Author

Topic: বাংলা (Bengali) - page 103. (Read 5692955 times)

sr. member
Activity: 798
Merit: 377
December 03, 2023, 09:16:43 PM
ভাই আজকে ভূমিকম্পের feel পাইলেন কে কে? Roll Eyes

ভূমিকম্পের সময় আমি অনেক ভয়ে ছিলাম কারণ আমি যখন দাঁড়িয়ে রয়েছি তখন মাতাল অবস্থার মত হঠাৎ কেমন জানি ঢুলতেছিলাম। আমি বুঝতেই পারিনি আমি কি করবো তখন অনেকটাই ভয়ে ছিলাম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ । বেশি ক্ষয়ক্ষতির সংবাদ আমি শুনতে পাইনি, আল্লাহ এই ধরনের গজব থেকে সবাইকে রক্ষা করুন।
full member
Activity: 546
Merit: 164
December 02, 2023, 09:17:36 PM
ভাই আজকে ভূমিকম্পের feel পাইলেন কে কে? Roll Eyes
আমি ডাইনিং রুমে বসে টিভি দেখছিলাম হঠাৎ করে দেখে মাথার উপরে ফ্যানটা নাড়াচাড়া করছে। প্রথমে আমি ভয় পেয়েছি ফ্যানের সুইচ তো দেওয়া নেই তাহলে ফ্যানটা কেমন করে ঘুরছে তারপরে বুঝতে পারলাম  যে মনে হয় ভূমিকম্প হচ্ছে। তারপরে ফ্যামিলিতে থাকা সবাইকে নিয়ে বাহিরে বের হয়ে আসলাম। এই ভূমিকম্পটা বর্তমান সময়ে সব জায়গাতে বেশি দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভূমিকম্প হাত থেকে হেফাজত করুক আমিন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 02, 2023, 04:27:28 PM
shasan ভাই, আপনি তো Vsion Hub Campaign এর Token escrowed করেছেন। কিন্তু আমি যখন এই Campaign এর Instragram এ join হতে যাই তখনি এই লেখাটা আসে।
আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি এ বিষয়ে ক্যামপেইন ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন বা তাদের ক্যাম্পেইন এ পোস্ট করতে পারেন অথবা তাদের অ্যানাউন্সমেন্ট টপিক এ পোস্ট করতে পারেন। আমি শুধুমাত্র এই ফান্ড হোল্ড করতেছি আমার আর কোন দায়িত্ব নাই। আমি তাদের ক্যাম্পেইনে কি কি হচ্ছে, কারা একসেপ্টেড হচ্ছে, কিভাবে আবেদন করছে, এসব বিষয়ে একপ্রকার কিছুই জানিনা।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 02, 2023, 02:06:20 PM
ভাই আজকে ভূমিকম্পের feel পাইলেন কে কে? Roll Eyes

শুয়ে শেয়ে ফোন ঘাটতেছিলাম, দেখি খাট কাপে। কিছুই বুঝলামনা। তারপর দেখি আসলেই খাট কাপতেছে। পাশে ল্যাপটপের লিড খোলা অবস্থায় ছিল, দেখি একবার ডানে একবার বামে এভাবে ডান-বাম, ডান-বাম কাপতেছে। আমি আসলে বুঝাইতে পারবোনা অনুভূতিটা। খুব ভয় পেয়ে গেছিলাম। এত তাড়াতাড়ি এত বড় ভূমিকম্প হইছে যে, রিয়াক্ট করারও সময় পাইনি। আল্লাহ্‌  সবাইকে মাফ করুক।
member
Activity: 86
Merit: 27
December 02, 2023, 01:00:28 PM
ভাই আজকে ভূমিকম্পের feel পাইলেন কে কে? Roll Eyes
full member
Activity: 546
Merit: 164
December 02, 2023, 05:51:48 AM
নভেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩

প্রথম দশজন পোস্টদাতা
1. synchronym [38]
@Crypto Library প্রথমে আপনাকে জানাই অনেক ধন্যবাদ এত সুন্দর করে নভেম্বর মাসের পোস্ট অ্যাক্টিভিটি করেছেন। আমি কখনো ভাবি নি যে   নভেম্বর মাসে পোস্টদাতা ১০ জনের মধ্যে একজন হতে পারব ‌ সত্যি বলতে দশজনের মধ্যে একজন হতে পেরে আমার অনেক ভালো লাগছে। পোস্টদাতা ১০ জনকে  আমার পক্ষে থেকে অনেক অনেক অভিনন্দন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 02, 2023, 03:44:08 AM
তাহলে কিভাবে বের করব ফিঙ্গারপ্রিন্ট?

অলরেডি দুইজন পোষ্ট করে স্ক্রিনশট দিয়ে মার্ক করে দেখিয়ে দিয়েছে, আশা করি এখন বুঝতে পেরেছেন। ভাই, সব কিছুর ব্যাপারে যদি এতই অপারগ হোন, তাহলে কেমনে হবে বলেন! এরকম ভাবে প্রতি ফ্রেমে স্ক্রিনশট নিয়ে তো আর টিউটোরিয়াল বানানো যায় না। কিছু কিছু জিনিস নিজে নিজে খুজে খুজে দেখতে হয়। আমি এই এপ এর সব কিছু একদিনে বুঝিনি। প্রায় ১৫ দিন মোবাইলে এমনিতেই ফেলে রাখছি। পরে আস্তে আস্তে ঘাটাঘাটি করে এগুলো বের করছি।

এটা নিয়ে গুগলে সার্চ করলে তেমন কোনো গাইড দেখি না। আপনি যদি ২ বার দেখেন ক্লান্ত হয়ে যান, তাহলে কেমনে হবে? নিজে থেকে একটু ঘাটাঘাটি করার দরকার আছে। এখনো না বুঝতে আপনাকে আর কেউ বুঝাতে পারবে বলে মনে হয় না।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
December 01, 2023, 09:47:33 PM
প্রথম দশজন পোস্টদাতা
7. 2Pizza410000BTC [19]
খুবই ভালো লাগলো নভেম্বর মাসের পোস্ট দাতা ১০ জন সদস্যের মধ্যে আমার নাম দেখতে পেরে। @Crypto Library ভাইকে ধন্যবাদ জানাই আপনি সুন্দরভাবে নভেম্বর মাসের পোস্ট অ্যাক্টিভিটি এবং মেরিট আদান-প্রদান সুন্দরভাবে গচ্ছিত করে তালিকা করেছেন। এই তালিকা করার ফলে আমি মনে করি আমাদের বাংলা লোকাল বোর্ডের প্রত্যেকটা সদস্যের মধ্যে উৎসাহী তৈরি হবে পরবর্তী মাসে ১০ জন তালিকার মধ্যে প্রবেশ করার জন্য। লিস্টে উঠে আসা দশজন সদস্যকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আমরা পরবর্তীতে ১০ জনের সারিতে থাকতে পারবো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 01, 2023, 04:04:16 PM
নভেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এ মাসে আর সুখবর আসতে পারলো না  Cry , অক্টোবর মাসের চেয়ে  মেরিট অর্জনের দিক থেকে অনেকটাই পিছিয়ে পোস্ট এক্টিভিটিও অনেক কমে গিয়েছে।  নিচে চার্ট গুলোতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
তবে আশাহত হচ্ছি না কারণ ২০২৩ সাল শেষ হওয়ার এখনো এক মাস বাকি রয়েছে আশা করি এ মাসে আমরা মেরিট এবং একটিভিটি দুটোতেই এ বছরের রেকর্ড ভাঙতে পারবো।  সবার জন্য শুভকামনা রইল।
তবে  বরাবরের মতো আবারো রিমাইন্ডার দিয়ে দেই Not only quantity we need quality too Wink

নভেম্বর মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 385টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 140টি




অক্টোবর মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 551টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 241টি




প্রথম দশজন পোস্টদাতা
1. synchronym [38]
2. Fuso.hp [32]
3. DYING_S0UL [31]
4. HelliumZ [29]
5. cryptoWODL [27]
6. Learn Bitcoin [26]
7. 2Pizza410000BTC [19]
8. Crypto Library [15]
9. roksana.hee [15]
10. Bd officer [13]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৩
আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
অক্টোবর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
নভেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩

এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  
sr. member
Activity: 476
Merit: 359
December 01, 2023, 11:01:56 AM
তাহলে কিভাবে বের করব ফিঙ্গারপ্রিন্ট?
Angry

আপনি যদি একটু ভালোভাবে ঘাটাঘাটি করতেন তাহলে অবশ্যই আপনার নিজের Fingerprint বের করতে পারতেন।
এটা বের করা একদম সহজ ইতিমধ্যেই @DYING_SOUL
ভাই তার পোষ্টের মাধ্যমে আপনাকে খুবই সহজভাবে বিস্তারিত বলে দিয়েছে। হয়তো আপনি তার পোস্ট পড়লে শিখবেন।
আমি আপনাকে আরো একটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি ছবির মাধ্যমে। এই ছবিগুলো একটু ভাল করে লক্ষ্য করলে আপনি অবশ্যই আপনার নিজের Fingerprint (ফিঙ্গারপ্রিন্ট) বের করতে পারবেন।

প্রথমে আপনি আপনার OpenKeychain App প্রবেশ
করবেন।
প্রবেশ করার পর এই ছবিগুলো দেখুন আশা করি Fingerprint নিয়ে যদি কোন সমস্যা থেকে থাকে সবকিছু ক্লিয়ার হবে আপনার।

       



উদাহরণস্বরূপ, আমার Fingerprint (ফিঙ্গারপ্রিন্ট): 0095c51d2d76a2ccd0018358c19eb88593b11ac5


hero member
Activity: 840
Merit: 522
December 01, 2023, 10:07:51 AM
কারন Theymos স্পষ্ট বইলা দিছে যে মিক্সার রিলেটেড সকল পুরাতন পোস্ট অটোমেটিক ডিলেট হইয়া যাবে।
কারেকশন!
কোনো পোষ্ট ই ডিলেট করা হবে না। পুরাতন কোনো পোষ্ট এ কোনো মিক্সার এর লিংক বা নাম পোষ্ট এডিট করে বসানো যাবে না। এমনকি নতুন পোষ্ট এ কোনো মিক্সার এর নাম বা লিংক দেয়া যাবে না। মিক্সার রিলেটেড পুরাতন সকল টপিক লক করে আরকাইভ করে দেয়া হবে।

আর Theymos এর ওয়ার্নিং এর পরেও যদি নতুন করে কেউ মিক্সার রিলেটেড ডিস্কাসন এই ফোরামে করেন তাহলে আপনার একাউন্ট ব্যানও হতে পারে।
মিক্সার রিলেটেড ডিস্কাশন এখনো করতে পারছেন, ভবিষ্যতেও করতে পারবেন। তবে কোনো মিক্সার এর নাম মেনশন করা যাবে না এবং লিংক পোষ্ট করা যাবে না। উদাহারন;

I would just like to see this point clarified. What is considered directing someone to a mixer?

If someone says:
"We can use a mixer to break your connection"
"There are services that mix the currencies of several users, and that way you can try to increase your privacy. Search on Google."
"Yesterday I used a very good new mixing service, different from all the others we usually use. Search for 'new btc mix' and find out."


Of the three sentences, which are found in this rule?

Of those three examples, the first and second would be OK because they don't direct people to a specific mixer.

তাই এই বিষয়গুলো থেকে সতর্ক থাকেন সবাই। আর যত দ্রুত সম্ভব মিক্সার প্রজেক্টগুলোর সিগনেচার ছেড়ে দেন। তা না হলে একাউন্টের সমস্যা হতে পারে।

অবশ্যই জানুয়ারীর ১ তারিখের আগে সিগনেচ্যার রিমুভ করতে হবে। এর আগে অব্দি একাউন্ট এর কোনো সমস্যাই হবে না।
sr. member
Activity: 616
Merit: 322
December 01, 2023, 09:58:54 AM
সতর্ক বার্তা

বিটকয়েন মিক্সারের মাধ্যমে মানি-লন্ডারিংয়ের  এর মত কাজগুলো প্রচুর পরিমাণে ঘটেছে। তাই এটা নিয়ে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন চলতেছে। আপনারা সবাই রিসেন্টলি দেখেছেন Sinbad এর বিষয়টা। তাদের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। আর জানুয়ারির ১ তারিখ থেকে এই ফোরামের সকল ধরনের মিক্সারকে ব্যান ঘোষণা করেছে Theymos. তাই এখন থেকে মিক্সার রিলেটেড সকল প্রকার ডিসকাশন থেকে বিরত থাকেন সবাই। কারন Theymos স্পষ্ট বইলা দিছে যে মিক্সার রিলেটেড সকল পুরাতন পোস্ট অটোমেটিক ফিন্টার হইয়া যাবে তাই চিন্তা নাই পুরাতন মিক্সার রিলেটেড পোস্টের জন্য একাউন্ট ব্যান হবার কোনো সম্ভাবনা নাই শুধু পোস্টগুলো ডিলিট হতে পারে। আর Theymos এর ওয়ার্নিং এর পরেও যদি নতুন করে কেউ মিক্সার রিলেটেড ডিস্কাসন এই ফোরামে করেন তাহলে আপনার একাউন্ট ব্যানও হতে পারে অপর দিকে জানুয়ারির ১ তারিখেত পর মিক্সারের কোনো লিংক এখানে পোস্ট হবে না, পোস্ট করতে গেলে অটোমেটিক লিংক নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়গুলো থেকে সতর্ক থাকেন সবাই। আর যত দ্রুত সম্ভব মিক্সার প্রজেক্টগুলোর সিগনেচার ছেড়ে দেন। তা না হলে একাউন্টের সমস্যা হতে পারে।

Bitcointalk.org aims to allow about as much freedom as is reasonably possible. But this is not a darknet forum, and with mixers looking "grayer and grayer", it's no longer reasonably possible to allow linking to mixers. Even though "a cryptocurrency mixing service is not necessarily illegal," a clear pattern has emerged where mixers pop up, last for a little while, and then get taken down by law enforcement once they get too big. Allowing mixers to be posted on bitcointalk.org before they seemingly-inevitably get declared illegal and seized is not sustainable. Therefore, linking to mixers will no longer be allowed, just the same as linking to darknet sites is already not allowed.

To avoid disruption, there will be a grace period: Nothing will change until Jan 1, 2024.

Starting Jan 1, 2024:
 - Existing mixer announcement topics (and a few topics that have no value without mixer-links) will be locked and archived.
 - Going forward, directing people to mixers in new posts/edits will be totally disallowed, and doing so could lead to a ban. Many mixer URLs will be wordfiltered-out, and if you bypass the wordfilter, then that'll definitely be ban-worthy.
 - Any remaining mixer signatures (etc.) may be deleted. Anyone persisting in advertising mixers will be banned.
 - In most cases, old posts will not be deleted. Nobody should be banned for old posts.

You do not need to go edit/delete your past posts. Links will be automatically wordfiltered-out as of Jan 1, or in a few cases mods will archive or delete posts, but you will not be banned for old mixer-related posts.

It will continue to be OK to discuss mixers in a general sort of way. Just don't direct people to mixers: don't link to a mixer, don't link to a directory with links to mixers, don't tell people to "Google ASDFmixer", don't link to a mixer's telegram, etc.

Full Post - https://bitcointalksearch.org/topic/mixers-to-be-banned-5476162
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 01, 2023, 09:51:43 AM
কোট

Learn Bitcoin ভাইয়ের কি ইমপোর্ট করার পর আপনি সেটা কনফার্ম করেন নাই। তাই কনফার্ম করতে বলতেছে। আপনি যখন একজনের কি ইমপোর্ট করবেন তখন প্রথমেই সেটার সার্টিফিকেটটি কনফার্ম করে নিয়ে হয়। মানে আমি এই কি গুলোকে বিশ্বাস করি। সহজ ভাষায় এই কি টা Learn Bitcoin ভাইয়ের সেটা আমি কনফার্ম করলাম।

আগের কমেন্টে আমি বলেছিলাম ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা কথা, মনে পড়ে? এখানে ঠিক সেটাই বলতেছে। Confirm Fingerprint। যেহেতু আপনি হাজার হাজার কি ইমপোর্ট করেননি, শুধু ভাইয়েরটাই করছেন, সেক্ষেত্রে আপনি কোনো ভয় ছাড়াই কনফার্ম এ ক্লিক করে দিতে পারেন। তারপরেও যদি সিউর না হন, সেক্ষেত্রে ভাইয়ের কাছ থেকে তার ফিঙ্গারপ্রিন্ট টা চান এবং সেটার সাথে আপনার ফোনে যেটা সো করবে সেটা ম্যাচ করুন।

আপনারটার ক্ষেত্রে দেখেন, three dot এ ক্লিক করার পর advance অপশন সো করতেছে। সেখানে চাপুন। তারপর একটা মেনুতে নিয়ে যাবে। সেখানে ৪ টা অপশন থাকবে, ১. START ২.SHARE ৩.IDENTITIES ৪.SUBKEYS। এর মধ্যে SHARE এ চাপুন তাহলে ফিঙ্গারপ্রিন্ট টা পেয়ে যাবেন।

এর থেকে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই ভাই।  Smiley
jr. member
Activity: 462
Merit: 2
December 01, 2023, 08:42:42 AM
Humble Bitcoiners  একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (Christmas giveaway )।  তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-2023-christmas-giveaway-100-slots3-pieces-5476156 এখানে আবেদনের জন্য কোন নিয়ম নাই। একজন একটি আবেদন করতে পারবেন।

shasan ভাই, আপনি তো Vsion Hub Campaign এর Token escrowed করেছেন। কিন্তু আমি যখন এই Campaign এর Instragram এ join হতে যাই তখনি এই লেখাটা আসে।

এটার সমাধান কী?
sr. member
Activity: 420
Merit: 376
December 01, 2023, 08:03:42 AM
একটু ঘাটাঘাটি করলেই সব বুঝতে পারবেন।
আমার একটা সমস্যা এখনো সমাধান করতে পারতেছি না।
আমার নিজস্ব Fingerprint বের করতে পারতাছি না।
@DYUNG_SOULএর দেওয়া ছবি দিকনির্দেশনা অনুযায়ী চেষ্টা করেছি তারপরও হচ্ছে না।
আমি যখন আপনাদের এখানে

ক্লিক করি তখন দেখা যায় থ্রি ডট এ ক্লিক করলে Confirm with fingerprint লেখা বইসা উঠে।
তারপর যখন আমারটায় ক্লিক করি তখন কনফার্ম উইত ফিঙ্গারপ্রিন্ট লেখা ওঠে না।



তাহলে কিভাবে বের করব ফিঙ্গারপ্রিন্ট?
Angry

Quote
আলহামদুলিল্লাহ! আমি ভালো আছি। ফোরামে যে কাউকেই স্যার বলা থেকে বিরত থাকবেন। একটা ফ্রেন্ডলি এডভাইজ দিলাম।

অনেক ধন্যবাদ এডভাইসটি দেওয়ার জন্য। আসলে জানতাম না যে কি বলে বড়দেরকে সম্বোধন করতে হয়। মনে হয় ফোরামে স্যার বললে অনেকেই বিরক্ত হয়।

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 01, 2023, 06:49:01 AM
Humble Bitcoiners  একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (Christmas giveaway )।  তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-2023-christmas-giveaway-100-slots3-pieces-5476156 এখানে আবেদনের জন্য কোন নিয়ম নাই। একজন একটি আবেদন করতে পারবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 01, 2023, 04:46:33 AM
PGP নিয়া আমার অনেক আগে থেকে জানার আগ্রহ ছিল যখন আপনি প্রথমেই বাংলাতে পোস্ট করছিলেন।
তখন কিছুই বুঝছিলাম না হয়তো ওইটা এন্ড্রয়েড ফোনে ব্যবহারের জন্য ছিল না।
হ্যা, সেটা এন্ড্রয়েড ফোনে ব্যাবহারের জন্য ছিলো না। আমিও অনেকদিন ধরে এই এ্যপ টা ঘাটাঘাটি করার পর ফিচার গুলো বা সিষ্টেমগুলো বুঝতে পেরেছি। একটু ঘাটাঘাটি করলেই সব বুঝতে পারবেন।

আজকে আপনার এই পোস্টটা পইড়া শিখলাম।
আশা করি আপনি সহ আরো অনেকেই নতুন কিছু শিখতে পেরেছেন যেটা প্রাইভেসির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সাধারনত এগুলো শিখি শুধুমাত্র কিছু মেরিট পাওয়ার জন্য। তবুও অন্তত মেরিট পাওয়ার জন্য হলেও যদি কেউ জিনিস টা শিখে রাখে, ভবিষ্যতে সেটা কাজে লাগবে।

আপনাকে দেওয়া আমার মেসেজ
আলহামদুলিল্লাহ! আমি ভালো আছি। ফোরামে যে কাউকেই স্যার বলা থেকে বিরত থাকবেন। একটা ফ্রেন্ডলি এডভাইজ দিলাম।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 30, 2023, 10:23:04 PM
হেলো ভাই বোনেরা!

আমি এখন অব্দি ২ টা পিজিপি টিউটোরিয়াল লিখেছি। এবং সেগুলো ছিলো লিন্যাক্স এবং উইন্ডোজ ব্যাবহারকারীদের জন্য। কিন্তু আমি ভাবছিলাম যে এন্ড্রয়েডের জন্য কোনো এ্যাপ্স আছে কি না। আমাদের বেশিরভাগ লোকাল মেম্বার রা এন্ড্রয়েড ব্যাবহার করে থাকেন। তো আজকে আপনাদের জন্য এন্ড্রয়েড এর জন্য টিউটোরিয়াল নিয়ে আসলাম।
গত কাল আমি আমার ফোনে ২-৩ বার ট্রাই করেছি কিন্তু একটা বিষয়ে বুঝতেছি না। gmail টা দেওয়া ক্ষেত্রে আমি কেমন জানি ব্যাতিক্রম দেখলাম। আপনিও দেখি সঠিক মেইল ব্যবহার করেন নি। আমিও একবার সঠিক মেইল দিয়ে ট্রাই করেছি, আবার ভুল মেইল দিয়ে ট্রাই করেছি, তবে যেকোন বানানো মেইল দিলেই হয়ে যাচ্ছে। PGP আর আমাদের বিটকয়েন টক ফরামে একাউন্ট করা সেম অবস্থা সঠিক মেইল এর প্রয়োজন পরে না। সঠিক মেইল দিলে করলে ভালো হবে, নাকী ভুল মেইল দিয়ে করলে হবে।।

মেইলের আসলে কাজ কি আমরা নিজেও জানিনা। তবে PGP যেহেতু প্রাইভেসি রিলেটেট একটা টেকনোলোজি, তাই নিজের পার্সোনাল মেইল ব্যবহার না করাই শ্রেয়। আপনার যদি মনে হয় ইচ্ছামতো মেইল দিল যদি কারো সাথে মিল যায়? আয় হায় কি হবে এখন? সেক্ষেত্র এমন ফরমাটে মেইল দিবেন যার কোনো অস্তিত্বই নাই। যেমন আমার ক্ষেত্রে আমি dying_s0ul@android :)com দিসিলাম। আমি মনে হয়না android.com এই ডোমেনে কোনো মেইল সার্ভিস চালু আছে। আর PGP তে সবথেকে বেশি ম্যাটার করে Private Key আর Passphase Key (যদি সেট করে থাকেন)। এটা দিয়েই মূলত নতুন কোনো ডিভাইসে আপনার পুরানো PGP টা ইমপোর্ট করতে পারবেন আমার জানা মতে। অনেকটা ক্রিপ্টোর মতোই ধরতে পারেন।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
November 30, 2023, 09:15:57 PM
হেলো ভাই বোনেরা!

আমি এখন অব্দি ২ টা পিজিপি টিউটোরিয়াল লিখেছি। এবং সেগুলো ছিলো লিন্যাক্স এবং উইন্ডোজ ব্যাবহারকারীদের জন্য। কিন্তু আমি ভাবছিলাম যে এন্ড্রয়েডের জন্য কোনো এ্যাপ্স আছে কি না। আমাদের বেশিরভাগ লোকাল মেম্বার রা এন্ড্রয়েড ব্যাবহার করে থাকেন। তো আজকে আপনাদের জন্য এন্ড্রয়েড এর জন্য টিউটোরিয়াল নিয়ে আসলাম।
গত কাল আমি আমার ফোনে ২-৩ বার ট্রাই করেছি কিন্তু একটা বিষয়ে বুঝতেছি না। gmail টা দেওয়া ক্ষেত্রে আমি কেমন জানি ব্যাতিক্রম দেখলাম। আপনিও দেখি সঠিক মেইল ব্যবহার করেন নি। আমিও একবার সঠিক মেইল দিয়ে ট্রাই করেছি, আবার ভুল মেইল দিয়ে ট্রাই করেছি, তবে যেকোন বানানো মেইল দিলেই হয়ে যাচ্ছে। PGP আর আমাদের বিটকয়েন টক ফরামে একাউন্ট করা সেম অবস্থা সঠিক মেইল এর প্রয়োজন পরে না। সঠিক মেইল দিলে করলে ভালো হবে, নাকী ভুল মেইল দিয়ে করলে হবে।।

full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
November 30, 2023, 08:39:09 PM
গা ঢাকা ভয় এগুলোর কথা বলবো না  যেহেতু Roysee ইল্লিগাল কিছু করেনি  তাই আমি বলব এটি সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীর দ্বারস্থ হয়েছে।  যেহেতু পুরো বিষয়টা আইনের খেলা। Roll Eyes

'এ্যামেরিকার হোম ট্রেজারি' একটা ডিপার্ট্মেন্ট যারা বিভিন্ন্য বিষয়ে নীতি প্রণয়ন করে থাকে, এখন এখানে আসল সমস্যা হচ্ছে যে আমেরিকার তারা এটাকে বন্ধ করেছে এটা ঠিক আছে কিন্তু এখানে যদি সমস্যায় পড়ে তাহলে সবাই সমস্যাতে পড়বে কেউ একা পরবেনা।

আর বিনাঞ্চে যে বিষয়টা সেটা হচ্ছে যে ফিন্যান্স চাইলে ফ্রিজ করে রাখতে পারে বা ব্ল্যাক লিস্টে রাখতে পারে, কিন্তু সেই অ্যাড্রেস থাকে না যেহেতু এখানে নাম উল্লেখ নেই সেহেতু এটা একটু আইডেন্টিফাই করা জটিল হবে সবগুলা এ্যাড্রেস কে।
আশা করি কোন ধরনের সমস্যা হবে কথা না তার কারণ এই যাবৎ পর্যন্ত এই ধরনের কিছু কোন সমস্যা হয়নি বিটকয়েন টক থেকে যারা কাজ করেছে, আর যদি কখনো সমস্যা হয় তাহলে ছিনবাদ ক্যাম্পেইনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা কাজ করেছে সবারই কিছু না কিছু সমস্যা হবে।
Jump to: