Author

Topic: বাংলা (Bengali) - page 112. (Read 5696404 times)

sr. member
Activity: 490
Merit: 294
November 14, 2023, 01:46:16 AM

এখন মনে পড়ে, যদি আমি যখন ফাস্ট টাইম এক বিটকয়েন ২৩০ ডলার দেখেছিলাম; তখন যদি আমি কিছু বিটকয়েন কিনে রাখতাম। আমার কিন্তু তখন বিটকয়েন কেনার মত সামর্থ্য ছিল। কিন্তু আমি একটু ক্রিপ্তোকারেন্সিতে নিজের কৌতূহল তখন অনুভব করিনি। তার মানে ভাবতে পারেন আমি কি পরিমান লসটা করেছি? যাইহোক আমি ক্রিপ্তোকারেন্সিতে সম্পূর্ণ নতুন। এখানে কিছু ইনভেস্ট করতে চাচ্ছি। আপনারা যারা সিনিয়র আছেন, ক্রিপ্তোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞান আগে থেকেই নিজের মতো ধারণ করে আছেন। তাদের সাহায্য সহযোগিতা কামনা করছি!
আপনি যখন দেখেছেন তখন বিটকয়েনের মূল্য 230 ডলার ছিল এবং তখন আপনার সামর্থ্য থাকা শর্তেও আপনি বিটকয়েন ক্রয় করেননি যার কারণে আপনি এখন মনে করছেন আপনি অনেক বড় লস করেছেন কিন্তু আমি আপনাকে বলব আপনি লস করেননি কারণ লস বলতে আমরা ওই জিনিসটাকে বুঝি যে জিনিসটা আপনি ক্রয় করার পর মূল্য অনেক কমে যায়, এখানে যেহেতু আপনি সেই জিনিসটা ক্রয় করেন নাই তাই সেটাকে আপনি লস হিসাবে বিবেচনা করতে পারেন না তবে ২৩০ ডলারে বিটকয়েনের মূল্য ছিল তখন আপনি বিটকয়েন ক্রয় করেননি এটাকে আপনি অনেক বড় সুযোগ মিস হিসাবে বিবেচনা করতে পারেন। ওই সময়ে বড় ধরনের সুযোগ মিস করেছেন কিন্তু এখনো বিটকয়েনে বিনিয়োগ করার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে তাই আপনি এখন বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন।

@roksana.hee অভিনন্দন ভাই আপনাকে। বাংলা লোকাল সেকশন থেকে আমরা আরো একজন ফুল মেম্বার পেয়ে গেলাম
বেশ কিছুদিন যাবৎ আপনি অনেক পরিশ্রম করছেন এবং আপনি অবশেষে সেই পরিশ্রমের পূর্ণ প্রতিদান পেয়েছেন।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 14, 2023, 01:19:14 AM
Congratulation @roksana.hee আপনি এই মুহূর্তে ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। আপনি অনেক ধৈর্যের মধ্যে দিয়ে এই ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করলেন। আপনি যেভাবে আমাদের বাংলা লোকাল বোর্ডে একটিভ ছিলেন আমি আশা করি পরবর্তীতে এভাবেই একটিভ থাকবেন আমাদের বাংলা লোকাল বোর্ডে। তবে আমি আপনাকে বলতে চাই আপনার জার্নি এখানেই শেষ নয় আপনার জার্নি সবেমাত্র শুরু আপনি আরো উচ্চ র‍্যাংকে যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করবেন এবং উচ্চ র‍্যাঙ্ক অর্জন করবেন ধন্যবাদ।

sr. member
Activity: 798
Merit: 377
November 14, 2023, 01:18:45 AM

আমাদের বাংলা লোকাল বোর্ডে আরেকজন ফুল মেম্বার এর আগমন হয়েছে এটা দেখে খুব ভালো লেগেছে। কারণ আমাদের বাংলা বোর্ড অনেক এগিয়ে এসেছে। তবে সবচেয়ে মজাদার বিষয় হল রেঙ্ক অর্জন করা খুবই আনন্দের, বিশেষ করে এই মুহূর্তটা কখনো বলে বোঝানো যাবে না। @roksana.hee আপনার দায়িত্ব আরো বেড়ে উঠেছে কারণ আপনার আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এবং পরবর্তী সিনিয়র মেম্বার রেংক এর জন্য প্রস্তুত হতে হবে। বিশেষ করে আরো জ্ঞান আহরণ করতে হবে এবং পরবর্তী ধাপগুলো জন্য এগিয়ে চলতে হবে দোয়া করি আপনি আরো এগিয়ে চলুন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
November 14, 2023, 12:55:46 AM
আমি কিছু বিটকয়েন কিনতে চাচ্ছি। সেই জন্য কোন ওয়ালেটে আমার সম্পত্তি সংরক্ষণ করব। সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে যেয়ে একটা কন্টেন্ট চোখে পড়ে। কন্টেন্টটা পরে যথেষ্ট ভালো লাগলো।

আমি কন্টেন্টটি পড়ে যতটুকু বুঝতে পারলাম হার্ডওয়্যার বা পেপার ওয়ালেট সবচেয়ে বেশি ভালো হবে। যেহেতু এটি অফলাইনে করা হয়, সেহেতু এটা মোটামুটি রিক্সমুক্ত। কিন্তু সিনিয়রদের কাছে আমার একটা বিষয় জানার ছিল, এই হার্ডওয়ার ওয়ালেট বা পেপার ওয়ালেটে ট্রানজেকশন কি অনলাইন ছাড়া কোনভাবেই করা যায় না?

@Littlt Mouse
@Shasan
@LDL
@Learn Bitcoin
@Crypto Library
@tjtonmoy

সিনিয়ার ভাইদের কাছে অনুরোধ রইলো, আমি মাত্র ৪টি মেরিটের জন্য ফুল মেম্বার পদ অর্জন করতে পারছি না। আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ!
আপনি আপনার ওয়ালেটের নিরাপত্তার বিষয়ে  যেটি অধিক নিরাপদ বলে মনে করেন আপনি অবশ্যই সেই ওয়ালেটটি ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনি যদি ডেস্কটপ ইউজার হয়ে থাকেন তাহলে আপনি ইলেক্ট্রাম অথবা মাইসেলিয়াম ওয়ালেট ব্যবহার করতে পারেন। আপনার ক্ষেত্রে অফলাইন ওয়ালেট নিরাপদ মনে হলে আপনি হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার করতে পারেন। হার্ডওয়ার্ড অলটের দাম খুব একটা বেশি নয় এটি ব্যান্ড বুজে ৬০ থেকে ১১০ ডলারের মধ্যে পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে আপনি Safepal wallet এর যে কোন একটি product নিতে পারেন।
তাছাড়া আপনি যদি দীর্ঘদিন আপনার সংরক্ষিত বিটকয়েন জমা রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে হার্ডওয়ার্লেট ব্যবহারের পরামর্শ দেওয়া হলো।
আর যদি আপনি শুধুমাত্র উপার্জনের জন্য ওয়ালেট ব্যবহার করতে চান তাহলে আপনি সফটওয়্যার ওয়েলেট ব্যবহার করতে পারেন। সফটওয়্যার অলেট খারাপ না বরং আপনার জন্য সুবিধা হবে কেননা আপনি সবসময় আপনার মোবাইল অথবা ডেস্কটপে ইউজ করতে পারবেন এর জন্য আপনাকে আলাদা ডিভাইস ব্যবহার করার প্রয়োজন হবে না।

কনগ্রাচুলেট
আপনার প্রোফাইল দেখে মোটামুটি ভালই লাগলো আজ আপনি ফুল মেম্বার পদমর্যাদা পেয়ে গেছেন এবং আপনি দেখতে দেখতে একটি রেঙ্ক চেঞ্জ করে ফেললেন। দোয়া করি আপনি আরো বড় হোন এবং আপনি ফোরামে আপনার মূল্যবান সময় দিয়ে উন্নয়নের সুযোগ দিন। সার্বিকভাবে আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 14, 2023, 12:51:18 AM
আমি কিছু বিটকয়েন কিনতে চাচ্ছি। সেই জন্য কোন ওয়ালেটে আমার সম্পত্তি সংরক্ষণ করব। সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে যেয়ে একটা কন্টেন্ট চোখে পড়ে। কন্টেন্টটা পরে যথেষ্ট ভালো লাগলো।

আমি কন্টেন্টটি পড়ে যতটুকু বুঝতে পারলাম হার্ডওয়্যার বা পেপার ওয়ালেট সবচেয়ে বেশি ভালো হবে। যেহেতু এটি অফলাইনে করা হয়, সেহেতু এটা মোটামুটি রিক্সমুক্ত। কিন্তু সিনিয়রদের কাছে আমার একটা বিষয় জানার ছিল, এই হার্ডওয়ার ওয়ালেট বা পেপার ওয়ালেটে ট্রানজেকশন কি অনলাইন ছাড়া কোনভাবেই করা যায় না?

@Littlt Mouse
@Shasan
@LDL
@Learn Bitcoin
@Crypto Library
@tjtonmoy

সিনিয়ার ভাইদের কাছে অনুরোধ রইলো, আমি মাত্র ৪টি মেরিটের জন্য ফুল মেম্বার পদ অর্জন করতে পারছি না। আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ!

আপনি যদি বিটকয়েন কিনে ধরে রাখতে চান তাহলে অবশ্যই ধরে রাখতে পারেন। যদিও বিনিয়োগের জন্য সেরা সময় আপনি মিস করেছেন। তবে আপনি বিটকয়েন ধরে রাখার জন্য ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারেন। যেহেতু হার্ডওয়ার ওয়ালেট অনেক ব্যয়বহুল সেহেতু ইলেকট্র্রাম ওয়ালেট ব্যবহার করে অনেকটাই নিরাপদ থাকতে পারেন। তবে ওয়ালেটের বীজ বাক্যাংশ খুবই নিরাপদে থাকবেন যেন কোন ভাবে কেউ চুরি করতে না পারে।

আমি যতটুকু জানি হার্ডওয়ার ওয়ালেট বা পেপার ওয়ালেটের ট্রানজেকশন অফলাইনে কোনভাবেই করা যায় না। ট্রানজেকশনের জন্য অবশ্যই অনলাইনের প্রয়োজন রয়েছে।

আমি দেখেছি আপনি আর মাত্র দুটি মেরিট এর জন্য ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে পারছেন না। আমার কাছে যথেষ্ট মেরিট না থাকায় আমি আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারছি না এজন্য আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি।
newbie
Activity: 26
Merit: 19
November 13, 2023, 11:52:09 PM
কেননা ২০২৪ সালে বিটকয়েন হালভিং, ২০২৫ সালে বুলরান শুরু হবে। আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি, আপনি পিকচার দেখতে পারবেন প্রত্যেক হালভিং এর পরের বছর বুলরান শুরু হয়। আপনি বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন, এটা আমি আপনাকে পরামর্শ দিলাম আপনি নিজে ঝুকি বহন করে বিনিয়োগ করবেন। বিনিয়োগ থেকে কোন প্রকার ক্ষতিগ্রস্ত হলে কাউকে দোষারোপ করবেন না।
https://www.talkimg.com/images/2023/11/13/zZg7I.jpeg
পিকচার সোর্স : টুইটার X
আচ্ছা, আপনি তো বলছেন বিটকয়েন হালবিং এর কথা। বিটকয়েন হালবিং এর সময় কি বিটকয়েনের দাম অর্ধেক হইয়া যাবে মানে এখন তো বিটকয়েনের দাম ৩৬ হাজার বা ৩৭০০০ ডলার এর মত আছে। যদি বিটকয়েন হালবিং এর সময় একই দাম থাকে তাইলে কি বিটকয়েনের প্রাইস ১৬০০০ ডলারের নামবে।
Bitcoin Halving নিয়া আমি বেশ কিছু প্রশ্ন উপস্থাপন করতে চাই আপনাগো মাঝে।

প্রশ্ন: ১: Bitcoin Halving কি ও এর মানে কি?

প্রশ্ন: ২: কেন  Bitcoin Halving হয় এবং কত সালে প্রথম Halving হয়েছিল

প্রশ্ন: ৩: Bitcoin Halving হলে কি হয়

Crypto Currency তে যেসব ভাইরা যুক্ত তারা সবাই Bitcoin Halving এর কথা শুনছে হয়তো কেউ এর সম্পর্কে জানে। আপনাদের সবার কাছে আমি এইগুলা জানতে চাই।
full member
Activity: 490
Merit: 119
November 13, 2023, 11:47:06 PM
আমি কিছু বিটকয়েন কিনতে চাচ্ছি। সেই জন্য কোন ওয়ালেটে আমার সম্পত্তি সংরক্ষণ করব। সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে যেয়ে একটা কন্টেন্ট চোখে পড়ে। কন্টেন্টটা পরে যথেষ্ট ভালো লাগলো।

আমি কন্টেন্টটি পড়ে যতটুকু বুঝতে পারলাম হার্ডওয়্যার বা পেপার ওয়ালেট সবচেয়ে বেশি ভালো হবে। যেহেতু এটি অফলাইনে করা হয়, সেহেতু এটা মোটামুটি রিক্সমুক্ত। কিন্তু সিনিয়রদের কাছে আমার একটা বিষয় জানার ছিল, এই হার্ডওয়ার ওয়ালেট বা পেপার ওয়ালেটে ট্রানজেকশন কি অনলাইন ছাড়া কোনভাবেই করা যায় না?

@Littlt Mouse
@Shasan
@LDL
@Learn Bitcoin
@Crypto Library
@tjtonmoy

সিনিয়ার ভাইদের কাছে অনুরোধ রইলো, আমি মাত্র ৪টি মেরিটের জন্য ফুল মেম্বার পদ অর্জন করতে পারছি না। আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ!
sr. member
Activity: 546
Merit: 268
November 13, 2023, 10:44:15 PM
আফসোস তো অবশ্যই হবে । যদি ২০৩০ সালের পরে বিটকয়েনের দাম যদি পাঁচ লক্ষ ডলার হয় তাহলে আপনি মনে করেন প্রতি সপ্তাহে কি পরিমান বিটকয়েন পাচ্ছেন এবং কি পরিমাণ বিটকয়েন জমা করতে পারছেন। ২০৩০ সালের অবশ্যই আপনি আফসোস করবেন যে হায় আল্লাহ আমি ২০২৩ সালে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে উমুক ডলার পর্যন্ত পেয়েছি। তখন সেই বাস ধরার মতো আপনারও কাহিনী হয়ে যাবে। তাই সময় থাকতে বাসটা ধরিয়ে ফেলুন। তা না হলে ইতিহাসে আপনাদের আফসোসটাই একসময় জুনিয়ররা এরকম পোস্ট আকারে তুলে ধরবে।
আফসোস তো আমি এখনি করি কারন কয়েকদিন আগের কথাই ১ মাস বা কিছু দিন বেশি হয়েছে। $২০ ডলার BTC পেমেন্ট পেয়েছিলাম, আজকে দেখলাম দাম বৃদ্ধি পেয়ে  সেই বিটকয়েন $২৭ ডলার দাম হয়েছে। আবার যে পেমেন্ট $৪০ ডলারের পেয়েছিলাম দেখি $৫৪-৫৫ ডলার দাম হয়েছে। আজকে আমার মনে হলো কেন বিক্রি করে ফেললাম। যদিও আমি কিছু কিছু হোল্ড করে রাখি আমার ভবিষ্যতের জন্য, প্রয়োজন ছিলো দেখে BTC সেল করে দিয়ে প্রয়োজন মিটিয়েছি। তবুও আমরা মানুষ তো একটু আফসোস লাগে।
কথায় আছে যে, মানুষ যতই পায় ততই চায়
কোন কিছু পাওয়া নিয়ে মানুষের আফসোসের শেষ নেই। আপনারা এই মুহূর্তে সিগনেচার ক্যাম্পেইন করে যে পরিমাণ বিটকয়েন পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের নিজেদের প্রয়োজনের স্বার্থে খরচ করছেন। এই সিগনেচার ক্যাম্পেইনে যদি আপনারা যুক্ত হতে না পারতেন তাহলে আপনাদের একটা আফসোস থাকতো যে ইস আমি কেন জয়েন করতে পারলাম না।
অন্যদিকে এখন আবার আফসোস করছেন যে কেন আমি সম্পূর্ণ বিটকয়েন খরচ করলাম।
তাই ভবিষ্যতে যাতে আপনাদের এরকম আফসোস না হয় সেই জন্য আপনাদের উপার্জিত বিটকয়েনের ৩০ থেকে ৪০% এর মত জমা করে রাখা উচিত তাই যখন বিটকয়েনের দাম ভবিষ্যতে বৃদ্ধি পাবে তখন আর কোন আফসোস থাকবে না আপনাদের।
শুধু বিটকয়েন নয় বরং ইথেরিয়াম সহ আরো কিছু কয়েন রয়েছে যেগুলো মার্কেটে খুব ভালো পজিশনে রয়েছে। বিটকয়েনের পাশাপাশি আপনারাও সেগুলোতেও বিনিয়োগ করতে পারেন। 2021 সালে যে কয়েনের দাম ছিল ৭০০ ডলার কিছু কিছু কয় এখন নয় দশ ডলারেরও রয়েছে তাই আপনারা মার্কেট ঘুরে ঘুরে ওই সকল কয়েন কিছু কিছু কিনে রাখতে পারেন। কে বলতে পারে ২০২৫ সালে ২০২১ সাল কে ছাড়িয়ে গেলে বিশ্বয়ের কিছু হবে না। ইঞ্জিন কয়েন কিনে রাখতে পারেন এখন পর্যন্ত দাম নাগালের মধ্যে রয়েছে কখন যেন এটি রকেটগতিতে উর্ধ্বমুখী হয়।
sr. member
Activity: 476
Merit: 359
November 13, 2023, 10:36:42 PM
আফসোস তো অবশ্যই হবে । যদি ২০৩০ সালের পরে বিটকয়েনের দাম যদি পাঁচ লক্ষ ডলার হয় তাহলে আপনি মনে করেন প্রতি সপ্তাহে কি পরিমান বিটকয়েন পাচ্ছেন এবং কি পরিমাণ বিটকয়েন জমা করতে পারছেন। ২০৩০ সালের অবশ্যই আপনি আফসোস করবেন যে হায় আল্লাহ আমি ২০২৩ সালে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে উমুক ডলার পর্যন্ত পেয়েছি। তখন সেই বাস ধরার মতো আপনারও কাহিনী হয়ে যাবে। তাই সময় থাকতে বাসটা ধরিয়ে ফেলুন। তা না হলে ইতিহাসে আপনাদের আফসোসটাই একসময় জুনিয়ররা এরকম পোস্ট আকারে তুলে ধরবে।
আফসোস তো আমি এখনি করি কারন কয়েকদিন আগের কথাই ১ মাস বা কিছু দিন বেশি হয়েছে। $২০ ডলার BTC পেমেন্ট পেয়েছিলাম, আজকে দেখলাম দাম বৃদ্ধি পেয়ে  সেই বিটকয়েন $২৭ ডলার দাম হয়েছে। আবার যে পেমেন্ট $৪০ ডলারের পেয়েছিলাম দেখি $৫৪-৫৫ ডলার দাম হয়েছে। আজকে আমার মনে হলো কেন বিক্রি করে ফেললাম। যদিও আমি কিছু কিছু হোল্ড করে রাখি আমার ভবিষ্যতের জন্য, প্রয়োজন ছিলো দেখে BTC সেল করে দিয়ে প্রয়োজন মিটিয়েছি। তবুও আমরা মানুষ তো একটু আফসোস লাগে।
কথায় আছে যে, মানুষ যতই পায় ততই চায়
কোন কিছু পাওয়া নিয়ে মানুষের আফসোসের শেষ নেই। আপনারা এই মুহূর্তে সিগনেচার ক্যাম্পেইন করে যে পরিমাণ বিটকয়েন পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের নিজেদের প্রয়োজনের স্বার্থে খরচ করছেন। এই সিগনেচার ক্যাম্পেইনে যদি আপনারা যুক্ত হতে না পারতেন তাহলে আপনাদের একটা আফসোস থাকতো যে ইস আমি কেন জয়েন করতে পারলাম না।
অন্যদিকে এখন আবার আফসোস করছেন যে কেন আমি সম্পূর্ণ বিটকয়েন খরচ করলাম।
তাই ভবিষ্যতে যাতে আপনাদের এরকম আফসোস না হয় সেই জন্য আপনাদের উপার্জিত বিটকয়েনের ৩০ থেকে ৪০% এর মত জমা করে রাখা উচিত তাই যখন বিটকয়েনের দাম ভবিষ্যতে বৃদ্ধি পাবে তখন আর কোন আফসোস থাকবে না আপনাদের।
sr. member
Activity: 602
Merit: 369
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
November 13, 2023, 06:54:22 PM
আফসোস তো অবশ্যই হবে । যদি ২০৩০ সালের পরে বিটকয়েনের দাম যদি পাঁচ লক্ষ ডলার হয় তাহলে আপনি মনে করেন প্রতি সপ্তাহে কি পরিমান বিটকয়েন পাচ্ছেন এবং কি পরিমাণ বিটকয়েন জমা করতে পারছেন। ২০৩০ সালের অবশ্যই আপনি আফসোস করবেন যে হায় আল্লাহ আমি ২০২৩ সালে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে উমুক ডলার পর্যন্ত পেয়েছি। তখন সেই বাস ধরার মতো আপনারও কাহিনী হয়ে যাবে। তাই সময় থাকতে বাসটা ধরিয়ে ফেলুন। তা না হলে ইতিহাসে আপনাদের আফসোসটাই একসময় জুনিয়ররা এরকম পোস্ট আকারে তুলে ধরবে।
আফসোস তো আমি এখনি করি কারন কয়েকদিন আগের কথাই ১ মাস বা কিছু দিন বেশি হয়েছে। $২০ ডলার BTC পেমেন্ট পেয়েছিলাম, আজকে দেখলাম দাম বৃদ্ধি পেয়ে  সেই বিটকয়েন $২৭ ডলার দাম হয়েছে। আবার যে পেমেন্ট $৪০ ডলারের পেয়েছিলাম দেখি $৫৪-৫৫ ডলার দাম হয়েছে। আজকে আমার মনে হলো কেন বিক্রি করে ফেললাম। যদিও আমি কিছু কিছু হোল্ড করে রাখি আমার ভবিষ্যতের জন্য, প্রয়োজন ছিলো দেখে BTC সেল করে দিয়ে প্রয়োজন মিটিয়েছি। তবুও আমরা মানুষ তো একটু আফসোস লাগে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 13, 2023, 12:29:51 PM
আচ্ছা, বাংলায় এটা পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। যদিও আমি অরিজিনাল থ্রেড ই পড়েছি। আমি চেস্টা করেছিলাম ইনস্টল করার জন্য, কিন্তু ইনস্টল করার সময় কি যেনো ইরর আসছিলো তারপর আর আগাতে পারি নাই। এখন ভুলে গেছি যে কি ইরর আসছিলো। আমি কিছুদিন ধরে এনড্রয়েড এর ন্যাটিভ এপ খুজতেছিলাম যেটা আমি পেয়েছিলাম কিছুদিন আগেই।

এক্সাকলি কোন ইররটা পাইছিলেন তা না দেখে বোঝার উপায় নাই সমস্যাটা কোথায়। যদি বাই চান্স আবারো ট্রাই করতে গিয়ে আবারো সমস্যাটায় পড়েন তবে একটি স্ক্রিনশট নিয়ে রাইখেন। নেটিভ এপ দ্বারা কি বোঝাতে চাইলেন? বুঝলামনা। আর মোবাইল এপ দ্বারা কি ফোনে PGP  ব্যবহার ঐটা মিন করছেন?
sr. member
Activity: 546
Merit: 268
November 13, 2023, 11:05:50 AM
আফসোস না করে যদি আমরা যারা সিগনেচার  কাজ করি সব ডলার খরচ না করে। কিছু কিছু ডলার আমরা জমা করে ২০৩০ সালের জন্য রেখে দিতে পারি। আমরা যদি এরকম করে ডলারগুলো জমা করতে পারি তাহলে বিটকয়েনের দাম যদি ভবিষ্যতের বৃদ্ধি পায়। তাহলে আমাদের আর আফসোস করতে হবে না। সত্যি যদি ২০৩০ সালে বিটকয়েনের মূল্য ৫০ লক্ষ ছাড়িয়ে যায় তাহলে আমাদের সবারই উচিত কিছু কিছু করে ডলার জমা করা।
এটাই আমাদের উচিত। আমরা তো আর টাকা উপার্জন করে সেই টাকা ভাঙ্গিয়ে বিটকয়েন ক্রয় করতে পারবো না। আমরা সিগনেচার থেকে যাও উপার্জন করি সেই উপার্জন থেকে কিছু কিছু বিটকয়েন জমিয়ে রাখলে অবশ্যই ফিউচারে বড় ধরনের ফিডব্যাক পাওয়ার আসা থাকবে। আর এখন যদি সব টাকা ভেঙে ফেলি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে কোন আসা থাকবে না। তাই যা কিছু করার এখন প্লান মাফিক করতে হবে। আমাদের এখনই উচিত কিছু কিছু জমিয়ে বিটকয়েনের ডিজিট টা একটু বৃদ্ধি করা। ভবিষ্যতে তাও গর্ব করে বলতে পারবে আমারও কিছু বিটকয়েন আছে।
full member
Activity: 546
Merit: 164
November 13, 2023, 09:48:43 AM
ও আচ্ছা মাত্র ৬০০ বিটকয়েনের  Shocked এবং তিনি বাস মিস করেছেন  Grin



সোর্স
তিনি ওই সময় 600 বিটকয়েন ক্রয় করেছিলেন কিন্তু হয়তো ওই সময় তিনি আরো বিটকয়েন ক্রয় করতে পারতেন কিন্তু হয়তো তার প্ল্যানে বিটকয়েন ক্রয় করার ইচ্ছা থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। তাই রুপক অর্থে বাস মিস করার কথা বলেছেন অর্থাৎ বিটকয়েন ক্রয় করার সুযোগ থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। আমরা অনেক সময় বলি আহ ট্রেন মিস করলাম মানে সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা অনেক সময় কিছু টোকেন দাম অনেক কমে যাওয়ার পরে ক্রয় করি না এর মানে আমরা ওই সময় হেলায় সুযোগ কাজে লাগাই না কিন্তু যখন ঐ টোকেন দাম বৃদ্ধি পায় তখন আমরা আফসোস করি এটাকে আমরা ট্রেন মিস করা বা বাস মিস করার সাথে তুলনা করতে পারি।
এই বিনিয়োগকারী সোজা কথা কিছুটা ঘুরিয়ে বলেছে, প্রথমদিকে একজন সাধারণ সদস্য এই কথার মানে বুঝবে না তবে যদি সে ক্রিপ্টো নলেজ দিয়ে এই কথার মানে বুঝতে চায় তাহলে অবশ্যই সে এই কথার মানে বুঝতে পারবে। ওই সময়ে এই ব্যক্তি ৬০০ বিটকয়েন ক্রয় করেছিল এবং তার কাছে আরো বিটকয়েন ক্রয় করার মত অর্থ ছিল কিন্তু তিনি অর্থ থাকা শর্তেও বিটকয়েনে বিনিয়োগ করেননি যার কারণেই তিনি তার বিনিয়োগ মিস করাকে বাস মিস করার মাধ্যমে বুঝিয়েছেন। উনি একমাত্র ব্যক্তি নন যে এরকম ভুল করেছেন আমরাও এ ধরনের সাধারণ ভুল করে থাকি এবং যখন কোন একটি কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায় ওই সময়ে গিয়ে আমরা আফসোস করি।
আফসোস তো অবশ্যই হবে । যদি ২০৩০ সালের পরে বিটকয়েনের দাম যদি পাঁচ লক্ষ ডলার হয় তাহলে আপনি মনে করেন প্রতি সপ্তাহে কি পরিমান বিটকয়েন পাচ্ছেন এবং কি পরিমাণ বিটকয়েন জমা করতে পারছেন। ২০৩০ সালের অবশ্যই আপনি আফসোস করবেন যে হায় আল্লাহ আমি ২০২৩ সালে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে উমুক ডলার পর্যন্ত পেয়েছি। তখন সেই বাস ধরার মতো আপনারও কাহিনী হয়ে যাবে। তাই সময় থাকতে বাসটা ধরিয়ে ফেলুন। তা না হলে ইতিহাসে আপনাদের আফসোসটাই একসময় জুনিয়ররা এরকম পোস্ট আকারে তুলে ধরবে।
আফসোস না করে যদি আমরা যারা সিগনেচার  কাজ করি সব ডলার খরচ না করে। কিছু কিছু ডলার আমরা জমা করে ২০৩০ সালের জন্য রেখে দিতে পারি। আমরা যদি এরকম করে ডলারগুলো জমা করতে পারি তাহলে বিটকয়েনের দাম যদি ভবিষ্যতের বৃদ্ধি পায়। তাহলে আমাদের আর আফসোস করতে হবে না। সত্যি যদি ২০৩০ সালে বিটকয়েনের মূল্য ৫০ লক্ষ ছাড়িয়ে যায় তাহলে আমাদের সবারই উচিত কিছু কিছু করে ডলার জমা করা।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 13, 2023, 09:41:18 AM
ইন্টারেস্টিং ব্যাপার তো! আমার জানামতে স্পোর্টস বেট প্রতি সিজনেই কোনো না কোনো টিম কে স্পন্সর করে থাকে। তারা কি সব টিম এর সাথে চুক্তি করার সময় এরকম ই চুক্তি করে যে বিটকয়েন এর লগো ব্যাবহার করতে হবে? এই সিজনেও কি এরকম টা করেছে নাকি শুধু সেই এক সিজনের চুক্তির সময় ই এরকম টা করেছিলো?
ওয়াটফোর্ডের সাথে স্পেশাল কিছু ছিল সম্ভবত।

Quote
ওপরের অংশটুকু লিখেই একটু গুগল সার্চ মেরে যা রেজাল্ট পেলাম, Watford তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বিটকয়েনের একটা সাব ডোমেইন ক্রিয়েট করেছে শুধুমাত্র বিটকয়েন কে ডেডিকেটেড করে; https://bitcoin.watfordfc.com/
হ্যা, এইটা তখনকার পার্টনারশীপের অংশ। ওয়ার্টফোর্ড সে সিজনে কিছু দুর্দান্ত ম্যাচ খেলেছিল যেখানে একটা সম্ভবত ৩-০ লিভারপুল।

Quote
যদিও ২০২৩/২৪ সিজনে নিউ ক্যাসেল এর সাথে চুক্তি হয়েছে। কিন্তু তাদের কিট এ না দেখলাম স্পোর্টস বেট এর নাম, না দেখলাম বিটকয়েন এর লোগো। ব্যাপার টা একটু কনফিউজিং মনে হলো।
কারণ সম্ভবত তারা নিউক্যাসেলের মেইন স্পন্সর না। বর্তমান টপিকে শুধু অফিসিয়াল পার্টনার লেখা আছে যেখানে আগে মেইন স্পন্সর লেখা থাকত।
hero member
Activity: 840
Merit: 522
November 13, 2023, 09:30:05 AM
খেলাধুলা এবং প্রযুক্তির সংযোগ প্রদর্শনে একটি সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য বোতেভ প্লোভডিভকে ক্লাবকে ধন্যবাদ জানাই ।
যদিও এইটার ব্যাপারে আমি তেমন কিছু জানি না তবে আমার মনে হয় এইটাতে তাদের স্পন্সরের ভুমিকাই মুল। স্পোর্টসবেট ২০১৯/২০ সিজনে (সম্ভবত, কিংবা ২০২০/২১) ওয়াটফোর্ডের অফিসিয়াল স্পন্সর ছিল। ওয়াটফোর্ড সেসময় প্রিমিয়ার লীগ খেলত। স্পোর্টসবেটের স্পন্সরের মধ্যে একটা চুক্তি ছিল বিটকয়েনের লোগো ব্যবহার করা। স্পোর্টসবেট এইটা কাইন্ড অব সোশ্যাল রেস্পন্সিবিলিটি হিসেবে প্রমট করেছে। তাদের ওই ক্যাম্পেইনের মুল লক্ষ্য ছিল যারা বিটকয়েন সম্পর্কে ভ্রান্ত ধারনা পোষণ করত, তাদের সচেতন করা।

ইন্টারেস্টিং ব্যাপার তো! আমার জানামতে স্পোর্টস বেট প্রতি সিজনেই কোনো না কোনো টিম কে স্পন্সর করে থাকে। তারা কি সব টিম এর সাথে চুক্তি করার সময় এরকম ই চুক্তি করে যে বিটকয়েন এর লগো ব্যাবহার করতে হবে? এই সিজনেও কি এরকম টা করেছে নাকি শুধু সেই এক সিজনের চুক্তির সময় ই এরকম টা করেছিলো?

ওপরের অংশটুকু লিখেই একটু গুগল সার্চ মেরে যা রেজাল্ট পেলাম, Watford তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বিটকয়েনের একটা সাব ডোমেইন ক্রিয়েট করেছে শুধুমাত্র বিটকয়েন কে ডেডিকেটেড করে; https://bitcoin.watfordfc.com/

২০১৯/২০ সিজন থেকে সম্ভবত Watford এর সাথে স্পন্সর করে, আর ২০২০/২১ সিজনে Southampton এর সাথে চুক্তি করে এবং এই চুক্তিতেও বিটকয়েনের লগো ব্যাবহার করার চুক্তি ছিলো; https://bitcoin.ng/southampton-fc-will-have-the-bitcoin-logo-on-club-jersey-for-20-21-season/

যদিও ২০২৩/২৪ সিজনে নিউ ক্যাসেল এর সাথে চুক্তি হয়েছে। কিন্তু তাদের কিট এ না দেখলাম স্পোর্টস বেট এর নাম, না দেখলাম বিটকয়েন এর লোগো। ব্যাপার টা একটু কনফিউজিং মনে হলো।



sr. member
Activity: 546
Merit: 268
November 13, 2023, 08:00:34 AM
ও আচ্ছা মাত্র ৬০০ বিটকয়েনের  Shocked এবং তিনি বাস মিস করেছেন  Grin



সোর্স
তিনি ওই সময় 600 বিটকয়েন ক্রয় করেছিলেন কিন্তু হয়তো ওই সময় তিনি আরো বিটকয়েন ক্রয় করতে পারতেন কিন্তু হয়তো তার প্ল্যানে বিটকয়েন ক্রয় করার ইচ্ছা থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। তাই রুপক অর্থে বাস মিস করার কথা বলেছেন অর্থাৎ বিটকয়েন ক্রয় করার সুযোগ থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। আমরা অনেক সময় বলি আহ ট্রেন মিস করলাম মানে সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা অনেক সময় কিছু টোকেন দাম অনেক কমে যাওয়ার পরে ক্রয় করি না এর মানে আমরা ওই সময় হেলায় সুযোগ কাজে লাগাই না কিন্তু যখন ঐ টোকেন দাম বৃদ্ধি পায় তখন আমরা আফসোস করি এটাকে আমরা ট্রেন মিস করা বা বাস মিস করার সাথে তুলনা করতে পারি।
এই বিনিয়োগকারী সোজা কথা কিছুটা ঘুরিয়ে বলেছে, প্রথমদিকে একজন সাধারণ সদস্য এই কথার মানে বুঝবে না তবে যদি সে ক্রিপ্টো নলেজ দিয়ে এই কথার মানে বুঝতে চায় তাহলে অবশ্যই সে এই কথার মানে বুঝতে পারবে। ওই সময়ে এই ব্যক্তি ৬০০ বিটকয়েন ক্রয় করেছিল এবং তার কাছে আরো বিটকয়েন ক্রয় করার মত অর্থ ছিল কিন্তু তিনি অর্থ থাকা শর্তেও বিটকয়েনে বিনিয়োগ করেননি যার কারণেই তিনি তার বিনিয়োগ মিস করাকে বাস মিস করার মাধ্যমে বুঝিয়েছেন। উনি একমাত্র ব্যক্তি নন যে এরকম ভুল করেছেন আমরাও এ ধরনের সাধারণ ভুল করে থাকি এবং যখন কোন একটি কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায় ওই সময়ে গিয়ে আমরা আফসোস করি।
আফসোস তো অবশ্যই হবে । যদি ২০৩০ সালের পরে বিটকয়েনের দাম যদি পাঁচ লক্ষ ডলার হয় তাহলে আপনি মনে করেন প্রতি সপ্তাহে কি পরিমান বিটকয়েন পাচ্ছেন এবং কি পরিমাণ বিটকয়েন জমা করতে পারছেন। ২০৩০ সালের অবশ্যই আপনি আফসোস করবেন যে হায় আল্লাহ আমি ২০২৩ সালে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে উমুক ডলার পর্যন্ত পেয়েছি। তখন সেই বাস ধরার মতো আপনারও কাহিনী হয়ে যাবে। তাই সময় থাকতে বাসটা ধরিয়ে ফেলুন। তা না হলে ইতিহাসে আপনাদের আফসোসটাই একসময় জুনিয়ররা এরকম পোস্ট আকারে তুলে ধরবে।
sr. member
Activity: 602
Merit: 369
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
November 13, 2023, 06:49:01 AM
এখন মনে পড়ে, যদি আমি যখন ফাস্ট টাইম এক বিটকয়েন ২৩০ ডলার দেখেছিলাম; তখন যদি আমি কিছু বিটকয়েন কিনে রাখতাম। আমার কিন্তু তখন বিটকয়েন কেনার মত সামর্থ্য ছিল। কিন্তু আমি একটু ক্রিপ্তোকারেন্সিতে নিজের কৌতূহল তখন অনুভব করিনি। তার মানে ভাবতে পারেন আমি কি পরিমান লসটা করেছি? যাইহোক আমি ক্রিপ্তোকারেন্সিতে সম্পূর্ণ নতুন। এখানে কিছু ইনভেস্ট করতে চাচ্ছি। আপনারা যারা সিনিয়র আছেন, ক্রিপ্তোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞান আগে থেকেই নিজের মতো ধারণ করে আছেন। তাদের সাহায্য সহযোগিতা কামনা করছি!
ভাই শুধু আপনি এইরকম নন। আরো এমনও অনেকেই আছেন যারা ২০১০ সালে বিটকয়েন সাথে পরিচয় হয়েছিল, কিন্তু বিটকয়েনের প্রতি আস্থা না থাকায় বিটকয়েন কিনেছিলো না। তারাও অনেক আফসোস করে কেন বিনিয়োগ করলাম না। বর্তমানে যারা বিটকয়েনের প্রতি এখনো যাদের আস্থা নাই, ভবিষ্যতে তো আর বিটকয়েনের দাম এমন থাকবে না, হয়তো ১০০k ছাড়িয়ে যাবে। তখন বর্তমানে যারা বিটকয়েনের প্রতি আস্থা নাই, তারাও ভবিষ্যতে বিটকয়েনের দাম দেখে অনেক আফসোস করবে। এরকম ভাবেই প্রতিনিয়তই চলতে থাকবে।

যাইহোক ভাই আপনি যেহেতু  ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন। আপনি অবশ্যই বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন। এই সময় যদি আপনি বিটকয়েন বিনিয়োগ করতে পারেন, যদি দুই বছরের বেশি হোল্ড করতে পারেন তাহলে আপনি ২-৩× প্রফিট পেতে পারেন। কেননা ২০২৪ সালে বিটকয়েন হালভিং, ২০২৫ সালে বুলরান শুরু হবে। আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি, আপনি পিকচার দেখতে পারবেন প্রত্যেক হালভিং এর পরের বছর বুলরান শুরু হয়। আপনি বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন, এটা আমি আপনাকে পরামর্শ দিলাম আপনি নিজে ঝুকি বহন করে বিনিয়োগ করবেন। বিনিয়োগ থেকে কোন প্রকার ক্ষতিগ্রস্ত হলে কাউকে দোষারোপ করবেন না।

পিকচার সোর্স : টুইটার X
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 13, 2023, 06:20:52 AM
খেলাধুলা এবং প্রযুক্তির সংযোগ প্রদর্শনে একটি সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য বোতেভ প্লোভডিভকে ক্লাবকে ধন্যবাদ জানাই ।
যদিও এইটার ব্যাপারে আমি তেমন কিছু জানি না তবে আমার মনে হয় এইটাতে তাদের স্পন্সরের ভুমিকাই মুল। স্পোর্টসবেট ২০১৯/২০ সিজনে (সম্ভবত, কিংবা ২০২০/২১) ওয়াটফোর্ডের অফিসিয়াল স্পন্সর ছিল। ওয়াটফোর্ড সেসময় প্রিমিয়ার লীগ খেলত। স্পোর্টসবেটের স্পন্সরের মধ্যে একটা চুক্তি ছিল বিটকয়েনের লোগো ব্যবহার করা। স্পোর্টসবেট এইটা কাইন্ড অব সোশ্যাল রেস্পন্সিবিলিটি হিসেবে প্রমট করেছে। তাদের ওই ক্যাম্পেইনের মুল লক্ষ্য ছিল যারা বিটকয়েন সম্পর্কে ভ্রান্ত ধারনা পোষণ করত, তাদের সচেতন করা।
sr. member
Activity: 476
Merit: 359
November 13, 2023, 05:22:27 AM
এখন মনে পড়ে, যদি আমি যখন ফাস্ট টাইম এক বিটকয়েন ২৩০ ডলার দেখেছিলাম;
ভাই আপনি মনে হয় ২০১৩ সালের কথা বলছেন কারণ ২০১৩ সালে বিটকয়েনের দাম 230 থেকে 260 ডলারের মধ্যে ছিল।
আপনি তো অনেক দিন আগের কথা বলেছেন সে সময় যদি আপনি বিটকয়েন কিনে রাখতেন তাহলে অবশ্যই আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতেন নিঃসন্দেহে বলা যায়। এটা হতো আপনার আফসোস যে আমি কেন কিনে রাখলাম না বিটকয়েন সেই সময়। এরকম আফসোস সবারই থেকে যায়, যেমনটি @Suzume পোস্টের মাধ্যমে উল্লেখ করেছেন।
যাইহোক আমি ক্রিপ্তোকারেন্সিতে সম্পূর্ণ নতুন। এখানে কিছু ইনভেস্ট করতে চাচ্ছি। আপনারা যারা সিনিয়র আছেন, ক্রিপ্তোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞান আগে থেকেই নিজের মতো ধারণ করে আছেন। তাদের সাহায্য সহযোগিতা কামনা করছি!
আপনি ইনভেস্ট করতে চাইলে বিটকয়েনে ইনভেস্ট করতে পারেন হয়তো দুই থেকে এক মাস আগে আপনার এই ইনভেস্ট করা উচিত ছিল। কেননা তখন বিটকয়েনের দাম ছিল মাত্র ২৫ থেকে ২৮ হাজার ডলারের মধ্যে তখন যদি আপনি ইনভেস্ট করতেন তাহলে আজকে ভালো প্রফিট পাইতে পারতেন। বিটকয়েন ইনভেস্ট করার একটি সুবিধা হল যে মার্কেট কিছুটা ডাম্পিং হলেও সেটা আবার দ্রুত রিকভার হয়ে যায়। By the way আমি আপনাকে বিটকয়েনে ইনভেস্ট বা বিনিয়োগ করার জন্য জোর করছি না। আপনার যেখানে ইচ্ছা সেখানে ইনভেস্ট করতে পারেন।
ইনভেস্ট করার ক্ষেত্রে নিজের ইচ্ছা বা আগ্রহকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি।
নিজের ইচ্ছা শক্তিকে প্রাধান্য দিয়ে বা নিজে এনালাইসিস করে যেটা করবেন সেটাই ভালো হবে আপনার জন্য।
full member
Activity: 490
Merit: 119
November 13, 2023, 05:08:25 AM
ও আচ্ছা মাত্র ৬০০ বিটকয়েনের  Shocked এবং তিনি বাস মিস করেছেন  Grin



সোর্স

উনি একমাত্র ব্যক্তি নন যে এরকম ভুল করেছেন আমরাও এ ধরনের সাধারণ ভুল করে থাকি এবং যখন কোন একটি কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায় ওই সময়ে গিয়ে আমরা আফসোস করি।

উনি একমাত্র ব্যক্তি নন, যে এই ধরনের ভুল করেছেন "কথাটা সত্য"। আমার মনে আছে, আমি যখন বিটকয়েনের সাথে প্রথম পরিচিত হই, তখন এক বিটকয়েনের দাম ছিল 230 ডলার। তখন আমি বিটকয়েনকে তুচ্ছ তাচ্ছিল্য এবং বিটকয়েন সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করা থেকে বিরত থাকি। পরবর্তীতে আমি যখন বিটকয়েন দেখি তখন বিটকয়েনের দাম দেখেছিলাম ১৮০০ ডলার। তখন আমি বিটকয়েন সম্পর্কে কিছুটা রিসার্চ করি এবং আমার প্রফেশনের কারণে আমি বিটকয়েন সম্পর্কে অধিক রিচার্জ করতে পারিনি। যে প্রফেশনের কারণে আমি বিটকয়েন সম্পর্কে অধিক রিচার্জ করতে পারিনি। পরবর্তীতে সে প্রফেশনে কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি। তার পরবর্তীতে আমি ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট SEO নিয়ে কাজ শুরু করি। SEO নিয়ে কাজ শুরু করার মাঝে আমি অ্যামাজনের সাথে পরিচিত হই। অ্যামাজনের সাথেও কাজ শুরু করি। কিন্তু বিটকয়েন নিয়ে রিসার্চ করাটা আমার সেভাবে হয়ে ওঠেনি। এখন আমি পরিপূর্ণ মনোনিবেশ করতে চাচ্ছি বিটকয়েন এর উপর, ক্রিপ্তোকারেন্সির উপর।

এখন মনে পড়ে, যদি আমি যখন ফাস্ট টাইম এক বিটকয়েন ২৩০ ডলার দেখেছিলাম; তখন যদি আমি কিছু বিটকয়েন কিনে রাখতাম। আমার কিন্তু তখন বিটকয়েন কেনার মত সামর্থ্য ছিল। কিন্তু আমি একটু ক্রিপ্তোকারেন্সিতে নিজের কৌতূহল তখন অনুভব করিনি। তার মানে ভাবতে পারেন আমি কি পরিমান লসটা করেছি? যাইহোক আমি ক্রিপ্তোকারেন্সিতে সম্পূর্ণ নতুন। এখানে কিছু ইনভেস্ট করতে চাচ্ছি। আপনারা যারা সিনিয়র আছেন, ক্রিপ্তোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞান আগে থেকেই নিজের মতো ধারণ করে আছেন। তাদের সাহায্য সহযোগিতা কামনা করছি!
Jump to: