গ্রেপ্তার করছে। আশা করি সরকারের শুভ বুদ্ধি উদয় হবে।
এখন পর্যন্ত যতটুকু জানলাম বিটকয়েন লেনদেন এর জন্য মুলত তাদের এরেস্ট করা হয়নি।তারা অনেকের টাকা মেরে দিয়েছে।মানুষের সাথে প্রতারনা করেছে।ফেসবুকে কয়েকজন দেখলাম পোস্ট করছে তারা ফোন অফ করে রেখেছে টাকা দেয়ার পর, কিংবা ফেসবুকে মেসেজ সিন করে রিপ্লাই দিচ্ছে না।
সর্বশেষ যেটা জানতে পারছি সেটা হল তারা একজনের ১০০k টাকা মেরে দিয়েছে।ওই ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গ তাদের নামে মামলা করার পর পুলিশ এই ব্যাপারে হস্তক্ষেপ করে এবং তাদের এরেস্ট করে।

আপনি যথাথই বলেছেন।আমিও গত কয়েকদিন ধরে বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম আসলে তাদের গ্রেফতার করা হয়েছে একটি ওয়েবসাইটের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে টাকা মেরে দেওয়ার কারণে। সাইবার পুলিশ বগুড়া থেকে তাদের ওয়েবসাইটে নোটিশ টানিয়ে দিয়েছেন সেখানে বলা আছে গ্রাহকগণ যাতে প্রতারিত না হন তার জন্য ওয়েবসােইটি তারা বন্ধ করে দিয়েছেন।
Jump to: