Author

Topic: বাংলা (Bengali) - page 124. (Read 5965218 times)

sr. member
Activity: 616
Merit: 322
November 05, 2023, 08:55:33 AM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।

এই নিউজ কোথায় পাইছেন? এমন কোনো নিউজ আমার চোখে এখনো পরেনি। আর কোন কোন প্রমাণ ছাড়া কোনো প্রকার নিউজ শেয়ার করে মানুষকে বিভ্রান্ত করাটা ঠিক না। আপনি সবাইকে সতর্ক করতেছেন এটা অনেক ভালো কাজ এবং এর আগেও এই বিষয় নিয়ে কয়েকটি পোস্ট হয়েছে। আমি আপনার পোস্ট নেগেটিভ হিসেবে নিচ্ছি না তবে আপনার এই পোস্টের সাথে যদি  কোন নিউজ এর লিংক কিংবা ভিডিও  লিংক থাকতো তাহলে বিষয়টি কতটুকু সত্য তা বুঝা যাইতো। যেহেতু বাংলাদেশে বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি বৈধ নয় তাই অবশ্যই আমাদের সতর্ক থাকাটা কাম্য। বাংলাদেশ এখন অস্থিতিশীল অবস্থা চলতেছে এবং বিভিন্ন কিছু ঘটতেছে যা বাংলাদেশের প্রশাসনের থেকে আশা করা যায় না। আমাদের এইখানে কয়েকজন রাত ১০ টার দিকে একটি রেস্টুরেন্ট থেকে জন্মদিন পালন করে ফেরার সময় ১০-১২ জনকে পুলিশ ধরে এবং জংগী বলে থানায় নিয়া যায় যদিও ১ দিন পরে ছাইড়া দেয়। সামনে নির্বাচন তাই দেশে এখন অনেক কিছুই ঘটতেছে এবং আরো ঘটবে। এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো সন্ধ্যা ৬ টার পর বাসার বাইরে না থাকা এবং যে দিন কোন দলের মিছিল, মিটিং, সম্মেলন যাই থাকুক না কেন সেদিন বাসায় থাকা।

সংবাদে এখোনো আসেনি, তবে এটা সত্যি। কুমিল্লাতে যদি কোনো আত্তিও ও পরিচিত কেউ থেকে থাকে খবর নিতে পারেন ।
অনেকেই দেখি বলে পুলিশ সবার ফোন চেক করতেছে এই ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত কিনা সনাক্ত করার জন্য আমি নিউজ টি দেখি নাই, কেউ কি দেখছেন?
পুলিশ জনগণের ফোন চেক করছে এটা সত্য তবে এটা করেছিল ২৮ তারিখের যে BNP এর প্রোগ্রাম ছিলো সেদিন নয়া পল্টনের দিকে যে বাসগুলো বা গণপরিবহন গুলা চলছে পুলিশ সেগুলা চোখে চোখে রাখছে আর যে গাড়ির যাত্রীদের সন্দেহজন মনে হয়েছে বা কোন সোর্সের মাধ্যমে পুলিশ কোন গাড়ির কথা জানতে পারছে যে সেখানে কোন সন্দেহে বচন ব্যক্তি আছে সেগুলারে পুলিশ সার্চ করছে এবং তাদের মোবাইল নিয়েও সার্চ করা হয়েছে এই ঘটনা সত্য তবে এটা ক্রিপ্টো ব্যবহারকারীদের ধরার জন্য এমন অভিযান ছিল না।
sr. member
Activity: 420
Merit: 376
November 05, 2023, 08:20:06 AM
সংবাদে এখোনো আসেনি, তবে এটা সত্যি। কুমিল্লাতে যদি কোনো আত্তিও ও পরিচিত কেউ থেকে থাকে খবর নিতে পারেন ।
ভাই যা হওয়ার হইছে ওনাদের তথ্য ফাঁস হয়েছিলেন তাই তাদের কে গোয়েন্দা পুলিশ ধরেছেন। যদি আপনি আমি এই নিয়ে আরও জানাজানি করতে যাই এতে আপনার আমার বিপদ আপনা আপনি নিজের ঘারে চলে আসতে পারে। হয়তো হতে পারে কুমিল্লার কাউকে আপনি আমি জিজ্ঞেস করলাম, সেই ব্যাক্তি হয়তো খবর টি শুনে নাই আরও ওই ব্যাক্তি যদি বিটকয়েন সম্পর্কে না জানেন তিনি আরও ঝামেলা করতে পারেন। আপনার কাছে রিকুয়েষ্ট থাকবে যদি আপনি এই বিষয় নিয়ে নিউজ দেখেন তাহলে অবশ্যই এখানে শেয়ার করবেন। আমরা বিস্তারিত জানতে পারবো এবং সেভাবে সতর্কতা অবলম্বন করতে পারবো।

অনেকেই দেখি বলে পুলিশ সবার ফোন চেক করতেছে এই ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত কিনা সনাক্ত করার জন্য আমি নিউজ টি দেখি নাই, কেউ কি দেখছেন? দেখলে নিউজ শেয়ার করার জন্য রিকুয়েষ্ট করতেছি। আমি শুনেছিলাম রাজনৈতিক বিষয়ে নিয়ে ফোন চেক করেছিলো। যাইহোক আপনি আমি এতে কোন
আপনি মনে হয় অনেক সাধু এবং জ্ঞানী ভাই এর আগে পোস্ট করেছে তখন তো কিছু বলেন নাই। Learn Bitcoin ভাই পিজিপি নিয়ে অনেক আগে পোস্ট করেছে কিন্তু কেউ না বুঝেও বোঝার ভান করে সেই পোস্ট পড়েনি বা প্রশ্ন করেনি যে কিভাবে শিখব।
আমি একথা বলছি বিদায় বলতে পারেন যে আপনি ছোট ইউজার এত বড় কথা বলেন কেন। আপনারা অনেক অভিজ্ঞ এবং বড় ইউজার তাহলে আপনারা বুঝেন না কি বুঝেন না সে বিষয়ে পোস্ট করেননাই কেন। এখন এসে ঠিকই তাল মারতেছেন। এখানে যারা আছে সবাই ভালো হয়তো কারো র‍্যাঙ্ক ছোট বা কারো র‍্যাংক বড় সেটা শুধু পার্থক্যমাত্র।মেধা সবারই সমান কেউ হয়তো সঠিকভাবে খাটাতে পারে আবার কেউ পারেনা। সবাই যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যেত তাহলে মূর্খ থাকতো না। আবার সবাই যদি মূর্খ হত তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতো না। কেউ না বুঝে বা না জেনে অন্যকে এমনি এমনি জ্ঞান দিতে চায় না।
sr. member
Activity: 630
Merit: 388
Unlimited 50% Deposit Bonus at JokerBet.biz
November 05, 2023, 07:57:56 AM
সংবাদে এখোনো আসেনি, তবে এটা সত্যি। কুমিল্লাতে যদি কোনো আত্তিও ও পরিচিত কেউ থেকে থাকে খবর নিতে পারেন ।
ভাই যা হওয়ার হইছে ওনাদের তথ্য ফাঁস হয়েছিলেন তাই তাদের কে গোয়েন্দা পুলিশ ধরেছেন। যদি আপনি আমি এই নিয়ে আরও জানাজানি করতে যাই এতে আপনার আমার বিপদ আপনা আপনি নিজের ঘারে চলে আসতে পারে। হয়তো হতে পারে কুমিল্লার কাউকে আপনি আমি জিজ্ঞেস করলাম, সেই ব্যাক্তি হয়তো খবর টি শুনে নাই আরও ওই ব্যাক্তি যদি বিটকয়েন সম্পর্কে না জানেন তিনি আরও ঝামেলা করতে পারেন। আপনার কাছে রিকুয়েষ্ট থাকবে যদি আপনি এই বিষয় নিয়ে নিউজ দেখেন তাহলে অবশ্যই এখানে শেয়ার করবেন। আমরা বিস্তারিত জানতে পারবো এবং সেভাবে সতর্কতা অবলম্বন করতে পারবো।

অনেকেই দেখি বলে পুলিশ সবার ফোন চেক করতেছে এই ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত কিনা সনাক্ত করার জন্য আমি নিউজ টি দেখি নাই, কেউ কি দেখছেন? দেখলে নিউজ শেয়ার করার জন্য রিকুয়েষ্ট করতেছি। আমি শুনেছিলাম রাজনৈতিক বিষয়ে নিয়ে ফোন চেক করেছিলো। যাইহোক আপনি আমি এতে কোন ঘাবড়ানো বেশি কারন মনে করি না। আপনি আমি নিজে যদি ক্রিপ্টোকারেন্সির সাথে জরিত আছি তা যদি আপনি আমি নিজেই প্রচার না করি কেউ কখনো জানতে পারবে না আপনি আমি কি করি। আবার কিছু লোক আছেন নিজেকে নিয়ে অনেক গর্ব করেন, যে আমি ঘরে বসে ইনকাম করি, এটা ওটা,,, ঘরে বসে ডিজিটাল যুকে ইনকাম করা কোন ব্যপার না। কিন্তু এলাকায় কিছু বয়স্ক মুরুব্বি যারা আছেন তারা মনে করে জুয়া আরো বিভিন্ন ভাবে সমালোচনা করে থাকে। এই ধরনের কোন কাজ করা যাবে না ঘরে বসে ইনকাম করুন কিন্তু বলবেন না কি করেন। সবচেয়ে ভালো হয় এই ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত থেকে পাশাপাশি কোন ছোটখাটো কোন ব্যবসা বা চাকরি করলে এতে কেউ কোন সন্দেহ করবে না। আপনি কি মনে করেন পুলিশ নিজে থেকেই একাই এসে আপনার ফোন চেক করবে বা বলবে আপনি ক্রিপ্টোকারেন্সির সাথে জরিত আছেন? অবশ্যই না। কেউ হয়তো পুলিশ কে আপনার সম্পর্কে ইনফরমেশন দিয়েছে দেখেই আপনাকে ধরার অভিযান চালাবে। আপনি ভালো ভাবে চলবেন এটা বর্তমান যুগে সহ্য হয় না? একটা কথা সবার মনে রখা উচিত, যে পরমানুষের থেকে আপনার আপন নানুষেরাই ক্ষতি করার জন্য আপনার পিছনে লেগে থাকবে। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে প্রমাণ পেয়েছি।

বাংলা থ্রেডের জন্য টিউটোরিয়াল লিখে লাভ নাই ভাই। আগের বার কি হইছিল আপনি ভালো করেই জানেন। ২-৪ টা পোস্ট হলেই আপনার ৫ ঘন্টার লেখা মাটির নিচে। আর আমার মনে হয়না এখানে তেমন কেও লিনাক্স চালায়। বেশির ভাগই উইন্ডোজ চালায়ে অভ্যস্ত। আর যে মানুষটার ল্যাপটপ কম্পিউটার নাই, সেও বলবে হ্যা ভাই আমি উইন্ডোজ চালাতে পারি।

গ্লোবাল সেকশনে লিনাক্সে পিজিপি নিয়ে ইউনিভারসাল একটি টিউটোরিয়াল বানান। ঐটাই এনাফ হবে। আর যে মানুষটা লিনাক্সের ব্যবহার আর ইনস্টল প্রসেস জানে, তার মনে হয় সেই বেসিক জ্ঞান আছে ইংরেজি ভাষা সম্পর্কে। সাধারণ ইংরেজি বুঝবেনা এতটা বোকা হয়তো বাংলা থ্রেডে কেউ নাই।
ভাই হাদিসে পরেছি আবার ওয়াজ মাহফিলে শুনেছি, এই দুনিয়ায় যদি একজন ভালো মানুষ না থাকতো, আল্লাহ তায়ালা এই দুনিয়া আসমান জমিন ইত্যাদি কিছুই রাখতেন না। তাই ভাই আমাদের এই বাংলা থ্রেডেও ২-১ জন তো ভালো আছেন, তা না হলে তো আমাদের এই থ্রেড এতদিনে টিকে থাকতো না। যাদের ধরকার তারা অবশ্যই গুরুত্বভাবে পড়বেন, কিছু না বুঝলে প্রশ্ন করবে। এমন অনেক সদস্য আছেন তারা কোন গুরুত্বপূর্ণ পোস্ট পড়বে না, তারা শুধু নিজেই অন্যদের জ্ঞান দিতে যাবে।

ভাই গ্লোবালে শুধু নয় আমিও চাই আমাদের এই থ্রেডেও Learn Bitcoin ভাই লিন্যাক্স সম্পর্কে টিউটোরিয়াল লিখবেন। কেননা আমাদের থ্রেডেও একটা গুরুত্বপূর্ণ পোস্ট হবে এবং আমাদের থ্রেডের কিছুটা উন্নতি হবে।
full member
Activity: 560
Merit: 164
November 05, 2023, 06:02:31 AM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।

আমাদের দেশের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়। সরকার বিরোধী আন্দোলন করায় পুলিশ বাহিনীর সাধারণ জনগণকে বিভিন্নভাবে হেনস্তা করছে। সবকিছু মিলে দেশের অবস্থা খুব একটা ভালো নয়। তাতে করে এই নিউজটা শুনে মনের ভিতরে একটু ভয় লাগছে। তার কারণ আমাদের বাংলাদেশের বিটকয়েন বৈধ নয়। বিটকয়েন বৈধতা না থাকার কারণে আমাদেরকে সরকারের চোখ ফাকি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আমাদের এ বিটকয়েন ট্রেড করতে হয়। অবশ্যই আমাদেরকে বিটকয়েনে ট্রেড করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। কোনভাবে যদি আইন-শৃঙ্খলা বাহিনী জানতে পারে যে আমরা বিটকয়েন ট্রেড করি তাহলে তারা আমাদেরকে আইনে আওতায় নিবে। তাই আমাদের সকলেরই উচিত হবে সতর্কতার সাথে বিটকয়েনে ট্রেড করা।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 05, 2023, 05:44:03 AM
আমি আজকে লিন্যাক্স এ পিজিপি এনক্রিপশন নিয়ে কিছু লিখবো। গ্লোবালে একটা পোষ্ট করবো ভাবছিলাম। আমাদের থ্রেড এ পোষ্ট করে হুদাই তো লাভ নাই যদি কোনো ইউজার না থাকে, বা কেউ যদি ইন্টারেষ্টেড না থাকে।

আমাদের এখানে এর আগে উইন্ডোজ এর টিউটোরিয়াল লিখেছিলাম, সেটাই কেউ খেয়াল করেছে বলে মনে হয় না। আর লিন্যাক্স তো এখানে কেউ ব্যাবহার করে বলে আমার মনেও হয় না। কেউ ইন্টারেষ্টেড থাকলে জানাবেন। তাহলে ইংলিশের পাশাপাশি বাংলায় ও লিখবো।
বাংলা থ্রেডের জন্য টিউটোরিয়াল লিখে লাভ নাই ভাই। আগের বার কি হইছিল আপনি ভালো করেই জানেন। ২-৪ টা পোস্ট হলেই আপনার ৫ ঘন্টার লেখা মাটির নিচে। আর আমার মনে হয়না এখানে তেমন কেও লিনাক্স চালায়। বেশির ভাগই উইন্ডোজ চালায়ে অভ্যস্ত। আর যে মানুষটার ল্যাপটপ কম্পিউটার নাই, সেও বলবে হ্যা ভাই আমি উইন্ডোজ চালাতে পারি।

গ্লোবাল সেকশনে লিনাক্সে পিজিপি নিয়ে ইউনিভারসাল একটি টিউটোরিয়াল বানান। ঐটাই এনাফ হবে। আর যে মানুষটা লিনাক্সের ব্যবহার আর ইনস্টল প্রসেস জানে, তার মনে হয় সেই বেসিক জ্ঞান আছে ইংরেজি ভাষা সম্পর্কে। সাধারণ ইংরেজি বুঝবেনা এতটা বোকা হয়তো বাংলা থ্রেডে কেউ নাই।

Quote
শুধুমাত্র লিন্যাক্স অপারেটিং সিষ্টেম ব্যাবহার করার জন্য আমার ২.৫ টেরাবাইট এর এস এস ডি এবং হার্ড ডিস্ক ফরমেট করতে লাগছে। ডুয়েল বুট করতে গিয়ে সব করাপটেড করে ফেলছিলাম। সেই কাংখিত টিউটোরিয়াল নিয়ে আজকে কাজ করবো।
ডুয়েলবুটের মতো ঝুঁকিপূর্ণ কিছু নাই ভাই। এটা শুধুমাএ হার্ডডিক্স (hdd) করোপ্ট করেনা সাথে এর কার্যকরীতাও নষ্ট করে সময়ের সাথে সাথে (আমার মতে)। আমি নিজেও একবার এমন সমস্যায় পড়ছিলাম। এক বন্ধু লিনাক্স ইউজ করবে তাই ইনস্টল করে দেয়ার রিকুয়েস্ট করে। পরে ঠিকঠাকই সব করে দেই। বিপত্তি বাজে বুট করা সময়। স্টোরেজ ভিভাইস হয়তো ঠিকভাবে সিলেক্ট হয়নি বা ঠিক ফরম্যাটে (NTFS বা exFAT) ছিলনা বা ঠিকভাবে পার্টিশন (MBR বা GPT) হয়নি। এগুলোর মধ্যে কেনো একটায় ঝামেলা হলে বুট হবেনা। পরে আর কি করার ফুল হার্ডডিক্স ফরম্যাট করে উইন্ডোজ ১০ মেরে দিলাম। আর Oracle Virtual Box এ Linux ইনস্টল করলাম। অন্তত লিনাক্সের স্বাদ তো নিতে পারবে।

তবুও আমার একার কথা তো আর কথা না, দেখেন অন্যরা কি বলে। আমি আমার মতামত দিয়ে দিলাম।
sr. member
Activity: 420
Merit: 376
November 05, 2023, 04:54:50 AM
আমি আজকে লিন্যাক্স এ পিজিপি এনক্রিপশন নিয়ে কিছু লিখবো। গ্লোবালে একটা পোষ্ট করবো ভাবছিলাম। আমাদের থ্রেড এ পোষ্ট করে হুদাই তো লাভ নাই যদি কোনো ইউজার না থাকে, বা কেউ যদি ইন্টারেষ্টেড না থাকে। শুধুমাত্র লিন্যাক্স অপারেটিং সিষ্টেম ব্যাবহার করার জন্য আমার ২.৫ টেরাবাইট এর এস এস ডি এবং হার্ড ডিস্ক ফরমেট করতে লাগছে। ডুয়েল বুট করতে গিয়ে সব করাপটেড করে ফেলছিলাম। সেই কাংখিত টিউটোরিয়াল নিয়ে আজকে কাজ করবো।

আমাদের এখানে এর আগে উইন্ডোজ এর টিউটোরিয়াল লিখেছিলাম, সেটাই কেউ খেয়াল করেছে বলে মনে হয় না। আর লিন্যাক্স তো এখানে কেউ ব্যাবহার করে বলে আমার মনেও হয় না। কেউ ইন্টারেষ্টেড থাকলে জানাবেন। তাহলে ইংলিশের পাশাপাশি বাংলায় ও লিখবো।
ভাই ইচ্ছা আছে কিন্তু কিছুই বুঝি না। আমি আপনার পিজিপি নিয়ে পোস্ট পরেছি।আপনার দেওয়া লিংক থেকে ডাউনলোড করি তারপর install করার কোন ফাইল খুঁইজা পাই না। যদি ভালোভাবে বুঝাইয়া দিতেন তাহলে হয়তো শিখতে পারতাম।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 05, 2023, 04:42:09 AM
আমি আজকে লিন্যাক্স এ পিজিপি এনক্রিপশন নিয়ে কিছু লিখবো। গ্লোবালে একটা পোষ্ট করবো ভাবছিলাম। আমাদের থ্রেড এ পোষ্ট করে হুদাই তো লাভ নাই যদি কোনো ইউজার না থাকে, বা কেউ যদি ইন্টারেষ্টেড না থাকে। শুধুমাত্র লিন্যাক্স অপারেটিং সিষ্টেম ব্যাবহার করার জন্য আমার ২.৫ টেরাবাইট এর এস এস ডি এবং হার্ড ডিস্ক ফরমেট করতে লাগছে। ডুয়েল বুট করতে গিয়ে সব করাপটেড করে ফেলছিলাম। সেই কাংখিত টিউটোরিয়াল নিয়ে আজকে কাজ করবো।

আমাদের এখানে এর আগে উইন্ডোজ এর টিউটোরিয়াল লিখেছিলাম, সেটাই কেউ খেয়াল করেছে বলে মনে হয় না। আর লিন্যাক্স তো এখানে কেউ ব্যাবহার করে বলে আমার মনেও হয় না। কেউ ইন্টারেষ্টেড থাকলে জানাবেন। তাহলে ইংলিশের পাশাপাশি বাংলায় ও লিখবো।
sr. member
Activity: 504
Merit: 369
November 05, 2023, 04:08:55 AM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।
আমরা যারা বিটকয়েনে কাজ করি আমাদের সতর্ক থাকা অনেকটাই গুরুত্বপূর্ণ। সবসময় নিজেকে নিরাপদ রেখে এখানে কাজ করতে হবে। আসলে এ ধরনের গ্রেপ্তার মাঝে মাঝেই শোনা যায়। বাংলাদেশে বিটকয়েন ব্যবহার কারী শতকরা ১০ থেকে ২০ জন ব্যক্তি। এই বিটকয়েন ব্যবহার করা মোটেও খারাপ কিছু নয়। আমরা যে কাজ করি এ ধরনের কাজ মূলত আমাদের বেকারত্বের হার কমিয়ে এনেছে। এ ধরনের কাজের প্রতি সরকার কখনোই কঠোর পদক্ষেপ নেবে না তবে একজন ব্যক্তি যদি মানিলন্ডারিং করে যেমন প্রতিদিন ৫০-১০০+ হাজার ডলার লেনদেন করে তাহলে তার জন্য প্রশাসনিক ঝামেলা রয়েছে। কিন্তু আমাদের মত ছোটখাটো ইউজারদের প্রশাসনিক ঝামেলা হবে না বলে মনে করি। তারপরে ও সতর্কতার শেষ নেই যে কোন মুহূর্তে যেকোন ঝামেলায় পড়তে পারি সেজন্য আগে থেকেই আমাদের সতর্ক থাকতে হবে।
আমাদের সোনার বাংলাদেশে এখন পুলিশ যেমনভাবে মোবাইল ফোন সার্চ করা শুরু করেছে তাতে ছোটখাটো যে কোন একটি ক্লু পেলেই আপনাকে গ্রেফতার করবে। আপনি ছোট ইউজার হন আর বড় ইউজার হন Crypto রিলেটেড কোন কিছু আপনার ফোনে থাকলে পুলিশ যদি সেটা খুঁজে পায় তাহলে আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। দেখা যাবে আপনার ফোনে ছোটখাটো crypto রিলেটেড কোন কিছু খুঁজে পেলে পুলিশ এটা বানিয়ে অনেক বড় করে ফেলবে এবং আপনাকে মানি লন্ডারিং এর কেস দিলে আপনার তখন কিছু করার থাকবে না। আমাদের বাংলাদেশের যেহেতু বিটকয়েন বৈধ নয় তাই যারা ছোট ইউজার বা বড় ইউজার তাদের সবারই অতি সাবধানতার সাথে বিটকয়েন লেনদেন করা উচিত। আমাদের দেশে দেখা যায় প্রত্যেক বছরই এরকম একটি করে ঘটনা ঘটে। প্রত্যেক বছর শোনা যায় যে কোন এলাকাভিত্তিক বা জেলাভিত্তিক ১০-১২ জন লোকজন
বিটকয়েন লেনদেন করা নিয়ে গ্রেপ্তার হতে দেখা যায়। এ থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত এবং সাবধানতা অবলম্বন করা উচিত।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 05, 2023, 02:17:50 AM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।
আমরা যারা বিটকয়েনে কাজ করি আমাদের সতর্ক থাকা অনেকটাই গুরুত্বপূর্ণ। সবসময় নিজেকে নিরাপদ রেখে এখানে কাজ করতে হবে। আসলে এ ধরনের গ্রেপ্তার মাঝে মাঝেই শোনা যায়। বাংলাদেশে বিটকয়েন ব্যবহার কারী শতকরা ১০ থেকে ২০ জন ব্যক্তি। এই বিটকয়েন ব্যবহার করা মোটেও খারাপ কিছু নয়। আমরা যে কাজ করি এ ধরনের কাজ মূলত আমাদের বেকারত্বের হার কমিয়ে এনেছে। এ ধরনের কাজের প্রতি সরকার কখনোই কঠোর পদক্ষেপ নেবে না তবে একজন ব্যক্তি যদি মানিলন্ডারিং করে যেমন প্রতিদিন ৫০-১০০+ হাজার ডলার লেনদেন করে তাহলে তার জন্য প্রশাসনিক ঝামেলা রয়েছে। কিন্তু আমাদের মত ছোটখাটো ইউজারদের প্রশাসনিক ঝামেলা হবে না বলে মনে করি। তারপরে ও সতর্কতার শেষ নেই যে কোন মুহূর্তে যেকোন ঝামেলায় পড়তে পারি সেজন্য আগে থেকেই আমাদের সতর্ক থাকতে হবে।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
November 05, 2023, 01:22:31 AM
sr. member
Activity: 504
Merit: 369
November 05, 2023, 12:59:45 AM
ফুটবল আমাদের সবারই অতি পরিচিত খেলা।এই ফুটবল খেলা বিভিন্ন দেশ বা ক্লাব পর্যায়ে হয়ে থাকে। তেমনি অস্ট্রিয়ায়ও ফুটবল খেলা অনেক জনপ্রিয়।অস্ট্রিয়ার প্রাচীনতম বা পুরাতন ফুটবল ক্লাবগুলির মধ্যে অন্যতম একটি হলো এফসি অ্যাডমিরা ওয়াকার,(FC Admira Wacker) তারা তাদের অফিসিয়াল খেলার জার্সির উপর বিটকয়েনের লোগো দিয়েছে এবং তারা বলেছে তাদের লাইটনিং পেমেন্টে বিটকয়েন যোগ করবে।এটা সত্যিই অনেক সুন্দর একটি উদ্যোগ। বিটকয়েন যে সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এইটা অন্যতম একটি প্রমাণ। বিটকয়েন হয়তো যুগে যুগে পৃথিবীর সব দেশে ছড়িয়ে পড়বে এবং বৈধতা পাবে।

Bitcoin Archive
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
November 05, 2023, 12:54:13 AM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।

এটা অবশ্যই ভালো একটি সতর্কবার্তা শেয়ার করেছেন আমাদের মাঝে তবে আমি এখনো এই ধরনের সংবাদ শুনিনি। যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন কেননা বাংলাদেশের অবস্থান বর্তমানে যে ভয়াবহ।
বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি থেকে সত্যিই আমরা অনেকটা আত্মঘাতির মধ্যে রয়েছি কোন একটা জায়গায় যেতে পারতেছি না যদি ঢাকা শহরের দিকে যেতে হয় তাহলে দেখা যায় প্রবেশ মুখগুলোতে পুলিশের হয়রানি। বিশেষ করে মোবাইল ফোন এর পার্সোনাল জিনিসগুলো চেক করে এটা সত্যিই খারাপ লাগে যে একজন ব্যক্তির মোবাইলে বিভিন্ন ধরনের লেনদেন এবং পারসোনাল জিনিস থাকতে পারে সেটা কেন পুলিশ বা আইনের লোকেরা চেক করবে। এই বিষয়টি সবচেয়ে খারাপ লাগার বিষয় কেননা বর্তমান দেশের সরকার এমনভাবে জনগণ সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর এই ধরনের আচরণ মোটেও ঠিক করতেছে না।
যাইহোক ভাই আমাদের এই বিষয়টি সর্বোচ্চ সর্তকতার সাথে লেনদেন করতে হবে বিটকয়েনের তা না হলে হতে পারে আমাদেরও সমস্যার সম্মুখীন। যদিও আটজন ব্যক্তিকে গোয়েন্দা আটক করেছে শুধুমাত্র বিটকয়েন লেনদেনের জন্য তাদের কাছে যদি কয়েক হাজার পরিমাণ বিটকয়েন থেকে থাকে তাহলে হয়তো সেগুলো সরকারের কাছেই যাবে। আর সেই সকল অর্থ সরকার নেবে তো নিবেই আবার সেই ব্যক্তিদের ওপর অত্যাচারও করবে আবার জেলও খাটতে হবে তাদের, সেজন্যই আমরা যারা এখনো বিটকয়েনের সাথে লেনদেনের জড়িত রয়েছি তাদের সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করতে হবে।
sr. member
Activity: 728
Merit: 371
November 05, 2023, 12:20:08 AM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।

বাংলাদেশ সরকার সরাসরি বিটকয়েন বিরোধী তাই বিটকয়েন লেনদেন করা বা বিটকয়েন ব্যবহার করা বাংলাদেশের আইনের চোখে অনেক বড় একটি অপরাধ তাই এই সমস্ত কাজ অবশ্যই আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে করতে হবে। আপনি যে কয়েকজনের নাম উল্লেখ করেছেন তারাই কিন্তু প্রথম ব্যক্তি নয় যারা গ্রেফতার হয়েছে এর আগেও আমরা দেখেছি বেশ কিছু বিটকয়েন ব্যবহারকারীকে পুলিশ র‍্যাব গ্রেফতার করেছে। আমার মনে হয় আমরা যারা বিটকয়েনের সাথে যুক্ত আছে তাদের এই বিষয়টা অন্য কারো সাথে শেয়ার করার কোন প্রয়োজন নাই। আপনি বিটকয়েন ব্যবহার করেন এ বিষয়টা যে জানে ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত এর বাইরে কারো সাথে এ বিষয় নিয়ে আলোচনা করার কোন প্রয়োজন বোধ করি না আমি। নতুন কারো সাথে বিটকয়েন লেনদেন এবং নতুন কারো সাথে বিটকয়েন সম্পর্কে আলোচনা কখনোই একজন বিটকয়েন ব্যবহারকারীর জন্য ভালো নয় তাই আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে বিটকয়েন ব্যবহার করা উচিত এবং অবশ্যই সাবধান থাকা উচিত
newbie
Activity: 23
Merit: 10
November 04, 2023, 11:53:46 PM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।


কিছু দিন আগে এক বড় ভাইয়ের কাছে শুনছিলাম। বাইনাস বা আন্য মারকেটে আমরা যেখানে পিটুপি করি।  সেখানে প্রশাশনের লোক বাই অর্ডার দিয়া রাখে। সেখানে থেকে তারা ইনফরমেশন কালেক্ট করে। সে আমাকে সতর্ক করেছিল যে সবসময় বেশি ট্রেড যারা করছে তাদের কাছে সেল করি তারপর থেকে সর্তক হয়ে যাই এবং সর্বনিম্ন ৫০০ বা ১০০০ উপরে যাদের ট্রেড করেছে।  তাদের সাথে লেনদেন করি।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
November 04, 2023, 11:36:34 PM
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।
newbie
Activity: 23
Merit: 10
November 04, 2023, 05:52:37 PM
জার্মানির Kebab Restaurant বিটকয়েন লেনদেন Accept করেছে।
https://talkimg.com/images/2023/11/04/tMoSP.jpeg
source
এভাবেই ধীরে ধীরে বিটকয়েন পৃথিবীর সমস্ত জায়গায় ব্যবহার হবে।


জার্মানিতে বর্তমানে ১১০০০+ রেস্তোরাঁ এখন বিটকয়েন গ্রহণ করে।
জার্মানির বৃহত্তম খাদ্য বিতরণ ওয়েব পোর্টাল, Lieferando.de, যা 11,000 টিরও বেশি অংশীদার রেস্তোঁরা নিয়ে গর্ব করে, সম্প্রতি ঘোষণা করেছে যে এটি অর্থপ্রদানের জন্য বিটকয়েন গ্রহণ করা শুরু করেছে। কোম্পানিটি বিশ্বের অন্যতম বৃহত্তম অনলাইন ফুড অর্ডারিং ওয়েবসাইট, Takeaway.com এর মালিকানাধীন।

বিটকয়েন এখন নগদ, সোফোর্ট, জিরোপে, ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং পেপাল সহ Lieferando.de-এর অন্যান্য প্রথাগত অর্থপ্রদানের পদ্ধতিতে যোগদান করে।

Lieferando.de ইতিমধ্যে তার ওয়েবসাইটে বিটকয়েন দিয়ে কীভাবে অর্থপ্রদান করতে হয় সে সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত করেছে। ক্রিপ্টোকারেন্সি গ্রহণকারী অন্যান্য Takeaway.com ব্র্যান্ডের মতোই বিটকয়েন পেমেন্ট বিটপে দ্বারা সহজতর হয়। বিটকয়েন দিয়ে অর্থপ্রদানকারী ব্যবহারকারীদের বিটপেতে পুনঃনির্দেশিত করা হবে এবং অর্থপ্রদানের পর ফেরত পাঠানো হবে। "বিটকয়েনের পরিমাণ সর্বদা বিটপে-এর বর্তমান বিনিময় হার অনুসারে রূপান্তরিত হয়," সাইটটি বিশদভাবে জানায়।

উপরন্তু, Lieferando.de যোগ করেছেন, "বিটকয়েন দিয়ে অর্থপ্রদান করার সময় আমরা কোনো অতিরিক্ত খরচ নিই না।" তবে, Takeaway.com এর মতে, ক্রেডিট কার্ড এবং পেপালের মাধ্যমে অর্থপ্রদানের জন্য 6% ফি দিতে হবে।

Source:https://news.bitcoin.com/germanys-largest-food-delivery-service-restaurants-accepts-bitcoin/
full member
Activity: 560
Merit: 164
November 04, 2023, 11:21:22 AM
জার্মানির Kebab Restaurant বিটকয়েন লেনদেন Accept করেছে।

source
এভাবেই ধীরে ধীরে বিটকয়েন পৃথিবীর সমস্ত জায়গায় ব্যবহার হবে।

জার্মানি হল উন্নত দেশ তাই তারা রেস্তোরায় বিটকয়েনের মাধ্যমে লেনদেন হচ্ছে আস্তে আস্তে তারা আরো বিটকয়েনের লেনদেন বাড়াবে একসময় দেখা যাবে জার্মানি তাদের শপিং করার পরেও বিটকয়েনের মাধ্যমে লেনদেন করছে। দেখে অনেক ভালো লাগছে যে দিন যত যাচ্ছে বিটকয়েনের প্রতি মানুষের আগ্রহ তত বাড়ছে। বিশ্বে প্রত্যেকটা দেশেই একদিন বিটকয়েন অনেক জনপ্রিয় হয়ে উঠবে। বর্তমান প্রায় বিশ্বের উন্নত অনেক কয়টা দেশে বিটকয়েন বৈধ ঘোষণা করছে। তারা অবশ্যই আস্তে আস্তে এরকম বিটকয়েনের মাধ্যমে লেনদেন চালু করবে যেরকম ভাবে জার্মানি চালু করেছে। ইতোমধ্যে ও অস্ট্রেলিয়া সরকার ও  তাদের বিটকয়েন কে বৈধতা ঘোষণা করছে। একটা সময় দেখা যাবে অস্ট্রেলিয়ায়  বিভিন্ন রেস্তোরায় তারা বিটকয়েনের মাধ্যমে লেনদেন করছে।আফসোস আমাদের বাংলাদেশে সরকার কখনোই বিটকয়েন বৈধতা ঘোষণা করবে না। হয়তো আমাদের দেশের সরকার যদি বিটকয়েন বৈধতা ঘোষণা করতো তাহলেও আমাদের দেশে হয়তো আসতে আসতে এরকম বিটকয়েন লেনদেন চালু হত।
sr. member
Activity: 546
Merit: 268
November 04, 2023, 10:48:30 AM
আমরা অনেকেই আমাদের টাকাগুলো বিভিন্ন কার্ডের মাধ্যমে এটিএম মেশিন থেকে উত্তোলন করি। সেটা হতে পারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড।
বাংলাদেশের সরকার সম্প্রীতি একটি নতুন কার্ডের উল্লেখ করেছেন এবং সেই কার্ড ইতিমধ্যে তিনটি ব্যাংক সাপোর্ট করেছে। সেই কার্ডের নাম হচ্ছে,"TakaPay"কার্ড। এই কার্ডের মাধ্যমে যে ব্যাংকগুলো থেকে টাকা উত্তোলন করা যাবে সেগুলো হচ্ছে Brac Bank, City Bank এবং Sonali Bank। TakaPay মূলত বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত "ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ" যা ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় সেভা প্রদান করবে।
হ্যা এই বিষয় শুনছি বাংলাদেশের এটা একটা ভালো পরিকল্পনা নিজস্ব কার্ড বানানো কারন Visa, Master Card, AMEX Card, PayPal card এগুলা বাহিরের দেশ থেকে নিয়ন্ত্রিত যার কারণে এগুলোর সার্ভিস ব্যবহার করার জন্য বাংলাদেশকে টাকা প্রদান করতে হয় তাই এই কার্ড যদি বাংলাদেশের সকল ব্যাংক  গ্রহণ করে তাহলে দেশের টাকা অনেকটা দেশেই থেকে যাবে একটা ব্যাংক কার্ডের জন্য বাইরের দেশের কোন কোম্পানিকে টাকা প্রদান করতে হবে না। এই কার্ড বাংলাদেশে সকলের কাছে পৌঁছে দেওয়া সম্ভব তবে যতদিন পর্যন্ত এটি ইন্টারন্যাশনাল পর্যায়ে না যাবে ততদিন পর্যন্ত এই কার্ড দিয়ে ডুয়েল কারেন্সিতে কোনো জায়গায় পেমেন্ট করা যাবে না। এটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবুও এটি প্রশংসনীয় যে বাংলাদেশেও এরকম একটি উদ্যোগ নিয়েছে।
জী ভাই, visa ,Master, PayPal  এগুলো বাইরের দেশের নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের দেশীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় এই প্রথম টাকা পে চালু হয়েছে।
এই কার্ডের ফি রেট কেমন হবে সেটা বলতে পারবো না তবে দেশের বাইরে এটি সর্বোচ্চ ১২০০০ ডলার পর্যন্ত লেনদেন করা যেতে পারবে বলে প্রাথমিক অবস্থায় জানানো হয়েছে। তবে টাকা পে চালু হওয়াতে লেনদেনের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে।
sr. member
Activity: 616
Merit: 322
November 04, 2023, 10:06:36 AM
আমরা অনেকেই আমাদের টাকাগুলো বিভিন্ন কার্ডের মাধ্যমে এটিএম মেশিন থেকে উত্তোলন করি। সেটা হতে পারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড।
বাংলাদেশের সরকার সম্প্রীতি একটি নতুন কার্ডের উল্লেখ করেছেন এবং সেই কার্ড ইতিমধ্যে তিনটি ব্যাংক সাপোর্ট করেছে। সেই কার্ডের নাম হচ্ছে,"TakaPay"কার্ড। এই কার্ডের মাধ্যমে যে ব্যাংকগুলো থেকে টাকা উত্তোলন করা যাবে সেগুলো হচ্ছে Brac Bank, City Bank এবং Sonali Bank। TakaPay মূলত বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত "ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ" যা ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় সেভা প্রদান করবে।
হ্যা এই বিষয় শুনছি বাংলাদেশের এটা একটা ভালো পরিকল্পনা নিজস্ব কার্ড বানানো কারন Visa, Master Card, AMEX Card, PayPal card এগুলা বাহিরের দেশ থেকে নিয়ন্ত্রিত যার কারণে এগুলোর সার্ভিস ব্যবহার করার জন্য বাংলাদেশকে টাকা প্রদান করতে হয় তাই এই কার্ড যদি বাংলাদেশের সকল ব্যাংক  গ্রহণ করে তাহলে দেশের টাকা অনেকটা দেশেই থেকে যাবে একটা ব্যাংক কার্ডের জন্য বাইরের দেশের কোন কোম্পানিকে টাকা প্রদান করতে হবে না। এই কার্ড বাংলাদেশে সকলের কাছে পৌঁছে দেওয়া সম্ভব তবে যতদিন পর্যন্ত এটি ইন্টারন্যাশনাল পর্যায়ে না যাবে ততদিন পর্যন্ত এই কার্ড দিয়ে ডুয়েল কারেন্সিতে কোনো জায়গায় পেমেন্ট করা যাবে না। এটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবুও এটি প্রশংসনীয় যে বাংলাদেশেও এরকম একটি উদ্যোগ নিয়েছে।
jr. member
Activity: 48
Merit: 7
November 04, 2023, 09:03:16 AM
জার্মানির Kebab Restaurant বিটকয়েন লেনদেন Accept করেছে।

source
এভাবেই ধীরে ধীরে বিটকয়েন পৃথিবীর সমস্ত জায়গায় ব্যবহার হবে।
Jump to: