আমি কয়েকবার অল্ট কয়েন কিনেছিলাম, দুর্ভাগ্য বসতে শুধু লস খেয়েছি কোনদিন লাভ করতে পারি নি। আমি অল্প পরিমানে বিনিয়োগ করি বেশি পরিমানে করি না, একবার $৫০ দিয়ে কিছু কয়েন কিনেছিলাম এখন ০.০৫ দাম হয়ে আছে।
@LM ভাইয়ের ১০০ ডলার কে ১.৬ মিলিয়ন ডলারে পরিনত করার মিশে বিনিয়োগ করার আশা ছিলো কিন্তু ডলার না থাকায় সময় মতো বিনিয়োগ করতে পারি নাই। আশা করি এর পরবর্তীতে কোন কয়েন কিনবেন বলবেন আমি কেনার চেষ্টা করবো।
আসলে ইনভেস্টমেন্টে রিস্ক থাকবেই, আর সেটা যদি হয় অল্ট কয়েনে তাহলে রিস্কটা আরো বেশি থাকবে। আমার নিজেরও এমন রেকর্ড অনেক রয়েছে না বুঝে শুনে অল্ট ইনভেস্টমেন্ট করে হোল্ড গিয়ে মূল ফান্ডের সম্পূর্ণ লসের দিকে ধাবিত হবে। LM ভাইয়ের স্ট্রাটেজিটা তার ব্যক্তিগত একটা এক্সপেরিমেন্ট যেটা তিনি উল্লেখ করেছেন। ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই মনে রাখবেন যে আপনি আপনি যতটুকু হারানোর ক্ষমতা রাখেন ততটুকু ইনভেস্টমেন্ট করবেন। LM ভাইয়ের নিকট ১০০ ডলার খুব একটা বড় অ্যামাউন্ট না আপনিও যদি এরকম এফর্দ করতে পারেন তাহলে ইনভেস্টমেন্ট করুন। আর আপনি যদি আগ্রহী থাকুন LM ভাইকে টেলিগ্রামে নক দেন উনি তার প্রথম পোস্টে উল্লেখ করে দিয়েছেন।
১. পিজিপি তে আমরা যে মেইলটা ব্যবহার করতেছি তা যদি কোনো ভাবে আসল কোনো ইউজারের মেইল হয়ে থাকে সেক্ষেত্র কি ঘটবে? মানে ধরেন আমি কোনো ভাবে আপনার মেইল ব্যবহার করে ফেলছি। আবার আমি কি আমার নিজের পার্সোনাল জিমেইল (
[email protected] - ফেক) ব্যবহার করতে পারবো? এই মেইলটার আসলে কাজটা কি?
আমিও কখনো রিয়েল ইমেইল ব্যাবহার করি নাই। আপনি জিমেইল কেনো ব্যাবহার করতে যাবেন? যদি ডামি কোনো ইমেইল ব্যাবহার করেন, তাহলে
[email protected] বা
[email protected] এরকম ইমেইল ব্যাবহার করতে পারেন। ইমেইল সম্পর্কে আমি তেমন জানি না যে এটা কি কাজে ব্যাবহার করা হয়। সম্ভবত মেইলে কি পাঠানোর জন্য।
আমারও আসলে এখানে একই প্রশ্ন যে পিজিবিতে ইমেইল এড্রেস ব্যবহার কারণটা আসলে কি? এটাতে কি ইমেইল এড্রেস কে একটা পাবলিক কি এর মতন ব্যবহার করা হচ্ছে?
যাইহোক ব্যবহার করার প্রসঙ্গে যদি বলি আমাদের মেইন ইমেইল কখনোই নতুন কোন কিছুতে যেটা সম্পর্কে নিজেদের তেমন কোন ধারণা নেই সেটাতে ব্যবহার করা রিস্কি। আমি প্রায় সময় কোন কিছু টেস্টিং করার জন্য হলে সেটা হোক কোন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অন্য সবকিছু, প্রাথমিকভাবে
https://generator.email/ এর মাধ্যমে করে থাকি। এর থেকে বারবার ইমেইল একাউন্ট খোলার ঝামেলায় পরতে হয় না।
২. পিজিপি তে কয়টা কি জেনারেট হয়? আমি যতদূর জানি, (পাবলিক কি/ফিঙ্গারপ্রিন্ট, প্রাইভেট কি, প্যারাফ্রেস কি, সেশন কি)।
আপনি তো অনেক কি জানেন, আমি সব কি এর ব্যাবহার জানি না। প্যারাফ্রেস কি, সেশন কি বলে কোনো কি আছে নাকি জানি না। প্যারাফ্রেস তো একটা পাসওয়ার্ড যেটা আপনি এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার সময় কাজে লাগবে।
এর মধ্যে কোনো মেসেজ ইনক্রিপ্ট করতে পাবিলিক কি দরকার, আর এনক্রিপ্ট করা মেসেজ ডিক্রিপ্ট করতে প্রাইভেট কি দরকার (যার মেসেজ ডিক্রিপ্ট করবো তার প্রাইভেট কি)। আমি কি ঠিক বলছি?
না, ঠিক বলেন নাই। মেসেজ এনক্রিপ্ট করার আগেই যাকে পাঠাবেন, তার পাবলিক কি ইমপোর্ট করে নিতে হবে। তারপর যাকে পাঠাবেন, তাকে রিসিপিয়েন্ট দিয়ে মেসেজ এনক্রিপ্ট করতে হবে। একই ভাবে, যখন অন্য কেউ আপনাকে মেসেজ পাঠাবে, আপনার পাবলিক কি তাকে দিতে হবে। এটা অনেকটা ইমেইল এড্রেস এর মতো। কেউ যখন আপনাকে রিসিপিয়েন্ট দিয়ে মেসেজ এনক্রিপ্ট করে দিবে, শুধুমাত্র তখনই আপনি মেসেজ ডিক্রেপ্ট করতে পারবেন।
কখনোই কারো মেসেজ ডিক্রিপ্ট করার জন্য তার প্রািইভেট কি লাগবে না। অোপনার প্রাইভেট কি কখনোই শেয়ার করবেন না, আর অন্য কারো প্রাইভেট কি ও চাইবেন না। এটা অনেকটা বিটকয়েন ওয়ালেট এর প্রাইভেট কি বা সিড ফ্রেস এর মতো।
ফিংগারপ্রিন্ট একটা এডিশনাল সিষ্টেম। এটা দিয়ে সারভারে সহজেই সার্চ করে রিসিপিয়েন্ট কে খুজে বের করতে পারবেন।
এনক্রিপ্ট করা মেসেজ দেখার জন্য কোন কি টা লাগবে এবং কার?
আপনার যে পাবলিক কি কে রিসিপিয়েন্ট দিয়ে মেসেজ পাঠানো হয়েছে, সেটার প্রাইভেট কি দিয়ে তো অলরেডি লগইন করাই থাকবে। সেটা দিয়ে মেসেজ ডিক্রিপ্ট করতে পারবেন।
ওয়েল ডান Learn Bitcoin ব্রাদার, গত সেমিস্টারেও এই প্রাইভেট কি এবং পাবলিক কি এর ব্যবহার সম্পর্কে পড়েছিলাম। কিন্তু পড়ার পরে সেটিতে জং ধরে গিয়েছিল আজকে আপনার পোস্টে আবার ভালো করে জংটা ছাড়িয়ে দিল।
যাই হোক পোস্টটির পাশাপাশি পাবলিক কি এবং প্রাইভেট কি এর ব্যবহারের চিত্র ভিত্তিক রূপ-