Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 10. (Read 5361957 times)

jr. member
Activity: 45
Merit: 12
October 09, 2024, 02:41:13 PM
ভাই আপনি ঠিকই বলেছেন কিন্তু ভাই আমরা দিন দিন মুসলিমদের মধ্যে পশ্চিমাদের রীতিনীতি ঢুকে যাচ্ছে ভাই। বিভিন্নভাবেই আমরা তাদের অনুসারী হয়ে যাচ্ছে। এটা আসলে কি হতে যাচ্ছে বুঝি না। আমাদের ঈমান খুবই দুর্বল আমরা দিন দিন পশ্চিমাদের রীতিনীতি গুলোকেই মেনে নিয়ে সামনে যাচ্ছি। আল্লাহ আমাদের ঈমানী শক্তি বাড়িয়ে দিক এবং আমাদের ভালো-মন্দ বোঝার তৌফিক দান করুক। আর যে কনটেস্ট চলতেছে সেটা অবশ্যই না করাই ভালো আমাদের মুসলিমদের জন্য। আপনি একটা ভাল ডিসিশন নিয়েছেন ভাই আপনি এটা করবেন না। আপনাকে ধন্যবাদ জানাই ভাই আমার ভালো লাগছে বিষয়টা। বাংলাদেশের অন্যান্য ভাইদের বলবো আপনারা বুঝে শুনে করবেন কারণ আপনাদের বোঝার ভালো ক্ষমতা আছে।
এরকম টা তো হবার কথাই ভাই। নবী মোহাম্মদ(সঃ) বলে গেছেন শেষ জামানায় ঈমান ধরে রাখা আর গরম কয়লা হাতের মধ্যে রাখা সমান হবে। যিনি আল আমিন হিসাবে মক্কার কাফিরদের কাছে পরিচিত ছিলেন উনার কথা তো মিথ্যা হতে পারেনা।

চারদিকে খেয়াল করলে বুঝা যায় কিভাবে খুব সহজভাবে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। দিনের পর দিন আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। পার্থিব লাভের আশায় মানুষ খুব সহজেই তার দ্বীন, ঈমানকে নষ্ট করে দিচ্ছে।
আল্লাহ আমাদের হেফাজত করুক
newbie
Activity: 8
Merit: 7
October 09, 2024, 02:10:36 PM
আর সত্যি কথা বলতে মুসলিম হিসেবে, বিশেষ করে এই ইভেন্টকে আমি সমর্থন করতেছিনা। পিজ্জা বেকিং পর্যন্তও ঠিক ছিল, বাট এটা একটু ধর্মিও দিকে চলে যাচ্ছে। এই টাইপের ওয়েস্টার্ন উৎসব পালন না করাই বেটার।[/size]
ভাই আপনি ঠিকই বলেছেন কিন্তু ভাই আমরা দিন দিন মুসলিমদের মধ্যে পশ্চিমাদের রীতিনীতি ঢুকে যাচ্ছে ভাই। বিভিন্নভাবেই আমরা তাদের অনুসারী হয়ে যাচ্ছে। এটা আসলে কি হতে যাচ্ছে বুঝি না। আমাদের ঈমান খুবই দুর্বল আমরা দিন দিন পশ্চিমাদের রীতিনীতি গুলোকেই মেনে নিয়ে সামনে যাচ্ছি। আল্লাহ আমাদের ঈমানী শক্তি বাড়িয়ে দিক এবং আমাদের ভালো-মন্দ বোঝার তৌফিক দান করুক। আর যে কনটেস্ট চলতেছে সেটা অবশ্যই না করাই ভালো আমাদের মুসলিমদের জন্য। আপনি একটা ভাল ডিসিশন নিয়েছেন ভাই আপনি এটা করবেন না। আপনাকে ধন্যবাদ জানাই ভাই আমার ভালো লাগছে বিষয়টা। বাংলাদেশের অন্যান্য ভাইদের বলবো আপনারা বুঝে শুনে করবেন কারণ আপনাদের বোঝার ভালো ক্ষমতা আছে।
jr. member
Activity: 45
Merit: 12
October 09, 2024, 02:01:33 PM

লোকালে দেখতেছি হ্যালোইন ডে এবং পামকিন কারভিং কনটেস্ট নিয়ে বেশ আলোচনা চলতেছে। অনেকরে দেখলাম অংশ নেয়ার প্রস্তুতিও নিচ্ছে। এসব ইভেন্টে অংশ নিবেন ভালো কথা, নিতেই পারেন। বাট এসব ইভেন্টের অসীলায় মেরিট ফার্মিং এর যেই ট্রেন্ডটা চলে সেটা একটু দয়া করে বন্ধ রাখুন। আবারো বলতেছি। ইমনিই গ্লোবালে আমাদের অনেক বাজে রেপুটেশন বিল্ড হয়ে গেছে, বাঙালিদের কেউ সহ্য করতে পারে না, দেখলেই গণহারে ট্যাগ মারে। প্রতিবছর এইসব ইভেন্ট আসলেই একঝাক মেরিট ফার্মার একসাথে জড়ো হয়, আর স্প্যামবাস্টাররাও এদের অপেক্ষায় বসে থাকে, ট্যাগ মারার জন্য। মাথায় রাইখেন এইসব।

আর এখনো যারা আনাচে কানাচে ফার্মিং করে যাচ্ছেন তারা কিন্ত ঠিকই চিপায় পড়বেন। স্প্যামবাস্টাররা সবসময় কিন্তু বাঙালিদের চোঁখে চোঁখে রাখে। সেদিন সম্ভবতো একটা পোস্ট দেখলাম (নটিলডাহ'র), যেখানে তিনি ৬ মাস ধরে জাস্ট অপেক্ষা করে গেছেন এক চিটারকে ধরার জন্য। এইসব উদাহরণ মাথায় রাইখেন।

আর সত্যি কথা বলতে মুসলিম হিসেবে, বিশেষ করে এই ইভেন্টকে আমি সমর্থন করতেছিনা। পিজ্জা বেকিং পর্যন্তও ঠিক ছিল, বাট এটা একটু ধর্মিও দিকে চলে যাচ্ছে। এই টাইপের ওয়েস্টার্ন উৎসব পালন না করাই বেটার।

আমিও এই ব্যাপারে বলছিলাম বাংলা বোর্ড এ। এই উৎসব খ্রীষ্টানদের। একজন মুসলমান হিসাবে খ্রীষ্টানদের উৎসব উপলক্ষে আয়োজিত কন্টেষ্ট এ আমরা অংশগ্রহন করতে পারিনা। আবার এই কন্টেষ্ট সরাসরি তাদের ধর্মীয় সংস্কৃতি। এটা আমার ব্যাক্তিগত মতামত। যার যার ইচ্ছা অনুযায়ী যা কিছু সবাই করতে পারে। তবে আমি বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে এমন কিছু না করাই উত্তম যা আমাদের ধর্মে নিষিদ্ধ।

ইমনিই গ্লোবালে আমাদের অনেক বাজে রেপুটেশন বিল্ড হয়ে গেছে, বাঙালিদের কেউ সহ্য করতে পারে না, দেখলেই গণহারে ট্যাগ মারে
গ্লোবালে আমাদের বাঙালিদের বাজে রেপুটেশন কেনো হলো আর কেনো কেউ সহ্য করতে পারেনা একটু জানালে উপকৃত হতাম।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 09, 2024, 01:05:10 PM
লোকালে দেখতেছি হ্যালোইন ডে এবং পামকিন কারভিং কনটেস্ট নিয়ে বেশ আলোচনা চলতেছে। অনেকরে দেখলাম অংশ নেয়ার প্রস্তুতিও নিচ্ছে। এসব ইভেন্টে অংশ নিবেন ভালো কথা, নিতেই পারেন। বাট এসব ইভেন্টের অসীলায় মেরিট ফার্মিং এর যেই ট্রেন্ডটা চলে সেটা একটু দয়া করে বন্ধ রাখুন। আবারো বলতেছি। ইমনিই গ্লোবালে আমাদের অনেক বাজে রেপুটেশন বিল্ড হয়ে গেছে, বাঙালিদের কেউ সহ্য করতে পারে না, দেখলেই গণহারে ট্যাগ মারে। প্রতিবছর এইসব ইভেন্ট আসলেই একঝাক মেরিট ফার্মার একসাথে জড়ো হয়, আর স্প্যামবাস্টাররাও এদের অপেক্ষায় বসে থাকে, ট্যাগ মারার জন্য। মাথায় রাইখেন এইসব।

আর এখনো যারা আনাচে কানাচে ফার্মিং করে যাচ্ছেন তারা কিন্ত ঠিকই চিপায় পড়বেন। স্প্যামবাস্টাররা সবসময় কিন্তু বাঙালিদের চোঁখে চোঁখে রাখে। সেদিন সম্ভবতো একটা পোস্ট দেখলাম (নটিলডাহ'র), যেখানে তিনি ৬ মাস ধরে জাস্ট অপেক্ষা করে গেছেন এক চিটারকে ধরার জন্য। এইসব উদাহরণ মাথায় রাইখেন।

আর সত্যি কথা বলতে মুসলিম হিসেবে, বিশেষ করে এই ইভেন্টকে আমি সমর্থন করতেছিনা। পিজ্জা বেকিং পর্যন্তও ঠিক ছিল, বাট এটা একটু ধর্মীয় দিকে চলে যাচ্ছে। এই টাইপের ওয়েস্টার্ন উৎসব পালন না করাই বেটার।
newbie
Activity: 9
Merit: 0
October 09, 2024, 12:52:09 PM
আমি আজকে দেখলাম অনেকেই কুমড়ো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সেখানে তাদের কুমড়ো আর্ট দেখে আমি সত্যিই খুশি হয়েছি দুর্দান্ত হয়েছে। বিশেষ করে আজকে আমি দেখলাম আমাদের ফোরামের কয়েকজন ব্যক্তি সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এর মধ্যে আমি দেখতে পেলাম @Z_MBFM অসাধারণভাবে একটি আর্ট করেছে। তিনি দুর্দান্তভাবে একটি কুমড়ো আর্ট করতে পেরেছে যা দেখছে সত্যি আকর্ষণে দেখাচ্ছিল আমি তার এই আর্টের প্রশংসা করি। যাইহোক আমি সবার এই প্রতিযোগিতা দেখে আমিও শেখানে মিষ্টি কুমড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি ইতিমধ্যে মিষ্টি কুমড়ার জন্য বাজারে গিয়েছিলাম কিন্তু ভালো মানের মিষ্টি কুমড়া পাইনি যদিও বর্তমানে আমাদের দেশে খুব কমই রয়েছে এই সময়ে এই মৌসুমে পাওয়া খুবই কঠিন মিষ্টি কুমড়া। যাই হোক আমি গতকাল বাজারে যাব এবং সেখান থেকে একটি মিষ্টি কুমড়া ক্রয় করে নিয়ে আসব পরবর্তীতে কুমড়ো প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।
যদিও আমার কেমন অভিজ্ঞতা নেই কুমড়ো যে আর্ট করার এটি আমার প্রথম কুমড়ো প্রতিযোগিতা হবে।
আমার অঞ্চলে কুমড়ো একদম সহজলভ্য। বাজারে যেকোনো ধরণের কুমড়ো পাওয়া যায়। আমি কুমড়ো প্রতিযোগিতাটি ঘুরে দেখেছি, অনেকেই অনেক সুন্দর সুন্দর আর্ট করেছে। আমিও চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। আমি এর আগে কোনো দিন এমন প্রতিযোগিতা দেখিনি বা অংশগ্রহণ করিনি। জীবনের সর্বপ্রথম এমন প্রতিযোগিতা পেয়েছি এবং আমি অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করবো। আমার আর্ট কেমন হবে আমি তা জানি না তবে আমি অংশগ্রহণ করেই সন্তুষ্ট হবো।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
October 09, 2024, 11:25:48 AM
আমি আজকে দেখলাম অনেকেই কুমড়ো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সেখানে তাদের কুমড়ো আর্ট দেখে আমি সত্যিই খুশি হয়েছি দুর্দান্ত হয়েছে। বিশেষ করে আজকে আমি দেখলাম আমাদের ফোরামের কয়েকজন ব্যক্তি সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এর মধ্যে আমি দেখতে পেলাম @Z_MBFM অসাধারণভাবে একটি আর্ট করেছে। তিনি দুর্দান্তভাবে একটি কুমড়ো আর্ট করতে পেরেছে যা দেখছে সত্যি আকর্ষণে দেখাচ্ছিল আমি তার এই আর্টের প্রশংসা করি। যাইহোক আমি সবার এই প্রতিযোগিতা দেখে আমিও শেখানে মিষ্টি কুমড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি ইতিমধ্যে মিষ্টি কুমড়ার জন্য বাজারে গিয়েছিলাম কিন্তু ভালো মানের মিষ্টি কুমড়া পাইনি যদিও বর্তমানে আমাদের দেশে খুব কমই রয়েছে এই সময়ে এই মৌসুমে পাওয়া খুবই কঠিন মিষ্টি কুমড়া। যাই হোক আমি গতকাল বাজারে যাব এবং সেখান থেকে একটি মিষ্টি কুমড়া ক্রয় করে নিয়ে আসব পরবর্তীতে কুমড়ো প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।
যদিও আমার কেমন অভিজ্ঞতা নেই কুমড়ো যে আর্ট করার এটি আমার প্রথম কুমড়ো প্রতিযোগিতা হবে।
jr. member
Activity: 45
Merit: 12
October 09, 2024, 01:55:27 AM

যদিও আমি দুইটাই চালাই, Windows (নট ক্রাক বাট জেনুইন লাইসেন্স) আর Linux বাট লিনাক্সের একটা সমস্যা কি জানেন? কোনটা ছেড়ে কোনটা ধরবো এটা বোঝে না কেউ, কনফিউশনে ভোগে। আমি এটা বলতেছি কারন আমি নিজে এটা নিয়ে একসময় অনেক পেরা খাইছি। এখন অবশ্য Ubuntu দেয়া আছে। ফোনের ক্ষেত্রেও সেইম। দুইদিন আগেই Android 14 কাস্টম রমে (Pixel OS) ছিলাম, আজকে আবার অন্য একটা কাস্টম রম (Nusuntara) ফ্লাস দিলাম, মানে নতুন বিল্ড আসলেই হাত চুলকায়, সাথে সাথে ফ্লাস মেরে টেস্ট দিই, আবার সাথে তো Custom Kernel থাকেই। শুধু এটা এটাই না, আকাম করে Kali Net Hunter ও দিসিলাম ফোনে। আরেকটা সমস্যা অনেকের কাছে আবার এপ্লিকেশন ইনস্টল করা পেরা লাগে, সবকিছুতে কমান্ড দেয়া লাগে এই লাগে সেই লাগে। এজন্য হয়তো Windows চালায়।

লিনাক্সের জন্য বাংলাদেশে কোনো ডেডিকেটেড কমিউনিটি আছে কিনা জানি না বাট মোবাইলের জন্য কিন্তু ব্যাপক সাপোর্ট আছে, সাথে প্রচুর ডেভলোপার। যেমন ধরেন Custom Rom/OS, Custom Kernel, Android Security Patch ইত্যাদি।


ভাই এই কথাটা সত্যি বলছেন যে কোনটা রেখে কোনোটা দিবে কনফিউজড হয়ে যায়। নতুন একটা ওএস দেখলেই ট্রাই করতে মনে চায়। তবে একটা সময় পরে আর এই কনফিউশন টা থাকে না। নতুন অবস্থায় সব জিনিসে কৌতূহল থাকা স্বাভাবিক।

 আমিও অনেক ওএস ইউজ করছি এখন আমারে পিডাইলেও আমি মাঞ্জারো (আর্ক বেইজড) ছেঁড়ে অন্য কোনো ডিস্ট্রো তে যাবো না। আর ভাই এপস ইনস্টল করতে কমান্ড দেওয়া লাগে সবসময় এটা ঠিক না, কারণ যেকোনো একটা সফটওয়্যার রিপ্রেজিটোরি ইনস্টল করে নিলে সেই প্যাকেজের  এপ স্টোরের মধ্যেই সব এপ্লিকেশন পাওয়া যায়। যেখান থেকে কমান্ড লাইন ছাড়াই ইনস্টল করা যায়।

বাংলাদেশে কোনো ডেডিকেটেড কমিউনিটি আছে একটা ছোটোখাটো Linux User's In Bangladesh নামে একটি ফেইসবুক গ্রুপ। তবে গ্লোবালি প্রত্যেকটা ডিস্ট্রোর ডেডিকেটেড কমিউনিটি আছে যেগুলাতো সকল সমস্যার দ্রুত সমাধান পাওয়া যায়।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 09, 2024, 01:42:51 AM
jr. member
Activity: 45
Merit: 12
October 09, 2024, 01:38:48 AM
হ্যালোইন ডে কী- কেনো কুমড়া খোদাই করা হয়?

বিটকয়েনটক ফোরামে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এটি আমি আমাদের এই লোকাল কমিনিটিতে শেয়ার করেছিলাম। অনেকেই দেখি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অনেকেই অংশগ্রহণ করার পরিকল্পনা করেছেন। অনেকেই হয়তো জানতে পেরেছেন এই প্রতিযোগিতার টপিক Games and rounds বোর্ডে ছিলো কিন্তু মুভ করে Meta বোর্ডে নেওয়া হয়েছে৷ তাই আপনারা Meta বোর্ডে গিয়ে খুজে দেখবেন অথবা এখানে ক্লিক করুন

মুল কথায় আসা যাক। এখন হ্যালোউইন ডে কী? হ্যালোউইন ডে হলো খ্রিস্টানদের একটি বার্ষিক উৎসব। যেটা প্রতি বছর অক্টোবর মাসের ৩১ তারিখে পালন করা হয়ে থাকে। এই উৎসবটি পৃথিবীর বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে এমনকী আমাদের বাংলাদেশেও এই উৎসব পালন করা হয়ে থাকে। কেনো কুমড়া খোদাই করা হয়। আসলে কুমড়া খোদাই হ্যালোউইন ডে এর একটা অংশ।


খ্রিস্টানদের হ্যালোউইন ডে পালন করার মূল উদ্দেশ্য হলো মৃত আত্মাদের স্মরণ করা। তারা ঐদিন বিভিন্নভাবে, কেউ ভুতুড়ে পোশাক পরে, ভূতের গল্প বলা, কুমড়া খোদাই করে মৃত আত্মাদের স্মরণ করেন।
সোর্স
আচ্ছা ভাই হ্যালোউইন পশ্চিমা খ্রিস্টানদের একটি উৎসব। তবে আমরা কেনো তাদের উৎসবে অংশ নিচ্ছি? এর মাধ্যমে আমরা কি নিজেদের কালচার কে অপমানিত করছি না? আর যেহেতু এটা মৃত আত্মাদের স্বরণ করে উৎযাপন করা হয় সেহেতু একজন মুসলমান হিসাবে আমি কিভাবে এতে অংশ নিতে পারি যা স্পষ্টই ইসলামের দৃষ্টিতে হার এবং পাপ?

 যদি বলেন যে ফোরামের সাথে তো আর আত্মা স্বরণ এর সম্পর্ক নেই যাষ্ট কন্টেষ্ট এর আয়োজন করা হয়েছে তবে বলবো এর মূলে তো সেই হ্যালোউইন ই রয়েছে হ্যালোউইন না হলে তো এই কন্টেষ্ট আসতো না। ব্যাপার টা আসলে নেক সুরতে শয়তানের ধোঁকার মতো হয়ে গেলো না?
sr. member
Activity: 532
Merit: 268
October 08, 2024, 11:22:36 PM
হ্যালোইন ডে কী- কেনো কুমড়া খোদাই করা হয়?

বিটকয়েনটক ফোরামে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এটি আমি আমাদের এই লোকাল কমিনিটিতে শেয়ার করেছিলাম। অনেকেই দেখি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অনেকেই অংশগ্রহণ করার পরিকল্পনা করেছেন। অনেকেই হয়তো জানতে পেরেছেন এই প্রতিযোগিতার টপিক Games and rounds বোর্ডে ছিলো কিন্তু মুভ করে Meta বোর্ডে নেওয়া হয়েছে৷ তাই আপনারা Meta বোর্ডে গিয়ে খুজে দেখবেন অথবা এখানে ক্লিক করুন

মুল কথায় আসা যাক। এখন হ্যালোউইন ডে কী? হ্যালোউইন ডে হলো খ্রিস্টানদের একটি বার্ষিক উৎসব। যেটা প্রতি বছর অক্টোবর মাসের ৩১ তারিখে পালন করা হয়ে থাকে। এই উৎসবটি পৃথিবীর বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে এমনকী আমাদের বাংলাদেশেও এই উৎসব পালন করা হয়ে থাকে। কেনো কুমড়া খোদাই করা হয়। আসলে কুমড়া খোদাই হ্যালোউইন ডে এর একটা অংশ।


খ্রিস্টানদের হ্যালোউইন ডে পালন করার মূল উদ্দেশ্য হলো মৃত আত্মাদের স্মরণ করা। তারা ঐদিন বিভিন্নভাবে, কেউ ভুতুড়ে পোশাক পরে, ভূতের গল্প বলা, কুমড়া খোদাই করে মৃত আত্মাদের স্মরণ করেন।
সোর্স
তাহলে কি আমরা কোন না কোনভাবে তাদের কালচার দ্বারা আকৃষ্ট হচ্ছি । আপনি যেভাবে উল্লেখ করেছেন ঘটনাটা আমি এখন পর্যন্ত পড়িনি তবে যদি সত্য হয় তাহলে আমরা নিজের ইচ্ছাতে বিদেশি কালচারের প্ররোচনায় আমরা আমাদের ইসলাম ধর্মের কিছুটা বিচ্যুতি হয়ে যাচ্ছি। যদি মিষ্টি কুমড়া খোদাই করে তাদের আত্মাদের অথবা ভূত পেতের উপাসনা করা হয় তাহলে আমরা হয়তো খোদাই কম্পিটিশনে নিজের ইচ্ছাতেই অংশগ্রহণ করে তাদের উপাসনায় অংশগ্রহণ করছি। তবে একটা জিনিস লক্ষ্য করবেন কিছু কিছু মিষ্টি কুমড়াতে মানুষের লোগো অথবা মাথা খোদাই করা হচ্ছে যা দেখি একটু ভয়ের সৃষ্টি হয় খুব সম্ভবত ওইগুলো ওই আত্মাদের উদ্দেশ্যে বানানো হয়। আমরা যার অংশগ্রহণ করব তারা মূলত বিটকয়েন লোগো দিয়েই খোদাই করব যা আমাদের বিটকয়েন উদযাপনের উদ্দেশ্যে বানানো হলো। আমরা কোনভাবেই কোন ছবি বা প্রাণীদের অবয়ব খোদাই করব না।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
October 08, 2024, 11:15:16 PM
হ্যালোইন ডে কী- কেনো কুমড়া খোদাই করা হয়?

বিটকয়েনটক ফোরামে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এটি আমি আমাদের এই লোকাল কমিনিটিতে শেয়ার করেছিলাম। অনেকেই দেখি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অনেকেই অংশগ্রহণ করার পরিকল্পনা করেছেন। অনেকেই হয়তো জানতে পেরেছেন এই প্রতিযোগিতার টপিক Games and rounds বোর্ডে ছিলো কিন্তু মুভ করে Meta বোর্ডে নেওয়া হয়েছে৷ তাই আপনারা Meta বোর্ডে গিয়ে খুজে দেখবেন অথবা এখানে ক্লিক করুন

মুল কথায় আসা যাক। এখন হ্যালোউইন ডে কী? হ্যালোউইন ডে হলো খ্রিস্টানদের একটি বার্ষিক উৎসব। যেটা প্রতি বছর অক্টোবর মাসের ৩১ তারিখে পালন করা হয়ে থাকে। এই উৎসবটি পৃথিবীর বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে এমনকী আমাদের বাংলাদেশেও এই উৎসব পালন করা হয়ে থাকে। কেনো কুমড়া খোদাই করা হয়। আসলে কুমড়া খোদাই হ্যালোউইন ডে এর একটা অংশ।


খ্রিস্টানদের হ্যালোউইন ডে পালন করার মূল উদ্দেশ্য হলো মৃত আত্মাদের স্মরণ করা। তারা ঐদিন বিভিন্নভাবে, কেউ ভুতুড়ে পোশাক পরে, ভূতের গল্প বলা, কুমড়া খোদাই করে মৃত আত্মাদের স্মরণ করেন।
সোর্স
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
October 08, 2024, 01:52:13 PM
পামকিন কনটেস্ট বা কুমড়া খোদাই প্রতিযোগিতা বাংলা বোর্ডে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। ২০২২ সালের এই অক্টোবর মাসেই প্রথমবারের মতো কুমড়া খোদায় প্রতিযোগিতা শুরু হয়েছিল আমরা হয়তো সেই প্রথম কুমড়া খোদায় প্রতিযোগিতায় ছিলাম না এবং অংশগ্রহণ করতে পারিনি। দ্বিতীয় কুমড়া খোদাই প্রতিযোগিতা আবার শুরু হয়েছে সকলেই অংশগ্রহণ করবেন এবং ভালো খোদাই প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীতে থাকার চেষ্টা করবো এবং সবাই করবেন।
জি ভাই আমিও জয়েন করেছি দেখি কি করা যায়। এইদিকে চিন্তায় আছি এত বড় একটা কুমড়া কিনে নিয়ে আইসা কিভাবে এটা করব। তার মধ্যে আবার থাকি মেসে এখানে এগুলা করলে বাড়িওয়ালা আঙ্কেল আন্টি এবং মেসের অন্যান্য সদস্যরা আমাকে পাগল মনে করবে তাছাড়া কিছুই না। এর আগে আমি পিজ্জা কনটেস্ট এপ্লাই করছিলাম মোটামুটি ভালোই হয়েছিল পরে ওটা যখন ম্যাচে নিয়ে আসি সবাই কাড়াকাড়ি করে খেয়ে শেষ করে ফেলেছে। এখন দেখা যাক এই পামকিন নিয় একটু পাগলামি করবো। অনেক ধরনের ভিডিও দেখলাম কিভাবে কি বানানো যায় দেখি ভাই সামনে বানাবো। আজকে আমি একটা কুমড়া কিনতে গিয়েছিলাম কিন্তু কুমড়ার দাম ৬০ টাকা কেজি হয়ে গেছে এর জন্য আর কিনি নাই। ভাবলাম অনেক দিন সময় আছে আস্তে ধীরেই করি.

একটি বিষয়ে আমার জানার ছিল। আমি bybit এক্সেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু ভেরিফাইড করতে পারতেছি না। আমি টানা তিন দিন যাবত চেষ্টা করে যাচ্ছি তবুও ভেরিফাই সফল হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন ভেরিফাই হচ্ছে না? আমি সঠিক আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি? যদিও এখন পর্যন্ত আমি ভোটার হইনি আমার মায়ের আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি। সঠিকভাবে আইডি কার্ডের ছবি প্রদর্শন করছি, ফেস এর ছবি সঠিকভাবেই দিয়েছি। তবুও জানিনা কেন ভেরিফাই হচ্ছে না? এ বিষয়ে যদি কেউ ধারণা দিতে পারতেন তাহলে উপকার হত। সত্যিই এই এক্সেঞ্জারে একাউন্ট ভেরিফাই করতে গিয়ে হাপিয়ে গিয়েছি। Cry
ভাই আপনার Bybit ভেরিফাই করতে পারছেন যদি ভেরিফাই করতে না পারেন তাহলে বইলেন আর যদি হয়ে থাকে তাহলে তো হইছেই। ভেরিফাই না হলে জানায়েন আপনার সমস্যার সমাধান করে দিব নি ভাই.
hero member
Activity: 770
Merit: 482
October 08, 2024, 07:48:38 AM
আমি গতকাল বিটকয়েনড্রিম ভাই কে প্রাইভেট মেসেজ করেছি আমাদের বাংলা থ্রেড এর ওপি আপডেট করার জন্য। বর্তমানে যে ওপি টি আছে, সেটা একটু মডিফাই করে আমরা যে ইনফরমেটিভ পোষ্ট আর্কাইভ বানিয়েছি, সেটা মেইন ওপি তে এড করার জন্য অনুরোধ করেছি। বর্তমানে ওপি তে থ্রেড গুলোর লিংক আছে, সেগুলো সব গুলোই আমার দেয়া লিংক গুলোর পোষ্ট এর ভেতরে আছে। আমার অনুরোধ ছিলো নিম্নরুপ;

BitcoinTalk এ আপনাকে স্বাগত। এখানে আপনাকে ঘিরে রয়েছে অজস্র কিংবদন্তি। একদিকে যেমন রয়েছে অনবদ্য সাফল্য, অন্যদিকে তেমনি রয়েছে অভাবনীয় ব্যর্থতা। BitcoinTalk তৈরি করেছিলেন সাতোশি নাকামোতো। এখানে আমরা দেখেছি বিশ্বের প্রথম exchange, প্রথম altcoin এবং প্রথম ICO। আবার দেখেছি অভাবনীয় Software ত্রুটি, ব্যাপক চুরি এবং অবিশ্বাস্য জালিয়াতি। আপনার কাছেও সুযোগ রয়েছে BitcoinTalk এর ইতিহাসের অংশ হয়ে ওঠার: শুধু কখন আর কিভাবে, সেটা নির্ভর করছে আপনার উপর।


এখানে বাংলা ভাষা ব্যবহারের জন্যে সকলকে অনুরোধ জানানো হচ্ছে। বাংলা হরফে লিখতে Google Transliteration tool টি ব্যবহার করতে পারেন। BitcoinTalk বা অন্য কোনো portal থেকে সরাসরি কিছু copy-paste করে দেবেন না। নিজের ভাষায় লিখুন। 'সুপ্রভাত', 'শুভ রাত্রি', 'কেমন আছেন', 'কি করছেন' জাতীয় নিম্নমানের post করা থেকে বিরত থাকুন। এই ধরণের post delete করা হবে এবং account ban করাও হতে পারে। নবাগতদের জন্যে গুরুত্বপূর্ণ কিছু লেখা নিচে সংকলিত করা হলো...


┏━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━┓
 ফোরাম রিলেটেড ইনফরমেটিভ পোষ্ট গুলো|Meta
 বাংলা থ্রেড এর একটিভিটি ওভার ভিউ|Local Meta
 টুলস এবং টিউটোরিয়াল পোষ্ট গুলো|Beginners and Help
 বিটকয়েন এবং ক্রিপ্টো ও টেক রিলেটেড তথ্যবহুল পোষ্ট|Technical Discussion
 গুরুত্বপূর্ণ অনুবাদ গুলো|Translations
 অন্যান্য গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো|Others
┗━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━┛




বাংলার নিজস্ব sub-forum এর আবেদন - https://bitcointalksearch.org/topic/local-board-request-for-bengali-4455886

বাংলার নিজস্ব Merit Source এর আবেদন - https://bitcointalksearch.org/topic/application-to-be-a-merit-source-for-bangladesh-thread-5277099

আপনাদের কারো কোনো পরামর্শ থাকলে জানাবেন।
jr. member
Activity: 45
Merit: 12
October 08, 2024, 03:03:09 AM
আজকে যেই টপিক নিয়ে আমি আলাপ করবো তা হয়তো অনেকে জানেন আবার অনেকে  জানেন না। যারা জানেন না তাদের জন্যই আমার আজকের লেখা।

আজকে আমি সলিডিটি (Solidity) নামের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। সলিডিটি(Solidity) মুলত ইথেরিয়াম ব্লকচেইনের জন্য ডিজাইন করা একটি স্মার্ট কন্ট্র্যাক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইথেরিয়াম নেটওয়ার্কে চালানো ডেসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন (DApps) যা ব্লকচেইন ব্যবহার করে কাজ করে তা সাধারণত সলিডিটি(Solidity) ব্যাবহার করে তৈরি করা হয়।

সলিডিটির(Solidity) কিছু মূল বৈশিষ্ট্য:
  • স্ট্যাটিক টাইপিং: সলিডিটি স্ট্যাটিকভাবে টাইপ করা একটি ভাষা, যেখানে প্রতিটি ভ্যারিয়েবল বা ডেটার একটি নির্দিষ্ট ধরন থাকে।
  • ইনহেরিটেন্স: এই ভাষাতে ইনহেরিটেন্স (Inheritance) ফিচার আছে, যার মাধ্যমে একাধিক চুক্তি বা কন্ট্র্যাক্ট একে অপরের বৈশিষ্ট্য ও ফাংশনালিটি শেয়ার করতে পারে।
  • ইভেন্ট এবং লগিং: সলিডিটি স্মার্ট কন্ট্র্যাক্ট থেকে ইভেন্ট জেনারেট করতে পারে, যা বিভিন্ন লগিং সিস্টেমের মাধ্যমে সহজে ট্র্যাক করা যায়।

নিচে "Hello Sojib" লেখা একটি স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করা হয়েছে সলিডিটি (Solidity) এর মাধ্যমে।
Code:
// SPDX-License-Identifier: MIT
pragma solidity ^0.8.0;

contract HelloSojib {
    string public message;

    constructor() {
        message = "Hello, Sojib!";
    }

    function setMessage(string memory newMessage) public {
        message = newMessage;
    }

    function getMessage() public view returns (string memory) {
        return message;
    }
}

সলিডিটি (Solidity) মূলত ইথেরিয়াম (Ethereum) ব্লকচেইনের জন্য তৈরি করা হয়েছে, তবে অন্যান্য ব্লকচেইন প্ল্যাটফর্মেও এটি ব্যবহৃত হয়।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
October 07, 2024, 11:36:00 AM
দ্বিতীয় বার পামকিন কনটেস্ট যেটা আমার প্রথম বিটকয়েনটক ফোরামে পামকিন কনটেস্ট হতে যাচ্ছে। কয়েকদিন আগে পাই বেকিং কনটেস্টে আমাদের এই লোকাল থ্রেডের অনেকেই অংশগ্রহণ করেছিল, পাই কনটেস্টে প্রাথমিক পর্যায়ে কয়েকজন বেশ ভালো ভোট পেয়েছিল তবে শেষ মুহূর্তে তারা গন্য হয়নি। এখন পর্যন্ত যে কতগুলো কনটেস্ট হয়েছে যেমন পামকিন, পাই এবং পিজ্জা এগুলোতে কি আমাদের বাংলা থ্রেডের কোন একজন সদস্য ভাই চ্যাম্পিয়ন হয়েছে নাকি আমরা শুধু অংশগ্রহণ করেই সন্তুষ্ট।
আমাদের এই বাংলা কমিউনিটি থেকে দুই একজন যদিও ভোটের প্রতিযোগিতায় সিলেক্ট হয় কিন্তু শেষ পর্যন্ত আমাদের কমিউনিটি থেকে কেউ টিকে থাকতে পারেনা। তবে আমার কাছে কৌতুহল লাগছে পিজ্জা, পাই এই সমস্ত খাবার কন্ট্রিবিউশনে অংশগ্রহণ করা যায় কিন্তু মিষ্টি কুমড়া প্রতিযোগিতা আমার কাছে সম্পূর্ণ নতুন। আপাতত কয়েকজন যদি জমা দেয় তাহলে তাদের দেখাদেখি কি টাইপের প্রতিযোগিতার নমুনা বানাতে হবে সেটা কিছুটা হলেও অভিজ্ঞতা বাড়বে। পুরাতন কম্পিটিশনে আমাদের বাংলা কমিউনিটির কেউ অংশগ্রহণ করেছিল কিনা একটু এখানে জানালে কৃতজ্ঞতা প্রকাশ করবো, শুধু একটু আমাদের ধারণা দেবে কিভাবে আমরা মিষ্টি কুমড়া দিয়ে বিটকয়েন চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আমাদের রাজশাহীতে অনেক ধরনের মিষ্টি কুমড়া পাওয়া যায়। আমি সহজেই কাঁচামাল জোগাড় করতে পারবো। শুধু একটু ধারণার অভাব কিভাবে কি করতে হবে কেউ যদি একটু গাইড দিতেন তাহলে অনেক উপকার হত।
কুমড়া খোদাই প্রতিযোগিতায় কিভাবে কুমড়া খোদাই করতে হয় সেই সম্পর্কে আপনি খুব সহজেই জানতে পারবেন আমি তীর চিহ্ন আকারে দেখিয়ে দিয়েছি। ২০২২ সালে অনেকেই কুমড়া খোদাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তারা কিভাবে কুমড়া খোদাই করেছে এবং কারা কুমড়া খোদাই প্রতিযোগিতায় জয়ী হয়েছে আপনি https://bitcointalksearch.org/topic/m.64608316 এই লিংকে ঢুকে দেখতে পারেন। আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি সেখানে চাপ দিবেন আশা করি আপনি দেখতে পারবেন এবং ধারণা নিতে পারবেন কিভাবে কুমড়া খোদাই করতে হয়।



আমরা যারা নতুনে কুমড়া খোদাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব আমাদের যদি বুঝতে অসুবিধা হয় তবে সকলেই এখান থেকে আইডিয়া নিতে পারি কিভাবে কুমড়া খোদাই করতে হয়। তাতে আমি মনে করি সকলের জন্য অনেক সুবিধা হবে কনটেস্টে অংশগ্রহণ করতে।
sr. member
Activity: 532
Merit: 268
October 07, 2024, 09:47:17 AM
দ্বিতীয় বার পামকিন কনটেস্ট যেটা আমার প্রথম বিটকয়েনটক ফোরামে পামকিন কনটেস্ট হতে যাচ্ছে। কয়েকদিন আগে পাই বেকিং কনটেস্টে আমাদের এই লোকাল থ্রেডের অনেকেই অংশগ্রহণ করেছিল, পাই কনটেস্টে প্রাথমিক পর্যায়ে কয়েকজন বেশ ভালো ভোট পেয়েছিল তবে শেষ মুহূর্তে তারা গন্য হয়নি। এখন পর্যন্ত যে কতগুলো কনটেস্ট হয়েছে যেমন পামকিন, পাই এবং পিজ্জা এগুলোতে কি আমাদের বাংলা থ্রেডের কোন একজন সদস্য ভাই চ্যাম্পিয়ন হয়েছে নাকি আমরা শুধু অংশগ্রহণ করেই সন্তুষ্ট।
আমাদের এই বাংলা কমিউনিটি থেকে দুই একজন যদিও ভোটের প্রতিযোগিতায় সিলেক্ট হয় কিন্তু শেষ পর্যন্ত আমাদের কমিউনিটি থেকে কেউ টিকে থাকতে পারেনা। তবে আমার কাছে কৌতুহল লাগছে পিজ্জা, পাই এই সমস্ত খাবার কন্ট্রিবিউশনে অংশগ্রহণ করা যায় কিন্তু মিষ্টি কুমড়া প্রতিযোগিতা আমার কাছে সম্পূর্ণ নতুন। আপাতত কয়েকজন যদি জমা দেয় তাহলে তাদের দেখাদেখি কি টাইপের প্রতিযোগিতার নমুনা বানাতে হবে সেটা কিছুটা হলেও অভিজ্ঞতা বাড়বে। পুরাতন কম্পিটিশনে আমাদের বাংলা কমিউনিটির কেউ অংশগ্রহণ করেছিল কিনা একটু এখানে জানালে কৃতজ্ঞতা প্রকাশ করবো, শুধু একটু আমাদের ধারণা দেবে কিভাবে আমরা মিষ্টি কুমড়া দিয়ে বিটকয়েন চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আমাদের রাজশাহীতে অনেক ধরনের মিষ্টি কুমড়া পাওয়া যায়। আমি সহজেই কাঁচামাল জোগাড় করতে পারবো। শুধু একটু ধারণার অভাব কিভাবে কি করতে হবে কেউ যদি একটু গাইড দিতেন তাহলে অনেক উপকার হত।
hero member
Activity: 770
Merit: 482
October 07, 2024, 01:39:28 AM
অন্যান্য গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো


এই পোষ্ট টি অন্যান্য গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো কালেক্ট করে রাখার জন্য ব্যাবহার করা হবে। এই পোষ্ট টি ইনফরমেটিভ পোষ্ট আর্কাইভের অংশ যা নিয়মিত আপডেট হবে।

jr. member
Activity: 45
Merit: 12
October 06, 2024, 11:43:45 PM
কিন্তু সেটার জন্য যখন আই এস ও ফাইল ডাউনলোড করা হয়, তখনই সেটা স্পেসিফাই করে ডাউনলোড করতে হয় সম্ভবত। এই ক্ষেত্রে ফাইলের সাইজ একটু বড় হয়। আমি যখন ডাউনলোড করেছিলাম, তখন মনে হয় খেয়াল করেছিলাম। আমি আমার স্লো ইন্টারনেট কানেকশন দিয়ে সেটাপ করতে গিয়ে পুরো রাত নষ্ট করেছি, আর সাথে তোমারো ঘুমের ১২ টা বাজাইছিলাম। আমি এগুলো আগে কখনো সেটাপ করিনি, যে কারনে এগুলো তেমন একটা বুঝিনা।
না আলাদা ফাইলের কোনো প্রয়োজন নেই। লিনাক্সভিত্তিক ওএসগুলো লাইভ বুট করা যায়। ইন্সটল না করেও ব্যাবহার করা যায়। ইন্সটল করার সময় অপশন সিলেক্ট করা যায় এইখান থেকেই অফলাইন ইন্সটল করার অপশন পাওয়া যায় আর আরেকটা উপায় হলো ইন্টারনেট কানেকশন না দিয়ে ইন্সটল করা। ইন্টারনেট কানেকশন না থাকলে অটো বেসিক ডেবিয়ান সেটাপ হয়ে যায়।
আর এতো সব প্যাকেজ থাকার কারনেই আমি এখন ম্যাক চালানোর ফিল নিতে পারতেছি। তবে সত্যি কথা যেটা, যারা উইন্ডোজ ব্যাবহার করে অভ্যস্ত, বিশেষ করে উইন্ডোজের যে সফটওয়্যার গুলো আছে, সেগুলো যারা ব্যাবহার করে অভ্যস্ত, তারা সহজে লিন্যাক্সে মুভ করতে পারবে না। কিন্তু যারা শুধুমাত্র ইনটারনেট রিলেটেড কাজ করে, অন্যান্য সফটওয়্যার তেমন দরকার হয় না, তারা সহজেই লিন্যাক্সে মুভ করতে পারে। যেহেতু আমি এখন দোকানে বসি, এখানে চাইলেও আমি লিন্যাক্স ব্যাবহার করতে পারতেছি না। অনেক বেশি প্যাড়া মনে হয়। এজন্যই ডুয়েল বুট করা। যখন যেটা দরকার সেটা ব্যাবহার করি।
বিগিনার লিনাক্স ইউজার বা উইন্ডোজ থেকে যারা আসতে চায় তাদের জন্য অনেক ডিস্ট্রো আছে যেগুলা নতুন ইউজারদের খুব ভালো অভিজ্ঞতা দিতে পারে। যে কেউ চাইলে লিনাক্স এ মুভ করতে পারবে কারণ উইন্ডোজ এর প্রত্যেকটা সফটওয়্যার এর অল্টারনেটিভ লিনাক্স এ আছে কিছু ক্ষেত্রে তো উইন্ডোজ এপস এর চাইতে আরো ভালো এপস লিনাক্স এ পাওয়া যায় একই কাজের। চাইলে উইন্ডোজ এর সকল এপস লিনাক্স এ চালানো যায় Wine প্যাকেজ ইন্সটল করে নিয়ে।
আরেকটা কথা হলো, তুমি এক পোষ্ট করার পরে একই থ্রেড এ আবারো পোষ্ট করতে পারবা না। মানে এক সাথে দুই পোষ্ট করতে পারবা না। এক পোষ্ট করার পর অপেক্ষা করবা অন্য কেউ পোষ্ট করার জন্য। অথবা আগের পোষ্ট এডিট করে নতুন করে এড করবা।
জানা ছিলো না। ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য। এখন থেকে এসব ব্যাপারে খেয়াল রাখবো।
sr. member
Activity: 406
Merit: 371
October 06, 2024, 11:22:33 PM
একটি বিষয়ে আমার জানার ছিল। আমি bybit এক্সেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু ভেরিফাইড করতে পারতেছি না। আমি টানা তিন দিন যাবত চেষ্টা করে যাচ্ছি তবুও ভেরিফাই সফল হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন ভেরিফাই হচ্ছে না? আমি সঠিক আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি? যদিও এখন পর্যন্ত আমি ভোটার হইনি আমার মায়ের আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি। সঠিকভাবে আইডি কার্ডের ছবি প্রদর্শন করছি, ফেস এর ছবি সঠিকভাবেই দিয়েছি। তবুও জানিনা কেন ভেরিফাই হচ্ছে না? এ বিষয়ে যদি কেউ ধারণা দিতে পারতেন তাহলে উপকার হত। সত্যিই এই এক্সেঞ্জারে একাউন্ট ভেরিফাই করতে গিয়ে হাপিয়ে গিয়েছি। Cry
এমনটা হওয়ার কথা নয় Bybit এক্সচেঞ্জৈ একাউন্ট করার পর কিছু সময়ের মধ্যে সেটা ভেরিফাই করা যায় যেটা এর আগে আমি কয়েকবার করেছি। আপনি যে আইডি কার্ড ব্যবহার করে ভেরিফাই করার চেষ্টা করেছিলেন দেখুন সেখানে কিছু ভুল দিয়েছেন কিনা। হয়তো আইডি কার্ডে যে নাম দেওয়া আছে সেই নামের সাথে পার্থক্য রয়েছে অথবা ফেস মিলছে না যার ফলে আপনি চেষ্টা করার পরেও বারবার ব্যর্থ হচ্ছেন। আবার কেউ যদি এই আইডি কার্ড ব্যবহার করে আগে ভেরিফাই করে থাকে তাহলে সেটা দিয়ে আর হবে না। সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই ভেরিফাই হয়ে যাওয়ার কথা।
Quote from: Vote for Bitcoin Pumpkin [Soon]Past Contests [2022]Bitcointalk Party [Discord] Pumpkin Ideas [Here] 🎃


যাইহোক, আমাদের লোকাল মেম্বারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করুন। প্রাইজ বেশ ভালোই রয়েছে। সকলের জন্য শুভকামনা রইলো।
দ্বিতীয় বার পামকিন কনটেস্ট যেটা আমার প্রথম বিটকয়েনটক ফোরামে পামকিন কনটেস্ট হতে যাচ্ছে। কয়েকদিন আগে পাই বেকিং কনটেস্টে আমাদের এই লোকাল থ্রেডের অনেকেই অংশগ্রহণ করেছিল, পাই কনটেস্টে প্রাথমিক পর্যায়ে কয়েকজন বেশ ভালো ভোট পেয়েছিল তবে শেষ মুহূর্তে তারা গন্য হয়নি। এখন পর্যন্ত যে কতগুলো কনটেস্ট হয়েছে যেমন পামকিন, পাই এবং পিজ্জা এগুলোতে কি আমাদের বাংলা থ্রেডের কোন একজন সদস্য ভাই চ্যাম্পিয়ন হয়েছে নাকি আমরা শুধু অংশগ্রহণ করেই সন্তুষ্ট। Grin
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 06, 2024, 11:18:14 PM
ক্রেডিট দিতে হবে না। আমি অনেকদিন ডুয়েল বুট করিনি তাই একটু ঝামেলা হয়ে গেছিলো। যাদের ইন্টারনেট স্লো, ডেবিয়ান সেটাপ দেওয়া তাদের জন্য বড়সড় পাপের কাজ এই কথাটা আমি মানতে পারলাম না বন্ধু কারণ ইন্টারনেট কানেকশন ছাড়াও ডেবিয়ান সেটাপ দেওয়া যায়। তবে ইন্টারনেট ছাড়া সেটাপ দিলে অনেক গুরুত্বপূর্ণ প্যাকেজ ইন্সটল হয় না, কিন্তু পরে ইন্টারনেট অ্যাক্সেস পেলে সেগুলো ইন্সটল করা যায়। ইন্টারনেট ছাড়া শুধু বেসিক ডেবিয়ান ডেক্সটপ ইন্সটল হয়। ডেবিয়ান সিকিউরিটিকে খুব গুরুত্ব দিয়ে থাকে এবং এটি একটি স্টেবল অপারেটিং সিস্টেম।
কিন্তু সেটার জন্য যখন আই এস ও ফাইল ডাউনলোড করা হয়, তখনই সেটা স্পেসিফাই করে ডাউনলোড করতে হয় সম্ভবত। এই ক্ষেত্রে ফাইলের সাইজ একটু বড় হয়। আমি যখন ডাউনলোড করেছিলাম, তখন মনে হয় খেয়াল করেছিলাম। আমি আমার স্লো ইন্টারনেট কানেকশন দিয়ে সেটাপ করতে গিয়ে পুরো রাত নষ্ট করেছি, আর সাথে তোমারো ঘুমের ১২ টা বাজাইছিলাম। আমি এগুলো আগে কখনো সেটাপ করিনি, যে কারনে এগুলো তেমন একটা বুঝিনা।

ডেবিয়ানকে সবচেয়ে স্টেবল লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলোর একটি ধরা হয়। ডেবিয়ানে রয়েছে বিপুল পরিমাণ প্যাকেজ সাপোর্ট। প্রায় ৫০,০০০ এর বেশি প্যাকেজ (সফটওয়্যার) রয়েছে, যেগুলো ইন্সটল করে ব্যবহার করা যায়। খুব সহজেই নানান রকম সফটওয়্যার বা টুল পাওয়া যায়। ডেবিয়ান ডেস্কটপ এর জন্য পাওয়া গেলেও সবচেয়ে বেশী ব্যাবহৃত হয় সার্ভার এবং ওয়ার্কস্টেশনের কাজে।
আর এতো সব প্যাকেজ থাকার কারনেই আমি এখন ম্যাক চালানোর ফিল নিতে পারতেছি। তবে সত্যি কথা যেটা, যারা উইন্ডোজ ব্যাবহার করে অভ্যস্ত, বিশেষ করে উইন্ডোজের যে সফটওয়্যার গুলো আছে, সেগুলো যারা ব্যাবহার করে অভ্যস্ত, তারা সহজে লিন্যাক্সে মুভ করতে পারবে না। কিন্তু যারা শুধুমাত্র ইনটারনেট রিলেটেড কাজ করে, অন্যান্য সফটওয়্যার তেমন দরকার হয় না, তারা সহজেই লিন্যাক্সে মুভ করতে পারে। যেহেতু আমি এখন দোকানে বসি, এখানে চাইলেও আমি লিন্যাক্স ব্যাবহার করতে পারতেছি না। অনেক বেশি প্যাড়া মনে হয়। এজন্যই ডুয়েল বুট করা। যখন যেটা দরকার সেটা ব্যাবহার করি।

আরেকটা কথা হলো, তুমি এক পোষ্ট করার পরে একই থ্রেড এ আবারো পোষ্ট করতে পারবা না। মানে এক সাথে দুই পোষ্ট করতে পারবা না। এক পোষ্ট করার পর অপেক্ষা করবা অন্য কেউ পোষ্ট করার জন্য। অথবা আগের পোষ্ট এডিট করে নতুন করে এড করবা।
Pages:
Jump to: