Author

Topic: বাংলা (Bengali) - page 106. (Read 5693614 times)

sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 25, 2023, 11:28:57 PM

[আমার বিনিয়োগ করা সমস্ত বিটকয়েন আমি হারিয়ে ফেলেছি, এটা দুঃখজনক। তবে আমি আমার বাবার ব্যবসা এবং নিজের স্বপ্ন পূরণ করতে পেরে খুব খুশি এবং আনন্দিত]

পরিশেষে, আমি ভবিষ্যতে বিটকয়েনে আরও বিনিয়োগ করতে চাই, এই বলে যে বিটকয়েনে বিনিয়োগ করার জন্য একটি সেরা মুদ্রা। বিটকয়েনে বিনিয়োগ করে অনেক মানুষের জীবন ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে, যেমনটা আমার হয়েছে। আমি ইতিমধ্যে প্রায় সব কয়েনে বিনিয়োগ করেছি কিন্তু সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিনিয়োগ হল আমার বিটকয়েন বিনিয়োগ করা।

আমি গ্লোবাল বোর্ডে ইতিমধ্যে পোস্ট করেছি। হয়তো অনেকে এটা নিয়ে অনেক ভাবে মন্তব্য করতে পারেন কিন্তু এটা আমার জীবনের বাস্তব ঘটনা এবং আমার অনেক খুশির একটি দিন।
আপনি আপনার বিটকয়েন হারিয়ে ফেলেননি বরং আপনি আপনার বিনিয়োগ করা বিটকয়েন দিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে অনেকটাই সফল হয়েছেন। আপনার যেহেতু বিনিয়োগে অনেকটাই অভিজ্ঞতা রয়েছে সেহেতু আপনি আবার চেষ্টা করুন এবং বিনিয়োগ করে আপনার বিনিয়োগ বৃদ্ধি করুন। তবে দুর্ভাগ্যবশত আমার বিটকয়েন সম্পর্কে এবং বিনিয়োগ সম্পর্কে প্রচুর আগ্রহী এবং কিছু জ্ঞান থাকলেও যথেষ্ট অর্থ না থাকায় আমি বিনিয়োগ করতে পারছি না। তবে আমি আশা করি আমিও একদিন বিনিয়োগ করবো এবং আমার স্বপ্ন পূরণ অনেকটাই এগিয়ে নিয়ে আসব।
member
Activity: 462
Merit: 13
★Bitvest.io★ Play Plinko or Invest!
November 25, 2023, 11:01:03 PM
বিটকয়েন দিয়ে পারিবারিক ব্যবসায় সাহায্য এবং নিজের স্বপ্ন পূরণ করা

শুভ কামনা  আমরা আসলে সবাই চাই পরিবার কে সাহাজ্য করতে কিন্তু সবাই করে উঠতে পারিনিনা তেমন ভাবে, সামনে আরো ভালো কিছু করেন এই প্রত্যাশা কামনা করি, আপনার মত অনেকেরই জীবন বদলে গেছে বিটকয়েন এর মাধ্যমে, সামনে যেনো আরো ভালো ভাবে আপনার পরিবার ও বিজনেস করতে পারেন সেই আশা কামনা করি।
sr. member
Activity: 490
Merit: 294
November 25, 2023, 10:20:59 PM
কালকে দেখলাম একটা ব্লক এ ৮৬ বিটকয়েন ফি ছিলো। সেটা অবশ্য কেউ একজন ভুলে করেছে মনে হয়।
হায় আল্লাহ!! কিভাবে ৮৬ বিটকয়েন ফি হয়। বিটকয়েন transfer করার সময় তো ফি অটোমেটিক সেট হয়ে যায়। কত বিটকয়েন লেনদেন করেছে যে ৮৬ বিটকয়েন ফি হয়ে যাবে। আবার মাঝে মাঝে দেখি ১০০সাতোসি পার বাইটের ফি তে কতো কতো লেনদেন ৩০ সাতোসি পার বাইটের সম্পূর্ণ হয়ে গেছে। আসলে যারা এই সমস্ত বিষয়াদি তৈরি করেছেন তারাই কেবল বলতে পারবেন এত দ্রুত কিভাবে লেনদেনের ফি আপ ডাউন করে। তবে ৮৬ বিটকয়েনের ফি আমার কাছে জটিল হয়েই রবে।
গ্লোবালে এরকম একটি পোস্ট আমিও পড়েছি কিন্তু বিশ্বাস করা কঠিন যে ট্রানজাকশন ফি হিসাবে ৮৬ বিটকয়েন কেটে নেওয়া হয়েছে। ৩০ থেকে ৫০ সাতোসির মধ্যে যেখানে একটি ট্রানজাকশন সম্পূর্ণ হয় সেখানে অন্য একটি ট্রানজাকশন হতে কিভাবে 86 পরিমাণ বিটিসি লাগে। ১০ ডলার সমপরিমাণ বিটকয়েন লেনদেন করতে যে পরিমাণ লেনদেন ফি প্রয়োজন হয় ১০ হাজার ডলার পরিমাণ বিটকয়েন লেনদেন করতে একই পরিমাণ বিটকয়েন লেনদেন ফি প্রয়োজন হয় তাহলে এটা কিভাবে সম্ভব। টেকনিক্যালি এত বড় ভুল হওয়ার সম্ভাবনাও খুবই কম তাহলে এ বিষয়টি কিভাবে ঘটলো।
sr. member
Activity: 476
Merit: 359
November 25, 2023, 10:53:59 AM
বিটকয়েন দিয়ে পারিবারিক ব্যবসায় সাহায্য এবং নিজের স্বপ্ন পূরণ করা

প্রতিটি সন্তানের জন্য পিতামাতার অনেক আশা, এবং স্বপ্ন থাকে। একইভাবে আমার বাবা-মায়েরও আমাকে নিয়ে অনেক স্বপ্ন ও আশা রয়েছে। শৈশব থেকেই আমার বাবা-মা আমাকে অনেক কষ্ট ও যত্ন নিয়ে বড় করেছেন এমনকি লেখাপড়া শিখিয়েছেন। তাদের স্বপ্ন ছিল আমি বড় হয়ে ভালো কাজ করব এবং তাদের খ্যাতি অর্জন করব। আমি আমার শিক্ষা শেষ করে প্রায় সাত বছর ধরে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করছি এবং কোম্পানি থেকে আমার বেতন সঞ্চয় করে বিটকয়েনে বিনিয়োগ করছি। আমি কিছু দিন আগে একটি পোস্ট করেছিলাম যে আমি আমার বিটকয়েনের টাকা দিয়ে আমার বিয়ের পুরো খরচ দিয়েছি। আজ আমার জীবনের অন্যতম সেরা দিন এবং আমি আমার বিটকয়েনের টাকা দিয়ে আমার পিতামাতার স্বপ্নের প্রথম ধাপটি সম্পন্ন করেছি। যা আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। কথায় আছে "আল্লাহ যখন দেয় দুই হাত ভরে দেয়"। আজ এই পোস্টটি করতে পেরে আমি খুবই খুশি।

বিটকয়েন দিয়ে পারিবারিক ব্যবসায় সাহায্য করা:

আমার বাবার একটি ব্যবসা রয়েছে যা তাঁত শিল্প। এই ব্যবসা আমাদের পৈত্রিক ব্যবসা। আমাদের ব্যবসার প্রধান কাজ হল শাড়ি তৈরি করা যা মানুষের শরীরের পরীদিয় বস্ত্র। এই ব্যবসায় আমাদের প্রধান কাজ শাড়ি তৈরি করতে বৈদ্যুতিক চালিত তাঁতের প্রয়োজন। বৈদ্যুতিক চালিত তাঁত মেশিনের দাম (প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা, এটা আমাদের দেশের টাকা)। কিন্তু আমরা যদি দামটিকে বিটকয়েন হিসাবে নিই বা দামটিকে ডলার হিসাবে নিই তবে এর দাম হবে প্রায় $1300 ডলার। আমি আমার নিজের বিনিয়োগ করা বিটকয়েনের টাকা দিয়ে আমার বাবার ব্যবসায়িক সুবিধার জন্য একটি বৈদ্যুতিক চালিত তাঁত মেশিন কিনেছি। এটা কিনতে আমার প্রায় $1300 ডলার খরচ করতে হয়েছে।
   

বিটকয়েন দিয়ে আমার স্বপ্ন পূরণ করা:


আমার ছোটবেলার স্বপ্ন ছিল আমি বড় হয়ে একটি মোটরসাইকেল কিনব। আজকাল বেশিরভাগ ছেলেরই স্বপ্ন থাকে যে নিজের একটি বাইক থাকবে। আমি আমার বিটকয়েনের টাকা দিয়ে আমার স্বপ্নের মোটরসাইকেল কিনেছি। আমার বাইকের মডেল হল Suzuki GSX-R ডুয়াল ABS। যার দাম আমাদের দেশে প্রায় পাঁচ হাজার ডলার। আমার কাছে এত ডলার না থাকায় আমি একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনেছি যার দাম প্রায় $2050
   

[আমার বিনিয়োগ করা সমস্ত বিটকয়েন আমি হারিয়ে ফেলেছি, এটা দুঃখজনক। তবে আমি আমার বাবার ব্যবসা এবং নিজের স্বপ্ন পূরণ করতে পেরে খুব খুশি এবং আনন্দিত]

পরিশেষে, আমি ভবিষ্যতে বিটকয়েনে আরও বিনিয়োগ করতে চাই, এই বলে যে বিটকয়েনে বিনিয়োগ করার জন্য একটি সেরা মুদ্রা। বিটকয়েনে বিনিয়োগ করে অনেক মানুষের জীবন ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে, যেমনটা আমার হয়েছে। আমি ইতিমধ্যে প্রায় সব কয়েনে বিনিয়োগ করেছি কিন্তু সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিনিয়োগ হল আমার বিটকয়েন বিনিয়োগ করা।

আমি গ্লোবাল বোর্ডে ইতিমধ্যে পোস্ট করেছি। হয়তো অনেকে এটা নিয়ে অনেক ভাবে মন্তব্য করতে পারেন কিন্তু এটা আমার জীবনের বাস্তব ঘটনা এবং আমার অনেক খুশির একটি দিন।

গ্লোবাল পোস্ট লিঙ্ক: https://bitcointalksearch.org/topic/m.63218419

[বি.দ্র.] যদি পোস্টটি করায় কারো কাছে বাজে মনে হয় বা কোন ভুল হয় তাহলে ক্ষমাপ্রার্থী।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 25, 2023, 10:13:38 AM
অনেকে সাজেস্ট করতেছে, ViaBTC free accelerator ব্যবহার করার জন্য। তবে এটা কিভাবে ব্যবহার করে, কিভাবে কি কিছুই জানিনা। কেউ এই টুলস কি ব্যবহার করছেন আগে?

আপনার ট্রাঞ্জেকশন আইডি দিয়ে ফ্রি সাবমিশনে ক্লিক করবেন। এতটাই সিম্পল!
তবে, আপনার ট্রাঞ্জেকশনে কিছু মিনিমাম লিমিট থাকা লাগবে-
১। ট্রাঞ্জেকশন ফি সর্বনিন্ম ১০ সাতোশি পার বাইট হতে হবে। এর কম হলে সেটা এক্সেপ্ট করবে না।
২। ট্রাঞ্জেকশন সাইজ সর্বোচ্চ ৫০০ বাইট হতে হবে। এর বেশি হলেও সেটা একসেপ্ট করবে না।
৩। প্রতি ঘন্টায় তারা ১০০টা ট্রাঞ্জেকশন ফ্রিতে এক্সিলারেট/ত্বরানিত[১] করে। সুতরাং, আপনাকে মোটামুটি ২/৩ মিনিটের মধ্যেই সাবমিট করতে হবে।

নোট-১ঃ যে কোন ট্রাঞ্জেকশন যে কেউ চাইলেই একটা ব্লকে যোগ করতে পারে যদি তারা ব্লক খুজে পায়। তবে, সাধারনত সব মাইনারই ফি বেশি যেসব ট্রাঞ্জেকশনে রয়েছে সেগুলোই রাখে। ভায়াবিটিসি, কিছু ট্রাঞ্জেকশন কম ফি হওয়া সত্ত্বেও ব্লকে এড করে এই শর্তে যে উপরের সব শর্ত উক্ত ট্রাঞ্জেকশনটি পূরণ করতে হবে এবং ভায়াবিটিসি যখন ব্লক খুজে পাবে, কেবল তখনি আপনার ট্রাঞ্জেকশন কনফার্ম হবে।

https://blockstream.info/nojs/tx/b5a2af5845a8d3796308ff9840e567b14cf6bb158ff26c999e6f9a1f5448f9aa

