Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 2. (Read 5766756 times)

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 14, 2025, 04:08:59 AM
আবার কারো ধান্দা ওদের পো*দ মেরে মেরিট পেয়ে নিজেদের একাউন্টগুলোকে রেংক আপ করা দেন সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়া।  

 এর থেকে খুইলা ভাই আর কইতে পারমু না, এখন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা  Kiss

আবার কারো কারো ধান্দা খালি পো*দ মারতেই থাকা। সেটা যে পক্ষের হোক না কেনো। ফোরামে এমন কিছু মেম্বার আছে যারা আসলে একদিন ও কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারে না। যখনই কোনো কন্ট্রোভার্সি শেষ হয়ে যায়, তখনই তাদের হাস ফাস শুরু হয়ে যায়। নতুন করে আরেকটা ড্রামা থ্রেড খোলার আগ অব্দি পাচায় আগুন লেগে থাকে। এখন আবার তাদেরকে ইমপ্রেস করে ডিটিতে ঢুকার জন্য কিছু চেলাপেলা তাদেরকে তেল দেয়া শুরু করে দিছে। সেটা পু*কি চাটা লোক বললেও ভুল হবে না। কয়েকটা গো মূত্র খোর এখন ডিটি মেম্বারদেরকে ইমপ্রেস করার জন্য যাকে তাদে নিউট্র্যাল দেয়ার হুমকি দিচ্ছে। সেদিন দেখলাম নাইজেরিয়ান একজনকে এক রেন্ডিয়ান নিউট্র্যাল দিচ্ছে, এর কারন হলো সে কপার মেম্বার সম্পর্কে জানে না। এখন না জানাও দোষ হয়ে গেছে। লল। এই কয়েকটা গো মূত্রখোর পো*দ মারার ধান্দায় আছে।

ভাই আপনি যদি জেনুইন গে হতেন তাহলে আপনার কাছে পো*দ মারা খাওয়া ভালো লাগতো। বাট আমার জানা মতো তো আপনি গে না। এখন কেউ যদি আপনার পো*দ মারে তাহলে আপনার কেমন লাগবে কন! ২-৪ জন গে'র জন্য যে এরা গণহারে সবার পো*দ মারা কর্মসূচি শুরু করেছে এই জিনিসটা খারাপ। অনেকটা বর্ডারের ক্রসফায়ারের মতো।

ভরসা সিস্টেমের উপর থেকে আমার ভরসা উঠে গেছে। জিনিসটা ভালো হলেও, এই জিনিসটার ও পো*দ মারা হইতেছে, যার প্রমান তো দেখতেছি। বিষয়টা অনেকটা আওয়ামীলীগ আর তার চেলা কুত্তালীগের মতো। হাসু আপা খাবার দেয় আর কুত্তারা ঘেউঘেউ করে। হয়তো বুঝছেন। কেউই ক্ষমতা ছাড়তে চায় না, ক্ষমতার রাখার জন্য যা ইচ্ছা করবে।

এখন সর্বশেষে কি করা যায় এটা একটু বলেন! যে যতই বলুক এরা ট্রল, এদের ভাও দিও না, এদের ট্যাগ ভ্যালুলেস, কিন্তু দিনশেষে তা কতটুকু সত্য? এর প্রমান তো দেখতেছিই। সবথেকে ডিসেপয়েন্টিং হলো এদের অনেকেই প্রস্রয় দেয়, দিচ্ছে এখনও।

CL, সবার যদি সিগ্নেচার নিয়ে মাথাব্যাথা থাকতো তাহলে সবার আগে গ্যাম্বলিং এ জয়েন হতো। নন-গাম্বলিং সিগ না পাওয়ায় আমি অনেক মাস কোনো সিগ করি নাই, তখন AOBT এর পতাকা নিয়ে ঘুরতাম, হয়তো খেয়াল করছিলেন। যদিও আমার ব্যাপক সুযোগ ছিলো কোনো একটায় ঢুকে পড়ার। এখন মনে হচ্ছে সবগুলো সিগ করাই বেটার ছিলো। ভালো মানুষের দাম নাই ভাই, যে ফেয়ার প্লে করতে চায় সেই সবসময় মারা খায়। এখন থেকে দুষ্টু ছেলে হতে হবে।


hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 14, 2025, 12:45:34 AM
আবার কারো ধান্দা ওদের পো*দ মেরে মেরিট পেয়ে নিজেদের একাউন্টগুলোকে রেংক আপ করা দেন সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়া। 

 এর থেকে খুইলা ভাই আর কইতে পারমু না, এখন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা  Kiss

আবার কারো কারো ধান্দা খালি পো*দ মারতেই থাকা। সেটা যে পক্ষের হোক না কেনো। ফোরামে এমন কিছু মেম্বার আছে যারা আসলে একদিন ও কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারে না। যখনই কোনো কন্ট্রোভার্সি শেষ হয়ে যায়, তখনই তাদের হাস ফাস শুরু হয়ে যায়। নতুন করে আরেকটা ড্রামা থ্রেড খোলার আগ অব্দি পাচায় আগুন লেগে থাকে। এখন আবার তাদেরকে ইমপ্রেস করে ডিটিতে ঢুকার জন্য কিছু চেলাপেলা তাদেরকে তেল দেয়া শুরু করে দিছে। সেটা পু*কি চাটা লোক বললেও ভুল হবে না। কয়েকটা গো মূত্র খোর এখন ডিটি মেম্বারদেরকে ইমপ্রেস করার জন্য যাকে তাদে নিউট্র্যাল দেয়ার হুমকি দিচ্ছে। সেদিন দেখলাম নাইজেরিয়ান একজনকে এক রেন্ডিয়ান নিউট্র্যাল দিচ্ছে, এর কারন হলো সে কপার মেম্বার সম্পর্কে জানে না। এখন না জানাও দোষ হয়ে গেছে। লল। এই কয়েকটা গো মূত্রখোর পো*দ মারার ধান্দায় আছে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 13, 2025, 03:40:14 PM
আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তায়ালার রহমতে যা পাই সেটাই যথেষ্ট। কিন্তু এখনো মিলিয়ন ডলার ইনকাম করা বাকি রয়েছে এবং দেখি এই বছর সেট সম্ভব হয় কি নাহ।  Grin

মাশাআল্লাহ। আশা করি আপনার গোল আপনি কমপ্লিট করতে পারবেন।
তবে ভাই একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে আপনার আর্নিং এর বেশিরভাগ অংশ কি শুধুমাত্র ইয়ার ড্রপ বা এই ধরনের ইভেন্টগুলো নাকি এখানে ট্রেডিং এরও একটা বড় অংশ অন্তর্ভুক্ত রয়েছে?

আমার ইনকাম আসে মূলত বিভিন্ন প্রজেক্টের জন্য মডারেটরের কাজ এবং মার্কেটিং নিয়ে advising করার মাধ্যমে। এটি নাহ থাকলে আমিও হয়তো এখানে সিগনেচার করতাম কিংবা ট্রেডিং করতাম। আর আমি প্রতিদিন ট্রেড করি নাহ, কারণ যখনই আমি ট্রেড করতে যাই ইমোশনাল হয়ে সিদ্বান্ত নেই। ফলস্বরূপ আমি ক্ষতির মধ্যে পড়ে যাই। যেমন গতদিনেই ZRO তে LONG ট্রেড নিয়েছি , আর আজকে মার্কেট ডাম্প করে বারোটা বাজায় দিছে। আমি এখন -$২০০ ক্ষতিতে রয়েছি। দেখা যাক কি হয়, তবে এই সপ্তাহটা কোনোভাবে liquidate নাহ হইলে পরের সপ্তাহে মার্কেট পাম্প করবে এবং আশা করি ২গুণ লাভ তুলতে পারবো। আর যদি মার্কেট আরো ডাম্প করে, তাহলে liquidation এবং $৬০০+ ক্ষতি হবে।

আমি মাসিক যেটা পেমেন্ট পাই, সেটি দিয়ে মূলত এয়ারড্রপ প্রজেক্টগুলো ব্যবহার করে থাকি। এভাবে বছরের দেখা যায়, ভালো ২-৩টা প্রজেক্টের এয়ারড্রপ পাইলেই হয়ে যায়। যদিও বিভিন্ন প্রজেক্টের তথ্য আগেই পেয়ে যাই, কিন্তু অলসতার কারণে সব এয়ারড্রপ করা হয় নাহ। কিংবা সবার সাথে শেয়ারও করা হয় নাহ। এই বছর দেখা যাক কি করা যায়, কারণ অনেক ভালো ভালো প্রজেক্ট হয়তো Q1 কিংবা Q2 তে বড় পরিমাণে এয়ারড্রপ দিবে।


Quote from: Crypto Library
আসলে ক্যারিয়ার নিয়ে দ্বিধা দ্বন্দ্বে রয়েছি, এই ক্রিপ্ট জগতে আসলে কোন জায়গাটায় ধরলে ক্যারিয়ারের জন্য সবচাইতে বেশি ভালো হয় এটা নিয়ে.

ক্যারিয়ার নিয়ে দ্বিধাদ্বন্দে থেকে লাভ নেই, চেষ্টা করেন ভালো কোনো একটি বিষয় জানার পর বিভিন্ন DeFi ব্যবহারকারীদের সাথে নেটওয়ার্কিং করার। যত বেশি নেটওয়ার্কিং করবেন, তত বেশি সফলতা পাবেন। Wink


Quote from: Crypto
তবে আলহামদুলিল্লাহ আমার শুরুর যাত্রা এর তুলনায় এখন ঘরে মাসে প্রায় ৩০ গুণ বেশি  আর্নিং আসতেছে তারপরেও আমার নিকট আমার ক্যারিয়ারের প্রগ্রেস রেট ২০২৩ সালের তুলনায় এখনও খুবই কম মনে হচ্ছে।

আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো এবং আপনার জন্য শুভকামনা রইলো। সত্যি কথা বলতে, ক্যারিয়ার নিয়ে কেউই কখনোই খুশি নয় কিংবা মনে করে যে, সে এখনো গত বছরের তুলনায় ভালো কিছু করতেছে নাহ। উদাহরণ হিসেবে যদি আমি নিজের কথা বলি, আমার বাৎসারিক $৩০,০০০ কিংবা এর বেশি ইনকামের লক্ষ্য ছিল এবং আমি এটি অর্জন করার পরও মনে হয় যে, আমি আগের তুলনায় ভালো কিছু করতেছি নাহ। টাকার যখনই বিষয়টা আসে, তখন এমন মনে হয়। আপনিও আগের তুলনায় ৩০গুণ ইনকাম করতেছেন, কিন্তু তবুও মনে হচ্ছে ক্যারিয়ার নিয়ে আপনারও একই মনে হচ্ছে, যেমনটা আমারও মনে হয়েছে কিংবা এখনও হয়।

যখনই আমার এমন চিন্তাধারা মনে আসে, তখনই আমি শুরুর দিনগুলোর কথা মনে করি এবং নিজেকে বলি যে, অনেক দূর চলে এসেছি এবং এখন টাকার চিন্তা নাহ করে, প্রতিদিন কি হচ্ছে ও নতুন কোনো কিছু জানার চেষ্টা করি। তাহলে দেখবেন, আপনার মনে হবে যে, আমি দ্রুত কোনো কিছু নাহ করলেও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন।  Wink
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 13, 2025, 11:17:18 AM
আর তাছাড়া আমার এই চার বছরের অভিজ্ঞতায় এতটুকু বুঝলাম ফোরামে ভূত রয়েছে সেই সাথে ভূত তাড়ানোর জন্য যে সরিষা সেই সরিষার মধ্যেও ভুত রয়েছে।
সরিষার মধ্যে থাকা ভূত সব সময় বেঁচে যায়(যেমন মনে হয় তারা দরবেশ বাবা) আর এমনি ভুত গোলা সব সময়  ফেঁসে মারা খায়। আমার এই কথাটি কিন্তু ব্যাপক অর্থ রয়েছে বুইঝা নিবেন।
কিন্তু দুঃখের ব্যাপার হইলো বেশিরভাগ মেম্বার বুইঝা হলেও না বুইঝা হইলেও সেই দরবেশ বাবাদের আই মিন সরিষার মধ্যে থাকা গুলোর অনুকূলে কথা বলে।  Cry
আপনার এসব উটভত কথা আগেও বুঝতাম না এখনো বুঝিনাই, বাংলায় কন! -_-

উদ্ভট মানুষের উদ্ভট কথা, বোঝেন নাই ব্যাপারটা  Grin

ভূত মিনস- অল্ট  অ্যাবিউসার এখানে মেরিট বলেন একাউন্ট ফার্ম বলেন সকল কিছুই ইনক্লুডেড।

কারো  ধান্দা কনটেস্ট থেকে মেরিট পাওয়া এবং  রেংক আপ করা এবং তারপর নিজেদের অ্যাকাউন্ট গুলোকে সিগনেচার ক্যাম্পেইনে জয়েন  করানো ।

আবার কারো ধান্দা ওদের পো*দ মেরে মেরিট পেয়ে নিজেদের একাউন্টগুলোকে রেংক আপ করা দেন সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়া। 

 এর থেকে খুইলা ভাই আর কইতে পারমু না, এখন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা  Kiss
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 13, 2025, 09:01:47 AM
সব সময় সবাই প্রতিবাদ করা শেখেন সব সময় যেটা সত্য সেটা বলা শেখেন কাউকে ভয় পেয়ে চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে তখন অন্যরাও মনে করে দেশে অপরাধী আর এ কারণে চুপ করে আছে।

প্রতিবাদ আসলে সব যায়গায় করা মানে সেখানে আপনার সময় নষ্ট করা। সব যায়গায় প্রতিবাদ করার কোনো মানে হয় না। দুইদিন ধরে দেখলাম Excimer নামে একজন একের পর এক থ্রেড ওপেন করছে, যেখানে সে ফোরামের কিছু রেপুটেড মেম্বার nutildah, LoyceV এবং Foxpup কে এটেনশন সিকার বলে একুজেশন করছে। এরকম অনেক থ্রেডে অনেক ফোরাম মেম্বার কে অনেকেই নানান ধরনের কথা বলে, সব কিছুতে রেসপন্স করার কোনো দরকার নেই। আপনি সেসব থ্রেড এ রেসপন্স করবেন, যেটা কোনো সিরিয়াস কিছু।

JollyGood একের পর এক থ্রেড খুলে খুলে ফোরাম মেম্বারদের শুধু শুধু হ্যারেজমেন্ট করছে। আমি আগে তার ট্যাগ গুলো ক্যায়ার করলেও, এখন আর তেমন গুরুত্ব দেই না। সে আস্তে আস্তে একটা ট্রলে পরিনত হচ্ছে। একসময় ফোরামে আর কেউ তার ট্যাগ গোনায় ধরবে না। সুতরাং, তার সব থ্রেড এই যে আপনাদের কে রেসপন্স করতে হবে, তা নয়। আর তাকে ফিড করছে মূলত আমাদের ইন্ডিয়ান রা। যারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এর মানুষ কে তাদের শত্রু মনে করে।

তিল পরিমাণ উপর নিচ হইলেই ট্যাগ বসায় দিবে। কোনো পাকা পোক্ত প্রুভ নাই, লিংক নাই, ট্রানজেকশন কানেকশন নাই, মানে মগের মুল্লুক পাইছে!

ছোটকালে  যুদ্ধের সিনেমায় দেখতেন না? আগে পাকিস্তানি মিলিটারি গুলি করতো আর তারপর জিগাইতো, এই সাইডের নাকি ঐ সাইডের! বিষয়টা এখন হইছে এমন। ডিটিতে থাকায় কেউ কিছু বলতেও পারেনা, বল্লেও লাভ হয়না। প্রতিবাদ করলেও এমনভাবে জিনিসটা টুইস্ট করবে যা কেউ ভেবেও পাবে না।

আমি আমার নিজের কথাই বলি। আমি নাকি কোন স্কামারের অল্ট (তার ভাষ্যমতে)। এখন একজন টিপিক্যাল স্কামার কি চায়? আপনারা বলেন তো? টাকা? মেইন টার্গেট থাকে টাকা, যত তাড়াতাড়ি সম্ভব যত বেশি টাকা। কারন সে আজ বাদে কাল ধরা পড়বেই পড়বে।

এখন হাস্যকর বিষয় হলো আমি আজ পর্যন্ত একটা গ্যাম্বলিং সিগ্নেচারে জয়েন করিনাই। আরে জয়েন করা তো পরের বিষয়, এপ্লাই ই করি নাই। লে ঠেলা, যদি আসলেই অল্ট হতাম তাহলে সবার আগে গ্যাম্বলিং এ ঢুকতাম। কারন আপনার যারা এসব সিগ করেন তারা ভালো করেই জানেন এসব সিগ ব্যাপক পে করে। বাট আমি স্ব ইচ্ছায় এই টাইপ সিগ করা থেকে বিরত রাখছি নিজেকে। এই সেইম ফ্যাক্ট রেপু তে বলছিলাম, জিনিসটা পড়েই নাই, কোথায় থেকে এক লাইন নিয়ে এসে স্টোরি নিজের ফেবারে আনার ট্রাই করছে। এখন মনে হচ্ছে সব সিগ করাই বেটার ছিলো।

বাইদাওয়ে গ্যাম্বলিং নিয়ে কিন্তু আমার কোনো মারামারি নাই, এটা করা যে খারাপ বা ভালো তা বলতেছিনা। যার যার মনে চায়, পারসোনাল চয়েস।

আর যারা ফিড করাচ্ছে এই থ্রেডগুলো কেনো করাচ্ছে তা সবাই ভালো করেই জানে, কারন তারা আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশী প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখাবেনাতো কে দেখাবে!
গো মূত্র খোরদের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করেন আপনি?

আর তাছাড়া আমার এই চার বছরের অভিজ্ঞতায় এতটুকু বুঝলাম ফোরামে ভূত রয়েছে সেই সাথে ভূত তাড়ানোর জন্য যে সরিষা সেই সরিষার মধ্যেও ভুত রয়েছে।
সরিষার মধ্যে থাকা ভূত সব সময় বেঁচে যায়(যেমন মনে হয় তারা দরবেশ বাবা) আর এমনি ভুত গোলা সব সময়  ফেঁসে মারা খায়। আমার এই কথাটি কিন্তু ব্যাপক অর্থ রয়েছে বুইঝা নিবেন।
কিন্তু দুঃখের ব্যাপার হইলো বেশিরভাগ মেম্বার বুইঝা হলেও না বুইঝা হইলেও সেই দরবেশ বাবাদের আই মিন সরিষার মধ্যে থাকা গুলোর অনুকূলে কথা বলে।  Cry

আপনার এসব উটভত কথা আগেও বুঝতাম না এখনো বুঝিনাই, বাংলায় কন! -_-

hero member
Activity: 868
Merit: 530
January 13, 2025, 08:15:07 AM
সব সময় সবাই প্রতিবাদ করা শেখেন সব সময় যেটা সত্য সেটা বলা শেখেন কাউকে ভয় পেয়ে চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে তখন অন্যরাও মনে করে দেশে অপরাধী আর এ কারণে চুপ করে আছে।

প্রতিবাদ আসলে সব যায়গায় করা মানে সেখানে আপনার সময় নষ্ট করা। সব যায়গায় প্রতিবাদ করার কোনো মানে হয় না। দুইদিন ধরে দেখলাম Excimer নামে একজন একের পর এক থ্রেড ওপেন করছে, যেখানে সে ফোরামের কিছু রেপুটেড মেম্বার nutildah, LoyceV এবং Foxpup কে এটেনশন সিকার বলে একুজেশন করছে। এরকম অনেক থ্রেডে অনেক ফোরাম মেম্বার কে অনেকেই নানান ধরনের কথা বলে, সব কিছুতে রেসপন্স করার কোনো দরকার নেই। আপনি সেসব থ্রেড এ রেসপন্স করবেন, যেটা কোনো সিরিয়াস কিছু।

JollyGood একের পর এক থ্রেড খুলে খুলে ফোরাম মেম্বারদের শুধু শুধু হ্যারেজমেন্ট করছে। আমি আগে তার ট্যাগ গুলো ক্যায়ার করলেও, এখন আর তেমন গুরুত্ব দেই না। সে আস্তে আস্তে একটা ট্রলে পরিনত হচ্ছে। একসময় ফোরামে আর কেউ তার ট্যাগ গোনায় ধরবে না। সুতরাং, তার সব থ্রেড এই যে আপনাদের কে রেসপন্স করতে হবে, তা নয়। আর তাকে ফিড করছে মূলত আমাদের ইন্ডিয়ান রা। যারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এর মানুষ কে তাদের শত্রু মনে করে।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 13, 2025, 03:13:17 AM
জোর যার মুল্লুক তার এরকম একটা প্রবাদ শুনেছি মুরব্বিদের থেকে। এই ফোরামে কিছুটা ওইরকম চলে। যত নরম হয়ে থাকবেন আপনার উপর তত অত্যাচার হবে সবাই এরকম তা নয় এই ফোরামে অনেক মেরিট সোর্স , অনেক DT 1 , 2 মেম্বার আছে যারা যথেষ্ট ফ্রেন্ডলি আর তারা কখনো কারো ক্ষতি চায় না। রিপোর্ট অনেকেই করে এবং সেটার বাস্তব এবং ভ্যালিড প্রমাণসহ রিপোর্ট করে এক্ষেত্রে লাভসমায় ফ্যমিলি অনেক ভালো কারো বিরুদ্ধে কোন রিপোর্ট করার জন্য পর্যাপ্ত ব্যালিড প্রমাণ দিয়ে তারপরে সেটি করে। সব সময় সবাই প্রতিবাদ করা শেখেন সব সময় যেটা সত্য সেটা বলা শেখেন কাউকে ভয় পেয়ে চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে তখন অন্যরাও মনে করে দেশে অপরাধী আর এ কারণে চুপ করে আছে।
এইটা ঠিকই বলেছেন, দুনিয়াটাই এমন জোর আছে যার সেই উচু গলায় কথা বলতে পারে। আসলে জলিগুড যেভাবে অনেকেরে সন্দেহ করে ট্যাগ দিয়ে দিছে এর কোন প্রমান নাই, তাহলে এখানে বোঝা যায় তিনি ডিটি মেম্বার তাই জোর আছে তিনি ট্যাগ দিতে পারছে।

আমাকেও অলরেডি পিজ্জা কনটেস্ট নিয়ে ট্যাগ দিয়ে দিছে, LB ভাই কোন এক পোস্টে কাউকে উপদেশ দিয়েছেন যে চুপ থাকাই ভালো। তাই আমি আপাতত চুপ হয়ে আছি। আসলে আজকে বাংগালী দেখে ট্যাগ খেয়েছি, যদি বাংলা থ্রেডে পোস্ট না করতাম তাহলে আজকে ট্যাগ দিতো না। ওয়ান্ডার ওয়ার্ক ভাইয়ের জন্য দুঃখ লাগলো তাকে জলিগুডের ট্যাগ এর কারনে ক্যাম্পেইন থেকে বের করে দেওয়া হয়েছে। এটা বুঝলাম এখন আর  চুপ করে থেকে লাভ নাই, তাদের দেখে যত ভয় পাবো, তারা আরও মাঠায় উঠে নাচবে৷
sr. member
Activity: 616
Merit: 322
January 12, 2025, 11:59:22 PM
কেমন আছেন সবাই?

আমি ব্যাক্তিগত কাজে একটু ব্যাস্ত থাকার কারনে ফোরামে খুব বেশি সময় দিতে পারছি না। ভাইযেরা আমার, ফোরামে আমাদের বাংলাদেশী মেম্বারদেরকে নিয়ে কি শুরু হয়েছে, সেটা আশা করি সকলেই অবগত আছেন। এসব ফোরাম ড্রামাতে রেসপন্স করাকে আমি এসব ট্রল কে ফিড করা বলেই মনে করি। কোনো একটা একুজেশনের যদি কোনো বেইজ না থাকে, সেই একুজেশনে রেসপন্স করতে সেটা যেমন থাকবে, রেসপন্স না করলেও তেমনেই থাকবে।

কিন্তু, এসব ড্রামার সংখ্যা ফোরামে অনেক বেশি হয়ে গেছে বলে আমি মনে করি। আপনারা খেয়াল করলে দেখবেন, হাতে গোনা ২-৩ জন মেম্বার এই জলিগুড কে ফিডিং করছে। যারা এসব ড্রামা ফিড করছে এবং যারা এগুলো ক্রিয়েট করছে, তাদেরকে ট্রাষ্ট এক্সক্লুশন করা জরুরী। আমি একদিন সময় নিয়ে আপনাদের সকলের সাথে আলাপ করবো। চুপ থাকা মানেই সব মেনে নেয়া নয়। অথর্ব মূর্খ লোকের সাথে তর্ক করে কোনো লাভ নেই।
একটা জিনিস বুঝতে পারলাম না, যে বাংলাদেশে আসবে সেই নাইম হয়ে যাবে এটা কেমন কথা। কেউ যদি ভালোভাবে পোস্ট করে তাকেই নাঈম  বলবে আবার প্রতিবাদ করলেও সেই নাঈম বলেই স্বীকৃতি দিয়ে দেবে। এটা কোন কথা হলো, পাপ করেছে একজন এবং সেই পাপের খেসারত প্রজন্ম বহন করতে হচ্ছে। এখানে কেউ এসে যদি ফুল মেম্বার হয়ে যায় তাহলেও তাকে নাঈম ট্যাগ দিয়ে নিউট্রাল মেরে দেওয়া হচ্ছে। আবার কেউ যদি কোন উৎসব উপলক্ষে অ্যাকাউন্ট করে দেয় এবং ওই সময় যারা যারা বাংলাদেশে বিশেষ করে একাউন্ট করছে তাদেরকে মহাজাগতিক অপরাধ হিসেবে নিউট্রাল মেরে দেওয়া হচ্ছে। এখানে মূলত বাংলাদেশি হিসেবে আমাদের ভুল তাছাড়া অন্য কিছু নয়। বাংলাদেশীদের প্রতি এক প্রকারের ঘৃণা প্রবণতা থেকে এরকম হচ্ছে বলে মনে হয়। আবার কোন ম্যানেজার যদি সাপোর্ট দেয় তাহলে তাকেও ইন্ধনদাতা হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এটা কোন কথা হলো।
জোর যার মুল্লুক তার এরকম একটা প্রবাদ শুনেছি মুরব্বিদের থেকে। এই ফোরামে কিছুটা ওইরকম চলে। যত নরম হয়ে থাকবেন আপনার উপর তত অত্যাচার হবে সবাই এরকম তা নয় এই ফোরামে অনেক মেরিট সোর্স , অনেক DT 1 , 2 মেম্বার আছে যারা যথেষ্ট ফ্রেন্ডলি আর তারা কখনো কারো ক্ষতি চায় না। রিপোর্ট অনেকেই করে এবং সেটার বাস্তব এবং ভ্যালিড প্রমাণসহ রিপোর্ট করে এক্ষেত্রে লাভসমায় ফ্যমিলি অনেক ভালো কারো বিরুদ্ধে কোন রিপোর্ট করার জন্য পর্যাপ্ত ব্যালিড প্রমাণ দিয়ে তারপরে সেটি করে। সব সময় সবাই প্রতিবাদ করা শেখেন সব সময় যেটা সত্য সেটা বলা শেখেন কাউকে ভয় পেয়ে চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে তখন অন্যরাও মনে করে দেশে অপরাধী আর এ কারণে চুপ করে আছে।

ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি এদের ফানি ভিডিও আমি রেগুলার দেখি দেশি সি আই ডি নামক তাদের কিছু ভিডিও আসতো সেখানে দেখেছিলাম একজন উকিল জজকে বলে মায় লট আমার আসামিই খুন করছে আপনি তারে ফাঁসি দিয়ে দেন বাবা কোনো প্রমাণ লাগবে না। এখানেও এরকমি ঘটতেছে হা হা
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 12, 2025, 05:25:49 PM
আর যারা ফিড করাচ্ছে এই থ্রেডগুলো কেনো করাচ্ছে তা সবাই ভালো করেই জানে, কারন তারা আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশী প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখাবেনাতো কে দেখাবে!
গো মূত্র খোরদের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করেন আপনি?
আমি ভাই এদের ড্রামা দূর থেকেই দেখলাম। আর যা বুঝলাম আগের করা কিছু কার্যক্রমের জন্য আমাদের বর্তমানের মেম্বারগণ ভুক্তভোগী হচ্ছে।

এটা জাস্ট আমি আমাদের বাংলাদেশীদের ক্ষেত্রে বলবো না গ্লোবালি একটা টার্গেট এ পরিণত হয়েছে বাংলাদেশী, নাইজেরিয়ান এবং পাকিস্তান, ইন্ডিয়ানদেরও নাম রয়েছে তবে তারা পার পেয়ে যায় শুধুমাত্র উপরের মাথাগুলো তাদেরই নিজেদেরই অ্যাকাউন্ট।

আর তাছাড়া আমার এই চার বছরের অভিজ্ঞতায় এতটুকু বুঝলাম ফোরামে ভূত রয়েছে সেই সাথে ভূত তাড়ানোর জন্য যে সরিষা সেই সরিষার মধ্যেও ভুত রয়েছে।
সরিষার মধ্যে থাকা ভূত সব সময় বেঁচে যায়(যেমন মনে হয় তারা দরবেশ বাবা) আর এমনি ভুত গোলা সব সময়  ফেঁসে মারা খায়। আমার এই কথাটি কিন্তু ব্যাপক অর্থ রয়েছে বুইঝা নিবেন।
কিন্তু দুঃখের ব্যাপার হইলো বেশিরভাগ মেম্বার বুইঝা হলেও না বুইঝা হইলেও সেই দরবেশ বাবাদের আই মিন সরিষার মধ্যে থাকা গুলোর অনুকূলে কথা বলে।  Cry


আছি ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনি কেমন আছেন। ফোরামের যে অবস্থা ভাই তাতে যা বুঝা যায় ফোরামে কিছু কুলাঙ্গার আছে যাদের জন্য আমাদের বাংলা কমিউনিটির ফ্রেসার একাউন্টগুলো ট্যাগ খেয়ে যাচ্ছে। ভাই কতই না কষ্ট করে ৫-৬ ঘন্টা করে দিনে সময় দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা আস্তে আস্তে তুলেছিলাম কিন্তু মাঝখান থেকে কি হলো হঠাৎ করে এসে আজাইরা একটা ব্লেইম দিয়ে ট্যাগ দিয়ে দিয়েছে।
কথার মধ্যে কথা হইলো গিয়া আপনার  টপিকটি সম্পূর্ণ আমি সময় নিয়ে পড়ে দেখেছি এতে করে বুঝলাম আপনার একাউন্টটা হ্যালোইন এর পামকিং কারভিং কনটেস্ট এর আগে খোলা হয়েছে এবং সেই কনটেস্টে জয়েনও করা হয়েছে, আমিও আশা করব যে এটা কো-ইন্সিডেন্ট ছিল।

তবে এখন আপনাকে যে ট্যাগটি দিয়ে দিয়েছে এটা হয়তো আর ওঠাবেনা কিন্তু আপনি যদি সত্যিই একজন রিয়েল ইউজার হন তাহলে আপনি যেভাবে প্রগ্রেস চালিয়ে যাচ্ছিলেন সেটা বন্ধ করবেন না।
আর আমি অলরেডি দেখেছি যে রোইজি আপনাকে অলরেডি কনফার্ম করে রেখেছে তার  ক্যাম্পেইনে আপনি স্লট পাবেন তাই সিগনেচার ক্যাম্পেইন থেকে আউট হয়ে যাওয়া নিয়ে আফসোস করবেন না।

আর শেষ কথা আপনি যদি আপনার প্রগ্রেস নিয়মিত চালিয়ে যেতে পারেন তাহলে এই ধরনের নিউট্রাল ট্যাগ এ কোন কিছু যায় আসে না। আপনার ভবিষ্যৎ দিনগুলোর জন্য অগ্রিম শুভেচ্ছা।


আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তায়ালার রহমতে যা পাই সেটাই যথেষ্ট। কিন্তু এখনো মিলিয়ন ডলার ইনকাম করা বাকি রয়েছে এবং দেখি এই বছর সেট সম্ভব হয় কি নাহ।  Grin
মাশাআল্লাহ। আশা করি আপনার গোল আপনি কমপ্লিট করতে পারবেন।
তবে ভাই একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে আপনার আর্নিং এর বেশিরভাগ অংশ কি শুধুমাত্র ইয়ার ড্রপ বা এই ধরনের ইভেন্টগুলো নাকি এখানে ট্রেডিং এরও একটা বড় অংশ অন্তর্ভুক্ত রয়েছে?

আসলে ক্যারিয়ার নিয়ে দ্বিধা দ্বন্দ্বে রয়েছি, এই ক্রিপ্ট জগতে আসলে কোন জায়গাটায় ধরলে ক্যারিয়ারের জন্য সবচাইতে বেশি ভালো হয় এটা নিয়ে.

তবে আলহামদুলিল্লাহ আমার শুরুর যাত্রা এর তুলনায় এখন ঘরে মাসে প্রায় ৩০ গুণ বেশি  আর্নিং আসতেছে তারপরেও আমার নিকট আমার ক্যারিয়ারের প্রগ্রেস রেট ২০২৩ সালের তুলনায় এখনও খুবই কম মনে হচ্ছে।

যাই হোক আদার্স তথ্য গুলোর জন্য আপনাকে ধন্যবাদ
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
January 12, 2025, 11:30:40 AM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (597 তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/--5526186

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 12, 2025, 11:22:54 AM
ফোরামে কি কাহিনী চলতেছে আমার কোনো ধারণা নেই এবং আপনাদের রিপ্লাইগুলো যা বুঝলাম যে, বিখ্যাত অল্ট একাউন্ট বাবারা বাংলা লোকাল বোর্ডের মেম্বারদের পেছনে লেগেছে হয়তো । যারা DT কিংবা সর্বোচ্চ পদে আছেন, তারা দেখেন লোকাল বোর্ডের জন্য কি করা যায়। বাকি অন্যান্যদের জন্য শুভকামনা রঈলো।


আপনি একা নাহ, অনেকেই আছে যারা শুধুমাত্র বাইন্যান্স কিংবা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড করে থাকে, তারাও এটি সম্পর্কে জানে নাহ। কিন্তু গত কয়েকবছরে সেরা এয়ারড্রপগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ এয়ারড্রপ দেওয়ার রেকর্ড এখন hyperliquid এর। যারা এটিতে শুরুর দিকে ট্রেড করেছে এবং পয়েন্ট ফার্ম করেছে, তারা অনেক পরিমাণে এয়ারড্রপ পেয়েছে। আমি নিজেই কয়েকটা ট্রেড করেছিলাম এবং ৩২ টা $HYPE টোকেন এয়ারড্রপে পাই । যেটি আমি শুরুতেই বিক্রি করে দিয়ে $৩০০ পেয়েছিলাম, কিন্তু সর্বোচ্চ মূল্যে এটির মূল্য $৯০০+ ছিল।

আপনি ভাই এত খবর কোত্থেকে রাখেন। তাইতো বলি আপনার সময় আপনি ঢালেন কোন জায়গায়। যাইহোক ঢালার পরে যে আপনি সেই পরিমাণ ফিডব্যাক হিসেবে প্রফিট গেইন করতে পারতেছেন এটাই হলো সাকসেস।
আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তায়ালার রহমতে যা পাই সেটাই যথেষ্ট। কিন্তু এখনো মিলিয়ন ডলার ইনকাম করা বাকি রয়েছে এবং দেখি এই বছর সেট সম্ভব হয় কি নাহ।  Grin

Quote from: Crypto Library
Quote from: Review Master
এটি মূলত ডিসেন্ট্রালাইজ leverage/derivative এক্সচেঞ্জ, কিন্তু কিছুদিন আগে এটির চেইন validator নিয়ে কাহিনী হয়েছিলো। কারণ এটির চেইন ভেলিডেটর মাত্র ৪ টি এবং নতুন ভ্যালিডেটর নাকি চাইলেই যোগদান করতে পারবে নাহ এমনও কথাবার্তা শুনেছিলাম ( আমি বিস্তারিত যাচাই করিনি এখনও)। আর এইজন্যই অনেকে এর চেইনকে সেন্ট্রালাইজ চেইন বলে ব্যঙ্গ করে থাকে। কিন্তু এক্সচেঞ্জটি ডিসেন্ট্রালাইজ এবং এটি আপনাকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো ট্রেডিং করার অভিঙ্গতা দিবে। বিশ্বাস নাহ হইলে নিজেই যাচাই করে নিতে পারেন।  Grin

আপনাকে জিজ্ঞেস করার একটা মাত্রই কারণ এটির ইন্টারফেস সেন্ট্রালাইজ এক্সেঞ্জার এর মতন। আবার তাছাড়া দেখি এখানে ওয়ালেট কানেক্ট ছাড়াও ইমেইল দ্বারা লগইন করার অপশনও রয়েছে।
যেহেতু এটা ডিসেন্টালাইজ একটা এক্সচেঞ্জার যদিও এটা কে আমার উভয়লিঙ্গ এক্সচেঞ্জার মনে হয়েছে  Grin .

এটা মূলত wallet sdk ব্যবহার করে ই-মেইল দিয়ে লগইনের সুবিধা দেওয়া হয়েছে, কেননা অনেকে wallet sdk কোম্পানি এমন সুবিধা দিয়ে থাকে। আর যেহেতু hyperliquid দল তাদের এক্সচেঞ্জটিকে ব্যবহারকারীর জন্য সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো সুবিধা দিতে চেয়েছে, তাই ওই বিকল্পটিও রেখেছেন। কারণ যারা ট্রেড করতে জানে কিন্তু ডিসেন্ট্রালাইজ বিভিন্ন বিষয়ে জানে নাহ, তারাও জেনো একটি ব্যবহার করে।

Hyperliquid এর সফলতার পর এখন এমন অনেক ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ চালু হচ্ছে এবং ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্ট এমন সুবিধার প্রদানও করতেছে। যারা perp dex কিংবা derivative বিষয়ক বিভিন্ন বিশ্লেষণ করে থাকে, তারা এগুলো সম্পর্কে জানে। Wink
full member
Activity: 238
Merit: 177
January 12, 2025, 09:07:37 AM
কেমন আছেন সবাই? চুপ থাকা মানেই সব মেনে নেয়া নয়। অথর্ব মূর্খ লোকের সাথে তর্ক করে কোনো লাভ নেই।
কিছু করলেও দোষ না করলেও দোষ চুপ থাকলেও দোষ ডিফেন্ড করলেও দোষ। মানুষ যাবেতো যাবে কোথায়? তুমি বাংলাদেশি মানে তুমি চোর, লল লাইক সিরিয়াসলি? প্রুফ নাই লিংক নাই কিছুনাই ছোট্টএকটা আননেসেস্যারি একটা রিজন দেখায়ে ট্যাগমাইরা দিবে, হোয়ার্টএ জোক। আর যারা ফিড করাচ্ছে এই থ্রেডগুলো কেনো করাচ্ছে তা সবাই ভালো করেই জানে, কারন তারা আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশী প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখাবেনাতো কে দেখাবে!।
একটা জিনিস দেখলে খারাপই লাগে কিছু সংখ্যক এবিউজারদের জন্য গোটা কমিউনিটির উপর সবার বায়াসড মনোভাব।
আছি ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনি কেমন আছেন। ফোরামের যে অবস্থা ভাই তাতে যা বুঝা যায় ফোরামে কিছু কুলাঙ্গার আছে যাদের জন্য আমাদের বাংলা কমিউনিটির ফ্রেসার একাউন্টগুলো ট্যাগ খেয়ে যাচ্ছে। ভাই কতই না কষ্ট করে ৫-৬ ঘন্টা করে দিনে সময় দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা আস্তে আস্তে তুলেছিলাম কিন্তু মাঝখান থেকে কি হলো হঠাৎ করে এসে আজাইরা একটা ব্লেইম দিয়ে ট্যাগ দিয়ে দিয়েছে।

এদের সাথে কথা বলা উচিত কথা না বললে এরা বারবার সুযোগ পেয়ে যাবে। আমি ভাই এদের সাথে কথা বলবই এদের অনেক কিছুই উদঘাট করে ফেলেছি তারা সেই বিষয়গুলো কানে নেয় না তারা আজাইরা একটা কথা বলেই একটু ভালো করলেই এগুলা নিয়েই ট্যাগ করে বসে থাকে।  ফোরামে এরা একটা গ্যাং আকারে কাজ করে যেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি। কেউ একটু ভালো করতে নিলেই তাকে ঠাস করে ট্যাগ দিয়ে তার রিপোর্টেশন খারাপ করে দেয়।

এদেরকে মুখ খোলার জন্য অন্যরাও দেখি ভালোই সাপোর্ট দেয় যুক্তি কথার দিকে কোন কিছু বলে না ম্যাক্সিমাম মানুষ তারা যেটা বলে সেটা নিয়েই কথা বলে বেশি।

এখানে কোন সমস্যা নেই সেখানে এসব আজাইরা কথা বলেই যাবে আর সেই সব দোষারোপ সব সময় নিয়ে যাবেন এটা তো আসলে কেমন হয় জিনিসটা। আমার ভুল নাই সেখানে আমি অবশ্যই কথা বলব যদিও আমার ফোরামে এতটা ভালো অবস্থান নেই হয়তো আমাকে লাল ট্যাগ দিয়ে দিতে পারে তবুও আমি বলব। যদিও কিছু করতে পারবো না তবে কথা বলে অন্তত নিজেকে সান্ত্বনা দিতে পারো এরকম কুলাঙ্গারদের যদিও আমাদের কিছু করার নেই তবে ফোরামে তারাই আল্ট। তারা সব সময় অন্যদের ঠেসে ঠেসে ট্যাগ দিয়ে দাবিয়ে রাখে কাউকে ভালোভাবে সামনের দিকে উঠতে দেবে না। পূর্বে কারা কি ধরনের ভুল করে গেছে সেটা নিয়ে প্রতিনিয়ত ব্লেইম দিয়ে যাচ্ছে বাংলা কমিউনিটি থেকে নতুন কোন মেম্বার উঠে আসতে পারবে না এটা শিওর। উঠে আসতে নিলে তাকেই ট্যাগ দিয়ে থামিয়ে দিবে।

এসবের শেষ কোথায় জানিনা তবে কিছু ক্যাম্পেইন ম্যানেজার আছে যারা তাদের কথায় বিশ্বাস করে এই সব সাধারন ট্যাগ কেউ অনেক গুরুত্বপূর্ণ মনে করে ক্যাম্পেইন থেকে বের করে দেয়। কিন্তু ক্যাম্পেইনে আসলে কোন সমস্যা ছিল না এবং যে ট্যাগটি খেয়েছে সেটা ভুল ট্যাগ দেওয়া হয়েছে এগুলো দেখে না।

তবে ভাই এগুলোর শেষ কোথায় এগুলো কি কখনো ঠিক হবে না? এগুলো থেকে বের হয়ে আসা প্রয়োজন কিন্তু যেটা দেখা যাচ্ছে এরা যেভাবে শুরু করেছে বাংলা কমিউনিটির কাউকে এরা ছাড়বে না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 12, 2025, 01:59:08 AM
আবার কেউ যদি কোন উৎসব উপলক্ষে অ্যাকাউন্ট করে দেয় এবং ওই সময় যারা যারা বাংলাদেশে বিশেষ করে একাউন্ট করছে তাদেরকে মহাজাগতিক অপরাধ হিসেবে নিউট্রাল মেরে দেওয়া হচ্ছে। এখানে মূলত বাংলাদেশি হিসেবে আমাদের ভুল তাছাড়া অন্য কিছু নয়। বাংলাদেশীদের প্রতি এক প্রকারের ঘৃণা প্রবণতা থেকে এরকম হচ্ছে বলে মনে হয়। আবার কোন ম্যানেজার যদি সাপোর্ট দেয় তাহলে তাকেও ইন্ধনদাতা হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এটা কোন কথা হলো।

উৎসব উপলক্ষে যারা একাউন্ট করেছে, তারা যে অল্ট একাউন্ট, এটা তো অস্বীকার করার উপায় নেই। আবার কো ইন্সিডেন্স ও হতে পারে। তবে ৯০% সম্ভাবনা যে তারা অল্ট একাউন্ট। সেটা অস্বীকার করার কোনো দরকার আছে বলে মনে করি না। কিন্তু অল্ট একাউন্ট হওয়া তো দোষের কিছু না। এই ফোরামে একের অধিক অল্ট একাউন্ট করা এলাউ। অল্ট একাউন্ট হওয়া সমস্যা নয়, সমস্যা হলো যখন আপনাকে এমন কারো সাথে টাই আপ করা হয়, যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। নিউট্র্যাল ফিডব্যাক নিয়ে আমি কখনোই ক্যায়ার করি না। কিন্তু একটা নিউট্র্যাল ট্যাগ এর কারনে যদি কেউ ক্যাম্পেইন থেকে কিক আউট হয়, তখন ব্যাপারটা কনসার্নিং। আমরা এই ব্যাপারে আলাপ করবো। সবাইকে আমি ইনভাইট করবো একটা গ্রুপে। ফোরামের কিছু মেম্বারকে সেখানে ইনভাইট করবো তাদের ভ্যালুয়েবল অপিনিয়ন দেয়ার জন্য।

আর যারা ফিড করাচ্ছে এই থ্রেডগুলো কেনো করাচ্ছে তা সবাই ভালো করেই জানে, কারন তারা আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশী প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখাবেনাতো কে দেখাবে!
গো মূত্র খোরদের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করেন আপনি?
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 11, 2025, 11:01:00 PM
কেমন আছেন সবাই?

 চুপ থাকা মানেই সব মেনে নেয়া নয়। অথর্ব মূর্খ লোকের সাথে তর্ক করে কোনো লাভ নেই।

কিছু করলেও দোষ না করলেও দোষ চুপ থাকলেও দোষ ডিফেন্ড করলেও দোষ। মানুষ যাবেতো যাবে কোথায়? তুমি বাংলাদেশি মানে তুমি চোর, লল লাইক সিরিয়াসলি? প্রুফ নাই লিংক নাই কিছুনাই ছোট্টএকটা আননেসেস্যারি একটা রিজন দেখায়ে ট্যাগমাইরা দিবে, হোয়ার্টএ জোক। আর যারা ফিড করাচ্ছে এই থ্রেডগুলো কেনো করাচ্ছে তা সবাই ভালো করেই জানে, কারন তারা আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশী প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখাবেনাতো কে দেখাবে!।

একটা জিনিস দেখলে খারাপই লাগে কিছু সংখ্যক এবিউজারদের জন্য গোটা কমিউনিটির উপর সবার বায়াসড মনোভাব।
LDL
hero member
Activity: 742
Merit: 671
January 11, 2025, 10:46:18 PM
কেমন আছেন সবাই?

আমি ব্যাক্তিগত কাজে একটু ব্যাস্ত থাকার কারনে ফোরামে খুব বেশি সময় দিতে পারছি না। ভাইযেরা আমার, ফোরামে আমাদের বাংলাদেশী মেম্বারদেরকে নিয়ে কি শুরু হয়েছে, সেটা আশা করি সকলেই অবগত আছেন। এসব ফোরাম ড্রামাতে রেসপন্স করাকে আমি এসব ট্রল কে ফিড করা বলেই মনে করি। কোনো একটা একুজেশনের যদি কোনো বেইজ না থাকে, সেই একুজেশনে রেসপন্স করতে সেটা যেমন থাকবে, রেসপন্স না করলেও তেমনেই থাকবে।

কিন্তু, এসব ড্রামার সংখ্যা ফোরামে অনেক বেশি হয়ে গেছে বলে আমি মনে করি। আপনারা খেয়াল করলে দেখবেন, হাতে গোনা ২-৩ জন মেম্বার এই জলিগুড কে ফিডিং করছে। যারা এসব ড্রামা ফিড করছে এবং যারা এগুলো ক্রিয়েট করছে, তাদেরকে ট্রাষ্ট এক্সক্লুশন করা জরুরী। আমি একদিন সময় নিয়ে আপনাদের সকলের সাথে আলাপ করবো। চুপ থাকা মানেই সব মেনে নেয়া নয়। অথর্ব মূর্খ লোকের সাথে তর্ক করে কোনো লাভ নেই।
একটা জিনিস বুঝতে পারলাম না, যে বাংলাদেশে আসবে সেই নাইম হয়ে যাবে এটা কেমন কথা। কেউ যদি ভালোভাবে পোস্ট করে তাকেই নাঈম  বলবে আবার প্রতিবাদ করলেও সেই নাঈম বলেই স্বীকৃতি দিয়ে দেবে। এটা কোন কথা হলো, পাপ করেছে একজন এবং সেই পাপের খেসারত প্রজন্ম বহন করতে হচ্ছে। এখানে কেউ এসে যদি ফুল মেম্বার হয়ে যায় তাহলেও তাকে নাঈম ট্যাগ দিয়ে নিউট্রাল মেরে দেওয়া হচ্ছে। আবার কেউ যদি কোন উৎসব উপলক্ষে অ্যাকাউন্ট করে দেয় এবং ওই সময় যারা যারা বাংলাদেশে বিশেষ করে একাউন্ট করছে তাদেরকে মহাজাগতিক অপরাধ হিসেবে নিউট্রাল মেরে দেওয়া হচ্ছে। এখানে মূলত বাংলাদেশি হিসেবে আমাদের ভুল তাছাড়া অন্য কিছু নয়। বাংলাদেশীদের প্রতি এক প্রকারের ঘৃণা প্রবণতা থেকে এরকম হচ্ছে বলে মনে হয়। আবার কোন ম্যানেজার যদি সাপোর্ট দেয় তাহলে তাকেও ইন্ধনদাতা হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এটা কোন কথা হলো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 11, 2025, 04:04:08 PM
চুপ থাকা মানেই সব মেনে নেয়া নয়। অথর্ব মূর্খ লোকের সাথে তর্ক করে কোনো লাভ নেই।





আপনি একা নাহ, অনেকেই আছে যারা শুধুমাত্র বাইন্যান্স কিংবা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড করে থাকে, তারাও এটি সম্পর্কে জানে নাহ। কিন্তু গত কয়েকবছরে সেরা এয়ারড্রপগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ এয়ারড্রপ দেওয়ার রেকর্ড এখন hyperliquid এর। যারা এটিতে শুরুর দিকে ট্রেড করেছে এবং পয়েন্ট ফার্ম করেছে, তারা অনেক পরিমাণে এয়ারড্রপ পেয়েছে। আমি নিজেই কয়েকটা ট্রেড করেছিলাম এবং ৩২ টা $HYPE টোকেন এয়ারড্রপে পাই । যেটি আমি শুরুতেই বিক্রি করে দিয়ে $৩০০ পেয়েছিলাম, কিন্তু সর্বোচ্চ মূল্যে এটির মূল্য $৯০০+ ছিল।
আপনি ভাই এত খবর কোত্থেকে রাখেন। তাইতো বলি আপনার সময় আপনি ঢালেন কোন জায়গায়। যাইহোক ঢালার পরে যে আপনি সেই পরিমাণ ফিডব্যাক হিসেবে প্রফিট গেইন করতে পারতেছেন এটাই হলো সাকসেস।
Quote
এটি মূলত ডিসেন্ট্রালাইজ leverage/derivative এক্সচেঞ্জ, কিন্তু কিছুদিন আগে এটির চেইন validator নিয়ে কাহিনী হয়েছিলো। কারণ এটির চেইন ভেলিডেটর মাত্র ৪ টি এবং নতুন ভ্যালিডেটর নাকি চাইলেই যোগদান করতে পারবে নাহ এমনও কথাবার্তা শুনেছিলাম ( আমি বিস্তারিত যাচাই করিনি এখনও)। আর এইজন্যই অনেকে এর চেইনকে সেন্ট্রালাইজ চেইন বলে ব্যঙ্গ করে থাকে। কিন্তু এক্সচেঞ্জটি ডিসেন্ট্রালাইজ এবং এটি আপনাকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো ট্রেডিং করার অভিঙ্গতা দিবে। বিশ্বাস নাহ হইলে নিজেই যাচাই করে নিতে পারেন।  Grin
আপনাকে জিজ্ঞেস করার একটা মাত্রই কারণ এটির ইন্টারফেস সেন্ট্রালাইজ এক্সেঞ্জার এর মতন। আবার তাছাড়া দেখি এখানে ওয়ালেট কানেক্ট ছাড়াও ইমেইল দ্বারা লগইন করার অপশনও রয়েছে।
যেহেতু এটা ডিসেন্টালাইজ একটা এক্সচেঞ্জার যদিও এটা কে আমার উভয়লিঙ্গ এক্সচেঞ্জার মনে হয়েছে  Grin .

আমার এটা সম্পর্কে অনেক কিছু জানার রয়েছে  এটাতে একটু এক্সপ্লোর করব দেখা যাক অন্যান্য সেন্ট্রালাইস এক্সেনজার এর পরিবর্তে এই ধরনের এক্সচেঞ্জার  ব্যবহার করার জন্য কেমন উপযোগী।
jr. member
Activity: 45
Merit: 12
January 11, 2025, 12:07:19 PM
কি অবস্থা সবার? ফোরামে একটিভ হবো হবো করেও একটিভ হওয়া হচ্ছেনা। লাইফের সবচেয়ে বেশী ব্যাস্ত সময় পার করছি বেশ কিছুদিন থেকে। আশা করি খুব শীগ্রয়ই আবার নিয়মিত হতে পারবো। দেশ ছেড়ে যাওয়া, রাজনীতি, এলাকায় আধিপত্ব ধরে রাখা সবকিছু মিলিয়ে একটা হযবরল অবস্থায় জীবণ যাচ্ছে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 11, 2025, 08:19:13 AM
১ম entry মূল্য: $৪.৫২ কিংবা এর কমে
২য় entry মূল্য: $৪.১২৩ কিংবা এর থেকে কমে

বাকি নিজেরা এখন বিশ্লেষণ করে ট্রেড করতে পারেন। আর আমি এটি hyperliquid এ ট্রেড করতেছি, তাদের ২য় এয়ারড্রপের জন্য এবং কেউ যদি আমার রেফারাল ব্যবহার করতে চান, সেটি এই টুইটে পেয়ে যাবেন: https://x.com/0xSultan_/status/1876282542992822350

hyperliquid এক্সচেঞ্জার সম্পর্কে আজকে প্রথম জানলাম এবং এর ইউজিং এক্সপেরিয়েন্স কারো কাছ থেকে এখন উপর তো শুনিনি। আর এটি আসলে সেন্ট্রালাইজ নাকি ডিসেন্ট্রালাইজ নাকি মধ্যবর্তী পর্যায়ের এখনো আমি কনফিউশনে রয়েছি। তবে এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ না এটা অন্তত বুঝতে পারতেছি।

আপনি একা নাহ, অনেকেই আছে যারা শুধুমাত্র বাইন্যান্স কিংবা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড করে থাকে, তারাও এটি সম্পর্কে জানে নাহ। কিন্তু গত কয়েকবছরে সেরা এয়ারড্রপগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ এয়ারড্রপ দেওয়ার রেকর্ড এখন hyperliquid এর। যারা এটিতে শুরুর দিকে ট্রেড করেছে এবং পয়েন্ট ফার্ম করেছে, তারা অনেক পরিমাণে এয়ারড্রপ পেয়েছে। আমি নিজেই কয়েকটা ট্রেড করেছিলাম এবং ৩২ টা $HYPE টোকেন এয়ারড্রপে পাই । যেটি আমি শুরুতেই বিক্রি করে দিয়ে $৩০০ পেয়েছিলাম, কিন্তু সর্বোচ্চ মূল্যে এটির মূল্য $৯০০+ ছিল।

এটি মূলত ডিসেন্ট্রালাইজ leverage/derivative এক্সচেঞ্জ, কিন্তু কিছুদিন আগে এটির চেইন validator নিয়ে কাহিনী হয়েছিলো। কারণ এটির চেইন ভেলিডেটর মাত্র ৪ টি এবং নতুন ভ্যালিডেটর নাকি চাইলেই যোগদান করতে পারবে নাহ এমনও কথাবার্তা শুনেছিলাম ( আমি বিস্তারিত যাচাই করিনি এখনও)। আর এইজন্যই অনেকে এর চেইনকে সেন্ট্রালাইজ চেইন বলে ব্যঙ্গ করে থাকে। কিন্তু এক্সচেঞ্জটি ডিসেন্ট্রালাইজ এবং এটি আপনাকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো ট্রেডিং করার অভিঙ্গতা দিবে। বিশ্বাস নাহ হইলে নিজেই যাচাই করে নিতে পারেন।  Grin


এখন আপনার শেয়ার করা ZRO টুকেনটি সম্পর্কে একটু ঘাটাঘাটি করলাম গত দুই মাসের মধ্যে এখন দাম অনেকটাই DIP এ রয়েছে তবে দুঃখজনকভাবে হলেও আপনার এন্ট্রি পয়েন্ট এখন ক্রস করে 4.60+ হয়ে গিয়েছে  এখন সামনে আদৌ সম্ভব হবে কিনা যে আপনার দুইটি এন্ট্রি পয়েন্টে আবার কাম ব্যাক করবে।
কি মনে করেন আসবে ? তাহলে হালকা পাতলা নেওয়া যেতে পারে অর্ডার সেট করার জন্য।

আমার প্রথম অর্ডারটি ছিলো $৪.৯২ তে এবং আমার শেয়ার করা ছবিটিতে দেখবেন যে, আমার এন্টি মূল্য দেখাচ্ছে $৪.৭৭ কারণ আমার ১ম ($৪.৯২) ও ২য় ($৪.৫২) অর্ডা্র ইতিমধ্যে পূরণ হয়েছে। আপনি চাইলে এখন অল্প পরিমাণ অর্থ দিয়ে ট্রেড নিতে পারেন এবং $৪.৫২ কিংবা $৪.৫৬ এ লিমিট অর্ডার বসাই রাখতে পারেন। সোমবার নাগাদ মার্কেট ভালো হলে এটি আবার $৫ কিংবা এর বেশি চলে যাবে কিংবা একটু সময় নিবে। তবে বিটিসি পাম্প হলেই এটি আবার পাম্প করা শুরু করবে। এখন দেখেন আপনি রিস্ক নিবেন কি নাহ।  Wink
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 11, 2025, 06:17:31 AM
কেমন আছেন সবাই?

আমি ব্যাক্তিগত কাজে একটু ব্যাস্ত থাকার কারনে ফোরামে খুব বেশি সময় দিতে পারছি না। ভাইযেরা আমার, ফোরামে আমাদের বাংলাদেশী মেম্বারদেরকে নিয়ে কি শুরু হয়েছে, সেটা আশা করি সকলেই অবগত আছেন। এসব ফোরাম ড্রামাতে রেসপন্স করাকে আমি এসব ট্রল কে ফিড করা বলেই মনে করি। কোনো একটা একুজেশনের যদি কোনো বেইজ না থাকে, সেই একুজেশনে রেসপন্স করতে সেটা যেমন থাকবে, রেসপন্স না করলেও তেমনেই থাকবে।

কিন্তু, এসব ড্রামার সংখ্যা ফোরামে অনেক বেশি হয়ে গেছে বলে আমি মনে করি। আপনারা খেয়াল করলে দেখবেন, হাতে গোনা ২-৩ জন মেম্বার এই জলিগুড কে ফিডিং করছে। যারা এসব ড্রামা ফিড করছে এবং যারা এগুলো ক্রিয়েট করছে, তাদেরকে ট্রাষ্ট এক্সক্লুশন করা জরুরী। আমি একদিন সময় নিয়ে আপনাদের সকলের সাথে আলাপ করবো। চুপ থাকা মানেই সব মেনে নেয়া নয়। অথর্ব মূর্খ লোকের সাথে তর্ক করে কোনো লাভ নেই।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 10, 2025, 05:48:15 PM
১ম entry মূল্য: $৪.৫২ কিংবা এর কমে
২য় entry মূল্য: $৪.১২৩ কিংবা এর থেকে কমে

বাকি নিজেরা এখন বিশ্লেষণ করে ট্রেড করতে পারেন। আর আমি এটি hyperliquid এ ট্রেড করতেছি, তাদের ২য় এয়ারড্রপের জন্য এবং কেউ যদি আমার রেফারাল ব্যবহার করতে চান, সেটি এই টুইটে পেয়ে যাবেন: https://x.com/0xSultan_/status/1876282542992822350
hyperliquid এক্সচেঞ্জার সম্পর্কে আজকে প্রথম জানলাম এবং এর ইউজিং এক্সপেরিয়েন্স কারো কাছ থেকে এখন উপর তো শুনিনি। আর এটি আসলে সেন্ট্রালাইজ নাকি ডিসেন্ট্রালাইজ নাকি মধ্যবর্তী পর্যায়ের এখনো আমি কনফিউশনে রয়েছি। তবে এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ না এটা অন্তত বুঝতে পারতেছি।
এখন আপনার শেয়ার করা ZRO টুকেনটি সম্পর্কে একটু ঘাটাঘাটি করলাম গত দুই মাসের মধ্যে এখন দাম অনেকটাই DIP এ রয়েছে তবে দুঃখজনকভাবে হলেও আপনার এন্ট্রি পয়েন্ট এখন ক্রস করে 4.60+ হয়ে গিয়েছে  এখন সামনে আদৌ সম্ভব হবে কিনা যে আপনার দুইটি এন্ট্রি পয়েন্টে আবার কাম ব্যাক করবে।
কি মনে করেন আসবে ? তাহলে হালকা পাতলা নেওয়া যেতে পারে অর্ডার সেট করার জন্য।
Pages:
Jump to: