Author

Topic: বাংলা (Bengali) - page 116. (Read 5697920 times)

sr. member
Activity: 476
Merit: 359
November 09, 2023, 08:28:51 AM
উনি আরো বেশ আগেই ইনভেষ্ট করেছে যার কারনে উনি এখনই প্রফিটে আছে। তবে আমার মনে হয় ওনার টার্গেট লং টার্ম আর ম্যাসিভ গেইন করা। আমি ৩২০ টার মতো কয়েন কিনেছি গতকাল রাতে যেটর বায়িং প্রাইস পড়লো প্রায় ৩১ সেন্ট। আপাতত আমিও ১০০ ডলারের কিনলাম। যদি আরেকটু ডাউন হয়, তবে আরো ৫০ ডলারের কেনার প্ল্যান আছে। ভেবে দেখেন যদি এখান থেকে পেছনের বুল রানের অল টাইম হাই ক্রস করে, তাহলে প্রায় ২০ গুন প্রফিট দেবে যার মানে দাড়ায় ১০০ ডলার দিয়ে ২০০০ ডলার প্রফিট। যাইেোক, এতা বেশি আশা করতে চাই না। তবে সবার মনে মনে একটা টার্গেট সেট করা তো আছেই। আগামী ২ সপ্তাহ পরে আরেকটু ইনভেষ্ট করবো। আপাতত বিটকয়েন নেটওয়্যার্কের জ্যাম খুবই বিরক্তিকর লাগছে।
আমিও বিনিয়োগ করেছি ভাই আপনার মত তবে আমি মাত্র ৫০ ডলার এর মত কিনেছি। দেখা যাক কি হয়, তবে আমি আমার নিজের বুদ্ধিতে এবং নিজের জ্ঞানে কিনেছি কারো উৎসাহে বা পরামর্শে নয়। আমি এই কয়েনটি কিনেছি প্রায় ০.০৩০৬৬ দামে। আশা করি কিছুটা pro ফিট পেতে পারি। Grin
ভাই এটা সত্যি কথা যে বিটকয়েন বাজার সম্পর্কে নিশ্চিত ভাবে কেউ কিছু বলতে পারবে না কারণ বিটকয়েনের বাজার পরিবর্তনশীল। বর্তমান বিটকয়েনের মার্কেট ৩৪ হাজার ডলার থেকে ৩৬ হাজার ডলার অবস্থান করছে মাঝে মাঝে উঠানামা করছে। বিটকয়েনের বাজার কোমশই পরিবর্তনশীল হচ্ছে তাই এখন যদি আমি বিটকয়েনে আরো কিছু অর্থ ইনভেস্ট করতে চাই তাহলে কি আমার জন্য এটা ঠিক হবে?
সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন আবার নাও করতে পারেন। বিটকয়েনে বিনিয়োগ করার একটা সুবিধা হল যে, মার্কেট একটু Dump হলে সেটা আবার দ্রুত রিকভার হয়ে যায়। আমার মনে হয় যে আল্ট কয়েন গুলো থেকে বিটকয়েন বিনিয়োগ করাই নিরাপদ এবং ভালো।
full member
Activity: 546
Merit: 164
November 09, 2023, 07:47:39 AM
২০২৪ সালে আপনারা বিটকয়েন আবস্থা কেমন হবে বলে মনে করছে? এখন বর্তমান সময়ে বিটকয়েনের অবস্থা মোটামুটিভাবে স্টেবল হচ্ছে। এই দ্বারা অবহ্যাত থাকলে ২০২৪ সালের বিটকয়েনের অবস্থা কেমন হতে পারে বলে মনে করেন? আর এই দ্বারা অব্যহত থাকবে কি না থাকবে না এটা নিয়েও আপনার মন্তব্য শেয়ার করবেন।
মার্কেট সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না, আজকে মার্কেট যে অবস্থায় রয়েছে ভবিষ্যতে মার্কেট কেমন অবস্থা যাবে এরকম কোন নিশ্চয়তা নাই তবে মার্কেটের গতিবিধি অনুযায়ী কিছুটা ধারণা করা যায় যে মার্কেটের পরবর্তী মুভমেন্ট কেমন হতে পারে। বিটকয়েনের মার্কেট আপনি বলেছেন স্টাবল অবস্থায় রয়েছে কিন্তু মার্কেট স্টাবল অবস্থায় নেই বরং বিটকয়েনের মার্কেট ৩৪ হাজার ডলার থেকে ৩৬ হাজার ডলার এর মধ্যে অবস্থান করছে এবং গত রাতে আমি দেখেছি বিটকয়েনের মূল্য ৩৬ হাজার ডলার অতিক্রম করেছে। অর্থাৎ বিটকয়েনের মার্কেট প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তনশীল। মার্কেট যদি আপনি ভালভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মার্কেটের ক্যান্ডেলগুলো নিয়মিত উঠানামা করছে অর্থাৎ কখনোই ক্যান্ডেল গুলো স্থির অবস্থায় থাকে না। ২০২৩ সালের শেষের দিকে আমরা রয়েছি, শেষের দিকটা যদি পজিটিভ ভাবে শেষ হয় তাহলে ২০২৪ সালের শুরুর দিকটা বিটকয়েনের জন্য ভালো হতে পারে। ২০২৪ সালে মার্কেট যদি ৪৫ হাজার ডলার থেকে 50000 ডলার এর মধ্যে অবস্থান করে তাহলে আমি মনে করব সেটা বিটকয়েনের জন্য খুবই পজেটিভ একটি দিক।
ভাই এটা সত্যি কথা যে বিটকয়েন বাজার সম্পর্কে নিশ্চিত ভাবে কেউ কিছু বলতে পারবে না কারণ বিটকয়েনের বাজার পরিবর্তনশীল। বর্তমান বিটকয়েনের মার্কেট ৩৪ হাজার ডলার থেকে ৩৬ হাজার ডলার অবস্থান করছে মাঝে মাঝে উঠানামা করছে। বিটকয়েনের বাজার কোমশই পরিবর্তনশীল হচ্ছে তাই এখন যদি আমি বিটকয়েনে আরো কিছু অর্থ ইনভেস্ট করতে চাই তাহলে কি আমার জন্য এটা ঠিক হবে?
hero member
Activity: 840
Merit: 522
November 09, 2023, 07:22:01 AM
ইনভেষ্ট করার টাইম কেবল মাত্র শুরু হতে যাচ্ছে। সুতরাং মিস করে ফেলেছেন এমনটা ভাবার দরকার নেই। আমিও আপাতত ইনভেষ্ট করবো ছোট একটা এমাউন্ট। LM ভাইয়ের মতো আমিও আপাতত এনজিন কয়েন এ ইনভেষ্ট করবো ভাবছি। বুল রানে এই কয়েন টা ৫ এক্স দেবে বলেই আশা করছি। এমনকি আরো বেশি রিটার্ন আসতে পারে। তবে সবারই একটা সেলিং পয়েন্ট বা প্রফিট টেকিং পয়েন্ট থাকা উচিৎ। সবাই নিজেদের গোল সেট করে ইনভেষ্ট করাটাই বেটার হবে। তবে আমার দেখাদেখি কেউ কিনে বলবেন না যে ভাই আপনি কিনবেন বলেছেন তাই আমিও কিনেছি। আমি নিজেই তো আরেকজন কে দেখে কিনতেছি  Cheesy Cheesy
ভাই আপনাকে দোষ দিতে যাবো কেনো, আপনি আমি তো ভবিষ্যত দেখতে পাই না বা ভবিষ্যতে কি হবে তা জানি না। হয় এই ছোট বিনিয়োগ থেকে লাভবান হবো, আর না হয় কিছু ডলার লস খেয়ে যাবো বেশি পরিমানে তো আর বিনিয়োগ করতে যাচ্ছি না। তবে @LM ভাই আমাদের এই লোকাল থ্রেডের গর্ব এবং সবচেয়ে জ্ঞানী ব্যাক্তি, আমি মনে করে LM ভাইয়ের পরামর্শ পজিটিভ দিকে নিয়ে যাবে। @LM ভাই $১০০ দিয়ে শুরু করেছেন, আমি কিছু টা কমিয়ে বিনিয়োগ শুরু করতে যাচ্ছি। তবে আমি বর্তমানে কু-কয়েন ইউজ করতেছি, আমি কু কয়েন থেকে এনজিন কয়েন কেনার চিন্তা ভাবনা করছি। কু-কয়েন থেকে কেনা কেমন হবে?  Cheesy

উনি আরো বেশ আগেই ইনভেষ্ট করেছে যার কারনে উনি এখনই প্রফিটে আছে। তবে আমার মনে হয় ওনার টার্গেট লং টার্ম আর ম্যাসিভ গেইন করা। আমি ৩২০ টার মতো কয়েন কিনেছি গতকাল রাতে যেটর বায়িং প্রাইস পড়লো প্রায় ৩১ সেন্ট। আপাতত আমিও ১০০ ডলারের কিনলাম। যদি আরেকটু ডাউন হয়, তবে আরো ৫০ ডলারের কেনার প্ল্যান আছে। ভেবে দেখেন যদি এখান থেকে পেছনের বুল রানের অল টাইম হাই ক্রস করে, তাহলে প্রায় ২০ গুন প্রফিট দেবে যার মানে দাড়ায় ১০০ ডলার দিয়ে ২০০০ ডলার প্রফিট। যাইেোক, এতা বেশি আশা করতে চাই না। তবে সবার মনে মনে একটা টার্গেট সেট করা তো আছেই। আগামী ২ সপ্তাহ পরে আরেকটু ইনভেষ্ট করবো। আপাতত বিটকয়েন নেটওয়্যার্কের জ্যাম খুবই বিরক্তিকর লাগছে।
sr. member
Activity: 420
Merit: 376
November 09, 2023, 06:27:39 AM
PGP
ভাই আমার সময় হয়নাই পিজিপি ইনক্রিপশনটি টেস্ট করার, তবে টেস্ট করার আগে যদি দুই-চারটা কনফিউশন যদি ক্লিয়ার করে দিতেন তাহলে ভালো হতো।
দুঃখিত  আমি আসলে এ সম্পর্কে বেশি কিছু জানিনা তাই পিজিবি বিষয়টা কি সেটা জানতে চেয়েছিলাম?
আপনি যদি ভাই একটু কষ্ট করে অলরেডি কোট করা পোস্টে ক্লিক করতেন তাহলেই পেয়ে যেতেন যে PGB কি।  আমাদের  Learn Bitcoin  এর আগে এটা নিয়ে একটি টিউটোরিয়াল করেছে  সেটি আমি আবার কোট করে দিলাম।
পিজিপি কি?
পিজিপিএর ফুল ফরম হলো প্রিটি গুড প্রাইভেসি। এটা এমন একটা টেকনোলোজি যেটা ব্যাবহার করে আপনি নির্দিষ্ট কাউকে এনক্রিপ্টেড মেসেজ পাঠাতে পারবেন। এই ম্যাসেজ সেই নির্দিষ্ট ব্যাক্তি বা ফিংগারপ্রিন্ট হোল্ডার ব্যাতিত অন্য কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। পিজিপি কোনো গুরুত্বপূর্ণ জানতে এই পোষ্ট টি পড়তে পারেন।

Quote
এটা কি কোন  কোন ওপেন সোর্স সফটওয়্যার যেটার মাধ্যমে  যে কোন ফাইল ইনক্রিপশন বা ডিক্রিপশন করা যাবে?
আর সেটি যদি না হয়ে থাকে তাহলে ওই সফটওয়্যার গুলো ব্যবহার করা কতটুকু নিরাপদ?
উপরে Learn Bitcoin  ভাইয়ের যে পোস্টটি কোট  করেছি সেই পোস্টটি  ভিজিট করলে দেখতে পাবেন অলরেডি সেখানে একটি সফটওয়্যার (Gpg4win) ব্যবহার করার  টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছেন।  আর এটির মাধ্যমে আপনি মেসেজ থেকে শুরু করে ফাইল এনক্রিপশন এবং ডিক্রিপশন দুটি করতে পারবেন।
আমার জানা মতে এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার,  এটি ওপেন পিজিবি  এর স্ট্যান্ডার্ড ফলো করে।  আর তাছাড়া এটি পিজিবি  রিলেটেড সফটওয়্যার গুলোর মধ্যে জনপ্রিয় গুলির মধ্যে একটি, তাই আমার মনে হয় এটাতে ট্রাস্ট করা যেতে পারে। Roll Eyes  
PGP মূলত ল্যাপটপ বা কম্পিউটার ডাউনলোড করা যায় মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করা যায় কিনা সেইটা আমি জানি না।@Learn Bitcoin ভায়ের পোস্ট পড়ে এবং তার ইনস্ট্রাকশন মোতাবেক PGP ডাউনলোড করার খুব চেষ্টা করি কিছুতেই পারি না তখন google এ সার্চ দেই। তারপর দেখি সেটা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে করতে হবে। তখন নিজেই নিজেকে বোকা মনে হল। Grin Grin

পিজিপি (প্রেটি গুড প্রাইভেসি) হল একটি ডিজিটাল ডেটা এনক্রিপশন প্রোগ্রাম যা 1997-2000 থেকে কম্পিউটার প্রফেশনালস ফর সোশ্যাল রেসপনসিবিলিটি (CPSR) এর বিশেষ পরিচালক ফিল জিমারম্যান তৈরি করেছিল।
ফিল জিমারম্যান ডিজিটাল যুগের গোপনীয়তা সমস্যা সম্পর্কে সচেতনতা প্রচার করার জন্য PGP তৈরি করেছেন। নিজের গোপনীয়তা রক্ষা করা নতুন কিছু নয়। যাইহোক, ডিজিটাল ডেটা (ডাটাবেস, ই-মেইল এবং আরও অনেক কিছুর তথ্য) অ্যাক্সেস, আটকানো এবং নিরীক্ষণ করার সহজতার কারণে এটি আজ আরও জরুরি হয়ে উঠেছে আমাগো সবার কাছে।
যারাই @Learn Bitcoin ভায়ের PGP টিউটোরিয়াল থেকে PGP শিখতে চান তাদের এই কয়েকটি দাপ অনুসরণ করা উচিত।
ধাপ 1: পিজিপি ডাউনলোড করা

ধাপ 2: PGP সফ্টওয়্যারটি আনজিপ করা এবং ইনস্টল করা

ধাপ 3: আপনার পাবলিক এবং প্রাইভেট PGP কী সেট আপ করা (তৈরি করা)

ধাপ 4: আপনার পাসফ্রেজ পরিবর্তন করা

ধাপ 5: আপনার সর্বজনীন কী বিতরণ করা

ধাপ ৬: সার্টিফিকেট সার্ভারের মাধ্যমে আপনার সর্বজনীন কী উপলব্ধ করা

ধাপ 7: আপনার কীরিংয়ে অন্য কারো পাবলিক কী পাওয়া এবং যোগ করা

ধাপ 8: নিরাপদ ই-মেইল পাঠাতে এবং গ্রহণ করতে PGP এনক্রিপশন সফ্টওয়্যার ব্যবহার করে

ধাপ 9: আপনার সমস্ত ই-মেইল বার্তাগুলির একটি ব্যাকআপ, এনক্রিপ্ট করা, পাঠযোগ্য অনুলিপি সংরক্ষণ করতে আপনার ডিফল্ট পাবলিক কী ব্যবহার করা

ধাপ 10: PGP আপনার নিজের আনক্রিপ্ট করা ই-মেইলে স্বাক্ষর করা

ধাপ 11: ট্রাস্টের ওয়েব বুনন--অন্য কারো পাবলিক কী স্বাক্ষর করা

ধাপ 12: আপনার ব্যক্তিগত নথিগুলিকে সুরক্ষিত (এনক্রিপ্ট) করতে PGP এনক্রিপশন সফ্টওয়্যার ব্যবহার করা

ধাপ 13: আপনার ডিস্ক থেকে ফাইল মুছে ফেলার জন্য PGP ব্যবহার করে

ধাপ 14: দরকারী PGP বিকল্পগুলি সম্পর্কে আপনার জানা উচিত

এইখানে বিস্তারিত
full member
Activity: 770
Merit: 184
November 09, 2023, 05:56:40 AM
আমি কোন ফিন্যান্সিয়াল এডভাইস দেই না। কে কোথায় বিনিয়োগ করবেন সেটা আপনার নিজের জ্ঞান খরচ করে বিনিয়োগ করাই শ্রেয়। তাছাড়া, আমি একজন ব্যাড ট্রেডার বলতে পারেন। যার কারণে আমি শর্ট ট্রেড করিই না। আমার বিনিয়োগ প্ল্যান সবগুলোই দীর্ঘদিনের জন্য। আর দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করতে হলে যথেষ্ট সময় সবার দেয়া উচিত। অন্যের কথার উপর নির্ভর করে বিনিয়োগ নয়।

উপরের যে প্ল্যান আমি শেয়ার করেছি সেটাও কোন উপদেশ নয়। আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি। মুল্য ১০০ ডলার। এইটা লস হলেও আমার সমস্যা নাই।

ট্রেডিং বিষয়টি যেহেতু অর্থ সংশ্লিষ্ঠ এবং অধিক ঝুকিপুর্ণ তাই কেউই ইচ্ছাকৃতভাবে অন্যকে কোন প্রকার পরামর্শ দেয় না। তবে আপনি আমাদের লোকাল বোর্ডের একজন সম্মানিত এবং বিজ্ঞ সদস্য হিসেবে আপনার প্রতি অনেকেরই চাওয়া বেশি থাকতে পারে। ট্রেডিং ঝুকিপুর্ণ এবং আমরা যা মনে করি তা হল অর্থ যার ঝুকিও তার। তাই এটিকে বিরক্ত হিসেবে মনে না করে যদি মাঝে মাঝে কয়েকটি ট্রেডিং সংক্রান্ত পরামর্শ দেন তাহলে অবশ্যই সেটি ফলপ্রসু হতে পারে। ENJ কয়েন নিয়ে আপনার ট্রেডিংপরিকল্পনা সেটি অবশ্যই একটি ভাল সীধান্ত ছিল।

বুল মার্কটে ট্রেডিং করা তুলনামুলক সহজ। কিন্তু নতুনদের ক্ষেত্রে পর্যাপ্ত জ্ঞানের অভাবে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে। যারা ক্রিপ্টো মার্কেটে দীর্ঘদিন যাবৎ পর্যবেক্ষন করেন এবং ট্রেডিং এর সাথে জরিত তারা বিষয় গুলো সম্পর্কে ভাল জানেন। আমরা কম বেশি প্রায়ই কয়েন মার্কেট ক্যাপ বা কয়েন গিককোর মতো সাইট গুলো প্রায়ই দেখি। বিনিয়োগের জন্য সত্যিকার অর্থে আমাদের কোনটি পছন্দ করা উচিত তা আমরা অনেকেই নির্ধারন করতে পাারি না বিশেষ করে যারা ট্রেডিং এ নতুন। অনেকেই লোভে পরে এমন কিছু কয়েনে বিনিয়োগ করেন যার আর কোন উত্থান হয় না। সেই সব বিনিয়োগকারীদের জন্য অবশ্যই সাজেশন একটি গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে পারে তাদের লস থেকে রক্ষা পাওয়ার জন্য। আপনার এই উদ্যোগটি(100 ডলার এক্সপেরিমেন্ট) অবশ্যই ফলপ্রুস হবে যার আগাম বার্তা ইতমধ্যে পাওয়া যাচ্ছে।

আমাদের লোকাল বোর্ডের নতুন এবং পুরাতন অনেকেই হয়তো ট্রেডিং করতে পছন্দ করে যদি ট্রেডিং সংক্রান্ত আপনার মুল্যবান মতামত শেয়ার করেন তাহলে অনেকেই উপকৃত হতে পারে। বিশেষ করে আগামি দিনগুলোতে মার্কেটের অবস্থা আরও ভাল হওয়ার সম্ভাবনা আছে। যদিও এটি একটি ঝামেলাপুর্ণ কাজ তবে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বিষয়টিতে দয়াকরে নজর দিবেন।
sr. member
Activity: 490
Merit: 294
November 09, 2023, 01:47:04 AM
২০২৪ সালে আপনারা বিটকয়েন আবস্থা কেমন হবে বলে মনে করছে? এখন বর্তমান সময়ে বিটকয়েনের অবস্থা মোটামুটিভাবে স্টেবল হচ্ছে। এই দ্বারা অবহ্যাত থাকলে ২০২৪ সালের বিটকয়েনের অবস্থা কেমন হতে পারে বলে মনে করেন? আর এই দ্বারা অব্যহত থাকবে কি না থাকবে না এটা নিয়েও আপনার মন্তব্য শেয়ার করবেন।
মার্কেট সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না, আজকে মার্কেট যে অবস্থায় রয়েছে ভবিষ্যতে মার্কেট কেমন অবস্থা যাবে এরকম কোন নিশ্চয়তা নাই তবে মার্কেটের গতিবিধি অনুযায়ী কিছুটা ধারণা করা যায় যে মার্কেটের পরবর্তী মুভমেন্ট কেমন হতে পারে। বিটকয়েনের মার্কেট আপনি বলেছেন স্টাবল অবস্থায় রয়েছে কিন্তু মার্কেট স্টাবল অবস্থায় নেই বরং বিটকয়েনের মার্কেট ৩৪ হাজার ডলার থেকে ৩৬ হাজার ডলার এর মধ্যে অবস্থান করছে এবং গত রাতে আমি দেখেছি বিটকয়েনের মূল্য ৩৬ হাজার ডলার অতিক্রম করেছে। অর্থাৎ বিটকয়েনের মার্কেট প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তনশীল। মার্কেট যদি আপনি ভালভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মার্কেটের ক্যান্ডেলগুলো নিয়মিত উঠানামা করছে অর্থাৎ কখনোই ক্যান্ডেল গুলো স্থির অবস্থায় থাকে না। ২০২৩ সালের শেষের দিকে আমরা রয়েছি, শেষের দিকটা যদি পজিটিভ ভাবে শেষ হয় তাহলে ২০২৪ সালের শুরুর দিকটা বিটকয়েনের জন্য ভালো হতে পারে। ২০২৪ সালে মার্কেট যদি ৪৫ হাজার ডলার থেকে 50000 ডলার এর মধ্যে অবস্থান করে তাহলে আমি মনে করব সেটা বিটকয়েনের জন্য খুবই পজেটিভ একটি দিক।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 09, 2023, 12:34:49 AM
আমারও আসলে  এখানে একই প্রশ্ন যে  পিজিবিতে  ইমেইল এড্রেস ব্যবহার  কারণটা আসলে কি?  এটাতে কি  ইমেইল এড্রেস কে একটা  পাবলিক কি এর মতন ব্যবহার করা হচ্ছে? যাইহোক ব্যবহার করার প্রসঙ্গে যদি বলি আমাদের মেইন ইমেইল কখনোই  নতুন কোন কিছুতে  যেটা সম্পর্কে নিজেদের তেমন কোন ধারণা নেই সেটাতে ব্যবহার করা রিস্কি।  আমি প্রায় সময়  কোন কিছু টেস্টিং করার জন্য হলে সেটা হোক কোন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অন্য সবকিছু,  প্রাথমিকভাবে https://generator.email/  এর মাধ্যমে করে থাকি।  এর থেকে বারবার  ইমেইল একাউন্ট খোলার ঝামেলায়  পরতে হয় না।
এই ইমেইল কেনো ব্যাবহার করা হয় সেই সম্পর্কে আমার তেমন একটা জানা নেই। তবে আমার মনে হয় এর কারন হতে পারে সহজে সার্চ করে বের করা অথবা ইমেইল এর মাধ্যমে এনক্রিপ্টেড মেসেজ সেন্ড করা। যেসব যায়গায় ইমেইলের তেমন কোনো কাজ নেই সেখানে আমি এক্সাম্পল ইমেইল দিয়ে দেই। আর যদি ইমেইল এ কোড আসে, তাহলে আমি সাধারনত টেম্পমেইল ব্যাবহার করে থাকি। যদিও এটা খুব একটা ব্যাবহার করা হয় না।

এটা কি কোন  কোন ওপেন সোর্স সফটওয়্যার যেটার মাধ্যমে  যে কোন ফাইল ইনক্রিপশন বা ডিক্রিপশন করা যাবে?
আর সেটি যদি না হয়ে থাকে তাহলে ওই সফটওয়্যার গুলো ব্যবহার করা কতটুকু নিরাপদ?

যেহেতু আমি কোনো কোডার বা ডেভেলপার না, তাই আমি চাইলেও চেক করে ভেরিফাই করতে পারবো না যে এটা ওপেন সোর্স কি না। তবে আমি যে টুলস গুলো ব্যাবহার করেছি, এগুলো সবচাইতে বেশি ব্যাবহৃত টুলস।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 08, 2023, 04:32:14 PM
PGP
ভাই আমার সময় হয়নাই পিজিপি ইনক্রিপশনটি টেস্ট করার, তবে টেস্ট করার আগে যদি দুই-চারটা কনফিউশন যদি ক্লিয়ার করে দিতেন তাহলে ভালো হতো।
দুঃখিত  আমি আসলে এ সম্পর্কে বেশি কিছু জানিনা তাই পিজিবি বিষয়টা কি সেটা জানতে চেয়েছিলাম?
আপনি যদি ভাই একটু কষ্ট করে অলরেডি কোট করা পোস্টে ক্লিক করতেন তাহলেই পেয়ে যেতেন যে PGB কি।  আমাদের  Learn Bitcoin  এর আগে এটা নিয়ে একটি টিউটোরিয়াল করেছে  সেটি আমি আবার কোট করে দিলাম।
পিজিপি কি?
পিজিপিএর ফুল ফরম হলো প্রিটি গুড প্রাইভেসি। এটা এমন একটা টেকনোলোজি যেটা ব্যাবহার করে আপনি নির্দিষ্ট কাউকে এনক্রিপ্টেড মেসেজ পাঠাতে পারবেন। এই ম্যাসেজ সেই নির্দিষ্ট ব্যাক্তি বা ফিংগারপ্রিন্ট হোল্ডার ব্যাতিত অন্য কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। পিজিপি কোনো গুরুত্বপূর্ণ জানতে এই পোষ্ট টি পড়তে পারেন।

Quote
এটা কি কোন  কোন ওপেন সোর্স সফটওয়্যার যেটার মাধ্যমে  যে কোন ফাইল ইনক্রিপশন বা ডিক্রিপশন করা যাবে?
আর সেটি যদি না হয়ে থাকে তাহলে ওই সফটওয়্যার গুলো ব্যবহার করা কতটুকু নিরাপদ?
উপরে Learn Bitcoin  ভাইয়ের যে পোস্টটি কোট  করেছি সেই পোস্টটি  ভিজিট করলে দেখতে পাবেন অলরেডি সেখানে একটি সফটওয়্যার (Gpg4win) ব্যবহার করার  টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছেন।  আর এটির মাধ্যমে আপনি মেসেজ থেকে শুরু করে ফাইল এনক্রিপশন এবং ডিক্রিপশন দুটি করতে পারবেন।
আমার জানা মতে এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার,  এটি ওপেন পিজিবি  এর স্ট্যান্ডার্ড ফলো করে।  আর তাছাড়া এটি পিজিবি  রিলেটেড সফটওয়্যার গুলোর মধ্যে জনপ্রিয় গুলির মধ্যে একটি, তাই আমার মনে হয় এটাতে ট্রাস্ট করা যেতে পারে। Roll Eyes 
member
Activity: 108
Merit: 46
November 08, 2023, 03:55:51 PM
PGP
ভাই আমার সময় হয়নাই পিজিপি ইনক্রিপশনটি টেস্ট করার, তবে টেস্ট করার আগে যদি দুই-চারটা কনফিউশন যদি ক্লিয়ার করে দিতেন তাহলে ভালো হতো।
দুঃখিত  আমি আসলে এ সম্পর্কে বেশি কিছু জানিনা তাই পিজিবি বিষয়টা কি সেটা জানতে চেয়েছিলাম? এটা কি কোন  কোন ওপেন সোর্স সফটওয়্যার যেটার মাধ্যমে  যে কোন ফাইল ইনক্রিপশন বা ডিক্রিপশন করা যাবে?
আর সেটি যদি না হয়ে থাকে তাহলে ওই সফটওয়্যার গুলো ব্যবহার করা কতটুকু নিরাপদ?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 08, 2023, 01:46:36 PM
আমি কয়েকবার অল্ট কয়েন কিনেছিলাম, দুর্ভাগ্য বসতে শুধু লস খেয়েছি কোনদিন লাভ করতে পারি নি। আমি অল্প পরিমানে বিনিয়োগ করি বেশি পরিমানে করি না, একবার $৫০ দিয়ে কিছু কয়েন কিনেছিলাম এখন ০.০৫ দাম হয়ে আছে।  Cry

@LM ভাইয়ের ১০০ ডলার কে ১.৬ মিলিয়ন ডলারে পরিনত করার মিশে বিনিয়োগ করার আশা ছিলো কিন্তু ডলার না থাকায় সময় মতো বিনিয়োগ করতে পারি নাই। আশা করি এর পরবর্তীতে কোন কয়েন কিনবেন বলবেন আমি কেনার চেষ্টা করবো।
আসলে ইনভেস্টমেন্টে  রিস্ক থাকবেই,  আর সেটা যদি হয়  অল্ট কয়েনে  তাহলে রিস্কটা আরো বেশি থাকবে। আমার নিজেরও এমন রেকর্ড অনেক রয়েছে  না বুঝে শুনে অল্ট  ইনভেস্টমেন্ট করে হোল্ড গিয়ে মূল ফান্ডের সম্পূর্ণ লসের দিকে ধাবিত হবে। LM ভাইয়ের স্ট্রাটেজিটা  তার ব্যক্তিগত একটা এক্সপেরিমেন্ট যেটা তিনি উল্লেখ করেছেন।  ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই মনে রাখবেন যে আপনি  আপনি যতটুকু হারানোর ক্ষমতা রাখেন ততটুকু ইনভেস্টমেন্ট করবেন। LM ভাইয়ের নিকট ১০০ ডলার  খুব একটা  বড় অ্যামাউন্ট না  আপনিও যদি এরকম এফর্দ করতে পারেন তাহলে ইনভেস্টমেন্ট করুন।  আর আপনি যদি আগ্রহী থাকুন LM ভাইকে টেলিগ্রামে নক দেন  উনি তার প্রথম পোস্টে উল্লেখ করে দিয়েছেন।

১. পিজিপি তে আমরা যে মেইলটা ব্যবহার করতেছি তা যদি কোনো ভাবে আসল কোনো ইউজারের মেইল হয়ে থাকে সেক্ষেত্র কি ঘটবে? মানে ধরেন আমি কোনো ভাবে আপনার মেইল ব্যবহার করে ফেলছি। আবার আমি কি আমার নিজের পার্সোনাল জিমেইল ([email protected] - ফেক) ব্যবহার করতে পারবো? এই মেইলটার আসলে কাজটা কি?
আমিও কখনো রিয়েল ইমেইল ব্যাবহার করি নাই। আপনি জিমেইল কেনো ব্যাবহার করতে যাবেন? যদি ডামি কোনো ইমেইল ব্যাবহার করেন, তাহলে [email protected] বা [email protected] এরকম ইমেইল ব্যাবহার করতে পারেন। ইমেইল সম্পর্কে আমি তেমন জানি না যে এটা কি কাজে ব্যাবহার করা হয়। সম্ভবত মেইলে কি পাঠানোর জন্য।
আমারও আসলে  এখানে একই প্রশ্ন যে  পিজিবিতে  ইমেইল এড্রেস ব্যবহার  কারণটা আসলে কি?  এটাতে কি  ইমেইল এড্রেস কে একটা  পাবলিক কি এর মতন ব্যবহার করা হচ্ছে?
যাইহোক ব্যবহার করার প্রসঙ্গে যদি বলি আমাদের মেইন ইমেইল কখনোই  নতুন কোন কিছুতে  যেটা সম্পর্কে নিজেদের তেমন কোন ধারণা নেই সেটাতে ব্যবহার করা রিস্কি।  আমি প্রায় সময়  কোন কিছু টেস্টিং করার জন্য হলে সেটা হোক কোন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অন্য সবকিছু,  প্রাথমিকভাবে https://generator.email/  এর মাধ্যমে করে থাকি।  এর থেকে বারবার  ইমেইল একাউন্ট খোলার ঝামেলায়  পরতে হয় না।
২. পিজিপি তে কয়টা কি জেনারেট হয়? আমি যতদূর জানি, (পাবলিক কি/ফিঙ্গারপ্রিন্ট, প্রাইভেট কি, প্যারাফ্রেস কি, সেশন কি)।
আপনি তো অনেক কি জানেন, আমি সব কি এর ব্যাবহার জানি না। প্যারাফ্রেস কি, সেশন কি বলে কোনো কি আছে নাকি জানি না। প্যারাফ্রেস তো একটা পাসওয়ার্ড যেটা আপনি এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার সময় কাজে লাগবে।
এর মধ্যে কোনো মেসেজ ইনক্রিপ্ট করতে পাবিলিক কি দরকার, আর এনক্রিপ্ট করা মেসেজ ডিক্রিপ্ট করতে প্রাইভেট কি দরকার (যার মেসেজ ডিক্রিপ্ট করবো তার প্রাইভেট কি)। আমি কি ঠিক বলছি?
না, ঠিক বলেন নাই। মেসেজ এনক্রিপ্ট করার আগেই যাকে পাঠাবেন, তার পাবলিক কি ইমপোর্ট করে নিতে হবে। তারপর যাকে পাঠাবেন, তাকে রিসিপিয়েন্ট দিয়ে মেসেজ এনক্রিপ্ট করতে হবে। একই ভাবে, যখন অন্য কেউ আপনাকে মেসেজ পাঠাবে, আপনার পাবলিক কি তাকে দিতে হবে। এটা অনেকটা ইমেইল এড্রেস এর মতো। কেউ যখন আপনাকে রিসিপিয়েন্ট দিয়ে মেসেজ এনক্রিপ্ট করে দিবে, শুধুমাত্র তখনই আপনি মেসেজ ডিক্রেপ্ট করতে পারবেন।

কখনোই কারো মেসেজ ডিক্রিপ্ট করার জন্য তার প্রািইভেট কি লাগবে না। অোপনার প্রাইভেট কি কখনোই শেয়ার করবেন না, আর অন্য কারো প্রাইভেট কি ও চাইবেন না। এটা অনেকটা বিটকয়েন ওয়ালেট এর প্রাইভেট কি বা সিড ফ্রেস এর মতো।

ফিংগারপ্রিন্ট একটা এডিশনাল সিষ্টেম। এটা দিয়ে সারভারে সহজেই সার্চ করে রিসিপিয়েন্ট কে খুজে বের করতে পারবেন।

এনক্রিপ্ট করা মেসেজ দেখার জন্য কোন কি টা লাগবে এবং কার?
আপনার যে পাবলিক কি কে রিসিপিয়েন্ট দিয়ে মেসেজ পাঠানো হয়েছে, সেটার প্রাইভেট কি দিয়ে তো অলরেডি লগইন করাই থাকবে। সেটা দিয়ে মেসেজ ডিক্রিপ্ট করতে পারবেন।
ওয়েল ডান Learn Bitcoin  ব্রাদার, গত সেমিস্টারেও  এই প্রাইভেট কি এবং পাবলিক কি এর ব্যবহার সম্পর্কে পড়েছিলাম।  কিন্তু পড়ার পরে সেটিতে জং ধরে গিয়েছিল আজকে আপনার পোস্টে আবার  ভালো করে জংটা ছাড়িয়ে দিল।
যাই হোক পোস্টটির পাশাপাশি পাবলিক কি এবং প্রাইভেট কি এর ব্যবহারের চিত্র ভিত্তিক রূপ-
full member
Activity: 546
Merit: 164
November 08, 2023, 12:08:57 PM
ইনভেষ্ট করার টাইম কেবল মাত্র শুরু হতে যাচ্ছে। সুতরাং মিস করে ফেলেছেন এমনটা ভাবার দরকার নেই। আমিও আপাতত ইনভেষ্ট করবো ছোট একটা এমাউন্ট। LM ভাইয়ের মতো আমিও আপাতত এনজিন কয়েন এ ইনভেষ্ট করবো ভাবছি। বুল রানে এই কয়েন টা ৫ এক্স দেবে বলেই আশা করছি। এমনকি আরো বেশি রিটার্ন আসতে পারে। তবে সবারই একটা সেলিং পয়েন্ট বা প্রফিট টেকিং পয়েন্ট থাকা উচিৎ। সবাই নিজেদের গোল সেট করে ইনভেষ্ট করাটাই বেটার হবে। তবে আমার দেখাদেখি কেউ কিনে বলবেন না যে ভাই আপনি কিনবেন বলেছেন তাই আমিও কিনেছি। আমি নিজেই তো আরেকজন কে দেখে কিনতেছি  Cheesy Cheesy
ভাই আপনাকে দোষ দিতে যাবো কেনো, আপনি আমি তো ভবিষ্যত দেখতে পাই না বা ভবিষ্যতে কি হবে তা জানি না। হয় এই ছোট বিনিয়োগ থেকে লাভবান হবো, আর না হয় কিছু ডলার লস খেয়ে যাবো বেশি পরিমানে তো আর বিনিয়োগ করতে যাচ্ছি না। তবে @LM ভাই আমাদের এই লোকাল থ্রেডের গর্ব এবং সবচেয়ে জ্ঞানী ব্যাক্তি, আমি মনে করে LM ভাইয়ের পরামর্শ পজিটিভ দিকে নিয়ে যাবে। @LM ভাই $১০০ দিয়ে শুরু করেছেন, আমি কিছু টা কমিয়ে বিনিয়োগ শুরু করতে যাচ্ছি। তবে আমি বর্তমানে কু-কয়েন ইউজ করতেছি, আমি কু কয়েন থেকে এনজিন কয়েন কেনার চিন্তা ভাবনা করছি। কু-কয়েন থেকে কেনা কেমন হবে?  Cheesy
ভাই আপনি যেখানে খুশি সেখান থেকে কয়েন এক্সচেঞ্জ  করতে পারেন সেটা কুকয়েন হোক বা বাইনান্স এক্সচেঞ্জ হোক। দুটি কয়েনে অনেক জনপ্রিয় তবে এর পছন্দ একেক জন এক একটা কয়েন পছন্দ করে যেমন আপনি কুকয়েন এক্সচেঞ্জ করতে পছন্দ করছেন। তেমন হয়তো আমার অথবা অন্য কারো বাইনান্স এক্সচেঞ্জ করতে বেশি ভালো লাগে এটা আপনার নিজস্ব বিষয়। আমরা যখন কোন কিছুতে এক্সচেঞ্জ করার সিদ্ধান্ত নেই অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে লাভ লোকসান দুইটাই আছে। কারো কথার উপরে বিনিয়োগ করে হয়তোবা আপনি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হন ।তখন অন্যকে দোষারোপ করা এটা ঠিক হবে না এর জন্য এক্সচেঞ্জ করার আগে আপনাকে ভালোভাবে ভেবেচিন্তে এক্সচেঞ্জ করতে হবে।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 08, 2023, 11:10:57 AM
ইনভেষ্ট করার টাইম কেবল মাত্র শুরু হতে যাচ্ছে। সুতরাং মিস করে ফেলেছেন এমনটা ভাবার দরকার নেই। আমিও আপাতত ইনভেষ্ট করবো ছোট একটা এমাউন্ট। LM ভাইয়ের মতো আমিও আপাতত এনজিন কয়েন এ ইনভেষ্ট করবো ভাবছি। বুল রানে এই কয়েন টা ৫ এক্স দেবে বলেই আশা করছি। এমনকি আরো বেশি রিটার্ন আসতে পারে। তবে সবারই একটা সেলিং পয়েন্ট বা প্রফিট টেকিং পয়েন্ট থাকা উচিৎ। সবাই নিজেদের গোল সেট করে ইনভেষ্ট করাটাই বেটার হবে। তবে আমার দেখাদেখি কেউ কিনে বলবেন না যে ভাই আপনি কিনবেন বলেছেন তাই আমিও কিনেছি। আমি নিজেই তো আরেকজন কে দেখে কিনতেছি  Cheesy Cheesy
ভাই আপনাকে দোষ দিতে যাবো কেনো, আপনি আমি তো ভবিষ্যত দেখতে পাই না বা ভবিষ্যতে কি হবে তা জানি না। হয় এই ছোট বিনিয়োগ থেকে লাভবান হবো, আর না হয় কিছু ডলার লস খেয়ে যাবো বেশি পরিমানে তো আর বিনিয়োগ করতে যাচ্ছি না। তবে @LM ভাই আমাদের এই লোকাল থ্রেডের গর্ব এবং সবচেয়ে জ্ঞানী ব্যাক্তি, আমি মনে করে LM ভাইয়ের পরামর্শ পজিটিভ দিকে নিয়ে যাবে। @LM ভাই $১০০ দিয়ে শুরু করেছেন, আমি কিছু টা কমিয়ে বিনিয়োগ শুরু করতে যাচ্ছি। তবে আমি বর্তমানে কু-কয়েন ইউজ করতেছি, আমি কু কয়েন থেকে এনজিন কয়েন কেনার চিন্তা ভাবনা করছি। কু-কয়েন থেকে কেনা কেমন হবে?  Cheesy
@Bd officer ভাই আপনি যেকোনো একচেঞ্জ থেকে কিনে বিনিয়োগ করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কুকয়েন হোক বা বাইনান্স এক্সচেঞ্জ হোক তাতে কোন সমস্যা নেই। আপনি কি পরিমান বিনিয়োগ করবেন সেটা আপনার তহবিলের উপর নির্ভর করবে। লাভ লস সম্পূর্ণ মেনে নিয়ে বিনিয়োগ করতে হবে লস হলে কাউকে দোষারোপ করা যাবে না এটা সব সময় মনে রাখতে হবে। আপনি সবসময় নিজের সিদ্ধান্তের উপর বিনিয়োগ করবেন অন্যের সিদ্ধান্তের উপর কখনোই নির্ভর করবেন না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 08, 2023, 10:56:52 AM
[…]
ধন্যবাদ ভাই, কনফিউশন টা হয়তো চলে গেছে। দেখি এখন টেস্ট করা বাকি।



আপনাদের মাঝে কিছু কিছু ইউজার ফোনে Kali Nethunter (Linux) ইনস্টল করে তাতে PGP এনক্রিপশন ব্যবহারের টুউটরিয়াল চেয়েছিলেন। এজন্য গাইডটা আজকে লিখে ফেল্লাম। PGP ব্যবহার না করতে পারলেও, অন্তত Kali Linux এর মজা নিতে পারবেন। এখানে ইনবিল্ড অনেক টুলস্ ইনস্টল করা আছে (এক্সপ্লোয়েট আর হ্যাকিং রিলেটেড)। যারা এইসব বিষয়ে আগ্রহী তারা ঘাটাঘাটি করতে পারেন। বাংলা টুউটরিয়ালও খুব তাড়াতাড়ি দিয়ে দেয়া হবে।  

[Eng: Tutorial] Kali NetHunter - Linux on Android

কারো কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন। সম্ভব হলে ফিক্স করে দিবো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 08, 2023, 10:09:35 AM
১. পিজিপি তে আমরা যে মেইলটা ব্যবহার করতেছি তা যদি কোনো ভাবে আসল কোনো ইউজারের মেইল হয়ে থাকে সেক্ষেত্র কি ঘটবে? মানে ধরেন আমি কোনো ভাবে আপনার মেইল ব্যবহার করে ফেলছি। আবার আমি কি আমার নিজের পার্সোনাল জিমেইল ([email protected] - ফেক) ব্যবহার করতে পারবো? এই মেইলটার আসলে কাজটা কি?
আমিও কখনো রিয়েল ইমেইল ব্যাবহার করি নাই। আপনি জিমেইল কেনো ব্যাবহার করতে যাবেন? যদি ডামি কোনো ইমেইল ব্যাবহার করেন, তাহলে [email protected] বা [email protected] এরকম ইমেইল ব্যাবহার করতে পারেন। ইমেইল সম্পর্কে আমি তেমন জানি না যে এটা কি কাজে ব্যাবহার করা হয়। সম্ভবত মেইলে কি পাঠানোর জন্য।

২. পিজিপি তে কয়টা কি জেনারেট হয়? আমি যতদূর জানি, (পাবলিক কি/ফিঙ্গারপ্রিন্ট, প্রাইভেট কি, প্যারাফ্রেস কি, সেশন কি)।
আপনি তো অনেক কি জানেন, আমি সব কি এর ব্যাবহার জানি না। প্যারাফ্রেস কি, সেশন কি বলে কোনো কি আছে নাকি জানি না। প্যারাফ্রেস তো একটা পাসওয়ার্ড যেটা আপনি এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার সময় কাজে লাগবে।

এর মধ্যে কোনো মেসেজ ইনক্রিপ্ট করতে পাবিলিক কি দরকার, আর এনক্রিপ্ট করা মেসেজ ডিক্রিপ্ট করতে প্রাইভেট কি দরকার (যার মেসেজ ডিক্রিপ্ট করবো তার প্রাইভেট কি)। আমি কি ঠিক বলছি?
না, ঠিক বলেন নাই। মেসেজ এনক্রিপ্ট করার আগেই যাকে পাঠাবেন, তার পাবলিক কি ইমপোর্ট করে নিতে হবে। তারপর যাকে পাঠাবেন, তাকে রিসিপিয়েন্ট দিয়ে মেসেজ এনক্রিপ্ট করতে হবে। একই ভাবে, যখন অন্য কেউ আপনাকে মেসেজ পাঠাবে, আপনার পাবলিক কি তাকে দিতে হবে। এটা অনেকটা ইমেইল এড্রেস এর মতো। কেউ যখন আপনাকে রিসিপিয়েন্ট দিয়ে মেসেজ এনক্রিপ্ট করে দিবে, শুধুমাত্র তখনই আপনি মেসেজ ডিক্রেপ্ট করতে পারবেন।

কখনোই কারো মেসেজ ডিক্রিপ্ট করার জন্য তার প্রািইভেট কি লাগবে না। অোপনার প্রাইভেট কি কখনোই শেয়ার করবেন না, আর অন্য কারো প্রাইভেট কি ও চাইবেন না। এটা অনেকটা বিটকয়েন ওয়ালেট এর প্রাইভেট কি বা সিড ফ্রেস এর মতো।

ফিংগারপ্রিন্ট একটা এডিশনাল সিষ্টেম। এটা দিয়ে সারভারে সহজেই সার্চ করে রিসিপিয়েন্ট কে খুজে বের করতে পারবেন।

এনক্রিপ্ট করা মেসেজ দেখার জন্য কোন কি টা লাগবে এবং কার?
আপনার যে পাবলিক কি কে রিসিপিয়েন্ট দিয়ে মেসেজ পাঠানো হয়েছে, সেটার প্রাইভেট কি দিয়ে তো অলরেডি লগইন করাই থাকবে। সেটা দিয়ে মেসেজ ডিক্রিপ্ট করতে পারবেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 08, 2023, 09:46:52 AM
PGP

ভাই আমার সময় হয়নাই পিজিপি ইনক্রিপশনটি টেস্ট করার, তবে টেস্ট করার আগে যদি দুই-চারটা কনফিউশন যদি ক্লিয়ার করে দিতেন তাহলে ভালো হতো।

১. পিজিপি তে আমরা যে মেইলটা ব্যবহার করতেছি তা যদি কোনো ভাবে আসল কোনো ইউজারের মেইল হয়ে থাকে সেক্ষেত্র কি ঘটবে? মানে ধরেন আমি কোনো ভাবে আপনার মেইল ব্যবহার করে ফেলছি। আবার আমি কি আমার নিজের পার্সোনাল জিমেইল ([email protected] - ফেক) ব্যবহার করতে পারবো? এই মেইলটার আসলে কাজটা কি?

২. পিজিপি তে কয়টা কি জেনারেট হয়? আমি যতদূর জানি, (পাবলিক কি/ফিঙ্গারপ্রিন্ট, প্রাইভেট কি, প্যারাফ্রেস কি, সেশন কি)। এর মধ্যে কোনো মেসেজ ইনক্রিপ্ট করতে পাবিলিক কি দরকার, আর এনক্রিপ্ট করা মেসেজ ডিক্রিপ্ট করতে প্রাইভেট কি দরকার (যার মেসেজ ডিক্রিপ্ট করবো তার প্রাইভেট কি)। আমি কি ঠিক বলছি?

এনক্রিপ্ট করা মেসেজ দেখার জন্য কোন কি টা লাগবে এবং কার?

আপাতত এই কয়টা কনফিউশন আছে।
sr. member
Activity: 602
Merit: 369
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
November 08, 2023, 09:30:46 AM
ইনভেষ্ট করার টাইম কেবল মাত্র শুরু হতে যাচ্ছে। সুতরাং মিস করে ফেলেছেন এমনটা ভাবার দরকার নেই। আমিও আপাতত ইনভেষ্ট করবো ছোট একটা এমাউন্ট। LM ভাইয়ের মতো আমিও আপাতত এনজিন কয়েন এ ইনভেষ্ট করবো ভাবছি। বুল রানে এই কয়েন টা ৫ এক্স দেবে বলেই আশা করছি। এমনকি আরো বেশি রিটার্ন আসতে পারে। তবে সবারই একটা সেলিং পয়েন্ট বা প্রফিট টেকিং পয়েন্ট থাকা উচিৎ। সবাই নিজেদের গোল সেট করে ইনভেষ্ট করাটাই বেটার হবে। তবে আমার দেখাদেখি কেউ কিনে বলবেন না যে ভাই আপনি কিনবেন বলেছেন তাই আমিও কিনেছি। আমি নিজেই তো আরেকজন কে দেখে কিনতেছি  Cheesy Cheesy
ভাই আপনাকে দোষ দিতে যাবো কেনো, আপনি আমি তো ভবিষ্যত দেখতে পাই না বা ভবিষ্যতে কি হবে তা জানি না। হয় এই ছোট বিনিয়োগ থেকে লাভবান হবো, আর না হয় কিছু ডলার লস খেয়ে যাবো বেশি পরিমানে তো আর বিনিয়োগ করতে যাচ্ছি না। তবে @LM ভাই আমাদের এই লোকাল থ্রেডের গর্ব এবং সবচেয়ে জ্ঞানী ব্যাক্তি, আমি মনে করে LM ভাইয়ের পরামর্শ পজিটিভ দিকে নিয়ে যাবে। @LM ভাই $১০০ দিয়ে শুরু করেছেন, আমি কিছু টা কমিয়ে বিনিয়োগ শুরু করতে যাচ্ছি। তবে আমি বর্তমানে কু-কয়েন ইউজ করতেছি, আমি কু কয়েন থেকে এনজিন কয়েন কেনার চিন্তা ভাবনা করছি। কু-কয়েন থেকে কেনা কেমন হবে?  Cheesy
sr. member
Activity: 476
Merit: 359
November 08, 2023, 09:12:05 AM
আমরা ২০২৩ সালের শেষের দিকে অবস্থান করছি, বছরের শেষের দিকে এসে বিটকয়েনের মার্কেটে আমরা যথেষ্ট অস্থিরতা দেখেছি এবং সেই অস্থিরতা বিটকয়েনের মার্কেটকে ধরতে গেলে ভালো একটি পর্যায়ে নিয়ে এসেছে। বর্তমানে বিটকয়েনের মার্কেট 35 হাজার ডলার এর মধ্যে রয়েছে এবং এই অবস্থা থেকে বিটকয়েনের মার্কেটে নতুন বছরে আরো ভালো কিছু প্রত্যাশা করা হচ্ছে। ২০২৩ সালে মার্কেট যদি আর ডাম্পিং না হয় এবং ২০২৪ সালের একদম শুরুর দিকে মার্কেট যদি কিছুটা পজিটিভ থাকে তাহলে বছরের মধ্যবর্তী সময়ে গিয়ে বিটকয়েনের মার্কেট আমরা ৪৫ হাজার ডলারে দেখতে পারি। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে বিটকয়েনের মূল্য যদি 45 হাজার ডলার এর মধ্যে অবস্থান করে তাহলে আমি মনে করব তা বিটকয়েনের জন্য যথেষ্ট ভাল একটি দিক। আমি শুধুমাত্র আমার ধারণা থেকে এই কথাগুলো বললাম তবে মার্কেটে যে কোন পরিবর্তন হতে পারে।
হ্যাঁ, ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কখন কি হয় সেটা সঠিকভাবে বলা যায় না বা সম্ভব না। মার্কেটের প্রতিনিয়ত উত্থান পতন হয়। আমরা যদি মার্কেটের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারব যে, এক থেকে দের মাস আগেও বিটকয়েনের দাম ছিল মাত্র ২৫০০০ থেকে ২৮ হাজার ডলারের মধ্যে। তবে সেটা অক্টোবর মাসের শেষের দিক থেকে বৃদ্ধি পেতে শুরু করে এবং বর্তমানে 35000 ডলারের মত হয়েছে।
আমি বিটকয়েনের দাম সর্বোচ্চ ৬৯-৭০ হাজার ডলার পর্যন্ত দেখেছি হয়তো সেটাই ক্রিপ্ট ইতিহাসে বিটকয়েনের দাম সর্বোচ্চ ছিল।
অনেকে মনে করছেন যে, ২০২৪ সালে বিটকয়েন হালবিং শুরু হবে এবং হালভিং এরপর বিটকয়েনের দাম দাম কিছুটা কমবে তবে 2025 সালের বিটকয়েনের দাম আবার বৃদ্ধি পাবে হয়তো আমরা বিটকয়েনের দাম আবার ৭০ হাজার ডলার দেখতে পাবো।
sr. member
Activity: 490
Merit: 294
November 08, 2023, 08:54:21 AM
২০২৪ সালে আপনারা বিটকয়েন আবস্থা কেমন হবে বলে মনে করছে? এখন বর্তমান সময়ে বিটকয়েনের অবস্থা মোটামুটিভাবে স্টেবল হচ্ছে। এই দ্বারা অবহ্যাত থাকলে ২০২৪ সালের বিটকয়েনের অবস্থা কেমন হতে পারে বলে মনে করেন? আর এই দ্বারা অব্যহত থাকবে কি না থাকবে না এটা নিয়েও আপনার মন্তব্য শেয়ার করবেন।
বিটকয়েন মার্কেট কখনো স্টাবল ফর্মে থাকে না এটা সবাই জানে। কয়েকদিন আগেও মার্কেট কিন্তু ৩০ হাজারের নিচে ছিল এবং বর্তমানে প্রায় 35000 এর একটু উপর অবস্থান করছে। তাহলে স্টাইল ফর্ম হল কেমনে। বিটকয়েন মার্কেট আপাতত ২০২৪ সালে ৩৫০০০ থেকে ৪২ হাজারের মধ্যে অবস্থান করবে কিন্তু চব্বিশ সালে কোন একটি সময় মার্কেট বড় ধরনের ডাম্পিং দিতে পারে। ২৪ সালের এপ্রিলে হ্যালভিং এর পর কেউ কেউ বিটকয়েনের বাজার এক লক্ষ ডলার ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন। আবার অনেকেই ২০২১ সালের সেরা মার্কেটের চেয়ে বেশি হবে বলে মন্তব্য করেছেন। যেহেতু বর্তমানে বিটকয়েনের বাজার 35000 তবে আমি ছোট্ট একটি ভবিষ্যৎবাণী করব বিটকয়েনের বাজার ২০২৪ সালের আগে ৪০ হাজার ডলার ক্লোস করবে।
আমরা ২০২৩ সালের শেষের দিকে অবস্থান করছি, বছরের শেষের দিকে এসে বিটকয়েনের মার্কেটে আমরা যথেষ্ট অস্থিরতা দেখেছি এবং সেই অস্থিরতা বিটকয়েনের মার্কেটকে ধরতে গেলে ভালো একটি পর্যায়ে নিয়ে এসেছে। বর্তমানে বিটকয়েনের মার্কেট 35 হাজার ডলার এর মধ্যে রয়েছে এবং এই অবস্থা থেকে বিটকয়েনের মার্কেটে নতুন বছরে আরো ভালো কিছু প্রত্যাশা করা হচ্ছে। ২০২৩ সালে মার্কেট যদি আর ডাম্পিং না হয় এবং ২০২৪ সালের একদম শুরুর দিকে মার্কেট যদি কিছুটা পজিটিভ থাকে তাহলে বছরের মধ্যবর্তী সময়ে গিয়ে বিটকয়েনের মার্কেট আমরা ৪৫ হাজার ডলারে দেখতে পারি। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে বিটকয়েনের মূল্য যদি 45 হাজার ডলার এর মধ্যে অবস্থান করে তাহলে আমি মনে করব তা বিটকয়েনের জন্য যথেষ্ট ভাল একটি দিক। আমি শুধুমাত্র আমার ধারণা থেকে এই কথাগুলো বললাম তবে মার্কেটে যে কোন পরিবর্তন হতে পারে।
hero member
Activity: 840
Merit: 522
November 08, 2023, 08:00:25 AM
@LM ভাইয়ের ১০০ ডলার কে ১.৬ মিলিয়ন ডলারে পরিনত করার মিশে বিনিয়োগ করার আশা ছিলো কিন্তু ডলার না থাকায় সময় মতো বিনিয়োগ করতে পারি নাই। আশা করি এর পরবর্তীতে কোন কয়েন কিনবেন বলবেন আমি কেনার চেষ্টা করবো।

ইনভেষ্ট করার টাইম কেবল মাত্র শুরু হতে যাচ্ছে। সুতরাং মিস করে ফেলেছেন এমনটা ভাবার দরকার নেই। আমিও আপাতত ইনভেষ্ট করবো ছোট একটা এমাউন্ট। LM ভাইয়ের মতো আমিও আপাতত এনজিন কয়েন এ ইনভেষ্ট করবো ভাবছি। বুল রানে এই কয়েন টা ৫ এক্স দেবে বলেই আশা করছি। এমনকি আরো বেশি রিটার্ন আসতে পারে। তবে সবারই একটা সেলিং পয়েন্ট বা প্রফিট টেকিং পয়েন্ট থাকা উচিৎ। সবাই নিজেদের গোল সেট করে ইনভেষ্ট করাটাই বেটার হবে। তবে আমার দেখাদেখি কেউ কিনে বলবেন না যে ভাই আপনি কিনবেন বলেছেন তাই আমিও কিনেছি। আমি নিজেই তো আরেকজন কে দেখে কিনতেছি  Cheesy Cheesy
sr. member
Activity: 546
Merit: 268
November 08, 2023, 06:23:37 AM
২০২৪ সালে আপনারা বিটকয়েন আবস্থা কেমন হবে বলে মনে করছে? এখন বর্তমান সময়ে বিটকয়েনের অবস্থা মোটামুটিভাবে স্টেবল হচ্ছে। এই দ্বারা অবহ্যাত থাকলে ২০২৪ সালের বিটকয়েনের অবস্থা কেমন হতে পারে বলে মনে করেন? আর এই দ্বারা অব্যহত থাকবে কি না থাকবে না এটা নিয়েও আপনার মন্তব্য শেয়ার করবেন।
বিটকয়েন মার্কেট কখনো স্টাবল ফর্মে থাকে না এটা সবাই জানে। কয়েকদিন আগেও মার্কেট কিন্তু ৩০ হাজারের নিচে ছিল এবং বর্তমানে প্রায় 35000 এর একটু উপর অবস্থান করছে। তাহলে স্টাইল ফর্ম হল কেমনে। বিটকয়েন মার্কেট আপাতত ২০২৪ সালে ৩৫০০০ থেকে ৪২ হাজারের মধ্যে অবস্থান করবে কিন্তু চব্বিশ সালে কোন একটি সময় মার্কেট বড় ধরনের ডাম্পিং দিতে পারে। ২৪ সালের এপ্রিলে হ্যালভিং এর পর কেউ কেউ বিটকয়েনের বাজার এক লক্ষ ডলার ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন। আবার অনেকেই ২০২১ সালের সেরা মার্কেটের চেয়ে বেশি হবে বলে মন্তব্য করেছেন। যেহেতু বর্তমানে বিটকয়েনের বাজার 35000 তবে আমি ছোট্ট একটি ভবিষ্যৎবাণী করব বিটকয়েনের বাজার ২০২৪ সালের আগে ৪০ হাজার ডলার ক্লোস করবে।
Jump to: