Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 10. (Read 5635734 times)

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 10, 2024, 01:51:54 PM
এটি নিয়ে এখানে পোস্ট করা হইনি, কিন্তু আমার গ্রুপে এটি নিয়ে অনেকবার বলেসিলাম। যারা ট্রেড করেছিল, তারা অনেকে ভালো পরিমাণের এয়ারড্রপ পেয়েছে। যাইহক যদি এখানের কেউ এটিতে অংশগ্রহণ করে থাকেন, তাহলে নিজেদের Aptos ওয়ালেট চেক দিয়েন।


টকেনটির মোট সাপ্লাই মাত্র ১০০ মিলিয়ন কিন্তু টোকেনের বর্তমান মূল্য মাত্র $০.২৭ কিংবা এর থেকে কম। আমার বেক্তিগত মতামত হলো টোকেনটির মূল্য আরও বাড়বে, তাই যারা রিস্ক নিতে চান তারা নিজের রিস্কে টোকেনটি কিনতে পারেন ।

আমি যা এয়ারড্রপ পেয়েছি সেটির বর্তমান মূল্য $২৯০ এবং আমি টোকেনগুলো জমিয়ে রাখব। আমার টার্গেট $১ এবং সেটি এই বুলমার্কেটে আশা করা যায়।
https://www.coingecko.com/en/coins/merkle-trade

বিস্তারিত টুইটারে পাবেনঃ https://x.com/officialbitbyte/status/1855617756084998273


আমারো মনে হতো ইশ যদি বিটকয়েন হোল্ড করতাম!

শুধু বিটকয়েন নিয়ে পইড়া থাকলে হবে নাহ, মার্কেটে যেকোনো পরিস্থিতিতে আপনি কিংবা আমরা সবাই লাভ করতে পারবো। এইজন্য আমাদেরকে মার্কেটে কেমন narrative চলতেছে সেটি জানতে হবে। তাহলে বুল কিংবা বেয়ার যেকোনো মার্কেটে আমরা লাভ করতে পারবো। ল্যাপটপে আজকে আর বেশিকিছু লেখলাম নাহ, কিন্তু পরের পোস্টে বিষয়টি নিয়ে লেখব।  Wink
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 10, 2024, 12:02:19 AM
বাই দা ওয়ে, তোমার লস হয় কোন দিক দিয়ে? আমি যতদূর জানি তোমার না হার্ডওয়ার টাইপ বিজনেস! এগুলোতে লসও আছে?

লাভ লস সব ব্যাবসাতেই আছে। মূলত আমার সেল এর চাইতে খরচ বেশি। যে কারনে আমি প্রতি মাসেই লস করতেছি। যেমন ধরেন, আমার এই গ্রামের বাজারে সেল আসে মাসে ৩০ হাজার টাকার মতো, যেটার লাভ ৩ থেকে ৪ হাজার টাকার বেশি না। অথচ প্রতি মাসেই আমার দোকানের ১০ হাজার টাকা খরচ আছে + আমার নিজের পরিশ্রম এবং সময়। দোকান গ্রামে বলেই এই অবস্থা হচ্ছে বলে আমার মনে হয়। কালকে সারাদিন অনেক বেশি ব্যাস্ত ছিলাম এগুলো নিয়েই।

ছোট বাজার থেকে দোকান সরিয়ে নিয়ে বড় বাজারে বসার চেষ্টা করতেছি। গতকাল দোকান মালিকের সাথে আলাপ আলোচনা এবং ডিড করতে গিয়েই এক প্রকার সারা সন্ধ্যা শেষ হয়েছে। ফাইনালি সব কিছু ঠিক থাকলে এই মাসেই দোকান সেখানে মুভ করে ফেলবো। আর আমার ফোরামের একটিভিটি কিছুদিন একদমই কম হবে সম্ভবত।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
November 09, 2024, 10:12:39 PM
আমারো মনে হতো ইশ যদি বিটকয়েন হোল্ড করতাম! বাট সেটা আর করা হয় না কোনো না কোনো ভাবে টাকা এদিক সেদিক হয়ে যায়। আর যদি কিছু জমানো টাকা দিয়ে বিটকয়েন হোল্ডও করে রাখি তাহলে সেটাও ১ বছর হওয়ার আগেই কোনো এক ইমারজেন্সির জন্য ভাঙা লাগে। আমাদের মধ্যে কজনই বা পাক্কা হোল্ডার আছে। আমার এখনো মনে আছে বিটিসি যখন ১০কে ছিলো, তখন থেকে ভাবতেছিলাম হোল্ড করবো, বাট করা হয়নি।

বাই দা ওয়ে, তোমার লস হয় কোন দিক দিয়ে? আমি যতদূর জানি তোমার না হার্ডওয়ার টাইপ বিজনেস! এগুলোতে লসও আছে?

আল্লাহ দিলে আমাদের একটা ছোটখাটো মুরগির ফার্ম আছে। মূলত ক্রিপ্টোর টাকা দিয়েই দাড় করানো। সামনে আরো এক্ষপান্ড করার চিন্তা আছে। লাভ লসের যদি কথা বলি তাহলে লাভের দিকেই আছি।  Grin
ভাই এটা শুধু আপনি নন আমরা মানুষ মাত্রই এমন চিন্তা ভাবনা করে থাকি। দেখবেন শুধু বিটকয়েনে বিনিয়োগ নয় যে কোন কিছুই করতে চাইলে, যদি কোন কারণবশতে করতে না পারি। তাহলে যদি সেই কাজে লাভের সম্ভাবনা দেখি বা অন্যলোকের লাভ হইতাছে, তখন দেখবেন আমাদের আফসোস লাগবে যে কেন জিনিসটা করলাম না। পক্ষান্তরে যদি ওই কাজে লসের সম্ভাবনা থাকে বা অন্যলোকেদের লস হইতাছে তখন আবার ভালো লাগবে যে ওই কাজটি না করেই ভালো হয়েছে।
আমাদের আফসোস তো হবেই দেখলাম বিটকয়েন ৭৭ হাজার ডলার ছাড়িয়ে গেছিলো, সামনে আরও বাড়বে তখন আরও আফসোস হবে। যাইহোক, আমার কিছু হোল্ড করা আছে, যদিও খুবই সামান্য।

এই বিষয়ে শুনে আমার খুবই ভালো লাগলো যে আপনি মুরগীর ফার্ম করছেন। এটা আমার অনেক দিনের স্বপ্ন, কিন্তু আমাদের বাড়িতে যায়গা খুবই কম, পরিকল্পনা আছে রাস্তায় সাথে আমাদের ভালো জমি আছে সেখানে বাড়ি নিবো এর পর ফার্ম করবো। এছাড়া অর্থের সংকট আছে কিছু। ইনশাআল্লাহ ভবিষ্যতে মুরগীর ফার্ম করবো, আল্লাহ যেন তৌফিক দেন। আপনার জন্য শুভকামনা ভাই।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 09, 2024, 07:55:57 PM
যদিও এই দুই বছরে বেশ কয়েকবার আমাকে বড় আকারে বিটকয়েন সেল করতে হয়েছে বিজনেস এক্সপান্ড করার জন্য। কষ্টের ব্যাপার হলো রিয়েল লাইফ বিজনেস এখনো স্ট্যাবল করতে পারিনি। প্রতি মাসেই লস দিয়ে দিয়ে এখন লোকেশন চেঞ্জ করছি। এখানেও আরো কয়েক লাখ টাকা লেগে যাবে, যেটা লোন নিয়ে করতে হচ্ছে। আমার রিয়েল লাইফে ইনভেস্ট গুলো লস প্রজেক্ট মনে হচ্ছে। এখন মনে হচ্ছে আমি যদি এখনো সব গুলো বিটকয়েন হোল্ড করতাম, তাহলে বেশ ভালো একটা রিটার্ন আশা করতে পারতাম।

আমারো মনে হতো ইশ যদি বিটকয়েন হোল্ড করতাম! বাট সেটা আর করা হয় না কোনো না কোনো ভাবে টাকা এদিক সেদিক হয়ে যায়। আর যদি কিছু জমানো টাকা দিয়ে বিটকয়েন হোল্ডও করে রাখি তাহলে সেটাও ১ বছর হওয়ার আগেই কোনো এক ইমারজেন্সির জন্য ভাঙা লাগে। আমাদের মধ্যে কজনই বা পাক্কা হোল্ডার আছে। আমার এখনো মনে আছে বিটিসি যখন ১০কে ছিলো, তখন থেকে ভাবতেছিলাম হোল্ড করবো, বাট করা হয়নি।

বাই দা ওয়ে, তোমার লস হয় কোন দিক দিয়ে? আমি যতদূর জানি তোমার না হার্ডওয়ার টাইপ বিজনেস! এগুলোতে লসও আছে?

আল্লাহ দিলে আমাদের একটা ছোটখাটো মুরগির ফার্ম আছে। মূলত ক্রিপ্টোর টাকা দিয়েই দাড় করানো। সামনে আরো এক্ষপান্ড করার চিন্তা আছে। লাভ লসের যদি কথা বলি তাহলে লাভের দিকেই আছি।  Grin
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 09, 2024, 12:46:32 PM
যদিও প্রতিদিন আপডেট এখানেও পোষ্ট করার চেষ্টা থাকে, কিন্ত গত কিছুদিন কম্পিউটারে বসি নাই। তার উপর macbook এ avro keyboard ব্যবহার করতে গেলেও "National ( Jatiyo )" লেআউটটা নাই। আর আমি ওই লেআউটটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই গত কিছুদিন টুইটার ও টেলিগ্রাম পোষ্ট করলেও এখানে আপনাদের জন্য পোষ্ট করা হয়নি। যাইহোক আজকে কিছু আপডেট/হালনাগাদ নিয়ে চলে আসলাম। যারা এয়ারড্রপ করতেছেন, তাদের কাজে লাগবে।



Lumoz $esMOZ Airdrop - টেস্টনেট ব্যবহারকারী এবং কিছু L1 ইকোসিস্টেমের ব্যবহারকারীদের জন্য


এটির যখন টেস্টনেট চলতেছিলো, তখন আমি নিজে সকলের জন্য শেয়ার করি নাই। কিন্তু যারা এটির টেস্টনেট করেছিল, তারা ভালো টোকেন এয়ারড্রপ পেয়েছে। কারণ ১:১ অনুপাতে পয়েন্টকে টোকেনেকে রূপান্তর করা হয়েছে এবং তার সাথে আবার বুস্টিংও রয়েছে।

যাইহোক এটির টেস্টনেট নাহ করলেও, যারা Ethereum, Aptos, Sui ইত্যাদি ইকোসিস্টেমের ব্যবহারকারী রয়েছেন, তারা নিজেদের ওয়ালেট কানেক্ট করে দেখেন। ৬ই ডিসেম্বর শেষ সময় ওয়ালেট কানেক্ট করে দেখার যে, আপনারা ওসব ইকোসিস্টেমে ব্যবহারকারী হিসেবে $esMOZ এয়ারড্রপ পাবেন কি নাহ।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, $esMOZ টোকেনটিকে ভেস্টিং করতে হবে এবং বিভিন্ন ভেস্টিং সময় ও টোকেন রূপান্তরের অনুপাত রয়েছে। $esMOZ কে $MOZ টোকেনে রূপান্তর করার পরই সেটি বিক্রি করতে পারবেন।

বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1854833767887913419




Hemi Network Testnet : এই প্রজেক্টি পয়েন্ট সিস্টেম ব্যবহার করতেছে এবং Leaderboard এর সর্বোচ্চতে পৌছাইতে সময় কম লাগবে। কেননা এটি ফার্মিং কেউ করতেছে নাহ, তাই সকলকে বলবো যে প্রতিদিনের task গুলো কইরেন। কারণ mainnet এ যাওয়ার পর টোকেন লিস্টিং কিংবা TGE হবে। হয়তো Liquidity/TVL এর জন্য মেইননেটে কিছু সময় পয়েন্ট ফার্মিং চালু রাখবে।

→ Twitter Thread: https://twitter.com/officialbitbyte/status/1839359214155866418
→ Blog: https://bitbytecrypto.medium.com/hemi-network-incentivized-testnet-step-by-step-tutorial-701437acb3f0

Hemi Testnet এ এখনো যোগদান করা যাবে এবং দুইটি টাস্ক যেমন swap ও create capsule প্রতিদিন/সপ্তাহে সম্পন্ন করলে পয়েন্ট পাবেন। অনেকেই এটিতে সময় দিতেছে নাহ, কারণ সহজেই বেশি পয়েন্ট পাওয়া যায় নাহ। তাই সকলকে বলবো যে, এটিতে অংশগ্রহণ করতে এবং পয়েন্ট সংগ্রহ করতে।

Hemi Network এর কিছু Galxe Quest রয়েছে, যদি আপনারা সেগুলো এখনো সম্পন্ন করে নাহ থাকেন। তাহলে আপনারা সেগুলো সম্পন্ন করে পয়েন্ট সংগ্রহ করুন।


Vanilla Finance টেলিগ্রাম বটে CONE ব্যবহার করে, শুধুমাত্র option ট্রেডিং করেন। আর লেভেল বাড়ান, কেননা আপনার লেভেল যত বেশি হবে তত বেশি এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত এখানে: https://t.me/bitbytecrypto_ann/1396

Vanilla Finance এর টেলিগ্রাম বট ব্যবহার করে CONE ট্রেডিং এর কথা বলেছিলাম। যারা এতদিন দিনে একবার হলেও ট্রেড করেছেন, আশা করি তাদের ইতিমধ্যে Cart Level অনেক বৃদ্ধি হয়েছে। Vanilla টেলিগ্রাম বটটির অনেকগুলো আপডেট এসেছিলো, আর সর্বশেষ আপডেটের পর টিম Airdrop/TGE এর বিষয়টি কিছুটা প্রকাশ করেছে এবং cart level আরও সহজ করেছে।

→ এখন থেকে আপনারা প্রতিদিনের Check-in করার মাধ্যমে Sugar ফ্রিতে পাবেন, যেটি আগে mainnet কিংবা আসল অর্থ দিয়ে ট্রেড করলেই পাওয়া যেত। আর Sugar ব্যবহার করে, আপনারা সহজেই cart level up করতে পারবেন।
→ আপনার এয়ারড্রপের পরিমাণ নির্ভর করবে আপনার cart level এর উপর। তাই যারা এখনো Join করেননি, তারা যোগদান করে টেস্টনেটে ট্রেড করুন এবং cart level বৃদ্ধি করেন।

বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1855298484506862047

বিশেষ দ্রষ্টব্য: পূর্ববর্তী আপডেটের টুইটগুলো কোট ( quote ) করা হয়েছে, চাইলে সেগুলো দেখে আগের টাস্কগুলো সম্পন্ন করতে পারেন।
hero member
Activity: 840
Merit: 522
November 09, 2024, 10:37:34 AM
জানি না আপনারা এই সময় টা কে ক্রিপ্টো মার্কেটের কোন সময় হিসাবে আক্ষা দিবেন। কারণ, অনেকেই মনে করেন এখনই বুল রান চলছে, অনেকে আবার মনে করেন যে বুল রান এখনো শুরুই হয়নি। অনেকে আবার মনে করেন এটা বুল রানের শুরু। ব্যাক্তিগত ভাবে আমি মনে করি এটা বুল রানের শুরুর দিক। বিটকয়েন গত সপ্তাহেও নতুন অলটাইম হাই বানিয়েছে। কিন্তু এরকম একটা সময়ে এসেও, বিটকয়েন মিমপুল এক প্রকার ফাকা বললেই চলে। ১ লাখ ৬০-৭০ হাজার ট্রানজেকশন মিমপুলে পেন্ডিং থাকছে যেটা আমি বেশ কয়েকদিন ধরে দেখছি। এখন হর হামেশাই ২ সাতোশি পার বাইট দিয়ে আপনি ট্রানজেকশন করতে পারছেন। যাদের বিটকয়েন ওয়ালেটের ট্রানজেকশন গুলো কনসোলিডেট করা দরকার, তাদের জন্য এটা একটা মোক্ষম সুযোগ। বিটকয়েনের এরকম সোনালী সময়ে এসেও ট্রানজেকশন ফি যে এমন কম থাকবে, এটা হয়তো অনেকে ভাবতেই পারে নি। অনেকে হয়তো বেশি ফি দিয়েই কনসোলিডেট করে ফেলেছেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 09, 2024, 04:39:07 AM
যাই হোক অবস্থান পরিবর্তন করতেছেন আশা করি আপনার বিজনেসে আপনি সাকসেসফুল হবেন সেইসাথে আপনাকে বলব একটা ফেসবুক পেজ খুলে সেখানে আপনি যেসব পণ্য সেলিং করবেন বা যে সব সার্ভিস দিবেন সেগুলোর পোস্ট শেয়ার করুন।
অবশ্যই  বর্তমান সময়ে নিজের সব জিনিস ট্রেন্ডে রয়েছে সেগুলো সেল করার চেষ্টা করবেন। আমি বিজনেসের এতকিছু বুঝি না তবে এগুলো ট্রাই করে দেখতে পারেন কারণ আমি স্বচক্ষে দেখেছি একবারে জিরো থেকে কোটি টাকার রেভিনিউ জেনারেট করতে পারে।
আমার সমস্যা হচ্ছে লোকেশন নিয়ে। আমি মূলত গ্রাম এলাকায় থাকি। আর আমি যেই দোকান নিয়েছি, সেগুলো গ্রামে খুব কমই চলে। যাদের আগে থেকেই দোকান আছে, তাদের দোকান মোটামোটি রানিং আছে। এর পেছনের কারণ হলো, গ্রামের মানুষ সব সময় তাদের পূর্ব পরিচিত দোকান থেকেই মালামাল কিনতে পছন্দ করে। বাড়ি থেকেই প্ল্যান করে যায় যে বাজারে গিয়ে ওই দোকানে যাবো। সেটা বন্ধ থাকলেই কেবল অন্য দোকানে যায়। তো আমি চাচ্ছিলাম ছোট বাজার থেকে মুভ করে বড় বাজারে যেতে। সেখানে দোকানের ভাড়াও বেশি, এডভান্স ও বেশি, আবার অন্যান্য সকল খরচ তো আছেই। যাই হোক, চেষ্টা করে দেখি কি করা যায়।
যেহেতু আপনার বর্তমানে জায়গা নিয়ে সমস্যা হচ্ছে তাই আপনাকে বলব আপনি আপনার বিজনেসকে ডিজিটালাইজ করে ফেলুন ওই যে যেমন একটি ফেসবুক পেজ করলেন এবং সেখানে নিত্যনতুন যেসব প্রোডাক্ট রয়েছে এবং সেগুলোর কি কি বেনিফিট রয়েছে যা আপনাকে একটি প্রোডাকশন করতে হলে সেলারের সামনে বলতে হয় সেগুলো ক্যাপশন হিসেবে দিয়ে পোস্ট করুন রেগুলার করতে থাকুন।
ইভেন আপনি যদি ভালো একটা কোথাও বড় মার্কেটপ্লেসে থাকেন সেখানেও একই কাজ করুন আর ডেলিভারি শুরু বাংলাদেশে এখন অনেক কুরিয়ার কোম্পানি বের হয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন আপনার লোকেশন এসে নিয়ে যাবে। আমি আমার বন্ধুদের দেখি ওরা নানান কিছু যেমন জুতা থেকে শুরু করে ফোনের চার্জার এবং এয়ারপড সকল কিছু অনলাইন থেকে অর্ডার করে।
আমারও নিজের ইচ্ছা আছে এই অনলাইন থেকে যা কামাই সেখান থেকে একটা বিজনেস স্টার্ট করার কিন্তু আমি মূলত অনেক অলস টাইপের লোক এই অনলাইনের কাজ করতে করতে দেখা যায় যে সময় সব শেষ হয়ে যায় আর ফলে দেখা যায় অন্য কোন কাজে টাইম দিতে পারছি না।  তাছাড়া সামনে বাকি পড়াশোনা গুলো শেষ করার জন্য আরেকটা মিশন চালু করব তাই এখন ভাবতেছি যে পড়াশোনা শেষ করি একবারে বিজনেস গুলোর স্টার্টিং করবো তা না হলে এতগুলো সেক্টর আমি একা হ্যান্ডেল করতে পারবো না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 08, 2024, 11:16:13 PM
কিন্তু ভাই আমি এখন যে বিনিয়োগ গুলা করি সেগুলো দীর্ঘ সময়ের জন্যই কারণ এখন আমার পিছুটান নেই বললেই চলে আমি এখন নিজে টিউশন করিয়ে চলি আমার দেখা যায় যে টিউশন করিয়া যে টাকা পাই সেটা দিয়ে আমার খুব সুন্দর ভাবে চলে যায় বাসা ভাড়া এবং আমার ভার্সিটির টুকটাক যে সব খরচ সব সুন্দরভাবেই চালাতে পারি সেজন্য ভাই এখন আমার এয়ারড্রপ থেকে যে ইনকাম আসে বা আমি এসিও করার মাধ্যমে যে টাকা ইনকাম করি এই টাকাগুলো আমার জমানো থাকে সেজন্য ভাই আমি ডলার বসিয়ে না রেখে অল্প অল্প করে কিছু কিছু বিনিয়োগ করার চেষ্টা করি ভাই।
জেনে ভালো লাগলো যে আপনি ছাত্র থাকা অবস্থাতেই টিউশন করে নিজের খরচের পাশাপাশি অন্য কাজ করেও টাকা জমাচ্ছেন। ইনভেস্টমেন্ট এর যায়গায় আসলে কাউকেই সাজেশন দেয়া ঠিক না। কারণ ইনভেস্টমেন্ট মানেই লাভ/লস। যেখানে লাভ হওয়ার সম্ভাবনা আছে, সেখানে লস হওয়ার সম্ভাবনাও আছে। আজকে আমার সাজেশনে কেউ কোনো কয়েনে ইনভেস্ট করে সামনের মাসে লসে ঢুকে গেলে সেটার জন্য আমাকে ব্লেইম করতেই পারে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ক্রিপ্টো মার্কেটে একেবারে নতুন না। তো, আশা করি কোথায় ইনভেস্ট করা উচিৎ, আর কোথায় করা উচিৎ না, সেটা আপনি অলরেডি বুঝতে পারেন।

বন্ধু রিয়েল লাইফে বিজনেস তোমাকে দিয়ে হবেনা আমাকে দিয়েও হবেনা যার প্রমান আমরা বারবার পাইছি। তোমার তো তাও ভার্চুয়ালে ভালো অবস্থান আছে। ২০২১ এর শেষের দিকে যে আমার ডাউনফল শুরু হইছে ভার্চুয়াল এ আর তো স্টেবল হতে পারলাম না। একের পর এক অসুস্থতায় আমার ক্যারিয়ার লাইফ সব ধ্বংস। এখন আপাতত যতো দ্রুত এই দেশ ছেঁড়ে পালাতে পারি সেটাই হয়তো আমার জন্য ভালো হবে। জানিনা কপালে কি আছে। আল্লাহর কাছে একটা সুন্দর শান্তিময় জীবন চাই আর কিছুই চাই না।
এটা হবে আমার ৩য় এবং শেষ চেষ্টা। এরপর আর এসবে আগাবো না। তবে রিয়েল লাইফ বিজনেস যদি না দাড় করাতে পারি, তাহলে সারাজীবন এভাবেই একটা আশংকার মধ্যে কাটাতে হবে। অনলাইন ইনকাম কোনোটাই চিরকাল থাকবে না। মার্কেট প্লেস এ আমার কোনো একাউন্ট নাই যেখান থেকে আমি নিয়মিত ক্লাইন্ট পাবো। ফোরামের সিগন্যাচার সারাজীবন থাকবে না। বা অনলাইন জব সারা জীবন করা যাবে না। আমিও যদি শেষ অব্দি কিছু না করে উঠতে পারি, তাহলে তোমার মতোই করতে হবে।

যাই হোক অবস্থান পরিবর্তন করতেছেন আশা করি আপনার বিজনেসে আপনি সাকসেসফুল হবেন সেইসাথে আপনাকে বলব একটা ফেসবুক পেজ খুলে সেখানে আপনি যেসব পণ্য সেলিং করবেন বা যে সব সার্ভিস দিবেন সেগুলোর পোস্ট শেয়ার করুন।
অবশ্যই  বর্তমান সময়ে নিজের সব জিনিস ট্রেন্ডে রয়েছে সেগুলো সেল করার চেষ্টা করবেন। আমি বিজনেসের এতকিছু বুঝি না তবে এগুলো ট্রাই করে দেখতে পারেন কারণ আমি স্বচক্ষে দেখেছি একবারে জিরো থেকে কোটি টাকার রেভিনিউ জেনারেট করতে পারে।
আমার সমস্যা হচ্ছে লোকেশন নিয়ে। আমি মূলত গ্রাম এলাকায় থাকি। আর আমি যেই দোকান নিয়েছি, সেগুলো গ্রামে খুব কমই চলে। যাদের আগে থেকেই দোকান আছে, তাদের দোকান মোটামোটি রানিং আছে। এর পেছনের কারণ হলো, গ্রামের মানুষ সব সময় তাদের পূর্ব পরিচিত দোকান থেকেই মালামাল কিনতে পছন্দ করে। বাড়ি থেকেই প্ল্যান করে যায় যে বাজারে গিয়ে ওই দোকানে যাবো। সেটা বন্ধ থাকলেই কেবল অন্য দোকানে যায়। তো আমি চাচ্ছিলাম ছোট বাজার থেকে মুভ করে বড় বাজারে যেতে। সেখানে দোকানের ভাড়াও বেশি, এডভান্স ও বেশি, আবার অন্যান্য সকল খরচ তো আছেই। যাই হোক, চেষ্টা করে দেখি কি করা যায়।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 08, 2024, 01:12:33 PM
যেহেতু আমরা মূলত একটা ফোরামে আছি সবাই, আমার মনে হয় ফোরামের বেশিরভাগ মেম্বার বিটকয়েন আসলে কিনে নাই, বরং ইনকাম করেছেন। আমি নিজের কথা যদি বলি, আমি লম্বা সময় ধরে প্রায় (দুই বছর এর কাছাকাছি) বিটকয়েন একুমুলেশন করেছি। এবং এখানের সবটাই মুলত আমার ইনকাম করা। নিজের পকেট থেকে টাকা খরচ করে বিটকয়েন কিনে হোল্ড করা আমাদের অনেকের জন্যই রিস্কি ইনভেস্টমেন্ট হবে। অনেকেই লোন নিয়ে বিটকয়েন কিনতে চায়, কেউ আবার গোল্ড বিক্রি করে বিটকয়েন কিনতে চায়, যেগুলো অনেক বেশি রিস্কি বলে মনে করি আমি।
বিটকয়েন ক্রিপ্টো কারেন্সির মধ্যে সবচাইতে সিকিউর এবং ট্রাস্টেড কয়েন তবে এটায় ভোলাটিলিটি রয়েছে যার কারণে এটা সবচাইতে সিকিউর এবং ট্রাস্টেড কয়েন হওয়ার পরেও রিস্ক বহন করে।
আর তাই বাকি সব ইনভেসমেন্ট এর জন্য এখানেও আমি যা মনে করি আমরা যতটুকু হারানোর ক্ষমতা রাখে ততটুকুই এখানে ইনভেস্টমেন্ট করা উচিত।
আমিও অনেকদিন আগে নিজের ইনকামকে তিনটি  ভাগে ভাগ করে ইনভেস্টমেন্ট করার একটা প্ল্যান শেয়ার করেছিলাম যেটা আমি নিজের ওপর এপ্লাই করি, আগে তো বোকা ছিলাম তাই ভুলভাল ইনভেস্টমেন্ট এবং ভুলভাল সময়ে হোল্ড করেছি।

Quote
যদিও এই দুই বছরে বেশ কয়েকবার আমাকে বড় আকারে বিটকয়েন সেল করতে হয়েছে বিজনেস এক্সপান্ড করার জন্য। কষ্টের ব্যাপার হলো রিয়েল লাইফ বিজনেস এখনো স্ট্যাবল করতে পারিনি। প্রতি মাসেই লস দিয়ে দিয়ে এখন লোকেশন চেঞ্জ করছি। এখানেও আরো কয়েক লাখ টাকা লেগে যাবে, যেটা লোন নিয়ে করতে হচ্ছে। আমার রিয়েল লাইফে ইনভেস্ট গুলো লস প্রজেক্ট মনে হচ্ছে। এখন মনে হচ্ছে আমি যদি এখনো সব গুলো বিটকয়েন হোল্ড করতাম, তাহলে বেশ ভালো একটা রিটার্ন আশা করতে পারতাম।
আসলে ভাই বিজনেস বিষয়টা অনেক কঠিন এখানে সাকসেস হতে হলে অনেক সময় দেওয়া লাগে এবং নিত্য নতুন নানান জিনিস সংযোজন বা বিয়োজন করতে হয়।
আমি আপনাকে আমার দেখা একটা উদাহরণ দিতে চাই আর সেটা হল আমার নিজের বোন এবং তার হাসব্যান্ড এর বিজনেস করার জন্য সংগ্রাম।
আজ থেকে ঠিক দুই থেকে তিন বছর পূর্বে আমার বোনের হাসব্যান্ড একটা ড্রিল মেশিন এবং গ্রিন্ডার মেশিন ক্রয় করে বাসায়ই কিছু হোম ডেকোরেশন করার জন্য কাঠের কিছু পণ্য তৈরি করছে, এমন না যে সে বেকার ছিল সে একজন বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিল চাকরি করার শেষে অফিস থেকে বাসায় এসে সেই সব কাজ করতো আমরা দেখে বলতাম কি পাগলামি শুরু করেছে।
আর বর্তমানে তারা হোম ডেকোর এর জিনিসপত্র সিলিং এর মধ্যে বাংলাদেশে একটা ভালো অবস্থানে রয়েছে। তারা প্রতিদিন একটু একটু করে বিস্তার ঘটিয়েছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সোশ্যাল মিডিয়াতে ভালো একটিভ ছিল বিজনেস আপডেট গুলো দেওয়ার মধ্য দিয়ে প্রতিদিন একটা করে পোস্ট করেছে এভাবে করে এখন ভালো একটা অবস্থানে পৌঁছে গেছে।
আর আপনি ফোরামের কথা চিন্তা করুন নিশ্চয়ই এক দুইদিনে আপনি আপনার বর্তমানের অবস্থানে পৌঁছাননি, অবশ্যই এখানে পৌঁছাতে বছরের ওপরের সময় লেগেছে এবং আপনি নিজেই ভালো করে জানেন কি পরিমাণ টাইম এখানে দিয়েছেন কিভাবে মনপ্রাণ দিয়ে এক্সপ্লোর করেছেন।
এখন নিজেকে চিন্তা করে দেখেন সেই একই শ্রম আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে দিয়েছেন কিনা।

যাই হোক অবস্থান পরিবর্তন করতেছেন আশা করি আপনার বিজনেসে আপনি সাকসেসফুল হবেন সেইসাথে আপনাকে বলব একটা ফেসবুক পেজ খুলে সেখানে আপনি যেসব পণ্য সেলিং করবেন বা যে সব সার্ভিস দিবেন সেগুলোর পোস্ট শেয়ার করুন।
অবশ্যই  বর্তমান সময়ে নিজের সব জিনিস ট্রেন্ডে রয়েছে সেগুলো সেল করার চেষ্টা করবেন। আমি বিজনেসের এতকিছু বুঝি না তবে এগুলো ট্রাই করে দেখতে পারেন কারণ আমি স্বচক্ষে দেখেছি একবারে জিরো থেকে কোটি টাকার রেভিনিউ জেনারেট করতে পারে।
jr. member
Activity: 45
Merit: 12
November 08, 2024, 12:45:41 PM

যদিও এই দুই বছরে বেশ কয়েকবার আমাকে বড় আকারে বিটকয়েন সেল করতে হয়েছে বিজনেস এক্সপান্ড করার জন্য। কষ্টের ব্যাপার হলো রিয়েল লাইফ বিজনেস এখনো স্ট্যাবল করতে পারিনি। প্রতি মাসেই লস দিয়ে দিয়ে এখন লোকেশন চেঞ্জ করছি। এখানেও আরো কয়েক লাখ টাকা লেগে যাবে, যেটা লোন নিয়ে করতে হচ্ছে। আমার রিয়েল লাইফে ইনভেস্ট গুলো লস প্রজেক্ট মনে হচ্ছে। এখন মনে হচ্ছে আমি যদি এখনো সব গুলো বিটকয়েন হোল্ড করতাম, তাহলে বেশ ভালো একটা রিটার্ন আশা করতে পারতাম।

বন্ধু রিয়েল লাইফে বিজনেস তোমাকে দিয়ে হবেনা আমাকে দিয়েও হবেনা যার প্রমান আমরা বারবার পাইছি। তোমার তো তাও ভার্চুয়ালে ভালো অবস্থান আছে। ২০২১ এর শেষের দিকে যে আমার ডাউনফল শুরু হইছে ভার্চুয়াল এ আর তো স্টেবল হতে পারলাম না। একের পর এক অসুস্থতায় আমার ক্যারিয়ার লাইফ সব ধ্বংস। এখন আপাতত যতো দ্রুত এই দেশ ছেঁড়ে পালাতে পারি সেটাই হয়তো আমার জন্য ভালো হবে। জানিনা কপালে কি আছে। আল্লাহর কাছে একটা সুন্দর শান্তিময় জীবন চাই আর কিছুই চাই না।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
November 08, 2024, 11:31:01 AM
এখন এই বোর্ডের অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি এখন কোন কয়েনে বিনিয়োগ করলে সেরা হবে নাকি বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার আগে বিনিয়োগের সেরা সময় ছিল। এখনো কি বিনিয়োগের সেরা সময় রয়েছে?
........
এটা খুবই ভালো যে WW ভাই আপনি বিটকয়েনে বিনিয়োগ করেছেন। আসলে ক্রিপ্টো মার্কেটে সবচেয়ে বিশ্বস্ত কয়েন হলো বিটকয়েন।

এখন ভাই বিনিয়োগ সবাই করতে পারে কিন্তু সবাই দীর্ঘদিন হোল্ড করতে পারে না। বিটকয়েনে বিনিয়োগ করতে হলে প্রথমে পরিকল্পনা থাকতে হবে দীর্ঘদিন হোল্ড করা, কারন যদি কেউ বিটকয়েনে বিনিয়োগ করে দীর্ঘদিন হোল্ড করতে না পারে, তাহলে দেখা যাবে সে মার্কেট কিছুটা ডাউন হলে আতঙ্কিত হয়ে লোকসানে বিক্রি করতে বাধ্য হতে পারে। বিটকয়েনে বিনিয়োগ করতে চাইলে আপনি যেকোন সময় বিনিয়োগ করতে পারেন কিন্তু পরিকল্পনা থাকতে হবে লং টাইম হোল্ড করা।
আসলে ভাই বিনিয়োগের অভ্যাসটা আমার মোটামুটি আগে থেকেই ছিল কিন্তু আসলেই ইকনোমিক সমস্যার কারণে দেখা যায় যে করা হয় না বিনিয়োগ। কিন্তু ভাই আমি এখন যে বিনিয়োগ গুলা করি সেগুলো দীর্ঘ সময়ের জন্যই কারণ এখন আমার পিছুটান নেই বললেই চলে আমি এখন নিজে টিউশন করিয়ে চলি আমার দেখা যায় যে টিউশন করিয়া যে টাকা পাই সেটা দিয়ে আমার খুব সুন্দর ভাবে চলে যায় বাসা ভাড়া এবং আমার ভার্সিটির টুকটাক যে সব খরচ সব সুন্দরভাবেই চালাতে পারি সেজন্য ভাই এখন আমার এয়ারড্রপ থেকে যে ইনকাম আসে বা আমি এসিও করার মাধ্যমে যে টাকা ইনকাম করি এই টাকাগুলো আমার জমানো থাকে সেজন্য ভাই আমি ডলার বসিয়ে না রেখে অল্প অল্প করে কিছু কিছু বিনিয়োগ করার চেষ্টা করি ভাই।

আমি আজকে আপনাদের মাঝে আমার ২০২২ সালের যখন আমি এয়ার্ডপ শুরু করি তখনকার একটা হিস্টোরি শেয়ার করি। তখন আমি মোটামুটি লেভেলের ট্রেডিং শিখি সেখানেও লস খাই তারপরে আবার কয়েন মার্কেট ক্যাপ সম্পর্কে একটা আইডিয়া হল আমি ফলো করতাম সব সময় নতুন নতুন যে কয়েন গুলো ওখানে আসতো সেই কয়েনগুলো আমি পাঁচ ডলার বা ১০ ডলার এরকম করে কিনতাম ভাবতাম পরে যদি দাম বাড়ে তাহলে আমি এগুলো সেল করে দিব এরকম চিন্তা ভাবনা ছিল আমার তখন। সেই সময়ের আমার অনেক টোকেন কেনা রয়ে গেছে যেগুলো এখন অনেক কম দামে রয়েছে আমি আপনাদের কিছু টোকেনের নাম বলতেছি যেগুলো আমার এখনো ট্রাস্টওয়ালেটে রয়ে গেছে দেখে নিন কি পরিমান আমি টোকেন এক্সচেঞ্জ করে ট্রাস্টওয়ালেটে রেখেছিলাম হোল্ড হিসেবে।

আমার কাছে এখনো এই টোকেন গুলা আছে।
  • ETERNAL
  • RPG
  • SPACEPI
  • HTZ
  • FOUND
  • XBN
  • SFC
  • AQUAGOAT
  • BABYSHIBAINU
  • IDO
  • DYOR
  • MARSRISE
  • MATIC
এগুলোর দাম বাড়েও না কখনো আমার আর চালান টা ওঠেনা আমার মোটামুটি ৫০-৬০ ডলার এখানে লস হয়েছে যেটা আর কোনদিনও ওঠেনি সেজন্য আমিও ভাবি রেখে দিয়েছি আর কোন কিছু করিনি এগুলো। এগুলো আর সেল দিবো না থাকুক এমনি পড়ে থাকো যতদিন থাকে এমনি থাকো এইটা ভেবে আর কিছু করি না ওমনি রেখে দিয়েছি।

যদিও এই দুই বছরে বেশ কয়েকবার আমাকে বড় আকারে বিটকয়েন সেল করতে হয়েছে বিজনেস এক্সপান্ড করার জন্য। কষ্টের ব্যাপার হলো রিয়েল লাইফ বিজনেস এখনো স্ট্যাবল করতে পারিনি। প্রতি মাসেই লস দিয়ে দিয়ে এখন লোকেশন চেঞ্জ করছি। এখানেও আরো কয়েক লাখ টাকা লেগে যাবে, যেটা লোন নিয়ে করতে হচ্ছে। আমার রিয়েল লাইফে ইনভেস্ট গুলো লস প্রজেক্ট মনে হচ্ছে। এখন মনে হচ্ছে আমি যদি এখনো সব গুলো বিটকয়েন হোল্ড করতাম, তাহলে বেশ ভালো একটা রিটার্ন আশা করতে পারতাম।
ভাই আপনার বিজনেস এখনো স্ট্রাবল করে নিয়ে দাঁড়াতে পারেননি এটা নিয়ে খারাপ লাগলো কিন্তু ভাই আমি একটা বিষয় বুঝতে পারতেছি না আপনি কি রকমের বিজনেস সিস্টেম করতেছেন যেটা থেকে প্রতিনিয়ত লস হচ্ছে আপনার। তবে ভাই সবকিছু বুঝে শুনে একটা ভালো জায়গায় দোকান নেন দোকান নিয়ে আস্তে আস্তে শুরু করেন তাহলে হয়তো ভালো হবে কয়েকদিন পরে পরে যদি চেঞ্জ করেন তাহলে দেখা যাবে যে আপনার কোন প্রফিট আসতেছে না ভালো একটা ফরোয়ার্ড জায়গায় যদি পারেন দোকান নিয়ে বিজনেসটা শুরু করেন তাহলে ভালো হবে ভাই। বিজনেসে আল্লাহ সবচেয়ে বেশি বরকত দান করে আশা করি আপনার বিজনেসও ভালো হবে হতাশ হবেন না ভাই বিজনেস করলে হতাশ হওয়া যাবে না আশা করি আপনার বিজনেসের যাত্রা পরবর্তী সময়ে শুভ হবে।

যারা ফোরামে আছেন, আপনারা নিজেদের পোষ্ট কোয়ালিটি তে একটু নজর দেন, ভালো ক্যাম্পেইনে থাকতে পারলে ভালো পেমেন্ট পাবেন। আর এটা লম্বা সময় ধরে হোল্ড করার প্ল্যান করতে পারেন। আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আমি একই পথে হাটতে চাই।
বাই পোস্ট কোয়ালিটি ভালো করার ব্যাপারে যেটা বলেছেন এটা অনেক সুন্দর কথা বলেছেন ভাই কিন্তু ভাই বর্তমান সময়ে আমি যে ক্যাম্পেইনে আছি খুবই চ্যালেঞ্জিং একটা ক্যাম্পেইনে আছি ভাই. প্রত্যেক সপ্তাহে একটা করে মেরিট আর্ন করতেই হবে, না হলে আমি পেমেন্ট পাবো না। যদিও আমি নতুন আমার কাছে প্রচুর চ্যালেঞ্জিং এবং কষ্ট হচ্ছে কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ভাই এই সপ্তাহে আমি এখনো মেরিট আর্ন করতে পারিনি কিন্তু এইদিকে সপ্তাহের আছে তিন দিন দেখা যাক আল্লাহ ভরসা মোটামুটি ভালো মানের পোস্ট করার চেষ্টা করতেছি আশা করি মেরিট আর্ন করতে পারবো সঠিক প্রসেসে, বাকিটা আল্লাহ ভরসা ভাই। তবে ভাই এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়েছে।

যদিও আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়েছে কিন্তু আবার চিন্তা ভাবনা করলে দেখতে পাই এটা আমার জন্য অনেক ভালো হয়েছে কারণ ক্যাম্পেইন ম্যানেজার যে সব রিকোয়ারমেন্ট দিছে এইরকম রিকোয়ারমেন্ট মেইনটেইন করে দুই সপ্তাহ পার করেছি আশা করি আমার প্রোফাইলটা আস্তে আস্তে বিলাপ করতে পারতেছি নিজেকে ভালো পজিশনে নিতে পারব এরকম একটা চিন্তাভাবনা এবং মনোবল কাজ করে ভিতরে। দোয়া করবেন ভাই আমার জন্য আমি যেন রিকোয়ারমেন্ট গুলো সুন্দর ভাবে পূরণ করতে পারি এবং টিকে থাকতে পারি এই যাত্রায় সেজন্য ভাই সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিয়ে সাহায্য করবেন আপনাদের দিকনির্দেশনা গুলো সুন্দর ভাবে ফলো করে বর্তমান সময়ে ভালো কিছু আশা করতেছি ভাই আপনাদের হাত ধরেই ইনশাআল্লাহ সামনে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 08, 2024, 09:52:52 AM
যেহেতু আমরা মূলত একটা ফোরামে আছি সবাই, আমার মনে হয় ফোরামের বেশিরভাগ মেম্বার বিটকয়েন আসলে কিনে নাই, বরং ইনকাম করেছেন। আমি নিজের কথা যদি বলি, আমি লম্বা সময় ধরে প্রায় (দুই বছর এর কাছাকাছি) বিটকয়েন একুমুলেশন করেছি। এবং এখানের সবটাই মুলত আমার ইনকাম করা। নিজের পকেট থেকে টাকা খরচ করে বিটকয়েন কিনে হোল্ড করা আমাদের অনেকের জন্যই রিস্কি ইনভেস্টমেন্ট হবে। অনেকেই লোন নিয়ে বিটকয়েন কিনতে চায়, কেউ আবার গোল্ড বিক্রি করে বিটকয়েন কিনতে চায়, যেগুলো অনেক বেশি রিস্কি বলে মনে করি আমি।

যদিও এই দুই বছরে বেশ কয়েকবার আমাকে বড় আকারে বিটকয়েন সেল করতে হয়েছে বিজনেস এক্সপান্ড করার জন্য। কষ্টের ব্যাপার হলো রিয়েল লাইফ বিজনেস এখনো স্ট্যাবল করতে পারিনি। প্রতি মাসেই লস দিয়ে দিয়ে এখন লোকেশন চেঞ্জ করছি। এখানেও আরো কয়েক লাখ টাকা লেগে যাবে, যেটা লোন নিয়ে করতে হচ্ছে। আমার রিয়েল লাইফে ইনভেস্ট গুলো লস প্রজেক্ট মনে হচ্ছে। এখন মনে হচ্ছে আমি যদি এখনো সব গুলো বিটকয়েন হোল্ড করতাম, তাহলে বেশ ভালো একটা রিটার্ন আশা করতে পারতাম।

যারা ফোরামে আছেন, আপনারা নিজেদের পোষ্ট কোয়ালিটি তে একটু নজর দেন, ভালো ক্যাম্পেইনে থাকতে পারলে ভালো পেমেন্ট পাবেন। আর এটা লম্বা সময় ধরে হোল্ড করার প্ল্যান করতে পারেন। আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আমি একই পথে হাটতে চাই।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
November 08, 2024, 08:45:25 AM
এখন এই বোর্ডের অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি এখন কোন কয়েনে বিনিয়োগ করলে সেরা হবে নাকি বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার আগে বিনিয়োগের সেরা সময় ছিল। এখনো কি বিনিয়োগের সেরা সময় রয়েছে?
........
এটা খুবই ভালো যে WW ভাই আপনি বিটকয়েনে বিনিয়োগ করেছেন। আসলে ক্রিপ্টো মার্কেটে সবচেয়ে বিশ্বস্ত কয়েন হলো বিটকয়েন।

এখন ভাই বিনিয়োগ সবাই করতে পারে কিন্তু সবাই দীর্ঘদিন হোল্ড করতে পারে না। বিটকয়েনে বিনিয়োগ করতে হলে প্রথমে পরিকল্পনা থাকতে হবে দীর্ঘদিন হোল্ড করা, কারন যদি কেউ বিটকয়েনে বিনিয়োগ করে দীর্ঘদিন হোল্ড করতে না পারে, তাহলে দেখা যাবে সে মার্কেট কিছুটা ডাউন হলে আতঙ্কিত হয়ে লোকসানে বিক্রি করতে বাধ্য হতে পারে। বিটকয়েনে বিনিয়োগ করতে চাইলে আপনি যেকোন সময় বিনিয়োগ করতে পারেন কিন্তু পরিকল্পনা থাকতে হবে লং টাইম হোল্ড করা। উদাহরণ হিসেবে যদি কেউ ২০২১ সালে ৬৯ হাজার ডলারেও বিনিয়োগ করে থাকে এখন কিন্তু সে প্রফিটে রয়েছে, আশা করি আগামীবছর আরও বেশি প্রফিট করতে পারবে। এখন বিটকয়েনে বিনিয়োগ করতে হলে ইনকাম থেকে যতটা হারাতে পারেন ততটুকুই বিনিয়োগ করুন, হারানোর সামর্থ্যর চেয়ে বেশি বিনিয়োগ করা কখনোই উচিত নয়।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
November 08, 2024, 07:56:33 AM
এখন এই বোর্ডের অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি এখন কোন কয়েনে বিনিয়োগ করলে সেরা হবে নাকি বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার আগে বিনিয়োগের সেরা সময় ছিল। এখনো কি বিনিয়োগের সেরা সময় রয়েছে?
আপনি ভাই এই মুহূর্তে কোন কয়েনে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করতেছেন মার্কেটের অবস্থা দেখে আপনি মার্কেটের অবস্থা ভালো দেখেছেন সেজন্য আপনার এখন মনে হয়েছে যে কোন কিছুতে বিনিয়োগ করা প্রয়োজন মার্কেটে। কিন্তু ভাই বিষয়টা আমার কাছে কি রকম মনে হলো এটা আপনি হয়তো মার্কেটের অবস্থা ভালো হতে দেখছেন সেহেতু আপনি পরিকল্পনা করেছেন বিনিয়োগ করবেন এর জন্য আপনি পরামর্শ চাচ্ছেন কিন্তু ভাই বিনিয়োগ করার দ্বারা আসলে এরকম না বিনিয়োগ করার জন্য আপনার মার্কেট বুঝতে হবে কখন কোন দিকে মুভ করছে সেই দিকে লক্ষ্য রেখে আপনাকে বিনিয়োগ করতে হবে।

তবে মার্কেটে কিছু কিছু কয়েন আছে যেগুলোতে নিয়মিত বিনিয়োগ করে যাচ্ছে মানুষ যেমন ধরেন বিটকয়েনের কথা বললে এটা ঠিক হবে যারা বিনিয়োগ করার তারা প্রত্যেক মাসেই বা প্রত্যেক সপ্তাহে তাদের বিনিয়োগের ধারাও অব্যাহত রেখেছে। আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে আমি আপনাকে বলব আপনার সামর্থ্য থাকলে আপনার ইনকামের ছোট্ট একটা অংশ বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন। বর্তমান সময়ে আমি অন্য কোন কিছুতে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছি না কারণ আমেরিকার নির্বাচনের উপর ডিপেন্ড করে মার্কেটে আপ ডাউন করে এটা ভালো করেই জানেন সেজন্য আপনার এখন অন্যান্য কয়েনে বিনিয়োগ করার কথা চিন্তা করা যাবে না আপনি চাইলে বিটকয়েন অল্প অল্প করে বিনিয়োগ করতেই পারে তবে যদি আরো আগে থেকে বিটকয়েনে বিনিয়োগ করতে পারতেন তাহলে আরো ভালো হতো এখন বিটকয়েনের দাম অনেক বেশি যখন একটু কম ছিল তখন থেকেই যদি বিটকয়েন বিনিয়োগ করা শুরু করতেন তাহলে এখন আপনি অনেক প্রফিটে থাকতেন।


আমি নিজেও বিনিয়োগ করি বিটকয়েন যখন যেটুকু পারি আমি সেটুকুই বিনিয়োগ করে রাখে আমার সবটুকু বিনিয়োগ বর্তমান সময়ে বিটকয়েনের উপরে আছে আমি অন্য কোন কয়েনে বিনিয়োগ করিনি। যদিও আগে অনেক আল্ট কয়েনে বিনিয়োগ করে ছিলাম কিন্তু এখন ওগুলোর দিকে ফোকাস না দিয়ে আমি যতটুকু পারি বিটকয়েনে বিনিয়োগ করি। যদিও আমার কাছে অনেক বেশি পরিমাণে বিটকয়েন নেই তবে আমার কাছে সামান্য কিছু পরিমাণ বিটকয়েন আছে এখান থেকে আমার তখন খুব ভালো লাগে যে আমিও সামান্য কিছু পরিমাণ বিটকয়েন এর মালিক যেটা মানসিকভাবে মাঝে মাঝে স্বস্তি দেয়।

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 06, 2024, 01:50:30 AM
এখন এই বোর্ডের অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি এখন কোন কয়েনে বিনিয়োগ করলে সেরা হবে নাকি বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার আগে বিনিয়োগের সেরা সময় ছিল।

এখনো কি বিনিয়োগের সেরা সময় রয়েছে?

মার্কেট যখন আপ ট্রেন্ড এ থাকে, তখন বিনিয়োগ করার সময় না। যদিও বেশিরভাগ নতুন ইনভেষ্টর রা এটাই করে থাকে। এই যেমন ধরেন আপনি, বিটকয়েনের প্রাইস বাড়ছে দেখে বিনিয়োগ করার প্ল্যান করা শুরু করেছেন। এরকম বেশিরভাগ নতুনরাই করে থাকে। যে কারনে মার্কেট আপট্রেন্ড এ গেলে আরো আপ হতে থাকে। আবার একই আপনি মার্কেট যখন ক্রাশ করবে, তখন প্রশ্ন করবেন সেল করে দিবেন নাকি। কিন্তু যারা হোল্ডার, তারা প্ল্যান করছে যে বিটকয়েন ৮০ হাজারে গেলে তারা সেল করবে। যখন কারেকশন আসবে, তখন আবার তারা বাই করবে। যাই হোক, সোজা উত্তর হচ্ছে, নিজের টাকা খরচ করে মুহুর্তে মার্কেটে ঢুকার কোনো দরকার নাই। 

মার্কেটে পুরো মুভমেন্ট টা এসেছে মূলত আমেরিকার ইলেকশনের জন্য। যেহেতু ট্রাম্প কে বিটকয়েনের জন্য পজিটিভ মনে করা হচ্ছে, ট্রাম্প যতো বেশি সিট গুলো জিতছে, বিটকয়েন ততো বেশি পাম্প করতে থাকবে। রেজাল্ট এ গিয়ে দেখা যাবে বিটকয়েন আসলে কোন দিকে মুভ করবে। আপাতত কেউ বাই করার প্ল্যান না করাই ভালো হবে মনে হচ্ছে।
member
Activity: 63
Merit: 7
November 05, 2024, 10:36:33 PM
Big Breaking:- BTC (New ATH) স্পর্শ করল।  

আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মার্কেট রকেট গতিতে উর্দুমুখী হচ্ছে। বিটকয়েন এর দাম ইতিমধ্যেই সর্বকালের সর্বোচ্চ স্পর্শ করেছে অর্থাৎ ২০২৪ সালের নতুন ATH হয়েছিল আবারো নতুন করে সর্বকালের সর্বোচ্চ স্পর্শ করল। বর্তমান সময়ে বিটকয়েনের দাম হল ৭৪ হাজার ডলারের উপরে।

শুধু বিটকয়েন নয় বিটকয়েনের পাশাপাশি মার্কেটের সকল কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে। এখন এই বোর্ডের অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি এখন কোন কয়েনে বিনিয়োগ করলে সেরা হবে নাকি বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার আগে বিনিয়োগের সেরা সময় ছিল।

এখনো কি বিনিয়োগের সেরা সময় রয়েছে?
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 04, 2024, 02:02:27 PM

Hemi Network Testnet : এই প্রজেক্টি পয়েন্ট সিস্টেম ব্যবহার করতেছে এবং Leaderboard এর সর্বোচ্চতে পৌছাইতে সময় কম লাগবে। কেননা এটি ফার্মিং কেউ করতেছে নাহ, তাই সকলকে বলবো যে প্রতিদিনের task গুলো কইরেন। কারণ mainnet এ যাওয়ার পর টোকেন লিস্টিং কিংবা TGE হবে। হয়তো Liquidity/TVL এর জন্য মেইননেটে কিছু সময় পয়েন্ট ফার্মিং চালু রাখবে।

→ Twitter Thread: https://twitter.com/officialbitbyte/status/1839359214155866418
→ Blog: https://bitbytecrypto.medium.com/hemi-network-incentivized-testnet-step-by-step-tutorial-701437acb3f0

Hemi Testnet নিয়ে এর আগে পোস্ট দিয়েছিলাম এবং টিম যেহুতু ethereum sepolia testnet এর গ্যাস ফি বেশি হওয়াতে bridging টাস্কগুলো বাদ দিয়েছে । তাই আমরা এখন চাইলেও বেশি পয়েন্ট পাবো নাহ , কিন্তু Hemi testnet এর swap টাস্কগুলো এখনো রয়েছে। তাই আপনারা সেটি প্রতিদিন সম্পন্ন করে রাখেন । এতে আপনাদের পয়েন্ট অল্প অল্প করে বাড়বে এবং আপনাদের রাঙ্কও বাড়বে ।


এখন আসি কিছু আপডেট নিয়ে:
→ Debank নতুন non-sybil badge লঞ্চ করেছে, যারা Mode Airdrop পেয়েছেন
→ Plume Network এর টেস্টনেট নিয়ে পোস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু টিম তার আগেই টেস্টনেট সমাপ্ত করে। যাইহোক বিস্তারিত পোস্ট নাহ করলেও টেলিগ্রামে আমি সবাইকে এটির টেস্টনেটে অংশগ্রহণ করতে বলেছিলাম। এটির কিছু নতুন টাস্ক এসেছে, যেগুলো সম্পন্ন করলে ১০,০০০ miles পাওয়া যাবে এবং game night এ অংশগ্রহণ করে $১৫০ এর পুরস্কার জিতার সুযোগ।

বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1853075089216180288

বিশেষ দ্রষ্টব্য: পূর্ববর্তী আপডেটের টুইটগুলো কোট ( quote ) করা হয়েছে, চাইলে সেগুলো দেখে আগের টাস্কগুলো সম্পন্ন করতে পারেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 04, 2024, 12:46:35 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#21)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/--5516651
sr. member
Activity: 616
Merit: 322
November 04, 2024, 12:26:11 PM
টেলিটক এবং নগদ এর ডাটাবেইজ দেখলাম লিক হয়েছে। দুইটি আলাদা টেলিগ্রাম বট এ নাম্বার দিলেই নাম ঠিকানা জন্ম তারিখ সহ সব তথ্য চলে আসতেছে। এর আগে আমি আর BBHH এর Orions Hunter ভাই গ্রামীনফোনের বায়োমেট্রিক ডাটাবেইজ এ সরাসরি এক্সেস করেছিলাম। চিন্তা করেন তো এতো সেনসিটিভ তথ্য কতোটা ঝুকিতে আছে। যে কেউ চাইলে এসব তথ্যের অপব্যাবহার করে যে কাউকে বিপদে ফেলতে পারবে। বাংলাদেশের সরকারি ওয়েবসাইটগুলা থেকে শুরু করে আইটি সেক্টরের প্রতিটা জিনিস নিরাপত্তাহীন। এসব চাইলেই ঠিক করা যায় কিন্তু দুর্নীতির কারণে এসব ঠিক হয় না মাঝখানে বিপদে থাকি আমরা যারা সাধারন মানুষ তারা।
কি বলবেন এ তো সিম কম্পানি এদিকে নির্বাচন কমিশন থেকে NID অথ্য বিক্রি করা হয়েছে ২০ হাজার কোটি টাকার বিনিময়ে ১১ কোটি NID তথ্য বিক্রি করা হইছে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়। সরকার NID দিলো সেখানে সরকারি যায়গা থেকেই এগুলো বিক্রি করা হচ্ছে। তার মানে কি দাড়ায় আদেরকেই তার বিক্রি করে দিয়েছে।
এইসব NID দিয়া অনেক দুর্নিয়তি হইছে। নিউজ দেখছিলাম যে কিছু কিছু রিক্সা চালকরা ব্যংকে কোটো কোটো টাকা ঋণ নিয়েছে তবে তারা জানেই না। কি বলবো ভাই এই দেশটা জনগণের না দেশটা অল্প কিছু ক্ষমতাসীন ব্যাক্তিদের আমরা শুধুমাত্র তাদের খেলার পুতুল। দেখা যাক অন্তর্বর্তীকালীন সরকার কত এগুলোকে কতটা আইনের অবদান আনতে পারে এবং পরবর্তী রাজনৈতিক দল কোন ক্ষমতায় আসবে তখন তারা এগুলোকে কতটা দমন করতে পারবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 03, 2024, 10:52:46 AM
আপনাকে ধন্যবাদ। বাকি যারা অভিনন্দন জানিয়েছেন, ট্রাষ্ট ইনক্লুশন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। যদিও বিপিআইপি এখনো আপডেট হয় নাই।
একটা ইন্টারেষ্টিং ফ্যাক্ট শেয়ার করি, এই ফোরামের এডমিন, theymos ৪০ জন ইউজারকে তার ট্রাষ্ট লিষ্ট এ ইনক্লুড করেছে, এর মধ্যে আমাদের লোকাল মেম্বার shasan ভাই আছেন। theymos ছাড়াও আরো ৩৮ জন shasan ভাইকে ইনক্লুড করেছে। কিন্তু তবুও তিনি সব সময় ডিটি ২ থাকেন। এর পেছনের কারন কি বলেন তো দেখি?

যদি আপনি গেস করে থাকেন ট্রাষ্ট লিষ্ট বিল্ড না করা, তাহলে আপনি সঠিক ধরেছেন। shasan ভাই কিন্তু ৩৯ টা ইনক্লুশন নিয়ে অনেক বেশি এগিয়ে আছেন। ডিটি ভোটিং এ উনি সম্ভবত টপ ৫০ এর ভেতর থাকবেন। কিন্তু উনি কখনোই ওনার ট্রাষ্টলিষ্ট বিল্ড করে নাই। এটা একান্তই ওনার ব্যাক্তিগত ব্যাপার। তবে উনি চাইলে যে কোনো সময় সেটা বিল্ড করে ডিটি ১ এর জন্য এলিজিবল হতে পারেন।

আপনাদের যাদের ট্রাষ্ট লিষ্ট বিল্ড করেন নাই, আমার সাজেশন থাকবে ট্রাষ্ট লিষ্ট বিল্ড করার। তার আগে আবারো ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার পোষ্ট টি পড়ে নিতে পারেন।
কি বলেন ভাই shasan ভাই এখনো তার ট্রাস্ট লিস্ট বিল্ড করেনি!!!!!!

যদিও আমি নিজেও ফোরামে আসার অনেকদিন পরেই trust list বিল্ড করেছিলাম আর এটার পেছনে একটা মাত্র কারণ আমি তার আগে জানতাম না ট্রাস্টলিস্ট এর ব্যবহার এবং ট্রাস্ট লিস্ট কি এটাও জানতাম না।
আমি শিওর আমাদের বাংলাদেশীদের মধ্যে বেশিরভাগ মানুষজন এখনো এই ট্রাষ্ট লিস্ট সম্পর্কে বিস্তারিত বা এর ব্যবহার সম্পর্কে অবগত নয়। যদিও এর মধ্যে অনেকে দেখা গিয়েছে যে গ্রিন ফিডব্যাক ফিডব্যাক পেয়েছে ডিটি মেম্বারদের থেকে। 

প্রথম দিকে আমি যখন দেখতাম অনেকের ফিডব্যাক সরাসরি একাউন্টের ট্রাস্ট অপশনের শো করতেছে আর অনেকের ফিডব্যাক ট্রাস্ট এর ভিতরে আন ট্রাস্টেড ফিডব্যাক এর শো করতেছে।
তারপর জানলাম ডিটি সম্পর্কে এবং কিভাবে ডিটি মেম্বার হয় এই সম্পর্কে ডিটি  টু মেম্বার কি। তারপর যখন বিস্তারিত জানলাম এ নিয়ে একটি পোস্ট করতে চাচ্ছিলাম দেখি LoyceV আগে থেকেই করে রেখেছে।
আর আমাদের বড় ভাই Little Mouse আগে থেকেই সেটাকে ট্রান্সলেট করে রেখেছে তাও ২০২০ সালে।

যারা যারা এখনো নিজেদের ট্রাস্ট  বিল্ড করেননি বা সহজ বাংলায় নিজেদের ট্রাস্ট লিস্টে কাউকে রাখেননি বা কাউকে ডিস ট্রাস্ট করেননি অথবা যদি এ বিষয়ে না জেনে থাকেন দ্রুত ২০ টা মিনিট খরচ করা হলেও লিটল মাউস ভাই এর ওই পোস্টটি পড়েন যেটি Learn Bitcoin ভাই অলরেডি তার পোস্টে মেনশন করেছেন।
আমি গ্যারান্টি দিয়ে বলব আপনাদের নিজেদের উপকার হবে।
Pages:
Jump to: