Author

Topic: বাংলা (Bengali) - page 484. (Read 5293751 times)

newbie
Activity: 5
Merit: 0
September 25, 2018, 05:16:35 PM
সকল bitcointalk ইউজারদের  উদ্দেশ্যে বলছি।
জুনিয়র মেম্বার হতে ১ টি মেরিট সিস্টেম করার পর থেকে মেরিটেড করার পরিমান বেড়েছে। কেও হয়তো ১ টি মেরিট কিনে জুনিয়র হচ্ছে। কেও হয়তো কারো সাথে চুক্তি করে মেরিট নিয়ে জুনিয়র হচ্ছে, আবার কেও হয়তো তার অন্য কোনো বড় অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট করে সেখানে মেরিট নিয়ে পজিশন আপ করে রাখছে। আমি আপনাদের ভালোর জন্য বলছি এইসব বন্ধ করেন যদি আপনার অ্যাকাউন্ট রক্ষা করতে চান। কারন ইতিমধ্যে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। প্রতিটা অ্যাকাউন্ট এর ইনভেস্টিগেশন করতেছে। মেরিট সোর্স ও লেজেন্ডারি মেম্বার LoyceV ও আরও কিছু ক্ষমতাশালী লেজেন্ডারী মেম্বার ও মডারেটর। LoyceV এর ইনভেস্টিগেশন তালিকা]
নোট সবাই শেভ থাকার চেষ্টা করুন।  কারো মাথায় যদি কোনো রকম চালাকি  বুদ্ধি থেকে থাকে তাহলে সেগুলো ভূলে যান, যদি আপনি আপনার অ্যাকাউন্ট বাচাতে চান। কারন এটা ব্লকচেয়িন সিস্টেম যা শিকলের মতো আপনার একটা কাজ অন্য আরেকটা কাজের সাথে যুক্ত হয়ে থাকে। আপনি কোনো ডকুমেন্ট  কোনো রকম ভাবে মুছতে পাড়বেন না। ভূল কিছু করলে সেটা অবশ্যই ধড়া খাবেন।  তাহলে সবাই ভালো থাকুন এবং সতর্ক থাকুন।
ধন্যবাদ..
তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ
অনকেই হয়তো জানে না মেরিটের আসল উদ্দেশ্য কি? কেউ হয়তো না বুঝেই  নিন্মমানের পোস্টে মেরিট দিচ্ছে আবার কেউ  বিশেষ উদ্দেশ্যে মেরিট দিচ্ছে, যা একাউন্টের জন্য ক্ষতিকর। 
যারা অসৎ উদ্দেশ্যে মেরিট নিচ্ছে বা দিচ্ছে তারা যদি জানতো এ কাজের জন্য ভবিষ্যতে তাদের একাউন্ট বন্ধ বা ইনাক্টিভ হতে পারে, তাহলে এ চালাকি বুদ্ধির কাজ থেকে বিরত থাকতো।
আমার মনেহয়, বাংলা কমিউনিটিতে লেজেন্ডারি মেম্বার LoyceV এবং পুরাতন অভিজ্ঞ সদস্যদের  মেরিট নিয়ে আরো আলোচনা করা দরকার। আর পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণেই মেরিটের ভুল ব্যবহার হচ্ছে। মেরিট সম্পর্কে যদি পর্যাপ্ত জ্ঞান থাকে, তাহলে মেরিটের অপব্যবহার অনেকটাই কমে আসবে বলে মনে হয়।
newbie
Activity: 5
Merit: 0
September 25, 2018, 04:11:22 PM
আমার মনে হয় মেরিট নিয়ে বেশি আলোচনা না করে, বিটকয়েন এবং সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য ফোরাম ব্যবহার করাই সর্বোত্তম।
মেরিট এই ফোরামের একটা অংশ।মেরিট নিয়ে আলোচনা না করলে সবাই বুঝবে কিভাবে।এইতো অনেকেই নিন্মমানের পোস্টে মেরিট দিচ্ছে।সবাই যদি জানতো মেরিটের আসল উদ্দেশ্য কি তাহলে কি দিত? অবশ্যই না।আর সেটা কেন হয়েছে? পর্যাপ্ত আলোচনার অভাবে।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।  আসলে আমরা নতুনরা অনেক কিছুই বুঝি না বা জানি না।  কিভাবে মেরিট পাওয়াযায়, আপনার পরামর্শ চাচ্ছি।  পুরাতন সদস্যদের সুচিন্তিত পরামর্শ বাংলা কমিউনিটির নতুন সদস্যরা উপকৃত হবে।
member
Activity: 86
Merit: 27
September 25, 2018, 01:21:34 PM
SwapCost e korte paren. Ami lenden korchi and valo e mone hoise. But, ja e koren nij dayitte. Lol.
নিজ দায়িত্বে কেন ভাই? SwapCost কি চোর?

Localbitcoins.com ছাইড়া আর কোনখানে বেচাকেনা করা যাইব?
আপনি যদি বিটকয়েন বা ইথারিয়াম কিনতে বা বেচতে চান তাহলে আপনি mdayonliner এর সাথে যোগাযোগ করতে পারেন আশা করি কোন সমস্যা হবেনা, কারন আমি যতোদুর জানি অনি এই ফোরামের ট্রাস্টেড একজন ট্রেডার বাংলাদেশি, এরোকম আরো অনেকেই বাংলাদেশে আছেন যারা কেনাবেচা করেন, কোন সাইট বা এক্সচেঞ্জার থেকে কেনা বেচা করতে গেলে $=TK এর রেট একটু কম পাবেন এটাই।
একখান জালিয়াতের কাছে পাঠান কেন? উনার প্রোফাইলে লাল দেখন যায়।

Localbitcoins.com ছাইড়া আর কোনখানে বেচাকেনা করা যাইব?

আপনি যদি বিটকয়েন বা ইথারিয়াম কিনতে বা বেচতে চান তাহলে আপনি mdayonliner এর সাথে যোগাযোগ করতে পারেন আশা করি কোন সমস্যা হবেনা, কারন আমি যতোদুর জানি অনি এই ফোরামের ট্রাস্টেড একজন ট্রেডার বাংলাদেশি, এরোকম আরো অনেকেই বাংলাদেশে আছেন যারা কেনাবেচা করেন, কোন সাইট বা এক্সচেঞ্জার থেকে কেনা বেচা করতে গেলে $=TK এর রেট একটু কম পাবেন এটাই।
আপনি আরো অনেক সাইটেই বিটকয়েন সেল করতে পারবেন।আপ্নি কি বিটকয়েন সেল করে টাকা নিতে চাচ্ছেন নাকি ইথরিয়াম অথবা অন্য কুনো কয়েন পেতে চাচ্ছেন? যদি আপনি অন্য কোনো প্রকার কয়েন কিনতে চান সেক্ষেত্রে আপনি Binance ব্যাবহার করতে পারেন। এছারা Paxful এও আপনি সেল করে টাকা নিতে পারেন।

আর ফোরামের কারো কাছে বিক্রয় করার পুর্বে অবশ্যইন ইস্ক্রো এর সাহায্য নিবেন। নয়তোবা আপনি প্রতারনার স্বিকার হতে পারেন।
বাংলাদেশি টাকা দিয়া Bitcoin কিনুম ভাই। Altcoin এ যামু না।

Localbitcoins.com ছাইড়া আর কোনখানে বেচাকেনা করা যাইব?
আপনি যদি বিটকয়েন বা ইথারিয়াম বেচকেনা করতে চান তাহলে আপনি  Mdayonliner https://bitcointalk.org/index.php
 Action=profile;u=143246Cool এর সংগে  যোগাযোগ করতে পারেন। আশা করি  সমস্যা হবেনা।কারন আমি  জানি তিনি এই ফোরামের ট্রাস্টেড একজন ট্রেডার বাংলাদেশি।এরোকম অনেকেই বাংলাদেশে আছে।যারা বেচাকেনা করেন।কোন সাইট বা এক্সচেঞ্জার থেকে  বেচাকেনা করতে গেলে $=TK এর রেট একটু কম পাবেন।
দিলেন তো সালাউদ্দিন ভাইয়ের পোস্টটা ঝাইপা। দিমু নাকি রিপোর্ট মাইরা?
jr. member
Activity: 30
Merit: 2
September 25, 2018, 01:18:58 PM
ভাইয়া, আপনেরা Bitcoin বেচাকেনার লাইগা কোন exchange ব্যবহার করতাছেন?
বিটকয়েন কেন বেচার জন্য আপনি Localbitcoins.com সাইট টি ব্যাবহার করতে পারেন। এখানে আপনি আপনার পছন্দ মত পেমেন্ট প্রছেছর এর দ্বারা টাকা নিতে পারবেন বিটকয়েন সেল করে।
Localbitcoins.com ছাইড়া আর কোনখানে বেচাকেনা করা যাইব?



 আপনি যদি বিটকয়েন বা ইথারিয়াম বেচকেনা করতে চান তাহলে আপনি  Mdayonliner https://bitcointalk.org/index.php
 Action=profile;u=143246Cool এর সংগে  যোগাযোগ করতে পারেন। আশা করি  সমস্যা হবেনা।কারন আমি  জানি তিনি এই ফোরামের ট্রাস্টেড একজন ট্রেডার বাংলাদেশি।এরোকম অনেকেই বাংলাদেশে আছে।যারা বেচাকেনা করেন।কোন সাইট বা এক্সচেঞ্জার থেকে  বেচাকেনা করতে গেলে $=TK এর রেট একটু কম পাবেন।

Koto Activity Hoilee Merit Pabo
শুধু পোস্ট   Activity হলেই মেরিট পাবেন না। মেরিট পেতে হলে   বিটকয়েন সম্পর্কে পোস্ট করতে হবে।
           

আইডি ব্যান হওয়ার অন্যতম কারণ কোন গুলো?
কোন কারন গুলার জন্য বেশি ব্যান দিয়ে থাকেন?
আপনি যদি স্পামিং করেন, কপি পোস্ট দেন তাহলে আপনার আইডি ব্যান করে দিবে।
আলামিন ভাই,আপ্নি ও কিন্তু স্পামিং করতেছেন যেটা আপনি নিজেও জানেন না।এই যে সব গুলা পোস্টের রিপ্লাই দিয়েছেন আপ্নি,সবগুলা কিন্তু  Quote করে দিলেই হয়ে যেত।তা না করে আপনি পর পর পোস্ট করে যাচ্ছেন। এডমিন প্যানেল এর নজরে আসলে কিন্তু আইডি ব্যান হবার রিস্ক আছে।

আর আপনি যে মেম্বার এর কাছে বাই -সেল করার কথা বলতেছেন সে নিজেই রেড ট্রাস্ট খেয়ে বসে আছে। এইরকম মেম্বার কে সাপোর্ট করা মানে স্কেমার কে সাপোর্ট করা।আর এর জন্য আপনি রেড ট্রাস্ট পেতে পারেন। ছো সাবধান হয়ে যান ভাই।
jr. member
Activity: 533
Merit: 1
September 25, 2018, 09:28:05 AM
আইডি ব্যান হওয়ার অন্যতম কারণ কোন গুলো?
কোন কারন গুলার জন্য বেশি ব্যান দিয়ে থাকেন?
আপনি যদি স্পামিং করেন, কপি পোস্ট দেন তাহলে আপনার আইডি ব্যান করে দিবে।
jr. member
Activity: 533
Merit: 1
September 25, 2018, 04:41:18 AM
Koto Activity Hoilee Merit Pabo
শুধু পোস্ট   Activity হলেই মেরিট পাবেন না। মেরিট পেতে হলে   বিটকয়েন সম্পর্কে পোস্ট করতে হবে।
           
jr. member
Activity: 30
Merit: 2
September 25, 2018, 02:13:42 AM
ভাইয়া, আপনেরা Bitcoin বেচাকেনার লাইগা কোন exchange ব্যবহার করতাছেন?
বিটকয়েন কেন বেচার জন্য আপনি Localbitcoins.com সাইট টি ব্যাবহার করতে পারেন। এখানে আপনি আপনার পছন্দ মত পেমেন্ট প্রছেছর এর দ্বারা টাকা নিতে পারবেন বিটকয়েন সেল করে।
Localbitcoins.com ছাইড়া আর কোনখানে বেচাকেনা করা যাইব?

আপনি যদি বিটকয়েন বা ইথারিয়াম কিনতে বা বেচতে চান তাহলে আপনি mdayonliner এর সাথে যোগাযোগ করতে পারেন আশা করি কোন সমস্যা হবেনা, কারন আমি যতোদুর জানি অনি এই ফোরামের ট্রাস্টেড একজন ট্রেডার বাংলাদেশি, এরোকম আরো অনেকেই বাংলাদেশে আছেন যারা কেনাবেচা করেন, কোন সাইট বা এক্সচেঞ্জার থেকে কেনা বেচা করতে গেলে $=TK এর রেট একটু কম পাবেন এটাই।
আপনি আরো অনেক সাইটেই বিটকয়েন সেল করতে পারবেন।আপ্নি কি বিটকয়েন সেল করে টাকা নিতে চাচ্ছেন নাকি ইথরিয়াম অথবা অন্য কুনো কয়েন পেতে চাচ্ছেন? যদি আপনি অন্য কোনো প্রকার কয়েন কিনতে চান সেক্ষেত্রে আপনি Binance ব্যাবহার করতে পারেন। এছারা Paxful এও আপনি সেল করে টাকা নিতে পারেন।

আর ফোরামের কারো কাছে বিক্রয় করার পুর্বে অবশ্যইন ইস্ক্রো এর সাহায্য নিবেন। নয়তোবা আপনি প্রতারনার স্বিকার হতে পারেন।
member
Activity: 532
Merit: 15
Trader
September 25, 2018, 01:15:47 AM
সকল bitcointalk ইউজারদের  উদ্দেশ্যে বলছি।
জুনিয়র মেম্বার হতে ১ টি মেরিট সিস্টেম করার পর থেকে মেরিটেড করার পরিমান বেড়েছে। কেও হয়তো ১ টি মেরিট কিনে জুনিয়র হচ্ছে। কেও হয়তো কারো সাথে চুক্তি করে মেরিট নিয়ে জুনিয়র হচ্ছে, আবার কেও হয়তো তার অন্য কোনো বড় অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট করে সেখানে মেরিট নিয়ে পজিশন আপ করে রাখছে। আমি আপনাদের ভালোর জন্য বলছি এইসব বন্ধ করেন যদি আপনার অ্যাকাউন্ট রক্ষা করতে চান। কারন ইতিমধ্যে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। প্রতিটা অ্যাকাউন্ট এর ইনভেস্টিগেশন করতেছে। মেরিট সোর্স ও লেজেন্ডারি মেম্বার LoyceV ও আরও কিছু ক্ষমতাশালী লেজেন্ডারী মেম্বার ও মডারেটর। LoyceV এর ইনভেস্টিগেশন তালিকা]
নোট সবাই শেভ থাকার চেষ্টা করুন।  কারো মাথায় যদি কোনো রকম চালাকি  বুদ্ধি থেকে থাকে তাহলে সেগুলো ভূলে যান, যদি আপনি আপনার অ্যাকাউন্ট বাচাতে চান। কারন এটা ব্লকচেয়িন সিস্টেম যা শিকলের মতো আপনার একটা কাজ অন্য আরেকটা কাজের সাথে যুক্ত হয়ে থাকে। আপনি কোনো ডকুমেন্ট  কোনো রকম ভাবে মুছতে পাড়বেন না। ভূল কিছু করলে সেটা অবশ্যই ধড়া খাবেন।  তাহলে সবাই ভালো থাকুন এবং সতর্ক থাকুন।
ধন্যবাদ..
member
Activity: 868
Merit: 15
September 24, 2018, 09:23:10 PM
ভাইয়া, আপনেরা Bitcoin বেচাকেনার লাইগা কোন exchange ব্যবহার করতাছেন?
বিটকয়েন কেন বেচার জন্য আপনি Localbitcoins.com সাইট টি ব্যাবহার করতে পারেন। এখানে আপনি আপনার পছন্দ মত পেমেন্ট প্রছেছর এর দ্বারা টাকা নিতে পারবেন বিটকয়েন সেল করে।
Localbitcoins.com ছাইড়া আর কোনখানে বেচাকেনা করা যাইব?

আপনি যদি বিটকয়েন বা ইথারিয়াম কিনতে বা বেচতে চান তাহলে আপনি mdayonliner এর সাথে যোগাযোগ করতে পারেন আশা করি কোন সমস্যা হবেনা, কারন আমি যতোদুর জানি অনি এই ফোরামের ট্রাস্টেড একজন ট্রেডার বাংলাদেশি, এরোকম আরো অনেকেই বাংলাদেশে আছেন যারা কেনাবেচা করেন, কোন সাইট বা এক্সচেঞ্জার থেকে কেনা বেচা করতে গেলে $=TK এর রেট একটু কম পাবেন এটাই।
member
Activity: 154
Merit: 30
Need Forum Moderator?? PM me.
September 24, 2018, 02:32:10 PM
SwapCost e korte paren. Ami lenden korchi and valo e mone hoise. But, ja e koren nij dayitte. Lol.
member
Activity: 86
Merit: 27
September 24, 2018, 01:32:43 PM
ভাইয়া, আপনেরা Bitcoin বেচাকেনার লাইগা কোন exchange ব্যবহার করতাছেন?
বিটকয়েন কেন বেচার জন্য আপনি Localbitcoins.com সাইট টি ব্যাবহার করতে পারেন। এখানে আপনি আপনার পছন্দ মত পেমেন্ট প্রছেছর এর দ্বারা টাকা নিতে পারবেন বিটকয়েন সেল করে।
Localbitcoins.com ছাইড়া আর কোনখানে বেচাকেনা করা যাইব?
copper member
Activity: 630
Merit: 420
We are Bitcoin!
September 24, 2018, 10:32:23 AM
...তুমি...কাজ করবা....তোমার .... করতে পারবা...     
Ektu adob niye kotha bollay hoe na? Apni kunu bhodro lokkay chinen? Banglatay amra oporichito manushkay apni bolay e daktay pari.

Dhonnobad.
jr. member
Activity: 533
Merit: 1
September 24, 2018, 07:36:22 AM
যতই সময় পার হইতেছে বিটকয়েন টক ফোরাম আরো বেশি শক্তিশালী হচ্ছে। "Theymos sir" এর নতুন নতুন নিয়ম গূলো বিটকয়েন টক ফোরাম কে আরো বেশি শক্তিশালী হতে সাহায্য করছে । এখন আর Scammers রা বিটকয়েন টক এর কোন ক্ষতি করতে পারবে না। তাই আমি "Theymos sir" কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই । তিনি মহান ।
ফোরামের নিয়ম যত শক্তিশালী হচ্ছে, নতুনদের জন্য সুযোগ ততো কমে যাচ্ছে। বিশেষ করে তাদের, যারা, একাউন্ট খোলার পরদিন থেকেই আয় করতে চায়।
ফোরমের নিয়ম   শক্তিশালী হয়ে ভাল হইছে। কারন আগের নিয়মে ৩০ টা পোস্ট একটিভ হলে  সে jr.member হইত।এই নিয়মটা পালটিয়ে ভাল করেছে।  আমিও তো jr.member ছিলাম।এখন newba  এখন  jr.member হইতে কমপক্ষে ১ টি মেরিটের দরকার। 
jr. member
Activity: 30
Merit: 2
September 24, 2018, 04:03:27 AM
এমন কোন ফেসবুক গ্রুপ আছে যেখানে বাউন্টি প্রচারণা করা হয়?
আছে হয়ত,কিন্তু আমি জানি না।আমি মনে করি গ্রুপের দিকে নজর না রেখে ফোরামে নজর রাখুন বেশি বেশি।তাহলে ভাল ভাল কাজ গুলা মিছ হবে না। সার্ভিছ আর এল্টাকয়েন বাউন্টি এই দুইটায় নিয়মিত চোখ রাখুন। ধন্যবাদ
member
Activity: 532
Merit: 15
Trader
September 24, 2018, 01:39:14 AM
Quote from: alamin173020
আমরা বাঙালি। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা।পাকিস্তানিরা বলেছিল আমাদের ভাষা উর্দু হবে। তখন    ১৯৫২সালে আমাদের দেশে ভাষা আন্দোলন হয়।এই ভাষা   আন্দোলনে অনেকেই শহিদ হন। যেমন,  রফিক, জব্বর,শফিউল,সালাম, মতিউর, সৈকত, আরো অনেকেই শহিদ হয়ে। বাংলা ভাষা আমাদের প্রান।   বাংলাদেশ এখন সোনার দেশ।প্রবাদে আছে,বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁ। বাংলাদেশ সবুজ শস্য  শ্যামলা দেশ।  বাংলাদেশ থেকে চাল,গম,ইত্যাদি। অন্যদেশে পাঠানো হয়।
Grin Grin lol ভাই এখানে আপনি বাংলা পরিক্ষা দিতে আসেন নাই যে গদ্য লেখা শুরু করছেন। এটা একটা বিটকয়েন ফোরাম সাইট এখানে আপনি যেতো সুন্দর করেই বাংলা রচনা বা ইতিহাস লেখেন না কেনো কোনো লাভ হবে না। এখানে উচ্চ পর্যায় যেতে হলে ক্রিপ্টোকুয়ারেন্সি সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে এবং ফোরামের সকল নিয়ম কানুন শিখতে হবে তাহিলে ভালো কিছু করতে পাড়বেন এবং ইনকাম করতে পাড়বেন। পারলে ক্রিপ্টো কুয়ারেন্সি অথবা ফোরামের কোনো গুরুত্বপূর্ন বিষয় নিয়ে পোস্ট করুন, অযথা বাংলা রচনা লেখবেন না।

Quote
বিটকয়েন ফর্মে যারা কাজ করে তাদের সকলের মঙ্গলকামনা করি।
সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
ধন্যবাদ সবাইকে,
আসসালামু আলাইকুম   ,,,,  

ধন্যবাদ..              
jr. member
Activity: 233
Merit: 1
September 24, 2018, 01:10:58 AM
পোষ্ট কমে যাচ্ছে কেন? ৩৭ থেকে ৩১ এ চলে আসছে।

কারণ এখানে spam post নিয়মিত মুছে ফেলা হয়। আপনার যদি spam চোখে পরে, আপনিও Report to moderator করতে পারেন। Thread পরিষ্কার রাখুন। 'Hi', 'Hello', 'Good Morning', 'Good Night', 'How are you' করবেন না। Bitcoin related constructive post করুন। বাংলায় লিখুন।
Shesh porjonto apnar post ta daykhay bhalo laglo. Jayhaytu post ta self - moderated, apni jodi ektu attention den taholey apni nijay e topic ta kay clean rakhtay paren. Asha korbo apni ektu attention diben topic ta tay.

Dhonnobad.
আপনার সাথে একমত, সিনিয়র মম্বেররা এখানে খুব একটা একটিভ থাকে না বলেই, এখানে এতো সমস্যা।
jr. member
Activity: 533
Merit: 1
September 24, 2018, 12:16:45 AM
আমরা বাঙালি। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা।পাকিস্তানিরা বলেছিল আমাদের ভাষা উর্দু হবে। তখন    ১৯৫২সালে আমাদের দেশে ভাষা আন্দোলন হয়।এই ভাষা   আন্দোলনে অনেকেই শহিদ হন। যেমন,  রফিক, জব্বর,শফিউল,সালাম, মতিউর, সৈকত, আরো অনেকেই শহিদ হয়ে। বাংলা ভাষা আমাদের প্রান।   বাংলাদেশ এখন সোনার দেশ।প্রবাদে আছে,বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁ। বাংলাদেশ সবুজ শস্য  শ্যামলা দেশ।  বাংলাদেশ থেকে চাল,গম,ইত্যাদি। অন্যদেশে পাঠানো হয়।
আমরা সবাই বিটকয়েন ফরমে কাজ করি।এতে আমরা কিছুটাকা কামাতে পারি যাতে করে আমরা ভালবাবে চলতে পারি।  আমরা অন্যর ক্ষতি করার শ্রেষঠা করব না।বরং আমরা একে অপরকে সাহায্য করব।
বিটকয়েন ফর্মে যারা কাজ করে তাদের সকলের মঙ্গলকামনা করি।
সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
ধন্যবাদ সবাইকে,
আসসালামু আলাইকুম   ,,,,                     
member
Activity: 868
Merit: 15
September 23, 2018, 09:06:41 PM
পোষ্ট কমে যাচ্ছে কেন? ৩৭ থেকে ৩১ এ চলে আসছে।

কারণ এখানে spam post নিয়মিত মুছে ফেলা হয়। আপনার যদি spam চোখে পরে, আপনিও Report to moderator করতে পারেন। Thread পরিষ্কার রাখুন। 'Hi', 'Hello', 'Good Morning', 'Good Night', 'How are you' করবেন না। Bitcoin related constructive post করুন। বাংলায় লিখুন।

ভাই আপনার শুন্যতা আমরা অনুভব করি, এই থ্রেড এ আপনার নিয়োমিত এ্যাক্টিভ থাকার জন্যে অনুরোধ করছি, এখানে অনেক স্প্যামিং হয়, কিন্তু কেউ কারো কথা শোনেনা, নিসেদ করার পরেও একোই কাজ একটু পরে আবার করে তারা, আপনি যদি এ্যাক্টিভ থাকেন তাহলে আমাদের জন্যে অনেক ভালো হবে দয়া করে আপনি এ্যাক্টিভ থাকবেন।
jr. member
Activity: 533
Merit: 1
September 23, 2018, 11:14:58 AM
কিছু মানুষে স্প্যাম না করলে মনে হয় পেঠের ভাত হজম হয় না। এসব ফালতুমির কারণে কত ফোরাম থেকে যে বাঙালীদের লাথি মেরে বের করে দেয়! 😞
ভাই,,আমরা যদি সচেতন হই, তাই তো আমাদের আর কোন ভুল   হয়না।যে,কোন কাজ করার আগে একবার হলেও বাবা উচিত যে, কাজটা এই  ভাবে করলে হয়তো সফলতা অর্জন করতে পারব।তাই আমরা সবাই যদি  bitcointalk  from এর নিয়ম অনুযায়ী কাজ করি তাহলে তো আমাদেরই ভাল।তাই আমরা সকলেই  bitcintalk from এর নিয়ম অনুযায়ী কাজ করব।
কেউ ফালতু post করব না। কারন ফালতু post করলে তো আমাদেরই বদনাম। তাই আমাদেরকে সচেতন হতে হবে।
আমারা কখনও অন্যর  ক্ষতি করব না। এতে আমাদেরও ক্ষতি হবে না।
আমরা যদি সবাই একে অপরের সাহায্য করি তাহলে,  কেউ খারাপ বা অন্যায় কাজ করবে না।
copper member
Activity: 630
Merit: 420
We are Bitcoin!
September 23, 2018, 08:29:37 AM
পোষ্ট কমে যাচ্ছে কেন? ৩৭ থেকে ৩১ এ চলে আসছে।

কারণ এখানে spam post নিয়মিত মুছে ফেলা হয়। আপনার যদি spam চোখে পরে, আপনিও Report to moderator করতে পারেন। Thread পরিষ্কার রাখুন। 'Hi', 'Hello', 'Good Morning', 'Good Night', 'How are you' করবেন না। Bitcoin related constructive post করুন। বাংলায় লিখুন।
Shesh porjonto apnar post ta daykhay bhalo laglo. Jayhaytu post ta self - moderated, apni jodi ektu attention den taholey apni nijay e topic ta kay clean rakhtay paren. Asha korbo apni ektu attention diben topic ta tay.

Dhonnobad.
Jump to: