Author

Topic: বাংলা (Bengali) - page 484. (Read 5736661 times)

legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
February 13, 2019, 03:49:57 PM
এখানে অনেক সিনিয়র মেম্বার আছে, অনেক বড়ো বড়ো মার্কেটার আছে। চলতি বছরে বীট কইন কেমন যেতে পারে? আপ অথবা ডাউন? অভিজ্ঞদের মতামত আশা করছি।
২০২০ তে block halving আছে। তার আগেই বিটকয়েনের দাম নতুন উচ্চতায় যাওয়ার আশা রাখি।
full member
Activity: 378
Merit: 100
February 03, 2019, 11:12:42 AM
এখানে অনেক সিনিয়র মেম্বার আছে, অনেক বড়ো বড়ো মার্কেটার আছে। চলতি বছরে বীট কইন কেমন যেতে পারে? আপ অথবা ডাউন? অভিজ্ঞদের মতামত আশা করছি।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
February 01, 2019, 10:26:30 AM
এখানে কোন কিছু পোস্ট করলে কি signature এর জন্য পোস্ট count করবে?
বি.দ্র. যেসব signature এর rules এ কোন language অথবা কোন থ্রেড উল্লেখ থাকে না।               
যদি উল্লেক্ষ না থাকে যে ঠিক কোন কোন যায়গায় পোষ্ট করতে হবে, তবে কোন সমস্যা না। অর্থাৎ আপনি আপনার নিজস্ব ভাষার থ্রেডে পোষ্ট করতে পারবেন এবং তা কাউন্টিং করা হবে। তবে হ্যাঁ তা সপ্তাহে ১ থেকে ২ টার বেশি না হওয়ায় বেটার।
member
Activity: 966
Merit: 11
FRX: Ferocious Alpha
January 28, 2019, 11:43:30 AM
Cryptocurrency এর কিছু সুবিধা ও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে লিখা হলো...
১.এটি লেনদেনের দ্রুততম প্রক্রিয়া।
২.প্রত্যেক ব্যবহারকারী তার ডিজিটাল মুদ্রার মালিক। অন্যকেউ তার মালিকানায় হস্তক্ষেপ করতে  পারবে না।
৩.একজন ব্যক্তি একাধিক একাউন্ট খুলতে পারবেন। এসবের জন্য নাম বা ব্যক্তিগত তথ্যের দরকার হয় না।
৪.ব্লকচেইনে জমা থাকা লেনদেনের তথ্য পৃথিবীর যেকোন জায়গা থেকে দেখা যায়।তাই এখানে দুর্ণীতির সুযোগ নেই।
৫.সাবধান...!! এটি সম্পূর্ণ অফেরতযোগ্য। ঠিকানা ভুল হলে আর ফেরত পাওয়া যায় না।
R21
full member
Activity: 327
Merit: 101
January 25, 2019, 04:21:04 PM
BitcoinTalk এ আপনাকে স্বাগত। এখানে আপনাকে ঘিরে রয়েছে অজস্র কিংবদন্তি। একদিকে যেমন রয়েছে অনবদ্য সাফল্য, অন্যদিকে তেমনি রয়েছে অভাবনীয় ব্যর্থতা। BitcoinTalk তৈরি করেছিলেন সাতোশি নাকামোতো। এখানে আমরা দেখেছি বিশ্বের প্রথম exchange, প্রথম altcoin এবং প্রথম ICO। আবার দেখেছি অভাবনীয় Software ত্রুটি, ব্যাপক চুরি এবং অবিশ্বাস্য জালিয়াতি। আপনার কাছেও সুযোগ রয়েছে BitcoinTalk এর ইতিহাসের অংশ হয়ে ওঠার: শুধু কখন আর কিভাবে, সেটা নির্ভর করছে আপনার উপর।


এখানে বাংলা ভাষা ব্যবহারের জন্যে সকলকে অনুরোধ জানানো হচ্ছে। BitcoinTalk বা অন্য কোনো portal থেকে সরাসরি কিছু copy-paste করে দেবেন না। নিজের ভাষায় লিখুন। 'সুপ্রভাত', 'শুভ রাত্রি', 'কেমন আছেন', 'কি করছেন' জাতীয় নিম্নমানের post করা থেকে বিরত থাকুন। এই ধরণের post delete করা হবে এবং account ban করাও হতে পারে।
অসাধারণ! বিটকয়েন সম্পর্কে আপনার পোষ্ট থেকে খুব ভাল ধারণা পাবে সবাই এবং গ্রুপে এনিয়ে চমৎকার আলোচনা হবে।
jr. member
Activity: 136
Merit: 3
January 20, 2019, 01:48:28 PM
আমি কি এখানে সাইট এর বেপারে লিখতে পারবো ??
হ্যা অবশ্যইই আপনি এখানে মেরিটের ব্যপারে লিখতে পাড়বেন ও মেরিট নিয়ে আলোচনা করতে পাড়বেন। কিন্তু আপনি কারো কাছে মেরিট চাইতে পাড়বেন না।কারন মেরিট চাওয়ার জিনিষ না। আপনি ভালো হেল্পফুল পোস্ট দিলে আর আপনার পোস্ট দেখে কেও উপকৃত হলে আপনাকে এমনিতেই মেরিট দিবে।

ভাইয়া আমি এখানে একটা সাইট এর বেপারে কিছু লিখতে চাই এটা কি লিখতে পারবো ?
Nuv
jr. member
Activity: 55
Merit: 1
January 20, 2019, 01:24:53 PM
বিটকয়েন নিয়ে কাজ করতে হলে আপনাকে জানতে হবে বিটকয়েন কি?

বিটকয়েন হলো একধরনের ক্রিপ্টোকারেন্সি। একধরনের ডিজিটাল মুদ্রা ব্যবস্থা যার কোনো ফিজিক্যাল বা বাস্তব রূপ নেই।বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি।


 ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। তিনি এই মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন নামে অভিহিত করেন। সাধারণ মুদ্রার মতো বিটকয়েন আপনি হাতে নিয়ে লেনদেন করতে পারবেন না। কোনো ব্যাংক কিংবা প্রতিষ্ঠান এটি নিয়ন্ত্রণ করে না। পিয়ার টু পিয়ার ব্যবস্থার কারণে বিটকয়েন প্রেরক থেকে সরাসরি প্রাপকের ‘ওয়ালেটে’ চলে যায়।
 বিটকয়েন কোন স্থিতিশীল মূল্যের মুদ্রা নয়—কেনোনা এটি নিয়ন্ত্রন করার জন্য কোন অথোরিটি থাকেনা। তাই এর মূল্য অনেক বেশি উঠানামা করতে পারে। একটি ১০০ টাকার নোট যেমন সময় ১০০ টাকাই থাকে কিন্তু ১ বিটকয়েনের মান সর্বদা এক থাকে না। তাই হতে পারে অনেক সময় আপনাকে অনেক লস স্বীকার করতে হতে পারে।২০১৮ সালে বিটকয়েন ২০০০০ ডলার গিয়েছিল।

বিটকয়েন এর মত এখন অনেক ক্রিপ্টোকারেন্সি বের হয়েছে যাদের কি বলা হয় altcoin ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 17, 2019, 08:19:28 AM
Is there any way like we can accept bitcoin as a payment gateway for www.wehostdhaka.com
আপনি ডিপ অনিয়ন ব্যাবহার করতে পারেন পেমেন্ট গেটওয়ে হিসেবে।সব ধরনের সাপোর্ট পাবেন আমার কাছ থেকে।বাই দ্যা ওয়ে, আপনি বিটকয়েন ও ব্যবহার করতে পারেন চাইলে ।ইনবক্স করুন ।

newbie
Activity: 25
Merit: 0
January 17, 2019, 12:20:27 AM
ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি – একটি বাদ দিয়ে অন্যটি ভাবা কি সম্ভব?

ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি দুইটাকে আলাদা করার বা রাখার ব্যাপারে কিছু বিচ্ছিন্ন চিন্তাভাবনা লিখে রাখছি। আমরা মোটামুটি জানি যে ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড লেজার যেটা যেকোনো কিছুর মালিকানা, হস্তান্তর বা জেনুইনিটি নিশ্চিত করবে। সূতরাং পাব্লিক রেকর্ড, হেলথ রেকর্ড, জমির দলিল, সার্টিফিকেট থেকে শুরু করে যেকোনো কিছু, যেটাতে নকল বা ধোঁকাবাজির চান্স আছে, সেটার জন্য একটা সমাধান হতে পারে ব্লকচেইন।

আলোচনার খাতিরে ধরে নেই আমরা বাংলাদেশের ভূমি মালিকানার সমস্ত কাগজ পত্র ডিজিটাইজ করে ফেললাম এবং এরপর থেকে জমি কেনাবেচা, লিজ ইত্যাদির সমস্ত রেকর্ড ব্লকচেইনে সংরক্ষণ করবো। এখন এই ব্লকচেইনটাকে হোস্ট করবে কে? সরকারের কোনো সার্ভার? বা ভূমি মন্ত্রনালয়ের কয়েকটা পিসি? তাহলে কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে। একটা সার্ভার বা মন্ত্রনালয়ের কয়েকটা কম্পিউটারের রেকর্ড গায়েব করে দেয়া অসম্ভব কাজ না। যেহেতু ঐ ব্লকচেইনটাকে “ভেরিফাই” করার জন্য দুনিয়া বিস্তৃত আর কোনো নেটওয়ার্ক নেই। সূতরাং ব্লকচেইন জিনিসটাকে ডিসেন্ট্রালাইজ রাখতে অন্যান্যদের অংশগ্রহণ জরুরী। নয়ত সেটা সম্পূর্ণ আস্থা অর্জন করতে পারবে না। এখন ধরে নিলাম সরকার এই ভূমি মালিকানার রেকর্ডকে “মাইনিং” এ নিয়ে গেল যাতে যেকেউ হস্তান্তরগুলো ভেরিফাই করতে পারে। প্রক্রিয়াটা নাহয় প্রুফ অফ ওয়ার্ক (POW) না হয়ে প্রুফ অফ স্টেক (POS) হলো বা অন্যকিছু যেখানে বিটকয়েনের মত ম্যাসিভ স্কেলের কম্পিউটেশন অপচয়ের দরকার নাই। কিন্তু যাই হোক সেটাকে ফ্যাসিলিটেট করতে মাইনারদের একটা ইন্সেন্টিভ তো দিতে হবে। এখানে যদি কোনো টোকেন বা ক্রিপ্টো জড়িত না থাকে তবে সেই ইন্সেন্টিভটা কীভাবে দেয়া হবে?
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
January 11, 2019, 04:52:49 AM
এখানে অনেককেই দেখি বাংলিশ লিখেন। যারা এখানে আসেন তারা সকলেই বাঙ্গালি এই ব্যপারে কোন সন্দেহ নেই। তাহলে একটু কষ্ট করে ফন্টটা চেন্জ করে বাংলাই লিখা যায় না? আমি বলছি না যে পড়া যায় না। তবে সব কিছুরই সন্দর্য্য আছে। আমরা এখানে যদি সকলেই বাংলাই লিখি তবে দেখতে অবশ্যই সুন্দর লাগবে। আর এই সন্দর্য্যের আপনি একজন অংশীদার হয়ে থাকবেন, সেইটা কি আপনাকে ভাল লাগবে না! নিজের ঘর নিজেকেই সাজাতে হয়, বাইরের লোকজন এসে সাজিয়ে দেয় না। তাই আসুন চেষ্টা করি বাংলাই লিখতে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 05, 2019, 07:34:16 AM
Bro Monthly kibabe 50-100$ income kora sombob, jodi kaw bolen onk opokar hoy, prai 5-6 month kaj kore 1$ o pai nai.Scam token paisi.
Shit campaign e join korle to token o paben na thik moto. valo campaign e join korte hobe.taholei paben.by the way, id grow kore bitcoin payment campaign gulate join koren.weekly fixed amount paben tahole.
jr. member
Activity: 364
Merit: 1
crypto Lover🤓
December 25, 2018, 01:35:47 AM
আপনারা সবাই ভাল আছেন।
ভাই আপনি কি এই থ্রেডে এই সব জানার জন্য আসছেন। আমি আপনার সব পোস্ট দেখেছি আপনি সব গুলো পোস্ট এ স্পামিং পোস্ট করেছেন। আপনি আসলে কি কারনে, এই থ্রেডে  আসছেন  তা আপনি নিজেও জানেন না। শুধু শুধু এই সব পোস্ট করে আবল তাবল পেছাল পেরে লাভ নাই।  আপনাকে কেও এই ধরনের পোস্ট করলে মেরিট দেবে না। আপনি নিজের অবস্থান পরিবর্তন করতে পারবেন না।  আপনি যদি নিজের অবস্থানের পরিবর্তন করতে চান তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তাই বলি আপনি যদি কারো হেল্প পেতে চান তাহলে এই সব পোস্ট বাদ দিয়ে যেটা আপনার জানা দরকার সে বিষয় নিয়ে পোস্ট করেন আপনাকে এই থ্রেডে বড় ভাইরা সেটা সমাধান করার চেস্টা করবে।
তাই সকলের উদ্দেশ্যে বলছি যারা এই দরনের পোস্ট করেন তারা এই দরনের পোস্ট থেকে বিরত থাকুন
আর বাঙালি থ্রেডে এখন কেও আর ভাল পোস্ট দেয় না তাই আর ছোটরা শিখতেও পারছে না

তাই বলি  এই থ্রেডের মালিক যে ভাই সে  তারাতারি কিছু বড মেম্বার দের ইনভাইট করেন তা না হলে এই থ্রেডে কেও আর পোস্ট করবে না।।  
তাই BitCoinDream

 ভাই কে বলছি আপনি এই বেপারটা একটু দেখবেন।।।
সবাই কে ধন্যবাদ।

আমার কিছু ভুল হলে মাফ করে দিবেন।।।
jr. member
Activity: 42
Merit: 2
December 20, 2018, 04:08:53 AM
আজ বিটকয়েন এর ইতিহাসের সব থেকে সেরা একটি দিন, ২০১৭ সালের ২০ ডিসেম্বর ১ বিটকয়েন দাম ছিলো ১৩ লাখ ৯৮ হাজার টাকা, ২০১৭ সালে বিটকয়েন অনেক মানুষের সপ্ন পূরণ করেছে। কেউ লাখোপতি হয়েছে, আবার কেউ কোটিপতি হয়েছে। এখন বিটকয়েন এর মার্কেটের অবস্থা খুব খারাপ, আমারা ২০১৯ সালের এপ্রিল মাসের অপেক্ষায় আছি, ২০১৯ সালের এপ্রিল মাস বিটকয়েন এর এমন একটি সময়, যা আগের সব রেকর্ড ভেঙে ফেলবে, ১ বিটকয়েন ২০ লাখ টাকা ছুঁয়ে ফেলবে। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। I love Bitcoin
member
Activity: 251
Merit: 10
BIB Exchange
December 13, 2018, 09:24:50 AM
সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন। এই পোস্টটি যারা টোকেন পেয়ে এক্সচেঞ্জ করতে পাড়েন না অন্যের ওপর নির্ভর করতে হয় তাদের জন্য 

এখানে অনেকে আছেন যারা বাউন্টি বা এয়ারড্রপ করে টোকেন আর্ন করেন কিন্তু সেই টোকেন কিভাবে এক্সচেঞ্জার থেকে এক্সচেঞ্জ করে BTC/ ETH এ পরিনিত করতে হয়।

সব এক্সচেঞ্জারে একই নিয়ম। প্রথমে আপনার টোকেন যে এক্সচেঞ্জারে আছে সেই এক্সচেঞ্জারের একটি অ্যাকাউন্ট খুলবেন। তারপর তারা একটি Deposit wallet দিবে সেই ওয়ালেটে টোকেন পাঠাতে হবে। পাঠানোর পড় এক্সচেঞ্জারের  balance এ অ্যাড হতে একটু সময় লাগতে পাড়ে অ্যাড হওয়ার পর ওই টোকেনের ওপড় ক্লিক করলে ২ টা অপশন আসবে। একটি Buy order আরেকটি sell  order  সেই খানে সেল ওয়াডারে আপনার টোকেনের সংখা ও মূল্য দিয়ে সেল করে দিবেন। সেল করার সময় সিলেক্ট করে নিবেন আপনি কোন মার্কেটে সেল করতে চান BTC/ETH/LTC/DOGE তারপর এক্সচেঞ্জ করে অইগুলা আপনাদের ওয়ালেটে withdraw করে নিবেন।   
Dhonnobadh vhaia sobai k help korar jonno. Evabe niyomito update Pele sobai khub sohojei bujte parto. Tachara video upload Kore link diye dilew valo hoto.
jr. member
Activity: 439
Merit: 3
December 10, 2018, 12:43:15 PM
jr. member
Activity: 439
Merit: 3
December 10, 2018, 12:15:30 PM
Quote
আপনাকে ধন্যবাদ, আমি জুনিয়র মেম্বার হওয়ার আগে বাউন্টি ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব ?            

প্রতিটা বাউন্টি বা ক্যাম্পেইন এ কিছু রুলস বলা হয়ে থাকে, যদি সেখানে র‍্যাং এর কোন রিকোয়ারমেন্ট না দেওইয়া থাকে তাহলে আপনি সেই বাউন্টি তে কাজ করতে পারবেন। তবে সাধারন রুলস গুলা সম্পর্কে আপনাকে অবশ্যই মেনে চলার চেস্টা করতে হবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, তারমানে জুনিয়র মেম্বার হওয়ার আগে বাউন্টি ক্যাম্পেইনে অংশগ্রহণ করলে কোন সমস্যা নাই।
Jodi requirements dewa na thank j Jr member Chara join Kora jabe na tahole parben na
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 10, 2018, 11:03:52 AM
IDEX এক্সচেঞ্জ সবদিকেই ভালো, কিন্তু তাদের ওইথদ্রও ফি বেশি এবং কম মূল্যের টোকেন সেখানে এক্সচেঞ্জ করা যায় না। এটাই সবচেতে বেশি সমস্যা।  আপনারা যারা ট্রেড করতে ইচ্ছুক   তারা binance অথবা Hitbtc তে ট্রেড করতে পাড়েন। এই এক্সচেজার গুলা সবদিকেই লেজিট।
আপনের আমার ইচ্ছায় তো লেনদেন করা সম্ভব নয়। টোকেন যেখানে লিস্তেড হবে আমাদের তো সেখানেই লেনদেন করতে হবে।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 10, 2018, 07:51:00 AM
যারা IDEX এ প্রথমবারের মত লেনদেন করতে চাচ্ছেন তারা কিছু বিষয় জেনে নিনঃ

আপনি যদি টোকেন বিক্রি করতে চানঃ
১। প্রথমে IDEX এ লগইন করুন। লগইন করার জন্য ১। Keystore File ২। Private Key ৩। Software Wallet (MetaMask, Trust Wallet, Toshi, BLUE Wallet, etc.) ৪। Ledger Wallet (recommended) এর যে কোন ১ টি তথ্য থাকতে হবে।
২। Balআnce এ ক্লিক করে Full balance এ ক্লিক করুন।
৩। এরপর সার্চ অপশন এ আপনের টোকেন এ নাম লিখে সার্চ দেন।
৪। এবার আপনি আপনের টোকেন এর ডানে ডিপোজিট অপশন এ ক্লিক করে ডিপোজিট করে নিন। তবে ডিপোজিট অপশন আসার পর gas price (gwei) set করে নিন।
৫। এবার আপনি trade এ ক্লিক করে আপনের টোকেন এ নাম লিখে সার্চ দেন। আপনের টোকেন এর নাম আসার পর টোকেন এর নাম এর উপর ক্লিক করুন। এবার টাইপ অপশন এ লিমিট বা মার্কেট অর্ডার সিলেক্ট করেন।
৬। মার্কেট অর্ডার সিলেক্ট করলে amount দিয়ে সেল এ ক্লিক করুন। আপ্নের সেল হয়ে যাবে।
৭। লিমিট অর্ডার সিলেক্ট করলে আপনি যে দামে বিক্রি করতে চান এবং যে পরিমাণ বিক্রি করতে চান তা দিয়ে সেল এ ক্লিক করতে হবে। এক্ষেত্রে ক্রেতা জতক্ষন না কিনবে ততক্ষন আপনের অর্ডার থেকে যাবে। তাড়াতাড়ি বিক্রি করতে চাইলে মার্কেট অর্ডার সিলেক্ট করাই ভাল।

বিশেষ দ্রষ্টব্যঃ
১। সর্বনিম্ন ০.১৫ eth এর কম থাকলে আপনি এখানে সেল করতে পারবেন নাহ।
২। সর্বনিম্ন ০.০৪ eth এর কম থাকলে আপনি এখানে বাই করতে পারবেন নাহ।
jr. member
Activity: 458
Merit: 1
December 09, 2018, 01:48:00 AM
আমি বিটকয়েন মেরিড সম্পর্কে জানতে চাই , কেউ কি বলবেন  প্লিজজ।
★মেরিট হল আসলে পজিশন। আপনি যদি যেকোন বাউন্ডিতে  signature  camping করতে চান তাহলে আপনার মেরিট লাগবে । signature  camping বাদে  মেরিট ছাড়া সব কাজ করতে পারবেন।  কারণ signature  camping করতে গেলে তখন তারা দেখে সে কোন পজিশনে আছে।signature  camping করতে চাইলে আপনার Jr Member পজিশন  লাগবেই। আর মেরিট থাকলে আপনার  rank বাড়বে। 30 টা পোস্ট অ্যক্টিভিটি  1 টা মেরিট হলে Jr Member। 60 টা পোস্ট অ্যক্টিভিটি 10 টা মেরিট হলে Member। 120 টা পোস্ট অ্যক্টিভিটি 100 টা মেরিট হলে Full Member। 240 টা পোস্ট অ্যক্টিভিটি 250 টা মেরিট হলে Sr. Member। 480 টা পোস্ট  অ্যক্টিভিটি 500 মেরিট হলে Hero Member।  775 - 1030 টা পোস্ট অ্যক্টিভিটি হলে 1000 টা মেরিট হলে  Legendary। আপনার পোস্ট অ্যক্টিভিটি যত  বেশি হবে আর মেরিট যত বাড়বে আপনার rank তত বাড়বে।
Merit Pete ki korte hobe, ba kamne merit pabo?
★মেরিট সম্পর্কে উপরে অনেক পোস্ট  করা হয়েছে
তবুও আমি সংক্ষেপে বলছি ঃ
মেরিট পেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। মেরিট তাদের কেই দেওয়া হয় যারা অর্জিত। আপনার পোস্টের মান ভাল করতে হবে।  স্প্যাম অথবা  কপি পোস্ট করা যাবে না। বিটকয়েন সম্পর্কে আপডেট কিছু জানা থাকলে পোস্ট করতে হবে।আপনাকে হেল্পফুল পোস্ট করতে হবে।বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করতে থাকেন কেউ উপকৃত  হলে এমনিতেই  মেরিট দিয়ে দিবে।
আগের page গুলো দেখতে পারেন।     

আপনাকে ধন্যবাদ, আমি জুনিয়র মেম্বার হওয়ার আগে বাউন্টি ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব ?           
আপনি বাউন্টির রুলস গুলো ভালোভাবে পড়ুন। তারা জদি উল্লেখ করে দেয় তাহলে করতে পাড়বেন না। আর জদি উল্লেখ না থাকে তাহলে করতে পাড়বেন। সাধারণত শুধু সিগনেচার ক্যম্পিং জন্য পজিশনের উল্লেখ থাকে। কিন্তু সোসিয়াল মিডিয়া ক্যম্পিং গুলাতে কোনো পজিশনের প্রয়জন হয় না। কিছু বাউন্টি ছাড়া।
jr. member
Activity: 1176
Merit: 1
December 05, 2018, 10:55:31 PM

আপনাকে অসংখ্য ধন্যবাদ, তারমানে জুনিয়র মেম্বার হওয়ার আগে বাউন্টি ক্যাম্পেইনে অংশগ্রহণ করলে কোন সমস্যা নাই।

সমস্যা আছে যদি ক্যাম্পেইন ম্যানেজার যা বলেছে সেই নিওম এর বাইরে কিছু করেন তাহলে। বাউন্টি রুলস ভালো করে পরে নিলে আর কো সমস্যা হবার কথা না, উল্টা-পাল্টা কিছু না করলে।
Jump to: