Author

Topic: বাংলা (Bengali) - page 113. (Read 5696404 times)

sr. member
Activity: 476
Merit: 359
November 13, 2023, 05:01:51 AM
ফুটবল আমাদের সবারই অতি পরিচিত খেলা।এই ফুটবল খেলা বিভিন্ন দেশ বা ক্লাব পর্যায়ে হয়ে থাকে। তেমনি অস্ট্রিয়ায়ও ফুটবল খেলা অনেক জনপ্রিয়।অস্ট্রিয়ার প্রাচীনতম বা পুরাতন ফুটবল ক্লাবগুলির মধ্যে অন্যতম একটি হলো এফসি অ্যাডমিরা ওয়াকার,(FC Admira Wacker) তারা তাদের অফিসিয়াল খেলার জার্সির উপর বিটকয়েনের লোগো দিয়েছে এবং তারা বলেছে তাদের লাইটনিং পেমেন্টে বিটকয়েন যোগ করবে।এটা সত্যিই অনেক সুন্দর একটি উদ্যোগ। বিটকয়েন যে সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এইটা অন্যতম একটি প্রমাণ। বিটকয়েন হয়তো যুগে যুগে পৃথিবীর সব দেশে ছড়িয়ে পড়বে এবং বৈধতা পাবে।

Bitcoin Archive
এই পোস্টটি আমি নিজে করেছিলাম কয়েকদিন আগে আজকেও এই একই রকম একটি পোস্ট করছি। তবে সেটা আজকে অন্য ক্লাবের বিটকয়েন সাপোর্ট করা নিয়ে। বুলগেরিয়ান একটি ক্লাব তারা তাদের অফিসিয়াল জার্সির হাতায় বিটকয়েন লোগো লাগিয়েছে। সেটা সত্যিই অসাধারণ।

picture source

ফুটবল সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খেলা। এ খেলাধুলা নিয়ে ইতিমধ্যে অনেক ক্যাসিনো সাইট রয়েছে। যেখানে প্রতিদিন বিভিন্ন দেশ এবং দেশের ক্লাবগুলোর খেলা নিয়ে বাজি ধরা হয়। তেমনি বুলগেরিয়ান এর একটি ক্লাবের নাম, সকার ক্লাব বোতেভ প্লোভডিভ, তারা তাদের নতুন ইউনিফর্মে বিটকয়েন লোগো যুক্ত করেছে। এই পদক্ষেপটি শুধুমাত্র ক্রীড়া জগতে নতুনত্বের ছোঁয়া যোগ করেনি বরং বিভিন্ন শিল্প জুড়ে ক্রিপ্টোকারেন্সির ক্রমবর্ধমান গ্রহণকেও প্রতিফলিত করে। খেলাধুলা এবং প্রযুক্তির সংযোগ প্রদর্শনে একটি সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য বোতেভ প্লোভডিভকে ক্লাবকে ধন্যবাদ জানাই ।দিন দিন বিশ্বজুড়ে ক্রিপ্টো কারেন্সির প্রসার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।
sr. member
Activity: 490
Merit: 294
November 13, 2023, 03:52:44 AM
ও আচ্ছা মাত্র ৬০০ বিটকয়েনের  Shocked এবং তিনি বাস মিস করেছেন  Grin



সোর্স
তিনি ওই সময় 600 বিটকয়েন ক্রয় করেছিলেন কিন্তু হয়তো ওই সময় তিনি আরো বিটকয়েন ক্রয় করতে পারতেন কিন্তু হয়তো তার প্ল্যানে বিটকয়েন ক্রয় করার ইচ্ছা থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। তাই রুপক অর্থে বাস মিস করার কথা বলেছেন অর্থাৎ বিটকয়েন ক্রয় করার সুযোগ থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। আমরা অনেক সময় বলি আহ ট্রেন মিস করলাম মানে সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা অনেক সময় কিছু টোকেন দাম অনেক কমে যাওয়ার পরে ক্রয় করি না এর মানে আমরা ওই সময় হেলায় সুযোগ কাজে লাগাই না কিন্তু যখন ঐ টোকেন দাম বৃদ্ধি পায় তখন আমরা আফসোস করি এটাকে আমরা ট্রেন মিস করা বা বাস মিস করার সাথে তুলনা করতে পারি।
এই বিনিয়োগকারী সোজা কথা কিছুটা ঘুরিয়ে বলেছে, প্রথমদিকে একজন সাধারণ সদস্য এই কথার মানে বুঝবে না তবে যদি সে ক্রিপ্টো নলেজ দিয়ে এই কথার মানে বুঝতে চায় তাহলে অবশ্যই সে এই কথার মানে বুঝতে পারবে। ওই সময়ে এই ব্যক্তি ৬০০ বিটকয়েন ক্রয় করেছিল এবং তার কাছে আরো বিটকয়েন ক্রয় করার মত অর্থ ছিল কিন্তু তিনি অর্থ থাকা শর্তেও বিটকয়েনে বিনিয়োগ করেননি যার কারণেই তিনি তার বিনিয়োগ মিস করাকে বাস মিস করার মাধ্যমে বুঝিয়েছেন। উনি একমাত্র ব্যক্তি নন যে এরকম ভুল করেছেন আমরাও এ ধরনের সাধারণ ভুল করে থাকি এবং যখন কোন একটি কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায় ওই সময়ে গিয়ে আমরা আফসোস করি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 13, 2023, 03:44:47 AM
আমাদের মাঝে অনেকেই আছি যাদের কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই। তাই তাদের জন্য Kali Nethunter এর একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটি ব্যবহার করে আপনি আপনার এনড্রয়েড ফোনেই লিনাক্স ব্যবহার করতে পারবেন (রুটলেস)।


আচ্ছা, বাংলায় এটা পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। যদিও আমি অরিজিনাল থ্রেড ই পড়েছি। আমি চেস্টা করেছিলাম ইনস্টল করার জন্য, কিন্তু ইনস্টল করার সময় কি যেনো ইরর আসছিলো তারপর আর আগাতে পারি নাই। এখন ভুলে গেছি যে কি ইরর আসছিলো। আমি কিছুদিন ধরে এনড্রয়েড এর ন্যাটিভ এপ খুজতেছিলাম যেটা আমি পেয়েছিলাম কিছুদিন আগেই। তবে কিভাবে ব্যাবহার করতে হবে বুঝতেছিলাম না। একটু ঘাটাঘাটি করতে কিছুটা বুঝতে পেরেছি।

ডেস্কটপ থেকে এনক্রিপ্ট করে মোবাইলে ডিক্রিপ্ট করতে পেরেছি। তবে একটা কাজ আরো বাকি আছে, মোবাইল থেকে এনক্রিপ্ট করে ডেস্কটপে ডিক্রিপ্ট করার ট্রাই করি নাই এখনো। আজকে আপাতত ডেস্কটপ এর এক্সেস নাই আমার কাছে। ডেস্কটপে চেক করেই এটা নিয়ে লিখবো। তবে খুব শীগ্রই মোবাইল এপ টা নিয়ে একটা টিউটোরিয়াল লিখবো। আশা করি সবাই ব্যাবহার করতে পারবেন। আপা
full member
Activity: 490
Merit: 119
November 13, 2023, 12:04:32 AM
একবার ভুল করলে সেটা কখনোই সংশোধন হয় না এটা আমরা সকলেই জানি ধন্যবাদ।

জি ভাই, আমি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত। ভুলতো ভুলিই। ভুলের থেকে সবাই শিক্ষা লাভ করে। কেউ প্রথমে কোন কিছু জেনে বুঝে পৃথিবীতে আসেনা। যেমন আমি বিটকয়েনটক ফোরামের সম্পূর্ণ নতুন একজন ইউজার। বিটকয়েনটক ফোরামে প্রথম দু-একটা পোস্ট করতে যেয়ে ভুলের সম্মুখীন হয়েছি। তাই একটা পোস্ট সম্পূর্ণ না বুঝেই করে ফেলেছিলাম যার কারণে @icopress ভাই এর থেকে একটা নিউট্রাল ট্যাগ খেয়েছি। আর এই গত (September 26, 2023)মাসে আমাদের বাংলাদেশ লোকালে আমি একটা পোস্ট বাংলায় কনভার্ট করে পোস্ট করি এবং সেই পোস্টটিতে আমি সোর্স লিংকটা দিতে ভুলে গিয়েছিলাম। সেজন্য আমার বাংলাদেশের লোকাল থ্রেড থেকে আমাদের এক বাংলা বাংলাদেশী @Z_MBFM ভাই আমাকে আরেকটা নিউট্রাল ট্যাগ দিয়ে দিল। আমি সেই ভাইয়ের ব্যবহারে সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম। আমি আমার ভুল স্বীকার করে সাথে সাথেই আমি সোর্স লিংকটা অ্যাড করে দিয়েছিলাম। এবং ভাইকে সরি বলেছিলাম। তারপরও উনি আমাকে নিউট্রাল ট্যাগ দিয়ে দিলেন। এই নিউট্রাল ট্যাকটা পোস্ট করার প্রায় 30 দিন পরে দিয়েছিলেন। আমি ফোরামে কয়েকজনের সাথে কথা বলি। তারা বলল, হ্যাঁ আপনার ভুল ছিল কিন্তু যে ভাই আপনাকে নিউট্রাল ট্যাগ দিল সে সেটা ঠিক করে নাই। সে চাইলে সেটা কম সুন্দর দৃষ্টিতে দেখতে পারতো। আসলে আমি ফোরামের সম্পূর্ণ নতুন। হয়তো জেনে না জেনে কিছু ভুল হয়ে যেতে পারে। কিন্তু আমি ভাই বিটকয়েনটক ফোরামে কাজ করে যেতে চাই। হয়তো যে ভাই আমাকে নিউটাল ট্যাগ দিয়েছেন সে ভাই একজন পুরাতন ইউজার। তার প্রতি আমার কোন অভিযোগ নাই। যেহেতু ভুলটা আমার ছিল। সে চাইলে আমাকে মাফ করে দিতে পারতেন। ক্ষমা করা না করা সে যার যার ব্যক্তিগত বিষয়। হয়তো তিনি আমাকে অপছন্দ করেন যার কারণে আমাকে ক্ষমা করেন নাই। কিন্তু খুব কষ্ট লাগে এই জন্য যে তার ওই একটা নিউট্রাল ট্যাগের জন্য আমার এই বিটকয়েন ফোরামের জার্নিটাই হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তাই ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বিটকয়েনটক ফোরাম কাজ করে যেতে চাই, খুব ইচ্ছুক কাজ করতে। ভাই, আমরা নতুন আপনারা যদি আমাদেরকে সুযোগ না দেন তাহলে আমরা কিন্তু বড় হতে পারব না। আমাদের বড় হতে আপনাদের সাহায্য সহযোগিতা অনেক প্রয়োজন। আল্লাহ তায়ালা বলেছেন ক্ষমা সর্বোচ্চ মহৎ গুন। আল্লাহ আপনাকে এই ক্ষমার জন্য আপনার আমলনামায় ভবিষ্যতে ভালো কিছু লিখে রাখবেন।

Quote
~

গতকালকের আপডেট, ১৬২৪৭ থেকে গতকাল বিকাশের একজন প্রতিনিধি আপু আমাদের আমাকে ফোন দিয়েছিলেন, তিনি আমাকে জানালেন যে, আপনার কমপ্লেনটি পর্যবেক্ষণ করে আমরা দেখতে পেয়েছি যে আপনার লেনদেনটি ভুল হয়েছিল। তার প্রেক্ষিতে আমরা আপনাকে এই টাকাটি ফিরিয়ে দেয়ার চিন্তা করেছি। আপনার ভুলক্রমে পাঠানোর টাকাটি আপনি ফেরত পেতে পারেন। সেজন্য আপনাকে কিছু কাজ করতে হবে। আপনাকে টাকাটি ফিরে পেতে আজ থেকে আগামী ১০ দিনের মধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে। তারপর সেই অভিযোগে আপনার কোন নাম্বার থেকে টাকা গিয়েছে এবং কোন নাম্বারে টাকা পাঠাতে চেয়েছিলেন এবং ভুলক্রমে কোন নম্বরে টাকা চলে গিয়েছে, সেই তথ্য উল্লেখ করতে হবে। তারপর সেই সাধারণ ডায়রির সাথে আপনার স্পষ্ট ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি বিকাশ কাস্টমার কেয়ারে জমা দিতে হবে।

কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার পাঠানো সাধারণ ডায়েরি বিকাশ কাস্টমার কেয়ারে সাবমিট করবেন এবং বাংলাদেশ বিকাশ কাস্টমার কেয়ারের হেড অফিস থেকে এ বিষয়ে সম্পূর্ণ তথ্য পর্যালোচনা করে আপনাকে বিকাশ হেল্পলাইন থেকে ফোনে বা এসএমএস এ জানিয়ে দেয়া হবে, আপনি এই টাকাটি কবে ফেরত পাবেন। যদিও নিরাশার মধ্যে আশার মুখ এটি। তারপরও টাকাটা হাতে না পাওয়া পর্যন্ত কোন কিছুই বলা যাচ্ছে না। সে আবারও একটি সতর্কতামূলক বাণী শুনিয়ে গেলেন, যে নাম্বারে টাকাটা পাঠিয়েছেন সেই গ্রাহক যদি দাবি করে যে আপনার ভুলক্রমে পাঠানো টাকাটি উনার নিজের টাকা, তাহলে বিকাশ এই বিষয়ে কোন পদক্ষেপ নিতে পারবেন না।

এখন আমার প্রশ্ন হল, আমি যে নাম্বারে টাকা পাঠাতে গিয়েছিলাম বা যে নাম্বারে ভুল করে চলে গিয়েছে, সেই নাম্বারে টাকাটা আমি পাঠিয়েছি, সেটা আমার লিগেল টাকা। আমার লিগেল টাকা যে ব্যক্তি তার নিজের বলে দাবি করবে সেই ব্যক্তির দাবি করাটা কি আসলেই যৌক্তিক? তাহলে বিকাশ কাস্টমার কেয়ারের কি দরকার ছিল? তাহলে হাজার হাজার টাকা বেতন দিয়ে কাস্টমার কেয়ারের প্রতিনিধিদের রাখা হয়েছে কি জন্য?

@Bitcoin_people ভাই, আরেকটি কথা বলেছেন যে, বিটকয়েন এড্রেসে ভুলক্রমে পাঠানো টাকাটি আপনি হয়তো কখনোই ফেরত পাবেন না। হ্যাঁ, এটা সত্য! আবার বিকাশ থেকে যে তথ্যটি পাওয়া গিয়েছে ওই ব্যক্তির তথ্য। বিটকয়েন এড্রেস থেকে কোন তথ্যই পাওয়া যায় না।

পরিশেষে একটা কথাই বলা যায় যে, ভুল তো ভুলিই! আমরা যতটা সম্ভব নিজে সতর্কতা অবলম্বন করে যে কোন লেনদেন করার চেষ্টা করব, ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন; আমিও সবার জন্য দোয়া করব! আল্লাহ সবার মনের ইচ্ছা পূরণ করুন। আমিন!
sr. member
Activity: 546
Merit: 268
November 12, 2023, 11:23:47 PM
ও আচ্ছা মাত্র ৬০০ বিটকয়েনের  Shocked এবং তিনি বাস মিস করেছেন  Grin



সোর্স
তিনি ওই সময় 600 বিটকয়েন ক্রয় করেছিলেন কিন্তু হয়তো ওই সময় তিনি আরো বিটকয়েন ক্রয় করতে পারতেন কিন্তু হয়তো তার প্ল্যানে বিটকয়েন ক্রয় করার ইচ্ছা থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। তাই রুপক অর্থে বাস মিস করার কথা বলেছেন অর্থাৎ বিটকয়েন ক্রয় করার সুযোগ থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। আমরা অনেক সময় বলি আহ ট্রেন মিস করলাম মানে সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা অনেক সময় কিছু টোকেন দাম অনেক কমে যাওয়ার পরে ক্রয় করি না এর মানে আমরা ওই সময় হেলায় সুযোগ কাজে লাগাই না কিন্তু যখন ঐ টোকেন দাম বৃদ্ধি পায় তখন আমরা আফসোস করি এটাকে আমরা ট্রেন মিস করা বা বাস মিস করার সাথে তুলনা করতে পারি।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
November 12, 2023, 10:31:08 PM
ও আচ্ছা মাত্র ৬০০ বিটকয়েনের  Shocked এবং তিনি বাস মিস করেছেন  Grin



সোর্স
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
November 12, 2023, 10:17:02 PM
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 12, 2023, 09:00:31 PM
ও আচ্ছা তাই তো বলি ইন্টারফেসটা চেনা চেনা লাগে কেন Kali Nethunter বলতে গেলে অনেকটা Kali Linux এর মোবাইল ভার্সন। Tongue
যাইহোক ভাই  লিনাক্স  রিলেটেড শুরু করেছেন তাই আমি বলব  এর প্যানিট্রেশন টেস্টিং টুলগুলোর  টিউটোরিয়াল সম্পর্কে জানা থাকলে মাঝেমধ্যে সেগুলো শেয়ার করবেন।আমি সেই বহুত আগে থেকে ইন্সটল করে রেখেছি কিন্তু এখনো পর্যন্ত খুব একটা ভালো  নলেজ নেই এর উপরে।  
আচ্ছা ভাই কালি লিনাক্সে ভিপিএন অ্যাড করার সম্পর্কে কি কোন ধারণা আছে আপনার?  বর্তমানে আমি Kali Linux 2020.1  ভার্চুয়াল বক্সেরটা ব্যবহার করতেছি।

হ্যা ভাই যেই লাউ সেই কদুই এটা। শুধু আপনি যেটা চালায়তেছেন সেটা পিসি ভার্সন আর আমি যেটা চালাইতেছি সেটা এনড্রয়েড ভার্সন। এটা এনড্রয়েডে ব্যবহারের জন্য স্পেসিফিকালি বানানো। এটাই তফাৎ।

প্যানিট্রেশন টুল সম্পর্কে বলতাম, তবে আমার কাছে ঐ কাজের হার্ডওয়ারটাই নাই। যেকোনো ধরনের Wireless attack, করার জন্য আগে একটি ভালো Wifi Adapter লাগে (Monitor Mode সাপোর্ট থাকতে হবে)। যেমন: alfa (৩-৪ হাজার দাম)।

যেমন ধরেন আপনি যদি Wifi হ্যাক করতে চান, সেক্ষেত্রে আপনার লিনাক্সে আগে থেকেই কিছু টুলস্ বিল্ডইন আছে। (wifite, reaver, wireshark, aircrack-ng, pixieWPS)। এগুলোর সবগুলেতে আপনার adapted লাগবে।

আপনি যদি চান, তাহলে আমি এনড্রয়েডের জন্য Wifi হ্যাক এর টুলস্ (pixieWPS) দিতে পারি। তবে ফোন রুটেড থাকতে হবে।

ভাই লিনাক্স বেশির ভাগ সফ্টওয়ারই ম্যানুয়ালি কমান্ড প্রমোপ্ট থেকে ইনস্টল করতে হয়। মানে প্যাকেজ নেমগুলো টাইপ করে আরকি। আমার কখনো VPN ব্যবহারের দরকার পড়ে নাই, তাই এ বিষয়ে ঘাটি নাই। তবে এই ভিডিওটা চাইলে দেখতে পারেন, https://youtu.be/S975wq4Qbfc?si=XEL1KYy52-w9fST8

আপনি জানেন কিনা জানিনা, তবে লিনাক্সে এপস্ ইন্সটল করার জন্য কিছু এপ স্টোরও আছে যেমন, snap store, flathub, KDE, GNOME। একটু কষ্ট করে এই কি ওয়ার্ডগুলো সার্চ করুন, সব বুঝে যাবেন।  Wink

সবথেকে ভালো হয় ফ্রেশ লিনাক্স ইনস্টল করার পর এপ স্টোর সেটআপ করে নিলে। এতে করে ফাইল/প্যাকেজ করোপ্ট হয়না। কারণ অনেক সময় ঝামেলা করে। লিনাক্সে শতশত ডিসট্রো আছে, একেক টায় একেকটা ভালো কাজ করে, তাই বুঝে শুনে কইরেন যা করার।
sr. member
Activity: 490
Merit: 294
November 12, 2023, 08:15:05 PM
গতকাল আমার পার্সোনাল বিকাশ থেকে ৫১০০ টাকা সেন্ড মানি করতে যেয়ে ভুলক্রমে অন্য আরেকটি নাম্বারে ৫১০০ টাকা চলে যায়। সাথে সাথে ওই নাম্বারে ফোন করে দেখি নাম্বারটি ভুল বলতেছে আবার বলতেছেন নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। কিন্তু বিকাশের প্রতিনিধির কাছ থেকে চেক করে জানতে পারলাম যে, নাম্বারটি কোন একটা মেয়ের নামে বিকাশ একাউন্ট খোলা আছে।নাম্বারটি কতদিন আগে বন্ধ হয়ে গেছে সেটাও জানা গেল না। অনলাইন বিকাশ কাস্টমার সার্ভিসে ফোন দিলে, "তারা আমাকে জানালো যে, আপনার কমপ্লেনটি এন্ট্রি করা হয়েছে এবং দুই কর্ম দিবসের মধ্যে আপনাকে জানিয়ে দেয়া হবে, যদি রিসিভার আপনাকে টাকা পে করতে সম্মতি পোষণ করে আর যদি রিসিভার আপনাকে টাকা পে করতে সম্মতি পোষণ না করেন তাহলে বিকাশ কোন দায়ভার বহন করবে না।

এখন আমার প্রশ্ন হল যে, ৫১০০ টাকা খুব কম টাকাও না। আবার বিকাশ কোন দায়ভারও বহন করবে না তাহলে আমার টাকা কি আমি ফেরত পাবনা? নাকি ভুল শুধু আমাদেরই হয় কাস্টমার প্রতিনিধিদের কারো হয় না?
৫০০০ প্লাস টাকা আপনি ভুলক্রমে অন্য একটি নাম্বারে পাঠিয়ে দিয়েছেন, বর্তমান সময়ে পাঁচ হাজার টাকা অনেক বড় একটি অ্যামাউন্ট এবং ভুলক্রমে যার কাছে আপনি এই টাকাগুলো পাঠিয়েছেন তার কাছ থেকে এই টাকা ফিরে পাওয়া কঠিন কারণ তিনি যদি অতিরিক্ত সৎ মানুষ না হন তাহলে সে কখনোই আপনার টাকা ফিরিয়ে দিবে না। এ ধরনের গুরুত্বপূর্ণ কাজ করার আগে অবশ্যই আপনি নাম্বার সঠিক দিয়েছেন কিনা তা একাধিকবার চেক করতে হয়। সময় কিছুটা বেশি লাগলেও আপনি সঠিক ইউজারকে টাকা পাঠাচ্ছেন কিনা তার নিশ্চয়তা আপনি একাধিকবার চেক করলে পেয়ে যেতেন।
মোবাইল ব্যাংকিং গুলোর ক্ষেত্রে এরকম কোন রুলস নাই যে ভুলক্রমে কোন নাম্বারে টাকা পাঠালে এবং সেই ব্যক্তি যদি টাকা দিতে অস্বীকার করে তাহলে বিকাশ অথবা নগদ এরকম মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো সেই অর্থ ফিরিয়ে দিতে পারে। আপনি শুধুমাত্র অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ তারা শুধুমাত্র এন্ট্রি করে রাখবে এবং তারা হয়তো ওই ব্যক্তিকে মেসেজ করতে পারে এর থেকে বেশি কিছু হয়তো তারা করবে না।
ভুল করেছেন এবং অবশ্যই আপনি ভুল থেকে শিক্ষা নিয়েছেন আশা করছি ভবিষ্যতে আপনার এই ধরনের ভুল আর হবে না।
sr. member
Activity: 546
Merit: 268
November 12, 2023, 07:55:01 PM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 12, 2023, 02:08:53 PM
বর্তমানে  কিছুক্ষণ আগে এই Enjin এর প্রাইজ  মোটামুটি একটা ভালো ডাউন দিয়েছে সরাসরি ৩১ সেন্ট থেকে  ২৯  এর নিচে নেমে গিয়েছে। তো  এই বর্তমান সময়ে  যদি কেউ ৪২৯.১৮টি Enjin কয়েন কিনতে চায় তার জন্য  ১২২+. ডলার সমপরিমাণ লাগবে।  আর ২২ ডলার এর  রিস্ক নিয়ে এই  জার্নিতে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন।
আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে আপনি যখন কয়েন কেনেন তার পর থেকেই মার্কেট ডাউন হয়ে যায়? আমার কেনো জানি এটা মনে হয়। তবে এবার আমি ডাউন হওয়ার পর আরো কিছু কয়েন কিনলাম। আর প্ল্যান আছে যে আবার ডাউন হলে আরো কিনবো। অনেকটা ডি সি এ এর মতো করে ইনভেষ্ট করার প্ল্যান আছে। তবে আমার একটা নির্দিষ্ট টার্গেট আছে, এই এমাউন্ট এর বেশি ইনভেষ্ট করবো না। প্রতিবারই বাই সেল এর একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়ে লস করে মার্কেট থেকে বের হই, তবে এবার লস এ সেল করবো না কোনো ভাবেই। যতো লসে যাবো, আরো বেশি করে একই কয়েন কিনবো। যা আছে কপালে  Smiley
আসলে ভাই আমার যা মনে হয় সেটা হলো গিয়ে  আমি যখন কোন আল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করি তারপরেই শুধু ওইটার দাম কমতে থাকে। আবার যখন ইনভেস্টমেন্ট করি না তখনই বাড়তে থাকে। ২০২০ এবং ২০২১ সালে কিছু অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করেছিলাম  সেগুলোর প্রাইস বর্তমানে মাশাল্লাহ দশজন কমে গিয়েছে। Roll Eyes  তারপরও হোল্ডিং এ রেখে দিয়েছি যদি ফিউচারে বুল রানে  সুযোগ পাওয়া যায়।
বিটকয়েন এর ক্ষেত্রেও এরকম কয়েকবার হয়েছে লং টার্মে ইনভেস্টমেন্ট করতেছি।  এক মাসে ইনভেস্ট করেছি আরেক মাসে দাম কমে গিয়েছে। আবার  এই ঘটনা ঘটার পরে  বিটকয়েনের দাম যখন কমেছে তখন ইনভেস্ট করি নাই এখন আবার বেড়ে গেছে, তারপরেও এখনো পর্যন্ত সবকিছু মিলিয়ে বিটকয়েনের দিক থেকে প্রফিটে আছি,  তবে টার্গেট 100k  এর উপরে সেল দেওয়া।  এখন দেখি কতদিন টাইম নেয়।
কিছু দিন আগে কে যেনো বলেছিলেন নগদ/বিকাশ থেকে মেসেজ দিয়ে সতর্ক করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরতী থাকুন। আজকে দেখি আমার ফোনেও এসেছে বিকাশ থেকে দিয়েছে। ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত রয়েছি এমনেই অনেক ভয় হয়, এই ধরনের নিউজ দেখে আরও অনেক ভয় লাগে।

সেই পাবলিকটা আমি ভাই, এটা শুধু আপনার না আমার কাছেও এসেছে আপনার পোস্ট করার কিছুক্ষণ আগে আমার কাছেও নোটিফিকেশন এসেছিল।  আমি ভাবছিলাম যে আমার তাই শুধু একা একা আসতেছে  বারবার আসতেছে কেন, যাই হোক আমি শুধু সেই একা পাপী বান্দা না যারা এই নোটিফিকেশন বারবার পাচ্ছেRoll Eyes


আমাদের মাঝে অনেকেই আছি যাদের কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই। তাই তাদের জন্য Kali Nethunter এর একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটি ব্যবহার করে আপনি আপনার এনড্রয়েড ফোনেই লিনাক্স ব্যবহার করতে পারবেন (রুটলেস)।
এই টিউটোরিয়াল এনড্রয়েড ১১ তে বানানো হয়েছে, তবে এটি অন্যান্য এনড্রয়েড ভার্সনেও কাজ করার কথা।
ও আচ্ছা তাই তো বলি ইন্টারফেসটা চেনা চেনা লাগে কেন Kali Nethunter বলতে গেলে অনেকটা Kali Linux এর মোবাইল ভার্সন। Tongue
যাইহোক ভাই  লিনাক্স  রিলেটেড শুরু করেছেন তাই আমি বলব  এর প্যানিট্রেশন টেস্টিং টুলগুলোর  টিউটোরিয়াল সম্পর্কে জানা থাকলে মাঝেমধ্যে সেগুলো শেয়ার করবেন।আমি সেই বহুত আগে থেকে ইন্সটল করে রেখেছি কিন্তু এখনো পর্যন্ত খুব একটা ভালো  নলেজ নেই এর উপরে। 
আচ্ছা ভাই কালি লিনাক্সে ভিপিএন অ্যাড করার সম্পর্কে কি কোন ধারণা আছে আপনার?  বর্তমানে আমি Kali Linux 2020.1  ভার্চুয়াল বক্সেরটা ব্যবহার করতেছি।
full member
Activity: 546
Merit: 164
November 12, 2023, 10:26:52 AM
sr. member
Activity: 490
Merit: 294
November 12, 2023, 09:47:20 AM
আমি ট্রেডিং নিয়ে খুব একটা চিন্তিত নই। আমি বিশ্বাস করি মার্কেট যে কোন সময় বৃদ্ধি পাবে এবং আমার ট্রেডিং সফল হবে। তবে হ্যাঁ কালকে আমিও দেখেছি কুকয়েন এক্সচেঞ্জে ENJ কয়েন সর্বোচ্চ ০.৩৫৬৫$ করে দাম উঠেছিল কিন্তু Binance এক্সেজে সর্বোচ্চ ০.৩১২৩$ উঠেছিল। আমি Binance এক্সচেঞ্জ থেকে ট্রেডিং করি যার কারণে আমি আমার ট্রেডিং বিক্রি করতে পারিনি। প্রাইসের এমন আপডাউন কিসের জন্য হলো আমি বুঝতে পারিনা।
ENJ কয়েনে আপনি বিনিয়োগ করেছেন এবং আমার মনে হয় আপনি তুলনামূলক বেশি পরিমাণ অর্থ দিয়ে বিনিয়োগ করেছেন কিন্তু আমার জানার ইচ্ছা যে আপনি এই কয়েনে কখন বিনিয়োগ করেছেন মানে আপনার এন্ট্রি কততে। ENJ এর মার্কেটে বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমার মনে হয় আপনি এতদিন খতিতে থাকলেও এখন এই কয়েনে ট্রেডিং করে আপনি যথেষ্ট লাভবান হয়েছেন কারণ মার্কেটে হঠাৎ করে বড় পরিবর্তন আমরা লক্ষ্য করছি। ENJ এর মার্কেট যখন সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল তখন যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে অবশ্যই আমি আমার টোকেন গুলো বিক্রি করে দিতাম এবং আবারো সুযোগের অপেক্ষায় থাকতাম। সম্ভবত আপনি আপনার টোকেন এখনো বিক্রি করেননি। তখন আপনি আপনার টোকেন বিক্রি করলে আরও একটি নতুন ট্রেড গ্রহণ করতে পারতেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 12, 2023, 09:34:33 AM
আমাদের মাঝে অনেকেই আছি যাদের কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই। তাই তাদের জন্য Kali Nethunter এর একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটি ব্যবহার করে আপনি আপনার এনড্রয়েড ফোনেই লিনাক্স ব্যবহার করতে পারবেন (রুটলেস)।

এই টিউটোরিয়াল এনড্রয়েড ১১ তে বানানো হয়েছে, তবে এটি অন্যান্য এনড্রয়েড ভার্সনেও কাজ করার কথা।
 
সিস্টেম রিকয়ারমেন্ট:

  • ১৫-২০ জিবি স্টোরেজ
  • কমান্ড প্রমোপ্ট এবং টার্মিনাল এপস্ সম্পর্কিত জ্ঞান
  • একটা ব্রেন  Tongue



➥ ধাপ ১: প্রথমে github/F-droid থেকে Termux এপস্ টি নামান (ডাউনলোড স্পিড ধীরগতির হলে VPN ব্যবহার করুন)।

Quote

➥ ধাপ ২: Termux ওপেন করুন এবং নিচের কমান্ডটি রান করুন।

Code:
pkg update -y

Quote

➥ ধাপ ৩: এরপর Y লিখে কি চেপে মেইনটেনার ভার্সন ইনস্টল দিন। এসময় আপনাকে কয়েকবার Y চাপতে হবে (৬বার)।

Quote

➥ ধাপ ৪: স্টোরেজ পারমিশন দিন।

Code:
termux-setup-storage

Quote

➥ ধাপ ৫: wget ইনস্টল দিন।

Code:
pkg install wget

Quote

➥ ধাপ ৬: NetHunter ইনস্টলেশন ফাইলটি ডাউনলোড করুন।

Code:
wget -O install-nethunter-termux https://offs.ec/2MceZWr

Quote

➥ ধাপ ৭: ফাইলটি রান করতে পারমিশন চেন্জ করুন।

Code:
chmod +x install-nethunter-termux

Quote

➥ ধাপ ৮: ফাইলটি রান করুন।

Code:
./install-nethunter-termux

Quote

➥ ধাপ ৯: যে ভার্সনটি ইনস্টল করতে চান তা সিলেক্ট করুন (full, minimal, nano)। আমাদের ক্ষেত্রে Full ইনস্টল দেয়া হয়েছে।

Quote

➥ ধাপ ১০: যখন rootfs ডিলিটের মেসেজ আসবে "N" চাপুন (আপনার ইন্টারনেট স্পিডের উপর ভিত্তি করে ১৫-৩০ মিনিট লাগবে ইনস্টল হতে)।

Quote

ধাপ ১০, এর পর আমাদের dbus-x11 error ফিক্স করতে হবে। বেশিরভাগ ইউজারই এটির সম্মুখীন হয়েছে। এটি ফিক্স করতে DNS সার্ভার চেন্জ করে কিছু প্যাকেজ আপডেট করতে হবে।

Fix dbus-x11 error

➥ ধাপ ১১: নিচের কমান্ডটি রান করুন।

Code:
nh -r

Quote

➥ ধাপ ১২: etc/resolve.conf ফাইলটি ওপেন করুন।

Code:
nano  /etc/resolve.conf

Quote

➥ ধাপ ১৩: আইপি এড্রেস চেন্জ করে 8.8.8.8 বসান এবং ctrl + x তারপর Y চেপে সেভ করুন।

Quote

➥ ধাপ ১৪: আবারো নিচের কমান্ড দুইটি রান করুন।

Code:
apt update

apt install dbus-x11 -y

Quote

সমস্যাটা ফিক্স হয়ে গেছে, এখন আমরা পরবর্তী ধাপে যেতে পারি...


➥ ধাপ ১৫: NetHunter এ প্রবেশ করে Kex VNC এর পাসওয়ার্ড সেট করুন (View-only password এর জন্য N চাপুন)

Quote

➥ ধাপ ১৬: পোর্ট নাম্বারটি নোট করে রাখুন, step ১৯ এ এটির কাজ আছে।

Quote

➥ ধাপ ১৭: Nethunter app ডাউনলোড করে ইনস্টল করুন।

➥ ধাপ ১৮: NetHunter স্টোর থেকে Kex ইনস্টল করে ওপেন করুন।

Quote

➥ ধাপ ১৯: পোর্ট নাম্বারটি বসান, Username হিসেবে kali, এবং পাসওয়ার্ড (ধাপ ১৫) তারপর কানেক্ট চাপুন।

Quote

➥ ধাপ ২০: আপনি সফলভাবে Kali Nethunter GUI এ প্রবেশ করেছে।

Quote




➥ রেফারেন্স:


➥ এর সাথে কানেক্টেড অন্যান্য টিউটোরিয়াল:

sr. member
Activity: 616
Merit: 322
November 12, 2023, 09:27:09 AM
বর্তমানে  কিছুক্ষণ আগে এই Enjin এর প্রাইজ  মোটামুটি একটা ভালো ডাউন দিয়েছে সরাসরি ৩১ সেন্ট থেকে  ২৯  এর নিচে নেমে গিয়েছে। তো  এই বর্তমান সময়ে  যদি কেউ ৪২৯.১৮টি Enjin কয়েন কিনতে চায় তার জন্য  ১২২+. ডলার সমপরিমাণ লাগবে।  আর ২২ ডলার এর  রিস্ক নিয়ে এই  জার্নিতে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন।
আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে আপনি যখন কয়েন কেনেন তার পর থেকেই মার্কেট ডাউন হয়ে যায়? আমার কেনো জানি এটা মনে হয়। তবে এবার আমি ডাউন হওয়ার পর আরো কিছু কয়েন কিনলাম। আর প্ল্যান আছে যে আবার ডাউন হলে আরো কিনবো। অনেকটা ডি সি এ এর মতো করে ইনভেষ্ট করার প্ল্যান আছে। তবে আমার একটা নির্দিষ্ট টার্গেট আছে, এই এমাউন্ট এর বেশি ইনভেষ্ট করবো না। প্রতিবারই বাই সেল এর একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়ে লস করে মার্কেট থেকে বের হই, তবে এবার লস এ সেল করবো না কোনো ভাবেই। যতো লসে যাবো, আরো বেশি করে একই কয়েন কিনবো। যা আছে কপালে  Smiley
ভাই মনের কথা কইছেন মার্কেটে সব সময় দেখি যে মার্কেট পাম্প হইতাছে আবার মাঝে মাঝে কিছু কিছু কয়েন অনেক ভালো পারফর্ম করতে দেখি এবং বেশ কিছুদিন সেই কয়েনগুলোর উপরে নজর রাখার পরে যখন ইনভেস্ট করি তারপর থেকে কমতে শুরু করে সেটা বিটকয়েন হোক কিংবা আল্টকয়েন। আমি বেশ কিছুদিন ফিউচার ট্রেনিং ও করছি সেটার ক্ষেত্রেও একই পরিস্থিতি। যখন ইনভেস্ট করার আগে কোন কিছু চিন্তা করি যে এই কয়েন এরকম হবে ফলাফল দেখি সেরকমই হয়। কিন্তু যেইমাত্র আমি কোন এন্ট্রি নেই তারপরেই দেখি আমার এন্ট্রির বিপরীত দিকে প্রেডিকশন কাজ করে। আমি মাঝে মাঝে এর কারণে ভাবি যে আমার ভাগ্য খারাপ এর কারণেই সব সময় আমার সাথে এরকম হয়। তবে যার সাথে কথা কই সেই কয় যে তার সাথে নাকি এরকমই ঘটে। আসলে ভাই ব্যাপারটা কি? এইগুলা কি আসলে আমাদের প্রেডিকশনের ভুল, নাকি আমাদের কপালই খারাপ, নাকি মার্কেট সব সময় আমাদের বিরুদ্ধে কাজ করে আমাদের ক্ষতি করার জন্য হা হ... এই বিষয়গুলোর জন্য হাসিও আসে আবার দুঃখও লাগে  Undecided

আমি বিটকোইন্টক এ নতুন আমার উচ্চ মানের পোস্ট এবং মেরিট উপার্জন এর জন্য করণীয় কি।
আপনি বলতেছেন যে আপনি এই ফোরামের নতুন কিন্তু আমি বলবো যে আপনি এই ফোরামে নতুন না। যদি নতুনই হইতেন তাহলে এখন খুলে সারতে পারেন নাই প্রথম পোস্টেই এমন প্রশ্ন করতেছেন। আপনি যদি নতুন হন তাহলে জানেন কেমনে যে ভালো পোস্ট করতে হবে মেরিট পেতে হবে তাইলে অ্যাকাউন্টের রাঙ্ক বাড়বে। আপনি একাউন্ট খুলে সারতে পারেন নাই আপনি ভালো কোয়ালিটি পোস্ট আর মেরিট নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। এই বিষয়গুলা আসলেই ভাই আমাদেরকে অনেক কিছুই ভাবায়। তবে এগুলো নিয়ে আর বেশি কিছু বলার নাই। বাংলা বোর্ডের পোস্ট করা আগের পোস্টগুলা দেখেন সবকিছুই খুইজা পাবেন ভাই। কারণ এইসব বিষয় নিয়ে ১০০ বারের কম আলোচনা করা হয় নাই।  তাই একই জিনিস বারবার বলতে বোরিং লাগে। আপনি কিভাবে ভাল পোস্ট করবেন এটা আপনার উপর নির্ভর করবো। আর আপনি কিভাবে মেরিট পাবেন এইটা জানতে হলে আগের পেজ গুলা পড়েন। আর আপনি যদি নিজেই এইগুলা খুইজা বের করে পড়তে পারেন তাইলে ভাই আমি মনে করি আপনার মেরিট পাওয়া কেউ আটকাতে পারবেনা। ততক্ষণের মধ্যে আপনার মধ্যে এমন অভিজ্ঞতার সৃষ্টি হইবো যে আপনি এমনিতেই মেরিট পাবেন। এই বিষয়ে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না
newbie
Activity: 2
Merit: 0
November 12, 2023, 03:09:10 AM
বিল্ডিং দ্য ফিউচার অফ ফিনান্স: বিটাজার সহ-প্রতিষ্ঠাতা কেভিন হেংয়ের সাথে একটি সাক্ষাৎকার


প্রযুক্তি এবং কম্পিউটিং এর দ্রুত বিকশিত ল্যান্ডস্কেপ অর্থকে গ্রাস করেছে। একবার মাত্র কয়েকজনের কাছে উপলব্ধ, প্রযুক্তির মাধ্যমে আর্থিক শিল্পের ব্যাঘাত সকলের কাছে অর্থ অ্যাক্সেসযোগ্য করে তুলেছে। ডিজিটাল ব্যাঙ্কিংয়ের আবির্ভাব থেকে খুচরা ট্রেডিং প্ল্যাটফর্মের বিস্তার, আধুনিক আর্থিক ব্যবস্থা প্রযুক্তি দ্বারা বেষ্টিত হয়ে উঠেছে। ব্লকচেইন প্রযুক্তির উত্থান এই অগ্রগতির সর্বশেষ উদাহরণ। ক্রিপ্টোকারেন্সিগুলি কেন্দ্রীভূত সত্তা থেকে স্বাধীন একটি নতুন আর্থিক দৃষ্টান্তে সীমাহীন অ্যাক্সেস প্রদান করে। এক্সচেঞ্জের মাধ্যমে ক্রিপ্টোতে অ্যাক্সেস জনপ্রিয় হয়েছিল, কিন্তু ইথেরিয়াম এবং স্মার্ট চুক্তির বিকাশ মধ্যস্থতাকারীদের প্রয়োজনীয়তা দূর করে এবং প্রযুক্তি ও অর্থায়নকে আলাদা করে তোলে। কেভিন হেং, CSO এবং Bitazza-এর সহ-প্রতিষ্ঠাতা, প্রযুক্তি এবং অর্থের সম্পৃক্ততার অভিজ্ঞতা পেয়েছেন। সুপারঅ্যাপ গ্র্যাবের সাথে কাজ করার মাধ্যমে, দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষস্থানীয় এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা, বিটাজ্জা এবং ফ্রিডম ওয়ার্ল্ডের বিকাশ, কেভিনের কাছে অর্থ ও প্রযুক্তির বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। CoinDesk কেভিনের সাথে কথা বলার সুযোগ পেয়েছে তার অভিজ্ঞতা, সে কী কাজ করছে এবং কোথায় সে শিল্পকে এগিয়ে যেতে দেখে।

সোর্স ; https://www.coindesk.com/sponsored-content/building-the-future-of-finance-an-interview-with-bitazza-co-founder-kevin-heng/

newbie
Activity: 10
Merit: 2
November 12, 2023, 02:50:20 AM
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
November 12, 2023, 02:49:01 AM
আমি বিটকোইন্টক এ নতুন আমার উচ্চ মানের পোস্ট এবং মেরিট উপার্জন এর জন্য করণীয় কি।


আপনাকে বাংলদেশে এর লোকাল বোর্ড এ সাগতম।। আপনি Bitcoin talk এ নতুন এইখানে আপনি যদি আগ্রহের সাথে কাজ করতে পারেন তাহলে আমি আশা করি আপনি এই খান থেকে জীবনে কিছু একটা করতে পারবেন।। এইখানে আগ্রহ মূল আপনি যত আগ্রহ নিয়ে কাজ শিখতে পারবেন আপনার জীবনে পথ চলা আরো সহজ হয়ে যাবে। আপনি যেহেতু নতুন সেহেতু কিছু ফোরাম এর কিছু নিয়ম কানুন আছে তা মেনে চললে আপনি খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারবেন।।

newbie
Activity: 2
Merit: 0
November 12, 2023, 02:38:46 AM
আমি বিটকোইন্টক এ নতুন আমার উচ্চ মানের পোস্ট এবং মেরিট উপার্জন এর জন্য করণীয় কি।
sr. member
Activity: 798
Merit: 377
November 12, 2023, 01:40:13 AM
Jump to: