রিসেন্ট ওয়ারড্রগুলোতে, মেটামাস্ক কানেক্ট করতে বলে, ফসেট থেকে টোকেন নিয়ে সেটা এই ব্রিজ থেকে ঐ ব্রিজে পার করতে হয় (টেস্টনেট), আবার কিছু কিছুতে ট্রানজেকশন দেখাতে হয়, এজন্য নিজের টাকা খরচ করতে হয়। হ্যাঁ হয়তোবা সামান্য কিছু ফি কাটে এসব ট্রানজেকশনে (৪-৫টাকা)। কিন্তু যখন বিষয়টা হাজার হাজার মানুষ করে, তখন অংকটা পুরোই চেন্জ হয়ে যায়। এসব আমার কাছে বিশাল অংকের ফান্ড পুল করার কৌশল মনে হয়েছে। একদম সময়ের অপচয়।
টেষ্টনেটের এয়ারড্রপগুলোতে কোনো খরচ হয় নাহ, কারণ সকল কার্যক্রম ডেমো ফান্ড দিয়ে করতে হয়। কিন্তু Retroactive এয়ারড্রপগুলো মূলত মেইননেটে করতে হয়, যেগুলোতে আপনার নিজের অর্ত ব্যয় করতে হবে। মানে আসল টোকেন কিংবা কয়েন ব্যবহার করতে হবে। আর আপনি যদি বিচার-বিশ্লেষণ করে কোনো প্রজেক্ট ব্যবহার করেন এয়ারড্রপের জন্য, তাহলে মোটেও সময় অপচয় হবে নাহ। কিন্তু সময় লাগবে অনেক, কারণ প্রতিমাসে এমন এয়ারড্রপ পাবেন নাহ। আমার কিছু এয়ারড্রপের বর্ণনা দিলাম, যেগুলো আমি এইবছর পেয়েছি:
Arbitrum: যদিও আমি অন্যদের মতো arbitrum চেইন ব্যবহার করি নাই, কিন্তু Lexer market প্রজেক্টির ডেমো ট্রেডিং প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিলাম, যার কারণেই এয়ারড্রপটি পেয়েছিলাম। আমি মনে হয় সর্বোচ্চ $২০ এর ইথিরিয়াম ফি হিসেবে খরচ করেছিলাম, কারণ ট্রেডিং প্রতিযোগিতাটি ডেমো ফান্ড দিয়ে করা হয়েছিল, কিন্তু মেইননেটে হয়েছিল। আর আমি এয়ারড্রপ থেকে প্রায় $২০০০ এর সমপরিমাণ $ARB টোকেন পেয়েছিলাম।
লিংক: https://t.me/bitbytecrypto_ann/946HMX ( Perp88): এই প্রজেক্টটি হয়তো এখানে শেয়ার করি নাই, তবুও এটিতে শুধুমাত্র ট্রেডিং করার কারণে প্রায় $১৬০০ এর সমপরিমাণ esHMX টোকেন পেয়েছি। বলে রাখা ভালো, esHMX টোকেনটির ১২ মাসের ভেস্টিং সময় আছে, তো চাইলে আমি এখনেই বিক্রি করতে পারবো নাহ। কিন্তু মজার বিষয় এটি স্টেকিং করে আরো eshMX, USDC রিওয়ার্ড পাওয়া যাবে। বর্তমানে প্রতি ২-৩ দিনে প্রায় $১ এর মতো রিওয়ার্ড পাই।
কমিউনিটি থেকে একজন শেয়ার করেছিল যে, সে প্রায় $৪০০ এর মতো esHMX টোকেন পেয়েছে। আরো অনেকে পেয়েছে কিন্তু শেয়ার করেনি হয়তো, কেননা অনেকে শুধুমাত্র পোষ্টগুলো পড়ে এবং গোপনে কোপ দেয়।
লিংক: https://t.me/bitbytecrypto_ann/1102লিংক: https://t.me/bitbytecrypto/64945এই ২ প্রজেক্ট ছাড়াও আরো অনেক প্রজেক্টের রিওয়ার্ড পেয়েছি, কিন্ত পরিমাণে কম। কারণ আমি সেগুলোতে তেমন সময় দেই নাই। কয়েকদিন ব্যবহারে বুঝতে পেরেছিলাম যে, ভালো এয়ারড্রপ পাওয়া যাবে নাহ।
এত কিছু বলা এবং শেয়ার করার একটিই কারণ যে, আপনি যদি সঠিক প্রজেক্টের পেছনে সময় দেন। তাহলে এয়ারড্রপের পরিমাণ ভালো পাবেন এবং একটু কৌশল ব্যবহার করতে হবে। আমি বর্তমানে Vaultka তে Lending করেছি এয়ারড্রপের জন্য এবং আশা করি, ভালো লাভ পাওয়া যাবে ভবিষ্যতে। বর্তমানে আর একটি প্রজেক্ট নিয়ে টুইটার থ্রেড লেখতেছি, সেটিও আশা করা যায় ভালো রিওয়ার্ড দিবে।