Author

Topic: বাংলা (Bengali) - page 123. (Read 5698708 times)

full member
Activity: 546
Merit: 164
October 31, 2023, 11:15:33 AM
ভাই কাউকে যদি টার্গেট করা হয় তাহলে যতোই চেষ্টা করুক না কেনো সে কোন ভাবেই বাংলাদেশের ইন্টেলিজেন্সিকে ফাকি দিতে পারবেনা, কয়েক হাজার কোটি টাকার যন্ত্র পাতি কেনা আছে আমাদের সরকারের, কিন্তু তারা ছোটোখাটো কোন ব্যাপারে সাধারণত নাক গলায়না, যদি আপনার আচরণ সন্দেহ জনক হয় আর আপনার খুব কাছের কেউ যদি কোন ধরনের ইনফর্মেশন না দেয় তাহলে কেউ তেমন ঘাটেনা । আর এখন না আগে থেকেই বাটন ফোন ও ট্র্যাক করা  যায়।  Cool

টার্গেট করা আর এমনিতে রেন্ডম সার্চ এ ধরা খাওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। যদি আপনার নামে কেউ তথ্য দিয়ে দেয়, তখন তো তারা আপনাকে টার্গেট করেই খুজবে। আর সেই সময় আপনি বাটন ফোন চালাইলেন নাকি স্মার্ট ফোন চালাইলেন, সেটা বড় কোনো ব্যাপার নয়। তারা আপনার লোকেশন ট্র্যাক করতে চাইলে করতে পারবে। তবে এগুলো সাধারনত বড় ধরনের ক্রিমিনাল ধরার জন্য ব্যাবহার করা হয়ে থাকে।

এবার আসেন রেন্ডম সার্চ। অনেকটা কেচো খুড়তে গিয়ে সাপ বের হওয়ার মতো হবে। ধরেন আপনি বাইরে বের হলেন, পুলিশ মূলত মাদক কারবারিদের ধরতে সার্চ করতেছে, হঠাৎ দেখলো আপনার ফোনে ক্রিপ্টো কারোন্স লেনদেন করার এপস, ওনারা কি আপনাকে ছেড়ে দিবে?
রাস্তায় চলাচল করার ক্ষেত্রে যদি পুলিশ মাদক দ্রব্য হিসেবে কাউকে সার্চ করে হয়তোবা আপনি মাদকদ্রব্য ব্যবসাকারী নন তারপরেও যদি সে আপনাকে সার্চ করে ।আর যদি আপনার মোবাইলে ভিতরে বিটকয়েন কার্যক্রম দেখেও সাথে সাথে আপনাকে ধরে নিয়ে যাবে হয়তোবা থানায় নিয়ে যাবে না তারা আপনার কাছে ঘুষ খাওয়ার জন্য আপনাকে বেশি হ্যারেজমেন্ট করবে। আমি সব পুলিশের উদ্দেশ্যে বলছি না কিছু কিছু পুলিশ কর্মকর্তা খুবই খারাপ। যেহেতু বিটকয়েন আমাদের দেশে বৈধ নয় অবশ্যই আমাদেরকে বাহিরে চলাচলের ক্ষেত্রে খুব সাবধানতা সাথে চলাফেরা করা ভালো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 31, 2023, 09:14:39 AM
হ্যাঁ আপনার মত আমিও ভাবছি মোবাইল ফোন অল্টারনেটিভ ইউজ করব। একটি ফোন বাড়িতে রাখবো এবং আরেকটি বাহিরে বের হলে ব্যবহার করব। তবে মোবাইল ফোনের সব সময় হাইড করে রাখা যায় না। মাঝেমধ্যে যদি ব্যবহার করা হতো তাহলে কেবল সম্ভব হতো। বিটকয়েন ফোরাম এমন হয়ে গেছে যেখানে দিনে আপাতত একশোবার না ঢুকলে ভালো লাগেনা, সময় কাটেনা।

আমি কিন্তু কোনো অল্টারনেঠিভ ফোন ইউজ করি না। তবুও এমন একটা এপস ইউজ করি যেটা আমার এপস গুলো হাইড করে রাখে। তবে ইনষ্টলেড এপস এ গেলেই তো ফেসে যাবো। যাই হোক, যেহেতু গ্রামে থাকি, পুলিশের আনাগোনা এই এলাকায় তেমন নাই। তবে শহরে গেলেই সমস্যা। কম্পিউটারের মতো করে মোবাইল ডুয়েল বুট করা গেলে ভালো হতো। চেক করতে হবে যে এমন কোনো সিষ্টেম আছে নাকি।

ভাই @LB আপনার বিবি ,বাচ্চার কি অবস্থা । অ্যাক্সিডেন্টের পরবর্তী অবস্থা জানতে পারিনি। আমাদের মামনি টা কেমন আছে?

আলহামদুলিল্লাহ ভাই, দুই জনেই মোটামোটি সুস্থ এখন। যদিও এখনো জখম গুলো পুরোপুরি ভাবে শুকায় নাই, তবে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আরো সপ্তাহ খানেক লাগবে হয়তো। 
LDL
hero member
Activity: 742
Merit: 671
October 31, 2023, 08:44:42 AM
বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, পাঁচ বছর আগে এরকম পরিস্থিতিতে পড়েছিলাম যার কারণে আমি আর দ্বিতীয়বার এরকম ভুল করতে যাব না। প্রবাদে আছে ন্যাড়া দ্বিতীয়বার বেলতলায় যায় না।

আমি বেল তলায় বার বার যাই ভাই। যাই হোক, আমি মূলত এসব ধরনের ঝামেলায় পড়ি নাই। ড্রাইভিং লাইসেন্স করার সময় প্রথমে তো একটা লার্নার কার্ড দেয় যেটা দিয়ে আপনি আপাতত লোকালে প্র্যাক্টিস করতে পারবেন। কিন্তু শহরে যেতে পারবেন না। আমি এসব আসলে জানতাম না। প্রথমবার মামলা খেতে খেতে ২৫০০ টাকা দিয়ে বেচে আসলাম। আবারো কয়েকদিন পর একই কারনে ৫০০ টাকা দিলাম। পরের বার সার্জেন্ট ছিলো না তাই অল্পতে বেচে গেছি।

নিজের লাইসেন্স চলে আসার পড়েও খেয়াল করে দেখলাম বেশিরভাগ সময় সাথে নিতে মনে থাকে না। বার বার বেল তলায় যাওয়া শুরু। তারপর থেকে লাইসেন্স সাথে ক্যারি করি। কালকে পোষ্ট পড়ার পর থেকে মোবাইলে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড সব এপস হাইড করে ফেলেছি। এছাড়া মোবাইলে আর কিছুই নাই যেটা দিয়ে পুলিশ হেনস্থা করতে পারে।
হ্যাঁ আপনার মত আমিও ভাবছি মোবাইল ফোন অল্টারনেটিভ ইউজ করব। একটি ফোন বাড়িতে রাখবো এবং আরেকটি বাহিরে বের হলে ব্যবহার করব। তবে মোবাইল ফোনের সব সময় হাইড করে রাখা যায় না। মাঝেমধ্যে যদি ব্যবহার করা হতো তাহলে কেবল সম্ভব হতো। বিটকয়েন ফোরাম এমন হয়ে গেছে যেখানে দিনে আপাতত একশোবার না ঢুকলে ভালো লাগেনা, সময় কাটেনা।
তাছাড়া মোবাইল ফোনে এগুলো হাইড করে কি করব। যখন পুলিশে আপনাকে ধরবে তখন আপনার আশেপাশের লোকেরা আপনার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ দিয়ে আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে। তখন পুলিশ আপনার হাজার সত্য কথাকে মিথ্যা বলে গুরুত্ব দেবে না অথচ আপনার বিরুদ্ধে যারা মিথ্যা বলবে তাদের টা সত্য বলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে।
ধুর বা********* কি সকল চিন্তা ভাবনা করছি। আপনি আমি যদি সৎ থাকি তাহলে আল্লাহপাক আমাদের কখনো বিপদে ফেলবেন না। যদি বিপদে পড়ি তাহলে আল্লাহপাক আমাদের হেফাজত করবে।

ভাই @LB আপনার বিবি ,বাচ্চার কি অবস্থা । অ্যাক্সিডেন্টের পরবর্তী অবস্থা জানতে পারিনি। আমাদের মামনি টা কেমন আছে?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 31, 2023, 08:21:01 AM
বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, পাঁচ বছর আগে এরকম পরিস্থিতিতে পড়েছিলাম যার কারণে আমি আর দ্বিতীয়বার এরকম ভুল করতে যাব না। প্রবাদে আছে ন্যাড়া দ্বিতীয়বার বেলতলায় যায় না।

আমি বেল তলায় বার বার যাই ভাই। যাই হোক, আমি মূলত এসব ধরনের ঝামেলায় পড়ি নাই। ড্রাইভিং লাইসেন্স করার সময় প্রথমে তো একটা লার্নার কার্ড দেয় যেটা দিয়ে আপনি আপাতত লোকালে প্র্যাক্টিস করতে পারবেন। কিন্তু শহরে যেতে পারবেন না। আমি এসব আসলে জানতাম না। প্রথমবার মামলা খেতে খেতে ২৫০০ টাকা দিয়ে বেচে আসলাম। আবারো কয়েকদিন পর একই কারনে ৫০০ টাকা দিলাম। পরের বার সার্জেন্ট ছিলো না তাই অল্পতে বেচে গেছি।

নিজের লাইসেন্স চলে আসার পড়েও খেয়াল করে দেখলাম বেশিরভাগ সময় সাথে নিতে মনে থাকে না। বার বার বেল তলায় যাওয়া শুরু। তারপর থেকে লাইসেন্স সাথে ক্যারি করি। কালকে পোষ্ট পড়ার পর থেকে মোবাইলে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড সব এপস হাইড করে ফেলেছি। এছাড়া মোবাইলে আর কিছুই নাই যেটা দিয়ে পুলিশ হেনস্থা করতে পারে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
October 31, 2023, 08:14:44 AM
ভাই কাউকে যদি টার্গেট করা হয় তাহলে যতোই চেষ্টা করুক না কেনো সে কোন ভাবেই বাংলাদেশের ইন্টেলিজেন্সিকে ফাকি দিতে পারবেনা, কয়েক হাজার কোটি টাকার যন্ত্র পাতি কেনা আছে আমাদের সরকারের, কিন্তু তারা ছোটোখাটো কোন ব্যাপারে সাধারণত নাক গলায়না, যদি আপনার আচরণ সন্দেহ জনক হয় আর আপনার খুব কাছের কেউ যদি কোন ধরনের ইনফর্মেশন না দেয় তাহলে কেউ তেমন ঘাটেনা । আর এখন না আগে থেকেই বাটন ফোন ও ট্র্যাক করা  যায়।  Cool

টার্গেট করা আর এমনিতে রেন্ডম সার্চ এ ধরা খাওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। যদি আপনার নামে কেউ তথ্য দিয়ে দেয়, তখন তো তারা আপনাকে টার্গেট করেই খুজবে। আর সেই সময় আপনি বাটন ফোন চালাইলেন নাকি স্মার্ট ফোন চালাইলেন, সেটা বড় কোনো ব্যাপার নয়। তারা আপনার লোকেশন ট্র্যাক করতে চাইলে করতে পারবে। তবে এগুলো সাধারনত বড় ধরনের ক্রিমিনাল ধরার জন্য ব্যাবহার করা হয়ে থাকে।

এবার আসেন রেন্ডম সার্চ। অনেকটা কেচো খুড়তে গিয়ে সাপ বের হওয়ার মতো হবে। ধরেন আপনি বাইরে বের হলেন, পুলিশ মূলত মাদক কারবারিদের ধরতে সার্চ করতেছে, হঠাৎ দেখলো আপনার ফোনে ক্রিপ্টো কারোন্স লেনদেন করার এপস, ওনারা কি আপনাকে ছেড়ে দিবে?
@LB ভাই Crypto Currency অ্যাপস মোবাইলে থাকলে তারা ইচ্ছে করলেও ছেড়ে দিতে পারে কিন্তু আপনার ফোনে যদি জিয়াউর রহমান সহ তাদের ফ্যামিলির কারো ছবি যদি ওয়ালপেপার করা থাকে তাহলে পুলিশে আপনার চৌদ্দগুষ্টির দফা রফা করে দেবে । তাই মোবাইলে কতিপয় জিনিস কখনো এপ্স বা ওয়ালপেপার আকারে রাখবেন না।

1. বাইনান্স এক্সচেঞ্জ সহ একাধিক এক্সচেঞ্জের অ্যাপ্লিকেশন
2. কোন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড এয়ারড্রোব অ্যাপ্লিকেশন
3. কোন বিটকয়েন ফোরামের সার্ভিস আপনার ফোনে হোমপেজ করে রাখবেন না।
4. আপনার ফোনে কখনো কোন পর্ন ভিডিও রাখবেন না
5. আপনার ফোনে ধানের শীষ, তারেক জিয়া ও খালেদা জিয়া সহ বিএনপি রিলেটেড কোন পিকচার রাখবেন না
6. কোন গোপনীয় ডকুমেন্ট আপনার ফোনে আপাতত রাখবেন না
7. বিবাহ করা না থাকলে কখনো কোনো মেয়ের ছবি আপনার ফোনে রাখবেন না।

বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, পাঁচ বছর আগে এরকম পরিস্থিতিতে পড়েছিলাম যার কারণে আমি আর দ্বিতীয়বার এরকম ভুল করতে যাব না। প্রবাদে আছে ন্যাড়া দ্বিতীয়বার বেলতলায় যায় না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 31, 2023, 07:22:28 AM
ভাই কাউকে যদি টার্গেট করা হয় তাহলে যতোই চেষ্টা করুক না কেনো সে কোন ভাবেই বাংলাদেশের ইন্টেলিজেন্সিকে ফাকি দিতে পারবেনা, কয়েক হাজার কোটি টাকার যন্ত্র পাতি কেনা আছে আমাদের সরকারের, কিন্তু তারা ছোটোখাটো কোন ব্যাপারে সাধারণত নাক গলায়না, যদি আপনার আচরণ সন্দেহ জনক হয় আর আপনার খুব কাছের কেউ যদি কোন ধরনের ইনফর্মেশন না দেয় তাহলে কেউ তেমন ঘাটেনা । আর এখন না আগে থেকেই বাটন ফোন ও ট্র্যাক করা  যায়।  Cool

টার্গেট করা আর এমনিতে রেন্ডম সার্চ এ ধরা খাওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। যদি আপনার নামে কেউ তথ্য দিয়ে দেয়, তখন তো তারা আপনাকে টার্গেট করেই খুজবে। আর সেই সময় আপনি বাটন ফোন চালাইলেন নাকি স্মার্ট ফোন চালাইলেন, সেটা বড় কোনো ব্যাপার নয়। তারা আপনার লোকেশন ট্র্যাক করতে চাইলে করতে পারবে। তবে এগুলো সাধারনত বড় ধরনের ক্রিমিনাল ধরার জন্য ব্যাবহার করা হয়ে থাকে।

এবার আসেন রেন্ডম সার্চ। অনেকটা কেচো খুড়তে গিয়ে সাপ বের হওয়ার মতো হবে। ধরেন আপনি বাইরে বের হলেন, পুলিশ মূলত মাদক কারবারিদের ধরতে সার্চ করতেছে, হঠাৎ দেখলো আপনার ফোনে ক্রিপ্টো কারোন্স লেনদেন করার এপস, ওনারা কি আপনাকে ছেড়ে দিবে?
sr. member
Activity: 420
Merit: 376
October 31, 2023, 07:10:17 AM
বিটকয়েন সম্পর্কে শুধু আমাদের দেশ না সারা বিশ্ব এখন অবগত আছে।
পৃথিবীতে অনেকগুলো দেশ আছে যেখানে বিটকয়েন বৈধ আবার অনেক দেশ আছে যেখানে বিটকয়েন অবৈধ আমাদের বাংলাদেশে বিটকয়েন অবৈধ।
এল সালবাদর নামে একটি দেশ আছে যেখানে বিটকয়েনের বিনিময়ে নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্র কেনা যায়। এই যে তারা যে বিটকয়েনের বিনিময়ে বিভিন্ন জিনিস ক্রয় করেছে সেটা কি সরাসরি বিটকয়েন দিয়ে নাকি বিটকয়েন এটিএম মেশিন এর মাধ্যমে কিনেছে।
তাহলে আমার জানার ইচ্ছা বিটকয়েন এটিএম মেশিন সর্বপ্রথম কোথায় চালু করা হয়েছিল
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
October 31, 2023, 06:55:51 AM
ক্রিপ্টো নিয়ে আমি নিজেও ভয়ে থাকি। কখন কে কই দিয়ে ধরে ফেলে কে জানে। এজন্য একটা ছোট বাটন ফোন কিনছি স্যামসাং এর। বাহিরে গেলে ঐটা নিয়ে বাহিরে যাই। কাজটাজ হয়ে যায় যোগাযোগের এই আরকি। আর যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ি যে স্মার্ট ফোন না নিলেই না, যেমন কোনো অনুষ্ঠান, ঘোরা ফিরা, ট্রুর সেক্ষেত্রে ক্রিপ্টো রিলেটেট যা কিছু আছে, ওয়ালেট বলেন বা একচেন্জ বলেন (metamask, trust wallet, binance, kuCoin), সব কিছু আগে ফোন দিয়ে উড়াই   Grin। তারপর সেটা নিয়ে বাহিরে যাই। (আবশ্যই সব কিছুর ব্যাকআপ করা আছে আগে থেকেই)।

বাটন ফোন তো যোগাযোগ এর জন্য কাজে লাগে ঠিক আছে, তবে স্মার্টফোন আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে সেটা ছাড়া বাইরে যাওয়া প্রায় মুশকিল একটা ব্যাপার হয়ে গেছে। টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে প্রায় সব কিছুই স্মার্টফোন দিয়ে করা লাগে। আর বার বার করে ফোনে এপ ইনষ্টল করা, লগইন করা, আবার কেটে ফেলা একটা বিরক্তিকর ব্যাপার। এই ক্ষেত্রে মোবাইলে এপ হাইড করার কিছু এপস আছে যেগুলো ব্যাবহার করা যেতে পারে।

আমি মাঝে মাঝে এসব ব্যাপারে চিন্তা করি আবার ভাবি যে বাড়ির বাইরে তো তেমন একটা যাওয়া হয় না, আমার মোবাইল চেক করবে কে? কিন্তু কখনো যদি আজান দিয়ে ধরে ফেলে, তখন তো রক্ষা হবে না মামু। ভালো একটা জিনিস মনে করিয়ে দিয়েছেন।

ভাই কাউকে যদি টার্গেট করা হয় তাহলে যতোই চেষ্টা করুক না কেনো সে কোন ভাবেই বাংলাদেশের ইন্টেলিজেন্সিকে ফাকি দিতে পারবেনা, কয়েক হাজার কোটি টাকার যন্ত্র পাতি কেনা আছে আমাদের সরকারের, কিন্তু তারা ছোটোখাটো কোন ব্যাপারে সাধারণত নাক গলায়না, যদি আপনার আচরণ সন্দেহ জনক হয় আর আপনার খুব কাছের কেউ যদি কোন ধরনের ইনফর্মেশন না দেয় তাহলে কেউ তেমন ঘাটেনা । আর এখন না আগে থেকেই বাটন ফোন ও ট্র্যাক করা  যায়।  Cool
sr. member
Activity: 546
Merit: 268
October 30, 2023, 11:34:37 PM
৩১ অক্টোবর বিটকয়েন হোয়াইটপেপার দিবস

আজকের দিনটা বিশেষ কোনো উল্লেখযোগ্য দিন নয় কিন্তু আমরা যারা বিটকয়েনের সাথে কিছুটা পরিচিত আছি তারা সবাই জানে ৩১ অক্টোবর কি? এটি মূলত বিটকয়েনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন কেননা এই দিন বিটকয়েনের প্রমাণপত্র "Bitcoin White paper" প্রকাশিত হয়। bitcoin.org নামের ওয়েব সাইট থেকে ২০০৮ সালের ৩১ শে অক্টোবর ৯ পেজের একটি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র প্রকাশিত হয় যা আজও মানুষের মাঝে গ্রহণযোগ্য প্রমাণপত্র হিসেবে পরিচিত হয়ে আছে।
একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই হোয়াইট পেপার মূলত ৪৩ টি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে।
এ বিটকয়েন আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি আস্তে আস্তে আমাদের মাঝে প্রকাশ হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিটকয়েনের গুরুত্বপূর্ণ দিকগুলো অনুধাবন করেই বিটকয়েনের উপর সর্বদা বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করছে। অথচ আমাদের দেশ কতটা পিছিয়ে আছে আপনারা যদি এই সকল বিষয় নিয়ে সামান্য চিন্তা ভাবনা করতে চান তাহলে নিচের ভিডিওটি দেখুন এবং গুরুত্বপূর্ণ দিকগুলো বিবেচনা করুন।

আপনাদের সবার এই ভিডিও হিসেবে শর্ট ফিল্মটি দেখার আমন্ত্রণ রইল।

শর্ট ফিল্মটি : https://twitter.com/TheBTCTherapist/status/1719009320275153322?s=19

full member
Activity: 546
Merit: 164
October 30, 2023, 10:17:38 PM
ভাই কি আর করার যারা গরিব তাদের শুধু মরন চাপতেছে। দিন দিন জিনিস পত্রের যে দাম বাড়তেছে এতে যারা গরিব হয়তো তারা ৩ বেলা ঠিক মতো খাইতে পারতেছে না। পিয়াজের দাম এখন সেঞ্চুরি করেছেন, কয়েক দিনের ভিতরে দেখবেন ডাবল সেঞ্চুরি করবে। আমাদের বাংলাদেশ ডিজিটাল করে লাভ কি যদি গরিব মানুষ ৩ বেলা খাইতে না পারে।
বর্তমান  আমাদের দেশের যে পরিস্থিতি তাতে সাধারণ মানুষের জীবন যেন দূরবিসহ হয়ে উঠেছে। প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়েই যাচ্ছে একজন সাধারন ম নিম্নবিত্ত বলেন মধ্যবিত্ত বলেন তারা কেউই ভালো নেই বাজারে করতে গেলে দ্রব্যমূল্যের দাম শুনে কিছুক্ষণ চিন্তা করতে হয় । চিন্তা এই কারণেই করতে হয় এক কেজি বেগুন যদি কিনতে যায় আমাকে গুনতে হয় ৮০ টাকা ১ কেজি আলু যদি কিনতে যায় আমাকে দিতে হয় ৫৫ টাকা এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের দাম উর্দু গতি মাছ মাংসের কথা নাই বা বললাম মাছ মাংস মাসে একবার খাইলেও চলে না খাইলেও চলে ।কিন্তু সাধারণ মানুষের সবজি এক মুঠোর ডাল আলু দিয়ে ভাত খাবে সেটার উপায় নাই। একবার যদি কোন দ্রব্যমূল্যের দাম বাড়ে দেখা যায় ঐ দ্রব্যমূল্যের দাম সহজে আর কমে না ।হয়তোবা জিনিসপত্র দাম যদি পর্যাপ্ত আমদানি রপ্তানি হয় তাহলে হয়তো বা দাম কমতে পারে।
sr. member
Activity: 602
Merit: 369
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
October 30, 2023, 08:34:57 PM
ডানে বামে উপরে নিচে যাই বলেন, "বাংলাদেশের মতো নোংরা রাজনীতি পৃথিবীর আর কোনো দেশে নাই, আই রিপিট কোথাও নাই"। যে দেশে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কিনতে খরচ হয় ছয় হাজার টাকা, যে দেশে বিশ্ববিদ্যালয়ের লিফ্ট ক্রয় করতে বিদেশ ভ্রমন করতে হয়, যে দেশে পিয়াজের দাম ১৫০ টাকা হয়, আলুর দাম ৭০ টাকা হয়, সে দেশের সরকারের কাছ থেকে কিই বা আশা করা যায়। আজকে কৃষিমন্ত্রীর কথা শুনছেন? তাদের নাকি ২ বছর লাগবে এই আলু পেয়াজের দাম স্বাভাবিকে আনতে, লল  Grin। কি বলবো আর?
ভাই কি আর করার যারা গরিব তাদের শুধু মরন চাপতেছে। দিন দিন জিনিস পত্রের যে দাম বাড়তেছে এতে যারা গরিব হয়তো তারা ৩ বেলা ঠিক মতো খাইতে পারতেছে না। পিয়াজের দাম এখন সেঞ্চুরি করেছেন, কয়েক দিনের ভিতরে দেখবেন ডাবল সেঞ্চুরি করবে। আমাদের বাংলাদেশ ডিজিটাল করে লাভ কি যদি গরিব মানুষ ৩ বেলা খাইতে না পারে।

একটা সময় ছিল যখন আমাদের হাতে এমন অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন ছিল না তখন কিন্তু কোন সমস্যা হয়নি।  তবে বর্তমানে আমরা এটির সাথে এমনভাবে যুক্ত হয়ে গিয়েছি  যে এটা ছাড়া  কোথাও চলতে অনেকটা  অসম্ভব লাগে।
কদিন আমি আমার এক বন্ধুর সাথে বাহিরে রিক্সায় করে ঘুরতে বের হয়েছিলাম হঠাৎ করে দেখি  পুলিশের অস্থায়ী চেকপোস্ট  সিগনাল দিল  থামার জন্য  তখন জাস্ট একটা ভয় যদি ফোন চেক করে  যদি বাইনান্স  বা অন্যান্য  ক্রিপ্টো কারেন্সি অ্যাপস গুলো সম্পর্কিত তাদের চোখে পড়ে  এই চিন্তাতে পুরো শরীর  শীতল হয়ে গিয়েছিল।  যাইহোক পরে তারা জাস্ট মানিব্যাগ এবং পকেট সার্চিং এর মাধ্যমে বিষয়টা শেষ করেছিল।

অ্যান্ড্রয়েড ফোন যেমন আমাদের উপকার করে তেমনি আবার বিপদের সম্মুখীন হতে হয়। আমি জানি না যে ফোন চেক ক্রিপ্টোকারেন্সি জরিত ব্যাক্তিদের উদেশ্য চেক করা হচ্ছে কিনা। কিন্তু ফোন চেক করা নিয়ে মনে হয় আমি একটা নিউজ দেখেছিলাম,ফোন চেক করা হয়েছে সাধারণত রাজনৈতিক দলের পক্ষ থেকে। বিশেষ করে ফোন চেক করা হয়, চেক করে দেখা হয় যে বিএনপি ইত্যাদি দল করে কিনা। এর মধ্যে আমরা যারা ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িত আছি হঠাৎ করে যদি ভাগ্যক্রমে আমরা যদি সেই চেকপোস্টের সামনে ধরা পড়ে যাযই বা আমাদের ফোন চেক করে তাহলে তো আমাদের আর রক্ষা নেই। যাইহোক আমাদের নির্বাচনের এই কয়েকদিন খুবই সতর্ক থাকতে হবে। বাহিরে গেলে যে ফোনে ক্রিপ্টোকারেন্সি সহ তথ্য রয়েছে সেই ফোন বাসায় রাখা অনেক ভালো।

এর জন্য আমিও  কয়েকদিন চেষ্টা করেছি  অন্য একটা স্মার্ট ফোন নিয়ে  বাহিরে যাওয়ার জন্য  যেটাতে এই ধরনের তথ্য  নেই।  তারপরও ব্যর্থ হয়েছে ধৈর্য কুলায় না,  বাহিরে গেলে দেখা যায়  কিছু কিছু তথ্য  ওই মেইন ফোনটিতে রয়ে যায়।  যেমন একদিন বোকামির মতন একটা কাজ করেছিলাম   ওটিপি এর জন্য যে সিম কানেক্ট করা  সেই সিমটি সহ বাসায় ফোন রেখে  বাহিরে গিয়ে  বিনান্স  এ  সেল অর্ডার দিয়েছিলাম,  পরে আবার বাসায় এসে এক ঘন্টার বেশি সময়  পার করার পর রিলিজ করতে পেরেছি।
ভাই পিটুপি লেনদেন করার জন্য আপনি kucoin ব্যবহার করতে পারেন। kucoin পিটুপি লেনদেনে ক্রিপ্টো রিলিজ করে দেওয়ার সময় কোন OTP প্রয়োজন পরে না। কিন্তু একদিক দিয়ে অসুবিধা কুকয়েনে মাত্র ৫ টি ক্রিপ্টো পিটুপি সেল করা যায় আর বাইন্যান্সে ১০ টি এই দিক দিয়ে বাইন্যান্স অনেক ভালো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 30, 2023, 03:10:16 PM
ক্রিপ্টো নিয়ে আমি নিজেও ভয়ে থাকি। কখন কে কই দিয়ে ধরে ফেলে কে জানে। এজন্য একটা ছোট বাটন ফোন কিনছি স্যামসাং এর। বাহিরে গেলে ঐটা নিয়ে বাহিরে যাই। কাজটাজ হয়ে যায় যোগাযোগের এই আরকি। আর যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ি যে স্মার্ট ফোন না নিলেই না, যেমন কোনো অনুষ্ঠান, ঘোরা ফিরা, ট্রুর সেক্ষেত্রে ক্রিপ্টো রিলেটেট যা কিছু আছে, ওয়ালেট বলেন বা একচেন্জ বলেন (metamask, trust wallet, binance, kuCoin), সব কিছু আগে ফোন দিয়ে উড়াই   Grin। তারপর সেটা নিয়ে বাহিরে যাই। (আবশ্যই সব কিছুর ব্যাকআপ করা আছে আগে থেকেই)।
বাটন ফোন তো যোগাযোগ এর জন্য কাজে লাগে ঠিক আছে, তবে স্মার্টফোন আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে সেটা ছাড়া বাইরে যাওয়া প্রায় মুশকিল একটা ব্যাপার হয়ে গেছে। টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে প্রায় সব কিছুই স্মার্টফোন দিয়ে করা লাগে। আর বার বার করে ফোনে এপ ইনষ্টল করা, লগইন করা, আবার কেটে ফেলা একটা বিরক্তিকর ব্যাপার। এই ক্ষেত্রে মোবাইলে এপ হাইড করার কিছু এপস আছে যেগুলো ব্যাবহার করা যেতে পারে।
আমি মাঝে মাঝে এসব ব্যাপারে চিন্তা করি আবার ভাবি যে বাড়ির বাইরে তো তেমন একটা যাওয়া হয় না, আমার মোবাইল চেক করবে কে? কিন্তু কখনো যদি আজান দিয়ে ধরে ফেলে, তখন তো রক্ষা হবে না মামু। ভালো একটা জিনিস মনে করিয়ে দিয়েছেন।
একটা সময় ছিল যখন আমাদের হাতে এমন অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন ছিল না তখন কিন্তু কোন সমস্যা হয়নি।  তবে বর্তমানে আমরা এটির সাথে এমনভাবে যুক্ত হয়ে গিয়েছি  যে এটা ছাড়া  কোথাও চলতে অনেকটা  অসম্ভব লাগে।
কদিন আমি আমার এক বন্ধুর সাথে বাহিরে রিক্সায় করে ঘুরতে বের হয়েছিলাম হঠাৎ করে দেখি  পুলিশের অস্থায়ী চেকপোস্ট  সিগনাল দিল  থামার জন্য  তখন জাস্ট একটা ভয় যদি ফোন চেক করে  যদি বাইনান্স  বা অন্যান্য  ক্রিপ্টো কারেন্সি অ্যাপস গুলো সম্পর্কিত তাদের চোখে পড়ে  এই চিন্তাতে পুরো শরীর  শীতল হয়ে গিয়েছিল।  যাইহোক পরে তারা জাস্ট মানিব্যাগ এবং পকেট সার্চিং এর মাধ্যমে বিষয়টা শেষ করেছিল।
এর জন্য আমিও  কয়েকদিন চেষ্টা করেছি  অন্য একটা স্মার্ট ফোন নিয়ে  বাহিরে যাওয়ার জন্য  যেটাতে এই ধরনের তথ্য  নেই।  তারপরও ব্যর্থ হয়েছে ধৈর্য কুলায় না,  বাহিরে গেলে দেখা যায়  কিছু কিছু তথ্য  ওই মেইন ফোনটিতে রয়ে যায়।  যেমন একদিন বোকামির মতন একটা কাজ করেছিলাম   ওটিপি এর জন্য যে সিম কানেক্ট করা  সেই সিমটি সহ বাসায় ফোন রেখে  বাহিরে গিয়ে  বিনান্স  এ  সেল অর্ডার দিয়েছিলাম,  পরে আবার বাসায় এসে এক ঘন্টার বেশি সময়  পার করার পর রিলিজ করতে পেরেছি।
যাইহোক যেহেতু আমাদের দেশে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি ইল্লিগাল  সেজন্য আমি মনে করি  বাহিরে বের হওয়ার ক্ষেত্রে  এপ্স হাইড করা  বা যেসব ডিভাইস দ্বারা কাজ করা হয় সেগুলো না নিয়ে যাওয়াটাই উত্তম। যদিও  আমার মনে হয় না আমাদের দেশে  এখনো তেমন পর্যায়ে গেছে যে  বাহিরে মোবাইল সার্চিং করে  আপনি একটু ক্রিপ্টোকারেন্সি সাথে যুক্ত বলে আটক করা হবে।
তাছাড়া আপনার ক্রিপ্টোকারেন্সি এর সাথে  যুক্ততা  তেমন পর্যায়ে গেলে আপনাকে আর  এইসব সিচুয়েশন বাহিরে ফেস করতে হবে না,  র‍্যাব বলুন ডিবি বলুন  ওনারা স্বয়ং  আপনার বাসায় উপস্থিত হবে আপনার সাক্ষাৎ নেওয়ার জন্য।  এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে  আমাদের ব্যাংকিং অ্যাক্টিভিটি গুলো যেন সাস্পিসিয়াস না হয়।  Roll Eyes

full member
Activity: 546
Merit: 164
October 30, 2023, 01:34:12 PM
ডানে বামে উপরে নিচে যাই বলেন, "বাংলাদেশের মতো নোংরা রাজনীতি পৃথিবীর আর কোনো দেশে নাই, আই রিপিট কোথাও নাই"।
যাই হোক, আমি কালকের জন্য অপেক্ষা করতেছি। বিরোধী দল তো ৩ দিনের হরতাল দিলো, কি হয় কে জানে। আমাদের এখানে আজ প্রচুর গাড়ি ঘোড়া জ্যাম দেখলাম। মানে বাসে ঢোকারও যায়গা নাই। ঢাকা মুখি সব বাস ভরা, বাস টার্মিনাল ফুল জ্যাম। সুপারভাইজারের সাথে কথা বলে বুঝলাম কাল হয়তো আমাদের এদিকে বাস চলবে না। আপনাদের দিকে কি অবস্থা? ইমনিই সমাবেশ নিয়ে প্রচুর মারামারি, কোপাকুপি, ফাটাফাটি হইলো। কাল আবার নতুন করে শুরু হবে এপিসোড টু। আমি ঢাকার বাহিরে আছি, তবে আমার এক ঢাকামুখি বন্ধু একটা ভিডিও পাঠাইছিলো আমাকে। দেখে আর কি বলবো। এমন মারা মারতেছে, ২ মিনিট আগেরও জ্যাতা মানুষ মরা হয়ে যাচ্ছে।
বাংলাদেশের মতো খারাপ রাজনীতি পৃথিবীর অন্য কোন দেশে হয় না। বাংলাদেশে রাজনীতির নামে ধ্বংসযজ্ঞ চালানো হয়। আমাদের এই সোনার বাংলাদেশে যে একবার ক্ষমতায় আসে সে আর ক্ষমতা হারাতে চায় না যার জন্য এরকম খারাপ পরিস্থিতি হয় প্রত্যেক পাঁচ বছর পর পর। রাজনীতিক ব্যক্তিদের কিছু হয় না শুধু মারামারি হয় সাধারণ জনগণ এবং প্রশাসনিক লোকের মধ্যে এমনকি তাদের মধ্যে হতাহত হয় এবং মারাও যায়। এইতো দুইদিন না একদিন আগে নয়া পল্টনে বিএনপির সমাবেশে একটি পুলিশ মারা গেছে। আবার অনেক বিএনপির লোকজন পুলিশের টিয়ারছেলে হতাহত হয়েছে। এখন ধরুন যে পরিবারের পুলিশ মারা গেল সে যদি সেই পরিবারের একমাত্র উপার্জনকারী হয় তাহলে তার ফ্যামিলি চলবে কিভাবে। এমনকি বাংলাদেশে হয়তো একটি ইতিহাসও সৃষ্টি হয়েছে এবার যে প্রত্যেক রাস্তায় পুলিশ চেক পোস্ট বসিয়েছে এমনকি প্রত্যেকটি বাসে লোকজন যাতায়াত করছে তাদেরকে চেক করা হচ্ছে তাদের ফোনসহ এভরিথিং। আবার শুনছি কালকে থেকে অবরোধ নাকি হরতাল শুরু হবে।
বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট দেখে আমাদের বাংলাদেশ যে গণতন্ত্র দেশ সেটা আমরা ভুলেই গেছি। আমাদের স্বাধীন দেশে জনগণ স্বাধীনভাবে কোন কথা বলতেই পারে না যেকোনো কথা বলতে গেলে হয়তো পুলিশের মাধ্যমে তাদেরকে হ্যারেজমেন্ট করা হয়। যদি আমাদেরদেশে গণতন্ত্র থাকতো তাহলে আজকে বিরোধী দলগুলো  স্বাধীনভাবে জনসমাবেশ করতে পারতো। বিরোধী দলগুলো যখন কোন জনসমাবেশ করে তখনই আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে অনেক হ্যারেজমেন্ট এর স্বীকার করা হয়। আমরা চাই একটা গণতন্ত্র দেশ ভোটের অধিকার জনগণ তো প্রায় তাদের ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। এখন আমাদের কেন্দ্রীয় ভোট দিতে যেতে হয় না আমাদের ভোট  একাই হয়ে যায়। এই হল আমাদের দেশের রাজনীতিকে অবস্থা বাংলাদেশের রাজনীতি মানে নোংরা রাজনীতি।
sr. member
Activity: 1008
Merit: 366
October 30, 2023, 01:18:55 PM
মেনশন করেও লিস্ট টা দিতে পারেন.  তবে যদি দ্বিধাবোধ করেন তাহলে ইনবক্সে দিতে পারেন.

আমার মনে হয় না এভাবে পাবলিকলি আন্দাজে কারো নাম পোষ্ট করা ঠিক হবে (যেহেতু তারা সন্দেহভাজন)। শুধুমাত্র সন্দেহর ওপর ভিত্তি করে ট্যাগ মেরে দেয়া ঠিক হবে না। কারো নামে অপ প্রচার ও চালাতে চাই না। আপাতত লিটল মাউস ভাইয়ের সাথে আলাপ করে দেখি এই ব্যাপারে ভাই কি বলে, তারপর নাহয় আপনাদের সবার সোথেই শেয়ার করবো। তবে আপনারা সবাই আসলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। প্রোফাইল গুলো চেক করলেই খুব সহজেই বুঝতে পারবেন। এনারা সাধারনত কোনো প্রমিনেন্ট মেম্বার থেকে মেরিট পায় ও না আবার কোনো প্রমিনেন্ট মেম্বারদের কে মেরিট দেয় ও না। প্রোফাইল চেক করলে দেখবেন সব মেরিট একটা সার্কেল এর ভেতর ঘুরপাক খাচ্ছে। মানে হচ্ছে তারা মেরিট এবিউজ করে একাউন্ট ফার্মিং করছে।
সন্দেহের উপর ভিত্তি করে কাউকে তো আর ট্যাগ দেওয়া যায় না.  অবশ্যই যথাযথ পর্যবেক্ষণ এবং আলোচনার মাধ্যমে একটি সনাক্ত  করা হবে.  সবার সামনে বলতে সমস্যা হইলে ইনবক্সে পাঠাইতে পারেন. সন্দেহভাজন বলেই যে তাদেরকে সরাসরি বলা যাবে না এমন কোন কারন নাই. তারা দোষ করেছে তাদের ফেস করতেই হবে.

তবে আপনার বিষয়টাও বুঝতে পারছি. মেরিট সার্কেলিং করলে ধরা পড়বে এটার থেকে বাঁচার কোন দ্বিতীয় উপায় নাই. এদের জন্যই বাংলা কমিউনিটি টা নষ্ট হচ্ছে.  এই বিষয়টা নিয়ে কি হয় আমাকে আপডেট জানাবেন অবশ্যই.
sr. member
Activity: 476
Merit: 359
October 30, 2023, 10:02:20 AM
ডানে বামে উপরে নিচে যাই বলেন, "বাংলাদেশের মতো নোংরা রাজনীতি পৃথিবীর আর কোনো দেশে নাই, আই রিপিট কোথাও নাই"।
যাই হোক, আমি কালকের জন্য অপেক্ষা করতেছি। বিরোধী দল তো ৩ দিনের হরতাল দিলো, কি হয় কে জানে। আমাদের এখানে আজ প্রচুর গাড়ি ঘোড়া জ্যাম দেখলাম। মানে বাসে ঢোকারও যায়গা নাই। ঢাকা মুখি সব বাস ভরা, বাস টার্মিনাল ফুল জ্যাম। সুপারভাইজারের সাথে কথা বলে বুঝলাম কাল হয়তো আমাদের এদিকে বাস চলবে না। আপনাদের দিকে কি অবস্থা? ইমনিই সমাবেশ নিয়ে প্রচুর মারামারি, কোপাকুপি, ফাটাফাটি হইলো। কাল আবার নতুন করে শুরু হবে এপিসোড টু। আমি ঢাকার বাহিরে আছি, তবে আমার এক ঢাকামুখি বন্ধু একটা ভিডিও পাঠাইছিলো আমাকে। দেখে আর কি বলবো। এমন মারা মারতেছে, ২ মিনিট আগেরও জ্যাতা মানুষ মরা হয়ে যাচ্ছে।
বাংলাদেশের মতো খারাপ রাজনীতি পৃথিবীর অন্য কোন দেশে হয় না। বাংলাদেশে রাজনীতির নামে ধ্বংসযজ্ঞ চালানো হয়। আমাদের এই সোনার বাংলাদেশে যে একবার ক্ষমতায় আসে সে আর ক্ষমতা হারাতে চায় না যার জন্য এরকম খারাপ পরিস্থিতি হয় প্রত্যেক পাঁচ বছর পর পর। রাজনীতিক ব্যক্তিদের কিছু হয় না শুধু মারামারি হয় সাধারণ জনগণ এবং প্রশাসনিক লোকের মধ্যে এমনকি তাদের মধ্যে হতাহত হয় এবং মারাও যায়। এইতো দুইদিন না একদিন আগে নয়া পল্টনে বিএনপির সমাবেশে একটি পুলিশ মারা গেছে। আবার অনেক বিএনপির লোকজন পুলিশের টিয়ারছেলে হতাহত হয়েছে। এখন ধরুন যে পরিবারের পুলিশ মারা গেল সে যদি সেই পরিবারের একমাত্র উপার্জনকারী হয় তাহলে তার ফ্যামিলি চলবে কিভাবে। এমনকি বাংলাদেশে হয়তো একটি ইতিহাসও সৃষ্টি হয়েছে এবার যে প্রত্যেক রাস্তায় পুলিশ চেক পোস্ট বসিয়েছে এমনকি প্রত্যেকটি বাসে লোকজন যাতায়াত করছে তাদেরকে চেক করা হচ্ছে তাদের ফোনসহ এভরিথিং। আবার শুনছি কালকে থেকে অবরোধ নাকি হরতাল শুরু হবে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 30, 2023, 10:00:21 AM
কোট

বাটন ফোন তো যোগাযোগ এর জন্য কাজে লাগে ঠিক আছে, তবে স্মার্টফোন আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে সেটা ছাড়া বাইরে যাওয়া প্রায় মুশকিল একটা ব্যাপার হয়ে গেছে। টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে প্রায় সব কিছুই স্মার্টফোন দিয়ে করা লাগে। আর বার বার করে ফোনে এপ ইনষ্টল করা, লগইন করা, আবার কেটে ফেলা একটা বিরক্তিকর ব্যাপার। এই ক্ষেত্রে মোবাইলে এপ হাইড করার কিছু এপস আছে যেগুলো ব্যাবহার করা যেতে পারে।

আমি মাঝে মাঝে এসব ব্যাপারে চিন্তা করি আবার ভাবি যে বাড়ির বাইরে তো তেমন একটা যাওয়া হয় না, আমার মোবাইল চেক করবে কে? কিন্তু কখনো যদি আজান দিয়ে ধরে ফেলে, তখন তো রক্ষা হবে না মামু। ভালো একটা জিনিস মনে করিয়ে দিয়েছেন।
আমি একটা পুরাতন ফোন কেনার চিন্তা ভাবনা করতেছি। এই ৫-৭ হাজার টাকার মধ্যে। শুধুমাত্র ওয়ালেট একচেন্জ টুকটাক লেনদেন করা গেলেই এনাফ এমন। ক্রিপ্টোতে তো আর কোর আই সেভেন, ১৬ জিবি রাম, ১ টেরাবাইট এসএসডি লাগে না,  Grin

হ্যা বারবার ইনস্টল করা, আনইনস্টল করা, ব্যাকআপ করা অনেকের কাছে প্যারা মনে হতে পারে। বাট আমার কাছে লাগেনা। আমি মাসে ১ বার হলেও ফাক্টরি রিসেট মারি। আমাকে আবার একটু ফোন বিষয়ে নার্ড বলতে পারেন। কাস্টম রম ইউজার আমি। নতুন নতুন রম টেস্ট করি, ফ্লাস করি, সো টেস্টিং পারপোসে সব ডিলিট করতেই হয় বাধ্যতামূলক। মোবাইলের এমন কিছু নাই যা আমি জানিনা, চাইলেই হাইড করতে পারবো। কেউ টেরই পাবেনা। বাট দরকারই বা কি রিস্ক নেয়ার। তাই করিনা।

শেষের কথাটা শুনে আমার অনেক হাসি পাইছে সিরিয়াসলি, "মামু"।
sr. member
Activity: 490
Merit: 294
October 30, 2023, 09:39:11 AM
~~~
বাংলাদেশের পারফরমেন্স যখন আমাকে অনেক বেশি হতাশ করে তখন আমি এই বিশ্বকাপের পয়েন্ট টেবিল দেখি এবং ইংল্যান্ডের অবস্থান খুঁজতে থাকি এবং যখন দেখি ইংল্যান্ডের অবস্থান পয়েন্ট টেবিলের একদম তলানিতে এবং ইংল্যান্ড মাত্র একটি ম্যাচ জয়লাভ করেছে তখন মনকে কিছুটা হলেও সান্তনা দিতে পারি যে এই বিশ্বকাপ টুর্নামেন্টে শুধু বাংলাদেশ খারাপ করছে না বরং সাবেক বিশ্বকাপ জয়ী দল ইংল্যান্ড তাদের ইতিহাসের সব থেকে বাজে একটি বিশ্বকাপ খেলছে। রাগ অভিমান যাই করেন না কেন আবার যখন বাংলাদেশের খেলা হবে আপনি কিন্তু বাংলাদেশের খেলা না দেখে থাকতে পারবেন না। দিনশেষে আমাদের পরিচয় কোথায় লাল সবুজ। আমরা যতই খেলা না দেখার ঘোষণা করি না কেন অথবা যতই আমরা ভারত বা অন্য কোন দেশের জার্সি পড়ে করি না কেন দিনশেষে আমাদের স্থান কিন্তু লাল সবুজ এই, তাই ভালো করুক বা খারাপ করুক আপনারা এই দলটাকে সাপোর্ট করুন। আমাদের আসলে সাপোর্ট করা ছাড়া কিছু করার নাই।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 30, 2023, 09:38:59 AM
ক্রিপ্টো নিয়ে আমি নিজেও ভয়ে থাকি। কখন কে কই দিয়ে ধরে ফেলে কে জানে। এজন্য একটা ছোট বাটন ফোন কিনছি স্যামসাং এর। বাহিরে গেলে ঐটা নিয়ে বাহিরে যাই। কাজটাজ হয়ে যায় যোগাযোগের এই আরকি। আর যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ি যে স্মার্ট ফোন না নিলেই না, যেমন কোনো অনুষ্ঠান, ঘোরা ফিরা, ট্রুর সেক্ষেত্রে ক্রিপ্টো রিলেটেট যা কিছু আছে, ওয়ালেট বলেন বা একচেন্জ বলেন (metamask, trust wallet, binance, kuCoin), সব কিছু আগে ফোন দিয়ে উড়াই   Grin। তারপর সেটা নিয়ে বাহিরে যাই। (আবশ্যই সব কিছুর ব্যাকআপ করা আছে আগে থেকেই)।

বাটন ফোন তো যোগাযোগ এর জন্য কাজে লাগে ঠিক আছে, তবে স্মার্টফোন আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে সেটা ছাড়া বাইরে যাওয়া প্রায় মুশকিল একটা ব্যাপার হয়ে গেছে। টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে প্রায় সব কিছুই স্মার্টফোন দিয়ে করা লাগে। আর বার বার করে ফোনে এপ ইনষ্টল করা, লগইন করা, আবার কেটে ফেলা একটা বিরক্তিকর ব্যাপার। এই ক্ষেত্রে মোবাইলে এপ হাইড করার কিছু এপস আছে যেগুলো ব্যাবহার করা যেতে পারে।

আমি মাঝে মাঝে এসব ব্যাপারে চিন্তা করি আবার ভাবি যে বাড়ির বাইরে তো তেমন একটা যাওয়া হয় না, আমার মোবাইল চেক করবে কে? কিন্তু কখনো যদি আজান দিয়ে ধরে ফেলে, তখন তো রক্ষা হবে না মামু। ভালো একটা জিনিস মনে করিয়ে দিয়েছেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 30, 2023, 08:45:51 AM
সঠিক গণতন্ত্রের বহিঃপ্রকাশ এগুলো  Grin।  আইন সম্পর্কে বেশি কিছু জানিনা তারপরও আমার মনে হয় না এমন কোন আইন আছে যেখানে এভাবে গণহারে সবার মোবাইল চেক করা যাবে।
এই বিষয়গুলি আমাদের নিকট আরো ভীতি জনক মোবাইলে তো ক্রিপ্টোকারেন্সি  এর বিভিন্ন এক্সচেঞ্জার  ওয়ালেট ইত্যাদি দিয়ে ভর্তি।  এইসব চেকিংয়ে যদি এইসব নিয়ে ধরা খাই এটা নিয়েও ভয় থাকি  Roll Eyes।  আর যদিও আমার মনে হয় না এইসব ম্যাটার খেয়াল করবে বর্তমান অবস্থাতে। এইসব পার্সোনাল ফোন ঘাঁটাঘাটি আমার নিকট একদম  জঘন্য একটা পর্যায়।

ডানে বামে উপরে নিচে যাই বলেন, "বাংলাদেশের মতো নোংরা রাজনীতি পৃথিবীর আর কোনো দেশে নাই, আই রিপিট কোথাও নাই"। যে দেশে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কিনতে খরচ হয় ছয় হাজার টাকা, যে দেশে বিশ্ববিদ্যালয়ের লিফ্ট ক্রয় করতে বিদেশ ভ্রমন করতে হয়, যে দেশে পিয়াজের দাম ১৫০ টাকা হয়, আলুর দাম ৭০ টাকা হয়, সে দেশের সরকারের কাছ থেকে কিই বা আশা করা যায়। আজকে কৃষিমন্ত্রীর কথা শুনছেন? তাদের নাকি ২ বছর লাগবে এই আলু পেয়াজের দাম স্বাভাবিকে আনতে, লল  Grin। কি বলবো আর?

তবে বাংলাদেশ যে অনেক পিছায়ে আছে তাও না, দুর্নীতির দিক দিয়ে নাম্বার ওয়ান বলা যায়।  Grin

যাই হোক, আমি কালকের জন্য অপেক্ষা করতেছি। বিরোধী দল তো ৩ দিনের হরতাল দিলো, কি হয় কে জানে। আমাদের এখানে আজ প্রচুর গাড়ি ঘোড়া জ্যাম দেখলাম। মানে বাসে ঢোকারও যায়গা নাই। ঢাকা মুখি সব বাস ভরা, বাস টার্মিনাল ফুল জ্যাম। সুপারভাইজারের সাথে কথা বলে বুঝলাম কাল হয়তো আমাদের এদিকে বাস চলবে না। আপনাদের দিকে কি অবস্থা? ইমনিই সমাবেশ নিয়ে প্রচুর মারামারি, কোপাকুপি, ফাটাফাটি হইলো। কাল আবার নতুন করে শুরু হবে এপিসোড টু। আমি ঢাকার বাহিরে আছি, তবে আমার এক ঢাকামুখি বন্ধু একটা ভিডিও পাঠাইছিলো আমাকে। দেখে আর কি বলবো। এমন মারা মারতেছে, ২ মিনিট আগেরও জ্যাতা মানুষ মরা হয়ে যাচ্ছে।

বাইদাওয়ে আমি নির্দিষ্ট কোনো দলকে ইঙ্গিত করতে চাই না। বাংলাদেশের প্রেক্ষিতে সব দলই খারাপ। ক্ষমতা পাইলেই এরা এদের আসল রূপ দেখায়। তবে আমি শান্তিপ্রিয় মানুষ। পার্সোনালি আমার এসব রাজনীতি ভালো লাগে না। কোনো দলফল ও করিনা। কোনো দলের সহ সভাপতি আবার আমার পিছনে লাইগেন না, পিলিচ  Smiley



ক্রিপ্টো নিয়ে আমি নিজেও ভয়ে থাকি। কখন কে কই দিয়ে ধরে ফেলে কে জানে। এজন্য একটা ছোট বাটন ফোন কিনছি স্যামসাং এর। বাহিরে গেলে ঐটা নিয়ে বাহিরে যাই। কাজটাজ হয়ে যায় যোগাযোগের এই আরকি। আর যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ি যে স্মার্ট ফোন না নিলেই না, যেমন কোনো অনুষ্ঠান, ঘোরা ফিরা, ট্রুর সেক্ষেত্রে ক্রিপ্টো রিলেটেট যা কিছু আছে, ওয়ালেট বলেন বা একচেন্জ বলেন (metamask, trust wallet, binance, kuCoin), সব কিছু আগে ফোন দিয়ে উড়াই   Grin। তারপর সেটা নিয়ে বাহিরে যাই। (আবশ্যই সব কিছুর ব্যাকআপ করা আছে আগে থেকেই)।
member
Activity: 64
Merit: 26
October 30, 2023, 08:32:04 AM
বাংলাদেশের বিশ্বকাপ২০২৩ খুবই দুঃখজনক।এই বিশ্বকাপে অন্তত তিনটি ম্যাচে জয় পাবে বাংলাদেশ। নেদারল্যান্ড,  আফগানিস্তান, এবং শ্রীলংকার বিপক্ষে। কিন্তু এভাবে যে বাংলাদেশ হারবে সেটা সমর্থকদের আশার বাহিরে ছিল। বাংলাদেশ মাঠে নয় মাঠের বাহিরে হেরেছে তাদের পারফরমেন্সে।বাংলাদেশ দলকে বানিয়েছে গিনি পিক। সবচেয়ে বড় দুর্বলতা ব্যাটিংয়ে ব্যর্থতা। আশা করেছিলাম এ বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেললে হয়তোবা ভালো কিছু দেখতে পেতো সমর্থকরা। এতটাই হতাশা জনক  এবং লজ্জা জনক হার বাংলাদেশের সমর্থকদের জন্য। 
Jump to: