Author

Topic: বাংলা (Bengali) - page 483. (Read 5735511 times)

jr. member
Activity: 88
Merit: 2
April 09, 2019, 12:13:20 AM
আমি একজন নতুন সদস্য,এখনো ফোরামের অনেক কিছুই জানি না,বুঝি না।বাংলাদেশী ভাইরা যদি সহযোগীতা করেন তাহলে উপকৃত হতাম,নতুন যারা আসবে তাদের ও উপকার হবে।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
April 08, 2019, 12:01:34 AM
সব বাংলাদেশীদের উদ্দেশ্যে বলছি, যারা অনলাইন এক্সচেঞ্জ ব্যবহার করছেন তারা সাবধান।বেশিরভাগ সাইট স্ক্যাম।সম্প্রতি Paidexbd.com সাইট স্ক্যাম করছে একজনের টাকা।
Paidexbd.com exchange review পড়েন এইখানে- Paidexbd.com Scam | Paidexbd.com Review | রিভিউ
jr. member
Activity: 364
Merit: 1
crypto Lover🤓
April 07, 2019, 11:40:55 PM
ভাই আপনি আমার আগের পোস্ট দেখেননি।  আমি প্রথমে বাঙালি থ্রেডে পোস্ট দিতাম স্মামিং না করার জন্য কিন্তু কেও মানে নাই তাই আমি আর পোস্ট দেইনি আপনি আমার প্রথম পোস্ট গুলা দেখতে পারেন। আর সবাই এইখানে শুধু পোস্ট করতে আসে না কিছু ইনকাম করতেও আসে।।  আপনি না করলেও অন্যেরা ঠিকই ইনকাম করে আর আপনার কথার জন্য ধন্যবাদ এই সব বলার জন্য
দুঃখিত।মনে হচ্ছে আপনি কথাটা পার্সোনাল ভাবে নিয়েছেন।কিন্তু এইটাই বাস্তব।বিটকয়েন কি, কিভাবে কাজ করে, এইটার সুবিধা-অসুবিধা এইসব কেউ জানতে চায় না।সবাই শুধু ইনকামের পিছনে ঘুরে।তাহলে আমরা কিভাবে এই ফোরামে নিজেদের জন্য আলাদা সেকশন পাবো।
হ্যা ভাই আমি বুজছি আপনার কথা কিন্তু আমি ত বললাম আপনাকে যে আমি আগে স্পামিং বাদ দেয়ার জন্য পোস্ট দিতাম ভালো কিছু বলা বা জানার জন্য পোস্ট দিতাম কিন্তু কেও সেটা শুন তো না কিছু কিছু মেম্বার শুধু ভালো কিছু বলতো।।  দেখতে পারেন আমি 17  march থেকে বাউন্টি করি তার আগে করতাম না।।। আমিও চাই বাঙালি থ্রেডে লোকাল বোর্ড দেয়া হোক এটা কে চাবে না বলেন।।  
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
April 07, 2019, 11:30:21 PM
ভাই আপনি আমার আগের পোস্ট দেখেননি।  আমি প্রথমে বাঙালি থ্রেডে পোস্ট দিতাম স্মামিং না করার জন্য কিন্তু কেও মানে নাই তাই আমি আর পোস্ট দেইনি আপনি আমার প্রথম পোস্ট গুলা দেখতে পারেন। আর সবাই এইখানে শুধু পোস্ট করতে আসে না কিছু ইনকাম করতেও আসে।।  আপনি না করলেও অন্যেরা ঠিকই ইনকাম করে আর আপনার কথার জন্য ধন্যবাদ এই সব বলার জন্য
দুঃখিত।মনে হচ্ছে আপনি কথাটা পার্সোনাল ভাবে নিয়েছেন।কিন্তু এইটাই বাস্তব।বিটকয়েন কি, কিভাবে কাজ করে, এইটার সুবিধা-অসুবিধা এইসব কেউ জানতে চায় না।সবাই শুধু ইনকামের পিছনে ঘুরে।তাহলে আমরা কিভাবে এই ফোরামে নিজেদের জন্য আলাদা সেকশন পাবো।
jr. member
Activity: 364
Merit: 1
crypto Lover🤓
April 07, 2019, 09:45:59 PM
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
April 07, 2019, 08:15:01 PM
jr. member
Activity: 364
Merit: 1
crypto Lover🤓
April 07, 2019, 04:44:44 AM
BitCoinDream
ভাইয়া অনেক আগে থেকেই তো চেষ্টা চলছে। আমরা কি আমাদের নিজেদের লোকাল বোর্ড পাবোনা? এর আগেও আপনার অনেক গুলো পোস্ট দেখেছিলাম। আমাদের এই বিষয়টা কি কেউ দেখার নেই?
বাংলা লোকাল থ্রেড পাওয়া সম্ভব না বললেই চলে। তার কারন হলো।
১।আমার জানামতে আমাদের বাংগালী কোনো মডারেটর নেই ।
২। আমাদের বাংলা থ্রেডে যে পরিমান স্পামিং হয়। এটা দেখে কোনো মডারেটর চাবে না বাঙ্গালীর জন্য লোকাল বোর্ড দিতে।
৩। মডারেটরদের কাছে অনুরধ করার মতো। কোনো বড় র‍্যাংকের কেও নেই এখানে। জারাও আছে তারা বলার সাহস করে না।
৪। আর এখানে ভালভা্বে কোনো কিছু ডিস্কাসন হয় না। কেও এসে স্পামিং করে , আবার কেও আসে কিছু ভালো কিছু পোস্ট করে। কিন্তু গুনে গুনে কয়েকজন ভাল কিছু পোস্ট করে , বাকি সব স্পামিং ও আজাইরা পোস্ট করে ।তাহলে আমরা কিভাবে লোকাল বোর্ড এর আশা করি।
৫। আমাদের এখানে সব নিউবায় থেকে ফুল মেম্বার র‍্যাংকের মেম্বার ২/১ জন তার উপরের র‍্যাংকের আছে। বাঙ্গালী যারা বড় বড় র‍্যাংকের মেম্বার আছে তারা কেও এখানে আসে না । সবাই নিজের ভালোর জন্য কাজ করছে। বাঙ্গালী হয়ে বাংলা থ্রেডকে ভূলে গেছে। তাহলে কেনো মডারেটররা আমাদের লোকাল বোর্ড দেবে। আর লোকাল বোর্ড নিয়ে আমাদের সার্থকতা কি? যদি আমাদের সিনিয়র বাঙ্গালী ভায়েরা আমাদের বাঙ্গালী থ্রেডে না আসে। তাই আমার মনে হয় আমাদের লোকাল বোর্ড এর আশা ছেড়ে দিতে হবে। আর যদি লোকাল বোর্ড আনতে চাই তাহলে স্পামিং ছেড়ে ভালো ভালো পোস্ট করতে হবে। আর সবকিছু নিয়ে ডিস্কাসন করতে হবে। আর আমাদের সিনিয়র জারা আছে তাদের এখানে ইনভাইট করতে হবে তাহলে লোকাল বোর্ড পেতে পাড়ি, তা ছাড়া সম্ভব না।
newbie
Activity: 3
Merit: 1
April 03, 2019, 07:18:52 AM
Escrow কি? 
এসক্রো হচ্ছে একটি আর্থিক ব্যবস্থা ।  যেখানে এটি একটি তৃতীয় পক্ষ থেকে  একটি প্রদত্ত লেনদেনে জড়িত। দুই পক্ষের জন্য প্রয়োজনীয় তহবিলের অর্থ প্রদান করে এবং নিয়ন্ত্রণ করে। এটি একটি সুরক্ষিত এসক্রো অ্যাকাউন্ট। এসক্রো অ্যাকাউন্টে অর্থ প্রদান করে লেনদেনগুলিকে আরো সুরক্ষিত করতে সহায়তা করে যা কেবল তখনই ছেড়ে দেওয়া হয় যখন চুক্তির সমস্ত শর্ত এসক্রো কোম্পানির তত্ত্বাবধানে দেখা হয়।
আর এসক্রোগুলি এমন একটি লেনদেনের ক্ষেত্রে খুবই উপযোগী । যেখানে একটি বৃহত পরিমাণ অর্থ জড়িত থাকে । তাই এটি সমস্ত আইনি শত্রুতা নির্মূল করে। এবং নিরাপদ লেনদেনে এবং আত্মবিশ্বাসী ক্রেতাদের এবং বিক্রেতাদের জন্য অনুমতি দেয়।।
jr. member
Activity: 938
Merit: 1
March 30, 2019, 12:44:31 PM
আমি চেস্টা করেছি আমার সাধ্য মত, গত ২মাস ধরে আমি স্প্যাম নিয়ে কিছুটা কাজ করেছি বাংলা টপিক টাতে, আজকে অনেক ভালো লাগছে যে এই টপিক শেষের বেশ কিছু পেজ এ কোনো ধরনের স্প্যাম কোনো পোস্ট নাই বললেই চলে, আমি চেস্টা করে যাব এইটা নিয়মিত চালিয়ে যেতে, আমার র‍্যাঙ্ক বিল্ডয়াপ করতে না পারার কারনে অনেক সময় স্প্যাম পোস্ট গুলা মুছে দিতে কিছুটা সমস্যা দেখা দেয়, স্প্যাম পোস্ট এর কারনে বেশ কিছু পেজ রিমুভ হয়ে গেছে, মোডারেটর কে হবেন সেটা আমি জানিনা তবে আমি চেস্টা করে যাব বাংলা টপিক যেন স্পাম ফ্রি থাকে, এটা সম্পুর্ন স্প্যাম ফ্রি যদি থাকে তাহলে আমরা সামনে হয়তোবা একটা সাবথ্রেড পেতে পারি, আমি চেষ্টা করে যাব বিষয় টা নিয়ে কাজ করার জন্যে, আসা করি সবায় পাসে থেকে হেল্প করবেন, আমি এখন থেকে প্রতিদিন একটা সময় বাংলা এই টপিক নিয়ে কাজ করে যাব আশা করছি, এখন থেকে এখানে কোনো স্প্যাম পোস্ট হলে আসা করছি সেটা খুব বেশিক্ষন থাকবেনা এখানে সেটা রিমুভ হয়ে যাবে, সবাই যদি সাহায্য করেন তাহলে আসা করছি এখানে ভালো কিছু হবে। যদি কোনো সময় কখোনো ভুল বসত কোনো ভালো পোস্ট রিমুভ হয়ে যায় আসা করি ক্ষমা করবেন।

BitCoinDream আপনাকে ধন্যবাদ বাংলা নিয়ে কাজ করার জন্যে।


ভাই আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ সবসময়। আপনি আপনার কাজ চালিয়ে যান। আশাকরি স্প্যাম পোস্ট পুরোপুরি দূর হবে। 
copper member
Activity: 1120
Merit: 2
March 26, 2019, 11:13:48 PM

বিটকয়েন হলো একধরনের ক্রিপ্টোকারেন্সি। একধরনের ডিজিটাল মুদ্রা ব্যবস্থা যার কোনো ফিজিক্যাল বা বাস্তব রূপ নেই।বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি।

 ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করলেও বর্তমানে এটি অনেক জনপ্রিয় মুদ্রা। তিনি এই মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন নামে অভিহিত করেন। সাধারণ মুদ্রার মতো বিটকয়েন আপনি হাতে নিয়ে লেনদেন করতে পারবেন না। কোনো ব্যাংক কিংবা প্রতিষ্ঠান এটি নিয়ন্ত্রণ করে না। পিয়ার টু পিয়ার ব্যবস্থার কারণে বিটকয়েন প্রেরক থেকে সরাসরি প্রাপকের ‘ওয়ালেটে’ চলে যায়।
 বিটকয়েন কোন স্থিতিশীল মূল্যের মুদ্রা নয়—কেনোনা এটি নিয়ন্ত্রন করার জন্য কোন অথোরিটি থাকেনা। তাই এর মূল্য অনেক বেশি উঠানামা করতে পারে। একটি ১০০ টাকার নোট যেমন সময় ১০০ টাকাই থাকে কিন্তু ১ বিটকয়েনের মান সর্বদা এক থাকে না। তাই হতে পারে অনেক সময় আপনাকে অনেক লস স্বীকার করতে হতে পারে।২০১৮ সালে বিটকয়েন ২০০০০ ডলার গিয়েছিল।

member
Activity: 252
Merit: 59
March 21, 2019, 10:20:23 PM
Escrow কি? 
এসক্রো কলতে সাধারনত বোঝায় যে মনে করেন আপনি কারো সাথে কোনকিছু লেনদেন করবেন সেখানে আপনি যদি তাকে না চিনেন তাহোলে সেই লেনদেন টা অসম্পুর্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই ত্রিতিও বিস্বস্থ কোন ব্যাক্তির মাধ্যমে সেটা সম্পন্ন করার যে প্রক্রিয়া তাই হল এসক্রো যাতে করে আপনি নিরাপদে লেনদেন টা করতে পারেন।
https://bitcointalksearch.org/topic/recommended-bitcointalk-escrow-services-2439910
newbie
Activity: 17
Merit: 0
March 20, 2019, 11:25:32 PM
 Escrow কি? 
sr. member
Activity: 308
Merit: 280
March 13, 2019, 10:17:45 AM
সামনে ১৯ তারিখ বিন্যান্স লান্চপ্যাডে আবারো আরেকটি আইসিও হতে যাচ্ছে। আমি গতবার দেখেছি অনেকেই টুইটারে কমন্টে করে জানিয়েছিলো যে তারা গতবারের টোকেন সেলে টোকেন কেনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলো। যেমনটা আমিও হয়ে ছিলাম। এই বারের Celer টোকেন সেলেও কি একই সমস্যা হতে পারে বলে মনে করেন? আপনাদের মতামত কি যদি একটু শেয়ার করেন!
সম্ভাবনা বেশি যে সমস্যা হবে।BNB কয়েন অলরেডি পাম্পড হইছে অনেক মানে অনেকেই ইনভেস্ট করার জন্য রেডি হয়ে আছে।তার উপর তাদের আগের আইসিও ও অনেক ভালো হয়েছিল।সব মিলিয়ে ব্যর্থ হওয়ার চান্স বেশি।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
March 10, 2019, 04:51:14 AM
সামনে ১৯ তারিখ বিন্যান্স লান্চপ্যাডে আবারো আরেকটি আইসিও হতে যাচ্ছে। আমি গতবার দেখেছি অনেকেই টুইটারে কমন্টে করে জানিয়েছিলো যে তারা গতবারের টোকেন সেলে টোকেন কেনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলো। যেমনটা আমিও হয়ে ছিলাম। এই বারের Celer টোকেন সেলেও কি একই সমস্যা হতে পারে বলে মনে করেন? আপনাদের মতামত কি যদি একটু শেয়ার করেন!
member
Activity: 252
Merit: 59
February 27, 2019, 06:18:42 AM
আমি চেস্টা করেছি আমার সাধ্য মত, গত ২মাস ধরে আমি স্প্যাম নিয়ে কিছুটা কাজ করেছি বাংলা টপিক টাতে, আজকে অনেক ভালো লাগছে যে এই টপিক শেষের বেশ কিছু পেজ এ কোনো ধরনের স্প্যাম কোনো পোস্ট নাই বললেই চলে, আমি চেস্টা করে যাব এইটা নিয়মিত চালিয়ে যেতে, আমার র‍্যাঙ্ক বিল্ডয়াপ করতে না পারার কারনে অনেক সময় স্প্যাম পোস্ট গুলা মুছে দিতে কিছুটা সমস্যা দেখা দেয়, স্প্যাম পোস্ট এর কারনে বেশ কিছু পেজ রিমুভ হয়ে গেছে, মোডারেটর কে হবেন সেটা আমি জানিনা তবে আমি চেস্টা করে যাব বাংলা টপিক যেন স্পাম ফ্রি থাকে, এটা সম্পুর্ন স্প্যাম ফ্রি যদি থাকে তাহলে আমরা সামনে হয়তোবা একটা সাবথ্রেড পেতে পারি, আমি চেষ্টা করে যাব বিষয় টা নিয়ে কাজ করার জন্যে, আসা করি সবায় পাসে থেকে হেল্প করবেন, আমি এখন থেকে প্রতিদিন একটা সময় বাংলা এই টপিক নিয়ে কাজ করে যাব আশা করছি, এখন থেকে এখানে কোনো স্প্যাম পোস্ট হলে আসা করছি সেটা খুব বেশিক্ষন থাকবেনা এখানে সেটা রিমুভ হয়ে যাবে, সবাই যদি সাহায্য করেন তাহলে আসা করছি এখানে ভালো কিছু হবে। যদি কোনো সময় কখোনো ভুল বসত কোনো ভালো পোস্ট রিমুভ হয়ে যায় আসা করি ক্ষমা করবেন।

BitCoinDream আপনাকে ধন্যবাদ বাংলা নিয়ে কাজ করার জন্যে।

full member
Activity: 737
Merit: 104
February 25, 2019, 01:35:14 PM
আমার আগের account টা নষ্ট হয়ে গেছে আমি কাওকে message করতে পারছিনা  আবার campaign join করতে পারছিনা তাই নতুন account khulsi আমি আগের account dhuki na ar notun account use korchi abar account block dibe ki please kew janaben

ফোরামের রুলস গুলো পড়বেন। শুধু শুধু স্প্যাম করবেননা। তাহলেই হবে। আপনার আগের আইডি দিয়ে আর কিছু করতে পারবেননা।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
February 23, 2019, 03:47:04 AM
BitCoinDream
ভাইয়া অনেক আগে থেকেই তো চেষ্টা চলছে। আমরা কি আমাদের নিজেদের লোকাল বোর্ড পাবোনা? এর আগেও আপনার অনেক গুলো পোস্ট দেখেছিলাম। আমাদের এই বিষয়টা কি কেউ দেখার নেই?
সম্ভাবনা কম। বারংবার বলা সত্ত্বেও যেভাবে spam করা হয় এই thread, সেটা বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখছি না। নিয়মিত এই thread পরিষ্কার করা সত্ত্বেও এটা moderator দের চোখে লাগছে। আর কিছু ফোঁড়ে meta তে গিয়ে আমাকেই দোষারোপ করতে চাইছে। এইসব বন্ধ না করলে local board পাওয়া দুষ্কর।
এইটাঠিক যে, মানুষ যতটা না গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে তার চাইতে শুধু অযথা কমেন্ট বা লিখা নিয়ে ব্যস্তু। যেমন আমি দেখেছি অনেকে এই থ্রেডে প্রশ্ন করে ভাই আপনি কি বাঙ্গালি, হাই কেমন আছেন, আপনার বড়ি কোথাই ইত্যাদি সব অযোক্তিক লিখা। আমাদের আগে নিজেদের সংশোধন প্রয়োজন। নিজেরা না ঠিক হওয়া পর্যন্ত বেশি কিছু আশা করাও অযোক্তিক।
sr. member
Activity: 308
Merit: 280
February 22, 2019, 07:19:06 AM
idaning dekchi bersir vag bounty spam kon kon manager real bounty day anyone suggest please
Hhampuz, Julerzz, Decoded oder follow korte paren.
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
February 20, 2019, 03:09:34 PM
BitCoinDream
ভাইয়া অনেক আগে থেকেই তো চেষ্টা চলছে। আমরা কি আমাদের নিজেদের লোকাল বোর্ড পাবোনা? এর আগেও আপনার অনেক গুলো পোস্ট দেখেছিলাম। আমাদের এই বিষয়টা কি কেউ দেখার নেই?
সম্ভাবনা কম। বারংবার বলা সত্ত্বেও যেভাবে spam করা হয় এই thread, সেটা বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখছি না। নিয়মিত এই thread পরিষ্কার করা সত্ত্বেও এটা moderator দের চোখে লাগছে। আর কিছু ফোঁড়ে meta তে গিয়ে আমাকেই দোষারোপ করতে চাইছে। এইসব বন্ধ না করলে local board পাওয়া দুষ্কর।
full member
Activity: 737
Merit: 104
February 17, 2019, 09:24:30 AM
BitCoinDream
ভাইয়া অনেক আগে থেকেই তো চেষ্টা চলছে। আমরা কি আমাদের নিজেদের লোকাল বোর্ড পাবোনা? এর আগেও আপনার অনেক গুলো পোস্ট দেখেছিলাম। আমাদের এই বিষয়টা কি কেউ দেখার নেই?
Jump to: