Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 9. (Read 5267584 times)

hero member
Activity: 770
Merit: 482
October 07, 2024, 01:39:28 AM
অন্যান্য গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো


এই পোষ্ট টি অন্যান্য গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো কালেক্ট করে রাখার জন্য ব্যাবহার করা হবে। এই পোষ্ট টি ইনফরমেটিভ পোষ্ট আর্কাইভের অংশ যা নিয়মিত আপডেট হবে।

jr. member
Activity: 45
Merit: 12
October 06, 2024, 11:43:45 PM
কিন্তু সেটার জন্য যখন আই এস ও ফাইল ডাউনলোড করা হয়, তখনই সেটা স্পেসিফাই করে ডাউনলোড করতে হয় সম্ভবত। এই ক্ষেত্রে ফাইলের সাইজ একটু বড় হয়। আমি যখন ডাউনলোড করেছিলাম, তখন মনে হয় খেয়াল করেছিলাম। আমি আমার স্লো ইন্টারনেট কানেকশন দিয়ে সেটাপ করতে গিয়ে পুরো রাত নষ্ট করেছি, আর সাথে তোমারো ঘুমের ১২ টা বাজাইছিলাম। আমি এগুলো আগে কখনো সেটাপ করিনি, যে কারনে এগুলো তেমন একটা বুঝিনা।
না আলাদা ফাইলের কোনো প্রয়োজন নেই। লিনাক্সভিত্তিক ওএসগুলো লাইভ বুট করা যায়। ইন্সটল না করেও ব্যাবহার করা যায়। ইন্সটল করার সময় অপশন সিলেক্ট করা যায় এইখান থেকেই অফলাইন ইন্সটল করার অপশন পাওয়া যায় আর আরেকটা উপায় হলো ইন্টারনেট কানেকশন না দিয়ে ইন্সটল করা। ইন্টারনেট কানেকশন না থাকলে অটো বেসিক ডেবিয়ান সেটাপ হয়ে যায়।
আর এতো সব প্যাকেজ থাকার কারনেই আমি এখন ম্যাক চালানোর ফিল নিতে পারতেছি। তবে সত্যি কথা যেটা, যারা উইন্ডোজ ব্যাবহার করে অভ্যস্ত, বিশেষ করে উইন্ডোজের যে সফটওয়্যার গুলো আছে, সেগুলো যারা ব্যাবহার করে অভ্যস্ত, তারা সহজে লিন্যাক্সে মুভ করতে পারবে না। কিন্তু যারা শুধুমাত্র ইনটারনেট রিলেটেড কাজ করে, অন্যান্য সফটওয়্যার তেমন দরকার হয় না, তারা সহজেই লিন্যাক্সে মুভ করতে পারে। যেহেতু আমি এখন দোকানে বসি, এখানে চাইলেও আমি লিন্যাক্স ব্যাবহার করতে পারতেছি না। অনেক বেশি প্যাড়া মনে হয়। এজন্যই ডুয়েল বুট করা। যখন যেটা দরকার সেটা ব্যাবহার করি।
বিগিনার লিনাক্স ইউজার বা উইন্ডোজ থেকে যারা আসতে চায় তাদের জন্য অনেক ডিস্ট্রো আছে যেগুলা নতুন ইউজারদের খুব ভালো অভিজ্ঞতা দিতে পারে। যে কেউ চাইলে লিনাক্স এ মুভ করতে পারবে কারণ উইন্ডোজ এর প্রত্যেকটা সফটওয়্যার এর অল্টারনেটিভ লিনাক্স এ আছে কিছু ক্ষেত্রে তো উইন্ডোজ এপস এর চাইতে আরো ভালো এপস লিনাক্স এ পাওয়া যায় একই কাজের। চাইলে উইন্ডোজ এর সকল এপস লিনাক্স এ চালানো যায় Wine প্যাকেজ ইন্সটল করে নিয়ে।
আরেকটা কথা হলো, তুমি এক পোষ্ট করার পরে একই থ্রেড এ আবারো পোষ্ট করতে পারবা না। মানে এক সাথে দুই পোষ্ট করতে পারবা না। এক পোষ্ট করার পর অপেক্ষা করবা অন্য কেউ পোষ্ট করার জন্য। অথবা আগের পোষ্ট এডিট করে নতুন করে এড করবা।
জানা ছিলো না। ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য। এখন থেকে এসব ব্যাপারে খেয়াল রাখবো।
sr. member
Activity: 392
Merit: 350
October 06, 2024, 11:22:33 PM
একটি বিষয়ে আমার জানার ছিল। আমি bybit এক্সেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু ভেরিফাইড করতে পারতেছি না। আমি টানা তিন দিন যাবত চেষ্টা করে যাচ্ছি তবুও ভেরিফাই সফল হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন ভেরিফাই হচ্ছে না? আমি সঠিক আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি? যদিও এখন পর্যন্ত আমি ভোটার হইনি আমার মায়ের আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি। সঠিকভাবে আইডি কার্ডের ছবি প্রদর্শন করছি, ফেস এর ছবি সঠিকভাবেই দিয়েছি। তবুও জানিনা কেন ভেরিফাই হচ্ছে না? এ বিষয়ে যদি কেউ ধারণা দিতে পারতেন তাহলে উপকার হত। সত্যিই এই এক্সেঞ্জারে একাউন্ট ভেরিফাই করতে গিয়ে হাপিয়ে গিয়েছি। Cry
এমনটা হওয়ার কথা নয় Bybit এক্সচেঞ্জৈ একাউন্ট করার পর কিছু সময়ের মধ্যে সেটা ভেরিফাই করা যায় যেটা এর আগে আমি কয়েকবার করেছি। আপনি যে আইডি কার্ড ব্যবহার করে ভেরিফাই করার চেষ্টা করেছিলেন দেখুন সেখানে কিছু ভুল দিয়েছেন কিনা। হয়তো আইডি কার্ডে যে নাম দেওয়া আছে সেই নামের সাথে পার্থক্য রয়েছে অথবা ফেস মিলছে না যার ফলে আপনি চেষ্টা করার পরেও বারবার ব্যর্থ হচ্ছেন। আবার কেউ যদি এই আইডি কার্ড ব্যবহার করে আগে ভেরিফাই করে থাকে তাহলে সেটা দিয়ে আর হবে না। সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই ভেরিফাই হয়ে যাওয়ার কথা।
Quote from: Vote for Bitcoin Pumpkin [Soon]Past Contests [2022]Bitcointalk Party [Discord] Pumpkin Ideas [Here] 🎃


যাইহোক, আমাদের লোকাল মেম্বারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করুন। প্রাইজ বেশ ভালোই রয়েছে। সকলের জন্য শুভকামনা রইলো।
দ্বিতীয় বার পামকিন কনটেস্ট যেটা আমার প্রথম বিটকয়েনটক ফোরামে পামকিন কনটেস্ট হতে যাচ্ছে। কয়েকদিন আগে পাই বেকিং কনটেস্টে আমাদের এই লোকাল থ্রেডের অনেকেই অংশগ্রহণ করেছিল, পাই কনটেস্টে প্রাথমিক পর্যায়ে কয়েকজন বেশ ভালো ভোট পেয়েছিল তবে শেষ মুহূর্তে তারা গন্য হয়নি। এখন পর্যন্ত যে কতগুলো কনটেস্ট হয়েছে যেমন পামকিন, পাই এবং পিজ্জা এগুলোতে কি আমাদের বাংলা থ্রেডের কোন একজন সদস্য ভাই চ্যাম্পিয়ন হয়েছে নাকি আমরা শুধু অংশগ্রহণ করেই সন্তুষ্ট। Grin
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 06, 2024, 11:18:14 PM
ক্রেডিট দিতে হবে না। আমি অনেকদিন ডুয়েল বুট করিনি তাই একটু ঝামেলা হয়ে গেছিলো। যাদের ইন্টারনেট স্লো, ডেবিয়ান সেটাপ দেওয়া তাদের জন্য বড়সড় পাপের কাজ এই কথাটা আমি মানতে পারলাম না বন্ধু কারণ ইন্টারনেট কানেকশন ছাড়াও ডেবিয়ান সেটাপ দেওয়া যায়। তবে ইন্টারনেট ছাড়া সেটাপ দিলে অনেক গুরুত্বপূর্ণ প্যাকেজ ইন্সটল হয় না, কিন্তু পরে ইন্টারনেট অ্যাক্সেস পেলে সেগুলো ইন্সটল করা যায়। ইন্টারনেট ছাড়া শুধু বেসিক ডেবিয়ান ডেক্সটপ ইন্সটল হয়। ডেবিয়ান সিকিউরিটিকে খুব গুরুত্ব দিয়ে থাকে এবং এটি একটি স্টেবল অপারেটিং সিস্টেম।
কিন্তু সেটার জন্য যখন আই এস ও ফাইল ডাউনলোড করা হয়, তখনই সেটা স্পেসিফাই করে ডাউনলোড করতে হয় সম্ভবত। এই ক্ষেত্রে ফাইলের সাইজ একটু বড় হয়। আমি যখন ডাউনলোড করেছিলাম, তখন মনে হয় খেয়াল করেছিলাম। আমি আমার স্লো ইন্টারনেট কানেকশন দিয়ে সেটাপ করতে গিয়ে পুরো রাত নষ্ট করেছি, আর সাথে তোমারো ঘুমের ১২ টা বাজাইছিলাম। আমি এগুলো আগে কখনো সেটাপ করিনি, যে কারনে এগুলো তেমন একটা বুঝিনা।

ডেবিয়ানকে সবচেয়ে স্টেবল লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলোর একটি ধরা হয়। ডেবিয়ানে রয়েছে বিপুল পরিমাণ প্যাকেজ সাপোর্ট। প্রায় ৫০,০০০ এর বেশি প্যাকেজ (সফটওয়্যার) রয়েছে, যেগুলো ইন্সটল করে ব্যবহার করা যায়। খুব সহজেই নানান রকম সফটওয়্যার বা টুল পাওয়া যায়। ডেবিয়ান ডেস্কটপ এর জন্য পাওয়া গেলেও সবচেয়ে বেশী ব্যাবহৃত হয় সার্ভার এবং ওয়ার্কস্টেশনের কাজে।
আর এতো সব প্যাকেজ থাকার কারনেই আমি এখন ম্যাক চালানোর ফিল নিতে পারতেছি। তবে সত্যি কথা যেটা, যারা উইন্ডোজ ব্যাবহার করে অভ্যস্ত, বিশেষ করে উইন্ডোজের যে সফটওয়্যার গুলো আছে, সেগুলো যারা ব্যাবহার করে অভ্যস্ত, তারা সহজে লিন্যাক্সে মুভ করতে পারবে না। কিন্তু যারা শুধুমাত্র ইনটারনেট রিলেটেড কাজ করে, অন্যান্য সফটওয়্যার তেমন দরকার হয় না, তারা সহজেই লিন্যাক্সে মুভ করতে পারে। যেহেতু আমি এখন দোকানে বসি, এখানে চাইলেও আমি লিন্যাক্স ব্যাবহার করতে পারতেছি না। অনেক বেশি প্যাড়া মনে হয়। এজন্যই ডুয়েল বুট করা। যখন যেটা দরকার সেটা ব্যাবহার করি।

আরেকটা কথা হলো, তুমি এক পোষ্ট করার পরে একই থ্রেড এ আবারো পোষ্ট করতে পারবা না। মানে এক সাথে দুই পোষ্ট করতে পারবা না। এক পোষ্ট করার পর অপেক্ষা করবা অন্য কেউ পোষ্ট করার জন্য। অথবা আগের পোষ্ট এডিট করে নতুন করে এড করবা।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
October 06, 2024, 10:04:38 PM
Quote from: Vote for Bitcoin Pumpkin [Soon]Past Contests [2022]Bitcointalk Party [Discord] Pumpkin Ideas [Here] 🎃


দ্বিতীয় বার্ষিকী বিটকয়েনটক কুমড়া খোদাই প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতাটি কোন অফিসিয়াল ইভেন্ট নায়। স্পনসর করেছে BC.Game। এই প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে রয়েছে $১৫০০ ডলার।

এই প্রতিযোগিতায় বিজয়ী হবে মোট ৮ জন।
১ম পুরস্কার =$১০০০ ডলার।
২য় ও ৩য় পুরস্কার =$২৫০ ডলার।
৪র্থ-৮ম পুরস্কার =$৫০ ডলার।

এই প্রতিযোগিতাটি আজকে থেকে ১লা নভেম্বর পর্যন্ত আপনার আপনাদের খোদাই করা কুমড়া জমা দিতে পারবেন। অবশ্যই আপনাকে কমপক্ষে ২ টি ছবি দিয়ে পোস্ট করতে হবে। খোদাই কাজ শেষ হলে ভিতরে মোমবাতী জ্বালানোর ব্যবস্থা করবেন। আপনার নাম ও তারিখ সহ উল্লেখ করে ছবি পোস্ট করবেন।নিয়ম কানুন গুলো লিংকে ক্লিক করে আরও ভালো করে পড়ে নিবেন।

যাইহোক, আমাদের লোকাল মেম্বারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করুন। প্রাইজ বেশ ভালোই রয়েছে। সকলের জন্য শুভকামনা রইলো।
পামকিন কনটেস্ট বা কুমড়া খোদাই প্রতিযোগিতা বাংলা বোর্ডে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। ২০২২ সালের এই অক্টোবর মাসেই প্রথমবারের মতো কুমড়া খোদায় প্রতিযোগিতা শুরু হয়েছিল আমরা হয়তো সেই প্রথম কুমড়া খোদায় প্রতিযোগিতায় ছিলাম না এবং অংশগ্রহণ করতে পারিনি। দ্বিতীয় কুমড়া খোদাই প্রতিযোগিতা আবার শুরু হয়েছে সকলেই অংশগ্রহণ করবেন এবং ভালো খোদাই প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীতে থাকার চেষ্টা করবো এবং সবাই করবেন।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
October 06, 2024, 09:44:59 PM
Quote from: Vote for Bitcoin Pumpkin [Soon]Past Contests [2022]Bitcointalk Party [Discord] Pumpkin Ideas [Here] 🎃


দ্বিতীয় বার্ষিকী বিটকয়েনটক কুমড়া খোদাই প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতাটি কোন অফিসিয়াল ইভেন্ট নায়। স্পনসর করেছে BC.Game। এই প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে রয়েছে $১৫০০ ডলার।

এই প্রতিযোগিতায় বিজয়ী হবে মোট ৮ জন।
১ম পুরস্কার =$১০০০ ডলার।
২য় ও ৩য় পুরস্কার =$২৫০ ডলার।
৪র্থ-৮ম পুরস্কার =$৫০ ডলার।

এই প্রতিযোগিতাটি আজকে থেকে ১লা নভেম্বর পর্যন্ত আপনার আপনাদের খোদাই করা কুমড়া জমা দিতে পারবেন। অবশ্যই আপনাকে কমপক্ষে ২ টি ছবি দিয়ে পোস্ট করতে হবে। খোদাই কাজ শেষ হলে ভিতরে মোমবাতী জ্বালানোর ব্যবস্থা করবেন। আপনার নাম ও তারিখ সহ উল্লেখ করে ছবি পোস্ট করবেন।নিয়ম কানুন গুলো লিংকে ক্লিক করে আরও ভালো করে পড়ে নিবেন।

যাইহোক, আমাদের লোকাল মেম্বারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করুন। প্রাইজ বেশ ভালোই রয়েছে। সকলের জন্য শুভকামনা রইলো।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 06, 2024, 03:42:26 PM
Hemi Network Testnet : এই প্রজেক্টি পয়েন্ট সিস্টেম ব্যবহার করতেছে এবং Leaderboard এর সর্বোচ্চতে পৌছাইতে সময় কম লাগবে। কেননা এটি ফার্মিং কেউ করতেছে নাহ, তাই সকলকে বলবো যে প্রতিদিনের task গুলো কইরেন। কারণ mainnet এ যাওয়ার পর টোকেন লিস্টিং কিংবা TGE হবে। হয়তো Liquidity/TVL এর জন্য মেইননেটে কিছু সময় পয়েন্ট ফার্মিং চালু রাখবে।

→ Twitter Thread: https://twitter.com/officialbitbyte/status/1839359214155866418
→ Blog: https://bitbytecrypto.medium.com/hemi-network-incentivized-testnet-step-by-step-tutorial-701437acb3f0


এর আগে যে Hemi Network এর টেস্টনেটের কথা বলেছিলাম, আজকে Open Season নামক একটি ইভেন্ট চলতেছে। আর এটিতে অংশগ্রহণ করে আপনারা ২৫,০০০ পয়েন্ট সহজেই পেতে পারেন। কিন্তু হাস্যকর বিষয় হইলো যে, Sepolia টেস্টনেটে গ্যাস ফি প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে।


তারপরও যারা এটির সুযোগ হাতছাড়া করতে চান নাহ, তারা বাংলাদেশ সময় ভোর/সকাল ৬টার আগে (৭ই অক্টোবর ২০২৪) Ethereum Sepolia Testnet থেকে যেকোনো পরিমাণ ETH কিংবা Stablecoin যেমন USDT, USDC, DAI ইত্যাদি Hemi Sepolia Testnet এ স্থানান্তর করেন এবং সর্বমোট ২৫ টি ট্রান্সজেকশন করলেই হবে। কারণ প্রত্যেকটি ট্রান্সজেকশনের জন্য ১০০০ করে পয়েন্ট পাবেন।  Wink

আর এই প্রজেক্টটি তাদের টেস্টনেট তাদের নিজস্ব টেস্টনেটেই চালু রাখবে, মানে Ethereum Sepolia Testnet থেকে ট্রান্সজেকশন করতে লাগবে নাহ। কেননা Hemi Testnet এর কারণেই Sepolia Testnet এর গ্যাস ফি ইতিমধ্যেই অনেক বেড়ে গিয়েছিলো। পরবর্তী অন্যান্য আপডেট আসলে , আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোষ্ট করবো। তাই সেখানে যোগদান করে রাখতে পারেন: https://t.me/bitbytecrypto_ann
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 06, 2024, 03:23:36 PM

আমি মূলত ২০২২ সাল এর জুন মাস থেকে মাসে রিপোর্ট করার চেষ্টা করেছি যদিও ২০২২ সালে জুন মাসের পর আবার ডিসেম্বরে পুরো ২০২২ সালের অ্যাক্টিভিটি তুলে ধরেছিলাম।

যাইহোক আজকে এই পোস্টে মূলত আমি এ পর্যন্ত  আমাদের বাংলা থ্রেডের তৈরি হওয়ার পর মানে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত সকল মাসিক একটিভিটি এর রিপোর্ট লিপিবদ্ধ করব যদিও আপাতত শুধুমাত্র ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত থাকবে। কিন্তু ধীরে ধীরে এর আগে প্রতিটি মাসিক রিপোর্ট আমি এখানে লিপিবদ্ধ করব।

২০২৫ সাল এর অ্যাক্টিভিটি
jr. member
Activity: 45
Merit: 12
October 06, 2024, 03:14:44 PM
একটি বিষয়ে আমার জানার ছিল। আমি bybit এক্সেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু ভেরিফাইড করতে পারতেছি না। আমি টানা তিন দিন যাবত চেষ্টা করে যাচ্ছি তবুও ভেরিফাই সফল হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন ভেরিফাই হচ্ছে না? আমি সঠিক আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি? যদিও এখন পর্যন্ত আমি ভোটার হইনি আমার মায়ের আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি। সঠিকভাবে আইডি কার্ডের ছবি প্রদর্শন করছি, ফেস এর ছবি সঠিকভাবেই দিয়েছি। তবুও জানিনা কেন ভেরিফাই হচ্ছে না? এ বিষয়ে যদি কেউ ধারণা দিতে পারতেন তাহলে উপকার হত। সত্যিই এই এক্সেঞ্জারে একাউন্ট ভেরিফাই করতে গিয়ে হাপিয়ে গিয়েছি। Cry

ভেরিফাই না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ আছে। এমনি এমনি কেউ তো বলতে পারবেনা ঠিক কি কারণে আপনার একাউন্ট ভেরিফাই হচ্ছেনা। ভালো করে আবার সাবমিট করেন। ডকুমেন্ট বা ফেইস এর ছবি রিজেক্ট করলে অবশ্যই কোন কারণে রিজেক্ট করা হয়েছে সেটা আপনি দেখতে পাবার কথা। ডকুমেন্ট সাবমিট করার নিয়মগুলো ভালো করে দেখে সাবমিট করেন। আশা করি এপ্রুভ হয়ে যাবে।
jr. member
Activity: 45
Merit: 12
October 06, 2024, 06:02:53 AM
মিয়া, তুমি আমার পুরাতন উইন্ডোজ একদম দফারফা করে দিছো ডুয়েলবুট করতে গিয়া। পরে আরো দুইবার উইন্ডোজ আর দুইবার ডেবিয়ান দেয়া লাগছে। যাদের ইন্টারনেট কানেকশন স্লো, ডেবিয়ান সেটাপ দেয়া তাদের জন্য বড়সড় একটা পাপের কাজ। কিছু এডিশনাল ফাইল অনলাইন থেকে ডাউনলোড হয়, যে কারনে নেট স্পিড খারাপ হলে সেখানেই মাঠে মারা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তবুও সব ক্রেডিট তোমার। টাকা দিয়ে তো আর ম্যাক কিনতে যাবো না। তাই লিনাক্স এই ম্যাক এ ফিল নেই মাঝে মাঝে। আর সবাইকে বলি, এই সজিব ব্রাদার কিন্তু আমার রিয়েল লাইফ ফ্রেন্ড!

ক্রেডিট দিতে হবে না। আমি অনেকদিন ডুয়েল বুট করিনি তাই একটু ঝামেলা হয়ে গেছিলো। যাদের ইন্টারনেট স্লো, ডেবিয়ান সেটাপ দেওয়া তাদের জন্য বড়সড় পাপের কাজ এই কথাটা আমি মানতে পারলাম না বন্ধু কারণ ইন্টারনেট কানেকশন ছাড়াও ডেবিয়ান সেটাপ দেওয়া যায়। তবে ইন্টারনেট ছাড়া সেটাপ দিলে অনেক গুরুত্বপূর্ণ প্যাকেজ ইন্সটল হয় না, কিন্তু পরে ইন্টারনেট অ্যাক্সেস পেলে সেগুলো ইন্সটল করা যায়। ইন্টারনেট ছাড়া শুধু বেসিক ডেবিয়ান ডেক্সটপ ইন্সটল হয়। ডেবিয়ান সিকিউরিটিকে খুব গুরুত্ব দিয়ে থাকে এবং এটি একটি স্টেবল অপারেটিং সিস্টেম।

ডেবিয়ানকে সবচেয়ে স্টেবল লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলোর একটি ধরা হয়। ডেবিয়ানে রয়েছে বিপুল পরিমাণ প্যাকেজ সাপোর্ট। প্রায় ৫০,০০০ এর বেশি প্যাকেজ (সফটওয়্যার) রয়েছে, যেগুলো ইন্সটল করে ব্যবহার করা যায়। খুব সহজেই নানান রকম সফটওয়্যার বা টুল পাওয়া যায়। ডেবিয়ান ডেস্কটপ এর জন্য পাওয়া গেলেও সবচেয়ে বেশী ব্যাবহৃত হয় সার্ভার এবং ওয়ার্কস্টেশনের কাজে।
full member
Activity: 420
Merit: 130
October 06, 2024, 04:19:23 AM
একটি বিষয়ে আমার জানার ছিল। আমি bybit এক্সেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু ভেরিফাইড করতে পারতেছি না। আমি টানা তিন দিন যাবত চেষ্টা করে যাচ্ছি তবুও ভেরিফাই সফল হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন ভেরিফাই হচ্ছে না? আমি সঠিক আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি? যদিও এখন পর্যন্ত আমি ভোটার হইনি আমার মায়ের আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি। সঠিকভাবে আইডি কার্ডের ছবি প্রদর্শন করছি, ফেস এর ছবি সঠিকভাবেই দিয়েছি। তবুও জানিনা কেন ভেরিফাই হচ্ছে না? এ বিষয়ে যদি কেউ ধারণা দিতে পারতেন তাহলে উপকার হত। সত্যিই এই এক্সেঞ্জারে একাউন্ট ভেরিফাই করতে গিয়ে হাপিয়ে গিয়েছি। Cry
আমার মত আপনিও একই সমস্যায় ভুগছেন বিশেষ করে অনেকদিন আগে আমি বাইনান্স এক্সচেঞ্জে আমার বাবার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে গিয়েছিলাম কিন্তু ডজন খানেক বার চেষ্টা করার পরও আমার বাবার আইডি কার্ড দিয়ে আমি ভেরিফিকেশন করতে পারিনি। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমার বাবার মুখে খুব সম্ভবত দাঁড়ি থাকার কারণে হয়তো ভেরিফিকেশন হয়নি পরে আমার বড় বোনের স্বামীর ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয়েছিল। কে বলতে পারে আপনার মায়ের ক্ষেত্রে কোন সমস্যা হয়েছে?
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
October 06, 2024, 01:41:48 AM
দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা ৭ দেশের তালিকায় বাংলাদেশ


আসলে এই নিউজটি দেখলাম বাংলাদেশ নাকী দেউলিয়া হওয়ার পথে চলে গেছে। দেউলিয়া হবেই না কেন, আমাদের সম্মানিত হাসিনা সরকার যে ঋণ  করে গেছে যার হিসেবের বাহিরে। আসলে একটি দেশ দেউলিয়া হয় না বরং ঋণ খেলাপি হয়। বাংলাদেশের সামনে এই রকম ঘটনা ঘটে যেতে পারে। বিদেশি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হবে। যখন বিদেশি ঋণ পরিশোধ করার চেষ্টা করবে তখন কর বা ভ্যাট বাড়াবে যার ফলে খাদ্য দ্রব্য দাম বেড়ে যাবে। বাংলাদেশের সামনে কঠিন ভয়াবহ দিন অপেক্ষা করতেছে। বিশেষ করে সাধারণ জনগণের কষ্ট হয়ে যাবে।

যাইহোক, নিউজে বলা হয়েছে। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ২ বছর আগে জানিয়েছিলেন 50 টি এর বেশি দেশ দেউলিয়া হর পথে রয়েছে। কিন্তু আবার ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮ কয়েকটি দেশের তালিকা প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের নাম রয়েছে। গত কয়েক বছরে টাকার অবমূল্যায়ন করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এ ধরনের পদক্ষেপে এখনো পর্যন্ত কোনো সমাধান আসেনি। খাদ্যমূল্য বাড়ার কারণে ২০২৫ সালে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ১ শতাংশ হতে পারে বলে ধারণা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশের বর্তমান ঋণ ১৫৬ বিলিয়ন ডলার, বাংলাদেশের রিজার্ভ রয়েছে মাত্র ২০ বিলিয়ন ডলার। এই ঋন কি দিয়ে পরিশোধ করবে? আমাদের সাধারণ জনগনের টাকা দিয়ে ঋণ গুলো পরিশোধ করবে।

অনেকেই বলে হাসিনা সরকার দেশের উন্নয়ন করেছে। হ্যাঁ, ঠিকই উন্নয়ন করেছে কিন্তু মাইষের টাকা দিয়ে। উন্নয়ন হয়েছে, জিনিস পত্রের দামের উন্নয়ন হয়েছে। সামনে আরও খারাপ দিন আসতে চলেছে।

যারা টাকা পয়সা ব্যাংকে রাখছেন আমার মতে বর্তমানে ব্যাংকে টাকা পয়সা রাখা বোকামি ছাড়া কিছুই না। তাই ব্যাংকে টাকার রাখার পরিবর্তে ভালো দেখে জমি কিনে রাখা ভালো হবে, এছাড়া স্বর্ণ কিনে রাখাও ভালো হবে, যারা ঝুকি নিতে চান তারা বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশের টাকার মান আরও অনেক কমে যাবে।
>বিস্তারিত নিউজ লিংক‌:


একটি বিষয়ে আমার জানার ছিল। আমি bybit এক্সেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু ভেরিফাইড করতে পারতেছি না। আমি টানা তিন দিন যাবত চেষ্টা করে যাচ্ছি তবুও ভেরিফাই সফল হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন ভেরিফাই হচ্ছে না? আমি সঠিক আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি? যদিও এখন পর্যন্ত আমি ভোটার হইনি আমার মায়ের আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি। সঠিকভাবে আইডি কার্ডের ছবি প্রদর্শন করছি, ফেস এর ছবি সঠিকভাবেই দিয়েছি। তবুও জানিনা কেন ভেরিফাই হচ্ছে না? এ বিষয়ে যদি কেউ ধারণা দিতে পারতেন তাহলে উপকার হত। সত্যিই এই এক্সেঞ্জারে একাউন্ট ভেরিফাই করতে গিয়ে হাপিয়ে গিয়েছি। Cry
এটা আপনাকে কিভাবে ধারনা দিবো? এখানে কেউ তো জানবে না কেন আপনার একাউন্ট বেরিফাই হচ্ছে না। যখন আপনি আপনার তথ্য গুলো সাবমিট করবেন, তার পর যদি বেরিফাই হয় তাহলে বেরিফাই লেখা আসবে। যদি বেরিফাই ব্যর্থ হয় তাহলে কোন কারনে  বেরিফাই হলো সেটা সেখানে অবশ্যই দেখতে পাবেন। আপনি ভালোভাবে আবার ট্রাই করুন, দেখেন তার কি চায় সেভাবে তথ্য গুলো দিয়ে চেষ্টা করুন।
hero member
Activity: 770
Merit: 482
October 06, 2024, 01:26:40 AM
বিটকয়েন এবং ক্রিপ্টো ও টেক রিলেটেড তথ্যবহুল পোষ্ট


এই পোষ্ট বিটকয়েন এবং ক্রিপ্টো ও টেক রিলেটেড তথ্যবহুল পোষ্ট গুলো কালেক্ট করে রাখার জন্য ব্যাবহার করা হবে। এই পোষ্ট টি ইনফরমেটিভ পোষ্ট আর্কাইভের অংশ যা নিয়মিত আপডেট হবে।

member
Activity: 94
Merit: 28
October 06, 2024, 12:36:46 AM
একটি বিষয়ে আমার জানার ছিল। আমি bybit এক্সেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু ভেরিফাইড করতে পারতেছি না। আমি টানা তিন দিন যাবত চেষ্টা করে যাচ্ছি তবুও ভেরিফাই সফল হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন ভেরিফাই হচ্ছে না? আমি সঠিক আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি? যদিও এখন পর্যন্ত আমি ভোটার হইনি আমার মায়ের আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি। সঠিকভাবে আইডি কার্ডের ছবি প্রদর্শন করছি, ফেস এর ছবি সঠিকভাবেই দিয়েছি। তবুও জানিনা কেন ভেরিফাই হচ্ছে না? এ বিষয়ে যদি কেউ ধারণা দিতে পারতেন তাহলে উপকার হত। সত্যিই এই এক্সেঞ্জারে একাউন্ট ভেরিফাই করতে গিয়ে হাপিয়ে গিয়েছি। Cry
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 06, 2024, 12:03:56 AM
যদিও আপনাকে অভিনন্দন অলরেডি পারসোনালি জানিয়েছি এজন্য তারপরও আবারও এইখানে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ থ্রেড ডেড না হয়ে যাওয়ার কারণ গুলোর মধ্যে যদি কয়েকজনের অবদান থাকে তাহলে আপনি সেখানে  একজন।
যাইহোক আপনার  মোট পোস্ট এর ২৫ পার্সেন্ট আবারো ইনশাল্লাহ হবে বা তারও বেশি হতে পারে কারণ আমাদের বাংলা থ্রেড কে আবার উজ্জীবিত মনে হচ্ছে কারণ নতুন মেম্বাররা এসেছে, আশা করি তারা কন্টিনিউ করবে কারণ এর আগেও অনেক জনকে দেখেছি  ফোরামে এসেছে কিন্তু কয়েকদিন পোস্ট করে উধাও হয়ে গিয়েছে আবার নয়তো কোন ট্যাগ খেয়ে চলে গিয়েছে।

আপনাকে ধন্যবাদ ভাই!
মোট পোষ্ট এর ২৫% হতে হলে এখানে আমাকে প্রতিদিন কমপক্ষে একটা পোষ্ট করতে হবে। বা কোনো কোনো দিন ২ টা পোষ্ট করতে হবে। বেশিরভাগ সিগন্যাচার ক্যাম্পেইনে লোকাল বোর্ড এর পোষ্ট লিমিট থাকে। অঅগে এক সময় অনেক বেশি ফ্রি ছিলাম। যখন পোষ্ট কাউন্ট না করলেও লোকাল থ্রেড এ পোষ্ট করতাম। কিন্তু এখন তেমন সময় পাওয়া সম্ভব হচ্ছে না আমার জন্য ব্যাবসা প্রতিষ্ঠানের কারনে। আশা করি নতুন মেম্বার রা আমাদের থ্রেড এ ভ্যালুয়েবল কিছু এড করবে। এই পেইজ টা দেখেন, পুরোটাই সুন্দর ডিসকাশনে ভরপুর।

হ্যাঁ ভাই আপনার বেশ কিছু পয়েন্ট এর সাথে আমি একমত। তবে বর্তমানে লিনাক্স বেইজড অনেক অপারেটিং সিস্টেম আছে যেগুলার ইন্টারফেস একদম ম্যাক কিংবা উইন্ডোজ এর মতো আর লিনাক্স ভিত্তিক ওএস গুলার সবচেয়ে বড়ো সুবিধা হলো ইচ্ছামতো কাষ্টমাইজ করা যায়। চাইলে হুবহু উইন্ডোজ বা ম্যাক এর মতো ইন্টারফেস করা যায়, যেমন আমার বন্ধু Learn Bitcoin ডেবিয়ান ইউজ করে গ্নোম ডেক্সটপ এর সাথে। এর ইন্টারফেস দেখলে কেউ বুঝতেই পারবেনা যে এটা লিনাক্স এর কোনো অপারেটিং সিস্টেম। তার ডেক্সটপ ইন্টারফেস একদম হুবহু ম্যাক ওএস এর মতো কাষ্টমাইজ করা। যারা নতুন ইউজার তাদের জন্য লিনাক্স মিন্ট খুব ভালো একটি অপশন।

লিনাক্স ভিত্তিক বেশ কিছু অপারেটিং সিস্টেম আছে যেগুলার মাধ্যমে বর্তমানে গেইম খেলা যায় তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:
১- SteamOS- এটি ভ্যাল্ড ভিত্তিক ওএস যা মূলত গেইমিং কনসোল এর জন্য ডিজাইন করা হয়েছে।
২- Pop!_OS- এটি একটি গেইমিং এর জন্য অপটিমাইজ করা উবুন্টু ভিত্তিক ওএস। গ্রাফিক্স কার্ড এর সাথে ভালো সাপোর্ট দেয় এই ওএস।
৩- Manjaro- এটি আর্ক ভিত্তিক একটি ওএস যা গেইমিং এর জন্য অপ্টিমাইজ করা। মাঞ্জারো তে AUR (Arch User Repository) ব্যবহার করে সহজেই গেইম ইনস্টল করা যায়।
মিয়া, তুমি আমার পুরাতন উইন্ডোজ একদম দফারফা করে দিছো ডুয়েলবুট করতে গিয়া। পরে আরো দুইবার উইন্ডোজ আর দুইবার ডেবিয়ান দেয়া লাগছে। যাদের ইন্টারনেট কানেকশন স্লো, ডেবিয়ান সেটাপ দেয়া তাদের জন্য বড়সড় একটা পাপের কাজ। কিছু এডিশনাল ফাইল অনলাইন থেকে ডাউনলোড হয়, যে কারনে নেট স্পিড খারাপ হলে সেখানেই মাঠে মারা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তবুও সব ক্রেডিট তোমার। টাকা দিয়ে তো আর ম্যাক কিনতে যাবো না। তাই লিনাক্স এই ম্যাক এ ফিল নেই মাঝে মাঝে। আর সবাইকে বলি, এই সজিব ব্রাদার কিন্তু আমার রিয়েল লাইফ ফ্রেন্ড!
jr. member
Activity: 45
Merit: 12
October 05, 2024, 02:15:48 PM
সিকিউরিটি এর দিক থেকে লিনাক্স যে সবার বাপ এটা বলতে এবং মানতে আমার কোন বাধা নেই।
তবে প্রতিটা জিনিসেরই সুবিধা এবং অসুবিধা থাকে লিনাক্স এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এটি আপনাকে পূর্ণাঙ্গ সিকিউরিটি দিবে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলোর তুলনায় কিন্তু এর একটাই অসুবিধা সেটা হলো এটা এমন ইউজার ফ্রেন্ডলি নয় কারণ এর ইন্টারফেস সবাই সহজে বুঝে উঠতে পারবেনা যেমনটা তারা সহজেই windows এ পেরে থাকেনতাছাড়া যদি লক্ষ্য করেন দেখবেন যারা  কোডার এবং  প্রোগ্রামার  এরাই সাধারণত লিনাক্সের সংখ্যাগরিষ্ঠ ইউজার।  আর এজন্যই উইন্ডোজ জনপ্রিয়তার মধ্যে ঊর্ধ্বে তবে এখানে সিকিউরিটি কম আবার সিকিউরিটি যদি নিতে চান তাহলেও অনেক টাকা খরচ করতে হবে তাছাড়া গেইমিং এর ক্ষেত্রে উইন্ডোজ ছাড়া পসিবল না।
আর বলেন তো ভাই লিনাক্সে এত ভাল পারফর্ম কেন করে? কারণ এখানে তেমন গ্রাফিক্যাল  থিংস  ব্যবহৃত হয় না। যত গ্রাফিক্স কম রেন্ডার করা লাগে তত বেশি ভালো পারফরমেন্স

Quote
আমি আমার ব্যাক্তিগত কম্পিউটার এ মাঞ্জারো ইউজ করি যেটি একটি আর্চ লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম।
আমি বহুৎ আগে  কালি লিনাক্স ওএস ইনস্টল করেছিলাম আমার ভার্চুয়াল বক্সে হ্যাকিং ল্যাব প্রস্তুত করার জন্য পরে আর তেমন কিছু এই পথে আগানো হয় নাই। যাই হোক ভাই মাঞ্জারো এর একটু ইউজার এক্সপেরিয়েন্স শেয়ার করেন।

হ্যাঁ ভাই আপনার বেশ কিছু পয়েন্ট এর সাথে আমি একমত। তবে বর্তমানে লিনাক্স বেইজড অনেক অপারেটিং সিস্টেম আছে যেগুলার ইন্টারফেস একদম ম্যাক কিংবা উইন্ডোজ এর মতো আর লিনাক্স ভিত্তিক ওএস গুলার সবচেয়ে বড়ো সুবিধা হলো ইচ্ছামতো কাষ্টমাইজ করা যায়। চাইলে হুবহু উইন্ডোজ বা ম্যাক এর মতো ইন্টারফেস করা যায়, যেমন আমার বন্ধু Learn Bitcoin ডেবিয়ান ইউজ করে গ্নোম ডেক্সটপ এর সাথে। এর ইন্টারফেস দেখলে কেউ বুঝতেই পারবেনা যে এটা লিনাক্স এর কোনো অপারেটিং সিস্টেম। তার ডেক্সটপ ইন্টারফেস একদম হুবহু ম্যাক ওএস এর মতো কাষ্টমাইজ করা। যারা নতুন ইউজার তাদের জন্য লিনাক্স মিন্ট খুব ভালো একটি অপশন।

লিনাক্স ভিত্তিক বেশ কিছু অপারেটিং সিস্টেম আছে যেগুলার মাধ্যমে বর্তমানে গেইম খেলা যায় তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:
১- SteamOS- এটি ভ্যাল্ড ভিত্তিক ওএস যা মূলত গেইমিং কনসোল এর জন্য ডিজাইন করা হয়েছে।
২- Pop!_OS- এটি একটি গেইমিং এর জন্য অপটিমাইজ করা উবুন্টু ভিত্তিক ওএস। গ্রাফিক্স কার্ড এর সাথে ভালো সাপোর্ট দেয় এই ওএস।
৩- Manjaro- এটি আর্ক ভিত্তিক একটি ওএস যা গেইমিং এর জন্য অপ্টিমাইজ করা। মাঞ্জারো তে AUR (Arch User Repository) ব্যবহার করে সহজেই গেইম ইনস্টল করা যায়।


যাইহোক ভাই এমন আরো বেশ কিছু অপারেটিং সিস্টেম আছে। আর একটা বিষয় একটু এডভান্স ইউজার হলেই উইন্ডোজ এর সকল কিছুর বিকল্প খুঁজে পাওয়া সম্ভব লিনাক্স এ। যারা একবার লিনাক্সভিত্তিক ওএস এর মজা পাবে সে কখনো আর উইন্ডোজ এ ফিরে যাবেনা। আমি উবুন্টু, ফেডোরা, লিনাক্স মিন্ট, প্যারট সহ অনেক ওএস ইউজ করছি এখন আমি মাঞ্জারো ইউজ করি গ্নোম ডেক্সটপ এর সাথে এটা অনেক ইউজার ফ্রেন্ডলি লাইট ওয়েট এবং বাংলাদেশ মিরর থাকার কারণে যেকোনো প্রোগ্রাম রান করলে বা কোনো এপস ডাউনলোড দিতে গেলে খুব দ্রুত হয়ে যায়।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 05, 2024, 12:59:12 PM
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
1. Learn Bitcoin [514]

আপনাকে আবারো ধন্যবাদ মাসের শুরুতেই মাসিক ষ্টাটস পোষ্ট করার জন্য। আর এতো বড় একটা মাইল ফলক মনে করিয়ে দেয়ার জন্য। এই পোষ্ট এর মাধ্যমে আমার আর লিটল মাউস ভাইয়ের মধ্যে যে টাই ছিলো, সেটা ভেঙ্গে যাচ্ছে এবং আমার ৫১৫ পোষ্ট হতে যাচ্ছে। আমি সত্যিই অনেক বেশি গর্বিত বোধ করছি যে বাংলাদেশ থ্রেড এ আমি এতো পরিমানে পোষ্ট করেছি যেটা আমার মোট পোষ্ট এর প্রায় ১৯% শতাংশ। তবে এমন সময় ছিলো যখন আমার মোট পোষ্ট এর প্রায় ২৫ শতাংশ ছিলো আমাদের লোকাল থ্রেড এ।
যদিও আপনাকে অভিনন্দন অলরেডি পারসোনালি জানিয়েছি এজন্য তারপরও আবারও এইখানে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ থ্রেড ডেড না হয়ে যাওয়ার কারণ গুলোর মধ্যে যদি কয়েকজনের অবদান থাকে তাহলে আপনি সেখানে  একজন।
যাইহোক আপনার  মোট পোস্ট এর ২৫ পার্সেন্ট আবারো ইনশাল্লাহ হবে বা তারও বেশি হতে পারে কারণ আমাদের বাংলা থ্রেড কে আবার উজ্জীবিত মনে হচ্ছে কারণ নতুন মেম্বাররা এসেছে, আশা করি তারা কন্টিনিউ করবে কারণ এর আগেও অনেক জনকে দেখেছি  ফোরামে এসেছে কিন্তু কয়েকদিন পোস্ট করে উধাও হয়ে গিয়েছে আবার নয়তো কোন ট্যাগ খেয়ে চলে গিয়েছে।

আমি ৯৯% ভাগ বলবো না। নাম্বার টা ৯০% হতে পারে বা এর আশে পাশেই। কিন্তু এটা মূল ব্যাপার না। তুমি আমাদের কে সাজেষ্ট করতে পারো যে কোন স্কিল ডেভেলপমেন্ট করলে সবচাইতে বেশি ভালো হবে। কোন সেক্টরে কম্পিটিশন কম আর কাজের চাহিদা আছে। যারা একদম বিগিনার, তারা কি দিয়ে শুরু করলে সবচাইতে ভালো হবে। যারা কোডিং শিখতে চায়, তাদের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে শেখা উচিৎ এবং কেনো? সবাই বলে পিএইচপি ইস ডেড! কথাটা কি আসলেই সত্য? এই ফোরাম কিন্তু পিএইচপি তে কোড করা।
প্রথমেই আবার তোমাকে ধন্যবাদ জানাই বন্ধু আমাকে এতো সুন্দর একটা প্লাটফর্ম এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
বর্তমানে খুব কম সময়ে যদি স্কিল ডেভেলপ করতে চায় কেউ তাহলে সে গ্রাফিক্স সেক্টরে আসতে পারে, কারণ এই সেক্টরে তুলণামূলক সময় কম লাগে। তবে আগামী দিনে গ্রাফিক্স এর সেক্টরের একটা বিশাল অংশ এ আই এর দখলে চলে যাবে। তাই আমি ব্যাক্তিগতভাবে কাউকে স্কিল ডেভেলপ করার জন্য সাজেশন দিলে অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট এর সেক্টরে আসার পরামর্শ দিবো।
ব্রো উঁহু উঁহু।  AI শুধু গ্রাফিক্স ডিজাইনারদের কাজ খাবেনা ওয়েব ডিজাইনারদেরও কাজ খাবে তবে এখানে কিছু কথা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনা আপনি কিছু করতে পারবে না তাকে অবশ্যই অর্ডার দিতে হবে আর অর্ডার দেওয়ার পিছনে কারা থাকবে অবশ্যই মানুষ, এখন একজন গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনিং সম্পর্কে যতটুকু বুঝে সেটা অবশ্যই অন্য সাধারণ মানুষ বা অন্য ওয়েব ডিজাইনাররা বোঝেনা তাই এ আই কে কমান্ড দেওয়ার জন্য সে যেসব prompt ইউজ করবে সেটার দ্বারা অবশ্যই একটা ভালো ইমেজ তৈরি হবে বা ডিজাইন তৈরি হবে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট পুরোপুরিভাবে ভাত কারোরই মারতে পারবেনা। ভাত মারা যাবে তাদেরই যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কে ব্যবহার করবে না।
আর এখন কথা হল কে কোন সেক্টরটাকে চুজ করবে, এইখানে আমি বলব কার কোন জিনিসটা ভালো লাগে আমি প্রত্যেককেই সাজেশন দেওয়ার পূর্বে জিজ্ঞাসা করে নেই তোমার কি গ্রাফিক্স রিলেটেড কোন কাজ ভালো লাগে নাকি কোডিং ভালো লাগে যার যে জায়গায়তে বেশি ফ্যাশিনেশন কাজ করে তাকে সেটাই সাজেশন করি।
কারণ সব কাজ সবার দ্বারা হয় না অনেককে দেখছি প্রোগ্রামিং শিখতে গিয়ে ফেল হয়েছে কিন্তু আবার গ্রাফিক্স ডিজাইন নিয়ে কোপ মেরেছে কারণ তার গ্রাফিক্স ডিজাইনিং এর কাজগুলো ভালো লাগে সেখানে সে সময় দিতে গিয়ে বোরিং হয় না।

আপনি এই থ্রেড ওপেন করে কোনো ফোরাম রুলস ভায়োলেট করেন নাই। আর আপনি যে নিউট্র্যাল ট্যাগ পেয়েছেন, এটার জন্য পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো কোনো ব্যাপার ঘটেনি। আমি একমত যে আপনি মেরিট ফিশিং করতে চাইছেন, যে কারনে আপনি এই ট্যাগ টা পাইলেন। তবে মেরিট ফিশিং কম বেশি অনেকেই করে থাকে। এটা এমন কোনো বড় ধরনের অপরাধ না। তবে এই যে সব যায়গায় মেরিট খোজার একটা প্রবণতা, এটাই আমাদের যত ঝামেলার মুল। এই ট্যাগ আপনার একাউন্ট খুব বড় কোনো ক্ষতি করবে ব্যাপার টা এমন না। তবে একাউন্ট টা আর ফ্রেশ রইলো না। সব যায়গায় মেরিট এর জন্য পোষ্ট করা লাগে না। আর যিনি আপনাকে নিউট্র্যাল ট্যাগ দিলো, সে নিজেও ধোয়া তুলশি পাতা না। ওনার ট্যাগ গুলো এই ধরনেরই হয়ে থাকে আর আমি মনে করি এটা একটা সাধারণ ব্যাপার। থ্রেড যেহেতু খুলেই ফেলেছেন আর এটার জন্য ট্যাগ খাইতে হইলো, তাইলে এটা ওপেন রাখলেই পারতেন। লক করার দরকার ছিলো না। সব কিছু ভুলে সামনে আগাতে থাকেন, আর মেরিট হান্টিং বন্ধ করেন।
যারা মেরিট  অপব্যবহার করে তাদের কে আমি অবশ্যই সাপোর্ট করিনা। তবে যে ব্যক্তি এনাকে ট্যাগ দিয়েছে বা তার মতন আরও কয়েকজন রয়েছে এদের ট্যাগ দেওয়া দেখে আমার শুধু একটা কথাই বলতে ইচ্ছে করে "কৃষ্ণ করলে রাজলীলা আমরা করলে দোষ" ।
আরও একটা গানের উক্তি মনে আসে " তুমি তলে তলে টেম্পু চালাও আমি করলে  হরতাল"

তাছাড়া সেহনাজ গিল এর এই উক্তি এর কথা মনে পড়ে-


একটা জিনিস দেখে খুব আশ্চর্য হই। সেটা হলো বাংলাদেশের বেশীরভাগ কম্পিউটার ব্যাবহারকাররী ক্র্যাক করা উইন্ডোজ ইউজ করে অথচ লিনাক্স ভিত্তিক হাজার হাজার ফ্রী অপারেটিং সিস্টেম আছে। যা তারা চাইলেই ফ্রীতে ইউজ করতে পারে। বাংলাদেশের বেশীরভাগ মানুষ কম্পিউটার অপারেটিং সিস্টেম হিসাবে শুধু উইন্ডোজকেই চিনে। লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলা উইন্ডোজ এর তুলনায় অনেক লাইটওয়েট হওয়ার কারণে পুরাতন মেশিনেও অনেক ভালো পারফর্ম করতে পারে।

আগামী দিনে আমি এমন একটি কমিউনিটি তৈরি করতে চাই যেখানে বাংলাদেশের সকল লিনাক্স ব্যাবহারকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারবে, একজন আরেকজন এর সাথে নিজেদের সমস্যাগুলো শেয়ার করে সমাধান নিতে পারবে। আমি আশা রাখি খুব শীগ্রয়ই বাংলাদেশের একটা বিশাল অংকের কম্পিউটার ব্যাবহারকারী উইন্ডোজকে বিদায় জানিয়ে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম এর ব্যাবহার শুরু করবে।
সিকিউরিটি এর দিক থেকে লিনাক্স যে সবার বাপ এটা বলতে এবং মানতে আমার কোন বাধা নেই।
তবে প্রতিটা জিনিসেরই সুবিধা এবং অসুবিধা থাকে লিনাক্স এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এটি আপনাকে পূর্ণাঙ্গ সিকিউরিটি দিবে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলোর তুলনায় কিন্তু এর একটাই অসুবিধা সেটা হলো এটা এমন ইউজার ফ্রেন্ডলি নয় কারণ এর ইন্টারফেস সবাই সহজে বুঝে উঠতে পারবেনা যেমনটা তারা সহজেই windows এ পেরে থাকেনতাছাড়া যদি লক্ষ্য করেন দেখবেন যারা  কোডার এবং  প্রোগ্রামার  এরাই সাধারণত লিনাক্সের সংখ্যাগরিষ্ঠ ইউজার।  আর এজন্যই উইন্ডোজ জনপ্রিয়তার মধ্যে ঊর্ধ্বে তবে এখানে সিকিউরিটি কম আবার সিকিউরিটি যদি নিতে চান তাহলেও অনেক টাকা খরচ করতে হবে তাছাড়া গেইমিং এর ক্ষেত্রে উইন্ডোজ ছাড়া পসিবল না।
আর বলেন তো ভাই লিনাক্সে এত ভাল পারফর্ম কেন করে? কারণ এখানে তেমন গ্রাফিক্যাল  থিংস  ব্যবহৃত হয় না। যত গ্রাফিক্স কম রেন্ডার করা লাগে তত বেশি ভালো পারফরমেন্স

Quote
আমি আমার ব্যাক্তিগত কম্পিউটার এ মাঞ্জারো ইউজ করি যেটি একটি আর্চ লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম।
আমি বহুৎ আগে  কালি লিনাক্স ওএস ইনস্টল করেছিলাম আমার ভার্চুয়াল বক্সে হ্যাকিং ল্যাব প্রস্তুত করার জন্য পরে আর তেমন কিছু এই পথে আগানো হয় নাই। যাই হোক ভাই মাঞ্জারো এর একটু ইউজার এক্সপেরিয়েন্স শেয়ার করেন।
jr. member
Activity: 45
Merit: 12
October 05, 2024, 10:17:12 AM
একটা জিনিস দেখে খুব আশ্চর্য হই। সেটা হলো বাংলাদেশের বেশীরভাগ কম্পিউটার ব্যাবহারকাররী ক্র্যাক করা উইন্ডোজ ইউজ করে অথচ লিনাক্স ভিত্তিক হাজার হাজার ফ্রী অপারেটিং সিস্টেম আছে। যা তারা চাইলেই ফ্রীতে ইউজ করতে পারে। বাংলাদেশের বেশীরভাগ মানুষ কম্পিউটার অপারেটিং সিস্টেম হিসাবে শুধু উইন্ডোজকেই চিনে। লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলা উইন্ডোজ এর তুলনায় অনেক লাইটওয়েট হওয়ার কারণে পুরাতন মেশিনেও অনেক ভালো পারফর্ম করতে পারে।

লিনাক্স এর হাজার হাজার অপারেটিং সিস্টেম থাকলেও জনপ্রিয়তার দিক থেকে উবুন্টু, ফেডোরা, ডেবিয়ান, লিনাক্সমিন্ট, আর্চ লিনাক্স এইগুলা সবচেয়ে বেশী জনপ্রিয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লিনাক্স ডেক্সটপ ডিস্ট্রিবিউশনগুলো বেশী মানুষ ইউজ না করলেও আমরা প্রায় সবাই দৈনন্দিন জীবণে লিনাক্স এর সাথে জড়িত এর সবচেয়ে বড়ো কারণ পৃথিবীর প্রায় ৭০-৯০% ওয়েব সার্ভার লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে। লিনাক্স এর এতো বিপুল ব্যাবহার এর অন্যতম কারণ এর নিরাপত্তা এবং এটি ওপেন সোর্স। ক্লাউড সার্ভার, ডেটা সেন্টার এবং হোস্টিং সার্ভারগুলাতে লিনাক্স এর ব্যাপক ব্যাবহার লক্ষ্য করা যায়।

আরো মজার ব্যাপার হচ্ছে আমরা যেই এন্ড্রয়েড ফোন ব্যাবহার করি সেটিও কিন্তু লিনাক্স কার্নেল এর উপর ভিত্তি করেই তৈরি করা। তবে দিন দিন লিনাক্স ডেক্সটপ ডিস্ট্রিবিউশনগুলোর ব্যাবহার ও বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে যা একটি ভালো দিক, কারণ লিনাক্স এর নিরাপত্তা উইন্ডোজ এর চাইতে অনেক বেশী। আমি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও ডেক্সটপ এ উবুন্টু ব্যাবহার করতে দেখেছি। একজন লিনাক্স ইউজার হিসাবে আসলে এটি আমার কাছে একটি ভালো লাগার বিষয়।

আগামী দিনে আমি এমন একটি কমিউনিটি তৈরি করতে চাই যেখানে বাংলাদেশের সকল লিনাক্স ব্যাবহারকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারবে, একজন আরেকজন এর সাথে নিজেদের সমস্যাগুলো শেয়ার করে সমাধান নিতে পারবে। আমি আশা রাখি খুব শীগ্রয়ই বাংলাদেশের একটা বিশাল অংকের কম্পিউটার ব্যাবহারকারী উইন্ডোজকে বিদায় জানিয়ে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম এর ব্যাবহার শুরু করবে।

আমি আমার ব্যাক্তিগত কম্পিউটার এ মাঞ্জারো ইউজ করি যেটি একটি আর্চ লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম।
hero member
Activity: 770
Merit: 482
October 05, 2024, 09:21:44 AM
ফোরাম রিলেটেড ইনফরমেটিভ পোষ্ট গুলো


এই পোষ্ট ফোরাম রিলেটেড ইনফরমেটিভ পোষ্ট গুলো কালেক্ট করে রাখার জন্য ব্যাবহার করা হবে। এই পোষ্ট টি ইনফরমেটিভ পোষ্ট আর্কাইভের অংশ যা নিয়মিত আপডেট হবে।

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 05, 2024, 08:14:38 AM
লেখক : 1miau
অরিজিনাল টপিক : How to add a Bitcoin address to Electrum / difference sweep and import priv. key



কিভাবে ইলেকট্রামে বিটকয়েন এড্রেস যুক্ত করবেন / প্রাইভেট কী সুইপ এবং ইমপোর্ট এর মধ্যে পার্থক্য


এই পোস্টটি এই পোস্টের একটি অতিরিক্ত পোস্ট, যা ব্যাখ্যা করে যে কীভাবে আপনার নিজস্ব ইউনিক বিটকয়েন এড্রেস (ভ্যানিটি এড্রেস) তৈরি করা যায়।

ইলেকট্রামে এক্সটারনাল বিটকয়েন এড্রেস (যেমন একটি পেপারওয়ালেট), ব্যবহার করার জন্য দুটি ফাংশন রয়েছেঃ সুইপ এবং ইমপোর্ট। উভয় ফাংশনই ইলেকট্রামের মাধ্যমে বিটকয়েন এড্রেসগুলির ব্যালেন্স অ্যাক্সেস করতে সক্ষম। এখানে আপনি যেকোনো ওয়ালেট ইমপোর্ট করতে পারবেন, এক্ষেত্রে আপনার কাছে প্রাইভেট কী থাকতে হবে। এটি আপনার খুব কাজে আসবে যদি আপনার কাছে এখনও একটি পুরানো পেপারওয়ালেট থাকে এবং আপনি বিটকয়েনগুলি ট্রান্সফার করতে চান, একটি এড্রেস যা আপনি বর্তমানে অন্য ক্লায়েন্টে ব্যবহার করছেন এবং ইলেকট্রামে ব্যবহার করতে চান বা আপনার স্ব-নির্মিত ভ্যানিটি এড্রেসটি ব্যবহার করতে চান।

ইমপোর্ট

ইলেকট্রামে নতুন ওয়ালেট হিসেবে একটি বিটকয়েন এড্রেস সংযোগ করার সময় ইমপোর্ট ফাংশন ব্যবহার করা হয়। বিটকয়েনগুলি এই ওয়ালেটে থাকবে এবং আপনি এই ওয়ালেটটি ইলেকট্রামে ইমপোর্ট করার পরে তা অ্যাক্সেস করতে পারবেন। এটি মাথায় রাখবেন যে ইমপোর্ট করা ওয়ালেটটিতে কোনো সিডফ্রেস থাকবে না এবং আপনি এটি সিডফ্রেস দিয়ে পুনরুদ্ধারও করতে পারবেন না যেহেতু কোনো সিডফ্রেস নেই। আপনি যদি প্রাইভেট কী টি না হারান, তাহলে আপনার সিডের প্রয়োজনও পড়বে না।


সুইপ

অন্যদিকে, সুইপ ফাংশনটি আপনার বিটকয়েনগুলোকে আপনার অরিজিনাল ওয়ালেট থেকে ইলেকট্রামের নতুন একটি ওয়ালেটে ট্রান্সফার করে। যেহেতু এখানে বিটকয়েনের ট্রানজেকশন (পুরানো ওয়ালেট থেকে নতুন ওয়ালেটে) ঘটবে, সেক্ষেত্রে সুইপ ফাংশনটিতে ইন্টারনেট সংযোগ এবং ট্রানজেকশন ফী এর প্রয়োজন হবে।

ইলেকট্রামে পূর্বে তৈরি ভ্যানিটি এড্রেস ব্যবহারের ক্ষেত্রে, ইমপোর্ট ফাংশন ব্যবহার করতে হবে।



এটি এভাবে কাজ করে:


1. ইলেকট্রামে প্রবেশ

ইলেকট্রামে প্রবেশ করুন এবং ফাইল অপশনে যান => এরপর New/Restore এ ক্লিক করুন







2. নাম নির্ধারণ

এরপর আপনি আপনার যে ওয়ালেটটি ইমপোর্ট করতে চাচ্ছেন তার একটি নাম নির্ধারণ করুন এবং তারপর Next এ চাপ দিন






3. ইমপোর্ট বিটকয়েন এড্রেস অথবা প্রাইভেট কী অপশনটি বেছে নিন







4. আপনার এড্রেসটি ইমপোর্ট করতে প্রাইভেট কী প্রদান করুন

এখন আপনি .txt ফাইল থেকে আপনার প্রাইভেট কী কপি করুন এবং সেটি ইলেকট্রামে পেস্ট করে দিন। তাত্ত্বিকভাবে যদি বলি, আপনি চাইলে এখানে একসাথে একাধিক প্রাইভেট কী ইমপোর্ট করতে পারবেন।






5. একটি পাসওয়ার্ড সিলেক্ট করুন, সেটি কোথাও লিখে রাখুন এবং Next এ ক্লিক করুন





অবশেষে, আপনি আপনার 1test ওয়ালেটটি সফলভাবে ইমপোর্ট করতে সক্ষম হয়েছেন। এখন আপনি চাইলে আপনার ওয়ালেটে BTC পাঠাতে পারেন অথবা পূর্বে পাঠিয়ে থাকলে অন্য কোথাও পাঠাতে পারেন।





কাজ শেষ Smiley



আপডেট: আপনি যদি আপনার SegWit এড্রেডটি ইমপোর্ট / সুইপ করতে চান তাহলে আপনার প্রাইভেট কী এর আগে এই লাইনগুলো (প্রিফিক্স 3 / bc1q) যুক্ত করতে হবে:


নেস্টেড SegWit এড্রেসগুলো 3... (P2SH-P2WPKH)

Code:
p2wpkh-p2sh:Kpriv.key
or
Code:
p2wpkh-p2sh:Lpriv.key


নেটিভ SegWit bech32 এড্রেসগুলো bc1q... (P2WPKH)

Code:
p2wpkh:Kpriv.key
or
Code:
p2wpkh:Lpriv.key

সোর্স

অথবা আপনাকে ঠিক কী যোগ করতে হবে তা আপনার বিটকয়েন এড্রেডটি ইমপোর্ট করার সময় পাশে থাকা "info" অপশনে ক্লিক করলেই জানতে পারবেন।



কাজ শেষ Smiley



অনুবাদ টি যাদের উদ্যোগে করা হয়েছে:


Pages:
Jump to:
© 2020, Bitcointalksearch.org