Author

Topic: বাংলা (Bengali) - page 486. (Read 5736745 times)

jr. member
Activity: 1176
Merit: 1
November 23, 2018, 02:29:17 AM
৯৯% লোক ই আসে টাকা উপার্জন করার জন্য তা কেউ স্বীকার করুক আর নাই করুক।
99% people may come here for the only purpose of earning here. But, in general, what the forum is about? Having discussion on cryptocurrency although the start was with bitcoin only. Here, there are a lot of users from around the world.
Earlier, I have seen someone saying s/he had bitcoin from 2012, which he mined for a cost of $2. We have a lot of things learn from those users.
Well, what was the vision of Satoshi Nakamoto? Bitcoin as a p2p currency, not an investment opportunity. And that's why the legends joined here. Our goal also should be the same.

এই কথা গুলা বুঝলে সে এক লাইন এর এই ধরনের পোস্ট করতোনা, আমাদের আসোলে একটা জায়গাতে সমস্যা সেটা হচ্ছে জ্ঞ্যানের চাইতে টাকা টাকে আমড়া বড় করে দেখি, আমরা অর্জুন করার থেকে টাকা টাকে কেন্দ্র করে কাজ করার চেষ্টা করি, যেকারোনে আমাদের সমস্যা টা হয় বেশি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা জা কিছু করি তা না বুঝেই করে থাকি...!
jr. member
Activity: 364
Merit: 1
crypto Lover🤓
November 22, 2018, 11:47:14 AM
স্পামিং  মেম্বারদের নিয়ে কিছু কথা
বাঙ্গালী থ্রেডে সবাই আসে শুধু হাই হেলো করতে। কিন্তু যদি এই ভাবে চলতে থাকে তা হলে বাঙ্গালী থ্রেড ধলে পরবে। কেও আর এই বাঙ্গালী থ্রেডে আস্তে চাইবে না। আগের মত কেও হেল্প পায় না। তাই আমরা চেস্টা করব আমাদের বাঙ্গালী থ্রেডকে সারা জীবন ধরে রাখতে এবং আমার স্পামিং পোস্ট করা বন্ধ করব। একে অপরের হেল্প করব। স্পামিং পোস্ট বাদ দিয়ে মুল যে বিষয় জানা দরকার সেটা লিখে পোস্ট করব। ধন্যবাদ সবাইকে
আমার কিছু ভুল হলে মাফ করবেন।
sr. member
Activity: 308
Merit: 280
November 22, 2018, 03:27:23 AM
৯৯% লোক ই আসে টাকা উপার্জন করার জন্য তা কেউ স্বীকার করুক আর নাই করুক।
99% people may come here for the only purpose of earning here. But, in general, what the forum is about? Having discussion on cryptocurrency although the start was with bitcoin only. Here, there are a lot of users from around the world.
Earlier, I have seen someone saying s/he had bitcoin from 2012, which he mined for a cost of $2. We have a lot of things learn from those users.
Well, what was the vision of Satoshi Nakamoto? Bitcoin as a p2p currency, not an investment opportunity. And that's why the legends joined here. Our goal also should be the same.
member
Activity: 252
Merit: 10
November 21, 2018, 01:31:01 PM
Bitcoin er recent crash ta khub baje vabe amader portfolio ke affect korche. Amar portfolio almost 50% haoa hoye gese last week. Shuru thekei loss e achi. Akhon mone hocche mora ghaye upor nun chitanor moto. Jai hok, apnader darona ki? Bitcoin ei year er moddhe $10k jaabe? naki slowly grow korbe. Onekei bolche 2018 saler december er moddhe $15k jaabe, jodio eita osomvob kisuna kintu amar doubt hoy amra ei year valo kisu dekhte pabo. apnader ki mone hoy.
Reference link- https://cointelegraph.com/news/tom-lee-maintains-15-000-year-end-btc-prediction-despite-market-crash
jr. member
Activity: 364
Merit: 1
crypto Lover🤓
November 20, 2018, 11:02:41 PM
yes,i am from bangladesh.
ভাই এইসব পোস্ট না করলেও পাড়েন। আপনি এখানে ভালো জ্ঞানমূলক হেল্পফূল পোস্ট করেন। সবাই এমনেই বুঝবে আপনি বাঙালি। এরকম স্পামিং করে কাওকে বোঝাতে হবে না। আপনি এরকম স্পামিং করতেছেন আপনাকে দেখে নতুন যারা আসবে তারাও এরকমি শিখবে। জার কারনে স্পামিং এর পরিমান বেড়ে যাবে। তাই এইসব স্পামিং বন্ধ করুন। পাড়লে ভালো পোস্ট দেন না হলে পোস্ট করার দরকার নাই। বাউন্টি করেন গা। তাও সবাই শান্তিতে থাকতে পাড়বে। আর আপনিও কিছু ইনকাম করতে পাড়বেন।
member
Activity: 252
Merit: 10
November 20, 2018, 01:22:11 PM
ব্লকচেন কি? কেউ একটু বলবেন

https://bitcointalksearch.org/topic/m.43621201
উপড়ের লিনক এ যান সেখানে ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন সম্পর্কে বিস্তারিত বলা আছে।
Ei article e blockchain somporke kisui likha nai. ja ase sob e vul tottho.

আসলে এখনো অনেকেই আছে যারা একাধিক আইডি চালাচ্ছে, আর খুব বুদ্ধিমত্তার সাথে মেড়িট লেন্দেন ও করছে অনেকেই, মানুশকে সাহায্য তো করায় যেতে পারে কিন্ত যদি বিবেকবোধ না থাকে তাহলে তো আর সেটা দেওয়া জায়না। গুটি কয়েক মানুশের জন্যে আমাদের অন্য সবার সমস্যা।
Eita shudhu tarai kortese jara onek age theke ei forum er member. Tader onek gulo id ache age thekei. tokhon id build up kora onek easy chilo je karone sobai id khulto r post increase korto. kintu jara new user tader jonnei id grow kora onekta tough e bola chole.
jr. member
Activity: 1176
Merit: 1
November 20, 2018, 02:28:23 AM
জি সেটা তো অবশ্যই, কিন্তু কেউ কম আর কেউবা বেশি এটাই পার্থক্য, কিন্ত সমশ্যা টা হয় তখনি যখন কেউ রিতিমত স্প্যাম করতে থাকে, ভালো কোনকিছু তারা বোঝার চেষ্টা করেনা। আজকের এই মেড়িট সিস্টেম হয়তোবা তাদের কারোনেই করতে হয়েছে।
Thik bolsen. theymos merit system chalu koreche only spamming komanor jonnei. eita akbare shurutei ullekh korche. beshir vag manush e eikhane join kore only earning er uddesshe. tara onekgulo account create kore signature campaign e join kore jodio eita allowed ache. problem ta hoy tokhoni jokhon manus ekdine 5-6ta account theke 20-30ta posts kore. karon jokhon keo kaj onek druto kore tara quality chinta kore na.tai ja ashe mone tai likhe.eigula komanor jonnei merit system chalu hoise.

