ভাই আজকে কেউ বাজারে গেছিলেন? আমি তো তব্দা খেয়ে গেছি জিনিসের দাম শুনে। দুই দিন আগে একটা পোস্টে বলেছিলাম আলু কেজি ৫০ টাকা, আর আজকে কিনলাম ৫৫ টাকা দরে। হাসবো না কাদবো বুঝতেছিনা। মানে আলুর মতো সাধারণ জিনিস কেমনে ৫৫ টাকা হতে পারে? কেমনে ভাই, হিসাব আমি বুঝতেছিনা। চাল, ডাল, পিয়াজ, তেল এগুলোর দাম আগে থেকেই আকাশছোঁয়া ছিল, এগুলোর দাম বৃদ্ধির ২-১ টা কারন ছিল। বাট আলু কেমনে ৫৫ টাকা হয়? কিছু টুকটাক বাজার বাকি ছিল, ৫০০ টাকা নিয়ে গেছিলাম, মাত্র ৪ টা আইটেম কিনতে পারছি, লল। মাঝে মাঝে ভাবি এসব কি কারোর চোঁখে পড়ে না?! মধ্যবিত্তদের কথা বাদই দিলাম, যারা একেবারেই নিম্নবিত্ত, যা দুবেলা সামান্য আলু ভর্তা ডাল ভাত খেয়ে বেঁচে থাকে তাদের কি একটা অবস্থা এখন। গরিবের পেটে লাথি মারার বিষয়টা সরকারের কাছে সাধারণ বিষয় হয়ে গেছে। তারা বাজার নিয়ন্ত্রনে একেবারে ব্যর্থ। পদ্মাসেতু, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বড়বড় কথা ঝাড়ে, বাট সামান্য বাজার নিয়ন্ত্রনে আনতে পারেনা। আপনাদের দিকে বাজারের পরিস্থিতি কেমন?
আমরা এমন একটা দেশে বাস করি যাকে বলা হয়, মাছে ভাতে বাঙালি। মাছ তো দূরের কথা ভাতও জুটতেছেনা অনেকের। ভাই এখন আর আগের প্রভাদ খাটবে না আগে প্রবাদ ছিল " মাছে ভাতে বাঙালি।" এখন প্রবাদ হবে "না খেয়ে থাকা বাঙালি"
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারদর এতটা বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের কেনার সামর্থ্য হচ্ছে না সাধারণত আলু এবং বেগুন। বেগুন কত সপ্তাহে আমাদের এলাকার একটি হাটে দাম ছিল ৯০ টাকা কেজি। তবে সেই দিন আলুর দাম ৫০ টাকা কেজি ছিল।
আমার কাছে একটা বিষয় আশ্চর্য লাগল যে, মাছের বাজারে গেছি মাছ কেনার জন্য এক মাছআলা কে জিজ্ঞেস করলাম তেলাপিয়া কত করে। মাছআলা আমাকে বলল যে, তেলাপিয়া মাছ কেজি ২৬০ টাকা করে। কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো তখন ওইখান থেকে রাগ করে চলে এসেছি এবং হাসির কথা কি বলবো এক ডজন ডিম কিনেছি মাছের পরিবর্ত। ডিম কিনতে এসে ও ঝামেলা দেখি ডিম হালি প্রতি 56 টাকা। দেশ কতটা রসাতলে গেলে এরকম হতে পারে।
ভাই সারা বাংলাদেশে বাজারের অবস্থা একই রকম। যে আলু একটা সময় ৩ টাকা থেকে ৫ টাকা কেজি কেনা যেত সেই আলু এখন ৫০ টাকা থেকে ৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। শুধু আলু নয় জীবনে প্রয়োজনীয় সব কিছুর দাম আকাশ সমান হয়ে গেছে। দ্রব্যমূল্যের এমন পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষ এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। আমাদের মত মধ্যবিত্ত এবং অভাবীদের বর্তমানে ভালো কিছু কেনার সাধ্য চলে গেছে। দেশে এমন পরিস্থিতি থাকলে মানুষ কেমনে চলবে সবাই এখন দিশেহারা হয়ে গেছে। একজন মানুষের ইনকাম আগের লেভেলে রয়ে গেছে কিন্তু দ্রব্যমূলের অর্ধগতি আকাশছোঁয়া হয়ে গেছে। এই পরিস্থিতি এভাবে চলতে থাকলে গরিব মানুষেরা না খেয়ে মরবে। সরকারি দল বলে আমাদের দেশ ইউরোপ আমেরিকার মতো উন্নতি হয়ে গেছে কই আমাদের দেশ ইউরোপ আমেরিকার মত উন্নতি হয়েছে? আমার ভাবতেই অবাক লাগে আমাদের দেশ কিভাবে এতটা উন্নতি লাভ করেছে।
আলু ৩ থেকে ৫ টাকা কেজি কেনা যায়তো সেটা অনেক আগে হয়তো ২০০১ অথবা ২০০২ সালের দিকে। আমি ১২ থেকে ১৩ টাকা কেজি করে আলু খেয়েছি। বর্তমানের বাজার দর দেখে খুবই খারাপ লাগে আর মনে মনে বলি কোন দেশে বাস করি আমরা। সরকার বাংলাদেশকে উন্নত করা কথা বলে চিল্লাইলেও আমাদের দেশের মানুষ বুঝতে পারছে যে এ দেশে দুর্ভিক্ষ হতে আর বেশি দেরি নেই। মানুষের বেঁচে থাকার জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন সেই সব জিনিসপত্রের দাম দুই গুণ বৃদ্ধি পেয়েছে। মাঝে মাঝে দেখা যায় কোন কিছুর দাম 5 টাকা কমলে তারপরের সপ্তাহ 10 টাকা বৃদ্ধি পেয়েছে।