যাই হোক যেহেতু কে জানি বললো বানায় রাখা ভালো তাই বানায় রাখেন। কেউ না কেউ নিশ্চয় দেখবে। তবে আগে চেষ্টা করেন ENG এ বানাতে। এখানে দর্শক বেশি।
হঠাৎ করে মাথায় আসলো যে এনড্রয়েড এ তো লিন্যাক্স রান করা যায় শুনেছিলাম, কেমন হয় সেখানে যদি ডেস্কটপ এনভায়রনমেন্ট ইনষ্টল করে সেটাতে পিজিপি ট্রাই করি? এক সাথে দুইটা কাজ হবে। পিজিপি এর কাজের পাশাপাশি লিন্যাক্স নিয়ে একটু ঘাটাঘাটি করা যাবে। বাংলাদেশ থ্রেড এ মোবাইলের এটা পোষ্ট করা যায় মনে হয়। কারন আমার মনে হয় আমাদের থ্রেড এর বেশিরভাগ মানুষ মোবাইল ইউজার। জানি না এগুলো আসলেই কারো কাজে আসবে কি না। তবে মোবাইলে যদি লিন্যাক্স ইনষ্টল করতে পারি, তাহলে একটা পোষ্ট লেখবো।
হ্যা আপনি এনড্রয়েডও লিনাক্স চালাতে পারবেন বাট লিমিটেড ফাংশনালিটি পাবেন। এক্ষেত্রে আপনি Directly আর Indirectly দুভাবেই এটা করতে পারবেন।
Directly: সরাসরি যদি ফোনেই ইনস্টল করতে চান তাহলে প্রথমে চুজ করতে হবে লিনাক্সের কোন ডিসট্রো ব্যবহার করবেন।
Kali Nethunter আমি রেকমেন্ড করি। এরপর লাগবে
Termux। এখানেই মূলত আসল কাহিনি ঘটে। Github থেকে রিপোজিটরি clone করে, প্যাকেজ গুলো নামায়ে সব টুলস ইনস্টল করতে হয়। সব হয়ে গেলে, LocalHost এর মাধ্যমে
VNC দিয়ে লিনাক্সে ঢুকতে পারবেন।
এই প্রসেসে ফোনে অনেক জায়গার প্রয়োজন পড়বে ১৫-২০ জিবি। অথবা NetHunter এর lite ভার্সন ট্রাই করতে পারেন। ঐটা ছোট। তবে ভালো ফোন লাগবে অবশ্যই, নয়তো ঠিকমতো রান করবে না। আর সাথে একটা মাউস, কারন ফোনে লিনাক্স স্ক্রল করা অনেক ঝামেলা।
Indirectly: উপরের প্রসেস পেরা লাগলে, আপনি ক্লাউড সার্ভার থেকে সরাসরি রিমোটলি লিনাক্স বা উইন্ডোজ চালাতে পারবেন। হ্যা দুইটাই চালানো যায়। এগুলোকে
RDP (Remote Desktop Protocol) বলে। তবে এগুলো পেইড। RDP কিনতে হয়। আপনি আপনার পছন্দ মাফিক, RAM, ROM, CPU, Net Connection ইত্যাদি সিলেক্ট করে কিনতে পারবেন। ছাএদের জন্য সুবিধা আছে, যদি আপনি কোনো ভালো ভার্সিটিতে পড়েন, তাহলে সেখানকার edu মেইল ব্যবহার করে ফ্রি RDP ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে Microsoft সুবিধা দেয়।
এখানে অনেক টেকনিকাল টার্ম আছে যা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায়। অনেকে না বুঝতেও পারেন। আমি এসব নিয়ে কমবেশি জানি, ঘাটাঘাটি করি, তাই সর্ট করে বললাম। কারো কোনো প্রশ্ন থাকলে বইলেন, ক্লিয়ার করে দেয়ার চেষ্টা করবো।