Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 6. (Read 5265859 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 18, 2024, 02:51:36 PM
আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে আমি প্রথমবারের মতো বিটকয়েনে বিনিয়োগ করলাম। Cheesy

ভাই আজকে আমি আমার জীবনের সর্বপ্রথম বিটকয়েন এ বিনিয়োগ করেছি। এটি আমার জন্য খুবই আনন্দের, যদিও এটি খুবই অল্প পরিমান, আমার বাজেট ছিল ৩৫০০ টাকা। আমি প্রথমে ডলার কিনেছি, তারপর সেই ডলার আমি বিটকয়েন এ কনভার্ট করেছি, আমি আমার এক বন্ধুর বড় ভাইয়ের কাছ থেকে ডলার কিনেছি, তিনি প্রতি ডলার ১৩০ টাকা করে নিয়েছেন। যাইহোক আমার সর্বপ্রথম বিনিয়োগটি দেখে আমার খুবই ভালো লাগছে। আশা করি এভাবে অল্প অল্প পরিমান বিনিয়োগ থেকে আমার বিনিয়োগ একদিন বড় পোর্টফোলিও তে পরিনিত হবে. দোয়া কইরেন ভাই, আমি যেন আমার বিনিয়োগ কে এভাবেই নিয়মিত চালিয়ে যেতে পারি এবং দীর্গসময় হোল্ড করতে পারি।
আসলে এরকম পোস্ট দেখলে আমাদের সবসময়ই সন্দেহ হয় তারপরেও আপনাকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি।
প্রথমত আমি দেখতেছি আপনি ডলার কিনেছেন তারপর আবার ডলারকে বিটকয়েনে কনভার্ট করেছেন তাও আবার দেখতেছি সম্ভবত ট্রাস্ট ওয়ালেটে আপনার ফান্ড। হয়তো ডলার বাইনান্সে নিয়েছিলেন তারপর বাইনান্স থেকে বিটকয়েন এ কনভার্ট করেছেন তারপর হয়তো আবার বিটিসি ট্রাস্ট টয়লেটে উইথড্র দিয়েছেন আর নয়তো অন্য কোন কুইক এক্সচেঞ্জার ব্যবহার করেছেন। বিষয়টা আসলে গরমিল খেয়ে যায় কারণ বাইনান্স থেকে উইড্র দিলে ১০ ডলার কমে যাবে উইথ ড্র ফি হিসেবে।  Roll Eyes

যাইহোক মনে রাখবেন এমন পরিমাণ ইনভেস্টমেন্ট সবসময় করবেন যেটাতে যেন দীর্ঘ সময় ধরে যেন আর হাত না দিতে হয়। এবং রেগুলার চালিয়ে যেতে পারলে মনে রাখবেন "ছোট ছোট বিন্দুকনা গড়ে তোলে সাগর মহাওতল"

আমি তো আমার সকল ইনকাম কে তিন ভাগে ভাগ করি এক ভাগ বিটকয়েন ইনভেস্টমেন্ট করি লং টার্মের জন্য আরেকভাগ  স্টেবল কয়েন হিসেবে জমিয়ে রাখি , এবং আরেক ভাগকে খরচাপাতির জন্য যতটুকু দরকার ততটুকু ফিয়াট কারেন্সিতে ক্যাশ করি।  স্টেবল কয়েন করার কারণ হচ্ছে যে বেয়ার সিজনে বড় ধরনের ইনভেস্টমেন্ট করার অপরচুনিটিকে মিস না করা। আর বিটকয়েন হোল্ডিং করা কারণ BlackHatSojib ভাই অলরেডি হালকা করে বলে দিয়েছে ,  এর সাথে আমিও বলব ব্যাংকে টাকা রাখা মানে আপনার  এসেট এর মূল্যকে ধীরে ধীরে কমিয়ে ফেলা কারণ  হিসেবে যদি আমরা গত তিন বছর আগের ডলারের বিপরীতে টাকার মূল্য চেক করি তাহলেই বুঝা যাবে।
jr. member
Activity: 45
Merit: 12
October 17, 2024, 07:47:44 AM
আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে আমি প্রথমবারের মতো বিটকয়েনে বিনিয়োগ করলাম। Cheesy



ভাই আজকে আমি আমার জীবনের সর্বপ্রথম বিটকয়েন এ বিনিয়োগ করেছি। এটি আমার জন্য খুবই আনন্দের, যদিও এটি খুবই অল্প পরিমান, আমার বাজেট ছিল ৩৫০০ টাকা। আমি প্রথমে ডলার কিনেছি, তারপর সেই ডলার আমি বিটকয়েন এ কনভার্ট করেছি, আমি আমার এক বন্ধুর বড় ভাইয়ের কাছ থেকে ডলার কিনেছি, তিনি প্রতি ডলার ১৩০ টাকা করে নিয়েছেন। যাইহোক আমার সর্বপ্রথম বিনিয়োগটি দেখে আমার খুবই ভালো লাগছে। আশা করি এভাবে অল্প অল্প পরিমান বিনিয়োগ থেকে আমার বিনিয়োগ একদিন বড় পোর্টফোলিও তে পরিনিত হবে. দোয়া কইরেন ভাই, আমি যেন আমার বিনিয়োগ কে এভাবেই নিয়মিত চালিয়ে যেতে পারি এবং দীর্গসময় হোল্ড করতে পারি।

খুব ভালো করেছেন। দোয়া রইলো ভাই যেনো নিয়মিত বিনিয়োগ চালিয়ে যেতে পারেন। বর্তমানে যেই অবস্থা আমার মতে ব্যাংক এ টাকা না রেখে ক্রিপ্টো কারেন্সিতে কনভার্ট করে রাখা উচিৎ। ব্যাংক এ টাকা রাখলে মিদ্রাস্ফীতির কারণে দিন দিন আপনার টাকার মান কমতেই থাকবে কিন্তু বিটকয়েন এ কনভার্ট করে রাখলে আপনি কয়েকবছর পর আসল টাকার ৪/৫ গুন ও পেতে পারেন।
jr. member
Activity: 33
Merit: 8
October 17, 2024, 12:47:33 AM
আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে আমি প্রথমবারের মতো বিটকয়েনে বিনিয়োগ করলাম। Cheesy



ভাই আজকে আমি আমার জীবনের সর্বপ্রথম বিটকয়েন এ বিনিয়োগ করেছি। এটি আমার জন্য খুবই আনন্দের, যদিও এটি খুবই অল্প পরিমান, আমার বাজেট ছিল ৩৫০০ টাকা। আমি প্রথমে ডলার কিনেছি, তারপর সেই ডলার আমি বিটকয়েন এ কনভার্ট করেছি, আমি আমার এক বন্ধুর বড় ভাইয়ের কাছ থেকে ডলার কিনেছি, তিনি প্রতি ডলার ১৩০ টাকা করে নিয়েছেন। যাইহোক আমার সর্বপ্রথম বিনিয়োগটি দেখে আমার খুবই ভালো লাগছে। আশা করি এভাবে অল্প অল্প পরিমান বিনিয়োগ থেকে আমার বিনিয়োগ একদিন বড় পোর্টফোলিও তে পরিনিত হবে. দোয়া কইরেন ভাই, আমি যেন আমার বিনিয়োগ কে এভাবেই নিয়মিত চালিয়ে যেতে পারি এবং দীর্গসময় হোল্ড করতে পারি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 16, 2024, 11:55:02 PM
আমরা সবাই কমবেশি ট্রেডিং করি। বর্তমান সময়ে প্রি মার্কেট নামে একটি ফিচার চালু হয়েছে এবং বাইনান্সও এটি নিয়ে কাজ করছেন। আমরা হয়তোবা এটি সম্পর্কে অনেকেই জানিনা। তবে প্রি_মার্কেট থেকে অনেক ভালো প্রফিট করা যায় । আমি Cati এবং Hamster টোকেন থেকে প্রি_মার্কেট ট্রেডিং করে অনেক ভালো প্রফিট করেছিলাম।

আমি প্রি মার্কেট নিয়ে বিস্তারিত ভাবে একটি পোস্ট বানাতে চাচ্ছি আপনারা কি বলেন যদি আপনারা চান তাহলে আমি প্রিমার্কেট নিয়ে বিস্তারিত একটি পোস্ট করব। আপনাদের মতামত চাচ্ছি। হয়তোবা অনেকেই এটি সম্পর্কে অনেক ভালো জানেন। তবে যারা জানেন না বা জানতে চান তাদের মতামত চাচ্ছি তাহলে আমি এটি করব

এটা নিয়ে একটা পোষ্ট লিখেন তো ভাই। আমি দেখলাম সবাই নাকি প্রি-মার্কেটে ট্রেডিং করে ভালোই প্রফিট করতেছে। কিন্তু যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়। আমি যখন ব্লাষ্ট এর এয়ারড্রপ করেছিলাম, তখন ব্লাষ্ট এর প্রি মার্কেট প্রাইস ছিলো অনেক। অনেকেই প্রি মার্কেট থেকে ব্লাষ্ট কিনেছে। কিন্তু যখন ডেক্স গুলোতে লিষ্ট হলো, তখন দেখি প্রতি টোকেন ২ সেন্ট করে। সেটা কমে এখন ১ এর কম হয়ে গেছে। যদিও আমি এখনো এগুলো হোল্ড করে বসে আছি।

তারপর আসি ইদানিং কি করলাম। ক্যাটস নিয়ে কিছু হাইপ উঠলো। ভাবলাম বিটগেট থেকে কিছু ক্যাটস কিনবো প্রি মার্কেট থেকে। ৭৭ ডলারের ক্যাটস অর্ডার করলাম, যা লিষ্টিং এর পর দিন ডেলিভারি দিলো। কিন্তু লিষ্টিং এর পর ৭৭ ডলারের টোকেন এর মার্কেট প্রাইস হলো ২৭ ডলার। প্রি মার্কেট ট্রেডিং করা তো এক প্রকার জুয়ার মতো হয়ে গেলো। এখন আর প্রি মার্কেট ট্রেডিং এর কথা ভাবতেই পারছি না।
jr. member
Activity: 45
Merit: 12
October 16, 2024, 11:27:54 PM
আল্লাহ সবাইকে হেদায়েত করুক। সবাই সবার পরিবারের মানুষদের উপর খেয়াল রাইখেন। গতো কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজের মেয়রা হটাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে। গতো শুক্রবার একটা মেয়ে নিখোঁজ হয়েছিলো আমার পরিচিত। অনেক কষ্টে পুলিশ র‍্যাব এর মাধ্যমে দীর্ঘ ৭২ ঘন্টা অভিযান চালিয়ে দেশের অন্য প্রান্ত থেকে তাকে উদ্ধার করা হয়। ২ দিন আগে আরেকটা মেয়ে আমার জেলা থেকেই নিখোঁজ। একটা নারী পাচারকারী চক্র সারাদেশে সক্রিয়। সবাই সাবধানে থাকবেন। পরিবারের মেয়েদের বিশেষ নজরে রাইখেন।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
October 16, 2024, 02:13:38 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#20)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-custom-exch-cryptosteel-capsule-20-5513440
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
October 16, 2024, 10:34:44 AM
আমরা সবাই কমবেশি ট্রেডিং করি। বর্তমান সময়ে প্রি মার্কেট নামে একটি ফিচার চালু হয়েছে এবং বাইনান্সও এটি নিয়ে কাজ করছেন। আমরা হয়তোবা এটি সম্পর্কে অনেকেই জানিনা। তবে প্রি_মার্কেট থেকে অনেক ভালো প্রফিট করা যায় । আমি Cati এবং Hamster টোকেন থেকে প্রি_মার্কেট ট্রেডিং করে অনেক ভালো প্রফিট করেছিলাম।

আমি প্রি মার্কেট নিয়ে বিস্তারিত ভাবে একটি পোস্ট বানাতে চাচ্ছি আপনারা কি বলেন যদি আপনারা চান তাহলে আমি প্রিমার্কেট নিয়ে বিস্তারিত একটি পোস্ট করব। আপনাদের মতামত চাচ্ছি। হয়তোবা অনেকেই এটি সম্পর্কে অনেক ভালো জানেন। তবে যারা জানেন না বা জানতে চান তাদের মতামত চাচ্ছি তাহলে আমি এটি করব
ভাই এটা আপনি করতেই পারেন এটা অনেক ভালো কাজ হবে কিন্তু প্রি-মার্কেট কি এবং প্রাইস প্রেডিকশন বিষয়ে Mahiyammahi ভাই আলোচনা করছিলো কয়েকদিন আগে এটা দেইখেন।‌ আমার তো মনে হয় ওখানে অনেক কিছুই সে তুলে ধরেছিল তারপরেও যদি আপনি এটুজেট আকারে বলতে চান তাহলে বইলেন।
sr. member
Activity: 546
Merit: 309
October 16, 2024, 09:46:44 AM
আমরা সবাই কমবেশি ট্রেডিং করি। বর্তমান সময়ে প্রি মার্কেট নামে একটি ফিচার চালু হয়েছে এবং বাইনান্সও এটি নিয়ে কাজ করছেন। আমরা হয়তোবা এটি সম্পর্কে অনেকেই জানিনা। তবে প্রি_মার্কেট থেকে অনেক ভালো প্রফিট করা যায় । আমি Cati এবং Hamster টোকেন থেকে প্রি_মার্কেট ট্রেডিং করে অনেক ভালো প্রফিট করেছিলাম।

আমি প্রি মার্কেট নিয়ে বিস্তারিত ভাবে একটি পোস্ট বানাতে চাচ্ছি আপনারা কি বলেন যদি আপনারা চান তাহলে আমি প্রিমার্কেট নিয়ে বিস্তারিত একটি পোস্ট করব। আপনাদের মতামত চাচ্ছি। হয়তোবা অনেকেই এটি সম্পর্কে অনেক ভালো জানেন। তবে যারা জানেন না বা জানতে চান তাদের মতামত চাচ্ছি তাহলে আমি এটি করব
jr. member
Activity: 45
Merit: 12
October 16, 2024, 01:28:10 AM
sr. member
Activity: 546
Merit: 309
October 15, 2024, 02:49:55 PM
Rust কোডিং করার জন্য কোন code editor সফটওয়্যার ব্যবহার করছেন ? visual studio তে এটা সাপোর্ট করে ?আর এটি শেখার জন্য আপনিকি শুধুমাত্র google বা Chatgpt বা YouTube ইউজ করছেন নাকি আপনি শেখার জন্য কোন ধরনের কোর্স করছেন ? ভবিষ্যতের দিনগুলোতে এটির গুরুত্ব অনেক বেড়ে যাবে তাই এখন এটি শেখাটা অনেক ভালো সিদ্ধান্ত তাতে মার্কেটপ্লেসে ভালো কিছু করা যেতে পারে। আমি রিসেন্টলি CSE কমপ্লিট করেছি আর কোডিং বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমিও Rust শিখবো তাই সোর্সগুলো শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন
Rust কোডিং সহ যাবতীয় কোড লেখার জন্য আমি আমি Visual Studio Code (VS Code) ব্যাবহার করি । আপনি চাইলে Visual Studio Code (VS Code) ছাড়াও আরো অনেক এডিটর আছে অইগুলা ইউজ করতে পারেন। বেষ্ট কয়েকটি এডিটর হলো
  • JetBrains CLion
  • IntelliJ IDEA (With Rust Plugin)
  • Neovim
  • Sublime Text
আমি শেখার জন্য কোনো কোর্স করিনি। আমি একসময় প্রফেশনাল কোডার ছিলাম বাংলাদেশে ২০১২-২০১৬ পর্যন্ত যতো কমিউনিটি সাইট ছিলো সবগুলাতেই আমার করা কিছু না কিছু কোড আছে। প্রফেশন হিসাবে নিতে চাইলে ইউটিউব, গুগল, চ্যাটিজিপিটি দিয়ে কিছু হবেনা। প্রফেশনাল কারো থেকে কাজ শিখতে হবে।
বুঝতে পারছি ! youtube google চ্যাট জিপিটি থেকে শেখা সম্ভব না এটি বলা ঠিক না। নিজের প্রচেষ্টা থাকলে অবশ্যই তা শেখা সম্ভব। কারণ বর্তমান সময়ে ইউটিউব এবং গুগলে থাকা আর্টিকেলে সকল ধরনের সমাধান রয়েছে। শুধুমাত্র একটু সময় ব্যয় করে রিসার্চ করে ভালো কনটেন্টগুলো খুজে বের করাটাই মূল বিষয়। তবে যদি কারো থেকে কোন বিষয় জানা সম্ভব হয় তাহলে শর্টকাটে একটি জিনিস শেখা যায়। তবে আমি মনে করি যদি কেউ তার নিজের প্রচেষ্টায় সময় ব্যয় করে নিজের রিসার্চ করে কোন কিছু শিখতে শুরু করে আর সেই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে সেই সবচাইতে বড় সাকসেস পায়। আপনি যে সময়ের কথা বলতেছেন সেই সময়ে ইউটিউব বা গুগলে প্রোগ্রামিং বিষয়ে খুব বেশি তথ্য পাওয়া যেত না আর বাংলাদেশে তেমন কেউ ছিল না যে কোর্স করাবে বা কাউকে হেল্প করবে। আপনি তো আপনার নিজের প্রচেষ্টাতেই সেই সময় কোডিং শিখেছিলেন। আমি কোড এডিটর হিসেবে visual studio এবং sublime text এই দুইটাই ব্যবহার করেছি অন্যগুলো ব্যবহার করার অভিজ্ঞতা আমার তেমন নাই। বেশ কিছুদিন যাবত খুব ব্যস্ত সময় কাটাচ্ছে তাই Rust নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে না। আমি প্রফেশনালি নিজের ক্যারিয়ার গড়ার জন্য data science এর দিকে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি। এবং ইউরোপের কোন দেশে যাওয়ার চেষ্টা করতেছি এই ডিপার্টমেন্টে পড়ার জন্য। দেখি আল্লাহ কপালে কি রাখে।


আপনারা দুইজন দেখা যায় আবার খেপছেন। তবে ভাই ইনিসিয়েটেডগুলো দরকার ছিল কারণ হচ্ছে আবারো পাম্পকিন কার্ভিং কনটেস্ট এসেছে, আপনার এই অ্যাক্টিভিটি গুলা অনেকটাই তাদের মেরিট এর অপব্যবহার করতে থেকে বিরত রাখবে যাতে করে এটা তাদের জন্যই ভালো, "কারণ চোরের ১০ দিন গৃহস্থের একদিন" একদিন না একদিন যারা এই মেরিট এর অপব্যাবহার করে তারা ধরা খাবে তাই আগে থেকেই এদের সতর্ক থাকা ভালো।
নারে ভাই খেপা খেপির কিছু নাই। ফোরাম আমার ব্যক্তিগত সম্পত্তি না। কেউ মেরিট অ্যাবিউজ করে একাধিক অ্যাকাউন্ট বড় করলেও আমার কোন লাভ নেই আবার তারা এইসব নিয়ে বিপদে পড়লেও আমার কোন লাভ নেই আবার কোন ক্ষতি নেই। কার সম্পদকে কতটা সেফি করে রাখবে সেটা তার ব্যক্তিগত বিষয়। তাদেরকে শুধুমাত্র একটি ভালো উপদেশ দিচ্ছি তবে যদি সেগুলো না শুনে তাহলে তো আর কিছু করার নেই। এটুকু বলতাম না যদি তাদের এই কর্মকাণ্ড নিয়ে গ্লোবালে কথা না হতো। এটা যদি শুধুমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আমার কোন মাথা ব্যাথা ছিল না তবে তাদের জন্য আমরাও কোথাও সম্মান পাচ্ছি না। এই কারণেই একটু বলা।

LM নিয়মিত ক্যাম্পেন নিয়ে আসতেছে , অপরদিকে Royse এবং Hhampuz বাঙ্গালীদের ভালই একসেপ্ট করে তাদের ক্যাম্পেন গুলোতে। তারপরও যদি আমরা দুর্নীতির আশ্রয় নেই তাহলে আর কিছুদিন পরে এরাও বাংলাদেশী ইউজারদের এভয়েড করে চলবে। তখন কি হবে ! এরকম চলতে থাকলে তারা অবশ্যই বাংলাদেশি ইউজারদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হতে না পারে তাহলে কেউ একটিভ থাকবে না। যে যায় বলুক সবার একটি উদ্দেশ্য সেটা হচ্ছে ইনকাম করা। এ কারণেই তাদেরকে সতর্ক করতেছি যেন তারাও বাঁচে তার পাশাপাশি আমরা একটু বাঁচি। তা না হলে সবাই গলাগলি ধরে ফোরাম ত্যাগ করতে হবে।
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
October 15, 2024, 09:13:41 AM
আমি নিয়ত করেছি পোষ্ট গুলো প্রতি মাসে আপডেট করবো। তবুও ব্যাস্ততার কারনে একটু লেট হলেও হতে পারে। বিটকয়েন্ড্রিম ভাই মেসেজ করে সাজেস্ট করেছেন যে কম পক্ষে অন্তত ৬ মাসে হলেও একবার আপডেট করতে। আর প্রতি সপ্তাহে বা কয়েকদিন পর পর আপডেট করলে পোষ্ট সিলেকশনের মান কমে যেতে পারে। আমি এই ব্যাপারটার সাথে একমত। নাই মামার চাইতে যখন কানা মামা ভালো হবে, তখন খারাপ পোষ্ট ও ভালো মনে হতে পারে। যাই হোক, গোল থাকবে প্রতি মাসে অন্তত একবার আপডেট করার।
সমস্যা নাই ভাই আপনি আপনার সুবিধামতো আপডেট কইরেন। এটা সপ্তাহে আপডেট করতে হবে না সপ্তাহে করলে বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আপনি আপনার সুবিধামতো মাসে একবার দেইখেন তাই হবে ভাই। আর না হলে ভাই আমরা তো আছি এরকম গুরুত্বপূর্ণ কোন পোস্ট হলে তাহলে আপনাকে জানাবো এতে করে আপনারাও একটু সহজ হয়ে যাবে আপনি দেখে পরে সুবিধামতো আপডেট করে দিলেন তাই হবে ভাই
hero member
Activity: 770
Merit: 482
October 15, 2024, 12:42:18 AM
তবে ভাই এই পর্যন্তই শেষ না সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ পোস্ট আসবে এই লোকালে তখনও সেগুলো খেয়াল করে গুরুত্ব সহকারে এই পোস্টে এনে যোগ করে দেবেন যদি এটা ধরে রাখেন তাহলে একটা পোস্টের মাধ্যমে সবকিছু পেয়ে যাবে সবাই। আপনাকে অবশ্যই ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কাজ গুছানোর জন্য।

আমি নিয়ত করেছি পোষ্ট গুলো প্রতি মাসে আপডেট করবো। তবুও ব্যাস্ততার কারনে একটু লেট হলেও হতে পারে। বিটকয়েন্ড্রিম ভাই মেসেজ করে সাজেস্ট করেছেন যে কম পক্ষে অন্তত ৬ মাসে হলেও একবার আপডেট করতে। আর প্রতি সপ্তাহে বা কয়েকদিন পর পর আপডেট করলে পোষ্ট সিলেকশনের মান কমে যেতে পারে। আমি এই ব্যাপারটার সাথে একমত। নাই মামার চাইতে যখন কানা মামা ভালো হবে, তখন খারাপ পোষ্ট ও ভালো মনে হতে পারে। যাই হোক, গোল থাকবে প্রতি মাসে অন্তত একবার আপডেট করার।

OP update করে দিয়েছি ভাই।
আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাই।

আগের যে ৭টি পয়েন্ট ছিল সেই সাতটি পয়েন্টও রাখা উচিত ছিল ভাই স্পেশালি বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন গুলো।  আমি বলব শিশির ভাইয়ের এই পোস্ট এবং আগের 7 টি পোষ্ট লিংক আবারও অ্যাড করার অনুরোধ করছি।
আমি যে পোষ্ট গুলোর তালিকা করেছি, সেখানে সেই ৭ টি পোষ্ট এর লিংক এড করা আছে। তবুও আমি বিটকয়েন্ড্রিম ভাইকে মেসেজ করার পর থ্রেড এ পোষ্ট করে আপনাদের সাজেশন জানতে চেয়েছিলাম, আপনারা কেউ কোনো কিছুই বললেন না  Cry , যেহেতু উনি নিয়মিত আসতে পারেন না, তাই আমাদের আগে থেকেই সব সিদ্ধান্ত নিতে হবে। আপনার সাজেশনের পক্ষে বা বিপক্ষে আমার কোনো মতামত নেই। তবে সেই পোষ্ট গুলোতেও এই ৭ টা পোষ্ট উল্লেখ করা আছে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 14, 2024, 10:26:57 PM
OP update করে দিয়েছি ভাই।
আগের যে ৭টি পয়েন্ট ছিল সেই সাতটি পয়েন্টও রাখা উচিত ছিল ভাই স্পেশালি বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন গুলো।  আমি বলব শিশির ভাইয়ের এই পোস্ট এবং আগের 7 টি পোষ্ট লিংক আবারও অ্যাড করার অনুরোধ করছি।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
October 14, 2024, 03:52:02 PM
বাই দ্যা ওয়ে শিশির ভাইকে ধন্যবাদ, আমার বহুদিন থেকে এই ধরনের আইডিয়াটা মাথায় ঘুরপাক খাচ্ছিল কয়েকবার বলেছিলামও যেটাকে আপনি আঞ্জাম দিয়েছেন আর অবশ্যই বিশাল সময় খরচ করেছেন এর পেছনে।
বাংলা কমিউনিটি থেকে আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখন লোকাল থ্রেডকেই আমরা অনেকটা লোকাল বোর্ডের মতন করে ব্যবহার করতে পারব।

আর BitCoinDream ভাইকে বলব শিশির ভাইয়ের এই পোস্টটাকে অবশ্যই অবশ্যই ওপিতে রাখবেন। আমি অলরেডি তার এই পোস্টকে বুক মার্ক করে রেখেছি মাঝে মধ্যে নিজের পোস্টটা নিজে খুঁজে পাই না এটা আমাকে বহুত সাহায্য করবে।

আপনাকেও ধন্যবাদ ভাই।
আইডিয়া তো মূলত আপনাদেরই। তবে এর জন্য আমাকে ১৫ দিনের বেশি সময় ব্যয় করতে হয়েছে। সব গুলো পেইজ পড়ার কারনে আমি বাংলাদেশ থ্রেড এর অনেক কিছুই জানতে পারছি। কিছু কিছু পোষ্ট পড়ে অনেক বেশি হাসি পাইছিলো। কিছু পোষ্ট দেখে অনেক রাগ হয়েছিলো। আবার কিছু পোষ্ট দেখে অনেক খুশি হয়েছি। যাই হোক, পোষ্ট পড়ে পড়ে নানান অভিজ্ঞতা হয়েছে আমার। আর সবচাইতে ভালো লাগছে কাজ টা শেষ করতে পেরে। আপনাকেও অনেক ধন্যবাদ আপনার লোকাল থ্রেড চার্ট গুলো কম্পাইল করার জন্য। আমি অলরেডি বিটকয়েন ড্রিম ভাইকে মেসেজ করেছি থ্রেড টা আপডেট করার জন্য। আশা করি উনি অনলাইনে আসলেই থ্রেড আপডেট করবো।

OP update করে দিয়েছি ভাই।
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
October 14, 2024, 12:14:32 PM
আইডিয়া তো মূলত আপনাদেরই। তবে এর জন্য আমাকে ১৫ দিনের বেশি সময় ব্যয় করতে হয়েছে। সব গুলো পেইজ পড়ার কারনে আমি বাংলাদেশ থ্রেড এর অনেক কিছুই জানতে পারছি। যাই হোক, পোষ্ট পড়ে পড়ে নানান অভিজ্ঞতা হয়েছে আমার। আর সবচাইতে ভালো লাগছে কাজ টা শেষ করতে পেরে।
ভাই আপনি ১৫ দিনের বেশি সময় ব্যয় করে হলেও যে কাজটা করেছেন এটা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে কারণ ৫০০ প্লাস পড়ে পড়ে লোকাল থ্রেডের মেম্বাররা কখনো এগুলো পড়তে যাইতো না। আসলে এটা খুঁজে খুঁজে বের করাটাও অনেকটা কঠিন কাজ হয়ে যেত বা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যেত। যদিও কিছু কিছু পোস্ট পূর্বেই গোছানো ছিল কিন্তু সবগুলো এভাবে সাজানো গুছানোর মধ্যে ছিল না আপনি যে সবগুলো পেজ পড়ে শর্টকাটের ভিতরে সকল গুরুত্বপূর্ণ পোস্টগুলো একত্রিত করে এনেছেন এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় পোস্ট হয়েছে। আমাদের আর এত কষ্ট করে বিভিন্ন ধরনের পোস্ট খুঁজতে হবে না আপনার এইটা বুক মার্ক করে রেখে দিয়েছি আমি প্রয়োজন মত দেখে নেওয়া যাবে। তবে ভাই এই পর্যন্তই শেষ না সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ পোস্ট আসবে এই লোকালে তখনও সেগুলো খেয়াল করে গুরুত্ব সহকারে এই পোস্টে এনে যোগ করে দেবেন যদি এটা ধরে রাখেন তাহলে একটা পোস্টের মাধ্যমে সবকিছু পেয়ে যাবে সবাই। আপনাকে অবশ্যই ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কাজ গুছানোর জন্য।
hero member
Activity: 770
Merit: 482
October 14, 2024, 07:59:37 AM
বাই দ্যা ওয়ে শিশির ভাইকে ধন্যবাদ, আমার বহুদিন থেকে এই ধরনের আইডিয়াটা মাথায় ঘুরপাক খাচ্ছিল কয়েকবার বলেছিলামও যেটাকে আপনি আঞ্জাম দিয়েছেন আর অবশ্যই বিশাল সময় খরচ করেছেন এর পেছনে।
বাংলা কমিউনিটি থেকে আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখন লোকাল থ্রেডকেই আমরা অনেকটা লোকাল বোর্ডের মতন করে ব্যবহার করতে পারব।

আর BitCoinDream ভাইকে বলব শিশির ভাইয়ের এই পোস্টটাকে অবশ্যই অবশ্যই ওপিতে রাখবেন। আমি অলরেডি তার এই পোস্টকে বুক মার্ক করে রেখেছি মাঝে মধ্যে নিজের পোস্টটা নিজে খুঁজে পাই না এটা আমাকে বহুত সাহায্য করবে।

আপনাকেও ধন্যবাদ ভাই।
আইডিয়া তো মূলত আপনাদেরই। তবে এর জন্য আমাকে ১৫ দিনের বেশি সময় ব্যয় করতে হয়েছে। সব গুলো পেইজ পড়ার কারনে আমি বাংলাদেশ থ্রেড এর অনেক কিছুই জানতে পারছি। কিছু কিছু পোষ্ট পড়ে অনেক বেশি হাসি পাইছিলো। কিছু পোষ্ট দেখে অনেক রাগ হয়েছিলো। আবার কিছু পোষ্ট দেখে অনেক খুশি হয়েছি। যাই হোক, পোষ্ট পড়ে পড়ে নানান অভিজ্ঞতা হয়েছে আমার। আর সবচাইতে ভালো লাগছে কাজ টা শেষ করতে পেরে। আপনাকেও অনেক ধন্যবাদ আপনার লোকাল থ্রেড চার্ট গুলো কম্পাইল করার জন্য। আমি অলরেডি বিটকয়েন ড্রিম ভাইকে মেসেজ করেছি থ্রেড টা আপডেট করার জন্য। আশা করি উনি অনলাইনে আসলেই থ্রেড আপডেট করবো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 14, 2024, 01:40:18 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 13, 2024, 08:06:09 PM
আপনারা দুইজন দেখা যায় আবার খেপছেন। তবে ভাই ইনিসিয়েটেডগুলো দরকার ছিল কারণ হচ্ছে আবারো পাম্পকিন কার্ভিং কনটেস্ট এসেছে, আপনার এই অ্যাক্টিভিটি গুলা অনেকটাই তাদের মেরিট এর অপব্যবহার করতে থেকে বিরত রাখবে যাতে করে এটা তাদের জন্যই ভালো, "কারণ চোরের ১০ দিন গৃহস্থের একদিন" একদিন না একদিন যারা এই মেরিট এর অপব্যাবহার করে তারা ধরা খাবে তাই আগে থেকেই এদের সতর্ক থাকা ভালো।

ভাই, আসলে ক্ষেপার কিছু নাই। আমাদের লোকালে যেটা হচ্ছে, মানে লোকাল মেম্বার রা বাইরে গিয়ে যেসব কাজ করছে, সেটা আমাদের চোখে সবার আগে পড়া উচিৎ এবং অন্য কেউ সেগুলো নিয়ে গ্লোবাল বোর্ড এ থ্রেড খুলে আলাপ করার আগে আমাদের উচিৎ এগুলো এখানেই সমাধান করা। আজকে আমি বা আপনি লোকালে আলাপ করার ফলে যে রেজাল্ট আসছে, গ্লোবালে একই আলাপ হলে কি একই রেজাল্ট আসতো বলে আপনার মনে হয়? আমার কখনোই মনে হয় না।

গ্লোবাল কোনো মেম্বার যদি রেপুটেশনে থ্রেড খুলে ১০ জনের অপিনিয়ন চায়, আপনার কি মনে হয় বাংলাদেশি দের পক্ষে থাকবে কেউ? থাকবে না। এর পেছনে কারণ হলো আমাদের রেপুটেশন আগে থেকেই খারাপ। অনেক মেম্বার আছে যারা ২০১৬-১৭ সাল থেকে এই ফোরামে আছে। তারা ব্যান খেয়ে, ট্যাগ খেয়ে কি ফোরাম ছেড়ে চলে গেছে বলে আপনার মনে হয়? তারা এখনো এই ফোরামেই আছে।

একটু নাড়াচাড়া করলেই মাটির নিচ থেকে নর্দমার মতো পচা গন্ধ বের হতে শুরু করবে। এখানে এতোগুলো নাম পাবলিকলি পোষ্ট করার পরেও ওনারা এসব বন্ধ না করে কন্টিনিউ করে যাচ্ছে। এর মানে হচ্ছে গোয়ায় বাশ ঢুকার আগ অব্দি ওনারা এবিউজ করেই যাবেন। বাশ ঢুকলে তখন আস্তে করে চুপ করে যাবে। অল্টকয়েন্টক ফোরামে আমি এখন লোকাল মোডারেটর এটা তো জানেন। সেখানে একই টিম কারমা এবিউজ করছিলো। সেখানের এডমিন তো আর থেমস এর মতো না। সে একাউন্ট গুলো চেক করে রেড ডট বসিয়ে দিছে। এবার করো কারমা এবিউজ।

তবে আমি চাই না এখানেও এরকম কিছু হোক। যে কারনে অনেক কেই প্রাইভেট মেসেজে বুঝিয়েছি। যদি ওনারা মেনে চলেন, তাহলে ভালো। নইলে গ্লোবাল মেম্বার লাগবে না, আমি নিজেই একটা থ্রেড ওপেন করে ধুতি খুলে ছেড়ে দেবো। 
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 13, 2024, 03:08:09 PM
আচ্ছা এখানেই আবার রিপ্লাই দেই, PM এ মেইবি ঠাডা পড়ছে।

আমি কখন বল্লাম CLI তে সুবিধা, GUI তে অসুবিধা? যারা CLI প্রেফার করে এডভান্স ইউজার তাদের জন্য মূলত এটা। আর নিচে যা বল্লেন সেটা ঠিক অবশ্য, CLI তুলনামূলক ভালো পারফরমেন্স দেয়, GUI এর তুলনায়। লাস্ট লাইনে মেইবি ভুল বোঝাবুঝি হইছে, LM ভাই আমাকে আস্ক করছিলো, এই টুলটার এক্সট্রা কি সুবিধা আছে, সেটা উত্তরে আমি বলছিলাম যে এই মুহূর্তে আমার জানা নাই, জানতে পারলে জানাচ্ছি, এখানে আমি CLI বা GUI এর সুবিধা অসুবিধার কিছু মিন করি নাই।


পিএম এ অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছি কোন জায়গায় আপনি সুবিধার কথা বলছিলেন যাইহোক এখন বুঝলাম ভুল বুঝাবুঝি হইছে। বাট সুবিধার কথা কিন্তু কইছিলেন  Tongue




ধুর মিয়া আপনি আবার Sublime Text রে ম্যানশন করছেন ডিপ্লোমা এর কলেজ লাইফে একটা কাইসসা স্যাইন্সট্রাক্টর ছিল সে বুঝতো না বালের মাথা খালি করতো হাতা পাতা, আর সেই ইন্সট্রাক্টর Sublime Text করাইতো আমার কাছে জঘন্যতম একটা কোড এডিটর,
তবে ইস্ট অর ওয়েস্ট VS Code ইস দ্যা বেস্ট, এমন কোন প্লাগইন খুঁজে পাবেন না  যা এখানে নাই।
কোড এডিট করতে জানলে এডিটর কোনো ফ্যাক্ট না। খাতার সাদা পাতায় ও কোড লেখা যায়। আমি অনেক ক্ষেত্রে এখনো Notepad++ ব্যাবহার করি। অনেক সিনিয়র কোডার আছে যাদের সামনে আমার মতো সাধারন কোডার এর টাইম নাই তারা এখনো Notepad++ ব্যাবহার করে। যার যেটা পছন্দ সেটাই সে ব্যাবহার করবে, এটা হলো যার যার ব্যাক্তিগত পছন্দ।
কথা ঠিক, কোডিং করতে জানলে এডিটর ফ্যাক্ট না।
কিন্তু ভাই কোন সিনিয়র কোডার রয়েছে ভাই নামটা একটু বলেন তারে একটু দেখি যে এই যুগে যদি note++ করে সে মানুষ না ভাই মানুষের চাইতে উচ্চ লেভেল এ রয়েছে। 
(এখানে ভাই আমার কথার মিনিং হচ্ছে "কাজকে সুবিধা করা" আর "সময় বাঁচানো" এটা না যে কে কি রকম কোডার বা কত বড় কোডার। )

ভাই "সময় অনেক দামি জিনিস" দুনিয়া যত আপগ্রেড হচ্ছে তত সময়ের দাম বাড়তেছে আর তাই বেশিরভাগ মানুষ এখন সময় বাঁচায় এমন সব কোড এডিটর বা কম্পাইলার ব্যবহার করতেছে। আর এর মধ্যে VS code একটা রেভুলেশন।
ভবিষ্যতে তো দেখবেন কোডিংও করতেছে না জাস্ট কমান্ড দিতেছে কোডাররা। অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কে ব্যবহার করে এটা করা স্টার্ট হয়ে গিয়েছে, আমার নিজের অনেক প্রোগ্রামার বন্ধু রয়েছে যারা বড় বড় আইটি কোম্পানিতে জব করতেছে ওরা সময় বাঁচানোর জন্য আর কাজকে আরো সহজ করার জন্য এ আই ব্যবহার করে।
jr. member
Activity: 45
Merit: 12
October 13, 2024, 02:48:20 PM

ধুর মিয়া আপনি আবার Sublime Text রে ম্যানশন করছেন ডিপ্লোমা এর কলেজ লাইফে একটা কাইসসা স্যাইন্সট্রাক্টর ছিল সে বুঝতো না বালের মাথা খালি করতো হাতা পাতা, আর সেই ইন্সট্রাক্টর Sublime Text করাইতো আমার কাছে জঘন্যতম একটা কোড এডিটর,
তবে ইস্ট অর ওয়েস্ট VS Code ইস দ্যা বেস্ট, এমন কোন প্লাগইন খুঁজে পাবেন না  যা এখানে নাই।
কোড এডিট করতে জানলে এডিটর কোনো ফ্যাক্ট না। খাতার সাদা পাতায় ও কোড লেখা যায়। আমি অনেক ক্ষেত্রে এখনো Notepad++ ব্যাবহার করি। অনেক সিনিয়র কোডার আছে যাদের সামনে আমার মতো সাধারন কোডার এর টাইম নাই তারা এখনো Notepad++ ব্যাবহার করে। তারা যে অন্য এডিটর ইউজ করতে পারেনা এমন কোনো বিষয় না। তারা সবসময় এটাতে করে আসছে এখনো এটাতেই করে। যার যেটা পছন্দ সেটাই সে ব্যাবহার করবে, এটা হলো যার যার ব্যাক্তিগত পছন্দ।
Pages:
Jump to: