Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 4. (Read 3760784 times)

full member
Activity: 308
Merit: 124
April 18, 2024, 06:22:55 PM
সৌদি আরব শুধুমাত্র রসূল (সা) দেশ বলে সম্মান করি। সৌদি আরব এখন শুধুমাত্র নামেই মুসলিম দেশ। এই দেশে পাচ ওয়াক্ত নামাজ আর হজ্জ ছাড়া আর ভালো কি হয়? আরবদের মোড়াল বলতে এখন আর কিছুই নেই। যদিও এগুলোই কিয়ামতের আলামত যা আমাদের নবীজি অনেক আগেই বলে গেছেন। সৌদি আরব কোটি কোটি ডলার ব্যয় করে রোনালদো, নেইমারের মতো প্লেয়ারকে তাদের দেশে লীগে খেলানোর জন্য ব্যাস্ত। তাদের সরকার স্পোর্টস এ হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছে, তাদেরকে সেই দেশে যায়গা দেয়ার জন্য দেশের আইন পরিবর্তন করছে, অথচ তোমার স্বজাতি ভাই বোনেরা মারা যাচ্ছে, তুমি একটা শব্দ করছো না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, এক ফিলিস্তিনি বাচ্চা চিৎকার করে করে বলছে, "আইনাল আরব" অর্থাৎ আরবরা কোথায়? হে আমার রসূল, আপনি দেখেন, আপনার উম্মাত আমাদেরকে ত্যাগ করেছে। এগুলো দেখার পর সৌদি আরব এর শাসকদের প্রতি কোনো সম্মান থাকার কথা না।
হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, সৌদি আরবের এমন আচরন মোটেও পছন্দ করলাম না। যেখানে মুসলমানরা বিপদে পরে রয়েছে, সেখানে সৌদি আরব থেকে কোন পদক্ষেপ নিচ্ছেন না। আমারা মুসলমান একে অপরের ভাই তাই কোন মুসলমান বিপদে পরলে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। ভাই কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম সৌদি আরবে এখন গান বাজনার কনসার্ট হয়, আসলে এগুলো কিয়ামতের আলামত। সাধ্য তো নাই যুদ্ধ করে ফিলিস্তিনি ভাইয়েদের পাশে দাড়ানোর দুয়া করি ফিলিস্তিনি ভাইদের কে যেন আল্লাহ তায়ালা রক্ষা করেন এবং আল্লাহ যেন ইসরাইল দেশের সকল কে হেদায়েত দান করেন।
আরবরা যদি আরো ভয়াবহ অবস্থাও বিরাজ করে এবং খারাপ হয়েও যায় তবুও মহানবি সাঃ তাদের সম্পর্কে বাজে মন্তব্য করতে নিষেধ করেছেন। মক্কা মদিনার অবস্থা সামনের দিনগুলোতে আরো খারাপ হয়ে যাবে বিশেষ করে সৌদি আরবের আইন শৃঙ্খলা ও রাষ্ট্রীয় বিধি আরো বাজে অবস্থায় গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সম্পর্কে খারাপ মন্তব্য করতে নিষেধ করেছেন।
গান-বাজনা একটু দূরে থাক বর্তমানে সৌদি আরবে সিনেমা হল পর্যন্ত প্রতিষ্ঠা করা হয়েছে।
তাছাড়া পৃথিবীর সমস্ত দেশ মিলে যত সংখ্যক খাবার নষ্ট করা হয় তার চেয়ে বেশি খাবার নষ্ট হয় সৌদি আরবে অথচ সৌদি আরবের এই খাবার নষ্ট না করে যদি অসহায় দেশগুলোতে দিয়ে দেওয়া হয় তাহলে অনায়াসে কয়েকটা দেশ সচ্ছলভাবে চলতে পারবে।
যাহোক সৌদি আরবের মানুষের আচরণ নিয়ে কোন প্রকার মন্তব্য করতে চাই না এবং করাও উচিত হবে না। আল্লাহ পৃথিবীর সকল সমস্যা দূর করে দিন এবং আমার ফিলিস্তিনি বাসির উপর তোমার শান্তি নাযিল করুন।
hero member
Activity: 826
Merit: 753
Living Life with Hemophilia🤡
April 18, 2024, 02:02:41 PM
মার্কেট সারাজীবন এইরকম থাকবে না ভাই। কোভিড এর সময় প্রাথমিক দিকে মার্কেট অনেক ডাউন গেলেও পরবর্তীতে আমরা কোভিড থাকাকালীন মার্কেটকে অনেক উপরে যেতে দেখেছি। এই যে যুদ্ধের কারনে মার্কেটে ধ্বস নামছে সেটা কি সবসময় থাকবে? না। যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান মার্কেটে ঢুকছে, পাম্প করবেই। বর্তমানে মার্কেটে প্রতিদিন যা সাপ্লাই হচ্ছে, সেটা কয়েকদিন পর অর্ধেকে নামবে। মানে শীঘ্রই মার্কেটে কয়েনের ডিমান্ডের চেয়ে সাপ্লাই কমে যাবে।
এ জায়গায়ই তো গ্যাঞ্জাম ভাই যখন Greed লেভেল হাই থাকে তখন আমরা ভয় পাই না ইনভেস্ট করতে এবং আর যখন মার্কেট Frear লেভেল  এ থাকে তখন আমরা ইনভেস্ট করতে ভয় পাই বা তখন মার্কেটে ইনভেস্ট কম করি। এটাও স্বাভাবিক যে যখন একটা জিনিসের দাম বাড়ে তখন সবার নজর সেখানে যায়।
তবে যারা এক বছর আগেও বিটকয়েন ইনভেস্টমেন্ট করেছে এবং ধৈর্য ধরে এ পর্যন্ত বসে ছিল তারাও আজকে দ্বিগুণ প্রফিট অর্জন করেছে। আমার নিজের ক্ষেত্রেই হয়েছে আমার ২০০ ডলারের অ্যামাউন্ট ৪০০ ডলারে পরিণত হয়েছে তাও যখন বিটকয়েন ৫৬ হাজারে ছিল।
আজকে একটি tranthidung টপিক ক্রিয়েট করেছে সেই টপিকের টাইটেল মনে পড়ে গেল বিটকয়েন এর ইনভেস্টমেন্টে প্রয়োজন সঠিক নলেজ, এর প্রতি বিশ্বাস গড়ে তোলা , তারপরে ইনভেস্টমেন্ট এর মাধ্যমে সাকসেস আসবে।

সৌদি আরব শুধুমাত্র রসূল (সা) দেশ বলে সম্মান করি। সৌদি আরব এখন শুধুমাত্র নামেই মুসলিম দেশ। এই দেশে পাচ ওয়াক্ত নামাজ আর হজ্জ ছাড়া আর ভালো কি হয়? আরবদের মোড়াল বলতে এখন আর কিছুই নেই। যদিও এগুলোই কিয়ামতের আলামত যা আমাদের নবীজি অনেক আগেই বলে গেছেন। সৌদি আরব কোটি কোটি ডলার ব্যয় করে রোনালদো, নেইমারের মতো প্লেয়ারকে তাদের দেশে লীগে খেলানোর জন্য ব্যাস্ত। তাদের সরকার স্পোর্টস এ হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছে, তাদেরকে সেই দেশে যায়গা দেয়ার জন্য দেশের আইন পরিবর্তন করছে, অথচ তোমার স্বজাতি ভাই বোনেরা মারা যাচ্ছে, তুমি একটা শব্দ করছো না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, এক ফিলিস্তিনি বাচ্চা চিৎকার করে করে বলছে, "আইনাল আরব" অর্থাৎ আরবরা কোথায়? হে আমার রসূল, আপনি দেখেন, আপনার উম্মাত আমাদেরকে ত্যাগ করেছে। এগুলো দেখার পর সৌদি আরব এর শাসকদের প্রতি কোনো সম্মান থাকার কথা না।
বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক এর কথা বললে আমি এই সৌদি আরবের শাসকদের কথা আমি বলব, একটু আগে খবর এর মাধ্যমে জানলাম যে ইরা*নের ইজরাইলের উপর হা*মলার পূর্ব প্ল্যানিং সম্পর্কে আমেরিকা এবং ইজরা*ইলকে সৌদি আরব এবং জর্ডান এরা গুপ্ত*চর ভিত্তি করেছে, তাছাড়া জর্ডান সরাসরি তাদের যুদ্ধবিমান গুলো দিয়ে সহায়তা করেছে ইসরা*ইলকে। সৌদি এর কোটি কোটি ডলার ব্যয় করে রোনাল তো নেইমার কে তাদের দেশের লিগে খেলানো এর বিষয়টা না হয় এক সাইডে রাখলাম কিন্তু এদের জন্য যে দেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন চলতো সেখানে আইন শিথিল করা হয়েছে যেমনঃ মদ, তা ছাড়া বিবাহ বহির্ভূত নারী পুরুষ একত্রে থাকার আইন শিথিল করা হয়েছে। আইন আস্তে আস্তে সব জায়গায় শিথিল হচ্ছে।

ধন্যবাদ ভাই। আমি পড়েসি সবগুলো এ্যান্ড অনেক কিছু জানতে পেড়েছি। ফোরামের অনেক কিছু জানতাম না কিন্তু আখ্ন অনেক কিছু জানি এ্যান্ড বুজতে পার্সি ভাই।
সত্যি ভাই পড়েছেন তো? পড়ে এবং বুঝে থাকলে অভিনন্দন। কারণ DYING_S0UL যেসব লিংক দিয়েছে এইগুলো কিন্তু বিশাল, এগুলো কিছু কিছু ইউজার এর বুঝতে ১২ ঘন্টা কি ১২ মাসেরও বেশি সময় লাগে।
যাই হোক আপনাকে আমি জাস্ট একটা লিস্ট হাতে ধরিয়ে দিতে চাই,  যেহেতু বলেছিলেন ফোরাম সম্পর্কে জানতে এবং শিখতে চান এই লিস্টটি যদি আপনি ভালোভাবে মনোযোগ সহকারে বুঝতে এবং শিখতে পারেন তাহলে আপনি অনেকটা মাস্টার লেভেলে চলে যাবেন। - https://bitcointalksearch.org/topic/some-important-bitcointalk-guide-for-beginners-5275357
আর অবশ্যই যখন আপনি প্রতিটা টপিক পড়তে যাবেন হয়তো অবশ্যই ভাষাগত দিক থেকে সমস্যা ফেস করতে পারেন এর জন্য গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন তারপরও যেসব জিনিসে সমস্যা ফেস করবেন বা বুঝতে পারবেন না সেগুলো আমাদের লোকাল বোর্ডে এসে প্রশ্ন করবেন এবং লোকাল  বোর্ডে উত্তর না পেলে সরাসরি Beginners and help বোর্ডে টপিক খুলবেন। আপনার জন্য শুভকামনা।
brand new
Activity: 0
Merit: 0
April 18, 2024, 01:32:30 PM
আমি ফোরাম সম্পর্কে জানতে চাই এবং শিখতে চাই। আপনারা সাহায্য করবেন প্লিজ।
স্বাগতম নতুন ইউজার  Smiley

যদি ইংরেজি ভালো বোঝেন তাহলে নিচের পোস্টগুলো পড়ার চেষ্টা করুন, আশা করি বিটকয়েনটক সম্পর্কে আইডিয়া পাবেন। যেকোনো সমস্যায় লোকাল বোর্ডে (বাংলা) প্রশ্ন করতে পারবেন।




যদি ইংরেজিতে সমস্যা হয় তাহলে নিচের কোট করা পোস্টগুলে পড়ুন।


ধন্যবাদ ভাই। আমি পড়েসি সবগুলো এ্যান্ড অনেক কিছু জানতে পেড়েছি। ফোরামের অনেক কিছু জানতাম না কিন্তু আখ্ন অনেক কিছু জানি এ্যান্ড বুজতে পার্সি ভাই।
full member
Activity: 350
Merit: 218
Cashback 15%
April 18, 2024, 11:04:53 AM
সৌদি আরব শুধুমাত্র রসূল (সা) দেশ বলে সম্মান করি। সৌদি আরব এখন শুধুমাত্র নামেই মুসলিম দেশ। এই দেশে পাচ ওয়াক্ত নামাজ আর হজ্জ ছাড়া আর ভালো কি হয়? আরবদের মোড়াল বলতে এখন আর কিছুই নেই। যদিও এগুলোই কিয়ামতের আলামত যা আমাদের নবীজি অনেক আগেই বলে গেছেন। সৌদি আরব কোটি কোটি ডলার ব্যয় করে রোনালদো, নেইমারের মতো প্লেয়ারকে তাদের দেশে লীগে খেলানোর জন্য ব্যাস্ত। তাদের সরকার স্পোর্টস এ হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছে, তাদেরকে সেই দেশে যায়গা দেয়ার জন্য দেশের আইন পরিবর্তন করছে, অথচ তোমার স্বজাতি ভাই বোনেরা মারা যাচ্ছে, তুমি একটা শব্দ করছো না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, এক ফিলিস্তিনি বাচ্চা চিৎকার করে করে বলছে, "আইনাল আরব" অর্থাৎ আরবরা কোথায়? হে আমার রসূল, আপনি দেখেন, আপনার উম্মাত আমাদেরকে ত্যাগ করেছে। এগুলো দেখার পর সৌদি আরব এর শাসকদের প্রতি কোনো সম্মান থাকার কথা না।
হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, সৌদি আরবের এমন আচরন মোটেও পছন্দ করলাম না। যেখানে মুসলমানরা বিপদে পরে রয়েছে, সেখানে সৌদি আরব থেকে কোন পদক্ষেপ নিচ্ছেন না। আমারা মুসলমান একে অপরের ভাই তাই কোন মুসলমান বিপদে পরলে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। ভাই কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম সৌদি আরবে এখন গান বাজনার কনসার্ট হয়, আসলে এগুলো কিয়ামতের আলামত। সাধ্য তো নাই যুদ্ধ করে ফিলিস্তিনি ভাইয়েদের পাশে দাড়ানোর দুয়া করি ফিলিস্তিনি ভাইদের কে যেন আল্লাহ তায়ালা রক্ষা করেন এবং আল্লাহ যেন ইসরাইল দেশের সকল কে হেদায়েত দান করেন।
hero member
Activity: 462
Merit: 767
#SWGT CERTIK Audited
April 18, 2024, 09:38:48 AM
রাজনীতিতে মোড় যেকোন দিকে নিতে পারে। আমি মূলত আরব দেশগুলোর উপর দোষারোপ করব বিশেষ করে সৌদি আরব যদি ভালোভাবে বিষয়টি সমাধান করে দেয় তাহলে মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু সৌদি আরব নিজেই বিষয়টি নিয়ে জোরালোভাবে পদক্ষেপ গ্রহণ করে না। সৌদির সাথে আমেরিকার ভালো সম্পর্ক থাকবে এটা সৌদি আরব কখনো নষ্ট করতে চায় না এজন্যই হয়তো ইসরাইল ও ফিলিস্তিনি ইস্যুটা সৌদি আরবের কাছে খুব গুরুত্ব পায় না।

সৌদি আরব শুধুমাত্র রসূল (সা) দেশ বলে সম্মান করি। সৌদি আরব এখন শুধুমাত্র নামেই মুসলিম দেশ। এই দেশে পাচ ওয়াক্ত নামাজ আর হজ্জ ছাড়া আর ভালো কি হয়? আরবদের মোড়াল বলতে এখন আর কিছুই নেই। যদিও এগুলোই কিয়ামতের আলামত যা আমাদের নবীজি অনেক আগেই বলে গেছেন। সৌদি আরব কোটি কোটি ডলার ব্যয় করে রোনালদো, নেইমারের মতো প্লেয়ারকে তাদের দেশে লীগে খেলানোর জন্য ব্যাস্ত। তাদের সরকার স্পোর্টস এ হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছে, তাদেরকে সেই দেশে যায়গা দেয়ার জন্য দেশের আইন পরিবর্তন করছে, অথচ তোমার স্বজাতি ভাই বোনেরা মারা যাচ্ছে, তুমি একটা শব্দ করছো না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, এক ফিলিস্তিনি বাচ্চা চিৎকার করে করে বলছে, "আইনাল আরব" অর্থাৎ আরবরা কোথায়? হে আমার রসূল, আপনি দেখেন, আপনার উম্মাত আমাদেরকে ত্যাগ করেছে। এগুলো দেখার পর সৌদি আরব এর শাসকদের প্রতি কোনো সম্মান থাকার কথা না।
member
Activity: 420
Merit: 52
April 18, 2024, 03:01:58 AM
এমন জীবন তুমি করিও গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন।

হয়তো এই লোকটার সান্নিধ্য আর পাওয়া যাবে না। যারা হজ করতে গেছে তারা হয়তো এই লোকটিকে দেখে থাকবে। কিন্তু আজ থেকেই লোকটি কেউ আর বিনামূল্যে পানি বিতরণ করতে দেখা যাবে না। কথাটি বলছি মদিনায় বিনামূল্যে খাবার পানি চা কফি ও রুটি বিতরণ করা ইসমাইল শেখের কথা। ইসমাইল সেখ পৃথিবীতে আর নেই না ফেরার দেশে আল্লাহতালার কাছে হাজিরা দিতে চলে গেছেন।



ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহতালা এই ইসলামের মেহনত ও মেহমানদারিত্বের জন্য এনাকে কবুল করুন এবং জান্নাতে সুউচ্চ মাকামে স্থান দিক।
sr. member
Activity: 308
Merit: 311
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
April 18, 2024, 02:42:27 AM
আমি ফোরাম সম্পর্কে জানতে চাই এবং শিখতে চাই। আপনারা সাহায্য করবেন প্লিজ।
স্বাগতম নতুন ইউজার  Smiley

যদি ইংরেজি ভালো বোঝেন তাহলে নিচের পোস্টগুলো পড়ার চেষ্টা করুন, আশা করি বিটকয়েনটক সম্পর্কে আইডিয়া পাবেন। যেকোনো সমস্যায় লোকাল বোর্ডে (বাংলা) প্রশ্ন করতে পারবেন।




যদি ইংরেজিতে সমস্যা হয় তাহলে নিচের কোট করা পোস্টগুলে পড়ুন।


LDL
hero member
Activity: 560
Merit: 581
April 17, 2024, 04:33:22 PM
যুদ্ধ বেধে গেলে এটা ৩য় বিশ্বযুদ্ধে রুপ নিতে পারে। কিন্তু আমি মিডল ইষ্ট এর কয়েকটা দেশের ভাবসাব কিছুই বুঝি না। এরা আসলে কার পক্ষে আর কার বিপক্ষে কিছু বুঝা মুশকিল। ইরান যে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে, এটা আসলে গোয়েন্দা সংস্থার রিপোর্ট করার আগে আমেরিকার কাছে জানিয়ে দেয়া হয়েছে। তার পর আমেরিকা গোয়েন্দা দিয়ে তথ্য নিশ্চিত হয়েছে। আর এই কাজ টা করেছে সৌদি আরব। তারা আসলে কার পক্ষে কাজ করে আল্লাহ জানে। যুদ্ধ বেধে গেলে না জানি সৌদি ইসরায়েলের পক্ষে থাকে। অঅর এদিকে আরেক দেশ জর্ডান ইরানের বেশিরভাগ রকেট তাদের আকাশ সীমায় আটকে দিয়েছে। জর্ডান নাকি ইরানের বিরুদ্ধে। এরকম হলে কি হবে বুঝি না। এদিকে রাশিয়া আবার ইরানের পক্ষে।

ভাই ইরান এমন একটা দেশ যেখানে ইরান সে দেশের মানুষকে কেউ যদি মেরে ফেলে তাহলে সেই লাশ দেখে আগে প্রতিশোধ নেয়।  তারপরে তারা লাশের জানাজা দেয় এখন ইরানের আশেপাশে যে সকল দেশ আছে এটা যদি ইরানের সাথে উল্টাপাল্টা কিছু করে, তাহলে এটার ফলাফল যে ভালো হবে না তারা ভালোভাবেই জানে। এখন এখানে মূল সমস্যাটা হচ্ছে স্থানীয় রাজনীতি, অনেক দেশের সাথে ইসরাইলের খুব ভালো সম্পর্ক বা স্থানীয় রাজনৈতিক কারণে ইসরাইলের পক্ষ নিয়েছে। কিন্তু অনেক আরব দেশ আবার বলেছে তাদের আরব দেশে ভূমি থেকে ইরানকে আক্রমণের জন্য সুযোগ দিবে না। এখন সামনে দেখতে হবে যে আসলে পলিটিক্স কোন দিকে মোড় নেয়।
রাজনীতিতে মোড় যেকোন দিকে নিতে পারে। আমি মূলত আরব দেশগুলোর উপর দোষারোপ করব বিশেষ করে সৌদি আরব যদি ভালোভাবে বিষয়টি সমাধান করে দেয় তাহলে মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু সৌদি আরব নিজেই বিষয়টি নিয়ে জোরালোভাবে পদক্ষেপ গ্রহণ করে না। সৌদির সাথে আমেরিকার ভালো সম্পর্ক থাকবে এটা সৌদি আরব কখনো নষ্ট করতে চায় না এজন্যই হয়তো ইসরাইল ও ফিলিস্তিনি ইস্যুটা সৌদি আরবের কাছে খুব গুরুত্ব পায় না। তবে যেহেতু এখানে ইরান জড়িত হয়েছে এবং আরো কিছু মুসলমান কান্ট্রি এখানে যুক্ত হয়েছে তো এখন শান্তির জন্য হলেও একটি মীমাংস হতে পারে। যদি ইরান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র নাক না গলায় তাহলে যুদ্ধ না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আমেরিকা হচ্ছে সকল নাটের গুরু এবং অস্ত্র বিক্রি করার জন্য আমেরিকা যে কোন খারাপ সিদ্ধান্ত নিতেও দ্বিধাবোধ করে না। ইসরাইল নিজেরা খুব একটা বেশি এই মুহূর্তে আগ্রাসী ভূমিকায় নেই এবং তাদের মধ্যে যুদ্ধ বিরতি নেওয়ার একটা প্রস্তুতি ছিল কিন্তু শুধুমাত্র আমেরিকার জন্য এখন পর্যন্ত ইসরাইল ও ইউক্রেন যুদ্ধবিরতি নিচ্ছে না। আমেরিকা এই দুটো দেশের প্রতি নাড়াচাড়া দিচ্ছে তো এজন্যই হয়তো খুব সহজে সমাধান হওয়া সম্ভাবনা নেই। দেখি আল্লাহ পাক আমাদেরকে আর কত যুদ্ধ বিগ্রহ হত্যা মৃত্যু ও আরো অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি করে।
sr. member
Activity: 1036
Merit: 258
★Bitvest.io★ Play Plinko or Invest!
April 17, 2024, 04:29:43 AM
যুদ্ধ বেধে গেলে এটা ৩য় বিশ্বযুদ্ধে রুপ নিতে পারে। কিন্তু আমি মিডল ইষ্ট এর কয়েকটা দেশের ভাবসাব কিছুই বুঝি না। এরা আসলে কার পক্ষে আর কার বিপক্ষে কিছু বুঝা মুশকিল। ইরান যে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে, এটা আসলে গোয়েন্দা সংস্থার রিপোর্ট করার আগে আমেরিকার কাছে জানিয়ে দেয়া হয়েছে। তার পর আমেরিকা গোয়েন্দা দিয়ে তথ্য নিশ্চিত হয়েছে। আর এই কাজ টা করেছে সৌদি আরব। তারা আসলে কার পক্ষে কাজ করে আল্লাহ জানে। যুদ্ধ বেধে গেলে না জানি সৌদি ইসরায়েলের পক্ষে থাকে। অঅর এদিকে আরেক দেশ জর্ডান ইরানের বেশিরভাগ রকেট তাদের আকাশ সীমায় আটকে দিয়েছে। জর্ডান নাকি ইরানের বিরুদ্ধে। এরকম হলে কি হবে বুঝি না। এদিকে রাশিয়া আবার ইরানের পক্ষে।

ভাই ইরান এমন একটা দেশ যেখানে ইরান সে দেশের মানুষকে কেউ যদি মেরে ফেলে তাহলে সেই লাশ দেখে আগে প্রতিশোধ নেয়।  তারপরে তারা লাশের জানাজা দেয় এখন ইরানের আশেপাশে যে সকল দেশ আছে এটা যদি ইরানের সাথে উল্টাপাল্টা কিছু করে, তাহলে এটার ফলাফল যে ভালো হবে না তারা ভালোভাবেই জানে। এখন এখানে মূল সমস্যাটা হচ্ছে স্থানীয় রাজনীতি, অনেক দেশের সাথে ইসরাইলের খুব ভালো সম্পর্ক বা স্থানীয় রাজনৈতিক কারণে ইসরাইলের পক্ষ নিয়েছে। কিন্তু অনেক আরব দেশ আবার বলেছে তাদের আরব দেশে ভূমি থেকে ইরানকে আক্রমণের জন্য সুযোগ দিবে না। এখন সামনে দেখতে হবে যে আসলে পলিটিক্স কোন দিকে মোড় নেয়।
hero member
Activity: 462
Merit: 767
#SWGT CERTIK Audited
April 17, 2024, 01:52:58 AM
ভাই ইরান এবং ইসরাইলের যুদ্ধ এর কারণে গোটা পৃথিবী এখন হুমকির মুখে। কারণ তারা যাদি যুদ্ধ বাধিয়ে ফেলে ভালোভাবে। তাহলে গোটা বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্যের সব দেশগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এটা ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধ গোটা বিশ্বকে আরো ক্ষতিগ্রস্ত করে তুলবে।
 

যুদ্ধ বেধে গেলে এটা ৩য় বিশ্বযুদ্ধে রুপ নিতে পারে। কিন্তু আমি মিডল ইষ্ট এর কয়েকটা দেশের ভাবসাব কিছুই বুঝি না। এরা আসলে কার পক্ষে আর কার বিপক্ষে কিছু বুঝা মুশকিল। ইরান যে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে, এটা আসলে গোয়েন্দা সংস্থার রিপোর্ট করার আগে আমেরিকার কাছে জানিয়ে দেয়া হয়েছে। তার পর আমেরিকা গোয়েন্দা দিয়ে তথ্য নিশ্চিত হয়েছে। আর এই কাজ টা করেছে সৌদি আরব। তারা আসলে কার পক্ষে কাজ করে আল্লাহ জানে। যুদ্ধ বেধে গেলে না জানি সৌদি ইসরায়েলের পক্ষে থাকে। অঅর এদিকে আরেক দেশ জর্ডান ইরানের বেশিরভাগ রকেট তাদের আকাশ সীমায় আটকে দিয়েছে। জর্ডান নাকি ইরানের বিরুদ্ধে। এরকম হলে কি হবে বুঝি না। এদিকে রাশিয়া আবার ইরানের পক্ষে।

ভাই আপনাকে মেসেজ দিছিলাম টেলিগ্রামে ।
টেলিগ্রামে অনেক বেশি গ্রুপ আর চ্যানেলে জয়েন করার কারনে মেসেজ নিচে চলে যায়। আপনি এখানে না বললে আমি জানতাম না আপনি মেসেজ দিছেন। রিপ্লাই দিছি দেখেন।

সকালেই উঠে দেখি ৮০০ মেরিট হয়ে গেলো। বাহ্, সুন্দর তো  Grin
legendary
Activity: 1960
Merit: 1908
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 17, 2024, 01:39:07 AM
বেশি কিছু বল্লাম না, কার কতো লস গেলো? এই লস থেকে রিকভার করা সম্ভব কিনা আদেও জানিনা। এক পা এক পা করে যত উপরে উঠছিল সবাই এক ধাক্কায় মাটিতে পড়ে গেলো।  Smiley
সিগনেচার করে সপ্তাহে যা পেয়েছিলে তা জমা করে ৫০০ ডলার পরিমান হয়েছিল কিন্তু কি বুঝে বিটকয়েন বিক্রি করে দিয়ে Internet Computer (ICP) টোকেন কিনেছিলাম 18 ডলারের উপর করে কিন্তু বর্তমানে মার্কেট ধপাস করে নেমে যাওয়া আমার মূলধন প্রায় অর্ধেক পরিমাণে নেমে এসেছে। কিসের কারণে বিটকয়েন বিক্রি করে দিয়ে এই সমস্ত কয়েন কিনতে গেলাম মাথায় ধরে না। তবে বিটকয়েন হালবিং এর আগে মার্কেটের যে কন্ডিশন তাতে করে আমার মনে হচ্ছে না এই বছর মার্কেট সর্বোচ্চ পজিশনে যেতে পারে। যাহোক কান ধরে শপথ নিলাম ভাই আর কখনো বিনিয়োগ করতে যাব না কোন কারণে যদি মার্কেট পূর্বের অবস্থায় চলে যায় তাহলে ICP বিক্রি করে দিয়ে ডলারগুলো রিকভারি করতাম। তবে মার্কেট যে কারণে কমেছে সেই কারণটা যদি সমাধান হয়ে যায় তাহলে হয়তো মার্কেট উঠতে পারে। এটা আমি আমার মনগড়া কথা বললাম বাকিটা আল্লাহ পাকের উপর ছেড়ে দিলাম।
মার্কেট সারাজীবন এইরকম থাকবে না ভাই। কোভিড এর সময় প্রাথমিক দিকে মার্কেট অনেক ডাউন গেলেও পরবর্তীতে আমরা কোভিড থাকাকালীন মার্কেটকে অনেক উপরে যেতে দেখেছি। এই যে যুদ্ধের কারনে মার্কেটে ধ্বস নামছে সেটা কি সবসময় থাকবে? না। যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান মার্কেটে ঢুকছে, পাম্প করবেই। বর্তমানে মার্কেটে প্রতিদিন যা সাপ্লাই হচ্ছে, সেটা কয়েকদিন পর অর্ধেকে নামবে। মানে শীঘ্রই মার্কেটে কয়েনের ডিমান্ডের চেয়ে সাপ্লাই কমে যাবে।
sr. member
Activity: 1036
Merit: 258
★Bitvest.io★ Play Plinko or Invest!
April 17, 2024, 01:26:31 AM
তবে ইজরায়েল আর ইরানের ওয়ার একটা এফেক্ট তো সব বাজারেই করেছে। ক্রিপ্টো মার্কেটেও তার ব্যাতিক্রম না। আমরা ধরে নিয়েছিলাম বিটকয়েন আপাতত আর ডাম্প করবে না। তবে সবাইকে ভুল প্রমান করে দিয়ে বিটকয়েন নিজের মতো করে ক্যান্ডেল বানাচ্ছে।

ভাই ইরান এবং ইসরাইলের যুদ্ধ এর কারণে গোটা পৃথিবী এখন হুমকির মুখে। কারণ তারা যাদি যুদ্ধ বাধিয়ে ফেলে ভালোভাবে। তাহলে গোটা বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্যের সব দেশগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এটা ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধ গোটা বিশ্বকে আরো ক্ষতিগ্রস্ত করে তুলবে।
ভাই আপনাকে মেসেজ দিছিলাম টেলিগ্রামে ।

বেশি কিছু বল্লাম না, কার কতো লস গেলো? এই লস থেকে রিকভার করা সম্ভব কিনা আদেও জানিনা। এক পা এক পা করে যত উপরে উঠছিল সবাই এক ধাক্কায় মাটিতে পড়ে গেলো।  Smiley

ভাই আমার কোনো ইনভেস্ট ও নাই লস ও নাই ।  Grin
brand new
Activity: 0
Merit: 0
April 16, 2024, 12:50:18 PM
আসসালামু আলাইকুম আমার সকল দেশি ভাইদের। আমি একজন নতুন মেম্বার এখানে। আমি বিগিনার্স এন্ড হেলপ এ পোস্ট করেছিলাম ওখান থেকে আমি এই লোকাল বোর্ডের কথা জানতে পারি। আজকে খুঁজে খুঁজে এই লোকাল বোর্ড খুজে পেলাম । আপনারা সবাই কেমন আছেন ভাই। আমি ফোরাম সম্পর্কে কিছুই জানিনা যেটুকু জানি আমার এক বন্ধুর মাধ্যমে এটা সম্পর্কে শুনেছি। আমি ফোরাম সম্পর্কে জানতে চাই এবং শিখতে চাই। আপনারা সাহায্য করবেন প্লিজ।
copper member
Activity: 2128
Merit: 1241
Need a Bounty Manager? t.me/shasan32
April 16, 2024, 11:59:18 AM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#8)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যাদের মেরিট ৫০০  বা তার বেশি তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-custom-exch-cryptosteel-capsule-8-5493042
Quote
full member
Activity: 350
Merit: 218
Cashback 15%
April 16, 2024, 07:41:16 AM
সিগনেচার করে সপ্তাহে যা পেয়েছিলে তা জমা করে ৫০০ ডলার পরিমান হয়েছিল কিন্তু কি বুঝে বিটকয়েন বিক্রি করে দিয়ে Internet Computer (ICP) টোকেন কিনেছিলাম 18 ডলারের উপর করে কিন্তু বর্তমানে মার্কেট ধপাস করে নেমে যাওয়া আমার মূলধন প্রায় অর্ধেক পরিমাণে নেমে এসেছে। কিসের কারণে বিটকয়েন বিক্রি করে দিয়ে এই সমস্ত কয়েন কিনতে গেলাম মাথায় ধরে না। তবে বিটকয়েন হালবিং এর আগে মার্কেটের যে কন্ডিশন তাতে করে আমার মনে হচ্ছে না এই বছর মার্কেট সর্বোচ্চ পজিশনে যেতে পারে। যাহোক কান ধরে শপথ নিলাম ভাই আর কখনো বিনিয়োগ করতে যাব না কোন কারণে যদি মার্কেট পূর্বের অবস্থায় চলে যায় তাহলে ICP বিক্রি করে দিয়ে ডলারগুলো রিকভারি করতাম। তবে মার্কেট যে কারণে কমেছে সেই কারণটা যদি সমাধান হয়ে যায় তাহলে হয়তো মার্কেট উঠতে পারে। এটা আমি আমার মনগড়া কথা বললাম বাকিটা আল্লাহ পাকের উপর ছেড়ে দিলাম।
আপনার বিটকয়েন বিক্রি করাটা ভুল সিদ্ধান্ত ছিল। আপনি বেশি লাভের জন্য অল্টকয়েনে বিনিয়োগ করেছিলেন, পরিশেষে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। অল্টকয়েনে বিনিয়োগ করে যেমন বেশি লাভ করা যায়, ঠিক তেমনি বেশি ঝুঁকি জড়িত রয়েছে। বিটকয়েনে বেশি পরিমানে লাভ না হলেও, ঝুকি খুবই কম রয়েছে। বিটকয়েনের দাম ডাম্পিং করলে আবার কিছুদিন ধৈর্য ধরে হোল্ড করলে রিকোভার হয়ে যায়। আপনি যদি বিটকয়েন হোল্ড করে রাখতেন তবুও লাভ না হলেও এত লস হতো না। আপনার যেহেতু অনেক লস হয়ে গেছে এখন ধৈর্য ধরে অপেক্ষা করুন দেখুন মার্কেট সাবেক অবস্থায় ফিরে কিনা।

মার্কেট অনেক ডাউন হয়েছে, বিটকয়েন ৬২ হাজারে রয়েছে। এইটাই কি হালভিং এর আগে ডাম্পিং? নাকী আরো অনেক কমে যাওয়ার সম্ববনা রয়েছে। যারা বিটকয়েন কিনে নাই তাদের জন্য সুযোগ চলে আসতে চলেছে।
full member
Activity: 308
Merit: 124
April 15, 2024, 11:20:29 PM
বেশি কিছু বল্লাম না, কার কতো লস গেলো? এই লস থেকে রিকভার করা সম্ভব কিনা আদেও জানিনা। এক পা এক পা করে যত উপরে উঠছিল সবাই এক ধাক্কায় মাটিতে পড়ে গেলো।  Smiley
সিগনেচার করে সপ্তাহে যা পেয়েছিলে তা জমা করে ৫০০ ডলার পরিমান হয়েছিল কিন্তু কি বুঝে বিটকয়েন বিক্রি করে দিয়ে Internet Computer (ICP) টোকেন কিনেছিলাম 18 ডলারের উপর করে কিন্তু বর্তমানে মার্কেট ধপাস করে নেমে যাওয়া আমার মূলধন প্রায় অর্ধেক পরিমাণে নেমে এসেছে। কিসের কারণে বিটকয়েন বিক্রি করে দিয়ে এই সমস্ত কয়েন কিনতে গেলাম মাথায় ধরে না। তবে বিটকয়েন হালবিং এর আগে মার্কেটের যে কন্ডিশন তাতে করে আমার মনে হচ্ছে না এই বছর মার্কেট সর্বোচ্চ পজিশনে যেতে পারে। যাহোক কান ধরে শপথ নিলাম ভাই আর কখনো বিনিয়োগ করতে যাব না কোন কারণে যদি মার্কেট পূর্বের অবস্থায় চলে যায় তাহলে ICP বিক্রি করে দিয়ে ডলারগুলো রিকভারি করতাম। তবে মার্কেট যে কারণে কমেছে সেই কারণটা যদি সমাধান হয়ে যায় তাহলে হয়তো মার্কেট উঠতে পারে। এটা আমি আমার মনগড়া কথা বললাম বাকিটা আল্লাহ পাকের উপর ছেড়ে দিলাম।
sr. member
Activity: 308
Merit: 311
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
April 15, 2024, 04:35:04 PM
বেশি কিছু বল্লাম না, কার কতো লস গেলো? এই লস থেকে রিকভার করা সম্ভব কিনা আদেও জানিনা। এক পা এক পা করে যত উপরে উঠছিল সবাই এক ধাক্কায় মাটিতে পড়ে গেলো।  Smiley
LDL
hero member
Activity: 560
Merit: 581
April 15, 2024, 04:01:01 AM

ভাইরে কি বলবো ভাষাটাই হারিয়ে ফেলেছি। ভাই পোস্ট ভুল হয়েছে দয়া করে ক্লিয়ার করে দেন।এর চেয়ে ভালো ভাষা ব্যবহার করতে পারলাম না।

WatcherGuru এর রিপোর্ট অনুযায়ী রকেট হামলার ঘটনার পরপর 130 মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে।
এর আগে ৮৪৪ মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে। দুইবার পরপর ১০০০ মিলিয়ন ডলার পরিমাণ লিকুইডেশন হয়েছে যা সহজে রিকভারি করা সম্ভব হবে না। হালবিং এর আগে এরকম বড় ধরনের মার্কেটে লিকুইডেনেশন হবে এটা কেউ আন্দাজ করতে পারেনি ফলে যে কোন ধরনের বিনিয়োগকারীরা এই মার্কেটে ব্যাপক ডলার লিকুইডেশন খেয়েছে।
ভাই অনেকদিন ধরে লিকুয়েডেশন নিয়ে আমার কনফিউশন রয়েছে লিকুয়েডেশন  কাকে বলে আমাকে কি কেউ একটু ক্লিয়ার করে দিবেন?
লিকুয়েডেশন কি ট্রেডিং  বলিউম অথবা ট্রেডিং ভলিউম কমা এরকম কোন কিছু?
সবার উদ্দেশ্যে প্রশ্ন রইল দয়া করে একটু ক্লিয়ার করে দিবেন.
বিষয়টি জটিল কিন্তু এলোমেলো ভাবে কিছু বোঝানোর চেষ্টা করলাম। মনে করেন আপনি একটি ট্রেডিং নিয়েছেন সে ক্ষেত্রে মার্কেট হঠাৎ করে ডাম্পিং হলো এবং আপনি মনে করলেন আপনার মূলধন হয়তো শূন্যের কোঠায় চলে যেতে পারে এজন্য আপনি আপনার ট্রেডিং ক্লোজ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং ট্রেডিং মন না চাইলেও বন্ধ করে দিলেন। এক্ষেত্রে আপনি যদি ৫০০ ডলার বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি যে পজিশনে এসে আপনার ট্রেডিং অফ করে দিলেন তখন আপনার মূলধন হয়তো ২০০ ডলারের নেমে এসেছে এক্ষেত্রে আপনার ৩০০ ডলার কোথায় চলে গেল। এই কঠিন বিষয়টিকে ক্রিপটোকারেন্সির ভাষায় লিকুয়েডেশন হিসেবে মনে করা হয়।
বিষয়টি স্পট ট্রেডিং এর ক্ষেত্রে ভালোভাবে বোঝানো না গেলেও মার্জিন ট্রেড ও leverage ট্রেডিং এর ক্ষেত্রে ভালোভাবে বোঝা যায়।
jr. member
Activity: 52
Merit: 31
April 15, 2024, 03:23:33 AM
WatcherGuru এর রিপোর্ট অনুযায়ী রকেট হামলার ঘটনার পরপর 130 মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে।
এর আগে ৮৪৪ মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে। দুইবার পরপর ১০০০ মিলিয়ন ডলার পরিমাণ লিকুইডেশন হয়েছে যা সহজে রিকভারি করা সম্ভব হবে না। হালবিং এর আগে এরকম বড় ধরনের মার্কেটে লিকুইডেনেশন হবে এটা কেউ আন্দাজ করতে পারেনি ফলে যে কোন ধরনের বিনিয়োগকারীরা এই মার্কেটে ব্যাপক ডলার লিকুইডেশন খেয়েছে।
ভাই অনেকদিন ধরে লিকুয়েডেশন নিয়ে আমার কনফিউশন রয়েছে লিকুয়েডেশন  কাকে বলে আমাকে কি কেউ একটু ক্লিয়ার করে দিবেন?
লিকুয়েডেশন কি ট্রেডিং  বলিউম অথবা ট্রেডিং ভলিউম কমা এরকম কোন কিছু?
সবার উদ্দেশ্যে প্রশ্ন রইল দয়া করে একটু ক্লিয়ার করে দিবেন.
hero member
Activity: 462
Merit: 767
#SWGT CERTIK Audited
April 15, 2024, 02:21:51 AM
আমিও আসলে কনফিউজ যে হঠাৎ করে মার্কেট কেন এত  ডাম্প করল ইরানের হামলার জন্য এই মার্কেট এইভাবে তো ডাম্প খাওয়ার কথা না। তাছাড়া অন্যান্য ক্রিপ্টোকারেন্সি রিলেটেড নিউজ পাবলিস্ট করা ওয়েবসাইটগুলোতেও রিলেটেড কোন আর্টিকেল পেলাম না।

একটা ব্যাপার জানেন নিশ্চই যে পজেটিভ নিউজ পাবলিক তেমন একটা খায় না। নেগেটিভ নিউজ অনেক বেশি খায়। বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেট ডাউন হওয়ার জন্য খুব বেশি নেগেতিভ নিউজের দরকার হয় না। আমি একটা এন্যালাইসিস থেকে যতটুক জানতে পারছিলাম যে আমেরিকাতে আজকে ট্যাক্স ডে। ট্যাক্স ডে এর আগে সাধারনত ইনভেস্টর রা তাদের এসেট কম দেখানোর জন্য এসেট সেল করে থাকে। অনেকে আবার ট্যাক্স পে করার জন্য তাদের শেয়ার সেল করে থাকে। এটা বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটে কোনো এফেক্ট করেছে কিনা জানি না।

তবে ইজরায়েল আর ইরানের ওয়ার একটা এফেক্ট তো সব বাজারেই করেছে। ক্রিপ্টো মার্কেটেও তার ব্যাতিক্রম না। আমরা ধরে নিয়েছিলাম বিটকয়েন আপাতত আর ডাম্প করবে না। তবে সবাইকে ভুল প্রমান করে দিয়ে বিটকয়েন নিজের মতো করে ক্যান্ডেল বানাচ্ছে।
Pages:
Jump to: