Author

Topic: বাংলা (Bengali) - page 119. (Read 5697937 times)

sr. member
Activity: 476
Merit: 359
November 06, 2023, 06:51:14 AM
টাইম আউট ক্রিকেটে প্রথম দেখলাম

আজকে বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচে নতুন একটা আউট এর নিয়ম দেখলাম। দীর্ঘদিন ধরে দেখি কিন্তু এরকম আউট জীবনে প্রথম দেখলাম।
২৫ তম ওভারের দ্বিতীয় বলে শাকিবের বলে Samarawickrama কটআউট হয়ে পেবিলিয়নে ফিরে যান এবং তারপর এঞ্জেলা ম্যাথিউস পিচে আসেন। কিন্তু ক্রিকেটের একটি নিয়ম অনুসারে পিচে অবশ্যই একটি নির্দিষ্ট টাইমের মধ্যে আসতে হবে কিন্তু এঞ্জেলা ম্যাথিউস পিচে আসতে তিন মিনিটেরও বেশি সময় নেন তাই এটাকে ক্রিকেটের ভাষায় টাইম আউট বলে। সাকিব অবশ্যই টাইম আউটের জন্য আবেদন করেন এবং আম্পায়ার সেই আউটের আবেদনে সারা দেন এবং অ্যাঞ্জেলা ম্যাথিউস কোন বল মোকাবেলা না করেই শুধুমাত্র দেরি করার কারণে আউট হয়ে যান।


ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার এরকম একটি আউট এর ঘটনা ঘটলো। এটা ক্রিকেট খেলার সাধারণ একটি নিয়ম এর মধ্যে পড়ে। তবে এর আগে এই আউটের কথা শুনেছি কিন্তু দেখিনি আজকে সেটা দেখলাম। মূলত এঞ্জেলা ম্যাথিউসের হেলমেট নিয়ে তার সমস্যা হয় সে বারবার পরিবর্তন করতে থাকে যার জন্য তার ক্রিজে আসতে সময় লাগে তিন মিনিটের বেশি যার ফলে সাকিব আবেদন করলে আম্পায়ার সেই আবেদনের সাড়া দেয় এবং এঞ্জেলো ম্যাথিউস কে টাইমআউট ঘোষণা করে।
ক্রিকেট ইতিহাসে প্রথমবার এঞ্জেলো ম্যাথিউস টাইম আউট হয়ে অন্যান্য এক নজির গড়ল।

বাংলাদেশের জন্য শুভকামনা রইল যেন তারা আজকে ভালো খেলে এবং শ্রীলংকার বিপক্ষে জয়লাভ করতে পারে। ২০২৪ সালের চ্যাম্পিয়ন ট্রফি তে যদি বাংলাদেশ খেলতে চায় তাহলে আজকের ম্যাচ বাংলাদেশকে জয় লাভ করতে হবে।

sr. member
Activity: 546
Merit: 268
November 06, 2023, 05:40:00 AM
টাইম আউট ক্রিকেটে প্রথম দেখলাম

আজকে বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচে নতুন একটা আউট এর নিয়ম দেখলাম। দীর্ঘদিন ধরে দেখি কিন্তু এরকম আউট জীবনে প্রথম দেখলাম।
২৫ তম ওভারের দ্বিতীয় বলে শাকিবের বলে Samarawickrama কটআউট হয়ে পেবিলিয়নে ফিরে যান এবং তারপর এঞ্জেলা ম্যাথিউস পিচে আসেন। কিন্তু ক্রিকেটের একটি নিয়ম অনুসারে পিচে অবশ্যই একটি নির্দিষ্ট টাইমের মধ্যে আসতে হবে কিন্তু এঞ্জেলা ম্যাথিউস পিচে আসতে তিন মিনিটেরও বেশি সময় নেন তাই এটাকে ক্রিকেটের ভাষায় টাইম আউট বলে। সাকিব অবশ্যই টাইম আউটের জন্য আবেদন করেন এবং আম্পায়ার সেই আউটের আবেদনে সারা দেন এবং অ্যাঞ্জেলা ম্যাথিউস কোন বল মোকাবেলা না করেই শুধুমাত্র দেরি করার কারণে আউট হয়ে যান।

sr. member
Activity: 476
Merit: 359
November 06, 2023, 04:32:09 AM
sr. member
Activity: 420
Merit: 376
November 06, 2023, 04:26:19 AM
আমরা ডিজিটাল যুগে বসবাস করতে করতে এখন সবাই ডিজিটাল হইয়া গেছি অনেকের হয়তো বাংলাদেশের পুরান ইতিহাস ঐতিহ্য বা সংস্কৃতি বিষয়ে জানা নাই। আমার বয়স ৩০ থেকে ৩২ এর মত আমার ছোটবেলার সংস্কৃতি আর এখনকার সংস্কৃতির মধ্যে অনেক পার্থক্য দেখতে পাই যার জন্য আইজকে এই পোস্টটি করছি এটা অফ ট্রপিক আলোচনা তবে অনেকের পুরান ঐতিহ্য বা সংস্কৃতিকে স্মরণ করিয়ে দেবে। আজকে আলোচনা করছি ডাক টিকেট নিয়ে।ডাকটিকিট একখন্ড কাগজ।নানা বর্ণের এই ডাকটিকিট গুলোতে ফুটে ওঠে বিভিন্ন দেশের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি, বরেণ্য ব্যক্তিত্ব, ইত্যাদি।প্রতিটি দেশের ডাক ব্যবস্থায় ডাকটিকিটের ব্যবহার আছে। তাই প্রতি বছর প্রচুর পরিমাণ ডাকটিকেট প্রকাশিত হয়। বিশেষ বিশেষ দিনকে স্বরন করে রাখার জন্য ডাকটিকিট প্রকাশ করে থাকে ডাক বিভাগ গুলো।
বাংলাদেশের ১৯০০ শতকের ডাকটিকিটগুলো এরকম ছিল।











জুনিয়র মেম্বার না হয়াতে ছবিগুলো দৃশ্যায়িত হইবে না তাই কেউ সাহায্য করবেন ছবিগুলো দৃশ্যায়িত হওয়ার জন্য।
full member
Activity: 546
Merit: 164
November 06, 2023, 04:11:20 AM
সংবাদে এখোনো আসেনি, তবে এটা সত্যি। কুমিল্লাতে যদি কোনো আত্তিও ও পরিচিত কেউ থেকে থাকে খবর নিতে পারেন ।
অনেকেই দেখি বলে পুলিশ সবার ফোন চেক করতেছে এই ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত কিনা সনাক্ত করার জন্য আমি নিউজ টি দেখি নাই, কেউ কি দেখছেন?

পুলিশ জনগণের ফোন চেক করছে এটা সত্য তবে এটা করেছিল ২৮ তারিখের যে BNP এর প্রোগ্রাম ছিলো সেদিন নয়া পল্টনের দিকে যে বাসগুলো বা গণপরিবহন গুলা চলছে পুলিশ সেগুলা চোখে চোখে রাখছে আর যে গাড়ির যাত্রীদের সন্দেহজন মনে হয়েছে বা কোন সোর্সের মাধ্যমে পুলিশ কোন গাড়ির কথা জানতে পারছে যে সেখানে কোন সন্দেহে বচন ব্যক্তি আছে সেগুলারে পুলিশ সার্চ করছে এবং তাদের মোবাইল নিয়েও সার্চ করা হয়েছে এই ঘটনা সত্য তবে এটা ক্রিপ্টো ব্যবহারকারীদের ধরার জন্য এমন অভিযান ছিল না।

যদিও এটা বিএনপি'র প্রোগ্রাম সম্মেলনের কারণে করেছে কিন্তু আপনি হয়তো সম্ভব মাধ্যমগুলোতে দেখেননি সাধারণ মানুষের মোবাইল ফোনের প্রাইভেসি গুলো চেক করেছে। এখানে কোন পুলিশ বা প্রশাসনের রাইট নেই যে তার অনুমতি ছাড়া ফোন চেক করবে এটা এক ধরনের হয়রানি করা হয়েছে যা বর্তমানে আমরা সেই হয়রানি শিকার হচ্ছি। তবে সন্দেহজনকভাবে যদিও চেক করে থাকে তাহলে ফোনের সকল কিছুই চেক করবে পুলিশে এটা নিশ্চিত থাকুন আপনি যদি এমন পরিস্থিতিতে পড়ে তাহলে অবশ্যই বুঝবেন কতটা কঠিন। আমার প্রতিবেশী এক ছোট ভাই ঢাকার উদ্দেশ্যে গিয়েছিল তার মামার বাসায় কিন্তু সেখানে তাকে সৌন্দর্যজনকভাবে দেখে তার সমস্ত কিছু চেক করেছে ফোন সহ তার যাবতীয় জিনিসপত্র কিন্তু কিছুই পাইনি শুধু শুধু একজন যাত্রীর উপর এই ধরনের হয়রানি। যাইহোক যেহেতু এটা আমাদের বাংলাদেশ এখানে জনগণের উপর রাজনীতি চলে, আর এই ধরনের রাজনীতি সাধারণ মানুষের ওপর সবচেয়ে বেশি কষ্টকর হয়ে পড়েছে যার জনগণ বর্তমানে নিতে পারতেছে না বিদায় বর্তমান সরকারের ওপর অনেকটা ক্ষিপ্ত।
যদিও পুলিশে ক্রিপ্টোকারেন্সি বিষয় চেক করিনি তবে আপনার ফোন যদি কোন প্রশাসনের ব্যক্তি চেক করে তাহলে আপনার রিয়েকশন তখন কেমন হবে??

ভাই আমি আপনার কথা বুঝতে পারছি কিন্তু আপনি কার কাছে বলবেন যে আমার অনুমতি ছাড়া ফোনে হাত দেওয়া যাবে না। পুলিশকে  কি বলার উপায় আছে ? আমি যখনই এই কথাটি বলব যে আপনি কেন আমার অনুমতি ছাড়া আমার ফোনে হাত দিছেন পুলিশ কোন কথা ছাড়া আমাকে ধরে নিয়ে থানায়  মামলা দিয়ে জেল হাজতের ব্যবস্থা করে দেবে। একজন নিরপক্ষ সাধারণ জনগণের স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা নাই পুলিশের সাথে। পুলিশ সাধারণত জনগণের সেবা নিয়োজিত থাকে কিন্তু বর্তমান শাসন ব্যবস্থা এরকম কায়েম হয়েছে যে পুলিশ সন্ত্রাসের মতো সাধারণ জনগণের সাথে করে। সন্ত্রাসরা যখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন আমরা পুলিশের কাছে যাই আর পুলিশে যদি সাধারণ জনগণকে হেনস্থা করে তখন আমরা কার কাছে যাব। তাই এই জঘন্য রাজনীতির থেকে বাংলার জনগণকে বের হতে হবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 06, 2023, 01:44:02 AM
যদিও আমার কাছে এই মুহূতে কোনো কম্পিউটার বা ল্যাপটপ নাই। জানুয়ারির দিকে কেনার চিন্তা ভাবনা করতেছি। তবুও এটা ব্যাকআপ প্লান হিসেবে রাখছে চাচ্ছি। ৫-৬ হাজারে ৩-৫ বছরের ওয়ারান্টি সহ এগুলো কেনা কেমন হবে? কেউ কি এসব ব্যবহার করছেন বা এমন পদ্ধতি? Learn Bitcoin,  Smiley

[1] https://www.ryanscomputers.com/transcend-esd310-512gb-usb-type-a-and-type-c-otg-black-portable-ssd

[2] https://www.ryanscomputers.com/transcend-esd260c-250gb-usb-3.1-gen-2-type-c-silver-portable-ssd

আমি আসলে এগুলো কখনো ব্যাবহার করি নাই। তাই এই ব্যাপারে আমার তেমন কিছু জানা নাই। আমার পিসিতে ADATA একটা nvme লাগানো আর Azek না কি জানি একটা এসএসডি লাগানো আছে। আগে ২ টেরাবাইট করে হার্ড ডিস্ক ছিলো, দুইটা ডিস্ক নষ্ট হইছে আর সাথে সাথে ফাইল গুলোও হারিয়েছি। তাই আর হার্ড ডিস্ক ব্যাবহার করতে চাচ্ছি না। আর প্রাইভেসির ব্যাপারে বলবো, বাসার ডেস্কটপে যদি কেউ হানা দেয়, তাঁরা যথেষ্ট প্রমাণ এবং তথ্য নিয়েই আসবে। হয়তো আপনার কাছের কেউ শত্রুতা করে রিপোর্ট করতে পারে। আমি আপাতত লিন্যাক্স এবং উইন্ডোজ ডুয়েল বুট করে চালাচ্ছি। উইন্ডোজ এ ক্রিপ্টো রিলেটেড তেমন কিছু নাই। কিন্তু ব্রাউজার হিস্টোরি দেখলেই বুঝবে এই বেটা বিটকয়েন ইউজার। আর মোবাইলে ফোনে একটা ভারচুয়াল এন্ড্রয়েড ব্যাবহার করতেছি। সেখানেই সব ক্রিপ্টো রিলেটেড এপ্স। তবে খুব শিগ্রই ফোন চেঞ্জ করবো।

কথা মতো গতকাল রাতে গ্লোবাল বোর্ড এ ২ ঘণ্টায় একটা টিউটোরিয়াল পোষ্ট করেছি। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন।

[Eng: Tutorial] PGP Signature - Encrypt/Decrypt message (Linux Only) লিন্যাক্স ইউজারদের জন্য।
[Eng: Tutorial] PGP Signature - Encrypt/Decrypt message - Fingerprint -mdayonliner- English উইন্ডোজ ইউজারদের জন্য।
PGP Tutorial Bangla বাংলায় উইন্ডোজ ব্যাবহার কারীদের জন্য।

যদি সময় পাই, এন্ড্রয়েড ইউজারদের জন্য দেখবো। শুধুমাত্র কেউ ইন্টারেস্টেড হলে। নয়তো হুদাই সময় নষ্ট।
sr. member
Activity: 490
Merit: 294
November 06, 2023, 01:39:07 AM
সংবাদে এখোনো আসেনি, তবে এটা সত্যি। কুমিল্লাতে যদি কোনো আত্তিও ও পরিচিত কেউ থেকে থাকে খবর নিতে পারেন ।
অনেকেই দেখি বলে পুলিশ সবার ফোন চেক করতেছে এই ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত কিনা সনাক্ত করার জন্য আমি নিউজ টি দেখি নাই, কেউ কি দেখছেন?

পুলিশ জনগণের ফোন চেক করছে এটা সত্য তবে এটা করেছিল ২৮ তারিখের যে BNP এর প্রোগ্রাম ছিলো সেদিন নয়া পল্টনের দিকে যে বাসগুলো বা গণপরিবহন গুলা চলছে পুলিশ সেগুলা চোখে চোখে রাখছে আর যে গাড়ির যাত্রীদের সন্দেহজন মনে হয়েছে বা কোন সোর্সের মাধ্যমে পুলিশ কোন গাড়ির কথা জানতে পারছে যে সেখানে কোন সন্দেহে বচন ব্যক্তি আছে সেগুলারে পুলিশ সার্চ করছে এবং তাদের মোবাইল নিয়েও সার্চ করা হয়েছে এই ঘটনা সত্য তবে এটা ক্রিপ্টো ব্যবহারকারীদের ধরার জন্য এমন অভিযান ছিল না।
~~~
হ্যাঁ বুঝলাম প্রত্যেকের প্রাইভেসি বলে একটা বিষয় আছে এবং অনুমতি ছাড়া ফোন চেক করা এক ধরনের অপরাধ কিন্তু আপনি এই অপরাধের অভিযোগ করবেন কার কাছে? পুলিশের কাছে অভিযোগ করবেন পুলিশে তো আপনার ফোন চেক করছে। পুলিশকে আসলে কিছু বলে লাভ নাই কারণ পুলিশ সবসময় সরকার দলের জন্য কাজ করে। আজকে যে দলের কথা শুনে তারা এ ধরনের জঘন্য কাজ করছে কালকেই যদি ক্ষমতার বদল হয় দেখবেন এই পুলিশি তাদের লাঠির আঘাত করছে।
আইন সবার জন্য সমান এই কথাটা শুধুমাত্র পাঠ্যপুস্তকে মানায় কিন্তু বাস্তবিক জীবনে এটা একদম বেমানান। এমন একটা দেশে বসবাস করি যে দেশে মানুষের কোন গোপনীয়তা নাই। পুলিশকে এতই ক্ষমতা দেওয়া হয়েছে যে কালকে যদি পুলিশ আপনার পরিবর্তে আপনার বউকে নিয়ে যায় তারপরে হয়তো হয়তো আমরা এ বিষয়ে অভিযোগ করতে পারবোনা।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 06, 2023, 12:16:37 AM
বাংলাদেশে ক্রিপ্টো ব্যান সবাই জানেন। নতুন কিছু না। কম বেশি সবারই ক্রিপ্টো নিয়ে ভয় কাজ করে। যদি কোনোভাবে এসবে কানেকশন ধরতে পারে তাহলেই অর্থ পাচারের মতো গুরুতর মামলায় হাজতে ঢুকায় দিতে পারে। আমার নিজেরও এসব নিয়ে অনেক ভয় ভীতি কাজ করে। তাই আমি  আমার আশেপাশের কাউকেই এ বিষয়ে তেমন কিছু জানাই নি। ফোনও বাহিরে নিয়ে যাই না, গেলেও সব আনইনস্টল করে তারপর যাই। যদিও আমি গ্রাম সাইডে থাকি তবুও বলা যায়না কি হয়। আর যারা শহরে আছেন, তারা নিশ্চয় এক্সট্রিম প্রাইভেসি মেইনটেন করেন।

তো কথা হলো আমি ভাবতেছি একটা External Portable SSD (250-500 GB) কিনবো। Ryans এ দেখলাম, তাদের কাছে বেশ কিছু ভালো ভালো মানের এসএসডি আছে। সাইজে খুবই ছোট, দেখতেও সুন্দর, পোর্টেবল, এই একটা পেনড্রাইভের মতো হবে। তার উপর কম্পিউটার আর ফোনে দুইটাই সাপোর্ট করে। মানে একপাশে USB পোর্ট আরেক পাশে Type-C পোর্ট। এসএসডি গুলোর read-write স্পিডও ভালো। আরামসে যেকোনে ভার্সনের উইন্ডোজ মেরে ব্যবহার করতে পারবেন। ফোনে বা ল্যাপটপে ক্রিপ্টো রিলেটেট কিছু না রেখে, একটা এক্সটারনাল ড্রাইভে সব রাখা আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয়। কোনো সমস্যা হলেও, খুব সহজে সব সরায় ফেলা যাবে।

যদিও আমার কাছে এই মুহূতে কোনো কম্পিউটার বা ল্যাপটপ নাই। জানুয়ারির দিকে কেনার চিন্তা ভাবনা করতেছি। তবুও এটা ব্যাকআপ প্লান হিসেবে রাখছে চাচ্ছি। ৫-৬ হাজারে ৩-৫ বছরের ওয়ারান্টি সহ এগুলো কেনা কেমন হবে? কেউ কি এসব ব্যবহার করছেন বা এমন পদ্ধতি? Little Mouse, Crypto Library, Learn Bitcoin, LDL ভাই।  Smiley

[1] https://www.ryanscomputers.com/transcend-esd310-512gb-usb-type-a-and-type-c-otg-black-portable-ssd

[2] https://www.ryanscomputers.com/transcend-esd260c-250gb-usb-3.1-gen-2-type-c-silver-portable-ssd
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
November 05, 2023, 08:59:00 PM
সংবাদে এখোনো আসেনি, তবে এটা সত্যি। কুমিল্লাতে যদি কোনো আত্তিও ও পরিচিত কেউ থেকে থাকে খবর নিতে পারেন ।
অনেকেই দেখি বলে পুলিশ সবার ফোন চেক করতেছে এই ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত কিনা সনাক্ত করার জন্য আমি নিউজ টি দেখি নাই, কেউ কি দেখছেন?

পুলিশ জনগণের ফোন চেক করছে এটা সত্য তবে এটা করেছিল ২৮ তারিখের যে BNP এর প্রোগ্রাম ছিলো সেদিন নয়া পল্টনের দিকে যে বাসগুলো বা গণপরিবহন গুলা চলছে পুলিশ সেগুলা চোখে চোখে রাখছে আর যে গাড়ির যাত্রীদের সন্দেহজন মনে হয়েছে বা কোন সোর্সের মাধ্যমে পুলিশ কোন গাড়ির কথা জানতে পারছে যে সেখানে কোন সন্দেহে বচন ব্যক্তি আছে সেগুলারে পুলিশ সার্চ করছে এবং তাদের মোবাইল নিয়েও সার্চ করা হয়েছে এই ঘটনা সত্য তবে এটা ক্রিপ্টো ব্যবহারকারীদের ধরার জন্য এমন অভিযান ছিল না।

যদিও এটা বিএনপি'র প্রোগ্রাম সম্মেলনের কারণে করেছে কিন্তু আপনি হয়তো সম্ভব মাধ্যমগুলোতে দেখেননি সাধারণ মানুষের মোবাইল ফোনের প্রাইভেসি গুলো চেক করেছে। এখানে কোন পুলিশ বা প্রশাসনের রাইট নেই যে তার অনুমতি ছাড়া ফোন চেক করবে এটা এক ধরনের হয়রানি করা হয়েছে যা বর্তমানে আমরা সেই হয়রানি শিকার হচ্ছি। তবে সন্দেহজনকভাবে যদিও চেক করে থাকে তাহলে ফোনের সকল কিছুই চেক করবে পুলিশে এটা নিশ্চিত থাকুন আপনি যদি এমন পরিস্থিতিতে পড়ে তাহলে অবশ্যই বুঝবেন কতটা কঠিন। আমার প্রতিবেশী এক ছোট ভাই ঢাকার উদ্দেশ্যে গিয়েছিল তার মামার বাসায় কিন্তু সেখানে তাকে সৌন্দর্যজনকভাবে দেখে তার সমস্ত কিছু চেক করেছে ফোন সহ তার যাবতীয় জিনিসপত্র কিন্তু কিছুই পাইনি শুধু শুধু একজন যাত্রীর উপর এই ধরনের হয়রানি। যাইহোক যেহেতু এটা আমাদের বাংলাদেশ এখানে জনগণের উপর রাজনীতি চলে, আর এই ধরনের রাজনীতি সাধারণ মানুষের ওপর সবচেয়ে বেশি কষ্টকর হয়ে পড়েছে যার জনগণ বর্তমানে নিতে পারতেছে না বিদায় বর্তমান সরকারের ওপর অনেকটা ক্ষিপ্ত।
যদিও পুলিশে ক্রিপ্টোকারেন্সি বিষয় চেক করিনি তবে আপনার ফোন যদি কোন প্রশাসনের ব্যক্তি চেক করে তাহলে আপনার রিয়েকশন তখন কেমন হবে??
যেহেতু আপনি বিটকয়েনের সাথে সম্পর্কিত রয়েছেন এবং আপনি বিটকয়েন লেনদেন করেন এবং ইনকাম করেন সিগনেচার করেন সেহেতু আপনার অবশ্যই সমস্যা করতে হবে যদি তারা এই ধরনের কোন কিছুর চেক করে থাকে। শুধুমাত্র ফোনের গ্যালারি চেক করবে এটা কিন্তু বিষয় না ফোনের সমস্ত যাবতীয় ইনফরমেশন গুলো তারা চেক করে থাকে, আমি একটি সংবাদ মাধ্যমে দেখেছি একজন মোটরবাইক আর তার ফোনের সমস্ত ইনফরমেশন facebook whatsapp instagram টেলিগ্রাম সহ কয়েকটি সোশ্যাল মিডিয়া চেক করেছে। কিন্তু কোন কিছুই পাইনি যদি আপনার মোবাইল ফোনের এই সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো চেক করতে তাহলে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোনো না কোনো ইনফরমেশন তারা ঠিকই পেত এবং আপনাকে সমস্যায় ফেলত। আর এই ধরনের নিজের প্রাইভেসি চেক করা কোন ব্যক্তির রাইট নেই তবুও আমাদের দেশের পুলিশ প্রশাসন এই অমানবিক কাজগুলো করে যাচ্ছে এটা কোন দেশের সৌন্দর্য হতে পারে না। সেজন্য আমাদেরকে এই ধরনের অমানবিক প্রশাসনের কাছ থেকে ভালো কিছু আশা করা ঠিক নয় সেজন্য সতর্ক থাকাটা সবচেয়ে জরুরী।
sr. member
Activity: 1008
Merit: 366
November 05, 2023, 02:03:04 PM
আমি আজকে লিন্যাক্স এ পিজিপি এনক্রিপশন নিয়ে কিছু লিখবো। গ্লোবালে একটা পোষ্ট করবো ভাবছিলাম। আমাদের থ্রেড এ পোষ্ট করে হুদাই তো লাভ নাই যদি কোনো ইউজার না থাকে, বা কেউ যদি ইন্টারেষ্টেড না থাকে। শুধুমাত্র লিন্যাক্স অপারেটিং সিষ্টেম ব্যাবহার করার জন্য আমার ২.৫ টেরাবাইট এর এস এস ডি এবং হার্ড ডিস্ক ফরমেট করতে লাগছে। ডুয়েল বুট করতে গিয়ে সব করাপটেড করে ফেলছিলাম। সেই কাংখিত টিউটোরিয়াল নিয়ে আজকে কাজ করবো।

আমাদের এখানে এর আগে উইন্ডোজ এর টিউটোরিয়াল লিখেছিলাম, সেটাই কেউ খেয়াল করেছে বলে মনে হয় না। আর লিন্যাক্স তো এখানে কেউ ব্যাবহার করে বলে আমার মনেও হয় না। কেউ ইন্টারেষ্টেড থাকলে জানাবেন। তাহলে ইংলিশের পাশাপাশি বাংলায় ও লিখবো।
ভার্চুয়াল মেশিনে একবার লিনাক্স ইনস্টল করেছিলাম কিন্তু পরে নতুন করে উইন্ডোজ দেওয়ার পরে এটি আবার নতুন করে ইন্সটল করা হয়নি.  ছোটখাটো কিছু কমান্ড দিয়ে এবং ওপেন সোর্স কিছু টুলস এর মাধ্যমে হ্যাকিং শেখার ট্রাই করছিলাম.  কিউরীয়সিটি ও বলতে পারেন আবার বলতে পারেন শেখার ইচ্ছা.  তবে পিজিপি ইনক্রিপশন নিয়ে আমার কোন ধারণা নেই.  যদি টিউটোরিয়ালটা বানান তাহলে হয়তো শিখতে পারবো.  অথবা আপনার যদি বাংলায় লিখতে সমস্যা হয় বা এতটা এফোর্ট দিতে চাচ্ছেন না তাহলে গ্লোবাল সেকশনে ইংরেজিতে লিখে সোর্স লিংক শেয়ার করতে পারেন.

বিষয় হচ্ছে নলেজ কখনোই খারাপ কিছু না এবং এটি শেয়ার করার মাধ্যমে এটি কখনো কমে যাবে না. কিছু লোক একটি না বোঝার কারণে আপনার এফোর্ট যে বৃথা যাবে তা কিন্তু না.  আজকে শেয়ার করে রাখলেন হয়তো পরবর্তীতে এটি কারো না কারো কাজে লাগবে.  আপনার সম্পূর্ণ এফোর্ট আপনি দিয়ে যান এবং আশা করি একদিন এর ফল আপনি অবশ্যই পাবেন. যদি সময় বের করে লিখতে পারেন তাহলে আমার জন্য ভালো হয় এবং আশা করি অন্যদের জন্যও ভালো হবে.  শেখার কোন শেষ নেই.  যদি শেয়ার করেন তার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ.
full member
Activity: 546
Merit: 164
November 05, 2023, 11:40:33 AM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 05, 2023, 10:39:30 AM
5. Learn Bitcoin [30]
ফাইনালি আমাকে অনেকে মিলেই বিট করেছেন। সবাইকে ধন্যবাদ একটিভ থাকার জন্য। পর পর একটানা ৪ মাস ১ নাম্বারে থেকে থেকে বোর হয়ে গিয়েছিলাম। তাই আপনাদের সবাইকে একটা চান্স দিলাম আমাকে বিট করার জন্য। মজা করলাম  Grin Grin
যাই হোক। বাংলাদেশ থ্রেডের কিছু নেগেটিভ একটিভিটি আমাকে এখানে একটিভ হওয়ার থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছে। চোখের সামনে এবিউজ হচ্ছে, আমরা সবাই এটা দেখছি। কিন্তু নিজেদের রেপুটেশন খারাপ হবে বলে কিছু বলছি না। মাঝে মাঝে মনে হয় নাম গুলো উল্লেখ করে বলি, তবুও যদি একটু লজ্জা শরম হয় মানুষের। আমার মনে হয় একই কারনে বাংলাদেশ থ্রেড এর আরো মেম্বার রা থ্রেড এ একটিভ হতে চায় না। এমন হতে থাকলে আপনারাই থাকবেন এখানে। আমিও আর আসবো না।
তারপরেও ভাই আপনাকে অভিনন্দন জানাইতেছি কারণ এই মাসে স্প্যামিং এর পরিমাণটাও কিন্তু অনেক ছিল বিশেষ করে নতুন একাউন্ট গুলো থেকে। এজন্য ভাই আগে উল্লেখ করে দিয়েছি যেটা এর আগেও আমি অনেকবার বলেছি নট কোয়ান্টিটি আমাদের কোয়ালিটি প্রয়োজন বর্তমানে। এখন শুধু চেয়ে চেয়ে দেখেন আর তাদেরকে তাদের মতন যেতে দেন আর চিহ্নিত করে রাখেন দেখবেন ফিউচারে একদিন না একদিন এদের ধরা পড়তেই হবে আর তখনই হবে চোরের দশ দিন গৃহস্থের একদিন  Roll Eyes


আমি আজকে লিন্যাক্স এ পিজিপি এনক্রিপশন নিয়ে কিছু লিখবো। গ্লোবালে একটা পোষ্ট করবো ভাবছিলাম। আমাদের থ্রেড এ পোষ্ট করে হুদাই তো লাভ নাই যদি কোনো ইউজার না থাকে, বা কেউ যদি ইন্টারেষ্টেড না থাকে। শুধুমাত্র লিন্যাক্স অপারেটিং সিষ্টেম ব্যাবহার করার জন্য আমার ২.৫ টেরাবাইট এর এস এস ডি এবং হার্ড ডিস্ক ফরমেট করতে লাগছে। ডুয়েল বুট করতে গিয়ে সব করাপটেড করে ফেলছিলাম। সেই কাংখিত টিউটোরিয়াল নিয়ে আজকে কাজ করবো।
আমাদের এখানে এর আগে উইন্ডোজ এর টিউটোরিয়াল লিখেছিলাম, সেটাই কেউ খেয়াল করেছে বলে মনে হয় না। আর লিন্যাক্স তো এখানে কেউ ব্যাবহার করে বলে আমার মনেও হয় না। কেউ ইন্টারেষ্টেড থাকলে জানাবেন। তাহলে ইংলিশের পাশাপাশি বাংলায় ও লিখবো।
করে ফেলেন ভাই লাভ অবশ্যই আছে এখন দেখবেন না ফিউচারে দেখবেন, আপনার পোস্টকে সোর্স হিসেবে অনেকে ব্যবহার করছে। পোস্টটি করে সেভ করে রাখেন ফিউচারেও কাজে লাগবে কিন্তু আপনার কথাও ঠিক যে যেখানে ইউজাররা ইন্টারেস্ট থাকে না এবং ইফোর্ড গুলো দিয়ে পোস্ট করে সবশেষে মনে হয় টাইম ওয়েস্ট করলাম। তবে আশা করি আমাদের দুই একজন হলেও আপনার এফোর্ডকে মূল্যায়ন করতে পারব।  Wink
আমি নিজেও উইন্ডোজ ইউজার তবে মাঝখানে একটু হ্যাকিং এর প্রতি ঝোক উঠেছিল দেখে হ্যাকিং ল্যাব হিসেবে কালী লিনাক্স অপারেটিং সিস্টেম ওরাকলের ভার্চুয়াল বক্সে ইনস্টল করে নিয়েছিলাম, যদিও হ্যাকিংয়ের জগতে তেমন বেশি আগাতে পারেনি। সত্যি বলতে ইউজাররা লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে না কারণ হলো এটার ইন্টারফেস একটু জটিল অন্যদিকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি, আমি বলব আপনাকে টিউটোরিয়ালটি এখানেও পোস্ট করবেন কারণ লিনাক্স অপারেটিং সিস্টেম কি এবং এটি ব্যবহার করার মাধ্যমে উইন্ডোস অপারেটিং সিস্টেম এর থেকে কতটুকু বেশি সিকিউর থাকা যায় এটা সবার জানার দরকার আছে।
DYING_S0UL ভাই অলরেডি সাজেশন করেছে, আমিও আপনাকে বলতে চাই ডুয়েল বুট ইউজ করার চাইতে আমার মনে হয় ভার্চুয়াল বক্স ব্যবহার করাও খারাপ হবে না। তাছাড়া কাজ করার জন্য একটা ল্যাপটপ বা কম্পিউটারকে আলাদা রেখে সেটাই লিনাক্স ব্যবহার করলেও মনে হয় ভালো হবে করাপ্ট  হওয়ার রিস্ক আর থাকবে না।
sr. member
Activity: 616
Merit: 322
November 05, 2023, 08:55:33 AM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।

এই নিউজ কোথায় পাইছেন? এমন কোনো নিউজ আমার চোখে এখনো পরেনি। আর কোন কোন প্রমাণ ছাড়া কোনো প্রকার নিউজ শেয়ার করে মানুষকে বিভ্রান্ত করাটা ঠিক না। আপনি সবাইকে সতর্ক করতেছেন এটা অনেক ভালো কাজ এবং এর আগেও এই বিষয় নিয়ে কয়েকটি পোস্ট হয়েছে। আমি আপনার পোস্ট নেগেটিভ হিসেবে নিচ্ছি না তবে আপনার এই পোস্টের সাথে যদি  কোন নিউজ এর লিংক কিংবা ভিডিও  লিংক থাকতো তাহলে বিষয়টি কতটুকু সত্য তা বুঝা যাইতো। যেহেতু বাংলাদেশে বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি বৈধ নয় তাই অবশ্যই আমাদের সতর্ক থাকাটা কাম্য। বাংলাদেশ এখন অস্থিতিশীল অবস্থা চলতেছে এবং বিভিন্ন কিছু ঘটতেছে যা বাংলাদেশের প্রশাসনের থেকে আশা করা যায় না। আমাদের এইখানে কয়েকজন রাত ১০ টার দিকে একটি রেস্টুরেন্ট থেকে জন্মদিন পালন করে ফেরার সময় ১০-১২ জনকে পুলিশ ধরে এবং জংগী বলে থানায় নিয়া যায় যদিও ১ দিন পরে ছাইড়া দেয়। সামনে নির্বাচন তাই দেশে এখন অনেক কিছুই ঘটতেছে এবং আরো ঘটবে। এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো সন্ধ্যা ৬ টার পর বাসার বাইরে না থাকা এবং যে দিন কোন দলের মিছিল, মিটিং, সম্মেলন যাই থাকুক না কেন সেদিন বাসায় থাকা।

সংবাদে এখোনো আসেনি, তবে এটা সত্যি। কুমিল্লাতে যদি কোনো আত্তিও ও পরিচিত কেউ থেকে থাকে খবর নিতে পারেন ।
অনেকেই দেখি বলে পুলিশ সবার ফোন চেক করতেছে এই ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত কিনা সনাক্ত করার জন্য আমি নিউজ টি দেখি নাই, কেউ কি দেখছেন?
পুলিশ জনগণের ফোন চেক করছে এটা সত্য তবে এটা করেছিল ২৮ তারিখের যে BNP এর প্রোগ্রাম ছিলো সেদিন নয়া পল্টনের দিকে যে বাসগুলো বা গণপরিবহন গুলা চলছে পুলিশ সেগুলা চোখে চোখে রাখছে আর যে গাড়ির যাত্রীদের সন্দেহজন মনে হয়েছে বা কোন সোর্সের মাধ্যমে পুলিশ কোন গাড়ির কথা জানতে পারছে যে সেখানে কোন সন্দেহে বচন ব্যক্তি আছে সেগুলারে পুলিশ সার্চ করছে এবং তাদের মোবাইল নিয়েও সার্চ করা হয়েছে এই ঘটনা সত্য তবে এটা ক্রিপ্টো ব্যবহারকারীদের ধরার জন্য এমন অভিযান ছিল না।
sr. member
Activity: 420
Merit: 376
November 05, 2023, 08:20:06 AM
সংবাদে এখোনো আসেনি, তবে এটা সত্যি। কুমিল্লাতে যদি কোনো আত্তিও ও পরিচিত কেউ থেকে থাকে খবর নিতে পারেন ।
ভাই যা হওয়ার হইছে ওনাদের তথ্য ফাঁস হয়েছিলেন তাই তাদের কে গোয়েন্দা পুলিশ ধরেছেন। যদি আপনি আমি এই নিয়ে আরও জানাজানি করতে যাই এতে আপনার আমার বিপদ আপনা আপনি নিজের ঘারে চলে আসতে পারে। হয়তো হতে পারে কুমিল্লার কাউকে আপনি আমি জিজ্ঞেস করলাম, সেই ব্যাক্তি হয়তো খবর টি শুনে নাই আরও ওই ব্যাক্তি যদি বিটকয়েন সম্পর্কে না জানেন তিনি আরও ঝামেলা করতে পারেন। আপনার কাছে রিকুয়েষ্ট থাকবে যদি আপনি এই বিষয় নিয়ে নিউজ দেখেন তাহলে অবশ্যই এখানে শেয়ার করবেন। আমরা বিস্তারিত জানতে পারবো এবং সেভাবে সতর্কতা অবলম্বন করতে পারবো।

অনেকেই দেখি বলে পুলিশ সবার ফোন চেক করতেছে এই ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত কিনা সনাক্ত করার জন্য আমি নিউজ টি দেখি নাই, কেউ কি দেখছেন? দেখলে নিউজ শেয়ার করার জন্য রিকুয়েষ্ট করতেছি। আমি শুনেছিলাম রাজনৈতিক বিষয়ে নিয়ে ফোন চেক করেছিলো। যাইহোক আপনি আমি এতে কোন
আপনি মনে হয় অনেক সাধু এবং জ্ঞানী ভাই এর আগে পোস্ট করেছে তখন তো কিছু বলেন নাই। Learn Bitcoin ভাই পিজিপি নিয়ে অনেক আগে পোস্ট করেছে কিন্তু কেউ না বুঝেও বোঝার ভান করে সেই পোস্ট পড়েনি বা প্রশ্ন করেনি যে কিভাবে শিখব।
আমি একথা বলছি বিদায় বলতে পারেন যে আপনি ছোট ইউজার এত বড় কথা বলেন কেন। আপনারা অনেক অভিজ্ঞ এবং বড় ইউজার তাহলে আপনারা বুঝেন না কি বুঝেন না সে বিষয়ে পোস্ট করেননাই কেন। এখন এসে ঠিকই তাল মারতেছেন। এখানে যারা আছে সবাই ভালো হয়তো কারো র‍্যাঙ্ক ছোট বা কারো র‍্যাংক বড় সেটা শুধু পার্থক্যমাত্র।মেধা সবারই সমান কেউ হয়তো সঠিকভাবে খাটাতে পারে আবার কেউ পারেনা। সবাই যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যেত তাহলে মূর্খ থাকতো না। আবার সবাই যদি মূর্খ হত তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতো না। কেউ না বুঝে বা না জেনে অন্যকে এমনি এমনি জ্ঞান দিতে চায় না।
sr. member
Activity: 602
Merit: 369
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
November 05, 2023, 07:57:56 AM
সংবাদে এখোনো আসেনি, তবে এটা সত্যি। কুমিল্লাতে যদি কোনো আত্তিও ও পরিচিত কেউ থেকে থাকে খবর নিতে পারেন ।
ভাই যা হওয়ার হইছে ওনাদের তথ্য ফাঁস হয়েছিলেন তাই তাদের কে গোয়েন্দা পুলিশ ধরেছেন। যদি আপনি আমি এই নিয়ে আরও জানাজানি করতে যাই এতে আপনার আমার বিপদ আপনা আপনি নিজের ঘারে চলে আসতে পারে। হয়তো হতে পারে কুমিল্লার কাউকে আপনি আমি জিজ্ঞেস করলাম, সেই ব্যাক্তি হয়তো খবর টি শুনে নাই আরও ওই ব্যাক্তি যদি বিটকয়েন সম্পর্কে না জানেন তিনি আরও ঝামেলা করতে পারেন। আপনার কাছে রিকুয়েষ্ট থাকবে যদি আপনি এই বিষয় নিয়ে নিউজ দেখেন তাহলে অবশ্যই এখানে শেয়ার করবেন। আমরা বিস্তারিত জানতে পারবো এবং সেভাবে সতর্কতা অবলম্বন করতে পারবো।

অনেকেই দেখি বলে পুলিশ সবার ফোন চেক করতেছে এই ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত কিনা সনাক্ত করার জন্য আমি নিউজ টি দেখি নাই, কেউ কি দেখছেন? দেখলে নিউজ শেয়ার করার জন্য রিকুয়েষ্ট করতেছি। আমি শুনেছিলাম রাজনৈতিক বিষয়ে নিয়ে ফোন চেক করেছিলো। যাইহোক আপনি আমি এতে কোন ঘাবড়ানো বেশি কারন মনে করি না। আপনি আমি নিজে যদি ক্রিপ্টোকারেন্সির সাথে জরিত আছি তা যদি আপনি আমি নিজেই প্রচার না করি কেউ কখনো জানতে পারবে না আপনি আমি কি করি। আবার কিছু লোক আছেন নিজেকে নিয়ে অনেক গর্ব করেন, যে আমি ঘরে বসে ইনকাম করি, এটা ওটা,,, ঘরে বসে ডিজিটাল যুকে ইনকাম করা কোন ব্যপার না। কিন্তু এলাকায় কিছু বয়স্ক মুরুব্বি যারা আছেন তারা মনে করে জুয়া আরো বিভিন্ন ভাবে সমালোচনা করে থাকে। এই ধরনের কোন কাজ করা যাবে না ঘরে বসে ইনকাম করুন কিন্তু বলবেন না কি করেন। সবচেয়ে ভালো হয় এই ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত থেকে পাশাপাশি কোন ছোটখাটো কোন ব্যবসা বা চাকরি করলে এতে কেউ কোন সন্দেহ করবে না। আপনি কি মনে করেন পুলিশ নিজে থেকেই একাই এসে আপনার ফোন চেক করবে বা বলবে আপনি ক্রিপ্টোকারেন্সির সাথে জরিত আছেন? অবশ্যই না। কেউ হয়তো পুলিশ কে আপনার সম্পর্কে ইনফরমেশন দিয়েছে দেখেই আপনাকে ধরার অভিযান চালাবে। আপনি ভালো ভাবে চলবেন এটা বর্তমান যুগে সহ্য হয় না? একটা কথা সবার মনে রখা উচিত, যে পরমানুষের থেকে আপনার আপন নানুষেরাই ক্ষতি করার জন্য আপনার পিছনে লেগে থাকবে। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে প্রমাণ পেয়েছি।

বাংলা থ্রেডের জন্য টিউটোরিয়াল লিখে লাভ নাই ভাই। আগের বার কি হইছিল আপনি ভালো করেই জানেন। ২-৪ টা পোস্ট হলেই আপনার ৫ ঘন্টার লেখা মাটির নিচে। আর আমার মনে হয়না এখানে তেমন কেও লিনাক্স চালায়। বেশির ভাগই উইন্ডোজ চালায়ে অভ্যস্ত। আর যে মানুষটার ল্যাপটপ কম্পিউটার নাই, সেও বলবে হ্যা ভাই আমি উইন্ডোজ চালাতে পারি।

গ্লোবাল সেকশনে লিনাক্সে পিজিপি নিয়ে ইউনিভারসাল একটি টিউটোরিয়াল বানান। ঐটাই এনাফ হবে। আর যে মানুষটা লিনাক্সের ব্যবহার আর ইনস্টল প্রসেস জানে, তার মনে হয় সেই বেসিক জ্ঞান আছে ইংরেজি ভাষা সম্পর্কে। সাধারণ ইংরেজি বুঝবেনা এতটা বোকা হয়তো বাংলা থ্রেডে কেউ নাই।
ভাই হাদিসে পরেছি আবার ওয়াজ মাহফিলে শুনেছি, এই দুনিয়ায় যদি একজন ভালো মানুষ না থাকতো, আল্লাহ তায়ালা এই দুনিয়া আসমান জমিন ইত্যাদি কিছুই রাখতেন না। তাই ভাই আমাদের এই বাংলা থ্রেডেও ২-১ জন তো ভালো আছেন, তা না হলে তো আমাদের এই থ্রেড এতদিনে টিকে থাকতো না। যাদের ধরকার তারা অবশ্যই গুরুত্বভাবে পড়বেন, কিছু না বুঝলে প্রশ্ন করবে। এমন অনেক সদস্য আছেন তারা কোন গুরুত্বপূর্ণ পোস্ট পড়বে না, তারা শুধু নিজেই অন্যদের জ্ঞান দিতে যাবে।

ভাই গ্লোবালে শুধু নয় আমিও চাই আমাদের এই থ্রেডেও Learn Bitcoin ভাই লিন্যাক্স সম্পর্কে টিউটোরিয়াল লিখবেন। কেননা আমাদের থ্রেডেও একটা গুরুত্বপূর্ণ পোস্ট হবে এবং আমাদের থ্রেডের কিছুটা উন্নতি হবে।
full member
Activity: 546
Merit: 164
November 05, 2023, 06:02:31 AM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।

আমাদের দেশের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়। সরকার বিরোধী আন্দোলন করায় পুলিশ বাহিনীর সাধারণ জনগণকে বিভিন্নভাবে হেনস্তা করছে। সবকিছু মিলে দেশের অবস্থা খুব একটা ভালো নয়। তাতে করে এই নিউজটা শুনে মনের ভিতরে একটু ভয় লাগছে। তার কারণ আমাদের বাংলাদেশের বিটকয়েন বৈধ নয়। বিটকয়েন বৈধতা না থাকার কারণে আমাদেরকে সরকারের চোখ ফাকি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আমাদের এ বিটকয়েন ট্রেড করতে হয়। অবশ্যই আমাদেরকে বিটকয়েনে ট্রেড করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। কোনভাবে যদি আইন-শৃঙ্খলা বাহিনী জানতে পারে যে আমরা বিটকয়েন ট্রেড করি তাহলে তারা আমাদেরকে আইনে আওতায় নিবে। তাই আমাদের সকলেরই উচিত হবে সতর্কতার সাথে বিটকয়েনে ট্রেড করা।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 05, 2023, 05:44:03 AM
আমি আজকে লিন্যাক্স এ পিজিপি এনক্রিপশন নিয়ে কিছু লিখবো। গ্লোবালে একটা পোষ্ট করবো ভাবছিলাম। আমাদের থ্রেড এ পোষ্ট করে হুদাই তো লাভ নাই যদি কোনো ইউজার না থাকে, বা কেউ যদি ইন্টারেষ্টেড না থাকে।

আমাদের এখানে এর আগে উইন্ডোজ এর টিউটোরিয়াল লিখেছিলাম, সেটাই কেউ খেয়াল করেছে বলে মনে হয় না। আর লিন্যাক্স তো এখানে কেউ ব্যাবহার করে বলে আমার মনেও হয় না। কেউ ইন্টারেষ্টেড থাকলে জানাবেন। তাহলে ইংলিশের পাশাপাশি বাংলায় ও লিখবো।
বাংলা থ্রেডের জন্য টিউটোরিয়াল লিখে লাভ নাই ভাই। আগের বার কি হইছিল আপনি ভালো করেই জানেন। ২-৪ টা পোস্ট হলেই আপনার ৫ ঘন্টার লেখা মাটির নিচে। আর আমার মনে হয়না এখানে তেমন কেও লিনাক্স চালায়। বেশির ভাগই উইন্ডোজ চালায়ে অভ্যস্ত। আর যে মানুষটার ল্যাপটপ কম্পিউটার নাই, সেও বলবে হ্যা ভাই আমি উইন্ডোজ চালাতে পারি।

গ্লোবাল সেকশনে লিনাক্সে পিজিপি নিয়ে ইউনিভারসাল একটি টিউটোরিয়াল বানান। ঐটাই এনাফ হবে। আর যে মানুষটা লিনাক্সের ব্যবহার আর ইনস্টল প্রসেস জানে, তার মনে হয় সেই বেসিক জ্ঞান আছে ইংরেজি ভাষা সম্পর্কে। সাধারণ ইংরেজি বুঝবেনা এতটা বোকা হয়তো বাংলা থ্রেডে কেউ নাই।

Quote
শুধুমাত্র লিন্যাক্স অপারেটিং সিষ্টেম ব্যাবহার করার জন্য আমার ২.৫ টেরাবাইট এর এস এস ডি এবং হার্ড ডিস্ক ফরমেট করতে লাগছে। ডুয়েল বুট করতে গিয়ে সব করাপটেড করে ফেলছিলাম। সেই কাংখিত টিউটোরিয়াল নিয়ে আজকে কাজ করবো।
ডুয়েলবুটের মতো ঝুঁকিপূর্ণ কিছু নাই ভাই। এটা শুধুমাএ হার্ডডিক্স (hdd) করোপ্ট করেনা সাথে এর কার্যকরীতাও নষ্ট করে সময়ের সাথে সাথে (আমার মতে)। আমি নিজেও একবার এমন সমস্যায় পড়ছিলাম। এক বন্ধু লিনাক্স ইউজ করবে তাই ইনস্টল করে দেয়ার রিকুয়েস্ট করে। পরে ঠিকঠাকই সব করে দেই। বিপত্তি বাজে বুট করা সময়। স্টোরেজ ভিভাইস হয়তো ঠিকভাবে সিলেক্ট হয়নি বা ঠিক ফরম্যাটে (NTFS বা exFAT) ছিলনা বা ঠিকভাবে পার্টিশন (MBR বা GPT) হয়নি। এগুলোর মধ্যে কেনো একটায় ঝামেলা হলে বুট হবেনা। পরে আর কি করার ফুল হার্ডডিক্স ফরম্যাট করে উইন্ডোজ ১০ মেরে দিলাম। আর Oracle Virtual Box এ Linux ইনস্টল করলাম। অন্তত লিনাক্সের স্বাদ তো নিতে পারবে।

তবুও আমার একার কথা তো আর কথা না, দেখেন অন্যরা কি বলে। আমি আমার মতামত দিয়ে দিলাম।
sr. member
Activity: 420
Merit: 376
November 05, 2023, 04:54:50 AM
আমি আজকে লিন্যাক্স এ পিজিপি এনক্রিপশন নিয়ে কিছু লিখবো। গ্লোবালে একটা পোষ্ট করবো ভাবছিলাম। আমাদের থ্রেড এ পোষ্ট করে হুদাই তো লাভ নাই যদি কোনো ইউজার না থাকে, বা কেউ যদি ইন্টারেষ্টেড না থাকে। শুধুমাত্র লিন্যাক্স অপারেটিং সিষ্টেম ব্যাবহার করার জন্য আমার ২.৫ টেরাবাইট এর এস এস ডি এবং হার্ড ডিস্ক ফরমেট করতে লাগছে। ডুয়েল বুট করতে গিয়ে সব করাপটেড করে ফেলছিলাম। সেই কাংখিত টিউটোরিয়াল নিয়ে আজকে কাজ করবো।

আমাদের এখানে এর আগে উইন্ডোজ এর টিউটোরিয়াল লিখেছিলাম, সেটাই কেউ খেয়াল করেছে বলে মনে হয় না। আর লিন্যাক্স তো এখানে কেউ ব্যাবহার করে বলে আমার মনেও হয় না। কেউ ইন্টারেষ্টেড থাকলে জানাবেন। তাহলে ইংলিশের পাশাপাশি বাংলায় ও লিখবো।
ভাই ইচ্ছা আছে কিন্তু কিছুই বুঝি না। আমি আপনার পিজিপি নিয়ে পোস্ট পরেছি।আপনার দেওয়া লিংক থেকে ডাউনলোড করি তারপর install করার কোন ফাইল খুঁইজা পাই না। যদি ভালোভাবে বুঝাইয়া দিতেন তাহলে হয়তো শিখতে পারতাম।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 05, 2023, 04:42:09 AM
আমি আজকে লিন্যাক্স এ পিজিপি এনক্রিপশন নিয়ে কিছু লিখবো। গ্লোবালে একটা পোষ্ট করবো ভাবছিলাম। আমাদের থ্রেড এ পোষ্ট করে হুদাই তো লাভ নাই যদি কোনো ইউজার না থাকে, বা কেউ যদি ইন্টারেষ্টেড না থাকে। শুধুমাত্র লিন্যাক্স অপারেটিং সিষ্টেম ব্যাবহার করার জন্য আমার ২.৫ টেরাবাইট এর এস এস ডি এবং হার্ড ডিস্ক ফরমেট করতে লাগছে। ডুয়েল বুট করতে গিয়ে সব করাপটেড করে ফেলছিলাম। সেই কাংখিত টিউটোরিয়াল নিয়ে আজকে কাজ করবো।

আমাদের এখানে এর আগে উইন্ডোজ এর টিউটোরিয়াল লিখেছিলাম, সেটাই কেউ খেয়াল করেছে বলে মনে হয় না। আর লিন্যাক্স তো এখানে কেউ ব্যাবহার করে বলে আমার মনেও হয় না। কেউ ইন্টারেষ্টেড থাকলে জানাবেন। তাহলে ইংলিশের পাশাপাশি বাংলায় ও লিখবো।
sr. member
Activity: 476
Merit: 359
November 05, 2023, 04:08:55 AM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।
আমরা যারা বিটকয়েনে কাজ করি আমাদের সতর্ক থাকা অনেকটাই গুরুত্বপূর্ণ। সবসময় নিজেকে নিরাপদ রেখে এখানে কাজ করতে হবে। আসলে এ ধরনের গ্রেপ্তার মাঝে মাঝেই শোনা যায়। বাংলাদেশে বিটকয়েন ব্যবহার কারী শতকরা ১০ থেকে ২০ জন ব্যক্তি। এই বিটকয়েন ব্যবহার করা মোটেও খারাপ কিছু নয়। আমরা যে কাজ করি এ ধরনের কাজ মূলত আমাদের বেকারত্বের হার কমিয়ে এনেছে। এ ধরনের কাজের প্রতি সরকার কখনোই কঠোর পদক্ষেপ নেবে না তবে একজন ব্যক্তি যদি মানিলন্ডারিং করে যেমন প্রতিদিন ৫০-১০০+ হাজার ডলার লেনদেন করে তাহলে তার জন্য প্রশাসনিক ঝামেলা রয়েছে। কিন্তু আমাদের মত ছোটখাটো ইউজারদের প্রশাসনিক ঝামেলা হবে না বলে মনে করি। তারপরে ও সতর্কতার শেষ নেই যে কোন মুহূর্তে যেকোন ঝামেলায় পড়তে পারি সেজন্য আগে থেকেই আমাদের সতর্ক থাকতে হবে।
আমাদের সোনার বাংলাদেশে এখন পুলিশ যেমনভাবে মোবাইল ফোন সার্চ করা শুরু করেছে তাতে ছোটখাটো যে কোন একটি ক্লু পেলেই আপনাকে গ্রেফতার করবে। আপনি ছোট ইউজার হন আর বড় ইউজার হন Crypto রিলেটেড কোন কিছু আপনার ফোনে থাকলে পুলিশ যদি সেটা খুঁজে পায় তাহলে আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। দেখা যাবে আপনার ফোনে ছোটখাটো crypto রিলেটেড কোন কিছু খুঁজে পেলে পুলিশ এটা বানিয়ে অনেক বড় করে ফেলবে এবং আপনাকে মানি লন্ডারিং এর কেস দিলে আপনার তখন কিছু করার থাকবে না। আমাদের বাংলাদেশের যেহেতু বিটকয়েন বৈধ নয় তাই যারা ছোট ইউজার বা বড় ইউজার তাদের সবারই অতি সাবধানতার সাথে বিটকয়েন লেনদেন করা উচিত। আমাদের দেশে দেখা যায় প্রত্যেক বছরই এরকম একটি করে ঘটনা ঘটে। প্রত্যেক বছর শোনা যায় যে কোন এলাকাভিত্তিক বা জেলাভিত্তিক ১০-১২ জন লোকজন
বিটকয়েন লেনদেন করা নিয়ে গ্রেপ্তার হতে দেখা যায়। এ থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত এবং সাবধানতা অবলম্বন করা উচিত।
Jump to: