যত কিছুই বলা হোক না কেন বিটকয়েন যখন বৃদ্ধি পায় তখন আনুষঙ্গিক অন্যান্য কয়েন গুলো বৃদ্ধি পায়। এক্ষেত্রে যারা অন্যান্য কয়েনগুলোতে বিনিয়োগ করতে ভয় পায় তাদের উচিত বিটকয়েনে বিনিয়োগ করে রাখা। কেননা বিটকয়েনে বিনিয়োগ করলে আপাতত অন্যান্য কয়েন এর মত এত ঝুঁকিতে থাকতে হবে না।
এটা সত্য অন্য কয়েনের তুলনায় বিটকয়েনে বিনিয়োগ করা অনেকটাই ঝুকিকম। আমি বিটকয়েনের বর্তামান পরিসংখ্যান অনুযায়ী বলছি, অতীতে অনেকেই অল্প ডলার বিটকয়েনে বিনিয়োগ করে সহিজেই অধিক মুনাফা অর্জন করেছে কিন্তু বর্তমানে বিটকয়েনর দাম অনেক অল্প পরিমান অর্থ দিয়ে বিটকয়েনে বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জন করা অনেক কষ্ট। বিটকয়েনে বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ববনা নেই। অল্ট কয়েনে বিনিয়োগ করলে সহজেই অধিক মুনাফা অর্জন করা যায় কিন্তু অনেক ঝুকিপূর্ণ আবার এমনো হতে পারে একেবারে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এখন অল্ট কয়েনে অল্প টাকা দিয়ে অনেক মুনাফা অর্জন করা সম্বব, $১০০ ডলার বিনিয়োগ করে অনেকেই অল্প সময়ে $৪০০ ডলারে পরিনত করেছে, আবার অনেকেই একেবারে লস খেয়েছেন। কিন্তু যদি বিটকয়েনে $১০০ ডলার বিনিয়োগ করে $৪০০ ডলার বানাতে চায় তাহলে বিটকয়েনের দাম বর্তমান মুল্য $৩৫k রয়েছে তাহলে বিটকয়েন কে দাড়াতে হবে $১০৫k তে অনেক দিন প্রায় ১-৩ বছর পর্যন্ত ধৈর্য ধরতে হবে। তবে সর্বদাই ঝুকিমুক্ত থাকতে হলে অবশ্যই বিটকয়েনে বিনিয়োগ করা উত্তম।
আমি কয়েকবার অল্ট কয়েন কিনেছিলাম, দুর্ভাগ্য বসতে শুধু লস খেয়েছি কোনদিন লাভ করতে পারি নি। আমি অল্প পরিমানে বিনিয়োগ করি বেশি পরিমানে করি না, একবার $৫০ দিয়ে কিছু কয়েন কিনেছিলাম এখন ০.০৫ দাম হয়ে আছে।
@LM ভাইয়ের ১০০ ডলার কে ১.৬ মিলিয়ন ডলারে পরিনত করার মিশে বিনিয়োগ করার আশা ছিলো কিন্তু ডলার না থাকায় সময় মতো বিনিয়োগ করতে পারি নাই। আশা করি এর পরবর্তীতে কোন কয়েন কিনবেন বলবেন আমি কেনার চেষ্টা করবো।
২০২৪ সালে আপনারা বিটকয়েন আবস্থা কেমন হবে বলে মনে করছে? এখন বর্তমান সময়ে বিটকয়েনের অবস্থা মোটামুটিভাবে স্টেবল হচ্ছে। এই দ্বারা অবহ্যাত থাকলে ২০২৪ সালের বিটকয়েনের অবস্থা কেমন হতে পারে বলে মনে করেন? আর এই দ্বারা অব্যহত থাকবে কি না থাকবে না এটা নিয়েও আপনার মন্তব্য শেয়ার করবেন।
এটা সঠিক ভাবে বলা মুসকিল কেউ সঠিক ভাবে বলতেও পারবে না। যেহেতু ২০২৪ সালে হালভিং তাই বিটকয়েনের দান ২০২৪ সালে বাড়ার সম্ববনা রয়েছে। তবে ২০২৫ সালে বিটকয়েনের দাম অনেক পাম্প করবে আশা করা যায়।