এই ট্রানজেকশন টা দেখেন। এই লোকের ওয়ালেট এ ১৩৯.৪২ বিটকয়েন ছিলো। তিনি সেটা ট্রান্সফার করতে গিয়ে ৮৩.৬৫ বিটকয়েন ফি দিয়ে ফেলেছেন। সম্ভবত এমন কোনো ওয়ালেট ইউজ করেছেন যেখানে ম্যানুয়াল ফি এডিট অপশন চালু করা ছিলো এবং তিনি ফি এর যায়গায় এমাউন্ট বসিয়ে দিয়েছে ভুল করে। আমার আপাতত এমনটাই মনে হচ্ছে।  কয়েক লাখ ডলার নিমিষেই শেষ হয়ে গেলো। ট্রানজেকশন করার পর যদি কনফারমেশন হওয়ার আগ অব্দি বুঝতে পারতো, তাহলে হয়তো ফি কমানো যেতো। কিন্তু যেটা হয়ে গেছে, সেটা এখন আর রোল ব্যাক করার কোনো উপায় নেই। জীবন পাল্টে দেয়ার মতো কিছু ভুল মানুষ করে থাকে। এসব হলো সেই ধরনের ভূল।

আমি যতদূর জানি যদি ভুলবশত অযৌক্তিক কোনো এমাউন্ট ফি হিসেবে দেয়া হয় সেটা ব্যাক করে দেয় বা ব্যাক নেয়ার সুযোগ থাকে। যদি আসলেই ভুলবশত অতিরিক্ত ফি দিয়ে থাকে সেটা সম্ভবতো রিকোভার করা সম্ভব। এমন কিছু কেস আছে যেখানে রিফান্ড করে দেয়া হয়েছে এসব অতিরিক্ত ফি। সিউর না, কেউ যদি ক্লিয়ার করতেন বিষয়টা।

এইটা নির্ভর করে কে ব্লক পেল। ধরে নিন আপনি #১০০০০০ ব্লক মাইনিং করলেন। মাইনিং রিওয়ার্ডও আপনি পেলেন। এখন কেউ যদি ভুলে অনেক ফি দেয়, আপনি কিন্তু সেটার দায়ভার বহন করবেন না। অর্থাৎ আপনি প্রকৃতপক্ষেই উক্ত বিটকয়েনের মালিক। কেউ ভুলে বেশি ফি দিয়েছে বলে আপনার বিপক্ষে লিগ্যাল একশন নিতে পারবে না।
কিন্তু আপনি যদি মানবতার দিক চিন্তা করেন, তাহলে আপনি চাইলে প্রকৃত মালিককে তার বিটকয়েন ফেরত দিতে পারেন। তাই বলা যায় এইটা আসলে যে উক্ত ব্লক মাইনিং করেছে একান্তই তার ব্যাপার।
sr. member
Activity: 546
Merit: 268
November 25, 2023, 10:07:21 AM
কালকে দেখলাম একটা ব্লক এ ৮৬ বিটকয়েন ফি ছিলো। সেটা অবশ্য কেউ একজন ভুলে করেছে মনে হয়।
হায় আল্লাহ!! কিভাবে ৮৬ বিটকয়েন ফি হয়। বিটকয়েন transfer করার সময় তো ফি অটোমেটিক সেট হয়ে যায়। কত বিটকয়েন লেনদেন করেছে যে ৮৬ বিটকয়েন ফি হয়ে যাবে। আবার মাঝে মাঝে দেখি ১০০সাতোসি পার বাইটের ফি তে কতো কতো লেনদেন ৩০ সাতোসি পার বাইটের সম্পূর্ণ হয়ে গেছে। আসলে যারা এই সমস্ত বিষয়াদি তৈরি করেছেন তারাই কেবল বলতে পারবেন এত দ্রুত কিভাবে লেনদেনের ফি আপ ডাউন করে। তবে ৮৬ বিটকয়েনের ফি আমার কাছে জটিল হয়েই রবে।

https://blockstream.info/nojs/tx/b5a2af5845a8d3796308ff9840e567b14cf6bb158ff26c999e6f9a1f5448f9aa

এই ট্রানজেকশন টা দেখেন। এই লোকের ওয়ালেট এ ১৩৯.৪২ বিটকয়েন ছিলো। তিনি সেটা ট্রান্সফার করতে গিয়ে ৮৩.৬৫ বিটকয়েন ফি দিয়ে ফেলেছেন। সম্ভবত এমন কোনো ওয়ালেট ইউজ করেছেন যেখানে ম্যানুয়াল ফি এডিট অপশন চালু করা ছিলো এবং তিনি ফি এর যায়গায় এমাউন্ট বসিয়ে দিয়েছে ভুল করে। আমার আপাতত এমনটাই মনে হচ্ছে।  কয়েক লাখ ডলার নিমিষেই শেষ হয়ে গেলো। ট্রানজেকশন করার পর যদি কনফারমেশন হওয়ার আগ অব্দি বুঝতে পারতো, তাহলে হয়তো ফি কমানো যেতো। কিন্তু যেটা হয়ে গেছে, সেটা এখন আর রোল ব্যাক করার কোনো উপায় নেই। জীবন পাল্টে দেয়ার মতো কিছু ভুল মানুষ করে থাকে। এসব হলো সেই ধরনের ভূল।  

ভাই আপনারাই অভিজ্ঞ সেটা আপনারাই বলতে পারবেন। এমনও কিছু ওয়ালেট জীবনে কি দেখেছেন যে ফিয়ের অপশনটা বা ইস্পেসটা নিজে এডিট করে লেখা যায়। আপনি উইথড্র করবেন বা ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটা নিজে নিজে লিখলেই অটোমেটিক ফিয়ের জায়গাটা পূরণ হয়ে যায়। এই সমস্ত ইউজাররা কি এমন ওয়ালেট ব্যবহার করে যেখানে 140 বিটকয়েন লেনদেন করতে ৮০ বিটকয়েনের মতো ফি কেটে নেয়। আসলে ভাই গোলমাল টা অন্য জায়গায় যা আমি আপনি বুঝতে পারব না। ভেবে দেখেছেন কি ১৪০ বিটকয়েন লেনদেন করতে ৮০ বিটকয়েন ফি!!!!!!

ভাইয়েরা এরা মনে হয় ৩-৪ সেন্ট করে বিটকয়েন কিনেছিল। এজন্য এদেরকে ক্ষেত্রে অটোমেটিক ফিয়ের পরিমাণ বেশি কেটেছে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 25, 2023, 09:18:40 AM
https://blockstream.info/nojs/tx/b5a2af5845a8d3796308ff9840e567b14cf6bb158ff26c999e6f9a1f5448f9aa

এই ট্রানজেকশন টা দেখেন। এই লোকের ওয়ালেট এ ১৩৯.৪২ বিটকয়েন ছিলো। তিনি সেটা ট্রান্সফার করতে গিয়ে ৮৩.৬৫ বিটকয়েন ফি দিয়ে ফেলেছেন। সম্ভবত এমন কোনো ওয়ালেট ইউজ করেছেন যেখানে ম্যানুয়াল ফি এডিট অপশন চালু করা ছিলো এবং তিনি ফি এর যায়গায় এমাউন্ট বসিয়ে দিয়েছে ভুল করে। আমার আপাতত এমনটাই মনে হচ্ছে।  কয়েক লাখ ডলার নিমিষেই শেষ হয়ে গেলো। ট্রানজেকশন করার পর যদি কনফারমেশন হওয়ার আগ অব্দি বুঝতে পারতো, তাহলে হয়তো ফি কমানো যেতো। কিন্তু যেটা হয়ে গেছে, সেটা এখন আর রোল ব্যাক করার কোনো উপায় নেই। জীবন পাল্টে দেয়ার মতো কিছু ভুল মানুষ করে থাকে। এসব হলো সেই ধরনের ভূল।

আমি যতদূর জানি যদি ভুলবশত অযৌক্তিক কোনো এমাউন্ট ফি হিসেবে দেয়া হয় সেটা ব্যাক করে দেয় বা ব্যাক নেয়ার সুযোগ থাকে। যদি আসলেই ভুলবশত অতিরিক্ত ফি দিয়ে থাকে সেটা সম্ভবতো রিকোভার করা সম্ভব। এমন কিছু কেস আছে যেখানে রিফান্ড করে দেয়া হয়েছে এসব অতিরিক্ত ফি। সিউর না, কেউ যদি ক্লিয়ার করতেন বিষয়টা।

hero member
Activity: 840
Merit: 522
November 25, 2023, 09:01:54 AM
কালকে দেখলাম একটা ব্লক এ ৮৬ বিটকয়েন ফি ছিলো। সেটা অবশ্য কেউ একজন ভুলে করেছে মনে হয়।
হায় আল্লাহ!! কিভাবে ৮৬ বিটকয়েন ফি হয়। বিটকয়েন transfer করার সময় তো ফি অটোমেটিক সেট হয়ে যায়। কত বিটকয়েন লেনদেন করেছে যে ৮৬ বিটকয়েন ফি হয়ে যাবে। আবার মাঝে মাঝে দেখি ১০০সাতোসি পার বাইটের ফি তে কতো কতো লেনদেন ৩০ সাতোসি পার বাইটের সম্পূর্ণ হয়ে গেছে। আসলে যারা এই সমস্ত বিষয়াদি তৈরি করেছেন তারাই কেবল বলতে পারবেন এত দ্রুত কিভাবে লেনদেনের ফি আপ ডাউন করে। তবে ৮৬ বিটকয়েনের ফি আমার কাছে জটিল হয়েই রবে।

https://blockstream.info/nojs/tx/b5a2af5845a8d3796308ff9840e567b14cf6bb158ff26c999e6f9a1f5448f9aa

এই ট্রানজেকশন টা দেখেন। এই লোকের ওয়ালেট এ ১৩৯.৪২ বিটকয়েন ছিলো। তিনি সেটা ট্রান্সফার করতে গিয়ে ৮৩.৬৫ বিটকয়েন ফি দিয়ে ফেলেছেন। সম্ভবত এমন কোনো ওয়ালেট ইউজ করেছেন যেখানে ম্যানুয়াল ফি এডিট অপশন চালু করা ছিলো এবং তিনি ফি এর যায়গায় এমাউন্ট বসিয়ে দিয়েছে ভুল করে। আমার আপাতত এমনটাই মনে হচ্ছে।  কয়েক লাখ ডলার নিমিষেই শেষ হয়ে গেলো। ট্রানজেকশন করার পর যদি কনফারমেশন হওয়ার আগ অব্দি বুঝতে পারতো, তাহলে হয়তো ফি কমানো যেতো। কিন্তু যেটা হয়ে গেছে, সেটা এখন আর রোল ব্যাক করার কোনো উপায় নেই। জীবন পাল্টে দেয়ার মতো কিছু ভুল মানুষ করে থাকে। এসব হলো সেই ধরনের ভূল।  
sr. member
Activity: 546
Merit: 268
November 25, 2023, 08:21:49 AM
কালকে দেখলাম একটা ব্লক এ ৮৬ বিটকয়েন ফি ছিলো। সেটা অবশ্য কেউ একজন ভুলে করেছে মনে হয়।
হায় আল্লাহ!! কিভাবে ৮৬ বিটকয়েন ফি হয়। বিটকয়েন transfer করার সময় তো ফি অটোমেটিক সেট হয়ে যায়। কত বিটকয়েন লেনদেন করেছে যে ৮৬ বিটকয়েন ফি হয়ে যাবে। আবার মাঝে মাঝে দেখি ১০০সাতোসি পার বাইটের ফি তে কতো কতো লেনদেন ৩০ সাতোসি পার বাইটের সম্পূর্ণ হয়ে গেছে। আসলে যারা এই সমস্ত বিষয়াদি তৈরি করেছেন তারাই কেবল বলতে পারবেন এত দ্রুত কিভাবে লেনদেনের ফি আপ ডাউন করে। তবে ৮৬ বিটকয়েনের ফি আমার কাছে জটিল হয়েই রবে।
hero member
Activity: 840
Merit: 522
November 25, 2023, 08:00:56 AM
বিটকয়েনের ট্রানজেকশনের ভলিয়ম সাধারনত বুল রানে বেড়ে থাকে। কিন্তু এখনো বুল রান শুরুই হয়নি, তবুও ট্রানজেকশন এর পরিমান এবং ফিস অতিরিক্ত পরিমানে বেড়ে গেছে। দাম যে খুব বেশি এদিক সেদিক হচ্ছে তেমন টা বলবো না। কারন বিগত ১৫ দিনের চার্ট অনুযায়ী বিটকয়েন ৩৫০০০ হাজার ডলার থেকে ৩৭৫০০ ডলারের ভেতরেই অবস্থান করছে। এটা তো বিটকয়েনের ন্যাচারই বলা চলে। তবে যে পরিমান ট্রানজেকশন পেন্ডিং পড়ে আছে, আগামী ৩০ দিন কোনো ট্রানজেকশন না হলেও প্রায় ৩৪ দিন সময় লাগবে মিমপুল খালি হতে। এভারেজ ব্লকটাইম ১০ মিনিট ধরে, প্রতি ব্লকে এভারেজ এ ৩০০০ ট্রানজেকশন গেলে, আড়াই লাখ ট্রানজেকশন কনফার্ম হতে এই পরিমান সময় লাগবে। এখন চিন্তা করে দেখেন কতোদিন পর এসব নরমাল হতে পারে। আর ট্রানজেকশন তো বন্ধ থাকবে না। আগামী ২ মাসে অন্তত ফিস কমার চান্স দেখি না।
সেন্ডাবল মেরিট না থাকার কারণে আপনার এই পোস্টটাকে  মূল্যায়ন করতে পারলাম না। Grin
যাইহোক যারা জানেন না বিটকয়েনের লেনদেন ফি কেন বৃদ্ধি পায় এবং কিভাবে এর ট্রানজেকশন ফি হিসাব করা হয় তারা কয়েন আলাপ এই পোস্টটি আর্টিকেলটি পারেন। 

লিংক দেয়ার জন্য ধন্যবাদ ভাই। ফি সম্পর্কে মোটামেটি জানলেও, ফি কিভাবে ক্যালকুলেট করা হয়, সেটা এখান থেকেই জানলাম। তবে মূখস্ত করার জন্য আরো কয়েকবার দেখা লাগবে। কোনো না কোনো সময় হয়তো আমাকে কেউ প্রশ্ন করতে পারে। আপাতত মিমপুল এর জ্যাম কমার কোনো চান্স দেখছি না। তবে আজকে সকালে তুলনামুলক ভাবে ফি কম ছিলো। সকালে ৩৬ সাতোশি পার বাইট ছিলো যেটা এখনো প্রায় ৫০ সাতোশি পার বাইট। তবে সারাদিনে বেশিরভাগ সময় ধরে ৭৫ সাতোশি পার বাইটের ওপরে ছিলো। এই সময় টা আমরা ব্যাবহারকারী হিসেবে তেমন খুশি না হলেও, তাপরুটেএবং এই নেটওয়ার্কের জ্যাম মাইনার রা খুবই উপভোগ করছে মনে হয়। যারা ভাবছিলেন যে সব কয়েন মাইনিং হয়ে গেলে তারপর কি হবে? এখন যেভাবে চলছে, সেভাবেই চলবে। কালকে দেখলাম একটা ব্লক এ ৮৬ বিটকয়েন ফি ছিলো। সেটা অবশ্য কেউ একজন ভুলে করেছে মনে হয়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 25, 2023, 03:41:53 AM
আমার মনে হয় না বাংলাদেশ থ্রেড এর কেউ এখানে কোনো টোকে রেখেছে। আর মানুষ কোনো প্রকার Dex কিভাবে ব্যালেন্স রাখে? আমার তো জানা নাই। কারন আমি Dex তেমন একটা ব্যাবহার করি নাই। যতো সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ এর বিরুদ্ধে বলি না কেনো, যখন বুঝতাম না এর উপকার বা অপকার কি, তার আগেই একাউন্ট করে ফেলেছি। তাই আপাতত সেসব এক্সচেন্জ ই ব্যাবহার করছি। এক্সচেন্জ এ সাধারনত বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো ঢুকাই শুধুমাত্র এক্সচেন্জ বা বাই/সেল করার জন্য। সেখানে ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন পড়ে না। তবে খুব রিসেন্টলি কিছু টোকেন/কয়েন কিনেছি, যেগুলো এখনো কোথাও মুভ করিনি। কাইবার সোয়াপ খুব পপুলার না, তবুও যারা হ্যাকিংয়ে ভেতরে পড়ে গেছে, তাদের আসলে কপাল খারাপ। এজন্যই নিজের ওয়ালেটে কয়েন রাখা জরূরী। নিজের ভূলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন। অন্যের ভুলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন না।
বর্তমানে আমার সিচুয়েশন অনেকটাই এমন যে  ডিসেন্টালাইজ এক্সচেঞ্জার হোক বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার হোক  কোনটাই ব্যবহার করা নিরাপদ না।  আগে ট্রাস্ট ওয়ালেট এর থাকা নানান অল্ট কয়েন গুলো  এক্সচেঞ্জ বা সোয়াপ করার জন্য DEX  একচেঞ্জার গুলোতে ওয়ালেটটা কানেক্ট করতে হতো।  এতে করেও তো ওই বিষয়টা থাকলো না নট ইওর কিস নট ইওর কয়েন।  আর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার গুলোর কথা বললে তো সেখানে আপনার কোন কন্ট্রোলই নাই সব কন্ট্রোল সেন্ট্রাল এর হাতে।
এখন কথার মধ্যে কথা হইলো গিয়া  যতদিন না পর্যন্ত  এই দুনিয়া প্রপারলি বিটকয়েন এর পেয়ার টু পেয়ার  ডিসেন্টালাইজেশন  এ অভ্যস্ত  হবে না ততদিন পর্যন্ত আমাদেরকে ইচ্ছা বা অনিচ্ছায় এদেরকে ব্যবহার করে যেতেই হবে। Tongue

কিছু ওয়ালেট এ কিন্তু ইন বিল্ট এক্সচেন্জার থাকে। যেমন এটমিক ওয়ালেট। আমি এটা অনেকদিন ব্যাবহার করেছিলাম ডেস্কটপে। পরে যখন সেখানের ব্যালন্স ০ হলো, কয়েকদিন পর দেখলাম এটমিক ওয়ালেট ইউজারদের ব্যালেন্স সমানে হ্যাক হচ্ছে। তারপর থেকে এটা আর ব্যাবহার করার সাহস করতে পারিনি। আমি আপাতত ওপেন সোর্স মাল্টি কারেন্সি ওয়ালেট খুজতেছিলাম। যেগুলো ওপেন সোর্স পাচ্ছি, সেগুলোতে আমার পছন্দের কয়েন/টোকেন নাই। আর যেগুলো তে সব কয়েন/টোকেন আছে, সেগুলো ক্লোসেড সোর্স ওয়ালেট। এর আগে ট্রাস্ট ওয়ালেট ব্যাবহার করতাম। এখন হাতে আরো দুইটা অপশন আছে, একটা হলো সেফপাল, আরেকটা Guarda. সেফপাল নিয়ে সার্চ করে দেখলাম এটাও সম্পূর্ণ ক্লোসেড সোর্স। আবার একটা আর্টিকেল দেখলাম ওপেন সোর্স। আর Guarda হাফ ওপেন সোর্স। পুরাই কনফিউজড কোনটা ব্যাবহার করবো।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 25, 2023, 01:44:01 AM

ধন্যবাদ লিংকটার জন্য। আমি জানতামই না কিভাবে এসবের হিসাব করা হয়। নতুন একটা জিনিস শিখলাম আজ। তবে হঠাৎ বিটকয়েনের গ্যাস ফি এতো বেড়ে গেলো কেনো? হালভিং তো এখনো শুরুই হয়নি। সাপ্লাই এন্ড ডিমান্ড একটা কারণ হতে পারে। তবে আরো একটা কথা শুনলাম, আমার ঠিক মনে নাই বাট, "Bitcoin Ordinals NFT"। এটা নিয়ে নাকি অনেক হাইপ চলতেছে, এজন্য গ্যাস ফি এতো এতো বেশি। এটা আসলে কি? কেউ বুঝায় দিতে পারবেন? আমার এবিষয়ে তেমন জানাশোনা নাইা।

এ অবস্থায় এর অলটারনেটিভ কিছু আছে?

অনেকে সাজেস্ট করতেছে, ViaBTC free accelerator ব্যবহার করার জন্য। তবে এটা কিভাবে ব্যবহার করে, কিভাবে কি কিছুই জানিনা। কেউ এই টুলস কি ব্যবহার করছেন আগে?


hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 24, 2023, 03:44:41 PM
আমার মনে হয় না বাংলাদেশ থ্রেড এর কেউ এখানে কোনো টোকে রেখেছে। আর মানুষ কোনো প্রকার Dex কিভাবে ব্যালেন্স রাখে? আমার তো জানা নাই। কারন আমি Dex তেমন একটা ব্যাবহার করি নাই। যতো সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ এর বিরুদ্ধে বলি না কেনো, যখন বুঝতাম না এর উপকার বা অপকার কি, তার আগেই একাউন্ট করে ফেলেছি। তাই আপাতত সেসব এক্সচেন্জ ই ব্যাবহার করছি। এক্সচেন্জ এ সাধারনত বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো ঢুকাই শুধুমাত্র এক্সচেন্জ বা বাই/সেল করার জন্য। সেখানে ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন পড়ে না। তবে খুব রিসেন্টলি কিছু টোকেন/কয়েন কিনেছি, যেগুলো এখনো কোথাও মুভ করিনি। কাইবার সোয়াপ খুব পপুলার না, তবুও যারা হ্যাকিংয়ে ভেতরে পড়ে গেছে, তাদের আসলে কপাল খারাপ। এজন্যই নিজের ওয়ালেটে কয়েন রাখা জরূরী। নিজের ভূলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন। অন্যের ভুলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন না।
বর্তমানে আমার সিচুয়েশন অনেকটাই এমন যে  ডিসেন্টালাইজ এক্সচেঞ্জার হোক বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার হোক  কোনটাই ব্যবহার করা নিরাপদ না।  আগে ট্রাস্ট ওয়ালেট এর থাকা নানান অল্ট কয়েন গুলো  এক্সচেঞ্জ বা সোয়াপ করার জন্য DEX  একচেঞ্জার গুলোতে ওয়ালেটটা কানেক্ট করতে হতো।  এতে করেও তো ওই বিষয়টা থাকলো না নট ইওর কিস নট ইওর কয়েন।  আর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার গুলোর কথা বললে তো সেখানে আপনার কোন কন্ট্রোলই নাই সব কন্ট্রোল সেন্ট্রাল এর হাতে।
এখন কথার মধ্যে কথা হইলো গিয়া  যতদিন না পর্যন্ত  এই দুনিয়া প্রপারলি বিটকয়েন এর পেয়ার টু পেয়ার  ডিসেন্টালাইজেশন  এ অভ্যস্ত  হবে না ততদিন পর্যন্ত আমাদেরকে ইচ্ছা বা অনিচ্ছায় এদেরকে ব্যবহার করে যেতেই হবে। Tongue
বিটকয়েনের ট্রানজেকশনের ভলিয়ম সাধারনত বুল রানে বেড়ে থাকে। কিন্তু এখনো বুল রান শুরুই হয়নি, তবুও ট্রানজেকশন এর পরিমান এবং ফিস অতিরিক্ত পরিমানে বেড়ে গেছে। দাম যে খুব বেশি এদিক সেদিক হচ্ছে তেমন টা বলবো না। কারন বিগত ১৫ দিনের চার্ট অনুযায়ী বিটকয়েন ৩৫০০০ হাজার ডলার থেকে ৩৭৫০০ ডলারের ভেতরেই অবস্থান করছে। এটা তো বিটকয়েনের ন্যাচারই বলা চলে। তবে যে পরিমান ট্রানজেকশন পেন্ডিং পড়ে আছে, আগামী ৩০ দিন কোনো ট্রানজেকশন না হলেও প্রায় ৩৪ দিন সময় লাগবে মিমপুল খালি হতে। এভারেজ ব্লকটাইম ১০ মিনিট ধরে, প্রতি ব্লকে এভারেজ এ ৩০০০ ট্রানজেকশন গেলে, আড়াই লাখ ট্রানজেকশন কনফার্ম হতে এই পরিমান সময় লাগবে। এখন চিন্তা করে দেখেন কতোদিন পর এসব নরমাল হতে পারে। আর ট্রানজেকশন তো বন্ধ থাকবে না। আগামী ২ মাসে অন্তত ফিস কমার চান্স দেখি না।
সেন্ডাবল মেরিট না থাকার কারণে আপনার এই পোস্টটাকে  মূল্যায়ন করতে পারলাম না। Grin
যাইহোক যারা জানেন না বিটকয়েনের লেনদেন ফি কেন বৃদ্ধি পায় এবং কিভাবে এর ট্রানজেকশন ফি হিসাব করা হয় তারা কয়েন আলাপ এই পোস্টটি আর্টিকেলটি পারেন। 

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 24, 2023, 02:14:27 PM
সেন্চুরি ডান....উন্নয়ন Tongue

https://fb.watch/owIdTxqeKU/?mibextid=Nif5oz

Quote
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
November 24, 2023, 01:09:37 PM
বাইনান্স এক্সচেঞ্জের সাথে কি খারাপ কোন কিছু হতে যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না এইমাত্র আমি দেখতে পারলাম CZ এর টুইটার অ্যাকাউন্ট Restricted করে দিয়েছে.


Restriction উঠে গেছে আর সম্ভাব্য কারণ CZ Twitter এ post ও করেছে...



Source: https://twitter.com/cz_binance/status/1727768796931457512
sr. member
Activity: 490
Merit: 294
November 24, 2023, 08:51:38 AM
বাইনান্স এক্সচেঞ্জের সাথে কি খারাপ কোন কিছু হতে যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না এইমাত্র আমি দেখতে পারলাম CZ এর টুইটার অ্যাকাউন্ট Restricted করে দিয়েছে.
CZ এর বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে এবং একাধিক অভিযোগের বিষয়ে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। এখনই বোঝা যাচ্ছে না কি হতে পারে এই ক্রিপ্টো এক্সচেঞ্জ এর সাথে তবে আমাদের অর্থের ঝুঁকি নেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন নাই। যদি আমাদের মনে হয় যে এই এক্সচেঞ্জ আমাদের সাথে খারাপ কিছু করতে পারে তাহলে এখনই আমাদের এই এক্সচেঞ্জ থেকে সাময়িকভাবে অর্থ উত্তোলন করে রাখা উচিত। সাময়িকভাবে অর্থ উত্তোলন করে রাখার পর যখন পরিস্থিতি আবারো স্বাভাবিক হবে তখন আমরা আবারও ভালভাবে নির্ভয় এই ক্রিপ্টো এক্সচেঞ্জ ব্যবহার করতে পারব।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 24, 2023, 04:18:01 AM
বাইনান্স এক্সচেঞ্জের সাথে কি খারাপ কোন কিছু হতে যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না এইমাত্র আমি দেখতে পারলাম CZ এর টুইটার অ্যাকাউন্ট Restricted করে দিয়েছে.

বলতে পারছি না বাইনান্স এক্সচেঞ্জের সাথে খারাপ কিছু ঘটতে চলছে কিনা। তবে বাইন্যান্স সিইও Changpeng Zhao (CZ) এন্টি মানি লন্ডারিং এবং আরো কিছু অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছে। বাইনান্স সিইও সিজেড সমস্ত অপরাধ মেনে নিয়েছে এবং তার সিইও পদ থেকে পদত্যাগ নিয়েছেন। অনেক মানুষ অনেকভাবে মন্তব্য করলেও আমি মন্তব্য করি বাইনান্স এক্সচেঞ্জের অথবা তার কয়েন বিএনবির কোনো ক্ষতি হতে দেবে না যার কারণে তিনি আগে থেকেই সিও পদ
থেকে পদত্যাগ করেছেন এবং তার পরিবর্তে নতুন সিইও Richard Teng সিইও দায়িত্বে এনেছেন। এক্সচেঞ্জ প্লাটফর্ম এর সাথে খারাপ কিছু ঘটলে এতদিনে ঘটতো।
jr. member
Activity: 77
Merit: 6
November 23, 2023, 01:59:28 PM
বাইনান্স এক্সচেঞ্জের সাথে কি খারাপ কোন কিছু হতে যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না এইমাত্র আমি দেখতে পারলাম CZ এর টুইটার অ্যাকাউন্ট Restricted করে দিয়েছে.

full member
Activity: 546
Merit: 164
November 23, 2023, 11:01:00 AM
ভাই হরতাল অবরোধের খবরাখবর কেউকি জানেন? আমার ডেইলিই কাজের জন্য বাসে যাতায়াত করতে হয় আর ডেইলিই শুনি আজ নাকি অবরোধ। আমি বুঝতেছিনা আসলে কাহিনীটা কি! অবরোধগুলো কি এখনো শেষ হয়নাই? সেই আগের মাসের ২৮ তারিখ থেকে শুনতেছি অবরোধ আর আজ ২২ তারিখ চলে। সারাদেশে অবরোধ বাট অবরোধের কোনো ফিলই পাইনা নাম গন্ধ কিছুই নাই। আপনাদের দিকে কি অবস্থা? আমাদের দিকে কমবেশি ফোর্স দেখতেছি ডেইলি, তবে ভাংচুর, মারামারি, আগুন, মিছিল টাইপ কিছু চোঁখে পড়লোনা এখন পর্যন্ত (তফসিল ঘোষণার দিন বাদে)।  Smiley
হরতাল অবরোধ বিএনপি ঘোষণা করছে কিন্তু রাজপথে হরতালের প্রতিচ্ছবি চোখে পড়ছে না। আমার এখানে  যানবাহন গুলো স্বাভাবিকভাবে চলাচল করছে শুধু দূরপাল্লার বাসগুলো ওভাবে চোখে পড়ছে না। বিএনপি যখন হরতাল অবরোধ দেয় অন্য কোথায় কি হয় সেটা আমি বলতে পারব না। কিন্তু আমার এখানে তখন থেকেই রাস্তায় পুলিশ নেমে থাকে তো বিএনপি  তেমন একটা গাড়ি ভাঙচুর জ্বালাও পোড়াও এগুলা  করতে পারছে না। তবে একটা কাজ চোখে পড়ছে সেটা হল আইন-শৃঙ্খলা বাহিনী হয়তো গোয়েন্দা সংস্থা কাজে লাগিয়ে কোন বাড়িতে বিএনপি করে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী।আমার তো মনে হচ্ছে আইন প্রশাসনকে সাথে নিয়ে নির্ধারিত তারিখেই সরকার নির্বাচন ভালোভাবে করতে পারবে।
আপনার ওই জায়গায় অন্যান্য পরিবহন গুলো চলমান আছে কিন্তু দূরপাল্লার বাস চলমান নাই কিন্তু আমার এখানে দূরপাল্লার বাস নিয়মিত চলাচল করছে। আজকেও আমি মহাসড়কের দিকে গেছিলাম এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে এতটুকু বুঝতে পারলাম যে বিএনপি শুধু নামেই হরতাল এবং অবরোধ পালন করছে কিন্তু তারা কাজের ক্ষেত্রে তা প্রমাণ করতে পারছে না। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়ন করা আছে এবং পুলিশ ওয়াইস্থায়ী ক্যাম্প করে সেখানে অবস্থান করছে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে যাতে ট্রেন চলাচলে কোন বাধা না হয়। বিএনপি'র হরতাল অনুযায়ী আজকে সন্ধ্যার পর থেকেই গাড়ি চলাচল স্বাভাবিক হবে কারণ শুক্রবার হরতাল নাই। এরকম হরতাল দেওয়ার থেকে সবকিছু স্বাভাবিক করে দেওয়াই ভালো কারণ এভাবে হরতাল দিয়ে না ভালোভাবে গাড়ি চলাচল করতে পারছে না বিএনপি'র ন্যায্য দাবি আদায় হচ্ছে।
ভাই আপনি ঠিকই বলেছেন বিএনপি নামে মাত্র শুধু হরতাল দিচ্ছে কাজে কোন কিছুই করতে পারছে না। আওয়ামী লীগের পক্ষ থেকে সকল কার্যক্রম করছে পুলিশ বাহিনী বিএনপি যদি মাঠে নামে ।মাঠে নামার আগ মুহূর্তে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় মাঠে নামার সাহস পাবে কোথা থেকে। আমাদের দেশের সরকার চলে পুলিশ বাহিনীর ক্ষমতায়। তাই পুলিশ বাহিনীদেরকে সরকার সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে সে ক্ষমতার অপব্যবহার করে পুলিশ প্রশাসন। আমাদের দেশ যে গণতন্ত্র দেশ সেটা আমরা প্রায় ভুলতে বসেছি একটা সাধারণ জনগণের স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা নাই সোশ্যাল মিডিয়া সাধারণ ভাবে কোন কিছু কমেন্টস করার ক্ষমতা নাই। যদি সরকারের পক্ষে কোন কথা জনগণ না বলে বিপক্ষে কথা বললেই পুলিশের মাধ্যমে তাদেরকে হয়রানি করা হয় এটাই হলো আমাদের স্বাধীন দেশের গণতন্ত্র?
sr. member
Activity: 490
Merit: 294
November 23, 2023, 07:02:38 AM
ভাই হরতাল অবরোধের খবরাখবর কেউকি জানেন? আমার ডেইলিই কাজের জন্য বাসে যাতায়াত করতে হয় আর ডেইলিই শুনি আজ নাকি অবরোধ। আমি বুঝতেছিনা আসলে কাহিনীটা কি! অবরোধগুলো কি এখনো শেষ হয়নাই? সেই আগের মাসের ২৮ তারিখ থেকে শুনতেছি অবরোধ আর আজ ২২ তারিখ চলে। সারাদেশে অবরোধ বাট অবরোধের কোনো ফিলই পাইনা নাম গন্ধ কিছুই নাই। আপনাদের দিকে কি অবস্থা? আমাদের দিকে কমবেশি ফোর্স দেখতেছি ডেইলি, তবে ভাংচুর, মারামারি, আগুন, মিছিল টাইপ কিছু চোঁখে পড়লোনা এখন পর্যন্ত (তফসিল ঘোষণার দিন বাদে)।  Smiley
হরতাল অবরোধ বিএনপি ঘোষণা করছে কিন্তু রাজপথে হরতালের প্রতিচ্ছবি চোখে পড়ছে না। আমার এখানে  যানবাহন গুলো স্বাভাবিকভাবে চলাচল করছে শুধু দূরপাল্লার বাসগুলো ওভাবে চোখে পড়ছে না। বিএনপি যখন হরতাল অবরোধ দেয় অন্য কোথায় কি হয় সেটা আমি বলতে পারব না। কিন্তু আমার এখানে তখন থেকেই রাস্তায় পুলিশ নেমে থাকে তো বিএনপি  তেমন একটা গাড়ি ভাঙচুর জ্বালাও পোড়াও এগুলা  করতে পারছে না। তবে একটা কাজ চোখে পড়ছে সেটা হল আইন-শৃঙ্খলা বাহিনী হয়তো গোয়েন্দা সংস্থা কাজে লাগিয়ে কোন বাড়িতে বিএনপি করে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী।আমার তো মনে হচ্ছে আইন প্রশাসনকে সাথে নিয়ে নির্ধারিত তারিখেই সরকার নির্বাচন ভালোভাবে করতে পারবে।
আপনার ওই জায়গায় অন্যান্য পরিবহন গুলো চলমান আছে কিন্তু দূরপাল্লার বাস চলমান নাই কিন্তু আমার এখানে দূরপাল্লার বাস নিয়মিত চলাচল করছে। আজকেও আমি মহাসড়কের দিকে গেছিলাম এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে এতটুকু বুঝতে পারলাম যে বিএনপি শুধু নামেই হরতাল এবং অবরোধ পালন করছে কিন্তু তারা কাজের ক্ষেত্রে তা প্রমাণ করতে পারছে না। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়ন করা আছে এবং পুলিশ ওয়াইস্থায়ী ক্যাম্প করে সেখানে অবস্থান করছে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে যাতে ট্রেন চলাচলে কোন বাধা না হয়। বিএনপি'র হরতাল অনুযায়ী আজকে সন্ধ্যার পর থেকেই গাড়ি চলাচল স্বাভাবিক হবে কারণ শুক্রবার হরতাল নাই। এরকম হরতাল দেওয়ার থেকে সবকিছু স্বাভাবিক করে দেওয়াই ভালো কারণ এভাবে হরতাল দিয়ে না ভালোভাবে গাড়ি চলাচল করতে পারছে না বিএনপি'র ন্যায্য দাবি আদায় হচ্ছে।
Jump to: