যদি আপনার বিটকয়েনটক ফোরামে একটা একাউন্ট থেকে থাকে তাহলে আপনি ইতোমধ্যে জানেন মেরিট কতটা মূল্যবান। আগে খুব সহজেই মেরিট পাওয়া যেতো কিন্তু এখন মেরিট পাওয়াটা বেশ কঠিন।
মানুষ যেভাবে মেরিট পাওয়ার চেষ্টা করছে সে সম্পর্কে আমি কিছুটা হতাশ ছিলাম। কয়েকদিন আগে "হাউ টু গেট মেরিট" শিরোনামের একটা নিউবি থ্রেড দেখেছিলাম, যেখানে অন্যান্য মেম্বারদের পরামর্শগুলো এমন ছিলোঃ
১) মানসম্মত পোস্ট করুন।
২) দরকারী তথ্য দিন।
৩) অন্য মেম্বারদের সমস্যা সমাধানে সাহায্য করুন।
আবার কিছু মেম্বার ভয়ংকর কিছু পরামর্শ দিয়েছিলো। সেগুলো ছিলো এমনঃ
১) একাউন্ট কিনে নিন।
২) মেরিট এক্সচেন্জ করে নিন।
আজকের এই পোস্টের মাধ্যমে কিভাবে আপনি মেরিট অর্জন করতে পারেন তা শেয়ার করতে চাই সবার সাথে।১) প্রথমেই নিজেকে বুঝান, মেরিট ইজ নাথিং। এখন প্রশ্ন আসতে পারে কেন?
কারন আপনি যখন কমিউনিটিতে দরকারী কিছু করছেন, সঠিক জিনিসগুলো করছেন, যা কিছু ভালো আপনার মধ্যে আছে। এটাকে কখনো মেধার দ্বারা বিচার করবেন না। মেধার যোগ্যতা বলে আসলে কিছু নেই। এটা হতে পারে আপনি ভালো যা কিছু করছেন তার একটা পুরুষ্কার।
২) ইতিবাচক জিনিস আপনার চারপাশে ছড়িয়ে দিন।
৩) পোস্ট করুন শুধুমাত্র সেই বিষয়ে যে বিষয়ে আপনি ভালো বোঝেন।
আপনি যদি মাইনিং বিষয়টা ভালো বোঝেন তা হলে অল্টকয়েন ডিসকাশনে গিয়ে লোকজনকে সাহায্য করুন, পরামর্শ দিন। যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ কোন তথ্য থাকে তা হলে তা কমিউনিটিতে শেয়ার করুন।
যদি আপনি কোডার হয়ে থাকেন তা হলে সফ্টওয়্যার বিভাগগুলোতে যান এবং আপনার আইডিয়াগুলো শেয়ার করুন।
আপনি যদি ট্রেডার হন তা হলে ট্রেডিং নিয়ে আলোচনা করুন। আপনার পছন্দমতো বোর্ড খুজে নিয়ে আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি গুলো শেয়ার করুন।
৪) আপনি কতোটা লাকি?
এতো কিছুর পর ও ভাগ্যটাও একটা ব্যাপার।
সবশেষে একটা কথা মনে রাখবেন, প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয় হলে মেরিট কিছুই না। তাই মেরিট নিয়ে পড়ে থাকার দরকার নেই। আপনি আপনার কাজ করে যান। আপনার কাজগুলো যদি কমিউনিটিতে ভ্যালু এড করে তা হলে কমিউনিটির সদস্যরা আপনকে এমনিতেই মেরিট দিবে।
আপনার যদি আমার পোস্ট টি পড়ে ভালো লেগে থাকে তা হলে আমার এই পোস্টে মেরিট দিতে পারেন।আর নতুন দের উদ্দেশ্য একটা কথাই বলবো এই পোস্ট টি পরার পর মেরিট মেরিট করে আর কখনো হাহুতাশ করবেন না। Do your best all the time.