Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 5. (Read 5766663 times)

full member
Activity: 238
Merit: 177
December 27, 2024, 04:28:17 AM
আপনের দিক থেকে বিষয়টা ক্লিয়ার করা উচিৎ। জদিও আমি আপনের পোস্ট দেখলাম এবং মনে হল আপনি ক্লিয়ার করার চেষ্টা করেছেন কিন্তু আপনের যদি সত্যি কোন অল্ট অ্যাকাউন্ট থাকে তাহলে সে বিষয়টাও ক্লিয়ার করা উচিৎ। না হলে প্রবর্তিতে যদি কখনও দেখা যায় যে আপনের অল্ট অ্যাকাউন্ট আছে তাহলে আপনি অবশ্যই নেগেটিভ ট্রাস্ট খাবেন।
জ্বি ভাই আমি একদম ক্লিয়ার করে সবকিছু বলেছি। আমি আমার শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই একদম ওপেন ভাবে বলে দিয়েছি। উনি যে ধরনের সন্দেহ করেছে এটা আসলে কোন মানে হয় না বললেই চলে। আপনাকে ধন্যবাদ ভাই সাজেশন দেওয়ার জন্য।

আমি দেখেছি যে আপনি আপনার পক্ষ থেকে ডিফেন্ড করেছেন। এর পর সেখানে আসলে সময় দেয়ার কোনো মানে হয় না। আমার চুপ থাকার কারণ হলো, ডিফেন্ড আপনি সেখানেই করবেন যেখানে কেউ আপনাকে একিউজ করবে এবং সেটার কোনো প্রকার বেইজ থাকবে। একজন হুদাই এসে বললো আপনি এটা করেছেন, সেটা করেছেন, এবং এর সব কিছুই কোনো প্রকার প্রমান ছাড়া। যদি আপনাকে অন্য কারো অল্ট প্রমান করার চেষ্টা করে, কোনো প্রমান ছাড়া, সেখানে আপনি নিজে কি প্রমান করবেন?

যদি কেউ আমাকে একিউজ করে যে আমি কারো অল্ট, সেটা তাকে প্রমান করতে হবে। সেখানে আমার প্রমান করার কিছুই নেই। এসব বেইজলেস একুজেশনে জড়ানো মানে এসব ট্রলদের ফিড করানো। আমি একুজেশন কমিউনিটির ওপর ছেড়ে দিয়েছি। এটাই প্রথম না যে আমাকে অল্ট একাউন্ট হিসাবে প্রুভ করতে চাইছে। এর আগেও এরকম হয়েছে এবং তখন আমি রেসপন্স করেছিলাম। সেই সময় সেসব ঘটনা থেমেছে ট্রাষ্ট এক্সক্লুশন দিয়ে। জলিগুড কে আমি প্রাইভেট মেসেজে উত্তর দিয়েছি। আমি এসব বেইজলেজ একুজেশন কেয়ার করি না। কারণ এসব থ্রেড এর শেষ পরিনতি হচ্ছে ট্রাষ্ট এক্সক্লুশন। তাই হুদাই ফোরাম ড্রামায় জড়ানোর কোনো মানে হয় না। এদের কারো কারো মতে বাংলাদেশ থ্রেড এর সব একাউন্ট ই অল্ট একাউন্ট।
কয়েকদিন যাবত আমি যেটা দেখতেছি আমার কাছে এমনটাই মনে হয়। সে বাংলাদেশীদের নিয়ে এরকম উঠে পড়ে লাগছে যে ব্লেইম দিতেছে কিন্তু সেটার কোন যুক্তিসঙ্গত কারণ নেই বা প্রুফ নেই। আমিও ভাই আমার দিক থেকে তাকে ক্লিয়ার করার জন্য রিপ্লাই করেছি। এইখানে নিজেকে প্রমাণ করারও কোন কিছু দেখতেছি না তবে আমার দিক থেকে ভাই আমি যেটা ফেয়ার কথা সেটা বলে দিয়েছি। সে কি কারনে এরকম মনে করতেছে জানিনা তবে তার চিন্তাধারায় আমাদের নিয়ে ভুল কোন ধারণা রয়েছে আমার মনে হয়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 27, 2024, 04:16:45 AM
এই মুহূর্তে আমার করনীয় কি? আমি রেপুটেশন বোর্ডের একটা ক্লিয়ার করে উত্তর দিয়েছি এবং সব বিষয় খুলে বলেছি আমার এখন কি করা যায় এই বিষয়ে আপনার আমাকে একটু বলেন। আমার 2Pizza410000BTC এর সাথে কোন সম্পর্কই নেই আমি চিনিনা তাকে। Learn Bitcoin ভাইকে নিয়ে দেখলাম অনেকে পোস্ট করেছে naim027 আল্ট একাউন্ট ধরে বিভিন্ন ধরনের কথা বলেছে তারা জানিনা কেন এরকম করছে। আবার সেখানে LB ভাই চুপ থাকার কারণে বিভিন্ন ধরনের গন্তব্য করেছে অনেকে। সেখান থেকেই naim027 সূত্র ধরে আমাকে ইন্ডিকেট করেছে। যাইহোক এসব কোন কিছুই আমি জানি না যদিও তবে আমাকে আপনারা একটু সাজেশন দেন এখন আমার কি করা উচিত? আশা করি আপনাদের থেকে পরামর্শ পাবো।

Post Link: https://bitcointalksearch.org/topic/--5524350

আমি দেখেছি যে আপনি আপনার পক্ষ থেকে ডিফেন্ড করেছেন। এর পর সেখানে আসলে সময় দেয়ার কোনো মানে হয় না। আমার চুপ থাকার কারণ হলো, ডিফেন্ড আপনি সেখানেই করবেন যেখানে কেউ আপনাকে একিউজ করবে এবং সেটার কোনো প্রকার বেইজ থাকবে। একজন হুদাই এসে বললো আপনি এটা করেছেন, সেটা করেছেন, এবং এর সব কিছুই কোনো প্রকার প্রমান ছাড়া। যদি আপনাকে অন্য কারো অল্ট প্রমান করার চেষ্টা করে, কোনো প্রমান ছাড়া, সেখানে আপনি নিজে কি প্রমান করবেন?

যদি কেউ আমাকে একিউজ করে যে আমি কারো অল্ট, সেটা তাকে প্রমান করতে হবে। সেখানে আমার প্রমান করার কিছুই নেই। এসব বেইজলেস একুজেশনে জড়ানো মানে এসব ট্রলদের ফিড করানো। আমি একুজেশন কমিউনিটির ওপর ছেড়ে দিয়েছি। এটাই প্রথম না যে আমাকে অল্ট একাউন্ট হিসাবে প্রুভ করতে চাইছে। এর আগেও এরকম হয়েছে এবং তখন আমি রেসপন্স করেছিলাম। সেই সময় সেসব ঘটনা থেমেছে ট্রাষ্ট এক্সক্লুশন দিয়ে। জলিগুড কে আমি প্রাইভেট মেসেজে উত্তর দিয়েছি। আমি এসব বেইজলেজ একুজেশন কেয়ার করি না। কারণ এসব থ্রেড এর শেষ পরিনতি হচ্ছে ট্রাষ্ট এক্সক্লুশন। তাই হুদাই ফোরাম ড্রামায় জড়ানোর কোনো মানে হয় না। এদের কারো কারো মতে বাংলাদেশ থ্রেড এর সব একাউন্ট ই অল্ট একাউন্ট।

সবচাইতে বড় কথা হলো, আপনি যদি ফেয়ার থাকেন, কে কি বললো, সেসব নিয়া মাথা ঘামানোর দরকার নাই। যতক্ষন আপনি কোনো রুলস ভায়োলেট না করেন বা কোনো এবিউজ না করেন, যে যাই বলুক, সেগুলোতে কান দেয়ার দরকার নাই। জাস্ট মুভ অন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 27, 2024, 01:57:50 AM
এই মুহূর্তে আমার করনীয় কি? আমি রেপুটেশন বোর্ডের একটা ক্লিয়ার করে উত্তর দিয়েছি এবং সব বিষয় খুলে বলেছি আমার এখন কি করা যায় এই বিষয়ে আপনার আমাকে একটু বলেন।
আপনের দিক থেকে বিষয়টা ক্লিয়ার করা উচিৎ। জদিও আমি আপনের পোস্ট দেখলাম এবং মনে হল আপনি ক্লিয়ার করার চেষ্টা করেছেন কিন্তু আপনের যদি সত্যি কোন অল্ট অ্যাকাউন্ট থাকে তাহলে সে বিষয়টাও ক্লিয়ার করা উচিৎ। না হলে প্রবর্তিতে যদি কখনও দেখা যায় যে আপনের অল্ট অ্যাকাউন্ট আছে তাহলে আপনি অবশ্যই নেগেটিভ ট্রাস্ট খাবেন।
full member
Activity: 238
Merit: 177
December 26, 2024, 11:39:42 PM
পরপর দুইটা পোস্ট করার জন্য সরি। আশা করি সবাই ভাল আছেন। একটি সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমার একাউন্টটা নিয়ে রেপুটেশন বোর্ডে একটা পোস্ট দেখতে পেলাম। 2Pizza410000BTC নামের এক ভাই ২০২৩ সালে মে মাসে একাউন্ট তৈরি করেই পিজ্জা কনটেস্টে অংশগ্রহণ করেছিলো। আমি জানিনা এই ভাইটা কে। আমি ২০২৪ সালের মে মাসে একাউন্ট তৈরি করেছিলাম এবং এই ফোরাম এসেছিলাম। ফোরামে আসার পর আমি দেখতে পেয়েছিলাম মেটাবোর্ড বিটকয়েন পিজ্জার একটা কনটেস্ট চলতেছে। পরবর্তী সময়ে আমি নতুন হওয়া সত্ত্বে ও সেখানে অংশগ্রহণ করতে পারব কিনা সেটা জানার জন্য একটা টপিক ক্রিয়েট করে পোস্ট করেছিলাম। পরবর্তী সময় আমি অনুমতি পেয়েছিলাম সেজন্য সেই কনটেস্ট অংশগ্রহণ করেছিলাম। এটা নিয়ে পোস্ট করেছে দেখলাম যে সে ২০২৩ সালের মে মাসে একাউন্ট তৈরি করেই কনটেস্টে যোগদান করেছিল। আমি ২০২৪ সালে অ্যাকাউন্ট তৈরি করেছি এবং আমি প্রথমেই বিটকয়েন পিজ্জা কনটেস্ট অংশগ্রহণ করিনি পরবর্তী সময়ে করেছি এইটা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য দেখতেছি। আসলেই সত্য কথা বলতে আমি নিজেও জানিনা 2Pizza410000BTC এই ব্যক্তিকে। কিন্তু আমাকে নিয়ে তার সাথে সন্দেহ করা হচ্ছে।

এই মুহূর্তে আমার করনীয় কি? আমি রেপুটেশন বোর্ডের একটা ক্লিয়ার করে উত্তর দিয়েছি এবং সব বিষয় খুলে বলেছি আমার এখন কি করা যায় এই বিষয়ে আপনার আমাকে একটু বলেন। আমার 2Pizza410000BTC এর সাথে কোন সম্পর্কই নেই আমি চিনিনা তাকে। Learn Bitcoin ভাইকে নিয়ে দেখলাম অনেকে পোস্ট করেছে naim027 আল্ট একাউন্ট ধরে বিভিন্ন ধরনের কথা বলেছে তারা জানিনা কেন এরকম করছে। আবার সেখানে LB ভাই চুপ থাকার কারণে বিভিন্ন ধরনের গন্তব্য করেছে অনেকে। সেখান থেকেই naim027 সূত্র ধরে আমাকে ইন্ডিকেট করেছে। যাইহোক এসব কোন কিছুই আমি জানি না যদিও তবে আমাকে আপনারা একটু সাজেশন দেন এখন আমার কি করা উচিত? আশা করি আপনাদের থেকে পরামর্শ পাবো।

Post Link: https://bitcointalksearch.org/topic/--5524350
full member
Activity: 238
Merit: 177
December 26, 2024, 03:21:27 AM
যাইহোক, আগামীকাল আমরা যারা মুসলমান আমাদের জন্য সাধারণ দিনে, এখানে আনন্দ উৎসব, বন্ধুবান্ধব ও সমাজের সাথে সম্পর্ক গড়ার দিন নয়। খ্রিস্টানরা আমাদের ঈদকে শুভেচ্ছা জানাতে আসবে না, আমরা কেন তাদের শুভেচ্ছা জানাবো? হয়তো আমরা অনেকেই হাদিস জানি না তাই না জেনে এই ধরনের ভুল করে থাকি।
জি ভাই ধন্যবাদ আপনাকে বিষয়টা খুলে বলার জন্য। আসলে ভাই আমি সেরকম ভাবে কোন কিছু করিনি বা বলিনি। তবে আমি মনে করি আমরা যারা বিভিন্ন ধর্মের মানুষ সকলেই ভাই ভাই। আমরা ধর্মের দিক থেকে সকলকেই সম্মান করি যে যে ধর্মের সে তার ধর্ম নিয়েই সন্তুষ্ট আছে এবং ভালো আছে।

মজার ঘটনা! আজকে সান্ধায় বাজারে গিয়েছিলাম এক দোকানদার আমার পরিচিত। তিনি দেখি অন্য একটি লোককে বলতেছে আগামী কাল বড় দিন, মানে তিনি বোঝাতে চাচ্ছেন আগামী কাল বছরের মধ্যে সবচেয়ে দিন বড় Grin আমি বললাম ভাই এখন তো দিনের চেয়ে রাত বড়, তাইলে কিভাবে দিন বড় হলো। আমাদের মুরুব্বিরা অনেকেই জানে না বড় দিন কী? তাই তাদের সঠিক তথ্য জানানো উচিত।
আমি যখন প্রথম নোয়াখাইল্লা একজনের কাছে শোনলাম ভালা তেল আছে নাকি, আমি তো বুছি না যে ভালা তেল কোনটা। সব তেলই তো ভালো। আমি মনে করছি ওনারা ভালো তেল আর ভেজাল তেল নিয়ে কথা বলছে। কিন্তু পড়ে যখন জানতে পারলাম যে ওনারা সরিষার তেল কে ভালা তেল বলে, তখন একা একাই সেটা নিয়ে কতো হাসছি তার কোনো ঠিক নাই। আমার কিছু রিলেটিভ আছে কুমিল্লা ও নোয়াখালি এলাকার, ওনারা সব সময় ই সরিষার তেল কে ভালা তেল বলে যেটা শুনে শুনে এখন অনেকটা নরমাল হয়েছি। কিন্তু এর আগে যখনই শোনতাম ভালা তেল, আমার হাসি পাইতো। মনে মনে বলতাম অন্য গুলো কি ভেজাল তেল?
আসলে একেক জায়গায় একেক রকম ভাবে আঞ্চলিক ভাষা প্রচলিত সেজন্য আমরা হঠাৎ করে কোথাও গেলে আমাদের সেখানকার কথার অর্থ বুঝতে একটু সমস্যা হয়। এরকম সমস্যায় আমিও পড়েছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটি তে পরীক্ষা দিতে যাবার সময় চট্টগ্রাম ট্রেন স্টেশনে নামার পরে ভার্সিটিতে যাব তখন স্ট্যান্ড থেকে একটা রিক্সাওয়ালা মামা আমাকে বলতে ছিল কোনতাই যাবেন? আমি তখন বুঝতে পারছিলাম না সে কি বলতেছে। এবং সেখানে দেখতে পেলাম আঞ্চলিক ভাষাগুলো অনেক ভিন্ন যেগুলো বোঝা খুবই কষ্ট হয়েছিল। আঞ্চলিক ভাষা গুলো আসলে মানুষের কথা বাতার সাথে মানিয়ে ওঠে এজন্য আমরা সাধারণ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে আমাদের ভাষাগত দিক দিয়ে একই থাকলেও সেখানকার আঞ্চলিক ভাষা বোঝা কষ্টসাধ্য। কিছু কিছু কথা শুনে হাসি পায়। আবার কিছু কিছু কথা মাথার উপর দিয়ে যায় কিছুই বোঝা যায় না। রংপুরে নাকি মেয়েদের পুরি বলে সাধারণত আমরা দোকানে পুরি কিনে খাই যেটা 5 টাকা 10 টাকা করে কিনে পাওয়া যায় এই কথাটা যদি রংপুরে যাইয়া বলা হয় তাহলে নাকি সেখানে লোকজন ধরে পিটাবে Grin এটা অনেক হাস্যকর কিন্তু আসলে আঞ্চলিক ভাষা সেখানে সেভাবেই প্রচলিত হয়েছে। সেজন্যই কথায় বলে এক জায়গার বুলি আরেক জায়গার গালি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 26, 2024, 01:38:52 AM
মজার ঘটনা! আজকে সান্ধায় বাজারে গিয়েছিলাম এক দোকানদার আমার পরিচিত। তিনি দেখি অন্য একটি লোককে বলতেছে আগামী কাল বড় দিন, মানে তিনি বোঝাতে চাচ্ছেন আগামী কাল বছরের মধ্যে সবচেয়ে দিন বড় Grin আমি বললাম ভাই এখন তো দিনের চেয়ে রাত বড়, তাইলে কিভাবে দিন বড় হলো। আমাদের মুরুব্বিরা অনেকেই জানে না বড় দিন কী? তাই তাদের সঠিক তথ্য জানানো উচিত।

লল ভাই।
আমি যখন প্রথম নোয়াখাইল্লা একজনের কাছে শোনলাম ভালা তেল আছে নাকি, আমি তো বুছি না যে ভালা তেল কোনটা। সব তেলই তো ভালো। আমি মনে করছি ওনারা ভালো তেল আর ভেজাল তেল নিয়ে কথা বলছে। কিন্তু পড়ে যখন জানতে পারলাম যে ওনারা সরিষার তেল কে ভালা তেল বলে, তখন একা একাই সেটা নিয়ে কতো হাসছি তার কোনো ঠিক নাই। আমার কিছু রিলেটিভ আছে কুমিল্লা ও নোয়াখালি এলাকার, ওনারা সব সময় ই সরিষার তেল কে ভালা তেল বলে যেটা শুনে শুনে এখন অনেকটা নরমাল হয়েছি। কিন্তু এর আগে যখনই শোনতাম ভালা তেল, আমার হাসি পাইতো। মনে মনে বলতাম অন্য গুলো কি ভেজাল তেল?
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 24, 2024, 02:23:56 PM
ধর্মের বাইরেও, বড়দিন হল পরিবার, বন্ধুবান্ধব ও সমাজের সঙ্গে সম্পর্ক গড়ার এবং ভালোবাসা ভাগাভাগি করার একটি বিশেষ সময়। সাধারণত এই দিনটিতে উপহার বিনিময়, সাজসজ্জা, বিশেষ খাবার এবং গান-বাজনা করা হয়।

বড়দিন হল আনন্দ, উৎসব এবং ভালোবাসার একটি সময়। এই দিনটি পরিবার, বন্ধুবান্ধব ও সমাজের সঙ্গে সম্পর্ক গড়ার একটি সুন্দর সুযোগ। সবার জন্য শুভকামনা, সকলের জন্য নতুন সম্পৃক্ত বছর কামনা করছি, শুভ বড়দিন!
ভাই বড় দিন হলো খ্রিস্টানদের উৎসব, এখানে আমরা যদি এই উৎসব কে আনন্দ ভালোবাসা মনে করি তাহলে শিরক হবে। আমরা মুসলমান আমাদের দুই টি উৎসব হলো দুইটি ঈদ। ইসলাম ধর্ম অনুযায়ী বড় দিনের শুভেচ্ছা জানানো কিন্তু শিরক হবে, কেননা তারা মনে করে যিশু খ্রিস্ট আল্লাহর পুত্র। আমরা জানি মনে প্রানে বিশ্বাস করি আল্লাহ তায়ালা এক অদ্বিতীয় তার কোন শরীক নেই।

যাইহোক, আগামীকাল আমরা যারা মুসলমান আমাদের জন্য সাধারণ দিনে, এখানে আনন্দ উৎসব, বন্ধুবান্ধব ও সমাজের সাথে সম্পর্ক গড়ার দিন নয়। খ্রিস্টানরা আমাদের ঈদকে শুভেচ্ছা জানাতে আসবে না, আমরা কেন তাদের শুভেচ্ছা জানাবো? হয়তো আমরা অনেকেই হাদিস জানি না তাই না জেনে এই ধরনের ভুল করে থাকি।

মজার ঘটনা! আজকে সান্ধায় বাজারে গিয়েছিলাম এক দোকানদার আমার পরিচিত। তিনি দেখি অন্য একটি লোককে বলতেছে আগামী কাল বড় দিন, মানে তিনি বোঝাতে চাচ্ছেন আগামী কাল বছরের মধ্যে সবচেয়ে দিন বড় Grin আমি বললাম ভাই এখন তো দিনের চেয়ে রাত বড়, তাইলে কিভাবে দিন বড় হলো। আমাদের মুরুব্বিরা অনেকেই জানে না বড় দিন কী? তাই তাদের সঠিক তথ্য জানানো উচিত।
full member
Activity: 238
Merit: 177
December 24, 2024, 01:09:33 PM

Merry Christmas! 🎄
Happy Christmas Day. সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা। বড়দিন হলো খ্রিস্টান ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পালিত হয়। এই দিনটিকে ঘিরে রয়েছে তাদের অনেকে আয়োজন।বিশ্বের কোটি কোটি মানুষ এই দিনটি উৎসব মুখরভাবে পালন করে। খ্রিস্ট ধর্মের সকলে এই দিনটি সুন্দরভাবে পালন করুক এবং শুভ হোক তাদের যাত্রা।

তারা বড়দিনকে মনে করে যিশু খ্রিস্টের জন্মের দিন, যিনি তাদের বিশ্বাস অনুযায়ী, মানবজাতিকে পাপ থেকে মুক্ত করার জন্য এসেছিলেন। ধর্মের বাইরেও, বড়দিন হল পরিবার, বন্ধুবান্ধব ও সমাজের সঙ্গে সম্পর্ক গড়ার এবং ভালোবাসা ভাগাভাগি করার একটি বিশেষ সময়। সাধারণত এই দিনটিতে উপহার বিনিময়, সাজসজ্জা, বিশেষ খাবার এবং গান-বাজনা করা হয়।

বড়দিন হল আনন্দ, উৎসব এবং ভালোবাসার একটি সময়। এই দিনটি পরিবার, বন্ধুবান্ধব ও সমাজের সঙ্গে সম্পর্ক গড়ার একটি সুন্দর সুযোগ। সবার জন্য শুভকামনা, সকলের জন্য নতুন সম্পৃক্ত বছর কামনা করছি, শুভ বড়দিন!


আলহামদুলিল্লাহ, আজকে আমি Member রাঙ্ক অর্জন করেছি, আজকে নতুন পর্যায়ে প্রবেশ করতে পেরে আমি সত্যিই খুব গর্বিত, অনেক কিছু শিখতে এবং এই কমিউনিটির অংশ হতে চাই, এবং আমাদের এই কমিউনিটিকে আরও সমৃদ্ধ করার জন্য একটি অংশ হতে চাই. আশা করি আমি আপনাদের সকলের সহযোগিতা পেতে থাকবো, এবং পরবর্তী রাঙ্কও শিগ্রই অর্জন করতে পারবো।
আপনাকে অভিনন্দন জানাই ভাই আপনি মেম্বার রেংক অর্জন করার জন্য। আপনার যাত্রাটা মোটামুটি ভালই যাচ্ছে চালিয়ে যান ভাই আমিও জানি এরকম রাঙ্ক অর্জন করলে কেমন লাগে। আস্তে আস্তে এগিয়ে আসুন ভাই আশা করি খুব তাড়াতাড়ি ফুল মেম্বার রাঙ্কে পৌঁছে যাবেন।
jr. member
Activity: 33
Merit: 8
December 24, 2024, 09:46:49 AM
আলহামদুলিল্লাহ, আজকে আমি Member রাঙ্ক অর্জন করেছি, আজকে নতুন পর্যায়ে প্রবেশ করতে পেরে আমি সত্যিই খুব গর্বিত, আমি এখন থেকে ফোরাম এ একটিভ হওয়ার চেষ্টা করবো, (আসলে বেশ কিছুদিন যাবৎ আমাদের জায়গা জমি নিয়ে অনেক বেশি ঝামেলা চলছে, তাই আমি ফোরাম এ একটিভ থাকতে পারছি না, যদিও ঝামেলাটি এখনো শেষ হয়নি, তবে আশা করি সমস্যাটি খুব শিগ্রই সমাধান হয়ে যাবে।) এবং এখন থেকে আরও অনেক কিছু শিখতে এবং এই কমিউনিটির অংশ হতে চাই, এবং আমাদের এই কমিউনিটিকে আরও সমৃদ্ধ করার জন্য একটি অংশ হতে চাই. আশা করি আমি আপনাদের সকলের সহযোগিতা পেতে থাকবো, এবং পরবর্তী রাঙ্কও শিগ্রই অর্জন করতে পারবো।
full member
Activity: 238
Merit: 177
December 24, 2024, 12:52:35 AM
এই বছরে দ্য ইকোনমিস্টের তালিকা প্রকাশ করা হয়েছে আগের ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কি না, সেই বিচারে। সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কি না, সেই হিসাবে নয়; যেখানে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে ১৫ বছর ধরে থাকা স্বৈরশাসক এর পতন এর কারণে এটিকে বিশ্বে অন্যন্য ঘটনা বলে মনে করছেন।
15 বছর স্বৈরশাসনের পর বাংলাদেশ ফিরে পেয়েছে নতুন রূপ। এই বাংলাদেশ অদূর ভবিষ্যতে এগিয়ে যাবার পথে এগিয়ে চলছে। বর্তমান সময়ে প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস তিনি আমাদের বাংলাদেশকে নতুন রূপে বিশ্বের দরবারে তুলে ধরছেন। আমরা প্রাউড ফিল করছি তাকে নিয়ে আমরা এখন অনেকটাই পরিচিত মুখ বিশ্বের দরবারে। তা ইকোনোমিস্ট এর তালিকায় বাংলাদেশ সবার আগে। বাংলাদেশ এভাবেই এগিয়ে যাবে আশা করি সামনে অদূর ভবিষ্যতে।

বাইরে যাওয়া পড়তে পারে আমার, পসিবিলিটি আছে। 
তাইলে ভাই Victus টাই নিয়ে নেন। যদি বাইরে যাওয়া লাগে তাহলে ক্যারি করতে সুবিধা হবে এবং আপনি এটা দিয়ে ভালো ভালো কাজ করতে পারবেন সমস্যা হবে না। আবার হলে এটা একটা ভালো কনফিগের ল্যাপটপ। আমি Asus কথা বললাম কারণ ভাই আপনার যদি অন্য কোন দিকে মুভ করার ইচ্ছে থাকে তাহলে Asus দিকে মুভ করতে পারেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 23, 2024, 11:58:26 PM
For the last years, I've been organizing this little contest. First in the french section, now here since 2022.
The idea is to make a small fictitious portfolio on January 1st 2025 and to see on December 31 2025 who has performed the best.
Suppose that you have 1000$ and you want to make a small portfolio with 4 altcoins. Which ones do you choose and in what proportion ?

-snip-

Halab আবারো "সেরা অল্টকয়েন" কনটেস্ট নিয়ে এসেছেন। আপনারা সকলে (মেম্বার রাঙ্ক থেকে) এখানে অংশগ্রহণ করতে পারবেন। তবে কনটেস্ট ঢোকার পূর্বে বেশ কিছু রুলস আপনাকে ফলো করতে হবে। আপনাদের সুবির্ধাতে আমি রুলস গুলো বুঝিয়ে দিচ্ছি।

এখানে গিয়ে রেজিস্টেশন করে আসুন: [Registration] Best Altcoins Portfolio 2025
রেজিস্টেশনের শেষ তারিখ: 30/12/2014 11.59pm (Paris time)
রেজিস্টেশনের শেষ তারিখ: 15/01/2025 11:59pm (Paris time)

রেজিস্টেশনের পূর্বশর্ত:
  • অবশ্যই মেম্বার রাঙ্ক বা তার উপরে হতে হবে
  • ১২০ দিনে ৫ মেরিট পেয়েছেন এমন হতে হবে
  • ডিটি মেম্বারদের কাছ থেকে ভ্যালিড নেগেটিভ ট্যাগ খাওয়া ইউজার জয়েন হতে পারবে না
  • মাল্টি একাউন্ট এলাউ না

কিভাবে কনটেস্টর জন্য আপনার পছন্দের অল্টকয়েন বেছে নিবেন:
  • আপনি BTC চুজ পারবেন না ( অথবা wBTC, বা একই রকম কিছু)
  • আপনাকে সর্বমোট ৪ টি অল্ট কয়েন বেছে নিতে হবে
  • কোনো একটি অল্টকয়েন কে ৫০% এর বেশি পোর্টফলিও তে রাখতে পারবেন না
  • প্রতিটি অল্টকয়েনে মিনিমাম ৫% পোর্টফলিও দিতে হবে
  • আপনি চাইলে একটা স্টেবল কয়েন নিতে পারেন (শুধুমাত্র একটি, তবে না নিলেও সমস্যা নাই)
  • আপনাকে মিনিমাম একটি অল্টকয়েন বেছে নিতে হবে যার পজিশন Coingecko তে ১০০ এর বাহিরে
  • আপনি অন্য কোনো ইউজারের সাবমিশন কপি পেস্ট করতে পারবেন না, মানে কোনো ভাবেই তার ৪ টি অল্ট চুজ করতে পারবেন না, আলাদা হতে হবে

উদাহরণ:

আপনারা যদি আমার সাবমিশন টি দেখেন তাহলে দেখবেন এখানে BTC নেই। আমার ক্ষেত্রে আমি LINK কে ৫০% দিয়েছি আর বাকি গুলোরে ২০,২০,১০ করে টোটাল ১০০% ভাগ করে দিয়েছি। আমি কোনো স্টেবল কয়েন চুজ করি নাই। এবং সাথে এই ৪ টি অল্টকয়েন Coingecko তে কত পজিশনে আছে তার লিংক সহ দিয়েছি। আরো দেখবেন যে এখানে একটি অল্ট, ৩৬৭ নম্বার পজিশনে আছে যা ১০০ পজিশনের বাহিরে। আশা করি রুলস বুঝছেন।

বিজয়ীদের পুরষ্কার:

  • ১ম: 0.002 BTC
  • ২য় : 0.001 BTC
  • ৩য় : 0.0005 BTC

কনটেস্ট টি কিন্তু ১ বছর মেয়াদী। ধরুন আপনার কাছে ১০০০$ আছে। এখন আপনি যেই ৪ টা অল্ট চুজ করবেন তার মধ্যে কোনটা কত শতাংশ (১০০ তে) হোল্ড করবেন তা নির্ধারণ করে দিবেন। বছর শেষে মানে, ১ জানুয়ারি ২০২৫ এ আপনার পোর্টফলিওর কত ভ্যালু ছিলো এবং ৩১ ডিসেম্বর ২০২৫ এ তা কত তে গিয়ে দাঁড়িয়েছে তা হিসাব করা হবে এবং এদের মধ্যে যাদের অল্টকয়েন সবথেকে ভালো পারফর্ম করবে তাদের বিজয়ী ঘোষনা করা হবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 23, 2024, 11:38:57 PM
যাই হোক ওভারঅল সব কাজের জন্যই আমি ল্যাপটপ/পিসি নিতে চাই। স্প্রেডশিট অপডেট করা থেকে শুরু করে ভারি ভারি সফটওয়ার চালানো সব। সবাইই শখের বশেই বিল্ড করে ভাই। আমারও সেইম রিজন। নিবো যখন ভালো টাই নিবো, হোক সেটা ৫-১০ টাকা বেশি, এই মাইন্ডসেট আমার।

৩০ হাজার টাকাই কি পিসি পাওয়া যায় আমার আইডিয়া নাই। আমার এক বড় ভাই পিসি বিল্ড করছে, তার CPU এর দাম ই ৪৫ হাজার, জাস্ট CPU, লল। বাকি পার্টস তো এখনো ধরিই নি।

আমি আপনার কাজের ধরন জানি না। কি কাজ করবেন সেটা জানি না। কোন লেভেলের ভারী সফটওয়্যার ইউজ করবেন, সেটা আপনি না বললে আপনাকে কেউ কোনোদিন সঠিক সাজেশন দিতে পারবে না। এজন্য পিসি বিল্ড এর গ্রুপ গুলোতে দেখবেন পিসি বিল্ড এর উদ্দেশ্য বা কি কাজে ব্যাবহার করবেন সেটা উল্লেখ না করলে পোষ্ট এপ্রুভ করতে চায় না। আমি যেহেতু মাঝারী এবং লাইটওয়েট কাজ করি, তাই ২ টা ডিভাইস ইউজ করি। দোকানের জন্য পিসি, যেটা রাইজেন ৩২০০জি এন্ট্রি লেভেলের সিপিইউ দিয়ে বিল্ড করা। গ্রাফিক্স কার্ড ছিলো আগে, যেটা আপাতত সমস্যার কারনে খুলে রাখছি। এটাতে সাধারনত ফটোশপ ইলাষ্ট্রেটরের মতো মাঝারি সাইজের সফটওয়্যার ইউজ করি।

আর বাইরে যাওয়ার জন্য একদম কম দামী একটা ল্যাপটপ। যেনো বাজারে যদি না যাই, বা কোথাও বেড়াতে যাই, সেই সময় যেনো ফোরাম একসেস করতে পারি। তো, আপনি যেহেতু ভারি কাজ করবেন, আবার পোর্টেবিলিটি চাচ্ছেন, তাহলে কম দামে আপনার জন্য কোনো ল্যাপটপ নাই। লাখ টাকার আশেপাশে কিনে নেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 23, 2024, 12:56:16 PM
member
Activity: 70
Merit: 31
December 23, 2024, 12:16:57 PM
UAE $40 বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন হোল্ডিং করেছে
ভাই যেসব দেশের লিডারদের মাথায় বুদ্ধি রয়েছে সেসব দেশ আগেভাগেই ক্রিপ্ত কে  বৈধতা দান করে  এখানে কাজ করে যাচ্ছে। সুইজারল্যান্ড এর মতন একটা দেশ তাদের একটা শহরের নামই দিয়েছে ক্রিপ্ত ভ্যালি। সেখান থেকে তারা প্রতিবছর ভালো একটা  ট্যাক্স জেনারেট করতে পারছে। 
আমাদের দেশের সরকার যে এগুলা কবে বুঝবে অন্তত আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে কোন আশা নাই। কারণ তাদের খুব শীঘ্রই নির্বাচন দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
যদি আমাদের দেশে ক্রিপ্টো বৈধ করতে হয় হয়তো এমন একজন সরকার প্রয়োজন যিনি ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখেন এবং তিনি ক্রিপ্টো উৎসাহী হন। ঘুরেফিরে দেখবেন পরিচিত মুখরাই দেশের সরকার হবে আর এরা তো ক্রিপ্টোকারেন্সি বৈধ করা নিয়ে কখনো কোনো কিছু চিন্তাভাবনাই করবে না। এল সালভাদরের যেভাবে বিটকয়েন বৈধ করেছিল এবং তারা বর্তমানে যেভাবে আইএমএফ (IMF) এর বিরুদ্ধে গিয়ে এখন বেশি পরিমাণ বিটকয়েন ক্রয় করছে এটা দেখে হয়তো অনেক দেশের শেখা উচিত যারা এখনো বিটকয়েনকে বৈধ করা নিয়ে কোন কিছু করেনি তাদের। আমি বলতে চাচ্ছি না যে বাংলাদেশকে বৈধ করতেই হবে হয়তো তাদের এল সালভাদরের সাফল্য দেখা উচিত।
আমার মনে হয় না বাংলাদেশে স্বল্প কিছুদিনের মধ্যে বা কয়েকটি চক্রের মধ্যে ক্রিপ্টো কারেন্সি বৈধতা পাবে।  কারণ আপনি এমন কোনো নেতাকে পাবেন না যারা ক্রিপ্টো সম্পর্কে জ্ঞান রাখে।  হয়তো কয়েকটি প্রজন্মের পর আমরা বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি উন্মুক্ত দেখতে পারি।  কিন্তু সাময়িক সময়ে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সির ভবিষৎ একদমই ভালো নয়।  সরকার হিসেবে বিএনপি কে চিন্তা করলে , তারা কেউই ক্রিপ্টো সম্পর্কে জ্ঞান রাখে না বা তাদের মধ্যে ক্রিপ্টো নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই এবং তারা কোনো দিন ক্রিপ্টো নিয়ে কথাও বলে না।  জামায়াতে ইসলাম বা ইসলামিক কোনো দল দ্বারা তো ক্রিপ্টো বৈধতা পাওয়া প্রায় অসম্ভব।  এই দুই দল ব্যাতিত আমি নির্বাচনের মাঠে আর কাউকে দেখি না।  যদি কাউকে পাওয়াও যায় , তারপরও ক্রিপ্টো বৈধতা নিয়ে আশা করলে ভুল হবে। 
member
Activity: 63
Merit: 7
December 23, 2024, 09:33:03 AM
UAE $40 বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন হোল্ডিং করেছে
ভাই যেসব দেশের লিডারদের মাথায় বুদ্ধি রয়েছে সেসব দেশ আগেভাগেই ক্রিপ্ত কে  বৈধতা দান করে  এখানে কাজ করে যাচ্ছে। সুইজারল্যান্ড এর মতন একটা দেশ তাদের একটা শহরের নামই দিয়েছে ক্রিপ্ত ভ্যালি। সেখান থেকে তারা প্রতিবছর ভালো একটা  ট্যাক্স জেনারেট করতে পারছে। 
আমাদের দেশের সরকার যে এগুলা কবে বুঝবে অন্তত আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে কোন আশা নাই। কারণ তাদের খুব শীঘ্রই নির্বাচন দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
যদি আমাদের দেশে ক্রিপ্টো বৈধ করতে হয় হয়তো এমন একজন সরকার প্রয়োজন যিনি ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখেন এবং তিনি ক্রিপ্টো উৎসাহী হন। ঘুরেফিরে দেখবেন পরিচিত মুখরাই দেশের সরকার হবে আর এরা তো ক্রিপ্টোকারেন্সি বৈধ করা নিয়ে কখনো কোনো কিছু চিন্তাভাবনাই করবে না। এল সালভাদরের যেভাবে বিটকয়েন বৈধ করেছিল এবং তারা বর্তমানে যেভাবে আইএমএফ (IMF) এর বিরুদ্ধে গিয়ে এখন বেশি পরিমাণ বিটকয়েন ক্রয় করছে এটা দেখে হয়তো অনেক দেশের শেখা উচিত যারা এখনো বিটকয়েনকে বৈধ করা নিয়ে কোন কিছু করেনি তাদের। আমি বলতে চাচ্ছি না যে বাংলাদেশকে বৈধ করতেই হবে হয়তো তাদের এল সালভাদরের সাফল্য দেখা উচিত।
jr. member
Activity: 33
Merit: 8
December 23, 2024, 01:29:44 AM
দ্য ইকোনমিস্টের তালিকা ২০২৪সালের বর্ষসেরা দেশ "বাংলাদেশ"



এই বছরে দ্য ইকোনমিস্টের তালিকা প্রকাশ করা হয়েছে আগের ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কি না, সেই বিচারে। সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কি না, সেই হিসাবে নয়; যেখানে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে ১৫ বছর ধরে থাকা স্বৈরশাসক এর পতন এর কারণে এটিকে বিশ্বে অন্যন্য ঘটনা বলে মনে করছেন।

শেষ পর্যন্ত দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে 'উত্তপ্ত বিতর্কে' বেছে নেওয়া হয় সেরাদের, যেখানে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানারআপ সিরিয়া.

এবারের সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ .

প্রথম - বাংলাদেশ
দ্বিতীয় - সিরিয়া
তৃতীয় - আর্জেন্টিনা
চতুর্থ - দক্ষিণ আফ্রিকা
পঞ্চম - পোল্যান্ড

এই খবরটির মূল সোর্স: https://bangla.thedailystar.net/news/bangladesh/news-637736
full member
Activity: 238
Merit: 177
December 23, 2024, 01:08:50 AM
Mac নিয়ে আমার আইডিয়া নাই। আর পিসি বিল্ড করলে এই ব্যাজেটে জিপিইউ পাবো না। হেভি পারফরমেন্স লাগবে আবার পোর্টেবল হলেও ভালো লাগতো। যদিও কাস্টম পিসিকে কেউ টেক্কা দিতে পারবে না অবিয়েসলি। এখন আমার কি করা উচিত আপনাদের মতে। আরো টাকা জমায়ে বা এখন বিল্ড করে ৬ মাস পর জিপিইউ লাগানো উচিত নাকি Victus. নিয়ে  নেয়া উচিত?

অনেকের কাছে এই মডেল নিয়ে ভালো কথা শুনছি। একদম পারফেক্ট কম্বো নাকি। জাস্ট একটাই সমস্যা বিল্ড কোয়ালিটি নাকি প্লাস্টিকি ফিল হয়ে, আর ডিসপ্লে নাকির wobble করে (ওয়াবেল মানে হচ্ছে কাপা, যখন টাইপ করবেন বা কিছু তখন ডিসপ্লে দেখবেন সামনে পেছনে আসবে যাবে)। তবে এটা আহামরি কিছু না।
এখানে কথা হচ্ছে ভাই আপনি পার্মানেন্টলি বাসায় কাজ করার জন্য ডিভাইস কিনবেন নাকি হেনরি করে বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করবেন। যদি পার্মানেন্টলি বাসায় ব্যবহার করেন তাহলে পিসি বিল্ড আপ করাই ভালো। বাসায় যদি কাজ করেন পার্মানেন্টলি তাহলে পিসি নিয়ে নেন ভাই। বর্তমান সময় যদি GPU সহ নিতে না পারেন তাহলে আপাতত পিসিবির লাভ করেন কিছুদিন পরে আপনার সুবিধামতো GPU লাগিয়ে নেবেন। ল্যাপটপের তুলনায় পিসি অনেক ভালো যদি আপনি পার্মানেন্টলি বাসায় কাজ করেন।

আর যদি ভাই একটু বাহিরেও ব্যবহার করা লাগে সুবিধামতো কোথাও নিয়ে যাওয়া যায় এরকম চান তাহলে অবশ্যই ল্যাপটপ কিনতে হবে। একটু ভালো কনফিগের ভিতর ল্যাপটপ কিনে নিলেই হয়ে যাবে। যদিও আমি ল্যাপটপ ব্যবহার করি কারণ আমার ল্যাপটপ নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। ভার্সিটিতেও মাঝে মাঝে লাগে সেজন্য আমি ল্যাপটপ নিয়েছি। আমি MSI Modern 15 A5M (Rayzen 5 5500U 15.6" 8GB-Up to 64GB, 512GB SSD) FHD এর ল্যাপটপ ২০২১ সাল থেকে ব্যবহার করতেছি। আলহামদুলিল্লাহ আমারটার কোন সমস্যা হয়নি। আমি ল্যাপটপটা কিনেছি অনেক স্লিম এটা দেখে। কোথাও ক্যারি করে যেন নিতে পারি খুব সহজে সেজন্য এটা নিয়েছিলাম। আমার এই ল্যাপটপ দিয়ে যে পরিমাণ কাজ করি বা করছি তবুও সেই পারফরম্যান্স দিচ্ছে এখনো।

HP Victus 15-FB2072WM এটাও ভালো পারফরমেন্স ভাই। এটা ওভার আল এই বাজেটে সেরা ভাই। গেমিং ল্যাপটপ গুলা ভাই আসলেই ভালো পারফরম্যান্স করে। আপনি যদি কোথাও ক্যারি করতে চান কোন সময় আপনাদের সুবিধামতো তাহলে ল্যাপটপ নিয়ে নেন। HP এটা না নিয়ে যদি অন্য কোন ব্র্যান্ডে শিফট করতে চান তাহলে আমি Asus এর দিকে শিফট করতে বলবো।
Asus TUF Gaming A15 FA506NCR Ryzen 7 7435HS RTX 3050 4GB Graphics 15.6" FHD Gaming. এটাও দেখতে পারেন ভাই। আমি পরবর্তী সময়ে শিফ্ট করলে Asus এ শিফ্ট করবো। গেমিং এর দিক দিয়া Asus সেরা ভাই।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 22, 2024, 10:50:49 PM
Computer Mania তে এমন সিমিলার কনফিগের ল্যাপটপ ১-১.২ লাখে সেল হচ্ছে।

Mac নিয়ে আমার আইডিয়া নাই। আর পিসি বিল্ড করলে এই ব্যাজেটে জিপিইউ পাবো না। হেভি পারফরমেন্স লাগবে আবার পোর্টেবল হলেও ভালো লাগতো। যদিও কাস্টম পিসিকে কেউ টেক্কা দিতে পারবে না অবিয়েসলি। এখন আমার কি করা উচিত আপনাদের মতে। আরো টাকা জমায়ে বা এখন বিল্ড করে ৬ মাস পর জিপিইউ লাগানো উচিত নাকি Victus. নিয়ে  নেয়া উচিত?

বড় বড় মানুষের বড় বড় কাজ কাম। আমি ৩০ হাজার টাকার পটেটো পিসি ইউজ করতেছি ৩-৪ বছর ধরে, এখন অব্দি আলহামদুলিল্লাহ ভালোই। আপগ্রেড বলতে একটা RAM লাগাইছি ৮ জিবি, টোটাল ১৬ জিবি করছি। আর ৫১২ GB একাট SSD লাগাইছি। আমি যেসব কাজ করি, তার জন্য এর চাইতে বেশি লাগে না আমার। তবে আপনি যদি ভারি কাজ করেন, তাহলে তো ভালো পিসি লাগবেই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখছি যে মানুষ এক্সপেন্সিভ বিল্ড করে শখের বশে। তারপর সেটা সাধারন কাজেই ইউজ করে। প্রফেশনাল কাজ করলে ভিন্ন কথা। তখন সেরকম মানের একটা পিসি দরকার থাকেই। কিন্তু ডে টু ডে কাজের জন্য ৩০-৪০ হাজার টাকার বেশি খরচ করার কোনো মানে হয় না।

আমাদের এলাকার একজন টিচার, এক্সেল ওয়ার্ডে কাজ করার জন্য ৯০ হাজার টাকার পিসি বিল্ড করছে। উনি চাইলে ১০ হাজার টাকার ল্যাপটপেই সেটা করতে পারতো। এখন উনি আফসোস করে বলে, আমি তো এটা স্কুলে নিয়ে যাইতে পারি না। ছোট কাজের জন্য বাসায় যাওয়া লাগে। তো, ডিপেন্ড করবে আসলে আপনার ওপর। আপনি নিজেই ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। 
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 22, 2024, 10:35:39 PM
শুভ সকাল, ঘুম থেকে উঠে আমারে একটু সাজেশন দেন। Wink

তো মূল কথা হলো আমি অনেকদিন ধরে একটি ল্যাপটপ/পিসি কেনার জন্য টাকা জমাচ্ছি। ব্যাজেট +-১ লক্ষ টাকা। এখন কাস্টম পিসি বানাবো (GPU ছাড়া, কারন ১ এ GPU সম্ভব না), নাকি গেমিং ল্যাপটপ কিনবো (ডেডিকেটেড GPU সহ) বুঝতেছিনা। ছোট থেকে বড় সব ধরনেরই কাজ করবো। তাই যাই কিনি হাই কনফিগে ভালোটা নিতে চাই।

আমার মাথায় ১ টা মডেল যদিও আছে,

১. HP Victus 15-FB2082WM | 15.6″ FHD 144Hz ( Ryzen 5-8645HS, 8GB (up to 32), 512GB SSD, RTX4050 6GB, ~ ৯৩ হাজার ~

https://computermania.com.bd/product/hp-victus-15-ryzen-5-8645hs-gaming-laptop/

Computer Mania তে এমন সিমিলার কনফিগের ল্যাপটপ ১-১.২ লাখে সেল হচ্ছে।

Mac নিয়ে আমার আইডিয়া নাই। আর পিসি বিল্ড করলে এই ব্যাজেটে জিপিইউ পাবো না। হেভি পারফরমেন্স লাগবে আবার পোর্টেবল হলেও ভালো লাগতো। যদিও কাস্টম পিসিকে কেউ টেক্কা দিতে পারবে না অবিয়েসলি। এখন আমার কি করা উচিত আপনাদের মতে। আরো টাকা জমায়ে বা এখন বিল্ড করে ৬ মাস পর জিপিইউ লাগানো উচিত নাকি Victus. নিয়ে  নেয়া উচিত?

অনেকের কাছে এই মডেল নিয়ে ভালো কথা শুনছি। একদম পারফেক্ট কম্বো নাকি। জাস্ট একটাই সমস্যা বিল্ড কোয়ালিটি নাকি প্লাস্টিকি ফিল হয়ে, আর ডিসপ্লে নাকির wobble করে (ওয়াবেল মানে হচ্ছে কাপা, যখন টাইপ করবেন বা কিছু তখন ডিসপ্লে দেখবেন সামনে পেছনে আসবে যাবে)। তবে এটা আহামরি কিছু না।

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 22, 2024, 04:46:28 PM
এতো তামাশার কোনো দরকার নাই। আপনি আপনার এলাকায় কোথায় এজেন্ট ব্যাংকিং আছে, সেটা দেখেন। মেইন ব্রাঞ্চ গুলোতে এক এক জনের ভাবের জ্বালায় টেকা যায় না। কিন্তু এজেন্ট ব্যাংকিং থেকে একাউন্ট করবেন, সেখানে পরিচিত লোক পেয়ে যাবেন। আমার এলাকায় ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং আছে এবং এগুলো পরিচালনা করে পরিচিত লোকজন। সবাই জানে আমি অনলাইনে টুকিটাকি কাজ করি। তবুও আমি ব্যাংক এ অতো লেনদেন করি না।

আমার যা ক্যাশ করা লাগে, তা বিকাশ নগদেই নিয়ে আসি। ব্যাংক পেমেন্টে যে ডলার রেট দেয়, বিকাশ নগদে তার থেকে কিছু বেশি দেয়। খরচ বাদ দিলে প্রায় সমান সমান। ব্যাংক রিস্কি মনে হলে বিকাশ, নগদ আর রকেট মিলিয়ে দিনে ১ লাখ টাকা ক্যাশ করা কোনো ব্যাপারই না। হুদাই প্যাড়া নেওয়ার দরকার নাই।
সমস্যা হলে যেখানে আমার বাসা এবং যে ব্যাংক আমি ব্যবহার করি সেটার মেইন ব্রাঞ্চ একদমই কাছে হওয়াতে আর কোন এজেন্ট আশেপাশে নেই।

যাই হোক আপনার কি মনে হয় বিকাশ বা নগদ এর ট্রানজেকশন করলে আপনার একাউন্টে না অন্যের একাউন্টে ট্রানজেকশন হয়  Grin যদিও এইসব ঘাটাঘাটির জন্য সরাসরি কেন্দ্রীয় ব্যাংক হাত লাগায়। তবে আমাদের যে পরিমাণ ট্রানজেকশন হয় এই এমাউন্টে আসলে তারা কখনো ঘাটাঘাটি করবে না।

এমন এক বন্ধু বেশিরভাগ সময় বিকাশে ট্রানজেকশন করে ঠিক আপনি যে কারণ বললেন একই কারণে। তবে আমি হিসাব করে দেখেছি বিকাশে ট্রানজেকশন করতে গেলে অথবা নগদের কথা বললেও শেষমেষ  ক্যাশ আউট করতে গেলে ব্যাংকের থেকে কিছুটা হলেও  কম রেট পড়ে। আর যেহেতু এটা আমাদের বারবার করতে হয় তাই আমি এর জন্য মোবাইল ব্যাংকিং না করে সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা উঠাই।

তবে সব সময় চেষ্টা করি প্রতি মাসের শুরুর এক থেকে চার তারিখের মধ্যে সেল দেওয়ার এবং সেই সাথে সাথে একটা রাউন্ড ফিগারের অ্যামাউন্ট  ফর এক্সাম্পল- প্রতি মাসে ৫০ হাজার টাকা। এতে করে আমি মনে করি সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম।

UAE $40 বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন হোল্ডিং করেছে
ভাই যেসব দেশের লিডারদের মাথায় বুদ্ধি রয়েছে সেসব দেশ আগেভাগেই ক্রিপ্ত কে  বৈধতা দান করে  এখানে কাজ করে যাচ্ছে। সুইজারল্যান্ড এর মতন একটা দেশ তাদের একটা শহরের নামই দিয়েছে ক্রিপ্ত ভ্যালি। সেখান থেকে তারা প্রতিবছর ভালো একটা  ট্যাক্স জেনারেট করতে পারছে। 
আমাদের দেশের সরকার যে এগুলা কবে বুঝবে অন্তত আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে কোন আশা নাই। কারণ তাদের খুব শীঘ্রই নির্বাচন দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
Pages:
Jump to: