Author

Topic: বাংলা (Bengali) - page 114. (Read 5696404 times)

full member
Activity: 490
Merit: 119
November 12, 2023, 12:44:51 AM
গতকাল আমার পার্সোনাল বিকাশ থেকে ৫১০০ টাকা সেন্ড মানি করতে যেয়ে ভুলক্রমে অন্য আরেকটি নাম্বারে ৫১০০ টাকা চলে যায়। সাথে সাথে ওই নাম্বারে ফোন করে দেখি নাম্বারটি ভুল বলতেছে আবার বলতেছেন নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। কিন্তু বিকাশের প্রতিনিধির কাছ থেকে চেক করে জানতে পারলাম যে, নাম্বারটি কোন একটা মেয়ের নামে বিকাশ একাউন্ট খোলা আছে।নাম্বারটি কতদিন আগে বন্ধ হয়ে গেছে সেটাও জানা গেল না। অনলাইন বিকাশ কাস্টমার সার্ভিসে ফোন দিলে, "তারা আমাকে জানালো যে, আপনার কমপ্লেনটি এন্ট্রি করা হয়েছে এবং দুই কর্ম দিবসের মধ্যে আপনাকে জানিয়ে দেয়া হবে, যদি রিসিভার আপনাকে টাকা পে করতে সম্মতি পোষণ করে আর যদি রিসিভার আপনাকে টাকা পে করতে সম্মতি পোষণ না করেন তাহলে বিকাশ কোন দায়ভার বহন করবে না।

এখন আমার প্রশ্ন হল যে, ৫১০০ টাকা খুব কম টাকাও না। আবার বিকাশ কোন দায়ভারও বহন করবে না তাহলে আমার টাকা কি আমি ফেরত পাবনা? নাকি ভুল শুধু আমাদেরই হয় কাস্টমার প্রতিনিধিদের কারো হয় না?

যাইহোক, ভুলটা যেহেতু আমার ছিল তাই নীরবে ভুলটা স্বীকার করে, কাস্টমার প্রতিনিধিকে শুধু একটি কথাই বললাম, আপনাদের এই কাস্টমার প্রতিনিধিদের বা আপনাদের বিকাশের অনারশীপে যারা আছেন তাদের উচিত যে, ইনস্ট্যান্ট একটা মিটিং করা তিনজনের মধ্যে (১. ভুলক্রমে যে টাকা পাঠিয়েছে মানে সেন্ডার। আর ২. যে একাউন্টে টাকাটা গেছে মানে রিসিভার এবং ৩. কাস্টমার সার্ভিস প্রতিনিধি)। ২ থেকে ৫ মিনিটের এই মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া উচিত, আপনার একাউন্টে ভুল করে যে টাকাটা গেছে, আপনি দয়া করে যে ভুল করে পাঠিয়েছি তার একাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন এবং এই পাঠানো বাবদ ওই ব্যক্তির কোন টাকা খরচ হবে না মানে চার্জ ফ্রি করা উচিত।

তখন সেই আপুটি মিষ্টি সুরে বলল, জ্বী আপনার পরামর্শটি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিব!

বিকাশের যদি টাকা পাঠানোর বা নিজের টাকার যদি কোন সিকিউরিটি না থাকে, তাহলে এর থেকে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি হাজারগুন ভালো। তখন আমি চিৎকার করে বলতে চেয়েও, করতে পারলাম না চিৎকার! বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সির বৈধতা দেয়া হোক...!

আর সিনিয়র ভাইদের প্রতি অনুরোধ রইলো। আমি মাত্র ১৫ টি মেরিটের জন্য ফুল মেম্বার পদ অর্জন করতে পারছি না। সবার সহযোগিতা কামনা করছি।
sr. member
Activity: 476
Merit: 359
November 11, 2023, 11:21:09 PM
কি করবো ভাই ভালো এনালাইসিস করতে পারিনা যার কারণে কোন কিছুতেই সফলতা পাচ্ছিনা। দুইদিন আগে ENJ কয়েন কিনে শর্ট টাইম ট্রেডিং করার পরিকল্পনা করেছিলাম কিন্তু market ডাম্পিংয়ের কারণে এখন পর্যন্ত লসের মধ্যে রয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি রিকভারি হয়েছে একটু প্রফিটের আশায় বাড়িয়ে অর্ডার দিয়ে রেখেছি কিন্তু আবার আমার মূল ব্যালেন্স থেকে ঘাটতি রয়েছে। তবে আমি চিন্তাভাবনা করছি শর্ট টাইম ট্রেডিং এর জন্য বিটকয়েন ব্যবহার ট্রেডিং করব। কেননা শর্ট টাইম ট্রেডিং এর জন্য বিটকয়েন বেস্ট।
বিনিয়োগ করলে লাভ এবং লস এই দুটোকে মেনেই বিনিয়োগ করতে হবে। কেননা বিনিয়োগ করলে যে সর্বদাই শুধু লাভ হবে তেমনটা নয়। তবে সঠিক সময় যদি সঠিক কয়েন কিনে বিনিয়োগ বা ট্রেডিং করা যায় তাহলে স্বল্প সময়ে লাভ করা যায়।
আমি যত দেখেছি আল্ট কয়েন এ স্বল্প মেয়াদে বিনিয়োগ করে কেউ লাভবান হতে পারেনি তবে আল্ট কয়েনে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা উচিত। কয়েকদিন ধরেই Enj টোকেন এর দাম ০.৩০ এর পাশাপাশি ঘোরাঘুরি করছে।
আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো তো কিছু নেই শুধু একটা কথাই বলবো আপনি এই টোকেনটি  দীর্ঘ সময়ের জন্য ধরে রাখুন হয়তো ভালো কিছু আশা করা যেতে পারে।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 11, 2023, 11:18:06 PM
এটা সত্য যে ট্রেডিং এর ক্ষেত্রে সর্বদাই দৈর্ঘ্য ধারণ করতে হবে, আর আমি মনে করি বেশিরভাগ সময় Altcoins গুলো ট্রেড করার চেয়ে বিটকয়েন ট্রেড করা ভালো। ট্রেডিং করার সময় যদি অর্থ ক্ষতি থাকে তাহলে না এটা মানুষের ভারসাম্য করতে পারে নিজের ওপর সেজন্যই ধৈর্য ধারণ করতে হবে।  ENJ এই আমি কয়েনটি আমি দেখেছি Kucoin a অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু Binance এ খুব একটা বৃদ্ধি পায়নি বরং দাম একই অবস্থানে বারবার রয়ে গিয়েছে। আমি দেখেছি বিনাঞ্চ এ $0.31 সর্বোচ্চ হাই উঠেছিল কালকে এবং Kucoin এ $0.35 এখানে দামের অনেকটা তফাত। তবে এই কারণটি কিসের জন্য হয়েছে তা আমি সঠিক বলতে পারবোনা, যাই হোক স্বল্প মেয়াদী বিনিয়োগ কখনোই অধিক লাভ দিতে পারে না তাই দীর্ঘমেয়াদী বীনিয়োগের পরিকল্পনা সবচেয়ে উত্তম।
আমি ট্রেডিং নিয়ে খুব একটা চিন্তিত নই। আমি বিশ্বাস করি মার্কেট যে কোন সময় বৃদ্ধি পাবে এবং আমার ট্রেডিং সফল হবে। তবে হ্যাঁ কালকে আমিও দেখেছি কুকয়েন এক্সচেঞ্জে ENJ কয়েন সর্বোচ্চ ০.৩৫৬৫$ করে দাম উঠেছিল কিন্তু Binance এক্সেজে সর্বোচ্চ ০.৩১২৩$ উঠেছিল। আমি Binance এক্সচেঞ্জ থেকে ট্রেডিং করি যার কারণে আমি আমার ট্রেডিং বিক্রি করতে পারিনি। প্রাইসের এমন আপডাউন কিসের জন্য হলো আমি বুঝতে পারিনা।


Kucoin Exchange price chart


Binance exchange price chart
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
November 11, 2023, 11:04:43 PM
ধুর মিয়ারা আপনারা সবাই Enjin নিয়ে রয়েছেন কিন্তু কিছু কিছু কয়েন সবার চোখে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। এক সপ্তাহ আগেও কিছু কিছু কয়েন অনেক কম দামে ছিল কিন্তু বর্তমানে তা ৭ আর ১০ গুন করে বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

Solana কয়েক মাস আগেও 12-13 ডলার করে ছিল কিন্তু কয়েক দফায় দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫৫ ডলারের অবস্থান করছে।

PYR এই টোকেনটি বর্তমানে অনেক গুন বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়ে 6 ডলারের কাছাকাছি অবস্থান করছে।

FTX এই টোকেনটি সবাই স্ক্যাম মনে করে বিনিয়োগ করেননি কিন্তু দেখেন আজকের অবস্থা। এটি এক ডলারের নিচে নেমে গিয়েছিলাম কিন্তু বর্তমানে পাঁচ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
কি করবো ভাই ভালো এনালাইসিস করতে পারিনা যার কারণে কোন কিছুতেই সফলতা পাচ্ছিনা। দুইদিন আগে ENJ কয়েন কিনে শর্ট টাইম ট্রেডিং করার পরিকল্পনা করেছিলাম কিন্তু market ডাম্পিংয়ের কারণে এখন পর্যন্ত লসের মধ্যে রয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি রিকভারি হয়েছে একটু প্রফিটের আশায় বাড়িয়ে অর্ডার দিয়ে রেখেছি কিন্তু আবার আমার মূল ব্যালেন্স থেকে ঘাটতি রয়েছে। তবে আমি চিন্তাভাবনা করছি শর্ট টাইম ট্রেডিং এর জন্য বিটকয়েন ব্যবহার ট্রেডিং করব। কেননা শর্ট টাইম ট্রেডিং এর জন্য বিটকয়েন বেস্ট।
ENJ তে ট্রেডিং করা হয়তো আপনার জন্য ভুল সিদ্ধান্ত ছিল এবং আপনি বর্তমানে এই কয়নে ট্রেডিং করার পর থেকেই সম্ভবত সবথেকে বেশি চাপ অনুভব করছেন। স্বল্পমেয়াদি পরিকল্পনায় কোন কয়নে ট্রেডিং করার পর যদি সেই ট্রেডিং থেকে প্রথম অবস্থায় কিছুটা লাভ হয় কিন্তু আরো লাভের আশায় যখন আমরা সেই ট্রেডিং বিক্রি না করে রেখে দেই পরবর্তীতে যখন সেই কয়েনের মূল্য কমে যায় এবং আমাদের মূল ব্যালেন্স থেকে অর্থ ক্ষতি হয় তখন আমরা এই বিষয়টা নিয়ে অনেক অনুশোচনা করি যেমনটা এখন আপনি করছেন। আপনার এখন অনুশোচনা করার আগে যখন আপনার ট্রেডিং থেকে কিছু প্রফিট হয়েছিল তখন আপনার বিক্রি করা উচিত ছিল অথবা ট্রেডিং করার সময় আপনার একটা টার্গেট নির্ধারণ করা উচিত ছিল যাতে সেই টার্গেটে কয়েনের মূল্য পৌঁছালে আপনি আপনার ENJ বিক্রি করতে পারেন তবে যাই হোক এখন আপনাকে অপেক্ষা করতে হবে মার্কেটের ভালো অবস্থায় যাওয়ার জন্য।।
এটা সত্য যে ট্রেডিং এর ক্ষেত্রে সর্বদাই দৈর্ঘ্য ধারণ করতে হবে, আর আমি মনে করি বেশিরভাগ সময় Altcoins গুলো ট্রেড করার চেয়ে বিটকয়েন ট্রেড করা ভালো। ট্রেডিং করার সময় যদি অর্থ ক্ষতি থাকে তাহলে না এটা মানুষের ভারসাম্য করতে পারে নিজের ওপর সেজন্যই ধৈর্য ধারণ করতে হবে।  ENJ এই আমি কয়েনটি আমি দেখেছি Kucoin a অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু Binance এ খুব একটা বৃদ্ধি পায়নি বরং দাম একই অবস্থানে বারবার রয়ে গিয়েছে। আমি দেখেছি বিনাঞ্চ এ $0.31 সর্বোচ্চ হাই উঠেছিল কালকে এবং Kucoin এ $0.35 এখানে দামের অনেকটা তফাত। তবে এই কারণটি কিসের জন্য হয়েছে তা আমি সঠিক বলতে পারবোনা, যাই হোক স্বল্প মেয়াদী বিনিয়োগ কখনোই অধিক লাভ দিতে পারে না তাই দীর্ঘমেয়াদী বীনিয়োগের পরিকল্পনা সবচেয়ে উত্তম।
sr. member
Activity: 490
Merit: 294
November 11, 2023, 09:15:07 PM
ধুর মিয়ারা আপনারা সবাই Enjin নিয়ে রয়েছেন কিন্তু কিছু কিছু কয়েন সবার চোখে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। এক সপ্তাহ আগেও কিছু কিছু কয়েন অনেক কম দামে ছিল কিন্তু বর্তমানে তা ৭ আর ১০ গুন করে বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

Solana কয়েক মাস আগেও 12-13 ডলার করে ছিল কিন্তু কয়েক দফায় দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫৫ ডলারের অবস্থান করছে।

PYR এই টোকেনটি বর্তমানে অনেক গুন বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়ে 6 ডলারের কাছাকাছি অবস্থান করছে।

FTX এই টোকেনটি সবাই স্ক্যাম মনে করে বিনিয়োগ করেননি কিন্তু দেখেন আজকের অবস্থা। এটি এক ডলারের নিচে নেমে গিয়েছিলাম কিন্তু বর্তমানে পাঁচ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
কি করবো ভাই ভালো এনালাইসিস করতে পারিনা যার কারণে কোন কিছুতেই সফলতা পাচ্ছিনা। দুইদিন আগে ENJ কয়েন কিনে শর্ট টাইম ট্রেডিং করার পরিকল্পনা করেছিলাম কিন্তু market ডাম্পিংয়ের কারণে এখন পর্যন্ত লসের মধ্যে রয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি রিকভারি হয়েছে একটু প্রফিটের আশায় বাড়িয়ে অর্ডার দিয়ে রেখেছি কিন্তু আবার আমার মূল ব্যালেন্স থেকে ঘাটতি রয়েছে। তবে আমি চিন্তাভাবনা করছি শর্ট টাইম ট্রেডিং এর জন্য বিটকয়েন ব্যবহার ট্রেডিং করব। কেননা শর্ট টাইম ট্রেডিং এর জন্য বিটকয়েন বেস্ট।
ENJ তে ট্রেডিং করা হয়তো আপনার জন্য ভুল সিদ্ধান্ত ছিল এবং আপনি বর্তমানে এই কয়নে ট্রেডিং করার পর থেকেই সম্ভবত সবথেকে বেশি চাপ অনুভব করছেন। স্বল্পমেয়াদি পরিকল্পনায় কোন কয়নে ট্রেডিং করার পর যদি সেই ট্রেডিং থেকে প্রথম অবস্থায় কিছুটা লাভ হয় কিন্তু আরো লাভের আশায় যখন আমরা সেই ট্রেডিং বিক্রি না করে রেখে দেই পরবর্তীতে যখন সেই কয়েনের মূল্য কমে যায় এবং আমাদের মূল ব্যালেন্স থেকে অর্থ ক্ষতি হয় তখন আমরা এই বিষয়টা নিয়ে অনেক অনুশোচনা করি যেমনটা এখন আপনি করছেন। আপনার এখন অনুশোচনা করার আগে যখন আপনার ট্রেডিং থেকে কিছু প্রফিট হয়েছিল তখন আপনার বিক্রি করা উচিত ছিল অথবা ট্রেডিং করার সময় আপনার একটা টার্গেট নির্ধারণ করা উচিত ছিল যাতে সেই টার্গেটে কয়েনের মূল্য পৌঁছালে আপনি আপনার ENJ বিক্রি করতে পারেন তবে যাই হোক এখন আপনাকে অপেক্ষা করতে হবে মার্কেটের ভালো অবস্থায় যাওয়ার জন্য।।
full member
Activity: 546
Merit: 164
November 11, 2023, 10:29:47 AM
ভাই যা গেছে তো গেছেই। সেটা নিয়ে আফসোস করে কোনো লাভ নাই। অনেকে ভাবে, ২ টাকায় বিক্রি না করে যদি আর দুইটা দিন হোল্ড করতাম তাহলে ৫ টাকায় হয়তো বিক্রি বিক্রি করতে পারতাম। আবার ৫ টাকার বন্দাও ঐ একই কথা ভাবে, যদি আর দুইটা দিন হোল্ড করতাম। ইসস কত বড় ভুল করে বসলাম। আমার কথা হলো যদি ৫০% ও লাভে থাকে তাহলে বিক্রি করে দেয়া উচিত। অন্ততপক্ষে লস তো হচ্ছে না। কারন ক্রিপ্টো মার্কেট কখন তার খেলা দেখায় দিবে কেউ জানেনা। তবে এক্সপার্ট ট্রেডার হলে বিষয়টা আলাদা। তাদের মার্কেট সম্পর্কে যে ধারনা আছে, সেটা আমাদের মতো ছোট ট্রেডারদের নাই (কাউকে উল্লেখ করে বলিনি কথাটা)।
ভাই মনে হয় স্কুল জীবনে একটা ভাবসম্প্রসারণ পরেছিলাম, "" ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না""

ভাই যেকোন জিনিস করেন না কেন অবশ্যই আগেই চিন্তাভাবনা করা উচিত, পরে চিন্তাভাবনা করে কোন লাভ নাই। @DYING_S0UL ভাই আপনি সত্যিই বলেছেন, আসলেই আমাদের মনটা কেমন জানি, যদি একটা কয়েন কিনে অল্প লাভে সেল করি, তাহলে মনে একটা জিনিস কাজ করে সেটা হলো লোভ, মনে হয় আরো লাভ হতো, ভাবি দূর কেন সেল করে দিলাম। আবার যদি একটা কয়েন কিনে রাখি ২-৪ ডলার লস হলো এবং ধৈর্য ধারণ করি যে আবার রিকোভার হবে কিন্তু যদি আর না হয়, তাহলে আবার ভাবি দূর কেন কয়েনটা সেল করলাম না। আবার যদি একই জিনিস হয় সেটা হলো, যেকোন কয়েন কেনার পর দাম একটু কমে যায়, কোনো দিকে না তাকিয়ে সেল করে দেওয়া পর যখন দেখি মার্কেট আবার বেড়ে গেছে তখনো ভাবি কেন সেল করলাম রাখলে ভালো হতো। বর্তমানে এটাই চলছে শুধু এটা ক্রিপ্টোতে নয় যেকোন জিনিস ক্ষেত্রেই। প্রকৃতপক্ষে আমরা মানুষ আমাদের মন কোন কিছুতেই সন্তুষ্ট নয় লাভ হোক বা লস।
ভাই এটা সত্যি কথা যে জিনিসটা আমাদের কাছ থেকে চলে যায় সে জিনিসটা কখনোই আমাদের কাছে ফিরে আসে না। তাই আমরা যখন সিদ্ধান্ত নিব অবশ্যই আমাদেরকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে নয়তো  পরে আফসোস করা ছাড়া  আর কোন উপায় থাকবে না। তারপরও বলবো আপনার কষ্ট হবে তারপরও ধৈর্য ধরুন যেহেতু আপনি বিক্রি করে ফেলেছেন এখানে তো আর কিছু করার নেই। যদি আপনি ওই বিষয়ে যত মনে করবেন তত কষ্ট পাবেন সব চাইতে ভাল হবে আপনার মনে করবেন না। যেহেতু আপনি ২ টাকায় বিক্রি করে ফেলেছেন এখন ৫ টাকার কথা চিন্তা করে লাভ নাই। অতএব ধৈর্য ধরেন দেখবেন সামনের দিন আরো ভালো আসবে ভালো কিছু করতে পারবেন।
hero member
Activity: 840
Merit: 522
November 11, 2023, 10:01:19 AM
আমরা যারা বিটকয়েনের সাথে জড়িত এই বিষয়ক তাকিয়ে আমাদের লাভ নেই আমাদের বিটকয়েন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমাদের উচিত হবে সতর্কতার সঙ্গে বিটকয়েনে কাজ করা এবং বিটকয়েন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ধরনের বিজ্ঞাপন বা প্রচারের যেন আমাদের বিটকয়েনে কাজের প্রতি মানসিকতা নষ্ট না হয়।

 Roll Eyes Roll Eyes Roll Eyes

আপনি আসলে কি বলছেন আপনি নিজে জানেন তো? আপনার মাথা ঠিক আছে? আমার কেনো জানি মনে হচ্ছে শুধু পোষ্টের লেখা বাড়ানোর জন্য আপনি এসব হাবিজাবি লিখেছেন। নয়তো আপনি এখানে যা লিখেছেন, তা আসলে হাস্যকর! বিটকয়েন কে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? বিটকয়েনে কিভাবে কাজ করবেন? আপনি বিটকয়েনকে কিভাবে হেল্প করতে পারেন যদি না আপনি একজন কোডার বা ডেভেলপার হোন? অথবা ধরেন একজন মাইনার হোন? সর্বশেষ একজন ইউজার যিনি ফুল নোড রান করছেন?

আপনার এই পোষ্ট পড়ার পর এটা তো বুঝেছি যে আপনার বিটকয়েন সম্পর্কে কোনো ধারনাই নেই। হুদাই আজাইরা কথা বলে হাসির পাত্র হবেন না। আর এই যে সবাইকে বললেন বিজ্ঞাপন বা প্রচারে যেন মন মানসিকতা নষ্ট না করতে, কেউ যদি ফেসে যায়, সেটার দায়ভার আপনি নিবেন? কোথায় সবাইকে সতর্ক থাকতে বলবেন, সেটা না, উল্টো কাজ করছেন।
sr. member
Activity: 602
Merit: 369
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
November 11, 2023, 08:44:22 AM
ভাই যা গেছে তো গেছেই। সেটা নিয়ে আফসোস করে কোনো লাভ নাই। অনেকে ভাবে, ২ টাকায় বিক্রি না করে যদি আর দুইটা দিন হোল্ড করতাম তাহলে ৫ টাকায় হয়তো বিক্রি বিক্রি করতে পারতাম। আবার ৫ টাকার বন্দাও ঐ একই কথা ভাবে, যদি আর দুইটা দিন হোল্ড করতাম। ইসস কত বড় ভুল করে বসলাম। আমার কথা হলো যদি ৫০% ও লাভে থাকে তাহলে বিক্রি করে দেয়া উচিত। অন্ততপক্ষে লস তো হচ্ছে না। কারন ক্রিপ্টো মার্কেট কখন তার খেলা দেখায় দিবে কেউ জানেনা। তবে এক্সপার্ট ট্রেডার হলে বিষয়টা আলাদা। তাদের মার্কেট সম্পর্কে যে ধারনা আছে, সেটা আমাদের মতো ছোট ট্রেডারদের নাই (কাউকে উল্লেখ করে বলিনি কথাটা)।
ভাই মনে হয় স্কুল জীবনে একটা ভাবসম্প্রসারণ পরেছিলাম, "" ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না""

ভাই যেকোন জিনিস করেন না কেন অবশ্যই আগেই চিন্তাভাবনা করা উচিত, পরে চিন্তাভাবনা করে কোন লাভ নাই। @DYING_S0UL ভাই আপনি সত্যিই বলেছেন, আসলেই আমাদের মনটা কেমন জানি, যদি একটা কয়েন কিনে অল্প লাভে সেল করি, তাহলে মনে একটা জিনিস কাজ করে সেটা হলো লোভ, মনে হয় আরো লাভ হতো, ভাবি দূর কেন সেল করে দিলাম। আবার যদি একটা কয়েন কিনে রাখি ২-৪ ডলার লস হলো এবং ধৈর্য ধারণ করি যে আবার রিকোভার হবে কিন্তু যদি আর না হয়, তাহলে আবার ভাবি দূর কেন কয়েনটা সেল করলাম না। আবার যদি একই জিনিস হয় সেটা হলো, যেকোন কয়েন কেনার পর দাম একটু কমে যায়, কোনো দিকে না তাকিয়ে সেল করে দেওয়া পর যখন দেখি মার্কেট আবার বেড়ে গেছে তখনো ভাবি কেন সেল করলাম রাখলে ভালো হতো। বর্তমানে এটাই চলছে শুধু এটা ক্রিপ্টোতে নয় যেকোন জিনিস ক্ষেত্রেই। প্রকৃতপক্ষে আমরা মানুষ আমাদের মন কোন কিছুতেই সন্তুষ্ট নয় লাভ হোক বা লস।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 11, 2023, 07:42:26 AM
আমি যে দিন বিক্রি করলাম তারপরে দিন থেকেই এতটা বৃদ্ধি পেল অথচ বিনিয়োগ করার পর মাসের পর মাস রেখে ছিলাম তখন বৃদ্ধি পায়নি। তাই সিদ্ধান্ত নিয়েছি যদি বিনিয়োগ করতেই হয় তাহলে কয়েক বছরের জন্য করব। কম সময়ের জন্য বিনিয়োগ করে বেশি প্রফিট পাওয়া যায় না।

এই যে আমি যেদিন বিক্রি করি, তারপর থেকেই দাম বাড়ে ব্যাপারটা মনে হয় আপনার একা না। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়। এখন আমার মনে প্রশ্ন হলো তাহলে লাভ টা করে কে? লাভ করলে দেখবেন সবাই চুপচাপ বসে থাকে। যেমন ধরেন ফেইসবুকে সব মেয়েরা লেখে তারা সিংগেল, তাহলে এই যে সব ছেলেরা প্রেম করে, এরা আসলে প্রেম টা করে কার সাথে? ক্রিপ্টো মার্কেটের বেলায় একই রকম।

সবাই বলে যে ইনভেষ্ট এমন এমাউন্ট করবেন, যেটা লস হলেও যেনো সমস্যা না হয়। যে কোনো পরিস্থিতিতে এই এমাউন্ট টা ধরা যাবে না। তাহলেই আসলে প্রফিট জেনারেট করা যাবে। অন্যথায় আপনি ইনভেষ্ট করার পর টাকার দরকার হলে যদি এটা সেল করতে হয়, তাহলে কখনোই প্রফিট আসবে না।

ভাই যা গেছে তো গেছেই। সেটা নিয়ে আফসোস করে কোনো লাভ নাই। অনেকে ভাবে, ২ টাকায় বিক্রি না করে যদি আর দুইটা দিন হোল্ড করতাম তাহলে ৫ টাকায় হয়তো বিক্রি বিক্রি করতে পারতাম। আবার ৫ টাকার বন্দাও ঐ একই কথা ভাবে, যদি আর দুইটা দিন হোল্ড করতাম। ইসস কত বড় ভুল করে বসলাম। আমার কথা হলো যদি ৫০% ও লাভে থাকে তাহলে বিক্রি করে দেয়া উচিত। অন্ততপক্ষে লস তো হচ্ছে না। কারন ক্রিপ্টো মার্কেট কখন তার খেলা দেখায় দিবে কেউ জানেনা। তবে এক্সপার্ট ট্রেডার হলে বিষয়টা আলাদা। তাদের মার্কেট সম্পর্কে যে ধারনা আছে, সেটা আমাদের মতো ছোট ট্রেডারদের নাই (কাউকে উল্লেখ করে বলিনি কথাটা)।

আমি আমার এক বড় ভাইয়ের কথাই বলি। তখন ২০২১ এর মাধামাঝি সময় ছিল। সে কমবেশি অনেক টোকেন/কয়েনই হোল্ডে রাখছিল। ঐ সময় তার টাকার প্রয়োজন ছিল, তাই কয়েক লাখ টাকায় সেগুলো সেল করে দেয়। কিছু দিন আগে শুনলাম, টোকেনগুলো যদি ঐসময় সেল না করতো তাহলে আজ মিনিমাম ২০-৩০ লাখ পাইতো। এখন এই ঘটনাকে কি বলবেন? তার কি হোল্ড করা উচিত ছিল নাকি সেল করাই ঠিক ছিল। কে জানতো এতো পাম্প হবে মার্কেট! কেউই না। ভাই যে খারাপ আছে তা কিন্তু না, যেই অল্প মুনাফা করছিল, তা নিয়ে আরামসে চলতেছেন।
sr. member
Activity: 420
Merit: 376
November 11, 2023, 05:51:03 AM
আসলে সবাই ইনভেস্ট করে, রিক্স নিয়েই ইনভেস্ট করে। আবার কখন কার টাকা লেগে যায় বা বিপদ আসে সেটা কেউ জানে না। এটা সত্য কথা যে, কেউই লস করার জন্য কোন জায়গা ইনভেস্ট করে না, কিন্তু লস হয়ে গেলে কিছু করার থাকে না। সবাই চায় অল্প কিছু প্রফিট হলেই সে যেন সে টাকাটা হাতে পায়। আবার যখনই বিটকয়েনের দাম কমতে থাকে, তখনই সবাই আতঙ্কিত হয়ে যায়। সবাই খুব ভয় পেয়ে যায়, যে লস যাই হইছে, হইছে... এবার যতটুকু পাওয়া যায় তাতেই লাভ।

আসলে মানুষ কি চায়? মানুষ সেটা নিজেই জানে না!
কেউ চায় না তার ইনভেস্ট করা কয়েন বা টোকেন লস হোক। যারা ইনভেস্ট করে তারাই মূলত লাভের আশায় বিনিয়োগ করে থাকে সেটা যেই হোক না কেন। বিনয়োগ করার ক্ষেত্রে অনেকটাই মনে হয় ভাগ্য নির্ভর করে। কারণ অতীতে আমি যখন বাওনটি করতাম তখন অনেক কয়েন  ইনভেস্টমেন্ট করেছিলাম সেগুলোতে শুধু লস খাইছি কোনদিন লাভ করতে পারি নাই আমি। কিন্তু আমি কিছুটা পরিমাণ বিটকয়েন কিনা রাখছিলাম যেইটা থেইকা ২০ ডলার পরিমাণ লাভ করছিলাম ওইটাই ছিল আমার জীবনের প্রথম ইনভেস্টমেন্ট এর উপার্জন।

কিছুই করার নেই সবার চোখ ফাঁকি দিয়ে সব কয় নই এভাবে উঠে যায়, আমি এর আগে ছলনা কিনেছিলাম ৭ টি $১৬ করে কিন্তু যখন এর দাম ২৬ ডলার গিয়েছিল তখন বিক্রি করে দিয়েছিলাম। আমি বিক্রি করার পরপরই দেখা গেছে যে একটি মহাকর্ষ স্পর্শ করেছে এটাই আমার কপাল কোনদিন হিউজ পরিমান লাভ করতে পারিনি। Grin যাই হোক FTX ও আমার কাছে ছিল যে দামে ক্রয় করেছিলাম তার দ্বিগুণ দামে লস খেয়ে বিক্রি করেছিল। Pyr এর কথা আর কি বলব কয়েকদিন আগে 4.56$ তে কিনেছিলাম দেখা গেছে অনেক কমে গিয়েছিল তখন আমার প্রায় ১৫০ ডলারের মতো লস ছিল প্রতিদিন এভাবে চলতো বৃদ্ধি পেত না। কিন্তু একটা সময় আমার মাথায় ভুত চাপলো তখন ভাবলাম এখন লসে বিক্রি করে পরবর্তীতে ট্রেড করি সেই লসগুলোর রিকভারি করতে পারবো। যখন PYR $4.34 এই গিয়েছিল তখন আমি এইটি বিক্রি করে দিয়েছিলাম ৩০ ডলার লসে ভাবলাম হয়তো এখন যদি মার্কেট কমে যায় তখন কিনে ট্রেড করে ৩০ ডলার লস রিকভারি করব। কিন্তু না ভাই তা না হয়ে সেখান থেকে এমন ভাবে বৃদ্ধি পেয়েছে ৬ ডলারের ওপরে চলে গিয়েছিল তখন শুধু মাথা হাতালাম। সব কয়েনই আমার বিপরীতে কাজ করে তবে আজকে এটি কিনেছি আবার দেখে যদি দুই চার ডলার লাভ করা যায়।
বিটকয়েনের দাম বৃদ্ধির পাওয়ার জন্য হয়তো মার্কেটের সকল কয়েনের দাম উচ্চমুখী হচ্ছে। আমার কাছে কিছু PYR টোকেন আছে খুব বেশি নাই তবে ১৬ থেকে ১৭ টা আছে আমি কিনছিলাম যখন এই টোকেনটার দাম হইছিল ২.৬ ডলার। বর্তমানে কিছুটা লাভে আছি আমি এই কয়েন থাইকা।
full member
Activity: 490
Merit: 119
November 11, 2023, 04:02:12 AM
আমি যে দিন বিক্রি করলাম তারপরে দিন থেকেই এতটা বৃদ্ধি পেল অথচ বিনিয়োগ করার পর মাসের পর মাস রেখে ছিলাম তখন বৃদ্ধি পায়নি। তাই সিদ্ধান্ত নিয়েছি যদি বিনিয়োগ করতেই হয় তাহলে কয়েক বছরের জন্য করব। কম সময়ের জন্য বিনিয়োগ করে বেশি প্রফিট পাওয়া যায় না।

সবাই বলে যে ইনভেষ্ট এমন এমাউন্ট করবেন, যেটা লস হলেও যেনো সমস্যা না হয়। যে কোনো পরিস্থিতিতে এই এমাউন্ট টা ধরা যাবে না।

আসলে সবাই ইনভেস্ট করে, রিক্স নিয়েই ইনভেস্ট করে। আবার কখন কার টাকা লেগে যায় বা বিপদ আসে সেটা কেউ জানে না। এটা সত্য কথা যে, কেউই লস করার জন্য কোন জায়গা ইনভেস্ট করে না, কিন্তু লস হয়ে গেলে কিছু করার থাকে না। সবাই চায় অল্প কিছু প্রফিট হলেই সে যেন সে টাকাটা হাতে পায়। আবার যখনই বিটকয়েনের দাম কমতে থাকে, তখনই সবাই আতঙ্কিত হয়ে যায়। সবাই খুব ভয় পেয়ে যায়, যে লস যাই হইছে, হইছে... এবার যতটুকু পাওয়া যায় তাতেই লাভ।

আসলে মানুষ কি চায়? মানুষ সেটা নিজেই জানে না!
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 11, 2023, 03:54:05 AM
আমি যে দিন বিক্রি করলাম তারপরে দিন থেকেই এতটা বৃদ্ধি পেল অথচ বিনিয়োগ করার পর মাসের পর মাস রেখে ছিলাম তখন বৃদ্ধি পায়নি। তাই সিদ্ধান্ত নিয়েছি যদি বিনিয়োগ করতেই হয় তাহলে কয়েক বছরের জন্য করব। কম সময়ের জন্য বিনিয়োগ করে বেশি প্রফিট পাওয়া যায় না।

এই যে আমি যেদিন বিক্রি করি, তারপর থেকেই দাম বাড়ে ব্যাপারটা মনে হয় আপনার একা না। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়। এখন আমার মনে প্রশ্ন হলো তাহলে লাভ টা করে কে? লাভ করলে দেখবেন সবাই চুপচাপ বসে থাকে। যেমন ধরেন ফেইসবুকে সব মেয়েরা লেখে তারা সিংগেল, তাহলে এই যে সব ছেলেরা প্রেম করে, এরা আসলে প্রেম টা করে কার সাথে? ক্রিপ্টো মার্কেটের বেলায় একই রকম।

সবাই বলে যে ইনভেষ্ট এমন এমাউন্ট করবেন, যেটা লস হলেও যেনো সমস্যা না হয়। যে কোনো পরিস্থিতিতে এই এমাউন্ট টা ধরা যাবে না। তাহলেই আসলে প্রফিট জেনারেট করা যাবে। অন্যথায় আপনি ইনভেষ্ট করার পর টাকার দরকার হলে যদি এটা সেল করতে হয়, তাহলে কখনোই প্রফিট আসবে না।
sr. member
Activity: 546
Merit: 268
November 11, 2023, 02:29:11 AM
 এই বছর গুগল থেকে লক্ষ লক্ষ জিমেইল মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন জিমেইল গুলো মুছে ফেলা হবে এটা তারা নির্ধারণ করে দিয়েছে। সকল জিমেইল দুই বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় হয়ে আছে সে সকল জিমেইল মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। নিষ্ক্রিয় বলতে ওই সকল জিমেইল কে বোঝায় যে সকল জিমেইল ২ বছর ধরে লগইন করা হয় না। যাদের এরকম জিমেইল রয়েছে তারা অতিসত্বর জিমেইলগুলো লগইন করুন এবং দু চারটা মেসেজ সেন্ড করে একটিভ করে রাখুন। সাধারণত লগইন করে রাখলে ওই সকল জিমেইল কে ইনঅ্যাকটিভ করা হয় না। গুগল সর্বদা একটিভ ইন একটিভ জিমেইল সনাক্ত করতে পারে।

আপনার জিমেইল যাতে মুছে ফেলার আওতায় না পড়ে সেজন্য আপনাকে যা যা করতে হবে।

আপনাকে অবশ্যই পুরাতন জিমেইলগুলো লগইন করার ব্যবস্থা করতে হবে
মাঝে মাঝে আপনার ওই জিমেইল থেকে ইউটিউব ভিডিও দেখতে হবে
আপনার জিমেইল গুগল ড্রাইভে কানেকশন করে রাখলে ভালো হয়
আপনার জিমেইল কানেক্ট করে প্লে স্টোর থেকে যেকোন একটি অ্যাপ ডাউনলোড দিলে হবে
আপনার জিমেইল থেকে যে কোন ওয়েবসাইটে ঢুকে যেকোনো কিছু সার্চ দিলেই হবে
মাঝে মাঝে কোন চ্যানেল সাবস্ক্রিপশন করলে হবে
আপনার জিমেইল থেকে হোয়াটলিস্টেড কোন এয়ারড্রোব করলেই হবে
আপনার জিমেইল থেকে যে কোন অ্যাকাউন্ট খুলে এবং সেই একাউন্টে কোড মেসেজ পাঠালে জিমেইল একটিভ হবে
full member
Activity: 490
Merit: 119
November 11, 2023, 02:20:12 AM

আসলে গেইন হলেই সবার চোখে বাধে, অনথ্যায় আমরা কিন্তু তেমন একটা খেয়াল করি না। আমি তো গত বুল রানের পর থেকে অনেকগুলো ডট, সোলানা, কেক, আর সুশি রেখেছিলাম। তারপর থেকে মার্কেট সাইযওয়েইজ চলা শুরু করলো আর এসব কয়েন একটাতেও কোনো পজেটিভ ইফেক্ট পড়ে নাই। ফল স্বরুপ আমার মোটামোটি সব কয়েন মিলে ৫০০ ডলারে চলে আসে যেগুলোর মোট বিনিয়োগ প্রায় ৩ হাজার ডলার ছিলো। প্রচুর পরিমানে একটা ঝামেলায় পড়ে গিয়ে লসে থাকা অবস্থায় ও আমাকে সেল করতে হয়েছে। আসলে আপদ বিপদের তো হাত পা নাই। যাই হোক, যে যার পছন্দ মতো ইনভেষ্ট করেন। কেউ একটা সাজেষ্ট করলে আপনার লাভ বা লসের ভাগ কিন্তু কেউ নিবে না। সুতরাং সবাই যাচাই বাছাই করে, দেখে শুনে বুঝে ইনভেষ্ট করবেন।

জি ভাই, আপনি একদম ঠিক বলেছেন। কেউ কাউকে তুচ্ছ করলে, সে যদি একসময় সফলতার শিখরে আরোহন করে তাহলে সবাই তখন বাহবা দেন! এটাই মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। সময় থাকতে সময়ের মূল্য কেউ দেয় না। বুল রানের সময় আমিও কিছু কয়েন কিনতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আর একটু অপেক্ষা করতে যেয়ে দেখি সব কয়েনের দাম বেড়ে গেছে। তারপরও আশা হারায়নি কিনব খুব তাড়াতাড়ি ভালো একটা অ্যামাউন্ট এর কয়েন কিনে রাখবো। আপনাদের মূল্যবান পরামর্শ আশা করছি।

আর ভাই একটা কথা আপনার ওয়াইফ এবং বাচ্চা কেমন আছে এখন? এটা সত্যি ভাই, বিপদ আপদ কখনো বলে করে আসে না! যাইহোক সবসময় আল্লাহর উপর ভরসা রাখেন, ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ!!!


Quote
~

আর একটা কথা ভাবছিলাম, আজ নাজমুস শান্ত এবং তাওহীদ হৃদয় ভালো একটি স্কোর করবে কিন্তু নাজমুস শান্তর মাত্র 44 রানে আউট হয়ে গেল। সকল আশা নিরাশায় রূপ নিল। আসলে এটা বাংলাদেশের জন্য একটা কলঙ্কিত বিশ্বকাপ।
full member
Activity: 546
Merit: 164
November 10, 2023, 11:30:46 PM
আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে আপনি যখন কয়েন কেনেন তার পর থেকেই মার্কেট ডাউন হয়ে যায়? আমার কেনো জানি এটা মনে হয়। তবে এবার আমি ডাউন হওয়ার পর আরো কিছু কয়েন কিনলাম। আর প্ল্যান আছে যে আবার ডাউন হলে আরো কিনবো। অনেকটা ডি সি এ এর মতো করে ইনভেষ্ট করার প্ল্যান আছে। তবে আমার একটা নির্দিষ্ট টার্গেট আছে, এই এমাউন্ট এর বেশি ইনভেষ্ট করবো না। প্রতিবারই বাই সেল এর একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়ে লস করে মার্কেট থেকে বের হই, তবে এবার লস এ সেল করবো না কোনো ভাবেই। যতো লসে যাবো, আরো বেশি করে একই কয়েন কিনবো। যা আছে কপালে  Smiley
ভাই এইটা আমার বেলায় ঘটে আমি যেই কয়েন কিনি সেই কয়েনের দাম কমে যায়। আবার যে কয়েন কিনি না, ভালো মনে হয় না, সেই কয়েনের দাম অনেক বেড়ে যায়। আমি কখনো অল্টকয়েন কিনে লাভ করতে পারি নাই। টোকেন কিনি ৮-১০ ডলার লস দেখি আরও কমে যাওয়ার ভয়ে সেল করে দেই। আবার দেখি কিছু দিন পর দাম বেড়ে গেছে। তখন কি করার শুধু মার্কেটের দিকে তাকাই দেখি কত দাম হলো, আর আফসোস করি এত লাভ হতো। যাইহোক এখানে কিছু করার নাই, আমার মাঝে বেশি ধৈর্য নাই। ধৈর্য ধরলে ভালো কিছু পাওয়া যেতো। যাইহোক আমিও এবার আপনার মতো Enjin কয়েন যত দাম কমবে আবার কিছু কিছু কিনবো। দেখি এবার এই কয়েন থেকে কিছু টা লাভ করতে পারি কিনা। তবে আমি এবার আর অধৈর্য হব না যতই দাম কমবে আমি আর সেল করার চিন্তা করব না, অনেক দিন হোল্ড করে রাখবো।


কিছু দিন আগে কে যেনো বলেছিলেন নগদ/বিকাশ থেকে মেসেজ দিয়ে সতর্ক করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরতী থাকুন। আজকে দেখি আমার ফোনেও এসেছে বিকাশ থেকে দিয়েছে। ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত রয়েছি এমনেই অনেক ভয় হয়, এই ধরনের নিউজ দেখে আরও অনেক ভয় লাগে।

বিটকয়েন যেহেতু আমাদের দেশের সরকার বৈধতা ঘোষণা করেনি তাই আমরা সকলেই সরকারের চোখকে ফাঁকি দিয়ে আমরা বিটকয়েন কাজ করে থাকি। আমাদের দেশের সরকার বিটকয়েন লেনদেনের উপর সর্বোচ্চ সর্তকতা জারি করবে এটাই স্বাভাবিক।তাই আমাদের দেশের সরকার বিভিন্ন গণমাধ্যমে আমাদেরকে সতর্কতা জারি করেছে সেটা নগদের অ্যাপের মাধ্যমে হোক বা বিজ্ঞাপনের মাধ্যমে হোক। আমরা যারা বিটকয়েনের সাথে জড়িত এই বিষয়ক তাকিয়ে আমাদের লাভ নেই আমাদের বিটকয়েন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমাদের উচিত হবে সতর্কতার সঙ্গে বিটকয়েনে কাজ করা এবং বিটকয়েন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ধরনের বিজ্ঞাপন বা প্রচারের যেন আমাদের বিটকয়েনে কাজের প্রতি মানসিকতা নষ্ট না হয়।
LDL
hero member
Activity: 742
Merit: 671
November 10, 2023, 11:17:54 PM
ধুর মিয়ারা আপনারা সবাই Enjin নিয়ে রয়েছেন কিন্তু কিছু কিছু কয়েন সবার চোখে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। এক সপ্তাহ আগেও কিছু কিছু কয়েন অনেক কম দামে ছিল কিন্তু বর্তমানে তা ৭ আর ১০ গুন করে বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

Solana কয়েক মাস আগেও 12-13 ডলার করে ছিল কিন্তু কয়েক দফায় দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫৫ ডলারের অবস্থান করছে।

PYR এই টোকেনটি বর্তমানে অনেক গুন বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়ে 6 ডলারের কাছাকাছি অবস্থান করছে।

FTX এই টোকেনটি সবাই স্ক্যাম মনে করে বিনিয়োগ করেননি কিন্তু দেখেন আজকের অবস্থা। এটি এক ডলারের নিচে নেমে গিয়েছিলাম কিন্তু বর্তমানে পাঁচ ডলারের কাছাকাছি অবস্থান করছে।

আসলে গেইন হলেই সবার চোখে বাধে, অনথ্যায় আমরা কিন্তু তেমন একটা খেয়াল করি না। আমি তো গত বুল রানের পর থেকে অনেকগুলো ডট, সোলানা, কেক, আর সুশি রেখেছিলাম। তারপর থেকে মার্কেট সাইযওয়েইজ চলা শুরু করলো আর এসব কয়েন একটাতেও কোনো পজেটিভ ইফেক্ট পড়ে নাই। ফল স্বরুপ আমার মোটামোটি সব কয়েন মিলে ৫০০ ডলারে চলে আসে যেগুলোর মোট বিনিয়োগ প্রায় ৩ হাজার ডলার ছিলো। প্রচুর পরিমানে একটা ঝামেলায় পড়ে গিয়ে লসে থাকা অবস্থায় ও আমাকে সেল করতে হয়েছে। আসলে আপদ বিপদের তো হাত পা নাই। যাই হোক, যে যার পছন্দ মতো ইনভেষ্ট করেন। কেউ একটা সাজেষ্ট করলে আপনার লাভ বা লসের ভাগ কিন্তু কেউ নিবে না। সুতরাং সবাই যাচাই বাছাই করে, দেখে শুনে বুঝে ইনভেষ্ট করবেন।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক খানা চিড়িয়া , অন্তরে তুসের আগুন জ্বলে রইয়া রইয়া।।।।।

শা***র আমি মনে করছি আমারি শুধু কপাল পোড়া কিন্তু আমার মত কপাল পোড়া আরও আছে। মনে করেন একসময় ট্রেডিং ও বিনিয়োগ করতে করতে আমার ওয়ালেটে ৬ হাজার ডলার পরিমাণ জমা হয়। নিজে পণ্ডিতগিরি করতে করতে একটি কয়েনের উপর বিনিয়োগ করি। একটি জুরিতে সকল ফল একসাথে রাখা উচিত নয় এই নীতি তখন আমার মাথায় ডুকছিল না। ৬০০০ ডলার একটি কয়েনের উপর বিনিয়োগ করি। বিনিয়োগ করার পর আমার মনে হয় ওরকম গতিতে রকেট উঠে না এইরকম গতি নিয়ে শালার কয়েনটি নিচের দিকে নামতে থাকে। ভেবেছিলাম মার্কেটে হয়তো কয়েনটি স্ক্যাম করেছি তাই কোন মত মান সম্মান রক্ষার জন্য ১৭০০ ডলার পরিমাণ জীবিত রাখি। এই ১৭০০ ডলার দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কয়েনের উপর পন্ডিত চর্চা করতে থাকে এবং এক পর্যায়ে ভালোই ফিডব্যাক পাই। কিন্তু বর্তমানে একটি কয়েনের উপর ২.৮ করে ১৮০০ ডলার দিয়ে PYR কিনে মাত্র ১৯০ ডলার লাভ করে বিক্রি করে দেই। আমি বিক্রি করার পর এই কয়েনটি এতটাই পাম্প করেছে যে 6.50 ডলারের উপরে চলে গিয়েছে। আমি যে দিন বিক্রি করলাম তারপরে দিন থেকেই এতটা বৃদ্ধি পেল অথচ বিনিয়োগ করার পর মাসের পর মাস রেখে ছিলাম তখন বৃদ্ধি পায়নি। তাই সিদ্ধান্ত নিয়েছি যদি বিনিয়োগ করতেই হয় তাহলে কয়েক বছরের জন্য করব। কম সময়ের জন্য বিনিয়োগ করে বেশি প্রফিট পাওয়া যায় না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 10, 2023, 10:07:40 PM
ধুর মিয়ারা আপনারা সবাই Enjin নিয়ে রয়েছেন কিন্তু কিছু কিছু কয়েন সবার চোখে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। এক সপ্তাহ আগেও কিছু কিছু কয়েন অনেক কম দামে ছিল কিন্তু বর্তমানে তা ৭ আর ১০ গুন করে বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

Solana কয়েক মাস আগেও 12-13 ডলার করে ছিল কিন্তু কয়েক দফায় দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫৫ ডলারের অবস্থান করছে।

PYR এই টোকেনটি বর্তমানে অনেক গুন বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়ে 6 ডলারের কাছাকাছি অবস্থান করছে।

FTX এই টোকেনটি সবাই স্ক্যাম মনে করে বিনিয়োগ করেননি কিন্তু দেখেন আজকের অবস্থা। এটি এক ডলারের নিচে নেমে গিয়েছিলাম কিন্তু বর্তমানে পাঁচ ডলারের কাছাকাছি অবস্থান করছে।

আসলে গেইন হলেই সবার চোখে বাধে, অনথ্যায় আমরা কিন্তু তেমন একটা খেয়াল করি না। আমি তো গত বুল রানের পর থেকে অনেকগুলো ডট, সোলানা, কেক, আর সুশি রেখেছিলাম। তারপর থেকে মার্কেট সাইযওয়েইজ চলা শুরু করলো আর এসব কয়েন একটাতেও কোনো পজেটিভ ইফেক্ট পড়ে নাই। ফল স্বরুপ আমার মোটামোটি সব কয়েন মিলে ৫০০ ডলারে চলে আসে যেগুলোর মোট বিনিয়োগ প্রায় ৩ হাজার ডলার ছিলো। প্রচুর পরিমানে একটা ঝামেলায় পড়ে গিয়ে লসে থাকা অবস্থায় ও আমাকে সেল করতে হয়েছে। আসলে আপদ বিপদের তো হাত পা নাই। যাই হোক, যে যার পছন্দ মতো ইনভেষ্ট করেন। কেউ একটা সাজেষ্ট করলে আপনার লাভ বা লসের ভাগ কিন্তু কেউ নিবে না। সুতরাং সবাই যাচাই বাছাই করে, দেখে শুনে বুঝে ইনভেষ্ট করবেন।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
November 10, 2023, 09:27:02 PM
ধুর মিয়ারা আপনারা সবাই Enjin নিয়ে রয়েছেন কিন্তু কিছু কিছু কয়েন সবার চোখে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। এক সপ্তাহ আগেও কিছু কিছু কয়েন অনেক কম দামে ছিল কিন্তু বর্তমানে তা ৭ আর ১০ গুন করে বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

Solana কয়েক মাস আগেও 12-13 ডলার করে ছিল কিন্তু কয়েক দফায় দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫৫ ডলারের অবস্থান করছে।

PYR এই টোকেনটি বর্তমানে অনেক গুন বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়ে 6 ডলারের কাছাকাছি অবস্থান করছে।

FTX এই টোকেনটি সবাই স্ক্যাম মনে করে বিনিয়োগ করেননি কিন্তু দেখেন আজকের অবস্থা। এটি এক ডলারের নিচে নেমে গিয়েছিলাম কিন্তু বর্তমানে পাঁচ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
কিছুই করার নেই সবার চোখ ফাঁকি দিয়ে সব কয় নই এভাবে উঠে যায়, আমি এর আগে ছলনা কিনেছিলাম ৭ টি $১৬ করে কিন্তু যখন এর দাম ২৬ ডলার গিয়েছিল তখন বিক্রি করে দিয়েছিলাম। আমি বিক্রি করার পরপরই দেখা গেছে যে একটি মহাকর্ষ স্পর্শ করেছে এটাই আমার কপাল কোনদিন হিউজ পরিমান লাভ করতে পারিনি। Grin যাই হোক FTX ও আমার কাছে ছিল যে দামে ক্রয় করেছিলাম তার দ্বিগুণ দামে লস খেয়ে বিক্রি করেছিল। Pyr এর কথা আর কি বলব কয়েকদিন আগে 4.56$ তে কিনেছিলাম দেখা গেছে অনেক কমে গিয়েছিল তখন আমার প্রায় ১৫০ ডলারের মতো লস ছিল প্রতিদিন এভাবে চলতো বৃদ্ধি পেত না। কিন্তু একটা সময় আমার মাথায় ভুত চাপলো তখন ভাবলাম এখন লসে বিক্রি করে পরবর্তীতে ট্রেড করি সেই লসগুলোর রিকভারি করতে পারবো। যখন PYR $4.34 এই গিয়েছিল তখন আমি এইটি বিক্রি করে দিয়েছিলাম ৩০ ডলার লসে ভাবলাম হয়তো এখন যদি মার্কেট কমে যায় তখন কিনে ট্রেড করে ৩০ ডলার লস রিকভারি করব। কিন্তু না ভাই তা না হয়ে সেখান থেকে এমন ভাবে বৃদ্ধি পেয়েছে ৬ ডলারের ওপরে চলে গিয়েছিল তখন শুধু মাথা হাতালাম। সব কয়েনই আমার বিপরীতে কাজ করে তবে আজকে এটি কিনেছি আবার দেখে যদি দুই চার ডলার লাভ করা যায়।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 10, 2023, 08:40:17 PM
ধুর মিয়ারা আপনারা সবাই Enjin নিয়ে রয়েছেন কিন্তু কিছু কিছু কয়েন সবার চোখে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। এক সপ্তাহ আগেও কিছু কিছু কয়েন অনেক কম দামে ছিল কিন্তু বর্তমানে তা ৭ আর ১০ গুন করে বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

Solana কয়েক মাস আগেও 12-13 ডলার করে ছিল কিন্তু কয়েক দফায় দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫৫ ডলারের অবস্থান করছে।

PYR এই টোকেনটি বর্তমানে অনেক গুন বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়ে 6 ডলারের কাছাকাছি অবস্থান করছে।

FTX এই টোকেনটি সবাই স্ক্যাম মনে করে বিনিয়োগ করেননি কিন্তু দেখেন আজকের অবস্থা। এটি এক ডলারের নিচে নেমে গিয়েছিলাম কিন্তু বর্তমানে পাঁচ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
কি করবো ভাই ভালো এনালাইসিস করতে পারিনা যার কারণে কোন কিছুতেই সফলতা পাচ্ছিনা। দুইদিন আগে ENJ কয়েন কিনে শর্ট টাইম ট্রেডিং করার পরিকল্পনা করেছিলাম কিন্তু market ডাম্পিংয়ের কারণে এখন পর্যন্ত লসের মধ্যে রয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি রিকভারি হয়েছে একটু প্রফিটের আশায় বাড়িয়ে অর্ডার দিয়ে রেখেছি কিন্তু আবার আমার মূল ব্যালেন্স থেকে ঘাটতি রয়েছে। তবে আমি চিন্তাভাবনা করছি শর্ট টাইম ট্রেডিং এর জন্য বিটকয়েন ব্যবহার ট্রেডিং করব। কেননা শর্ট টাইম ট্রেডিং এর জন্য বিটকয়েন বেস্ট।
sr. member
Activity: 490
Merit: 294
November 10, 2023, 08:32:31 PM
কিছু দিন আগে কে যেনো বলেছিলেন নগদ/বিকাশ থেকে মেসেজ দিয়ে সতর্ক করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরতী থাকুন। আজকে দেখি আমার ফোনেও এসেছে বিকাশ থেকে দিয়েছে। ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত রয়েছি এমনেই অনেক ভয় হয়, এই ধরনের নিউজ দেখে আরও অনেক ভয় লাগে।

বাংলাদেশ গভারমেন্ট যেখানে বিটকয়েন এর বিপরীত সেখানে মোবাইল ব্যাংকিং গুলো এ ধরনের প্রচারণা করবে এরকমটাই স্বাভাবিক। আপনি শুধুমাত্র বিকাশের প্রচারণা দেখেছেন কিন্তু আমি আমাদের দেশের বিভিন্ন জনপ্রিয় সংবাদ চ্যানেলগুলোতে এ ধরনের সতর্কতা মূলক প্রচারণা সব সময় দেখতে পাই। কিছুদিন আগে নগদ লিফলেট এর মাধ্যমে এ ধরনের প্রচারণা করেছে।
বিটকয়েনের মাধ্যমে লেনদেন করলে সেটা আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য ক্ষতি এরকমটা আমাদের দেশের সরকার মনে করে যার কারণে শীর্ষস্থানীয় মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো বিটকয়েন ব্যবহার করা নিয়ে সর্বোচ্চ সর্তকতা মূলক প্রচারণা করে থাকে।

আমরা যারা ক্রিপ্টো কারেন্সির সাথে জড়িত আছি এবং যারা বিটকয়েনের মাধ্যমে লেনদেন করে থাকি তাদের এ ধরনের হাজার প্রচারণা দেখিয়ে লাভ নাই কারণ আমরা এই ধরনের প্রচারণা দেখে অভ্যস্ত এবং এই ধরনের প্রচারণা আমাদের কাজের ক্ষেত্রে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারবে না।
Jump to: