সব কথা সব দিকে, অল্ট সিজন যে ষ্টার্ট হয়ে যাচ্ছে, সেদিকে কি কেউ নজর দিয়েছেন? বিটকয়েন ডমিনেন্স গতকাল কিছুটা কমেছে এবং বেশিরভাগ অল্টকয়েন গুলো পাম্প করতে শুরু করেছে। এটা মূলত শুরু হয় যখন ইনভেষ্টর রা তাদের বিটকয়েন থেকে পাওয়া প্রফিট সেল করে অল্টকয়েনে মুভ করছে। আমি দুই দিন আগে 5.8 কের ১০০ ডলারের ডট কিনলাম, যেটা আজকে ৯ ডলারের ওপরে। আমার আগে থেকেই ৪০ টার মতো ডট ছিলো, কিন্তু কখন যে আমি সেটা সেল করে দিয়েছি, আমি মনেই করতে পারছি না। তবে শেষে ১০০ ডলারের ডট কিনতে পেরেছি যেটা কাজে দিচ্ছে। যারা অল্টকয়েনে ইনভেষ্ট করেছিলেন, তাদের বেশিরভাগ লসে ছিলেন। আশা করি দুই একদিনের মধ্যে সব রিকভার হয়ে যাবে (যদি মোমেন্টাম থাকে)। আর অল্টকয়েন যদি ধোকা না দেয়, তাহলে এবারের বুল রানে ৫ গুন প্রফিট অন্তত পাওয়ার কথা।
আসলে ভাই বুঝতেছিনা সত্যিই কি অল্ট সিজন ষ্টার্ট হয়ে যাচ্ছে নাকি।
কারণ মার্কেটের বর্তমান পরিস্থিতি দেখলে লাল বাত্তি ছাড়া আমি আর কিছু দেখতে পারছি না। পলিগণ কিনে রেখেছিলাম সেটি প্রায় রিকভার করতে গিয়ে আবার ডাম্প ১০% এর উপরে করেছে । যাই হোক আপনাকে অভিনন্দন ডট থেকে ভালো রকম কোপ দিতেছেন।
যাই হোক আমাদের বাংলা কমিউনিটি এর প্রত্যেক মেম্বারের প্রতি আমার আবারও একটা প্রশ্ন যে আপনাকে যদি ১00 ডলার দেওয়া হয় অল্ট কয়েনে ইনভেসমেন্ট করার জন্য এবং মনে রাখতে হবে এমন সব কয়েন ইউজ করতে হবে যেগুলোতে লং টার্মের জন্য হোল্ডিং করে সেগুলোর আর্লি ইনভেস্টার এর খেতাব পাওয়া যায়।
আমি নিজে আসলে এমন একটি কয়েন ে আমার ১০০ ডলার ফালাই দিতে চাচ্ছি যেটার ম্যাক্সিমাম সাপ্লাই লিমিটেড। যদিও আমার ১০০ ডলার ফালায় দেওয়ার ইচ্ছা এবারের বুল সিজনে নেই আমি মূলত সামনের বিয়ার সিজনকে টার্গেট করতেছি।
বিটকয়েন এর দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে আরো বৃদ্ধি পাবে মনে হচ্ছে কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে সত্যি খুবই অবাক হয়ে গিয়েছি। বিটকয়েনে বিনিয়োগ করা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতাম লং টার্ম বিনিয়োগ এবং শর্ট টার্ম বিনিয়োগ গুলো নিয়ে অনেক কথা বলেছি কিন্তু আজকে আমি একটা পোস্ট দেখলাম সেই পোস্টটা দেখে আমি খুবই অবাক হয়ে গেছি। যদিও সেটা টুইটারে কারো একটা পোস্ট দেখেছিলাম বিটকয়েনে বিনিয়োগ নিয়ে। সে বিগত ৬-৮ আট বছর যাবত বিটকয়েনে বিনিয়োগ করে যাচ্ছে তার বিনিয়োগের ধারা অব্যাহত রেখে এত কঠোর কাজ কিভাবে সেই চালিয়ে গিয়েছে এই বিষয়গুলো যখন দেখি অবাক হয়ে যাই। আপনারা এটা খেয়াল করেছেন কিনা জানিনা কিন্তু বিটকয়েনে বিনিয়োগ করলে তার মত করে বিনিয়োগ করা উচিত বলে আমার মনে হয়। সে হয়তো অনেক বেশি করেছে কিন্তু আমাদের উচিত সামর্থ্যের মধ্যে যেটা করা যায় সেটা সব সময় ধরে রাখা। আমার খুবই ভালো লেগেছে এবং পরবর্তী সময়ে আমিও চেষ্টা করব এরকম লম্বা সময়ের জন্য বিনিয়োগ করা।
অস্বাভাবিক কিছু না ডিসিএ করে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করলে এ ধরনের প্রফিট গেইন করা স্বাভাবিক। আমি নিজে চুনোপুটি মানুষ মাত্র ৬ মাসের মতন তাও ইররেগুলার এডপশন করে দ্বিগুণ প্রফিট করেছিলাম বিটকয়েন থেকে সেই ফান্ড এখন আমার রয়েছে সেখানে এখন দ্বিগুণ না প্রায় চার গুণের মতন প্রফিট হয়েছে।
আমি এই জন্য সব সময় সাজেশন করে বিটকয়েনে একেবারে বড় ইনভেস্টমেন্ট না করে ডিসিএ ইনভেস্টমেন্ট চালিয়ে যাওয়া অনেক ভালো।