জুনিয়র মেম্বার হতে ১ টি মেরিট সিস্টেম করার পর থেকে মেরিটেড করার পরিমান বেড়েছে। কেও হয়তো ১ টি মেরিট কিনে জুনিয়র হচ্ছে। কেও হয়তো কারো সাথে চুক্তি করে মেরিট নিয়ে জুনিয়র হচ্ছে, আবার কেও হয়তো তার অন্য কোনো বড় অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট করে সেখানে মেরিট নিয়ে পজিশন আপ করে রাখছে। আমি আপনাদের ভালোর জন্য বলছি এইসব বন্ধ করেন যদি আপনার অ্যাকাউন্ট রক্ষা করতে চান। কারন ইতিমধ্যে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। প্রতিটা অ্যাকাউন্ট এর ইনভেস্টিগেশন করতেছে। মেরিট সোর্স ও লেজেন্ডারি মেম্বার LoyceV ও আরও কিছু ক্ষমতাশালী লেজেন্ডারী মেম্বার ও মডারেটর। LoyceV এর ইনভেস্টিগেশন তালিকা]
নোট সবাই শেভ থাকার চেষ্টা করুন। কারো মাথায় যদি কোনো রকম চালাকি বুদ্ধি থেকে থাকে তাহলে সেগুলো ভূলে যান, যদি আপনি আপনার অ্যাকাউন্ট বাচাতে চান। কারন এটা ব্লকচেয়িন সিস্টেম যা শিকলের মতো আপনার একটা কাজ অন্য আরেকটা কাজের সাথে যুক্ত হয়ে থাকে। আপনি কোনো ডকুমেন্ট কোনো রকম ভাবে মুছতে পাড়বেন না। ভূল কিছু করলে সেটা অবশ্যই ধড়া খাবেন। তাহলে সবাই ভালো থাকুন এবং সতর্ক থাকুন।
ধন্যবাদ..
অনকেই হয়তো জানে না মেরিটের আসল উদ্দেশ্য কি? কেউ হয়তো না বুঝেই নিন্মমানের পোস্টে মেরিট দিচ্ছে আবার কেউ বিশেষ উদ্দেশ্যে মেরিট দিচ্ছে, যা একাউন্টের জন্য ক্ষতিকর।
যারা অসৎ উদ্দেশ্যে মেরিট নিচ্ছে বা দিচ্ছে তারা যদি জানতো এ কাজের জন্য ভবিষ্যতে তাদের একাউন্ট বন্ধ বা ইনাক্টিভ হতে পারে, তাহলে এ চালাকি বুদ্ধির কাজ থেকে বিরত থাকতো।
আমার মনেহয়, বাংলা কমিউনিটিতে লেজেন্ডারি মেম্বার LoyceV এবং পুরাতন অভিজ্ঞ সদস্যদের মেরিট নিয়ে আরো আলোচনা করা দরকার। আর পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণেই মেরিটের ভুল ব্যবহার হচ্ছে। মেরিট সম্পর্কে যদি পর্যাপ্ত জ্ঞান থাকে, তাহলে মেরিটের অপব্যবহার অনেকটাই কমে আসবে বলে মনে হয়।