আসলে এখনো অনেকেই আছে যারা একাধিক আইডি চালাচ্ছে, আর খুব বুদ্ধিমত্তার সাথে মেড়িট লেন্দেন ও করছে অনেকেই, মানুশকে সাহায্য তো করায় যেতে পারে কিন্ত যদি বিবেকবোধ না থাকে তাহলে তো আর সেটা দেওয়া জায়না। গুটি কয়েক মানুশের জন্যে আমাদের অন্য সবার সমস্যা।
member
Activity: 252
Merit: 10
November 19, 2018, 12:53:28 PM
জি সেটা তো অবশ্যই, কিন্তু কেউ কম আর কেউবা বেশি এটাই পার্থক্য, কিন্ত সমশ্যা টা হয় তখনি যখন কেউ রিতিমত স্প্যাম করতে থাকে, ভালো কোনকিছু তারা বোঝার চেষ্টা করেনা। আজকের এই মেড়িট সিস্টেম হয়তোবা তাদের কারোনেই করতে হয়েছে।
Thik bolsen. theymos merit system chalu koreche only spamming komanor jonnei. eita akbare shurutei ullekh korche. beshir vag manush e eikhane join kore only earning er uddesshe. tara onekgulo account create kore signature campaign e join kore jodio eita allowed ache. problem ta hoy tokhoni jokhon manus ekdine 5-6ta account theke 20-30ta posts kore. karon jokhon keo kaj onek druto kore tara quality chinta kore na.tai ja ashe mone tai likhe.eigula komanor jonnei merit system chalu hoise.
jr. member
Activity: 1176
Merit: 1
November 19, 2018, 07:12:29 AM
আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা এখানে কোন কিছু শেখার জন্যে আশিনা বড়ং আমরা খুজি যে কিভাবে টাকা উপার্যন করতে পারবো সেটা_!
৯৯% লোক ই আসে টাকা উপার্জন করার জন্য তা কেউ স্বীকার করুক আর নাই করুক।
জি সেটা তো অবশ্যই, কিন্তু কেউ কম আর কেউবা বেশি এটাই পার্থক্য, কিন্ত সমশ্যা টা হয় তখনি যখন কেউ রিতিমত স্প্যাম করতে থাকে, ভালো কোনকিছু তারা বোঝার চেষ্টা করেনা। আজকের এই মেড়িট সিস্টেম হয়তোবা তাদের কারোনেই করতে হয়েছে।
jr. member
Activity: 1176
Merit: 1
November 18, 2018, 10:33:19 PM
আপনার যদি আমার পোস্ট টি পড়ে ভালো লেগে থাকে তা হলে আমার এই পোস্টে মেরিট দিতে পারেন।
To be honest, I would definitely put 1/2 merit here in your post if you don't beg for it. It's ridiculous. You do have the ability to contribute in the forum, in fact, you have done with the post but the sentence resists me to send sMerit here.

Guys, merit is pretty easier to earn if you don't run after it. You don't have to be someone with extraordinary knowledge. You can simply browse the forum as a place of gathering knowledge. Join in the discussion. People will definitely send you sMerit whenever they find your post worthy.

S_Therapist আপনার সাথে আমি একমত কারন এখানে এখানে অভিজ্ঞতা বা দক্ষতা অর্যন করতে কেও আসেনা আমি এতোদিন জা দেখেছি সবায় আসে জাতে  করে কিছু টাকা উপার্যন করতে পারে সেই কারনে, তবে আমি এমনে করি যে আপনি তাদের থেকে ভিন্ন, এবং আপনি অনেকের সাহায্যে কাজ করে থাকেন, এটা বলার অবকাশ রাখেনা যে অন্য বেশিরভাগ মানুশের থেকে আপনার অভিজ্ঞতা বা দক্ষতা অনেক বেশি।

বিঃদ্রঃ আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা এখানে কোন কিছু শেখার জন্যে আশিনা বড়ং আমরা খুজি যে কিভাবে টাকা উপার্যন করতে পারবো সেটা_!
sr. member
Activity: 308
Merit: 280
November 18, 2018, 01:51:44 PM
আপনার যদি আমার পোস্ট টি পড়ে ভালো লেগে থাকে তা হলে আমার এই পোস্টে মেরিট দিতে পারেন।
To be honest, I would definitely put 1/2 merit here in your post if you don't beg for it. It's ridiculous. You do have the ability to contribute in the forum, in fact, you have done with the post but the sentence resists me to send sMerit here.

Guys, merit is pretty easier to earn if you don't run after it. You don't have to be someone with extraordinary knowledge. You can simply browse the forum as a place of gathering knowledge. Join in the discussion. People will definitely send you sMerit whenever they find your post worthy.
newbie
Activity: 27
Merit: 0
November 18, 2018, 08:08:25 AM
member
Activity: 416
Merit: 42
November 18, 2018, 07:14:57 AM
যদি  আপনার বিটকয়েনটক ফোরামে একটা একাউন্ট থেকে থাকে তাহলে আপনি ইতোমধ্যে জানেন মেরিট কতটা মূল্যবান। আগে খুব সহজেই মেরিট পাওয়া যেতো কিন্তু এখন মেরিট পাওয়াটা বেশ কঠিন।

                                                    




মানুষ যেভাবে মেরিট পাওয়ার চেষ্টা করছে সে সম্পর্কে আমি কিছুটা হতাশ ছিলাম। কয়েকদিন আগে "হাউ টু গেট মেরিট"  শিরোনামের একটা নিউবি থ্রেড দেখেছিলাম, যেখানে অন্যান্য মেম্বারদের পরামর্শগুলো এমন ছিলোঃ

১) মানসম্মত পোস্ট করুন।
২) দরকারী তথ্য দিন।
৩) অন্য মেম্বারদের সমস্যা সমাধানে সাহায্য করুন।

আবার কিছু মেম্বার ভয়ংকর কিছু পরামর্শ দিয়েছিলো। সেগুলো ছিলো এমনঃ

১) একাউন্ট কিনে নিন।
২) মেরিট এক্সচেন্জ করে নিন।

আজকের এই পোস্টের মাধ্যমে কিভাবে আপনি মেরিট অর্জন করতে পারেন তা শেয়ার করতে চাই সবার সাথে।

১) প্রথমেই নিজেকে বুঝান, মেরিট ইজ নাথিং। এখন প্রশ্ন আসতে পারে কেন?
কারন আপনি যখন কমিউনিটিতে দরকারী কিছু করছেন, সঠিক জিনিসগুলো করছেন, যা কিছু ভালো আপনার মধ্যে আছে। এটাকে কখনো মেধার দ্বারা বিচার করবেন না। মেধার যোগ্যতা বলে আসলে কিছু নেই। এটা হতে পারে আপনি ভালো যা কিছু করছেন তার একটা পুরুষ্কার।

২) ইতিবাচক জিনিস আপনার চারপাশে ছড়িয়ে দিন।

৩) পোস্ট করুন শুধুমাত্র সেই বিষয়ে যে বিষয়ে আপনি ভালো বোঝেন।
আপনি যদি মাইনিং বিষয়টা ভালো বোঝেন তা হলে অল্টকয়েন ডিসকাশনে গিয়ে লোকজনকে সাহায্য করুন, পরামর্শ দিন। যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ কোন তথ্য থাকে তা হলে তা কমিউনিটিতে শেয়ার করুন।
যদি আপনি কোডার হয়ে থাকেন তা হলে সফ্টওয়্যার বিভাগগুলোতে যান এবং আপনার আইডিয়াগুলো শেয়ার করুন।
আপনি যদি ট্রেডার হন তা হলে ট্রেডিং নিয়ে আলোচনা করুন। আপনার পছন্দমতো বোর্ড খুজে নিয়ে আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি গুলো শেয়ার করুন।

৪) আপনি কতোটা লাকি?
এতো কিছুর পর ও ভাগ্যটাও একটা ব্যাপার।


সবশেষে একটা কথা মনে রাখবেন, প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয় হলে মেরিট কিছুই না। তাই মেরিট নিয়ে পড়ে থাকার দরকার নেই। আপনি আপনার কাজ করে যান। আপনার কাজগুলো যদি কমিউনিটিতে ভ্যালু এড করে তা হলে কমিউনিটির সদস্যরা আপনকে এমনিতেই মেরিট দিবে।

আপনার যদি আমার পোস্ট টি পড়ে ভালো লেগে থাকে তা হলে আমার এই পোস্টে মেরিট দিতে পারেন।

আর নতুন দের উদ্দেশ্য একটা কথাই বলবো এই পোস্ট টি পরার পর মেরিট মেরিট করে আর কখনো হাহুতাশ করবেন না। Do your best all the time.



member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
November 18, 2018, 04:17:56 AM
থ্রেড এ কেউ কোন পোস্ট ই করেনা এভাবে চলতে থাকলেতো আমাদের বাঙালি  থ্রেড   এর কোন অস্তিত্বই থাকবেনা।   
অস্তিত্ব থাকবে কিন্তু মূল্যায়ন নেই। হয়তো এই কারনে যে, এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কেউ আলোচনা করিনা। শুধু এতুটুকু ছাড়া যে, "আপনি বাঙালি? বা আপনি বাংলাদেশি?" আসলে আমরা জানতেই পারছি যে এই থ্রেডটি বাঙালি আর বাংলাদেশি ছাড়া আর কেউ আসবে না, যেমনটা আমরা কিন্তু স্প্যনিস,চাইনিজ ইত্যাদি থ্রেডে লিখা লিখি করতে যাবনা। ঠিক তদ্রুপ তারা এখানে আলোচনা করার জন্য আসবে না। তাই এই সব না লিখে, আসুন মূল আলোচনাই আসি যার জন্য এই থ্রেড বা এই ফোরাম। এতে করে আমাদের সকলেরই উপকারে আসবে।
jr. member
Activity: 364
Merit: 4
November 18, 2018, 12:39:53 AM
আমি ইংরেজিতে দুর্বল। কিপ্তকারেঞ্চি সম্প্ররকে  ব্লগভালো কোথাই পাবোHuh
ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত অনেক বাংলা ইউটিউব চ্যানেল রয়েছে.যেখান থেকে আপনি খুব সহজেই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একটি ভাল ধারনা পাবেন, শুধু আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে...
member
Activity: 252
Merit: 10
November 16, 2018, 08:54:57 AM
থ্রেড এ কেউ কোন পোস্ট ই করেনা এভাবে চলতে থাকলেতো আমাদের বাঙালি  থ্রেড   এর কোন অস্তিত্বই থাকবেনা।   
Amra sobai eikhane asechi tk income er jonne. Ei jonne ei thread ta inactive thake. Asole local thread e signature campaign e post accept kore na tai keu temon active thakena. Jai hok, ei thread muloto amader bashay bitcoin kingba cryptocurrency niye alochona korar jonne. Amar mone hoy amader theke khub kom lok e jane bitcoin somporke. Ei jonne keu alochona korte chayna.
Tasara r akta karon hote pare amader eikhane keu merit deyna tai hoyto amra keu temon akta active thakina eikhane.
newbie
Activity: 179
Merit: 0
November 15, 2018, 09:34:52 AM
এই thread সমস্ত বাঙালি ভাষাভাষী মানুষের জন্যে...
আমি বাংলাদেশ খুলনা থেকে বলতেছি।
ভাই আমার বাড়ি টাংগাইল
jr. member
Activity: 533
Merit: 1
November 12, 2018, 12:29:25 AM
ব্লকচেন কি? কেউ একটু বলবেন
★একটি ব্লকচেন অর্থের জন্য বিশেষ আমাদের ক্রিপ্টোগ্রাফিকভাবে আমাদের সম্পদ মালিকানা দেয় এবং স্মার্ট চুক্তিগুলো ব্যবহার করে সেই সম্পদ থেকে উৎপন্ন নগদ প্রবাহগুলোকে প্রয়োগ করে।

★ জনসাধারণের ব্লকচেন প্রকল্পের বিষয়ে জানতে জেন প্রোটোকলের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।
এখানে  কিল্ক  করুন : https://t.me/zenprotocol
jr. member
Activity: 533
Merit: 1
November 09, 2018, 08:42:54 AM
★এশিয়ার শীর্ষ 10 Cryptocurrency সাইট
1. Cointelegraph
2. CCN
3. CoinDesk
4. The Coinbase Blog
5. Bitcoin News
6. NewsBTC
7. Bitcoinist
8. Bitcoin Magazine
9. BTCManager
10. Coinspeaker
member
Activity: 154
Merit: 30
Need Forum Moderator?? PM me.
November 08, 2018, 11:52:12 PM
আমি ইংরেজিতে দুর্বল। কিপ্তকারেঞ্চি সম্প্ররকে  ব্লগভালো কোথাই পাবোHuh
আপনার মতো অনেকেই আছে যারা ভালো ইংলিশ পাড়ে না। এবং এখান থেকে ভালো কিছু জানতে পাড়ে না। তার জন্য @mdayonliner এখানকার গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল থ্রেড গুলো বাংলায় অনুবাদ করতেছেন। কাজ এখনও সম্পূর্ন শেষ না হলেও প্রায় শেষের দিকে আপমারা এখানথেকে সবকিছু জানতে পাড়বেন বাংলা ভাষায়।
থ্রেডগুলো নিম্নরূপ।
1. বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
2. বাংলাদেশের স্থানীয়: কাল্পনিক মেটা।
3. বাংলাদেশের স্থানীয়: বিটকয়েন নিয়ে আলোচনা
উনার কাজ শেষ হবেনা কারন উনি আর এই ফোরামে থাকছেন না।
Jump to: