আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
1. Learn Bitcoin [514] ⬆
আপনাকে আবারো ধন্যবাদ মাসের শুরুতেই মাসিক ষ্টাটস পোষ্ট করার জন্য। আর এতো বড় একটা মাইল ফলক মনে করিয়ে দেয়ার জন্য। এই পোষ্ট এর মাধ্যমে আমার আর লিটল মাউস ভাইয়ের মধ্যে যে টাই ছিলো, সেটা ভেঙ্গে যাচ্ছে এবং আমার ৫১৫ পোষ্ট হতে যাচ্ছে। আমি সত্যিই অনেক বেশি গর্বিত বোধ করছি যে বাংলাদেশ থ্রেড এ আমি এতো পরিমানে পোষ্ট করেছি যেটা আমার মোট পোষ্ট এর প্রায় ১৯% শতাংশ। তবে এমন সময় ছিলো যখন আমার মোট পোষ্ট এর প্রায় ২৫ শতাংশ ছিলো আমাদের লোকাল থ্রেড এ।
যদিও আপনাকে অভিনন্দন অলরেডি পারসোনালি জানিয়েছি এজন্য তারপরও আবারও এইখানে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ থ্রেড ডেড না হয়ে যাওয়ার কারণ গুলোর মধ্যে যদি কয়েকজনের অবদান থাকে তাহলে আপনি সেখানে একজন।
যাইহোক আপনার মোট পোস্ট এর ২৫ পার্সেন্ট আবারো ইনশাল্লাহ হবে বা তারও বেশি হতে পারে কারণ আমাদের বাংলা থ্রেড কে আবার উজ্জীবিত মনে হচ্ছে কারণ নতুন মেম্বাররা এসেছে, আশা করি তারা কন্টিনিউ করবে কারণ এর আগেও অনেক জনকে দেখেছি ফোরামে এসেছে কিন্তু কয়েকদিন পোস্ট করে উধাও হয়ে গিয়েছে আবার নয়তো কোন ট্যাগ খেয়ে চলে গিয়েছে।
আমি ৯৯% ভাগ বলবো না। নাম্বার টা ৯০% হতে পারে বা এর আশে পাশেই। কিন্তু এটা মূল ব্যাপার না। তুমি আমাদের কে সাজেষ্ট করতে পারো যে কোন স্কিল ডেভেলপমেন্ট করলে সবচাইতে বেশি ভালো হবে। কোন সেক্টরে কম্পিটিশন কম আর কাজের চাহিদা আছে। যারা একদম বিগিনার, তারা কি দিয়ে শুরু করলে সবচাইতে ভালো হবে। যারা কোডিং শিখতে চায়, তাদের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে শেখা উচিৎ এবং কেনো? সবাই বলে পিএইচপি ইস ডেড! কথাটা কি আসলেই সত্য? এই ফোরাম কিন্তু পিএইচপি তে কোড করা।
প্রথমেই আবার তোমাকে ধন্যবাদ জানাই বন্ধু আমাকে এতো সুন্দর একটা প্লাটফর্ম এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
বর্তমানে খুব কম সময়ে যদি স্কিল ডেভেলপ করতে চায় কেউ তাহলে সে গ্রাফিক্স সেক্টরে আসতে পারে, কারণ এই সেক্টরে তুলণামূলক সময় কম লাগে। তবে আগামী দিনে গ্রাফিক্স এর সেক্টরের একটা বিশাল অংশ এ আই এর দখলে চলে যাবে। তাই আমি ব্যাক্তিগতভাবে কাউকে স্কিল ডেভেলপ করার জন্য সাজেশন দিলে অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট এর সেক্টরে আসার পরামর্শ দিবো।
ব্রো উঁহু উঁহু। AI শুধু গ্রাফিক্স ডিজাইনারদের কাজ খাবেনা ওয়েব ডিজাইনারদেরও কাজ খাবে তবে এখানে কিছু কথা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনা আপনি কিছু করতে পারবে না তাকে অবশ্যই অর্ডার দিতে হবে আর অর্ডার দেওয়ার পিছনে কারা থাকবে অবশ্যই মানুষ, এখন একজন গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনিং সম্পর্কে যতটুকু বুঝে সেটা অবশ্যই অন্য সাধারণ মানুষ বা অন্য ওয়েব ডিজাইনাররা বোঝেনা তাই এ আই কে কমান্ড দেওয়ার জন্য সে যেসব prompt ইউজ করবে সেটার দ্বারা অবশ্যই একটা ভালো ইমেজ তৈরি হবে বা ডিজাইন তৈরি হবে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট পুরোপুরিভাবে ভাত কারোরই মারতে পারবেনা। ভাত মারা যাবে তাদেরই যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কে ব্যবহার করবে না।
আর এখন কথা হল কে কোন সেক্টরটাকে চুজ করবে, এইখানে আমি বলব কার কোন জিনিসটা ভালো লাগে আমি প্রত্যেককেই সাজেশন দেওয়ার পূর্বে জিজ্ঞাসা করে নেই তোমার কি গ্রাফিক্স রিলেটেড কোন কাজ ভালো লাগে নাকি কোডিং ভালো লাগে যার যে জায়গায়তে বেশি ফ্যাশিনেশন কাজ করে তাকে সেটাই সাজেশন করি।
কারণ সব কাজ সবার দ্বারা হয় না অনেককে দেখছি প্রোগ্রামিং শিখতে গিয়ে ফেল হয়েছে কিন্তু আবার গ্রাফিক্স ডিজাইন নিয়ে কোপ মেরেছে কারণ তার গ্রাফিক্স ডিজাইনিং এর কাজগুলো ভালো লাগে সেখানে সে সময় দিতে গিয়ে বোরিং হয় না।
আপনি এই থ্রেড ওপেন করে কোনো ফোরাম রুলস ভায়োলেট করেন নাই। আর আপনি যে নিউট্র্যাল ট্যাগ পেয়েছেন, এটার জন্য পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো কোনো ব্যাপার ঘটেনি। আমি একমত যে আপনি মেরিট ফিশিং করতে চাইছেন, যে কারনে আপনি এই ট্যাগ টা পাইলেন। তবে মেরিট ফিশিং কম বেশি অনেকেই করে থাকে। এটা এমন কোনো বড় ধরনের অপরাধ না। তবে এই যে সব যায়গায় মেরিট খোজার একটা প্রবণতা, এটাই আমাদের যত ঝামেলার মুল। এই ট্যাগ আপনার একাউন্ট খুব বড় কোনো ক্ষতি করবে ব্যাপার টা এমন না। তবে একাউন্ট টা আর ফ্রেশ রইলো না। সব যায়গায় মেরিট এর জন্য পোষ্ট করা লাগে না। আর যিনি আপনাকে নিউট্র্যাল ট্যাগ দিলো, সে নিজেও ধোয়া তুলশি পাতা না। ওনার ট্যাগ গুলো এই ধরনেরই হয়ে থাকে আর আমি মনে করি এটা একটা সাধারণ ব্যাপার। থ্রেড যেহেতু খুলেই ফেলেছেন আর এটার জন্য ট্যাগ খাইতে হইলো, তাইলে এটা ওপেন রাখলেই পারতেন। লক করার দরকার ছিলো না। সব কিছু ভুলে সামনে আগাতে থাকেন, আর মেরিট হান্টিং বন্ধ করেন।
যারা মেরিট অপব্যবহার করে তাদের কে আমি অবশ্যই সাপোর্ট করিনা। তবে যে ব্যক্তি এনাকে ট্যাগ দিয়েছে বা তার মতন আরও কয়েকজন রয়েছে এদের ট্যাগ দেওয়া দেখে আমার শুধু একটা কথাই বলতে ইচ্ছে করে "কৃষ্ণ করলে রাজলীলা আমরা করলে দোষ" ।
আরও একটা গানের উক্তি মনে আসে " তুমি তলে তলে টেম্পু চালাও আমি করলে হরতাল"
তাছাড়া সেহনাজ গিল এর এই উক্তি এর কথা মনে পড়ে-
একটা জিনিস দেখে খুব আশ্চর্য হই। সেটা হলো বাংলাদেশের বেশীরভাগ কম্পিউটার ব্যাবহারকাররী ক্র্যাক করা উইন্ডোজ ইউজ করে অথচ লিনাক্স ভিত্তিক হাজার হাজার ফ্রী অপারেটিং সিস্টেম আছে। যা তারা চাইলেই ফ্রীতে ইউজ করতে পারে। বাংলাদেশের বেশীরভাগ মানুষ কম্পিউটার অপারেটিং সিস্টেম হিসাবে শুধু উইন্ডোজকেই চিনে। লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলা উইন্ডোজ এর তুলনায় অনেক লাইটওয়েট হওয়ার কারণে পুরাতন মেশিনেও অনেক ভালো পারফর্ম করতে পারে।
আগামী দিনে আমি এমন একটি কমিউনিটি তৈরি করতে চাই যেখানে বাংলাদেশের সকল লিনাক্স ব্যাবহারকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারবে, একজন আরেকজন এর সাথে নিজেদের সমস্যাগুলো শেয়ার করে সমাধান নিতে পারবে। আমি আশা রাখি খুব শীগ্রয়ই বাংলাদেশের একটা বিশাল অংকের কম্পিউটার ব্যাবহারকারী উইন্ডোজকে বিদায় জানিয়ে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম এর ব্যাবহার শুরু করবে।
সিকিউরিটি এর দিক থেকে লিনাক্স যে সবার বাপ এটা বলতে এবং মানতে আমার কোন বাধা নেই।
তবে প্রতিটা জিনিসেরই সুবিধা এবং অসুবিধা থাকে লিনাক্স এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এটি আপনাকে পূর্ণাঙ্গ সিকিউরিটি দিবে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলোর তুলনায় কিন্তু এর একটাই অসুবিধা সেটা হলো এটা এমন ইউজার ফ্রেন্ডলি নয় কারণ এর ইন্টারফেস সবাই সহজে বুঝে উঠতে পারবেনা যেমনটা তারা সহজেই windows এ পেরে থাকেনতাছাড়া যদি লক্ষ্য করেন দেখবেন যারা কোডার এবং প্রোগ্রামার এরাই সাধারণত লিনাক্সের সংখ্যাগরিষ্ঠ ইউজার। আর এজন্যই উইন্ডোজ জনপ্রিয়তার মধ্যে ঊর্ধ্বে তবে এখানে সিকিউরিটি কম আবার সিকিউরিটি যদি নিতে চান তাহলেও অনেক টাকা খরচ করতে হবে তাছাড়া গেইমিং এর ক্ষেত্রে উইন্ডোজ ছাড়া পসিবল না।
আর বলেন তো ভাই লিনাক্সে এত ভাল পারফর্ম কেন করে? কারণ এখানে তেমন গ্রাফিক্যাল থিংস ব্যবহৃত হয় না। যত গ্রাফিক্স কম রেন্ডার করা লাগে তত বেশি ভালো পারফরমেন্স
আমি আমার ব্যাক্তিগত কম্পিউটার এ মাঞ্জারো ইউজ করি যেটি একটি আর্চ লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম।
আমি বহুৎ আগে কালি লিনাক্স ওএস ইনস্টল করেছিলাম আমার ভার্চুয়াল বক্সে হ্যাকিং ল্যাব প্রস্তুত করার জন্য পরে আর তেমন কিছু এই পথে আগানো হয় নাই। যাই হোক ভাই মাঞ্জারো এর একটু ইউজার এক্সপেরিয়েন্স শেয়ার করেন।