Author

Topic: বাংলা (Bengali) - page 117. (Read 5697937 times)

sr. member
Activity: 602
Merit: 369
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
November 08, 2023, 05:00:21 AM
যত কিছুই বলা হোক না কেন বিটকয়েন যখন বৃদ্ধি পায় তখন আনুষঙ্গিক অন্যান্য কয়েন গুলো বৃদ্ধি পায়। এক্ষেত্রে যারা অন্যান্য কয়েনগুলোতে বিনিয়োগ করতে ভয় পায় তাদের উচিত বিটকয়েনে বিনিয়োগ করে রাখা। কেননা বিটকয়েনে বিনিয়োগ করলে আপাতত অন্যান্য কয়েন এর মত এত ঝুঁকিতে থাকতে হবে না।
এটা সত্য অন্য কয়েনের তুলনায় বিটকয়েনে বিনিয়োগ করা অনেকটাই ঝুকিকম। আমি বিটকয়েনের বর্তামান পরিসংখ্যান অনুযায়ী বলছি, অতীতে অনেকেই অল্প ডলার বিটকয়েনে বিনিয়োগ করে সহিজেই অধিক মুনাফা অর্জন করেছে কিন্তু বর্তমানে বিটকয়েনর দাম অনেক অল্প পরিমান অর্থ দিয়ে বিটকয়েনে বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জন করা অনেক কষ্ট। বিটকয়েনে বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ববনা নেই। অল্ট কয়েনে বিনিয়োগ করলে সহজেই অধিক মুনাফা অর্জন করা যায় কিন্তু অনেক ঝুকিপূর্ণ আবার এমনো হতে পারে একেবারে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এখন অল্ট কয়েনে অল্প টাকা দিয়ে অনেক মুনাফা অর্জন করা সম্বব, $১০০ ডলার বিনিয়োগ করে অনেকেই অল্প সময়ে $৪০০ ডলারে পরিনত করেছে, আবার অনেকেই একেবারে লস খেয়েছেন। কিন্তু যদি বিটকয়েনে $১০০ ডলার বিনিয়োগ করে $৪০০ ডলার বানাতে চায় তাহলে বিটকয়েনের দাম বর্তমান মুল্য $৩৫k রয়েছে তাহলে বিটকয়েন কে দাড়াতে হবে $১০৫k তে অনেক দিন প্রায় ১-৩ বছর পর্যন্ত ধৈর্য ধরতে হবে। তবে সর্বদাই ঝুকিমুক্ত থাকতে হলে অবশ্যই বিটকয়েনে বিনিয়োগ করা উত্তম।

আমি কয়েকবার অল্ট কয়েন কিনেছিলাম, দুর্ভাগ্য বসতে শুধু লস খেয়েছি কোনদিন লাভ করতে পারি নি। আমি অল্প পরিমানে বিনিয়োগ করি বেশি পরিমানে করি না, একবার $৫০ দিয়ে কিছু কয়েন কিনেছিলাম এখন ০.০৫ দাম হয়ে আছে।  Cry

@LM ভাইয়ের ১০০ ডলার কে ১.৬ মিলিয়ন ডলারে পরিনত করার মিশে বিনিয়োগ করার আশা ছিলো কিন্তু ডলার না থাকায় সময় মতো বিনিয়োগ করতে পারি নাই। আশা করি এর পরবর্তীতে কোন কয়েন কিনবেন বলবেন আমি কেনার চেষ্টা করবো।

২০২৪ সালে আপনারা বিটকয়েন আবস্থা কেমন হবে বলে মনে করছে? এখন বর্তমান সময়ে বিটকয়েনের অবস্থা মোটামুটিভাবে স্টেবল হচ্ছে। এই দ্বারা অবহ্যাত থাকলে ২০২৪ সালের বিটকয়েনের অবস্থা কেমন হতে পারে বলে মনে করেন? আর এই দ্বারা অব্যহত থাকবে কি না থাকবে না এটা নিয়েও আপনার মন্তব্য শেয়ার করবেন।
এটা সঠিক ভাবে বলা মুসকিল কেউ সঠিক ভাবে বলতেও পারবে না। যেহেতু ২০২৪ সালে হালভিং তাই বিটকয়েনের দান ২০২৪ সালে বাড়ার সম্ববনা রয়েছে। তবে ২০২৫ সালে বিটকয়েনের দাম অনেক পাম্প করবে আশা করা যায়।
newbie
Activity: 94
Merit: 0
November 08, 2023, 03:30:17 AM
২০২৪ সালে আপনারা বিটকয়েন আবস্থা কেমন হবে বলে মনে করছে? এখন বর্তমান সময়ে বিটকয়েনের অবস্থা মোটামুটিভাবে স্টেবল হচ্ছে। এই দ্বারা অবহ্যাত থাকলে ২০২৪ সালের বিটকয়েনের অবস্থা কেমন হতে পারে বলে মনে করেন? আর এই দ্বারা অব্যহত থাকবে কি না থাকবে না এটা নিয়েও আপনার মন্তব্য শেয়ার করবেন।
sr. member
Activity: 616
Merit: 322
November 08, 2023, 03:05:23 AM

আমি এই ENJ কয়েন এনালাইসিস করে দেখেছি এটা দীর্ঘদিন রাখতে পারলে আমি অবশ্যই সফল হতে পারব।

জি @2Pizza410000BTC ভাই, যেটাই করেন গভীরভাবে পর্যবেক্ষণ করে করেন। কারো সিদ্ধান্তে হুমরি খেয়ে পড়বেন না। আর একটা বড় কথা, সকল ডিম একই ঝুড়িতে রাখা যাবে না। যাতে যদি কখনো আপনি লস বা ক্ষতির সম্মুখীন হন তাহলে যেন সব অর্থ নষ্ট না হয়ে যায়। আপনাকে যেন কারো দ্বারপ্রান্তে হাত পাততে না হয়। কারণ ছোটখাটো যেকোনো ভুল যেন, সারা জীবনের কান্না না হয়ে দাঁড়ায়।
যত কিছুই বলা হোক না কেন বিটকয়েন যখন বৃদ্ধি পায় তখন আনুষঙ্গিক অন্যান্য কয়েন গুলো বৃদ্ধি পায়। এক্ষেত্রে যারা অন্যান্য কয়েনগুলোতে বিনিয়োগ করতে ভয় পায় তাদের উচিত বিটকয়েনে বিনিয়োগ করে রাখা। কেননা বিটকয়েনে বিনিয়োগ করলে আপাতত অন্যান্য কয়েন এর মত এত ঝুঁকিতে থাকতে হবে না।
হ্যাঁ সকল বিনিয়োগ যে কোন একটি কয়েনে কখনো করা উচিত নয়। আপাতত বিনিয়োগকে পরিমাণের উপর ভাগ করে বিভিন্ন কয়েনে বিনিয়োগ করে একটি ওয়ালেট এ শক্তিশালী সিকিউরিটি দিয়ে রাখা উচিত। মনে রাখতে হবে আপনার অনেক নড়বড় হলে আপনার কিপটো কারেন্সি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
আসলে বিষয়টা হলো প্রত্যেকটা এক্সেঞ্জারে প্রায় সকল কয়েন বিটকয়েনের সাথে পেয়ার থাকে যার কারনে বিটকয়েনের দাম বাড়লে সাতোশীর দামও বারে। এর কারণে যদি কোন কয়েনের দাম নাও বাড়ে যদি দাম স্টাবলও থাকে  তাইলে সাতোশীর দাম বাড়ার কারণে সেই কয়েন এর দাম ডলারের সাপেক্ষে অটো বেড়ে যায়। অথবা যদি কোন কয়েনের দাম কিছুটা কমে সে ক্ষেত্রেও সেই সাতোশি তুলনায় ডলারের সাপেক্ষে লস কভার হয়। তাই আল্টকয়েনের মধ্যে ফোকাস না রাইখা যখন বিটকয়েনের পাম্প শুরু হয়  তখন বিটকয়েনে ইনভেস্ট করে রাখা ভালো এক্ষেত্রে লাভ বেশি পাওয়া যায়। আর এমনিতেই বিটকয়েনে ইনভেস্ট করাটা অনেকটা সেফ কারণ বিটকয়েন যতই ডাম্প হোক না কেন এটা খুব দ্রুতই রিকভার হয়। আর বিটকয়েন অনেকদিন যাবত ATH থেকে অনেক ডাম্পে আছে তাই এখন সময় বিটকয়েন আবার পাম্প হওয়ার। তাই আমার মনে হয় এখন বিটকয়েনে ইনভেস্ট করে রাখলে সামনে অনেক লাভবান হওয়া যাবে।
sr. member
Activity: 546
Merit: 268
November 08, 2023, 01:54:03 AM

আমি এই ENJ কয়েন এনালাইসিস করে দেখেছি এটা দীর্ঘদিন রাখতে পারলে আমি অবশ্যই সফল হতে পারব।

জি @2Pizza410000BTC ভাই, যেটাই করেন গভীরভাবে পর্যবেক্ষণ করে করেন। কারো সিদ্ধান্তে হুমরি খেয়ে পড়বেন না। আর একটা বড় কথা, সকল ডিম একই ঝুড়িতে রাখা যাবে না। যাতে যদি কখনো আপনি লস বা ক্ষতির সম্মুখীন হন তাহলে যেন সব অর্থ নষ্ট না হয়ে যায়। আপনাকে যেন কারো দ্বারপ্রান্তে হাত পাততে না হয়। কারণ ছোটখাটো যেকোনো ভুল যেন, সারা জীবনের কান্না না হয়ে দাঁড়ায়।
যত কিছুই বলা হোক না কেন বিটকয়েন যখন বৃদ্ধি পায় তখন আনুষঙ্গিক অন্যান্য কয়েন গুলো বৃদ্ধি পায়। এক্ষেত্রে যারা অন্যান্য কয়েনগুলোতে বিনিয়োগ করতে ভয় পায় তাদের উচিত বিটকয়েনে বিনিয়োগ করে রাখা। কেননা বিটকয়েনে বিনিয়োগ করলে আপাতত অন্যান্য কয়েন এর মত এত ঝুঁকিতে থাকতে হবে না।
হ্যাঁ সকল বিনিয়োগ যে কোন একটি কয়েনে কখনো করা উচিত নয়। আপাতত বিনিয়োগকে পরিমাণের উপর ভাগ করে বিভিন্ন কয়েনে বিনিয়োগ করে একটি ওয়ালেট এ শক্তিশালী সিকিউরিটি দিয়ে রাখা উচিত। মনে রাখতে হবে আপনার অনেক নড়বড় হলে আপনার কিপটো কারেন্সি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
full member
Activity: 490
Merit: 119
November 08, 2023, 01:25:21 AM

আমি এই ENJ কয়েন এনালাইসিস করে দেখেছি এটা দীর্ঘদিন রাখতে পারলে আমি অবশ্যই সফল হতে পারব।

জি @2Pizza410000BTC ভাই, যেটাই করেন গভীরভাবে পর্যবেক্ষণ করে করেন। কারো সিদ্ধান্তে হুমরি খেয়ে পড়বেন না। আর একটা বড় কথা, সকল ডিম একই ঝুড়িতে রাখা যাবে না। যাতে যদি কখনো আপনি লস বা ক্ষতির সম্মুখীন হন তাহলে যেন সব অর্থ নষ্ট না হয়ে যায়। আপনাকে যেন কারো দ্বারপ্রান্তে হাত পাততে না হয়। কারণ ছোটখাটো যেকোনো ভুল যেন, সারা জীবনের কান্না না হয়ে দাঁড়ায়।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 07, 2023, 11:21:09 PM
আমি এখন কিছু কয়েন ক্রয় করতে চাচ্ছি এখন ক্রয় করলে কি প্রফিট আশা করতে পারবো যেহেতু আগের তুলনায় দাম প্রায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

ভাই আপনার কাছে জানতে চাচ্ছি এই ইনস্ট্যান্ট মার্কেট থেকেই আমি বিনিয়োগ করব নাকি একটু অপেক্ষা করব।

দুজনকেই কোট করলাম মানে দুইজনের জন্যই কথাটা প্রযোজ্য।

আমি কোন ফিন্যান্সিয়াল এডভাইস দেই না। কে কোথায় বিনিয়োগ করবেন সেটা আপনার নিজের জ্ঞান খরচ করে বিনিয়োগ করাই শ্রেয়। তাছাড়া, আমি একজন ব্যাড ট্রেডার বলতে পারেন। যার কারণে আমি শর্ট ট্রেড করিই না। আমার বিনিয়োগ প্ল্যান সবগুলোই দীর্ঘদিনের জন্য। আর দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করতে হলে যথেষ্ট সময় সবার দেয়া উচিত। অন্যের কথার উপর নির্ভর করে বিনিয়োগ নয়।

উপরের যে প্ল্যান আমি শেয়ার করেছি সেটাও কোন উপদেশ নয়। আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি। মুল্য ১০০ ডলার। এইটা লস হলেও আমার সমস্যা নাই।
ঠিক আছে ভাই আমি আপনার কথা বুঝতে পেরেছি। আসলে এই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না ইনস্ট্যান্ট মার্কেট থেকে কিনব নাকি আরেকটু অপেক্ষা করব। সেজন্য আমি আপনার কাছে একটু পরামর্শ চেয়েছিলাম। আমি ০.২৯৬০ করে বাই অর্ডার রেখেছি। এই মার্কেটে যদি চলে আসে তাহলে আমি বাই করব। আমি বাই করে দীর্ঘদিনের জন্যই বিনিয়োগ করে রাখবো। আর আমি এই ENJ কয়েন এনালাইসিস করে দেখেছি এটা দীর্ঘদিন রাখতে পারলে আমি অবশ্যই সফল হতে পারব।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 07, 2023, 10:03:59 PM
আমি এখন কিছু কয়েন ক্রয় করতে চাচ্ছি এখন ক্রয় করলে কি প্রফিট আশা করতে পারবো যেহেতু আগের তুলনায় দাম প্রায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

ভাই আপনার কাছে জানতে চাচ্ছি এই ইনস্ট্যান্ট মার্কেট থেকেই আমি বিনিয়োগ করব নাকি একটু অপেক্ষা করব।

দুজনকেই কোট করলাম মানে দুইজনের জন্যই কথাটা প্রযোজ্য।

আমি কোন ফিন্যান্সিয়াল এডভাইস দেই না। কে কোথায় বিনিয়োগ করবেন সেটা আপনার নিজের জ্ঞান খরচ করে বিনিয়োগ করাই শ্রেয়। তাছাড়া, আমি একজন ব্যাড ট্রেডার বলতে পারেন। যার কারণে আমি শর্ট ট্রেড করিই না। আমার বিনিয়োগ প্ল্যান সবগুলোই দীর্ঘদিনের জন্য। আর দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করতে হলে যথেষ্ট সময় সবার দেয়া উচিত। অন্যের কথার উপর নির্ভর করে বিনিয়োগ নয়।

উপরের যে প্ল্যান আমি শেয়ার করেছি সেটাও কোন উপদেশ নয়। আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি। মুল্য ১০০ ডলার। এইটা লস হলেও আমার সমস্যা নাই।
sr. member
Activity: 490
Merit: 294
November 07, 2023, 09:59:04 PM
সাকিব আল হাসান কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার নাম। তাকে নিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা সমালোচনা হচ্ছে। কেন তিনি অ্যাঞ্জেলা ম্যাথিউস কে টাইম আউটের আবেদন করলেন? দেয়ালে পিঠ ঠেকে গেলে ছোট্ট বিষয় গুলো কত যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা আরেকবার প্রমাণ করলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  তার মাথায় নিশ্চিতভাবে শুধু চ্যাম্পিয়ন্স টফির ব্যাপারটা কাজ করছিল।তিনি তো বাংলাদেশের গর্ব।  অসাধারণ উপস্থিত জ্ঞান পাশাপাশি ক্রিকেটীয় আইন জানার প্রমাণ দিলেন এই  অলরাউন্ডার। তিনি তো বেআইনি  কিছু করেননি তিনি যেটা করেছেন দেশের জন্য দলের জন্য করেছেন। সেটা যদি সবাই বুঝতে পারত তাহলে আজ তাকে নিয়ে এত সমালোচনা হত না। অ্যাঞ্জেলা ম্যাথিউস আউট এর ব্যাপারটা শাকিব নিজেও জানত এই আউটটা নেওয়ার পর অনেক সমালোচনা হবে ।কিন্তু সে নিজের সমালোচনা হবে সেটা জেনেও দলের স্বার্থে এই ত্যাগ টুকু স্বীকার করেছে।এই সিদ্ধান্ত নেওয়ার কারণে অবশ্যই সে একজন অভিজ্ঞ অধিনায়কের এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন।আমার মনে হয় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একদম ঠিক আছে।
শাকিব আল হাসানকে নিয়ে যদি লিখতে বসি তাহলে সেই লেখা কোনদিনও শেষ হবে না কারণ বাংলাদেশের গোটা ক্রিকেট উপন্যাসের সম্পূর্ণ পৃষ্ঠা জুড়ে আছেন সাকিব আল হাসান। আমি একজন সাকিব আল হাসানের ভক্ত হয়ে এটা মেনে নিতে পারছি না যে শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি সাকিব আল হাসানের বিশ্বকাপ ইতিহাসের শেষ ম্যাচ ছিল। হয়তো লাল সবুজের জার্সি পড়ে আর কোনদিন বিশ্বকাপ টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে না এই লিজেন্ডারি খেলোয়ার কে। বাংলাদেশে এরকম সাকিব আল হাসান আর দ্বিতীয় টা হবে না এটা নিশ্চিত। আপনারা যারা এই সাকিব আল হাসানকে মীরজাফর স্বার্থপর বেয়াদব বলেছেন তারাই একটা সময় আফসোস করবেন যে সাকিব আল হাসান বাংলাদেশের জন্য কতটা করেছে। আমরা আসলে বাঙালি এবং আমাদের মাঝে আবেগ বেশি, মিডিয়ার সামনে কেউ যদি আবেগ নিয়ে কথা বলে তাহলে সাথে সাথে আমরা তার প্রতি অনেকটাই আবেগী হয়ে যাই এবং সে ভুল বলল নাকি ঠিক বলল তা যাচাই-বাছাই না করে তার ফ্যান হয়ে যাই কিন্তু শাকিব আল হাসান এরকম করতে পারো না এজন্যই হয়তো তিনি এত বেশি সমালোচনা সহ্য করেছেন। যখন সাকিব আল হাসান থাকবে না তখন ১৭ কোটি বাঙালি কাকে ভালবাসবে এবং তাকে নিয়ে সমালোচনা করবে। এই বিশ্বকাপ টুর্নামেন্ট শাকিব শেষ করছেন ৩৬ বছর বয়স থেকে যদি সামনের বিশ্বকাপ খেলার পরিকল্পনা করেন তখন তার বয়স হবে 40 বছর। তার ফিটনেস দেখলে মনে হয় না তিনি একজন ৩৬ বছর বয়সী তাই আমার কাছে সেরা উপহার হবে যদি তিনি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলা সিদ্ধান্ত নেন।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 07, 2023, 09:21:50 PM
১০০*২=২০০
-বাদ দেয়া হয়েছে -
৮১৯২০০*২=১৬৩৮৪০০
আমার এই জার্নির প্রথম বিনিয়োগ করা হয়েছে ✅
কিছুদিন আগে আমি ১০০ ডলার বিনিয়োগ করেছি। ১০০ ডলারের ENJIN ক্রয় করেছি। তারা এই মাসের ১৩ তারিখ তাদের নিজস্ব ব্লকচেইন নিয়ে আসবে। আমি আশা করছি আমার এই জার্নির প্রথম স্টেপ খুব শীঘ্রই ডান হবে।
যারা আমার সাথে এই জার্নিতে অংশগ্রহণ করতে চান, তারা আমার টেলিগ্রামে নক দিন। আপনার ফান্ড আপনার কাছেই থাকবে। আপনার ফান্ড আমাকে দিতে হবে না। শুধু সবাই মিলে আলোচনা করতে পারবো যেটা আমাদেরকে কিছু ভালো প্রজেক্ট খুজে পেতে সহায়তা করবে।

বিনিয়োগ- Enjin
দাম- $০.২৩৩
বিক্রয় লক্ষ্য- $০.৪৬৬
আপডেটঃ
এখনো ২এক্স হিট না করলেও গত এক সপ্তাহে enjin এর দামে ব্যাপক পরিবর্তন এসেছে। আজকে $০.৩৩+ দাম ইঠেছিল। আমরা আশা করতে পারি অতি শীঘ্রই আমাদের স্টেপ ১ সম্পন্ন হবে।
আমি বাইনান্স এক্সচেঞ্জ থেকে ENJ কয়েন কেনার জন্য এনালাইসিস করছি। এই মুহূর্তে ENJ মার্কেট -১.২৩% লসে রয়েছে। ১.২৩% লসে থেকেও বর্তমানে মার্কেট ০.৩০৬৬ তে রয়েছে। @Little Mouse ভাই আপনার কাছে জানতে চাচ্ছি এই ইনস্ট্যান্ট মার্কেট থেকেই আমি বিনিয়োগ করব নাকি একটু অপেক্ষা করব। যেহেতু গুড নিউজ খুব শীঘ্রই তাহলে আমার মনে হয় ইনস্ট্যান্ট মার্কেট থেকে বিনিয়োগ করা উত্তম হবে। এছাড়াও আমি আপনার কাছে জানতে চাচ্ছি step ১ কততে সম্পূর্ণ হবে?
sr. member
Activity: 476
Merit: 359
November 07, 2023, 08:49:01 PM
১০০*২=২০০
-বাদ দেয়া হয়েছে -
৮১৯২০০*২=১৬৩৮৪০০
আমার এই জার্নির প্রথম বিনিয়োগ করা হয়েছে ✅
কিছুদিন আগে আমি ১০০ ডলার বিনিয়োগ করেছি। ১০০ ডলারের ENJIN ক্রয় করেছি। তারা এই মাসের ১৩ তারিখ তাদের নিজস্ব ব্লকচেইন নিয়ে আসবে। আমি আশা করছি আমার এই জার্নির প্রথম স্টেপ খুব শীঘ্রই ডান হবে।
যারা আমার সাথে এই জার্নিতে অংশগ্রহণ করতে চান, তারা আমার টেলিগ্রামে নক দিন। আপনার ফান্ড আপনার কাছেই থাকবে। আপনার ফান্ড আমাকে দিতে হবে না। শুধু সবাই মিলে আলোচনা করতে পারবো যেটা আমাদেরকে কিছু ভালো প্রজেক্ট খুজে পেতে সহায়তা করবে।

বিনিয়োগ- Enjin
দাম- $০.২৩৩
বিক্রয় লক্ষ্য- $০.৪৬৬
আপডেটঃ
এখনো ২এক্স হিট না করলেও গত এক সপ্তাহে enjin এর দামে ব্যাপক পরিবর্তন এসেছে। আজকে $০.৩৩+ দাম ইঠেছিল। আমরা আশা করতে পারি অতি শীঘ্রই আমাদের স্টেপ ১ সম্পন্ন হবে।
হ্যাঁ স্যার এই Enjin কয়েনটির দাম কয়েকদিন ধরেই ক্রমাগত উঠানামা করছে। আজকে আমি কয়েন মার্কেট ক্যাপে দেখলাম যে এই কয়েনটির দাম 0.32 এ রয়েছে। স্যার আমি এখন কিছু কয়েন ক্রয় করতে চাচ্ছি এখন ক্রয় করলে কি প্রফিট আশা করতে পারবো যেহেতু আগের তুলনায় দাম প্রায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমার মত যারা এই কয়েন ক্রয় করতে চান তারা Binance, Kucoin,
Coinbase, Gate.io, Bybit ইত্যাদি এক্সচেঞ্জ গুলো থেকে কিনতে পারবেন তবে হ্যাঁ নিজের ইচ্ছে হলে তারপর কিনবেন। Enjin কয়েনটি অনেকগুলো এক্সচেঞ্জে লিস্ট রয়েছে।এই কয়েনের বৃদ্ধ পাওয়ার চিত্রটি তুলে ধরলাম।
full member
Activity: 546
Merit: 164
November 07, 2023, 08:30:28 PM





DOUBLE CENTURY FOR GLENN MAXWELL AND AUSTRALIA WINS..!
Oh my goodness..
What a match by mexwell.

Outstandiing,  wow..
How can i explain this match.
Have a no word in my..
Love

প্রায় খাদের কিনারে চলে যাওয়া দলকে একা হাতে, ভাঙা পায়ে একা জেতালেন সঙ্গে নিজে খেললেন দু'শো রানের ইনিংস। যে কখনো ক্রিকেট ভালোবাসেনি, সেও আজ ম্যাক্সওয়েলকে ভালোবাসতে বাধ্য।

#CWC2023 #AFGvsAUS



অস্ট্রেলিয়া টিমের যখন ১০০ রান না হতেই ৭ উইকেট হারিয়ে ফেলে তখন আমার মনে হয়েছিল আজকের ম্যাচ অস্ট্রেলিয়া জয়লাভ করতে পারবে না। ম্যাক্সওয়েল গতকালকের ম্যাচ  দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার এই খেলা দেখে কোটি কোটি ক্রিকেট ভক্তদের মন জয় করে ফেলেছেন তিনি। আফগানিস্তানের ব্যাডলাক ম্যাক্সওয়েলের দুইটা ক্যাচ মিস করেন আফগান প্লেয়াররা। যদি এই ক্যাচ মিস না করতো তাহলে হয়ত ম্যাক্সওয়েল অনেক আগে আউট হয়ে যেত তাহলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন রকম হতে পারত। ম্যাক্সওয়েল একবার আউট হয়েছিল তারপর ম্যাক্সওয়েল রিভিউ নেন পরে সে নট আউট হয়। তারপর থেকে শুরু হয় তার খেলা চার ছয় এর বর্ণ বসিয়ে দেয় ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল ১২৮ বলে ২০১ রান করে অপরাজিত থাকেন।
newbie
Activity: 28
Merit: 2
November 07, 2023, 12:34:15 PM

https://talkimg.com/images/2023/11/07/tLEml.jpeg
https://talkimg.com/images/2023/11/07/tLIV1.jpeg
https://talkimg.com/images/2023/11/07/tLsDm.jpeg

DOUBLE CENTURY FOR GLENN MAXWELL AND AUSTRALIA WINS..!
Oh my goodness..
What a match by mexwell.

Outstandiing,  wow..
How can i explain this match.
Have a no word in my..
Love

প্রায় খাদের কিনারে চলে যাওয়া দলকে একা হাতে, ভাঙা পায়ে একা জেতালেন সঙ্গে নিজে খেললেন দু'শো রানের ইনিংস। যে কখনো ক্রিকেট ভালোবাসেনি, সেও আজ ম্যাক্সওয়েলকে ভালোবাসতে বাধ্য।

#CWC2023 #AFGvsAUS


legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 07, 2023, 10:16:11 AM
১০০*২=২০০
-বাদ দেয়া হয়েছে -
৮১৯২০০*২=১৬৩৮৪০০
আমার এই জার্নির প্রথম বিনিয়োগ করা হয়েছে ✅
কিছুদিন আগে আমি ১০০ ডলার বিনিয়োগ করেছি। ১০০ ডলারের ENJIN ক্রয় করেছি। তারা এই মাসের ১৩ তারিখ তাদের নিজস্ব ব্লকচেইন নিয়ে আসবে। আমি আশা করছি আমার এই জার্নির প্রথম স্টেপ খুব শীঘ্রই ডান হবে।
যারা আমার সাথে এই জার্নিতে অংশগ্রহণ করতে চান, তারা আমার টেলিগ্রামে নক দিন। আপনার ফান্ড আপনার কাছেই থাকবে। আপনার ফান্ড আমাকে দিতে হবে না। শুধু সবাই মিলে আলোচনা করতে পারবো যেটা আমাদেরকে কিছু ভালো প্রজেক্ট খুজে পেতে সহায়তা করবে।

বিনিয়োগ- Enjin
দাম- $০.২৩৩
বিক্রয় লক্ষ্য- $০.৪৬৬
আপডেটঃ
এখনো ২এক্স হিট না করলেও গত এক সপ্তাহে enjin এর দামে ব্যাপক পরিবর্তন এসেছে। আজকে $০.৩৩+ দাম ইঠেছিল। আমরা আশা করতে পারি অতি শীঘ্রই আমাদের স্টেপ ১ সম্পন্ন হবে।
full member
Activity: 546
Merit: 164
November 07, 2023, 08:26:33 AM
সাকিব আল হাসান কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার নাম। তাকে নিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা সমালোচনা হচ্ছে। কেন তিনি অ্যাঞ্জেলা ম্যাথিউস কে টাইম আউটের আবেদন করলেন? দেয়ালে পিঠ ঠেকে গেলে ছোট্ট বিষয় গুলো কত যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা আরেকবার প্রমাণ করলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  তার মাথায় নিশ্চিতভাবে শুধু চ্যাম্পিয়ন্স টফির ব্যাপারটা কাজ করছিল।তিনি তো বাংলাদেশের গর্ব।  অসাধারণ উপস্থিত জ্ঞান পাশাপাশি ক্রিকেটীয় আইন জানার প্রমাণ দিলেন এই  অলরাউন্ডার। তিনি তো বেআইনি  কিছু করেননি তিনি যেটা করেছেন দেশের জন্য দলের জন্য করেছেন। সেটা যদি সবাই বুঝতে পারত তাহলে আজ তাকে নিয়ে এত সমালোচনা হত না। অ্যাঞ্জেলা ম্যাথিউস আউট এর ব্যাপারটা শাকিব নিজেও জানত এই আউটটা নেওয়ার পর অনেক সমালোচনা হবে ।কিন্তু সে নিজের সমালোচনা হবে সেটা জেনেও দলের স্বার্থে এই ত্যাগ টুকু স্বীকার করেছে।এই সিদ্ধান্ত নেওয়ার কারণে অবশ্যই সে একজন অভিজ্ঞ অধিনায়কের এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন।আমার মনে হয় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একদম ঠিক আছে।
বেশ কিছুদিন ধরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সমালোচনা হচ্ছে। তাতে এবার যোগ দিল অ্যাঞ্জেলা ম্যাথিউস এর টাইম আউটের ঘটনাটি। তবে আমার কাছে মনে হয় শাকিব যে কাজটি করেছে নিঃসন্দেহে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ওই ম্যাচটি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ খেলার জন্য ওই ম্যাচটা জেতার খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। তাই হয়তো বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রত্যেকটা পদক্ষেপ দেখে শুনে নিয়েছেন এবং ওই ম্যাচটিতে তিনি ব্যাটিং বোলিং ভালো পারফরম্যান্স করেছেন। ম্যান অবদ্য ম্যাচ শাকিব আল হাসান হয়েছে। পরিশেষে গতকালকের ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করার জন্য বাংলাদেশ টিমকে অভিনন্দন।
sr. member
Activity: 476
Merit: 359
November 07, 2023, 07:03:40 AM
full member
Activity: 490
Merit: 119
November 07, 2023, 06:32:34 AM
আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডটি দিন দিন আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। যেসব ইউজারদের কারণে এই সমৃদ্ধি লাভ করছে বাংলাদেশ লোকাল থ্রেড বা যেসব পোস্টের জন্য এই লোকাল থ্রেডটি সমৃদ্ধ লাভ করছে। সেসব পোষ্টের একটি তালিকা তৈরি করা হলো।

আমি অসংখ্য ধন্যবাদ জানাই @Little Mouse ভাই এবং @LDL ভাইকে যারা আমাকে এই পোস্টটি তৈরি করতে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আর একজন ব্যক্তির কথা না বললেই না @Learn Bitcoin ভাই যার পরামর্শ অনুযায়ী এই পোস্টের টাইটেল নির্ধারণ করা হয়েছে। আমি আশা করব তারা সব সময় আমাকে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।


ক্রমিক|একনজরে দেখে আসুন|বোর্ড|
1
sr. member
Activity: 476
Merit: 359
November 07, 2023, 06:06:10 AM
অ্যাঞ্জেলা ম্যাথিউস একথাও বলেছেন যে বাংলাদেশ ক্রিকেটকে নিচে নামাচ্ছে। তবে ম্যাথিউস ভাই আপনি মনে করবেন ক্রিকেটকে বাংলাদেশ নিচে নামাচ্ছে না। আপনি দলে থাকা অবস্থায় এক সময় ইংল্যান্ডের বিরুদ্ধে এইরকম একটি ঘটনা ঘটিয়েছিলেন তখন কি আপনার বিবেকটা কাজ করেছিল না।
হ্যাঁ মূলত ওই সিরিজটা হচ্ছিল শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের মধ্যে সম্ভবত ২০০৯ সালের দিকে। তখন ইংল্যান্ড দল ব্যাটিং করছিল এবং জস বাটলার নন স্ট্রাইক প্রান্তে ছিল আর তখন বোলিং এ ছিলেন অ্যাঞ্জেলা ম্যাথিউস। ম্যাথিউস বল করার সময় জস বাটলার  ক্রীজ থেকে বের হয়ে গেলে সে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেয় যেটাকে বলে মানকাড আউট। ওই ম্যাচে যশ বাটলার এঞ্জেলো ম্যাথিউস এর কাছে সুপারিশ করেছিল আউট না দিতে কিন্তু সে তা গ্রাহ্য করেছিল না। হয়তো সেদিন তার বিবেক তার কাছে ছিল না। Grin একজন বলার খুবই ছোট মনের হলে সে ব্যাটসম্যানকে মানকাড আউট করে যেমনটি প্রতিনিয়ত ভারতীয় বোলারদের কাছে থেকে দেখা যায়। আমি বলতে চাই যে, অ্যাঞ্জেলা ম্যাথিউস সাকিব আল হাসানকে নিয়ে কি সমালোচনা করবে ওর সাকিব আল হাসানের সমান যোগ্যতা নেই।
সাকিব আল হাসান কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার নাম। তাকে নিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা সমালোচনা হচ্ছে। কেন তিনি অ্যাঞ্জেলা ম্যাথিউস কে টাইম আউটের আবেদন করলেন? দেয়ালে পিঠ ঠেকে গেলে ছোট্ট বিষয় গুলো কত যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা আরেকবার প্রমাণ করলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  তার মাথায় নিশ্চিতভাবে শুধু চ্যাম্পিয়ন্স টফির ব্যাপারটা কাজ করছিল।তিনি তো বাংলাদেশের গর্ব।  অসাধারণ উপস্থিত জ্ঞান পাশাপাশি ক্রিকেটীয় আইন জানার প্রমাণ দিলেন এই  অলরাউন্ডার। তিনি তো বেআইনি  কিছু করেননি তিনি যেটা করেছেন দেশের জন্য দলের জন্য করেছেন। সেটা যদি সবাই বুঝতে পারত তাহলে আজ তাকে নিয়ে এত সমালোচনা হত না। অ্যাঞ্জেলা ম্যাথিউস আউট এর ব্যাপারটা শাকিব নিজেও জানত এই আউটটা নেওয়ার পর অনেক সমালোচনা হবে ।কিন্তু সে নিজের সমালোচনা হবে সেটা জেনেও দলের স্বার্থে এই ত্যাগ টুকু স্বীকার করেছে।এই সিদ্ধান্ত নেওয়ার কারণে অবশ্যই সে একজন অভিজ্ঞ অধিনায়কের এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন।আমার মনে হয় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একদম ঠিক আছে।
যেকোনো খেলোয়ারের কাছে আগে দেশ বড় এবং দেশের সম্মান বড়। কালকে সাকিব আল হাসান যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটা অবশ্যই বাংলাদেশ দলের স্বার্থে নিয়েছে। এঞ্জেলো ম্যাথিউস কে যখন টাইম আউট দেওয়া হয় তখন সে শাকিবের সাথে কথা বলার সময় সুপারিশ করেছিল যে আউট না দিতে শাকিব সে সময় আউট না দিলেও পারতো। আউট না দিলে হয়তো শাকিব সেই সময় হিরো হয়ে যেত কিন্তু তার মাথায় একটা কথা সব সময় ছিল যে আজকে বাংলাদেশ যদি না জিতে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেনা। অনেকে সমালোচনা করছে তবে সমালোচনার থেকে বেশি অনেকে সুনাম করছে সাকিব আল হাসানের। ভারতের বিখ্যাত ধারাভাষ্যকার হারশা বগলে এক বিবৃতিতে বলেছেন যে, শাকিব আল হাসান সঠিক কাজটি করেছে সে নিয়মবহির্ভূত কোন কাজ করেনি।সো এ বিষয়ে সমালোচনা করার কোন যুক্তি নেই।
sr. member
Activity: 546
Merit: 268
November 07, 2023, 06:05:10 AM
সাকিব আল হাসান কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার নাম। তাকে নিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা সমালোচনা হচ্ছে। কেন তিনি অ্যাঞ্জেলা ম্যাথিউস কে টাইম আউটের আবেদন করলেন? দেয়ালে পিঠ ঠেকে গেলে ছোট্ট বিষয় গুলো কত যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা আরেকবার প্রমাণ করলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  তার মাথায় নিশ্চিতভাবে শুধু চ্যাম্পিয়ন্স টফির ব্যাপারটা কাজ করছিল।তিনি তো বাংলাদেশের গর্ব।  অসাধারণ উপস্থিত জ্ঞান পাশাপাশি ক্রিকেটীয় আইন জানার প্রমাণ দিলেন এই  অলরাউন্ডার। তিনি তো বেআইনি  কিছু করেননি তিনি যেটা করেছেন দেশের জন্য দলের জন্য করেছেন। সেটা যদি সবাই বুঝতে পারত তাহলে আজ তাকে নিয়ে এত সমালোচনা হত না। অ্যাঞ্জেলা ম্যাথিউস আউট এর ব্যাপারটা শাকিব নিজেও জানত এই আউটটা নেওয়ার পর অনেক সমালোচনা হবে ।কিন্তু সে নিজের সমালোচনা হবে সেটা জেনেও দলের স্বার্থে এই ত্যাগ টুকু স্বীকার করেছে।এই সিদ্ধান্ত নেওয়ার কারণে অবশ্যই সে একজন অভিজ্ঞ অধিনায়কের এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন।আমার মনে হয় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একদম ঠিক আছে।
কালকের ম্যাচে হয়তো শ্রীলংকা জয়লাভ করলে এই বিষয় নিয়ে এতটা আলোড়ন সৃষ্টি হতো না কিন্তু শ্রীলঙ্কা পরাজিত হয়েছে এজন্যই বিষয়টি নিয়ে এত ঘোলা পানি হচ্ছে। তবে শাকিব আল হাসানকে নিয়ে এঞ্জেলা ম্যাথিউস সংবাদ সম্মেলনে তাকে নিয়ে বেশ কিছু সমালোচনা করেছে। অ্যাঞ্জেলা ম্যাথিউস একথাও বলেছেন যে বাংলাদেশ ক্রিকেটকে নিচে নামাচ্ছে। তবে ম্যাথিউস ভাই আপনি মনে করবেন ক্রিকেটকে বাংলাদেশ নিচে নামাচ্ছে না। আপনি দলে থাকা অবস্থায় এক সময় ইংল্যান্ডের বিরুদ্ধে এইরকম একটি ঘটনা ঘটিয়েছিলেন তখন কি আপনার বিবেকটা কাজ করেছিল না। যা হোক জাতীয় স্বার্থের জন্য এরকম ছোট একটি কাজ করলেও তার আত্মসম্মান কখনো ক্ষুন্ন হবে না কেননা তিনি তো এই কাজটা শুধু তার নিজের ক্যারিয়ার জন্য করেনি।
আমাদের জন্য আপনি একটি আইডল হয়ে থাকবেন কেননা ক্রিকেট ইতিহাসে আপনিই একমাত্র ব্যাটার যাকে বিশ্ব প্রথম টাইম আউট হিসাবে চিনবে। ম্যাথিউস ভাই কিছু মনে করবেন না আপনার জন্য শুভকামনা রইল কেননা আপনার দেখাদেখি আর কেউ উইকেটে আসতে দেরি করবে না।
member
Activity: 64
Merit: 26
November 07, 2023, 05:55:33 AM
সাকিব আল হাসান কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার নাম। তাকে নিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা সমালোচনা হচ্ছে। কেন তিনি অ্যাঞ্জেলা ম্যাথিউস কে টাইম আউটের আবেদন করলেন? দেয়ালে পিঠ ঠেকে গেলে ছোট্ট বিষয় গুলো কত যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা আরেকবার প্রমাণ করলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  তার মাথায় নিশ্চিতভাবে শুধু চ্যাম্পিয়ন্স টফির ব্যাপারটা কাজ করছিল।তিনি তো বাংলাদেশের গর্ব।  অসাধারণ উপস্থিত জ্ঞান পাশাপাশি ক্রিকেটীয় আইন জানার প্রমাণ দিলেন এই  অলরাউন্ডার। তিনি তো বেআইনি  কিছু করেননি তিনি যেটা করেছেন দেশের জন্য দলের জন্য করেছেন। সেটা যদি সবাই বুঝতে পারত তাহলে আজ তাকে নিয়ে এত সমালোচনা হত না। অ্যাঞ্জেলা ম্যাথিউস আউট এর ব্যাপারটা শাকিব নিজেও জানত এই আউটটা নেওয়ার পর অনেক সমালোচনা হবে ।কিন্তু সে নিজের সমালোচনা হবে সেটা জেনেও দলের স্বার্থে এই ত্যাগ টুকু স্বীকার করেছে।এই সিদ্ধান্ত নেওয়ার কারণে অবশ্যই সে একজন অভিজ্ঞ অধিনায়কের এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন।আমার মনে হয় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একদম ঠিক আছে।
sr. member
Activity: 546
Merit: 268
November 07, 2023, 04:31:23 AM

আপনি ফুল মেম্বার হয়েছেন সেজন্য আপনাকে অভিনন্দন। গত মাসে আপনি মেম্বার ছিলেন এবং মেম্বার থেকে সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পোস্ট করেছিলেন আশা করছি আপনি ফুল মেম্বার হয়ে বাংলায় আপনার পোস্ট এর পরিমাণ কমিয়ে দিবেন না। আগে যেরকম একটিভ থাকতেন আশা করছি এখনো সে রকম একটিভ থাকবেন।
ইনশাআল্লাহ ফোরামে যতদিন আছি ততদিন আপনাদের সাথে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ফোরামের উন্নতি সাধনে আপনাদের সবার পাশাপাশি আমিও এখানে কন্ট্রিবিউশন করার চেষ্টা করব। অনেকেই শুধুমাত্র র‍্যাঙ্ক চেঞ্জ হওয়ার সাথে সাথেই এখানে এক্টিভিটি কমিয়ে দেয় কিন্তু আমি এরকম কাজ করব না যতদিন সম্ভব এখানে আমি একটিভ থাকার চেষ্টা করব। যদি আপনাদের একান্ত সহযোগিতা পাই তাহলে এখানে আমিও আপনাদের মত কনস্ট্রাক্টিভ পোস্ট করার চেষ্টা করব। যদিও আমি একজন ক্ষুদ্র ইউজার তবুও আমি আপনাদের পোস্টগুলো পড়ে যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। কেননা গ্লোবাল থেকে আমি যতই তাদের ভালো পোস্ট পড়ি না কেন আমার মাতৃ ভাষার মত এত সহজে ও ওগুলো বোঝা সম্ভব নয়। তাই সর্বদা একবার হলেও দিনে আমার কমিউনিটিতে আসার চেষ্টা করি।
Jump to:
© 2020, Bitcointalksearch.org