Author

Topic: বাংলা (Bengali) - page 103. (Read 5294562 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 16, 2023, 11:43:20 AM
Lite ভার্সন বলে তো Kali Nethunter এর? যদি সেটা মিন করে থাকেন তাহলে হ্যা আছে। নেটহান্টার ফোনের জন্য আলাদা করে ডেভেলপ করা। যখন এটি ইনস্টল করতে যাবেন তখন তিনটা ভার্সন সিলেক্ট করতে পারবেন (full, minimal, nano)।
হ্যাঁ ভাই লাইট ভার্সন বলতে আমি kali nethunter এর কথাই বুঝিয়েছি। ধন্যবাদ আপনাকে ইনফরমেশনটা জানানোর জন্য। জিনিসটা আমার নিকট অনেক ইন্টারেস্টিং লেগেছে তবে ভাই বর্তমানে আমার স্টোরেজ 128gb পাওয়ার সত্ত্বেও আমি এটা ব্যবহার করতে পারতেছি না কারণ আমার ১ জিবি স্পেস রয়েছে :") ।


ওয়ালেট বলতে আমরা বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সি ওয়ালেট বুঝি। সেটা হোক সেন্ট্রালাইজ অথবা ডিসেন্টালাইজ।
কোন ওয়ালেটে ব্যবহার করা সবচেয়ে বেশি সুবিধা সেন্ট্রালাইজড অথবা ডিসেন্টালাইজড?
আমি বিটকয়েন সংরক্ষণ করে রাখার জন্য কোন ধরনের ওয়ালেট ব্যবহার করলে সুবিধা পাইতে পারি।
ভাই সুবিধা নাকি সিকিউর ? অবশ্যই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এর থেকে ডিসেন্টালাইজড এক্সচেঞ্জার ব্যবহার করা উত্তম। যদি বিটকয়েন লং টার্মের জন্য হোল্ডিং করতে চান তাহলে অবশ্যই ডিসেন্টালাইজ একচেঞ্জার ব্যবহার করা ভালো।
এখন ডিসেন্টালাইজ ওয়ালেট এর মধ্যে দুই ক্যাটাগরি হয়।
১. হট ওয়ালেট ২. কোল্ড ওয়ালেট।
১. হট ওয়ালেট-> সহজ কথায় যে সব ওয়ালেট ইন্টারনেটের সাথে যুক্ত থাকে সে সব ওয়ালেট কে হট ওয়ালেট বলে। যেমন: ট্রাস্ট ওয়ালেট , মেটা মাস্ক ওয়ালেট, ইলেক্ট্রাম ওয়ালেট ইত্যাদি।
২. কোল্ড ওয়ালেট বলতে সেইসব ক্রিপ্টো কারেন্সি ওয়ালেটকে বোঝায় যেসব বলে ইন্টারনেটের সাথে যুক্ত থাকে না। এটি মূলত কারেন্সি হোল্ডিং এর জন্য মোস্ট সিকিওর ওয়ালেট।
কোল্ড ওয়ালট এর মধ্যেও বিভিন্ন প্রকারভেদ রয়েছে পেপার ওয়ালেট, হার্ডওয়ার ওয়ালেট, সাউন্ড ওয়ালেট।


হার্ডওয়্যার ওয়ালেট কিনা সেখানে রাখাই বেশি নিরাপদ  হবে।
Binance, Trust wallet, Kucoin,Mexc, Bybit, Gate.io
এই ওয়ালেট গুলা আমরা প্লে-স্টোর থেইকা ডাউনলোড করবার পারি এবং তারপর একাউন্ট ক্রিয়েট কইরা ভেরিফাইড করবার পারি।
.. ...... হার্ডওয়্যার ওয়ালেট কেনার কথা বললেন এটা কিভাবে কেনে বা কোথায় এই ওয়ালেট কিনতে পাওয়া যায়।
আপনি সেন্ট্রালাইজড ওয়ালেট এবং ডিসেন্টালাইস ওয়ালেট দুটো এক করে ফেলছেন। হার্ডওয়ার ওয়ালেট ডিসেনালাইজড ওয়ালেট এর অন্তর্ভুক্ত। বর্তমানে বাংলাদেশে ক্রিপ্ত কারেন্সি অবৈধ সেহেতু এর রিলেটেড সকল ডিভাইস অবৈধ বলে বিবেচ্য হবে তাই আমার মনে হয় না আপনি বাংলাদেশের কোথাও হার্ডওয়ার ওয়ালেট কিনতে কিনতে পারবেন।
তবে আপনি চাইলে বাহিরে থেকে কিনে দেশে ইমপোর্ট করতে পারেন। কিন্তু এখানে এয়ারপোর্টে এসে কাস্টমে আটকে যেতে পারে সেখানে আপনার রিস্ক রয়েছে। 
তারপরেও এই ওয়েবসাইটেতে রিক্স নিয়ে দেখতে পারেন- https://www.ubuy.com.bd/en/search/?q=cryptocurrency+hardware+wallet
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 16, 2023, 09:40:50 AM
ভাই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের দিকে কিছু ঘটতেছে? আমাদের এইদিকে ডেইলিই শুনি আজ এই অবরোধ ঐ অবরোধ, কোনো দিন লোকাল বাস চলে আবার চলে না। মানে ঠিক নাই কিছু, বেতাল একটা অবস্থা। আবার কিছুদিন ধরে দেখতেছি, পুলিশ সবখানে, ওলিতে গলিতে, চিপায় চাপায়, সব পয়েন্টে পয়েন্টে, মোড়ো মোড়ো পুলিশ। তাও আবার নরমাল পুলিশ না, বডি আর্মর পড়া পুলিশ, হাতে পায়ে বুকে প্রটেকশন, সাথে বন্দুক  Lips sealed। আবার সাথে ২-১ জন আনসারের বাহিনী। সবাইরে সার্চ করে, বিশেষ করে পোলাপাইন। আজকে আবার আর্মি দেখলাম আমাদের এদিকে। একবার দুবার না, একাধিক বার, একাধিক ইউনিট। বুঝতেছিনা কিছু, মারামারি হইবে নাকি আবার।
sr. member
Activity: 434
Merit: 350
November 16, 2023, 09:03:44 AM
অক্টোবর -2023 স্থানীয় বোর্ডের পোস্ট সংখ্যা ও অ্যাক্টিভিটি
অক্টোবর মাসে, 18টি লোকাল বোর্ডের মধ্যে 22105টি পোস্ট করা হয়েছে যা সেপ্টেম্বরের মাসের পোষ্টের সংখ্যার  তুলনায় ১৮% বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর মাসে পোস্ট হয়েছিল 18741টি।

বরাবরের মতো রাশিয়ানরাই পোষ্টের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে তুর্কি লোকাল বোর্ড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে নাইজেরিয়ান লোকাল বোর্ড। আমাদের বাংলা লোকাল বোর্ড পোষ্টের সংখ্যার দিক থেকে রয়েছে ১১ নাম্বারে। আমাদের লোকাল বোর্ডে পোস্ট হয়েছে অক্টোবর মাসে মোট ৫৫১ টি। অন্যদিকে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে তারা যথাক্রমে পোস্ট করেছে: রাশিয়া ৬৩৮২ টি, তুরকি বোর্ড ২৯৮৪টি, এবং তৃতীয় স্থানে থাকা নাইজেরিয়া২৪৭০টি পোস্ট করেছে তাদের স্থানীয় বোর্ডগুলোতে।



অক্টোবর-২০২৩ এ লোকাল বোর্ডের একটিভ মেম্বারের সংখ্যা

একটিভ সদস্য কিংবা পোষ্টের সংখ্যার দিক থেকে সবকিছুতেই রাশিয়ানরা এগিয়ে অন্যান্য বোর্ডের তুলনায়। একটিভ সংখ্যার দিক থেকে রাশিয়ানরা এক নাম্বারে রয়েছে তাদের বোর্ডে একটিভ সদস্য ছিল ৪২৯ জন যার কারণে তারা প্রথম স্থানে রয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা নাইজেরিয়ানদের একটিভ সদস্য সংখ্যা হচ্ছে 171 জন। একটিভ সদস্যের দিক থেকে ইন্দোনেশিয়া রয়েছে তিন নাম্বারে যাদের বোর্ডে একটিভ সদস্য সংখ্যা ছিল ১৪৮ জন। আমাদের বাংলাদেশে অক্টোবর মাসে একটিভ সদস্য সংখ্যা ছিল 61 জন। ভবিষ্যতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে আমরা সেটা আশা করতে পারি।




অক্টোবর 2023-এ স্থানীয় বোর্ডের সদস্যদের পোস্টের পরিমাণের ও সংখ্যা

2-9টি পোস্ট করার ক্ষেত্রে, পোলিশ বোর্ড 56% নিয়ে শীর্ষে, বাংলাদেশ (46%) এবং রাশিয়ান (43%) স্থানীয় বোর্ডগুলিকে অনুসরণ করেছে একইভাবে, গ্রীক স্থানীয়, বোর্ডে এই জাতীয় সদস্যদের সর্বনিম্ন শতাংশ (মাত্র 9%), রোমানিয়ান (18%) এবং পর্তুগিজ (19%) স্থানীয় বোর্ডগুলি অনুসরণ করে।




2023 সালের অক্টোবরে স্থানীয় বোর্ডের মধ্যে যতগুলো মেধা বা মেরিট ভাগ করা হয়েছে

অক্টোবর মাসে সকল স্থানীয় বোর্ড জুড়ে 10296টি মেধা বা মেরিট ভাগ করা বা আদান প্রদান করা হয়েছে, যা আগের মাসের তুলনায় 9835 টি মেধা বা মেরিট বেশি।
অক্টোবর মাসের সবচেয়ে বেশি মেরিট আদান-প্রদান হয়েছে রাশিয়ান বোর্ডে তারা ২১৮৯ টি মেরিট তাদের নিজস্ব বোর্ডে আদান প্রদান করেছে। ইন্দোনেশিয়ান বোর্ডে মেরিট আদান-প্রদান হয়েছে ২০৯৭ টি। অক্টোবর মাসের নাইজেরিয়ান বোর্ডের মেরিট আদান প্রদান হয়েছে ১২১০টি। চতুর্থ স্থানে থাকা জার্মান বোর্ডে মেরিট আদার প্রধান হয়েছে ৯৪৩ টি।
এখন বলি আমাদের বাংলাদেশে অক্টোবর মাসে মেরিট আদান-প্রদান হয়েছে মোট 241 টি।




অক্টোবর-২০২৩ এর স্থানীয় বোর্ডের পোস্ট প্রতি মেরিট এর অনুপাত

স্থানীয় বোর্ডের পোস্ট প্রতি মেরিট এর অনুপাতের দিক থেকে ইন্দোনেশিয়া বোর্ড এগিয়ে রয়েছে। তারা যতগুলো পোস্ট করেছে তাদের পোস্ট প্রতি মেরিট পরেছে ১.২৪টি করে। আরবি বোর্ডের পোস্ট প্রতি মেরিট পড়েছে ১.০৪ করে।পোলিস বোর্ডের পোস্ট প্রতি মেরিট পড়েছে ১ করে। আমাদের বাংলাদেশ  পোস্ট প্রতি মেরিট করেছে ০.৪৪টি করে।



অক্টোবর 2023-এ স্থানীয় বোর্ডের যারা মেধা বা মেরিট পেয়েছেন এবং পাঠিয়েছেন

18 টি স্থানীয় লোকাল বোর্ডের মধ্যে ৫৫৫ জন সদস্য মেরিট পাঠিয়েছেন এবং ৬৫৫ জন সদস্য মেরিট পেয়েছেন।
সেপ্টেম্বর মাসে ৫১৭ জন সদস্য মেরিট পাঠিয়েছিলেন এবং ৫৫২ জন সদস্য মেরিট পেয়েছিলেন। অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসের তুলনায় মেরিট প্রেরক এবং প্রাপক এর পরিমাণ বেশি হয়েছে।


পোস্টটি করতে এখান থেকে সাহায্য নেওয়া হয়েছে

Communities marked with * (Pakistan, Bangladesh) don't have their own local boards yet and that's somethiong that I hope will change soon. @theymos @Cyrus, what are you guys waiting for?  Smiley
এটা হয়তো আমাদের জন্য একটা ভালো সংবাদ। এখানে আমাদের নিজস্ব স্থানীয় বোর্ড নেই সে কথা বলা হচ্ছে এবং @Rikafip দ্রুত পরিবর্তনের কথা বলেছেন, @theymos @Cyrus এর কাছে। যদি হয় তাহলে আমাদের সবার জন্যই ভালো হবে আর কি।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
November 16, 2023, 05:39:31 AM
নিজে একটু পড়াশুনা করলাম এবং সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করে শেষ পর্যন্ত ইলেক্ট্রাম ডাউনলোড করেছি। ইনস্টল ও করেছি। তবে এখনও ওয়ালেট বানাইনি। কিভাবে বানাবো সেটাও বুঝছি না। যদি কেউ আমাকে একটু গাইড করতেন খুব ভালো হতো।
খুব সুন্দর একটি ডিসিশন নিয়েছেন। ইলেক্ট্রাম ওয়ালেট অনেকটাই নিরাপদ এবং সিকিউরিটি সম্পূর্ণ। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমি খুব সহজভাবে স্কিনশট সহকারে বুঝিয়ে দিচ্ছি আশা করি পরবর্তীতে আপনি নিজে থেকেই আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
ছবি নাম্বার ১

ছবি নাম্বার ২



ছবি নাম্বার ৩

ছবি নাম্বার ৪
[/center]

এরপর আরো কিছু স্টেপ রয়েছে ওই স্ক্রিনশট গুলো দিতে পারিনি কারণ সেখানে স্ক্রিনশট গ্রহণযোগ্য নয়। সেই স্টেপ গুলো হলো আপনাকে সিড ফেজ দেওয়া হবে সেই সিট ফেজ পরবর্তী ধাপে বসাতে হবে। বসিয়ে কনফার্ম করলেই আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে।
কিছু প্রশ্ন মনের মধ্যে উদয় হল:

- সিনিয়রদের কাছে জানতে চাচ্ছি আমার সিদ্ধান্ত কি ঠিক আছে?
অবশ্যই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বিটকয়েন ধরে রাখার জন্য ইলেকট্রন ওয়ালেট খুবই নিরাপদ এবং সিকিউরিটি সম্পূর্ণ।
- প্রাইভেট-কি কি বা এই প্রাইভেট-কি কি জন্য এতটা ইম্পরট্যান্ট?
সহজ ভাবে বলতে গেলে আপনার ঘর যখন তালা বদ্ধ করেন তখন সেই তালার চাবি হচ্ছে মূল ব্যালেন্স। আপনি যদি ঘর তালা বন্ধ করে চাবি নিচে ফেলে রাখেন তাহলে আপনার ঘর কিন্তু নিরাপদ নয়। কারণ যে কেউ আপনার ঘর সেই চাবি দিয়ে খুলে ভিতরে প্রবেশ করতে পারে এবং আপনার ঘরের ভেতরের সবকিছু নিয়ে যেতে পারে। তাহলে আপনি নিজেই ভেবে দেখুন আপনার ঘরে তালা বন্ধ করার পর চাবি কতটা গুরুত্বপূর্ণ। ঠিক একটি ওয়ালেটের প্রাইভেটকে এতটাই গুরুত্বপূর্ণ।
- সোলনা, লাইট কয়েন এর মধ্যে কোনটাতে ইনভেস্ট করা যৌক্তিক বলে মনে করেন?[/b]
যে দুটি কয়েন আপনি উল্লেখ করেছেন এ দুটি কয়েন বিনিয়োগের উপযোগী। আপনি চাইলে দুটি কয়েন কিনে বিনিয়োগ করতে পারেন। এ দুটি কয়েনের মধ্যে আমি কোন কয়েনে পার্থক্য করব না। দুটি কয়েন আমার কাছে সেরা।

Note: SS দ্বারা স্ক্রিনশট বোঝানো হয়েছে। এখানে একটি বিষয় লক্ষ্য করবেন তিন নাম্বার ছবিতে নিচে টিক চিহ্নতে লাল কোট করা হয়েছে অবশ্যই তিন নাম্বার স্টেপে এসে আপনার ওয়ালেট নেম লিখে টিক চিহ্ন তে চাপ দিবেন। তবে নেক্সট স্টেপ আসবে।
sr. member
Activity: 434
Merit: 350
November 16, 2023, 03:55:55 AM
জী ভাই ঐটাই বুঝাইতে চাইছি। ফোনে কোনো কিছু রাখা সুবিধার না। আর যদি হয় কম স্টোরেজের ফোন তাহলে তো কথাই নাই। ২-৪ দিন না যেতেই ৭০-৮০% জায়গা খেয়ে ফেলে। আবার ৬৪ জিবির একটা ফোনে সিস্টেমই খায় ১০-১২ জিবি। বাকি থাকে ৫০ জিবি। এটাও কয়েকটা এপস্ ইনস্টল করতে শেষ। যেমন ধরেন ফেসবুক বা ইনস্টাগ্রাম। এই দুই বালো বান্দা একাই একশো। যেদিকে এপ এরই অরিজিনাল সাইজ ১০০ এমবি, সেখানে ইউজার ডাটা ২-২.৫ জিবি। এজন্য এসবের লাইট ভার্সন চালাই। ফোনে স্পেস না থাকলে আবার আরেক সমস্যা। নিজস্ব যে ফাইল ম্যানেজার বা সিস্টেম চেকার যাই বলে সেখান থেকে অনেক সময় জাঙ্কফাইল/টেমপরারি ফাইল রিমুভ করতে গুরুত্বপূর্ণ ফাইলও রিমুভ হয়ে যায়। একবার কি হইছিল আমার ফোনে জায়গা নাই নাই অবস্থা। জায়গা না থাকায় ফোন শুরু হইছে হ্যাং মারা। শেষে না পেরে জাঙ্ক ফাইল সব রিমুভ করে দিসি। পরে দেখি, হোর্টসএপে যেসব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছবি সেভ ছিল সব নাই হয়ে গেছে।  Smiley
এখন চার জিবি রেম এবং ৬৪ জিবি রম এর ফোনে কোন কিছু রাখা লাগে না এমনিতেই ল্যাক করে। কিছু কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপস আছে যেগুলো অনেক জিবি হয়ে থাকে। আমার কাছে ভিভো ফোন ছিলো যেটা ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম সেটা হর-হামেশাই ল্যাক করে যার জন্য সেটা ব্যবহার করা বাদ দিয়ে দিয়েছি। তবে এখন ৮ জিবি রেম এবং ১২৮ জিবি রম এর ফোন ব্যবহার করছি যেটাতে আর কোন সমস্যা হচ্ছে না। তবে আমি কোন কিছু রাখি নাই তারপরও মাত্র আমার স্টোরেজ বাকি আছে ২৫ জিবি এর মত। Roll Eyes
আপনার মত এমন কি কয়েকদিন পরে পরে জাং-ফাইল ডিলিট করার নোটিফিকেশন আসে। Grin

- বিটকয়েন ক্যাশ কি বিটকয়েনের একটি অংশ?
ভাই এখানে প্রবেশ করলে আপনি আপনার সঠিক উত্তর পাবেন।
বিটকয়েন বনাম বিটকয়েন ক্যাশ: বিটিসি এবং বিসিএইচ এর মধ্যে পার্থক্য কী?
- সোলনা, লাইট কয়েন এর মধ্যে কোনটাতে ইনভেস্ট করা যৌক্তিক বলে মনে করেন?[/b]
এই দুটি কয়েন এর মধ্যে আমার কাছে মনে হয় সবথেকে জনপ্রিয় এবং বিনিয়োগকারি কয়েন হচ্ছে সোলনা। বর্তমানে সোলনা কয়েন এর দাম হচ্ছে 65 ডলার এর মত অন্যদিকে লাইটকয়েনের দাম হচ্ছে  ৭৩ ডলারের মত। এগুলো হচ্ছে আল্ট কয়েন। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনার উল্লেখিত দুটি কয়েন ক্রয় করে রাখতে পারেন দীর্ঘ সময়ের জন্য। আল্ট কয়েন গুলোতে দীর্ঘ সময় বিনিয়োগ না করলে প্রফিট আশা করা যায় না।
আমার কিছু সোলনা টোকেন ছিল যেগুলো আমি অনেক আগেই বিক্রি করে দিয়েছি এখন থাকলে হয়তো ভালো কিছু পাইতে পারতাম এই টোকেন থেকে কারণ এই টোকেন এর দাম এখন বৃদ্ধি পেয়েছে।
full member
Activity: 490
Merit: 119
November 16, 2023, 12:21:54 AM
নিজে একটু পড়াশুনা করলাম এবং সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করে শেষ পর্যন্ত ইলেক্ট্রাম ডাউনলোড করেছি। ইনস্টল ও করেছি। তবে এখনও ওয়ালেট বানাইনি। কিভাবে বানাবো সেটাও বুঝছি না। যদি কেউ আমাকে একটু গাইড করতেন খুব ভালো হতো।

কিছু প্রশ্ন মনের মধ্যে উদয় হল:

- সিনিয়রদের কাছে জানতে চাচ্ছি আমার সিদ্ধান্ত কি ঠিক আছে?

- প্রাইভেট-কি কি বা এই প্রাইভেট-কি কি জন্য এতটা ইম্পরট্যান্ট?

- বিটকয়েন ক্যাশ কি বিটকয়েনের একটি অংশ?

- সোলনা, লাইট কয়েন এর মধ্যে কোনটাতে ইনভেস্ট করা যৌক্তিক বলে মনে করেন?
newbie
Activity: 26
Merit: 19
November 15, 2023, 11:36:45 PM
ইলেকট্রাম ওয়ালেট হলো একটা সফটওয়্যার ওয়ালেট। আর এটা ডিসেন্ট্রালাইসড হওয়ার এটি বিটকয়েন হোল্ডারদের কাছে অনেক জনপ্রিয়। তবে কেউ যদি দেখাযায় 20-30k বা তারও বেশি ডলার বিটকয়েনে ইনভেস্ট করে তাহলে কয়েক টাকা খরচ করে হার্ডওয়্যার ওয়ালেট কিনা সেখানে রাখাই বেশি নিরাপদ  হবে। কারন যদি কেউ জানে যে আপনার কাছে এতোগুলা টাকা আছে তাও আপনার ফোনে বা কম্পিউটারে কোনো ওয়ালেটে তাইলে আপনার উপর অ্যাটাক হতেও পারে কোনো বিশ্বাস নাই। আর যদি হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করেন তাইলে এটা ছোট একটা ডিভাইস পেনড্রাইব এর মতো এটি আপনে একটা নিরাপদ যায়গায় লুকাইয়া রাখতে পারবেন এতে ঝুকি অনেক কমবে। তাই যদি অল্প পরিমানে ইনভেস্ট করেন তাইলে ইলেকট্রাম ওয়ালেট যথেষ্ট আর যদি হিউজ পরিমান হয় তাইলে হার্ডওয়্যার ওয়ালেটের দিকে নজর রাখতে পারেন
ওয়ালেট বলতে আমরা বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সি ওয়ালেট বুঝি। সেটা হোক সেন্ট্রালাইজ অথবা ডিসেন্টালাইজ।
কোন ওয়ালেটে ব্যবহার করা সবচেয়ে বেশি সুবিধা সেন্ট্রালাইজড অথবা ডিসেন্টালাইজড?
আমি বিটকয়েন সংরক্ষণ করে রাখার জন্য কোন ধরনের ওয়ালেট ব্যবহার করলে সুবিধা পাইতে পারি।
হার্ডওয়্যার ওয়ালেট কিনা সেখানে রাখাই বেশি নিরাপদ  হবে।
Binance, Trust wallet, Kucoin,Mexc, Bybit, Gate.io
এই ওয়ালেট গুলা আমরা প্লে-স্টোর থেইকা ডাউনলোড করবার পারি এবং তারপর একাউন্ট ক্রিয়েট কইরা ভেরিফাইড করবার পারি।
Z_MBFM ভাই আপনে হার্ডওয়্যার ওয়ালেট কেনার কথা বললেন এটা কিভাবে কেনে বা কোথায় এই ওয়ালেট কিনতে পাওয়া যায়।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 15, 2023, 08:24:10 PM
মোবাইলে কোনো কিছু রাখায় এখন অনেক রিস্ক হয়ে পড়ছে। কারণ অতিরিক্ত এপ্লিকেশন এবং বিভিন্ন ফাইল স্টোর করায় মোবাইলে অতিরিক্ত ল্যাগ দেখা যায়। আর বিশেষ করে Oppo. Realmi, vivo এই ফোনগুলা হঠাৎ করে ঝামেলা করতেছে বালিউম আপ বাটন প্রেস হয়ে থাকতেছে এতে একবার ফোন বন্ধ হলে ফোন আর অন হয়না রিসেট করতে বলে আমার কয়েকজন বন্ধু ইভেন আমার একটা ফোনে এমন হইছে পরে রিসেট করার পরও ঠিক হয়নাই কাস্টমার কেয়ারে নিয়া ঠক করতে হইছে। আমার সব ডকুমেন্টস হারাইয়া গেছে। তাই মোবাইলে সব কিছু রাইখা মোবাইলের Ram এর উপর চাপ সৃষ্টি করা অনেক রিস্কি এখন। তাই যে এপ্লিকেশন বা ফাইল কম ব্যবহার করা লাগে সেগুলা কম্পিউটারে রাখাটা ভালো আর যেগুলা প্রতিনিয়ত প্রয়োজন আর ইমারজেন্সি সেগুলা ফোনে রাখা যায় এতে ফোন স্মুথভাবে চলবে
জী ভাই ঐটাই বুঝাইতে চাইছি। ফোনে কোনো কিছু রাখা সুবিধার না। আর যদি হয় কম স্টোরেজের ফোন তাহলে তো কথাই নাই। ২-৪ দিন না যেতেই ৭০-৮০% জায়গা খেয়ে ফেলে। আবার ৬৪ জিবির একটা ফোনে সিস্টেমই খায় ১০-১২ জিবি। বাকি থাকে ৫০ জিবি। এটাও কয়েকটা এপস্ ইনস্টল করতে শেষ। যেমন ধরেন ফেসবুক বা ইনস্টাগ্রাম। এই দুই বালো বান্দা একাই একশো। যেদিকে এপ এরই অরিজিনাল সাইজ ১০০ এমবি, সেখানে ইউজার ডাটা ২-২.৫ জিবি। এজন্য এসবের লাইট ভার্সন চালাই। ফোনে স্পেস না থাকলে আবার আরেক সমস্যা। নিজস্ব যে ফাইল ম্যানেজার বা সিস্টেম চেকার যাই বলে সেখান থেকে অনেক সময় জাঙ্কফাইল/টেমপরারি ফাইল রিমুভ করতে গুরুত্বপূর্ণ ফাইলও রিমুভ হয়ে যায়। একবার কি হইছিল আমার ফোনে জায়গা নাই নাই অবস্থা। জায়গা না থাকায় ফোন শুরু হইছে হ্যাং মারা। শেষে না পেরে জাঙ্ক ফাইল সব রিমুভ করে দিসি। পরে দেখি, হোর্টসএপে যেসব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছবি সেভ ছিল সব নাই হয়ে গেছে।  Smiley
sr. member
Activity: 546
Merit: 309
November 15, 2023, 09:48:16 AM
সত্যি বলতে, ফোনে এসব জিনিস মেইনটেন করা আমার কাছে ঝামেলার মনে হয়। প্রাইভেট Key গুলো ব্যাকআপ করে রাখা, আবার এপস্ ইনস্টল করে রাখা।  মাসে হয়তো একবার ব্যবহার করবো আবার সাতমাস পড়ে থাকবে, জায়গা খাবে, রাম নষ্ট করবে। এর থেকে ভালো পিসিতেই একবার ইনস্টল করলাম, আর সব ভুলে গেলাম। কারন পিসিতে চাপ পড়বে না ফোনের মতো। কনফিগ ম্যাটার। ব্যাকআপের ক্ষেত্রেও সেম। text ফাইল বা doc ফাইলে সব লিখে সব একটা আলাদা ফোল্ডারে রেখে দিলাম, যদি দরকার পরে ফোল্ডারটার একটা zip backup ও করে রাখলাম, জাস্ট ইন কেস। কথা শেষ। কিন্তু ফোনে এই সিম্পল কাজ করতে গেলেও ঝামেলা মনে হবে।
আসলে আপনি যে বিষয়টা শেয়ার করেছিলেন সেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল তবে আমার ফোনে গতবার second space চালু করতে গিয়েছিলাম তাতেই লেগিং এর ওপরে বাঁচে না। আর ভাবতেছি যদি এখন মোবাইলের স্পেস খালি করেও এটি টেস্ট করি তাহলে ফোনের অবস্থা কেমন হবে। আচ্ছা ভাই এগুলোর কি আরো লাইট ওয়েট ভার্সন রয়েছে ?
যদিও আমার পিসি রয়েছে এবং সেখানেও বর্তমানে আমি এগুলো ইজিলি রান করতে পারছি। তারপরও মোবাইল এর এ বিষয়টা ইন্টারেস্টিং মনে হয়েছে আমার নিকট কারণ অনেক সময় আমরা এমন জায়গায় থাকি যেখানে ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে যাওয়া হয় না।
মোবাইলে কোনো কিছু রাখায় এখন অনেক রিস্ক হয়ে পড়ছে। কারণ অতিরিক্ত এপ্লিকেশন এবং বিভিন্ন ফাইল স্টোর করায় মোবাইলে অতিরিক্ত ল্যাগ দেখা যায়। আর বিশেষ করে Oppo. Realmi, vivo এই ফোনগুলা হঠাৎ করে ঝামেলা করতেছে বালিউম আপ বাটন প্রেস হয়ে থাকতেছে এতে একবার ফোন বন্ধ হলে ফোন আর অন হয়না রিসেট করতে বলে আমার কয়েকজন বন্ধু ইভেন আমার একটা ফোনে এমন হইছে পরে রিসেট করার পরও ঠিক হয়নাই কাস্টমার কেয়ারে নিয়া ঠক করতে হইছে। আমার সব ডকুমেন্টস হারাইয়া গেছে। তাই মোবাইলে সব কিছু রাইখা মোবাইলের Ram এর উপর চাপ সৃষ্টি করা অনেক রিস্কি এখন। তাই যে এপ্লিকেশন বা ফাইল কম ব্যবহার করা লাগে সেগুলা কম্পিউটারে রাখাটা ভালো আর যেগুলা প্রতিনিয়ত প্রয়োজন আর ইমারজেন্সি সেগুলা ফোনে রাখা যায় এতে ফোন স্মুথভাবে চলবে

op আমি সব সময় সময়হার্ডওয়ার ওয়ালেট আমার বিটকয়েন গুলো রাখতাম আমার কাছে মনে হয় হার্ডওয়ার ওয়ালেট রাখা অনেকটাই নিরাপদ। হার্ডওয়ার ওয়ালেট  ব্যয়বহুল হলেও এখানে আমাদের বিটকয়েন অনেক নিরাপদে রাখে আমি হার্ডওয়ার ওয়ালেট  ব্যবহার করে অনেক স্বাচ্ছন্ন বোধ করি। আমি কখনো ইলেকট্র্রাম ওয়ালেট ব্যবহার করিনি অবশ্যই  ইলেকট্র্রাম ওয়ালেট এর ব্যবহার শুনেছি এটা নাকি অনেক ভালো। ওকে আমি চেষ্টা করব ইলেকট্র্রাম ওয়ালেট ব্যবহার করার।
ভাইয়া আমি একটু জানতে চাচ্ছি যে আপনি হার্ডওয়ার ওয়ালেট কিভাবে ইমপোর্ট করেছেন বা কিনেছেন? আমিও আসলে হার্ডওয়ার ওয়ালেট কিনতে চাচ্ছি কিন্তু বাংলাদেশে তো বর্তমানে ক্রিপ্টোকারেন্সি অবৈধ তাই এসব ডিভাইস কিনতে গিয়ে যেন আবার ভেজালে না পড়ে এজন্য হার্ডওয়্যার কিনতে পারতেছি না।

Quote
আপনাদের কাছে কি মনে হয় কোন ওয়ালেট টা বেশি ভালো হবে ইলেকট্র্রাম ওয়ালেট নাকি হার্ডওয়ার ওয়ালেট?
আসলে ইলেকট্রাম ওয়ালেট হলো গিয়ে হট ওয়ালেট বা অনলাইন ওয়ালেট সফটওয়্যার এটির সব সময় অনলাইন এর সাথে কানেক্টেড থাকবে অন্যদিকে হার্ডওয়ার ওয়ালেট ইন্টারনেটের সাথে তখনই কানেকশন করতে হয় যখন একটা ট্রানজেকশন করা হয়।
এখন এই দুইটির মধ্যে কোনটি ভালো বলতে গেলে আমি বলব এটা আমার ব্যবহার এর সিচুয়েশন এর উপর নির্ভর করে, তবে  অবশ্যই হার্ডওয়্যার ওয়ালেট বেশি সিকিউর হবে লং টার্ম হোল্ডিং এর জন্য।
ইলেকট্রাম ওয়ালেট হলো একটা সফটওয়্যার ওয়ালেট। আর এটা ডিসেন্ট্রালাইসড হওয়ার এটি বিটকয়েন হোল্ডারদের কাছে অনেক জনপ্রিয়। তবে কেউ যদি দেখাযায় 20-30k বা তারও বেশি ডলার বিটকয়েনে ইনভেস্ট করে তাহলে কয়েক টাকা খরচ করে হার্ডওয়্যার ওয়ালেট কিনা সেখানে রাখাই বেশি নিরাপদ  হবে। কারন যদি কেউ জানে যে আপনার কাছে এতোগুলা টাকা আছে তাও আপনার ফোনে বা কম্পিউটারে কোনো ওয়ালেটে তাইলে আপনার উপর অ্যাটাক হতেও পারে কোনো বিশ্বাস নাই। আর যদি হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করেন তাইলে এটা ছোট একটা ডিভাইস পেনড্রাইব এর মতো এটি আপনে একটা নিরাপদ যায়গায় লুকাইয়া রাখতে পারবেন এতে ঝুকি অনেক কমবে। তাই যদি অল্প পরিমানে ইনভেস্ট করেন তাইলে ইলেকট্রাম ওয়ালেট যথেষ্ট আর যদি হিউজ পরিমান হয় তাইলে হার্ডওয়্যার ওয়ালেটের দিকে নজর রাখতে পারেন
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 14, 2023, 09:22:40 PM
আসলে আপনি যে বিষয়টা শেয়ার করেছিলেন সেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল তবে আমার ফোনে গতবার second space চালু করতে গিয়েছিলাম তাতেই লেগিং এর ওপরে বাঁচে না। আর ভাবতেছি যদি এখন মোবাইলের স্পেস খালি করেও এটি টেস্ট করি তাহলে ফোনের অবস্থা কেমন হবে।
যদিও আমার পিসি রয়েছে এবং সেখানেও বর্তমানে আমি এগুলো ইজিলি রান করতে পারছি। তারপরও মোবাইল এর এ বিষয়টা ইন্টারেস্টিং মনে হয়েছে আমার নিকট কারণ অনেক সময় আমরা এমন জায়গায় থাকি যেখানে ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে যাওয়া হয় না।

Second space চলবে না ভাই। হয়তো দুইদিন চলবে তারপর দেখবেন চলেনা ল্যাগ মারে বা সারাজীবন লোডিং হয়। ফোনের নিজস্ব second space হলে সমস্যা হওয়ার কথা না, বাট এপ দিয়ে যেসব স্পেস বানান ঐগুলো মিন করছি আমি। ফোনে আপনি পিসির মতো Virtual Box এর মতো software ব্যবহার করে এনড্রয়েডের মধ্যে এনড্রয়েড ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রেও ভালো ফোন লাগবে। এই এপস দিয়ে।



Quote
আচ্ছা ভাই এগুলোর কি আরো লাইট ওয়েট ভার্সন রয়েছে ?
Lite ভার্সন বলে তো Kali Nethunter এর? যদি সেটা মিন করে থাকেন তাহলে হ্যা আছে। নেটহান্টার ফোনের জন্য আলাদা করে ডেভেলপ করা। যখন এটি ইনস্টল করতে যাবেন তখন তিনটা ভার্সন সিলেক্ট করতে পারবেন (full, minimal, nano)।

আমি full ভার্সন ইনস্টল করছিলাম। এটার ইন্সটলেশন ইমেজ সাইজ ২জিবি ছিল। ইনস্টল হওয়ার পর ১৫-১৮ জিবি জায়গা খেয়ে ফেলে termux। মূলত এটায় সব প্যাকেজ আর এপস বিল্ডইন থাকে। আরো লইট, কম স্পেসের কিছু চাইলে তো আছেই minimal আর nano। Mimimal ভার্সনটি ১৩০-১৫০ এমবি। ইনস্টল করলে ৫ জিবির মতো জায়গা খায়। Nano ট্রাই করিনি। আর ল্যাগিং এর বিষয়টা ভার্সন এর উপর ডিপেন্ড করে না। ৩ ভার্সনই সেম ভাবে চলে। আমি ৪/৬৪ এর ফোনে ব্যবহার করছি কোনো ল্যাগিং পাই নাই। তবে termux এ যখন download, image file extract হচ্ছিল তখন ল্যাগিং দেখছিলাম যা স্বাভাবিক।
 
আপনার ফোনে যদি OTG সাপোর্ট থাকে তাহলে ইজিলি মনিটরে স্ক্রিন শেয়ার দিয়ে সেখানে মাউস কিবোর্ড দিয়ে চালাতে পারেন।

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 14, 2023, 02:18:34 PM
সত্যি বলতে, ফোনে এসব জিনিস মেইনটেন করা আমার কাছে ঝামেলার মনে হয়। প্রাইভেট Key গুলো ব্যাকআপ করে রাখা, আবার এপস্ ইনস্টল করে রাখা।  মাসে হয়তো একবার ব্যবহার করবো আবার সাতমাস পড়ে থাকবে, জায়গা খাবে, রাম নষ্ট করবে। এর থেকে ভালো পিসিতেই একবার ইনস্টল করলাম, আর সব ভুলে গেলাম। কারন পিসিতে চাপ পড়বে না ফোনের মতো। কনফিগ ম্যাটার। ব্যাকআপের ক্ষেত্রেও সেম। text ফাইল বা doc ফাইলে সব লিখে সব একটা আলাদা ফোল্ডারে রেখে দিলাম, যদি দরকার পরে ফোল্ডারটার একটা zip backup ও করে রাখলাম, জাস্ট ইন কেস। কথা শেষ। কিন্তু ফোনে এই সিম্পল কাজ করতে গেলেও ঝামেলা মনে হবে।
আসলে আপনি যে বিষয়টা শেয়ার করেছিলেন সেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল তবে আমার ফোনে গতবার second space চালু করতে গিয়েছিলাম তাতেই লেগিং এর ওপরে বাঁচে না। আর ভাবতেছি যদি এখন মোবাইলের স্পেস খালি করেও এটি টেস্ট করি তাহলে ফোনের অবস্থা কেমন হবে। আচ্ছা ভাই এগুলোর কি আরো লাইট ওয়েট ভার্সন রয়েছে ?
যদিও আমার পিসি রয়েছে এবং সেখানেও বর্তমানে আমি এগুলো ইজিলি রান করতে পারছি। তারপরও মোবাইল এর এ বিষয়টা ইন্টারেস্টিং মনে হয়েছে আমার নিকট কারণ অনেক সময় আমরা এমন জায়গায় থাকি যেখানে ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে যাওয়া হয় না।

op আমি সব সময় সময়হার্ডওয়ার ওয়ালেট আমার বিটকয়েন গুলো রাখতাম আমার কাছে মনে হয় হার্ডওয়ার ওয়ালেট রাখা অনেকটাই নিরাপদ। হার্ডওয়ার ওয়ালেট  ব্যয়বহুল হলেও এখানে আমাদের বিটকয়েন অনেক নিরাপদে রাখে আমি হার্ডওয়ার ওয়ালেট  ব্যবহার করে অনেক স্বাচ্ছন্ন বোধ করি। আমি কখনো ইলেকট্র্রাম ওয়ালেট ব্যবহার করিনি অবশ্যই  ইলেকট্র্রাম ওয়ালেট এর ব্যবহার শুনেছি এটা নাকি অনেক ভালো। ওকে আমি চেষ্টা করব ইলেকট্র্রাম ওয়ালেট ব্যবহার করার।
ভাইয়া আমি একটু জানতে চাচ্ছি যে আপনি হার্ডওয়ার ওয়ালেট কিভাবে ইমপোর্ট করেছেন বা কিনেছেন? আমিও আসলে হার্ডওয়ার ওয়ালেট কিনতে চাচ্ছি কিন্তু বাংলাদেশে তো বর্তমানে ক্রিপ্টোকারেন্সি অবৈধ তাই এসব ডিভাইস কিনতে গিয়ে যেন আবার ভেজালে না পড়ে এজন্য হার্ডওয়্যার কিনতে পারতেছি না।

Quote
আপনাদের কাছে কি মনে হয় কোন ওয়ালেট টা বেশি ভালো হবে ইলেকট্র্রাম ওয়ালেট নাকি হার্ডওয়ার ওয়ালেট?
আসলে ইলেকট্রাম ওয়ালেট হলো গিয়ে হট ওয়ালেট বা অনলাইন ওয়ালেট সফটওয়্যার এটির সব সময় অনলাইন এর সাথে কানেক্টেড থাকবে অন্যদিকে হার্ডওয়ার ওয়ালেট ইন্টারনেটের সাথে তখনই কানেকশন করতে হয় যখন একটা ট্রানজেকশন করা হয়।
এখন এই দুইটির মধ্যে কোনটি ভালো বলতে গেলে আমি বলব এটা আমার ব্যবহার এর সিচুয়েশন এর উপর নির্ভর করে, তবে  অবশ্যই হার্ডওয়্যার ওয়ালেট বেশি সিকিউর হবে লং টার্ম হোল্ডিং এর জন্য।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 14, 2023, 10:31:34 AM
এই হার্ডওয়ার ওয়ালেট বা পেপার ওয়ালেটে ট্রানজেকশন কি অনলাইন ছাড়া কোনভাবেই করা যায় না?
অনলাইন ছাড়া কোন ট্রাঞ্জেকশন করতে পারবেন না। আপনি অফলাইনে ট্রাঞ্জেকশন সাইন করতে পারবেন কিন্তু সেটা অনলাইনে এসে ব্রডকাস্ট করতে হবে। নিরাপত্তার সাথে ট্রাঞ্জেকশন সাইন করাটা জড়িত। সেজন্য ট্রাঞ্জেকশন সাইন অফলাইনে করা হয়ে থাকে। এইটা হার্ডওয়্যার ওয়ালেটের ক্ষেত্রে প্রযোজ্য।
পেপার ওয়ালেট শুধু প্রাইভেট কী সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ফান্ড ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই কোন একটা হট ওয়ালেটে আপনার প্রাইভেট কী ইম্পোর্ট করতে হবে।

প্রশ্ন: ১: Bitcoin Halving কি ও এর মানে কি?

প্রশ্ন: ২: কেন  Bitcoin Halving হয় এবং কত সালে প্রথম Halving হয়েছিল

প্রশ্ন: ৩: Bitcoin Halving হলে কি হয়
১। বিটকয়েন মাইনিং কিংবা সার্কুলেশনে বিটকয়েন কিভাবে যোগ হয় আগে আপনাকে সেটা জানতে হবে। বিটকয়েনে লেনদেনের তথ্যগুলো ব্লকে রাখা হয়। তথ্য রাখার কাজ করে মাইনাররা। যারা ব্লক খুজে পায় তারা ব্লক রিওয়ার্ড বা মাইনিং রিওয়ার্ড পেয়ে থাকে। প্রতি ৪ বছর পর পর এই ব্লক রিওয়ার্ড অর্ধেক হয়ে থাকে। এইটাই হাভিং।
--
৩। হাভিং হলে ব্লক রিওয়ার্ড অর্ধেক হয় যার কারনে প্রতিদিন বিটকয়েনের সরবরাহ পুর্ববর্তী হাভিং সাইকেল থেকে অর্ধেক হয়ে যায়।

আর ৩-০ রেজাল্ট আমার কাছে খুব এক্সট্রা অর্ডিনারি মনে হচ্ছে না।
তখনকার লিভারপুলের সাথে টেবিলের তলানীতে থাকা ওয়াটফোর্ডের জয় অবশ্যই স্পেশ্যাল কিছু ছিল আর সেটা যদি হয় ৩-০ গোলের ব্যবধানে, তাহলে স্পেশ্যালের চেয়েও বেশি কিছু ছিল। আমি তখন নিয়মিত ওয়াটফোর্দের খেলা দেখার চেষ্টা করতাম। ওয়াটফোর্ড সেবার রেলিগেশনে ছিল। তাহলে বুঝুন ওই ম্যাচে তাদের জয়ের উত্তাপ কেমন ছিল।
hero member
Activity: 770
Merit: 482
November 14, 2023, 09:41:29 AM
হ্যা, এইটা তখনকার পার্টনারশীপের অংশ। ওয়ার্টফোর্ড সে সিজনে কিছু দুর্দান্ত ম্যাচ খেলেছিল যেখানে একটা সম্ভবত ৩-০ লিভারপুল।
আমি অবশ্য ফুটবলের খবর তেমন একটা রাখি না। আর ৩-০ রেজাল্ট আমার কাছে খুব এক্সট্রা অর্ডিনারি মনে হচ্ছে না। তবে টিম যদি হয় অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের সাথে নামিবিয়ার খেলা, তাহলে এরকম ব্যাবধানে জেতা আসলেই ক্রেডিটেবল।

কারণ সম্ভবত তারা নিউক্যাসেলের মেইন স্পন্সর না। বর্তমান টপিকে শুধু অফিসিয়াল পার্টনার লেখা আছে যেখানে আগে মেইন স্পন্সর লেখা থাকত।

হতে পারে। আমি কালকে বিভিন্ন কিছু লিখে লিখে সার্চ করে দেখছিলাম যে কোনো কারনে আমি পুরাতন কিট গুলোই দেখছি না তো? এখন বুঝতে পারলাম আসলে তারা মেইন স্পন্সর না থাকার কারনেই হয়তো জার্সি তে তাদের নাম নেই। কিন্তু পার্টনার হলে জার্সি তে অন্তত নাম টা তো থাকার কথা, সেটাও কোথাও দেখলাম না।
member
Activity: 462
Merit: 13
★Bitvest.io★ Play Plinko or Invest!
November 14, 2023, 09:22:48 AM
আমি কিছু বিটকয়েন কিনতে চাচ্ছি। সেই জন্য কোন ওয়ালেটে আমার সম্পত্তি সংরক্ষণ করব। সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে যেয়ে একটা কন্টেন্ট চোখে পড়ে। কন্টেন্টটা পরে যথেষ্ট ভালো লাগলো।

আমি কন্টেন্টটি পড়ে যতটুকু বুঝতে পারলাম হার্ডওয়্যার বা পেপার ওয়ালেট সবচেয়ে বেশি ভালো হবে। যেহেতু এটি অফলাইনে করা হয়, সেহেতু এটা মোটামুটি রিক্সমুক্ত। কিন্তু সিনিয়রদের কাছে আমার একটা বিষয় জানার ছিল, এই হার্ডওয়ার ওয়ালেট বা পেপার ওয়ালেটে ট্রানজেকশন কি অনলাইন ছাড়া কোনভাবেই করা যায় না?

সিনিয়ার ভাইদের কাছে অনুরোধ রইলো, আমি মাত্র ৪টি মেরিটের জন্য ফুল মেম্বার পদ অর্জন করতে পারছি না। আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ!

এখানে সব চাইতে বড় ব্যাপার হইলো আপনি যখন বিটকয়েন হোল্ড করতে চাচ্ছেন তখন আপনি যেই ওয়ালেট ব্যাবহার করেন না কেনো সেটার একাধিক ব্যাকয়াপ রাখবেন, এমন যায়গাতে রাখবেন যেনো সহজে নস্ট না হয়। এমন ওয়ালেট ব্যাবহার করবেন যারা ফ্রেজ/ব্যাকআপ কী দিয়ে থাকে। তাহলে একটা সার্ভার বন্ধ হলেও যেনো অন্য ওয়ালেট ব্যাবহার করে আপনার ফান্ড উঠাইতে পারেন।

Development & Technical Discussion > Wallet software এখানে দেখেন বিটকয়েনটল্ক সমর্থন করে এমন কিছু ওয়ালেট আছে সেগুলোর মধ্যে আপনার একটা ব্যাবহার করেন সেটাই ভালো হবে।
full member
Activity: 532
Merit: 163
November 14, 2023, 08:49:04 AM
আমি কিছু বিটকয়েন কিনতে চাচ্ছি। সেই জন্য কোন ওয়ালেটে আমার সম্পত্তি সংরক্ষণ করব। সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে যেয়ে একটা কন্টেন্ট চোখে পড়ে। কন্টেন্টটা পরে যথেষ্ট ভালো লাগলো।

আমি কন্টেন্টটি পড়ে যতটুকু বুঝতে পারলাম হার্ডওয়্যার বা পেপার ওয়ালেট সবচেয়ে বেশি ভালো হবে। যেহেতু এটি অফলাইনে করা হয়, সেহেতু এটা মোটামুটি রিক্সমুক্ত। কিন্তু সিনিয়রদের কাছে আমার একটা বিষয় জানার ছিল, এই হার্ডওয়ার ওয়ালেট বা পেপার ওয়ালেটে ট্রানজেকশন কি অনলাইন ছাড়া কোনভাবেই করা যায় না?

@Littlt Mouse
@Shasan
@LDL
@Learn Bitcoin
@Crypto Library
@tjtonmoy

সিনিয়ার ভাইদের কাছে অনুরোধ রইলো, আমি মাত্র ৪টি মেরিটের জন্য ফুল মেম্বার পদ অর্জন করতে পারছি না। আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ!

আপনি যদি বিটকয়েন কিনে ধরে রাখতে চান তাহলে অবশ্যই ধরে রাখতে পারেন। যদিও বিনিয়োগের জন্য সেরা সময় আপনি মিস করেছেন। তবে আপনি বিটকয়েন ধরে রাখার জন্য ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারেন। যেহেতু হার্ডওয়ার ওয়ালেট অনেক ব্যয়বহুল সেহেতু ইলেকট্র্রাম ওয়ালেট ব্যবহার করে অনেকটাই নিরাপদ থাকতে পারেন। তবে ওয়ালেটের বীজ বাক্যাংশ খুবই নিরাপদে থাকবেন যেন কোন ভাবে কেউ চুরি করতে না পারে।

আমি যতটুকু জানি হার্ডওয়ার ওয়ালেট বা পেপার ওয়ালেটের ট্রানজেকশন অফলাইনে কোনভাবেই করা যায় না। ট্রানজেকশনের জন্য অবশ্যই অনলাইনের প্রয়োজন রয়েছে।

op আমি সব সময় সময়হার্ডওয়ার ওয়ালেট আমার বিটকয়েন গুলো রাখতাম আমার কাছে মনে হয় হার্ডওয়ার ওয়ালেট রাখা অনেকটাই নিরাপদ। হার্ডওয়ার ওয়ালেট  ব্যয়বহুল হলেও এখানে আমাদের বিটকয়েন অনেক নিরাপদে রাখে আমি হার্ডওয়ার ওয়ালেট  ব্যবহার করে অনেক স্বাচ্ছন্ন বোধ করি। আমি কখনো ইলেকট্র্রাম ওয়ালেট ব্যবহার করিনি অবশ্যই  ইলেকট্র্রাম ওয়ালেট এর ব্যবহার শুনেছি এটা নাকি অনেক ভালো। ওকে আমি চেষ্টা করব ইলেকট্র্রাম ওয়ালেট ব্যবহার করার। আপনাদের কাছে কি মনে হয় কোন ওয়ালেট টা বেশি ভালো হবে ইলেকট্র্রাম ওয়ালেট নাকি হার্ডওয়ার ওয়ালেট?
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
November 14, 2023, 07:31:39 AM
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 14, 2023, 06:42:10 AM
মোবাইলে একটা এপ পেয়েছি যেটাতে PGP মেসেজ এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করা যায়, তাই আপাতত নেট হান্টার ইন্সটল করে ডিভাইসের স্পেস নষ্ট করতে চাই না।

যেহেতু এন্ড্রয়েড এর জন্য ডেডিকেটেড এপ আছে, এটা ব্যাবহার করাই সবচাইতে ভালো হবে বলে মনে করি। এগুলো নিয়ে ঘাটাঘাটি করে যা বুঝলাম, বেশ কিছু এপ এবং সার্ভিস ডেভেলপ হয়েছিলো, কিন্তু সেগুলো কন্টিনিউ করা হয় নাই কোনও একটা কারণে।

আচ্ছা ভাই বানাইয়েন। ট্রাই করবো নি। আসলে আমারো, ফোনে এপের মাধ্যমে PGP ব্যবহারের ইচ্ছা ছিল। Kali Nethunter  বানানোর আগে আমি গুগল আর ইউটিউবিং করে দেখেছিলাম নেটিভ এপস্ আছে কিনা। আহামরি কাজের কিছু পাইনি এ রিলেটেড। একটা এপস্ যদিও পাইছিলাম, কিজানি Onechain না Keychain এমন নাম (সবুজ এপ আইকন)। তবে এপস্ টা কেমন সুবিধার লাগেনি, অনেক ওল্ড আর মেইনটেন/আপডেটও করা হয়নি। ইমপোর্ট এক্সপোর্ট কি জানি ফাংশন ইউজ করতে হয়।

সত্যি বলতে, ফোনে এসব জিনিস মেইনটেন করা আমার কাছে ঝামেলার মনে হয়। প্রাইভেট Key গুলো ব্যাকআপ করে রাখা, আবার এপস্ ইনস্টল করে রাখা।  মাসে হয়তো একবার ব্যবহার করবো আবার সাতমাস পড়ে থাকবে, জায়গা খাবে, রাম নষ্ট করবে। এর থেকে ভালো পিসিতেই একবার ইনস্টল করলাম, আর সব ভুলে গেলাম। কারন পিসিতে চাপ পড়বে না ফোনের মতো। কনফিগ ম্যাটার। ব্যাকআপের ক্ষেত্রেও সেম। text ফাইল বা doc ফাইলে সব লিখে সব একটা আলাদা ফোল্ডারে রেখে দিলাম, যদি দরকার পরে ফোল্ডারটার একটা zip backup ও করে রাখলাম, জাস্ট ইন কেস। কথা শেষ। কিন্তু ফোনে এই সিম্পল কাজ করতে গেলেও ঝামেলা মনে হবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 14, 2023, 06:11:51 AM
আচ্ছা, বাংলায় এটা পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। যদিও আমি অরিজিনাল থ্রেড ই পড়েছি। আমি চেস্টা করেছিলাম ইনস্টল করার জন্য, কিন্তু ইনস্টল করার সময় কি যেনো ইরর আসছিলো তারপর আর আগাতে পারি নাই। এখন ভুলে গেছি যে কি ইরর আসছিলো। আমি কিছুদিন ধরে এনড্রয়েড এর ন্যাটিভ এপ খুজতেছিলাম যেটা আমি পেয়েছিলাম কিছুদিন আগেই।

এক্সাকলি কোন ইররটা পাইছিলেন তা না দেখে বোঝার উপায় নাই সমস্যাটা কোথায়। যদি বাই চান্স আবারো ট্রাই করতে গিয়ে আবারো সমস্যাটায় পড়েন তবে একটি স্ক্রিনশট নিয়ে রাইখেন।
আচ্ছা। আবার ট্রাই করলে স্ক্রিনশট নিয়ে রাখবো। যদিও আর ট্রাই করার ইচ্ছা নাই, কারণ আমি চাচ্ছিলাম মোবাইল এ PGP রান করতে। যেহেতু মোবাইলের একটা এপ পেয়েছি যেটাতে PGP মেসেজ এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করা যায়, তাই আপাতত নেট হান্টার ইন্সটল করে ডিভাইসের স্পেস নষ্ট করতে চাই না।

নেটিভ এপ দ্বারা কি বোঝাতে চাইলেন? বুঝলামনা। আর মোবাইল এপ দ্বারা কি ফোনে PGP  ব্যবহার ঐটা মিন করছেন?
হ্যাঁ, এটাই বুঝাতে চেয়েছি। যেহেতু এন্ড্রয়েড এর জন্য ডেডিকেটেড এপ আছে, এটা ব্যাবহার করাই সবচাইতে ভালো হবে বলে মনে করি। এগুলো নিয়ে ঘাটাঘাটি করে যা বুঝলাম, বেশ কিছু এপ এবং সার্ভিস ডেভেলপ হয়েছিলো, কিন্তু সেগুলো কন্টিনিউ করা হয় নাই কোনও একটা কারণে। যাই হোক, আজকে ডেস্কটপ এক্সেস পেলাম, আজকেই ট্রাই করার ইচ্ছা আছে।
full member
Activity: 532
Merit: 163
November 14, 2023, 04:18:01 AM
@roksana.hee আপনাকে অভিনন্দন ফুল মেম্বার এর রেংক অর্জন করার জন্য। এই ফুল মেম্বার এর রেংক অর্জন করার জন্য নিশ্চয়ই আপনি অনেক কষ্ট  করে আজকে এই রেঙ্ক অর্জন করেছেন। আপনি বাংলা লোকাল বোর্ড অনেক বেশি একটিভ থাকেন এবং অনেক ভালো মানের পোস্ট করেন আমি আপনার পোস্ট কোয়ালিটি গুলো দেখে আমরা খুব ভালো লেগেছে। আশা করব আপনি আগামীতে আরো ভালো মানের পোস্ট করুন আপনার আইডিটা আরো বড় করুন এই কামনাই করি। আবারো অভিনন্দন আপনাকে।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
November 14, 2023, 03:32:19 AM
আচ্ছা, আপনি তো বলছেন বিটকয়েন হালবিং এর কথা। বিটকয়েন হালবিং এর সময় কি বিটকয়েনের দাম অর্ধেক হইয়া যাবে মানে এখন তো বিটকয়েনের দাম ৩৬ হাজার বা ৩৭০০০ ডলার এর মত আছে। যদি বিটকয়েন হালবিং এর সময় একই দাম থাকে তাইলে কি বিটকয়েনের প্রাইস ১৬০০০ ডলারের নামবে।
আপনি যা ভেবেছেন এমন নয়, বিটকয়েন হালভিং হলে আপনি মনে করতেছেন বিটকয়েনে দাম অর্ধেক হয়ে যাবে। আপনি আমি যদি বিনিয়োগ করি তাহলে আমাদের বিটকয়েন অর্ধেক হয়ে যাবে না, আমাদের বিটকয়েন যা তাই থাকবে, তবে মার্কেট অনুযায়ী দাম কম বেশি হবে এটা স্বাভাবিক।

Popkon6 ভাই সুন্দর করে পোস্ট করেছেন এবং গুগল থেকে লিংক দিয়ে দিছেন। আপনি সেগুলী থেকে ভালো ভাবে জানতে পারবেন। আর যদি না বুঝেন তাহলে আপনি ইউটিউবে আরও সুন্দর করে বিস্তারিত জানতে পারবেন।

আজকে আমাদের এই লোকাল থ্রেডের একজনের পদোন্নতি হয়েছে। ফুল মেম্বার হওয়ার জন্য @roksana.hee ভাই কে বিশেষভাবে অভিনন্দন জানাই। আপনি এখন যেভাবে আমাদের মাঝে এক্টিব ছিলেন, আশা করি এখনো নিয়মিত এক্টিব থাকবেন এবং আমাদের লোকাল বোর্ডে পেতে সহায়তা করবেন। আবারো জানাই অভিনন্দন।  Cheesy
Jump to: