Author

Topic: বাংলা (Bengali) - page 121. (Read 5698708 times)

sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
November 03, 2023, 09:12:51 PM

আমি যদি বাংলাদেশ থ্রেড এ একবারেই পোষ্ট না করি, আমার কি খুব ক্ষতি হয়ে যাবে? আর যারা এবিউজ করে যাচ্ছে, তাদের যদি এক্সপোজ করে দেই, আমার কি খুব ক্ষতি হবে? আপনারা মনে রাইখেন, আপনারা Little Mouse নামে একজন কে পেয়েছিলেন। যেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারতেন। আবার উনি আপনাদের কে আগলেও রেখেছেন। এটাও মনে রাইখেন।

ভাই আপনি যদি বাংলা থ্রেডে পোস্ট না করেন তাহলে আপনার কোন ক্ষতি হবে না, বরং আমাদের বাংলা লোকাল বোর্ডে যে সমস্ত ইউজার রয়েছে নতুন তাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে। কেননা আপনাদের মত পুরাতন ইউজার এবং জ্ঞানী ইউজারদের অবশ্যই প্রয়োজন আছে এই ফোরামে আপনারা যদি এখানে শিক্ষামূলক গঠন পোস্ট না করেন তাহলে আমরা কেহই জানতে পারবো না। আপনি পর্যাপ্ত পরিমাণ করেছেন আমাদের বাংলা লোকাল বোর্ডের জন্য এবং আপনার কাছ থেকে আরও আশা করি ভবিষ্যতের জন্য আপনি আরো কিছু শিখাতে সাহায্য করেন আমাদের। আর Little Mouse‌‌ ভাই যদি আমাদের লোকাল বোর্ডে না থাকতো তাহলে হয়তো এতদিন আমাদের এই লোকাল বোর্ড এতদূর নিয়ে আসা সম্ভব হতো না। ২০২৩ সালের শুরুতে খুব একটা লোক এই লোকাল বোর্ডে ছিল না কিন্তু আপনাদের মত অভিজ্ঞ ব্যক্তিরা ধীরে ধীরে সবাইকে আহ্বান জানিয়েছেন এবং অনেক বাংলাদেশী ভাইয়েরা এখানে এসেছে। তাই আপনাদের মত পুরাতন ইউজারদের সব সময় প্রয়োজন এই বাংলা লোকালে, আপনাদের মত পুরাতন ইউজারদের পেয়ে আমরা অবশ্যই খুশি, আপনারা যদি বাংলা লোকাল বোর্ডগুলোতে ভালো ইনফরমেশন না দিতেন তাহলে হয়তো আমরা এ পর্যন্ত আসতে পারতাম না। যাইহোক আপনাদের পর্যাপ্ত পরিমাণ খ্যাতি রয়েছে এই বাংলা লোকাল বোর্ডে এবং ভবিষ্যতে আরো আপনাদের কাছ থেকে আমরা আশা করব ধন্যবাদ ভাইয়েরা।
LDL
hero member
Activity: 742
Merit: 671
November 03, 2023, 08:13:28 PM

ভাই গ্রাম্য ভাষায় একটা কথা আছে "ইঁদুরের ডরে বউ নেংটা রাখা যাবে না"
এখানে প্রতিনিয়ত নতুন নতুন সদস্য যোগ হচ্ছে কিন্তু কয়টা @Little Mouse, @Learn Bitcoin (ভাই আপনার নামটা একটি ছোট করে @LB ব্যবহার করলাম) উৎপন্ন হচ্ছে বলুন। কেউ কেউ শুধুমাত্র পোস্ট সংখ্যা বাড়ানোর জন্য পোস্ট করে থাকে কিন্তু তাদের পোস্ট পড়ে আমরা কি শিখতে পারি বলেন?
আমাদের নতুন সদস্য অবশ্যই দরকার কিন্তু আমাদের পুরাতন সদস্যদের সব সময় দরকার কেননা তাদের ইন্সট্রাকশন ও মূল্যবান ইনফরমেশন আমাদেরকে নতুন কিছু শেখাতে সহায়তা করে।
Alt একাউন্টের বিষয়টা এখানে নতুন নয় কেননা গ্লোবালের যে সকল সদস্যরা আমাদের বাংলাদেশকে হেয় চোখে দেখে তারা মূলত Bounty Abusedএর কারণেই দেখে থাকেন। বিশেষ করে আপনারা যদি নিচের থ্রেডটি লক্ষ্য করেন তাহলে বিষয়গুলো সুইস্পষ্টভাবে বুঝতে পারবেন। এগুলো ভাই অতীতেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি আপনি যতই স্ট্রাগল করি না কেন এই সমস্ত কর্মকাণ্ড থামিয়ে রাখতে পারব না ভাই।

তাই @LB ভাই আপনি অভিমান না করে আগের মত আমাদের গাইডলাইন দিবেন ভাই। মনে রাখবেন ভাই যুগে যুগে শতশত মানুষ জন্মায় কিন্তু মহামানব কোটিতেও মেলে না। তেমনি শতশত ইউজার এখানে থাকলেও @Little Mouse, @Learn Bitcoin কিন্তু একবারই জন্মে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 03, 2023, 07:34:16 PM
সেম সিচুয়েশন। আসতে ইচ্ছা হয়না। এসব এবিউজের মধ্যে আমি জড়াতে চাইনা বা কোনো ভাবে দাগ লাগুগ তা চাইনা, তাই ইনভল্বমেন্ট কমায় দিসি। পুরানো মেম্বার (যেমন আপনি) যাদের সাথে আগে থেকে কথা হতো, শুধু তাদের রিপ্লাই করার চেষ্টা করি। নয়তো একদিন দেখবো কোনো এক গ্লোবাল মেম্বার ট্যাগ মেরে বসে আছে। অলরেডি অনেকরেই ট্যাগ/লিস্ট করছে স্প্যামার হিসেবে তারা।

আপনি শেষে যে কথা বলছেন ঐটা বলে লাভ নাই। এপর্যন্ত অনেকবার বলা হইছে। প্রতিবারই এসব এবিউজ নিয়ে সর্তক করা হয়, আর প্রতিবারই এসব সর্তকের পরে নতুন পন্থায় এবিউজ চালু হয়, আর প্রতিবারই বাংলা বোর্ডের নাম পানির নিচে ডোবে। নন স্টপ সাইকেল।

ধরে নেন আমি বাংলাদেশ থ্রেড এ পর পর ৪ মাস এক টানা টপ পোষ্টার ছিলাম। এমন নয় যে আমি এখান থেকে কিছু পাই নি বা দেইনি। আমার ম্যাক্সিমাম পোষ্ট আমার লোকাল থ্রেড এর এবং এখানেই আমি সবচাইতে বেশি মেরিট শেয়ার করেছি। কেনো একটা মেম্বারের মেরিট হিষ্টোরি দেখলেই বুঝতে পারবেন যে ওনারা আসলে কি করছেন। ওনাদের মেরিট হিষ্টোরি তে কোনো প্রমিনেন্ট মেম্বার নেই। ঘুরে ফিরে এক বা একাধিক অল্ট একাউন্ট এর মেরিট দিয়ে নিজের একাউন্ট গ্রো করছে।

আমি যদি বাংলাদেশ থ্রেড এ একবারেই পোষ্ট না করি, আমার কি খুব ক্ষতি হয়ে যাবে? আর যারা এবিউজ করে যাচ্ছে, তাদের যদি এক্সপোজ করে দেই, আমার কি খুব ক্ষতি হবে? আপনারা মনে রাইখেন, আপনারা Little Mouse নামে একজন কে পেয়েছিলেন। যেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারতেন। আবার উনি আপনাদের কে আগলেও রেখেছেন। এটাও মনে রাইখেন।

ভাই, ভাবি এবং মেয়ের কি অবস্থা এখন?

আলহামদুলিল্লাহ ভাই। ওনারা সুস্থ হচ্ছে আস্তে আস্তে।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 03, 2023, 04:14:00 PM
প্রথম দশজন পোস্টদাতা
1. cryptoWODL [52]
2. synchronym [41]
3. HelliumZ [37]
4. DYING_S0UL [33]
5. Learn Bitcoin [30]
6. Z_MBFM [28]
7. Bd officer [21]
8. Bitcoin_people [21]
9. Fuso.hp [21]
10. BD Technical [19]
প্রথমে আমি অক্টোবর মাসের উঠে আসা ১০ জন সদস্যদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের সফলতাও পেয়েছেন। আশা করি নভেম্বর মাসে আপনারা এই ১০ জনের তালিকার মধ্যে থাকবেন সেই সাথে আমিও আশা করি আপনাদের তালিকার মধ্যে থাকবো। বাংলা লোকাল বোর্ডের প্রত্যেকটা সদস্যের মধ্যে যদি প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয় তাহলে আমাদের এই লোকাল বোর্ড অনেক এগিয়ে যাবে এবং ভালো পজিশন তৈরি করবে। আমি আশা করি আমাদের এই লোকাল বোর্ডের প্রত্যেকটা ব্যক্তি তাদের মনের মধ্যে প্রতিযোগিতা তৈরি করবে ১০ জন ব্যক্তির লিস্টে থাকার জন্য। এগিয়ে যাক আমাদের এই বাংলা লোকাল বোর্ড। সেই সাথে আমি আবারো আমাদের বাংলা লোকাল বোর্ডের প্রত্যেকটা সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ।
member
Activity: 64
Merit: 26
November 03, 2023, 11:19:54 AM
jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
November 03, 2023, 09:56:09 AM
Bitcoin Amsterdam Levels Fight League খেলায় বাংলাদেশী বংশভৃত শাহ কামালি ফিলিস্তিনের পতাকা নিয়ে নেদারল্যান্ডে মিক্সড মার্শাল আর্ট এমএমএ ফাইটারে নেমে আলোচনায় উঠে পড়েছে বাংলাদেশী বংশগত এই খেলোয়াড়। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহপাড়ায় জন্ম শাহ কামালির। মাত্র এক মিনিট সময়ের মধ্যে প্রতিপক্ষ খেলোয়ার কে তিনি পরাজিত করে ফেলেন। শুধু ফাইটের জন্যই তিনি আলোচনায় উঠে আসেননি তিনি বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা নিয়ে ফাইট করতে এসেছেন।
যার মাধ্যমে প্রকাশ পায় বাংলাদেশীরা সবসময় ফিলিস্তিনিদের পক্ষে। শাহ কামালির এমন কর্মকাণ্ডকে বিশ্বের শান্তিরক্ষায় এবং এই নির্মম নির্যাতন ও যুদ্ধ বন্ধের একটি মাইল ফলক প্রকাশ করে।
আল্লাহ এই দুনিয়াতে তুমি তোমার রহমতের দ্বারা শান্তি বর্ষিত কর এবং এই নির্মম নির্যাতন ও যুদ্ধ কে বন্ধ করার ব্যবস্থা করে দাও । ……আমিন
সোর্স লিংক :




# https://youtu.be/u1RMZyyNMYA?si=6_mQx3EgRowLmIhG
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
November 03, 2023, 09:11:10 AM
Quote
8. Bitcoin_people [21]

অক্টোবর মাসের টপ ১০ জন পোস্টে তার মধ্যে আমি রয়েছে এটা দেখে অনেকটা ভালো লাগলো, আমি এই মাসে খুব একটা বেশি পোস্ট দেই নি তবুও যে ১০ জনের মধ্যে একজন হতে পেরেছি এটাই অনেক। বর্তমানে আমাদের বাংলা লোকাল বোর্ডে অনেক নতুন ইউজারের আগমন হয়েছে এটা দেখে আরো ভালো লাগতেছে ইউজার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের বাংলা লোকাল বোর্ড ও আলোকিত হচ্ছে বলে মনে হয়। যাইহোক ধীরে ধীরে নতুন ইউজার বাংলা লোকাল বলে আসুক এবং আমাদের বাংলা বোর্ড কে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাক এটাই আশা করি এবং সকলের সুস্থ কামনা করি।
তবে একটা বিষয় লক্ষ্য করলাম সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে পোষ্টের পরিমাণ এবং মেরিট সেন্ট এর বিষয়টি অনেক কম হয়েছে। তবে গত মাসে আমরা অনেকগুলো পোস্ট করেছিলাম মোট 551 টি, যেখানে আমি ভেবেছিলাম হয়তো এই মাসে আরও বেশি পোস্ট হবে লোকাল বোর্ডে। কিন্তু অক্টোবর মাসে পোস্ট এর সংখ্যা অনেকটা কমে গিয়েছে 391 পোস্ট হয়েছে মাত্র, তবে আমরা আশা করতে পারি সামনের মাসে অবশ্যই পোস্টের সংখ্যা বৃদ্ধি পাবে।
যদি আমরা টানা কয়েক মাস পোস্ট এর সংখ্যা বৃদ্ধি করতে পারি তাহলে হয়তো আমাদের লোকাল ভোট ভালো একটি অবস্থানে স্থান দখল করতে পারবে, আমাদের পাশের বোর্ড পাকিস্তানে অনেক পোস্ট হয়ে থাকে প্রতি মাসে সেই অনুসারে আমরা অবশ্যই পোস্ট করার চেষ্টা করব। যদি আমরা প্রতিনিয়ত ভালো কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে পারি তাহলে অবশ্যই অন্য সকল বোর্ডের যে এগিয়ে যেতে পারবো।
ধন্যবাদ সবাইকে অবশ্যই বাংলা লোকাল করে সময় দিবেন এবং সকলকে সাহায্য সহযোগিতা করবে।
sr. member
Activity: 490
Merit: 294
November 03, 2023, 08:55:44 AM
আমরা অনেকেই আমাদের টাকাগুলো বিভিন্ন কার্ডের মাধ্যমে এটিএম মেশিন থেকে উত্তোলন করি। সেটা হতে পারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড।
বাংলাদেশের সরকার সম্প্রীতি একটি নতুন কার্ডের উল্লেখ করেছেন এবং সেই কার্ড ইতিমধ্যে তিনটি ব্যাংক সাপোর্ট করেছে। সেই কার্ডের নাম হচ্ছে,"TakaPay"কার্ড। এই কার্ডের মাধ্যমে যে ব্যাংকগুলো থেকে টাকা উত্তোলন করা যাবে সেগুলো হচ্ছে Brac Bank, City Bank এবং Sonali Bank। TakaPay মূলত বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত "ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ" যা ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় সেভা প্রদান করবে।


বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং সিস্টেম অনেকটাই উন্নতি করতে সক্ষম হয়েছে, কিছু মোবাইল অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট একটি ব্যাংক একাউন্ট থেকে বাংলাদেশের যেকোনো ব্যাংক একাউন্টে সহজে টাকা ট্রান্সফার করা যাচ্ছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১ অ্যাপ  থেকে অন্য অ্যাপে টাকা লেনদেন করতেও খুব একটা পরিমাণ চার্জ প্রযোজ্য হয় না। ব্যাংকিং সিস্টেমগুলো প্রতিযোগিতার মাধ্যমে মার্কেটে টিকে রয়েছে। ইসলামী ব্যাংকের আলাদা মোবাইল ব্যাংকিং অ্যাপস রয়েছে ডাচ বাংলা ব্যাংকের আলাদা মোবাইল ব্যাংকিং অ্যাপ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সিস্টেম আলাদা হলেও এর কাজ কিন্তু একই।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 03, 2023, 06:44:47 AM
5. Learn Bitcoin [30]
ফাইনালি আমাকে অনেকে মিলেই বিট করেছেন। সবাইকে ধন্যবাদ একটিভ থাকার জন্য। পর পর একটানা ৪ মাস ১ নাম্বারে থেকে থেকে বোর হয়ে গিয়েছিলাম। তাই আপনাদের সবাইকে একটা চান্স দিলাম আমাকে বিট করার জন্য। মজা করলাম  Grin Grin

যাই হোক। বাংলাদেশ থ্রেডের কিছু নেগেটিভ একটিভিটি আমাকে এখানে একটিভ হওয়ার থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছে। চোখের সামনে এবিউজ হচ্ছে, আমরা সবাই এটা দেখছি। কিন্তু নিজেদের রেপুটেশন খারাপ হবে বলে কিছু বলছি না। মাঝে মাঝে মনে হয় নাম গুলো উল্লেখ করে বলি, তবুও যদি একটু লজ্জা শরম হয় মানুষের। আমার মনে হয় একই কারনে বাংলাদেশ থ্রেড এর আরো মেম্বার রা থ্রেড এ একটিভ হতে চায় না। এমন হতে থাকলে আপনারাই থাকবেন এখানে। আমিও আর আসবো না।
হা হা। বরাবর আমি আর আপনি আবারো আগে পিছে Grin। এবার মনে হয় সব্বোচ্চ পোস্ট কাউন্ট দেখলাম একজন সিংগেল ইউজারের দ্বারা। এর আগে কি কখনো হাফ সেন্চুরি হইছে? আমার মনে হয়না। যাই হোক ভালোই লাগলোWink

সেম সিচুয়েশন। আসতে ইচ্ছা হয়না। এসব এবিউজের মধ্যে আমি জড়াতে চাইনা বা কোনো ভাবে দাগ লাগুগ তা চাইনা, তাই ইনভল্বমেন্ট কমায় দিসি। পুরানো মেম্বার (যেমন আপনি) যাদের সাথে আগে থেকে কথা হতো, শুধু তাদের রিপ্লাই করার চেষ্টা করি। নয়তো একদিন দেখবো কোনো এক গ্লোবাল মেম্বার ট্যাগ মেরে বসে আছে। অলরেডি অনেকরেই ট্যাগ/লিস্ট করছে স্প্যামার হিসেবে তারা।

আপনি শেষে যে কথা বলছেন ঐটা বলে লাভ নাই। এপর্যন্ত অনেকবার বলা হইছে। প্রতিবারই এসব এবিউজ নিয়ে সর্তক করা হয়, আর প্রতিবারই এসব সর্তকের পরে নতুন পন্থায় এবিউজ চালু হয়, আর প্রতিবারই বাংলা বোর্ডের নাম পানির নিচে ডোবে। নন স্টপ সাইকেল।



ভাই, ভাবি এবং মেয়ের কি অবস্থা এখন?
sr. member
Activity: 546
Merit: 268
November 03, 2023, 05:54:49 AM
আমরা অনেকেই আমাদের টাকাগুলো বিভিন্ন কার্ডের মাধ্যমে এটিএম মেশিন থেকে উত্তোলন করি। সেটা হতে পারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড।
বাংলাদেশের সরকার সম্প্রীতি একটি নতুন কার্ডের উল্লেখ করেছেন এবং সেই কার্ড ইতিমধ্যে তিনটি ব্যাংক সাপোর্ট করেছে। সেই কার্ডের নাম হচ্ছে,"TakaPay"কার্ড। এই কার্ডের মাধ্যমে যে ব্যাংকগুলো থেকে টাকা উত্তোলন করা যাবে সেগুলো হচ্ছে Brac Bank, City Bank এবং Sonali Bank। TakaPay মূলত বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত "ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ" যা ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় সেভা প্রদান করবে।


আপনি কি এই card আপনার নিজের টা এখানে শেয়ার করেছেন না অন্য কোন ডিমো কার্ড এখানে শেয়ার করেছেন?
নিজের কোন ব্যক্তিগত তথ্য এখানে শেয়ার করবেন না। এখানে কিছু ব্যাক্তিগত তথ্য আপনার অনেক বড় ধরনের ক্ষতি করতে পারে।এই TakaPay Card এর কিছু ডিজিট আপনার ব্যক্তিগত তথ্য বের করার জন্য যথেষ্ট।তাই আপাতত কোন তথ্য শেয়ার করার আগে অবশ্যই আপনার সিকিউরিটির বিষয়টি ভেবে দেখবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 03, 2023, 04:41:52 AM
5. Learn Bitcoin [30]

ফাইনালি আমাকে অনেকে মিলেই বিট করেছেন। সবাইকে ধন্যবাদ একটিভ থাকার জন্য। পর পর একটানা ৪ মাস ১ নাম্বারে থেকে থেকে বোর হয়ে গিয়েছিলাম। তাই আপনাদের সবাইকে একটা চান্স দিলাম আমাকে বিট করার জন্য। মজা করলাম  Grin Grin

যাই হোক। বাংলাদেশ থ্রেডের কিছু নেগেটিভ একটিভিটি আমাকে এখানে একটিভ হওয়ার থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছে। চোখের সামনে এবিউজ হচ্ছে, আমরা সবাই এটা দেখছি। কিন্তু নিজেদের রেপুটেশন খারাপ হবে বলে কিছু বলছি না। মাঝে মাঝে মনে হয় নাম গুলো উল্লেখ করে বলি, তবুও যদি একটু লজ্জা শরম হয় মানুষের। আমার মনে হয় একই কারনে বাংলাদেশ থ্রেড এর আরো মেম্বার রা থ্রেড এ একটিভ হতে চায় না। এমন হতে থাকলে আপনারাই থাকবেন এখানে। আমিও আর আসবো না।
sr. member
Activity: 476
Merit: 359
November 03, 2023, 04:23:08 AM
আমরা অনেকেই আমাদের টাকাগুলো বিভিন্ন কার্ডের মাধ্যমে এটিএম মেশিন থেকে উত্তোলন করি। সেটা হতে পারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড।
বাংলাদেশের সরকার সম্প্রীতি একটি নতুন কার্ডের উল্লেখ করেছেন এবং সেই কার্ড ইতিমধ্যে তিনটি ব্যাংক সাপোর্ট করেছে। সেই কার্ডের নাম হচ্ছে,"TakaPay"কার্ড। এই কার্ডের মাধ্যমে যে ব্যাংকগুলো থেকে টাকা উত্তোলন করা যাবে সেগুলো হচ্ছে Brac Bank, City Bank এবং Sonali Bank। TakaPay মূলত বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত "ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ" যা ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় সেভা প্রদান করবে।

member
Activity: 64
Merit: 26
November 03, 2023, 12:36:00 AM
full member
Activity: 546
Merit: 164
November 03, 2023, 12:21:27 AM
আজকে এক প্রবাসী ভাইয়ের জীবন কাহিনী চোখের সামনে দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আসলে কি ভাই বোনের সম্পর্ক সম্পদের কারণে  নষ্ট হয়ে যায়। জানিনা বাংলা লোকাল  থেডে পোস্ট করা ঠিক হচ্ছে কিনা তবুও করলাম এ পোষ্টের মাধ্যমে হয়তো অনেকে সতর্ক হবে। এই জিনিসটা আমার এলাকাতে ঘটছে ঐ প্রবাসী ভাইটা বিদেশ যাওয়ার সময় তার ব্যাংকের একাউন্টে তার বোনের নামে করে যায়। বাবা-মা অনেক বৃদ্ধ থাকায় বড় বোনের নামে ব্যাংকের অ্যাকাউন্টটা করে যায়। বিদেশ থেকে প্রবাসী ভাই তার যত টাকা পয়সা সব ঐ ব্যাংকে পাঠায়। তার ভাই যখন বিদেশ ছিল তার বোনের সাথে সম্পর্ক স্বাভাবিক ছিল তারপর  ৬ বছর আসলো। দেশে আসার উদ্দেশ্য হল তার বাবা মারা যাওয়ার কারণে  দেশে আসা। দেশে এসে তার মায়ের কাছে শুনে তারা অনেক কষ্টে জীবন যাপন করছে তার বাবা প্রায় বিনা চিকিৎসায় মারা গেছে। এ কথাগুলো এলাকার লোকজনের কাছে শুনছে যে তুমি বিদেশে থাকো বাবা-মাকে দেখনা টাকা পাঠাও না।  তারপর তার বোনের কাছে যখন তার ভাই টাকার হিসাব চায় তখন রীতিমতো অস্বীকার করে তারপরে ভাই কি করবে ভাই বোনের সম্পর্ক তো। তখন তার বাই বিষের বোতল নিয়ে তার বোনের বাসার সামনে বিষ খেয়ে ফেলে তারপরও তার নিষ্ঠুর বোন একবার বাহিরে আসে না যে ভাই আমরা এক জায়গায় বসে সব আলোচনা করে ঠিক করব। তারপর তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় সম্ভবত এটা  এলাকার চেয়ারম্যান মাধ্যমে বিচার অনুষ্ঠিত হবে। আসলে যদি এরকম ভাই বোনের সম্পর্ক হয়ে দাঁড়ায় তাহলে আমরা বিশ্বাস করবো কাকে?
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 02, 2023, 04:24:30 PM
মিলিয়ন কিংবা এর ১০ ভাগের ১ ভাগ ইনকাম করা শেষে ফোরামে আবার এক্টিভ হইয়া নিজের পদোন্নতিতে মনোনিবেশ করবো, যেন Legendary পদে যেতে পারি  Grin। ততোদিন দোয়া রাইখেন।

যদিও মিলিয়ন কিংবা তার ১০ ভাগের ১ ভাগ হোল্ডিং হয়নি। আর এই বেয়ার মার্কেটে তেমন কিছু মজাদার পাইতেছি নাহ, তাই ভাবলাম ফোরামে আরেকবার ঢু মেরে যাই।

যাই হোক, মনে হয় ফোরামে কিছু তথ্যবহুল পোষ্ট করবো, যদি সময় পেয়ে যাই। যদিও মূল উদ্দেশ্য থাকবে আমার কমিউনিটির ইংরেজি পোস্টগুলোকে বাংলায় সংক্ষেপে এখানে পোষ্ট করার।  Grin

আমার ফোরামে ফেরত আসাতে কারো কি সমস্যা হয়েছে নাকি, বুঝলাম কার এত ফ্রি সময় ছিল যে, আমার পুরাতন পোষ্টগুলোতে ভুয়া রিপোর্ট মেরে এই কাহিনী করছে।  Grin যাই হোক বেশি কিছু নাহ বলি, আমি নিজের মতো করে সবার জন্য পোষ্ট করতে থাকবো। বাকি যার ফ্রি সময় আছে, সে তার কাজ করবে। আমার কোনো সমস্যা নেই।


এখন আসি কিছু আপডেট এবং কিছু প্রজেক্টের তথ্য নিয়ে, যেগুলো আপনাদেরকে হয়তো সহায়তা করবে। বাকি আপনাদের বিশ্লেষণের উপর নির্ভর করবে, আপনারা কেমন লাভবান হবেন এসব থেকে।

Pyth Airdrop: Chainlink এর নাম আমরা সকলেই জানি প্রায় এবং Pyth Network হইলো Chainlink এর প্রতিযোগী। আর এরা মূলত on-chain oracle price কিংবা বাংলা ভাষায় ডিসেন্ট্রালাইজ বিভিন্ন প্রজেক্টকে টোকেন কিংবা কয়েনের মূল্য কত চলে, সেটি প্রদান করে থাকে। যদিও মার্কেটে আরো অনেক প্রতিযোগী রয়েছে, ওটা মূল বিষয় নয়। সম্প্রতি Pyth Network এয়ারড্রপের বিষয়টি পোষ্ট করেছে এবং যেসকল ব্যবহারকারী Pyth Network এর oracle price feed ব্যবহার করা প্রজেক্টগুলো ব্যবহার করে ছিল, তারা সকলেই প্রায় এই টোকেনের এয়ারড্রপ পাবেন। যারা HMX এর এয়ারড্রপ পেয়েছেন এবং তাদের Beta version এ ট্রেডিং করেছেন। তাদেরকে অভিনন্দন, কারণ HMX প্রজেক্টটি Pyth Network এর oracle feed ব্যবহার করেছে এবং আমরা তাদের dApp এ ট্রেড করায় PYTH টোকেনের এয়ারড্রপ পাবো।

--> এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করে এয়ারড্রপের পরিমাণ দেখতে পারেন: https://airdrop.pyth.network/review-eligibility


Vaultka Airdrop: আমি গত ২২ অক্টোবরের পোষ্টেই এই প্রজেক্টের বিষয়টি সংক্ষেপে তুলে ধরেছিলাম। যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের অভিনন্দন এয়ারড্রপটির জন্য। যদিও এখানে রিওয়ার্ডের পরিমাণ আপনার স্টেকিং করা অর্থের উপর নির্ভর করবে। কারণ যত আপনি বড় অর্থ স্টেকিং করেছিলেন, তত বেশি পয়েন্ট পেয়েছিলেন। আর তার উপরই আপনার রিওয়ার্ডের পরিমাণ নির্ভর করেছে। আমি প্রায় ১২ হাজার পয়েন্ট পেয়েছিলাম এবং $২০০ এর সমপরিমাণ esVKA টোকেন এয়ারড্রপে পেয়েছি।

Vaultka প্রজেক্টের এয়ারড্রপ: https://twitter.com/officialbitbyte/status/1705700394931015844
সংক্ষিপ্ত বর্ণনা: প্রজেক্টি মূলত Leveraged Farming প্রজেক্ট, অর্থ্যাৎ এখানে আপনারা চাইলে নিজেদের স্টাবলকয়েন যেমন USDC.e, USDC, DAI ইত্যাদি লেন্ডিং করার মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন কিংবা বিভিন্ন লেভারেজ ট্রেডিং প্লাটফর্মের LP টোকেনগুলোতে 5x পর্যন্তু লেভারেজ ব্যবহার করে স্ট্যাটেজি ভল্ট ব্যবহারের মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন। এটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ প্লাটফর্ম !!


--> এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করে এয়ারড্রপের পরিমাণ দেখতে পারেন: https://www.vaultka.com/app/airdrop

আমি ব্যক্তিগতভাবে vaultka এয়ারড্রপের টোকেনগুলো স্টেকিং-এ রেখে দিয়েছি। কারণ আমি মনে করি, টোকনটি $১ কিংবা এর কাছাকাছি যেতে পারে। যেহেতু esVKA এর vesting আছে, তাই VKA টোকেনের মূল্য $0.50 স্পর্শ করলে, আমি vesting এ দিবো, যেন esVKA টোকেনকে VKA টোকেনে পেতে পারি।
টুইট লিংক:  https://twitter.com/officialbitbyte/status/1720043359941894562


এখন কিছু নতুন প্রজেক্ট নিয়ে কথা বলা যাক। আমি শুধু পোষ্টের লিংকগুলো দিবো, যাদের ইচ্ছা দেখে নিয়েন। কারণ আমি হয়তো প্রজেক্টগুলো নিয়ে সামনে টুইটারে বিস্তারিত পোষ্ট করবো।  Wink
Good Entry Retrodrop:  https://t.me/bitbytecrypto/66976
Navigator Exchange Testnet:  https://t.me/bitbytecrypto/66979
Surf Protocol Testnet:  https://t.me/bitbytecrypto/67019

এই তিন প্রজেক্ট নিয়ে বেশি কিছু লেখলাম নাহ, কারণ লিংকে গেলেই আপনারা সংক্ষিপ্ত বিবরণি পেয় যাবে। আর আমি সময় পেলে টুইটারে পোষ্ট করবো এবং এখানে সেটি সকলের জন্য শেয়ার করবো, যেমনটা vaultka এয়ারড্রপের ক্ষেত্রে করেছিলাম । বাকি আপনারা নিজেদের দক্ষতা ব্যবহার করে বিশ্লেষণ শেষে যেটিতে মন চায়, সেটিতে অংশগ্রহণ করতে পারেন।  Grin
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 02, 2023, 12:37:52 PM
অক্টোবর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
সুখবর  এখনো পর্যন্ত এ বছরের সর্বোচ্চ পোস্ট অ্যাক্টিভিটি হয়েছে অক্টোবর মাসে।  যদিও আমাদের মাথায় রাখতে হবে শুধু কোয়ান্টিটি হলে চলবে না কোয়ালিটিও হতে হবে । মেরিট অর্জনের কথা যদি বলি তাহলে এখানেও  গত মাসের থেকে এ মাসে মেরিট অর্জনের পরিমাণও বেশি।
অভিনন্দন এবং ধন্যবাদ সবাইকে যারা এই মাইলস্টোন টাচ করতে অবদান রেখেছেন। পাশাপাশি সবার প্রতি অনুরোধ থাকবে যে স্প্যাম পোস্ট  না করার। যাই হোক উন্নতির ধারাবাহিকতা বজায় থাকুক।

অক্টোবর মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 551টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 241টি



সেপ্টেম্বর মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 391টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 214টি




প্রথম দশজন পোস্টদাতা
1. cryptoWODL [52]
2. synchronym [41]
3. HelliumZ [37]
4. DYING_S0UL [33]
5. Learn Bitcoin [30]
6. Z_MBFM [28]
7. Bd officer [21]
8. Bitcoin_people [21]
9. Fuso.hp [21]
10. BD Technical [19]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৩
আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
অক্টোবর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
নভেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩

এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  
full member
Activity: 546
Merit: 164
November 02, 2023, 11:49:41 AM
সাধারণ একজন মানুষ সে বিএনপি করে না জামাতে করে না অথচ তার যদি দাড়ি থাকে তাকে জামাত-শিবির বলে এরেস্ট করা হচ্ছে । বর্তমান এই হলো আমাদের দেশের সমাজ ব্যবস্থা।
মনে হচ্ছে আপনি এই কথাটা বেশি বলে ফেললেন, জামাত বা শিবির করে এমন কোন লোককে এখন আটক করেনি তবে আটক করেছে যাদের তারা কিন্তু সেই দলের নেতা কোন কর্মীকে এখনো পুলিশ আটক করেনি। সমাজব্যবস্থা সবার কাছে সমান নয় যে যে দল করে তার কাছে সেই রকম।
বর্তমান সরকারের কার্যক্রমে সবাই অনেক অতিষ্ঠ এবং অনেকে বলেছে যে এটি জঘন্যতম রাজনীতি।
ভাই আপনি কিছু মনে করবেন না আমি কোন কথাটা বেশি বললাম একটু বলবেন প্লিজ। আমাদের দেশে প্রত্যেকটা মানুষ ভালোভাবে বুঝতে পারে যে একজন দাড়িওয়ালা পাটুপিওয়ালা মানুষকে যদি দেখে আমাদের পুলিশ বাহিনীরা কেমন ভাবে হেনস্থা করে। হয়তো দারিয়ালা লোক সে  জামাত শিবির নাও করতে পারে অথচ তাকে বিভিন্ন ধরনের হ্যারেজমেন্টের স্বীকার করা হয় তাকে সার্চ করা হয়। অনেক লোক আছে যারা সরকারি চাকরি জন্য যদি আবেদন করে যদি দেখে তার মুখে দাড়ি আছে বা সে জামাত করে বিএনপি করে তার চাকরি হয় না । তাহলে বলেন এটা কি সুষ্ঠু রাজনীতি নাকি নোংরা রাজনীতি অবশ্যই এটা নোংরা রাজনীতি নাকি আপনার কি মনে হয় এটা সুস্থ রাজনীতি?
sr. member
Activity: 1372
Merit: 322
November 02, 2023, 10:04:50 AM
আর আপনি আমার মূল বিষয়টা ইচ্ছে করে ঘোরায় ফেলছেন। একজন নতুন মেম্বার হিসেবে প্রথম দিন থেকেই ইমেজ হোস্টিং, আবার ফোরামের মেম্বার দ্বারা নির্মিত ডেডিকেটেড হোস্টিং সাইট এগুলো সম্পর্কে আগে থেকে নলেজ থাকা আমার কাছে বিশ্বাস যোগ্য মনে হয়না। হ্যা অনেকে আগে থেকেই হয়তো জানে বিষয়টা বাট আবার অনেকে জানেও না।
কথাটা আপনিই ঘুরিয়েছেন ইচ্ছে করে অথবা আপনি কোট বুঝেন না ভাই।

জানতামই না, ফোরামের নিজস্ব ডেডিকেটেড হোস্টিং সাইট আছে।
ফোরামের নিজস্ব হস্টিং সাইট কোথায় আছে? ভুল তথ্য ছড়াবেন না।

Quote
BBcode এর কথা তো বাদই দিলাম। ঐটা আয়ত্ব করতে আমার মিনিমাম ১৫-২০ দিন লাগছিল। আর এদের দেখি কি সুন্দর পরিপাটি মার্জিন মারা ডিজাইন ওয়ালা BBcode এর ব্যবহার দেখায়, কেমনে বোল্ড করে, ইটালিক করে, সাইজ করে সব পারে।
এইটা কোন রিজন হতে পারে না। আপনি জানেন না মানে যে অন্য কেউ জানবে না তা তো সঠিক নয়। SMF বর্তমানে জনপ্রিয় না হলেও একটা সময় সবচেয়ে জনপ্রিয় ফোরাম সফটওয়্যার ছিল। আমি নিজেও এই ফোরাম ব্যবহারের আগে আরো দুইটি একই ধরনের ফোরাম ব্যবহার করেছি।
আমার পোস্টটা আবার পড়ুন। ইমেজ হস্টিং সম্পর্কে আমি শুধু বলছি এইটা ফোরামের না। কেউ আগে থেকে এই ব্যাপারে জানবে না জানবে সে নিয়ে আমি কিছু বলেছি?

পক্ষান্তরে, SMF নিয়ে আমি বলেছি। এইটা জানা না জানা দিয়ে অল্ট একাউন্ট বোঝা যায় না।

তাহলে আপনিই দেখুন কে বিষয় ঘুরিয়ে ফেলছে।
sr. member
Activity: 546
Merit: 268
November 02, 2023, 09:48:59 AM
সাধারণ একজন মানুষ সে বিএনপি করে না জামাতে করে না অথচ তার যদি দাড়ি থাকে তাকে জামাত-শিবির বলে এরেস্ট করা হচ্ছে । বর্তমান এই হলো আমাদের দেশের সমাজ ব্যবস্থা।
মনে হচ্ছে আপনি এই কথাটা বেশি বলে ফেললেন, জামাত বা শিবির করে এমন কোন লোককে এখন আটক করেনি তবে আটক করেছে যাদের তারা কিন্তু সেই দলের নেতা কোন কর্মীকে এখনো পুলিশ আটক করেনি। সমাজব্যবস্থা সবার কাছে সমান নয় যে যে দল করে তার কাছে সেই রকম।
বর্তমান সরকারের কার্যক্রমে সবাই অনেক অতিষ্ঠ এবং অনেকে বলেছে যে এটি জঘন্যতম রাজনীতি।
সরকার একটি বিশেষ মহল কে খুশি রাখতে এরকম এক চোখা রাজনীতি করছে। যে যাই বলুক তালগাছটা আমার এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির আদর্শ। তবে রাজনীতি এই সকল বিষয় নিয়ে হবে কেন?
দাড়ি টুপি এগুলো হচ্ছে একজন মুসলমানের অধিকার ‌‌। অথচ এই অধিকারকে খর্ব করে বিভিন্নভাবে টর্চার করা হচ্ছে। কুরআন, মুসলমানদের স্বাধীনতা ও চলাফেরার স্বাধীনতা ইত্যাদি যদি দমিয়ে রাখতে পারে তাহলে একটি বিশেষ মহল বিশেষ খুশিতে ডটডটডটডটডট...............
sr. member
Activity: 420
Merit: 376
November 02, 2023, 06:23:42 AM
সাধারণ একজন মানুষ সে বিএনপি করে না জামাতে করে না অথচ তার যদি দাড়ি থাকে তাকে জামাত-শিবির বলে এরেস্ট করা হচ্ছে । বর্তমান এই হলো আমাদের দেশের সমাজ ব্যবস্থা।
মনে হচ্ছে আপনি এই কথাটা বেশি বলে ফেললেন, জামাত বা শিবির করে এমন কোন লোককে এখন আটক করেনি তবে আটক করেছে যাদের তারা কিন্তু সেই দলের নেতা কোন কর্মীকে এখনো পুলিশ আটক করেনি। সমাজব্যবস্থা সবার কাছে সমান নয় যে যে দল করে তার কাছে সেই রকম।
বর্তমান সরকারের কার্যক্রমে সবাই অনেক অতিষ্ঠ এবং অনেকে বলেছে যে এটি জঘন্যতম রাজনীতি।
Jump to: