Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 5. (Read 5520755 times)

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 26, 2024, 06:58:52 AM
কিছু কুত্তা কয়েন ছিল দাম কমা দেখে ৩৭ এ বিক্রি করে দিলাম। ভুল হল নাকি সঠিক হল সবাই জানাবেন। এখন আবার দেখি ৩৮ এর কাছাআছি। আবার বাই ব্যাক করব নাকি বুঝতে পারতেছি নাহ। সবাই পরামর্শ দিবেন দয়া করে। হার্ট বিট বেরে যাচ্ছে এমন ভাবে বারতেছে যেন হার্ট অ্যাটাক না হয়ে জায় সেই চিন্তাতে আছি। তারাতারি পরামর্শ দিবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 25, 2024, 11:54:17 PM
আমি তো ভাবতেছি লং টাইম এর জন্য Ripple(XRP), Cardano(ADA) এবং Stellar(XLM) হোল্ড করবো ঢাকা বলে পঞ্চাশ পঞ্চাশ করে ১৫০ ডলার দুইটার মধ্যে ১০ বছরের জন্য ফেলে দিব।
কারণ এর সবগুলোর ম্যাক্স  সাপ্লাই হচ্ছে রিভিল করা মানে লিমিটেড এবং তাছাড়া মার্কেটে এগুলো বহুত দিন যাবত সাস্টেইন করতেছে। তাছাড়া মার্কেটে এমন অনেক কয়েন দেখেছি যেগুলো টপ টেনে থেকেও এখন পঞ্চাশের বাহিরে রয়েছে। বেশি না আমরা যদি পলিগন কয়েনের কথা বলি এইটি বর্তমানে 74 নম্বরে অবস্থান করতেছে যদিও বর্তমানে এটি রিকভার করতেছে তারপরেও এটির অবস্থান 74 এ।
আমিও উপরে তিনটা কয়েন সম্পর্কে বেশি এনালাইসিস করিনি তবে  ব্যাসিক কিছু এনালাইসিস থেকে আমি যতটুকু বুঝতেছি এটাতে আমার জন্য ইনভেস্টমেন্ট করা উচিত।
টপ ৫০ এর পরে যে ভালো কয়েন থাকবে না, এমন না কিন্তু। আমিও ম্যাটিকে কিছু ইনভেষ্ট করেছিলাম। আমার ম্যাটিক কেনা ছিলো 78 সেন্ট এ। তারপর অনেক ডাউন হয়েছে, তবে আমি আর কিনতে পারিনি ফান্ড না থাকার কারনে। টপ ৫০ হলো একটা ব্যাসিক মার্ক। যারা একদম নতুন কিন্তু অল্টকয়েনে ইনভেষ্ট করতে চায়, তাদের উচিৎ টপ ৫০ এর ভেতরে থাকা। তবে আপনি চাইলে সেটাকে টপ ২০০ ও করে নিতে পারেন।

ব্যাক্তিগত ভাবে আমি বলবো আপনার চুজ করা কয়েনের মধ্যে সবচাইতে পটেনশিয়াল কয়েন হচ্ছে কারডানো। আপনি এটা লম্বা সময় ধরে হোল্ড করতে পারেন। রিপল অনেক পুরাতন একটা কয়েন। রিস্ক ফ্রি অনেকটা। কিন্তু রির্টানে কেমন দেবে সেটা বলতে পারছি না। তবে নিজে থেকে একটু ঘাটাঘাটি করে, রিসার্চ করে তবেই ইনভেষ্ট করতে পারেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 25, 2024, 03:19:28 PM
বিটকয়েন এর দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে আরো বৃদ্ধি পাবে মনে হচ্ছে কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে সত্যি খুবই অবাক হয়ে গিয়েছি। বিটকয়েনে বিনিয়োগ করা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতাম লং টার্ম বিনিয়োগ এবং শর্ট টার্ম বিনিয়োগ গুলো নিয়ে অনেক কথা বলেছি কিন্তু আজকে আমি একটা পোস্ট দেখলাম সেই পোস্টটা দেখে আমি খুবই অবাক হয়ে গেছি। যদিও সেটা টুইটারে কারো একটা পোস্ট দেখেছিলাম বিটকয়েনে বিনিয়োগ নিয়ে। সে বিগত ৬-৮ আট বছর যাবত বিটকয়েনে বিনিয়োগ করে যাচ্ছে তার বিনিয়োগের ধারা অব্যাহত রেখে এত কঠোর কাজ কিভাবে সেই চালিয়ে গিয়েছে এই বিষয়গুলো যখন দেখি অবাক হয়ে যাই। আপনারা এটা খেয়াল করেছেন কিনা জানিনা কিন্তু বিটকয়েনে বিনিয়োগ করলে তার মত করে বিনিয়োগ করা উচিত বলে আমার মনে হয়। সে হয়তো অনেক বেশি করেছে কিন্তু আমাদের উচিত সামর্থ্যের মধ্যে যেটা করা যায় সেটা সব সময় ধরে রাখা। আমার খুবই ভালো লেগেছে এবং পরবর্তী সময়ে আমিও চেষ্টা করব এরকম লম্বা সময়ের জন্য বিনিয়োগ করা।
অস্বাভাবিক কিছু না ডিসিএ করে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করলে এ ধরনের প্রফিট গেইন করা স্বাভাবিক। আমি নিজে চুনোপুটি মানুষ মাত্র ৬ মাসের মতন তাও  ইররেগুলার এডপশন করে দ্বিগুণ প্রফিট করেছিলাম বিটকয়েন থেকে সেই ফান্ড এখন আমার রয়েছে সেখানে এখন দ্বিগুণ না প্রায় চার গুণের মতন প্রফিট হয়েছে।

আমি এই জন্য সব সময় সাজেশন করে বিটকয়েনে একেবারে বড় ইনভেস্টমেন্ট না করে ডিসিএ ইনভেস্টমেন্ট চালিয়ে যাওয়া অনেক ভালো।

ভালোভাবে লং টার্ম কয়েকবছর DCA করার মতো ধৈর্য বা ফান্ড কোনোটাই নাই আমাদের। ১ বছর কেন ৬ মাসও ধরে রাখতে পারিনা, আঙ্গুল চুলকাং। আর এখানে দেখি ৭-৮ বছর। আমার দিকেই তাকান আমি অনেকদিন ধরে টাকা জমাচ্ছিলাম একটা ভালো গেমিং ল্যাপটপ বা পিসি বিল্ড করবো, বাট কোনো না কোনো ভাবে পারিবারিক ইমারজেন্সির কারণে সব ফান্ড বের করতে হইছে। বেতন পাই কথার কথা ৩০ হাজার, খরচই হয় ৩৫ হাজার। DCA তেও এমন, কনসিসটেস্নি ধরে রাখতে পারেনা সবাই, সিচুয়েশনে ধরা খাই বারবার। আমরা ঠিকই এদিকে সেদিক এই কয়েন ঐ কয়েন কিনতেছি, প্রফিট করতেছি, বাট বইয়ের ভাষায় যেটাকে DCA বলে, যেভাবে করতে হয়, তা কজন করতে পারি এ বিষয়ে আমার সন্দেহ আছে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 25, 2024, 12:40:02 PM
ভাই, লং টার্মে ইনভেষ্ট করার কথা যদি চিন্তা করেন, আপনার হাতে খুব বেশি অপশন কিন্তু নাই। মার্কেটে হাজার হাজার টোকেন থাকা সত্তেও আপনি চাইলেই সব কয়েন লম্বা সময় হোল্ড করতে পারবেন না। ব্যাক্তিগত ভাবে আমি মনে করি যেসব টোকেন/কয়েন মার্কেটক্যাপ লিষ্টের টপ ৫০ এর ভেতরে আছে, আপনি শুধু সেগুলোই লং রানে ভালো প্রফিট পেতে পারেন। টপ ৫০ এর মধ্যে কিন্তু কিছু মিম টোকেন ও আছে, সেগুলো আলাদা ভাবে হিসাব করতে হবে।
আমি তো ভাবতেছি লং টাইম এর জন্য Ripple(XRP), Cardano(ADA) এবং Stellar(XLM) হোল্ড করবো ঢাকা বলে পঞ্চাশ পঞ্চাশ করে ১৫০ ডলার দুইটার মধ্যে ১০ বছরের জন্য ফেলে দিব।
কারণ এর সবগুলোর ম্যাক্স  সাপ্লাই হচ্ছে রিভিল করা মানে লিমিটেড এবং তাছাড়া মার্কেটে এগুলো বহুত দিন যাবত সাস্টেইন করতেছে। তাছাড়া মার্কেটে এমন অনেক কয়েন দেখেছি যেগুলো টপ টেনে থেকেও এখন পঞ্চাশের বাহিরে রয়েছে। বেশি না আমরা যদি পলিগন কয়েনের কথা বলি এইটি বর্তমানে 74 নম্বরে অবস্থান করতেছে যদিও বর্তমানে এটি রিকভার করতেছে তারপরেও এটির অবস্থান 74 এ।
আমিও উপরে তিনটা কয়েন সম্পর্কে বেশি এনালাইসিস করিনি তবে  ব্যাসিক কিছু এনালাইসিস থেকে আমি যতটুকু বুঝতেছি এটাতে আমার জন্য ইনভেস্টমেন্ট করা উচিত।
Quote
আমার পোর্টফোলিওর প্রায় ৩০ ভাগ এখন অল্টকয়েন এ। আর এর প্রায় ৮০% টোকেন হচ্ছে টপ ৫০ এর ভেতরে থাকা টোকেন গুলো। যদিও আমি কিছু কিছু টোকেন কেনা মিস করে ফেলেছি। আমি এই বুল রানে ৫০ গুন বা ৩০ গুন প্রফিট এর আশা করি না। তাহলে আমাকে অনেক রিস্ক নিয়ে ইনভেষ্ট করতে হতো। কিন্তু আমার টার্গেট ৫ গুন। যার কারনে আমি বেছে বেছে টপ ৫০ এর ভেতরে থাকা টোকেন গুলো তে ইনভেষ্ট করেছি। আবার আমার ইনভেষ্ট এর পরিমান খুব অল্প। ২০ থেকে ৫০ ডলার করে ১৫ টা টোকেনে ইনভেষ্ট করেছি।
এত কথা বাদ আগে বলেন আপনার ইনভেস্টমেন্টের কি অবস্থা আগে তো খালি বলতেন অল্ট কয়েনে লসে আছেন অল্ট কয়েন সিজন আসার সিগন্যাল দেখাচ্ছে এখন কি অবস্থা আপনার?

আর মিসের কথা যদি বলি তাহলে আমি যে কি মিস করেছি এটার কি বলব ডোজ কয়েন মিম কয়েন বলে এটাকে অবহেলা করে এখানে কোন ইনভেস্টমেন্ট করিনি পরবর্তীতে নিজে আবার নতুন ডগস করে ঠিক হই ইনভেস্টমেন্ট করেছি সেখানে যদি আমি ডগস এর পরিবর্তে ডজ কয়েনে ইনভেস্টমেন্ট করে রাখতাম তাহলে হয়তো বর্তমানে আমার চার গুণের মতন প্রফিট থাকতো।
তাছাড়া দেখেও ভুল করেছি কারণ আমরা অলরেডি দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প কে কি পরিমান সাপোর্ট দিয়েছে ইলন মাস্ক পরিপ্রেক্ষিতে  ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প থেকে সাপোর্ট পাবে এটাও স্বাভাবিক।  যাই হোক আফসোস করে লাভ নাই সামনের প্ল্যান গুছাই।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 25, 2024, 12:29:24 AM
যাই হোক আমাদের বাংলা কমিউনিটি এর প্রত্যেক মেম্বারের প্রতি আমার আবারও একটা প্রশ্ন যে আপনাকে যদি ১00 ডলার দেওয়া হয় অল্ট কয়েনে ইনভেসমেন্ট করার জন্য এবং মনে রাখতে হবে এমন সব কয়েন ইউজ করতে হবে যেগুলোতে লং টার্মের জন্য হোল্ডিং করে সেগুলোর আর্লি ইনভেস্টার এর  খেতাব পাওয়া যায়।
আমি নিজে আসলে এমন একটি কয়েন ে আমার ১০০ ডলার ফালাই দিতে চাচ্ছি যেটার ম্যাক্সিমাম সাপ্লাই লিমিটেড। যদিও আমার ১০০ ডলার ফালায় দেওয়ার ইচ্ছা এবারের বুল সিজনে নেই আমি মূলত সামনের বিয়ার সিজনকে টার্গেট করতেছি।

ভাই, লং টার্মে ইনভেষ্ট করার কথা যদি চিন্তা করেন, আপনার হাতে খুব বেশি অপশন কিন্তু নাই। মার্কেটে হাজার হাজার টোকেন থাকা সত্তেও আপনি চাইলেই সব কয়েন লম্বা সময় হোল্ড করতে পারবেন না। ব্যাক্তিগত ভাবে আমি মনে করি যেসব টোকেন/কয়েন মার্কেটক্যাপ লিষ্টের টপ ৫০ এর ভেতরে আছে, আপনি শুধু সেগুলোই লং রানে ভালো প্রফিট পেতে পারেন। টপ ৫০ এর মধ্যে কিন্তু কিছু মিম টোকেন ও আছে, সেগুলো আলাদা ভাবে হিসাব করতে হবে।

আমার পোর্টফোলিওর প্রায় ৩০ ভাগ এখন অল্টকয়েন এ। আর এর প্রায় ৮০% টোকেন হচ্ছে টপ ৫০ এর ভেতরে থাকা টোকেন গুলো। যদিও আমি কিছু কিছু টোকেন কেনা মিস করে ফেলেছি। আমি এই বুল রানে ৫০ গুন বা ৩০ গুন প্রফিট এর আশা করি না। তাহলে আমাকে অনেক রিস্ক নিয়ে ইনভেষ্ট করতে হতো। কিন্তু আমার টার্গেট ৫ গুন। যার কারনে আমি বেছে বেছে টপ ৫০ এর ভেতরে থাকা টোকেন গুলো তে ইনভেষ্ট করেছি। আবার আমার ইনভেষ্ট এর পরিমান খুব অল্প। ২০ থেকে ৫০ ডলার করে ১৫ টা টোকেনে ইনভেষ্ট করেছি।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 24, 2024, 04:29:39 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (591 তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-591st-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-allet-5520480
WHAT CRASH?  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?

Please read here first >>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953

Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with my custom art on Bitbills!


newbie
Activity: 9
Merit: 0
November 24, 2024, 01:37:58 PM
এখন ভাবতেছি আপাতত স্টেবল কয়েন করে রাখবো ১০০কে তে সেল অর্ডার দিয়ে রেখেছিলাম এখন আবার ক্যান্সেল করে দিলাম কারণ বিটকয়েনের মার্কেট দুই ট্রিলিয়ন এখনই প্রায়  টাচ করে ফেলেছে।  দেখি আরো কিছু পার্সেন্টেজ প্রফিট বুক করা যায় কিনা।

100কে যাদের টার্গেট ছিলো, তারা কিন্তু মোটামোটি ক্যাশ করে ফেলতেছে। বিটকয়েন আরো গ্রো করবে এটা আমিও আশা করি। তবে ১০০কে তে একটা সেল প্রেশার যে আসবে, সেটা মোটামোটি শিওর। আমরা কিন্তু অলরেডি ৯৯কে টাচ করেছি। আমি ৯৩ হাজারে কিছু প্রফিট বুক করে অল্টকয়েনে ইনভেষ্ট করেছি। আমার মনে হচ্ছে এরপর অল্ট সিজন শুরু হতে যাচ্ছে। যদিও আমি এসব ব্যাপারে একদম এক্সপার্ট না। কাউকেই আমি কোনো প্রকার এডভাইজ দিচ্ছি না।

যারা ১০০ কে তে সেল করতে চাচ্ছিলেন, তারাই কেবল ৯৯-৯৮ তে কিছু সেল করে প্রফিট বুক করতে পারেন। তবে কখনোই পুরো ইনভেষ্টমেন্ট সেল করে দিবেন না। কিছু হাতে রেখে দিবেন বুম করার জন্য। যেটা যেকোনো সময় আপনার কাজে লাগতে পারে। হতে পারে বিটকয়েন ১৫০ কে তে যাবে, এটা তখন সেল দিতে পারবেন।
আসসালামু আলাইকুম। আমি ফোরামে বেশ নতুন। তবে কিপ্টো কারেন্সিতে আমার অভিজ্ঞতা মোটামুটি চলার মত। আমার মনে হয় বিটকয়েন 100000$ রেঞ্জ পার করলেই শুধুমাত্র হাইপের কারণে এটা 120000$ পর্যন্ত খুব অনায়াসে চলে যাবে। তবে ওই মুহূর্তটা খুবই উত্থান পতনের মধ্য দিয়ে যাবে এবং অনেকেই লিকুইডেশনে পড়ে যাবেন যারা ফিউচার ট্রেডিং করেন। তাই আমার মনে হয় আর কিছুদিন ওয়েট করে আরো কিছুটা প্রফিট বুক করে নেয়ার জন্য শ্রেষ্ঠ সময় সামনের দিনগুলোতে আসছে।
তবে আমি বলতে চাচ্ছি যারা ফিউচার ট্রেড করেন তারা দয়া করে ওই সময়টাতে একটু সাবধানতা অবলম্বন করলে ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন কারণ মার্কেট উপরে নিচে খুব বেশি চলাফেরা করবে।
সবাই বুল মার্কেট এনজয় করুন সবার জন্য শুভকামনা।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 24, 2024, 12:31:51 PM
সব কথা সব দিকে, অল্ট সিজন যে ষ্টার্ট হয়ে যাচ্ছে, সেদিকে কি কেউ নজর দিয়েছেন? বিটকয়েন ডমিনেন্স গতকাল কিছুটা কমেছে এবং বেশিরভাগ অল্টকয়েন গুলো পাম্প করতে ‍শুরু করেছে। এটা মূলত শুরু হয় যখন ইনভেষ্টর রা তাদের বিটকয়েন থেকে পাওয়া প্রফিট সেল করে অল্টকয়েনে মুভ করছে। আমি দুই দিন আগে 5.8 কের ১০০ ডলারের ডট কিনলাম, যেটা আজকে ৯ ডলারের ওপরে। আমার আগে থেকেই ৪০ টার মতো ডট ছিলো, কিন্তু কখন যে আমি সেটা সেল করে দিয়েছি, আমি মনেই করতে পারছি না। তবে শেষে ১০০ ডলারের ডট কিনতে পেরেছি যেটা কাজে দিচ্ছে। যারা অল্টকয়েনে ইনভেষ্ট করেছিলেন, তাদের বেশিরভাগ লসে ছিলেন। আশা করি দুই একদিনের মধ্যে সব রিকভার হয়ে যাবে (যদি মোমেন্টাম থাকে)। আর অল্টকয়েন যদি ধোকা না দেয়, তাহলে এবারের বুল রানে ৫ গুন প্রফিট অন্তত পাওয়ার কথা।
আসলে ভাই বুঝতেছিনা সত্যিই কি অল্ট সিজন ষ্টার্ট হয়ে যাচ্ছে নাকি।
কারণ মার্কেটের বর্তমান পরিস্থিতি দেখলে লাল বাত্তি ছাড়া আমি আর কিছু দেখতে পারছি না। পলিগণ কিনে রেখেছিলাম সেটি প্রায় রিকভার করতে গিয়ে আবার ডাম্প ১০% এর উপরে করেছে । যাই হোক আপনাকে অভিনন্দন ডট থেকে ভালো রকম কোপ দিতেছেন।

যাই হোক আমাদের বাংলা কমিউনিটি এর প্রত্যেক মেম্বারের প্রতি আমার আবারও একটা প্রশ্ন যে আপনাকে যদি ১00 ডলার দেওয়া হয় অল্ট কয়েনে ইনভেসমেন্ট করার জন্য এবং মনে রাখতে হবে এমন সব কয়েন ইউজ করতে হবে যেগুলোতে লং টার্মের জন্য হোল্ডিং করে সেগুলোর আর্লি ইনভেস্টার এর  খেতাব পাওয়া যায়।
আমি নিজে আসলে এমন একটি কয়েন ে আমার ১০০ ডলার ফালাই দিতে চাচ্ছি যেটার ম্যাক্সিমাম সাপ্লাই লিমিটেড। যদিও আমার ১০০ ডলার ফালায় দেওয়ার ইচ্ছা এবারের বুল সিজনে নেই আমি মূলত সামনের বিয়ার সিজনকে টার্গেট করতেছি।

বিটকয়েন এর দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে আরো বৃদ্ধি পাবে মনে হচ্ছে কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে সত্যি খুবই অবাক হয়ে গিয়েছি। বিটকয়েনে বিনিয়োগ করা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতাম লং টার্ম বিনিয়োগ এবং শর্ট টার্ম বিনিয়োগ গুলো নিয়ে অনেক কথা বলেছি কিন্তু আজকে আমি একটা পোস্ট দেখলাম সেই পোস্টটা দেখে আমি খুবই অবাক হয়ে গেছি। যদিও সেটা টুইটারে কারো একটা পোস্ট দেখেছিলাম বিটকয়েনে বিনিয়োগ নিয়ে। সে বিগত ৬-৮ আট বছর যাবত বিটকয়েনে বিনিয়োগ করে যাচ্ছে তার বিনিয়োগের ধারা অব্যাহত রেখে এত কঠোর কাজ কিভাবে সেই চালিয়ে গিয়েছে এই বিষয়গুলো যখন দেখি অবাক হয়ে যাই। আপনারা এটা খেয়াল করেছেন কিনা জানিনা কিন্তু বিটকয়েনে বিনিয়োগ করলে তার মত করে বিনিয়োগ করা উচিত বলে আমার মনে হয়। সে হয়তো অনেক বেশি করেছে কিন্তু আমাদের উচিত সামর্থ্যের মধ্যে যেটা করা যায় সেটা সব সময় ধরে রাখা। আমার খুবই ভালো লেগেছে এবং পরবর্তী সময়ে আমিও চেষ্টা করব এরকম লম্বা সময়ের জন্য বিনিয়োগ করা।
অস্বাভাবিক কিছু না ডিসিএ করে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করলে এ ধরনের প্রফিট গেইন করা স্বাভাবিক। আমি নিজে চুনোপুটি মানুষ মাত্র ৬ মাসের মতন তাও  ইররেগুলার এডপশন করে দ্বিগুণ প্রফিট করেছিলাম বিটকয়েন থেকে সেই ফান্ড এখন আমার রয়েছে সেখানে এখন দ্বিগুণ না প্রায় চার গুণের মতন প্রফিট হয়েছে।

আমি এই জন্য সব সময় সাজেশন করে বিটকয়েনে একেবারে বড় ইনভেস্টমেন্ট না করে ডিসিএ ইনভেস্টমেন্ট চালিয়ে যাওয়া অনেক ভালো।
full member
Activity: 28
Merit: 7
Wheel of Whales 🐳
November 24, 2024, 12:04:16 PM
সবার কি অবস্থা ভাই? সবাই দেখি বাংলা কমিউনিটিতে খুব একটা বেশি সময় দিচ্ছেন না। কেমন যেন বাংলা কমিউনিটিতে সবার এক্টিভিটি কমে যাচ্ছে। আপনারা কি সবাই বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়াতে থমকে গেলেন নাকি?



বিটকয়েন এর দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে আরো বৃদ্ধি পাবে মনে হচ্ছে কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে সত্যি খুবই অবাক হয়ে গিয়েছি। বিটকয়েনে বিনিয়োগ করা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতাম লং টার্ম বিনিয়োগ এবং শর্ট টার্ম বিনিয়োগ গুলো নিয়ে অনেক কথা বলেছি কিন্তু আজকে আমি একটা পোস্ট দেখলাম সেই পোস্টটা দেখে আমি খুবই অবাক হয়ে গেছি। যদিও সেটা টুইটারে কারো একটা পোস্ট দেখেছিলাম বিটকয়েনে বিনিয়োগ নিয়ে। সে বিগত ৬-৮ আট বছর যাবত বিটকয়েনে বিনিয়োগ করে যাচ্ছে তার বিনিয়োগের ধারা অব্যাহত রেখে এত কঠোর কাজ কিভাবে সেই চালিয়ে গিয়েছে এই বিষয়গুলো যখন দেখি অবাক হয়ে যাই। আপনারা এটা খেয়াল করেছেন কিনা জানিনা কিন্তু বিটকয়েনে বিনিয়োগ করলে তার মত করে বিনিয়োগ করা উচিত বলে আমার মনে হয়। সে হয়তো অনেক বেশি করেছে কিন্তু আমাদের উচিত সামর্থ্যের মধ্যে যেটা করা যায় সেটা সব সময় ধরে রাখা। আমার খুবই ভালো লেগেছে এবং পরবর্তী সময়ে আমিও চেষ্টা করব এরকম লম্বা সময়ের জন্য বিনিয়োগ করা।

আর কিছু গুরুত্বপূর্ণ পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতেছি:

jr. member
Activity: 33
Merit: 8
November 24, 2024, 12:02:00 PM
সব কথা সব দিকে, অল্ট সিজন যে ষ্টার্ট হয়ে যাচ্ছে, সেদিকে কি কেউ নজর দিয়েছেন? বিটকয়েন ডমিনেন্স গতকাল কিছুটা কমেছে এবং বেশিরভাগ অল্টকয়েন গুলো পাম্প করতে ‍শুরু করেছে। এটা মূলত শুরু হয় যখন ইনভেষ্টর রা তাদের বিটকয়েন থেকে পাওয়া প্রফিট সেল করে অল্টকয়েনে মুভ করছে। আমি দুই দিন আগে 5.8 কের ১০০ ডলারের ডট কিনলাম, যেটা আজকে ৯ ডলারের ওপরে। আমার আগে থেকেই ৪০ টার মতো ডট ছিলো, কিন্তু কখন যে আমি সেটা সেল করে দিয়েছি, আমি মনেই করতে পারছি না। তবে শেষে ১০০ ডলারের ডট কিনতে পেরেছি যেটা কাজে দিচ্ছে। যারা অল্টকয়েনে ইনভেষ্ট করেছিলেন, তাদের বেশিরভাগ লসে ছিলেন। আশা করি দুই একদিনের মধ্যে সব রিকভার হয়ে যাবে (যদি মোমেন্টাম থাকে)। আর অল্টকয়েন যদি ধোকা না দেয়, তাহলে এবারের বুল রানে ৫ গুন প্রফিট অন্তত পাওয়ার কথা।
হ্যাঁ বর্তমানে অল্ট কয়েন গুলো প্রচুর পরিমাণে পাম্পিং করছে, যেগুলো পাম্প করছে অনেক বেশি পরিমানে পাম্প করছে, আমি এই মাত্র NOT কয়েনটি দেখে অবাক হয়ে গেছি। NOT কয়েন বেশ কিছুদিন যাবৎ একটি স্থিতিশীল অবস্থায় ছিল, কিন্তু এটি মাত্র ১ ঘন্টায় 21.7% পাম্প করেছে। আসলেই ভাই, এবারের বুল রানে সবাই ভালো পরিমানে প্রফিট পাবে। কারণ এগুলো আরো অনেক পাম্প করবে, তাছাড়া আরো অন্যান্য কয়েন গুলোও পাম্প করতে চলেছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 24, 2024, 12:49:00 AM
সব কথা সব দিকে, অল্ট সিজন যে ষ্টার্ট হয়ে যাচ্ছে, সেদিকে কি কেউ নজর দিয়েছেন? বিটকয়েন ডমিনেন্স গতকাল কিছুটা কমেছে এবং বেশিরভাগ অল্টকয়েন গুলো পাম্প করতে ‍শুরু করেছে। এটা মূলত শুরু হয় যখন ইনভেষ্টর রা তাদের বিটকয়েন থেকে পাওয়া প্রফিট সেল করে অল্টকয়েনে মুভ করছে। আমি দুই দিন আগে 5.8 কের ১০০ ডলারের ডট কিনলাম, যেটা আজকে ৯ ডলারের ওপরে। আমার আগে থেকেই ৪০ টার মতো ডট ছিলো, কিন্তু কখন যে আমি সেটা সেল করে দিয়েছি, আমি মনেই করতে পারছি না। তবে শেষে ১০০ ডলারের ডট কিনতে পেরেছি যেটা কাজে দিচ্ছে। যারা অল্টকয়েনে ইনভেষ্ট করেছিলেন, তাদের বেশিরভাগ লসে ছিলেন। আশা করি দুই একদিনের মধ্যে সব রিকভার হয়ে যাবে (যদি মোমেন্টাম থাকে)। আর অল্টকয়েন যদি ধোকা না দেয়, তাহলে এবারের বুল রানে ৫ গুন প্রফিট অন্তত পাওয়ার কথা।
full member
Activity: 28
Merit: 7
Wheel of Whales 🐳
November 23, 2024, 03:32:23 AM


১৫ তম বার্ষিকীতে ফোরামের সকল মেম্বার এবং সকল মডারেটর এবং এডমিন প্যানেলের যারা আছে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের জন্যই ফোরাম এত সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে। আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই ফোরাম এখন এতটা জনপ্রিয় হয়ে উঠেছে আপনাদের কৃতিত্ব ভোলার মত নয়। বিশেষ করে ধন্যবাদ জানাই যে এই ফোরামে তৈরি করেছিল ১৫ বছর আগে সেই এই ফোরাম টি ১৫ বছর আগে তৈরি না করলে হয়তো আমরা এই একটি গুচ্ছে এসে পরিচিত হতে পারতাম না।‍

প্রতিনিয়ত চেষ্টা করব ফোরামের জন্য কোন কিছু করার ফোরামের বিজ্ঞ লোকদের অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি বিজ্ঞ লোকদের সাহায্য সহযোগিতা এবং বুদ্ধিমত্তার সাথে শেয়ার করে এগিয়ে যেতে পারবো। ফোরামের বিজ্ঞ লোকদের মতো কোনো কিছু করার ইচ্ছে আমাদেরও আছে ইনশাআল্লাহ একদিন আমরাও করতে পারব ফোরামের জন্য কিছু।

Our Bitcoin forum is 15 years old today
ভাই আপনি ভালো একটা জিনিস তুলে ধরেছেন সত্যি আমরা গর্বিত এই ফোরামের জন্য যদি ১৫ বছর আগে এটা তৈরি না হতো তাহলে হয়তো আমরা এখানে একত্রিত হতে পারতাম না. ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় টা দেখে তুলে ধরার জন্য আমাদের মাঝে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 22, 2024, 01:48:04 PM
Our Bitcoin forum is 15 years old today



আজকে এই ফোরামে লগইন করার সময় এই বিষয়টা চোখে পড়ল সেখানে নিউসে লেখা রয়েছে যে আমাদের বিটকয়েন ফোরাম আজ ১৫ বছর বয়সী। আজকে ২২ শে নভেম্বর ২০২৪। সাতোশি নাকামতো বিটকয়েন ফোরাম তৈরি করেছিলেন শুধু বিটকয়েন ফোরাম নয়, তিনি বিটকয়েনও তৈরি করেছেন এটা সবারই জানা রয়েছে বিটকয়েন এবং বিটকয়েন ফোরাম সম্পর্কে গুগলে সার্চ করলে সর্ব প্রথমেই এই নিউজগুলো চলে আসে। আজকে ২২ নভেম্বর ২০০৯ সালের এই দিনে সাতোশি নতুনভাবে সবাইকে  বিটকয়েন ফোরামে ওয়েলকাম জানিয়ে ছিলেন।


ওরে ভাই এই জিনিসটা তো চোখে পড়ে নাই। সবার উপরে ছিল কিন্তু জিনিসটা আজকে আবার একদমই চোখে পড়েনি।
যাইহোক আপনাকে ধন্যবাদ এখানে শেয়ার করার জন্য আপনি না শেয়ার করলে হয়তোবা আজকে জানতামই না যে বিটকয়েনটক ফোরাম ২০০৯ সালের ২২ শে নভেম্বর প্রতিষ্ঠিত করা হয়েছে।
যাই হোক বিটকয়েনেরও তো ১৫ বছরের উপরে হয়ে গিয়েছে এদিক দিয়ে আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম ১৫তম অ্যানিভার্সারিতে বিটকয়েন গিফট শুরুপ বিটকয়েনার দের ১০০কে উপহার দিতে যাচ্ছে।
jr. member
Activity: 63
Merit: 7
November 22, 2024, 01:22:22 PM
Our Bitcoin forum is 15 years old today



আজকে এই ফোরামে লগইন করার সময় এই বিষয়টা চোখে পড়ল সেখানে নিউসে লেখা রয়েছে যে আমাদের বিটকয়েন ফোরাম আজ ১৫ বছর বয়সী। আজকে ২২ শে নভেম্বর ২০২৪। সাতোশি নাকামতো বিটকয়েন ফোরাম তৈরি করেছিলেন শুধু বিটকয়েন ফোরাম নয়, তিনি বিটকয়েনও তৈরি করেছেন এটা সবারই জানা রয়েছে বিটকয়েন এবং বিটকয়েন ফোরাম সম্পর্কে গুগলে সার্চ করলে সর্ব প্রথমেই এই নিউজগুলো চলে আসে। আজকে ২২ নভেম্বর ২০০৯ সালের এই দিনে সাতোশি নতুনভাবে সবাইকে  বিটকয়েন ফোরামে ওয়েলকাম জানিয়ে ছিলেন।

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 22, 2024, 12:57:10 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#23)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ  https://bitcointalksearch.org/topic/free-raffle-custom-exch-cryptosteel-capsule-23-5520314
full member
Activity: 28
Merit: 7
Wheel of Whales 🐳
November 22, 2024, 12:22:27 PM

আসুন ভুল মার্কেট নিয়ে আলোচনা করা যাক এবং এই সময়ে কি কি হয় সেগুলো দেখা যাক। বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেহেতু বুল রান শুরু হতে বেশি সময় নাই বললেই চলে।

বুল মার্কেট কি?
বুল মার্কেট হলো এমন একটি আর্থিক বাজার যেখানে শেয়ারের দাম ক্রমাগত বাড়তে থাকে। এই ধরনের বাজারে বিনিয়োগকারীরা সাধারণত আশাবাদী থাকেন এবং তারা মনে করেন যে শেয়ারের দাম আরো বাড়বে। এই ধরনের বাজারকে ষাঁড়ের বাজারও বলা হয় কারণ ষাঁড় সবসময় উপরের দিকে আক্রমণ করে।

সহজ কথায়, যখন শেয়ার বাজারে সবকিছু ভালো চলছে, কোম্পানিগুলি লাভ করছে এবং বিনিয়োগকারীরা মনে করছে যে ভবিষ্যতে আরো লাভ হবে, তখন বুল মার্কেট হয়।

বুল মার্কেটের কাজ কি?
বুল মার্কেটের কাজ হলো অর্থনীতিকে উদ্দীপিত করা, যখন বুল মার্কেট হয়।

১:বিনিয়োগ বাড়ে
২:কোম্পানিগুলির বৃদ্ধি
৩:অর্থনীতির বৃদ্ধি

বুল মার্কেট সবসময় চলতে থাকে না। কখনো কখনো বিয়ার মার্কেটও আসে যেখানে শেয়ারের দাম কমতে থাকে।বিটকয়েনের বুল মার্কেট সম্পর্কে আপনাদের পরিকল্পনা কি? বিটকয়েনের দাম যেভাবে বেড়ে যাচ্ছে তার জন্য মনে হচ্ছে বিটকয়েন ১০০কে স্পর্শ করে ফেলবে। এইটাকে অতিক্রম করে আরও বেশি হয়ে যেতে পারে যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে এটাই প্রেডিকশন করা যায় বিটকয়েনের প্রাইস। বুল রানের পরবর্তী সময়ে আপনি কি করবেন এবং আপনার পরিকল্পনা গুলো কি আমাদের সাথে শেয়ার করবেন।

আমরা প্রত্যেক চার বছর পর পর যে ভুল মার্কেট দেখতে পাই এটা খুব শীঘ্রই আমরা সামনে দেখতে যাচ্ছি। যারা এখান থেকে কোন কিছু করার আশা তারা সবসময় এলার্ট থাকবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 22, 2024, 09:18:47 AM
আমার তো ভাই ১০০ কে টার্গেট ছিল তবে বর্তমানে মার্কেটের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে মার্কেট ১০০ কে এর উপরে যাবে তাই আমি এখনো বুঝতেছে না কি করব তার মধ্যে ১০০ ক্ষেত্রে সেল অর্ডার ক্রিয়েট করে রেখেছিলাম সেটা ক্যান্সেল করে দিয়েছি গতকালকেই।
আর এটা ভাই আমিও বুঝতেছি যে হান্ড্রেড কেটে আসলে অবশ্যই অনেকে বিটকয়েন সেল করবে এবং তার প্রভাব মার্কেটে অবশ্যই পড়বে হতে পারে আমরা এজন্য মার্কেটে কিছু ডাম্প দেখতে পারি। আর এ বিষয়টা আমি আজকেও চিন্তা করেছি আমি কি ১০০কে তে  ৫০% সেল করে দিব কিনা।
তবে দেখি বিটকয়েন ১০০ কে এর উপরে কত যায় এখন টার্গেট সেট করা নিয়ে মুশকিলে পড়ে গিয়েছি অলরেডি প্রায় ৬০% প্রোফিটে রয়েছি।  Smiley

৫০% সেল করার দরকার নাই। আপনি ৯৫ এর ভেতরে অন্তন ২০-২৫% সেল দিয়ে অন্তত কিছু প্রফিট করতেই পারেন। আবার বিটকয়েন পাম্প করলে আমারে গালি দিয়েন না। এটা আমারে আরেক বড় ভাই বলছে যদিও। ২০২৫ এর জানুয়ারী তে একটা পাম্প আশা করা যাচ্ছে। এই মুহুর্তে ৫০% সেল না দেয়াই ব্যাটার হবে। তবে যদি এখান থেকে মার্কেট নিচে চলে যায়, তাহলে আবার রিগ্রেট করবেন। তবে মার্কেট নিচে যাওয়ার মতো তেমন কোনো কারন দেখছি না আপাতত।

সামনের দিন গুলোতে আমার মনে হয় বিটকয়েন সেল করে অনেকেই অল্ট কয়েন মার্কেটে ঢুকবে। কারন অল্ট সিজন এখনো শুরুই হয়নি। যেখানে বিটকয়েন অলরেডি ১০০ কে ছুই ছুই করছে। তবে যেটা বললাম, অল্প কিছু সেল করে আপাতত ষ্ট্যাবল কয়েন রেখে দিতে পারেন। তবে বেশি সেল করা ঠিক হবে না মনে হয়। মার্কেট মুভমেন্ট বুঝে সেল দিতে পারেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 22, 2024, 06:23:39 AM
100কে যাদের টার্গেট ছিলো, তারা কিন্তু মোটামোটি ক্যাশ করে ফেলতেছে। বিটকয়েন আরো গ্রো করবে এটা আমিও আশা করি। তবে ১০০কে তে একটা সেল প্রেশার যে আসবে, সেটা মোটামোটি শিওর। আমরা কিন্তু অলরেডি ৯৯কে টাচ করেছি। আমি ৯৩ হাজারে কিছু প্রফিট বুক করে অল্টকয়েনে ইনভেষ্ট করেছি। আমার মনে হচ্ছে এরপর অল্ট সিজন শুরু হতে যাচ্ছে। যদিও আমি এসব ব্যাপারে একদম এক্সপার্ট না। কাউকেই আমি কোনো প্রকার এডভাইজ দিচ্ছি না।

যারা ১০০ কে তে সেল করতে চাচ্ছিলেন, তারাই কেবল ৯৯-৯৮ তে কিছু সেল করে প্রফিট বুক করতে পারেন। তবে কখনোই পুরো ইনভেষ্টমেন্ট সেল করে দিবেন না। কিছু হাতে রেখে দিবেন বুম করার জন্য। যেটা যেকোনো সময় আপনার কাজে লাগতে পারে। হতে পারে বিটকয়েন ১৫০ কে তে যাবে, এটা তখন সেল দিতে পারবেন।
আমার তো ভাই ১০০ কে টার্গেট ছিল তবে বর্তমানে মার্কেটের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে মার্কেট ১০০ কে এর উপরে যাবে তাই আমি এখনো বুঝতেছে না কি করব তার মধ্যে ১০০ ক্ষেত্রে সেল অর্ডার ক্রিয়েট করে রেখেছিলাম সেটা ক্যান্সেল করে দিয়েছি গতকালকেই।
আর এটা ভাই আমিও বুঝতেছি যে হান্ড্রেড কেটে আসলে অবশ্যই অনেকে বিটকয়েন সেল করবে এবং তার প্রভাব মার্কেটে অবশ্যই পড়বে হতে পারে আমরা এজন্য মার্কেটে কিছু ডাম্প দেখতে পারি। আর এ বিষয়টা আমি আজকেও চিন্তা করেছি আমি কি ১০০কে তে  ৫০% সেল করে দিব কিনা।
তবে দেখি বিটকয়েন ১০০ কে এর উপরে কত যায় এখন টার্গেট সেট করা নিয়ে মুশকিলে পড়ে গিয়েছি অলরেডি প্রায় ৬০% প্রোফিটে রয়েছি।  Smiley
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 22, 2024, 05:56:44 AM
এখন ভাবতেছি আপাতত স্টেবল কয়েন করে রাখবো ১০০কে তে সেল অর্ডার দিয়ে রেখেছিলাম এখন আবার ক্যান্সেল করে দিলাম কারণ বিটকয়েনের মার্কেট দুই ট্রিলিয়ন এখনই প্রায়  টাচ করে ফেলেছে।  দেখি আরো কিছু পার্সেন্টেজ প্রফিট বুক করা যায় কিনা।

100কে যাদের টার্গেট ছিলো, তারা কিন্তু মোটামোটি ক্যাশ করে ফেলতেছে। বিটকয়েন আরো গ্রো করবে এটা আমিও আশা করি। তবে ১০০কে তে একটা সেল প্রেশার যে আসবে, সেটা মোটামোটি শিওর। আমরা কিন্তু অলরেডি ৯৯কে টাচ করেছি। আমি ৯৩ হাজারে কিছু প্রফিট বুক করে অল্টকয়েনে ইনভেষ্ট করেছি। আমার মনে হচ্ছে এরপর অল্ট সিজন শুরু হতে যাচ্ছে। যদিও আমি এসব ব্যাপারে একদম এক্সপার্ট না। কাউকেই আমি কোনো প্রকার এডভাইজ দিচ্ছি না।

যারা ১০০ কে তে সেল করতে চাচ্ছিলেন, তারাই কেবল ৯৯-৯৮ তে কিছু সেল করে প্রফিট বুক করতে পারেন। তবে কখনোই পুরো ইনভেষ্টমেন্ট সেল করে দিবেন না। কিছু হাতে রেখে দিবেন বুম করার জন্য। যেটা যেকোনো সময় আপনার কাজে লাগতে পারে। হতে পারে বিটকয়েন ১৫০ কে তে যাবে, এটা তখন সেল দিতে পারবেন।
member
Activity: 9
Merit: 0
November 22, 2024, 01:18:11 AM
যেকোনো সময় BTC১০০ক ডলার এর ঘন্টা বেজে উঠতে পারে।  আমরা একদমই $১০০ক এর কাছাকাছি অবস্থান করছি। 
Pages:
Jump to: