Author

Topic: বাংলা (Bengali) - page 123. (Read 5298531 times)

jr. member
Activity: 33
Merit: 4
October 22, 2023, 10:12:39 PM
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।।
প্রথম উপার্জন সবার জন্যই অনেক আনন্দের হয়ে থাকে সেটা হোক চাকরি ক্ষেত্রে কিংবা অন্য ক্ষেত্রে। তবে প্রথম উপার্জন খুব অল্প পরিমাণ হলেও নিজের কাছে গর্ববোধ করার মত হয়ে দাঁড়ায়। আমাদের ছোট বড় সবারই স্বপ্ন যে আমরা একদিন এই ফোরাম থেকে কিছুটা হলেও উপার্জন করতে পারব এবং সেদিন আমি আমার প্রথম উপার্জনের কথা আপনাদেরকে শেয়ার করব সেই অনুভূতিটার জন্য অপেক্ষা করছি।
member
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
October 22, 2023, 09:47:46 PM
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।।



আমাদের লোকাল বোর্ড এর বড় ভাই @LDL ভাই কে অনেক ধন্যবাদ হ্যাঁ হয়তো তার সাথে আমার খুব একটি পরিচয় নেই শুরু থেকে আজ পর্জন্ত টেলিগ্রামে শুধুমাত্র দুই বার কথা হয়েছে কিন্তু তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ ।। তার উপদেশ গুলো অনেক কাজে এসেছে।। তিনি এত বরমাপ এর ব্যাক্তি হওয়া সত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই এবং তিনি অনেক বন্ধু সুলভ মানুষ।। @LDL ভাই অনেক ধন্যবাদ ভাই ছোট ভাই হিসাবে উপদেশ গুলো দেওয়ার জন্য।।
full member
Activity: 532
Merit: 163
October 22, 2023, 01:28:02 PM
আমি এর আগেও অনেকবার বলার চেস্টা করেছিলাম আমার পরিবার ও আমি পুরপুরিভাবে বিটকয়েনটক এর উপরে নির্ভরশীল, আর এই জন্যেই বিটকেয়েনটল্ক ও আমার পরিবার নিয়ে আমার মেয়ের জন্মদীন উৎযাপন করেছি, পাসে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ।

আমার ও আমার পরিবারের জন্যে সবাই দোয়া করবেন ।

উৎযাপনের কিছু ছবি দিলাম মুল পোস্ট টা কোট করলাম।
শুভ জন্মদিন কিন্তু একটা বিষয়ে দেখে অবাক লাগলো। আপনি শুধু কেক গুলোর পিক দিলেই এখানে সবাই বুঝতে পারতো। যাইহোক খুবই সতর্ক থাকুন। পিক গুলো যদিও এতটা বুঝা যায় না তবে আপনার পরিবার সহ পিক টা ডিলিট করতে পারেন। কেউ চাইলে সহজেই বের করতে পারবে না আসল চেহারা তবে ডিলিট করাই ভালো।
বিটকয়েন যেহেতু আমাদের দেশের সরকার বৈধ করেনি আমরা চুপে চাপে এই কাজটা করে থাকি যেহেতু আমাদের দেশে বিটকয়েন বৈধ নয় ।সে ক্ষেত্রে আমাদের সকলেরই উচিত সাবধানতার সঙ্গে বিটকয়েনে কাজ করা আপনি বিটকয়েনের মাধ্যমে সফলতা পেয়েছেন বা বিটকয়েন এর মাধ্যমে আপনার ফ্যামিলি পরিচালনা  করেন সেটা এভাবে জন্মদিনের কেক দিয়ে আপনার ফ্যামিলির পিকটা না দিলে আমার মনে হয় অনেক ভালো হতো। যাইহোক আপনাদের ফ্যামিলিসহ পিকটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ডিলিট করাটা আপনার জন্য ভালো হবে এটা আপনি ডিলিট করে ফেলেন। আপনার পরিবারের জন্য রইল আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আপনি জীবনে আরও বিটকয়েনের মাধ্যমে এগিয়ে যান আপনার ফ্যামিলিকে নিয়ে অনেক ভালো থাকেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 22, 2023, 12:25:15 PM
রিসেন্ট ওয়ারড্রগুলোতে, মেটামাস্ক কানেক্ট করতে বলে, ফসেট থেকে টোকেন নিয়ে সেটা এই ব্রিজ থেকে ঐ ব্রিজে পার করতে হয় (টেস্টনেট), আবার কিছু কিছুতে ট্রানজেকশন দেখাতে হয়, এজন্য নিজের টাকা খরচ করতে হয়। হ্যাঁ হয়তোবা সামান্য কিছু ফি কাটে এসব ট্রানজেকশনে (৪-৫টাকা)। কিন্তু যখন বিষয়টা হাজার হাজার মানুষ করে, তখন অংকটা পুরোই চেন্জ হয়ে যায়। এসব আমার কাছে বিশাল অংকের ফান্ড পুল করার কৌশল মনে হয়েছে। একদম সময়ের অপচয়।

টেষ্টনেটের এয়ারড্রপগুলোতে কোনো খরচ হয় নাহ, কারণ সকল কার্যক্রম ডেমো ফান্ড দিয়ে করতে হয়। কিন্তু Retroactive এয়ারড্রপগুলো মূলত মেইননেটে করতে হয়, যেগুলোতে আপনার নিজের অর্ত ব্যয় করতে হবে। মানে আসল টোকেন কিংবা কয়েন ব্যবহার করতে হবে। আর আপনি যদি বিচার-বিশ্লেষণ করে কোনো প্রজেক্ট ব্যবহার করেন এয়ারড্রপের জন্য, তাহলে মোটেও সময় অপচয় হবে নাহ। কিন্তু সময় লাগবে অনেক, কারণ প্রতিমাসে এমন এয়ারড্রপ পাবেন নাহ। আমার কিছু এয়ারড্রপের বর্ণনা দিলাম, যেগুলো আমি এইবছর পেয়েছি:

Arbitrum: যদিও আমি অন্যদের মতো arbitrum চেইন ব্যবহার করি নাই, কিন্তু Lexer market প্রজেক্টির ডেমো ট্রেডিং প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিলাম, যার কারণেই এয়ারড্রপটি পেয়েছিলাম। আমি মনে হয় সর্বোচ্চ $২০ এর ইথিরিয়াম ফি হিসেবে খরচ করেছিলাম, কারণ ট্রেডিং প্রতিযোগিতাটি ডেমো ফান্ড দিয়ে করা হয়েছিল, কিন্তু মেইননেটে হয়েছিল। আর আমি এয়ারড্রপ থেকে প্রায় $২০০০ এর সমপরিমাণ $ARB টোকেন পেয়েছিলাম।
লিংক: https://t.me/bitbytecrypto_ann/946

HMX ( Perp88): এই প্রজেক্টটি হয়তো এখানে শেয়ার করি নাই, তবুও এটিতে শুধুমাত্র ট্রেডিং করার কারণে প্রায় $১৬০০ এর সমপরিমাণ esHMX টোকেন পেয়েছি। বলে রাখা ভালো, esHMX টোকেনটির ১২ মাসের ভেস্টিং সময় আছে, তো চাইলে আমি এখনেই বিক্রি করতে পারবো নাহ। কিন্তু মজার বিষয় এটি স্টেকিং করে আরো eshMX, USDC রিওয়ার্ড পাওয়া যাবে। বর্তমানে প্রতি ২-৩ দিনে প্রায় $১ এর মতো রিওয়ার্ড পাই।

কমিউনিটি থেকে একজন শেয়ার করেছিল যে, সে প্রায় $৪০০ এর মতো esHMX টোকেন পেয়েছে। আরো অনেকে পেয়েছে কিন্তু শেয়ার করেনি হয়তো, কেননা অনেকে শুধুমাত্র পোষ্টগুলো পড়ে এবং গোপনে কোপ দেয়।  Grin
লিংক: https://t.me/bitbytecrypto_ann/1102
লিংক: https://t.me/bitbytecrypto/64945

এই ২ প্রজেক্ট ছাড়াও আরো অনেক প্রজেক্টের রিওয়ার্ড পেয়েছি, কিন্ত পরিমাণে কম। কারণ আমি সেগুলোতে তেমন সময় দেই নাই। কয়েকদিন ব্যবহারে বুঝতে পেরেছিলাম যে, ভালো এয়ারড্রপ পাওয়া যাবে নাহ।  Wink

এত কিছু বলা এবং শেয়ার করার একটিই কারণ যে, আপনি যদি সঠিক প্রজেক্টের পেছনে সময় দেন। তাহলে এয়ারড্রপের পরিমাণ ভালো পাবেন এবং একটু কৌশল ব্যবহার করতে হবে। আমি বর্তমানে Vaultka তে Lending করেছি এয়ারড্রপের জন্য এবং আশা করি, ভালো লাভ পাওয়া যাবে ভবিষ্যতে। বর্তমানে আর একটি প্রজেক্ট নিয়ে টুইটার থ্রেড লেখতেছি, সেটিও আশা করা যায় ভালো রিওয়ার্ড দিবে।  Cheesy
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 22, 2023, 11:58:39 AM
ভাই আর কি কি ইউজারনেম আসতে পারে?
এমনিতেই Learn Crypto সবাই বলছে এটা নাকি আমার একাউন্ট হতে পারে। আজকে আবার Learn gambling চলে আসছে। বাহ! ভালোই তো!

আমি কিছু সাজেস্ট করতে চাই যদি কেউ idea না পান।  Grin

Learn Satoshi, Learn Bangladesh, Learn Signature, Learn Merit, Learn Bitcointalk. কেউ যদি চান আমার কাছে আরো নাম আছে! Wink



আমাদের জেনারেশন কি সৃজনশীলতা ভুলে গেছে। জীবনটাই কপি পেস্ট হয়ে গেছে মনে হচ্ছে।  Embarrassed

এমনে বইলেননা ভাই, দেখবেন আপনার নামেও অল্ট খুলে বসে আছে। Lips sealed
AVlog, BVlog, CVlog, DVlog, EVlog, XVlog। Grin
লোকালে এখন অল্ট আর অল্ট, অল্ট আর অল্ট। অল্টের বন্যা। Roll Eyes
full member
Activity: 504
Merit: 212
October 22, 2023, 10:12:52 AM
ভাই আর কি কি ইউজারনেম আসতে পারে?
এমনিতেই Learn Crypto সবাই বলছে এটা নাকি আমার একাউন্ট হতে পারে। আজকে আবার Learn gambling চলে আসছে। বাহ! ভালোই তো!

আমি কিছু সাজেস্ট করতে চাই যদি কেউ idea না পান।  Grin

Learn Satoshi, Learn Bangladesh, Learn Signature, Learn Merit, Learn Bitcointalk. কেউ যদি চান আমার কাছে আরো নাম আছে! Wink



আমাদের জেনারেশন কি সৃজনশীলতা ভুলে গেছে। জীবনটাই কপি পেস্ট হয়ে গেছে মনে হচ্ছে।  Embarrassed
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 22, 2023, 06:58:26 AM
এয়ারড্রপ

ভাই এয়ারড্রপের অবস্থা এখন আর আগে মতো নেই। হ্যা একথা সত্য একসময় এয়ারড্রপের অনেক ভ্যালু ছিল, অনেক!!! আমি নিজে স্বাক্ষী। আমার এক পরিচিত বড়ভাই ছিল (বাউন্টি হান্টার)। যখন এয়ারড্রপের স্বর্ণযুগ ছিল, তখন তাকে দেখতাম হাজার হাজার এয়ারড্রপ করতেন। ঐসময় এসব বুঝতামনা। ঐ বড়ভাই এয়ারড্রপ থেকে এমন একটা প্রফিট তুলে নিছিলো যে, এয়ারড্রপের টাকায় বাড়ি, গাড়ি করছে।

সব এয়ারড্রপ যে খারাপ তা না, এখনো হাতে গোনা কিছু ভালো এয়ারড্রপ চলে। তবে সেটা সহজে খুঁজে পাওয়া যায় না। আর এছাড়া বাকি যা আছে তার ৯০ শতাংশই মার্কেটিং স্ট্রাটাজি হিসেবে কোম্পানির প্রচারনা করতেছে বলে মনে হয়েছে আমার কাছে।

রিসেন্ট ওয়ারড্রগুলোতে, মেটামাস্ক কানেক্ট করতে বলে, ফসেট থেকে টোকেন নিয়ে সেটা এই ব্রিজ থেকে ঐ ব্রিজে পার করতে হয় (টেস্টনেট), আবার কিছু কিছুতে ট্রানজেকশন দেখাতে হয়, এজন্য নিজের টাকা খরচ করতে হয়। হ্যাঁ হয়তোবা সামান্য কিছু ফি কাটে এসব ট্রানজেকশনে (৪-৫টাকা)। কিন্তু যখন বিষয়টা হাজার হাজার মানুষ করে, তখন অংকটা পুরোই চেন্জ হয়ে যায়। এসব আমার কাছে বিশাল অংকের ফান্ড পুল করার কৌশল মনে হয়েছে। একদম সময়ের অপচয়।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 22, 2023, 05:40:53 AM
মিলিয়ন কিংবা এর ১০ ভাগের ১ ভাগ ইনকাম করা শেষে ফোরামে আবার এক্টিভ হইয়া নিজের পদোন্নতিতে মনোনিবেশ করবো, যেন Legendary পদে যেতে পারি  Grin। ততোদিন দোয়া রাইখেন।

যদিও মিলিয়ন কিংবা তার ১০ ভাগের ১ ভাগ হোল্ডিং হয়নি। আর এই বেয়ার মার্কেটে তেমন কিছু মজাদার পাইতেছি নাহ, তাই ভাবলাম ফোরামে আরেকবার ঢু মেরে যাই।

যাই হোক, মনে হয় ফোরামে কিছু তথ্যবহুল পোষ্ট করবো, যদি সময় পেয়ে যাই। যদিও মূল উদ্দেশ্য থাকবে আমার কমিউনিটির ইংরেজি পোস্টগুলোকে বাংলায় সংক্ষেপে এখানে পোষ্ট করার।  Grin


বর্তমানে আমি এয়ারড্রপ টপিক নিয়ে টুইটারে বিভিন্ন কৌশল এবং প্রজেক্টের বর্ণনা দিয়ে থাকি। যারা আমার পোষ্টগুলো অনুসরণ করেছে, তারা হয়তো ইতিমধ্যে ফলাফল পেয়েছে। আবার অনেকে ফলাফল পাওয়ার পরও জানায় নাহ, ওটা বড় কথা নাহ। কিছু চলমান প্রজেক্টের টুইটার থ্রেড লিংক দিলাম। যেগুলো পড়লে আপনারা প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে এয়ারড্রপে অংশগ্রহণ করবেন, সেটিও বলে দেওয়া রয়েছে।

Vaultka প্রজেক্টের এয়ারড্রপ: https://twitter.com/officialbitbyte/status/1705700394931015844
সংক্ষিপ্ত বর্ণনা: প্রজেক্টি মূলত Leveraged Farming প্রজেক্ট, অর্থ্যাৎ এখানে আপনারা চাইলে নিজেদের স্টাবলকয়েন যেমন USDC.e, USDC, DAI ইত্যাদি লেন্ডিং করার মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন কিংবা বিভিন্ন লেভারেজ ট্রেডিং প্লাটফর্মের LP টোকেনগুলোতে 5x পর্যন্তু লেভারেজ ব্যবহার করে স্ট্যাটেজি ভল্ট ব্যবহারের মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন। এটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ প্লাটফর্ম !!

কিছু টোকেন নেই এমন প্রজেক্টের রিট্রোএক্টিভ এয়ারড্রপ:
Stargate (Layerzero), Matcha, Jumper Exchange: https://twitter.com/officialbitbyte/status/1662452940114923521
Odos, Bungee exchange, Slingshot: https://twitter.com/officialbitbyte/status/1683103139539587072

বি:দ্র: প্রজেক্টগুলো সকল mainnet এর প্রজেক্ট এবং আপনাকে নিজস্ব অর্থ ব্যবহার করতে হবে। তাই সকলে নিজের বিচার-বিশ্লেষণ শেষে ব্যবহার করবেন, কেননা আমি শুধু বিভিন্ন কৌশল কিংবা প্রাথমিক বিষয়গুলো বর্ণনা করেছি।  Grin



সর্বশেষে যারা এয়ারড্রপ পছন্দ করেন ,তাদের জন্য বলবো মার্কেট আর আগের তো নেই। মানে বিভিন্ন জোকার টুইটার প্রোফাইল দিয়ে মার্কেট ভরে গেছে এবং এয়ারড্রপের চাহিদাও কমে যাচ্ছে। কারণ প্রজেক্ট এখন এয়ারড্রপকে তাদের মার্কেটিং হিসেবে ব্যবহার করতেছে, যেমনটা আগে মোটেও ছিল নাহ। তাই কোনো প্রজেক্টের এয়ারড্রপ করার আগে দেখবেন, প্রজেক্টটি ভালো কি নাহ এবং প্রজেক্টটি কি শুধুমাত্র তাদের মার্কেটিং এর জন্য এয়ারড্রপকে ব্যবহার করতেছে নাকি। এছাড়াও অনেক প্রজেক্ট ৫ মিলিয়ন কিংবা এর বেশি ফান্ডিং করার মানেই যে ভালো এয়ারড্রপ পাবেন এমন নাহ, এর জন্য আরো কিছু বিষয় আছে। যেগুলো আপনাদেরকে জোকার টুইটার প্রোফাইলগুলো বলবে নাহ, কেননা তারা শুধু তাদের ফলোয়ার বাড়ানোর জন্য মনকাড়া ( ক্লিকব্রেইট) টাইটেল ব্যবহার করে, x প্রজেক্ট থেকে $১০,০০০ এর এয়ারড্রপ পেতে পারেন কিংবা y প্রজেক্ট এত এয়ারড্রপ দিয়েছ, তার মানে z প্রজেক্টও অনেক এয়ারড্রপ দিবে। তাই ওমন টুইটার প্রোফাইল থেকে দূরে থাকুন এবং নিজের বিচার-বিশ্লেষণ করুন।  Wink

newbie
Activity: 24
Merit: 15
October 22, 2023, 04:13:04 AM
ভাই আর কি কি ইউজারনেম আসতে পারে?
এমনিতেই Learn Crypto সবাই বলছে এটা নাকি আমার একাউন্ট হতে পারে। আজকে আবার Learn gambling চলে আসছে। বাহ! ভালোই তো!
Learn Crypto এবং Learn gambling এর পরে হয়তো নতুন করে অন্য কোন নামে একাউন্ট দেখতে পাবো কিন্ত মনে হয়না Learn Bitcoin এর মতো কোন মেধাবী জ্ঞানী কোন মেম্বার দেখতে পাব।যদি বাংলা বোর্ডে কোন মেধাবী জ্ঞানী মেম্বার এর আগমন ঘটে তাহলে সে এই রকম Learn Crypto এবং Learn gambling এই সব নামে ফোরামে প্রবেশ করবে না।এই মেম্বার গুলো হয়তো মনে করছে এই সব নাম দিয়ে একাউন্ট খুললে হয়তো তারা Learn Bitcoin এর মতো পোষ্ট করতে পারবে।আমি মনে করি Learn Bitcoin নাম এটি একটি ব্যান্ড হয়েছে যার জন্য কিছু মেম্বার এই ধরনের নাম ব্যাবহার করা শুরু করেছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 22, 2023, 03:47:05 AM
@DVlog এই ভাই দেখলাম যে টপিক তৈরি করেছে তা মূলত আমাদের লোকাল বোর্ডের উন্নতি সাধনের জন্য করেছে। আমরা যখন আলাদা লোকাল বোর্ড পেয়ে যাব তখন আমাদের বিভিন্ন চাইল্ড বোর্ড থাকবে সেই বিষয়টি মূলত ওই ভাই তুলে ধরেছে। এতে হয়তো আপনার পোস্ট অন্তর্ভুক্ত করা হয়েছে এতে আপনি একদম বিচলিত হবেন না। মনে রাখবেন আলোচনা সমালোচনার মধ্যে থেকে কোন কিছু অর্জন করা সম্ভব।

ভাই, আপনি কি সার্কাজম বুঝেন? DVlog কোনো ভাবেই চায় না এই নামে একটা চাইল্ড বোর্ড হোক। যারা ওনার পোষ্ট পড়ে মনে করতেছেন যে তিনি আসলেই একটা বোর্ড চায়, আপনারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। উনি এগুলো মেনশন করেছেন সারকাজম করার জন্য।

বাংলায় পোস্ট অনুবাদ করা নিয়ে অনেক আলোচনা সমালোচনায় হচ্ছে তাই বলে লোকাল সেকশনের পোস্ট নিয়ে কেন একজন সদস্য গ্লোবাল সেকশনে পোস্ট করবে। নিয়মের বাইরে যদি পোস্ট করা হতো তাহলে @DVlog ভাইয়ের উচিত ছিল আমাদের লোকাল সেকশনে অথবা পার্সোনাল মেসেজ দিয়ে আপনাকে সতর্ক করে দেওয়া সরাসরি ভাবে গ্লোবাল সেকশনে পোস্ট করা মোটেও উচিত হয়নি।

অবশ্যই উচিৎ হয়েছে। যারা ফোরাম ইউজার, তারা কি করবে কি না করবে, সেটা অবশ্যই তোদের ব্যাক্তিগত ব্যাপার। আপনি ক্রিটিসিজম করতে পারেন যদি তিনি নিয়মের বাইরে কিছু করে থাকেন। তিনি কি ফোরামের কোনো রুলস ভায়োলেট করেছেন? আর কাকে লোকালে পি এম করতে বলবেন? ব্যাক্তিগত ভাবে কাউকে মেসেজ করলে বলবে অন্যরা করছে তাদের বলেন, আমাকে একা কেনো বলেন? আর আমাদের থ্রেড এ পোষ্ট করার কথা যদি বলেন, এখানে এসব ব্যাপার নিয়ে অনেকদিন ধরে বিস্তর আলোচনা হয়েছে। আর কতো ক্লিয়ার ভাবে বলা যায়? নাকি এখন একজন একজন করে নাম ধরে বলতে হবে? নাম ধরে বললে তো মান সম্মানের প্রশ্ন চলে আসবে। একজন আরেকজনের শত্রু হয়ে যাবে।

@cryptoWODL আপনি যেহেতু অনুমতি নিয়ে একটি পোস্ট অনুবাদ করেছিলেন এবং যার পোস্ট অনুবাদ করেছেন সে আপনার পোষ্ট পড়েছে তাহলে কেন আপনি আপনার পোস্ট ডিলিট করতে গেলেন, হয়তো ভুল আপনারই ছিল। এখন যদি আপনার ভুল না থাকে তারপর আপনাকে দোষী সাব্যস্ত করা হবে কারণ আপনি আপনার পোস্ট ডিলিট করেছেন। সকলে মনে করবে অবশ্যই আপনার অনুবাদ করা পোস্টে সমস্যা ছিল এ কারণে আপনি আপনার পোস্ট ডিলিট করেছেন। যাই হোক পোস্ট ডিলিট করা কোন সমাধান নয়, বোকারা সাধারণত এই ধরনের কাজ করে থাকে।

এখানে কিছু মনে করার কিছু নেই। ওনাকে প্রশ্ন করেন যে উনি গুগল ট্রান্সলেটর ব্যাবহার করেছে নাকি করেনি। অবশ্যই করেছে। ফোরামের নিয়ম অনুযায়ী তিনি ফোরামের রুলস ভায়োলেট করেছেন। যখন তিনি ভূল বুঝে পোষ্ট ডিলেট করে দিলো, এখন আবার আপনারা বলতেছেন পোষ্ট কেনো ডিলেট করলো। একজন যদি ভুল করে এবং সেটা থেকে শিক্ষা নেয়, তাহলে সমস্যা কোথায়? তিনি নিজের ভূল স্বীকার করে পোষ্ট ডিলেট করে দিয়ে সামনে এগিয়ে যাবে এটাই সঠিক। ভূল করে সব দেখেও চোখ মুখ বন্ধ করে দাতে কামড় দিয়ে বসে থাকার কোনো মানে হয় না।

ভাই আর কি কি ইউজারনেম আসতে পারে?
এমনিতেই Learn Crypto সবাই বলছে এটা নাকি আমার একাউন্ট হতে পারে। আজকে আবার Learn gambling চলে আসছে। বাহ! ভালোই তো!
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
October 22, 2023, 03:18:47 AM
বিটকয়েন টল্ক একাউন্টে বাংলা ভাষায় পোষ্ট করতে পেরে আমার অনেক ভালো লাগছে।আমি এই মাত্র আমার একাউন্টি খুলেছি।আমি এর আগে বেশ কয়েক বার একাউন্ট খোলার জন্য চেষ্টা করে ব্যার্থ হয়েছিলাম।কিন্ত আজকে আমি সফল ভাবে একাউন্টি খুলতে পেরে সত্যি আমার অনেক ভালো লাগছে।আশা করি আমি আমার বাঙালি ভাইদের থেকে বিটকয়েন টল্ক সম্পর্কে পুরোপুরি জানতে পারবো এবং এখান থেকে ফ্রিতে ইনকাম করা যায় সেটাও শিখতে পারবো আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন।

আপনাকে বিটকয়েনটক ফোরামে স্বাগতম, বাংলা লোকাল থ্রেডে স্বাগতম। (বাংলা লোকাল থ্রেড বর্তমানে অনুবাদের লোকাল থ্রেড নামেও পরিচিত।) এই থ্রেড থেকে আপনি বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে, এবং ইনকাম করার সাথে সাথে নিরাপদভাবে কাজ করার উপায় জানতে পারবেন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কোনো দ্বিধাবোধ না করে এখানে পোস্ট করেন।


তাছাড়া আপনি এই ফোরামে নতুন। তাই আপনাকে সর্বপ্রথম এই ফোরামের নিয়মকানুনগুলা জানতে হবে। আমি নিয়মকানুনগুলোর তালিকা নিচে লিখে দিলাম।

newbie
Activity: 17
Merit: 14
October 22, 2023, 02:56:20 AM
বিটকয়েন টল্ক একাউন্টে বাংলা ভাষায় পোষ্ট করতে পেরে আমার অনেক ভালো লাগছে।আমি এই মাত্র আমার একাউন্টি খুলেছি।আমি এর আগে বেশ কয়েক বার একাউন্ট খোলার জন্য চেষ্টা করে ব্যার্থ হয়েছিলাম।কিন্ত আজকে আমি সফল ভাবে একাউন্টি খুলতে পেরে সত্যি আমার অনেক ভালো লাগছে।আশা করি আমি আমার বাঙালি ভাইদের থেকে বিটকয়েন টল্ক সম্পর্কে পুরোপুরি জানতে পারবো এবং এখান থেকে ফ্রিতে ইনকাম করা যায় সেটাও শিখতে পারবো আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন।
newbie
Activity: 24
Merit: 15
October 22, 2023, 02:32:11 AM
আমি গত কয়েকদিন ধরে একটা জিনিস ভালো ভাবে ফলো করলাম পাকিস্তান থ্রেড এ জুনিয়র দের অনেক পুরুষ্কার দেওয়া হয় এবং তাদের উন্নতির জন্য তাদের অনেক পুরুষ্কার দেওয়া হয়।

সেই পুরুষ্কার পাওয়ার জন্য সেখানে আপনেউ অংশগ্রহণ করেছিলেন কিন্ত দুঃখের বিষয় আপনি সেখান থেকে কোন পুরস্কার পাননি।

সিনিয়ররা সেখানে জুনিয়র দের অনেক সাহায্য করে তাদের র‍্যাংক আপ হওয়ার জন্য। কিন্তু আমাদের থ্রেড এ অত টা করা হয়না।
আপনি যদি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারেন তাহলে এমনি আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন ।আমি মনে করি অন্য দেশের থ্রেড গিয়ে যোগ্যতা পাওয়ার জন্য Congratulations এবং source source link গুলো পোস্ট না করে আপনি আপনার পোস্ট কোয়ালিটি ভালো করুন তাহলে এমনি আপনি আপনার র‍্যাঙ্ক বৃদ্ধি করতে পারবেন।

যদি আমরা পোষ্ট করার পর আমাদের প্রাপ্য সম্মান টুকুই না পাই তাহলে তো সবার আগ্রহ উঠে যাবে। আর যদি তারা পোষ্ট করার পর তাদের সম্মান পায় তাহলে তারা আরো ভালো কিছু পোষ্ট করার আগ্রহ প্রকাশ করবে।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আপনি এত সুন্দর সুন্দর পোস্ট করার পরেও আপনাকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি।আপনার পোস্ট কলেটি আমার কাছে অনেক ভালো লেগেছে যার মধ্যে source source link গুলো আপনি বেশি ব্যবহার করেছেন।
full member
Activity: 490
Merit: 119
October 22, 2023, 02:18:27 AM




আমি আপনার পরিবারের সবার জন্য শুভকামনা জানাই এবং তাদের সুস্থ, সুন্দর ভবিষ্যৎ কামনা করি। এটা জেনে ভালো লাগলো যে, আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই বিটকয়েনের মত অমূল্য সম্পদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। তার মানে আপনার সন্তান আপনার হাতেই বিটকয়েনের হাতে খড়ি হলো। আপনি একজন আদর্শ পিতার মত কাজ করেছেন। বাংলাদেশ লোকাল থ্রেডের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই। এইভাবে "বিটকয়েন" একদিন সর্বস্তরের জনগণের হাতে পৌঁছে যাবে, ইনশাল্লাহ।
LDL
hero member
Activity: 742
Merit: 671
October 22, 2023, 02:04:01 AM

আমি এরকম অনেকগুলো ID এর নাম বলতে পারবো যারা যারা কিছুদিন আগেও লোকাল বোর্ডে সুপার একটিভ ছিলো। লোকাল বোর্ড থেকে ফুল মেম্বার হওয়া মাত্র লোকাল বোর্ড এ পা ও দেয় না। অথচ তারা গ্লোবালে ঠিকই পোস্ট করে। আমাদের লোকাল বোর্ড এর বেশিরভাগ নিউ মেম্বারের লক্ষ্য ও এটাই।
ভাই বাদ দেন তো এগুলো। মনে করেন একটি সংসারে বেশ কয়েকটি ভাই থাকলেও সবাই কিন্তু সমানভাবে উপার্জন করে না। ঠিক একইভাবে আমাদেরই কমিউনিটি টা ধরেন যেখানে অনেকে আছে কিন্তু সকলে কিন্তু এখানে সমানভাবে কন্ট্রিবিউশন করতেছে না। ধরেন আমার কথাই বলা যায় অন্যের কথা বলে গীবত করবো না। আমি একটি প্রোমোশনমূলক সিগনেচার ক্যাম্পেইন যুক্ত আছি যেখানে শর্ত হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে সর্বোচ্চ পাঁচটি পোস্ট করতে পারব এখানে আমি তাই ওভাবে একটিভ থাকতে পারছি না। আমি সপ্তাহে চার থেকে পাঁচটি পোস্ট করার চেষ্টা করি। যারা ফুল মেম্বার হওয়ার পর সে যে একবারে প্রস্থান করেছে সেটা ভিন্ন কথা। তাদের কিন্তু উচিত সপ্তাহে একবার হলেও পোস্ট করা। তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সপ্তাহে একবার হলেও এখানে এসে কন্ট্রিবিউশন করুন। আপনাদের সবসময় একটিভ থাকতে বলছি না আপাতত মাসে ৫-৬ টা পোস্ট করলে ই চলবে।
তাছাড়া আপনারা যদি একবারে চলে যান সে ক্ষেত্রে আমাদের লোকালের বদনাম হয় এবং সকলে বলাবলি করে অমুক ভাই ফুল মেম্বার হওয়ার পর থেকে ডুমুরের ফুল হয়ে গেছে দেখাই মেলে না। তাই এই সকল অপবাদ থেকে নিজে বাঁচুন এবং আপনার লোকাল কে বাঁচান। ধন্যবাদ যাদের উদ্দেশে কথাগুলো বলছি তারা কিন্তু ইতিমধ্যে বুঝে গেছেন। তাই আপনারা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন।
member
Activity: 94
Merit: 28
October 22, 2023, 01:32:31 AM
আমি এর আগেও অনেকবার বলার চেস্টা করেছিলাম আমার পরিবার ও আমি পুরপুরিভাবে বিটকয়েনটক এর উপরে নির্ভরশীল, আর এই জন্যেই বিটকেয়েনটল্ক ও আমার পরিবার নিয়ে আমার মেয়ের জন্মদীন উৎযাপন করেছি, পাসে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ।

আমার ও আমার পরিবারের জন্যে সবাই দোয়া করবেন ।

উৎযাপনের কিছু ছবি দিলাম মুল পোস্ট টা কোট করলাম।
শুভ জন্মদিন কিন্তু একটা বিষয়ে দেখে অবাক লাগলো। আপনি শুধু কেক গুলোর পিক দিলেই এখানে সবাই বুঝতে পারতো। যাইহোক খুবই সতর্ক থাকুন। পিক গুলো যদিও এতটা বুঝা যায় না তবে আপনার পরিবার সহ পিক টা ডিলিট করতে পারেন। কেউ চাইলে সহজেই বের করতে পারবে না আসল চেহারা তবে ডিলিট করাই ভালো।
full member
Activity: 504
Merit: 212
October 22, 2023, 01:26:28 AM
বাংলায় পোস্ট অনুবাদ করা নিয়ে অনেক আলোচনা সমালোচনায় হচ্ছে তাই বলে লোকাল সেকশনের পোস্ট নিয়ে কেন একজন সদস্য গ্লোবাল সেকশনে পোস্ট করবে। নিয়মের বাইরে যদি পোস্ট করা হতো তাহলে @DVlog ভাইয়ের উচিত ছিল আমাদের লোকাল সেকশনে অথবা পার্সোনাল মেসেজ দিয়ে আপনাকে সতর্ক করে দেওয়া সরাসরি ভাবে গ্লোবাল সেকশনে পোস্ট করা মোটেও উচিত হয়নি।
@cryptoWODL আপনি যেহেতু অনুমতি নিয়ে একটি পোস্ট অনুবাদ করেছিলেন এবং যার পোস্ট অনুবাদ করেছেন সে আপনার পোষ্ট পড়েছে তাহলে কেন আপনি আপনার পোস্ট ডিলিট করতে গেলেন, হয়তো ভুল আপনারই ছিল। এখন যদি আপনার ভুল না থাকে তারপর আপনাকে দোষী সাব্যস্ত করা হবে কারণ আপনি আপনার পোস্ট ডিলিট করেছেন। সকলে মনে করবে অবশ্যই আপনার অনুবাদ করা পোস্টে সমস্যা ছিল এ কারণে আপনি আপনার পোস্ট ডিলিট করেছেন। যাই হোক পোস্ট ডিলিট করা কোন সমাধান নয়, বোকারা সাধারণত এই ধরনের কাজ করে থাকে।

আমি লোকাল বোর্ডে প্রথমে পোস্ট করেছি ভাই সাবধান করে। কাওকে ব্যক্তিগত আক্রমণ না করে কন্সট্রাক্টিভ ক্রিটিসিজম এর মধ্যে কথা বলেছি কিন্তু কিছু মেম্বার সরাসরি ব্যক্তিগত আক্রমণ করা শুরু করে। যারা সবার সামনেই ব্যক্তিগত আক্রমণ ছাড়া কথা বলতে পারেনা তাদেরকে পার্সোনাল মেসেজ দিয়ে গালি শুনতে চাই না। আর এসব বিষয় অনেকদিন ধরেই কথা হচ্ছে কিন্তু কেউ আপনাদের কথা পাত্তাই দেয়নাই। আগের চাইতে আরো বেশি করে করা শুরু করেছে। গ্লোবাল মেম্বার রা আগে থেকেই আমাদের বোর্ড সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করে। এসবে যদি আস্কারা দেয়া হয় তাহলে দীর্ঘ মেয়াদে ক্ষতি হবে। আর আমার OP তে @cryptoWODL ভাই এর পোস্ট এর কোনো উল্লেখ করা নাই। OP ওনার পোস্ট উদ্দেশ্য করে করি নাই।

For a long time, I thought that this local board was a small group of 5-10 people with several alt accounts.

আমি গত কয়েকদিন ধরে একটা জিনিস ভালো ভাবে ফলো করলাম পাকিস্তান থ্রেড এ জুনিয়র দের অনেক পুরুষ্কার দেওয়া হয় এবং তাদের উন্নতির জন্য তাদের অনেক পুরুষ্কার দেওয়া হয়। সিনিয়ররা সেখানে জুনিয়র দের অনেক সাহায্য করে তাদের র‍্যাংক আপ হওয়ার জন্য। কিন্তু আমাদের থ্রেড এ অত টা করা হয়না। যদি আমরা পোষ্ট করার পর আমাদের প্রাপ্য সম্মান টুকুই না পাই তাহলে তো সবার আগ্রহ উঠে যাবে। আর যদি তারা পোষ্ট করার পর তাদের সম্মান পায় তাহলে তারা আরো ভালো কিছু পোষ্ট করার আগ্রহ প্রকাশ করবে।

আমি এই পোষ্ট এর মাধ্যবে বলছিনা আমাদের থ্রেড সম্মান দেয়না তবে আমরাও পাকিস্তান এর চাইতে আরো এগিয়ে যেতে চাই। আমরা ছোটদের সাহায্য না করলে বা না পাইলে কখনো আমরা এগিয়ে যেতে পারবো না।

আমি প্রমান স্বরুপ একটা স্ক্রেনশট দিচ্ছি দেখেন গত দুই মাস এ একটা নিউবি মেম্বার কিভাবে ফুল মেম্বার এ উত্তীর্ণ হয়েছে। সেটা দেখলেই আপনারা বুঝবেন তারা জুনিয়র
দের   কত টুকু অগ্রাধিকার দেয়।

Screenshot Link :-
1:- https://ibb.co/3rLNrJg
2:- https://ibb.co/XZYC1d7

কেউ খারাপ ভাবে নিবেন না প্লিজ। আমি শুধু আপনাদের দেখানোর জন্য দিলাম।
ধন্যবাদ সবাইকে।

আমি এরকম অনেকগুলো ID এর নাম বলতে পারবো যারা যারা কিছুদিন আগেও লোকাল বোর্ডে সুপার একটিভ ছিলো। লোকাল বোর্ড থেকে ফুল মেম্বার হওয়া মাত্র লোকাল বোর্ড এ পা ও দেয় না। অথচ তারা গ্লোবালে ঠিকই পোস্ট করে। আমাদের লোকাল বোর্ড এর বেশিরভাগ নিউ মেম্বারের লক্ষ্য ও এটাই। অন্য বোর্ডে পোস্ট এর মান আমাদের চাইতে ভালো। নিউ মেম্বার রা শর্টকাট এ রাঙ্ক আপ করার চেষ্টা করেনা গুগল ট্রান্সলেটর ব্যবহার করে। আপনারা ট্রান্সলেশন এর দক্ষতা থাকলে ট্রান্সলেশন করেন কিন্তু টুলস ব্যবহার করে ট্রান্সলেশন করা ফোরাম রুলস এর ভায়োলেশন। আর একজন পাকিস্তানী DT মেম্বার তাদের লোকাল বোর্ডে ট্রান্সলেশন করা সম্পর্কে কি বলেছে দেখেন।

Dont know who learned from whom, but the Pakistani community got a few translators too  Grin I love how they waste their time by putting effort in translations. Yes, They are getting a translation skill and I hope one day that skill might help them somewhere. Posted this few hours ago in Pakistani thread

27. Using automated translation tools to post translated content in Local boards is not allowed
sr. member
Activity: 504
Merit: 266
October 22, 2023, 12:57:23 AM
আমি গত কয়েকদিন ধরে একটা জিনিস ভালো ভাবে ফলো করলাম পাকিস্তান থ্রেড এ জুনিয়র দের অনেক পুরুষ্কার দেওয়া হয় এবং তাদের উন্নতির জন্য তাদের অনেক পুরুষ্কার দেওয়া হয়। সিনিয়ররা সেখানে জুনিয়র দের অনেক সাহায্য করে তাদের র‍্যাংক আপ হওয়ার জন্য। কিন্তু আমাদের থ্রেড এ অত টা করা হয়না। যদি আমরা পোষ্ট করার পর আমাদের প্রাপ্য সম্মান টুকুই না পাই তাহলে তো সবার আগ্রহ উঠে যাবে। আর যদি তারা পোষ্ট করার পর তাদের সম্মান পায় তাহলে তারা আরো ভালো কিছু পোষ্ট করার আগ্রহ প্রকাশ করবে।

আমি এই পোষ্ট এর মাধ্যবে বলছিনা আমাদের থ্রেড সম্মান দেয়না তবে আমরাও পাকিস্তান এর চাইতে আরো এগিয়ে যেতে চাই। আমরা ছোটদের সাহায্য না করলে বা না পাইলে কখনো আমরা এগিয়ে যেতে পারবো না।

আমি প্রমান স্বরুপ একটা স্ক্রেনশট দিচ্ছি দেখেন গত দুই মাস এ একটা নিউবি মেম্বার কিভাবে ফুল মেম্বার এ উত্তীর্ণ হয়েছে। সেটা দেখলেই আপনারা বুঝবেন তারা জুনিয়র
দের   কত টুকু অগ্রাধিকার দেয়।

Screenshot Link :-
1:- https://ibb.co/3rLNrJg
2:- https://ibb.co/XZYC1d7

কেউ খারাপ ভাবে নিবেন না প্লিজ। আমি শুধু আপনাদের দেখানোর জন্য দিলাম।
ধন্যবাদ সবাইকে।
স্কিনশট গুলো দেখার জন্য মূলত কোট করা।
আপনার কথাগুলো মূলত ঠিক আছে কিন্তু তাদের ইউজারদের দেখলে আপনি বুঝতে পারবেন তারা কোন ফুল মেম্বার অথবা যদি কোন মেম্বার কোন কনস্ট্রাক্টিভ পোস্ট করে তাহলে তাদের পোস্টে মিনিমাম দশটির উপরে মেরিট পাওয়া যায়। মূলত ওখানে অনেক বড় বডি ইউজার আছে এবং তাদের মেরিট সোর্স আছে। প্রতিমাসে মেরিট সোর্স যারা রয়েছেন তাদের প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ মেরিট পেয়ে থাকেন এবং তারা মূলত তাদের কমিউনিটিতে উক্ত মেরিটগুলো দিয়ে থাকে এজন্য তারা অতি অল্প সময়ের মধ্যে রেঙ্ক আপ করতে পারে।
Shahzadafzal মূলত পাকিস্তান লোকাল কমিউনিটির একজন মেরিট সোর্স। সে প্রতি মাসে একটি নির্দিষ্ট সংখ্যক মেরিট পেয়ে থাকেন এবং পাকিস্তান কমিউনিটিতে সে তার সমস্ত মেরিট প্রদান করে থাকে। এজন্য পাকিস্তান লোকাল থেকে এতগুলো মেরিট কোন একজন ইউজার পেয়েছেন।
আমরা মূলত ওই সকল সুবিধা পেয়ে থাকি না তাই আমাদের অনেক কষ্ট করে ধৈর্য ধরে মেরিট অর্জন করতে হয়। আমরা যদি ভবিষ্যতে এরকম কোন মেরিট সোর্স স পেয়ে থাকি তাহলে আমাদের লোকালের ইউজাররাও মেরিল সোর্স থেকে মেরিট পেয়ে থাকবে ইনশাল্লাহ।
member
Activity: 196
Merit: 14
October 21, 2023, 11:58:32 PM
আমি গত কয়েকদিন ধরে একটা জিনিস ভালো ভাবে ফলো করলাম পাকিস্তান থ্রেড এ জুনিয়র দের অনেক পুরুষ্কার দেওয়া হয় এবং তাদের উন্নতির জন্য তাদের অনেক পুরুষ্কার দেওয়া হয়। সিনিয়ররা সেখানে জুনিয়র দের অনেক সাহায্য করে তাদের র‍্যাংক আপ হওয়ার জন্য। কিন্তু আমাদের থ্রেড এ অত টা করা হয়না। যদি আমরা পোষ্ট করার পর আমাদের প্রাপ্য সম্মান টুকুই না পাই তাহলে তো সবার আগ্রহ উঠে যাবে। আর যদি তারা পোষ্ট করার পর তাদের সম্মান পায় তাহলে তারা আরো ভালো কিছু পোষ্ট করার আগ্রহ প্রকাশ করবে।

আমি এই পোষ্ট এর মাধ্যবে বলছিনা আমাদের থ্রেড সম্মান দেয়না তবে আমরাও পাকিস্তান এর চাইতে আরো এগিয়ে যেতে চাই। আমরা ছোটদের সাহায্য না করলে বা না পাইলে কখনো আমরা এগিয়ে যেতে পারবো না।

আমি প্রমান স্বরুপ একটা স্ক্রেনশট দিচ্ছি দেখেন গত দুই মাস এ একটা নিউবি মেম্বার কিভাবে ফুল মেম্বার এ উত্তীর্ণ হয়েছে। সেটা দেখলেই আপনারা বুঝবেন তারা জুনিয়র
দের   কত টুকু অগ্রাধিকার দেয়।

Screenshot Link :-
1:- https://ibb.co/3rLNrJg
2:- https://ibb.co/XZYC1d7

কেউ খারাপ ভাবে নিবেন না প্লিজ। আমি শুধু আপনাদের দেখানোর জন্য দিলাম।
ধন্যবাদ সবাইকে।
sr. member
Activity: 434
Merit: 350
October 21, 2023, 11:09:56 PM
আমি এর আগেও অনেকবার বলার চেস্টা করেছিলাম আমার পরিবার ও আমি পুরপুরিভাবে বিটকয়েনটক এর উপরে নির্ভরশীল, আর এই জন্যেই বিটকেয়েনটল্ক ও আমার পরিবার নিয়ে আমার মেয়ের জন্মদীন উৎযাপন করেছি, পাসে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ।

আমার ও আমার পরিবারের জন্যে সবাই দোয়া করবেন ।

উৎযাপনের কিছু ছবি দিলাম মুল পোস্ট টা কোট করলাম।

Q: Why this celebration post?

Congratulations 🎉
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আপনার পরিবারের জন্য। আপনাকে একটা কথা বলি সেটা উচিত হবে কিনা জানিনা ভাই আপনি যে ছবিগুলো দৃশ্যত করেছেন হয়তো সেগুলো করা উচিত হয়নি আপনার দেওয়া ছবিগুলোতে ফেস ভাল ভাবে বোঝা যাচ্ছে। আমাদের বাংলাদেশের সরকার কিন্তু এখনো বিটকয়েন বৈধ করেনি। তাই আপনি যদি আপনার ফ্যামিলির ছবিগুলো সরিয়ে অন্য ছবি দেন তাহলে ভালো হয় এবং আপনার পরিবারের জন্যও নিরাপদ হয়। যখন আমাদের দেশে বিটকয়েন বৈধ করা হয় তখন হয়তো অবাধে এই ছবিগুলো দিতে পারেন বা দেওয়া যাবে। আপনাকে আবারো স্বাগতম জানাচ্ছি এই কারণে যে আপনি বিটকয়েনটল্কের ওপর নির্ভরশীল এবং নিয়মিত সদস্য।
Jump to: