Author

Topic: বাংলা (Bengali) - page 117. (Read 5325684 times)

sr. member
Activity: 1372
Merit: 322
October 29, 2023, 09:53:59 AM
ভাই আপনি হয়তো আমার লেখা ভালোভাবে পড়েননি। আমি ঐখানে ডেডিকেটেড শব্দটা ব্যবহার করছি। হ্যা talkimg হয়তো ফোরামের অফিসিয়াল ইমেজ হোস্টিং সাইট না। বাট talkimg ফোরামের জন্যই আলাদাভাবে ডিজাইন করা হইছে। আমার নিজস্ব বলা ঠিক হইনি হয়তো, বাট কোনো এক দিক থেকে নিজস্ব বলা যায়। যেমন: BIP, Ninjastic, LoyceVclub, Talkimg এগুলো অফিসিয়াল সাইট না। বাট অফিসিয়াল সাইটের সাব-সাইটের সমতুল্য বলা যায় কোন এক সেন্স থেকে। আমি কোন মিনিং করে কথাটা বলছিলাম হয়তো বুঝছেন।
সাব সাইট এর সমতুল্য কেন হবে? এইখানে বিটকয়েনটকের মালিকপক্ষ কি জড়িত? না। তাহলে সাব সাইট বললে সেটা অবশ্যই ভুল। দীর্ঘদিন যখন এইরকম ভুল তথ্য চলতে থাকবে তখন মানুষ ভুলটাকেই সঠিক জানবে।

Quote
এটা আমার কথা না। রেপুটেড গ্লোবাল মেম্বারদের কথা। আপনি মানেন আর না মানেন।
গ্লোবালের কেউ একজন ভুল কিছু বললে সেটাকে সঠিক হিসেবে নিতে হবে কেন? গ্লোবাল মেম্বার মানেই অটো সঠিক নয়। তাদেরও ভুল হতে পারে। আপনি যেরকমটা মিন করেন নি, সেরকমটা যাকে কোট করেছেন তিনিও মিন করেন নি কিন্তু তার লেখা বোল্ড অংশ আসলে ভুল। যার লেখা কোট করেছেন তিনি সিগ্নেচার ক্যাম্পেইনকে সিগ্নেচার কোম্পানি বলে। আপনিও বলবেন জেনে শুনে ভুলটা, শুধুমাত্র গ্লোবাল মেম্বার বলেছে বলে?
full member
Activity: 532
Merit: 163
October 28, 2023, 01:25:22 PM
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
October 28, 2023, 12:08:04 PM
দুঃখের সাথে বলতে হয় আজকে বাংলাদেশের ম্যাচ দেখে সত্যিই আমি হতভাগা হয়ে গিয়েছি যেখানে নেদারল্যান্ডের মতো একটি দল বাংলাদেশকে এত রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কোথায় আছে বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখলে বোঝা যায় তারা কতটা ভালো পারফরম্যান্স করতেছে এবং তাদের খেলার কতটা উন্নতি করতেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুধুমাত্র টাকা খেয়ে খেয়ে বসে থাকে আর শুধু যার যার ব্যক্তিগত চাহিদা পূরণ করার লক্ষ্যে অর্থ বিদেশে রাখে এখানে রাখে ওখানে রাখে, কিন্তু তাদের কোন খেলার উন্নতি নেই যেখানে তাদের খেলা দেখে বেশিরভাগ আমাদের মনের ভিতর সবচেয়ে বেশি হিট অনুভব করতে হয়। আজকে খেলাটি দেখে কতটাই যে খারাপ লেগেছে কাউকে বলে বোঝাতে পারবো না যদিও এই ব্যাপারটা এখানে শেয়ার করা ঠিক হবে না তবুও মনের আবেগ কিছুটা প্রকাশ করতে হয় এতে হার্ট ভালো থাকবে এবং মনটা হালকা হবে।
শা**ল নেদারল্যান্ড যেখানে আগে কখনো ক্রিকেট কি জানতোই না, ২০২৩ সালে এসে খুব কষ্ট করে আইসিসি বিশ্বকাপে চান্স পেয়েছে যেখানে সকলেই ভেবেছিল এই দলটি সবচেয়ে বেশি নরমাল। কিন্তু সব কিছুই এখন উল্টো মনে হচ্ছে বাংলাদেশে সেই প্রাচীন কাল থেকে ক্রিকেট খেলে আসতেছে এবং বড় বড় দলকে হারিয়ে দিয়েছে সেখানে আজকে নেদারল্যান্ডের মতো একটি দলকে হারাতে পারেনি এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে। যাইহোক যখনই বাংলাদেশের হয়ে খেলা দেখতে বসি ঠিক তখনই বুকের ভিতর শুধু হার্টবিটটা বেড়ে যায় আর কিছু না, না দেখলেও পারি না সেজন্যই খেলা দেখি। আর বাংলাদেশের ছেলেপেলেরা যে এরকম পারফরম্যান্স করবে কে জানতো আজকের ম্যাচটিতে ভেবেছিলাম হয়তো জয় পাবে। কিন্তু শুরু থেকে যে কয়টি দল সাপোর্ট করে আসতেছি সবগুলোই এরকম পারফরম্যান্সে রয়েছে, পাকিস্তান সাপোর্ট করি পাকিস্তানও একইভাবে হারে বাংলাদেশ সাপোর্ট করি বাংলাদেশের ঠিক সেভাবে হেরে যায়।
এখন থেকে বাংলাদেশের খেলা দেখা টোটালি বন্ধ করে দিতে হবে তা না হলে হয়তো কোন এক সময় তাদের খেলার এই ইফেক্ট আমাদের ভিতরে উঠে বসবে এবং আমাদের হার্ট অ্যাটাক হতে পারে যে কোন সময়। Angry Angry
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 28, 2023, 11:40:59 AM
জানতামই না, ফোরামের নিজস্ব ডেডিকেটেড হোস্টিং সাইট আছে।
ফোরামের নিজস্ব হস্টিং সাইট কোথায় আছে? ভুল তথ্য ছড়াবেন না।

Quote
BBcode এর কথা তো বাদই দিলাম। ঐটা আয়ত্ব করতে আমার মিনিমাম ১৫-২০ দিন লাগছিল। আর এদের দেখি কি সুন্দর পরিপাটি মার্জিন মারা ডিজাইন ওয়ালা BBcode এর ব্যবহার দেখায়, কেমনে বোল্ড করে, ইটালিক করে, সাইজ করে সব পারে।
এইটা কোন রিজন হতে পারে না। আপনি জানেন না মানে যে অন্য কেউ জানবে না তা তো সঠিক নয়। SMF বর্তমানে জনপ্রিয় না হলেও একটা সময় সবচেয়ে জনপ্রিয় ফোরাম সফটওয়্যার ছিল। আমি নিজেও এই ফোরাম ব্যবহারের আগে আরো দুইটি একই ধরনের ফোরাম ব্যবহার করেছি।
ভাই আপনি হয়তো আমার লেখা ভালোভাবে পড়েননি। আমি ঐখানে ডেডিকেটেড শব্দটা ব্যবহার করছি। হ্যা talkimg হয়তো ফোরামের অফিসিয়াল ইমেজ হোস্টিং সাইট না। বাট talkimg ফোরামের জন্যই আলাদাভাবে ডিজাইন করা হইছে। আমার নিজস্ব বলা ঠিক হইনি হয়তো, বাট কোনো এক দিক থেকে নিজস্ব বলা যায়। যেমন: BIP, Ninjastic, LoyceVclub, Talkimg এগুলো অফিসিয়াল সাইট না। বাট অফিসিয়াল সাইটের সাব-সাইটের সমতুল্য বলা যায় কোন এক সেন্স থেকে। আমি কোন মিনিং করে কথাটা বলছিলাম হয়তো বুঝছেন।

আর BBcode এর কথাটা সবার ক্ষেত্রে এক না। আপনি একজনের লেখার ধরন, স্টাইল দেখলে অনেককিছু ধরতে পারবেন। কে সিটপোস্টে করতেছে, কে মেরিট ফার্মিং করতেছে হালকা হলেও বোঝা যায়।  
এদের কম বেশি সবার লেখার প্যাটার্ন এক। এটা আমার কথা না। রেপুটেড গ্লোবাল মেম্বারদের কথা। আপনি মানেন আর না মানেন।
আমি বোল্ড করে কোট করে দিলাম lovesmayfamilis এর কথাটা।

I present a new image hosting service, specially designed for BitcoinTalk and the entire community.
After a few years of noticing how many images do not appear correctly in the forum or are very slow to load, not to mention the images that stop appearing after a few months or years, the TalkImg project was born.
In addition, they create low-quality themes, adding only a link and a picture. A newcomer who knows about forum image hosting from the very first days brings a smile.
To stop this chaos, I have tagged a few enterprising people who post news simply by copying and pasting, and as soon as they stop doing this, I will remove the neutral tag from them.
sr. member
Activity: 546
Merit: 309
October 28, 2023, 11:21:30 AM
আমরা সবাই সাথে পরিচিত। Bitcoin একটা সাইড যেখানে কাজ করতে হয়। এই বিটকয়েনে যারা যেমন কাজ করবো সে তেমন পেমেন্ট পাবো।এখানে কাজ করার সবার অধিকার আছে। নারী-পুরুষ যে কেউএখানে কাজ করতে পারবে।এই বিটকয়েনে কিছু মুল জিনিস আছে।

আপনি আপনার এই পোষ্ট এ যা যা শেয়ার করলেন, আপনার পোষ্ট পড়ে মনে হলো আমি অনেক কিছু শিখতে পেড়েছি। পারিনি? কেনো? আপনি এই পোষ্ট এ মূলত কি শেয়ার করতে চেয়েছেন? বিটকয়েনে কিভাবে কাজ করতে হয়? বিটকয়েনে কাজ করলে কে পেমেন্ট দিবে? এই বিটকয়েনে কিছু মূল জিনিস আছে, সেগুলো আসলে কি?
এক, দুই, তিন করে পয়েন্ট মেরে যে বললেন এটার দাম বাড়ে আবার কমে, এই গুলো আপনি কি নতুন জানেন? ধরে নিলাম আপনি জানতেন না, আপনি মনে করেন যারা এই ফোরামে আছে তারা এগুলো জানে না? বিটকয়েন সহ অন্যান্য কয়েনের দাম পোষ্ট করে জানাতে হবে? এটা তো সবাই দেখতে পারতেছে? আমার প্রশ্ন হলো আপনি আপনার পোষ্ট এ কি এমন প্রোভাইড করলেন যেটা থেকে কিছু জানতে পারবো? শিট পোষ্ট এর একটা লিমিট থাকে। কিছু লেখার মতো না পেলে কিছু লিখার দরকার নাই।
এইসব দেখে হাসবো না কাদবো কিছুই বুঝি না। আমি ভাই এগুলো দেখে অনেক উপকৃত হই কারণ সত্যিই আমি এসব বিষয়ে আগে জানতাম না। এরা কি থেকে কি করবে তার বোঝা খুব মুশকিল। বাংলাদেশ আগে ইনএক্টিভ ছিল এখানে পোস্ট কম হতো আবার মাঝখানে কিছুদিন মোটামুটি ভালো এক্টিভ ছিল দেখতে খুব সুন্দর লাগতো। তবে ইদানিং অনেকগুলো একাউন্ট বেপরোয়া ভাবে পোস্ট করতেছেন। এদের যতই বলা হয় এদের পাগলামির মাত্রা আরো বেশি বাড়ে। পুরা বাংলা বোর্ডটারে একদম আবর্জনা বানার স্তুপ বানাইয়া ফালাইছে।

আমাদের থ্রেড এ একটা অল্ট ফার্ম তৈরী হয়েছে যেখানে বেশ কিছু একাউন্ট কানেক্টেড থাকতে পারে। সেটা হতে পারে ৩ থেকে ৫ টি একাউন্ট। যেহেতু আমি এসব ব্যাপারে এক্সপার্ট না, তাই আমি বলতে পারছি না। তবে এদর একটিভিটি খুবই সন্দেহজনক। প্রচুর পরিমানে এবিউজ হয়েছে। Little Mouse ভাইকে প্রাইভেট মেসেজ করে জানাবো। ভাই একটু যাচাই করে দেখতে পারেন। এসব মাল্টিপল একাউন্ট না থাকলেও বাংলাদেশ থ্রেড এর খুব বেশি ক্ষতি হয়ে যাবে না।

একাউন্ট খুলেই বাংলাদেশ খুজে পাওয়া চারটে খানি কথা না। আমি বাংলাদেশ থ্রেড খুজে পেতে অনেক সময় লেগেছে। এক সময় আমি ইন্ডিয়ার সেকশনে বাংলায় পোষ্ট করেছিলাম কারন আমি জানতাম না বাংলাদেশ নামে থ্রেড আছে। সেসব একাউন্ট ধরে ট্যাগ মেরে দেয়া উত্তম।
হা হা  এগুলো সত্যি হাস্যকর যে এখন যেসব নতুন একাউন্ট এখানে আসতেছে প্রত্যেকটা একাউন্ট অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বাংলাতে ঝাপাইয়া পড়তেছে আবার এমন এমন পোস্ট করে যেগুলা দেখে মনে হয় এরা হয়তোবা কয়েক বছরের পুরাতন পাবলিক এরা কোনভাবেই নতুন হতে পারেনা এই ফোরামে। আপনি পোস্ট কোয়ালিটি মিলান এমনি আল্ট খুঁজে পাবেন এর থেকে আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি মেরিট সাইকেল দেখেন। দেখতে পাবেন কয়েকটা একাউন্ট ঘুরেফিরে শুধুমাত্র সেই কয়েকটা একাউন্ট এর মধ্যেই মেরিট লেনদেন করে সেটা বাংলা পোস্টে হোক কিংবা গ্লোবালের কোনো পোস্টে৷ আর এমন এমন পোস্টে মেরিট লেনদেন করে যেগুলো গ্লোবালে শিটপোস্ট হিসেবে গন্য হয়।
sr. member
Activity: 1372
Merit: 322
October 28, 2023, 11:19:14 AM
জানতামই না, ফোরামের নিজস্ব ডেডিকেটেড হোস্টিং সাইট আছে।
ফোরামের নিজস্ব হস্টিং সাইট কোথায় আছে? ভুল তথ্য ছড়াবেন না।

Quote
BBcode এর কথা তো বাদই দিলাম। ঐটা আয়ত্ব করতে আমার মিনিমাম ১৫-২০ দিন লাগছিল। আর এদের দেখি কি সুন্দর পরিপাটি মার্জিন মারা ডিজাইন ওয়ালা BBcode এর ব্যবহার দেখায়, কেমনে বোল্ড করে, ইটালিক করে, সাইজ করে সব পারে।
এইটা কোন রিজন হতে পারে না। আপনি জানেন না মানে যে অন্য কেউ জানবে না তা তো সঠিক নয়। SMF বর্তমানে জনপ্রিয় না হলেও একটা সময় সবচেয়ে জনপ্রিয় ফোরাম সফটওয়্যার ছিল। আমি নিজেও এই ফোরাম ব্যবহারের আগে আরো দুইটি একই ধরনের ফোরাম ব্যবহার করেছি।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 28, 2023, 10:26:09 AM
আমাদের থ্রেড এ একটা অল্ট ফার্ম তৈরী হয়েছে যেখানে বেশ কিছু একাউন্ট কানেক্টেড থাকতে পারে। সেটা হতে পারে ৩ থেকে ৫ টি একাউন্ট। যেহেতু আমি এসব ব্যাপারে এক্সপার্ট না, তাই আমি বলতে পারছি না। তবে এদর একটিভিটি খুবই সন্দেহজনক। প্রচুর পরিমানে এবিউজ হয়েছে। Little Mouse ভাইকে প্রাইভেট মেসেজ করে জানাবো। ভাই একটু যাচাই করে দেখতে পারেন। এসব মাল্টিপল একাউন্ট না থাকলেও বাংলাদেশ থ্রেড এর খুব বেশি ক্ষতি হয়ে যাবে না।

একাউন্ট খুলেই বাংলাদেশ খুজে পাওয়া চারটে খানি কথা না। আমি বাংলাদেশ থ্রেড খুজে পেতে অনেক সময় লেগেছে। এক সময় আমি ইন্ডিয়ার সেকশনে বাংলায় পোষ্ট করেছিলাম কারন আমি জানতাম না বাংলাদেশ নামে থ্রেড আছে। সেসব একাউন্ট ধরে ট্যাগ মেরে দেয়া উত্তম।

ভাই এরা তো প্রথমদিন থেকেই বিটকয়েনটক এক্সপার্ট। কোথায় কি আছে, মেরিট কি এক্টিভিটি কি সব জানে। জাস্ট জানে না ব্যবহার করতেও পারে। অনেকের দেখি ২ দিন আগে একাউন্ট খুলছে আর যেতে না যেতেই Talkimg ব্যবহার করা শুরু করে দিয়েছে। কিভাবে ইমেজ পোস্ট করতে হয়, হোস্ট কি, কেমনে করে তা জাদুর মতো জানে। সব মনে হয় নিউটনের নাতি। আমি যখন প্রথম ফোরামে আসি তখন গুগলে সার্চ করতাম free image hosting, তারপর সেখান থেকে যেকোন একটা ইচ্ছামতো সাইট থেকে হোস্ট করে পোস্ট করতাম। জানতামই না, ফোরামের নিজস্ব ডেডিকেটেড হোস্টিং সাইট আছে। আর এরা প্রথম থেকেই এক্সপার্ট হোস্টার। BBcode এর কথা তো বাদই দিলাম। ঐটা আয়ত্ব করতে আমার মিনিমাম ১৫-২০ দিন লাগছিল। আর এদের দেখি কি সুন্দর পরিপাটি মার্জিন মারা ডিজাইন ওয়ালা BBcode এর ব্যবহার দেখায়, কেমনে বোল্ড করে, ইটালিক করে, সাইজ করে সব পারে। মেরিট ফার্মিং সেটা তো আগে থেকেই হচ্ছিল। মেরিট হিস্টরি দেখলেই বোঝা যায়। সব ইনগোইং আউটগোইং মেরিট বাংলা থ্রেড থেকে। গ্লোবালের কোনো নাম গন্ধ নাই। একটু আগে একজনকে সাবধান করেছিলাম। এখন দেখি পোস্ট ডিলিট করে দিসে। আমি আগে এসব পরোয়া করতাম না বাট এখন স্প্যাম পোস্ট চোঁখে পড়লেই রিপোর্ট করে দেই। গ্লোবাল মেম্বাররা ট্যাগও মারছে কিছু আইডি কে স্প্যাম পোস্টার হিসেবে।

এদের কিছু বলে লাভ নাই। এরা মেরিট ফার্মার। লোকাল মেম্বার, গ্লোবাল মেম্বার সবাইই অনেকবার অনেকভাবে সতর্ক করেছে তাও শুধরায় নি। স্প্যাম মনে হলে সরাসরি Report to Moderator মেরে দিবেন।
hero member
Activity: 770
Merit: 482
October 28, 2023, 09:50:33 AM
আমাদের থ্রেড এ একটা অল্ট ফার্ম তৈরী হয়েছে যেখানে বেশ কিছু একাউন্ট কানেক্টেড থাকতে পারে। সেটা হতে পারে ৩ থেকে ৫ টি একাউন্ট। যেহেতু আমি এসব ব্যাপারে এক্সপার্ট না, তাই আমি বলতে পারছি না। তবে এদর একটিভিটি খুবই সন্দেহজনক। প্রচুর পরিমানে এবিউজ হয়েছে। Little Mouse ভাইকে প্রাইভেট মেসেজ করে জানাবো। ভাই একটু যাচাই করে দেখতে পারেন। এসব মাল্টিপল একাউন্ট না থাকলেও বাংলাদেশ থ্রেড এর খুব বেশি ক্ষতি হয়ে যাবে না।

একাউন্ট খুলেই বাংলাদেশ খুজে পাওয়া চারটে খানি কথা না। আমি বাংলাদেশ থ্রেড খুজে পেতে অনেক সময় লেগেছে। এক সময় আমি ইন্ডিয়ার সেকশনে বাংলায় পোষ্ট করেছিলাম কারন আমি জানতাম না বাংলাদেশ নামে থ্রেড আছে। সেসব একাউন্ট ধরে ট্যাগ মেরে দেয়া উত্তম।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 28, 2023, 09:43:27 AM
এর মতো আজাইরা ফাউল থার্ড ক্লাস কাজ আগে দেখিনি। তল্লাশির নামে হয়রানি। আমি কোন দল সাপোর্ট করি ফলো করি আমার পার্সোনাল ব্যাপার। এটা তো আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য নয়। তল্লাশি চালালে চালাবে মালামালের। কোনো অস্ত্র বা ক্ষতিকর জিনিস বহন করতেছি নাকি সেটা। আমি কে, কোন দলের লোক সেটাতো বিষয় না, সর্বোচ্চ হলে NID চাইতে পারে। নিজের পার্সোনাল ফোন ঘাটাঘাটি, আইডি ঘাটাঘাটি, এসব তল্লাশির নামে মানবাধিকার লঙ্ঘন বলে আমার কাছে মনে হয়ছে।

দেশের অবস্থা তো ভালো দেখিনা। আজ যে মারামারি কোপাকুপি দেখলাম। কাল নাকি আবার হরতাল। কাল কি হয় কে জানে। যারা ঢাকার মধ্যে আছেন তারা পারলে একটু খবরাখবর (সত্য), আপডেট জানায়েন। টিভি চ্যানেন, সাংবাদিক এসবে আমি বিশ্বাসী না, সব সরকারের কথায় চলে। আসলে কি ঘটতেছে তা দেখায় না। জাস্ট অন্যের ভুলগুলো দেখায়।

https://www.facebook.com/dhakatalk.bangla/videos/1349266955694017/?mibextid=rS40aB7S9Ucbxw6v
full member
Activity: 448
Merit: 130
October 28, 2023, 09:24:08 AM
অন্য একটা টপিকে দেখলাম, ভার্সিটিতে ভর্তি হবে, তার বাবা গরু ব্রিক্রি করে ভর্তির জন্য টাকা জোগার করেছে। তিনি ৪-৫ মাস পর হয়তো ভার্সিটিতে ভর্তি হবে। এখন তিনি তার ভর্তির টাকা বিটকয়েনে বিনিয়োগ করবে। এই সিদ্ধান্ত কি সঠিক মনে করেন? বিটকয়েনে বিনিয়োগ করেন এটা ভালো, কিন্তু প্রথমে ইনকাম করতে শুরু করুন এর পর বিটকয়েনে বিনিয়োগ করুন। যারা বিটকয়েন সম্পর্কে জ্ঞানী তারাই বলবে আপনি যা হাড়াতে পারেন সেই অর্থ বিটকয়েনে বিনিয়োগ করুন। ধরুন আপনি বিটকয়েনে বিনিয়োগ করলেন দাম অনেক কমে গেলো আপনি ভার্সিটিতে কিভাবে ভর্তি হবেন? আপনার পড়াশোনা এখানেই থেমে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার ভর্তির টাকা গুলো অবশ্যই যত্ন করে রেখে দেন এবং ৫-৬ মাস পর আপনি ভার্সিটিতে ভর্তি হয়ে নিজের ভবিষ্যৎ উজ্জল করুন। আপনি প্রথমে পড়াশোনা করে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে এর পর বিটকয়েনে বিনিয়োগ করুন।

যে দুই ভাইকে উদ্দেশ্য করে কথা গুলো বললাম আপনারা পোস্টটি পড়ে হয়তো রাগ করতে পারেন। কিন্তু আমি কথা গুলো আপনাদের ভালোর জন্য বললাম।
ঠিক আছে ভাই সবই বুঝতে পারলাম কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না আপনি গ্লোবালে আমার পোস্টে কমেন্ট করেছেন তাহলে কেন একই পোস্ট আপনি আবার লোকাল সেকশনে করলেন, আমার তৈরি করা টপিকে আপনি যে রিপ্লাই দিয়েছেন সে রিপ্লাই আমি মনোযোগ সহকারে পড়েছি এবং আপনি ঐ সব উপদেশ আমার ওই পোস্টে দিয়েছেন যে সকল উপদেশ অন্য সকল সদস্যরা ইতিমধ্যে দিয়েছে আমি আপনার কাছ থেকে নতুন কিছু আশা করছিলাম। যেখানে একই বিষয় নিয়ে গ্লোবাল সেকশনে আপনি ইতোমধ্যেই একটা পোস্ট তৈরি করেছেন তাই সেই পোস্ট আবার আমাদের বাংলা সেকশনে করার কোন যৌক্তিকতা আমি খুঁজে পাই না। আর আমি যে পোস্ট তৈরি করেছি আপনি যদি সেই পোস্ট সম্পন্ন পড়তেন তাহলে হয়তো আপনার রিপ্লাই ভিন্ন হতো।

মার্কেট পজিটিভ এজন্য হয়তো আমি বিনিয়োগ করতে চেয়েছিলাম কিন্তু তাই বলে আমার লেখাপড়া বাদ দিয়ে নয়। পোষ্টের শেষের দিকে আমি উল্লেখ করেছিলাম যে এ বিষয় নিয়ে আমি আমার বাবা মার সাথে কথা বলবো এবং তারা যদি আমাকে অনুমতি দেয় এবং ভার্সিটিতে ভর্তি হওয়ার সঠিক সময়ে তারা অর্থের ম্যানেজ করে দিতে পারে তবে আমি‌ বিনিয়োগ করব। আমার দিক দিয়ে মনে হয় আমি যে ভাবনা ভেবেছিলাম সেটা বোকার মত ভাবনা নয়।
আশা করছি পরবর্তীতে আপনি কোন পোষ্টের রিপ্লাই দেওয়ার পূর্বে শুধুমাত্র পোষ্টের হেডলাইন দেখে রিপ্লাই করবেন না বরং সম্পূর্ণ পোস্ট পড়ে তারপর রিপ্লাই করবেন।
ধন্যবাদ Smiley
full member
Activity: 532
Merit: 163
October 28, 2023, 05:41:15 AM
sr. member
Activity: 434
Merit: 350
October 28, 2023, 05:06:55 AM
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
October 28, 2023, 04:18:23 AM
গ্লোবালে আমাদের বাংলাদেশী ভায়েদের বিটকয়েনে বিনিয়োগ করা নিয়ে কয়েকটা টপিক দেখে অবাক হলাম, আমাদের এখানের কয়েক ভাইয়েরাও রিপ্লে করে পরামর্শ দিয়েছেন এবং গ্লোবালের মেম্বারাও পরামর্শ দিয়েছেন। আমার এই পোস্ট লেখার কারন আমাদের বাংলাদেশী ভায়েরা মনে হয় কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন অথবা কেউ ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আমি তাদের টপিকে কমেন্ট করেছি, বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেছি। আমাদের এই লোকাল সম্প্রদায়ে তাদের কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা যাক। Bitcoin discussion বোর্ডে একটি টপিক দেখলাম। বিটকয়েনে বিনিয়োগ করে ক্যারিয়ার গড়তে চেয়েছেন। আমি গ্লোবালে রিপ্লে দিয়েছি, এখানেও বলি যে ভাই টপিক খুলেছিলেন সেই ভাই কে উদ্দেশ্য করে বলবো ক্যারিয়ার গড়ার জন্য বিটকয়েনে বিনিয়োগ বেছে নেওয়া বোকামি। চাকরি বা যেকোন ব্যাবসায় আরও বিভিন্ন কাজের মাধ্যমে ক্যারিয়ার গড়ার চিন্তা ভাবনা করা উচিত। বিটকয়েনে বিনিয়োগ করা ভালো এবং সবার জন্য প্রযোজ্য। আপনার উচিত বিটকয়েনে বিনিয়োগ করার আগে চাকরি বা ব্যবসা করা। চাকরি বা ব্যবসা যাই করুন না কেন পাশাপাশি অপশনাল হিসেবে বিটকয়েনে বিনিয়োগ করা সবচেয়ে ভালো হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আবার অনেকেই বলতে পারেন অনেকেই তো বিটকয়েনে বিনিয়োগ করে অনেক লাভবান হয়েছে, এখন বসে বসে শুধু খাইবে আর কিছু করা লাগবে না। মা চাচিরা বলে বসে খেলে নাকী রাজার গোলাও ফুরিয়ে যায়। তাই বিটকয়েনে বিনিয়োগ করে ক্যারিয়ার গড়ে তোলা কখনো পসিবল নয়।

অন্য একটা টপিকে দেখলাম, ভার্সিটিতে ভর্তি হবে, তার বাবা গরু ব্রিক্রি করে ভর্তির জন্য টাকা জোগার করেছে। তিনি ৪-৫ মাস পর হয়তো ভার্সিটিতে ভর্তি হবে। এখন তিনি তার ভর্তির টাকা বিটকয়েনে বিনিয়োগ করবে। এই সিদ্ধান্ত কি সঠিক মনে করেন? বিটকয়েনে বিনিয়োগ করেন এটা ভালো, কিন্তু প্রথমে ইনকাম করতে শুরু করুন এর পর বিটকয়েনে বিনিয়োগ করুন। যারা বিটকয়েন সম্পর্কে জ্ঞানী তারাই বলবে আপনি যা হাড়াতে পারেন সেই অর্থ বিটকয়েনে বিনিয়োগ করুন। ধরুন আপনি বিটকয়েনে বিনিয়োগ করলেন দাম অনেক কমে গেলো আপনি ভার্সিটিতে কিভাবে ভর্তি হবেন? আপনার পড়াশোনা এখানেই থেমে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার ভর্তির টাকা গুলো অবশ্যই যত্ন করে রেখে দেন এবং ৫-৬ মাস পর আপনি ভার্সিটিতে ভর্তি হয়ে নিজের ভবিষ্যৎ উজ্জল করুন। আপনি প্রথমে পড়াশোনা করে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে এর পর বিটকয়েনে বিনিয়োগ করুন।

যে দুই ভাইকে উদ্দেশ্য করে কথা গুলো বললাম আপনারা পোস্টটি পড়ে হয়তো রাগ করতে পারেন। কিন্তু আমি কথা গুলো আপনাদের ভালোর জন্য বললাম।
sr. member
Activity: 784
Merit: 372
October 28, 2023, 03:48:25 AM
প্রুফ অব রিজার্ভ কি ?

যারা এই প্রুভ অব রিজার্ভ সঠিকভাবে রাখে এবং পাবলিকের সামনে তুলে ধরে তারা সাধারনত টপ একচেঞ্জারের লিস্টে থাকে। আবার যারা এই ধরনের কোন ফান্ড ব্যাক আপ হিসেবে 1:1 রাখে না তারা অত্যন্ত ঝুকিপুর্ণ হয়ে থাকে। যেমন আমরা এফ টি এক্স, এমটি গোকস এই সব একচেঞ্জার দেখেছিলাম যারা প্রুপ অব রিজার্ভ হিসেবে বিনিয়োগকারীদের ফান্ড 1:1 রেশিওতে রাখে নি তারা পরবর্তিতে কলাপস ও করেছে।
ক্রিপ্টোকারেন্সিতে বিনাঞ্চ টপ এক্সচেঞ্জার গুলোর মধ্যে অন্যতম একটি এক্সচেঞ্জ। আমরা অনেকেই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন  এক্সচেঞ্জে আমাদের ডলারগুলো রাখি। সেটা হতে পারে Binance, Kucoin Etc exchange.
আমরা জানি যে আমাদের ডলারগুলো যে এক্সচেঞ্জে রেখেছি সেখানে নিরাপদে থাকবে তবে আমরা কিন্তু এটাও শিওর না যে সেখানে কতটুকু নিরাপদে থাকবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডলারগুলো রাখার জন্য বিনাঞ্চ এক্সচেঞ্জ ব্যবহার করি। অনেকে আবার ট্রাস্ট ওয়ালেট ও কুকয়েনএ রাখে।
এখন কথা হল আমরা যে আমাদের ডলারগুলো এক্সচেঞ্জগুলোতে রাখছি সেগুলো কি প্রুফ অফ রিজার্ভের আওতাভুক্ত

আমি মূলত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ গুলোতে ডলার রিজার্ভ রাখার পরামর্শ দেই না কারণ এখানে ডলারগুলো থাকলে নিরাপদ নয়। বিশেষ করে সেন্ট্রালাইজ এক্সচেন্জ অন্যের দ্বারা নিয়ন্ত্রিত তাই আপনার ফান্ড থাকলেও যতই নিরাপদে রাখেন না কেন এগুলো অনেক বিপদের সম্মুখীন। এক্সচেঞ্জ হ্যাক হয়ে গেলে অবশ্যই আপনার সম্পদ পুরোটাই বিফলে যাবে, (হয়তো আপনাকে ফেরত/ব্যাক দেবে কিনা জানিনা) কিন্তু আপনার সম্পদ পুরোটাই কিন্তু বিফলে গেল।

তাই যদি আপনি আপনার সম্পদ নিরাপদ রাখতে চান অবশ্যই হার্ডওয়ার্লেট গুলো ব্যবহার করতে পারেন। কারণ আমাদের দেশ থেকে অনেক বিদেশ প্রবাসী (হয়তো ভাই ও কারো বন্ধু-বান্ধব বেশি) ভাইরা পরিচিত রয়েছে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন ধরনের হার্ডওয়ার ওয়ালেট পাওয়া যায়। আমার মতে, যেমন Safepal X1, Safepal S1,Safepal S1 Pro ইত্যাদি ওয়ালেট গুলো খুবই ভালো। তাই এই সকল ওয়ালেট গুলো ব্যবহার করলে অবশ্যই আপনার সম্পদ নিরাপদ থাকবে। কারণ এই সকল ওয়ালেটের নিয়ন্ত্রক হলেন আপনি অথবা নিজে। সকলে মনে রাখবেন সকল ডিম একজুরিতে রাখা উচিত নয়
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 28, 2023, 01:39:30 AM
আমরা সবাই সাথে পরিচিত। Bitcoin একটা সাইড যেখানে কাজ করতে হয়। এই বিটকয়েনে যারা যেমন কাজ করবো সে তেমন পেমেন্ট পাবো।এখানে কাজ করার সবার অধিকার আছে। নারী-পুরুষ যে কেউএখানে কাজ করতে পারবে।এই বিটকয়েনে কিছু মুল জিনিস আছে।

আপনি আপনার এই পোষ্ট এ যা যা শেয়ার করলেন, আপনার পোষ্ট পড়ে মনে হলো আমি অনেক কিছু শিখতে পেড়েছি। পারিনি? কেনো? আপনি এই পোষ্ট এ মূলত কি শেয়ার করতে চেয়েছেন? বিটকয়েনে কিভাবে কাজ করতে হয়? বিটকয়েনে কাজ করলে কে পেমেন্ট দিবে? এই বিটকয়েনে কিছু মূল জিনিস আছে, সেগুলো আসলে কি?
এক, দুই, তিন করে পয়েন্ট মেরে যে বললেন এটার দাম বাড়ে আবার কমে, এই গুলো আপনি কি নতুন জানেন? ধরে নিলাম আপনি জানতেন না, আপনি মনে করেন যারা এই ফোরামে আছে তারা এগুলো জানে না? বিটকয়েন সহ অন্যান্য কয়েনের দাম পোষ্ট করে জানাতে হবে? এটা তো সবাই দেখতে পারতেছে? আমার প্রশ্ন হলো আপনি আপনার পোষ্ট এ কি এমন প্রোভাইড করলেন যেটা থেকে কিছু জানতে পারবো? শিট পোষ্ট এর একটা লিমিট থাকে। কিছু লেখার মতো না পেলে কিছু লিখার দরকার নাই।
full member
Activity: 532
Merit: 163
October 28, 2023, 01:27:56 AM
Bitcoin
আমরা সবাই সাথে পরিচিত। Bitcoin একটা সাইড যেখানে কাজ করতে হয়। এই বিটকয়েনে যারা যেমন কাজ করবো সে তেমন পেমেন্ট পাবো।এখানে কাজ করার সবার অধিকার আছে। নারী-পুরুষ যে কেউএখানে কাজ করতে পারবে।এই বিটকয়েনে কিছু মুল জিনিস আছে।

1
বিটকয়েন খুবই জনপ্রিয় একটি নাম বিটকয়েন এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে এবং বিটকয়েনের প্রতি মানুষের আগ্রহ অনেক গুণ বেড়েছে। বিটকয়েনে নারী-পুরুষ উভয়ে । নারী পুরুষ বলে কোন কথা নেই বিটকয়েন এ যারা কাজের দক্ষতা বেশি সে তত বিটকয়েনের সফল।কাজ করতে পারে বিটকয়েন সম্পর্কে  আমাদের ভালো ধারণা থাকে যদি আমাদের বিটকয়েন সম্পর্কে ভালো কোন ধারণা না থাকে তাহলে বিটকয়েনে কাজ করা যাবে না। বিটকয়েনে ট্রেড এর মাধ্যমে অনেকে সফল হয়েছে যারা বিটকয়েনে প্রচুর পরিমাণ সময় ইনভেস্ট করে ধৈর্য ধরে কাজ করেন তারা একদিনে বিটকয়েনের মধ্য দিয়ে সফল হয়েছে। আশা করবো যারা বিটকয়েনের নতুন যারা বিটকয়েন ইনভেস্ট করতে চান অবশ্যই আগে বিটকয়েন সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে তারপর আপনাকে বিটকয়েনে ইনভেস্ট করতে হবে।
sr. member
Activity: 532
Merit: 268
October 27, 2023, 10:26:48 PM
নিজের সম্পদ নিরাপদ কি না তা জানার জন্য অবশ্যই এই প্রুভ অব রিজার্ভ সম্পর্কে একটি ভাল ধারনা নিতে হবে।
আপনি যদি আপনার সম্পদের নিরাপত্তার কথাই ভাবেন, তাহলে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে ফান্ড রাখার চিন্তা করাটা কি উচিত? আমি আপনি যতই বলি অমুক এক্সচেঞ্জ প্রুফ অফ রিজার্ভ শেয়ার করেছে, আসলে ভেতরে ভেতরে অনেক ঘাপলা আছে। আমি কোন নির্দিষ্ট এক্সচেঞ্জ নিয়ে কিছু বলছি না। তবে সব টপ টায়ার এক্সচেঞ্জগুলোর মধ্যেই ঘাপলা আছে। সেটা যখন তাদেরকে প্রভাবিত করে কেবল তখনই আমরা সাধারণ মানুষ জানতে পারি। এইটাই ক্ষমতার মুল এডভান্টেজ আমার মতে। এফটিএক্স এর এইরকম কাজ কারবার সম্পর্কে কয়জন অবগত ছিল? কখন থেকে? আমরা কখন জেনেছি? আমরা জানতামও না যদি এফটিএক্স কিংবা স্যামের ক্ষমতা, মার্কেটে বাইন্যান্স কিংবা সিজি এর সমান হত।
হ্যাঁ ভাই যতই সিকিউরিটির কথা বলুক বা যতই প্রুফ অব রিজার্ভের কথা বলুক এটা সেন্ট্রালাইজড  এক্সচেঞ্জগুলো একটা নতুন কৌশল ছাড়া অন্য কিছু নয়।। আজ অবধি যতগুলো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ কেলেঙ্কারি বা হ্যাক হয়েছে তাতে কখনো কি শুনেছেন বিনিয়োগকারীদের হ্যাক হওয়া সম্পত্তি ফেরত দিয়েছে। কুকয়েন ২৮০ মিলিয়ন ডলার হ্যাঁক খাওয়ার অভিজ্ঞতা ছিল কিন্তু কখনো কি শুনেছেন কু কয়েন কর্তৃপক্ষ কোন ডলার ফেরত দিয়েছে। বাইনান্স কোন এক সময় হ্যাক হয়েছিল কিন্তু বাইনান্স কখনো কোন বিনিয়োগকারীর ডলার ফেরত দেয়নি। আপনারা কমবেশি এফটিএক্স কেলেঙ্কারির কথা জেনে থাকবেন যারা জনসাধারণের সাড়ে চার বিলিয়ন ডলার মেরে দেয় কখনো কি শুনেছেন একজন বিনিয়োগকারী তার হারিয়ে যাওয়া ডলার ফেরত পেয়েছে?
আজ বাইন্যান্স যতই প্রুফ অফ রিজার্ভ এর কথা বলুক না কেন যখন এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সামনে আসবে তখন এই প্রুফ অফ রিজার্ভ কোন কাজে আসবে না। যেমনটি কাজে আসছে না এফ টি এক্স এর মালিকের সাড়ে চার বিলিয়ন ডলারের ।
তবে আমাদের প্রুফ অফ রিজার্ভের কথা বাদ দিয়ে যদি ডলার হোল্ড করতে হয় তাহলে আপনার বিশ্বস্ত ওয়ালেটগুলোতে হোল্ড করে রাখুন তাতে আপনি আপনার সম্পত্তির মালিক হিসেবে পরিচয় দিতে পারবেন। আপনার সম্পত্তির চাবি যদি অন্যের হাতে থাকে তাহলে সে সম্পত্তির মালিক আপনি মনে করলে একটা বোকা স্বর্গ ছাড়া অন্য কোথাও বসবাস করছেন না। অনেকেই এই ভাব সম্প্রসারণটি পড়ে থাকবেন।।।


গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন , নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 27, 2023, 09:43:35 PM
নিজের সম্পদ নিরাপদ কি না তা জানার জন্য অবশ্যই এই প্রুভ অব রিজার্ভ সম্পর্কে একটি ভাল ধারনা নিতে হবে।
আপনি যদি আপনার সম্পদের নিরাপত্তার কথাই ভাবেন, তাহলে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে ফান্ড রাখার চিন্তা করাটা কি উচিত? আমি আপনি যতই বলি অমুক এক্সচেঞ্জ প্রুফ অফ রিজার্ভ শেয়ার করেছে, আসলে ভেতরে ভেতরে অনেক ঘাপলা আছে। আমি কোন নির্দিষ্ট এক্সচেঞ্জ নিয়ে কিছু বলছি না। তবে সব টপ টায়ার এক্সচেঞ্জগুলোর মধ্যেই ঘাপলা আছে। সেটা যখন তাদেরকে প্রভাবিত করে কেবল তখনই আমরা সাধারণ মানুষ জানতে পারি। এইটাই ক্ষমতার মুল এডভান্টেজ আমার মতে। এফটিএক্স এর এইরকম কাজ কারবার সম্পর্কে কয়জন অবগত ছিল? কখন থেকে? আমরা কখন জেনেছি? আমরা জানতামও না যদি এফটিএক্স কিংবা স্যামের ক্ষমতা, মার্কেটে বাইন্যান্স কিংবা সিজি এর সমান হত।
sr. member
Activity: 1372
Merit: 322
October 27, 2023, 12:39:28 PM
duelbits ক্যাম্পেইন চালাচ্ছে সেটির স্পন্সর করছে। এর সাথে আরেকটি স্পনসরযুক্ত আছে সেটা হল UNILEASH
দুইটা কোথায় খুজে পেলেন? আমি তো একটাই দেখি। আর এইটা এইখানে পোস্ট করার মত এমন কি? কিছু খুজে পান না? লোকাল সেকশনটাকে উন্নত করার নামে দোজখ বানিয়েই ছাড়বেন দেখছি।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
October 27, 2023, 08:52:18 AM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৩৪ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-534th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5471239
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!

   Please read here>>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953


Jump to: