Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 4. (Read 5815769 times)

LDL
hero member
Activity: 742
Merit: 671
January 11, 2025, 10:46:18 PM
কেমন আছেন সবাই?

আমি ব্যাক্তিগত কাজে একটু ব্যাস্ত থাকার কারনে ফোরামে খুব বেশি সময় দিতে পারছি না। ভাইযেরা আমার, ফোরামে আমাদের বাংলাদেশী মেম্বারদেরকে নিয়ে কি শুরু হয়েছে, সেটা আশা করি সকলেই অবগত আছেন। এসব ফোরাম ড্রামাতে রেসপন্স করাকে আমি এসব ট্রল কে ফিড করা বলেই মনে করি। কোনো একটা একুজেশনের যদি কোনো বেইজ না থাকে, সেই একুজেশনে রেসপন্স করতে সেটা যেমন থাকবে, রেসপন্স না করলেও তেমনেই থাকবে।

কিন্তু, এসব ড্রামার সংখ্যা ফোরামে অনেক বেশি হয়ে গেছে বলে আমি মনে করি। আপনারা খেয়াল করলে দেখবেন, হাতে গোনা ২-৩ জন মেম্বার এই জলিগুড কে ফিডিং করছে। যারা এসব ড্রামা ফিড করছে এবং যারা এগুলো ক্রিয়েট করছে, তাদেরকে ট্রাষ্ট এক্সক্লুশন করা জরুরী। আমি একদিন সময় নিয়ে আপনাদের সকলের সাথে আলাপ করবো। চুপ থাকা মানেই সব মেনে নেয়া নয়। অথর্ব মূর্খ লোকের সাথে তর্ক করে কোনো লাভ নেই।
একটা জিনিস বুঝতে পারলাম না, যে বাংলাদেশে আসবে সেই নাইম হয়ে যাবে এটা কেমন কথা। কেউ যদি ভালোভাবে পোস্ট করে তাকেই নাঈম  বলবে আবার প্রতিবাদ করলেও সেই নাঈম বলেই স্বীকৃতি দিয়ে দেবে। এটা কোন কথা হলো, পাপ করেছে একজন এবং সেই পাপের খেসারত প্রজন্ম বহন করতে হচ্ছে। এখানে কেউ এসে যদি ফুল মেম্বার হয়ে যায় তাহলেও তাকে নাঈম ট্যাগ দিয়ে নিউট্রাল মেরে দেওয়া হচ্ছে। আবার কেউ যদি কোন উৎসব উপলক্ষে অ্যাকাউন্ট করে দেয় এবং ওই সময় যারা যারা বাংলাদেশে বিশেষ করে একাউন্ট করছে তাদেরকে মহাজাগতিক অপরাধ হিসেবে নিউট্রাল মেরে দেওয়া হচ্ছে। এখানে মূলত বাংলাদেশি হিসেবে আমাদের ভুল তাছাড়া অন্য কিছু নয়। বাংলাদেশীদের প্রতি এক প্রকারের ঘৃণা প্রবণতা থেকে এরকম হচ্ছে বলে মনে হয়। আবার কোন ম্যানেজার যদি সাপোর্ট দেয় তাহলে তাকেও ইন্ধনদাতা হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এটা কোন কথা হলো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 11, 2025, 04:04:08 PM
চুপ থাকা মানেই সব মেনে নেয়া নয়। অথর্ব মূর্খ লোকের সাথে তর্ক করে কোনো লাভ নেই।





আপনি একা নাহ, অনেকেই আছে যারা শুধুমাত্র বাইন্যান্স কিংবা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড করে থাকে, তারাও এটি সম্পর্কে জানে নাহ। কিন্তু গত কয়েকবছরে সেরা এয়ারড্রপগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ এয়ারড্রপ দেওয়ার রেকর্ড এখন hyperliquid এর। যারা এটিতে শুরুর দিকে ট্রেড করেছে এবং পয়েন্ট ফার্ম করেছে, তারা অনেক পরিমাণে এয়ারড্রপ পেয়েছে। আমি নিজেই কয়েকটা ট্রেড করেছিলাম এবং ৩২ টা $HYPE টোকেন এয়ারড্রপে পাই । যেটি আমি শুরুতেই বিক্রি করে দিয়ে $৩০০ পেয়েছিলাম, কিন্তু সর্বোচ্চ মূল্যে এটির মূল্য $৯০০+ ছিল।
আপনি ভাই এত খবর কোত্থেকে রাখেন। তাইতো বলি আপনার সময় আপনি ঢালেন কোন জায়গায়। যাইহোক ঢালার পরে যে আপনি সেই পরিমাণ ফিডব্যাক হিসেবে প্রফিট গেইন করতে পারতেছেন এটাই হলো সাকসেস।
Quote
এটি মূলত ডিসেন্ট্রালাইজ leverage/derivative এক্সচেঞ্জ, কিন্তু কিছুদিন আগে এটির চেইন validator নিয়ে কাহিনী হয়েছিলো। কারণ এটির চেইন ভেলিডেটর মাত্র ৪ টি এবং নতুন ভ্যালিডেটর নাকি চাইলেই যোগদান করতে পারবে নাহ এমনও কথাবার্তা শুনেছিলাম ( আমি বিস্তারিত যাচাই করিনি এখনও)। আর এইজন্যই অনেকে এর চেইনকে সেন্ট্রালাইজ চেইন বলে ব্যঙ্গ করে থাকে। কিন্তু এক্সচেঞ্জটি ডিসেন্ট্রালাইজ এবং এটি আপনাকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো ট্রেডিং করার অভিঙ্গতা দিবে। বিশ্বাস নাহ হইলে নিজেই যাচাই করে নিতে পারেন।  Grin
আপনাকে জিজ্ঞেস করার একটা মাত্রই কারণ এটির ইন্টারফেস সেন্ট্রালাইজ এক্সেঞ্জার এর মতন। আবার তাছাড়া দেখি এখানে ওয়ালেট কানেক্ট ছাড়াও ইমেইল দ্বারা লগইন করার অপশনও রয়েছে।
যেহেতু এটা ডিসেন্টালাইজ একটা এক্সচেঞ্জার যদিও এটা কে আমার উভয়লিঙ্গ এক্সচেঞ্জার মনে হয়েছে  Grin .

আমার এটা সম্পর্কে অনেক কিছু জানার রয়েছে  এটাতে একটু এক্সপ্লোর করব দেখা যাক অন্যান্য সেন্ট্রালাইস এক্সেনজার এর পরিবর্তে এই ধরনের এক্সচেঞ্জার  ব্যবহার করার জন্য কেমন উপযোগী।
jr. member
Activity: 45
Merit: 12
January 11, 2025, 12:07:19 PM
কি অবস্থা সবার? ফোরামে একটিভ হবো হবো করেও একটিভ হওয়া হচ্ছেনা। লাইফের সবচেয়ে বেশী ব্যাস্ত সময় পার করছি বেশ কিছুদিন থেকে। আশা করি খুব শীগ্রয়ই আবার নিয়মিত হতে পারবো। দেশ ছেড়ে যাওয়া, রাজনীতি, এলাকায় আধিপত্ব ধরে রাখা সবকিছু মিলিয়ে একটা হযবরল অবস্থায় জীবণ যাচ্ছে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 11, 2025, 08:19:13 AM
১ম entry মূল্য: $৪.৫২ কিংবা এর কমে
২য় entry মূল্য: $৪.১২৩ কিংবা এর থেকে কমে

বাকি নিজেরা এখন বিশ্লেষণ করে ট্রেড করতে পারেন। আর আমি এটি hyperliquid এ ট্রেড করতেছি, তাদের ২য় এয়ারড্রপের জন্য এবং কেউ যদি আমার রেফারাল ব্যবহার করতে চান, সেটি এই টুইটে পেয়ে যাবেন: https://x.com/0xSultan_/status/1876282542992822350

hyperliquid এক্সচেঞ্জার সম্পর্কে আজকে প্রথম জানলাম এবং এর ইউজিং এক্সপেরিয়েন্স কারো কাছ থেকে এখন উপর তো শুনিনি। আর এটি আসলে সেন্ট্রালাইজ নাকি ডিসেন্ট্রালাইজ নাকি মধ্যবর্তী পর্যায়ের এখনো আমি কনফিউশনে রয়েছি। তবে এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ না এটা অন্তত বুঝতে পারতেছি।

আপনি একা নাহ, অনেকেই আছে যারা শুধুমাত্র বাইন্যান্স কিংবা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড করে থাকে, তারাও এটি সম্পর্কে জানে নাহ। কিন্তু গত কয়েকবছরে সেরা এয়ারড্রপগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ এয়ারড্রপ দেওয়ার রেকর্ড এখন hyperliquid এর। যারা এটিতে শুরুর দিকে ট্রেড করেছে এবং পয়েন্ট ফার্ম করেছে, তারা অনেক পরিমাণে এয়ারড্রপ পেয়েছে। আমি নিজেই কয়েকটা ট্রেড করেছিলাম এবং ৩২ টা $HYPE টোকেন এয়ারড্রপে পাই । যেটি আমি শুরুতেই বিক্রি করে দিয়ে $৩০০ পেয়েছিলাম, কিন্তু সর্বোচ্চ মূল্যে এটির মূল্য $৯০০+ ছিল।

এটি মূলত ডিসেন্ট্রালাইজ leverage/derivative এক্সচেঞ্জ, কিন্তু কিছুদিন আগে এটির চেইন validator নিয়ে কাহিনী হয়েছিলো। কারণ এটির চেইন ভেলিডেটর মাত্র ৪ টি এবং নতুন ভ্যালিডেটর নাকি চাইলেই যোগদান করতে পারবে নাহ এমনও কথাবার্তা শুনেছিলাম ( আমি বিস্তারিত যাচাই করিনি এখনও)। আর এইজন্যই অনেকে এর চেইনকে সেন্ট্রালাইজ চেইন বলে ব্যঙ্গ করে থাকে। কিন্তু এক্সচেঞ্জটি ডিসেন্ট্রালাইজ এবং এটি আপনাকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো ট্রেডিং করার অভিঙ্গতা দিবে। বিশ্বাস নাহ হইলে নিজেই যাচাই করে নিতে পারেন।  Grin


এখন আপনার শেয়ার করা ZRO টুকেনটি সম্পর্কে একটু ঘাটাঘাটি করলাম গত দুই মাসের মধ্যে এখন দাম অনেকটাই DIP এ রয়েছে তবে দুঃখজনকভাবে হলেও আপনার এন্ট্রি পয়েন্ট এখন ক্রস করে 4.60+ হয়ে গিয়েছে  এখন সামনে আদৌ সম্ভব হবে কিনা যে আপনার দুইটি এন্ট্রি পয়েন্টে আবার কাম ব্যাক করবে।
কি মনে করেন আসবে ? তাহলে হালকা পাতলা নেওয়া যেতে পারে অর্ডার সেট করার জন্য।

আমার প্রথম অর্ডারটি ছিলো $৪.৯২ তে এবং আমার শেয়ার করা ছবিটিতে দেখবেন যে, আমার এন্টি মূল্য দেখাচ্ছে $৪.৭৭ কারণ আমার ১ম ($৪.৯২) ও ২য় ($৪.৫২) অর্ডা্র ইতিমধ্যে পূরণ হয়েছে। আপনি চাইলে এখন অল্প পরিমাণ অর্থ দিয়ে ট্রেড নিতে পারেন এবং $৪.৫২ কিংবা $৪.৫৬ এ লিমিট অর্ডার বসাই রাখতে পারেন। সোমবার নাগাদ মার্কেট ভালো হলে এটি আবার $৫ কিংবা এর বেশি চলে যাবে কিংবা একটু সময় নিবে। তবে বিটিসি পাম্প হলেই এটি আবার পাম্প করা শুরু করবে। এখন দেখেন আপনি রিস্ক নিবেন কি নাহ।  Wink
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 11, 2025, 06:17:31 AM
কেমন আছেন সবাই?

আমি ব্যাক্তিগত কাজে একটু ব্যাস্ত থাকার কারনে ফোরামে খুব বেশি সময় দিতে পারছি না। ভাইযেরা আমার, ফোরামে আমাদের বাংলাদেশী মেম্বারদেরকে নিয়ে কি শুরু হয়েছে, সেটা আশা করি সকলেই অবগত আছেন। এসব ফোরাম ড্রামাতে রেসপন্স করাকে আমি এসব ট্রল কে ফিড করা বলেই মনে করি। কোনো একটা একুজেশনের যদি কোনো বেইজ না থাকে, সেই একুজেশনে রেসপন্স করতে সেটা যেমন থাকবে, রেসপন্স না করলেও তেমনেই থাকবে।

কিন্তু, এসব ড্রামার সংখ্যা ফোরামে অনেক বেশি হয়ে গেছে বলে আমি মনে করি। আপনারা খেয়াল করলে দেখবেন, হাতে গোনা ২-৩ জন মেম্বার এই জলিগুড কে ফিডিং করছে। যারা এসব ড্রামা ফিড করছে এবং যারা এগুলো ক্রিয়েট করছে, তাদেরকে ট্রাষ্ট এক্সক্লুশন করা জরুরী। আমি একদিন সময় নিয়ে আপনাদের সকলের সাথে আলাপ করবো। চুপ থাকা মানেই সব মেনে নেয়া নয়। অথর্ব মূর্খ লোকের সাথে তর্ক করে কোনো লাভ নেই।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 10, 2025, 05:48:15 PM
১ম entry মূল্য: $৪.৫২ কিংবা এর কমে
২য় entry মূল্য: $৪.১২৩ কিংবা এর থেকে কমে

বাকি নিজেরা এখন বিশ্লেষণ করে ট্রেড করতে পারেন। আর আমি এটি hyperliquid এ ট্রেড করতেছি, তাদের ২য় এয়ারড্রপের জন্য এবং কেউ যদি আমার রেফারাল ব্যবহার করতে চান, সেটি এই টুইটে পেয়ে যাবেন: https://x.com/0xSultan_/status/1876282542992822350
hyperliquid এক্সচেঞ্জার সম্পর্কে আজকে প্রথম জানলাম এবং এর ইউজিং এক্সপেরিয়েন্স কারো কাছ থেকে এখন উপর তো শুনিনি। আর এটি আসলে সেন্ট্রালাইজ নাকি ডিসেন্ট্রালাইজ নাকি মধ্যবর্তী পর্যায়ের এখনো আমি কনফিউশনে রয়েছি। তবে এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ না এটা অন্তত বুঝতে পারতেছি।
এখন আপনার শেয়ার করা ZRO টুকেনটি সম্পর্কে একটু ঘাটাঘাটি করলাম গত দুই মাসের মধ্যে এখন দাম অনেকটাই DIP এ রয়েছে তবে দুঃখজনকভাবে হলেও আপনার এন্ট্রি পয়েন্ট এখন ক্রস করে 4.60+ হয়ে গিয়েছে  এখন সামনে আদৌ সম্ভব হবে কিনা যে আপনার দুইটি এন্ট্রি পয়েন্টে আবার কাম ব্যাক করবে।
কি মনে করেন আসবে ? তাহলে হালকা পাতলা নেওয়া যেতে পারে অর্ডার সেট করার জন্য।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 10, 2025, 01:47:41 PM
যাদের অল্প অর্থ রয়েছে এবং ট্রেড করতে ইচ্ছুক, তাদের জন্য LayerZero ( ZRO ) টোকেনের ট্রেডিং বিষয়ক কিছু কথাবার্তা:

আমি ইতিমধ্যে ট্রেড করতেছি কিন্তু কিছু বিষয় সকলের উদ্দেশ্যে নাহ বললে নয়, যেমন:
০১) সম্ভবত জুন/জুলাই ২০২৫ পর্যন্ত এই টোকেনের কোনো প্রকার token unlocking নেই , এই কারণে আমি এটিতে ট্রেড করতেছি।
০২) যেহেতু নতুন করে কোনো টোকেন সাপ্লাই-এ যোগ হচ্ছে নাহ, তো আচমকা টোকেন ডাম্পিং এরও ভয় নেই।
০৩) আমি গত কিছু মাস ধরে এটিতে ট্রেড করতেছি এবং আমার কমিউনিটির অনেকে ট্রেড করে লাভ-ক্ষতি দুইটিই করেছে। তবে লাভের পরিমাণ বেশি। যেমন আমি ইতিমধ্যে আমার initial fund কে হয়তো ৩ কিংবা ৪ গুণ করে ফেলেছি এবং লাভের অর্থ দিয়েই এখন ট্রেড করতেছি।
০৪) যারা leveraged কিংবা derivative ট্রেডিং শুরু করবেন, তাদেরকে বলবো যে, 5x এর বেশি leverage/margin ব্যবহার করেবেন নাহ এবং ট্রেড করে ২ গুণ লাভ করবেন তখনই initial fund কিংবা আসল অর্থকে ট্রেডিং একাউন্ট থেকে সরিয়ে ফেলবেন। উদাহরণ হিসেবে, আপনি $১০০ দিয়ে ট্রেডিং শুরু করলেন। যখনই দেখলেন যে সেটি $২০০ হয়েছে, তখনই সেখান থেকে $১০০ আগে অন্য ওয়ালেট কিংবা ওয়ালেটে সরিয়ে নিবেন। এরপর ওই লাভের অর্থ দিয়ে যত খুশি ট্রেড করতে থাকেন।
০৫) কখনই পুরো অর্থ দিয়ে একবারেই entry নিবেন নাহ, দরকারে অল্প অল্প করে ২-৩ টা order দিয়ে রাখবেন। কারণ মার্কেট যেকোনো সময় বিপরীতমুখী হয়ে যায়।


এখন আসা যাক, কোন মূল্যে ট্রেডটি চালু করবেন কিংবা entry নিবেন। আমি মূলত ইতিমধ্যে ৩টা limit price বসিয়ে ছিলাম এবং মার্কেট ডাম্প করে দুইটাই পূরণ করেছে এবং এখন শুধুমাত্র ৩ নম্বর limit price টি পূরণ হওয়ার বাকি রয়েছে। তো যারা এখন entry নিবেন, তারা আমার থেকে ভালো লাভ করতে পারবেন এবং রিস্কও কম থাকলো।

১ম entry মূল্য: $৪.৫২ কিংবা এর কমে
২য় entry মূল্য: $৪.১২৩ কিংবা এর থেকে কমে

বাকি নিজেরা এখন বিশ্লেষণ করে ট্রেড করতে পারেন। আর আমি এটি hyperliquid এ ট্রেড করতেছি, তাদের ২য় এয়ারড্রপের জন্য এবং কেউ যদি আমার রেফারাল ব্যবহার করতে চান, সেটি এই টুইটে পেয়ে যাবেন: https://x.com/0xSultan_/status/1876282542992822350



XRP নিয়ে বর্তমানে অনেক সমালোচনা হচ্ছে আমি জানতে ইচ্ছুক বর্তমানে XRP 2.5$ এর আশেপাশে আছে। কিন্তু আমি দেখছি অনেক জায়গাই বলা হচ্ছে 100$ +  যেতে পারে এর সম্ভবনা কেমন আমার কি বর্তমানে XRP কিনা ঠিক হবে??

আপনাকে আগে জানা দরকার যে, কয়েকমাস আগে XRP এর মূল্য হঠাৎ এমন বৃদ্ধি পেয়েছিলো কেন? এবং কেনই বা আবার অনেকে এটির মূল্য $১০০+ হওয়ার কথা বলতেছে। আমি যতটুকু জানি, এটির জন্য ২টি মূল কারণ রয়েছে, সেগুলো হলো:

০১) প্রথম কারণ হলো XRP Ledger or XRPL এ memecoin এর হাইপ এবং যেহেতু XRP হলো গ্যাস টোকেন কিংবা মূল ফা্ন্ড ওই চেইনের জন্য। তাই এটির মূল্য বৃদ্ধি পেয়েছিলো এবং যখনই memecoin হাইপটি কিছুটা কমে আসে, তখন আবার টোকেনের মূল্য কমতে থাকে।
- https://dexscreener.com/xrpl

০২) ২য় কারণটি হলো বর্তমানে সবাই bull run এর অপেক্ষায় এবং কিছুটা বুলরানও চলতেছে বলা যায়। আর Donald Trump নির্বাচনে জিতে যাওয়ার পর তো সবাই আরো বেশি বুলিশ এবং এইমাসের শেষে হয়তো তিনি প্রাতিষ্ঠানিকভাবে তার দাপ্তরিক কাজ শুরু করবেন। যেহেতু Trump এখন বেশি বিটকয়েন এবং ক্রিপ্টোকে সমর্থন করেন, তাই সবাই ভাবতেছে যে, তিনি দাপ্তরিক কাজ শুরু করার পর ক্রিপ্টো নিয়ে আরো ভালো কিছু সকলের জন্য ঘোষণা করবেন এবং সেটিই হবে bull run এর শুরু। তাই ক্রিপ্টো influencers কিংবা youtuber রা এখন XRP কিংবা অন্যান্য পুরাতন coin/token এর মূল্য নিয়ে ওমন কাল্পনিক মূল্য ( যদিও দীর্ঘ সময় পর ওই মূল্যে পৌছানো সম্ভব, কিন্তু এত কম সময়ে সম্ভাবনা খুবই কম) বলা শুরু করেছে।  Grin

আশা করি, এই বিষয়টি আপনার বিনিয়োগে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে।  Wink
member
Activity: 406
Merit: 27
Be Happy ☺️
January 10, 2025, 11:34:52 AM
XRP নিয়ে বর্তমানে অনেক সমালোচনা হচ্ছে আমি জানতে ইচ্ছুক বর্তমানে XRP 2.5$ এর আশেপাশে আছে। কিন্তু আমি দেখছি অনেক জায়গাই বলা হচ্ছে 100$ +  যেতে পারে এর সম্ভবনা কেমন আমার কি বর্তমানে XRP কিনা ঠিক হবে??
sr. member
Activity: 616
Merit: 322
January 09, 2025, 09:27:25 AM
আপনারা জানেন কি নাহ, কিন্তু বিভিন্ন L2/L3 চেইনের পরিসংখ্যানের জন্য একটি ওয়েবসাইট খুবই জনপ্রিয়। তো যাদের বিভিন্ন নতুন L2/L3 চেইনের তথ্য দরকার, তারা এটি ব্যবহার করতে পারেন।  Wink
- https://l2beat.com/scaling/summary
L2 চেইনের মধ্যে Arbitrum One এবং Base যথেষ্ট ভালো চেইন এবং এদের ট্রানজেকশন খুবই দ্রুত সম্পন্ন হয়। তাই এগুলো নিয়ে আমার কোন দ্বিমত নেই তবে zksync যতই ভালো চেইন হোক তাদের যে ট্রানজেকশন টাইম 24 ঘন্টা সেটি সত্যি বিরক্তিকর যার কারণে আমি এদিকে কখনোই সমর্থন করবো না।

এখন পর্যন্ত zksync এ আসা কোন প্রজেক্ট এর টোকেন মার্কেটে ভালো করেছে এমন দেখিনি তাই এই চেইন নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 09, 2025, 12:59:26 AM
লেখক: 1miau
অরিজিনাল টপিক: Some suggestions if you want to use tables on Bitcointalk



কোনো কিছুকে তালিকা করে সাজানো গোছানো ভাবে দেখাতে চাইলে টেবিলের কোনো বিকল্প নেই। টেবিল ব্যবহার করে প্রতিটি তথ্য নতুন নতুন লাইনে না লিখে সারি-কলামে তালিকা হিসেবে দেখানো সম্ভব। এটি আপনার পোস্টকে লম্বা হওয়া থেকে বিরত রাখবে সাথে ছোটও রাখবে।

তুলনা:


সাধারণ ফরম্যাটিং স্টাইল:

ক্রিপ্টোকারেন্সি: বিটকয়েন
টিকার: BTC
মূল্য: $10,900
সার্কুলেশন সাপ্লাই: 17,700,000 BTC
মার্কেটক্যাপ: $193,000,000,000
মাইন যোগ্য কি না?: হ্যাঁ

ক্রিপ্টোকারেন্সি: ইথারিয়াম
টিকার: ETH
মূল্য: $310
সার্কুলেশন সাপ্লাই: 106,600,000 ETH
মার্কেটক্যাপ: $33,000,000,000
মাইন যোগ্য কি না??: হ্যাঁ



টেবিল:

ক্রিপ্টোকারেন্সিটিকারমূল্য (ডলারে $)সার্কুলেশন সাপ্লাইমার্কেটক্যাপ (ডলারে $)মাইন যোগ্য কি না?
___________________________________________________________________________________________
বিটকয়েনBTC10,90017,700,000 BTC193,000,000,000হ্যাঁ
ইথারিয়ামETH310106,600,000 ETH33,000,000,000হ্যাঁ








কিছু ভালো টেবিল লেআউট


টেবিল তৈরি করা একটু কষ্টসাধ্য বা ঝামেলা মনে হতে পারে, এজন্য আমার পছন্দের কিছু টেবিল লেআউট যা সহজে তৈরি করা যায় এবং পড়া যায় তা নিচে দিয়ে দিলাম:





১. আন্ডারস্কোর ___ ব্যবহার করে টেবিল লেআউট


xxxxxxxxxxxxxxxxxx
______________________________________________________________________________________________________
xxxxxxxxxxxxxxxxxx

Code:
[table]
[tr]
[td][b]xxx[/b][/td]
[td][b]xxx[/b][/td]
[td][b]xxx[/b][/td]
[td][b]xxx[/b][/td]
[td][b]xxx[/b][/td]
[td][b]xxx[/b][/td]
[/tr]
[tr]
[td]_________________[/td]
[td]_________________[/td]
[td]_________________[/td]
[td]_________________[/td]
[td]_________________[/td]
[td]_________________[/td]
[/tr]
[tr]
[td]xxx[/td]
[td]xxx[/td]
[td]xxx[/td]
[td]xxx[/td]
[td]xxx[/td]
[td]xxx[/td]
[/tr]
[/table]

আন্ডারস্কোর _____ ব্যবহারের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার টেবিলটিতে কলামগুলোর মাঝে পর্যাপ্ত জায়গা থাকবে। আপনি যদি আপনার কলামগুলোর মাঝে আরো বেশি / কম জায়গা চান তাহলে কিছু আন্ডারস্কোর _ যুক্ত / ডিলিট করলেই হবে


আপনি যদি আপনার টেবিলে এগুলো যুক্ত না করেন তাহলে আপনার টেবিলটি এরকম দেখাবে:  

ক্রিপ্টোকারেন্সিটিকারমূল্য (ডলারে $)সার্কুলেশন সাপ্লাইমার্কেটক্যাপ (ডলারে $)মাইন যোগ্য কি না?
বিটকয়েনBTC10,90017,700,000 BTC193,000,000,000হ্যাঁ
ইথারিয়ামETH310106,600,000 ETH33,000,000,000হ্যাঁ
(আমার মতে এটা দেখতে তেমন ভালো নয়)


আপনি আপনার টেবিলে এটি 1x ব্যবহার করে যত খুশি তত কলাম যুক্ত করতে পারবেন
Code:
[td][b]xxx[/b][/td]

টেবিলের হেডারে এবং
Code:
[td]xxx[/td]
টেবিলের কনটেন্ট এ। এবং আপনি যদি নতুন কলাম দিয়ে থাকেন
Code:
[td]__________________[/td]
তাহলে এটি যুক্ত করতে ভুলবেন না।





২. পাইপ | ব্যবহার করে টেবিল লেআউট


আপনি আপনার টেবিলে পাইপ | প্রতীক ব্যবহার করতে পারেন:

xxx|xxx|xxx|xxx|xxx|xxx|
xxx|xxx|xxx|xxx|xxx|xxx|

Code:
[table]
[tr]
[td][b]xxx[/b][/td] [td]|[/td]
[td][b]xxx[/b][/td] [td]|[/td]
[td][b]xxx[/b][/td] [td]|[/td]
[td][b]xxx[/b][/td] [td]|[/td]
[td][b]xxx[/b][/td] [td]|[/td]
[td][b]xxx[/b][/td] [td]|[/td]
[/tr]
[tr]
[td]xxx[/td] [td]|[/td]
[td]xxx[/td] [td]|[/td]
[td]xxx[/td] [td]|[/td]
[td]xxx[/td] [td]|[/td]
[td]xxx[/td] [td]|[/td]
[td]xxx[/td] [td]|[/td]
[/tr]
[/table]





৩. আন্ডারস্কোর ___ এবং পাইপ | ব্যবহার করে টেবিল লেআউট তৈরি


অবশ্যই, আপনি দুইটির একসাথে ব্যবহার করতে পারবেন:

xxx|xxx|xxx|xxx|xxx|xxx|
_________________|_________________|_________________|_________________|_________________|_________________|
xxx|xxx|xxx|xxx|xxx|xxx|


Code:
[table]
[tr]
[td][b]xxx[/b][/td] [td]|[/td]
[td][b]xxx[/b][/td] [td]|[/td]
[td][b]xxx[/b][/td] [td]|[/td]
[td][b]xxx[/b][/td] [td]|[/td]
[td][b]xxx[/b][/td] [td]|[/td]
[td][b]xxx[/b][/td] [td]|[/td]
[/tr]
[tr]
[td]_________________[/td] [td]|[/td]
[td]_________________[/td] [td]|[/td]
[td]_________________[/td] [td]|[/td]
[td]_________________[/td] [td]|[/td]
[td]_________________[/td] [td]|[/td]
[td]_________________[/td] [td]|[/td]
[/tr]
[tr]
[td]xxx[/td] [td]|[/td]
[td]xxx[/td] [td]|[/td]
[td]xxx[/td] [td]|[/td]
[td]xxx[/td] [td]|[/td]
[td]xxx[/td] [td]|[/td]
[td]xxx[/td] [td]|[/td]
[/tr]
[/table]






আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো স্টাইলে টেবিল তৈরি করতে পারবেন।
আপনাদের যদি কারোর কোনো সাজেশন থেকে থাকে তাহলে সেটা এখানে পোস্ট করতে পারেন এবং সেটা আমি পরবর্তীতে আমার টেবিল লেআউট কালেকশনে যুক্ত করে দিতে পারি।




আরো কিছু তথ্য:


আপনি যদি আপনার টেবিলে ছবি যুক্ত করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই প্রতীক/ক্যারেকটার টি ___ (n.b. -- আন্ডারস্কোর) ব্যবহার করতে হবে আর যদি না করেন তাহলে আপনাকে প্রথম সারি খালি রাখতে হবে কারণ আপনি যদি প্রথম সারি খালি না রাখেন বা ঐ প্রতীক ইউজ না করেন তাহলে ছবিটি ঠিকভাবে সাইজে বসবে না। লেখার ক্ষেত্রেও অবশ্যই একই রুলস প্রযোজ্য হবে। এখানে এবং এখানে আরো তথ্য পাবেন।


এবং আপনি যদি টেবিল সম্পর্কে আরো জানতে চান (ডিটেইলে বেসিক বুঝানো হয়েছে), তাহলে এই পোস্টটি দেখুন: Tutorial - How to create Table in the BitcoinTalk Forum.



অনুবাদ টি যাদের উদ্যোগে করা হয়েছে:


sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 08, 2025, 12:40:37 PM
zksync এর block confirm হতে 24 ঘন্টা সময় লাগে যার কারণে পরবর্তীতে আমাকে 300$ লস করতে হইছে কারণ 24 ঘণ্টা পরে টোকেনের দাম অনেক কমে গিয়েছিল। যদি আপনি আপনার পার্সোনাল ওয়ালেট থেকে zksync এর কোনো টোকেন এক্সচেঞ্জে ডিপোজিট করেন তাহলে সেটা এক্সচেঞ্জে ক্রেডিট হতে 24 ঘণ্টা সময় লাগবে।

আপনি যেটি করতেছিলেন, সেটিকে arbitrage বলে এবং এমন arbitrage করতে গেলে ক্ষতির সম্মুখীন হওয়া স্বাভাবিক, বিশেষ করে যখন এটি কোনো L2 চেইনের টোকেন হয়ে থাকে। প্রত্যেকটি L2 চেইনের মেইননেটে block confirmation সময় ভিন্ন হয়ে থাকে। তাই এটিই বলবো যে, এমন arbitrage করার আগে অবশ্যই কোন L2 কিংবা L3 চেইন থেকে টোকেনগুলোকে পাঠাচ্ছেন, সেটি আগে দেখে নিবেন।


আপনারা জানেন কি নাহ, কিন্তু বিভিন্ন L2/L3 চেইনের পরিসংখ্যানের জন্য একটি ওয়েবসাইট খুবই জনপ্রিয়। তো যাদের বিভিন্ন নতুন L2/L3 চেইনের তথ্য দরকার, তারা এটি ব্যবহার করতে পারেন।  Wink
- https://l2beat.com/scaling/summary
sr. member
Activity: 616
Merit: 322
January 08, 2025, 12:21:34 PM
যাইহোক এত কাহিনী বললাম, যেন আপনারা বুঝতে পারেন যে, AI AGENT narrative টা অন্য পর্যায়ে আছে এবং যারা আগ্রহী তারা HOLD টোকেনটি ক্রয় কিংবা DCA (Dollar Cost Average) করতে পারেন। কারণ এই প্রজেক্টটি zksync চেইনের এবং ভালোই হাইপে রয়েছে তাদের AI AGENT Launchpad চালু করার পর থেকে। আর ইতিমধ্যে অনেকগুলো AI AGENT তাদের প্লাটফর্মের মাধ্যমে চালু হয়েছে।
এখানে এসে সবার পোস্ট পড়তেছিলাম Zksync এর বিষয়ে দেখে রিপ্লাই না করে পারলাম না। Zksync হচ্ছে আমার দেখা মতে এবং আমার এক্সপেরিয়েন্স এর মতে সবচাইতে জঘন্য একটা চেইন। Teva Zksync চেইনের একটা টোকেন যেটা থেকে রিসেন্টলি আমি অনেক বড় ধরনের লস করেছি আর এর জন্য দায়ী zksync চেইন। এই টোকেনটা pancakeswap এ দাম কম ছিলো কিছুটা যেখানে $1k দিয়ে টোকেন কিনে Mexc বা Gate.io তে বিক্রি করলে 60$  এর মত প্রফিট পাওয়া যেত ক্যালকুলেশন করে। সবকিছুই ঠিক ছিল তবে আপনি জানেন কিনা জানিনা zksync এর block confirm হতে 24 ঘন্টা সময় লাগে যার কারণে পরবর্তীতে আমাকে 300$ লস করতে হইছে কারণ 24 ঘণ্টা পরে টোকেনের দাম অনেক কমে গিয়েছিল। যদি আপনি আপনার পার্সোনাল ওয়ালেট থেকে zksync এর কোনো টোকেন এক্সচেঞ্জে ডিপোজিট করেন তাহলে সেটা এক্সচেঞ্জে ক্রেডিট হতে 24 ঘণ্টা সময় লাগবে। যদিও Mexc আগে 5-10 মিনিটের মধ্যে pri-cradit করতো সেখানে আপনি টোকেন ট্রেড করতে পারতেন তবে 24 ঘণ্টার মধ্যে ফান্ড উইথড্র করতে পারবেন না যতক্ষণ পযর্ন্ত আপনার পুরো ব্লক কনফার্ম না ।হবে তবে রিসেন্টলি আপডেট এনে এখন Mexc ও 24 ঘণ্টা পর ফান্ড ক্রেডিট করে। তাই এই চেইনের কোনো কয়েনের উপর আমার ভরসা নেই।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
January 07, 2025, 12:12:17 AM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#26)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-custom-exch-cryptosteel-capsule-26-5525514
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 06, 2025, 01:42:11 PM
যাইহোক এত কাহিনী বললাম, যেন আপনারা বুঝতে পারেন যে, AI AGENT narrative টা অন্য পর্যায়ে আছে এবং যারা আগ্রহী তারা HOLD টোকেনটি ক্রয় কিংবা DCA (Dollar Cost Average) করতে পারেন। কারণ এই প্রজেক্টটি zksync চেইনের এবং ভালোই হাইপে রয়েছে তাদের AI AGENT Launchpad চালু করার পর থেকে। আর ইতিমধ্যে অনেকগুলো AI AGENT তাদের প্লাটফর্মের মাধ্যমে চালু হয়েছে।

- https://www.coingecko.com/en/coins/holdstation
- https://x.com/WuBlockchain/status/1875806636327235664

বি:দ্র: নিজের বিশ্লেষণ শেষে কোনো প্রজেক্টে বিনিয়োগ করুন । কারণ আপনার ক্ষতির জন্য কেউ যেমন দায় নিবে নাহ, তেমনি আপনার লাভ হইলে কেউ সেখানে ভাগ চাইবে নাহ। Wink
এটি ছাড়া আর কি কি পজিটিভ দিক আপনি এই কয়েনে দেখতে পাচ্ছেন, একটু জানান।

টিম মেম্বারগুলো ভালো এবং চাইনিজ কমিউনিটি এটিকে ভালোই সাপোর্ট দেয়। আর আপনি হয়তো জানেন যে, চাইনিজ কমিউনিটি যখন কোনো প্রজেক্টকে সার্পোট দেয়, সেটির বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অন্যান্য প্রজেক্টের থেকে একটু বেশিই থাকে। আর এটি zksync চেইনের সেরা perp/derivative এক্সচেঞ্জও বলা যায় এবং কমিউনিটি ভালোই সচল।



zksync চেইন সম্পর্কে বেশি কিছু জানা নাই তবে আপনার শেয়ার করার পরে ভাবতেছি একটু এক্সপ্লোর করে দেখব, তারপরও আপনার থেকে এদের সম্পর্কে একটু হালকা পাতলা কয়েকটা পজিটিভ জিনিস জানতে পারলেও ভালো লাগতো।

zysync এর তো এখন zkIgnite নামে একটি ৩০০ মিলিয়ন $ZK টোকেনের incentive ক্যাম্পেইন চলতেছে, মন চাইলে সেটি দেখতে পারেন । আর টোকেন বিহিন যেসব প্রজেক্ট ওই ক্যাম্পেইনের অংশগ্রহণকারী রয়েছে, সেগুলো এয়ারড্রপের জন্য ফার্ম/ব্যবহার করেন। আশা করা যায়, $ZK টোকেনের রিওয়ার্ডের পাশাপাশি ভালো পরিমাণের এয়ারড্রপও পাবেন।

- বিস্তারিত এখানে জানতে পারবেন: https://x.com/ZKsyncIgnite/status/1876275651860447348



Holdstation কয়েনটি দেখলাম মাত্র ৩০ মিলিয়ন সাপ্লাই সেটাও আবার ম্যাক্স সাপ্লাই মানে লিমিটেড। আর সার্কুলেটিং সাপ্লাই বর্তমানে ৭.৯ মিলিয়ন. কোন সন্দেহ নাই যে  প্রজেক্টটিতে যদি হোয়েলরা আকৃষ্ট হয় তাহলে এটা ১৫ গুণ হতেও সময় লাগবে না। কারণ এটার যে সাপ্লাই দেখতেছি আর তাছাড়া  লো মার্কেট ক্যাপ।

ভাই টোকেন সাপ্লাই অনেক সময় ওতোটা কাজে লাগে নাহ, যতক্ষণ নাহ ক্রিপ্টো কমিউনিটি কিংবা influencers রা প্রজেক্টটিকে হাইপে তুলে। যদিও holdstation প্রজেক্টটি ভালো এবং ইতিমধ্যে ১৪ গুণ বৃদ্ধি পেয়েছিলো, কারণ আমি এটিকে $০.৫০ তে দেখেছিলাম। কিন্তু তখন ওতোটা রিস্ক নেই নাই, বাকিটা তো ইতিহাস। Mcap কিংবা FDV এর বিষয়গুলো তখনই টোকেনের মূল্য বৃদ্ধির কাজে লাগবে , যখন দেখবেন প্রজেক্টটি নিয়ে বিভিন্ন twitter কিংবা youtube এর influencers রা কথা বলা শুরু করবে।

অন্যথায় সেটিতে বেশি লাভের আশা রাখিয়েন নাহ, যেমনটা আপনি বললেন যেত ১৫ গুণও বৃদ্ধি হতে পারে। আমি বলবো সর্বোচ্চ আপনি ৩-৪ গুণ আশা রাখেন, যদি এটি পূর্ববর্তী ATH অতিক্রম করতে পারে।  Cheesy



তবে ভাই এদের Seedless Recovery ফিচারস এর বিষয়টি বুঝলাম না। আপনার কি এ বিষয়ে জানা রয়েছে কিছু?

Wallet Abstraction বলে একটি টেকনোলজি আছে এবং এটির narrative মাঝে একবার হালকাভাবে দেখা দিয়েছিলো, কিন্তু memecoin এর narrative এর কাছে টিকতে পারেনি। যাইহোক seedless recovery কিংবা wallet abstraction বিষয়টি সহজ কখায় বললে, আপনি একটি পিন কিংবা secret word ব্যবহার করে নিজের ব্যক্তিগত ওয়ালেট দিয়ে একটি নতুন ওয়ালেট তৈরি করবেন, যেটির কোনো seed কিংবা recovery phrase থাকবে নাহ। শুধুমাত্র আপনার ব্যক্তিগত ওয়ালেট এবং সঠিক পিন অথবা secret word ব্যবহার করেই সেটি পুনরুদ্ধার করা সম্ভব।

Wallet Abstraction এর একটি সুবিধার কথা যদি বলি, তাহলে ট্রান্সজেকশন অনুমোদন/approve করার বিষয়টি নাহ বললেই নয়। সাধারণত আমরা metamask ব্যবহারের সময় প্রত্যেকবার ট্রান্সজেকশন আমাদের অনুমোদন করতে হয় এবং এতে দেখা যায় যে, আপনার কিছু মিলিসেেকন্ডের জন্য কোনো প্রজেক্টে বিনিয়োগ কিংবা NFT মিন্ট করতে পারেন নাহ। Wallet abstraction ব্যবহার করলে আপনাকে বার বার এমন ট্রান্সজেকশন অনুমোদন করতে লাগবে নাহ। শুধুমাত্র পিনটি দিবেন এবং এই টোকনোলজি আপনার হয়ে ট্রান্সজেকশনটি অনুমোদন করবে । এটি হলো একটি সুবিধা, এছাড়াও আরো অন্যান্য অনেক সুবিধা রয়েছে।

বি:দ্র: কিছু DeFi প্রজেক্ট আবার wallet abstraction এ আপনাকে নতুন তৈরি করা ওয়ালেটের seed phrase কিংবা recovery phrase টিকে export করার সুবিধাও দিয়ে থাকে। কিন্তু মূলত বিষয়টি হলো, সেকেন্ডারি একটি ওয়ালেট তৈরি করা যেটি শুধুমাত্র আপনার মূল ওয়ালেট দ্বারা ব্যবহার করা যাবে এবং মূল ওয়ালেটকে হ্যাক হওয়া থেকে দূরে রাখা।

MPC Wallet বলে একটি বিষয়ও রয়েছে, যেগুলো wallet abstraction টেকনোলজি থেকে একটি আরো উপরে রয়েছে। আপনারা যারা OKX wallet ব্যবহার করেন, তারা হয়তো এই MPC wallet অপশনটি পেয়েছেন কিংবা শুনেছেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 06, 2025, 01:08:12 PM
যাইহোক এত কাহিনী বললাম, যেন আপনারা বুঝতে পারেন যে, AI AGENT narrative টা অন্য পর্যায়ে আছে এবং যারা আগ্রহী তারা HOLD টোকেনটি ক্রয় কিংবা DCA (Dollar Cost Average) করতে পারেন। কারণ এই প্রজেক্টটি zksync চেইনের এবং ভালোই হাইপে রয়েছে তাদের AI AGENT Launchpad চালু করার পর থেকে। আর ইতিমধ্যে অনেকগুলো AI AGENT তাদের প্লাটফর্মের মাধ্যমে চালু হয়েছে।

- https://www.coingecko.com/en/coins/holdstation
- https://x.com/WuBlockchain/status/1875806636327235664

বি:দ্র: নিজের বিশ্লেষণ শেষে কোনো প্রজেক্টে বিনিয়োগ করুন । কারণ আপনার ক্ষতির জন্য কেউ যেমন দায় নিবে নাহ, তেমনি আপনার লাভ হইলে কেউ সেখানে ভাগ চাইবে নাহ। Wink
এটি ছাড়া আর কি কি পজিটিভ দিক আপনি এই কয়েনে দেখতে পাচ্ছেন, একটু জানান।

zksync চেইন সম্পর্কে বেশি কিছু জানা নাই তবে আপনার শেয়ার করার পরে ভাবতেছি একটু এক্সপ্লোর করে দেখব, তারপরও আপনার থেকে এদের সম্পর্কে একটু হালকা পাতলা কয়েকটা পজিটিভ জিনিস জানতে পারলেও ভালো লাগতো।

Holdstation কয়েনটি দেখলাম মাত্র ৩০ মিলিয়ন সাপ্লাই সেটাও আবার ম্যাক্স সাপ্লাই মানে লিমিটেড। আর সার্কুলেটিং সাপ্লাই বর্তমানে ৭.৯ মিলিয়ন. কোন সন্দেহ নাই যে  প্রজেক্টটিতে যদি হোয়েলরা আকৃষ্ট হয় তাহলে এটা ১৫ গুণ হতেও সময় লাগবে না। কারণ এটার যে সাপ্লাই দেখতেছি আর তাছাড়া  লো মার্কেট ক্যাপ। তবে ভাই এদের Seedless Recovery ফিচারস এর বিষয়টি বুঝলাম না। আপনার কি এ বিষয়ে জানা রয়েছে কিছু?


efialtis একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন " [FREE RAFFLE] HAT.EFIALTIS.4 - 0.001 BTC Loaded - Icarus Bitcointalk Hat Edition" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-hatefialtis4-0001-btc-loaded-icarus-bitcointalk-hat-edition-5525468

ধন্যবাদ এটি শেয়ার করার জন্য এই ধরনের রেফেল ড্র তে আবারো অনেকদিন পরে পার্টিসিপেট করলাম।
যাই হোক যারা প্রাইভেসি এর কারণে এই ধরনের রেফেল ড্র তে অংশগ্রহণ করতে পারেন না।
তাদের জন্য আমি এটা শেয়ার করলাম। ৫০ ডলারের ফ্রি রাফেল @whale নিয়ে এসেছে-

Quote from: [Trust Pilot] Telegram [@Whale] 🐳 [ANN Thread] & [Features Thread] & [News Alert] new [Twitter] Old Verified


copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
January 06, 2025, 12:42:00 PM
efialtis একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন " [FREE RAFFLE] HAT.EFIALTIS.4 - 0.001 BTC Loaded - Icarus Bitcointalk Hat Edition" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-hatefialtis4-0001-btc-loaded-icarus-bitcointalk-hat-edition-5525468

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 06, 2025, 11:14:49 AM
- DePin
- AI Agent
- DeSci

গতকালকে DeSci ক্যাটাগরি নিয়ে হালকা তথ্য দিয়েছিলাম, আজকে AI Agent নিয়ে কিছু তথ্য:

আমি নিজেই AI কিংবা AI Agent narrative টিতে তেমন আগ্রহ দেখাই নাই, কিন্তু বর্তমানে এটির হাইপ অন্য লেভেলে রয়েছে। আমি নিজেই VIRTUAL যখন $০.৩০ কিংবা কম ছিলো তখন বিনিয়োগ করতে চেয়েও করি নাই। আর বর্তমানে VIRTUAL ট্রেড হচ্ছে $৪.০০+ মানে প্রায় ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। আরও একটি উদাহরণ হলো AI16Z টোকেনের , যেটি গতমাসের শুরুতে $০.৩০ তে ট্রেড হইতেছিলো এবং আমি নিজে ক্রয়ের চিন্তা করেও পরে আর ক্রয় করি নাই। VIRTUAL এর মতো একই কাহিনী এর ক্ষেত্রে এবং এটিও প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে।

যাইহোক এত কাহিনী বললাম, যেন আপনারা বুঝতে পারেন যে, AI AGENT narrative টা অন্য পর্যায়ে আছে এবং যারা আগ্রহী তারা HOLD টোকেনটি ক্রয় কিংবা DCA (Dollar Cost Average) করতে পারেন। কারণ এই প্রজেক্টটি zksync চেইনের এবং ভালোই হাইপে রয়েছে তাদের AI AGENT Launchpad চালু করার পর থেকে। আর ইতিমধ্যে অনেকগুলো AI AGENT তাদের প্লাটফর্মের মাধ্যমে চালু হয়েছে।

- https://www.coingecko.com/en/coins/holdstation
- https://x.com/WuBlockchain/status/1875806636327235664

বি:দ্র: নিজের বিশ্লেষণ শেষে কোনো প্রজেক্টে বিনিয়োগ করুন । কারণ আপনার ক্ষতির জন্য কেউ যেমন দায় নিবে নাহ, তেমনি আপনার লাভ হইলে কেউ সেখানে ভাগ চাইবে নাহ। Wink
hero member
Activity: 868
Merit: 530
January 06, 2025, 06:23:49 AM
আরে আমি ভুলেই গিয়েছিলাম যে, আপনি ওসব পোষ্ট করেছিলেন। সত্যিকথা বলতে, আমারও ওমন একই ধরনের পোষ্ট করার পরিকল্পনা ছিলো ২০২০ কি ২০২১ সালের দিকে (সঠিক সময়টা মনে নাই) এবং আমি মনে হয় ২০ অথবা ২৫ পেইজ পর্যন্ত সকল পোষ্ট পড়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমি ভুলে গিয়েছিলাম এবং ওমন পোষ্ট আর করা হয় নাই।

যাইহোক আপনি একটি ভালো কাজ করেছেন নতুন বাংলা ব্যবহারকারীদের জন্য। আপনাকে অসংখ্য সাধুবাদ জানাই এবং আশা করি, এই বছরে লোকাল কমিউনিটিতে আরো ভালো ভালো পোষ্ট আসবে, হোক সেটা আমার কিংবা অন্য কারো থেকে। Cheesy

কাজটা অনেক বেশি লম্বা সময়ের। আমি জানি না কতোদিন এক টাকা পেইজ গুলো পড়েছি, তবে ১৫ দিনের ওপড়ে লেগেছে বলে মনে হয়। সেই সময়ে ফোরামের অনেক একাউন্ট দেখেছি যারা ভালো স্টার্ট করে আবার সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। কেউ আবার সেখান থেকে এখনি অব্দি টিকে আছে। অনেকে আবার বাংলাদেশ থ্রেড কে ব্যাবহার করে পজিশন তৈরী করে বাংলাদেশ থ্রেড এ আসা বন্ধ করে দিয়েছে। এগুলো অনেক কিছুই এই কিছুদিনে পড়া হয়েছে এবং বুঝা হয়েছে।

আর পোষ্ট এর যে তালিকা, সেটা মাসিক হিসেবেও আপডেট হতে পারে, আবার কয়েকমাস পর পর ও আপডেট হতে পারে। তবে এখন নেভিগেট করা সহজ হয়েছে আগের চাইতে। কেউ যদি মনে করতে পারে পোষ্ট টা কি নিয়ে ছিলো, সেটা তার জন্য বের করা একদম সহজ হয়ে যাবে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 05, 2025, 10:59:41 AM
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ

5. Review Master [308]  

বাহ, আবার সেরা ৫ এ চলে এসেছি। আপনার এই মাসিক রিপোর্টগুলো দেখলে মন চায় যে, আবার ফোরামে ফিরে এসে সেরা ১ এ চলে যাই। কিন্তু পোষ্ট করার তেমন আর সময় হয় নাহ। আবার সময় পাইলেও দেখা যায় যে, অনেকে আমার পোষ্টগুলো এড়িয়ে চলে। আর এমন হলে আগ্রহ কমে যায়, এখানে পোষ্ট করার জন্য।
দেখি এইবছর কি করা যায়, যদিও এই বছরের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছি। বাকি নিজের চেষ্টা এবং আল্লাহ তায়ালার রহমতের উপর নির্ভর করবে। সকলের জন্য শুভকামনা রঈলো এবং নতুন বছরের শুরুতে কে কি পরিকল্পনা তৈরি করলেন রিপ্লাই করে জানাতে পারেন। আমিও হয়তো পরবর্তী পোষ্টটে সেটি নিয়ে কথা বলবো।
ধন্যবাদ ভাই আপনিও যে আমার এই মাসিক রিপোর্টগুলো দেখেন।

যাই হোক আমার এই মাসিক রিপোর্টে টপ টেন পোস্টার দের নাম মেনশন করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যেন ইউজারদের মধ্যে একটা কম্পিটিশন থাকে এবং সেই কম্পিটিশন থেকে বাংলা থ্রেড এর একটিভিটি এর দিক থেকে এগিয়ে যাক।

আপনার জন্য সবসময় শুভকামনা রঈলো, নতুন করে আর বলার কিছু নাই। কিন্তু সবাই চায় নিজেদের সেরাদের মধ্যে দেখতে, তাই যখন এসবের নোটিফিকেশন পাই মন চায় অন্য সব বাদ দিয়ে আবার আগের মতো এক্টিভ হই। যেমনটা আপনিও বললেন যে, এতে ব্যবহাকারীদের মাঝে যেন একটি প্রতিযোগিতা থাকে এবং এতে আমাদের লোকাল বোর্ডে ভালো হবে।





আমি কিছুদিন আগে ভালো ভালো পোষ্ট এর একটা তালিকা বানিয়েছিলাম। পোষ্টগুলো ক্যাটাগরী অনুযায়ী সাজিয়ে একটা পোষ্ট করেছি এবং সেটা ওপিতে এ্যাড করা হয়েছে। তো সেই কাজ করতে গিয়ে ১ম পৃষ্ঠা থেকে শুরু করে একদম এই পর্যন্ত লেখা সকল পোষ্ট আমাকে পড়তে হয়েছে। যে কারনে, আপনার অনেক পুরাতন পোষ্ট ও আমার পড়া হয়েছে। আপনার ফোরাম রেংক সিনিয়র মেম্বার হলেও, আপনি যে কতটুকু সিনিয়র, সেটা আপনার পোষ্ট পড়ে আমার আন্দাজ হয়েছে।

আরে আমি ভুলেই গিয়েছিলাম যে, আপনি ওসব পোষ্ট করেছিলেন। সত্যিকথা বলতে, আমারও ওমন একই ধরনের পোষ্ট করার পরিকল্পনা ছিলো ২০২০ কি ২০২১ সালের দিকে (সঠিক সময়টা মনে নাই) এবং আমি মনে হয় ২০ অথবা ২৫ পেইজ পর্যন্ত সকল পোষ্ট পড়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমি ভুলে গিয়েছিলাম এবং ওমন পোষ্ট আর করা হয় নাই।

যাইহোক আপনি একটি ভালো কাজ করেছেন নতুন বাংলা ব্যবহারকারীদের জন্য। আপনাকে অসংখ্য সাধুবাদ জানাই এবং আশা করি, এই বছরে লোকাল কমিউনিটিতে আরো ভালো ভালো পোষ্ট আসবে, হোক সেটা আমার কিংবা অন্য কারো থেকে। Cheesy

হ্যা, আপনি চাইলে হয়তো প্রমোশন করিয়ে ভালো টাকা ইনকাম করতে পারতেন, কিন্তু এই যে টাকার বিনিময়ে আপনি যেনতেন প্রজেক্ট প্রমোট করেননি, সেই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাতে চাই। আপনি সময় পেলেই ফোরামে আসবেন, আর কমিউনিটিকে আপডেট দিবেন, সেই অপেক্ষাই থাকবে।

ধন্যবাদ।




তাই যারা লাভ করতে চান তারা এইসব narrative এর প্রজেক্টগুলো নিয়ে বিশ্লেষণ শেষে trade/invest করতে পারেন।

- DePin
- AI Agent
- DeSci

AI Agent কিংবা DeSci এর নিত্যনতুন প্রজেক্টের হালনাগাদ/আপডেট পাওয়ার জন্য, আপনারা এনাকে টুইটারে অনুসরণ করতে পারেন।

- https://x.com/cryptoboys27

কিন্তু অন্ধের মতো অনুসরণ করে, আবার মারা খাইয়েন নাহ।  Grin
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
January 05, 2025, 06:17:45 AM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (597 তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-597th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-allet-5525335

Pages:
Jump to: