Author

Topic: বাংলা (Bengali) - page 487. (Read 5736951 times)

jr. member
Activity: 1176
Merit: 1
November 08, 2018, 08:54:55 PM
আমি ইংরেজিতে দুর্বল। কিপ্তকারেঞ্চি সম্প্ররকে  ব্লগভালো কোথাই পাবোHuh
আপনার যা করা উচিৎ তা হলোঃ
১. ইংরেজি খুব ভালো না পারলেও বপ্লতে বা বুঝতে পারার মতো করে আয়ত্ত করা।
২. প্রতিদইন একটু একটু করে ইংলিশ প্রাক্টিস করা।
৩. ক্রিপ্ট রিলেটেড ব্লগ বা ওয়েবসাইট গুলো দেখা এবং বোঝার চেষ্টা করা।
৪. কপি-পেস্ট কোনকিছু এই ফরামে ব্যাবহার না করা।
৫. যদি সম্ভব হয় তাহোলে সকল টপিক এর পিন করা পোস্টগুলা পড়া।

আপনি বা যে কেউ এগুলা যদি রেগুলার করতে পারেন তাহলে কিছুদিনের মদ্ধ্যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে।
jr. member
Activity: 533
Merit: 1
November 08, 2018, 06:11:50 PM

★★বিটকয়েন এখন লম্বা-প্রতিষ্ঠিত বাণিজ্য পরিসরের মাঝামাঝি ট্রেডিং করছে,  যা একাধিক উপলক্ষে 6,200 ডলার এবং 6,700 ডলারের মধ্যে প্রমাণিত হয়েছে।সেপ্টেম্বরের শুরুতে বিটকয়েন এই পূর্বনির্ধারিত পরিসরে পতিত হয়েছিল, তার ক্রমবর্ধমান পদক্ষেপটি 7,400 ডলার এবং তার ধারালো ড্রপ 6,200 ডলারে নেমেছিল। তারপরে, বিটিসি এই সীমার উপরে এবং নীচের অংশে বাউন্স করেছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে এটি অল্প সময়ের মধ্যেই ভেঙ্গে গেছে যখন তার দাম অস্থায়ীভাবে সীমার মধ্যে পড়ে যাওয়ার আগে 6,800 ডলারের উপরে চলে গেছে।বিগত কয়েক সপ্তাহ ধরে, বিটকয়েনের দামের কর্মটি আরও দৃঢ়ভাবে দৃঢ় করেছে যে এটি আসলে একটি শক্তিশালী ট্রেডিং পরিসীমা।কারণ এটি অক্টোবরের শেষের দিকে  6200 মার্কিন ডলারে নেমে যাওয়ার পরে দ্রুত দাম বাড়ছে।
বিটকয়েন প্রায় 6,520 ডলারে ট্রেড করছে। 24 ঘণ্টার ট্রেডিং সময়ের চেয়ে মাত্র 1% বেশি।
full member
Activity: 392
Merit: 106
November 08, 2018, 11:03:33 AM
ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশের আইন কানুন কেউ কি সম্পুর্ন বলতে পারবেন?
আমি যতদুর জানি, বাংলাদেশ ব্যাংক বলেছে যে কোন ধরনের ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ।তাহলে যারা এক্সচেঞ্জ সাইটের মালিক তাদের ধরছে না কেন পুলিশ? তাদের ধরাটা তো খুব কঠিন কিছু না।
কারো কাছে এইসব ব্যাপারে তথ্য থাকলে একটু শেয়ার করুন প্লীজ।
এই আর্টিকেল টি পড়েনঃ https://en.wikipedia.org/wiki/Legality_of_bitcoin_by_country_or_territory
এবং Legality of bitcoin in Bangladesh
আপনাকে ধন্যবা। 
jr. member
Activity: 30
Merit: 2
November 08, 2018, 01:36:33 AM
ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশের আইন কানুন কেউ কি সম্পুর্ন বলতে পারবেন?
আমি যতদুর জানি, বাংলাদেশ ব্যাংক বলেছে যে কোন ধরনের ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ।তাহলে যারা এক্সচেঞ্জ সাইটের মালিক তাদের ধরছে না কেন পুলিশ? তাদের ধরাটা তো খুব কঠিন কিছু না।
কারো কাছে এইসব ব্যাপারে তথ্য থাকলে একটু শেয়ার করুন প্লীজ।
এই আর্টিকেল টি পড়েনঃ https://en.wikipedia.org/wiki/Legality_of_bitcoin_by_country_or_territory
এবং Legality of bitcoin in Bangladesh
newbie
Activity: 179
Merit: 0
November 07, 2018, 10:18:32 PM
থ্রেড এ সিনিয়রদের দেখাই যায়না। থ্রেড এ সিনিয়ররা থাকলে নতুনদের জন্য ভাল হবে। কারণ সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে তাই সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করবে  সেগুলো পড়ে আমরা বিটকয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব এবং অন্যজনকে সাহায্য করতে পারব।
আপনি একদম ঠিক কথা বলছেন ভাইয়া।
আমাদের এখানে মেরিট  সোরস দরকার
jr. member
Activity: 533
Merit: 1
November 07, 2018, 01:31:56 AM
থ্রেড এ সিনিয়রদের দেখাই যায়না। থ্রেড এ সিনিয়ররা থাকলে নতুনদের জন্য ভাল হবে। কারণ সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে তাই সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করবে  সেগুলো পড়ে আমরা বিটকয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব এবং অন্যজনকে সাহায্য করতে পারব।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
November 06, 2018, 12:52:23 AM
কোন Local Exchange গুলার কথা কইতাসেন ভাই?
Swapcost, paidbd, bdwalletx
এইগুলো ছাড়াও আরো অনেক এক্সচেঞ্জ আছে।তাছাড়া ফেসবুক গ্রুপ গুলোতে অনেকেই ফেস টু ফেস ডিল করছে।কতৃপক্ষ চাইলেই এগুলো ধরতে পারে।আইন অনুযায়ী যেহেতু এইটা অবৈধ, কেন তারা কোন একশন নিচ্ছেন না?

আমি ইংরেজিতে দুর্বল। কিপ্তকারেঞ্চি সম্প্ররকে  ব্লগভালো কোথাই পাবোHuh
বাংলায় ক্রিপ্টোকারেন্সি লিখে সার্চ করুন গুগলে, পেয়ে যাবেন।অনেকেই লিখছে এখন।আমিও এইখানেই লিখতাম যদি আমাদের একটা আলাদা সাব ফোরাম থাকতো।ইন্ডিয়ান সাব ফোরামে লিখতে সত্যিই খুব খারাপ লাগে।এমনেই অনেকেই আমাদের ইন্ডিয়ান ভাবে, লল।
jr. member
Activity: 533
Merit: 1
November 05, 2018, 11:51:06 PM
are u from bangladesh?

If not, this can be moved to the India forum.

এখানে বাংলায় কথা বললেই ভালো হয়  Smiley
আমি এলাম। অনেক দিনের পরে আমি এলাম।
Vaiiya Ami merit pabo ki vabe
ফরমে হেল্পফুল পোষ্ট করেন। স্প্যাম অথবা  কপি পোস্ট থেকে বিরত থাকেন। বিটকয়েন সম্পর্কে ভাল ভাল  পোস্ট করেন। কেউ উপকৃত হলে এমনিতেই মেরিট দিবে। 
newbie
Activity: 179
Merit: 0
November 05, 2018, 09:08:12 PM
মেরিট পাব কিভাবে। নতুন মেরিট সিস্টেম টা কেউ বলবেন
সবাই মেরিটের পিছনে দৌড়াচ্ছে ।কেউ ফোরামে কোন ভাল বা হেল্পফুল পোষ্ট করছে না । মেরিট মানে যোগ্যতা ।  মেরিট তাদের কেই দেওয়া হয় যারা অর্জিত।মেরিট পেতে হলে যোগ্যতা অর্জন করতে হয়। আপনি একটি হেল্পফুল পোষ্ট দেন  বা বিটকয়েন সম্পর্কে আপডেট কিছু জানা থাকলে সেই পোষ্টে দেন  যদি কেউ উপকৃত হয় তবে সে এমনি তেই আপনাকে মেরিট দিবে ।  আপনার  rank বাড়ানোর চেয়ে আপনাকে আপনার কাজ সঠিকভাবে জানতে হবে।

★নতুন মেরিট সিস্টেম

 পজিশন           মেরিট পয়েন্ট       অ্যক্টিভিটি
★Brand new:     0                            0   
★Newbie:           0                           1
★Jr Member:     1                           30
★Member:        10                          60
★Full Member:100                        120
★Sr. Member:  250                        240
★Hero Member: 500                     480
★Legendary:    1000                  775 - 1030
ভাল উপদেশ দেয়ার জন্য   ধন্যবাদ
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
November 04, 2018, 10:33:07 PM
~~~
কয়েকদিন আগে Financial Express এ পড়েছিলাম বাংলাদেশ ব্যাংক নাকি Upay, Ipay, Nexuspay এইগুলো কন্ট্রোল করতে পারছে না।মানে এইগুলোর মাধ্যমে নাকি কালো টাকা সাদা হচ্ছে।ভাবতে আমার অবাক লাগছে যে আমরা এখনও কতটা পিছিয়ে।দিস ইজ হোয়াট ডিজিটাল বাংলাদেশ ইজ।

পুলিশ আর কি করবো? বাংলাদেশের কোনো exchange কি আদৌ বাংলাদেশ দিয়া চলতাসে? LocalBitcoins.com এর মালিকেরা তো বইসা আসে ইউরোপে।
আপনি মনে হয় আমার কথা বোঝেন নাই।অনেক গুলো লোকাল এক্সচেঞ্জ আছে যাদের চাইলেই ধরা যায়।তারা অনেকভাবে তাদের identity পাবলিশ করে থাকে।তাদের চাইলেই ধরা যায়।আমি তাদের কথা বলতেছি।
jr. member
Activity: 533
Merit: 1
November 04, 2018, 09:23:42 PM
মেরিট পাব কিভাবে। নতুন মেরিট সিস্টেম টা কেউ বলবেন
সবাই মেরিটের পিছনে দৌড়াচ্ছে ।কেউ ফোরামে কোন ভাল বা হেল্পফুল পোষ্ট করছে না । মেরিট মানে যোগ্যতা ।  মেরিট তাদের কেই দেওয়া হয় যারা অর্জিত।মেরিট পেতে হলে যোগ্যতা অর্জন করতে হয়। আপনি একটি হেল্পফুল পোষ্ট দেন  বা বিটকয়েন সম্পর্কে আপডেট কিছু জানা থাকলে সেই পোষ্টে দেন  যদি কেউ উপকৃত হয় তবে সে এমনি তেই আপনাকে মেরিট দিবে ।  আপনার  rank বাড়ানোর চেয়ে আপনাকে আপনার কাজ সঠিকভাবে জানতে হবে।

★নতুন মেরিট সিস্টেম

 পজিশন           মেরিট পয়েন্ট       অ্যক্টিভিটি
★Brand new:     0                            0   
★Newbie:           0                           1
★Jr Member:     1                           30
★Member:        10                          60
★Full Member:100                        120
★Sr. Member:  250                        240
★Hero Member: 500                     480
★Legendary:    1000                  775 - 1030
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
November 04, 2018, 10:21:56 AM
ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশের আইন কানুন কেউ কি সম্পুর্ন বলতে পারবেন?
আমি যতদুর জানি, বাংলাদেশ ব্যাংক বলেছে যে কোন ধরনের ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ।তাহলে যারা এক্সচেঞ্জ সাইটের মালিক তাদের ধরছে না কেন পুলিশ? তাদের ধরাটা তো খুব কঠিন কিছু না।
কারো কাছে এইসব ব্যাপারে তথ্য থাকলে একটু শেয়ার করুন প্লীজ।
jr. member
Activity: 533
Merit: 1
November 04, 2018, 04:10:19 AM
★বিটকয়েন  নি য়ে কিছু কথাঃ
বিটকয়েনটক নিয়ে কথা বলতেছেন।

আপনি মেরিট পাবেন কিভাবে ঃ
ভাইয়া, আপনি নিজে একটা মেরিট পান নাই।তাইলে আর একজনকে কেমনে উপদেশ দিলেন। জাস্ট কিডিং  Cheesy

মেরিট পেতে হলে আপনার চিন্তা ভাবনা, ধ্যান ধারনা সব মেরিট থেকে ফেলে দিতে হবে এবং ফোরামটাকে শেখার এবং জ্ঞান শেয়ারের জায়গা হিসেবে নিতে হবে।তাইলে এমনেই মেরিট আসবে।
আমি মেরিট পাইনি বলে কাউকে মেরিট নিয়ে কিছু বলতেও পারব না। হয়ত এই পোস্ট  পড়ে তারা মেরিট পাওয়ায় জন্য তাদের পোস্টের মান আরও ভাল করার চেষ্টা করবে। বাজে পোস্ট  করবে না।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
November 04, 2018, 02:35:46 AM
★বিটকয়েন  নি য়ে কিছু কথাঃ
বিটকয়েনটক নিয়ে কথা বলতেছেন।

আপনি মেরিট পাবেন কিভাবে ঃ
ভাইয়া, আপনি নিজে একটা মেরিট পান নাই।তাইলে আর একজনকে কেমনে উপদেশ দিলেন। জাস্ট কিডিং  Cheesy

মেরিট পেতে হলে আপনার চিন্তা ভাবনা, ধ্যান ধারনা সব মেরিট থেকে ফেলে দিতে হবে এবং ফোরামটাকে শেখার এবং জ্ঞান শেয়ারের জায়গা হিসেবে নিতে হবে।তাইলে এমনেই মেরিট আসবে।
jr. member
Activity: 533
Merit: 1
November 03, 2018, 08:09:18 PM
★বিটকয়েন  নি য়ে কিছু কথাঃ
আপনার পোস্ট activity হয় না কেন ঃ

আপনি যদি স্প্যাম অথবা  কপি পোস্ট করেন।
গুগল থেকে কপি করে গুগল টান্সলেট করে পোস্ট করেন।from এ নিয়মিত একটিভ না থাকলে।

আপনি মেরিট পাবেন কিভাবে ঃ
মেরিট পেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।ফরম এ সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে যে পোস্ট করছে তা পড়ুন এবং বিটকয়েন সম্পর্কে  জ্ঞান  অর্জন করেন। তাছাড়া আপনি যা জানেন তার উপর  ভিওি করে বিটকয়েন সম্পর্কে শিক্ষামূলক ও জ্ঞানমূলক পোস্ট করেন।আপনার পোস্ট এর মান ভাল হলে আপনার পোস্ট পড়ে বিটকয়েন সম্পর্কে ভাল কিছু জানতে পারলে আপনি মেরিট পেতে পারেন। মেরিট তাদের কেই দেওয়া হয় যারা অর্জিত।তাই মেরিট পেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করে আপনার পোস্টের মান ভাল করতে হবে।আপনাকে হেল্পফুল পোস্ট করতে হবে। বিটকয়েন সম্পর্কে আপডেট কিছু জানা থাকলে পোস্ট করতে পারেন  এতে আপনার পোস্ট পড়ে অন্যজন কিছু শিখতে পারবে।
Scam bounty :
 আপনারা কেউ Scam bounty তে জয়েন করবেন না। Scam bounty তে জয়েন করলে আপনার আইডি ব্যান করে দিবে। যেকোনো bounty তে জয়েন করার আগে ICO রেটিং দেখেন এবং প্রজেক্ট গুলো ভালো করে পড়ুন।

অনেক সময় দেখা যায় পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে  কারন আপনি কপি পোস্ট করলে। আপনার পোস্টের  মান ভাল না হলে বা একেবারে নিম্ন মানের পোস্ট করলে।মডারেটর পোস্ট ডিলিট করে দিবে।ভাল মানের পোস্ট করলে আপনার পোস্ট ডিলিট করবেনা। তাই আপনাকে  আপনার পোস্টের মান ভাল করতে হবে।
 Bitcointalk এর সবার কাছে অনুরোধ  আপনারা কেউ স্প্যাম অথবা  কপি পোস্ট করবেন না।
কারণ,
স্প্যাম অথবা  কপি পোস্ট করে ধরা পড়লে আপনার আইডি ব্যান করে দিবে।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
November 03, 2018, 07:20:41 AM
যখন দেখি বাংলাদেশিদের এই ফোরামে তখন ভালই লাগে। আমরা জানি বাংলাদেশে সরকারিভাবে বিটকয়েন অনুমদিত নয়, এমনকি অনেক দেশেয় নয়। কিন্তু অনুমদিত নেই বলে যে বিটকয়েন লেনদেন করেন না সেই সব দশের জনগন, তা কিন্তু নয়। যাই হোক টেকনোলজি বুঝতে কারো সময়লাগে আর এই সময়ের জন্যই পিছিয়ে পড়ে অনেক দূরে। এবং এর জন্য আবার পরে আফসোস করে। আবার কেউ গোড়া প্রকৃতির বুঝেও এড়িয়ে চলে। যাই হোক, আমার দেশও যেন এই টেকনোলজি খুব দ্রুত বঝতে সক্ষম হয় এটাই আশা রাখি। সকল বাংলাদেশিদের জন্য শুভকামনা রইল।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
November 03, 2018, 06:32:42 AM
বারবার বলা সত্বেও এখানে spam আটকানো যাচ্ছে না। উল্টে বাংলা ভাষার নিজস্ব sub-forum চাইতে গিয়ে আপনাদের জন্যে আমায় বেইজ্জত হতে হচ্ছে। নির্দিষ্ট সময় অন্তর এই thread থেকে spam delete করা হয়। এখন থেকে মাঝে মাঝে আমি deleted post এর copy post করবো। তাতে যদি আপনাদের চৈতন্য হয়।

পরবর্তী post গুলি নিম্নমানের কারণে delete করা হলো...

সবাই কেমন আছেন??

hi ..good evening

Sobai  kmon asennnn ?

শুভ রাত্রি

Good nightj

আপনা কে ও

শুভ রাত্রি

আপনাকে ও




good evening

hello,good noon

গুড নাইট


কেউ কি আছেন ?

সবাই কেমন আছেন?

 সবাই কেমন আছেন

hi kamon aco Tongue Embarrassed Lips sealed Sad


কেমন আছো সবাই?

Good night fiend

hi kamon aco Tongue Embarrassed Lips sealed Sad

Valo asi ]

শুভ রাত্রি

কিছু বুজিনা।
আমি তো বুজিনা]

টাঙ্গাইলে ]

 সবাই কেমন আছেন
শুভো সকাল বন্ধুরা]

ki  khobor
Good morning all friend te]

শুভ সকাল

শুভ দুপুর

শুভ দুপুর

কেমন আছ সবাই

আমি বাংলাদেশ  দেশী

sobai kemon asen
member
Activity: 252
Merit: 10
October 30, 2018, 11:13:38 AM
আমার মনে হয় যে আমাদের এইখানে একজন মেরিট সোর্স দরকার।
আমার মনে হয় এখানে মেরিট সোর্স এর কোন দরকার নেই। আপনি ভাল করে দেখেন কয়টা পোস্ট আছে যেগুলো মেরিট পাওয়ার যোগ্য। বেশিরভাগ পোস্ট ই স্প্যাম অথবা কপি পেস্ট।
মেরিট সোর্স থাকলে সবাই একটু ভালো পোস্ট করতে চেষ্টা করত কারন এখন এইখানে মেরিট দেয়ার লোকের খুবই অভাব।মাঝে কিছুদিন এক ভাই এক্টিভ ছিল কিন্তু উনিও হারাই গেছে।যাই হোক, আশা করছি আস্তে আস্তে আরো উন্নত হবে আমাদের লোকাল ফোরাম এবং একসময় আমরাও আলাদা সেকশন পাবো।
jr. member
Activity: 533
Merit: 1
October 30, 2018, 02:00:24 AM
are u from bangladesh?
Vi Ami ki vabe activity barabo ki vabe
বিটকয়েন সম্পর্কে ভাল মানের পোস্ট করেন।  যাতে আপনার পোস্ট পড়ে বিটকয়েন সম্পর্কে   কিছু টা হলেও জ্ঞান  অর্জন করা যায়।স্প্যাম অর  কপি পোস্ট বন্ধ করুন। নিজের যোগ্যতায় বিটকয়েন সম্পর্কে হেল্পফুল পোস্ট করুন।  নিয়মিত from এ একটিভ থাকুন।
member
Activity: 252
Merit: 10
October 29, 2018, 07:52:39 AM
১২০ থেকে ১৩৫ ডলার। সঠিক টাকা বা ডলার এর পরিমাণ মনে নাই। কারন অনেকদিন আগে কিনেছিলাম।
তাহলে তো তেমন বেশি না।আমিও দেখি কয়েকদিনের মধ্যে অর্ডার করব।

আপনি ও কম মেরিট পান নাই।
আমার মনে হয় যে আমাদের এইখানে একজন মেরিট সোর্স দরকার।বাংলাদেশী একজন আবেদন করেছিল দেখছিলাম।এখন তো দেখি উনি আসেন ও না।কবে যে একজন পাবো আমরা।সিনিয়র র‍্যাংকড মেম্বাররা তো এইগুলা নিয়ে একদম মাথা ঘামান না।অবশ্য বেশীর ভাগ সিনিয়র রা আমার মনে হয় মেরিট কি ঠিক মত জানেই না।
Jump to: