Author

Topic: বাংলা (Bengali) - page 110. (Read 5295764 times)

sr. member
Activity: 504
Merit: 266
November 07, 2023, 04:31:23 AM

আপনি ফুল মেম্বার হয়েছেন সেজন্য আপনাকে অভিনন্দন। গত মাসে আপনি মেম্বার ছিলেন এবং মেম্বার থেকে সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পোস্ট করেছিলেন আশা করছি আপনি ফুল মেম্বার হয়ে বাংলায় আপনার পোস্ট এর পরিমাণ কমিয়ে দিবেন না। আগে যেরকম একটিভ থাকতেন আশা করছি এখনো সে রকম একটিভ থাকবেন।
ইনশাআল্লাহ ফোরামে যতদিন আছি ততদিন আপনাদের সাথে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ফোরামের উন্নতি সাধনে আপনাদের সবার পাশাপাশি আমিও এখানে কন্ট্রিবিউশন করার চেষ্টা করব। অনেকেই শুধুমাত্র র‍্যাঙ্ক চেঞ্জ হওয়ার সাথে সাথেই এখানে এক্টিভিটি কমিয়ে দেয় কিন্তু আমি এরকম কাজ করব না যতদিন সম্ভব এখানে আমি একটিভ থাকার চেষ্টা করব। যদি আপনাদের একান্ত সহযোগিতা পাই তাহলে এখানে আমিও আপনাদের মত কনস্ট্রাক্টিভ পোস্ট করার চেষ্টা করব। যদিও আমি একজন ক্ষুদ্র ইউজার তবুও আমি আপনাদের পোস্টগুলো পড়ে যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। কেননা গ্লোবাল থেকে আমি যতই তাদের ভালো পোস্ট পড়ি না কেন আমার মাতৃ ভাষার মত এত সহজে ও ওগুলো বোঝা সম্ভব নয়। তাই সর্বদা একবার হলেও দিনে আমার কমিউনিটিতে আসার চেষ্টা করি।
sr. member
Activity: 490
Merit: 294
November 06, 2023, 11:28:08 PM
ভাই আপনি কোট করতে কিছু টা ভুল করে ফেলেছেন। পোস্ট এডিট করে ঠিক করে দিলে ভালো হবে। ২ জনের পোস্ট আপনি একত্রে করে ফেলেছেন।
দুইজনের প্রশ্নের উত্তর যদি আমি একই পোষ্টের মাধ্যমে দিতে পারি তাহলে দুইটা পোস্ট আলাদা করে কোট করার কি দরকার সেটাই আমি বুঝিনা। আমি যে উত্তরটা দিয়েছি সেই উত্তর পড়ার আগে আপনি আমি যে দুইজন ইউজারকে কোট করেছি তাদের পোস্ট পড়েন তাদের দুজনের পোস্ট ভালোভাবে পড়ার পর আমার উত্তরটা পড়েন আশা করছি আপনি বুঝতে পারবেন দুইজনের উত্তর আমি একসাথে থেকে সক্ষম হয়েছি।
সবাই আমাকে শুভেচ্ছা দিয়েছেন এজন্য আমি আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক খুশি হয়েছি এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
~~
আপনি ফুল মেম্বার হয়েছেন সেজন্য আপনাকে অভিনন্দন। গত মাসে আপনি মেম্বার ছিলেন এবং মেম্বার থেকে সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পোস্ট করেছিলেন আশা করছি আপনি ফুল মেম্বার হয়ে বাংলায় আপনার পোস্ট এর পরিমাণ কমিয়ে দিবেন না। আগে যেরকম একটিভ থাকতেন আশা করছি এখনো সে রকম একটিভ থাকবেন।
sr. member
Activity: 504
Merit: 266
November 06, 2023, 10:18:35 PM
সবাই আমাকে শুভেচ্ছা দিয়েছেন এজন্য আমি আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক খুশি হয়েছি এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
অবশ্য কালকে উচিত ছিল আমার আপনাদের শুভেচ্ছার কুশল বিনিময় করার কিন্তু ছোট্ট একটি ঝামেলার কারণে রিপ্লে দিতে কিছুটা দেরি হয়ে গেল। এই কমিউনিটির প্রত্যেকটা বড় ভাই অনেক হৃদয়বান এবং উপকারী তারা সর্বদা ছোট ইউজারদের সাহায্য সহযোগিতার মাধ্যমে পদোন্নতি করার জন্য সাহায্য সহযোগিতা করে থাকেন। তারা সব সময় নিজেদের সাধ্যমত চেষ্টা করে বাংলা কমিউনিটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি প্রত্যেক ইউজারকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং ভবিষ্যতে কমিউনিটির বড় ভাইদের ছায়াতলে থেকে এই কমিউনিটি সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা যেন বিপদে আপদে বড় ভাইদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারি এবং তাদের গাইডলাইন যাতে সব সময় মেনে চলতে পারি সেই আশা রাখছি।

ধন্যবাদ সবাইকে।
full member
Activity: 532
Merit: 163
November 06, 2023, 12:29:38 PM
অভিনন্দন @HelliumZ আপনাকে ফুল মেম্বারের র‍্যাঙ্ক অর্জন করার জন্য। আপনি খুব তাড়াতাড়ি  ফুল মেম্বারের র‍্যাংক অর্জন করেছেন অভিনন্দন আপনাকে। নিশ্চয় আপনার জার্নিটা সহজ ছিল না অনেক পরিশ্রম এরপর ফুল মেম্বার এর র‍্যাংক অর্জন করেছেন। একটা আইডি তৈরি করতে গেলে অনেক কষ্ট করতে হয় আইডির পিছনে অনেক সময় দিতে হয়। অবশেষে আপনার সাকসেসফুল আপনি ফুল মেম্বার হয়েছেন। আপনি অনেক বেশি বাংলায় একটিভ থাকেন এতে করে আমাদের জন্য অনেক উপকার হয়। আশা করব আপনি আগামীতেও বাংলায় লোকাল বোর্ডে বেশি বেশি একটিভ থাকবেন। ভবিষ্যতে আপনি আরো উচ্চতর রেঙ্ক অর্জন করুন এই প্রত্যাশা রইল।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 06, 2023, 11:23:14 AM
যদিও আমার কাছে এই মুহূতে কোনো কম্পিউটার বা ল্যাপটপ নাই। জানুয়ারির দিকে কেনার চিন্তা ভাবনা করতেছি। তবুও এটা ব্যাকআপ প্লান হিসেবে রাখছে চাচ্ছি। ৫-৬ হাজারে ৩-৫ বছরের ওয়ারান্টি সহ এগুলো কেনা কেমন হবে? কেউ কি এসব ব্যবহার করছেন বা এমন পদ্ধতি? Little Mouse, Crypto Library, Learn Bitcoin, LDL ভাই।  Smiley
[1] https://www.ryanscomputers.com/transcend-esd310-512gb-usb-type-a-and-type-c-otg-black-portable-ssd
আপনি দুইটা অপশন দিয়েছেন এর মধ্যে আমি মনে করি ট্রানসেন্ডের এই ভার্সনটা নিলে ভালো হবে এটাতে ইউএসবি এবং টাইপ সি এ দুটোই রয়েছে আর যদি দেখেন রিড রাইট স্পিড মোটামুটি ভালো লেগেছে। এই ডিভাইসটা আমার ভালো লেগেছে আমি নিজেও চিন্তা করতেছিলাম যে আমার জন্য একটা পোর্টেবল এসএসডি কিনব ওই পোর্টেবল এস এসডিকে ভার্চুয়াল বক্স দিয়ে কম্পিউটার অপারেটিং সিস্টেম গুলো ইনস্টল করতে চেয়েছিলাম। যাইহোক আমিও এখন এটা নেওয়ার চিন্তাভাবনা করব কারণ সাইজে ছোট ইউজ করা সুবিধা হবে।

Indirectly: উপরের প্রসেস পেরা লাগলে, আপনি ক্লাউড সার্ভার থেকে সরাসরি রিমোটলি লিনাক্স বা উইন্ডোজ চালাতে পারবেন। হ্যা দুইটাই চালানো যায়। এগুলোকে RDP (Remote Desktop Protocol) বলে। তবে এগুলো পেইড। RDP কিনতে হয়। আপনি আপনার পছন্দ মাফিক, RAM, ROM, CPU, Net Connection ইত্যাদি সিলেক্ট করে কিনতে পারবেন। ছাএদের জন্য সুবিধা আছে, যদি আপনি কোনো ভালো ভার্সিটিতে পড়েন, তাহলে সেখানকার edu মেইল ব্যবহার করে ফ্রি RDP ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে Microsoft সুবিধা দেয়।
ক্লাউড সার্ভার কতটুকু নিরাপদ হতে পারে এটা নিয়ে যদিও আমার প্রশ্ন রয়েছে। আচ্ছা আজ থেকে দুই তিন বছর আগে edu মেইল ক্রিয়েট করা শিখেছিলাম। অবশ্য তখন আমি হাই স্কুলে পড়ি কোন কারনে যেন শিখেছিলাম কিন্তু এখন ওই ভিডিওটার কথা মনে নেই। মূল কথা এখানে তো অপশন অবশ্যই রয়েছে যে ভার্সিটিতে না পড়েও edu mail ক্রিয়েট করা যেতে পারে। যদিও কিভাবে ক্রিয়েট করা যায় সেই সব সোর্সগুলো বর্তমানে আমার মনে নেই । তবে আমি মনে করি সবার একটা edu mail থাকা প্রয়োজন কারণ এই মেইল এর মাধ্যমে অনেক সফটওয়্যার বা সার্ভিস এর ক্ষেত্রে সুবিধা ভোগ করা যায়।
sr. member
Activity: 434
Merit: 350
November 06, 2023, 10:44:40 AM
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 06, 2023, 10:16:42 AM
যাই হোক যেহেতু কে জানি বললো বানায় রাখা ভালো তাই বানায় রাখেন। কেউ না কেউ নিশ্চয় দেখবে। তবে আগে চেষ্টা করেন ENG এ বানাতে। এখানে দর্শক বেশি।  Wink

হঠাৎ করে মাথায় আসলো যে এনড্রয়েড এ তো লিন্যাক্স রান করা যায় শুনেছিলাম, কেমন হয় সেখানে যদি ডেস্কটপ এনভায়রনমেন্ট ইনষ্টল করে সেটাতে পিজিপি ট্রাই করি? এক সাথে দুইটা কাজ হবে। পিজিপি এর কাজের পাশাপাশি লিন্যাক্স নিয়ে একটু ঘাটাঘাটি করা যাবে। বাংলাদেশ থ্রেড এ মোবাইলের এটা পোষ্ট করা যায় মনে হয়। কারন আমার মনে হয় আমাদের থ্রেড এর বেশিরভাগ মানুষ মোবাইল ইউজার। জানি না এগুলো আসলেই কারো কাজে আসবে কি না। তবে মোবাইলে যদি লিন্যাক্স ইনষ্টল করতে পারি, তাহলে একটা পোষ্ট লেখবো।

হ্যা আপনি এনড্রয়েডও লিনাক্স চালাতে পারবেন বাট লিমিটেড ফাংশনালিটি পাবেন। এক্ষেত্রে আপনি Directly আর Indirectly দুভাবেই এটা করতে পারবেন।

Directly: সরাসরি যদি ফোনেই ইনস্টল করতে চান তাহলে প্রথমে চুজ করতে হবে লিনাক্সের কোন ডিসট্রো ব্যবহার করবেন। Kali Nethunter আমি রেকমেন্ড করি। এরপর লাগবে Termux। এখানেই মূলত আসল কাহিনি ঘটে। Github থেকে রিপোজিটরি clone করে, প্যাকেজ গুলো নামায়ে সব টুলস ইনস্টল করতে হয়। সব হয়ে গেলে, LocalHost এর মাধ্যমে VNC দিয়ে লিনাক্সে ঢুকতে পারবেন।
 
এই প্রসেসে ফোনে অনেক জায়গার প্রয়োজন পড়বে ১৫-২০ জিবি। অথবা NetHunter এর lite ভার্সন ট্রাই করতে পারেন। ঐটা ছোট। তবে ভালো ফোন লাগবে অবশ্যই, নয়তো ঠিকমতো রান করবে না। আর সাথে একটা মাউস, কারন ফোনে লিনাক্স স্ক্রল করা অনেক ঝামেলা।


Indirectly: উপরের প্রসেস পেরা লাগলে, আপনি ক্লাউড সার্ভার থেকে সরাসরি রিমোটলি লিনাক্স বা উইন্ডোজ চালাতে পারবেন। হ্যা দুইটাই চালানো যায়। এগুলোকে RDP (Remote Desktop Protocol) বলে। তবে এগুলো পেইড। RDP কিনতে হয়। আপনি আপনার পছন্দ মাফিক, RAM, ROM, CPU, Net Connection ইত্যাদি সিলেক্ট করে কিনতে পারবেন। ছাএদের জন্য সুবিধা আছে, যদি আপনি কোনো ভালো ভার্সিটিতে পড়েন, তাহলে সেখানকার edu মেইল ব্যবহার করে ফ্রি RDP ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে Microsoft সুবিধা দেয়।

এখানে অনেক টেকনিকাল টার্ম আছে যা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায়। অনেকে না বুঝতেও পারেন। আমি এসব নিয়ে কমবেশি জানি, ঘাটাঘাটি করি, তাই সর্ট করে বললাম। কারো কোনো প্রশ্ন থাকলে বইলেন, ক্লিয়ার করে দেয়ার চেষ্টা করবো।
sr. member
Activity: 434
Merit: 350
November 06, 2023, 10:03:23 AM
কি একটা অবস্থা! মাইকিং করে শিক্ষার্থী পেটানোর ঘোষনা দেয়া হচ্ছে। আপনাদের কেউ আছে নাকি আশে পাশে। আমার অনেক পরিচিত ছোট ভাই ব্রাদার, রিলেটিভ এখানে পড়ে।

https://www.facebook.com/100071055412572/posts/pfbid0Kg4tjPrPfYobH1k5MZXDtndHxyJ3CX5ZxdKSvUfYxJAUcRetJegWX38uQ16oEaKil/?app=fbl
ভাই আপনার উল্লেখিত ভিডিও দেখে আমার কলেজে ঘটে যাওয়া একটি ঘটনার কথা মনে পড়লো। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এবং ইয়ার চেঞ্জ পরীক্ষা দিচ্ছি আমাদের নিজস্ব কলেজ ক্যাম্পাসে। প্রত্যেক কলেজেই ছাত্র রাজনীতি আছে।
সেই রাজনীতি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় এবং এটি এমন এক পর্যায়ে চলে যায় যে, আমাদের পরীক্ষা স্থগিত করতে বাধ্য করতে হয়। যখন পরীক্ষা স্থগিত করার পর আমরা রুম থেকে বের হই তখন দেখি রাস্তায় এর পক্ষের লোক রাম দা, চাপাটি, কুড়ালসহ আরো বিভিন্ন হাতিয়ার নিয়ে দৌড়াচ্ছে। সেটা সত্যিই অনেক ভয়াবহ দিন ছিল তবে সৌভাগ্য ছিল যে কেউ কাউকে হতাহত করতে পারেনি তার আগেই পুলিশ এসেছিল। ঐদিন আমাদের কলেজের অনেকেই অনেক ভয় পেয়েছিল।
হঠাৎ করে মাথায় আসলো যে এনড্রয়েড এ তো লিন্যাক্স রান করা যায় শুনেছিলাম, কেমন হয় সেখানে যদি ডেস্কটপ এনভায়রনমেন্ট ইনষ্টল করে সেটাতে পিজিপি ট্রাই করি? এক সাথে দুইটা কাজ হবে। পিজিপি এর কাজের পাশাপাশি লিন্যাক্স নিয়ে একটু ঘাটাঘাটি করা যাবে। বাংলাদেশ থ্রেড এ মোবাইলের এটা পোষ্ট করা যায় মনে হয়। কারন আমার মনে হয় আমাদের থ্রেড এর বেশিরভাগ মানুষ মোবাইল ইউজার। জানি না এগুলো আসলেই কারো কাজে আসবে কি না। তবে মোবাইলে যদি লিন্যাক্স ইনষ্টল করতে পারি, তাহলে একটা পোষ্ট লেখবো।
ভাই আমাদের এখানে বেশিরভাগই মোবাইল ফোন ইউজ করে। এটা করলে হয়তো শিখতে পারবো নতুন অভিজ্ঞতা হবে সবার। লিনাক্স কি সত্যি মোবাইলে ইন্সটল করা যাবে আমি তো শুনেছি যে শুধু কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করা যায়। মোবাইলে ইন্সটল করা যায় কিনা সেটা জানিনা যদি হয় সেটা তো ভালো। আপনার সেই মূল্যবান পোষ্টের অপেক্ষায় রইলাম।
member
Activity: 64
Merit: 26
November 06, 2023, 09:46:54 AM
অভিনন্দন @HelliumZ ভাই। আপনি ফুল মেম্বার রেংক অর্জন করেছেন।  বাংলা থ্রেডে আপনার পোস্টগুলো তথ্য বহুল  এবং শিক্ষনীয়। আপনার পোস্টগুলো পড়লেই বোঝা যায় আপনি অনেক অভিজ্ঞ এবং আপনি আরো বড় রেংেক পৌঁছাতে পারেন সেই শুভকামনা রইল। আপনি সবসময় লোকাল থ্রেডে পোস্ট করবেন। আপনার পোস্ট থেকে আমরা নতুন যারা আছি অনেক কিছু শিখতে পারবো আশা করি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 06, 2023, 09:41:09 AM
যাই হোক যেহেতু কে জানি বললো বানায় রাখা ভালো তাই বানায় রাখেন। কেউ না কেউ নিশ্চয় দেখবে। তবে আগে চেষ্টা করেন ENG এ বানাতে। এখানে দর্শক বেশি।  Wink

হঠাৎ করে মাথায় আসলো যে এনড্রয়েড এ তো লিন্যাক্স রান করা যায় শুনেছিলাম, কেমন হয় সেখানে যদি ডেস্কটপ এনভায়রনমেন্ট ইনষ্টল করে সেটাতে পিজিপি ট্রাই করি? এক সাথে দুইটা কাজ হবে। পিজিপি এর কাজের পাশাপাশি লিন্যাক্স নিয়ে একটু ঘাটাঘাটি করা যাবে। বাংলাদেশ থ্রেড এ মোবাইলের এটা পোষ্ট করা যায় মনে হয়। কারন আমার মনে হয় আমাদের থ্রেড এর বেশিরভাগ মানুষ মোবাইল ইউজার। জানি না এগুলো আসলেই কারো কাজে আসবে কি না। তবে মোবাইলে যদি লিন্যাক্স ইনষ্টল করতে পারি, তাহলে একটা পোষ্ট লেখবো।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 06, 2023, 09:29:10 AM
তো কথা হলো আমি ভাবতেছি একটা External Portable SSD (250-500 GB) কিনবো। Ryans এ দেখলাম, তাদের কাছে বেশ কিছু ভালো ভালো মানের এসএসডি আছে। সাইজে খুবই ছোট, দেখতেও সুন্দর, পোর্টেবল, এই একটা পেনড্রাইভের মতো হবে। তার উপর কম্পিউটার আর ফোনে দুইটাই সাপোর্ট করে। মানে একপাশে USB পোর্ট আরেক পাশে Type-C পোর্ট। এসএসডি গুলোর read-write স্পিডও ভালো। আরামসে যেকোনে ভার্সনের উইন্ডোজ মেরে ব্যবহার করতে পারবেন। ফোনে বা ল্যাপটপে ক্রিপ্টো রিলেটেট কিছু না রেখে, একটা এক্সটারনাল ড্রাইভে সব রাখা আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয়। কোনো সমস্যা হলেও, খুব সহজে সব সরায় ফেলা যাবে।
ভাই এটটা বুঝি না, কখনো এই ধরনের কোন কিছুই কখনো ব্যবহার করি নাই। বর্তমানে ফোন উইজ করতেছি। কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অনেক সুবিধা পেতাম।
আপনি কি বোঝেননি আমি নিজেও বুঝলাম না  Tongue। নির্দিষ্ট করে বললে বুঝতাম কোন পার্টটা বোঝেননি।

কম্পিউটার বা ল্যাপটপ স্টোরেজ ডিভাইস হিসেবে, HDD বা SSD ব্যবহার করা হয়, সেখানে আপনি সব ফাইল টাইল, সর্ফটওয়ার ইনস্টল করেন। এগুলোর মধ্যে SSD বেশি ভালো, ফাস্ট, তবে দাম একটু বেশি। তো আমি একটা পোর্টেবল SSD কিনে তাতে Windows ইনস্টল করে ক্রিপ্টো রিলেটেড যা আছে সব ঐখানে রেখে দিতে চাচ্ছিলাম। আপনি আপনার SSD, USB কেবল দিয়ে পিসিতে কানেক্ট করে সহজেই Windows 10, 11 বুট করে চালাতে পারবেন। কাজ শেষে আবার ডিসকানেক্ট করে দিলেন। মেইন পিসিতে কিছু থাকলো না। এই আর কি। SSD এর সাইজ আহামরি বড় হয়না, পেনড্রাইভ/পাওয়ার ব্যাঙ্কের মতো অনেকটা।

যদি কোনো ভাবে কোনো বিপদ হয়, ক্রিপ্টো নিয়ে, তখন সহজেই সব তথ্য সরায় ফেলতে পারবেন। কারন আপনি তো আপনার মেইন পিসিতে ক্রিপ্টো রিলেটেট কিছু রাখেন নি। মানে সেফ গার্ড হিসেবে ব্যবহার করলেন আর কি। হয়তো বুঝছেন ব্যাপার টা।

sr. member
Activity: 490
Merit: 294
November 06, 2023, 09:12:31 AM
অভিনন্দন @HelliumZ ভাই আপনাকে এত দ্রুত সময়ের মধ্যে ফোরাম ফুল মেম্বার এর রেংক অর্জন করার জন্য। নিজের প্রতিভা থাকলে এই ফোরাম থেকে সফলতা অর্জন করা খুব একটা কঠিন কাজ নয় তার প্রমাণ @HelliumZ। প্রথম ৭৫ মেরিট আপনি তুলনামূলকভাবে কম সময়ের মধ্যে অর্জন করেছেন কিন্তু তার পরের ২৫ মেরিট আপনি আরো দ্রুত অর্জন করেছেন। আজকে সকালেও আমি আপনার প্রোফাইল ভিজিট করেছি এবং আজকে সকালেও আমি দেখেছি আপনার ফুল মেম্বার হতে আরো সাত মেরিট প্রয়োজন ছিল কিন্তু আপনি আজকে দিনের মধ্যে তা সংগ্রহ করতে পেরেছেন। ফুল মেম্বার হতে আপনি যতগুলো পোস্ট করেছেন তার মধ্যে বেশিরভাগ পোস্টগুলোই হয়তো বাংলা সেকশনে করেছেন এবং আপনার করা প্রত্যেকটি লোকাল সেকশনের পোস্ট আমি ভালোভাবে পড়েছি এবং প্রত্যেকটি পোস্ট পড়ে মনে হয়েছে আপনার প্রত্যেকটি পোস্টে তথ্য লুকিয়ে আছে এবং অবশ্যই আপনি তথ্যবহুল পোস্ট করেছেন। অভিনন্দন ভাই আপনাকে।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
November 06, 2023, 09:12:13 AM
তো কথা হলো আমি ভাবতেছি একটা External Portable SSD (250-500 GB) কিনবো। Ryans এ দেখলাম, তাদের কাছে বেশ কিছু ভালো ভালো মানের এসএসডি আছে। সাইজে খুবই ছোট, দেখতেও সুন্দর, পোর্টেবল, এই একটা পেনড্রাইভের মতো হবে। তার উপর কম্পিউটার আর ফোনে দুইটাই সাপোর্ট করে। মানে একপাশে USB পোর্ট আরেক পাশে Type-C পোর্ট। এসএসডি গুলোর read-write স্পিডও ভালো। আরামসে যেকোনে ভার্সনের উইন্ডোজ মেরে ব্যবহার করতে পারবেন। ফোনে বা ল্যাপটপে ক্রিপ্টো রিলেটেট কিছু না রেখে, একটা এক্সটারনাল ড্রাইভে সব রাখা আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয়। কোনো সমস্যা হলেও, খুব সহজে সব সরায় ফেলা যাবে।
ভাই এটটা বুঝি না, কখনো এই ধরনের কোন কিছুই কখনো ব্যবহার করি নাই। বর্তমানে ফোন ইউজ করতেছি। কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অনেক সুবিধা পেতাম।

snip~
ভাই আপনি কোট করতে কিছু টা ভুল করে ফেলেছেন। পোস্ট এডিট করে ঠিক করে দিলে ভালো হবে। ২ জনের পোস্ট আপনি একত্রে করে ফেলেছেন।


যদি সময় পাই, এন্ড্রয়েড ইউজারদের জন্য দেখবো। শুধুমাত্র কেউ ইন্টারেস্টেড হলে। নয়তো হুদাই সময় নষ্ট।
ভাই সময় পেলে লিখার চেষ্টা করবেন। আরও অনেকেই তারা কি বলবে জানি না, যেহেতু আমি নিজে ফোন ইউজ করি, আমার পক্ষে ভালো হবে।


Congratulations @HelliumZ।
আজকে আমাদের লোকাল থ্রেডে একজনের পদোন্নতি হয়েছে এটা অনেক ভালো লাগছে। @HelliumZ ভাই কে বিশেষ ভাবে অভিনন্দন জানাই। আপনি আরও অনেক বড় র‍্যাংকে পদোন্নতি করবেন এই প্রত্যাশা করি।
sr. member
Activity: 434
Merit: 350
November 06, 2023, 08:31:22 AM
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ টিম পারফরম্যান্স ভালো না করার কারণে বিভিন্ন আলোচনা শিকার হচ্ছেন ।তার সঙ্গে আর একটা ঘটনা যোগ হলো ম্যাথিউসের টাইমড আউটের ঘটনায় এবার আলোচনা হচ্ছে বিশ্ব ক্রিকেটজুড়েই।
যারা সমালোচনা করছে সাকিব আল হাসানের তারা হয়তো সবাই নির্বোধ কেননা শাকিব কিন্তু এই নিয়মটি করেনি। যদি সমালোচনা করতে হয় যে, টাইম আউটের নিয়ম করেছে তাকে নিয়ে সমালোচনা করা উচিত। ক্রিকেট খেলায় নিয়ম হচ্ছে যে একজন ব্যাটসম্যান আউট হওয়ার তিন মিনিটের মধ্যে যদি অন্য ব্যাটসম্যান ক্রীজে না আসে তাহলে সে টাইম আউট হয়ে যাবে। এঞ্জেলুম্যাথিউস এত অভিজ্ঞ একজন খেলোয়াড় সে কিভাবে ভুল হেলমেট নিয়ে আসে তাও আবার সেটা পরিবর্তন করতে গিয়ে টাইম আউট হয়ে যায়। LOL Grin
full member
Activity: 490
Merit: 119
November 06, 2023, 08:14:57 AM


@HelliumZ congratulations!!
এটা দেখে মনে হয় পরিশ্রম সত্যিই সৌভাগ্যের চাবিকাঠি। যারা পরিশ্রম করে যাচ্ছেন, তারা অবশ্যই এর সুফল ভোগ করবেন ইনশাআল্লাহ। আপনার নতুন জার্নির জন্য আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি বাংলা লোকাল থ্রেডটাকে ভুলে যাবেন না।
full member
Activity: 532
Merit: 163
November 06, 2023, 08:14:05 AM
টাইম আউট ক্রিকেটে প্রথম দেখলাম

আজকে বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচে নতুন একটা আউট এর নিয়ম দেখলাম। দীর্ঘদিন ধরে দেখি কিন্তু এরকম আউট জীবনে প্রথম দেখলাম।
২৫ তম ওভারের দ্বিতীয় বলে শাকিবের বলে Samarawickrama কটআউট হয়ে পেবিলিয়নে ফিরে যান এবং তারপর এঞ্জেলা ম্যাথিউস পিচে আসেন। কিন্তু ক্রিকেটের একটি নিয়ম অনুসারে পিচে অবশ্যই একটি নির্দিষ্ট টাইমের মধ্যে আসতে হবে কিন্তু এঞ্জেলা ম্যাথিউস পিচে আসতে তিন মিনিটেরও বেশি সময় নেন তাই এটাকে ক্রিকেটের ভাষায় টাইম আউট বলে। সাকিব অবশ্যই টাইম আউটের জন্য আবেদন করেন এবং আম্পায়ার সেই আউটের আবেদনে সারা দেন এবং অ্যাঞ্জেলা ম্যাথিউস কোন বল মোকাবেলা না করেই শুধুমাত্র দেরি করার কারণে আউট হয়ে যান।


বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ টিম পারফরম্যান্স ভালো না করার কারণে বিভিন্ন আলোচনা শিকার হচ্ছেন ।তার সঙ্গে আর একটা ঘটনা যোগ হলো ম্যাথিউসের টাইমড আউটের ঘটনায় এবার আলোচনা হচ্ছে বিশ্ব ক্রিকেটজুড়েই। বাংলাদেশ ও শ্রীলংকা এই ম্যাচটি উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।কারণ চ্যাম্পিয়নশিপ খেলতে চাইলে আজকের ম্যাচে বাংলাদেশকে জয় লাভ করতে হবে। হয়তোবা এর জন্য শাকিব আল হাসান ম্যাথিউসের টাইমড আউটের ঘটনায় আম্পায়ার কাছে আবেদন করেছেন আম্পায়ার আউট দেন। আমি মনে করব অবশ্যই শাকিব আল হাসান একজন বুদ্ধিমাত্রা এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছে।
member
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
November 06, 2023, 08:12:18 AM
 
Congratulations


@HelliumZ ভাই আপনাকে অনেক অভিনন্দন।।আপনার এই পদ উন্নতির জন্য। আপনি আমাদের লোকাল বোর্ড এর আরেকজন ফুল মেম্বার সদ্যশের মধ্যে গোনিত হয়েছেন।। এটি একটি আনন্দের খবর।। আপনার এই পদমর্যাদার উন্নতির জন্য আপনাকে অনেক অভিনন্দন।। এই দুয়া করি আপনি কঠোর পরিশ্রম এর মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন।। আপনাকে অনেক অভিনন্দন।।
sr. member
Activity: 434
Merit: 350
November 06, 2023, 08:08:48 AM
Congratulations



বাংলা একটি প্রবাদ আছে যে,পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি@HelliumZভাই সেটা আপনি আরেকবার প্রমাণ করলেন। ধৈর্য সহকারী পরিশ্রম করলে তার সফলতা অবশ্যই পাওয়া যায়। জীবনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো অনেকটা আনন্দের হয়। আপনার মত হয়তো আমিও একদিন আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো আল্লাহর রহমতে।আমাদের বাংলা ফোরামের আরো একজন অভিজ্ঞ ব্যক্তি যুক্ত হল। আপনাদের মাধ্যমেই আমাদের বাংলা ফোরাম সুনাম অর্জন করবে।অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনাকে ফুল মেম্বার রেংক অর্জন করার জন্য। আপনার এই নতুন মাইলফলক স্পর্শ করা হয়তো খুব সহজ ছিল না। আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং অভিজ্ঞতার মাধ্যমে আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছেন। ভবিষ্যতেও আপনার rankup ধারাবাহিকতা বজায় থাকুক সেটাই চাই।
Congratulations 🎉 👏@HelliumZ
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
November 06, 2023, 08:07:19 AM
Congratulations

@HelliumZ congratulations!!
বাংলা লোকাল বোর্ডে নিয়মিত একটিভ ইউজাররা যেভাবে পরিশ্রম করে তাদের ‍্যাঙ্ক বৃদ্ধি করতেছে তা সত্যিই আকর্ষণীয়। আজকে আরো একজন ভাই যিনি পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করেছে এবং অবশেষে ফুল মেম্বার রাঙ্ক অর্জন করতে পেরেছে। যাইহোক তার এই পরিশ্রম দেখে বর্তমানে যারা নতুন ইউজার রয়েছে তারা যাতে প্রতিনিয়ত একটিভ থাকে এবং জ্ঞানমূলক পোস্ট করে এভাবেই এগিয়ে যাওয়া উচিত তাদের।
 HelliumZ এর চেষ্টা সফল হয়েছে এবং আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো ভবিষ্যতে আপনি আরো ভালো পর্যায়ে বং উচ্চ র‍্যাংক বৃদ্ধি করুন।
sr. member
Activity: 784
Merit: 372
November 06, 2023, 08:07:11 AM

Congratulations
আমাদের বাংলা লোকাল বোর্ডে আর একজন ভাইয়ের পদোন্নতি দেখতে পারছি। পদোন্নতি হওয়া মুহূর্তটা কতটা আনন্দের তা ভাষায় প্রকাশ করা যায় না। @HelliumZ আপনার দায়িত্ব আরো বেড়েছে কারণ ভবিষ্যতে আরো একটিভ থেকে আপনাকে আরো পরিশ্রম করে পদোন্নতির দিকে ধাবিত হতে হবে। তবে আপনি আপনার সফলতা এবং জ্ঞানের পরিচয় দিয়ে পোস্ট করবেন মানসম্মত যাতে আপনার পোষ্টের ধরন দেখে ছোট ইউজাররা শিখতে পারে। এবং আরো উন্নত হতে হলে অবশ্যই আরো জ্ঞান আহরণ করতে হবে জ্ঞান আহরণের কোন নির্দিষ্টতা নেই। তবে আমি দোয়া করি আপনি আরো এগিয়ে যান।
Jump to: