এর থেকে খুইলা ভাই আর কইতে পারমু না, এখন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা
আবার কারো কারো ধান্দা খালি পো*দ মারতেই থাকা। সেটা যে পক্ষের হোক না কেনো। ফোরামে এমন কিছু মেম্বার আছে যারা আসলে একদিন ও কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারে না। যখনই কোনো কন্ট্রোভার্সি শেষ হয়ে যায়, তখনই তাদের হাস ফাস শুরু হয়ে যায়। নতুন করে আরেকটা ড্রামা থ্রেড খোলার আগ অব্দি পাচায় আগুন লেগে থাকে। এখন আবার তাদেরকে ইমপ্রেস করে ডিটিতে ঢুকার জন্য কিছু চেলাপেলা তাদেরকে তেল দেয়া শুরু করে দিছে। সেটা পু*কি চাটা লোক বললেও ভুল হবে না। কয়েকটা গো মূত্র খোর এখন ডিটি মেম্বারদেরকে ইমপ্রেস করার জন্য যাকে তাদে নিউট্র্যাল দেয়ার হুমকি দিচ্ছে। সেদিন দেখলাম নাইজেরিয়ান একজনকে এক রেন্ডিয়ান নিউট্র্যাল দিচ্ছে, এর কারন হলো সে কপার মেম্বার সম্পর্কে জানে না। এখন না জানাও দোষ হয়ে গেছে। লল। এই কয়েকটা গো মূত্রখোর পো*দ মারার ধান্দায় আছে।
ভাই আপনি যদি জেনুইন গে হতেন তাহলে আপনার কাছে পো*দ মারা খাওয়া ভালো লাগতো। বাট আমার জানা মতো তো আপনি গে না। এখন কেউ যদি আপনার পো*দ মারে তাহলে আপনার কেমন লাগবে কন! ২-৪ জন গে'র জন্য যে এরা গণহারে সবার পো*দ মারা কর্মসূচি শুরু করেছে এই জিনিসটা খারাপ। অনেকটা বর্ডারের ক্রসফায়ারের মতো।
ভরসা সিস্টেমের উপর থেকে আমার ভরসা উঠে গেছে। জিনিসটা ভালো হলেও, এই জিনিসটার ও পো*দ মারা হইতেছে, যার প্রমান তো দেখতেছি। বিষয়টা অনেকটা আওয়ামীলীগ আর তার চেলা কুত্তালীগের মতো। হাসু আপা খাবার দেয় আর কুত্তারা ঘেউঘেউ করে। হয়তো বুঝছেন। কেউই ক্ষমতা ছাড়তে চায় না, ক্ষমতার রাখার জন্য যা ইচ্ছা করবে।
এখন সর্বশেষে কি করা যায় এটা একটু বলেন! যে যতই বলুক এরা ট্রল, এদের ভাও দিও না, এদের ট্যাগ ভ্যালুলেস, কিন্তু দিনশেষে তা কতটুকু সত্য? এর প্রমান তো দেখতেছিই। সবথেকে ডিসেপয়েন্টিং হলো এদের অনেকেই প্রস্রয় দেয়, দিচ্ছে এখনও।
CL, সবার যদি সিগ্নেচার নিয়ে মাথাব্যাথা থাকতো তাহলে সবার আগে গ্যাম্বলিং এ জয়েন হতো। নন-গাম্বলিং সিগ না পাওয়ায় আমি অনেক মাস কোনো সিগ করি নাই, তখন AOBT এর পতাকা নিয়ে ঘুরতাম, হয়তো খেয়াল করছিলেন। যদিও আমার ব্যাপক সুযোগ ছিলো কোনো একটায় ঢুকে পড়ার। এখন মনে হচ্ছে সবগুলো সিগ করাই বেটার ছিলো। ভালো মানুষের দাম নাই ভাই, যে ফেয়ার প্লে করতে চায় সেই সবসময় মারা খায়। এখন থেকে দুষ্টু ছেলে হতে হবে।