Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 74. (Read 5684840 times)

sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 27, 2024, 10:34:54 PM
ভাই আপনার জন্য শুভ দিন আসতে চলেছে। আজকে মার্কেটে দেখলাম (ENJ) কয়েন $০.৪০ হিট করেছিলো। মনে হয় আপনার ১ম স্টেপ শিগ্রই শেষ হয়ে যাবে। শুভকামনা রইলো ভাই ২-১ মধ্যে জানি স্টেপ শেষ হয়।
স্টেপ-১ শেষ হতে এত দিন লাগবে সেটা আমি কল্পনায়ও বিশ্বাস করি নি। যাই হোক, আশা করি খুব শীঘ্রই শেষ হবে। আর স্টেপ-২ এর জন্য আমি অন্য কোন কয়েনে মুভ করবো না। এইটাতেই থাকবো।
ভাই স্টেপ কমপ্লিট হতে যেয়ে হচ্ছে না, একটুর জন্য হইলো না। ভাই আপনি ২য় স্টেপে অন্য কোন কয়েন যাবেন না এইটাতে থাকবেন, আচ্ছা ২য় স্টেপে এই কয়েনের প্রাইজ কি $০.৯২ ডলার হওয়ার টার্গেটে রাখবেন? আপনি যখন এই কয়েন কিনেছিলেন মেবি প্রাইজ ০.২৩ ছিলো, আপনার টার্গেট ছিল ০.৪৬ হলে সেল করা। সেই অনুযায়ী দ্বিতীয় স্টেপে টার্গেট থাকবে ০.৯২ হলে সেল করা আমার ধারনা কি সঠিক?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 27, 2024, 10:11:46 PM
ভাই আপনার জন্য শুভ দিন আসতে চলেছে। আজকে মার্কেটে দেখলাম (ENJ) কয়েন $০.৪০ হিট করেছিলো। মনে হয় আপনার ১ম স্টেপ শিগ্রই শেষ হয়ে যাবে। শুভকামনা রইলো ভাই ২-১ মধ্যে জানি স্টেপ শেষ হয়।
স্টেপ-১ শেষ হতে এত দিন লাগবে সেটা আমি কল্পনায়ও বিশ্বাস করি নি। যাই হোক, আশা করি খুব শীঘ্রই শেষ হবে। আর স্টেপ-২ এর জন্য আমি অন্য কোন কয়েনে মুভ করবো না। এইটাতেই থাকবো।
sr. member
Activity: 420
Merit: 376
February 27, 2024, 09:33:49 PM
To me, a forum where tens of thousands of people are active posting very regularly like in here, should also be having an influx of new users that are able to contribute that is akin to its active userbase. That would be at least a few hundreds of new users becoming legendary every year. If we check https://bpip.org/Report?r=mostmerit there's only one legendary user in the top 1000 with a registration date of 2021 and 14 users from 2020. So in a little more than 3 years only 15 users reached the maximum rank. Also note that the bottom of the top 1000 have only a tiny bit merit above the required 1k to become legendary so I wouldn't guess that there's many more besides that.

To become a Legendary w/ a 2021 registration date by now would mean posting just about every day (or at least 14 times per 2 weeks) since then, along with accumulating an average of ~1 merit every day... No easy feat really. It requires a lot of commitment to going beyond shitposting, which is a step most accounts here aren't willing to take. They are here because its "easy money"... once you have to put effort into it its no longer "easy" anymore. So they will never get beyond Sr. Member or Hero and they don't care.

I think it took me at least 4 years to get to Legendary based on the speed of my posting, which was intermittent. I don't think merits would have been a factor but who knows.
হ্যালো আমার প্রিয় ভাইয়েরা কেমন আছেন সবাই? আমি একটি লেখা কোট করেছি এখানে দেখতে পাচ্ছি নুটিলদাহ বলেছে ২০২১ সালের রেজিস্ট্রেশনের তারিখের এখন পর্যন্ত একজন কিংবদন্তি হয়ে ওঠার অর্থ হবে প্রতিদিন ১৪ বা এবং কি দুই সপ্তাহে অন্তত ১৪ বার পোস্ট করা। সেই সাথে প্রতিদিন গড়ে একটা করে মেধা সংগ্রহ করা। এবং ২০২০ সাল থেকে ১৪জন কিংবদন্তি রয়েছেন বলে দেখা যাচ্ছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে ফোরামে অনেক রেংকিং একাউন্ট রয়েছে কিন্তু ৪ বছরে এত অল্প কিংবদন্তি কেনো? এখানে আরো বেশি কিংবদন্তি থাকার কথা ছিলো বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন ভাইয়েরা?
কিংবদন্তি বা লিজেন্ডারি মেম্বার হওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় এর জন্য প্রয়োজন পড়ে অনেক বেশি সময় এবং অনেক বেশি মেরিট। আপনি যদি ট্যালেন্টেড না হন তাহলে হয়তো আপনার রেঙ্কের অগ্রগতি হইবে না কেননা আপনি আপনার পোস্ট অনুযায়ী মেরিট পাবেন না আপনি যত ভালো পোস্ট করবেন তত মেরিট পাইবেন এবং তত আপনার র‍্যাঙ্ক আপের দিকে আগাইয়া যাইবেন।

Quote
এই ফোরামে বাঙালিরা রয়েছে অনেক আগে থেকে আমাদের বাঙালিদের মধ্যে থেকে কি এই পর্যন্ত কোন কিংবদন্তি দেখতে পেয়েছেন আপনারা?
আর কিংবদন্তি হওয়ার ব্যপারাটা যারা ভালো জানেন তারা একটু ভালো ভাবে তুলে ধরবেন আমার বিষয়টা জানাই ইচ্ছে হয়েছে। সঠিকভাবে বুঝে উঠতে পারিনি সেজন্য আপনাদের মাঝে এটা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের থেকে ক্লিয়ার একটা আইডিয়া পাবো।
আমাগো এই ফোরামে বাঙ্গালীদের মধ্যে হয়তো অনেকেই কিংবদন্তি সদস্য রয়েছে আমরা তাদেরকে চিনি না যাদেরকে আমরা চিনি এবং জানি তারা হচ্ছে @LM, @sh এছাড়াও একজন সদস্য লিজেন্ডারি বা কিংবদন্তি রেংক এর দিকে আগায় যাইতাছে অথচ তার এক্টিভিটি কম আছে সে হচ্ছে @LB
member
Activity: 84
Merit: 57
February 27, 2024, 02:54:32 PM
To me, a forum where tens of thousands of people are active posting very regularly like in here, should also be having an influx of new users that are able to contribute that is akin to its active userbase. That would be at least a few hundreds of new users becoming legendary every year. If we check https://bpip.org/Report?r=mostmerit there's only one legendary user in the top 1000 with a registration date of 2021 and 14 users from 2020. So in a little more than 3 years only 15 users reached the maximum rank. Also note that the bottom of the top 1000 have only a tiny bit merit above the required 1k to become legendary so I wouldn't guess that there's many more besides that.

To become a Legendary w/ a 2021 registration date by now would mean posting just about every day (or at least 14 times per 2 weeks) since then, along with accumulating an average of ~1 merit every day... No easy feat really. It requires a lot of commitment to going beyond shitposting, which is a step most accounts here aren't willing to take. They are here because its "easy money"... once you have to put effort into it its no longer "easy" anymore. So they will never get beyond Sr. Member or Hero and they don't care.

I think it took me at least 4 years to get to Legendary based on the speed of my posting, which was intermittent. I don't think merits would have been a factor but who knows.
হ্যালো আমার প্রিয় ভাইয়েরা কেমন আছেন সবাই? আমি একটি লেখা কোট করেছি এখানে দেখতে পাচ্ছি নুটিলদাহ বলেছে ২০২১ সালের রেজিস্ট্রেশনের তারিখের এখন পর্যন্ত একজন কিংবদন্তি হয়ে ওঠার অর্থ হবে প্রতিদিন ১৪ বা এবং কি দুই সপ্তাহে অন্তত ১৪ বার পোস্ট করা। সেই সাথে প্রতিদিন গড়ে একটা করে মেধা সংগ্রহ করা। এবং ২০২০ সাল থেকে ১৪জন কিংবদন্তি রয়েছেন বলে দেখা যাচ্ছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে ফোরামে অনেক রেংকিং একাউন্ট রয়েছে কিন্তু ৪ বছরে এত অল্প কিংবদন্তি কেনো? এখানে আরো বেশি কিংবদন্তি থাকার কথা ছিলো বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন ভাইয়েরা?
এই ফোরামে বাঙালিরা রয়েছে অনেক আগে থেকে আমাদের বাঙালিদের মধ্যে থেকে কি এই পর্যন্ত কোন কিংবদন্তি দেখতে পেয়েছেন আপনারা?
আর কিংবদন্তি হওয়ার ব্যপারাটা যারা ভালো জানেন তারা একটু ভালো ভাবে তুলে ধরবেন আমার বিষয়টা জানাই ইচ্ছে হয়েছে। সঠিকভাবে বুঝে উঠতে পারিনি সেজন্য আপনাদের মাঝে এটা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের থেকে ক্লিয়ার একটা আইডিয়া পাবো।
hero member
Activity: 840
Merit: 522
February 27, 2024, 09:40:20 AM
আপনি হয়তো শুনে থাকবেন মানুষ একটা কথা প্রায়ই বলে, "অল্প বিদ্যা ভয়ংকরী"।
আমার এই কথাটা বলার একমাত্র উদ্দেশ্য হইলো যারা দেখবেন কেইট্টা হুজুর তারাই শবে বরাতকে বেদাত বলবে। আমাগো সমাজে কেইট্টা হুজুরের অভাব নাই। আর তাছাড়া আপনার কাছে এই প্রথম শুনলাম কোন আলেম ফেসবুকে বা অন্য যে কোন সোশ্যাল মিডিয়ায় শবে রাতকে বেদাত বলছে বা এটা নিয়ে কামড়াকামড়ি করছে।

নিজে ঠিক থাকলে জগত ঠিক কে কি বলল সে কথায় কান না দিয়ে নিজের পজিশনে নিজের ঠিক থাকা উচিত। আর আপনার শেষের কথা সাথে একমত হইলাম এসব বিষয়ে কামড়াকামড়ি না করাই ভালো।

যেসব আলেম ওলামা গন শবে বরাত কে বিদআত বলছে, তারা সবাই কিন্তু কেইট্টা হুজুর না। আপনি অনেক নামি আলেম ওলামা দের দেখবেন শবে বরাত নিয়ে এরকম ফতোয়া দিচ্ছে। তাদের মতে, শবে বরাতের কথা হাদিস, বা কোরআনের কোথাও উল্লেখ করা নাই। থাকবে কি করে? শবে বরাত সম্ভবত একটা ফারসি শব্দ। তবে হাদিসে বা কোরআনে শাবান মাসের এই রজনীর কথা উল্লেখ করা আছে। এখন ওনাদের যুক্তি হলো যে যেটা নবী রসুল আমল করে নাই, বা আমল করলেও এর কথা কোথাও উঠে আসে নাই, সেটা আপনারাও আমল করতে পারবেন না। করলেই সেটা বিদআত বলে ধরা হবে।

তাদের প্রতি আমার প্রশ্ন হলো, মানুষ তো এই রজনী উপলক্ষে নাচ গান করে না। মানুষ নামাজে সিজদাহ ২ টার বদলে ৩ টা দেয় না। তাহলে এটা নতুন আমল হলো কি করে? মানুষ তো এই রজনীতে নামাজ কালাম, আর জিকির নিয়েই থাকে। নফল ইবাদাত বিদআত হতে যাবে কেনো? ওনারা আসলে অল্প শিক্ষিত না, ওনারা অতি শিক্ষিত।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 27, 2024, 07:56:37 AM
খুবই খারাপ বলতে হবে। এখনো স্টেপ-১ শেষ করা হল না। ENJ গেমিং সেক্টরে অন্যতম সেরা কয়েন এবং কিছুদিন আগেই তারা মেইননেট শুরু করল। তবুও কোন রকম প্রভাব এর দামে পড়ল না। যাই হোক, আমার এই প্ল্যান দীর্ঘমেয়াদী তবে বুলরানের আগে যদি ২/৩টা স্টেপ সম্পন্ন করতে পারতাম তাহলে বুলরানের সময় কাজটা সহজ হইত।
ভাই আপনার জন্য শুভ দিন আসতে চলেছে। আজকে মার্কেটে দেখলাম (ENJ) কয়েন $০.৪০ হিট করেছিলো। মনে হয় আপনার ১ম স্টেপ শিগ্রই শেষ হয়ে যাবে। শুভকামনা রইলো ভাই ২-১ মধ্যে জানি স্টেপ শেষ হয়।


ওরে মার্কেট!! বিটকয়েন দেখি পাগলা ঘোড়ার মতো ছুটছে। প্রায় $৫৭কে প্লাস উঠছিলো। বিটকয়েন যেভাবে বাড়ছে তাতে মনে হয় হালভিং এর আগেই সর্বোচ্চ দাম অতিক্রম করবে। বুলরান এর আগেই আমারা বোনাস বুলরান পেয়ে গেলাম নাকী।  Shocked
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 27, 2024, 06:56:40 AM
তবে সামর্থ্য নাই তাই শুধু দেখেই যাই। আপনি যেহেতু বিটকয়েন সেভ করেছেন কিছু সেগুলো যতসম্ভব ধরে রাখেন অতি প্রয়োজন না হলে বিক্রি কইরেন না ভাই

আমি যেমনটা বলেছি, বিটকয়েন কিনে হোল্ড করে যদি লস করেন, সেটার জন্য বিপদে পড়তে হতে পারে। যেহেতু আপনার ফোরাম থেকে বিটকয়েন ইনকাম করার একটা উপায় আছে, আপনি কিন্তু চাইলে সেটার সঠিক ব্যাবহার করতে পারেন। প্রতি সপ্তাহে যেই পেমেন্ট পাচ্ছেন, সেটা খরচ না করে হোল্ড করতে পারেন। যতটুকু দরকার শুধু ততটুকুই খরচ করবেন। বাকিটা সেভ করার চেস্টা করেন। একটা সময় দেখবেন আপনার ভালো একটা হোল্ডিং হয়ে গেছে।

আমি কাউকেই সাজেশন করবো না যে আপনি কোনো কিছু সেল করে সেই টাকা দিয়ে বিটকয়েন কিনেন। কারণ, বিটকয়েন কখন কি করবে তা কেউ জানে না। তবে আপাতত বিটকয়েনের প্রাইস দেখে মনে হচ্ছে আমরা বুল রানে এন্ট্রি নিয়ে ফেলেছি।

আপনি তো পরের র‍্যাংক এর খুব কাছে চলে আসছেন। আপনাকে মেসেজ করবো ভেবেছিলাম। আপনার কিছু ভালো পোস্ট এর তালিকা করে আমাকে প্রাইভেট মেসেজে দিতে পারবেন? তাহলে একটু হেল্প হতো আরকি।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 26, 2024, 11:41:35 PM
কৃত্তিম বুদ্ধিমত্তাকে বলেছিলাম ছবি আঁকতে...

Theme: Crypto bull taking bath in Bangladesh pond

ফলাফল রইলো নিচে...



আপনার কমান্ড অনুযায়ী AI জেনারেট করা ছবিটা ভালোই হইছে,  AI কিছু ক্ষেত্রে একটু ভালো করলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের মতো কোনোকিছুতেই ভালো আউটপুট দিতে পারছেনা বর্তোমানে, তবে ছোটোখাটো কাজ গুলো ভালো ভাবেই করতে পারে। আমার কাছে মনে হচ্ছে AI আগামী কয়েক বছরের মধ্যেই মার্কেট হারাবে।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
February 26, 2024, 10:33:22 PM
কৃত্তিম বুদ্ধিমত্তাকে বলেছিলাম ছবি আঁকতে...

Theme: Crypto bull taking bath in Bangladesh pond

ফলাফল রইলো নিচে...

sr. member
Activity: 420
Merit: 376
February 26, 2024, 07:33:33 AM
প্রতি বছরই এই দিনটা নিয়ে ফেইসবুকে আলেম ওলামাদের কামড়াকামড়ি শুরু হয়ে যায়। আমরা সাধারন মানুষ, আমরা ইসলাম নিয়ে বেশি গবেষনা করি নাই। তবে, প্রতি বছরই আলেম ওলামাগন এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। কেউ বলে নবীজির সময়ে এই রাতে আলাদা করে কোনো আমল করা হয নাই। হাদিস বা কুরআনে কোথায় শবে বরাতের কথা উল্লেখ করা নাই। এই রাতে নাকি ইবাদত করার কথাও বলা নাই। এজন্য, এই রাতে ইবাদত করলে এটা নাকি বিদ’আত হবে।

আমি এসব তর্ক বিতর্কে যাইতে চাই না। এটা যেহেতু ক্ষমা পাওয়ার রাত, এই রাতে নফল ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াতে বিদ’আতের কি আছে, সেটা আমার বোধগম্য না। সুতরাং, কে কি বললো, সেগুলো নিয়ে না ভেবে আমি আমার মতো ছিলাম। তবে, এসব কামড়াকামড়ি আসলেই ভালো লাগছে না।
আপনি হয়তো শুনে থাকবেন মানুষ একটা কথা প্রায়ই বলে, "অল্প বিদ্যা ভয়ংকরী"।
আমার এই কথাটা বলার একমাত্র উদ্দেশ্য হইলো যারা দেখবেন কেইট্টা হুজুর তারাই শবে বরাতকে বেদাত বলবে। আমাগো সমাজে কেইট্টা হুজুরের অভাব নাই। আর তাছাড়া আপনার কাছে এই প্রথম শুনলাম কোন আলেম ফেসবুকে বা অন্য যে কোন সোশ্যাল মিডিয়ায় শবে রাতকে বেদাত বলছে বা এটা নিয়ে কামড়াকামড়ি করছে।

নিজে ঠিক থাকলে জগত ঠিক কে কি বলল সে কথায় কান না দিয়ে নিজের পজিশনে নিজের ঠিক থাকা উচিত। আর আপনার শেষের কথা সাথে একমত হইলাম এসব বিষয়ে কামড়াকামড়ি না করাই ভালো।




আজকে বিটকয়েনের প্রাইস আপের মুভমেন্ট দেখে মনে হইতাছে বিটকয়েন এক টানে হয়তো ৬০ হাজার ক্রস করতে পারে। বিটকয়েন এর দাম আজকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬০০ ডলার এর মতো উঠছিল। এখন সাময়িক কমছে তবে এখনো  ৫৩ হাজার এর উপরে বিটকয়েনের দাম রয়েছে। বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়াতে বিএনবি এবং ইথেরিয়াম এই কয়েনগুলোর দামও বৃদ্ধি পাইছে।
ইথেরিয়াম কয়েন এর দাম বর্তমানে ৩১৫৭ ডলার হয়েছে
বিএনবি কয়নের দাম ৪০০ ডলারের কাছাকাছি পৌঁছাইছে। বিএনপি কয়েনের দাম ৩৯৬ ডলার।

sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 26, 2024, 07:16:29 AM


প্রতি বছরই এই দিনটা নিয়ে ফেইসবুকে আলেম ওলামাদের কামড়াকামড়ি শুরু হয়ে যায়। আমরা সাধারন মানুষ, আমরা ইসলাম নিয়ে বেশি গবেষনা করি নাই। তবে, প্রতি বছরই আলেম ওলামাগন এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। কেউ বলে নবীজির সময়ে এই রাতে আলাদা করে কোনো আমল করা হয নাই। হাদিস বা কুরআনে কোথায় শবে বরাতের কথা উল্লেখ করা নাই। এই রাতে নাকি ইবাদত করার কথাও বলা নাই। এজন্য, এই রাতে ইবাদত করলে এটা নাকি বিদ’আত হবে।

আমি এসব তর্ক বিতর্কে যাইতে চাই না। এটা যেহেতু ক্ষমা পাওয়ার রাত, এই রাতে নফল ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াতে বিদ’আতের কি আছে, সেটা আমার বোধগম্য না। সুতরাং, কে কি বললো, সেগুলো নিয়ে না ভেবে আমি আমার মতো ছিলাম। তবে, এসব কামড়াকামড়ি আসলেই ভালো লাগছে না।
হ্যাঁ ভাই, বর্তমানে আমাদের দেশের একদল ওলামায়েকেরাম বলতেছে একদিকে, আবার আরেক দল ওলামায়েকেরাম বলতেছে তার বিপরীত দিকে। আমরা কার কথা বিশ্বাস করব কোনটি মেনে চলবে? আমরা আগে শবে বরাদ আসলে রুটি বানিয়ে আনন্দ উৎসব করতাম, এখন আলেমেরা বলে রুটি খাওয়া নাকী যায়েজ নাই।
তবে ভাই আমাদের এলাকায় কোন আলেম নামাজ পড়া নিয়ে বিদআত বলে নাই, আরো আমাদের কিভাবে নামাজ পড়তে হবে সে বিষয়ে সাহায্য করেছেন।


@shasan ভাই এই র‍্যাফেল টা শেয়ার করেন নাই তাই আমি শেয়ার করে দেই। যাইহীক, @krogothmanhattan
আবারো একটি ফ্রি রাফেল এনেছেন যারা আবেদন করতে চান আবেদন করে ফেলুন। র‍্যাফেল লিংক: https://bitcointalksearch.org/topic/m.63718803
!

hero member
Activity: 840
Merit: 522
February 26, 2024, 06:38:33 AM
আমাগো বাংলা থ্রেডের সকল ভাই-বোনদেরকে জানাইতাছি পবিত্র শবে-বরাতের শুভেচ্ছা। আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে আজকে বিশেষ তম একটি পবিত্র দিন। আজকের এই দিনটি আমাদের মুসলিম সম্প্রদায় সারম্বরে ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে পালন করে। প্রতিবছর হিজরী ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতে শবে বরাত এই মহিমান্বিত দিনটি পালিত হয়।

আজকের এই দিনে সবাই যেন তার পরিবারের সাথে আনন্দের সাথে থাকতে পারে এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পারে এটা কামনা করি।

প্রতি বছরই এই দিনটা নিয়ে ফেইসবুকে আলেম ওলামাদের কামড়াকামড়ি শুরু হয়ে যায়। আমরা সাধারন মানুষ, আমরা ইসলাম নিয়ে বেশি গবেষনা করি নাই। তবে, প্রতি বছরই আলেম ওলামাগন এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। কেউ বলে নবীজির সময়ে এই রাতে আলাদা করে কোনো আমল করা হয নাই। হাদিস বা কুরআনে কোথায় শবে বরাতের কথা উল্লেখ করা নাই। এই রাতে নাকি ইবাদত করার কথাও বলা নাই। এজন্য, এই রাতে ইবাদত করলে এটা নাকি বিদ’আত হবে।

আমি এসব তর্ক বিতর্কে যাইতে চাই না। এটা যেহেতু ক্ষমা পাওয়ার রাত, এই রাতে নফল ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াতে বিদ’আতের কি আছে, সেটা আমার বোধগম্য না। সুতরাং, কে কি বললো, সেগুলো নিয়ে না ভেবে আমি আমার মতো ছিলাম। তবে, এসব কামড়াকামড়ি আসলেই ভালো লাগছে না।
sr. member
Activity: 616
Merit: 322
February 26, 2024, 06:05:25 AM
ভাই আপনার ইনভেস্টমেন্ট করার সময় দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত আপনি অবশ্যই প্রফিটে আছেন এবং লাভজনক একটা অবস্থান করছেন, আপনি কি এখানে ধারাবাহিকভাবে ইনভেস্ট করেছেন নাকি হচ্ছে ধাপে ধাপে ইনভেস্ট করেছেন?  আর আপনি এখন পর্যন্ত কি ধাপে ধাপে ইনভেস্ট যে প্ল্যানিং সেটা ফলো করছেন নাকি নিজের মন মত ইনভেস্ট করছে?

আমার কাছে মনে হয় ধাপে ধাপে ইনভেস্ট করার যে প্রসেস এখানে ধাপে ধাপে ইনভেস্ট যদি কেউ করে। তাহলে তার লাভ বা প্রফিট একটু কম হতে পারে কিন্তু সে অনেক দিক থেকে সেভ থাকে এবং এটা মনে হয় একটা ভালো পরিকল্পনা হতে পারে স্বভাব ক্ষেত্রে।

হ্যা, ধরে নিতে পারেন যে প্রফিটে আছি। তবে আমি আসলে বিটকয়েন কিনি নাই। আগের পোষ্ট এ আমি অলরেডি উল্লেখ করেছি যে আমি আমার বিগত ১ বছরের ইনকামের প্রায় ৫০ ভাগ সেব করেছি আর বাকি ৫০ ভাগ খরচ করেছি। আমি প্রতি সপ্তাহে সিগন্যাচার ক্যাম্পেইন থেকে যা পেয়েছি, সেটার বেশিরভাগ আমি রেখে দিয়েছি। তো ধরে নিতে পারেন যে আমার পুরো ইনভেষ্টমেন্ট আসলে আমার সিগন্যাচার ক্যাম্পেইনের ইনকাম থেকেই।

সবাই যে ডলার কোষ্ট এভারেজ এর কথা বলে, সিগন্যাচার ক্যাম্পেইনের যে ইনকাম, সেটা মূলত ডলার কষ্ট এভারেজ বলেই ধরে নেয়া যায়। আমার মনে হয় লং টার্ম ধরে ইনভেষ্ট করার জন্য ডলার কষ্ট এভারেজ মেথডের বিকল্প নেই। তাই যারা ইনভেষ্ট করবে, তাদের জন্য এটাই সবচাইতে ভালো মেথড।
যাক আপনি তাও অন্তত ৫০% ধরে রাখতে পেরেছেন আমি তো তাও রাখতে পারিনি। বাস্তব জীবনটা অনেক কঠিন ভাই। যতদিন বাবার হোটেলে খাওয়া যায় ততদিন বাস্তবতা বোঝা যায় না। একটা জিনিস পাইতে দেরি হলে বাবাকে বলতাম যে কেনো দেরি হয় দিতে। আর এখন ইনকাম করতে কম করি না অনেক সেভ করে চলার চেষ্টা করি কিন্তু তবুও সেভ করতে পারি না। দেখা যায় যখন পরিকল্পনা করি যে বিটকয়েন হোল্ড করবো তখন আরো বেশি জরুরি হয়ে পড়ে টাকার। এর জন্য আমাদের হোল্ডিং করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তবে এটা শুনে ভালো লাগলো যে আপনি ৫০% সেভ করতে পেরেছেন।

বিটকয়েনের দাম যখন ১৫ হাজারের ঘরে নামলো তখন চিন্তা করলাম যে এর দাম ১৩ এর নিচে আইলে কিনবো। এমনও পরিকল্পনা করেছিলাম যে বাবার কাছে থেকে কিছু টাকা নিয়ে আর কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়ে জীবনের একটা স্বপ্ন পূরণ করবো ১ বিটকয়েন কিনে। তবে সে সুযোগ আর হয়ে উঠলো না। দেখতে দেখতে বিটকয়েনের দাম ১৫ হাজারের ঘর থেকে ৫২ হাজারে উঠে আসলো। শুধু চেয়ে চেয়ে দেখলাম। সামনে যে আরো কত কিছু দেখতে হবে..!  তবে সামর্থ্য নাই তাই শুধু দেখেই যাই। আপনি যেহেতু বিটকয়েন সেভ করেছেন কিছু সেগুলো যতসম্ভব ধরে রাখেন অতি প্রয়োজন না হলে বিক্রি কইরেন না ভাই
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 26, 2024, 12:18:29 AM
ভাই খালি আফসোস করি যে যখন ১৬কে, ১৮কে, ২৮কে ছিল তখন যদি আর একটু কিছু হোল্ডিং করতে পারতাম, দেখি ভবিষ্যতে আবার কোনদিন এরকম চান্স পাব কিনা, যদিও আমার মনে হয় না ১৬কে, ১৮কে এর মুখ আবারও দেখা যাবে। উচিত যতটুকুতে পরবর্তীতে আমাদের সমস্যায় করতে হয়, যদিও ইমার্জেন্সি সিচুয়েশন সবকিছু উলটপালট করে দিতে পারে।

ভাই, যারা ক্রিপ্টোকারেন্সি তে আছে, তাদের সবারই কিন্তু এই আফসোস আছে। সবারই সুযোগ ছিলো কম দামে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কেনার মতো। আমি তো ২০২০ সালের দিকে মনে হয় প্রতি মাসে ২ ইথেরিয়ামের মতো করে পেতাম। এবং সেটা প্রতি মাসেই খরচ করে ফেলতাম। যদি আমি তখন অর্ধেক রেখে দিতাম, আমার কাছে ৭০-৮০ লাখ টাকার ইথেরিয়াম থাকতো এখন। এছাড়া ডজ কয়েন কি পরিমানে যে নষ্ট করছি তার কোনো হিসাব নাই। একসাথে ৪০-৫০ হাজার করে ডজ কয়েন ডিপোজিট করে ক্যাসিনো তে ডাইস গেম খেলতাম। ৩-৪ লাখ ডজ কয়েন আমার কাছে তো ছিলোই। সেগুলো রেখে দিলে আজকে কোটিপতি হয়ে যেতাম। এসব চিন্তা করে আসলে লাভ নাই। যে যেখানে আছেন, সেখান থেকেই শুরু করেন। ক্রিপ্টো মারকেটে আপনি কখনোই লেট না। ইনভেস্টমেন্ট এর সুযোগ সব সময় আছে।
sr. member
Activity: 420
Merit: 376
February 25, 2024, 11:02:18 PM
ভাই খালি আফসোস করি যে যখন ১৬কে, ১৮কে, ২৮কে ছিল তখন যদি আর একটু কিছু হোল্ডিং করতে পারতাম, দেখি ভবিষ্যতে আবার কোনদিন এরকম চান্স পাব কিনা, যদিও আমার মনে হয় না ১৬কে, ১৮কে এর মুখ আবারও দেখা যাবে। উচিত যতটুকুতে পরবর্তীতে আমাদের সমস্যায় করতে হয়, যদিও ইমার্জেন্সি সিচুয়েশন সবকিছু উলটপালট করে দিতে পারে।
ভাই আফসোস তো আমিও করি মাঝে মাঝে মনে হয় কেন তখন ১ লাখ টাকা বিটকয়েন কিনে রাখলাম না, কিনে রাখলে আজকে চান্দে থাকতাম। ভাই আগামী বুলরানে ১০০কে দেখলে তো আরো মাথা খারাপ হবে।

ভাই সামনে বুলরানে যদি বিটকয়েনের দান ১০০কে অতিক্রম করে তাহলে আমার মনে হয় আমরা আবারো বিয়াতকয়েন ১৬-২০কে মধ্যে দেখতে পাবো না। কারন বিটকয়েনের দাম সর্বোচ্চ ৬৯কে থেকে মার্কেট ডাউন দিয়ে ১৬কে এসেছিলো, তাই যদি আগামী বুলরানে যদি ১০০কে ছাড়িয়ে যায় তাহলে পরবর্তী মার্কেট ডাউন দিলে আমার মনে হয় বিটকয়েন ৩০কে নিচে আসবে না। যাইহোক, দেখা যাক এবার বুলরানে বিটকয়েন দাম কতটা উচ্চতায় উঠতে পারে।
আসলে আমরা শুধু ভাবি বিটকয়েনের দাম কম হোক তারপর আমরা বিনিয়োগ করি। যখন এই বিটকয়েনের দাম ১৭ হাজার থেকে 18 হাজার ডলার ছিল তখন অনেকেই বিনিয়োগ করছিল না তখন তারা ভাবছিল হয়তো বিটকয়েনের দাম আরো কমবো তখন বিনিয়োগ করবো কিন্তু তারপরেই হঠাৎ কইরা বিটকয়েন এর দাম এক টানে ৩৪ হাজার ডলার স্পর্শ করছিল। পরে আবার কয়েকদিন পরে সেটা সেখান থেকে ৪১ হাজারে পৌঁছেছিল তারপর বিটকয়েন ইটিএফ অনুমোদন হওয়ার পর ৪৯০০০ ডলারে পৌঁছানোর পর সেখান থেকে মার্কেট কিছুটা ডাম্পিং করছিল পরে আবার বিটকয়েনের দাম বৃদ্ধি পাইয়া এখন বর্তমানে 51 হাজার ডলারে স্থিতিশীল অবস্থায় রয়েছে।

আমার মনে হইতাছে যাদের কাছে এখনো পর্যাপ্ত অর্থ আছে তাদের এখন থেকেই বিনিয়োগ কইরা যাওয়া উচিত অন্যথায় বিটকয়েনের দাম ১৭ হাজার যখন ছিল তখন যে রকম আফসোস হতো ঠিক কয়েকদিন পরে সেরকম আফসোস হবে এখন বিনিয়োগ না করলে।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 25, 2024, 07:52:30 PM
ভাই খালি আফসোস করি যে যখন ১৬কে, ১৮কে, ২৮কে ছিল তখন যদি আর একটু কিছু হোল্ডিং করতে পারতাম, দেখি ভবিষ্যতে আবার কোনদিন এরকম চান্স পাব কিনা, যদিও আমার মনে হয় না ১৬কে, ১৮কে এর মুখ আবারও দেখা যাবে। উচিত যতটুকুতে পরবর্তীতে আমাদের সমস্যায় করতে হয়, যদিও ইমার্জেন্সি সিচুয়েশন সবকিছু উলটপালট করে দিতে পারে।
ভাই আফসোস তো আমিও করি মাঝে মাঝে মনে হয় কেন তখন ১ লাখ টাকা বিটকয়েন কিনে রাখলাম না, কিনে রাখলে আজকে চান্দে থাকতাম। ভাই আগামী বুলরানে ১০০কে দেখলে তো আরো মাথা খারাপ হবে।

ভাই সামনে বুলরানে যদি বিটকয়েনের দান ১০০কে অতিক্রম করে তাহলে আমার মনে হয় আমরা আবারো বিয়াতকয়েন ১৬-২০কে মধ্যে দেখতে পাবো না। কারন বিটকয়েনের দাম সর্বোচ্চ ৬৯কে থেকে মার্কেট ডাউন দিয়ে ১৬কে এসেছিলো, তাই যদি আগামী বুলরানে যদি ১০০কে ছাড়িয়ে যায় তাহলে পরবর্তী মার্কেট ডাউন দিলে আমার মনে হয় বিটকয়েন ৩০কে নিচে আসবে না। যাইহোক, দেখা যাক এবার বুলরানে বিটকয়েন দাম কতটা উচ্চতায় উঠতে পারে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 25, 2024, 01:44:31 PM
আমি অবশ্য আমার গত ১ বছরের বিটকয়েন আর্নিং এর প্রায় ৫০ শতাংশ সেভ করতে পেরেছি এবং পুরোটাই হোল্ড করেছি। যখন আমি ফান্ড অন্য একটা ওয়ালেটে মুভ করেছি, তখন বিটকয়েনের প্রাইস ছিলো ২৭ হাজার ডলার। আমি এটাকেই যদি আমার এভারেজ বায়িং প্রাইস বা একুমুলেশন প্রাইস ধরি, তাহলে আমি এখনই লাভে আছি। যদিও বুল রানে কিছু প্রফিট ক্যাশ করার প্ল্যান আছে এবং ভবিষ্যতে যদি আবার ডিপ মার্কেট পাই, তখন আবার বাই ব্যাক করারও প্ল্যান আছে।

সব প্ল্যানই কাজে দিবে যদি হঠাৎ করে কোনো টাকার দরকার না পড়ে তাহলে। কিন্তু আল্লাহ না করুন যদি হঠাৎ বিপদে পড়ে কারো কাছে টাকা না পাই, তখন বিটকয়েনের দাম যাই হোক না কেনো, সেল তো করতেই হবে। দেখা যাক কি হয়। যদিও আমি সবাইকে কম পরিমানে ইনভেষ্ট এর কথা বলি, আমি নিজেই আমার সব টাকা বিটকয়েনে রেখে বসে আছি। আমাকে ফিয়্যাটলেস বলা চলে।
আসলে  ফিয়াট লেস থাকা ভালো তবে ভাই  ভোলাটিলিটিই তো সব নষ্টের মূল। আমি আবার পুরোপুরি ফিয়াট লেস নিজের আর্নিং এর দশ গড়ে থেকে বিশ শতাংশ আমি বিটকয়েন ইনভেস্ট করে থাকি। আর বাকিগুলো এ যাবৎ কাল পর্যন্ত ফিয়াট কারেন্সি করে ব্যাংকে নিয়ে নিতাম।
কিন্তু কদিন আগে আমি যে ব্যাংক ব্যবহার করি সেই ব্যাংকের ব্রাঞ্চ এ গিয়ে কর্মকর্তার সাথে কথা বলার পর আমার ফিয়াট করার ইচ্ছা বলতে গেলে এখন পুরোদমে চলে গিয়েছে। তাই বর্তমানে আমার ক্রিপ্টোকারেন্সি এর মধ্যে বেশিরভাগ ফান্ড রয়েছে যতটা না আমার ব্যাংকে রয়েছে। যদিও আমার হোল্ড করা বিটকয়েন, বিএনবি, আর কিছু টোকেন মিলেই ব্যাংকের টাকা কে ছাড়িয়ে যাবে। এখন সেটাকে আরো বাড়াতে  চাচ্ছি তবে সম্পূর্ণই ভোলাটিলিটি  যুক্ত  কয়েনে নয়। বর্তমানে আমি আমার ফান্ড কে  স্ট্যাবল কয়েনে রেখে আর আগের মত ১০% থেকে ২০ পার্সেন্ট প্রতি মাসে ইনভেস্ট চালিয়ে যাচ্ছি। এতে করে আমার ইমারজেন্সি সিচুয়েশন ফেস করার জন্য কিছুটা প্রস্তুতি নিয়ে থাকা হল, আর বাকিটা তো আল্লাহর উপর।

হ্যা, ধরে নিতে পারেন যে প্রফিটে আছি। তবে আমি আসলে বিটকয়েন কিনি নাই। আগের পোষ্ট এ আমি অলরেডি উল্লেখ করেছি যে আমি আমার বিগত ১ বছরের ইনকামের প্রায় ৫০ ভাগ সেব করেছি আর বাকি ৫০ ভাগ খরচ করেছি। আমি প্রতি সপ্তাহে সিগন্যাচার ক্যাম্পেইন থেকে যা পেয়েছি, সেটার বেশিরভাগ আমি রেখে দিয়েছি। তো ধরে নিতে পারেন যে আমার পুরো ইনভেষ্টমেন্ট আসলে আমার সিগন্যাচার ক্যাম্পেইনের ইনকাম থেকেই।

সবাই যে ডলার কোষ্ট এভারেজ এর কথা বলে, সিগন্যাচার ক্যাম্পেইনের যে ইনকাম, সেটা মূলত ডলার কষ্ট এভারেজ বলেই ধরে নেয়া যায়। আমার মনে হয় লং টার্ম ধরে ইনভেষ্ট করার জন্য ডলার কষ্ট এভারেজ মেথডের বিকল্প নেই। তাই যারা ইনভেষ্ট করবে, তাদের জন্য এটাই সবচাইতে ভালো মেথড।
মন্দ বলেন নাই ভাই সিগনেচার ক্যাম্পেইন এর পেমেন্টকে কেউ যদি ইনভেস্টমেন্ট হিসেবে নিতে চায় তাহলে এটাকেই অনেকটা  ডি সি এ মেথড হিসেবে গণ্য করা যেতে পারে। তবে ভাই আমি এই সিগনেচার ক্যাম্পেইনের ও বেশিরভাগ অংশ আমার খরচে কাটাই।ওইযে ভোলাটিলিটিই যত নষ্টের মূল এর জন্য, আমি মনে করি ইনভেস্টমেন্ট টা ওই পরিমাণেই হওয়া আর আমি বলব ভাই যারা বিটকয়েন ইনভেস্টমেন্ট করেছে লাইক ডি সি এ মেথড ফলো করে লং টার্ম ধরে করে আসছে তারা সবাই বর্তমানে লাভের মুখ দেখতেছে।
ভাই খালি আফসোস করি যে যখন ১৬কে, ১৮কে, ২৮কে ছিল তখন যদি আর একটু কিছু হোল্ডিং করতে পারতাম, দেখি ভবিষ্যতে আবার কোনদিন এরকম চান্স পাব কিনা, যদিও আমার মনে হয় না ১৬কে, ১৮কে এর মুখ আবারও দেখা যাবে। উচিত যতটুকুতে পরবর্তীতে আমাদের সমস্যায় করতে হয়, যদিও ইমার্জেন্সি সিচুয়েশন সবকিছু উলটপালট করে দিতে পারে।

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 25, 2024, 01:10:23 PM
Xprim777 আবারও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন ( Apeswap Coldshit)। মাত্র ১৬টি স্পট আছে। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-apeswap-coldkey-5486574


sr. member
Activity: 420
Merit: 376
February 25, 2024, 08:16:24 AM
পবিত্র শবে বরাতের শুভেচ্ছা





আমাগো বাংলা থ্রেডের সকল ভাই-বোনদেরকে জানাইতাছি পবিত্র শবে-বরাতের শুভেচ্ছা। আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে আজকে বিশেষ তম একটি পবিত্র দিন। আজকের এই দিনটি আমাদের মুসলিম সম্প্রদায় সারম্বরে ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে পালন করে। প্রতিবছর হিজরী ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতে শবে বরাত এই মহিমান্বিত দিনটি পালিত হয়।

আজকের এই দিনে সবাই যেন তার পরিবারের সাথে আনন্দের সাথে থাকতে পারে এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পারে এটা কামনা করি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 25, 2024, 06:31:25 AM
ভাই আপনার ইনভেস্টমেন্ট করার সময় দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত আপনি অবশ্যই প্রফিটে আছেন এবং লাভজনক একটা অবস্থান করছেন, আপনি কি এখানে ধারাবাহিকভাবে ইনভেস্ট করেছেন নাকি হচ্ছে ধাপে ধাপে ইনভেস্ট করেছেন?  আর আপনি এখন পর্যন্ত কি ধাপে ধাপে ইনভেস্ট যে প্ল্যানিং সেটা ফলো করছেন নাকি নিজের মন মত ইনভেস্ট করছে?

আমার কাছে মনে হয় ধাপে ধাপে ইনভেস্ট করার যে প্রসেস এখানে ধাপে ধাপে ইনভেস্ট যদি কেউ করে। তাহলে তার লাভ বা প্রফিট একটু কম হতে পারে কিন্তু সে অনেক দিক থেকে সেভ থাকে এবং এটা মনে হয় একটা ভালো পরিকল্পনা হতে পারে স্বভাব ক্ষেত্রে।

হ্যা, ধরে নিতে পারেন যে প্রফিটে আছি। তবে আমি আসলে বিটকয়েন কিনি নাই। আগের পোষ্ট এ আমি অলরেডি উল্লেখ করেছি যে আমি আমার বিগত ১ বছরের ইনকামের প্রায় ৫০ ভাগ সেব করেছি আর বাকি ৫০ ভাগ খরচ করেছি। আমি প্রতি সপ্তাহে সিগন্যাচার ক্যাম্পেইন থেকে যা পেয়েছি, সেটার বেশিরভাগ আমি রেখে দিয়েছি। তো ধরে নিতে পারেন যে আমার পুরো ইনভেষ্টমেন্ট আসলে আমার সিগন্যাচার ক্যাম্পেইনের ইনকাম থেকেই।

সবাই যে ডলার কোষ্ট এভারেজ এর কথা বলে, সিগন্যাচার ক্যাম্পেইনের যে ইনকাম, সেটা মূলত ডলার কষ্ট এভারেজ বলেই ধরে নেয়া যায়। আমার মনে হয় লং টার্ম ধরে ইনভেষ্ট করার জন্য ডলার কষ্ট এভারেজ মেথডের বিকল্প নেই। তাই যারা ইনভেষ্ট করবে, তাদের জন্য এটাই সবচাইতে ভালো মেথড।
Pages:
Jump to: