Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 76. (Read 5684783 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 22, 2024, 12:54:01 AM
ভাই সাইকেলে উদাহরণ যখন দিলেন তখন বলতে হচ্ছে যে কিপটে ইনভেস্ট করা মানে মাঝে মাঝে মনে হবে যে সাইকেল চাকা একটা নাই।  তারপরে কখনো সাইকেলের হ্যান্ডেল ছাড়াই আপনার সাইকেল পরিচালনা করছেন বা চালাচ্ছেন সামনেও কিছু দেখতে পাচ্ছেন না আশেপাশেও কিছু দেখতে পাচ্ছেন না ।  অন্ধকারের মধ্যে সাইকেল চালায়ে যাচ্ছেন একটা অন্ধকারের মধ্যে কিছুটা। যদিও যারা একটু জানে বেশি বা যারা রিচার্জ করে এদের ক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু যারা নতুন বা বেশিরভাগ মানুষ ইনভেস্ট করে কোন কিছু না বুঝেই।

কিপটেমি করে ইনভেষ্ট করে আর কয় টাকা ইনভেষ্ট করা যাবে ভাই? আর আপনার লেখা পড়ার পর আমার মুখে অজান্তেই একটা হাসি চলে আসছে। আপনি কোন সাইকেল মনে করছেন কে জানে। এ সাইকেল মানে চক্র। তবে আপনি যে সাইকেলের কথা বললেন, তাও আবার চাকা ছাড়া, আসলেই এটা এপিক ছিলো ভাই। হাসাইছেন ভালো ভাবেই। আমি কখনোই বলবো না ক্রিপ্টোতে ইনভেস্ট করা অন্ধকারে সাইকেল চালানোর মতো। তাহলে শেয়ার বাজারের কথা কি বলবেন? শেয়ার বাজারে তো একই অবস্থা।

যাই হোক, নতুন রা একবারে কিছুই না যেনে ইনভেষ্ট করে না। নতুনদের সমস্যা হলো ওনারা যেহেতু নতুন, ওনারা পুরাতন লোকেদের মতামত জানতে চায় এবং সেখানেই ধরা খেয়ে যায়। আমি গত বুল রানে নতুন ছিলাম বলা চলে। সেই বুল রানে আমি বেশ লস করে ফেলেছি। এর কারন হলো, আমি ধরেই নিয়েছিলাম যে, যেহেতু প্ল্যান বি বলেছে, তার মানে বিটকয়েন ১ লাখ ডলারে যাবেই।
sr. member
Activity: 420
Merit: 376
February 21, 2024, 09:57:11 PM
অবাক কান্ড! বাঙালি একুশে ফেব্রুয়ারী ভুইলা গেল? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা থ্রেডে সেই লইয়া একখান পোস্ট নাই!


একুশে ফেব্রুয়ারি কি ভুইলা যাওয়া সম্ভব? আমাদের এই মাতৃভাষা রক্ষা করবার জন্য দলবল নির্বিশেষে রফিক, শফিক, জব্বার, বরকত এদের মত তরুণরা তাদের জীবন বাজি রাইখা বিশ্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টি স্থাপন করছিল। আমরাই বাঙালি জাতি প্রথম যারা আমাদের মাতৃভাষার জন্য যুদ্ধ করছিলাম এমনকি পরিশেষ আমাদের মায়ের মুখের ভাষা অর্থাৎ বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। বিশ্বের আরো কোন কোন দেশে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। হয়তো এখানে পোস্ট করি নাই তবে আমাদের এলাকায় শহীদ মিনার তৈরি কইরা সেখানে আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইয়ছি।  Cheesy
member
Activity: 86
Merit: 27
February 21, 2024, 01:28:59 PM
অবাক কান্ড! বাঙালি একুশে ফেব্রুয়ারী ভুইলা গেল? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা থ্রেডে সেই লইয়া একখান পোস্ট নাই!

sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 21, 2024, 12:07:20 PM
যাই হোক, ক্রিপ্টো ইনভেষ্টমেন্ট আগেও রিস্কি ছিলো, এখনো রিস্কি আছে। তবে সব কিছু পাশ কাটিয়ে যারা ইনভেষ্ট করে, তারা শুধুমাত্র প্রফিটের জন্যই করে না। ক্রিপ্টো জার্নি একটা এ্যাডভেন্চারের মতো। ইনভেষ্ট করবেন, চিন্তায় থাকবেন, আবার খুশি হবেন। এটা একটা সাইকেলে পরিনত হবে।

ভাই সাইকেলে উদাহরণ যখন দিলেন তখন বলতে হচ্ছে যে কিপটে ইনভেস্ট করা মানে মাঝে মাঝে মনে হবে যে সাইকেল চাকা একটা নাই।  তারপরে কখনো সাইকেলের হ্যান্ডেল ছাড়াই আপনার সাইকেল পরিচালনা করছেন বা চালাচ্ছেন সামনেও কিছু দেখতে পাচ্ছেন না আশেপাশেও কিছু দেখতে পাচ্ছেন না ।  অন্ধকারের মধ্যে সাইকেল চালায়ে যাচ্ছেন একটা অন্ধকারের মধ্যে কিছুটা। যদিও যারা একটু জানে বেশি বা যারা রিচার্জ করে এদের ক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু যারা নতুন বা বেশিরভাগ মানুষ ইনভেস্ট করে কোন কিছু না বুঝেই।
hero member
Activity: 840
Merit: 522
February 21, 2024, 07:56:22 AM
রিপলের এর মামলার যে রোড ম্যাপ দেখছি তাতে করে বিটকয়েনে তিনটি হালর্ভিং হওয়ার পরেও যদি বিটকয়েন ১০ লক্ষ ডলার ছাড়িয়ে যায় তাহলেও রিপলের দাম এক ডলার অতিক্রম করবে না মনে হচ্ছে।

ছবিতে যা দেখছেন, এটা মূলত অফিশিয়াল কোনো ষ্টেটমেন্ট না। এটা হচ্ছেেএকটা সারকাজম পোষ্ট। মামলা নিয়ে কি হবে, কি হবে না, সেটা আগে থেকেই কেউ জানে না। আর এসব পোষ্ট সিরিয়াসলি নেয়ার কোনো প্রয়োজন নাই। রিপল অনেকদিন ধরেই স্ট্রাগল করে যাচ্ছে। ইথেরিয়ামেরও আগে রিপল মারকেটে আসে। এখন কম্পেয়ার করে দেখেন যে ইথেরিয়াম কোথায়, আর রিপল কোথায়। আমার জানামতে বিটালিক ভুটেরিন রিপলে জব করার সুযোগ পেয়েছিলো।

যাই হোক, ক্রিপ্টো ইনভেষ্টমেন্ট আগেও রিস্কি ছিলো, এখনো রিস্কি আছে। তবে সব কিছু পাশ কাটিয়ে যারা ইনভেষ্ট করে, তারা শুধুমাত্র প্রফিটের জন্যই করে না। ক্রিপ্টো জার্নি একটা এ্যাডভেন্চারের মতো। ইনভেষ্ট করবেন, চিন্তায় থাকবেন, আবার খুশি হবেন। এটা একটা সাইকেলে পরিনত হবে।
sr. member
Activity: 546
Merit: 268
February 20, 2024, 09:34:57 PM
আমাদের বাংলা থ্রেডের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন,
আপনাকে যদি একশ ডলার দেওয়া হয় ইনভেসমেন্ট এর জন্য যেটা শুধুমাত্র আল্টকয়েন এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর ইনভেস্টমেন্টটা হবে লং টার্ম এর জন্য যেমন ১০ বছর হোল্ডিং করবেন-
 তাহলে আপনি কোন কয়েন কে চুস করবেন?
২০১৭ সালের একটি এথারিয়াম কয়েনের দাম ৮০ ডলারের নিচে ছিল , এখন আপনি কোন কিছু করবেন যেটা এরকম প্রাইস অথবা এক ডলারেরও নিচে, এবং সেটাকে দশ বা পাঁচ বছরের জন্য হোল্ড করবেন যেটা আপনাকে ইউজ প্রফিট  এনে দিতে পারে??
ব্যক্তিগত ইনকোয়ারি এর জন্য পোস্ট করতেছি, আমি নিজে ১০০ ডলার এর জন্য পলিগন কয়েন কে চুস করব।
আমাকে যদি ১০০ ডলার দেওয়া হয় এবং সেটা যদি শুধু এলটকয়েনে বিনিয়োগ করার কথা বলা হয় তাহলে অবশ্যই আমি ১০০ ডলার দিয়ে Ripple (XRP) কেনার জন্য চয়েস করব। আমরা জানি রিপল এক্সআরপি শীর্ষ কয়েনের মধ্যে অন্যতম একটি। শীর্ষ পজিশনে থাকা সত্বেও এই কয়েনের উপর বিভিন্ন বাঁধা থাকার কারণে ভালো পজিশন তৈরি করতে পারছে না যদি এক্সআরপি এর উপর থেকে বাঁধা কেটে যায় তাহলে আমি মনে করি এই কয়েন অনেক ভালো পজিশন তৈরি করবে। আমি মনে করি দীর্ঘ সময় ধরে রাখার জন্য এক্সআরপি অনেক ভালো একটি বিনিয়োগর্কীত কয়েন।
রিপলের কপালে দুঃখ যেন পরিবর্তন হচ্ছেই না একের পর এক মামলা শুনানি লেগেই আছে। এতগুলো শুনানি যদি রোড ম্যাপে লেগেই থাকে তাহলে এর দাম বৃদ্ধি পাওয়ার চান্স থাকবে না এটা স্বাভাবিক। এর আশেপাশের সমসাময়িক কয়েনগুলো মার্কেটে অনেক বেশি কারেকশন হয়ে গেছে অথচ রিপল আগের জায়গা থেকেও দাম কমে গেছে। যারা রিপলের বড় বড় বিনিয়োগকারীরা রয়েছে তারা হতাশা প্রকাশ করছে এবং সমসাময়িক কয়েনগুলোর মার্কেট কারেকশন দেখে তারা বিনিয়োগ ফ্রিজ করে দিয়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তবে এপ্রিলে একটি রিপলের শুনানি রয়েছে সেক্ষেত্রে যদি কিছু পজিটিভ শুনানি পাওয়া যায় তবে রিপুলের দাম ৭০ সেন্টের কাছাকাছি চলে যেতে পারে। রিপন একটি জনপ্রিয় কয়েন হওয়া সত্ত্বেও শুধুমাত্র সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিশেষ মামলার কারণে এই কয়েনটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। যদি রিপল প্রত্যেকটি মামলা থেকে অব্যাহতি পায় তাহলে রিপলের দাম ১০ থেকে ১৫ ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ যদি বাজেট খুব অল্প পরিমাণ হয় অর্থাৎ ১০০ থেকে ১০০ ডলারের নিচে হয়ে থাকে তাহলে রিপলের উপর বিনিয়োগ করে রাখা খারাপ হবে না তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে হবে।



টুইট

রিপলের এর মামলার যে রোড ম্যাপ দেখছি তাতে করে বিটকয়েনে তিনটি হালর্ভিং হওয়ার পরেও যদি বিটকয়েন ১০ লক্ষ ডলার ছাড়িয়ে যায় তাহলেও রিপলের দাম এক ডলার অতিক্রম করবে না মনে হচ্ছে।

sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
February 20, 2024, 03:36:20 PM
আমাদের বাংলা থ্রেডের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন,
আপনাকে যদি একশ ডলার দেওয়া হয় ইনভেসমেন্ট এর জন্য যেটা শুধুমাত্র আল্টকয়েন এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর ইনভেস্টমেন্টটা হবে লং টার্ম এর জন্য যেমন ১০ বছর হোল্ডিং করবেন-
 তাহলে আপনি কোন কয়েন কে চুস করবেন?
২০১৭ সালের একটি এথারিয়াম কয়েনের দাম ৮০ ডলারের নিচে ছিল , এখন আপনি কোন কিছু করবেন যেটা এরকম প্রাইস অথবা এক ডলারেরও নিচে, এবং সেটাকে দশ বা পাঁচ বছরের জন্য হোল্ড করবেন যেটা আপনাকে ইউজ প্রফিট  এনে দিতে পারে??
ব্যক্তিগত ইনকোয়ারি এর জন্য পোস্ট করতেছি, আমি নিজে ১০০ ডলার এর জন্য পলিগন কয়েন কে চুস করব।
আমাকে যদি ১০০ ডলার দেওয়া হয় এবং সেটা যদি শুধু এলটকয়েনে বিনিয়োগ করার কথা বলা হয় তাহলে অবশ্যই আমি ১০০ ডলার দিয়ে Ripple (XRP) কেনার জন্য চয়েস করব। আমরা জানি রিপল এক্সআরপি শীর্ষ কয়েনের মধ্যে অন্যতম একটি। শীর্ষ পজিশনে থাকা সত্বেও এই কয়েনের উপর বিভিন্ন বাঁধা থাকার কারণে ভালো পজিশন তৈরি করতে পারছে না যদি এক্সআরপি এর উপর থেকে বাঁধা কেটে যায় তাহলে আমি মনে করি এই কয়েন অনেক ভালো পজিশন তৈরি করবে। আমি মনে করি দীর্ঘ সময় ধরে রাখার জন্য এক্সআরপি অনেক ভালো একটি বিনিয়োগর্কীত কয়েন।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 20, 2024, 11:43:10 AM
লোকাল কমিনিউটির যে সকল ভায়েরা পাই কনটেস্টে অংশগ্রহণ করবেন, আপনাদের কি অবস্থা? আপনাদের কাজ কতটুকু হয়েছে?

যাইহোক আমাদের বাংলা লোকাল থ্রেডে থেকে আমিই সর্বোপ্রথম পাই প্রস্তুত করে ফেলেছি, আমি আমার এন্ট্রি জমা দিয়েছি। আমার কনটেস্টে জমা দেওয়া এন্ট্রি।

আমার পাই মনে হয় সবচেয়ে খারাপ হবে Grin আমি অনেক চেষ্টা করেছি এর চেয়ে ভালো করতে পারি নাই। অনেক কিছু লাগবে আমি এত কিছু কই পাবো, যা সাধ্যমত পেয়েছিলাম সেগুলো দিয়েছে বানিয়েছি।

hero member
Activity: 840
Merit: 522
February 20, 2024, 10:16:00 AM
আপনাকে যদি একশ ডলার দেওয়া হয় ইনভেসমেন্ট এর জন্য যেটা শুধুমাত্র আল্টকয়েন এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর ইনভেস্টমেন্টটা হবে লং টার্ম এর জন্য যেমন ১০ বছর হোল্ডিং করবেন-
 তাহলে আপনি কোন কয়েন কে চুস করবেন?
২০১৭ সালের একটি এথারিয়াম কয়েনের দাম ৮০ ডলারের নিচে ছিল , এখন আপনি কোন কিছু করবেন যেটা এরকম প্রাইস অথবা এক ডলারেরও নিচে, এবং সেটাকে দশ বা পাঁচ বছরের জন্য হোল্ড করবেন যেটা আপনাকে ইউজ প্রফিট  এনে দিতে পারে??
ব্যক্তিগত ইনকোয়ারি এর জন্য পোস্ট করতেছি, আমি নিজে ১০০ ডলার এর জন্য পলিগন কয়েন কে চুস করব।

আমাকে যদি বলেন, তাহলে আমি বলবো আমি ১০০ ডলারকে দুই ভাগ করে ৫০ ডলার ডট এ ইনভেষ্ট করবো। সোলানাও ভালো একটা কয়েন, তবে এই মুহুর্তে সোলানা ভালো একটা পাম্প করে ফেলেছে। তবুও ১০ বছর মেয়াদী চিন্তা করলে সোলানা ভালো একটা কয়েন হতে পারে। বাকি ৫০ ডলারকে আরো কয়েক ভাগ করে, বি এন বি, পলিগন এবং আরো মিলিয়ে প্রতিটায় ১০ ডলার করে ইনভেষ্ট করবো। বি এন বির কথা যদি চিন্তা করেন, এটা মারকেটে অলরেডি স্টাবলিশ্ট একটা টোকেন। বাইনান্স যদি সাপ্লাই নিয়া ঝামেলা না করে, তবে ১০ বছর পর বি এন বি কিনতে হবে ৫০০০ ডলারের ওপরে খরচ করে। যদিও এগুলো একান্তই আমার ব্যাক্তিগত মতামত। ডটের কথা যদি বলেন, এটাকে সব সময় আমার একটা ভালো প্রজেক্ট বলেই মনে হয়েছে।
sr. member
Activity: 420
Merit: 376
February 20, 2024, 10:02:45 AM
আমাদের বাংলা থ্রেডের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন,
আপনাকে যদি একশ ডলার দেওয়া হয় ইনভেসমেন্ট এর জন্য যেটা শুধুমাত্র আল্টকয়েন এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর ইনভেস্টমেন্টটা হবে লং টার্ম এর জন্য যেমন ১০ বছর হোল্ডিং করবেন-
 তাহলে আপনি কোন কয়েন কে চুস করবেন?
২০১৭ সালের একটি এথারিয়াম কয়েনের দাম ৮০ ডলারের নিচে ছিল , এখন আপনি কোন কিছু করবেন যেটা এরকম প্রাইস অথবা এক ডলারেরও নিচে, এবং সেটাকে দশ বা পাঁচ বছরের জন্য হোল্ড করবেন যেটা আপনাকে ইউজ প্রফিট  এনে দিতে পারে??
ব্যক্তিগত ইনকোয়ারি এর জন্য পোস্ট করতেছি, আমি নিজে ১০০ ডলার এর জন্য পলিগন কয়েন কে চুস করব।
আমার বরাবরের মতো আল্টকয়েন গুলোর মধ্যে সোলনা টোকেন এর প্রতি জোক বেশি ছিল। এই কয়েনটা আমি বেশি কইরা কিনতে পারছিলাম না আমার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায়। তবে মাত্র কয়েকটা কিনছি  Undecided। @CL ভাই আপনি যেহেতু বলছেন ১০০ ডলারের মধ্যে আপনি কোন আল্ট কয়েন পছন্দ করবেন বিনিয়োগ করবার জন্য আপনার কথা অনুযায়ী আমি সেই 100 ডলার সোলনা টোকেনে বিনিয়োগ করব। এই কয়েনটা যদি আমরা আগামী চার থেকে পাঁচ বছর পর্যন্ত হোল্ডিং কইরা রাখি তাহলে ভালো কিছু আশা করতে পারি। আমরা দেখছি বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এই কয়েনটার দাম বৃদ্ধি পাইছে। বর্তমানে এই কয়েনটার দাম ১০৭$


আগামী চার থেকে পাঁচ বছর পরে হয়তো এই কয়েনটার দাম আমরা এখান থেকে বৃদ্ধি পেয়ে ৪০০ থেকে ৫০০ ডলারের মধ্যেও দেখতে পারি এটা শুধুমাত্র আমার ভবিষ্যৎ বাণী (প্রেডিকশন)
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 20, 2024, 12:10:50 AM
ভাইরে ভাই টি-শার্ট আনতেই ৫০০০ টাকার উপরে ব্যয় তার ওপর এত দৌড়াদৌড়ি, এত দেখি খাজনার থেকে বাজনা বেশি। যাই হোক ভাই বাহিরে থেকে পার্সেল আসলে দেশের কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রিসিভ করা যায় না?
আর ভাই 5000 টাকা কি আপনার শিপিং ফিই দেওয়া লাগছে?
আরে এটা কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় যেমন ওজন বা সাইজ এরকম কোন কিছু কি আপনার জানা আছে?

৫ হাজার আর ৩ হাজার তো আমি একটা উদাহারন হিসাবে দেখালাম। আমার পার্সেল এর ভ্যালু ছিলো ১৬০ ইউরোর মতো। আর সেটা আসার পর আমি এক টাকাও কাউকে দেইনি। কারন স্পোর্টসবেট অলরেডি পেমেন্ট করে দিয়েছিলো। মজার ব্যাপার ঘঠেছিলো যখন এটা বাংলাদেশে আসে তখন। কাষ্টমস এর পরিচয়ে এক ব্যাক্তি আমাকে কল দিয়ে বলে যে আপনার তো একটা পার্সেল আসছে, ১৬০ ইউরো ভ্যালু কেনো দিলো? আর ১ টা কেনো আনলেন? তো আমি বললাম আমার যে কয়টা দরকার সে কয়টা আনবো, ভ্যালু যা দেয়া দরকার সেটা দেবো, এতে আপনার সমস্যা কি?

পরে উনি বলে এখন তো এটা নিতে আপনার ১০-১৫ হাজার টাকা লাগবে। এতা ভ্যালু না দিলে কম লাগতো। পরে আমি বললাম, আমার ১ টাকাও লাগবে না। সকল খরচ আমার বন্ধু দিয়ে দিয়েছেন। পরে উনি আরো কি কি হাবিজাবি বলে ফোন রেখে দেয়। এই পার্সেল আমি ৪০-৪৫ দিন পরে পেয়েছি। যেটা ডি এইচ এল ক্লিয়ার করে বের করেছে। এতাদিন সময় লাগছে শুধু ক্লিয়্যারেন্সে।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 19, 2024, 10:14:20 PM
আমাদের বাংলা থ্রেডের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন,
আপনাকে যদি একশ ডলার দেওয়া হয় ইনভেসমেন্ট এর জন্য যেটা শুধুমাত্র আল্টকয়েন এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর ইনভেস্টমেন্টটা হবে লং টার্ম এর জন্য যেমন ১০ বছর হোল্ডিং করবেন-
 তাহলে আপনি কোন কয়েন কে চুস করবেন?
২০১৭ সালের একটি এথারিয়াম কয়েনের দাম ৮০ ডলারের নিচে ছিল , এখন আপনি কোন কিছু করবেন যেটা এরকম প্রাইস অথবা এক ডলারেরও নিচে, এবং সেটাকে দশ বা পাঁচ বছরের জন্য হোল্ড করবেন যেটা আপনাকে ইউজ প্রফিট  এনে দিতে পারে??
ব্যক্তিগত ইনকোয়ারি এর জন্য পোস্ট করতেছি, আমি নিজে ১০০ ডলার এর জন্য পলিগন কয়েন কে চুস করব।

ভাই আপনি এই পোস্টটা অল্টকয়েনে করেছিলেন তবে এখানে কিছুটা ভিন্ন রয়েছে, আমি সেখানেও আমার মত প্রকাশ করেছিলাম এখানেও আমার মত প্রকাশ করি। আপনি এখানে বলেছেন ইথার ২০১৭ সালে ৮০ ডলারের নিচে ছিলো, এই রকম প্রাইজ অথবা এক ডলারের নিচের কয়েন গুলো চয়েজ করতে হবে। যদি ১ ডলারের নিচে কোনো কয়েন চয়েজ করতে হয় তাহলে আমি অবশ্যই পলিগন (MATIC) চয়েজ করবো। আজকে মার্কেটে দেখলাম প্রায় $১ উঠেছে $০.৯৭ রয়েছে। আমিও মার্কেট কিছুটা কমলে পলিগন (MATIC) কয়েনে বিনিয়োগ করে ৫-১০ বছরে সেখানে আর হাত দিবো না দেখবো না কখনো কত দাম বাড়লো। মোট কথা হলো আমি যেটায় বিনিয়োগ করি সেই কয়েন কখনো দাম বাড়ে না ভাই  Embarrassed
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 19, 2024, 02:10:48 PM
<✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂>
আমার কপাল ভাইয়া আগে থেকেই খারাপ এজন্য হয়তো এই সব কোন ফ্রী রাফেল ড্র তে জয়ী হওয়ার চান্স পাইনি। তবে আমাদের বাঙ্গালীদের মধ্যে কাকে যেন দেখেছিলাম যে একটা ফ্রী রাফেল এ জয়ী হয়েছিল, তারপর LB তো তার এক্সপেরিয়েন্স এর কথা বলেছেন অলরেডি। আমি আসলে এটাতে এপ্লাই করেছিলাম যে ছোটখাটো একটা জিনিস হয়তো দেশে আনতেও কোন সমস্যা হবে না। তাই নিজের লাক সেখানে একটু ট্রাই করেছিলাম।
আমি এর আগে একবার স্পোর্টসবেট থেকে যে টি শার্ট এবং মাফলার জিতেছিলাম, সেটা বাংলাদেশে আনতে কতোটা সময় এবং কতোটা পরিশ্রম লেগেছে, সেটা আমি বাংলাদেশ থ্রেডে পোষ্ট করেছিলাম। স্পোর্টসবেট যখন আমার ঠিকানায় পার্সেল পাঠিয়েছিলো, সেটা ডি এইচ এলের মাধ্যমে পাঠিয়েছে এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে দিয়েছে। তারপরেও বাংলাদেশে আসার পর সেটা আমাকে ঢাকা গিয়ে নিয়ে আসতে হয়েছিলো এবং সময় লেগেছে প্রায় ৪০ দিনের মতো।

এখন যদি আমি কোনো কিছু জিতি, আমাকে সেটা নিজের খরচে বাংলাদেশে নিয়ে আসতে হবে। ১০০০ টাকার প্রোডাক্ট বাংলাদেশে আনতে যদি আমার ৫০০০ টাকা খরচ হয় এবং আরো ২-৩ হাজার টাকার পরিমান পরিশ্রম হয়, তাহলে কি দরকার এসবে জয়েন করা আর হুদাই হ্যাসেল নেয়া? এজন্য ভাই জয়েন ও করি না। প্যারাও নেই না।
ভাইরে ভাই টি-শার্ট আনতেই ৫০০০ টাকার উপরে ব্যয় তার ওপর এত দৌড়াদৌড়ি, এত দেখি খাজনার থেকে বাজনা বেশি। যাই হোক ভাই বাহিরে থেকে পার্সেল আসলে দেশের কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রিসিভ করা যায় না?
আর ভাই 5000 টাকা কি আপনার শিপিং ফিই দেওয়া লাগছে?
আরে এটা কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় যেমন ওজন বা সাইজ এরকম কোন কিছু কি আপনার জানা আছে?

আমাদের বাংলা থ্রেডের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন,
আপনাকে যদি একশ ডলার দেওয়া হয় ইনভেসমেন্ট এর জন্য যেটা শুধুমাত্র আল্টকয়েন এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর ইনভেস্টমেন্টটা হবে লং টার্ম এর জন্য যেমন ১০ বছর হোল্ডিং করবেন-
 তাহলে আপনি কোন কয়েন কে চুস করবেন?
২০১৭ সালের একটি এথারিয়াম কয়েনের দাম ৮০ ডলারের নিচে ছিল , এখন আপনি কোন কিছু করবেন যেটা এরকম প্রাইস অথবা এক ডলারেরও নিচে, এবং সেটাকে দশ বা পাঁচ বছরের জন্য হোল্ড করবেন যেটা আপনাকে ইউজ প্রফিট  এনে দিতে পারে??
ব্যক্তিগত ইনকোয়ারি এর জন্য পোস্ট করতেছি, আমি নিজে ১০০ ডলার এর জন্য পলিগন কয়েন কে চুস করব।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 19, 2024, 01:10:56 AM
আমাদের বাংলা থ্রেড এ কেউ জিতে না কেন?

আমি এর আগে একবার স্পোর্টসবেট থেকে যে টি শার্ট এবং মাফলার জিতেছিলাম, সেটা বাংলাদেশে আনতে কতোটা সময় এবং কতোটা পরিশ্রম লেগেছে, সেটা আমি বাংলাদেশ থ্রেডে পোষ্ট করেছিলাম। স্পোর্টসবেট যখন আমার ঠিকানায় পার্সেল পাঠিয়েছিলো, সেটা ডি এইচ এলের মাধ্যমে পাঠিয়েছে এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে দিয়েছে। তারপরেও বাংলাদেশে আসার পর সেটা আমাকে ঢাকা গিয়ে নিয়ে আসতে হয়েছিলো এবং সময় লেগেছে প্রায় ৪০ দিনের মতো।

এখন যদি আমি কোনো কিছু জিতি, আমাকে সেটা নিজের খরচে বাংলাদেশে নিয়ে আসতে হবে। ১০০০ টাকার প্রোডাক্ট বাংলাদেশে আনতে যদি আমার ৫০০০ টাকা খরচ হয় এবং আরো ২-৩ হাজার টাকার পরিমান পরিশ্রম হয়, তাহলে কি দরকার এসবে জয়েন করা আর হুদাই হ্যাসেল নেয়া? এজন্য ভাই জয়েন ও করি না। প্যারাও নেই না।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 18, 2024, 04:59:05 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৫১ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-551-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5485580
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!

   Please read here>>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953





sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 18, 2024, 04:52:05 PM
Xprim777 একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন ( Apeswap Coldshit)। মাত্র ১৬টি স্পট আছে। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-apeswap-coldkey-5485562 আমাদের বাংলা থ্রেড এ কেউ জিতে না কেন?
হুম ভাই আবেদন করেছিলাম স্লট খুবই কম ছিলো। আমাদের বাংলা থ্রেড থেকে আসলেই সহজে কেউ জিততেছে না। আমিও বেশি আবেদন করি না। তবুও মাঝে মাঝে স্লট ফাকা থাকলে আবেদন করে ফেলি। আর ভাই ভাগ্য লাগে ভাগ্য না থাকলে বিজয়ী হওয়া যায় না। আমি মাত্র এক বার বিজয়ী হয়েছিলাম। এই র‍্যাফেল এ আমি আপনি CL ভাই সহ ৩ জনে আবেদন করেছিলাম, খুবই কম স্লট ছিলো ভাবলাম আমাদের মাঝে কেউ জিতে যাবে। কিন্তু না অন্য কেউ বিজয়ী হয়ে গেলো।
sr. member
Activity: 420
Merit: 376
February 18, 2024, 12:03:49 PM
বিটকয়েনটক পাই বেকিং কনটেস্ট দ্বিতীয় সংস্করণ


বিটকয়েন পাই বেকিং প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে।

প্রতিযোগিতাটি দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে।
•প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে ১৪ই ফেব্রুয়ারি থেকে ১৪ই মার্চ পর্যন্ত
•দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে 15 মার্চ থেকে ২৯ এ মার্চ পর্যন্ত

পাই বেকিং প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণে অংশগ্রহণ করতে আপনাকে অবশ্যই ত্রিশটি মেরিট এবং ৩০ টি এক্টিভিটি থাকতে হবে। আপনার যদি এই দুটির একটি কম থাকে তাহলে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বা আপনার ভোট দিতে পারবেন না।


copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 18, 2024, 09:49:26 AM
Xprim777 একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন ( Apeswap Coldshit)। মাত্র ১৬টি স্পট আছে। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-apeswap-coldkey-5485562 আমাদের বাংলা থ্রেড এ কেউ জিতে না কেন?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 17, 2024, 01:00:36 AM
অনিচ্ছাকৃত ভাবেও এমন হতে দেখছি। যেমন ধরেন ১ম আর ৩য় কমেন্ট আমার। ২য় কমেন্ট অন্য আরেক জনের। অনেকসময় দেখা যায় ২য় কমেন্টকারি কমেন্ট ডিলিট করে ফেলে আর প্রথম জনের কমেন্ট গুলো পরপর হয়ে যায়। ঐ ইউজারের ক্ষেত্রে কি হইছে কে জানে, উত্তেজনার ঠেলায় হয়তো খেয়ালই করেনি বা হয়তো রুলসই জানে না। Tongue
আমার সাথে এরকম হয়েছে আসলে। রাতিমুভ এর কথা মনে আছে আপনার? পরে আমি এটা নিয়ে থ্রেড ও খুলেছিলাম। সেই থ্রেড এ রাতিমুভ এর সাথে আমার একটু তর্ক হচ্ছিলো, পরেরদিন দেখই আমাকে দেয়া সব গুলা রিপ্লাই ডিলেট করে বসে আছে। এবং আমার পোষ্ট গুলো রিপোর্ট মেরে বসে আছে। পরে মোডারেটর আমার সব গুলো পোষ্ট মারজ করে দিয়েছে। কিন্তু অন্যান্য সময়ের মতো আমার মারজ করা পোষ্ট এর নিচে কোনো নোট দেয়নি যে কারণে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম।

মডারেটরদের যে পোস্ট ইডিট করারও এবিলিটি আছে এটা কখনো খেয়াল করিনি আমি। লাল কালির নোট আগেও দেখছি, বাট আগে কখনো রিয়ালাইজ করিনি বিষয়টা। একটা জিনিস খেয়াল করছেন, ঐ ইউজারের পোস্টে "লাস্ট ইডিটেড বাই (মডারেটর)" লেখা আছে?
এইটা কোন কথা? এইটা তো আমার মনে হয় বেশিরভাগ মানুষ খেয়াল করেছে। মোডারেটর পোষ্ট মারজ করলে সব সময় একটা নোট দিয়ে দেয়, যেরকম টা ওপরের পোষ্ট এ করা হয়েছে। তবে মাঝে মাঝে মোডারেটর হয়তো নোট দিতে ভুলে যায়।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 16, 2024, 03:00:57 PM
অনিচ্ছাকৃত ভাবেও এমন হতে দেখছি। যেমন ধরেন ১ম আর ৩য় কমেন্ট আমার। ২য় কমেন্ট অন্য আরেক জনের। অনেকসময় দেখা যায় ২য় কমেন্টকারি কমেন্ট ডিলিট করে ফেলে আর প্রথম জনের কমেন্ট গুলো পরপর হয়ে যায়। ঐ ইউজারের ক্ষেত্রে কি হইছে কে জানে, উত্তেজনার ঠেলায় হয়তো খেয়ালই করেনি বা হয়তো রুলসই জানে না। Tongue

মডারেটরদের যে পোস্ট ইডিট করারও এবিলিটি আছে এটা কখনো খেয়াল করিনি আমি। লাল কালির নোট আগেও দেখছি, বাট আগে কখনো রিয়ালাইজ করিনি বিষয়টা। একটা জিনিস খেয়াল করছেন, ঐ ইউজারের পোস্টে "লাস্ট ইডিটেড বাই (মডারেটর)" লেখা আছে?
আপনি যে সিচুয়েশনের শিকার হয়েছেন এই সিচুয়েশনের শিকার আমি নিজেও হয়েছি। কিন্তু সে ক্ষেত্রে আমার পোস্ট কখনোই মডারেটর দ্বারা মার্জ করা হয়নি। নতুন অবস্থায় যখন ফোরামে ছিলাম তখন হয়তো এরকম হয়েছিল।
যাইহোক আমি যতদূর জানি কিছু কিছু অবস্থায় পরপর দুটো পোস্ট করা যায়। যেমন- অ্যানাউন্সমেন্ট থ্রেডে নতুন আপডেট এনাউন্স করার জন্য। তারপর অ্যানাউন্সমেন্ট থ্রেডে পর পর পোস্ট করার মাঝে 24 ঘন্টার গ্যাপ থাকলে সম্ভবত মার্জ করা হয় না।
আচ্ছা যদি পোস্ট করার সময় পোস্ট এর সাইজ অনেক বড় হয়ে যায়, তখন যদি একটি পোস্টে যায়গা না হয় যদি পর পর দুটি পোস্ট করার প্রয়োজন হয়, এই ক্ষেত্রে কি হবে? কে যেন অনেক দিন আগে অনুবাদ করে এক পোস্টে যায়গা হয়েছিলো না পরপর দুই পোস্ট করেছিলেন। এইভাবে যদি পোস্ট করা হয় তাহলে কি নিয়মের বহিরভুক্ত হয়ে যাবে?
সেটা ভিন্ন বিষয় ভাই, এখানে নিয়ম প্রয়োগ করলে তো আর চলবে না।
যদিও এই ব্যাপারে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কোন নিয়ম কোন নিয়ম নেই, নিয়ম ঘেটে এই এই বিষয়ের মধ্যে এই দুটি নিয়ম খুঁজে পেলাম।
Quote
১৩. একটি থ্রেড প্রতি ২৪ ঘন্টায় একবার Bumps বা updates করা যাবে। একই সময়ে বিভিন্ন থ্রেড একসাথে Bump করা যাবে যদি এটি বিরক্তিকর না হয়।
<✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂>
৩২. একই সারিতে একাধিক পোস্ট, পোস্ট করার (তবে থ্রেড স্টার্টার কর্তৃক Bumps এবং Reserved পোস্ট এর অন্তর্ভুক্ত নয়) অনুমতি নেই।
Pages:
Jump to: