মাঝে মাঝে আমি বলি যে অভাগা যেদিকে যায়, সেদিকে সাগর শুকিয়ে মরুভুমি হয়ে যায়। আমি সাধারনত ট্রেড করি না। কিন্তু যখন করি, তখন মনে হয় আমি ট্রেড নিয়েছি বলেই মারকেট আমার বিপরীতে যাচ্ছে। আমরা যতই এটাকে কো-ইনসিডেন্ট বলি না কেনো, মাঝে মাঝে আমার এটাই মনে হয়। আমি ট্রেড নেয়ার আগ অবদি সব কিছু ঠিকঠাক থাকে, আমি কোনো ট্রেড এ পজিশন ওপেন করলেই মারকেট আমার বিপরীতে চলা শুরু করে।
যাই হোক, ফিউচার ট্রেডিং, বাইনারি ট্রেডিং, এগুলো জুয়া খেলার মতো। আপনি একটা ভূল করেছেন যে আপনি স্টপ লস ব্যাবহার করেন নাই। ১০০ ডলার লস হলেই ট্রেড ক্লোজ করার দরকার ছিলো। এখন আর চিন্তা করে লাভ হবে না ভাই আমার। আপাতত ফিউচার ট্রেডিং এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখা বন্ধ রাখেন। শরীরের জন্য এবং হার্টের জন্য ভালো হবে।