Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 2. (Read 5519415 times)

jr. member
Activity: 63
Merit: 7
December 14, 2024, 11:19:03 PM
বাজার বিশ্লেষকদের মতে, 2025 সালের প্রথম ত্রৈমাসিকে ইথার তার আগের সর্বকালের সর্বোচ্চকে ছাড়িয়ে যেতে পারে। Shocked
 আপনাদের ভবিষ্যদ্বাণী কী? জানাবেন সকলে কি হতে চলেছে ইথারের উপর Cheesy

যদি আপনি প্লেজিয়ারিজমের জন্য নিষিদ্ধ হতে না চান, তবে আপনি যে উৎস থেকে টেক্সটটি নিচ্ছেন তার লিঙ্ক উল্লেখ করতে শিখুন।

If you do not want to get banned for plagiarism, then learn to indicate a link to the source from where you take the text.
সেই ব্যক্তিটি বিটগেট থেকে কপি করে এখানে হুবহু পোস্ট করে দিয়েছে, কোন চেঞ্জ করেনি এমনকি সে যেখান থেকে তার এই পোস্টটি কপি করেছে সেটার লিংক যুক্ত করেনি। তিনি এর আগে একটি পোস্টে ফোরামের নিয়ম কানুন জানতে চেয়েছিলেন আমাদের এই বোর্ডের একজন সদস্য খুবই সুন্দরভাবে তাকে সেই নিয়ম কানুন সম্পর্কিত পোস্ট গুলো উল্লেখ করেছিল তারপরও সে ভুল করেছে।

That person copied from Bitgate and posted exactly here, made no changes and not added a link to where he copied his post from. He wanted to know the rules of the forum earlier, one of our board members very nicely pointed him to the posts regarding those rules, but he made a mistake.

He copied part of that post from here.



এখান থেকে তার পোস্টের অংশটুকু কপি করেছে;


Link: https://www.bitget.com/news/detail/12560604421999
staff
Activity: 2436
Merit: 2347
December 14, 2024, 06:26:02 PM
বাজার বিশ্লেষকদের মতে, 2025 সালের প্রথম ত্রৈমাসিকে ইথার তার আগের সর্বকালের সর্বোচ্চকে ছাড়িয়ে যেতে পারে। Shocked
 আপনাদের ভবিষ্যদ্বাণী কী? জানাবেন সকলে কি হতে চলেছে ইথারের উপর Cheesy

যদি আপনি প্লেজিয়ারিজমের জন্য নিষিদ্ধ হতে না চান, তবে আপনি যে উৎস থেকে টেক্সটটি নিচ্ছেন তার লিঙ্ক উল্লেখ করতে শিখুন।

If you do not want to get banned for plagiarism, then learn to indicate a link to the source from where you take the text.
newbie
Activity: 8
Merit: 0
December 14, 2024, 10:23:02 AM
বাজার বিশ্লেষকদের মতে, 2025 সালের প্রথম ত্রৈমাসিকে ইথার তার আগের সর্বকালের সর্বোচ্চকে ছাড়িয়ে যেতে পারে। Shocked
 আপনাদের ভবিষ্যদ্বাণী কী? জানাবেন সকলে কি হতে চলেছে ইথারের উপর Cheesy
jr. member
Activity: 45
Merit: 12
December 12, 2024, 08:58:09 PM
আপনি যে বাইচা আছেন এটা  বেশি ভেবেছিলাম LB ভাইয়ের বন্ধু আরো চরম লেভেলের অ্যাক্টিভ থাকবে যাই হোক এখন দেখতেছি যে একটিভ না থেকে বিদেশে পালাচ্ছেন যেহেতু বাংলাদেশের সময় পাননি বিদেশে গিয়ে তো আরো সময় পাবেন না ফোরামে সময় দেওয়ার।
আমার কিন্তু ভাই আপনার কথা এখনো মনে আছে যে আপনার লিনাক্স অপারেটিং নিয়ে কাজ করার চিন্তাভাবনা রয়েছে অবশ্যই চিন্তাটা অনেক বড়সড়ো ছিল সেটা ফরেন এ নিয়ে গিয়ে ভুলে যাইয়েন না বাংলাদেশের কমিউনিটিতে  আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় কনট্রিবিউট কইরেন।

আর আপনার যাত্রা শুভ হোক গত পাঁচ মাস আগে আমি আমার এক বেস্ট ফ্রেন্ড কে বিদায় দিয়েছিলাম আপনাকে হয়তো আর কিছুদিনের মধ্যে LB বিদায় দেবে আহা ভাই কষ্ট ভেবেই কষ্ট লাগতাছে। মানে আমার ওই বন্ধুর কথা মনে পড়ে  যাইতেছে।
আসলেই ভাই বেঁচে আছি এটাই অনেক। আমার জীবণে আমার বয়সের চেয়ে শতগুন বেশী প্যারা আমি নিছি। অন্য কেউ হলে হয়তো পাগল হয়ে যেতো। নিজের চোখে নিজেকে ধ্বংস হতে দেখেছি। কাছের মানুষদের বেইমানি দেখেছি। লিন্যাক্স এর একটা বড়োসড়ো কমিউনিটি বাংলাদেশে বিল্ড করার ইচ্ছা আমার এখনো আছে আর এখনো সেইটার জন্য চেষ্টায় আছি। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ্‌ সফল হবো। আর এই ফোরামে আমি যতটুকু পারি সময় দেওয়ার চেষ্টা সবসময় করবো।

আর হ্যাঁ LB আমাকে বিমানবন্দরে বিদায় দেওয়ার কথা যদি সব ঠিকঠাক থাকে। সে আবার একটু বেশীই অসুস্থ হয়ে যায় ইদানীং যদি আল্লাহ চায় তবে বিদায় বেলায় দেখা হবে আমাদের। দোয়া রাখবেন আমার জন্য আমার বন্ধু LB এর জন্য। 😊💖
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 12, 2024, 02:07:59 PM
প্রিয় ভাইয়েরা কেমন আছেন? ব্যাক্তিগত সমস্যার কারণে বেশ কিছুদিন যাবৎ আমি ফোরামে ইনেকটিভ। এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হয়তো আগামী ১০-১২ দিন এর মধ্যে পার্মানেন্ট বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি, সবাই দোয়া রাখবেন আমার জন্য।
আপনি যে বাইচা আছেন এটা  বেশি ভেবেছিলাম LB ভাইয়ের বন্ধু আরো চরম লেভেলের অ্যাক্টিভ থাকবে যাই হোক এখন দেখতেছি যে একটিভ না থেকে বিদেশে পালাচ্ছেন যেহেতু বাংলাদেশের সময় পাননি বিদেশে গিয়ে তো আরো সময় পাবেন না ফোরামে সময় দেওয়ার।
আমার কিন্তু ভাই আপনার কথা এখনো মনে আছে যে আপনার লিনাক্স অপারেটিং নিয়ে কাজ করার চিন্তাভাবনা রয়েছে অবশ্যই চিন্তাটা অনেক বড়সড়ো ছিল সেটা ফরেন এ নিয়ে গিয়ে ভুলে যাইয়েন না বাংলাদেশের কমিউনিটিতে  আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় কনট্রিবিউট কইরেন।

আর আপনার যাত্রা শুভ হোক গত পাঁচ মাস আগে আমি আমার এক বেস্ট ফ্রেন্ড কে বিদায় দিয়েছিলাম আপনাকে হয়তো আর কিছুদিনের মধ্যে LB বিদায় দেবে আহা ভাই কষ্ট ভেবেই কষ্ট লাগতাছে। মানে আমার ওই বন্ধুর কথা মনে পড়ে  যাইতেছে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 12, 2024, 10:10:35 AM
লেখক: 1miau
অরিজিনাল টপিক: MLM – a dangerous marketing strategy



ডিসক্লেইমার: অনুগ্রহ করে এমএলএম (MLM) সিস্টেমে কেউ কোনো প্রকার অর্থ ইনভেস্ট করবেন না, কারন এখানে আপনি কখনোই আপনার অর্থ ফিরে পাবেন না। নিচে নিম্নলিখিত বিষয়টি নিয়ে বাখ্যা তুলে ধরা হয়েছে:



MLM সিস্টেম কিভাবে সনাক্ত করবেন

আপনি যখন একটি ভালো ইনভেস্টমেন্টের সুযোগ খুঁজবেন, তখন MLM নামক একটি ব্যবসায়িক মডেল দেখতে পাবেন। MLM মানে মাল্টি-লেভেল-মার্কেটিং এবং প্রায়শই এটি নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে ব্যবহৃত হয়। মাল্টি-লেভেল বলতে বোঝায় বর্তমান গ্রাহকরাই নতুন গ্রাহকদের নিয়োগ দিবে। প্রতিটি নিয়োগপ্রাপ্ত গ্রাহকের জন্য, বর্তমান গ্রাহক নতুন গ্রাহকটির ডিপোজিট করা অর্থ থেকে একটি নির্দিষ্ট অংশ কমিশন পাবে।

বেশিরভাগ সময়ই যখন কমিশন দেয়া হয়, তখন তার বিভিন্ন লেভেল থাকে:
যখন আপনার রেফার করা ব্যক্তি নতুন একজন গ্রাহক নিয়োগ দিবে, তখনও আপনি সেই নতুন গ্রাহকের ডিপোজিট থেকে ছোট্ট একটি অংশ কমিশন পাবেন।
প্রথম প্রথম আপনার কাছে এটি লাভজনক বলেই মনে হবে, নতুন গ্রাহক নিয়োগ দিবেন আর কমিশন নিবেন, তবে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝবেন আসলে এটি তেমন সুবিধার না এবং এই ধরনের মাল্টি-লেভেল-মার্কেটিং সিস্টেমে ইনভেস্ট না করাই ভালো।




BitConnect Ponzi-স্ক্যাম এর এমএলএম কাঠামো। আপনার রেফার করা ব্যক্তি ঠিক কি পরিমাণ অর্থ ডিপোজিট করলো তার উপর ভিত্তি করে আপনাকে একটি ছোট্ট অংশ বোনায় হিসেবে দেয়া হবে।



এই ধরনের ফেইক প্রজেক্টগুলো বিভিন্ন প্রকারের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে, যেমন অল্প সময়ের ব্যবধানে ইনভেস্ট করা অর্থ কয়েকগুণ বৃদ্ধির সুযোগ। কিছু কিছু MLM প্রজেক্ট আবার বড় অংকের ইনভেস্টের উপর বিশেষ বোনাসও দিয়ে থাকে। তারা এমনটা প্রতিশ্রুতি দেয় যে, বেশি বেশি ইনভেস্ট করলে আপনি অতি দ্রুত মোটা অংকের মুনাফা পাবেন:




MLM ক্রিপ্টো স্পেসে খুবই জনপ্রিয় কারন ক্রিপ্টো অধিক রিটার্ন দিতে সক্ষম এবং অনভিজ্ঞ মানুষরাই এসব MLM গ্রুপদের মূল টার্গেট। ২০১৭ সালের হাইপের সময় অনেক পঞ্জি এবং MLM "হোয়েন মুন" টাইপের পরিবেশ বানিয়ে ফান্ড রাইজ করেছে, হোক সেটা মাইনিং অথবা ঋণের বিজনেস মডেল, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো ছিলো মানুষ ঢোকানোর জন্য শুধুমাত্র ভুয়া প্রতিশ্রুতি।
তদুপরি, নতুন ইউজারদের জন্য বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি খুবই জটিল বিষয়, এবং এজন্যই স্ক্যামারদের জন্য এসব ইউজারদের বোকা বানানো বা এসব জাল ব্যবসায় ইনভেস্ট করানো বেশ সহজ।


MLM চেনার সবথেকে সহজ উপায় হলো এটিতে একটি পিরামিডের মতো কাঠামো থাকবে, যেখানে আপনাকে কয়েক স্তরের রেফারেল বোনাস দেয়া হবে এবং সাথে সাথে বিশাল অংকের দৈনিক বা মাসিক মুনাফা দেয়া হবে। উদাহরণস্বরূপ, সুপরিচিত কিছু MLM প্রজেক্টগুলোর হলো BitConnect এবং BitClub।




BitConnect ক্রাশ হওয়ার পরে, তাদের কয়েন প্রায় সম্পূর্ণ মুল্য হারিয়ে ফেলে।



সংক্ষেপে বল্লে, নিচে MLM ব্যবস্থার অসুবিধা এবং কেনো এটিতে বিনিয়োগ করা থেকে নিজেকে বিরত রাখা উচিত তা তুলে ধরা হলো:


১. এমএলএম এবং স্ক্যাম একসঙ্গে মিলে যায়

MLM সিস্টেমের অন্তভুক্ত সকল প্রজেক্টই যে স্ক্যাম করে তা সত্য নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্ক্যাম হয়। এর মূল কারণ হলো, MLM সিস্টেমে পুরাতন গ্রাহকরাই নতুন গ্রাহকদের নিয়োগ দেয়, এতে করে MLM অপারেটরদের কোনোকিছুই করতে হয় না, উল্টো তাদের প্রজেক্টের প্রমোশন হয়ে যায়। এটি প্রজেক্টে মালিকের জন্য খুবই লাভজনক, কারণ গ্রাহকরাই তার প্লাটফর্মের প্রমোশন করে যাচ্ছে এবং এটি নতুন গ্রাহকদের অর্থায়নে হচ্ছে। সুতরাং, MLM সিস্টেমে মালিকের কোনো ঝুঁকি তো থাকেই না বরং মার্কেটিং এর জন্যও কোনো টাকা খরচ করতে হয় না।
আর যখন যথেষ্ট ফান্ড সংগ্রহ হয়ে যায়, তখন মালিক তার প্লাটফর্ম বন্ধ করে দেয় যাতে গ্রাহকরা তাদের অর্থ তুলতে না পারে - এই ধরনের স্ক্যামকে "Exit-Scam" বলা হয়।

একটা পঞ্জি সব সময় এমন একটা যায়গায় এসে দাঁড়াবে, যখন নতুন গ্রাহকেরা আর পর্যাপ্ত পরিমানে ডিপোজিট করবে না। বর্তমান গ্রাহকেরা নতুন ইউজারদের ডিপোজিট থেকে তাদের পেমেন্ট পাবে। এটি কেবলই একজনের অর্থ অন্যজনের মাঝে বণ্টন করা কারন এখানে কোনো লাভ জেনারেট হচ্ছে না।

MLM থেকে যদি সত্যিকার অর্থে মুনাফা আসেও, সেক্ষেত্রেও আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে।


২. এমএলএম অনেক ব্যয়বহুল

যদি মুনাফা হয়, সেক্ষেত্রে MLM ভিত্তিক ব্যবসাকে তাদের মুনাফার একটি উল্লেখযোগ্য অংশ কমিশনের উপর ব্যয় করতে হবে। বিভিন্ন লেভেল এবং পৃথক কমিশনের উপর নির্ভর করবে ঠিক কতটুকু মুনাফা বাদ যাবে।
উপরন্তু, এই বাদ যাওয়া মুনাফা অন্য কোথাও ইনভেস্ট করা সম্ভব হবে না, এতে করে এটি গ্রাহকদের ইনকামের উপর খারাপ প্রভাব ফেলবে। কারন গ্রাহকদের অর্থ দিয়েই এখানে মার্কেটিং করা হচ্ছে।

অতএব, একটি বৈধ কোম্পানি কখনোই MLM কাঠামো ব্যবহার করবে না কারন, না এটি কোম্পানির জন্য লাভজনক, না এটিতে কোম্পানির কোনো উন্নয়ন হয়।



৩. যারা প্রজেক্টের প্রথম দিকে ইনভেস্ট করবে এবং অনেক সংখ্যক রেফার করবে তারা শুধুমাত্র এমএলএম থেকে প্রফিট তুলতে পারবে

এফিলিয়েট কাঠামোর ফলস্বরূপ, যারা আগে ইনভেস্ট করবে (বেশিরভাগ সময়ই প্রতিষ্ঠাতা) এবং যারা সর্বাধিক রেফার করবে শুধুমাত্র তারাই সবথেকে বেশি প্রফিট অর্জন করতে পারবে। আর এই রেফারেল কমিশন সরাসরি নিচের রাঙ্কে থাকা গ্রাহকদের অর্থ থেকেই আসবে।
এবং অবশ্যই, মালিকরা MLM সিস্টেম থেকে প্রফিট অর্জন করবে, অন্যথায় তারা এটি চালু রাখবে না।  

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা এই প্রজেক্টগুলো প্রমোট করে তারা সবসময়ই এই প্রজেক্ট নিয়ে পক্ষপাতদুষ্ট হন। তারা এমনভাবে জিনিসটা প্রমোট করার চেষ্টা করেন যাতে এটিতে বেশি বেশি রেফার হয় (যত বেশি রেফার তত বড় বোনাস)। এই ধরনের পক্ষপাতদুষ্ট প্রমোশনকে শিলিং বা “shilled project” ও বলে।

(n.b. -- যখন কেনো প্রজেক্টের ভালো খারাপ দিক বিবেচনা না করেই শুধুমাত্র টাকার উদ্দেশ্য প্রজেক্টটির প্রমোশন করা হয় তখন সেই অবস্থাকে শিলিং বলে। আর যে এই কাজ করে তাকে শিলার বলে। এখানে তার এই প্রজেক্ট নিয়ে বিন্দুমাত্র কোনো ধারণা নেই, আদেও প্রজেক্টটি বৈধ কিনা বা স্ক্যাম করবে কিনা, এ সম্পর্কে তিনি অবগত নন।)



৪. MLM এর কোনো স্বচ্ছতা নেই

বৈধ প্রজেক্ট গুলো সবসময় চেষ্টা করে তাদের ব্যবসায়িক কাঠামোকে স্বচ্ছ রাখার জন্য, যাতে মানুষ এখানে ইনভেস্ট করে, উদাহরণস্বরূপ কিভাবে মুনাফা আসতেছে, প্রজেক্টটির পেছনে কারা কারা কাজ করতেছে এবং কিভাবে রেভিনিউ ভাগ করা হচ্ছে (দল / ব্যয় / ইনভেস্টরদের মুনাফা)। তবে, বেশিরভাগ ক্ষেত্রেই এইসব প্রজেক্টে কোনো মাল্টি-লেভেল মার্কেটিং সিস্টেম থাকে না। Wink

এদিকে MLM ভিত্তিক কোম্পানিগুলোর প্রায়শই কোনো কাঠামো থাকে না, যেখানে অপারেটরদের কেউ চিনে না এবং যেখানে গ্রাহকরাই কোম্পানিটির মার্কেটিং করে বেড়ায়। একদম নিখুঁত একটি কৌশল যেখানে মালিকরা তাদের পরিচয় গোপন রাখতে পারে ও সাথে বিশাল মার্কেটিং হয়ে যায়।

বিশেষ করে অনভিজ্ঞ ব্যক্তিদের, যারা এই সেক্টরে একদমই নতুন তাদের বিভিন্ন অবাস্তব রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে "a new Bitcoin, Lambo বা Moon" টার্গেট করা হয়। (n.b. -- এখানে নিউ বিটকয়েন, ল্যামবো ও মুন দ্বারা বিশাল মুনাফা বোঝানো হয়েছে)


যদি ব্যবসায়িক কাঠামো ভালো হয়, সেক্ষেত্রে একটি কার্যকর এবং বৈধ মার্কেটিং কৌশল হিসেবে MLM কে ব্যবহার করা যেতে পারে, তবে অতীত এর বিপরীত দেখিয়েছে।

পরিশেষে একটি কথাই বলতে চাই, এসব মাল্টি-লেভেল মার্কেটিং (MLM) সিস্টেমগুলোতে ইনভেস্ট না করাই ভালো, কারন এগুলোতে স্ক্যাম হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে, এবং স্ক্যাম যদি নাও হয় সেক্ষেত্রে এর কাঠামো গ্রাহকদের জন্য তেমন সুবিধার না, শুধুমাত্র প্রতিষ্ঠাতারাই এখানে লাভবান হন।



অনুবাদ টি যাদের উদ্যোগে করা হয়েছে:



copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 11, 2024, 08:03:00 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#24)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/--5522464
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 11, 2024, 11:02:19 AM
ভাই আমি যথাসাধ্য চেষ্টা করতেছি বিদেশে যাওয়ার জন্য কারন দেশে সরকারি চাকরির জন্য ১০-১২ লাখ টাকা ঘুস দেওয়া লাগে, এখন আমার জন্য যা অসম্ভব, কোন মতেই ১০-১২ লক্ষ্য টাকা ব্যবস্থা করতে পারবো না। আমাদের দেশ আর দেশ নেই মেধার কোন মুল্যে নেই, যার টাকা ও মামা খালু আছে তাদের চাকরি আছে। আর আমি কোম্পানির চাকরি করেছি মাসে ১৬-১৮ হাজার মতো টাকা ইনকাম করা যায়, কিন্তু মাস শেষে দেখা যায় ৭-৮ হাজার টাকা বাসা ও খাওয়া জন্য ব্যয় হয়ে যাবে। বাদ বাকী যা থাকে তা দিয়ে নুন মরিচ কিনতে খরচ হয়ে যায়। তাই আমার জন্য দেশে ভালো কিছু দেখতে পাচ্ছি না, বিদেশ যাওয়া ছাড়া কোন উপায় নেই। বিদেশ গেলে তাও ১০-১২ বছর বিদেশ করতে পারলে ভালো একটা পজিশনে যাওয়া যাবে, এবং তখন টাকাও অনেক থাকবে ভালো একটা ব্যবসা করতে পারবো।

যাইহোক, ভাই যেহেতু আপনি ইনকাম করার উদ্দেশ্য বিদেশ যাবেন। আপনার জন্য শুভকামনা ও দুয়া করি আল্লাহ যেন আপনার মঙ্গল করেন এবং দুয়া করি যেন অনেক টাকা ইনকাম করতে পারেন।
ধন্যবাদ ভাই, আসলে টাকা ইনকাম করা সহজ ধরে রাখা কঠিন আমি পৃথিবীর বিখ্যাত কয়েকটা কোম্পানিতে জব করছি। বেতন পাইছি লাখ টাকার উপরে, কিন্তু ধরে রাখতে পারিনি। বিভিন্ন কারণে ডিপ্রেশনে আছি। জব ছেড়ে দিয়েছি, ব্যাবসা বিক্রি করে দিয়েছি। দেশের বাহিরে গেলে যদি একটু মানসিক শান্তি মিলে তাই যাওয়া। খুব বেশী টাকা ইনকাম করতে হবে এমন ও না। একটা সাধারণ জীবণ চাই শুধু আর কিছু না। লাখ লাখ টাকা থাকলেও লাভ নাই যদি মনে শান্তি না থাকে। আপনার জন্য ও দোয়া রইলো আল্লাহ যেনো জীবণের রাস্তা সহজ করে দেয়।

ভাই আপনার এই কথাটা একদম পয়েন্টে লাগলো আমার। যতদিন বাপের হোটেলে খাইছি ততদিন জিনিসটা রিয়ালাইজ করিনি। বাট এখন হারে হারে টের পাচ্ছি বিষয়টা। টাকা একদিক দিয়ে ক্যাশ করি আর আরেকদিক দিয়ে বের হয়ে যায়। আগে ইনকাম কম ছিলো তাই চাহিদাও কম ছিলো, আর এখন ইনকাম বাড়ছে চাহিদাও বাড়ছে। কোথায় যে খরচ হয় হিসাবই পাইনা। উহাহরণস্বরূপ, বাসায় থাই লাগানোর জন্য কিছু টাকা আলাদা করে রাখছিলাম, সেটা তো করা হয়ই নি, উল্টা অন্য জায়গায় টাকাটা খরচ করা লাগছে। তারপর আবার আমি একটা নষ্ট ল্যাপটপ চালাই, অনেকদিন যাবৎ টাকা জমাই গেমিং ল্যাপটপ বা কাস্টম পিসি বিল্ড করবো। ৭০ হাজার জমাও করছিলাম। দুঃখের বিষয়ও সেটাও ফ্যামেলির উপর খরচ করে ফেলছি। আবার নতুন করে জমানো শুরু করছি, ৩০ হাজার জমছে। এটা আদেও শেষ অব্দি থাকবে কিনা আমার সন্দেহ। একটার পর একটা ক্রাইসিস আসতেই থাকে।

যে যে পাড়েন বিদেশে চলে যান। অন্তত বাংলাদেশ থেকে বেটার লাইফ লিড করতে পারবেন। আমার এক কাছের বন্ধু কুয়েতে থাকে, সেফের কাজ করে। মাসে স্যালারি ৭২ হাজার, ২০ নিজে খরচ করে আর ৫০ বাড়ি পাঠায়। ভালোই আছে ও।



jr. member
Activity: 45
Merit: 12
December 11, 2024, 06:12:30 AM
আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আমি ইনকামের উদ্যেশ্যেই যাচ্ছি আর প্রচুর ডিপ্রেশন এ আছি এই দেশে থাকলে দিন দিন পাগল হয়ে যাবো যেই অবস্থা আমার এটাও একটা কারণ, নাহলে দেশে আমার যেই ব্যাবসা ছিলো অইটা দিয়েই দিব্যি চলে যেতো। সুযোগ থাকলে দ্রুত দেশ ছাড়েন। আপনার জন্য শুভ কামনা রইলো ভাই।
ভাই আমি যথাসাধ্য চেষ্টা করতেছি বিদেশে যাওয়ার জন্য কারন দেশে সরকারি চাকরির জন্য ১০-১২ লাখ টাকা ঘুস দেওয়া লাগে, এখন আমার জন্য যা অসম্ভব, কোন মতেই ১০-১২ লক্ষ্য টাকা ব্যবস্থা করতে পারবো না। আমাদের দেশ আর দেশ নেই মেধার কোন মুল্যে নেই, যার টাকা ও মামা খালু আছে তাদের চাকরি আছে। আর আমি কোম্পানির চাকরি করেছি মাসে ১৬-১৮ হাজার মতো টাকা ইনকাম করা যায়, কিন্তু মাস শেষে দেখা যায় ৭-৮ হাজার টাকা বাসা ও খাওয়া জন্য ব্যয় হয়ে যাবে। বাদ বাকী যা থাকে তা দিয়ে নুন মরিচ কিনতে খরচ হয়ে যায়। তাই আমার জন্য দেশে ভালো কিছু দেখতে পাচ্ছি না, বিদেশ যাওয়া ছাড়া কোন উপায় নেই। বিদেশ গেলে তাও ১০-১২ বছর বিদেশ করতে পারলে ভালো একটা পজিশনে যাওয়া যাবে, এবং তখন টাকাও অনেক থাকবে ভালো একটা ব্যবসা করতে পারবো।

যাইহোক, ভাই যেহেতু আপনি ইনকাম করার উদ্দেশ্য বিদেশ যাবেন। আপনার জন্য শুভকামনা ও দুয়া করি আল্লাহ যেন আপনার মঙ্গল করেন এবং দুয়া করি যেন অনেক টাকা ইনকাম করতে পারেন।
ধন্যবাদ ভাই, আসলে টাকা ইনকাম করা সহজ ধরে রাখা কঠিন আমি পৃথিবীর বিখ্যাত কয়েকটা কোম্পানিতে জব করছি। বেতন পাইছি লাখ টাকার উপরে, কিন্তু ধরে রাখতে পারিনি। বিভিন্ন কারণে ডিপ্রেশনে আছি। জব ছেড়ে দিয়েছি, ব্যাবসা বিক্রি করে দিয়েছি। দেশের বাহিরে গেলে যদি একটু মানসিক শান্তি মিলে তাই যাওয়া। খুব বেশী টাকা ইনকাম করতে হবে এমন ও না। একটা সাধারণ জীবণ চাই শুধু আর কিছু না। লাখ লাখ টাকা থাকলেও লাভ নাই যদি মনে শান্তি না থাকে। আপনার জন্য ও দোয়া রইলো আল্লাহ যেনো জীবণের রাস্তা সহজ করে দেয়।
sr. member
Activity: 602
Merit: 369
Betunlim|Welcome Bonus 100%|Upto 1000€
December 11, 2024, 05:18:04 AM
আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আমি ইনকামের উদ্যেশ্যেই যাচ্ছি আর প্রচুর ডিপ্রেশন এ আছি এই দেশে থাকলে দিন দিন পাগল হয়ে যাবো যেই অবস্থা আমার এটাও একটা কারণ, নাহলে দেশে আমার যেই ব্যাবসা ছিলো অইটা দিয়েই দিব্যি চলে যেতো। সুযোগ থাকলে দ্রুত দেশ ছাড়েন। আপনার জন্য শুভ কামনা রইলো ভাই।
ভাই আমি যথাসাধ্য চেষ্টা করতেছি বিদেশে যাওয়ার জন্য কারন দেশে সরকারি চাকরির জন্য ১০-১২ লাখ টাকা ঘুস দেওয়া লাগে, এখন আমার জন্য যা অসম্ভব, কোন মতেই ১০-১২ লক্ষ্য টাকা ব্যবস্থা করতে পারবো না। আমাদের দেশ আর দেশ নেই মেধার কোন মুল্যে নেই, যার টাকা ও মামা খালু আছে তাদের চাকরি আছে। আর আমি কোম্পানির চাকরি করেছি মাসে ১৬-১৮ হাজার মতো টাকা ইনকাম করা যায়, কিন্তু মাস শেষে দেখা যায় ৭-৮ হাজার টাকা বাসা ও খাওয়া জন্য ব্যয় হয়ে যাবে। বাদ বাকী যা থাকে তা দিয়ে নুন মরিচ কিনতে খরচ হয়ে যায়। তাই আমার জন্য দেশে ভালো কিছু দেখতে পাচ্ছি না, বিদেশ যাওয়া ছাড়া কোন উপায় নেই। বিদেশ গেলে তাও ১০-১২ বছর বিদেশ করতে পারলে ভালো একটা পজিশনে যাওয়া যাবে, এবং তখন টাকাও অনেক থাকবে ভালো একটা ব্যবসা করতে পারবো।

যাইহোক, ভাই যেহেতু আপনি ইনকাম করার উদ্দেশ্য বিদেশ যাবেন। আপনার জন্য শুভকামনা ও দুয়া করি আল্লাহ যেন আপনার মঙ্গল করেন এবং দুয়া করি যেন অনেক টাকা ইনকাম করতে পারেন।
jr. member
Activity: 45
Merit: 12
December 11, 2024, 02:11:30 AM
full member
Activity: 28
Merit: 7
Wheel of Whales 🐳
December 10, 2024, 11:23:46 PM
প্রিয় ভাইয়েরা কেমন আছেন? ব্যাক্তিগত সমস্যার কারণে বেশ কিছুদিন যাবৎ আমি ফোরামে ইনেকটিভ। এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হয়তো আগামী ১০-১২ দিন এর মধ্যে পার্মানেন্ট বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি, সবাই দোয়া রাখবেন আমার জন্য।
আলহামদুলিল্লাহ ভাই ভালোই আছি, আপনি কেমন আছেন? কিছুদিন আগে আপনার পোস্ট দেখে ভেবেছিলাম আপনি স্টুডেন্ট। আপনি কি তাহলে ভাই স্টুডেন্ট ভিসায় বিদেশ যাচ্ছেন নাকি ওয়ার্কিং বিষয়ে যাচ্ছেন। বাংলাদেশের 90% যুবক দেশ ছেড়ে যাবার জন্য প্রচুর চেষ্টা করতেছে। বিদেশ যাওয়ার ব্যাপারটা অনেকের কাছে অনেক রকমের মনে হতে পারে কিন্তু ভাই আমার কাছে মনে হয় যদি বাংলাদেশে থেকে কোন রকমে ডাল ভাত খেয়ে জীবন যাপন করতে চান তাহলে তার বাংলাদেশে থেকেই কিছু করা উচিত। কারণ বাংলাদেশে যে চাকরি করেন না কেন দিন শেষে দেখা যাবে আপনার অভাব অনটন চাহিদা কিছুই পূরণ হচ্ছে না।

বাংলাদেশের প্রথম শ্রেণীর চাকরিগুলোতে নবম গ্রেডের বেতন স্কেল হয় সেগুলো থেকে ভাই আর কত টাকায় বেতন পাওয়া যায় ওই ধরেন সর্বোচ্চ গেলে ৩০ থেকে ৪০ হাজার টাকা। প্রথম শ্রেণীর একটা চাকরি পেতে কত যে কষ্ট করতে হয় সেটা বলার বাহিরে। গ্রাজুয়েশন শেষ হবার পর বিসিএস দেবার জন্য পড়াশোনা করতেছি কিন্তু এটা হবে কিনা কে জানে। এই যা নিতে এসে দেখা যায় জীবনের অর্ধেক সময়টা পড়াশোনার পিছনে নষ্ট হয়ে যাচ্ছে তবুও ভালো কিছু হবে কিনা জানা নেই। সেজন্য বর্তমান সময়ে আমার কাছে যেটা মনে হয় যদি দেশ ছেড়ে যাবার কোনো সুযোগ থাকে তাহলে দেশ ছেড়ে যাওয়ায় ভালো। ইউরোপের কোন দেশে সেটেল হয়ে যেতে পারলে সেটাই সব থেকে ভালো হয়। বাংলাদেশের যে অবস্থা তাতে মনে হয় বাংলাদেশ আমাদের জন্য সিকিউর না সেজন্য বাংলাদেশ ছেড়ে দেওয়াই ভালো।

অন্যদিকে দেখা যাচ্ছে যে বন্ধুবান্ধব এসএসসি পাস করেই বাংলাদেশ ছেড়ে দিয়েছে তারা এখন ভালো আছে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি করে সুখে সংসার করতেছে তার এই দিকে আমাদের এখনো গ্রাজুয়েশন শেষ হয়নি। আসলে ভাই সফলতার সংজ্ঞা একদিকে নয় কি কোন দিক দিয়ে ভালো কিছু করতে পারতাছে সেটাই বড় কথা আমার কাছে মনে হয় ওরাই ভালো আছে এখন।

আপনার জন্য শুভকামনা রইল ভাই যেখানেই যান আল্লাহ ভাল রাখুক এবং ভালো একটা ইনকামের সোর্স তৈরি করে দিক। আপনি যেতে থাকেন ভাই আমার গ্রাজুয়েশন শেষ হলে মাস্টার্স এর জন্য ইনশাল্লাহ আমিও বের হয়ে যাব বাংলাদেশ থেকে। আর ভাই আপনি কোন দেশে যাচ্ছেন?
sr. member
Activity: 602
Merit: 369
Betunlim|Welcome Bonus 100%|Upto 1000€
December 10, 2024, 09:21:19 PM
প্রিয় ভাইয়েরা কেমন আছেন? ব্যাক্তিগত সমস্যার কারণে বেশ কিছুদিন যাবৎ আমি ফোরামে ইনেকটিভ। এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হয়তো আগামী ১০-১২ দিন এর মধ্যে পার্মানেন্ট বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি, সবাই দোয়া রাখবেন আমার জন্য।
আলহামদুলিল্লাহ ভাই, আল্লহর রহমতে অনেক ভালো আছি। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? আর ভাই জানি না তো কোন উদ্দেশ্য বিদেশ যাচ্ছেন? ইনকাম করার উদ্দেশ্য নাকী অন্য কোন উদ্দেশ্য? যাইহোক, যে কারনে যান আল্লাহ যেন আপনার উদ্দেশ্য সফল করেন।

যাইহোক, আমিও প্রবাসে চলে যাবো। দেশে থেকে কি লাভ? ২-৪ দিনের মধ্যে পাসপোর্ট করবো।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 10, 2024, 08:56:48 PM
প্রিয় ভাইয়েরা কেমন আছেন? ব্যাক্তিগত সমস্যার কারণে বেশ কিছুদিন যাবৎ আমি ফোরামে ইনেকটিভ। এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হয়তো আগামী ১০-১২ দিন এর মধ্যে পার্মানেন্ট বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি, সবাই দোয়া রাখবেন আমার জন্য।

আলহামদুলিল্লাহ্‌ ভাই চলতেছে এই আর কি! আপনি কেমন আছেন? কোন দেশে যাচ্ছেন আর কোন উদ্দেশ্য? দেশে ফেরার কি আর কোনোই নিয়ত নেই? যাই হোক, দোয়া রইলো যেখানেই যান ভালো থাকেন। বাংলাদেশে থেকে লাভ দেখিনা আমি। না এখানে শিক্ষার মান আছে না এখানে ভালো জব অপুরচুনেটি আছে। আমার অনেক বন্ধুবান্ধব চেনা পরিচিত অনেকেই ক্যারিয়ারের উদ্দেশ্য UK, Japan, Oman, Soudi এসব চেশে চলে গেছে। আর তারা ভালোই আছে।

বাইদাওয়ে অল্টটকে একাউন্ট খুলছিলেন নাকি? ঐখানে দেখলাম AI ট্যাগ খেয়ে বসে আছেন।
jr. member
Activity: 45
Merit: 12
December 10, 2024, 12:44:30 PM
প্রিয় ভাইয়েরা কেমন আছেন? ব্যাক্তিগত সমস্যার কারণে বেশ কিছুদিন যাবৎ আমি ফোরামে ইনেকটিভ। এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হয়তো আগামী ১০-১২ দিন এর মধ্যে পার্মানেন্ট বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি, সবাই দোয়া রাখবেন আমার জন্য।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 10, 2024, 06:48:24 AM
আসসালামু আলাইকুম বাংলাদেশী সকল সদস্য ভাইয়েরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই বাংলায় কথা বলার জায়গা খুঁজে পেলাম। ফোরাম সম্পর্কে আমার সেরকম কোন জ্ঞান নেই বললেই চলে। তবে বিটকয়েন রিলেটেড নাম দেওয়া খোলা। কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায় এই বিষয়গুলো নিয়ে একটু আমাকে জানাবেন।

স্বাগতম নতুন ইউজার  Smiley

যদি ইংরেজি ভালো বোঝেন তাহলে নিচের পোস্টগুলো পড়ার চেষ্টা করুন, আশা করি বিটকয়েনটক সম্পর্কে আইডিয়া পাবেন। যেকোনো সমস্যায় লোকাল বোর্ডে (বাংলা) প্রশ্ন করতে পারবেন।




যদি ইংরেজিতে সমস্যা হয় তাহলে নিচের কোট করা পোস্টগুলো পড়ুন।

full member
Activity: 28
Merit: 7
Wheel of Whales 🐳
December 10, 2024, 06:46:47 AM
”জি ভাই, হ্যা, আপনি ঠিক, আমিও এটা দেখেছি, আমি চেক করেছি” এসব পোষ্ট করার কোনো দরকার নেই। অন্যরা কি পোষ্ট করেছে, সেটা আগে পড়বেন। আপনার লেখা হবে অন্যদের চাইতে আলাদা যেটা সেই থ্রেডে নতুন কিছু এড করবে। একই জিনিস বার বার ঘুড়িয়ে পেচিয়ে লেখা বড় করার কোনো দরকার নাই। এগুলোকে শিটপোষ্টিং বা স্প্যামিং হিসেবে ধরা হয়। যদি পোষ্ট করার মতো কিছু না থাকে, তাহলে পোষ্ট করবেন না। যে জিনিসে আপনি এক্সপার্ট না, সেখানে জোর করে এক্সপার্ট সাজতে যাবেন না।
ওকে ভাই পরবর্তী সময়গুলোতে অবশ্যই এগুলো মেইনটেইন করে দেখে শুনে পোস্ট করবো। আপনি যে ছোট ছোট পয়েন্ট গুলো বললেন এগুলো এই ছোট ছোট ভুলগুলো শুধরে নিয়ে পোস্ট করবো। আমাকে আমার ভুলগুলো পয়েন্ট করে দেখিয়ে শুধরে নিতে বলে দেবার জন্য ধন্যবাদ ভাই।

এই যে একটা ছবি পোষ্ট করেছেন, এটার সাইজ কোনো ভাবেই ৪০০ বা ৫০০ এর বেশি হওয়া উচিৎ না। একদম বিদঘুটে লাগছে দেখতে। এটা রিসাইজ করেন।
আসলে এই পোষ্ট এর ই কোনো দরকার দেখছি না আমি। এটা এমন কোনো আপডেট না যেটা আমাদের কারো কাজে লাগবে। ছোট একটা ব্যাপার। এটার জন্য ডেডিকেটেড ইংলিশ থ্রেড আছে, সেখানে আপনার মতামত জানাতে পারতেন। বোলড করা লাইন দুইটা মূলত একই কথা দুইবার বলেছেন। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এগুলো বলার কি দরকার ভাই? আলোচনার কিছু থাকলে সেটা লিখেন। আপনার ভালো হয়েছে, সুন্দর হয়েছে লেখা পড়ার জন্য ট্রাইনিন্জা এই থ্রেডে আসবে না। পোষ্ট কাউন্ট বাড়ানোর জন্য এসব লো কোয়ালিটি পোষ্ট বন্ধ করেন। এই পোষ্ট এর জন্য নেগেটিভ মেরিট দেওয়ার সিষ্টেম থাকলে আমি দিতাম।
সাইজা কমিয়ে দিয়েছি ভাই। এটা যদিও একটা ছোট্ট আপডেট কিন্তু আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করলে ভালো হবে সেজন্য শেয়ার করেছিলাম এবং লাষ্টের দিকের কথাগুলো দুইটা টাইপিং মিস্টেক হয়েছিলো ভাই ঠিক করে দিয়েছি। আর ভাই এটা পোস্ট বাড়ানোর জন্য করছিলাম না। এখন করে দিয়েছি ভাই।
hero member
Activity: 840
Merit: 522
December 10, 2024, 06:07:25 AM
আপনাকে ধন্যবাদ ভাই বলার জন্য। কিন্তু ভাই আমি বুঝতে পারলাম না‌ যে Poker Player আমার‌ পোষ্ট জেনেটিক কেনো বলছেন। আমার সে পোস্টটা ভালোই ছিলো ভাই। তার কাছে মনে হয়েছে আমার পোস্ট জেনেরিক সেজন্য রিপোর্ট করে পরবর্তীতে মডারেটর সেটা ডিলিট করে দিয়েছে।

nutildah তার একটা পোস্টে আমি আপডেট জানিয়েছিলাম সেটা হয়তো এরকম ইনফরমেটিভ হয় না সেজন্য সে ঐ ধরনের পোস্ট করতে না করে দিয়েছে বিষয়টা আমি বুঝতে পেরেছি। যাইহোক এই দুইটা পোস্ট আমার একটু ইনফরমেটিভ হয়েছিল না হয়তো এই দুইটা বাদ দিয়া আর কোন সমস্যা আছে কিনা ভাই এই ধরনের দিকগুলো একটু দেখবেন।

আমার আসলে মনে নেই সেই পোষ্ট এ আপনি কি লিখেছিলেন। তবে যেহেতু মোডারেটর ডিলেট করেছে, অবশ্যই সেটা লো কোয়ালিটির পোষ্ট ছিলো বলেই রিমুভ করেছে। আপনাকে প্রতিটা থ্রেডের উদ্ধেশ্য বুঝতে হবে। রেপুটেশন বোর্ড এও অনেক সময় ডিসকাশন থ্রেড খোলা হয় যেখানে আপনি চাইলে ডিসকাশন করতে পারবেন। তবে যে থ্রেড এর যে উদ্দেশ্য, সেই থ্রেড এ সেই ব্যাপারে পোষ্ট করবেন।

”জি ভাই, হ্যা, আপনি ঠিক, আমিও এটা দেখেছি, আমি চেক করেছি” এসব পোষ্ট করার কোনো দরকার নেই। অন্যরা কি পোষ্ট করেছে, সেটা আগে পড়বেন। আপনার লেখা হবে অন্যদের চাইতে আলাদা যেটা সেই থ্রেডে নতুন কিছু এড করবে। একই জিনিস বার বার ঘুড়িয়ে পেচিয়ে লেখা বড় করার কোনো দরকার নাই। এগুলোকে শিটপোষ্টিং বা স্প্যামিং হিসেবে ধরা হয়। যদি পোষ্ট করার মতো কিছু না থাকে, তাহলে পোষ্ট করবেন না। যে জিনিসে আপনি এক্সপার্ট না, সেখানে জোর করে এক্সপার্ট সাজতে যাবেন না।



আপনারা কেউ এটা লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না। বিটকয়েনটকের টেলিগ্ৰাম বটের ছোট একটি আপডেট দেখতে পেলাম। TryNinja স্পন্সরশিপ পেয়েছে Bc.Game থেকে। বাহ্ এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রোমোট করার সিস্টেম। আমরা যখন বট ব্যবহার করি তখন টেক্সট গুলো দেখলে প্রচার প্রচারণা দেখা যায়। এটা একটা মার্কেটিং সিস্টেম আছে মনে হয় অনেক ভালো হয়েছে।

এই যে একটা ছবি পোষ্ট করেছেন, এটার সাইজ কোনো ভাবেই ৪০০ বা ৫০০ এর বেশি হওয়া উচিৎ না। একদম বিদঘুটে লাগছে দেখতে। এটা রিসাইজ করেন।
আসলে এই পোষ্ট এর ই কোনো দরকার দেখছি না আমি। এটা এমন কোনো আপডেট না যেটা আমাদের কারো কাজে লাগবে। ছোট একটা ব্যাপার। এটার জন্য ডেডিকেটেড ইংলিশ থ্রেড আছে, সেখানে আপনার মতামত জানাতে পারতেন। বোলড করা লাইন দুইটা মূলত একই কথা দুইবার বলেছেন। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এগুলো বলার কি দরকার ভাই? আলোচনার কিছু থাকলে সেটা লিখেন। আপনার ভালো হয়েছে, সুন্দর হয়েছে লেখা পড়ার জন্য ট্রাইনিন্জা এই থ্রেডে আসবে না। পোষ্ট কাউন্ট বাড়ানোর জন্য এসব লো কোয়ালিটি পোষ্ট বন্ধ করেন। এই পোষ্ট এর জন্য নেগেটিভ মেরিট দেওয়ার সিষ্টেম থাকলে আমি দিতাম।
full member
Activity: 28
Merit: 7
Wheel of Whales 🐳
December 09, 2024, 02:19:22 PM


আপনারা কেউ এটা লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না। বিটকয়েনটকের টেলিগ্ৰাম বটের ছোট একটি আপডেট দেখতে পেলাম। TryNinja স্পন্সরশিপ পেয়েছে Bc.Game থেকে। বাহ্ এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রোমোট করার সিস্টেম। আমরা যখন বট ব্যবহার করি তখন টেক্সট গুলো দেখলে প্রচার প্রচারণা দেখা যায়। এখানেও মার্কেটিং সিস্টেম হিসেবে এটা কাজ করবে।
?
Activity: -
Merit: -
December 09, 2024, 01:35:32 PM
আসসালামু আলাইকুম বাংলাদেশী সকল সদস্য ভাইয়েরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই বাংলায় কথা বলার জায়গা খুঁজে পেলাম। ফোরাম সম্পর্কে আমার সেরকম কোন জ্ঞান নেই বললেই চলে। তবে বিটকয়েন রিলেটেড নাম দেওয়া খোলা। কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায় এই বিষয়গুলো নিয়ে একটু আমাকে জানাবেন।
Pages:
Jump to: