Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 76. (Read 5288927 times)

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 22, 2024, 12:08:59 PM
আচ্ছা আগে একটা বিষয় নিয়ে পোস্ট হইছিলো কি না সেইটা বাইর করার কি কোনো টুলস আছে? শর্টকাট ব্যবস্থা কি?
সম্ভাব্য টপিকগুলোতে আপনি যে পোস্ট খুজতেছেন সে পোস্টের মধ্যে যেসব শব্দ থাকতে পারে সেগুলো দিয়ে সার্চ করতে পারেন। অথবা ninjastic.space  এ গিয়ে টপিক আইডি দিয়েও সার্চ করতে পারেন।
sr. member
Activity: 546
Merit: 309
January 22, 2024, 11:14:23 AM
যদিও আজকে ঘাটতে গিয়ে দেখলাম আমাদের Little Mouse ভাই পূর্বেই অনেক সুন্দর করে একটি পোস্ট করেছে Loycev টপিকটি। যাইহোক ওনার এই পোস্টটি দেখার পর আমার মনে হয় না আর কোন নতুন পোষ্টের প্রয়োজন রয়েছে। যারা নতুন রয়েছেন তারা যদি এই সম্পর্কে জানতে চান তাহলে লিটল মাউস ভাইয়ের উপরের পোস্টটি পড়তে পারেন। তবে অবশ্যই অ্যাবিউজ থেকে দূরে থাকবেন আশা করি যা দেখলাম আমাদের বাংলা থ্রেডের বেশিরভাগ মানুষই এই ট্রাস্ট এর ব্যবহার সম্পর্কে জানেনা।
Little Mouse ভাই যেহেতু এই বিষয়ে অনেক আগেই একবার ট্রান্সলেট করে পোস্ট করছিলো তাই আপনার এই quote কোরাটাই যথেষ্ট আবার নতুন কইরা কোনো পোস্ট করার দরকার নাই কারন এখনে যথেষ্ট সুন্দর বিবরন দেওয়া আছে। Little Mouse ভাই দেখি এইটা ২০২০ সালে ট্রান্সলেট করেছিলো আর এটা অনেক নিচে পইরা গেছে তাই এইটা মনে না থাকাটা স্বাভাবিক। আপনে যহন এইটা খুইজা পাইছেন আপনাকে ধন্যবাদ। আচ্ছা আগে একটা বিষয় নিয়ে পোস্ট হইছিলো কি না সেইটা বাইর করার কি কোনো টুলস আছে? শর্টকাট ব্যবস্থা কি?
শর্টকাট ওয়ে বলতে আপনি গুগল ব্যবহার করতে পারেন আমার জানামতে এটি সবচাইতে দ্রুত এবং কার্যকরী মাধ্যম হতে পারে। আপনি এভাবে সার্চ করবেন যেমন এখন আলোচিত বিষয় হলো ট্রাস্ট সিস্টেম আপনি গুগলে সার্চ করুন এরকম Keyword লিখে (How to work Trust system Bitcointalk) এ ক্ষেত্রে আপনে গ্লোবাল টপিকগুলা দেখতে পাবেন সেই টপিক ভিজিটি করে দেখেন সেই টপিকগুলা বাংগালী কোনো মেম্বার ট্রান্সলেট করেছে কি না যদি করে সেখানে লিংক পাবেন Little Mouse ভাই এর এই ট্রান্সলেটটা যেভাবে খুজে পাওয়া গেছে। আবার বাংলা পোস্টেগুলা খোজার আরেকটা ওয়ে হলো এভবে সার্চ করতে পারেন এমন Keyword লিখে (ট্রাস্ট সিস্টেম কিভাবে কাজ করে Bitcointalk) তাইলে এমন কোনো কিছু থাকলে গুগল সার্চ রেজাল্টে আপনে দেখতে পাবেন।
member
Activity: 448
Merit: 10
January 22, 2024, 10:34:14 AM
যদিও আজকে ঘাটতে গিয়ে দেখলাম আমাদের Little Mouse ভাই পূর্বেই অনেক সুন্দর করে একটি পোস্ট করেছে Loycev টপিকটি। যাইহোক ওনার এই পোস্টটি দেখার পর আমার মনে হয় না আর কোন নতুন পোষ্টের প্রয়োজন রয়েছে। যারা নতুন রয়েছেন তারা যদি এই সম্পর্কে জানতে চান তাহলে লিটল মাউস ভাইয়ের উপরের পোস্টটি পড়তে পারেন। তবে অবশ্যই অ্যাবিউজ থেকে দূরে থাকবেন আশা করি যা দেখলাম আমাদের বাংলা থ্রেডের বেশিরভাগ মানুষই এই ট্রাস্ট এর ব্যবহার সম্পর্কে জানেনা।
Little Mouse ভাই যেহেতু এই বিষয়ে অনেক আগেই একবার ট্রান্সলেট করে পোস্ট করছিলো তাই আপনার এই quote কোরাটাই যথেষ্ট আবার নতুন কইরা কোনো পোস্ট করার দরকার নাই কারন এখনে যথেষ্ট সুন্দর বিবরন দেওয়া আছে। Little Mouse ভাই দেখি এইটা ২০২০ সালে ট্রান্সলেট করেছিলো আর এটা অনেক নিচে পইরা গেছে তাই এইটা মনে না থাকাটা স্বাভাবিক। আপনে যহন এইটা খুইজা পাইছেন আপনাকে ধন্যবাদ। আচ্ছা আগে একটা বিষয় নিয়ে পোস্ট হইছিলো কি না সেইটা বাইর করার কি কোনো টুলস আছে? শর্টকাট ব্যবস্থা কি?
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 22, 2024, 02:39:06 AM
প্রথমে একজনকে ধরেছিলো, পরে অই একজনের মাধ্যমেই সবাইকে ধরছে, পুলিশের হাতে ফোন ছিলো যারা  যোগাযোগ করছিলো সেই সময় সবাইকে ধরছে, এখোনো বের হতে পারেনি। ২ মাস তো হতেই চলেছে।
ওত্তেরি, কি শুনাইলেন! এ তো সাংঘাতিক কথাবার্তা। বাইদাওয়ে ওনাদের কোন আইন/ধারার জেলে ফেলে রাখছে সেটার ডিটেইল জানেন?

Quote
যদি আপনি প্যাথস ফাইল দিয়ে এ্যাক্টিভ করেন তাহলে শুধুমাত্র এ্যাক্টিভ করা লাগবেনা ডিজিটাল লাইসেন্স শো করবে, কিন্তু মেইল লগিন করলে কোনো সুজোগ শুবিধা পাবেন না, যেমন মাইক্রোসফট অফিস প্রিমিয়াম, অন ড্রাইভ স্টোরেজ, কাস্টোমার সাপোর্ট এগুলা পাবেন না। বর্তমানে উইন্ডোজ ১১ এর ডিজিটাল লাইসেন্স এর দাম Special Price Tk 18,000, ryanscomputers থেকে নিলে বাইরে সম্ভাবত আরো বেশি।
প্যাথস ফাইল দ্বারা কি আপনি প্যাচ (Patch/crack/activator) মিন করছেন? ধরতে পারিনাই।

না ভাই আমারটা জেনুইন-কি দ্বারা একটিভ করা। আর একটা মজার বিষয় শুনবেন? আমাকে আলাদা করে কখনো উইন্ডোজ এক্টিভ করতে হয়না। মানে কোনো কিছু লগিনও করতে হয়না, মাইক্রোসফ্ট একাউন্ট মেইল, কিছুই লাগেনা। অটোমিটিক এক্টিভ হয়ে যাবে। সম্ভবতো আমার ডিভাইস আইডি/হার্ডওয়ার আইডি/প্রোডাক্ট আইডি এগুলোর সাথে Sync হয়ে আছে কোনো এক সিস্টেমে। তাই কিছু করতে হয়না।

প্রথমে উইন্ডোজে (এক্টিভেটেড) ছিলাম, পরে ভাবলাম লিনাক্সে যাই, পরে আবার কিছুদিন পর ফ্রেশ উইন্ডোজে ব্যাক করলাম, করে দেখি আগে থেকেই এক্টিভ হয়ে আছে, উ লা লা। Grin

sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 22, 2024, 02:22:25 AM
এক্সজাক কাহিনিটা শেয়ার করা যাবে? কি ঘটছিল, পরবর্তীতে কি হইছে? আমার সাথে/আশেপাশে এমন হয়নি বাট বেশিরভাগ সময় যাদের নিউজ শুনছি, মানে ক্রিপ্টো রিলেটেড কিছুর সাথে থাকা ব্যক্তিদের ধরছে বা কিছু, এক্ষেত্রে প্রতিবারই তারা জুয়ার সাথে জড়িত ছিল এটা খেয়াল করছি। মানে সরাসরি ক্রিপ্টো থাকা বা ব্যবহারের জন্য ধরছে এমন শুনিনি। কিন্তু ক্রিপ্টো ব্যবহার করে ডলার কেনা বেচা, সাইটে  লোড করা, মানে জুয়া খেলা আরকি, এসবের কারণে ধরছে এমন শুনছি।

প্রথমে একজনকে ধরেছিলো, পরে অই একজনের মাধ্যমেই সবাইকে ধরছে, পুলিশের হাতে ফোন ছিলো যারা  যোগাযোগ করছিলো সেই সময় সবাইকে ধরছে, এখোনো বের হতে পারেনি। ২ মাস তো হতেই চলেছে।

ক্রাক ইউজ করিনা আর, ডিজিটাল লাইসেন্স দিয়ে লাইফটাইম একটিভ করা আমারটা।  Grin

যদি আপনি প্যাথস ফাইল দিয়ে এ্যাক্টিভ করেন তাহলে শুধুমাত্র এ্যাক্টিভ করা লাগবেনা ডিজিটাল লাইসেন্স শো করবে, কিন্তু মেইল লগিন করলে কোনো সুজোগ শুবিধা পাবেন না, যেমন মাইক্রোসফট অফিস প্রিমিয়াম, অন ড্রাইভ স্টোরেজ, কাস্টোমার সাপোর্ট এগুলা পাবেন না। বর্তমানে উইন্ডোজ ১১ এর ডিজিটাল লাইসেন্স এর দাম Special Price Tk 18,000, ryanscomputers থেকে নিলে বাইরে সম্ভাবত আরো বেশি।
sr. member
Activity: 392
Merit: 350
January 21, 2024, 11:27:23 PM
আপনি যেই পোস্ট টি কোট করেছেন, অলরেডি দেখি এই থ্রেডের প্রথম পেজে পিন্ট করে দেওয়া আছেই। DT কি এইটা কেউ বুঝিয়ে দিলে ভালো হতো? DT হতে হলে কি করনীয়? আর DT হলেইবা কী হয়?
ক্রিপ্ট লাইব্রেরী ভাই এখানে যে পোস্টটি কোট করেছে সেখান থেকে আমাদের মত নতুনদের অনেক কিছু জানার এবং শেখার আছে যার জন্য তিনি এটি গুরুত্বপূর্ণ ভেবে এখানে কোট করেছেন।
@S_Therapist এই ভাই ডিটি সিস্টেম কিভাবে কাজ করে সেই সম্পর্কে একটি বিস্তারিত পোস্ট করেছেন আপনি সেটা পড়লে ডিটি সম্পর্কে আরও অনেক অভিজ্ঞতা অর্জন করবেন।
[Explained] How DT system works= https://bitcointalksearch.org/topic/explained-how-dt-system-works-5072734
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 21, 2024, 09:34:48 PM
যদিও আজকে ঘাটতে গিয়ে দেখলাম আমাদের Little Mouse ভাই পূর্বেই অনেক সুন্দর করে একটি পোস্ট করেছে Loycev টপিকটি। যাইহোক ওনার এই পোস্টটি দেখার পর আমার মনে হয় না আর কোন নতুন পোষ্টের প্রয়োজন রয়েছে। যারা নতুন রয়েছেন তারা যদি এই সম্পর্কে জানতে চান তাহলে লিটল মাউস ভাইয়ের উপরের পোস্টটি পড়তে পারেন। তবে অবশ্যই অ্যাবিউজ থেকে দূরে থাকবেন আশা করি যা দেখলাম আমাদের বাংলা থ্রেডের বেশিরভাগ মানুষই এই ট্রাস্ট এর ব্যবহার সম্পর্কে জানেনা।

আমিও এই পোস্ট টি আগে পরেছিলাম, কিন্তু ভুলে গেইয়েছিলাম কখন কোথায় পরেছি। যাই হোক, গাইড টা একদম সাবলিল ভাষায় অনুবাদ করা হয়েছে। এর চাইতে ডিটেইল আর কোনোভাবে আসলে লেখা যায় না। আশা করি আমাদের লোকাল কমিউনিটি এটার সঠিক ব্যাবহার করবে। মূলত এরকম দরকারি পোস্ট পাওয়া যায়না বলেই আমি ইনফরমেটিভ পোস্ট আরকাইভ নামের একটা পোস্ট লিখতে চেয়েছিলাম যেটা প্রতি মাসে আপডেট করে করে পোস্ট করবো ভেবেছিলাম। যেহেতু রোক্সানা একাউন্ট পোস্ট করার কথা বলছিলো, তাই আমি ওনার ওপরে ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, হাতে কিছু অনুবাদের কাজ আছে এই মুহূর্তে, যেগুলো করার পর আমি একটু সময় পাবো। জানুয়ারী মাস শেষ হলেই ইনফরমেটিভ পোস্ট গুলো এক সাথে করে একটা লিস্ট বানাবো।

ট্রেজর হার্ডওয়্যার ওয়ালেট এর থার্ড পার্টি সাপোর্ট সেন্টার হ্যাক হয়েছিলো। এবং ২০২১ সাল থেকে যেসব গ্রাহক তাদের সাপোর্ট এ যোগাযোগ করেছে, তাদের সকলের ইমেইল এড্রেস এবং নিক নেম হ্যাকাররা হাতিয়ে নিয়েছে। সে ইউজারের পরিমান ৬৬০০০। এমনকি তারা কিছু গ্রাহক কে সিড পাঠানোর জন্য অফিশিয়াল ইমেইল থেকে মেইল ও করেছে। যদিও ট্রেজর দাবি করছে যে কোনো গ্রাহকের ফান্ড লস হয় নি। https://blog.trezor.io/trezor-security-update-stay-vigilant-against-potential-phishing-attack-bb05015a21f8
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 21, 2024, 03:31:06 PM
আমার আসে পাসের ও পরিচিত কয়েকজনকে ধরার পরে থেকে আমি ফোনে ক্রিপ্টো রিলেটেড কোনোকিছুই রাখিনা। কখন বিপদ কোন দিক দিয়ে চলে আসে বলা মুস্কিল...।
এক্সজাক কাহিনিটা শেয়ার করা যাবে? কি ঘটছিল, পরবর্তীতে কি হইছে? আমার সাথে/আশেপাশে এমন হয়নি বাট বেশিরভাগ সময় যাদের নিউজ শুনছি, মানে ক্রিপ্টো রিলেটেড কিছুর সাথে থাকা ব্যক্তিদের ধরছে বা কিছু, এক্ষেত্রে প্রতিবারই তারা জুয়ার সাথে জড়িত ছিল এটা খেয়াল করছি। মানে সরাসরি ক্রিপ্টো থাকা বা ব্যবহারের জন্য ধরছে এমন শুনিনি। কিন্তু ক্রিপ্টো ব্যবহার করে ডলার কেনা বেচা, সাইটে  লোড করা, মানে জুয়া খেলা আরকি, এসবের কারণে ধরছে এমন শুনছি।

Quote
সব থেকে ভালো ডিজিটাল লাইসেন্স ব্যাবহার করা, তাহলে ফিসিং হবার চান্স অনেক কম থাকে। আর ক্রাক সফটওয়্যার ব্যাবহার না করলে আপনি সেফ।
ক্রাক ইউজ করিনা আর, ডিজিটাল লাইসেন্স দিয়ে লাইফটাইম একটিভ করা আমারটা।  Grin
member
Activity: 94
Merit: 28
January 21, 2024, 10:57:11 AM
,.............
আপনি যেই পোস্ট টি কোট করেছেন, অলরেডি দেখি এই থ্রেডের প্রথম পেজে পিন্ট করে দেওয়া আছেই। DT কি এইটা কেউ বুঝিয়ে দিলে ভালো হতো? DT হতে হলে কি করনীয়? আর DT হলেইবা কী হয়?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 21, 2024, 09:27:02 AM
sr. member
Activity: 546
Merit: 309
January 21, 2024, 08:50:34 AM
আমাদের বাংলা থ্রেড এ কিন্তু অনেক টিউটোরিয়াল টাইপের পোস্ট আছে, কিন্তু যেহেতু আমরা একটা থ্রেড এর ভেতরে, পোস্ট গুলো আস্তে আস্তে অন্য পোস্ট এর ভেতরে হারিয়ে যায়। যেকারনে ১ টা পোস্ট ৩০ জন মানুষ পড়তে পারে কি না, সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। আমাদের থ্রেড এর বেশিরভাগ ইউজার রা ফোরামের অনেক কিছুই জানেন না। আবার অনেকে জানলে সেটার অপ ব্যাবহার করা শুরু করে। আপনারা কি ভেবেছেন যে ট্রাস্ট সিস্টেম কিভাবে কাজ করে? ফিডব্যাক সিস্টেম কিভাবে কাজ করে? অনেকেই হয়তো জানেন, কিন্তু সেগুলোর কোনো ব্যাবহার আমাদের লোকাল ইউজার রা করে না। এখন এসব নিয়ে লিখতে ভয় লাগে যে কখন যানি আপনারা নিজেদের টিম নিয়ে ঝাপিয়ে পড়েন এবিউজ করতে। গতকাল রাতে ক্রিপ্টো লাইব্রেরী ভাইয়ের সাথে কথা হচ্ছিলো এই ব্যাপারেই। উনিও লিখতে চাচ্ছিলো। আপনারা নিজেরা কি ডিটি নেটওয়ার্ক কিভাবে কাজ করে, কি করলে ট্রাস্ট ইনক্লুশন পাবেন, কি কি করা উচিৎ, কি কি করা উচিৎ না, সেই ব্যাপারে জানতে চান না? আপনারা যদি এবিউজ না করেন, আশা করি ক্রিপ্টো লাইব্রেরী ভাই আপনাদের জন্য একটা সুন্দর লেখা উপহার দিবেন।
Crypto Library ভাই এই বিষয় নিয়া চিন্তা করার আগেই আমি এইটা নিয়া ভাবছি আর ওনার সাথে আমি আমার এখানে এন্ট্রি হবার কিছুদিন পরেই আলোচনা করছিলাম সেই সময় Crypto Library একটা ভালো পজিশনে ছিলো আর তাকে দেখে মেধাবী মনে হইছে তাই আমি বিষয়টা তার সাথে শেয়ার করছিলাম কিন্তু সে আমারে এইটা পোস্ট করতে না করেছিলো কারন আমরা তো জানি আমাদের এখানে কয়টা গ্রুপ তৈরি হইছে আর প্রতিটা গ্রুপে কতগুলা কইরা একাউন্ট আছে এইটা পোস্ট করলে তারা না জানি আবার কোন খেলা দেখায়।

যাইহোক কিছুদিন যাবত অনেকেই দেখি সতর্ক হইছে আর মেরিট এভিউসিং কমিয়ে দিছে। তাহলে কি ভাই ব্রাদার্সরা সভ্য হতে শুরু করলো নাকি তাদের থলি থেকে Smerit শেষ হইয়া গেছে  Huh যাইহোক যেটাই হোক এভিউসিং তো কমে গেছে এটাই বড় বিষয়। এখন আমাদের বাংগালী থ্রেডে আপনি আর Little Mouse DT র‍্যাংকে আছেন আপনারা কারো মুখের দিকে না তাকাইয়া কিছু কিছু একশন নেন তাহলে থ্রেডটা আরো পরিষ্কার দেখা যাবে। এখন আপনি আর Little Mouse যেহেতু DT তে আছেন আপনারা এভিউসিং এর বিষয়গুলা পর্যবেক্ষণ কইরা যদি একশন নিয়া এভিউসিং কন্ট্রোল করতে পারেন তাহলে Crypto Library চাইলে ট্রাস্ট সিস্টেমের বিষয়টা পোস্ট করতে পারে অথবা আপনিও করতে পারেন সমস্যা নাই।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 21, 2024, 04:02:02 AM
এটি খুব গুরুত্বপূর্ণ। তবে বাঙালিরা যেমন তাতে এটা এখানে পোস্ট করা উচিৎ না। কারণ তারা মেরিট এর মতো ট্রাস্ট নিয়াও উলটা পালটা শুরু করবো ভাই। বিভিন্ন ইভেন্ট এর সুযোগ নিয়া অনেকেই অনেকগুলা মাল্টি একাউন্ট কইরা রাখছে এটা সবাই জানেন যেগুলা দিয়া মেরিট ট্রানজেকশন করে নিজেরাই এরপর ট্রাস্ট সিস্টেম জানলে এইটা নিয়া যে কি করবো তা ভাবা যায় না। যদি কারো মুরাদ থাকে তারা এই বিষয়গুলা খুইজা বাইর কইরা নেজে নিজে বুঝুক আর যারা এমন কষ্ট কইরা নিজেই এইসব বাইর কইরা পইড়া বুঝতে পারে তারা আশা করা যায় ট্রাস্ট সিস্টেমের কোনো অপব্যবহার করবার জাইবো না।

এই এবিউজ এর ভয়ের কারনেই মূলত সাহসে কুলায় না। আমাদের বাংলাদেশ থ্রেড এর প্রায় বেশিরভাগ ইউজারদের নামে এলিগেশন লেগে আছে। নানান সময়ে নানান যায়গায় এবিউজ, চিটিং সহ আরো কতো কিছু করে যাচ্ছে। মানুষ না বুঝে যেসব কাজ করে, সেগুলো আসলে ক্ষমা করে দেয়া উচিৎ। অনেকেই আছে যে নতুন অবস্থায় এসে নিয়ম কানুন যানে না, তখন তারা কিছু ভুল করে ফেলে। সেগুলো আসলে ক্ষমার যোগ্য। কিন্তু যখন একজন মানুষ ফোরামে অলরেডি ভালো একটা সময় পার করেছে এবং ফোরামের প্রায় সকল নিয়ম কানুন জানে, কিন্তু বেশি দ্রুত এগিয়ে যাওয়ার আশায় ফোরামের রুলস তোয়াক্কা না করে আকাম কুকাম করে বসে, তারা কি ক্ষমার যোগ্য? খুব রিসেন্টলি আমাদের থ্রেডের একজন এরকম কাজ করেছে। এগুলো কি মাফ করার মতো?
full member
Activity: 742
Merit: 157
January 20, 2024, 02:03:28 PM
ক্রিপ্টো কারেন্সি বৈধ হলে আমরা কিছু সুযোগ সুবিধা নিশ্চই পাইতাম, তবে কে চায় নিজের পকেট থেকে টাকা খোয়াতে? আমি ফোরামে এমন অনেক গ্লোবাল মেম্বারদেরকে দেখেছি তাদের ভ্যাট ট্যাক্স নিয়ে হতাশা প্রকাশ করতে। জোকার জস্যু একতা থ্রেড এ বলতেছিলো যে তার দেশে ক্রিপ্টো প্রফিটের ওপর ২৮% ভ্যাট দিতে হয়। তো সেখানে আমি বলছিলাম যে ২৮% ভ্যাট আসলে অনেক বেশি। আমি আমার ইনকামের ওপর ১৫% এর ওপর ভ্যাট দেয়া কল্পনাই করতে পারি না। সেখানে লয়সে পোস্ট করলো যে, যদি সে অন্তত ২৮% ভ্যাট দিতে পারতো! তার মানে বুঝতে পারলেন? তার দেশে হয়তো সেই ভ্যাটের পরিমান আরো বেশি। উন্নত দেশগুলোতে যদি ভ্যাট ট্যাক্স এর পরিমান এরকম হয়, তাহলে আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তে সেই পরিমান টা কতো হতে পারে ভেবে দেখেন। সরকার চাইলে কিন্তু ক্রিপ্টোর বৈধতা দিতে পারে, তবে এতে করে সরকার মহলের অনেক বড় বড় নেতারাও ফেসে যাবে। কারন তারা নিজেরাও বিটকয়েন ইউজার।
আপনার পোস্ট পড়ে আমার মনে হইতেছে বাংলাদেশের ক্রিপ্টেকারেন্সি বৈধ না হলেই ভালো হয়। যেমন ধরুন কেউ যদি কোন সিগনেচার ক্যাম্পেইন থেকে অথবা ট্রেডিং করে মাসে এক হাজার টাকা ইনকাম করে সেখান থেকে যদি তাকে ৩০০ টাকা ভ্যাট দিতে হয় তাহলে দেখা যাবে আয়ের থেকে ব্যয় বেশি।

আমরা হয়তো এখনো অনেক সুবিধা পাচ্ছি তাদের তুলনায় যারা ক্রিপ্টো ভ্যাট নিয়ে অসুবিধায় বুকছেন তাদের থেকে। আমাদের এদেশে এখনো ক্রিপ্টোকারেন্সি বৈধ করা হয়নি যার জন্য আমাদেরকে এই ভ্যাট দেওয়ার সমস্যায় ভুগতে হচ্ছে না।
আমরা জানি যে দেশের মানুষ যত বেশি ট্রাক্স প্রদান করবে সেই দেশের মানুষ তত উন্নত সুযোগ সবিধা পাবে সেই সাথে দেশও উন্নত হবে এবং আরও সমৃদ্ধি অর্জন করবে। কিন্তু আমাদের দেশের গড় মানুষের যে প্রবনতা ট্রাক্স প্রদানে বিমুখতা সেখানে ক্রিপ্টোকারিন্সি ব্যবহারকারীরা হিসেবে কি তারা ট্রাক্স পদ্রান করবে? আমার মনে হয় না আর না করারও কিছু কারন থাকতে পারে যেমন কেউ চায়না তার এসেট সম্পর্কে অন্য কেউ জানুক অর্থাৎ সবাই ডিসেন্ট্রাইডজড সিন্টেমটিকেই প্রিফার করে। যদি ট্রাক্স প্রদান করতে যায় তখন তাদের অবশ্যই ক্রিপ্টো সম্পদের বিবরন দিতে হবে। যা কেউ কখনই চাইবে না। তাছাড়া ক্রিপ্টোকারেন্সির উপর ট্রাক্স আরোপ করাও অত্যন্ত কঠিন কাজ যা বড় বড় দেশগুলো এখনো পরিপুর্ন সমাধান নিয়ে আসতে পারেনি সেই ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোতে এটি এখনো দুঃস্বপ্ন হবে। আর ট্রাক্স গ্রহনের আগে অবশ্যই ক্রিপ্টোকে সম্পুর্নভাবে আইনি বৈধতা দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য সকল জায়গাতে ক্রিপ্টোকারন্সি নিয়ে মানুষের সচেতনতা সহ ক্রিপ্টোাকারেন্সির নানা দিক তুলে ধরতে হবে। যা অবশ্যই দীর্ঘ সময়ের ব্যাপার। আমি মনে করি না যে  এই সব আমরা বেচে থেকে দেখে যেতে পারব। তবে বিশ্ব যখন এগিয়ে যাবে তখন এর সাথে তাল মেলাতে হলেও এই বিষয় গুলোকে খাপখাওয়াতে হবে।  বিশেষ করে যদি ইন্ডিয়াতে এর অনুমোদন হয় তাহলে তার কয়েক বছর  পর আমরাও সেটি পেতে পারি।
member
Activity: 448
Merit: 10
January 20, 2024, 10:26:05 AM
আমাদের বাংলা থ্রেড এ কিন্তু অনেক টিউটোরিয়াল টাইপের পোস্ট আছে, কিন্তু যেহেতু আমরা একটা থ্রেড এর ভেতরে, পোস্ট গুলো আস্তে আস্তে অন্য পোস্ট এর ভেতরে হারিয়ে যায়। যেকারনে ১ টা পোস্ট ৩০ জন মানুষ পড়তে পারে কি না, সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। আমাদের থ্রেড এর বেশিরভাগ ইউজার রা ফোরামের অনেক কিছুই জানেন না। আবার অনেকে জানলে সেটার অপ ব্যাবহার করা শুরু করে। আপনারা কি ভেবেছেন যে ট্রাস্ট সিস্টেম কিভাবে কাজ করে? ফিডব্যাক সিস্টেম কিভাবে কাজ করে? অনেকেই হয়তো জানেন, কিন্তু সেগুলোর কোনো ব্যাবহার আমাদের লোকাল ইউজার রা করে না। এখন এসব নিয়ে লিখতে ভয় লাগে যে কখন যানি আপনারা নিজেদের টিম নিয়ে ঝাপিয়ে পড়েন এবিউজ করতে। গতকাল রাতে ক্রিপ্টো লাইব্রেরী ভাইয়ের সাথে কথা হচ্ছিলো এই ব্যাপারেই। উনিও লিখতে চাচ্ছিলো। আপনারা নিজেরা কি ডিটি নেটওয়ার্ক কিভাবে কাজ করে, কি করলে ট্রাস্ট ইনক্লুশন পাবেন, কি কি করা উচিৎ, কি কি করা উচিৎ না, সেই ব্যাপারে জানতে চান না? আপনারা যদি এবিউজ না করেন, আশা করি ক্রিপ্টো লাইব্রেরী ভাই আপনাদের জন্য একটা সুন্দর লেখা উপহার দিবেন।
এটি খুব গুরুত্বপূর্ণ। তবে বাঙালিরা যেমন তাতে এটা এখানে পোস্ট করা উচিৎ না। কারণ তারা মেরিট এর মতো ট্রাস্ট নিয়াও উলটা পালটা শুরু করবো ভাই। বিভিন্ন ইভেন্ট এর সুযোগ নিয়া অনেকেই অনেকগুলা মাল্টি একাউন্ট কইরা রাখছে এটা সবাই জানেন যেগুলা দিয়া মেরিট ট্রানজেকশন করে নিজেরাই এরপর ট্রাস্ট সিস্টেম জানলে এইটা নিয়া যে কি করবো তা ভাবা যায় না। যদি কারো মুরাদ থাকে তারা এই বিষয়গুলা খুইজা বাইর কইরা নেজে নিজে বুঝুক আর যারা এমন কষ্ট কইরা নিজেই এইসব বাইর কইরা পইড়া বুঝতে পারে তারা আশা করা যায় ট্রাস্ট সিস্টেমের কোনো অপব্যবহার করবার জাইবো না।
sr. member
Activity: 392
Merit: 350
January 20, 2024, 09:40:07 AM
আমাদের বাংলা থ্রেড এ কিন্তু অনেক টিউটোরিয়াল টাইপের পোস্ট আছে, কিন্তু যেহেতু আমরা একটা থ্রেড এর ভেতরে, পোস্ট গুলো আস্তে আস্তে অন্য পোস্ট এর ভেতরে হারিয়ে যায়। যেকারনে ১ টা পোস্ট ৩০ জন মানুষ পড়তে পারে কি না, সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। আমাদের থ্রেড এর বেশিরভাগ ইউজার রা ফোরামের অনেক কিছুই জানেন না। আবার অনেকে জানলে সেটার অপ ব্যাবহার করা শুরু করে। আপনারা কি ভেবেছেন যে ট্রাস্ট সিস্টেম কিভাবে কাজ করে? ফিডব্যাক সিস্টেম কিভাবে কাজ করে? অনেকেই হয়তো জানেন, কিন্তু সেগুলোর কোনো ব্যাবহার আমাদের লোকাল ইউজার রা করে না। এখন এসব নিয়ে লিখতে ভয় লাগে যে কখন যানি আপনারা নিজেদের টিম নিয়ে ঝাপিয়ে পড়েন এবিউজ করতে। গতকাল রাতে ক্রিপ্টো লাইব্রেরী ভাইয়ের সাথে কথা হচ্ছিলো এই ব্যাপারেই। উনিও লিখতে চাচ্ছিলো। আপনারা নিজেরা কি ডিটি নেটওয়ার্ক কিভাবে কাজ করে, কি করলে ট্রাস্ট ইনক্লুশন পাবেন, কি কি করা উচিৎ, কি কি করা উচিৎ না, সেই ব্যাপারে জানতে চান না? আপনারা যদি এবিউজ না করেন, আশা করি ক্রিপ্টো লাইব্রেরী ভাই আপনাদের জন্য একটা সুন্দর লেখা উপহার দিবেন।
ভাই যদি সবকিছু জানতে চাই তাহলে তো বিরক্ত হয়ে যাবেন মনে হয়। Cheesy ভাই যত দ্রুত পারেন টিউটোরিয়াল লিখে ফেলেন আমাদের সবারই শেখা উচিত কিভাবে ট্রাস্ট এবং ফিডব্যাক সিস্টেম কাজ করে সে সম্পর্কে। আমি এখানে কোন কিছু জিজ্ঞাসা করিনি কোন পোস্টে তবে আপনার PGP নিয়ে আমি সংশয় ছিলাম সেখানে কয়েকটি পোস্ট করেছিলাম না বোঝার জন্য। তেমনি  ক্রিপ্টো লাইব্রেরি এর একটি পোস্ট ছিল BPIP extention using method in Mobile Browser এক্সটেনশন নিয়ে সেটা নিয়েও তাকে আমি বারবার জিজ্ঞাসা করেছি এমনকি তার দিকনির্দেশনা মোতাবেক আমি সেটা শিখেছি।
আমি আপনাদের অনেককে পিএম দিতে চেয়েছিলাম কিন্তু দেইনি ভয় পেয়ে যে আপনারা যদি আবার অন্য কিছু মনে করেন তার জন্য নিজেকে বিরত রেখেছি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 20, 2024, 04:33:25 AM
আমাদের বাংলা থ্রেড এ কিন্তু অনেক টিউটোরিয়াল টাইপের পোস্ট আছে, কিন্তু যেহেতু আমরা একটা থ্রেড এর ভেতরে, পোস্ট গুলো আস্তে আস্তে অন্য পোস্ট এর ভেতরে হারিয়ে যায়। যেকারনে ১ টা পোস্ট ৩০ জন মানুষ পড়তে পারে কি না, সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। আমাদের থ্রেড এর বেশিরভাগ ইউজার রা ফোরামের অনেক কিছুই জানেন না। আবার অনেকে জানলে সেটার অপ ব্যাবহার করা শুরু করে। আপনারা কি ভেবেছেন যে ট্রাস্ট সিস্টেম কিভাবে কাজ করে? ফিডব্যাক সিস্টেম কিভাবে কাজ করে? অনেকেই হয়তো জানেন, কিন্তু সেগুলোর কোনো ব্যাবহার আমাদের লোকাল ইউজার রা করে না। এখন এসব নিয়ে লিখতে ভয় লাগে যে কখন যানি আপনারা নিজেদের টিম নিয়ে ঝাপিয়ে পড়েন এবিউজ করতে। গতকাল রাতে ক্রিপ্টো লাইব্রেরী ভাইয়ের সাথে কথা হচ্ছিলো এই ব্যাপারেই। উনিও লিখতে চাচ্ছিলো। আপনারা নিজেরা কি ডিটি নেটওয়ার্ক কিভাবে কাজ করে, কি করলে ট্রাস্ট ইনক্লুশন পাবেন, কি কি করা উচিৎ, কি কি করা উচিৎ না, সেই ব্যাপারে জানতে চান না? আপনারা যদি এবিউজ না করেন, আশা করি ক্রিপ্টো লাইব্রেরী ভাই আপনাদের জন্য একটা সুন্দর লেখা উপহার দিবেন।
member
Activity: 94
Merit: 28
January 20, 2024, 03:47:35 AM
মার্কেট আপডেট :

বিটকয়েন ৪০৩০০$ এ শক্তিশালী সাপোর্ট আছে সেটা যদি ভেঙে দেয় মার্কেট $৩৮০০০ ডলারএ যেতে পারে বা ৩৬০০০$ এ। তবে সেটা সম্ভবনা খুবই কম।  মার্কেট হয়ত ৪০৩০০$ এখান থেকে পাম্প করতে পারে। তাহলে আমরা পরবর্তীতে বিটকয়েনকে ৪৫০০০০$ এ দেখতে পারি। তার সাথে যারা অন্য কয়েন কিনে রাখছেন বা লসে আছেন তাদের বলব একসাথে কখনও সব ডলার ইনভেস্ট করবেন না। একটা কয়েন এ আপনি DCA করে বাই করবেন তাতে লস কম হবে লাভের চান্স বেশি হবে। যাক লসে থাকলে হোল্ড করুন। মার্কেট যদি বেশি ডাউন ও হয়, খুব দ্রুত রিকোভার হবে ইন শা আল্লাহ।

🙂কপি পেস্ট করা যারা মাইনিং করে তাদের জানানোর জন্য 😊
কপি করে পোস্ট করেছেন তার জন্য আপনার উৎসর লিংকটি অ্যাড করে দেওয়া উচিত ছিল। আর আপনি যেরকম ভাবে ভবিষ্যৎবাণী করে দিলেন এটা কি আদো সত্যি হবে , এরকম ভবিষ্যৎবাণী আদৌ যুক্তিযুক্ত নয়। যখন বিটকয়েন মার্কেটে চাহিদা বেড়ে যায় তখন মার্কেটে দাম বাড়তে থাকে। যখন মার্কেটে অনেকেই সেল করে দিতে শুরু করেন, সে সময় আবার মার্কেট ডাউন হতে দেখা যায়। বিটকয়েন মার্কেটের বৈশিষ্ট্য দাম কমবে বাড়বে।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
January 19, 2024, 10:56:45 PM
ক্রিপ্টো কারেন্সি বৈধ হলে আমরা কিছু সুযোগ সুবিধা নিশ্চই পাইতাম, তবে কে চায় নিজের পকেট থেকে টাকা খোয়াতে? আমি ফোরামে এমন অনেক গ্লোবাল মেম্বারদেরকে দেখেছি তাদের ভ্যাট ট্যাক্স নিয়ে হতাশা প্রকাশ করতে। জোকার জস্যু একতা থ্রেড এ বলতেছিলো যে তার দেশে ক্রিপ্টো প্রফিটের ওপর ২৮% ভ্যাট দিতে হয়। তো সেখানে আমি বলছিলাম যে ২৮% ভ্যাট আসলে অনেক বেশি। আমি আমার ইনকামের ওপর ১৫% এর ওপর ভ্যাট দেয়া কল্পনাই করতে পারি না। সেখানে লয়সে পোস্ট করলো যে, যদি সে অন্তত ২৮% ভ্যাট দিতে পারতো! তার মানে বুঝতে পারলেন? তার দেশে হয়তো সেই ভ্যাটের পরিমান আরো বেশি। উন্নত দেশগুলোতে যদি ভ্যাট ট্যাক্স এর পরিমান এরকম হয়, তাহলে আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তে সেই পরিমান টা কতো হতে পারে ভেবে দেখেন। সরকার চাইলে কিন্তু ক্রিপ্টোর বৈধতা দিতে পারে, তবে এতে করে সরকার মহলের অনেক বড় বড় নেতারাও ফেসে যাবে। কারন তারা নিজেরাও বিটকয়েন ইউজার।
আপনার পোস্ট পড়ে আমার মনে হইতেছে বাংলাদেশের ক্রিপ্টেকারেন্সি বৈধ না হলেই ভালো হয়। যেমন ধরুন কেউ যদি কোন সিগনেচার ক্যাম্পেইন থেকে অথবা ট্রেডিং করে মাসে এক হাজার টাকা ইনকাম করে সেখান থেকে যদি তাকে ৩০০ টাকা ভ্যাট দিতে হয় তাহলে দেখা যাবে আয়ের থেকে ব্যয় বেশি।

আমরা হয়তো এখনো অনেক সুবিধা পাচ্ছি তাদের তুলনায় যারা ক্রিপ্টো ভ্যাট নিয়ে অসুবিধায় বুকছেন তাদের থেকে। আমাদের এদেশে এখনো ক্রিপ্টোকারেন্সি বৈধ করা হয়নি যার জন্য আমাদেরকে এই ভ্যাট দেওয়ার সমস্যায় ভুগতে হচ্ছে না।
নিঃসন্দেহে আমাদের বাংলাদেশে ক্রিপ্টেকারেন্সি বৈধ না হলে ভালো হয়। আপনি যদি বাংলাদেশের সার্বিক দিক বিবেচনা করেন তাহলে আপনি নিজে থেকে বলবেন বাংলাদেশে ক্রিপ্টেকারেন্সি বৈধতা না হওয়াই ভালো। বাংলা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যত চুলকানি তত পুরানি সুতরাং আমরা আমাদের শরীর চুলকাইতে চাই না বিনিময়ে আমরা পুড়তেও চাই না। যেমনি আছি তেমনি খুব ভালোই আছি।
newbie
Activity: 28
Merit: 2
January 19, 2024, 01:09:18 PM
মার্কেট আপডেট :

বিটকয়েন ৪০৩০০$ এ শক্তিশালী সাপোর্ট আছে সেটা যদি ভেঙে দেয় মার্কেট $৩৮০০০ ডলারএ যেতে পারে বা ৩৬০০০$ এ। তবে সেটা সম্ভবনা খুবই কম।  মার্কেট হয়ত ৪০৩০০$ এখান থেকে পাম্প করতে পারে। তাহলে আমরা পরবর্তীতে বিটকয়েনকে ৪৫০০০০$ এ দেখতে পারি। তার সাথে যারা অন্য কয়েন কিনে রাখছেন বা লসে আছেন তাদের বলব একসাথে কখনও সব ডলার ইনভেস্ট করবেন না। একটা কয়েন এ আপনি DCA করে বাই করবেন তাতে লস কম হবে লাভের চান্স বেশি হবে। যাক লসে থাকলে হোল্ড করুন। মার্কেট যদি বেশি ডাউন ও হয়, খুব দ্রুত রিকোভার হবে ইন শা আল্লাহ।

🙂কপি পেস্ট করা যারা মাইনিং করে তাদের জানানোর জন্য 😊
sr. member
Activity: 392
Merit: 350
January 19, 2024, 11:29:36 AM
ক্রিপ্টো কারেন্সি বৈধ হলে আমরা কিছু সুযোগ সুবিধা নিশ্চই পাইতাম, তবে কে চায় নিজের পকেট থেকে টাকা খোয়াতে? আমি ফোরামে এমন অনেক গ্লোবাল মেম্বারদেরকে দেখেছি তাদের ভ্যাট ট্যাক্স নিয়ে হতাশা প্রকাশ করতে। জোকার জস্যু একতা থ্রেড এ বলতেছিলো যে তার দেশে ক্রিপ্টো প্রফিটের ওপর ২৮% ভ্যাট দিতে হয়। তো সেখানে আমি বলছিলাম যে ২৮% ভ্যাট আসলে অনেক বেশি। আমি আমার ইনকামের ওপর ১৫% এর ওপর ভ্যাট দেয়া কল্পনাই করতে পারি না। সেখানে লয়সে পোস্ট করলো যে, যদি সে অন্তত ২৮% ভ্যাট দিতে পারতো! তার মানে বুঝতে পারলেন? তার দেশে হয়তো সেই ভ্যাটের পরিমান আরো বেশি। উন্নত দেশগুলোতে যদি ভ্যাট ট্যাক্স এর পরিমান এরকম হয়, তাহলে আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তে সেই পরিমান টা কতো হতে পারে ভেবে দেখেন। সরকার চাইলে কিন্তু ক্রিপ্টোর বৈধতা দিতে পারে, তবে এতে করে সরকার মহলের অনেক বড় বড় নেতারাও ফেসে যাবে। কারন তারা নিজেরাও বিটকয়েন ইউজার।
আপনার পোস্ট পড়ে আমার মনে হইতেছে বাংলাদেশের ক্রিপ্টেকারেন্সি বৈধ না হলেই ভালো হয়। যেমন ধরুন কেউ যদি কোন সিগনেচার ক্যাম্পেইন থেকে অথবা ট্রেডিং করে মাসে এক হাজার টাকা ইনকাম করে সেখান থেকে যদি তাকে ৩০০ টাকা ভ্যাট দিতে হয় তাহলে দেখা যাবে আয়ের থেকে ব্যয় বেশি।

আমরা হয়তো এখনো অনেক সুবিধা পাচ্ছি তাদের তুলনায় যারা ক্রিপ্টো ভ্যাট নিয়ে অসুবিধায় বুকছেন তাদের থেকে। আমাদের এদেশে এখনো ক্রিপ্টোকারেন্সি বৈধ করা হয়নি যার জন্য আমাদেরকে এই ভ্যাট দেওয়ার সমস্যায় ভুগতে হচ্ছে না।
Pages:
Jump to: