Learn Bitcoin এর আগে এক পোস্টে বলছিলো যে বাংলাদেশের কমিউনিটি ২-৩ ভাগে ভাগ হইয়ে যাচ্ছে আমি বলবো যাচ্ছে না ইতিমধ্যে হইয়ে গেছে। আর বাংলা বোর্ডের পতন শুরু হইয়া গেছে।
বাংলা বোর্ডটার অবস্থা হইছে (আল্টকয়েনটক) এর মতো একটা সময় ছিলো ঐ ফোরামটা অনেক এক্টিভ ছিলো এর পর সেখানে বাউন্টি, সিগনেচার যাওয়া শুরু করলো আর শুরু হইলো একজন আরেকজনের পেছনে লাগা এভাবে ফোরাম ছাড়তে শুরু করলো ইউজাররা আর এখন পুরা ফোরামি প্রায় ইনএক্টিভ হইয়া গেছে। আমাগো বাংলা বোর্ডটাও কিছুদিন অনেক গরম ছিলো তবে দলে দলে ভাগ হইয়া যাওয়ায় কেমন জানি হইয়া যাইতেছে।
বিষয়টা আসলে দুঃখজনক। কয়েক দিন ধরে বাংলাদেশ লোকাল থ্রেড নিয়ে যা হচ্ছে সবকিছুই দেখেছি নীরব থাকা ছাড়া আর কিছুই করার নাই। যেগুলো নিয়ে ঝামেলা লেগেছে সেগুলোও দেখলাম আমি আসলে কোনটারই বিরুদ্ধে কথা বলতে চাই না। ট্রানসলেশন নিয়ে কথা বলব আমার এই ফোরামের যাত্রা যখন শুরু হয়েছে তখন এ ট্রান্সলেশন গুলো আমার অনেক কাজে দিয়েছে, কারন আমি ইংলিশে তেমন অত দক্ষ নই, তখন ফোরাম সম্পর্কে তেমন ভালো নলেজে ছিল না আর ইংলিশ পড়তে পড়তে বোরিং হয়ে যেতাম পরে যখন আমাদের লোকাল থ্রেডের দেখা পেলাম নিয়ম-কানুন থেকে প্রাথমিক বিষয়গুলো প্রায় বেশিরভাগই বাংলায় পড়ে জানতে পেরেছি। এক্ষেত্রে বর্তমানে Learn Bitcoin ভাই, আপনি তাছাড়া আরও দুই একজনের, ট্রান্সলেশন দেখেছি যদিও সবার সবগুলো পড়া হয়নি তবে কয়েকটা পড়া হয়েছে এর মধ্য দিয়ে অনেক নতুন বিষয় সম্পর্কে ধারণা হয়েছে যেগুলো সম্পর্কে ধারণা ছিল না, তারপর যেগুলো সম্পর্কে হালকা ধারণা ছিল সেগুলো আরো বৃদ্ধি হয়েছে। এক্ষেত্রে কিছু কিছু ট্রান্সলেশন থেকে লাভবানই হয়েছি।
তারপর নিউজ এর প্রসঙ্গে যদি কিছু বলি তাহলে বলব এটাও তেমন খারাপ না কারণ অনেক সময় কিছু কিছু নিউজ যেটা আমার চোখে পড়ে নাই সেটা এইখান থেকে পেয়েছি কিন্তু একটা লিমিট আছে জাস্ট কপি পেস্ট করে পোস্ট এক্টিভিটি বাড়ানোর কোন কারনি নেই নতুন অনেক মেম্বারদের দেখলাম জাস্ট কপি পেস্ট করে নিচে লিংক দিয়ে দিতেছে। একটু নিজেদেরও কথা এখানে যদি অ্যাড করে তাহলে বিষয়টা আসলে এতটা খারাপ পর্যায়ে যেত না।
যাই হোক সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করব। বাংলাদেশ থ্রেড সম্পর্কে আগে ফোরামের মেম্বারদের যতটা নেগেটিভ ধারণা ছিল সেটা মাঝখানে চেঞ্জ হতে ছিল কিন্তু এখন আবার সেটার দফারফা হতে দেখতেছি। তাই বলবো দলে দলে ভাগ না হয়ে নিজেরা পরস্পরকে সাহায্য করি নতুন কিছু জানার জন্য নতুন কিছু শেখার জন্য ভুলগুলো হালকা ক্রিটিসিজম এর মাধ্যমে ধরিয়ে দেই এভাবেই চলুক। আর একটা কথা নিজেদের ঘরের ময়লা কাপড় বাইরে শুকাতে না দিয়ে নিজেদের ঘরের মধ্যেই শুকাতে দিলে আমার মনে হয় সবচাইতে ভালো হবে। তারপরও যদি ময়লা না যায় তাহলে কাপড়কে বাইরে নিয়ে ডাস্টবিনে ফেলে দিবেন
আমিও সেদিন এই কথা বলেছি। আমাদের বোর্ডে একাউন্ট ফার্মিং চলতেছে। এমন সব পোস্টে মেরিট শেয়ার করা হচ্ছে যেগুলো গ্লোবালে স্প্যামিং হিসেবে রিপোর্ট খাইতো। কেউ এই বিষয়ে কথা বলারও মনে হয় সাহস পাচ্ছেনা। আপনি বিষয়টা মেনশন দিয়ে ভালো করছেন। যারা এসব করতেছে তাদেরকে এখনো বলতেছি আপনারা ফেয়ার থাকেন, এসব গ্রুপিং করে মেরিট শেয়ার দিয়ে একাউন্ট ফুল মেম্বার এর বেশি নিতে পারবেন না। গ্লোবালে পাওয়া মেরিট লোকাল বোর্ডে শেয়ার করতে ইচ্ছা হয় কিন্তু যখন দেখি স্প্যাম পোস্টেও মেরিট দিচ্ছে একেকজন তখন কষ্ট করে গ্লোবালে মেরিট পাওয়ার কোনো মূল্য থাকেনা।
কাল থেকে তো মনে হচ্ছে আমাদের বোর্ডে মিলাদ মাহফিল চলতেসে।
এই আপনারা দুইজন খালি সঠিক জায়গায় হাত দেন। বেচারা অ্যাকাউন্ট ফার্মারদের ভাতে মারবেন আপনারাই। যাইহোক এগুলো সম্পর্কে কিছু বলার নাই জাস্ট দেখি আর চুপ হয়ে থাকি। একটা সময় ছিল পোস্ট তেমন বেশি না থাকলেও এরকম আউটফাউল পোস্ট কম হতো। যখন আমি একদম নতুন আপনাকে দেখতাম আর্টিকেল লিখতেন, সেগুলো ভালো কাজে লাগতো। মাঝখানে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন, যাইহোক আবার কাম ব্যাক করেছেন আশা করি এই একাউন্ট ফার্মারদের থেকে আপনার মত মেম্বারদের পোস্ট বেশি চোখে পড়বে। আর না হলে মিলাদ মাহফিল দেখা ছাড়া আর কোন কিছু থাকবে না।
মাঝে মাঝে আমি বলি যে অভাগা যেদিকে যায়, সেদিকে সাগর শুকিয়ে মরুভুমি হয়ে যায়। আমি সাধারনত ট্রেড করি না। কিন্তু যখন করি, তখন মনে হয় আমি ট্রেড নিয়েছি বলেই মারকেট আমার বিপরীতে যাচ্ছে। আমরা যতই এটাকে কো-ইনসিডেন্ট বলি না কেনো, মাঝে মাঝে আমার এটাই মনে হয়। আমি ট্রেড নেয়ার আগ অবদি সব কিছু ঠিকঠাক থাকে, আমি কোনো ট্রেড এ পজিশন ওপেন করলেই মারকেট আমার বিপরীতে চলা শুরু করে।
যাই হোক, ফিউচার ট্রেডিং, বাইনারি ট্রেডিং, এগুলো জুয়া খেলার মতো। আপনি একটা ভূল করেছেন যে আপনি স্টপ লস ব্যাবহার করেন নাই। ১০০ ডলার লস হলেই ট্রেড ক্লোজ করার দরকার ছিলো। এখন আর চিন্তা করে লাভ হবে না ভাই আমার। আপাতত ফিউচার ট্রেডিং এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখা বন্ধ রাখেন। শরীরের জন্য এবং হার্টের জন্য ভালো হবে।
কি ভাই কষ্ট নাকি,
এই দুঃখে এখন শুধু বিটকয়েন এবং টপ কিছু অল্ট কয়েনে ট্রেডিং করা ছাড়া অন্য কিছুতে যেতাম না যাই হোক আমরা বাঙালি স্বভাব যায় নাই দেখে কিছুদিন আগে একটা অল্ট কয়েন ১০০ ডলারের মত কিনেছিলাম মনে করেছিলাম একটু হোল্ড করলে কিছুটা প্রফিট নিতে পারবো, তা দেখি কদিন পরে ৯৬ ডলারে এসেছে তারপর সময় দিলাম লসটা রিকভার হওয়ার জন্য আরো কিছুদিন যাওয়ার পর এখন কমতে কমতে ৬০ ডলারেরও নিচে নেমে গেছে।
আর বাংলাদেশের খেলা বাদ দেন ভাই নেদারল্যান্ডের খেলা দেইখেন তাও ভালো।
আর সবার উদ্দেশ্যে বলতেছি এটা একটু ভিন্ন প্রসঙ্গ হতে পারে।
আপনারা অনেকেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট করেন মাঝেমধ্যে সেগুলো খুজে পেতে অনেক কষ্ট হয় আমার আমার মনে হয় এটা আরো অনেকের ক্ষেত্রে হয়। এজন্য বলতেছি নিজেদের ওইসব গুরুত্বপূর্ণ পোস্টগুলোকে একটি লিস্ট আকারে একটা পোস্টে লিংক আকারে এড করে রাখবেন। আমার অনেক সময় এরকম হয়েছে, একটা পোস্ট আমার কাজে লাগবে পোস্টটি এই XXX মেম্বার করেছিল নাম মনে আছে কিন্তু তার পোস্ট খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। আর যেহেতু আমাদের বোর্ড নেই তাই এটা করলেও খারাপ হবে না। তাছাড়া একটি উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে মাসিক ভালো পোস্টগুলো একত্র করার। এটারই একটা লিটল ভার্সন।