ভাই আজকে আমি আমার জীবনের সর্বপ্রথম বিটকয়েন এ বিনিয়োগ করেছি। এটি আমার জন্য খুবই আনন্দের, যদিও এটি খুবই অল্প পরিমান, আমার বাজেট ছিল ৩৫০০ টাকা। আমি প্রথমে ডলার কিনেছি, তারপর সেই ডলার আমি বিটকয়েন এ কনভার্ট করেছি, আমি আমার এক বন্ধুর বড় ভাইয়ের কাছ থেকে ডলার কিনেছি, তিনি প্রতি ডলার ১৩০ টাকা করে নিয়েছেন। যাইহোক আমার সর্বপ্রথম বিনিয়োগটি দেখে আমার খুবই ভালো লাগছে। আশা করি এভাবে অল্প অল্প পরিমান বিনিয়োগ থেকে আমার বিনিয়োগ একদিন বড় পোর্টফোলিও তে পরিনিত হবে. দোয়া কইরেন ভাই, আমি যেন আমার বিনিয়োগ কে এভাবেই নিয়মিত চালিয়ে যেতে পারি এবং দীর্গসময় হোল্ড করতে পারি।
প্রথমত আমি দেখতেছি আপনি ডলার কিনেছেন তারপর আবার ডলারকে বিটকয়েনে কনভার্ট করেছেন তাও আবার দেখতেছি সম্ভবত ট্রাস্ট ওয়ালেটে আপনার ফান্ড। হয়তো ডলার বাইনান্সে নিয়েছিলেন তারপর বাইনান্স থেকে বিটকয়েন এ কনভার্ট করেছেন তারপর হয়তো আবার বিটিসি ট্রাস্ট টয়লেটে উইথড্র দিয়েছেন আর নয়তো অন্য কোন কুইক এক্সচেঞ্জার ব্যবহার করেছেন। বিষয়টা আসলে গরমিল খেয়ে যায় কারণ বাইনান্স থেকে উইড্র দিলে ১০ ডলার কমে যাবে উইথ ড্র ফি হিসেবে।
যাইহোক মনে রাখবেন এমন পরিমাণ ইনভেস্টমেন্ট সবসময় করবেন যেটাতে যেন দীর্ঘ সময় ধরে যেন আর হাত না দিতে হয়। এবং রেগুলার চালিয়ে যেতে পারলে মনে রাখবেন "ছোট ছোট বিন্দুকনা গড়ে তোলে সাগর মহাওতল"
আমি তো আমার সকল ইনকাম কে তিন ভাগে ভাগ করি এক ভাগ বিটকয়েন ইনভেস্টমেন্ট করি লং টার্মের জন্য আরেকভাগ স্টেবল কয়েন হিসেবে জমিয়ে রাখি , এবং আরেক ভাগকে খরচাপাতির জন্য যতটুকু দরকার ততটুকু ফিয়াট কারেন্সিতে ক্যাশ করি। স্টেবল কয়েন করার কারণ হচ্ছে যে বেয়ার সিজনে বড় ধরনের ইনভেস্টমেন্ট করার অপরচুনিটিকে মিস না করা। আর বিটকয়েন হোল্ডিং করা কারণ BlackHatSojib ভাই অলরেডি হালকা করে বলে দিয়েছে , এর সাথে আমিও বলব ব্যাংকে টাকা রাখা মানে আপনার এসেট এর মূল্যকে ধীরে ধীরে কমিয়ে ফেলা কারণ হিসেবে যদি আমরা গত তিন বছর আগের ডলারের বিপরীতে টাকার মূল্য চেক করি তাহলেই বুঝা যাবে।