Author

Topic: বাংলা (Bengali) - page 109. (Read 5694891 times)

newbie
Activity: 11
Merit: 0
November 18, 2023, 07:17:41 AM

আপনি নিজেও ধোয়া তুলশি পাতা না। অল্ট একাউন্ট থেকে কথা বলার চাইতে মেইন আইডি থেকে পোষ্ট করেন। সুন্দর কনভারসেশন হবে।

আমি জানি না এখানে কোন ধরনের ভাষা ব্যবহার করা উচিত । কিন্তু আপনি একটা কথা জানেন তো ,যে যেমন সে সবাইকে তেমনই ভাবে । আমি অহেতুক আপনার সাথে তর্কে জড়াতে চাই না । আপনি এবিউজ নিয়ে যতটা অবজ্ঞ এবং আপনার উচিত reputation থ্রেডে এই সব বিষয় উল্লেখ করা । যা বাংলা কমিউনিটির জন্য কল্যাণকর।

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 18, 2023, 07:01:14 AM
কিন্তু এভাবে প্রকাশ্য সবার নাম মেনশন করা উচিত নয় কেননা এখানে মেধা এভোস বা যাই হোক না কেন । এটা আমাদের বাংলা কমিউনিটি তে কি হইতেসে সেটা অনেক DT সদস্যরা জানে না তাই অহেতুক এভাবে নাম মেনশন করে কমিউনিটির আরও বদনাম না বাড়ানো উচিত। আপনি চাইলে রেপুটেশন থ্রেডে যাইতে পারেন এই সব বিষয় নিয়ে , আশা করি আপনাকে এই সম্পর্কে আরও বিস্তারিত বলার প্রয়োজন নেই ।

চাপাই এর ভাষায় একটা কথা আছে, বুললেই বুলবেন বুইলছি!
আপনি কয়দিন হয় বাংলাদেশ থ্রেড এর পোষ্ট পড়তেছেন? বিগত ৩-৪ মাসে কম পক্ষে ২০ টা পোষ্ট করে এদের কে সতর্ক করা হয়েছে। কারো নাম ধরে বলা হয় নাই। আমি ছাড়া অন্যরাও নাম মেনশন না করে এসব না করার জন্য বলেছে। রেজাল্ট কি? ভাবসাব এমন যে, তুই কি চ্যাটের বাল! তোর কথা কে শোনে? এই যে এতোদিন নানান ভাবে পোষ্ট করে করে আকুতি মিনতি করে বললাম যে ভাইয়েরা এমন টা করবেন না প্লিজ। প্রত্যেকটা মেম্বার তার রেংক এর কাছে গেলে বড় দের কে নিজ উদ্যোগে মেসেজ করে মেরিট পাওয়ার ব্যাবস্থা করেছি নিজের সাধ্য মতো। তারপরও কি থেমেছে এদের এবিউজ? থামে নাই। তো নাম মেনশন করবো না তো কি করবো? আর কতো? কি একটা লজিগ দিলেন, নাম মেনশন করলে কমিউনিটির বদনাম হয়ে যাচ্ছে, আকাম কুকাম করলে বদনাম হচ্ছে না, এমন কিছু বুঝাতে চাচ্ছেন?

আমাদের বাংলাদেশ থ্রেড এর নিজস্য nutildah আর lovesmayfamilis এর ২য় ভার্শন দরকার।
এটা অনেক ভালো সিদ্ধান্ত কিন্তু আপনি এই ফোরামের অনেক কিছু  জানেন এবং বুঝেন ।আপনি একটা কথা অবশ্যই জানেন যে আমরা যাদেরকে ধুয়া তুলসি পাতা মনে করি কিন্তু তারাও কিন্তু ধুয়া তুলসী পাতা নয়।  তাই মনে রাখবেন সবারই কিছু না কিছু ভুল আছে।

কারোরই ধোয়া তুলশি পাতা হওয়ার দরকার নাই। ধোয়া তুলশি পাতা হতে হবে কেনো? কেউ ফেরেশতা না। ভুল হলে সেটা সংশোধন করতে হবে। তাই বলে মাসের পর মাস একই কাজ করা টা ভুল না। আপনি নিজেও ধোয়া তুলশি পাতা না। অল্ট একাউন্ট থেকে কথা বলার চাইতে মেইন আইডি থেকে পোষ্ট করেন। সুন্দর কনভারসেশন হবে।

অবশেষে ভালো একটি পোষ্ট পাইলাম নোটিফিকেশনে। যাইহোক বলার কিছু নাই, কারণ আমি যতবার বলেছি, ততবারে অনেক কাহিনী হয়েছে। এইজন্য নিজের মতো করে নিজের পোর্টফোলিও বৃদ্ধি করতাছি। যদিও অনেক পোষ্ট করতে মন চায়, কিন্তু ওইসব মেরিট ফার্মারদের জন্য ইচ্ছাটাই মরে যাচ্ছে।

নোটিফিকেশনে কেমনে পাইলেন ভাই? আপনাকে তো কেউ কোট বা মেনশন করে নাই  Huh Huh
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 18, 2023, 06:47:23 AM
সকলের দৃষ্টি আকর্ষন করছি।



অবশেষে ভালো একটি পোষ্ট পাইলাম নোটিফিকেশনে। যাইহোক বলার কিছু নাই, কারণ আমি যতবার বলেছি, ততবারে অনেক কাহিনী হয়েছে। এইজন্য নিজের মতো করে নিজের পোর্টফোলিও বৃদ্ধি করতাছি। যদিও অনেক পোষ্ট করতে মন চায়, কিন্তু ওইসব মেরিট ফার্মারদের জন্য ইচ্ছাটাই মরে যাচ্ছে।

বাকিদের জন্য শুভকামনা রইলো।  Wink




কিছু আপডেট সবার জন্য, যারা আমার পূরবর্তী এয়ারড্রপের পোষ্টগুলো অনুসরণ করেছে।
KTX Finance এর এয়ারড্রপ এখন ক্লেইম করা যাচ্ছে, বিস্তারিত এখানে: https://twitter.com/officialbitbyte/status/1725628000950169956

গুরুত্বপূর্ণ কিছু পোষ্টের লিংক দিলাম, যাদের সময় আছে তারা পইড়া নিয়েন।  Wink
https://twitter.com/officialbitbyte/status/1655216901134651400

DX25Labs প্রজেক্টের টেস্টনেটের পোষ্টটি শেয়ার করেছিলাম, যারা পোষ্টটি পড়ার পর প্রতিদিন ব্যবহার করেছেন। তারা নিজেদের এয়ারড্রপ এমাউন্ট এখানে চেক করতে পারেন: https://twitter.com/officialbitbyte/status/1725836495926489551
newbie
Activity: 11
Merit: 0
November 18, 2023, 06:35:58 AM
@Learn Bitcoin আপনার তদন্ত এবং সিদ্ধান্ত অনেক ভালো লেগেছে। এ বিষয় সবার সাথে পর্যালোচনা করা উচিত যারা সিনিয়র আছে। কিন্তু এভাবে প্রকাশ্য সবার নাম মেনশন করা উচিত নয় কেননা এখানে মেধা এভোস বা যাই হোক না কেন । এটা আমাদের বাংলা কমিউনিটি তে কি হইতেসে সেটা অনেক DT সদস্যরা জানে না তাই অহেতুক এভাবে নাম মেনশন করে কমিউনিটির আরও বদনাম না বাড়ানো উচিত। আপনি চাইলে রেপুটেশন থ্রেডে যাইতে পারেন এই সব বিষয় নিয়ে , আশা করি আপনাকে এই সম্পর্কে আরও বিস্তারিত বলার প্রয়োজন নেই ।

আমাদের বাংলাদেশ থ্রেড এর নিজস্য nutildah আর lovesmayfamilis এর ২য় ভার্শন দরকার।
এটা অনেক ভালো সিদ্ধান্ত কিন্তু আপনি এই ফোরামের অনেক কিছু  জানেন এবং বুঝেন ।আপনি একটা কথা অবশ্যই জানেন যে আমরা যাদেরকে ধুয়া তুলসি পাতা মনে করি কিন্তু তারাও কিন্তু ধুয়া তুলসী পাতা নয়।  তাই মনে রাখবেন সবারই কিছু না কিছু ভুল আছে।
sr. member
Activity: 616
Merit: 322
November 18, 2023, 06:20:53 AM
হঠাৎ করে এতো খেইপা গেলেন কেনো ভাই। এইগুলা আমি অনেলবার বলছি কিন্তু কে শোনে কার কথা। আনকে আপনি সরাসরি নাম ধরে মেনশন করে ফেললেন তবে আপনার লিস্টে আরো কয়েকজনের দাম বাদ পড়ে গেছে যারা আসলে মূল হোতা। যেগুলা মেনশন করেছেন এগুলা হলো সেগুলার বাচ্চা।
ভাই খেপার কিছু নাই। আর মেনে নেয়া যাচ্ছে না। একটা অরাজকতা শুরু হয়ে গেছে। যে যা পারে করতেছে। আমাদের বাংলাদেশ থ্রেড এর নিজস্য nutildah আর lovesmayfamilis এর ২য় ভার্শন দরকার। আর সেটা হতে হবে Little Mouse, Shasan , Crypto Library এর মতো ইউজারদেরকে।
হুম, সবচাইতে বেশি খারাপ লাগে তখন যখন দেখি ভালো ভালো পোস্টগুলা পইড়া আছে কেউ সেটার রিপ্লাই পর্যন্ত দেয় না অথচ শিট মার্কা পোস্ট কইরা মেরিট বিতরণ করে আর কারো অ্যাক্টিভিটি হওয়ার আগেই মেরিট দিয়া ভরপুর থাকে অথচ তার পোস্ট হিস্টোরিতে গেলে দেখা যায় প্রায় প্রত্যেকটা পোস্ট শিট পোস্ট । আর ঘুইরা ফিরা ৫-৬ একাউন্টের মধ্যেই মেরিট সার্কেল এইগুলা দেইখা একটা অন্ধ লোকেও বুঝব যে এদের মধ্যে কানেকশন কি হতে পারে। nutildah আর lovesmayfamilis এর মতো হয়তো বা হওয়া সম্ভব না কারণ কেউ কখনো কারো মত হতে পারে না কিছুটা হলেও ডিফ্রেন্ট থাকে। তবে যারা সচেতন এবং সব সময় ন্যায্য জিনিস নিয়ে থাকে তাদের উচিত তাদের নিজেদের মত করে একশন নেওয়া।

Little Mouse ম্যানেজমেন্ট নিয়ে কিছুটা ব্যস্ত তাই হয়তো বা তার পক্ষে এরকম একশন নেওয়া  সম্ভব হইতেছে না অথবা সে মায়া দেখাইয়া এগুলো করতেছে না। যে ঘুইরা ফিরা আমরা সবাই বাঙালি একজন ভালো মানুষের পক্ষে নিজ দেশের অন্য ক্ষতি করা কাম্য না।

Shasan গ্লোবালি ল্যান্ডিং সার্ভিস নিয়ে খুবই ব্যস্ত কারণ তার ল্যান্ডিং সার্ভিস এখন ব্যাপক বা পরিসরে ছড়াইয়া পরছে। আর সবারই ব্যাক্তিগত অনেক কাজ থাকে তাই সব মিলাইয়া এখানে অন্যদের অন্যায্য কার্যকলাপ খুইজা বের করে তাদের বিরুদ্ধে একশন নেওয়াটা অনেক কষ্টকর হয়ে পরে কারন এগুলা সময়সাপেক্ষ ব্যাপার

Crypto Library স্পেশালভাবে বড় পরিশরে কোন কিছু করতেছে না Little Mouse আর Shasan এর মত আর Learn Bitcoin আপনি বাঙ্গালী বোর্ডে অনেক বেশি এক্টিভ তাই আপনার পক্ষে এসব একশন নেওয়াটা অনেক সহজ হবে। তাই আপনারা দুজন মিলে এই কাজটা করতে পারেন। আমি নিজেও আছি আপনাদের সাথে আমি নিজেও আপনাদের হেল্প করব। কারণ এইসব বিষয় অনেকবার বলা হয়েছে। এগুলা আর মেনে নেওয়া যায় না। কারণ একবার দুইবার তিনবার একটা বিষয় বোঝানো যায় কিন্তু এখানে শতবার বইলাও কোন লাভ হইতাছে না। তাই এখন ডাইরেক্ট একশন নেওয়াটা খুব জরুরী
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 18, 2023, 04:04:19 AM
নাম আর লিস্ট তো ভাই করলেন, কিন্তু মনে হয় কিছু কিছু পার্সন লিস্টের বাহিরেই রয়েছে।  Grin
লিডারকে মেনশন করি নাই। এছাড়াও আরো কয়েকজন আছে, যাদের মেনশন করি নাই। এখন দেখেন আস্তে করে সবাই পাশ কাটিয়ে পোষ্ট করতেছে। এমন একখানা ভাব ধরছে মনে হয় তারা আমার পোষ্ট দেখেই নাই।

আসলে আমিও আপনার এই নীতিতে চলি সাধারণ মানুষ,  কারো সাথে বাজাবাজিতে নেই  মিলেমিশে চলতেই পছন্দ করি।  আমি এটাও মনে করতাম ঘরের নোংরা কাপড় বাইরে শুকাতে না দেওয়াই ভালো।
এই একটা মাত্র কারনে কাল অব্দি কারো নাম মেনশন করি নাই। যদি এক্সপোজ করে দেই, আমাদের লোকাল থ্রেড এর বদনাম হবে। কিন্তু সব কিছুর একটা লিমিট আছে। যেহেতু লিমিট ক্রস করে ফেলেছে, আর কোনো প্রকার ছাড় নয়। সিনিয়রদের সাথে আলাপ হবে। কাউকে আজ অব্দি এই একটা কারনেই কিছুই বলি নাই। লিটল মাউস ভাই আজকে সকালেও বললো আমাকে যে ভাই, আমাদের কম্যুনিটি এমনেই ছোট। তাই উনি অনেক কিছু বুঝেও কিছু বলেন না।

তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা এমন হয়ে দাঁড়িয়েছে যে, নোংরা কাপড়ের স্তুপ আর গন্ধের কারণে নিজেদেরকেই বাইরে থাকতে হচ্ছে।  Roll Eyes
মাঝেমধ্যে গ্লোবাল মেম্বারদের  পোস্ট দেখে মাথা নিচু হয়ে যায়,  এইসব অ্যাক্টিভিটি দেখে অনেক রেপুটেবল গ্লোবালমেম্বাররা মনে করে যে আমাদের লোকাল থ্রেড  মাত্র কয়েকজন দাঁড়াই পরিচালিত হয়।

আপনি কি hugeblack এর পোষ্ট এর কথা বলছেন? উনি তো সেদিন এটা বলেই দিলো পাবলিক ভাবে। তখন Little Mouse ভাই ডিফেন্ড করছে।


এনি ওয়ে, বাই দা রাস্তা Learn Bitcoin আপনি তো ভাই তলে তলে ৫০০ ক্রস করে ফেলছেন, এখন পিজ্জা নাকি মিষ্টি কোনটা খাওয়াবেন তাড়াতাড়ি বলেন?  এমন ভাবে আগাচ্ছেন যে  আর ১৫০ একটিভিটি  হওয়ার আগেই মনে হয় ১০০০ টাচ করে ফেলবেন।
যাইহোক ভাই  আপনাকে নিয়ে আমি অনেক আশাবাদী যে পরবর্তীতে  বাংলাদেশের  এসেট Little Mouse, Shasan এদের পরপরই  আপনার নাম থাকবে.  অনেক অনেক অভিনন্দন আপনার পরবর্তী যাত্রার জন্য। *ব্যানার স্ক্রিনশট  বানিয়ে কংগ্রেজুলেশন জানাতে পারলাম না দেখে দুঃখিত ভাই Tongue *

মজা লইলেন ভাই। আমি আসেত আস্তে এখানে পোষ্ট করা কমিয়ে দিয়েছি। সেটা কি খেয়াল করেছেন? Little Mouse, Shasan , Crypto Library রা এসেট হয়েই আছে। আমাদের কমিউনিটি তাদের ইউটিলাইজ করতে পারলো না।

হঠাৎ করে এতো খেইপা গেলেন কেনো ভাই। এইগুলা আমি অনেলবার বলছি কিন্তু কে শোনে কার কথা। আনকে আপনি সরাসরি নাম ধরে মেনশন করে ফেললেন তবে আপনার লিস্টে আরো কয়েকজনের দাম বাদ পড়ে গেছে যারা আসলে মূল হোতা। যেগুলা মেনশন করেছেন এগুলা হলো সেগুলার বাচ্চা।

ভাই খেপার কিছু নাই। আর মেনে নেয়া যাচ্ছে না। একটা অরাজকতা শুরু হয়ে গেছে। যে যা পারে করতেছে। আমাদের বাংলাদেশ থ্রেড এর নিজস্য nutildah আর lovesmayfamilis এর ২য় ভার্শন দরকার। আর সেটা হতে হবে Little Mouse, Shasan , Crypto Library এর মতো ইউজারদেরকে।
sr. member
Activity: 798
Merit: 377
November 18, 2023, 12:31:36 AM
উচিত কেননা বাংলাদেশের সব কিছুই রাজনীতির সাথে সম্পৃক্ত করতে হবে কেন? ক্রিকেট একটি জাতীয় স্বার্থ এটি সব সময় সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। বাংলাদেশের ক্রিকেটে অটোসিলেক্ট একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একজন খেলোয়াড় যদি পরপর একাধিক ম্যাচে খারাপ পারফরম্যান্স করে তাহলেও তার বিশেষ সুবিধা পাওয়ার কারণে দল থেকে সাময়িকভাবে বিশ্রাম দেওয়া হয় না। আমাদের পাশের দেশ ভারতে এই রকম নীতিমালা নেই সরি তাদের কোন খেলোয়াড় বাংলাদেশের কোন খেলোয়াড়ের মতো ধারাবাহিক খারাপ পারফরম্যান্স করে না। একটা বিষয় ক্রিকেট মহলে অবশ্যই মেনে নেওয়া উচিত যে আপাতত বোর্ড প্রেসিডেন্ট পাঁচ বছর পর চেঞ্জ করা উচিত। রাজনৈতিক দলের হোক তবুও নতুনদের চান্স দেওয়া উচিত। এটা বলে কোন লাভ নেই কারণ মাশরাফি মর্তুজা দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কথা বলেছেন কিন্তু কোন লাভ হয়নি।
প্রত্যেকটা দেশে আছে এবং প্রত্যেকটা দেশেই সরকার দল এবং বিরোধী দল আছে কিন্তু কয়টা দেশ তাদের ক্রিকেট নিয়ে রাজনীতি করে। ইন্ডিয়াতে মানুষের জাত অনেক বড় করে দেখা হয় এবং প্রত্যেকটা বিষয় আগে প্রাধান্য দেওয়া হয় যে মানুষ কোন জাত কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে জাত অথবা জাতির কোন ভেদাভেদ নাই। ইন্ডিয়াতে তাকেই মূল্যায়ন করা হয় যার ক্রিকেটের ট্যালেন্ট আছে। ইন্ডিয়াতে আপনি খুঁজলে এমন অনেক কোচ পাবেন যারা ক্রিকেটের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, বাংলাদেশে খুঁজলে আপনি এরকম কয়জন কোচ পাবেন। বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসাবে যিনি বর্তমানে দায়িত্বে আছেন তিনি বিসিবি থেকে প্রত্যেক মাসে 30 লাখ টাকা বেতন নেন কই তাকে দেখে ৩০ লাখ টাকা পারিশ্রমিক নেওয়ার কোচ মনে হয় না। ক্রিকেট হচ্ছে বাংলাদেশের এবং বাঙ্গালীদের আবেগের একটি জায়গা এবং রাজনীতিবিদরা যখন আমাদের এই আবেগ নিয়ে খেলে তখন বিষয়টা সত্যি মেনে নেওয়া যায় না।


একজন লোক তার পারিশ্রমিক হিসেবে বেতন পাবে এতে কোন খারাপ লাগার বিষয় নেই। আমার কথা হল তাকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে যেমন বি সি বি সভাপতি পাপন এর সাথে আমার মনে হয় ক্রিকেটের সাথে কোন সম্পর্ক নেই বাস্তবে, তবু তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট টিম গঠন করা হয়েছে একতরফাভাবে। কারণ এমন কিছু খেলোয়ার নতুনে নিয়োগ করা হয়েছে যারা এই আইসিসি ওয়ার্ল্ড কাপ মৌসুমে খারাপ পারফরমেন্সের সাথে ছিল বেশি সময়। একজন ব্যাটসম্যান সে হয়তো এক থেকে দুই ম্যাচ খারাপ খেলবে কিন্তু বরাবরই পারফরমেন্স খারাপ করে আসছে এদেরকে দলের সুযোগ দেওয়ার আগে অবশ্যই তাদের ক্রিকেট ট্যালেন্ট সম্পর্কে সুনিশ্চিত হওয়া উচিত।

প্রায় সব দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি পরিবর্তন হয়ে থাকে কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড সভাপতি কোন পরিবর্তন নাই যার কারণে বাংলাদেশ টিম পুরোটাই বিফলে যাওয়ার পথে।

প্রত্যেকটা দেশে আছে এবং প্রত্যেকটা দেশেই সরকার দল এবং বিরোধী দল আছে কিন্তু কয়টা দেশ তাদের ক্রিকেট নিয়ে রাজনীতি করে।

পৃথিবীর প্রায় সব দেশেই রাজনীতি রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতি নোংরা । অনন্য দেশে জনগণের স্বাধিনতা রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে গনপ্রজাতন্তী দেশ হয়েও জনগণের কোনো স্বাধিনতা নেই একজন দেশপ্রেমিক হয়েও সে কোনো কমেন্ট করতে পারে না।
ইন্ডিয়া ক্রিকেট নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা করা হয় এবং সভাপতি সহ ক্রিকেট বোর্ডের সবাই অভিজ্ঞ যার  কারণে বর্তমানে ভারত ক্রিকেট দল অনেক এগিয়ে রয়েছে।
full member
Activity: 546
Merit: 164
November 18, 2023, 12:12:00 AM
উচিত কেননা বাংলাদেশের সব কিছুই রাজনীতির সাথে সম্পৃক্ত করতে হবে কেন? ক্রিকেট একটি জাতীয় স্বার্থ এটি সব সময় সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। বাংলাদেশের ক্রিকেটে অটোসিলেক্ট একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একজন খেলোয়াড় যদি পরপর একাধিক ম্যাচে খারাপ পারফরম্যান্স করে তাহলেও তার বিশেষ সুবিধা পাওয়ার কারণে দল থেকে সাময়িকভাবে বিশ্রাম দেওয়া হয় না। আমাদের পাশের দেশ ভারতে এই রকম নীতিমালা নেই সরি তাদের কোন খেলোয়াড় বাংলাদেশের কোন খেলোয়াড়ের মতো ধারাবাহিক খারাপ পারফরম্যান্স করে না। একটা বিষয় ক্রিকেট মহলে অবশ্যই মেনে নেওয়া উচিত যে আপাতত বোর্ড প্রেসিডেন্ট পাঁচ বছর পর চেঞ্জ করা উচিত। রাজনৈতিক দলের হোক তবুও নতুনদের চান্স দেওয়া উচিত। এটা বলে কোন লাভ নেই কারণ মাশরাফি মর্তুজা দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কথা বলেছেন কিন্তু কোন লাভ হয়নি।
বাংলাদেশের যে কোন বিষয়ে কথা বলতে গেলে রাজনীতিক বিষয় এই কারণে আসে আমাদের বাংলাদেশে ক্রিকেট বোর্ডের সব কিছুই নোংরা রাজনীতিতে চলে। আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের পাশের দেশ ভারত ভারতে তাদের নরেন্দ্র মোদি সরকার থাকাকালীন তাদের ক্রিকেট বোর্ডের পরিবর্তন হয়েছে পাঁচবার। ভারতের মতো দেশে তাদের সরকার এতদিন ধরে ক্ষমতায় থাকা পরেও তাদের ক্রিকেট বোর্ডের ক্রিকেটের স্বার্থে যদি পাঁচবার পরিবর্তন হতে পারে। তাহলে আমাদের বাংলাদেশে ক্রিকেট বোর্ডের এত ব্যর্থতার পরেও একবারও পরিবর্তন হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তন হওয়া উচিত তাহলে আমাদের বাংলাদেশের টিমটা ভালোভাবে গঠন হবে খেলোয়ার নির্বাচনের সময় কোন দুর্নীতি হবে না। ভালো মানের খেলোয়ারদের কে খেলার সুযোগ করে দেওয়া উচিত। এইটা যদি বিসিবি পরিবর্তন না হয় তাহলে কখনো সম্ভব না। ২০২৩ বিশ্বকাপের বাংলাদেশের বাজে ব্যাটিংয়ের কারণে বাজেভাবে তারা হারার পরে এত  মানুষ নাজমুল হাসান পাপনের পদত্যাগ দাবি করছে অথচ তার কোন খবরই নেই সে কখনোই পদত্যাগ করবে না।
sr. member
Activity: 490
Merit: 294
November 17, 2023, 11:18:45 PM
উচিত কেননা বাংলাদেশের সব কিছুই রাজনীতির সাথে সম্পৃক্ত করতে হবে কেন? ক্রিকেট একটি জাতীয় স্বার্থ এটি সব সময় সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। বাংলাদেশের ক্রিকেটে অটোসিলেক্ট একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একজন খেলোয়াড় যদি পরপর একাধিক ম্যাচে খারাপ পারফরম্যান্স করে তাহলেও তার বিশেষ সুবিধা পাওয়ার কারণে দল থেকে সাময়িকভাবে বিশ্রাম দেওয়া হয় না। আমাদের পাশের দেশ ভারতে এই রকম নীতিমালা নেই সরি তাদের কোন খেলোয়াড় বাংলাদেশের কোন খেলোয়াড়ের মতো ধারাবাহিক খারাপ পারফরম্যান্স করে না। একটা বিষয় ক্রিকেট মহলে অবশ্যই মেনে নেওয়া উচিত যে আপাতত বোর্ড প্রেসিডেন্ট পাঁচ বছর পর চেঞ্জ করা উচিত। রাজনৈতিক দলের হোক তবুও নতুনদের চান্স দেওয়া উচিত। এটা বলে কোন লাভ নেই কারণ মাশরাফি মর্তুজা দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কথা বলেছেন কিন্তু কোন লাভ হয়নি।
রাজনীতি প্রত্যেকটা দেশে আছে এবং প্রত্যেকটা দেশেই সরকার দল এবং বিরোধী দল আছে কিন্তু কয়টা দেশ তাদের ক্রিকেট নিয়ে রাজনীতি করে। ইন্ডিয়াতে মানুষের জাত অনেক বড় করে দেখা হয় এবং প্রত্যেকটা বিষয় আগে প্রাধান্য দেওয়া হয় যে মানুষ কোন জাত কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে জাত অথবা জাতির কোন ভেদাভেদ নাই। ইন্ডিয়াতে তাকেই মূল্যায়ন করা হয় যার ক্রিকেটের ট্যালেন্ট আছে। ইন্ডিয়াতে আপনি খুঁজলে এমন অনেক কোচ পাবেন যারা ক্রিকেটের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, বাংলাদেশে খুঁজলে আপনি এরকম কয়জন কোচ পাবেন। বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসাবে যিনি বর্তমানে দায়িত্বে আছেন তিনি বিসিবি থেকে প্রত্যেক মাসে 30 লাখ টাকা বেতন নেন কই তাকে দেখে ৩০ লাখ টাকা পারিশ্রমিক নেওয়ার কোচ মনে হয় না। ক্রিকেট হচ্ছে বাংলাদেশের এবং বাঙ্গালীদের আবেগের একটি জায়গা এবং রাজনীতিবিদরা যখন আমাদের এই আবেগ নিয়ে খেলে তখন বিষয়টা সত্যি মেনে নেওয়া যায় না।
sr. member
Activity: 476
Merit: 359
November 17, 2023, 10:56:30 PM
হ্যাঁ এটাই তো করা উচিত কেননা বাংলাদেশের সব কিছুই রাজনীতির সাথে সম্পৃক্ত করতে হবে কেন? ক্রিকেট একটি জাতীয় স্বার্থ এটি সব সময় সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। বাংলাদেশের ক্রিকেটে অটোসিলেক্ট একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একজন খেলোয়াড় যদি পরপর একাধিক ম্যাচে খারাপ পারফরম্যান্স করে তাহলেও তার বিশেষ সুবিধা পাওয়ার কারণে দল থেকে সাময়িকভাবে বিশ্রাম দেওয়া হয় না। আমাদের পাশের দেশ ভারতে এই রকম নীতিমালা নেই সরি তাদের কোন খেলোয়াড় বাংলাদেশের কোন খেলোয়াড়ের মতো ধারাবাহিক খারাপ পারফরম্যান্স করে না। একটা বিষয় ক্রিকেট মহলে অবশ্যই মেনে নেওয়া উচিত যে আপাতত বোর্ড প্রেসিডেন্ট পাঁচ বছর পর চেঞ্জ করা উচিত। রাজনৈতিক দলের হোক তবুও নতুনদের চান্স দেওয়া উচিত। এটা বলে কোন লাভ নেই কারণ মাশরাফি মর্তুজা দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কথা বলেছেন কিন্তু কোন লাভ হয়নি।
বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য কোচ চন্ডিকা হাতুরিসিংহে বাংলাদেশের কোচ হওয়ার আগে বাংলাদেশের ক্রিকেটে "অটো চয়েজ প্রথা" হয়তো চালু ছিল না। মূলত তার হাত ধরেই এই "অটো চয়েজ" চালু হয়েছে। তার প্রথম অটো চয়েস খেলোয়াড় ছিল সৌম্য সরকার যার অবনতি দিন দিন হয়েছে এমনকি তাকে অনেকদিন জাতীয় দলের অটো চয়েজ কোঠায় খেলানো হয়েছে। বাংলাদেশে এখন রাজনৈতিক বৈষম্যের এবং চক্রান্তের কারণে বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড় কে সুযোগ দেওয়া হচ্ছে না যার কারণে বাংলাদেশের ক্রিকেটে দিনের পর দিন অবনতি হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের ক্রিকেট খেলায় কোন একটি খেলোয়াড় যদি একটি ম্যাচ খারাপ খেলে অথবা দুইটা ম্যাচ খারাপ খেলে তাহলে তাকে বসিয়ে অন্য খেলোয়াড়কে সুযোগ করে দেয়। যাকে সুযোগ দেয় সে এসে দুর্দান্ত পারফরমেন্স করে দলের জায়গা শক্ত করে। মূলত তাদের মধ্যে একটা জেদ কাজ করে যে সে পারলে আমি কেন পারব না। বাংলাদেশের যদি এটা থাকতো তাহলে বাংলাদেশের প্রত্যেক খেলোয়াড় ভালো খেলতো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দলের জয়ের জন্য ভালো খেলতো।
Quote
আপাতত বোর্ড প্রেসিডেন্ট পাঁচ বছর পর চেঞ্জ করা উচিত। রাজনৈতিক দলের হোক তবুও নতুনদের চান্স দেওয়া উচিত।
নাজমুল হাসান পাপন যেভাবে তার ক্ষমতায় অটল থাকতে চান মনে হয় না তার মৃত্যুর আগ পর্যন্ত সে তার পদ থেকে অবসর নেবে। তাছাড়া বাংলাদেশ যদি বিশ্বকাপ জেতে তাহলে হয়তো নাজমুল হাসান পাপন অবসর নিতে পারে। Grin
নতুনদের চান্স দেওয়া তো দূরের কথা বাংলাদেশ যতই খারাপ খেলুক বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কোন একটি সদস্যের পরিবর্তন হয় না হয়তো ভবিষ্যতেও হবে না এমনটা আশা করা যায়। Roll Eyes
sr. member
Activity: 546
Merit: 268
November 17, 2023, 09:34:51 PM
নির্বাচনী তফসিল ঘোষণা করার পর থেকেই ধারণা করেছিলাম দেশে খুবই খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে এবং সামনে হয়তো সেগুলোই হচ্ছে, দফায় দফায় বেশ কিছু প্রতিবাদী মিছিল বের হতে দেখেছি এবং রাস্তার প্রত্যেকটা পয়েন্টে কঠোরভাবে পুলিশের অবস্থান লক্ষ্য করেছে। বিএনপি জামায়াত এবং অন্যান্য দলগুলো অনেক চেষ্টার পরও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ব্যর্থ।
নমিনেশন জমা দেওয়া এবং ভোটাভুটির তারিখ ইতোমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং সেই ঘোষণা করার পর থেকেই হরতাল অবরোধ এর ঘোষণা করা হয়েছে বিএনপি'র পক্ষ থেকে। বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ এখন দেশকে রক্ষা করা সাধারণ জনগণের হাতে, এবং তিনি সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন যেন সাধারণ জনগণ মাঠে নেমে আসে। তার এই ধরনের স্লোগানে কিছুটা উত্তাপ ছড়িয়েছে সমগ্র দেশব্যাপী। সামনের দিনগুলোতে অবশ্যই খারাপ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।
বাংলাদেশ কি একনায়তন্ত্র দেশ হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। বাংলাদেশের এখন যে রকম রাজনৈতিক পরিস্থিতি তাতে সরকার কোন মতে তত্ত্বাবধায়ক সরকার দেবে না। মূলত ঝামেলার সৃষ্টির এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার না দেওয়ায় বিরোধী দলীয় নেতাকর্মীরা দফায় দফায় মিছিল, বৈঠক এমনকি প্রতিবাদী সমাবেশ করছে যার কারণে দেশের পরিস্থিতি এখন উত্তাল।

Quote
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ এখন দেশকে রক্ষা করা সাধারণ জনগণের হাতে
যেখানে নেতারা ব্যর্থ মনে হয় না সেখানে জনগণ কিছু করতে পারবে। কারণ জনগণ কিছু করতে গেলে পুলিশের হয়রানের শিকার হবে অথবা পুলিশের আঘাতের শিকার হবে। যখনই জনগণ এবং পুলিশের মধ্যে ফাইট লেগে যাবে তখন দেখা যাবে অনেক মানুষ আহত এবং অনেক নিহত হয়েছে এটাই হবে তার নির্ধারিত ফলাফল। এই নির্বাচন কে কেন্দ্র করে নেতাদের তেমন কোন ক্ষতি হবে না সব থেকে ক্ষতি হবে বেশি সাধারন জনগণের কারণ তারাই লড়াই করবে তাদের নেতাদের বিজয়ের জন্য।
বাংলাদেশের রাজনীতি এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মত হয়ে গেছে যেখানে কেউ একবার ক্ষমতা পেলে আর ক্ষমতা থেকে সরে দাঁড়াতে চায় না। প্রায় এক যুগ ধরে যেমন নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তিনি দলের এতটা ব্যর্থতার পরেও যেমন দলের সভাপতি পদ ছেড়ে দিচ্ছেন না তেমনি আমাদের দেশের বর্তমান সরকার একই কাজ করছে। স্বাভাবিক দেশটাকে অস্বাভাবিক দেশ বানিয়ে তিনি পড়ে আছেন তার ক্ষমতা নিয়ে। এখানে কোন দলের পক্ষে অথবা বিপক্ষে কথা বলছি না দেশের একজন জনগণ হিসাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি অবশ্যই এতোটুকু বলতে পারি। যারা বাপের হোটেলে খায় তাদের হয়তো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোন মাথা ব্যাথা নাই তবে যারা ইনকাম করে ফ্যামিলি পরিচালনা করে তারাই বুঝে বর্তমানে ফ্যামিলি পরিচালনা করা কতটা কঠিন। দেশের সরকার পতনের মধ্য দিয়ে যদি সাধারণ জনগণের উন্নতি হয় তাহলে আমিও চাই নতুন সরকার ক্ষমতায় আসুক।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে বাবর আজমকে অধিনায়ক থেকে সরিয়ে দিয়েছে এবং নতুন করে পিসিবি সভাপতি পরিবর্তন হয়েছে। তেমনি আরো কতিপয় দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ও অধিনায়ক সহ আরো বেশ পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অধিনায়ক পরিবর্তন হলেও নাজমুল হাসান পাপন ভাই কখনো পরিবর্তন হবে না।

বাংলাদেশ যতদিন পর্যন্ত না বিশ্বকাপ না জিততে পারবে ততদিন পর্যন্ত নাজমুল হাসান পাপন বাংলাদেশের সভাপতি পদ থেকে সরে দাঁড়াবে না।
পাকিস্তান শুধুমাত্র অধিনায়কের দায়িত্বও পরিবর্তন করেনি বরং পাকিস্তান প্রধান নির্বাচক প্রধান কোচ সহ পাকিস্তান ক্রিকেটের বেশ কিছু জায়গায় পরিবর্তন করেছে। কিছু সময় কিছু পরিবর্তন অবশ্যই দেশ জাতি এবং নির্দিষ্ট সেক্টরের জন্য ভালো। আমি ক্রিকেটীয়ভাবে একটা উদাহরণ দিচ্ছি, একজন খেলোয়াড় যদি একটা দলের অটো চয়েজ হয় তাহলে তার প্র্যাকটিসের প্রতি কোন মনোযোগ থাকবে না পাশাপাশি সে এটা ধরে নিবে সে দলের অটো চয়েস সে পারফরমেন্স করলে দলে থাকবে না করলে দলে থাকবে। যখনই একজন খেলোয়াড় এভাবে চিন্তা করেন তখন তার পারফরমেন্স এমনিতেই কমে যায় কিন্তু যদি হঠাৎ করেই ওই খেলোয়াড়কে একাদশে না রেখে অন্য খেলোয়াড়কে একাদশে রাখা হয় তাহলে সেই খেলোয়াড়ের ভালো করার ইচ্ছা এমনিতেই জাগে এবং সে ভালো করে। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুইটার পরিবর্তন প্রয়োজন। দুইটা যখন পরিবর্তন হবে তখন দেশ এবং ক্রিকেট উন্নত হবে।
হ্যাঁ এটাই তো করা উচিত কেননা বাংলাদেশের সব কিছুই রাজনীতির সাথে সম্পৃক্ত করতে হবে কেন? ক্রিকেট একটি জাতীয় স্বার্থ এটি সব সময় সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। বাংলাদেশের ক্রিকেটে অটোসিলেক্ট একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একজন খেলোয়াড় যদি পরপর একাধিক ম্যাচে খারাপ পারফরম্যান্স করে তাহলেও তার বিশেষ সুবিধা পাওয়ার কারণে দল থেকে সাময়িকভাবে বিশ্রাম দেওয়া হয় না। আমাদের পাশের দেশ ভারতে এই রকম নীতিমালা নেই সরি তাদের কোন খেলোয়াড় বাংলাদেশের কোন খেলোয়াড়ের মতো ধারাবাহিক খারাপ পারফরম্যান্স করে না। একটা বিষয় ক্রিকেট মহলে অবশ্যই মেনে নেওয়া উচিত যে আপাতত বোর্ড প্রেসিডেন্ট পাঁচ বছর পর চেঞ্জ করা উচিত। রাজনৈতিক দলের হোক তবুও নতুনদের চান্স দেওয়া উচিত। এটা বলে কোন লাভ নেই কারণ মাশরাফি মর্তুজা দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কথা বলেছেন কিন্তু কোন লাভ হয়নি।
sr. member
Activity: 490
Merit: 294
November 17, 2023, 08:56:00 PM
নির্বাচনী তফসিল ঘোষণা করার পর থেকেই ধারণা করেছিলাম দেশে খুবই খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে এবং সামনে হয়তো সেগুলোই হচ্ছে, দফায় দফায় বেশ কিছু প্রতিবাদী মিছিল বের হতে দেখেছি এবং রাস্তার প্রত্যেকটা পয়েন্টে কঠোরভাবে পুলিশের অবস্থান লক্ষ্য করেছে। বিএনপি জামায়াত এবং অন্যান্য দলগুলো অনেক চেষ্টার পরও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ব্যর্থ।
নমিনেশন জমা দেওয়া এবং ভোটাভুটির তারিখ ইতোমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং সেই ঘোষণা করার পর থেকেই হরতাল অবরোধ এর ঘোষণা করা হয়েছে বিএনপি'র পক্ষ থেকে। বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ এখন দেশকে রক্ষা করা সাধারণ জনগণের হাতে, এবং তিনি সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন যেন সাধারণ জনগণ মাঠে নেমে আসে। তার এই ধরনের স্লোগানে কিছুটা উত্তাপ ছড়িয়েছে সমগ্র দেশব্যাপী। সামনের দিনগুলোতে অবশ্যই খারাপ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।
বাংলাদেশ কি একনায়তন্ত্র দেশ হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। বাংলাদেশের এখন যে রকম রাজনৈতিক পরিস্থিতি তাতে সরকার কোন মতে তত্ত্বাবধায়ক সরকার দেবে না। মূলত ঝামেলার সৃষ্টির এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার না দেওয়ায় বিরোধী দলীয় নেতাকর্মীরা দফায় দফায় মিছিল, বৈঠক এমনকি প্রতিবাদী সমাবেশ করছে যার কারণে দেশের পরিস্থিতি এখন উত্তাল।

Quote
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ এখন দেশকে রক্ষা করা সাধারণ জনগণের হাতে
যেখানে নেতারা ব্যর্থ মনে হয় না সেখানে জনগণ কিছু করতে পারবে। কারণ জনগণ কিছু করতে গেলে পুলিশের হয়রানের শিকার হবে অথবা পুলিশের আঘাতের শিকার হবে। যখনই জনগণ এবং পুলিশের মধ্যে ফাইট লেগে যাবে তখন দেখা যাবে অনেক মানুষ আহত এবং অনেক নিহত হয়েছে এটাই হবে তার নির্ধারিত ফলাফল। এই নির্বাচন কে কেন্দ্র করে নেতাদের তেমন কোন ক্ষতি হবে না সব থেকে ক্ষতি হবে বেশি সাধারন জনগণের কারণ তারাই লড়াই করবে তাদের নেতাদের বিজয়ের জন্য।
বাংলাদেশের রাজনীতি এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মত হয়ে গেছে যেখানে কেউ একবার ক্ষমতা পেলে আর ক্ষমতা থেকে সরে দাঁড়াতে চায় না। প্রায় এক যুগ ধরে যেমন নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তিনি দলের এতটা ব্যর্থতার পরেও যেমন দলের সভাপতি পদ ছেড়ে দিচ্ছেন না তেমনি আমাদের দেশের বর্তমান সরকার একই কাজ করছে। স্বাভাবিক দেশটাকে অস্বাভাবিক দেশ বানিয়ে তিনি পড়ে আছেন তার ক্ষমতা নিয়ে। এখানে কোন দলের পক্ষে অথবা বিপক্ষে কথা বলছি না দেশের একজন জনগণ হিসাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি অবশ্যই এতোটুকু বলতে পারি। যারা বাপের হোটেলে খায় তাদের হয়তো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোন মাথা ব্যাথা নাই তবে যারা ইনকাম করে ফ্যামিলি পরিচালনা করে তারাই বুঝে বর্তমানে ফ্যামিলি পরিচালনা করা কতটা কঠিন। দেশের সরকার পতনের মধ্য দিয়ে যদি সাধারণ জনগণের উন্নতি হয় তাহলে আমিও চাই নতুন সরকার ক্ষমতায় আসুক।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে বাবর আজমকে অধিনায়ক থেকে সরিয়ে দিয়েছে এবং নতুন করে পিসিবি সভাপতি পরিবর্তন হয়েছে। তেমনি আরো কতিপয় দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ও অধিনায়ক সহ আরো বেশ পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অধিনায়ক পরিবর্তন হলেও নাজমুল হাসান পাপন ভাই কখনো পরিবর্তন হবে না।

বাংলাদেশ যতদিন পর্যন্ত না বিশ্বকাপ না জিততে পারবে ততদিন পর্যন্ত নাজমুল হাসান পাপন বাংলাদেশের সভাপতি পদ থেকে সরে দাঁড়াবে না।
পাকিস্তান শুধুমাত্র অধিনায়কের দায়িত্বও পরিবর্তন করেনি বরং পাকিস্তান প্রধান নির্বাচক প্রধান কোচ সহ পাকিস্তান ক্রিকেটের বেশ কিছু জায়গায় পরিবর্তন করেছে। কিছু সময় কিছু পরিবর্তন অবশ্যই দেশ জাতি এবং নির্দিষ্ট সেক্টরের জন্য ভালো। আমি ক্রিকেটীয়ভাবে একটা উদাহরণ দিচ্ছি, একজন খেলোয়াড় যদি একটা দলের অটো চয়েজ হয় তাহলে তার প্র্যাকটিসের প্রতি কোন মনোযোগ থাকবে না পাশাপাশি সে এটা ধরে নিবে সে দলের অটো চয়েস সে পারফরমেন্স করলে দলে থাকবে না করলে দলে থাকবে। যখনই একজন খেলোয়াড় এভাবে চিন্তা করেন তখন তার পারফরমেন্স এমনিতেই কমে যায় কিন্তু যদি হঠাৎ করেই ওই খেলোয়াড়কে একাদশে না রেখে অন্য খেলোয়াড়কে একাদশে রাখা হয় তাহলে সেই খেলোয়াড়ের ভালো করার ইচ্ছা এমনিতেই জাগে এবং সে ভালো করে। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুইটার পরিবর্তন প্রয়োজন। দুইটা যখন পরিবর্তন হবে তখন দেশ এবং ক্রিকেট উন্নত হবে।
sr. member
Activity: 1008
Merit: 366
November 17, 2023, 02:19:13 PM
বিটকয়েন ইনভেস্টমেন্ট নিয়ে যে তথ্যটা দিলেন, আসলে বুলরানের  সময় অন্যান্য সব আল্ট কয়েনগুলো মার্কেটে চলে আসছে, সেক্ষেত্রে প্রধান যে কয়েনটা "বিটকয়েন" আমার মনে হয় বিটকয়েনে ইনভেস্ট করাই সঠিক সিদ্ধান্ত হবে।
আবারো বলছি ভাই ইনভেস্টমেন্ট এর পুরো দায়িত্ব আপনার আমি শুধু যতটুকু জানি ওইটাই শেয়ার করলাম। বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন বলে ভালো লাগছে।  প্রাইভেট কি এবং বুল মার্কেট সম্পর্কে বলছিলাম। বাকি ইনভেস্টমেন্ট নিয়ে বেশি কিছু বলতে চাই না তবে আপনার একটি ভূল আমি শুধরাই দিতে চাই। বুল রান শুরু হবার সাথে সাথে অল্ট কয়েন গুলো বিটকয়েন এর সাথে পাম্প করে না। প্রথমত বিটকয়েন পাম্প হয় এবং একটি মার্কেট কারেকশন নেয়।  এরপর মার্কেটের স্থিতিশীলতার উপর যাচাই করে অন্যান্য কয়েন গুলো ট্রেন্ড অথবা সেন্টিমেন্ট এর উপর ভিত্তি করে পাম্প করে।

সুতরাং প্রথমে বিটকয়েন মার্কেট পাম্প করবে এবং এর পরবর্তীতে অন্যান্য কয়েন গুলো এই পাম্প করার সূত্র ধরে নিজেরাও পাম্প করবে।

তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, অন্যান্য কয়েন গুলোর ইনভেস্ট এর ক্ষেত্রে আপনাকে হাই রিসর্ট নিতে হবে। ট্রেন্ড শেষ হয়ে গেলে কিন্তু মার্কেট আবার কারেকশন নিবে এবং এগুলোর দাম নেমে আসবে। অন্যান্য কয়েনগুলোর পাম্প বিটকয়েন এর সাথে শুরু হয় না তবে বিটকয়েন যখন নিচে নামা শুরু করে তখন সবগুলোকে নিয়ে নামে।  এইজন্য আপনাকে সচেতন থাকতে হবে এই বিষয়ে যে কিভাবে এই স্বল্প সময়ের মধ্যে আপনি বেশি লাভ করতে পারবেন।  বিটকয়েন ইনভেস্ট এর ক্ষেত্রে সঠিক কোন সময় নেই শুধুমাত্র বিক্রি করার সময় আপনাকে সঠিক সময় খুঁজতে হবে অথবা আপনি দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে পরবর্তীতে প্রফিট নিতে পারেন।  অন্যান্য কয়েনের ক্ষেত্রে এই বিষয়টা হয় না।  ট্রেন্ড  এবং সেন্টিমেন্ট শেষ হয়ে গেলে যদি ওই প্রজেক্ট গুলো একবার নিচে নেমে যায় তাহলে উপরে ফিরে ওঠা অনেক কঠিন।  সুতরাং ভেবেচিন্তে ইনভেস্ট করুন।  DO YOUR OWN RESEARCH
sr. member
Activity: 616
Merit: 322
November 17, 2023, 01:36:04 PM
ফোরামে মাল্টিপল একাউন্ট চালানো এলাউ। আপনারা যদি মাল্টিপল কোউন্ট অপারেট করেন, এতে আমার কোনো সমস্যা নাই। সমস্যা অন্য যায়গায়। আপনারা মেরিট এবিউজ করেন কেনো? এতোদিন কারো নাম ধরে বলি নাই। আজকে বাধ্য হচ্ছি কয়েকজন কে মেনশন করতে। cryptoWODL, 2Pizza410000BTC, roksana.hee, HelliumZ , Out of mind, Essential10, Nothingtodo, Bitcoin_people, synchronym, Gulttam2a2, Synonyms, আপনারা সবাই নিজেদের কি মনে করেন বলেন তো? ফোরামে যারা আছে তারা কি আবাল? আপনাদের মেরিট ট্রেডিং কি কারো চোখে পড়ে না? আপনারা কি মনে করেন? মানুষ চোখে কাঠের চশমা লাগিয়ে বসে আছে? ফোরামে মেসেজ দিয়ে, টেলিগ্রামে মেসেজ দিয়ে মেরিট বেগিং, আবার অন্যদের কে হেল্প! বাহ! মগের মুল্লুগ মনে হচ্ছে? এখন সব গুলোরে ধরে যদি কয়েকজন ডিটি মিলে ট্যাগ মারা শুরু করে, কি করবেন আপনারা? আপনারা কি মনে করেন এগুলো কেউ দেখে না? বেশ কয়েকজন গ্লোবাল মেম্বারের চোখে আছেন, যখন ট্যাগ খাইয়া কান্নাকাটি করবেন, তখন বুঝবেন। কার কয়টা করে একাউন্ট, কোনটা দিয়ে কোনটা রে মেরিট দিচ্ছেন, এগুলো আসলে এনক্রিপ্ট করা তথ্য না। এগুলো সবার চোখের সামনেই।
হঠাৎ করে এতো খেইপা গেলেন কেনো ভাই। এইগুলা আমি অনেলবার বলছি কিন্তু কে শোনে কার কথা। আনকে আপনি সরাসরি নাম ধরে মেনশন করে ফেললেন তবে আপনার লিস্টে আরো কয়েকজনের দাম বাদ পড়ে গেছে যারা আসলে মূল হোতা। যেগুলা মেনশন করেছেন এগুলা হলো সেগুলার বাচ্চা। এগুলার লিডাররা ইতিমধ্যেই অনেক বড় হয়ে গেছে আর সেই একাউন্টগুলা এগুলারে লিড দিচ্ছে। জানিনা এগুলা বন্ধ হবে কি না। আর বন্ধ হবেও বা কেনো একটা একাউন্ট Full member  র‍্যাংক অতিক্রম করলেও সিগনেচারে জয়েন হওয়া যায় আর সিগনেচার মানেই টাকা, কিসের এইসব নিয়াম কানুন টাকাই সব হা হা। এদের কিছু বলার নাই কারন আপনে ইতিমধ্যেই অনেক কিছু বইলা ফেলছেন তবে আমি কইতে চাই যে এরা সোনার ডিম পাড়া হাস জবাই করে ফেলছে কবে যেনো ডিমগুলা শেষ হয়ে যায় তখন শূন্য হইয়া কান্দাকাটি শুরু করবো। কোনো উচিত কথা কইতেও ভয় লাগে যে কে যে আকাম করে বেড়াইতেছে  আমার পেছনে আবার কোন শত্রু লাগে। তাই কিছুদিন যাবত নিউট্রাল হয়ে আছি।

Quote
আর এই গ্রুপের লিডার সাহেব, আপনার নাম মেনশন করলাম না। মনে করবেন না আপনার নাম বাদ পড়েছেন তাই বলে বেচে গেলেন।
সব জায়গাতেই বড় বড় রাগভ্যুয়ালরা বাইচা যায় আর তার অনুসারীরা বিপদে পড়ে তবে ফোরামে কে কত বড় রাগভ্যুয়াল সেইটা মেটার করে না তাল মতো পরলে সবকিছুই সাইজ হইয়া যায়। এই ফোরামে অনেকেই ছিলো যারা ফোরামে অনেক পাওয়ার দেখাইছে (DT1, DT2) ছিলো তারা খিচ খাইয়া গেছে, আবার কেউ কেউ ফোরাম ছাইড়া চইলা গেছে, কারো একাউন্ট ট্যাগ খাইছে আমি কারো নাম মেনসন করলাম না। তাই অন্যায্য কিছু কইরা এই ফোরামে বেশিদিন টেকা যায় না৷ এইটা সবার মাথায় থাকা উচিত তাইলে আর এরকম কার্যকলাপ করতে যাবে না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 17, 2023, 11:01:08 AM
ফোরামে মাল্টিপল একাউন্ট চালানো এলাউ। আপনারা যদি মাল্টিপল কোউন্ট অপারেট করেন, এতে আমার কোনো সমস্যা নাই। সমস্যা অন্য যায়গায়। আপনারা মেরিট এবিউজ করেন কেনো? এতোদিন কারো নাম ধরে বলি নাই। আজকে বাধ্য হচ্ছি কয়েকজন কে মেনশন করতে।
নাম আর লিস্ট তো ভাই করলেন, কিন্তু মনে হয় কিছু কিছু পার্সন লিস্টের বাহিরেই রয়েছে।  Grin
আসলে আমিও আপনার এই নীতিতে চলি সাধারণ মানুষ,  কারো সাথে বাজাবাজিতে নেই  মিলেমিশে চলতেই পছন্দ করি।  আমি এটাও মনে করতাম ঘরের নোংরা কাপড় বাইরে শুকাতে  না দেওয়াই ভালো।
তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা এমন হয়ে দাঁড়িয়েছে যে, নোংরা কাপড়ের স্তুপ আর গন্ধের কারণে নিজেদেরকেই বাইরে থাকতে হচ্ছে।  Roll Eyes
মাঝেমধ্যে গ্লোবাল মেম্বারদের  পোস্ট দেখে মাথা নিচু হয়ে যায়,  এইসব অ্যাক্টিভিটি দেখে অনেক রেপুটেবল গ্লোবালমেম্বাররা মনে করে যে আমাদের লোকাল থ্রেড  মাত্র কয়েকজন দাঁড়াই পরিচালিত হয়। এদের এই একটিভিটি এর কারনে এখন ভালোদেরকেও একই সারিতে দাঁড়াতে হচ্ছে।
তবে তারপরেও যারা এসব করে বেড়াচ্ছে তাদের জন্য আমার একটা কথাই " মাসুদ তুমি কি কখনো ভালো হবে না? ভালো হয়ে যাও মাসুদ"



এনি ওয়ে, বাই দা রাস্তা Learn Bitcoin আপনি তো ভাই তলে তলে ৫০০ ক্রস করে ফেলছেন, এখন পিজ্জা নাকি মিষ্টি কোনটা খাওয়াবেন তাড়াতাড়ি বলেন?   এমন ভাবে আগাচ্ছেন যে  আর ১৫০ একটিভিটি  হওয়ার আগেই মনে হয় ১০০০ টাচ করে ফেলবেন।
যাইহোক ভাই  আপনাকে নিয়ে আমি অনেক আশাবাদী যে পরবর্তীতে  বাংলাদেশের  এসেট Little Mouse, Shasan এদের পরপরই  আপনার নাম থাকবে.  অনেক অনেক অভিনন্দন আপনার পরবর্তী যাত্রার জন্য। *ব্যানার স্ক্রিনশট  বানিয়ে কংগ্রেজুলেশন জানাতে পারলাম না দেখে দুঃখিত ভাই Tongue *
full member
Activity: 546
Merit: 164
November 17, 2023, 10:15:53 AM
Bitcoin_people আপনাকে অনেক অভিনন্দন আপনি ফুল মেম্বার থেকে  সিনিয়র মেম্বারে র‍্যাঙ্ক অর্জন করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। নিশ্চয়ই আপনার একটি অর্জন করার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে এই কঠোর পরিশ্রমের কারণে আজকে আপনি এই র‍্যাঙ্ক অর্জন করতে পেরেছেন। আশা করব আপনি বাংলায় বেশি বেশি একটিভ থাকবেন এতে করে আমরা যারা বাংলায় লোকাল বোর্ডে আছি আপনি একটিভ থাকলে আমাদের জন্য অনেক ভালো। আমরা সকলেই চাই ভবিষ্যতে আপনি আরো ভালো রেঙ্ক অর্জন করুন এই প্রত্যাশা রইল। আবারো বাংলা লোকাল বোর্ডের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 17, 2023, 09:54:26 AM
Congratulations Bitcoin_people আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক পরিশ্রমের পর আপনি ফুল মেম্বার থেকে পরবর্তী রাঙ্ক সিনিয়র মেম্বারে উত্তীর্ণ হয়েছেন। তবে আপনার কাছে রিকোয়েস্ট আপনি আমাদের লোকাল বোর্ড ছেড়ে দেবেন না। এখানে নিয়মিত একটিভ থেকে আমাদের সাহায্য সহযোগিতা করবেন। আমাদের বাংলা লোকাল বোর্ড থেকে যদি কেউ একজন উচ্চ র্যাঙ্কে উত্তীর্ণ হয় তাহলে তার উচ্চ র‍্যাংক দেখে আমাদের অনেক গর্ব হয়। আপনি আমাদের বাংলা বোর্ডের একজন গর্ব। আমি আশা করি আপনি আরো পরিশ্রম করবেন এবং পরবর্তী উচ্চ র‍্যাঙ্ক সফল করবেন। আমি আবারো আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 17, 2023, 09:30:49 AM
Bitcoin_people, আপনাকে অসংখ্য অভিনন্দন সিনিয়র মেম্বার রেংক এচিভ করার জন্য। আমার কাছে যথেষ্ঠ মেরিট ছিলো আপনাকে দেয়ার মতো, তাই সর্বশেষ ৬ টা মেরিট দিয়ে রেংক আপ এ সহযোগীতা করার চেষ্টা করলাম।

সকলের দৃষ্টি আকর্ষন করছি।


বাংলাদেশ থ্রেড এর কথায় আসি। সব সময় নানান ভাবে আপনাদের ইঙ্গিত দিয়ে নানান কথা বলেছি। আপনাদের কে বার বার রিকোয়েষ্ট করেছি যে দয়া করে আপনারা কোনো প্রকার এবিউজিভ কাজে জড়াবেন না। বাংলাদেশ লোকাল থ্রেড এর মান সম্মান বলতে এমনিতেই কিছু নাই। Little Mouse ক্যাম্পেইন ম্যানেজার। তিনি বাংলাদেশ থ্রেড এ পোষ্ট না করলে ওনার কিছু যায় না, আর আসেও না। Shasan ভাইয়ের নিজের লেন্ডিং সার্ভিস আছে। উনি এই থ্রেড কেনো? ফোরামের কোথাও যদি পোষ্ট না করে, কোনো ক্যাম্পেইনে যদি জয়েন না করে, ওনার কিচ্ছু হবে না। কিন্তু আমরা বাকিরা যারা আছি, আমাদের তো ভালো একটা এমাউন্ট ইনকাম হচ্ছে। হচ্ছে না?

এগুলো কেনো বলছি?

ফোরামে মাল্টিপল একাউন্ট চালানো এলাউ। আপনারা যদি মাল্টিপল কোউন্ট অপারেট করেন, এতে আমার কোনো সমস্যা নাই। সমস্যা অন্য যায়গায়। আপনারা মেরিট এবিউজ করেন কেনো? এতোদিন কারো নাম ধরে বলি নাই। আজকে বাধ্য হচ্ছি কয়েকজন কে মেনশন করতে। cryptoWODL, 2Pizza410000BTC, roksana.hee, HelliumZ , Out of mind, Essential10, Nothingtodo, Bitcoin_people, synchronym, Gulttam2a2, Synonyms, Bd officer, Fuso.hp, Littlemini আপনারা সবাই নিজেদের কি মনে করেন বলেন তো? ফোরামে যারা আছে তারা কি আবাল? আপনাদের মেরিট ট্রেডিং কি কারো চোখে পড়ে না? আপনারা কি মনে করেন? মানুষ চোখে কাঠের চশমা লাগিয়ে বসে আছে? ফোরামে মেসেজ দিয়ে, টেলিগ্রামে মেসেজ দিয়ে মেরিট বেগিং, আবার অন্যদের কে হেল্প! বাহ! মগের মুল্লুগ মনে হচ্ছে? এখন সব গুলোরে ধরে যদি কয়েকজন ডিটি মিলে ট্যাগ মারা শুরু করে, কি করবেন আপনারা? আপনারা কি মনে করেন এগুলো কেউ দেখে না? বেশ কয়েকজন গ্লোবাল মেম্বারের চোখে আছেন, যখন ট্যাগ খাইয়া কান্নাকাটি করবেন, তখন বুঝবেন। কার কয়টা করে একাউন্ট, কোনটা দিয়ে কোনটা রে মেরিট দিচ্ছেন, এগুলো আসলে এনক্রিপ্ট করা তথ্য না। এগুলো সবার চোখের সামনেই।

আর এই গ্রুপের লিডার সাহেব, আপনার নাম মেনশন করলাম না। মনে করবেন না আপনার নাম বাদ পড়েছেন তাই বলে বেচে গেলেন।

সর্বশেষ ৩ মাস যাবৎ আপনাদের কে বার বার করে বলে যাচ্ছি। আপনারা এসব ব্যাপার কানেই নিচ্ছেন না। এতো লোভ কেনো ভাই? পারলে ফেয়ার ভাবে ১০ টা একাউন্ট চালান দেখি।

আজকের পর, আমার চোখে ১ টা মেরিট ট্রেডিং চোখে পড়লে ট্যাগ খাবেন জেনে রাখেন। আমি কোনো ডিটি মেম্বার না। আমি খুব সাধারন একটা মানুষ। সবার সাথে মিলে মিশে চলতে পছন্দ করি। কিন্তু চোখের সামনে আপনাদের মতো কয়েক জনের জন্য একটা কমিউনিটি ধ্বংস হয়ে যাবে, সেটা বসে বসে দেখবো না। আপনাদের অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছি। পর্যন্ত এভাবে বলেছি যে যদি কেউ রেংক আপ করার কাছাকাছি যান, আমাকে মেসেজ করবেন, সবাই মিলে হেল্প করবো। আপনারা আর কি সুবিধা খোজেন?  

Congratulations 🎉
@Bitcoin_people


ইমেজের সাইজ ঠিক করেন। দেখতে খুবই বিশ্রি লাগে।

আমাদের বাংলা ফোরামে আরো একজন সিনিয়র
আপনি আপনার কঠোর পরিশ্রম ও  টেলেন্টের মাধ্যমে আপনার এই র‍্যাঙ্ক অর্জন করতে পেরেছেন। হয়তো আপনি ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবেন সেইসাথে আমাদের বাংলা বোর্ডের সুনাম অর্জন করবেন।

যা করছেন, তাতে করে সুনাম আসবে না কি আসবে, সেটা টের পাবেন। ধৈর্য ধরেন।
sr. member
Activity: 476
Merit: 359
November 17, 2023, 09:18:37 AM
Congratulations 🎉
@Bitcoin_people



আমাদের বাংলা ফোরামে আরো একজন সিনিয়র সদস্য যুক্ত হল।
অনেক অনেক অভিনন্দন ভাই সিনিয়র মেম্বার হওয়ার জন্য।
আপনি আপনার কঠোর পরিশ্রম ও  টেলেন্টের মাধ্যমে আপনার এই র‍্যাঙ্ক অর্জন করতে পেরেছেন। হয়তো আপনি ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবেন সেইসাথে আমাদের বাংলা বোর্ডের সুনাম অর্জন করবেন।
newbie
Activity: 26
Merit: 19
November 17, 2023, 07:59:17 AM
পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে বাবর আজমকে অধিনায়ক থেকে সরিয়ে দিয়েছে এবং নতুন করে পিসিবি সভাপতি পরিবর্তন হয়েছে। তেমনি আরো কতিপয় দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ও অধিনায়ক সহ আরো বেশ পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অধিনায়ক পরিবর্তন হলেও নাজমুল হাসান পাপন ভাই কখনো পরিবর্তন হবে না।

বাংলাদেশ যতদিন পর্যন্ত না বিশ্বকাপ না জিততে পারবে ততদিন পর্যন্ত নাজমুল হাসান পাপন বাংলাদেশের সভাপতি পদ থেকে সরে দাঁড়াবে না।
প্রত্যেকটা দেশে ক্রিকেট বিশ্বকাপের পর কোন দেশ যদি খুবই বাজে ধরনের পারফরমেন্স করে তাইলে বিশ্বকাপের পরে সেই দেশের ক্রিকেট বোর্ডগুলোতে বিভিন্ন পদের পরিবর্তন হয় শুধুমাত্র বাংলাদেশি একমাত্র দেশ যেখানে হয়তো বিসিবির সৃষ্টির লগ্ন থিকা নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি দায়িত্ব রইছে তার হয়তো পরিবর্তন কোনদিন হইবো না।
আসলে তারা দেশকে ভালোবাসে না ভালবাসে শুধু তাদের নিজেদের স্থান বা পদকে। আজ পর্যন্ত কোন সাংবাদিক নাজমুল হাসান পাপনকে বাংলাদেশের দল গঠন নিয়ে প্রশ্ন তুললে তিনি শুধু বলেন যে,আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ এই বিশ্বকাপ নয় Grin
What a joke  Grin
যতদিন না পর্যন্ত নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি পদ থিকা পদত্যাগ করবো ততদিন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের কোন উন্নতি হইবো না। পাকিস্তান ক্রিকেট দলের নতুন করে অধিনায়ক ঘোষণা করা হইছে, টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন আফ্রিদি, সান মাসুদ টেস্ট অধিনায়ক। পাকিস্তানের শুধু অধিনায়ক পরিবর্তিত হয়নাই তাদের নির্বাচক-প্যানেলেও পরিবর্তন হইছে। প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হইছে পাকিস্তান ক্রিকেটের মিস্টার প্রফেসর খেত মোঃ হাফিজ কে।
Jump to: