যেহেতু আমরা মূলত একটা ফোরামে আছি সবাই, আমার মনে হয় ফোরামের বেশিরভাগ মেম্বার বিটকয়েন আসলে কিনে নাই, বরং ইনকাম করেছেন। আমি নিজের কথা যদি বলি, আমি লম্বা সময় ধরে প্রায় (দুই বছর এর কাছাকাছি) বিটকয়েন একুমুলেশন করেছি। এবং এখানের সবটাই মুলত আমার ইনকাম করা। নিজের পকেট থেকে টাকা খরচ করে বিটকয়েন কিনে হোল্ড করা আমাদের অনেকের জন্যই রিস্কি ইনভেস্টমেন্ট হবে। অনেকেই লোন নিয়ে বিটকয়েন কিনতে চায়, কেউ আবার গোল্ড বিক্রি করে বিটকয়েন কিনতে চায়, যেগুলো অনেক বেশি রিস্কি বলে মনে করি আমি।
বিটকয়েন ক্রিপ্টো কারেন্সির মধ্যে সবচাইতে সিকিউর এবং ট্রাস্টেড কয়েন তবে এটায় ভোলাটিলিটি রয়েছে যার কারণে এটা সবচাইতে সিকিউর এবং ট্রাস্টেড কয়েন হওয়ার পরেও রিস্ক বহন করে।
আর তাই বাকি সব ইনভেসমেন্ট এর জন্য এখানেও আমি যা মনে করি আমরা যতটুকু হারানোর ক্ষমতা রাখে ততটুকুই এখানে ইনভেস্টমেন্ট করা উচিত।
আমিও অনেকদিন আগে নিজের ইনকামকে তিনটি ভাগে ভাগ করে ইনভেস্টমেন্ট করার একটা প্ল্যান শেয়ার করেছিলাম যেটা আমি নিজের ওপর এপ্লাই করি, আগে তো বোকা ছিলাম তাই ভুলভাল ইনভেস্টমেন্ট এবং ভুলভাল সময়ে হোল্ড করেছি।
যদিও এই দুই বছরে বেশ কয়েকবার আমাকে বড় আকারে বিটকয়েন সেল করতে হয়েছে বিজনেস এক্সপান্ড করার জন্য। কষ্টের ব্যাপার হলো রিয়েল লাইফ বিজনেস এখনো স্ট্যাবল করতে পারিনি। প্রতি মাসেই লস দিয়ে দিয়ে এখন লোকেশন চেঞ্জ করছি। এখানেও আরো কয়েক লাখ টাকা লেগে যাবে, যেটা লোন নিয়ে করতে হচ্ছে। আমার রিয়েল লাইফে ইনভেস্ট গুলো লস প্রজেক্ট মনে হচ্ছে। এখন মনে হচ্ছে আমি যদি এখনো সব গুলো বিটকয়েন হোল্ড করতাম, তাহলে বেশ ভালো একটা রিটার্ন আশা করতে পারতাম।
আসলে ভাই বিজনেস বিষয়টা অনেক কঠিন এখানে সাকসেস হতে হলে অনেক সময় দেওয়া লাগে এবং নিত্য নতুন নানান জিনিস সংযোজন বা বিয়োজন করতে হয়।
আমি আপনাকে আমার দেখা একটা উদাহরণ দিতে চাই আর সেটা হল আমার নিজের বোন এবং তার হাসব্যান্ড এর বিজনেস করার জন্য সংগ্রাম।
আজ থেকে ঠিক দুই থেকে তিন বছর পূর্বে আমার বোনের হাসব্যান্ড একটা ড্রিল মেশিন এবং গ্রিন্ডার মেশিন ক্রয় করে বাসায়ই কিছু হোম ডেকোরেশন করার জন্য কাঠের কিছু পণ্য তৈরি করছে, এমন না যে সে বেকার ছিল সে একজন বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিল চাকরি করার শেষে অফিস থেকে বাসায় এসে সেই সব কাজ করতো আমরা দেখে বলতাম কি পাগলামি শুরু করেছে।
আর বর্তমানে তারা হোম ডেকোর এর জিনিসপত্র সিলিং এর মধ্যে বাংলাদেশে একটা ভালো অবস্থানে রয়েছে। তারা প্রতিদিন একটু একটু করে বিস্তার ঘটিয়েছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সোশ্যাল মিডিয়াতে ভালো একটিভ ছিল বিজনেস আপডেট গুলো দেওয়ার মধ্য দিয়ে প্রতিদিন একটা করে পোস্ট করেছে এভাবে করে এখন ভালো একটা অবস্থানে পৌঁছে গেছে।
আর আপনি ফোরামের কথা চিন্তা করুন নিশ্চয়ই এক দুইদিনে আপনি আপনার বর্তমানের অবস্থানে পৌঁছাননি, অবশ্যই এখানে পৌঁছাতে বছরের ওপরের সময় লেগেছে এবং আপনি নিজেই ভালো করে জানেন কি পরিমাণ টাইম এখানে দিয়েছেন কিভাবে মনপ্রাণ দিয়ে এক্সপ্লোর করেছেন।
এখন নিজেকে চিন্তা করে দেখেন সেই একই শ্রম আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে দিয়েছেন কিনা।
যাই হোক অবস্থান পরিবর্তন করতেছেন আশা করি আপনার বিজনেসে আপনি সাকসেসফুল হবেন সেইসাথে আপনাকে বলব একটা ফেসবুক পেজ খুলে সেখানে আপনি যেসব পণ্য সেলিং করবেন বা যে সব সার্ভিস দিবেন সেগুলোর পোস্ট শেয়ার করুন।
অবশ্যই বর্তমান সময়ে নিজের সব জিনিস ট্রেন্ডে রয়েছে সেগুলো সেল করার চেষ্টা করবেন। আমি বিজনেসের এতকিছু বুঝি না তবে এগুলো ট্রাই করে দেখতে পারেন কারণ আমি স্বচক্ষে দেখেছি একবারে জিরো থেকে কোটি টাকার রেভিনিউ জেনারেট করতে পারে।