Author

Topic: বাংলা (Bengali) - page 120. (Read 5698671 times)

sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 05, 2023, 02:17:50 AM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।
আমরা যারা বিটকয়েনে কাজ করি আমাদের সতর্ক থাকা অনেকটাই গুরুত্বপূর্ণ। সবসময় নিজেকে নিরাপদ রেখে এখানে কাজ করতে হবে। আসলে এ ধরনের গ্রেপ্তার মাঝে মাঝেই শোনা যায়। বাংলাদেশে বিটকয়েন ব্যবহার কারী শতকরা ১০ থেকে ২০ জন ব্যক্তি। এই বিটকয়েন ব্যবহার করা মোটেও খারাপ কিছু নয়। আমরা যে কাজ করি এ ধরনের কাজ মূলত আমাদের বেকারত্বের হার কমিয়ে এনেছে। এ ধরনের কাজের প্রতি সরকার কখনোই কঠোর পদক্ষেপ নেবে না তবে একজন ব্যক্তি যদি মানিলন্ডারিং করে যেমন প্রতিদিন ৫০-১০০+ হাজার ডলার লেনদেন করে তাহলে তার জন্য প্রশাসনিক ঝামেলা রয়েছে। কিন্তু আমাদের মত ছোটখাটো ইউজারদের প্রশাসনিক ঝামেলা হবে না বলে মনে করি। তারপরে ও সতর্কতার শেষ নেই যে কোন মুহূর্তে যেকোন ঝামেলায় পড়তে পারি সেজন্য আগে থেকেই আমাদের সতর্ক থাকতে হবে।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
November 05, 2023, 01:22:31 AM
sr. member
Activity: 476
Merit: 359
November 05, 2023, 12:59:45 AM
ফুটবল আমাদের সবারই অতি পরিচিত খেলা।এই ফুটবল খেলা বিভিন্ন দেশ বা ক্লাব পর্যায়ে হয়ে থাকে। তেমনি অস্ট্রিয়ায়ও ফুটবল খেলা অনেক জনপ্রিয়।অস্ট্রিয়ার প্রাচীনতম বা পুরাতন ফুটবল ক্লাবগুলির মধ্যে অন্যতম একটি হলো এফসি অ্যাডমিরা ওয়াকার,(FC Admira Wacker) তারা তাদের অফিসিয়াল খেলার জার্সির উপর বিটকয়েনের লোগো দিয়েছে এবং তারা বলেছে তাদের লাইটনিং পেমেন্টে বিটকয়েন যোগ করবে।এটা সত্যিই অনেক সুন্দর একটি উদ্যোগ। বিটকয়েন যে সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এইটা অন্যতম একটি প্রমাণ। বিটকয়েন হয়তো যুগে যুগে পৃথিবীর সব দেশে ছড়িয়ে পড়বে এবং বৈধতা পাবে।

Bitcoin Archive
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
November 05, 2023, 12:54:13 AM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।

এটা অবশ্যই ভালো একটি সতর্কবার্তা শেয়ার করেছেন আমাদের মাঝে তবে আমি এখনো এই ধরনের সংবাদ শুনিনি। যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন কেননা বাংলাদেশের অবস্থান বর্তমানে যে ভয়াবহ।
বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি থেকে সত্যিই আমরা অনেকটা আত্মঘাতির মধ্যে রয়েছি কোন একটা জায়গায় যেতে পারতেছি না যদি ঢাকা শহরের দিকে যেতে হয় তাহলে দেখা যায় প্রবেশ মুখগুলোতে পুলিশের হয়রানি। বিশেষ করে মোবাইল ফোন এর পার্সোনাল জিনিসগুলো চেক করে এটা সত্যিই খারাপ লাগে যে একজন ব্যক্তির মোবাইলে বিভিন্ন ধরনের লেনদেন এবং পারসোনাল জিনিস থাকতে পারে সেটা কেন পুলিশ বা আইনের লোকেরা চেক করবে। এই বিষয়টি সবচেয়ে খারাপ লাগার বিষয় কেননা বর্তমান দেশের সরকার এমনভাবে জনগণ সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর এই ধরনের আচরণ মোটেও ঠিক করতেছে না।
যাইহোক ভাই আমাদের এই বিষয়টি সর্বোচ্চ সর্তকতার সাথে লেনদেন করতে হবে বিটকয়েনের তা না হলে হতে পারে আমাদেরও সমস্যার সম্মুখীন। যদিও আটজন ব্যক্তিকে গোয়েন্দা আটক করেছে শুধুমাত্র বিটকয়েন লেনদেনের জন্য তাদের কাছে যদি কয়েক হাজার পরিমাণ বিটকয়েন থেকে থাকে তাহলে হয়তো সেগুলো সরকারের কাছেই যাবে। আর সেই সকল অর্থ সরকার নেবে তো নিবেই আবার সেই ব্যক্তিদের ওপর অত্যাচারও করবে আবার জেলও খাটতে হবে তাদের, সেজন্যই আমরা যারা এখনো বিটকয়েনের সাথে লেনদেনের জড়িত রয়েছি তাদের সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করতে হবে।
sr. member
Activity: 490
Merit: 294
November 05, 2023, 12:20:08 AM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।

বাংলাদেশ সরকার সরাসরি বিটকয়েন বিরোধী তাই বিটকয়েন লেনদেন করা বা বিটকয়েন ব্যবহার করা বাংলাদেশের আইনের চোখে অনেক বড় একটি অপরাধ তাই এই সমস্ত কাজ অবশ্যই আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে করতে হবে। আপনি যে কয়েকজনের নাম উল্লেখ করেছেন তারাই কিন্তু প্রথম ব্যক্তি নয় যারা গ্রেফতার হয়েছে এর আগেও আমরা দেখেছি বেশ কিছু বিটকয়েন ব্যবহারকারীকে পুলিশ র‍্যাব গ্রেফতার করেছে। আমার মনে হয় আমরা যারা বিটকয়েনের সাথে যুক্ত আছে তাদের এই বিষয়টা অন্য কারো সাথে শেয়ার করার কোন প্রয়োজন নাই। আপনি বিটকয়েন ব্যবহার করেন এ বিষয়টা যে জানে ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত এর বাইরে কারো সাথে এ বিষয় নিয়ে আলোচনা করার কোন প্রয়োজন বোধ করি না আমি। নতুন কারো সাথে বিটকয়েন লেনদেন এবং নতুন কারো সাথে বিটকয়েন সম্পর্কে আলোচনা কখনোই একজন বিটকয়েন ব্যবহারকারীর জন্য ভালো নয় তাই আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে বিটকয়েন ব্যবহার করা উচিত এবং অবশ্যই সাবধান থাকা উচিত
newbie
Activity: 23
Merit: 10
November 04, 2023, 11:53:46 PM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।


কিছু দিন আগে এক বড় ভাইয়ের কাছে শুনছিলাম। বাইনাস বা আন্য মারকেটে আমরা যেখানে পিটুপি করি।  সেখানে প্রশাশনের লোক বাই অর্ডার দিয়া রাখে। সেখানে থেকে তারা ইনফরমেশন কালেক্ট করে। সে আমাকে সতর্ক করেছিল যে সবসময় বেশি ট্রেড যারা করছে তাদের কাছে সেল করি তারপর থেকে সর্তক হয়ে যাই এবং সর্বনিম্ন ৫০০ বা ১০০০ উপরে যাদের ট্রেড করেছে।  তাদের সাথে লেনদেন করি।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
November 04, 2023, 11:36:34 PM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।
newbie
Activity: 23
Merit: 10
November 04, 2023, 05:52:37 PM
জার্মানির Kebab Restaurant বিটকয়েন লেনদেন Accept করেছে।
https://talkimg.com/images/2023/11/04/tMoSP.jpeg
source
এভাবেই ধীরে ধীরে বিটকয়েন পৃথিবীর সমস্ত জায়গায় ব্যবহার হবে।


জার্মানিতে বর্তমানে ১১০০০+ রেস্তোরাঁ এখন বিটকয়েন গ্রহণ করে।
জার্মানির বৃহত্তম খাদ্য বিতরণ ওয়েব পোর্টাল, Lieferando.de, যা 11,000 টিরও বেশি অংশীদার রেস্তোঁরা নিয়ে গর্ব করে, সম্প্রতি ঘোষণা করেছে যে এটি অর্থপ্রদানের জন্য বিটকয়েন গ্রহণ করা শুরু করেছে। কোম্পানিটি বিশ্বের অন্যতম বৃহত্তম অনলাইন ফুড অর্ডারিং ওয়েবসাইট, Takeaway.com এর মালিকানাধীন।

বিটকয়েন এখন নগদ, সোফোর্ট, জিরোপে, ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং পেপাল সহ Lieferando.de-এর অন্যান্য প্রথাগত অর্থপ্রদানের পদ্ধতিতে যোগদান করে।

Lieferando.de ইতিমধ্যে তার ওয়েবসাইটে বিটকয়েন দিয়ে কীভাবে অর্থপ্রদান করতে হয় সে সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত করেছে। ক্রিপ্টোকারেন্সি গ্রহণকারী অন্যান্য Takeaway.com ব্র্যান্ডের মতোই বিটকয়েন পেমেন্ট বিটপে দ্বারা সহজতর হয়। বিটকয়েন দিয়ে অর্থপ্রদানকারী ব্যবহারকারীদের বিটপেতে পুনঃনির্দেশিত করা হবে এবং অর্থপ্রদানের পর ফেরত পাঠানো হবে। "বিটকয়েনের পরিমাণ সর্বদা বিটপে-এর বর্তমান বিনিময় হার অনুসারে রূপান্তরিত হয়," সাইটটি বিশদভাবে জানায়।

উপরন্তু, Lieferando.de যোগ করেছেন, "বিটকয়েন দিয়ে অর্থপ্রদান করার সময় আমরা কোনো অতিরিক্ত খরচ নিই না।" তবে, Takeaway.com এর মতে, ক্রেডিট কার্ড এবং পেপালের মাধ্যমে অর্থপ্রদানের জন্য 6% ফি দিতে হবে।

Source:https://news.bitcoin.com/germanys-largest-food-delivery-service-restaurants-accepts-bitcoin/
full member
Activity: 546
Merit: 164
November 04, 2023, 11:21:22 AM
জার্মানির Kebab Restaurant বিটকয়েন লেনদেন Accept করেছে।

source
এভাবেই ধীরে ধীরে বিটকয়েন পৃথিবীর সমস্ত জায়গায় ব্যবহার হবে।

জার্মানি হল উন্নত দেশ তাই তারা রেস্তোরায় বিটকয়েনের মাধ্যমে লেনদেন হচ্ছে আস্তে আস্তে তারা আরো বিটকয়েনের লেনদেন বাড়াবে একসময় দেখা যাবে জার্মানি তাদের শপিং করার পরেও বিটকয়েনের মাধ্যমে লেনদেন করছে। দেখে অনেক ভালো লাগছে যে দিন যত যাচ্ছে বিটকয়েনের প্রতি মানুষের আগ্রহ তত বাড়ছে। বিশ্বে প্রত্যেকটা দেশেই একদিন বিটকয়েন অনেক জনপ্রিয় হয়ে উঠবে। বর্তমান প্রায় বিশ্বের উন্নত অনেক কয়টা দেশে বিটকয়েন বৈধ ঘোষণা করছে। তারা অবশ্যই আস্তে আস্তে এরকম বিটকয়েনের মাধ্যমে লেনদেন চালু করবে যেরকম ভাবে জার্মানি চালু করেছে। ইতোমধ্যে ও অস্ট্রেলিয়া সরকার ও  তাদের বিটকয়েন কে বৈধতা ঘোষণা করছে। একটা সময় দেখা যাবে অস্ট্রেলিয়ায়  বিভিন্ন রেস্তোরায় তারা বিটকয়েনের মাধ্যমে লেনদেন করছে।আফসোস আমাদের বাংলাদেশে সরকার কখনোই বিটকয়েন বৈধতা ঘোষণা করবে না। হয়তো আমাদের দেশের সরকার যদি বিটকয়েন বৈধতা ঘোষণা করতো তাহলেও আমাদের দেশে হয়তো আসতে আসতে এরকম বিটকয়েন লেনদেন চালু হত।
sr. member
Activity: 546
Merit: 268
November 04, 2023, 10:48:30 AM
আমরা অনেকেই আমাদের টাকাগুলো বিভিন্ন কার্ডের মাধ্যমে এটিএম মেশিন থেকে উত্তোলন করি। সেটা হতে পারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড।
বাংলাদেশের সরকার সম্প্রীতি একটি নতুন কার্ডের উল্লেখ করেছেন এবং সেই কার্ড ইতিমধ্যে তিনটি ব্যাংক সাপোর্ট করেছে। সেই কার্ডের নাম হচ্ছে,"TakaPay"কার্ড। এই কার্ডের মাধ্যমে যে ব্যাংকগুলো থেকে টাকা উত্তোলন করা যাবে সেগুলো হচ্ছে Brac Bank, City Bank এবং Sonali Bank। TakaPay মূলত বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত "ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ" যা ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় সেভা প্রদান করবে।
হ্যা এই বিষয় শুনছি বাংলাদেশের এটা একটা ভালো পরিকল্পনা নিজস্ব কার্ড বানানো কারন Visa, Master Card, AMEX Card, PayPal card এগুলা বাহিরের দেশ থেকে নিয়ন্ত্রিত যার কারণে এগুলোর সার্ভিস ব্যবহার করার জন্য বাংলাদেশকে টাকা প্রদান করতে হয় তাই এই কার্ড যদি বাংলাদেশের সকল ব্যাংক  গ্রহণ করে তাহলে দেশের টাকা অনেকটা দেশেই থেকে যাবে একটা ব্যাংক কার্ডের জন্য বাইরের দেশের কোন কোম্পানিকে টাকা প্রদান করতে হবে না। এই কার্ড বাংলাদেশে সকলের কাছে পৌঁছে দেওয়া সম্ভব তবে যতদিন পর্যন্ত এটি ইন্টারন্যাশনাল পর্যায়ে না যাবে ততদিন পর্যন্ত এই কার্ড দিয়ে ডুয়েল কারেন্সিতে কোনো জায়গায় পেমেন্ট করা যাবে না। এটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবুও এটি প্রশংসনীয় যে বাংলাদেশেও এরকম একটি উদ্যোগ নিয়েছে।
জী ভাই, visa ,Master, PayPal  এগুলো বাইরের দেশের নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের দেশীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় এই প্রথম টাকা পে চালু হয়েছে।
এই কার্ডের ফি রেট কেমন হবে সেটা বলতে পারবো না তবে দেশের বাইরে এটি সর্বোচ্চ ১২০০০ ডলার পর্যন্ত লেনদেন করা যেতে পারবে বলে প্রাথমিক অবস্থায় জানানো হয়েছে। তবে টাকা পে চালু হওয়াতে লেনদেনের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে।
sr. member
Activity: 616
Merit: 322
November 04, 2023, 10:06:36 AM
আমরা অনেকেই আমাদের টাকাগুলো বিভিন্ন কার্ডের মাধ্যমে এটিএম মেশিন থেকে উত্তোলন করি। সেটা হতে পারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড।
বাংলাদেশের সরকার সম্প্রীতি একটি নতুন কার্ডের উল্লেখ করেছেন এবং সেই কার্ড ইতিমধ্যে তিনটি ব্যাংক সাপোর্ট করেছে। সেই কার্ডের নাম হচ্ছে,"TakaPay"কার্ড। এই কার্ডের মাধ্যমে যে ব্যাংকগুলো থেকে টাকা উত্তোলন করা যাবে সেগুলো হচ্ছে Brac Bank, City Bank এবং Sonali Bank। TakaPay মূলত বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত "ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ" যা ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় সেভা প্রদান করবে।
হ্যা এই বিষয় শুনছি বাংলাদেশের এটা একটা ভালো পরিকল্পনা নিজস্ব কার্ড বানানো কারন Visa, Master Card, AMEX Card, PayPal card এগুলা বাহিরের দেশ থেকে নিয়ন্ত্রিত যার কারণে এগুলোর সার্ভিস ব্যবহার করার জন্য বাংলাদেশকে টাকা প্রদান করতে হয় তাই এই কার্ড যদি বাংলাদেশের সকল ব্যাংক  গ্রহণ করে তাহলে দেশের টাকা অনেকটা দেশেই থেকে যাবে একটা ব্যাংক কার্ডের জন্য বাইরের দেশের কোন কোম্পানিকে টাকা প্রদান করতে হবে না। এই কার্ড বাংলাদেশে সকলের কাছে পৌঁছে দেওয়া সম্ভব তবে যতদিন পর্যন্ত এটি ইন্টারন্যাশনাল পর্যায়ে না যাবে ততদিন পর্যন্ত এই কার্ড দিয়ে ডুয়েল কারেন্সিতে কোনো জায়গায় পেমেন্ট করা যাবে না। এটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবুও এটি প্রশংসনীয় যে বাংলাদেশেও এরকম একটি উদ্যোগ নিয়েছে।
jr. member
Activity: 48
Merit: 7
November 04, 2023, 09:03:16 AM
জার্মানির Kebab Restaurant বিটকয়েন লেনদেন Accept করেছে।

source
এভাবেই ধীরে ধীরে বিটকয়েন পৃথিবীর সমস্ত জায়গায় ব্যবহার হবে।
sr. member
Activity: 490
Merit: 294
November 04, 2023, 05:01:03 AM
#helppost
গতকাল আমি আমার একাউন্ট থেকে ১৭$ withdraw দেই কিন্তু তখন থেকে প্রোসেসিং দেখাচ্ছে কিন্তু withdraw হচ্ছে না। অনেক চেষ্টা করলাম trust wallet থেকে swap করার জন্য কিন্তু তাও হচ্ছে না। দয়া করে কেও একটু সাহায্য করুন🥹


https://polygonscan.com/address/0xc14b29765567f378418353988f733e65751a07e9#tokentxns
কিছু এক্সচেঞ্জ মাঝেমধ্যে মেটিক ডিপোজিট অফ করে দেয় এটা হয়তো একটা কারণ হতে পারে আপনার উইড্র প্রসেসিং দেখানোর। বাইনানস এক্সচেঞ্জ এ  আমি মাঝে মাঝে এ বিষয়টি লক্ষ্য করেছি। প্রথমত আপনি আমাদের নিশ্চিত করুন আপনি কোন এক্সচেঞ্জ এ আপনার ম্যাটিক ডিপোজিট করেছেন। আপনি যখন আমাদের নিশ্চিত করবেন যে আপনি কোন ক্রিপটো এক্সচেঞ্জে আপনার ম্যাটিক ডিপোজিট করেছেন তাহলে আমরা বুঝতে পারবো সেই এক্সচেঞ্জে ম্যাটিক ডিজেবল করা আছে কিনা অথবা আপনি নিজেও এক্সচেঞ্জের টোকেন লিস্টে গিয়ে এ বিষয়টি চেক করতে পারেন। যদি ম্যাটিক ডিপোজিট সাময়িক সাসপেন করা থাকে তাহলে যখন নতুন করে ম্যাটিক ডিপোজিট উন্মুক্ত করা হবে তখন আপনার উইথড্র সফল হবে আশা করছি।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 04, 2023, 01:29:37 AM
ধন্যবাদ ভাই আপনারা যারা নিজেদের মতো করে সাহায্য করার চেষ্টা করেছেন। আসলে এখানে সমস্যাটা trust wallet এর। সকাল এ trust wallet এর telegram group এ এই সমস্যার বিস্তারিত ওদের বলি তারপর ওনারা সমস্যাটা সমাধান করার জন্য তাদের একটি Article দেয়। কারো যদি এইরকম সমস্যা হয় তাহলে এইজায়গা থেকে Article গুলা পরে সহজেই সমস্যার সমাধান করতে পারবেন।
হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম আপনার ট্রাস্ট ওয়ালেটে টেকনিক্যালি সমস্যা হয়েছিল। তবে আপনার সমস্যা সমাধান হয়েছে কি? এরকম সমস্যার সম্মুখীন অনেকেই হয়ে থাকে তবে চিন্তার কিছুই নেই। আসলে এখানে কেউ যদি সমস্যায় পড়ে যায় আর সেই সমস্যা সমাধান করা আমাদের কর্তব্য। যেকোনো সমস্যা হলে এখানে আপনি উপস্থাপনা করবেন আশা করি যেটুকু সাহায্য করতে পারব ততটুকু সাহায্য করবো।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 04, 2023, 01:02:33 AM
#helppost
গতকাল আমি আমার একাউন্ট থেকে ১৭$ withdraw দেই কিন্তু তখন থেকে প্রোসেসিং দেখাচ্ছে কিন্তু withdraw হচ্ছে না। অনেক চেষ্টা করলাম trust wallet থেকে swap করার জন্য কিন্তু তাও হচ্ছে না। দয়া করে কেও একটু সাহায্য করুন🥹


https://polygonscan.com/address/0xc14b29765567f378418353988f733e65751a07e9#tokentxns
এখানে আমি জানতে চাচ্ছি আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে ডলার কোন exchang এ পাঠিয়েছেন? যদি এক্সচেঞ্জে টেকনিক্যালি কোন সমস্যা থাকে তাহলে আপনার ডলার পেন্ডিং এ থাকবে অথবা যে এক্সচেঞ্জে পাঠিয়েছেন সেই এক্সচেঞ্জের যদি pos usdt ডিপোজিট সাসপেন্ড করা থাকে তাহলে আপনার একাউন্টে ডলার পেন্ডিং দেখাবে। তবে আপনি যদি ভুল না করে থাকেন তাহলে আপনার ডলার আপনার একাউন্টেই থাকবে কোন সমস্যা হবে না। যদিও সময় লাগবে তবে আপনার পেন্ডিং ক্যানসেল হয়ে যাবে। এ নিয়ে চিন্তা করবেন না পরবর্তীতে অবশ্যই জানাবেন আপনার ডলার পেন্ডিং ক্যানসেল হয়েছে কিনা।
sr. member
Activity: 476
Merit: 359
November 04, 2023, 12:42:34 AM
9. Fuso.hp [21]
অন্যান্য মাস এর তুলনায় সেপ্টেম্বর মাসে আমি আমাদের এই বাংলা সেকশনে যথেষ্ট একটিভ ছিলাম এবং আমি নিয়মিতই বাংলা সেকশনে পোস্ট করার চেষ্টা করেছি এবং আমার বিশ্বাস ছিল মাস শেষে মোট পোস্ট গণনা করা হলে সেখানে আমার নাম সেরা দশের মধ্যে থাকবে। ২১ পোস্ট করে সেরা ১০ জনের মধ্যে থাকতে পেরে যথেষ্ট ভালো লাগছে। তবে যারা সর্বোচ্চ পোস্টদাতার তালিকার দিক দিয়ে এক থেকে তিন নাম্বারের মধ্যে আছেন তাদের কার্যক্রম অবশ্যই প্রশংসনীয় কারণ তারা এই মাসে বাংলা সেকশনে সর্বোচ্চ পোস্ট করেছে। তাদের মতো করে বাংলা সেকশনের অন্যান্য সদস্যরাও যদি এভাবে পোস্ট করতে থাকে তাহলে এক মাস শেষে দেখা যাবে আমাদের বাংলা সেকশন এর পোস্ট সংখ্যা অনেক বেশি হয়েছে অন্যান্য লোকাল সেকশনের তুলনায়।
আমাদের বাংলা সেকশনের শীর্ষ ১০ জন পোস্টদাতাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শীর্ষ ১০ জন পোস্টদাতাদের মধ্যে দেখি আমি রয়েছি এক নাম্বারে। WOW 😳। এটা দেখে খুবই ভালো লাগলো। গত মাসের তুলনায় আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি পোস্ট করা হয়েছে। আমি এর আগে একটি পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে পোস্ট হয়েছে ৩৯১ টি।
সেপ্টেম্বর ২০২৩ এর লোকাল বোর্ডের পোস্ট সংখ্যা
এখানে উল্লেখিত ১৮টি লোকাল বোর্ডের মোট পোষ্ট সংখ্যা হয়েছে ১৮৭৪১টি। তার মধ্যে সবচেয়ে বেশি পোস্ট করা হয়েছে রাশিয়ান লোকাল বোর্ডে। রাশিয়ান লোকাল বোর্ডের লোকেরা সেপ্টেম্বর মাসে ৬০০০ প্লাস পোস্ট করেছে। আমাদের বাংলাদেশের তথা বাংলা লোকাল বোর্ড সর্বোচ্চ পোস্ট কারীর দিক থেকে ১১ নাম্বারে রয়েছে। বাংলাদেশের লোকাল বোর্ডের পোস্ট সংখ্যা হয়েছে ৩৯১ টি।
আর অক্টোবর মাসে মোট পোস্ট হয়েছে ৫৫১টি যেটি @Crypto Library ভাই বলেছেন। এটি একটি নতুন রেকর্ড হয়তো আমাদের এই লোকাল বোর্ডের পোস্ট সংখ্যা এবং একটি মেম্বারের সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। সবাই যদি নিয়মিত একটিভ থাকে গঠনমূলক পোস্ট করে তাহলে পোস্ট সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

#helppost
গতকাল আমি আমার একাউন্ট থেকে ১৭$ withdraw দেই কিন্তু তখন থেকে প্রোসেসিং দেখাচ্ছে কিন্তু withdraw হচ্ছে না। অনেক চেষ্টা করলাম trust wallet থেকে swap করার জন্য কিন্তু তাও হচ্ছে না। দয়া করে কেও একটু সাহায্য করুন🥹


https://polygonscan.com/address/0xc14b29765567f378418353988f733e65751a07e9#tokentxns
আপনি হয়তো ভুল এক্সচেঞ্জ এর ডিপোজিট অ্যাড্রেস এ আপনার ডলার ডিপোজিট করতে চেয়েছিলেন। যার জন্য আপনার ডলার গুলি এখন আপনার ওয়ালেটে রয়েছে।আপনার একাউন্টে যদি সামান্য পরিমাণ Matic থাকে তাহলে আপনি আপনার ভেরিফাইড করা Binance একাউন্টে যাইয়া Wallet ক্লিক করবেন Wallet ক্লিক করার পর দেখবেন ডিপোজিট অপশন রয়েছে সেখানে আপনি বিভিন্ন টোকেন ডিপোজিট করতে পারবেন। এখন আপনার Deposit করা দরকার হলো ইউএসডিটি (USDT) লিখে সার্চ করলে সেখানে বিভিন্ন নেটওয়ার্ক দেখাবে আপনি সেখানে polygon নেটওয়ার্ক select করে ডিপোজিট এড্রেস কপি করে আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে সেই অ্যাড্রেসে ডলারগুলো সেন্ড করবেন। তারপর কিছুক্ষণ পরে আপনার ডিপোজিট সাকসেসফুল হবে এবং আপনার ভেরিফাইড করা Binance একাউন্টের জিমেইল একটি মেইল আসবে।Kucoin exchange এ পলিগণ প্লাটফর্মের USDT ডিপোজিট করা যায় না।
sr. member
Activity: 490
Merit: 294
November 04, 2023, 12:27:06 AM
9. Fuso.hp [21]
অন্যান্য মাস এর তুলনায় সেপ্টেম্বর মাসে আমি আমাদের এই বাংলা সেকশনে যথেষ্ট একটিভ ছিলাম এবং আমি নিয়মিতই বাংলা সেকশনে পোস্ট করার চেষ্টা করেছি এবং আমার বিশ্বাস ছিল মাস শেষে মোট পোস্ট গণনা করা হলে সেখানে আমার নাম সেরা দশের মধ্যে থাকবে। ২১ পোস্ট করে সেরা ১০ জনের মধ্যে থাকতে পেরে যথেষ্ট ভালো লাগছে। তবে যারা সর্বোচ্চ পোস্টদাতার তালিকার দিক দিয়ে এক থেকে তিন নাম্বারের মধ্যে আছেন তাদের কার্যক্রম অবশ্যই প্রশংসনীয় কারণ তারা এই মাসে বাংলা সেকশনে সর্বোচ্চ পোস্ট করেছে। তাদের মতো করে বাংলা সেকশনের অন্যান্য সদস্যরাও যদি এভাবে পোস্ট করতে থাকে তাহলে এক মাস শেষে দেখা যাবে আমাদের বাংলা সেকশন এর পোস্ট সংখ্যা অনেক বেশি হয়েছে অন্যান্য লোকাল সেকশনের তুলনায়।
member
Activity: 65
Merit: 14
November 03, 2023, 10:15:44 PM
full member
Activity: 546
Merit: 164
November 03, 2023, 09:47:19 PM
অক্টোবর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
2. synchronym [41]

অক্টোবর মাসে ১০ পোস্ট দাতার মধ্যে একজন হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আমি চেষ্টা করব আগামীতেও সেরা ১০ জনের মধ্যে যেন থাকতে পারি। বাংলায় লোকাল বোর্ডে বেশি বেশি একটিভ থাকার চেষ্টা করব ভালো মানের পোস্ট দেওয়ার চেষ্টা করব। বাংলা লোকাল বোর্ডে অনেক সিনিয়র ভাইয়েরা আছে যারা অনেক ভালো মানের পোস্ট করে হয়তোবা তারা এখন খুব একটা একটিভ থাকেন না। অবশ্যই সেই সিনিয়র ভাইদেরকে বলবো আপনারা বাংলায় বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন কারণ আপনাদের ভালো পোষ্টের মাধ্যমে আমরা যারা নতুন ইউজার তারা অনেক কিছু শিখতে পারি। তাই আপনাদের ভালো মানের পোস্ট থেকে আমাদের বঞ্চিত করবেন না। আপনারা বেশি বেশি বাংলায় লোকাল বোর্ডে একটিভ থাকবেন আর নতুন ইউজার দেরকে ভালো মানের পোস্ট পড়ার সুযোগ করে দিবেন। আমাদের মত নতুন ইউজারদের জন্য দোয়া রাখবেন যেন আমরা আগামীতে আরো ভালো মানের পোস্ট করতে পারি।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
November 03, 2023, 09:45:04 PM
#helppost
গতকাল আমি আমার একাউন্ট থেকে ১৭$ withdraw দেই কিন্তু তখন থেকে প্রোসেসিং দেখাচ্ছে কিন্তু withdraw হচ্ছে না। অনেক চেষ্টা করলাম trust wallet থেকে swap করার জন্য কিন্তু তাও হচ্ছে না। দয়া করে কেও একটু সাহায্য করুন🥹

যেহেতু আপনি টাস্ট ওয়ালেট থেকে উইথড্র দিয়েছেন হতে পারে আপনার এটি কোন কিছু ভুল হয়েছে যার জন্য এত সময় নিতেছে। আপনি যদি পলিগন নেটওয়ার্ক থেকে আপনার ডলারগুলো উইথড্র করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এক্সচেঞ্জে পলিগন এড্রেস দিতে হবে। আপনি যদি ট্রন এড্রেস ব্যবহার করেন তাহলে আপনার ডলারগুলো সেখানে উইদ্র হবে না। আপনার ডলারগুলোর যে এক্সচেঞ্জে উইথড্র করেছেন সেই এক্সচেঞ্জ এর অনলাইন সাপোর্ট এর সাথে কথা বলুন, কথা বলে আপনার এই কনফার্মেশন সাকসেস করে নিতে পারেন যদি সঠিক অ্যাড্রেস ব্যবহার করেন। আর যদি আপনার এটি কিছু একটা ভুল হয়ে যায় তাহলে হয়তো আপনার এই ডলারগুলো হারাতে হবে, যাইহোক আপনি আগে সাপোর্টের সাথে কথা বলে দেখুন যে এক্সচেঞ্জে আপনি ডলারগুলো নিতে যাচ্ছেন। তাছাড়া পলিগণ নেটওয়ার্ক থেকে কোন কিছু উইথড্রো করলে এত সময় নেয় না বরং অল্প সময়ের মধ্যেই সেটি সাকসেস হয়। তাছাড়া আপনার ট্রানজেকশনও দেখাচ্ছে না যদি আপনি এখানে ট্রানজেকশন শেয়ার করতে পারেন তাহলে হয়তো কেউ না কেউ আপনাকে সাহায্য করতে পারবে, তাই আপনার ট্রানজেকশনটি আগে শেয়ার করুন।
Jump to: