Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 74. (Read 5287729 times)

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 27, 2024, 02:07:35 PM
কোট
ব্যাজেট ভাই ব্যাপক Grin। অরিজিনাল ব্যাজেট ছিল (এখনো আছে) +-১ লাখ। কিন্তু যদি এমন ল্যাপটপ কিনি তাহলে +-৫০ হাজার। কালার টালার ঐসব ফ্রাক্ট না, ইমনিই কিছুদিন পর চটে যায়। পারফরমেন্সটাই আসল আমার কাছে। U/P/H এর কাহিনীটা আমি জানি। আমার কাছে বর্তামানে যেটা আছে সেটা i5-7200U, 128 SSD, 8GB। আমি এটাই মিড গ্রাফিক্সে হাই কনফিগের গেমও রান করে দেখছি, সবই চলে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড (GeForce 940MX) থাকায়। সমস্যা হলো এটার অনেক বয়স হইছে, যায় যায় কন্ডিশন। ব্যাটারি ডেড, অলওয়েজ অন পাওয়ার। Lips sealed

ইমজিগুলো কি আগের ঐ লং প্রসেসের কাহিনি করে পোস্টে ঢুকাইতেছেন? একটা টুউটরিয়াল দেখছিলাম, এই বিষয়ে। Roll Eyes


কোট
পিসি বিল্ডার পছন্দনা আমার। স্টারটেক নিয়ে আমার আইডিয়া নাই তবে রায়ানসের আমি রেগুলার কাস্টমার। আমার ড্রয়ারে এখনো মনে হয় ২০-২৫ টা প্রোডাক্ট কেনার রিসিপ্ট পড়ে আছে। একটা কলম কিনলেও (কথার কথা) রায়ানস্ থেকে কিনি।

রগ, প্রেডিটর এসবের ব্যাজেট নাই। মাক্স ১ লাখ। ঐসব নিতে গেলে ১.৫ লাখ লাগে যা বড়লোকি ব্যাপার স্যাপার। Smiley

হ্যাঁ ভাই ৫ বছর এনাফ টাইম। ৫০০-৭০০ মানুষ?!?! এতো মানুষ তো আমি আমার জীবনে চোঁখেও দেখিনি, লল। ভাইয়ের কি এসবের দোকান আছে নাকি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 27, 2024, 01:37:57 PM
হ্যাঁ ভাই আমি এটাই জানতে চাচ্ছিলাম। প্রথমত আমি হেবি ইউজার, ধরেন ভারি ভারি জিনিসই চালাবো, সবসময় হয়তো না বাট যখন চালাবো তখন ল্যাগ ফ্রী হলেই এনাফ। ২য় ঘনঘন ঘুরিনা, তবে মাঝে মাঝে, বাহিরে নেয়ার দরকার পড়লেও পড়তে পারে। শপের লিংকটা দিয়েনতো থাকলে! আমার পরিচিত অনেকেরই এমন সপ দিয়ে কিনতে দেখছি। ৩০-৪০ হাজারে দেখি সেই সেই কনফিগ, আবার অনেকগুলোতে দেখছি গ্রাফিক্স কার্ডও (2GB) আছে। তবে এগুলো কেমন হয় যদি একটু ফিডব্যাক দিতেন! কোনো রকম ইস্যু পাইছেন কখনো? আর চার্জ কেমন থাকে।

শেষে আমার একটাই কথা, যেহেতু আমার কয়েক বছর ইউজ করা লাগবে তাই নিলে, হাই কনফিগের টাই নিবো। হোক সেটা কাস্টম পিসি বা নতুন বা রিফাবরিসড্ ল্যাপটপ।
বিষয়টা হচ্ছে গিয়ে ৩০ থেকে ৪০ হাজারের মধ্যে hp এর elite book ল্যাপটপ গুলোর মধ্যে নিতে পারেন তাছাড়া রয়েছে লেনোভো থিন প্যাড , আমি নিজেও hp এর elite book এর g সিরিজের একটি ল্যাপটপ ইউজ করি। আমার মূলত হাই কনফিগারেশনের একটি পিসি রয়েছে তারপরেও ঘরের বাহিরে বা আত্মীয়-স্বজনের বাসায় ঘুরতে গেলে টুকিটাকি কাজ যখন করতে হয় তখন এই ল্যাপটপের মাধ্যমে সামাল দেই।
মূল কথায় আসি আপনি চাইলে ৩০০০০ এর মধ্যে hp elite book G5 16gb  512gb এর মডেলটি নিতে পারেন আমি আমার এক ফ্রেন্ডকে কিনে দিয়েছি তার ছয় মাস যাবত কোন সমস্যা হয়নি তাছাড়া। বাজেট আর একটু বাড়ালে লেনোভো থিন প্যাড গুলো নিতে পারেন, এটাও আমি আমার আরেক ফ্রেন্ডকে থেকে কিনে দিয়েছি এখনো পর্যন্ত ওর কাছ থেকে কোন সমস্যা শুনতে পাইনি।
তবে মূল কথা হলো এগুলো সব প্রজেক্ট থেকে ল্যাপটপ আসে প্রজেক্ট শেষ হওয়ার পর ল্যাপটপ গুলো সেল দিয়ে দেওয়া হয় তারপরে এগুলো বায়াররা কিনে রিকন্ডিশন করে। মূল কথা আপনি দেখবেন ল্যাপটপটি একদম নতুনের মতন কিন্তু মাত্র ৭০০ থেকে ৮০০ টাকা খরচ করলে একদম নতুনের মতন কালার করা যায় আপনি বুঝবেনই না কিন্তু ৪-৫ মাস ইউজ করার পর বুঝবেন সেই রংগুলো হালকা হালকা করে উঠে যাচ্ছে। তবে পারফরমেন্সের কথা বলতে গেলে খারাপ না যদিও ইলেকট্রনিক্স জিনিসের কথা গ্যারান্টি দিয়ে বলা যায় না।

তাছাড়া আরেকটি বিষয় বলতে চাই যে যখনই ল্যাপটপ কিনতে যাবেন তখন ল্যাপটপটির প্রসেসরের মডেলের পিছনে কোন আলফাবেট রয়েছে এটা খেয়াল করবেন, যেমন সাধারণত U/P/H থাকে

এখন বুঝবেন কিভাবে আপনার জন্য কোনটা প্রয়োজন, সেটা হল যে প্রসেসর এর মডেলের পিছনে U সেটি ছোটখাটো হালকা কাজের জন্য ব্যবহার করা যায়।
আর যে প্রসেসর এর মডেলের সাথে P রয়েছে সেগুলো মূলত মোটামুটি চাপ সহ্য করার মতন ল্যাপটপ।
আর যেগুলোর সাথে H থাকে সেগুলো হাই পারফরমেন্স দেয় সেগুলো আপনি মোটামুটি ভারি কাজ ভিডিও এডিটিং এবং গেমিংও করতে পারবেন।
তবে ৩০ থেকে ৪০ কে বাজেটের মধ্যে U এর উপরে পাওয়া খুবই টাফ, আমার মনে হয় না পাবেন।
তাইলে এখান থেকে আরো বিস্তারিত দেখতে পারেন,  Ali Hossain এর একটি ভিডিওতে এর সম্পর্কে প্রথম জেনেছিলাম(যদিও ভিডিওটা এখন খুঁজে পেলাম না), কিন্তু মজার বিষয় হলো কি ভিডিওটা দেখেছিলাম ল্যাপটপটি কেনার পরে, আর দেখি সাথে U লাগানো। Roll Eyes
কিন্তু এই ফোরাম রিলেটেড নানান কাজগুলো ইমেজ এডিটিং থেকে শুরু করে ওয়েব ডেভেলপিং মোটামুটি সবকিছুই রান করতে পারবেন কষ্ট হবে না বেশি। কারণ আমি নিজেও করে থাকি।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 27, 2024, 12:52:43 PM
যদি কাজ করা প্রিফারেন্স থাকে, তাহলে ৬০ হাজার টাকায় গ্রাফিক্স কার্ড ছাড়া ভালো পিসি বিল্ড করতে পারেন। আর আপনার যদি এমন হয় যে না আপনি ঘন ঘন ঘুরতে যাবেন, সাথে ক্যারি করা দরকার, তাহলে তো ল্যাপটপ কিনতেই হবে। এই ক্ষেত্রে এতো দামি ল্যাপটপ কেনা আমার কাছে টাকা নষ্ট মনে হয়। আপনি মনে হয় আমাকে দেখেছেন যে আমি কিছুদিন আগে বিটকয়েন কোর রান করেছিলাম আমার ল্যাপটপে, সেটা আমি রিফাবরিসড্ কিনেছি ঢাকার একটা শপ থেকে। দেখে কিনতে পারলে ভালো প্রেডাক্ট পাবেন। আমি যেটা কিনেছি, সেটা হলো লেনোভো থিংকপ্যাড টি ৪৮০, টাচ স্ক্রিন, ফিংগ্যারপ্রিন্ট আছে, র‌্যাম ৮ জিবি এবং এস এস ডি ২৫৬ জিবি এন ভি এম ই। আর প্রসেসর i5 8 জেনারেশন। দাম ৩০ এর ভেতরে। একই ল্যাপটপ নতুন কিনলে আপনাকে ৭৫+ গুনতে হবে।
হ্যাঁ ভাই আমি এটাই জানতে চাচ্ছিলাম। প্রথমত আমি হেবি ইউজার, ধরেন ভারি ভারি জিনিসই চালাবো, সবসময় হয়তো না বাট যখন চালাবো তখন ল্যাগ ফ্রী হলেই এনাফ। ২য় ঘনঘন ঘুরিনা, তবে মাঝে মাঝে, বাহিরে নেয়ার দরকার পড়লেও পড়তে পারে। শপের লিংকটা দিয়েনতো থাকলে! আমার পরিচিত অনেকেরই এমন সপ দিয়ে কিনতে দেখছি। ৩০-৪০ হাজারে দেখি সেই সেই কনফিগ, আবার অনেকগুলোতে দেখছি গ্রাফিক্স কার্ডও (2GB) আছে। তবে এগুলো কেমন হয় যদি একটু ফিডব্যাক দিতেন! কোনো রকম ইস্যু পাইছেন কখনো? আর চার্জ কেমন থাকে।

শেষে আমার একটাই কথা, যেহেতু আমার কয়েক বছর ইউজ করা লাগবে তাই নিলে, হাই কনফিগের টাই নিবো। হোক সেটা কাস্টম পিসি বা নতুন বা রিফাবরিসড্ ল্যাপটপ।
hero member
Activity: 770
Merit: 482
January 27, 2024, 10:25:23 AM
এখন আসি রিফাবরিসড্ ল্যাপটপের কাহিনিতে। আসলে এগুলো দেশে কিভাবে আসছে, বা দাম এতো কম কেন আমি জানিনা। ফেসবুকে প্রায়ই দেখি ৩৫,৪০,৫০ হাজার টাকায় মারাত্মক মারাত্মক কনফিগের ল্যাপটপ।  i5, i7, SSD, 16GB RAM, Touched OLED display, Fingerprint, আরো কত কি। কিন্তু সেম মডেল যদি অফিসিয়াল সপ দিয়ে নিতে জান দাম পড়বে দ্বিগুণ। এমন না যে খারাপ ল্যাপটপ। নামিনামি ব্রান্ড আর ভালো ভালো মডেলের ল্যাপটপ।

এতো টাকা দিয়া এতো দামি ল্যাপটপ কেনার কোনো মানে হয় না। আপনার যদি কাজ করা প্রিফারেন্স থাকে, তাহলে ৬০ হাজার টাকায় গ্রাফিক্স কার্ড ছাড়া ভালো পিসি বিল্ড করতে পারেন। আর আপনার যদি এমন হয় যে না আপনি ঘন ঘন ঘুরতে যাবেন, সাথে ক্যারি করা দরকার, তাহলে তো ল্যাপটপ কিনতেই হবে। এই ক্ষেত্রে এতো দামি ল্যাপটপ কেনা আমার কাছে টাকা নষ্ট মনে হয়। আপনি মনে হয় আমাকে দেখেছেন যে আমি কিছুদিন আগে বিটকয়েন কোর রান করেছিলাম আমার ল্যাপটপে, সেটা আমি রিফাবরিসড্ কিনেছি ঢাকার একটা শপ থেকে। দেখে কিনতে পারলে ভালো প্রেডাক্ট পাবেন। আমি যেটা কিনেছি, সেটা হলো লেনোভো থিংকপ্যাড টি ৪৮০, টাচ স্ক্রিন, ফিংগ্যারপ্রিন্ট আছে, র‌্যাম ৮ জিবি এবং এস এস ডি ২৫৬ জিবি এন ভি এম ই। আর প্রসেসর i5 8 জেনারেশন। দাম ৩০ এর ভেতরে। একই ল্যাপটপ নতুন কিনলে আপনাকে ৭৫+ গুনতে হবে। দরকার কি ভাই? যাচ্ছে তো বিনদাস!
member
Activity: 196
Merit: 14
January 27, 2024, 08:57:18 AM
ধন্যবাদ আপনাকে রেসপন্স করার জন্য। হ্যা, যেহেতু ব্যাস্ত ছিলেন, তাহলে তো শুধু বাংলাদেশ থ্রেড নয়, সারা ফোরামের জন্যই ব্যাস্ত ছিলেন, তাই না? কিন্তু আরো অনেকেই তো আছে যারা প্রতিদিন ফোরামে আসছেন এবং ফোরামে নিয়মিত পোস্ট করে যাচ্ছেন। তবে বাংলাদেশ থ্রেড এ এখন আর পোষ্ট করেন না। হতে পারে বাংলাদেশ থ্রেডের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে, বা এখন আর এখানে সুবিধা করা যাচ্ছে না আমার মতো কিছু মানুষের জন্য।
এই থ্রেড থেকে আমি কখনো সুবিধা পাবার জন্য পোষ্ট করিনি চাইলে আপনি আমার হিষ্টরি চেইক দিতে পারেন। আর ভাই আমি বাকি লোকদের মত না যে হুদাই ফাউ পোষ্ট করমু। আসলে আমি কি নিয়ে পোষ্ট করমু সেইটা নিয়া একটু দ্বিধা দন্ধে থাকি অইরকম পোষ্ট করতে পারছি না দেখেই কোনো পোষ্ট করতেছি না। আর সুবিধা ভোগ করে সব কিছু ভুলে যাবো ওইরকম ছেলেও আমি না। তবে ভাই ধন্যবাদ আপনাকে বাংলা থ্রেড এ এত্ত পরিমানে সময় দেওয়ার জন্য এবং আমাদের বাংলা থ্রেড কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 27, 2024, 08:25:08 AM
আমি ভাই এতদিন Exam দিলাম Honours 2nd Year Exam শেষ হলো দুই দিন হলো। ভাই খুব কষ্টে ছিলাম এতদিন অনেক মনে চাইতো আইসা একটু থ্রেড এর খোজ খবর নেই কিন্তু ভাই আম্মু আমার ফোন একদমই ব্যবহার করতে দেয়নি এতদিন। তবে আজকে থেকে আবার ফ্রি হয়ে গেছি ইনশাআল্লাহ ভাই আমি নিয়মিত পোষ্ট করবো।
আর ভাই আপনাকে অভিনন্দন আপনি তো কিছুদিন পরই এই হিরো মেম্বার হয়ে যাচ্ছেন এটা দেখে ভালো লাগলো। আর অনেকই দেখলাম এই কয়েকদিনে ভালো এগিয়ে গেছে।

ধন্যবাদ আপনাকে রেসপন্স করার জন্য। হ্যা, যেহেতু ব্যাস্ত ছিলেন, তাহলে তো শুধু বাংলাদেশ থ্রেড নয়, সারা ফোরামের জন্যই ব্যাস্ত ছিলেন, তাই না? কিন্তু আরো অনেকেই তো আছে যারা প্রতিদিন ফোরামে আসছেন এবং ফোরামে নিয়মিত পোস্ট করে যাচ্ছেন। তবে বাংলাদেশ থ্রেড এ এখন আর পোষ্ট করেন না। হতে পারে বাংলাদেশ থ্রেডের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে, বা এখন আর এখানে সুবিধা করা যাচ্ছে না আমার মতো কিছু মানুষের জন্য।

----

খুব শিগ্রই নেগেটিভ ট্যাগ খেয়ে যাবেন শুধুমাত্র আপনার নাম সিলেকশনের জন্য। সবাই তো জানি যে এটা আপনার অল্ট একাউন্ট। কারন আপনার পোষ্ট দেখে কোনো ভাবেই মনে হচ্ছে না যে আপনি ফোরামে নতুন এসছেন। তবে আপনি যার নাম টা কপি করলেন, তিনি একজন রেপুটেড ডিটি মেম্বার। আপনার জন্য ভালো হবে অন্য নামে নতুন একাউন্ট খুলে পোষ্ট করা। ব্যাক্তিগত মতামত দিলাম।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 27, 2024, 08:13:41 AM
এখন আমার কি করা উচিত? কাস্টম পিসি (+-১ লাখ), নাকি নিউ ল্যাপটপ (+-১ লাখ), নাকি কম দামে ঐ টাইপ ল্যাপটপ (৫০ হাজার)?

আমার এক ফ্রেন্ড এমন সপ দিয়ে ল্যাপটপ কিনছিলো। ৩৫ হাজার পড়ছিল, i5 (7 gen), 8GB RAM, 128 SSD, Touch Display, Fingerprint কনফিগ। চালায়ে দেখলাম, দেখি ভালোই চলে, কোনো সমস্যা নাই।  

এবিষয়ে কারো কোনো আইডিয়া আছে? বাইদাওয়ে আমারে আবার ল্যাপটপ/কম্পিউটারের বিষয়ে নুব ভাইবেননা। আমি কমবেশি সবই পারি/জানি, জাস্ট কোনটা কেনা বেটার হবে সেটার জন্য সেকেন্ড অপিনিয়ান চাচ্ছিলাম। লেখাটা একটু বড় করে ফেলছি, সরি। Tongue


ভাই দুনিয়াতে মানুষ যেমন আলাদা প্রতিটা মানুষের তেমন কাজের চাহিদাও তেমন আলাদা আপনাকে এখন চিন্তা করতে হবে যে আপনি আসলে কোন কাজের জন্য ল্যাপটপ বা কম্পিউটার কিনবেন। আপনাকে এখন চিন্তা করতে হবে যে আগামী কয়েক বছরের জন্য আপনি কি ধরনের কাজকর্ম করবেন সেইভাবে চিন্তা করে আপনাকে ল্যাপটপ কিনতে হবে। এখন যদি আপনি শুধু লাইট কাজের জন্য ল্যাপটপ কিনতে চান তাহলে ৫০ থেকে ৬০ হাজারের মধ্যে অনেকগুলো ভার্সনের ল্যাপটপ আছে সেগুলো নিয়ে 8gb জিবি রেম থাকে আপনি শুধু 16gb রেম করে নিবেন।

পিসি বিল্ডার বাংলাদেশ ইউটিউব চ্যানেল টা ফলো করতে পারেন এবং কম্পিউটার সম্পরকে সেখান থেকে একটা ভালো আইডিয়া পাবেন আপনার কাজের পারপোজ এবং কি ধরনের কাজ করতে পারবেন সেগুলো তারা রিয়েল টেস্ট দিয়ে ব্যাখ্যা করেছে। এখানে আপনার পারপোস্টটা মেন, অনেকের দেখা যাচ্ছে ভারী কাজ বেশি প্রয়োজন হয় আবার অনেকের দেখা যাচ্ছে যে লাইট কাজ করার জন্য ল্যাপটপ প্রয়োজন কিন্তু ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন দুইটা একসাথে কখনোই হবে না।  আপনি যদি একটা গেমিং সিরিজের ল্যাপটপ কিনেন তাহলে ব্যাটারি ব্যাকআপ খুব কম পাবেন। আবার অপরদিকে যদি আপনি একটু কম কম ফিগারের ল্যাপটপ নেন তাহলে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। যদিও হচ্ছে আপনি ১ লাখ টাকা উপরে বাজেট থাকে তাহলে হচ্ছে 'আসুস রগ' এবং 'এসার প্রেডিকেটর' এই ধরনের অনেকগুলো ল্যাপটপ মার্কেটে আছে যেগুলো অনেক গেমিং কম্পিউটারের সাথে পাল্লা দিয়ে থাকে।

এবার আসি সপ কথায়, বাংলাদেশের প্রেক্ষাপটে স্টারটেক এবং রায়ান্স কম্পিউটার এই দুইটা উপরে কোন সপ নাই,  আপনার বিভাগীয় বা জেলা পর্যায়ে যদি এসব সবগুলা থাকে তাহলে এইগুলা থেকে কেনাই ভালো তার কারণ বাংলাদেশে সবথেকে বেশি কম্পিউটার এবং গেজেটজনিত জিনিসগুলো এরাই ইমপোর্ট করে থাকে সচারাচার।আর এদের ক্ষেত্রে যদি প্রবলেম হয় পরবর্তীতে ওয়ারেন্টি থাকা অবস্থায় তাহলে প্রবলেম ওরাই ছেড়ে দেয় অথবা চেঞ্জ করে দেয়, এদের ক্ষেত্রে ওয়ারেন্টিতে তেমন একটা ঝামেলা করে না আর অন্যগুলোতে ওয়ারেন্টিতে একটু ঝামেলা করে।

এখন থেকে ৫ বছর ভালো সার্ভিস দেবে এমন চিন্তা করে ল্যাপটপ কিনতে হবে।  আমার জীবনে একটা আফসোস ভাই আমি কম করে হলেও ৫০০-৭০০ মানুষের পিসি/ল্যাপ্টপ কেনার পরামর্শ দিয়েছি, কাজের পারপাস অনুজায়ীই। কিন্তু নিজে এখন পর্জন্ত একটা ভালো ল্যাপটপ কিনতে পারিনাই।
sr. member
Activity: 392
Merit: 350
January 27, 2024, 08:06:31 AM
আজকের Binance app এ ঢুকে পি টু পি অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে প্রদর্শিত হয়েছে।



আমি প্রথমে দেখে ভয় পেয়েছিলাম যে হয়তো আমার Binance একাউন্ট থেকে আর P2P তে কোন কিছু বাই এবং সেল করা যাবে না।

তারপরে ভালো করে লক্ষ্য করে দেখি যে এটা তাদের একটি টেম্পোরারি আপডেট যেটা ৩০ মিনিটের জন্য তাদের এক্সচেঞ্জ থেকে পি টু পি অপশনে কোন কিছু buy এবং সেল করা বন্ধ থাকবে। যেটা জানুয়ারি ৩০ তারিখে সকাল ১২ টা ৩০ (এম) থেকে দুপুর ১:০০ (পিএম) পর্যন্ত (ইউটিসি টাইম)


এ ধরনের সমস্যার সম্মুখীন আমি আগে কখনো হয়নি আজকে প্রথম আমি এরকম কিছু একটা দেখলাম Binance অ্যাপ এ পিটুপি-তে বাই সেল করার সময় যার জন্য আজকে এখানে এটা পোস্ট করলাম।
newbie
Activity: 4
Merit: 0
January 27, 2024, 02:54:53 AM
~কাট~

ভাই, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আপনার পছন্দের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তবে আমার মতে আপনার কাস্টম পিসি কেনাই ভালো। কারণ আপনি যদি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, গেমিং বা অন্য কোনো ভারী কাজ করতে চান তাহলে কাস্টম পিসি আপনার জন্য পারফেক্ট। এছাড়া কাস্টম পিসির কোনো কিছু নষ্ট হলে ঠিক করার জন্য আপনার খরচও কম লাগবে।

কিন্তু আপনি যদি এই ডিভাইসটাকে আপনার সাথে যেকোনো জায়গায় নিয়ে যেতে চান তাহলে আপনি নতুন পোর্টেবল ল্যাপটপ কিনতে পারেন। তাছাড়া আপনার কাস্টম পিসির চেয়ে কম খরচ হবে।

আমার মতে, আপনি একটু বেশি দাম দিয়ে কাস্টম পিসিই বানান। এটা অন্যন্যা ডিভাইসের চেয়ে চেয়ে ভালো পারফরম্যান্স করবে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 27, 2024, 02:18:55 AM
ভাইলোক কি অবস্থা? কেমন আছেন? Cheesy

আমার কিছু সাজেশন লাগতো, আসলে কি করবো এটা নিয়ে একটু কনফিউজড। আমি অনেকদিন ধরে টাকা জমাইতেছিলাম ল্যাপটপ কেনার জন্য। ব্যাজেট ১ লাখ। এখন এই টাকায় ফুল ব্রান্ড নিউ ল্যাপটপ নিবো নাকি রিফাবরিসড্ ল্যাপটপ নিবো নাকি পিসি বিল্ড করবো বুঝতেছিনা।

১ লাখ টাকায় যদি কাস্টম পিসি (গ্রাফিক্স কার্ড বাদে) বানাই তাহলে মারাত্মক কনফিগ পাওয়া যাবে। কিন্তু সেম ব্যাজেটে ল্যাপটপ নিলে আহামরি কিছুই পাবোনা। পিসি আর ল্যাপটপের মাঝে একটা সমস্যা হলো, ব্যাজেট যদি কম থাকে তাহলে ৫০ হাজারে যে কনফিগের পিসি বানানো যায় সেইম ব্যাজেটে তার আশেপাশের কনফিগেও ল্যাপটপ পাওয়া যায়না। কিন্তু ব্যাজেট যত বাড়তে থাকে পিসি আর ল্যাপটপের কনফিগের পার্থক্য তত কমতে থাকে। মানে ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ ইত্যাদি।

এই হলো এক কাহিনি।

এখন আসি রিফাবরিসড্ ল্যাপটপের কাহিনিতে। আসলে এগুলো দেশে কিভাবে আসছে, বা দাম এতো কম কেন আমি জানিনা। ফেসবুকে প্রায়ই দেখি ৩৫,৪০,৫০ হাজার টাকায় মারাত্মক মারাত্মক কনফিগের ল্যাপটপ।  i5, i7, SSD, 16GB RAM, Touched OLED display, Fingerprint, আরো কত কি। কিন্তু সেম মডেল যদি অফিসিয়াল সপ দিয়ে নিতে জান দাম পড়বে দ্বিগুণ। এমন না যে খারাপ ল্যাপটপ। নামিনামি ব্রান্ড আর ভালো ভালো মডেলের ল্যাপটপ।

এখন আমার কি করা উচিত? কাস্টম পিসি (+-১ লাখ), নাকি নিউ ল্যাপটপ (+-১ লাখ), নাকি কম দামে ঐ টাইপ ল্যাপটপ (৫০ হাজার)?

আমার এক ফ্রেন্ড এমন সপ দিয়ে ল্যাপটপ কিনছিলো। ৩৫ হাজার পড়ছিল, i5 (7 gen), 8GB RAM, 128 SSD, Touch Display, Fingerprint কনফিগ। চালায়ে দেখলাম, দেখি ভালোই চলে, কোনো সমস্যা নাই।  

এবিষয়ে কারো কোনো আইডিয়া আছে? বাইদাওয়ে আমারে আবার ল্যাপটপ/কম্পিউটারের বিষয়ে নুব ভাইবেননা। আমি কমবেশি সবই পারি/জানি, জাস্ট কোনটা কেনা বেটার হবে সেটার জন্য সেকেন্ড অপিনিয়ান চাচ্ছিলাম। লেখাটা একটু বড় করে ফেলছি, সরি। Tongue



সবাই এক্টিভ হয়ে যান মিয়া!  Grin
newbie
Activity: 4
Merit: 0
January 27, 2024, 01:23:09 AM
আসসালামু আলাইকুম।

এইরকম বিদেশি একটা সাইটে বাংলাদেশের জন্য যে একটা আলাদা থ্রেড আছে সেটা আমি বিশ্বাসও করতে পারিনি। এখানে বাংলা ভাষাভাষীর লোকজন আছে এটা দেখে খুবই ভালো লাগলো। এখানকার কয়েকটা পোস্ট পড়ে বুঝলাম এই সাইটটা বেশ কড়া। এখানে সাবধানে পোস্ট করতে হবে। আশা করি আমি এখানে সিনিয়র মেম্বারদের হাত ধরে এই বাংলাদেশ থ্রেডটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর তখনই বাংলাদেশ থ্রেডটা বাংলাদেশ বোর্ড হবে যখন সবাই সবাইকে নিজের পরিবারের একজন সদস্য হিসেবে মনে করবে এবং একে অপরকে সহায়তা করবে।




আচ্ছা, আমাদের বাংলাদেশ থ্রেড এর আসলে হয়েছে কি? কিছু মেম্বার কে এই মাসে পোস্ট করতেই দেখলাম না। কেউ আবার এই ২৬ দিনে মাত্র ২-৩ টা পোস্ট করেছেন। যারা আগে থেকেই কম পোস্ট করে, তাদেরকে কিছু বলার নাই কারণ তারা আগেও যেমন ছিলো, এখনো তেমনই আছে। কিন্তু যারা এক সময় বাংলাদেশ থ্রেড কে এগিয়ে নিয়ে যাবেন বলতেন, ভালো ভালো পোস্ট করবেন বলতেন, আপনারা হারিয়ে গেলেন কেনো? মেরিট এবিউজ বাংলাদেশ থ্রেড এ বন্ধ হয়েছে ভালোই তো হলো।

এক সময় আপনারাই তো বলতেন বাংলাদেশ থ্রেড এগিয়ে যাবে, সকাল বিকালে আপনাদের পোস্ট দেখে ভালো লাগতো। অন্যরা যারা রেংক আপ করে চলে গেছে, তাদের কথা বললে আপনারা বলতেন আপনারা রেংক আপ করে ফেললেও বাংলাদেশ থ্রেড রেখে কোথাও যাবেন না। কয়েকজন ভাইকে মেনশন করতে মন চাইলো যারা এক সময় বাংলাদেশ থ্রেড মাতিয়ে রাখতো,

HelliumZ, cryptoWODL, Bitcoin_people, Fuso.hp, roksana.hee, LDL, BD Technical, Synonyms, Spark22, Suzume, BD Crypto, আপনারা কই ভাই? আপনারা কি ফোরামেই ইনএকটিভ হয়ে গেছেন? নাকি বাংলাদেশ থ্রেডের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে?

ভাই, সবাই নিজেকে নিয়েই সবসময় ব্যস্ত থাকে। বর্তমান সময়ে অন্যের জন্য কেউ সময় নষ্ট করতে চায় না। যাদের কথা আপনি বললেল তাদের মধ্যে কেউ হয়তো কোনো চাকরির জন্য পড়াশোনা করছে তাই হয়তো এই ফোরামে তারা ইনএকটিভ হয়ে গেছে। কেউ হয়তো সামনে প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আবার কেউ হয়তো এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ইনশাআল্লাহ তাদের সবার পরীক্ষা শেষ হলেই তারা আবার এই থ্রেডে এক্টিভ হয়ে বাংলাদেশ থ্রেডকে আবার এগিয়ে নিয়ে যাবে।

কেউ হয়তো বাউন্টিতে কাজ করছে তাই এখানে সময় দিতে পারছেনা। আবার কেউ হয়তো সিগনেচার ক্যাম্পেইনে কাজ করার জন্য  এই থ্রেড থেকে কিছু মেরিট পাওয়ার পরে এখান থেকে চলে গেছেন। কারণ তাদের বাংলাদেশ থ্রেডের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে।

আরো অনেক কারণে অনেকেই এই ফোরামে ইনএকটিভ হয়ে গেছে। কেউ হয়তো অসুস্থ, আবার কেউ হয়তো বেড়াতে গেছে, আবার কারও  ফোন কিংবা কম্পিউটার অথবা ল্যাপটপ নষ্ট হয়ে গেছে তাই তারা এই থ্রেডে আসতে চাইলেও আসতে পারছেন না।

তবে আমি আশা করি সবাই সবার সকল সমস্যা, সমস্ত প্রতিকূলতা দূর করে ইনশাআল্লাহ একদিন এই থ্রেডে এক্টিভ হয়ে সবাই সবার হাত ধরে এই থ্রেডটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
January 26, 2024, 04:10:07 PM
আচ্ছা, আমাদের বাংলাদেশ থ্রেড এর আসলে হয়েছে কি? কিছু মেম্বার কে এই মাসে পোস্ট করতেই দেখলাম না। কেউ আবার এই ২৬ দিনে মাত্র ২-৩ টা পোস্ট করেছেন। যারা আগে থেকেই কম পোস্ট করে, তাদেরকে কিছু বলার নাই কারণ তারা আগেও যেমন ছিলো, এখনো তেমনই আছে। কিন্তু যারা এক সময় বাংলাদেশ থ্রেড কে এগিয়ে নিয়ে যাবেন বলতেন, ভালো ভালো পোস্ট করবেন বলতেন, আপনারা হারিয়ে গেলেন কেনো? মেরিট এবিউজ বাংলাদেশ থ্রেড এ বন্ধ হয়েছে ভালোই তো হলো।

এক সময় আপনারাই তো বলতেন বাংলাদেশ থ্রেড এগিয়ে যাবে, সকাল বিকালে আপনাদের পোস্ট দেখে ভালো লাগতো। অন্যরা যারা রেংক আপ করে চলে গেছে, তাদের কথা বললে আপনারা বলতেন আপনারা রেংক আপ করে ফেললেও বাংলাদেশ থ্রেড রেখে কোথাও যাবেন না। কয়েকজন ভাইকে মেনশন করতে মন চাইলো যারা এক সময় বাংলাদেশ থ্রেড মাতিয়ে রাখতো,

HelliumZ, cryptoWODL, Bitcoin_people, Fuso.hp, roksana.hee, LDL, BD Technical, Synonyms, Spark22, Suzume, BD Crypto, আপনারা কই ভাই? আপনারা কি ফোরামেই ইনএকটিভ হয়ে গেছেন? নাকি বাংলাদেশ থ্রেডের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে?
আমিও এই সমস্ত সুনামধন্য ভাইদের অনুরোধ করি আপনারা পুনরায় আমাদের বাংলা বোর্ডে নিয়মিত একটিভ থাকুন। আপনারা কিসের জন্য আমাদের বাংলা লোকাল বোর্ডে আগের মত নিয়মিত একটিভ থাকেন না জানি না তবে আমাদের কারো ব্যবহারে যদি আপনারা অভিমান করে থাকেন তাহলে সেই অভিমান মুছে দিয়ে আমাদের বাংলা লোকাল বোর্ড সবাই মিলেমিশে থাকি এবং আমাদের লোকাল বোর্ড এগিয়ে নিয়ে যাই।
sr. member
Activity: 392
Merit: 350
January 26, 2024, 10:05:25 AM
আজকে Airtel Buzz এর ১০০ মেরিট পরিপূর্ণ হলো কিছুদিন এর মধ্যেই ফুল মেম্বার হয়ে যাবে।
আমার ১০০ মেরিট আজকে নয় বরং ২৪ তারিখে পূর্ণ হয়েছে যেটা লার্ণ বিটকয়েন ভাই একটু ধাক্কা মেরে তীরে পৌঁছে দিছে। এখনো ফুল মেম্বার হইতে পারি নাই অ্যাক্টিভিটির কারণে জুইলা রইছি। Roll Eyes

Quote
তবে আমার অনেক ইচ্ছা ভাই নিজেকে অনেক উচ্চমানের মেম্বার বানানো ইনশাল্লাহ আমিও একদিন আপনাদের মত উচ্চ লেভেল এ পৌছাবো।
সবাই চায় অনেক বড় হইতে কেউ কিন্তু ছোট থাকতে চায় না। আমি মনে করি সবাই সবার মত হইতে পারে না হয় একজনের থেকে বেশি হবে অথবা একজনের থেকে কম হবে। আমাকে এই ফোরামের একজন বলেছিল যাকে আমি পিএম করেছিলাম সে বলেছিল এ ফোরামের বেশি বেশি পড়তে থাকুন আপনা আপনি জ্ঞান অর্জিত হবে সেটা ১০০% সঠিক কথা ছিল। আমার এবং আপনাদেরও হয়তো উচিত ফোরামের পোস্টগুলো বেশি বেশি পড়া এবং জ্ঞান অর্জন করা তাহলে উচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে সবারই জন্য।
member
Activity: 196
Merit: 14
January 26, 2024, 08:47:54 AM
আচ্ছা, আমাদ্র বাংলাদেশ থ্রেড এর আসলে হয়েছে কি? কিছু মেম্বার কে এই মাসে পোস্ট করতেই দেখলাম না।

, BD Technical, আপনারা কই ভাই? আপনারা কি ফোরামেই ইনএকটিভ হয়ে গেছেন? নাকি বাংলাদেশ থ্রেডের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে?

আমি ভাই এতদিন Exam দিলাম Honours 2nd Year Exam শেষ হলো দুই দিন হলো। ভাই খুব কষ্টে ছিলাম এতদিন অনেক মনে চাইতো আইসা একটু থ্রেড এর খোজ খবর নেই কিন্তু ভাই আম্মু আমার ফোন একদমই ব্যবহার করতে দেয়নি এতদিন। তবে আজকে থেকে আবার ফ্রি হয়ে গেছি ইনশাআল্লাহ ভাই আমি নিয়মিত পোষ্ট করবো।

আর ভাই আপনাকে অভিনন্দন আপনি তো কিছুদিন পরই এই হিরো মেম্বার হয়ে যাচ্ছেন এটা দেখে ভালো লাগলো। আর অনেকই দেখলাম এই কয়েকদিনে ভালো এগিয়ে গেছে।
আজকে Airtel Buzz এর ১০০ মেরিট পরিপূর্ণ হলো কিছুদিন এর মধ্যেই ফুল মেম্বার হয়ে যাবে। তবে আমার অনেক ইচ্ছা ভাই নিজেকে অনেক উচ্চমানের মেম্বার বানানো ইনশাল্লাহ আমিও একদিন আপনাদের মত উচ্চ লেভেল এ পৌছাবো। দোয়া করবেন ভাই যেনো নিয়মিত পোষ্ট করতে পারি আর আল্লাহ যেন আমায় ভালো রাখে আপনাদের জন্য ও দোয়া রইলো।

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 26, 2024, 04:09:36 AM
আচ্ছা, আমাদের বাংলাদেশ থ্রেড এর আসলে হয়েছে কি? কিছু মেম্বার কে এই মাসে পোস্ট করতেই দেখলাম না। কেউ আবার এই ২৬ দিনে মাত্র ২-৩ টা পোস্ট করেছেন। যারা আগে থেকেই কম পোস্ট করে, তাদেরকে কিছু বলার নাই কারণ তারা আগেও যেমন ছিলো, এখনো তেমনই আছে। কিন্তু যারা এক সময় বাংলাদেশ থ্রেড কে এগিয়ে নিয়ে যাবেন বলতেন, ভালো ভালো পোস্ট করবেন বলতেন, আপনারা হারিয়ে গেলেন কেনো? মেরিট এবিউজ বাংলাদেশ থ্রেড এ বন্ধ হয়েছে ভালোই তো হলো।

এক সময় আপনারাই তো বলতেন বাংলাদেশ থ্রেড এগিয়ে যাবে, সকাল বিকালে আপনাদের পোস্ট দেখে ভালো লাগতো। অন্যরা যারা রেংক আপ করে চলে গেছে, তাদের কথা বললে আপনারা বলতেন আপনারা রেংক আপ করে ফেললেও বাংলাদেশ থ্রেড রেখে কোথাও যাবেন না। কয়েকজন ভাইকে মেনশন করতে মন চাইলো যারা এক সময় বাংলাদেশ থ্রেড মাতিয়ে রাখতো,

HelliumZ, cryptoWODL, Bitcoin_people, Fuso.hp, roksana.hee, LDL, BD Technical, Synonyms, Spark22, Suzume, BD Crypto, আপনারা কই ভাই? আপনারা কি ফোরামেই ইনএকটিভ হয়ে গেছেন? নাকি বাংলাদেশ থ্রেডের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 25, 2024, 02:09:10 PM
মিয়া,,, সিনিয়র মেম্বার হওয়ার মেরিট অর্জন করার জন্য অভিনন্দন। আর আপনার জন্য আপডেট নিউজ হলো, অল্টকয়েন টকে টেলিগ্রাম বট সিস্টেম আপডেট আনা হয়েছে। এখন কেউ মেনশন করলে বুঝতে পারবেন।
এখনো হই নাই.... Smiley
সত্যি বলতে আমার অল্টকয়েনটকের ইন্টারফেসটা একদম ভালো লাগেনা, চোঁখে বাজে, কি সব হাবিজাবি এনিমেশন/ইমেজ দিয়ে রাখছে। এর থেকে ভালো ছিল কোনো কিছু নাই রাখা, কারণ কোয়ালিটি বাজে লাগছে আমার কাছে। কিন্তু বিটকয়েনটকে এমন কখনো মনে হয়নি। পুরানো দিনের, ফ্রী ফেসবুকের ইন্টারফেসের কথা মনে আছে? বিটকয়েনটক ঠিক তেমনই। বিটকয়েনটকের ইন্টারফেস থেকে সবসময় একটা ক্লাসিক/এসথেটিক/রেটরো ভাইব পাই যা কখনো অল্টে পাইনি।
আসলে মেইন কথা কি ভাই এই বিটকয়েনটক ফোরামের ইন্টারফেস টা কেমন জানি চোখে একদম এঁটে গিয়েছে এজন্য এখন অন্য কোন ফোরাম এমনটা ভালো লাগে না। তাছাড়া বিটকয়েনটক রেংকিং সিস্টেম তা ছাড়া ডিফল্ট ট্রাষ্ট সিস্টেম এগুলা ভাই এক কথায় লেজেন্ডারি লাগে আমার নিকট। আর ইন্টারফেস এর কথা বলতে গেলে এই ক্লাসিক ইন্টারফেস টাই বেস্ট, অনেকে দেখি বিটকয়েনটক রেসপন্সিবল ডিসপ্লে করার জন্য বা মোবাইলে ব্যবহার করার জন্য অ্যাপস বানাতে বলে তবে আমার নিকট আরো এপস এর ইন্টারফেস গুলো আরো খারাপ লাগে অনেককে দেখেছি যে এ জন্য epochtalk ব্যবহার করে.
আল্টকয়েন টকে ঢুকেছিলাম বছরখানেক আগে ইন্টারফেস, সিস্টেম কোনটাই পছন্দ হয়নি দেখে অ্যাকাউন্টও খোলা হয়নি তবে বর্তমানে মি*ক্সার সার্ভিসগুলোর সিগনেচার সেখানে ট্রান্সফার হয় একাউন্ট আমিও খুলেছি। একদম কম একটিভ সেখানে আমি। তাই ভাই আমি ভাবতেছি যে এই সিগনেচার ফোরামে মেম্বারদের কতটা টানে ডিসকাশন করার জন্য আরেকটি ফোরাম একটিভ করার জন্য।
Namecheap, namesilo, hostinger এই তিনটাই আমি ব্যবহার করেছি। নেইমচিপ আর নেইমসিলোতে হস্টিং নিয়ে এক্সপেরিয়েন্স খুবই বাজে আমার। পরবর্তীতে আমি অনেকটা বাধ্য হয়েই হস্টিংগারে শিফট হইলাম। এখন পর্যন্ত মোটামুটি ভালো সার্ভিস পাচ্ছি। CL ভাই, ডোমেইন কি ফোরাম রিলেটেড কোন কিছুর জন্য?
ধন্যবাদ ভাই, সাজেশন এর জন্য। আমি তো ভাই ভেবেছিলাম  নেম চিপ থেকে সস্তায় একটা নিয়ে নিবো তা যদি হোস্টিং নিয়ে প্রবলেমে পড়ি আর যদি সাইড লোডিং নিতে সমস্যা হয় তাহলে তো প্রবলেম। এখন তো আমারও মনে হচ্ছে hostinger দাঁড়াই শুরু করতে হবে।
হ্যাঁ ভাই, ডোমেইনটা কিনার উদ্দেশ্য ফোরাম রিলেটেড পাশাপাশি নিজের কিছু পার্সোনাল সার্ভিস চালু করা। যদিও netlify দিয়ে মোটামুটি কাজ চালানো যেত তারপরেও প্রফেশনালি শুরু করতে চাচ্ছি।
sr. member
Activity: 392
Merit: 350
January 25, 2024, 06:04:25 AM
ঠিক এরকম কিছু পোস্ট নিয়েই এই মাস শেষে ইনফরমেটিভ পোস্ট আরকাইভ বানিয়ে ফেলবো যেখান থেকে নতুন বা পুরাতন সবাই উপকৃত হতে পারে।
আমাদের এই থ্রেডে অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল পোস্ট রয়েছে সেগুলো যদি ইনফরমেটিভ আর্কাইভ করে রাখা যায় তাহলে নতুন এবং পুরাতনরা সময় পাইলে সেই গুরুত্বপূর্ণ পোস্টগুলো পরতে পারবে এবং সেখান থেকে অনেক কিছু শিখতেও পারবে।
ভাই অনেক পুরাতন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেগুলা এত পোস্টের ভিতরে হারিয়ে গেছে সেগুলো খুজে বের করে যদি ইনফরমেটিভ পোস্ট আর্কাইভ করা যায় তাহলে হয়তো আরো সুবিধা হবে আমাদের জন্য।

আর্কাইভ করে রাখলে একটা সুবিধা কি সেগুলো গুগল স্পিডশিডে সেভ হয়ে থাকে যার ফলে আমরা google সিট থেকে সেগুলো খুবই সহজে খুঁজে বের করতে পারব এবং পড়তে পারব এর আগে সম্ভবত হয়তো এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্ট আর্কাইভ করা হয়েছিল।
legendary
Activity: 1680
Merit: 6524
Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker
January 25, 2024, 04:41:42 AM
[...]

এই অনুবাদটি বুঝার এবং করার প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ Learn Bitcoin! এবং আপনার কমিউনিটিকে পোষ্ট কোয়িালিটি বাড়ানোর আইডিয়া এবং সাজেশন দিয়ে সাপোর্ট করার চেষ্টা করার জন্যও আপনাকে ধন্যবাদ! এটা করা আসলে সহজ ব্যাপার না কিন্তু, ছোট ভাবে আস্তে আস্তে, এটা করা সম্ভব। এখানে শুধুমাত্র অল্প কিছু ফোরাম ইউজার আছে যারা সামগ্রিক ভাবে ফোরামের জন্য কাজ করে, এটাকে উন্নত করার জন্য সাহায্যের চেষ্টা করে, এই অনুবাদটি করে, আপনিও তাদের মধ্যে একজন। সাবাস এই কাজের জন্য!
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 25, 2024, 04:10:03 AM
আমি একটি বিষয় যোগ করতে চাই সেটা হচ্ছে আমরা নতুন অনেকেই আছি যারা পোষ্টের মধ্যে ইমেজ যুক্ত করতে চাই বা যুক্ত করি। তাদের মধ্যে অনেকে ইমেজের উচ্চতা বা প্রস্থ সঠিকভাবে ব্যবহার করতে পারে না।
তাই সবার উচিত সঠিক পরিমাপ অনুযায়ী পোষ্টের মধ্যে সঠিকভাবে ইমেজ যুক্ত করার চেষ্টা করা।

ধন্যবাদ। আমি যখন পোস্ট লিখতে বসেছিলাম, তখন এটা আমার মাথায় ছিলো। কিন্তু লেখার সময় আবার ভুলে গিয়েছি। মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। ইমেজ এড করার জন্য ওপরের বিডি অফিসারের পোস্ট টি সুন্দর একটা উদাহরণ হতে পারে। ঠিক এরকম কিছু পোস্ট নিয়েই এই মাস শেষে ইনফরমেটিভ পোস্ট আরকাইভ বানিয়ে ফেলবো যেখান থেকে নতুন বা পুরাতন সবাই উপকৃত হতে পারে।

দুই দিন আগে পোস্ট করেছিলাম যে ট্রেজর ওয়ালেট এর সার্ভিস সেন্টার হ্যাক হয়েছিলো। যার ফলে প্রায় ৬৬০০০ হাজার ব্যাবহারকারীর ইমেইল এবং তাদের নাম চুরি হয়ে যায়। গতকাল থেকে সেই ব্যাবহারকারীরা ফিসিং ইমেইল পেতে শুরু করেছে। আমাদের থ্রেড এর কেউ যদি ট্রেজর ওয়ালেট ব্যাবহারকারী হয়ে থাকেন, আর ২০২১ সাল থেকে ২০২৪ এই সময়ের ভেতরে তাদের সাপোর্ট এ ইমেইল করে থাকেন, তাহলে আপনিও এরকম ইমেইল পেতে পারেন। সবাইকে সতর্ক থাকার পরামর্শ রইলো।
sr. member
Activity: 546
Merit: 309
January 24, 2024, 10:30:45 PM
যাই হোক আমি একটা ডোমেইন পারচেস্ট করতে চাচ্ছি। আপনাদের মধ্যে কারো কি ক্রিপ্ত কারেন্সি সাপোর্ট করে এমন ডোমেইন হোস্ট প্রোভাইডার এর এক্সপেরিয়েন্স আছে?
আমি লো কস্টে ভালো সিকিউর এবং প্রাইভেসি মেইনটেইন হবে এমন একটি ডোমেইন হোস্ট প্রোভাইডার ওয়েবসাইট খুজছি।
ডোমেইন হোস্টিং প্রভাইড করে এমন অনেক সাইট আছে। বাংলাদেশেরও অনেক সাইট আছে আমি একবার কিনছিলাম Hostingbangladesh ওয়েবসাইট থেকে কিন্তু তেমন ভালো পারফরম্যান্স পাইনাই হোস্টিং এর ক্ষেত্রে। ডোমেইন মূলত একটা নাম এটা কোনো সমস্যা না কিন্তু ভালো কম্পানি থেকে হোস্ট না নিলে আপনার সাইট ঠিকঠাক লোড হবে না। তাই GoDaddy, Namecheap, Hostinger এর মতো পপুলার কোম্পানির ডোমেইন হোস্ট ব্যবহার করেন বেটার এক্সপেরিয়েন্স পাবেন। কিন্তু আপনার কাছে Duel currency কার্ড না থাকলে সব যায়গা থিকা কিনতে পারবেন না। কারন অন্যান্য পেমেন্ট মেথড যেমন Google pay, Paypal এগুলো বাংলাদেশ থিকা ব্যবহার করা যায় না সহজে। তাই Namecheap তা ব্যবহার করতে পারেন এটা অনেক পপুলার এবং এখানে আপনে BTC, LTC এগুলা সহ আরো কিছু ক্রিপ্টোতে প্যামেন্ট করতে পারবেন। আমি কয়েকবার এখান থেকে কিনেছি। তবে নিজের ব্যাক্তিগত নিরাপত্তার সার্থে who is গার্ড নিয়ে নিবেন ১-৫$ এর মতো এক্সট্রা খরচ হতে পারে এর জন্য। এটি থাকলে আপনার ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য আপনি যে ক্রেতার নাম ঠিকানা নাম্বার দেবেন তা হাউড থাকবে কেউ দেখতে পাবে না।

------
যদিও আমি ডোমেন হোস্ট কখনো ব্যবহার করিনি আমারও করার ইচ্ছা ছিল ছোটখাটো ফেসবুক বিজনেস চালাই সেটার জন্য, ভাই আপনি এই https://www.hostinger.com/ ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। যদিও আমি নিজে এটি ব্যবহার করিনি তবে আমার এক পরিচিত কাছের বন্ধু রয়েছে সে এটি এক বছরের জন্য ইউজ করেছে তার কাছ থেকে শুনেছি ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করে এরকম গুলোর মধ্যে মোটামুটি ভালো।
hostinger ভালো আর তারা এখন অনেক পপুলার কিন্তু আমরা তো ভাই বাংলাদেশে থাকি তাই ইন্টারন্যাশনাল প্যামেন্ট এর ক্ষেত্রে গিয়ে আমরা আটকে যাই। আমার কাছে duel currency card আছে যা ব্যবহার করে আমি এখান থেকে কয়েকবার ডোমেইন কিনছি কিন্তু CL এর জন্য কার্ড না থাকে তাহলে সে প্যামেন্টে গিয়ে আটকে যাবে তাই সে Namecheap ব্যবহার করে ক্রিপ্টো দিয়া প্যামেন্ট করতে পারে এটা আমাদের জন্য ইজি হইবো যেহেতু আমরা ক্রিপ্টো নিয়া কাজ করি আর আমাদের কাছে ক্রিপ্টো অ্যাভেইলেবল থাকে
Pages:
Jump to: