এর মতো আজাইরা ফাউল থার্ড ক্লাস কাজ আগে দেখিনি। তল্লাশির নামে হয়রানি। আমি কোন দল সাপোর্ট করি ফলো করি আমার পার্সোনাল ব্যাপার। এটা তো আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য নয়। তল্লাশি চালালে চালাবে মালামালের। কোনো অস্ত্র বা ক্ষতিকর জিনিস বহন করতেছি নাকি সেটা। আমি কে, কোন দলের লোক সেটাতো বিষয় না, সর্বোচ্চ হলে NID চাইতে পারে। নিজের পার্সোনাল ফোন ঘাটাঘাটি, আইডি ঘাটাঘাটি, এসব তল্লাশির নামে মানবাধিকার লঙ্ঘন বলে আমার কাছে মনে হয়ছে।
দেশের অবস্থা তো ভালো দেখিনা। আজ যে মারামারি কোপাকুপি দেখলাম। কাল নাকি আবার হরতাল। কাল কি হয় কে জানে। যারা ঢাকার মধ্যে আছেন তারা পারলে একটু খবরাখবর (সত্য), আপডেট জানায়েন। টিভি চ্যানেন, সাংবাদিক এসবে আমি বিশ্বাসী না, সব সরকারের কথায় চলে। আসলে কি ঘটতেছে তা দেখায় না। জাস্ট অন্যের ভুলগুলো দেখায়।
সঠিক গণতন্ত্রের বহিঃপ্রকাশ এগুলো
। আইন সম্পর্কে বেশি কিছু জানিনা তারপরও আমার মনে হয় না এমন কোন আইন আছে যেখানে এভাবে গণহারে সবার মোবাইল চেক করা যাবে।
এই বিষয়গুলি আমাদের নিকট আরো ভীতি জনক মোবাইলে তো ক্রিপ্টোকারেন্সি এর বিভিন্ন এক্সচেঞ্জার ওয়ালেট ইত্যাদি দিয়ে ভর্তি। এইসব চেকিংয়ে যদি এইসব নিয়ে ধরা খাই এটা নিয়েও ভয় থাকি
। আর যদিও আমার মনে হয় না এইসব ম্যাটার খেয়াল করবে বর্তমান অবস্থাতে। এইসব পার্সোনাল ফোন ঘাঁটাঘাটি আমার নিকট একদম জঘন্য একটা পর্যায়।
আমি তো বল্লামই অফিসিয়াল না। নিজস্ব শব্দ সরাসরি ব্যবহার করা উচিত নি তা তো মানছিই। এই সাধারণ বিষয় না বুঝলে আমি কি করবো ভাই। তবে এগুলো ফোরাম ডেডিকেটেড সাইট। ফোরামে জন্যই আলাদা করে বানানা। ফোরামের বাহিরে এগুলোর তেমন কাজ নাই। (Talkimg নিয়ে অবশ্য শিউর না, কোথায় জানি শুনছিলাম, ফোরাম বাদে কোথাও লিংক কাজ করেনা, কখনো টেস্ট করিনি, তাই জানিনা)। আমি কোন ইঙ্গিতে কথাটা বলছি আবারো বোঝার চেষ্টা করেন।
আর আপনি আমার মূল বিষয়টা ইচ্ছে করে ঘোরায় ফেলছেন। একজন নতুন মেম্বার হিসেবে প্রথম দিন থেকেই ইমেজ হোস্টিং, আবার ফোরামের মেম্বার দ্বারা নির্মিত ডেডিকেটেড হোস্টিং সাইট এগুলো সম্পর্কে আগে থেকে নলেজ থাকা আমার কাছে বিশ্বাস যোগ্য মনে হয়না। হ্যা অনেকে আগে থেকেই হয়তো জানে বিষয়টা বাট আবার অনেকে জানেও না।
আমি আমার কথাই বলি, আমি প্রথম যখন যখন জয়েন হই, তখন গুগলে সার্চ করতাম free image hosting, সেখানে imgbb এর একটা সাইট আসতো প্রথমেই। সেখান থেকেই ১০-১৫ দিনের মতো হোস্টিং করছি। জানতাম না ফোরামের রেপুটেড এক মেম্বার আলাদা একটা সাইট বানায় রাখছে। এখন সব নিউবাই ই দেখতেছি Talkimg ব্যবহার করতেছে। বিষয়টা দেখলেই কেমন জানি লাগে।
শুনেন ভাই মেইন বিষয়টা হলো গিয়া তাদের মাথায় একটু বেশি আইকিউ আছে এজন্যই হয়তো বা তারা এই বিষয়গুলোতে শুরু থেকেই ভালোভাবে জানে
। আপনার আর আমার মাথায় আইকিউ কম ছিল তাই হয়তো এত দেরি হইছে এইগুলো জানতে বা শিখতে।
এদের দেখে দেখে জাস্ট এভোয়েড করে যান যদি যথেষ্ট প্রমানাদি পাওয়া যায় একটা অ্যাকাউন্টের সাথে আরেকটা অ্যাকাউন্ট কানেক্টেড তাহলে সুন্দর করে রেপুটেশন বোর্ডে গিয়ে একটা টপিট খুলে আসবেন।
আর স্প্যাম ছাটাই করতে এই টপিকটি ভিজিট করতে পারেন। সাধারণ কিছু ফাইল ক্রিয়েট করে জাস্ট কোডগুলো কপি পেস্ট করে, একটি ক্লিকেই সেইসব স্প্যাম পোস্ট কে রিপোর্ট করতে পারবেন মডারেটর নিকট।
[HACK] One-click mod report, not for the faint of heart