আমি কয়েকদিন যাবৎ অনেককেই প্রাইভেট মেসেজ করে বুঝানোর চেষ্টা করছি। আমরা চাচ্ছিলাম নতুন বছরে লোকাল বোর্ড এর জন্য এপ্লাই করতে। কিন্তু এই সময়ে এসে যদি কমিউনিটির এমন অবস্থা হয়, তাহলে কেমনে কি হবে? প্রাইভেট মেসেজ করে কয়েকজন কে রিকোয়েষ্ট করেছি এগুলো আর না করার জন্য। কিন্তু প্রতিটা কন্টেষ্ট আসলে সবাই ঝাপিয়ে পড়ে মেরিট এবিউজ করার জন্য। মনে হয় এটাই রেংক আপ করার সুযোগ। কালকে রাতে আমি একদম ব্রেইনলেস হয়ে গেছি। মনে হচ্ছে আমাদের লোকাল থ্রেড দেশের একটা জেলা থেকেই কন্ট্রোল হচ্ছে। থেমস এর বাড়িও সেখানেই মনে হচ্ছে।
যাই হোক যারা এই ধরনের গ্যাং এ রয়েছেন তাদের মনে হয় আমার আর নতুন করে ওয়ার্নিং করতে হবে না। আমি একটা কথা বলি সেটা হল একটা ফুল মেম্বার হতে মেরিট লাগে ১০০ টা এবং সিনিয়র মেম্বার হতে মেরিট লাগে ২৫০টা এবং হিরো মেম্বার হতে মেরিট লাগে ৫০০টা লেজেন্ডারি র্যাঙ্কের কথা বাদ দিলাম এখন ফুল মেম্বার হতে ১০০ টার মধ্যে কয়টা মেরিট অপব্যবহার করে নিতে পারবেন?
5-10 টা মেরিট বা ধরেন 20 টাই মেরিট বা ধরেন ৫০ টা মেরিট না হয় আপনারা অপব্যবহার করে নিলেন কিন্তু বাকি ৫০ টা বা বাকি আড়াইশোটা বা বাকি সাড়ে চারশটা তোর নিজেদের ভালো একটিভিটির জন্যই পাবেন, সো অযথা খুবই অল্প পার্সেন্ট এই মেরিট এর অপব্যবহার করা বাদ দিয়ে নিজের পূর্বের ভাল পোস্টগুলো এর দিকে খেয়াল রাখুন এবং এবং কি মিসিং আছে বর্তমানে আপনার সেটা আপনি নিজেই বুঝতে পারবেন সেগুলো ঠিক করুন এবং সেই স্ট্রেটেজিতে পোস্ট করুন। অযথা এই Lm, Z_MBFM বা আমরা অন্য যারা আছি এদের দ্বারা ক্রিটিসাইজ কেন হবেন। জানি সিগনেচার ক্যাম্পেইন অনেকের রুটি রোজির প্রধান অবলম্বন আর এই অবলম্বন সেই সোনার ডিম পারা হাঁসের মতন জবাই করে দিবেন না অল্প কয়টা মেরিট এর জন্য। সো কনটেস্ট এসেছে অংশগ্রহণ করুন সমস্যা নেই মেরিট অ্যাবিউজ কইরেন না।
জানিনা কে আমার কথা কে কিভাবে নিবেন কারণ পোষ্টের মধ্যে ভালো খারাপ দুটোই মিক্স করে বলেছি, ভালো লাগলে ভালো আর খারাপ লাগলে কিছু করার নাই আমরা বাঙালি ভাই। আর এখন আমার বাংলা গ্রামীণ ভাষায় একটা পচা কথা মনে পড়ে গেল " গু*য়া তোমার, এখন তোমার গু*য়া তুমি বাঁশ দিয়ে ফারবা নাকি কাঁচি দিয়ে ফারবা এটা তোমার বিষয়"
তবে ভাই এটা অস্বীকার করা যাবে না CLI বেইসড ইন্টারফেস ওয়ালা অ্যাপ্লিকেশন বলুন বা অপারেটিং সিস্টেম বলুন এগুলোর সুবিধা হল এরা লো কনফিগারেশনেরেও ভালো কর পারফরম্যান্স করতে পারে। তবে এটা যারা কোডিং প্রোগ্রামিং এর সাথে যুক্ত আছেন তাদের জন্য উপযুক্ত সবার জন্য না।
আর যারা CLI কি বা GUI কি বুঝতেছেন না আর বলতেছেন এরা কি আবোল-তাবোল কইতেছে তাদেরকে বলতেছি এটা ভাই কিছুই না শর্ট ফর্ম, Command Line Interface আরেকটি হইল Graphical interface,
Command line interface মানে হইল আপনাকে টাইপিং করে কমান্ড করতে হবে একটা অ্যাপ্লিকেশনবা সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে।
আর গ্রাফিক্যাল ইন্টারফেস এর সবচাইতে সহজ উদাহরণ মাউস দিয়ে ক্লিক করার মাধ্যমে ব্যবহার করতাছেন বা গ্রাফিক্যাল যা কিছু আপনি সামনে দেখতেছেন সেটাই হইল গ্রাফিক্যাল ইন্টারফেস। গ্রাফিক্যাল ইন্টারফেস এর একটা সুবিধা হল এরা ইউজার ফ্রেন্ডলি যে কেউ সহজেই এটাকে ব্যবহার করতে পারে কিন্তু কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করতে হইলে নলেজ লাগে কমান্ডগুলো সম্পর্কে। একটা জিনিস দেখবেন যে এপ্লিকেশনে গ্রাফিক্যাল জিনিসপত্র যত বেশি আমি বলতে চাইতেছে গ্রাফিক্স বেশি সেই ইন্টারফেস তত বেশি ভারী এবং সেটাকে ব্যবহার করতে হলে তত ভালো কনফিগারেশন এর কম্পিউটার বা ডিভাইস লাগবে।
তাই বর্তমানে দেখবেন যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য অ্যাপসগুলো যত সুবিধা হচ্ছে ব্যবহার করতে তত বেশি ভারী হচ্ছে আই মিন আগে ফেসবুক যেখানে ১০০ এমবি জায়গা দখল করতো এখন দেখবেন পাঁচ ছয় জিবি খাইতেছে।
কমান্ড লাইন ইন্টারফেসে বিষয়গুলো আবার ভিন্ন এখানে গ্রাফিক্স নাই খালি কমান্ড মারো আর কাজ কর।
আগের জামানায় কম্পিউটার ব্যবহার করতে হলে শুধুমাত্র কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করতে হতো তখন যেমন আপনি এখন একটি ফোল্ডারে ডাবল ক্লিক করেই ফোল্ডারের ভিতরে ঢুকতেছেন কমান্ড লাইন ইন্টারফেস এ আপনাকে এটা করার জন্য cd foldername ব্যাক এ আসতে হইলে cd.. আবার ড্রাইভ চেঞ্জ করতে হলে drivename: তারপরও যদি আমার দ্বারা বুঝতে না পারেন গুগলে সার্চ করে বুঝে নেন।
- JetBrains CLion
- IntelliJ IDEA (With Rust Plugin)
- Neovim
- Sublime Text
তবে ইস্ট অর ওয়েস্ট VS Code ইস দ্যা বেস্ট, এমন কোন প্লাগইন খুঁজে পাবেন না যা এখানে নাই।
বাই দ্যা ওয়ে শিশির ভাইকে ধন্যবাদ, আমার বহুদিন থেকে এই ধরনের আইডিয়াটা মাথায় ঘুরপাক খাচ্ছিল কয়েকবার বলেছিলামও যেটাকে আপনি আঞ্জাম দিয়েছেন আর অবশ্যই বিশাল সময় খরচ করেছেন এর পেছনে।
বাংলা কমিউনিটি থেকে আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখন লোকাল থ্রেডকেই আমরা অনেকটা লোকাল বোর্ডের মতন করে ব্যবহার করতে পারব।
আর BitCoinDream ভাইকে বলব শিশির ভাইয়ের এই পোস্টটাকে অবশ্যই অবশ্যই ওপিতে রাখবেন। আমি অলরেডি তার এই পোস্টকে বুক মার্ক করে রেখেছি মাঝে মধ্যে নিজের পোস্টটা নিজে খুঁজে পাই না এটা আমাকে বহুত সাহায্য করবে।
➦ ফোরাম রিলেটেড ইনফরমেটিভ পোষ্ট গুলো | | | Meta |
➦ বাংলা থ্রেড এর একটিভিটি ওভার ভিউ | | | Local Meta |
➦ টুলস এবং টিউটোরিয়াল পোষ্ট গুলো | | | Beginners and Help |
➦ বিটকয়েন এবং ক্রিপ্টো ও টেক রিলেটেড তথ্যবহুল পোষ্ট | | | Technical Discussion |
➦ গুরুত্বপূর্ণ অনুবাদ গুলো | | | Translations |
➦ অন্যান্য গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো | | | Others |